Ki Hole Ki Hoto | কি হলে কি হতো | Arnob | Mithila | Indrashis Roy | Bangla Song 2019

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии •

  • @JewelfactX
    @JewelfactX 5 лет назад +67

    অর্ণব এর ভক্তরা কোথায় ? লাইক দিয়ে জানাও এখানে।
    👇

  • @abdullahmozammil1586
    @abdullahmozammil1586 5 лет назад +59

    একটা মানুষের সবগুলো গানই সেরা হয় কিভাবে বুঝিনা!!
    সেই "হোক কলরব" থেকে শুনছি, কোন গানই মিস করিনি।
    He is my favorite Singer.

  • @brishtibilash6358
    @brishtibilash6358 5 лет назад +113

    গানটা 4:27 শেষ কেন?😭😭😭 একটা মানুষের প্রত্যেকটা গান এতো সুন্দর কেমনে হইতে পারে........best gift ever for Eid ....❤❤❤

  • @arnobsfanclub2348
    @arnobsfanclub2348 5 лет назад +150

    ভিডিও টা দেখে গান শুনার চেয়ে ভিডিও না দেখে চোখ বন্ধ করে গানটা শুনে দেখলাম
    ভালোই লাগল
    অর্ণব ফ্লেভারটা পাওয়া গেল 👌 💜

    • @Madhobiaasr
      @Madhobiaasr 5 лет назад +1

      আমিও তাই করেছি ❤

    • @luckySR723
      @luckySR723 5 лет назад +1

      Amio chokh bondho kore shunsi akhon video dekhsi r comments porchi ...r apnake reply dilam

    • @tamannasayeedjafrin9868
      @tamannasayeedjafrin9868 2 года назад

      👍

  • @sumaiyakarimoyshi
    @sumaiyakarimoyshi 5 лет назад +350

    অসাধারন।
    বাংলাদেশ কি আছে!
    অর্ণব আছে ♥

  • @pujarinisarder4259
    @pujarinisarder4259 2 года назад +6

    চুপিচুপি কেঁদে রোদ পোহানো দিনের সঙ্গী তুমি অর্ণব!❤️

  • @ShahbazTrishan
    @ShahbazTrishan 5 лет назад +78

    সকাল থেকে অপেক্ষায় ছিলাম বার বার চেক করেছি কখন আপলোড দেবে।
    ভালোবাসা অর্নব ❤

  • @JahidHasan-wb3dj
    @JahidHasan-wb3dj 5 лет назад +51

    এই কণ্ঠটা শোনার জন্যে কত কত যে অপেক্ষার প্রহর গুণেছি বলে বুঝাতে পারবো না! অর্ণব দা প্লিজ এবার আর হারিয়ে যাবেন না।অধীর আগ্রহে অপেক্ষা করি এই কণ্ঠটা শুনার জন্য ❤❤

  • @mashruphasan2025
    @mashruphasan2025 5 лет назад +1

    goosebump এসে গেল। মনে হলো যেন নিজের জন্য নিজে লিখেছি, নিজে গাইছি এই গান টা। কিভাবে সৃষ্টি করেন এরকম হৃদয় ছোয়া গান??!!!

  • @ayshatakia203
    @ayshatakia203 5 лет назад +44

    Arnob is loveeeee😍😍😍😍 Damn his voice is so unique😍😍 listening this song continuously from yesterday❤❤❤ & mithila acted so perfectly here😍😍😍 Lovee this two cousins Arnob & mithila😍😍❤❤

  • @riana___
    @riana___ 5 лет назад +6

    এটার-ই প্রয়োজন ছিলো,ধন্যবাদ অর্ণব ♡

  • @UttamKumar-ii6ug
    @UttamKumar-ii6ug 5 лет назад +7

    কন্ঠটাতে কি জাদু আছে জানি না!!!
    বারেবারে মোহিত করে
    😍😍😍

  • @sadmanmahmud9876
    @sadmanmahmud9876 5 лет назад +9

    উনার কন্ঠে গান শুনলে আসলেই অসুখ চলে যাবে!!
    ইনি একটা ভালোবাসা😍😍

  • @russellbhai3622
    @russellbhai3622 5 лет назад +170

    এই মানুষটার কন্ঠে জাদু আছে মনে হয় 😍

    • @ekramulanam
      @ekramulanam 5 лет назад +5

      No doubt about that, brother.😊

    • @tanjimahmed1980
      @tanjimahmed1980 3 года назад

      হ্যা গড গিফ্টেড

  • @shadmantawsif9964
    @shadmantawsif9964 5 лет назад +5

    Finally একটা অসাধারণ বাংলা মিউজিক ভিডিও। 👏👏👌👌

  • @divash_krishna
    @divash_krishna 5 лет назад +3

    দাদা। ধন্যবাদ। এতদিন পর অর্ণব দা এত সুন্দর গান উপহার দিলেন। অসাধারণ লেখা। রবীন্দ্র অনুভুতি। কীর্তণের ছোঁয়া। অর্ণব দার সুর নিয়ে শিশুর পাগলামি। এ গানের জন্য কোন ভিডিওর প্রয়োজন ছিল না। চোখ বুজে শোনার মত গান।

  • @saifhasnat
    @saifhasnat 5 лет назад +1

    সিনেমাটোগ্রাফি অসাধারণ। দৃশ্যগুলো এতোই ভালো লেগেছে যে, গানটা ভালো করে শোনার জন্য তাকিয়ে থাকতে হয়েছে অন্য দিকে :) পাছে দৃশ্যগুলো মনোযোগ কেড়ে নেয়! বহুদিন পর মনে হয় অর্ণবের নতুন গান শুনলাম।

  • @rumonchanda5358
    @rumonchanda5358 5 лет назад +12

    অর্ণবদা হারিয়ে যায়নি ❤ আমাদের ভালোবাসার প্রতিদানে শত শত অসাধারণ এইরকম গান চাই ❤❤ ভালোবাসি গুরু ❤

  • @akashmazumder8605
    @akashmazumder8605 5 лет назад +4

    গান তো নয় যেনো আমাকে বলছে কথাগুলো, যা পেয়েছি তাই বা কজন পায়, তাইতো।।।।
    বার বার শুনে যাচ্ছি।।।।।
    প্রতিটা লাইনই ইতিহাস.....
    ভালোবাসা অবিরাম 😍😍😍

  • @mohammadsaifulislam2095
    @mohammadsaifulislam2095 5 лет назад

    উফফ!! শুনেই যাচ্ছি। মন যেন ভরে না!!!! জাস্ট অসাধারণ।

  • @ovikhan1756
    @ovikhan1756 5 лет назад +4

    4.27 সেকেন্ডের গানের একটা ভিডিও পুরাটুকুই দেখলাম ৫ বার কিন্তু বিশ্বাস করেন ১ টা বারের জন্যও অর্ণবের কন্ঠের বাইরে ভিডিওটাতে মন বসাতে পারলাম নাহ।
    ম্যাগনেটিক অর্ণব। 😍

  • @aniksarkar4670
    @aniksarkar4670 5 лет назад +7

    কন্ঠেই সন্তুষ্টি!

  • @fleurdelis3598
    @fleurdelis3598 4 года назад +1

    অনেক দিন পর কানের জন্য ভাল কিছু পেলাম। অর্ণব দা 😍😍😍

  • @shuvoabdullah565
    @shuvoabdullah565 5 лет назад +1

    কত দিন পর সেই অর্নবকে খুজে পেলাম , অসাধারন ❤️❤️

  • @adnanahmed6817
    @adnanahmed6817 4 года назад

    অস্থির 💜💜💜

  • @az5565
    @az5565 5 лет назад +44

    অনেক উচু মানের শিক্ষিত এক গায়কের নাম অর্ণব।

  • @AldrinMalakar
    @AldrinMalakar 5 лет назад +1

    অর্নবদা, আপনার এসব অসাধারন সৃষ্টিই আপনাকে দারুনভাবে তুলে ধরে। কৈশোরে "বাক্স" শুনে বুঝতাম না, বড় হয়ে বুঝি মর্মার্থ। 🤩🤩🤩🥰🥰

  • @showrovbhowmik3042
    @showrovbhowmik3042 5 лет назад

    Eto din por Bangladesh e abaro gaan er probesh hoyeche...Dhonnobad tomay #Arnob_da

  • @SaruarHridoy
    @SaruarHridoy 5 лет назад +29

    বাংলাগান,তার সর্বোচ্চ লেভেলে পৌছালে যা হয়, তার উদাহরণ ❤❤👌👌

  • @rownokbristy6479
    @rownokbristy6479 3 года назад

    Jokhon koste r ovimane Moner akash megh jome, ojhore kadte ecca kore tokhoni ay song ta jano poth cholar shohosh jomay. Thanks for this heart touching song

  • @jannatmeem957
    @jannatmeem957 5 лет назад +1

    Just speechless..onk din por kuno ganer preme porlam

  • @mrkazi1602
    @mrkazi1602 Год назад

    তুমি সকাতরে কাদিলেও পাবে না সে ভালোবাসা যদি হারাও নিজেকে।
    বরং খোলামনে নির্জনে বসিয়া গোপন কথা ভাসিয়ে দাও বাতাসে।
    💙💙
    প্রতিটা লিরিক্স যেন জীবন্ত আর ভিডিও টাও। 😅

  • @henikenbeer782
    @henikenbeer782 5 лет назад +16

    এই মানুষ টা স্টেজে উঠে চিল্লাইলে ও তাতে গলা মেলাবো মানুষ টাই একটা ভালোবাসা 😍💜

  • @mylife0789
    @mylife0789 5 лет назад +1

    আসলেই অন্যরকম

  • @tarakrahman328
    @tarakrahman328 5 лет назад +47

    অর্ণব দাদারে দেখলে হিংসে হয় ভাই,একটা মানুষ এমন মধুর কন্ঠের হয় কিভাবে?

  • @pujondhar3701
    @pujondhar3701 5 лет назад +5

    অর্ণবদা অপেক্ষায় ছিলাম।সেরা ভাই সেরা আপনি।

  • @parvezahmed8813
    @parvezahmed8813 5 лет назад

    আহ, কত‌দিন পর অর্ন‌বের গান শুন‌তে পেলাম। Thanks for Comeback. অর্ন‌বের ক‌ন্ঠে আলাদা একটা জাদু আ‌ছে। এখন‌তো এগানটা সারাক্ষণই বা‌জি‌য়ে চল‌বো।

  • @didarulislamrifat6423
    @didarulislamrifat6423 5 лет назад

    আহা!!!! আহা!!!...............কেমন জানি লেগে উঠল
    কত দিন পর দেখিয়ে দিলেন আপনার যোগ্যতা

  • @saionahammed
    @saionahammed 5 лет назад +1

    Arnob vhai is back 😍
    Onekdin wait korchilam vhiyar voice er jonno🙏

  • @abdurrahmansefat7558
    @abdurrahmansefat7558 5 лет назад

    অসাধারণ গানের কথা, সুর, সংগীত আর অর্নব ভাইয়ের গায়কি নিয়ে কিছু বলার নাই....জাস্ট অতুলনীয় 😍😍 মিউজিক ভিডিওটাও খুব সুন্দর 😘😘 অনেক দিন পর সুন্দর একটা গান শুনলাম💗💖

  • @epostshuvo
    @epostshuvo 5 лет назад +25

    গান শুনলাম ❤
    কি চমৎকার উচ্চারণ...
    এই গানের জন্য কোন মিউজিক ভিডিওর দরকারই ছিলোনা...

  • @অলিটিপ
    @অলিটিপ 5 лет назад

    Porai osthir

  • @sankhasuvraghatak
    @sankhasuvraghatak 5 лет назад +12

    অর্ণব দা -র কন্ঠের আওয়াজেই চোখে জল চলে আসে কেন কেজানে?!!😢
    অনেক অনেক ভালোবাসা তোমায়....❤❤❤

  • @anishaghosh2428
    @anishaghosh2428 5 лет назад

    Owao... Arnob kotto din por sunlam tmr gan... Thanks for the song🎶

  • @mehadesobuj8219
    @mehadesobuj8219 5 лет назад +1

    kom bolleo 1k bar shuna hoyeche😍
    arnbo da- sotti xoss😘😘

  • @tahminaaust9288
    @tahminaaust9288 5 лет назад

    Onek sundor... Bar bar sunte mon chai... Miss you Arnob..

  • @irtizatasin7299
    @irtizatasin7299 3 года назад

    আপনার গান গুলার সাথে নিজেকে মেলাতে পারি। অসাধারন, সত্যিই অসাধারন 😍😍

  • @dr.masudssciencecare6666
    @dr.masudssciencecare6666 5 лет назад +1

    ভিডিওর চেয়ে গানটা বেশিই জোস। অসাধারণ অর্নব।

  • @aboodyhere
    @aboodyhere 5 лет назад

    Arnob bhai iz back again!!!+

  • @AnamulHaque-mo9fe
    @AnamulHaque-mo9fe 6 месяцев назад

    নিজের আফসোস গুলো গানের সুরেই হারিয়ে গেলো। সেই ৫ বছর ধরে গানটি সার্চ দিয়ে শুনতেছি।❤

  • @nowshinrahman389
    @nowshinrahman389 5 лет назад +3

    লিরিক্সটা অসাধারণ..ভিডিওটাও ❤❤

  • @jisanbin307
    @jisanbin307 3 года назад

    Valo to valoi hoy😍

  • @imaduddinfahad6845
    @imaduddinfahad6845 5 лет назад +40

    When you realize the audio is infinite time better without the video. Just a Arnob thing

    • @jafrinshila8602
      @jafrinshila8602 5 лет назад +2

      Exactly
      Without video its a mindblowing work

  • @ভাবুকবুদ্ধিজীবি

    এমন একজন কন্ঠওয়ালা যদি নিয়মিত না হয় তা আমাদের জন্য দুঃখের বটে
    অসাধারণ

  • @NERUdotraib
    @NERUdotraib 5 лет назад +2

    Arnob ভাই মানেই ম্যাজিক

  • @njoy7130
    @njoy7130 5 лет назад +1

    অনেক সাধারণ গানও তাঁর কণ্ঠে অসাধারণ শুনায়। তিনিই অর্নব। :) তাঁর কণ্ঠে সত্যিই জাদু আছে। :) :)

  • @kuntalroy1123
    @kuntalroy1123 5 лет назад +2

    মাঝে মাঝে কিছু এরকম কিছু গান উপহার দিন অর্ণব দা।
    অনেক আশা করে থাকি দাদা আপনার এরকম গানের উপহার পাবো বলে।
    অসাধারণ গানের কথা,অসাধারণ গানের মিউজিক।
    অনেক ভালোবাসা আপনাকে অর্ণব দা।
    ভালো থাকবেন।💕💕💕

  • @mamunurrashid3500
    @mamunurrashid3500 5 лет назад

    Story ta joss..ar gaan ta favourite er list e pore gelo..

  • @shuvokaranik2960
    @shuvokaranik2960 2 года назад

    সারাক্ষণ খালি চাই চাই লোভ আর লোভ সবকিছু থেকে দূরে রাখতে পারে এই গানটা

  • @sumonahmed744
    @sumonahmed744 5 лет назад +1

    বহু দিন পর ফিরলে ভাই! অসাধারণ গানটির জন্য ধন্যবাদ। আবার হারিয়ে যেও না, অনেক অপেক্ষায় ছিলাম। হোক কলরব, ভূলে ভুলগুলো সব।

  • @sijutahsan8574
    @sijutahsan8574 5 лет назад

    Bangladesh e arnob dar moto akjon o ni amon creative artist.proud feel kori arnob da ace amader deshe ...all the best arnob da....

  • @imranhossain5530
    @imranhossain5530 5 лет назад +1

    দুর্দান্ত 😍😍😘

  • @shahajadyupama4220
    @shahajadyupama4220 5 лет назад

    Arnob vaia .. gan ta Os3r hoiase 😍😌

  • @directordungri
    @directordungri 5 лет назад

    Lyrics, music ashadharan, ar obossoi arnob da daroooon.. Mon cchnuye gelo.

  • @nipadas1112
    @nipadas1112 5 лет назад +43

    ভালোবাসি তোমার গান
    তরুণী বয়স থেকে এখন ও......

  • @abdullahalmahadikaafee5506
    @abdullahalmahadikaafee5506 5 лет назад +1

    tnx arnob da 😍
    amr bangla gan er proti valobasha airi arnob er gan sune e ☺
    osadaron gan niye abar fire asar jonno onk tnx

  • @rimistalent9843
    @rimistalent9843 4 года назад

    wow onk onk valo hoise vaiya 😍

  • @bibikhadiza8442
    @bibikhadiza8442 5 лет назад

    Oshadharon

  • @rrahul178
    @rrahul178 5 лет назад +448

    কি পেলে কি ভালো হতো, ভেবোনা
    যা পেয়েছো তাই বা কজন পায় বলোনা।
    কি হলে কি হতো ভালো, ভেবোনা
    যা হচ্ছে ভালো বেশি কি চাও আর বলোনা।
    বরং কোলাহলে মনোবলে,
    নিজেকে লুকিয়ে রেখে, ভাসিয়ে দাও বাতাসে।
    যদি ফুরায় তোমার হাসি,
    বোলো তবে দিয়ে আসি, কুঞ্জ মেঘ আকাশে।
    তুমি সকাতরে কাঁদিলেও পাবেনা সে ভালোবাসা
    যদি হারাও নিজেকে।
    বরং কোলাহলে নির্জনে বসিয়া গোপন কথা
    ভাসিয়ে দাও বাতাসে।
    কে মনে কে আসে তোমার
    দেখোনা মুখ,
    না হয় আমিও নাইবা হই কেউতো আসে বলনা।
    কে শোনে কে কথা তোমার, বলো না
    কোথায় কেউ তো আছে ঠিক,
    আমার মতোই দেখো না।
    সে থাকে কুঞ্জ বনেতে একা,
    তারে তুমি পাবে দেখা, রূপকথার আড়ালে।
    হৃদয় দ্বারে যদি ঝোলে তালা,
    বোঝো তবে অবহেলা, বৃথাই হাত বাড়ালে।
    হঠাৎ নিশিরাত ভুলিয়াকি,
    মনো যায় খুলিয়াকি, চাহিয়াছো কারো পানে।
    বরং পেতে পারো অনুভবে,
    আমি রোবো তুমি রবে, হোক না মনে মনে।
    কি পেলে কি ভালো হতো, ভেবোনা
    যা পেয়েছো তাই বা কজন পায় বলোনা।

  • @melancholy_of_life
    @melancholy_of_life 3 года назад

    গানে প্রাণ পাই, অসাধারণ ♥

  • @adkhana166
    @adkhana166 5 лет назад +2

    Sei ager vibe 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @Ammeribne
    @Ammeribne 5 лет назад

    অনেক দিন পর নতুন গান উফ্...ভীষণ ভাল লাগছে😍😍

  • @samarahhossain1023
    @samarahhossain1023 2 года назад

    কি পেলে কি ভালো হত ভেব না...
    যা পেয়েছো তাই বা কয়জন পায় বল না....
    liness :))))))

  • @farjanajahan9895
    @farjanajahan9895 5 лет назад +1

    এক কথায় অসাধারণ 👍

  • @samsilarefinbappy101
    @samsilarefinbappy101 5 лет назад +1

    অসাধারণ একটা গান 😍

  • @riyabiswas4017
    @riyabiswas4017 Год назад

    সত্যিই তাই, যা পেয়েছি টা কজনই বা পায় , ❤️💫

  • @mohammadshofik6252
    @mohammadshofik6252 3 года назад

    ভাই আপনি বেস্ট না,,আপনি শুধু মনের মত একজন।।ভালোবাসি খুব।❤️

  • @sabbirkhassan26
    @sabbirkhassan26 5 лет назад

    অর্ণব আসলেই একটা অ্যাডিকশন!
    কিচ্ছু বলার নাই।

  • @mahadihasan-xj7ew
    @mahadihasan-xj7ew 5 лет назад

    যদি ফুরায় তোমার হাসি
    বলো তবে দিয়ে আসি
    কুঞ্জ মেঘ আকাশে!!
    অসাধারণ গানের পুরো কথা গুলো,
    দাদার নিদারুণ কষ্ঠে ছুঁয়ে যায় হৃদয়

  • @atifahmedmahin9053
    @atifahmedmahin9053 2 года назад

    Arnob shob somoy vhalo gaan koren😍🥰tai shuni ami onno gaan shuni na, arnob Rabindra Sangeet khub vhalo gaan...

  • @mahjinmun4794
    @mahjinmun4794 5 лет назад +2

    অর্নব ভালোবাসার আরেক নাম। 😍♥♥

  • @shafinaztoru7531
    @shafinaztoru7531 5 лет назад +1

    গত ৭ দিন ধরে পতিদিন গানটা শুনছি । এত মাদকতা গানটির মধ্য। ভালো থেকো অর্নব 🧡 রুপকথার আড়ালে

  • @obelarbelavumi6514
    @obelarbelavumi6514 4 года назад +1

    মাত্র 40 সেকেন্ড সুনিধী ম্যাম এর।😪 শেষ করে দিয়েছে আমাকে।💜

  • @Bdloltube
    @Bdloltube 5 лет назад

    2080 er jonno kore felse bhai😍😍

  • @mumtahinamamia6344
    @mumtahinamamia6344 5 лет назад +1

    জাস্ট ওয়াও ♥♥♥

  • @sonofpeace3661
    @sonofpeace3661 5 лет назад

    ওহঃ !!! গুরুদেব ইস ব্যাক 💓💓💓

  • @pramit100rojnamcha
    @pramit100rojnamcha 5 лет назад +1

    Kotha, sur o gayoki... Onobodyo 👌💓

  • @naX7342
    @naX7342 5 лет назад

    পুরাই জুস😍

  • @harisulhalim1657
    @harisulhalim1657 4 года назад

    অর্নব'দার কোনটা রেখে কোনটাকে সেরা বলবো প্রতিবার কনফিউজড হয়ে যায়।
    অর্নবদা♥

  • @siddikurrahman1138
    @siddikurrahman1138 5 лет назад +2

    এত অপেক্ষা আর এত বছর পর এসে ❤❤
    মাত্র ৪ মিনিটেই শেষ????❤❤

  • @kibomahojeninkhan5618
    @kibomahojeninkhan5618 5 лет назад +4

    Uff! My favourite❤
    Arnob da er arekti opurbo shrishti💝

  • @nazirulkhan7804
    @nazirulkhan7804 4 года назад

    অর্ণবের গানে ভাষার সৌন্দর্য ফুটে ওঠে।

  • @morshedulmunna1
    @morshedulmunna1 5 лет назад

    অসাধারন, দাদা- আপনার প্রতিটা গান আমার হৃদয় ছুয়ে যায়। ভালবাসা অবিরাম। ♥

  • @sucharitamondal9661
    @sucharitamondal9661 4 года назад

    অসাধারণ অসাধারণ

  • @abhishekdey8378
    @abhishekdey8378 5 лет назад +1

    অসাধারণ ❤❤

  • @marziasharmin123
    @marziasharmin123 5 лет назад

    অসাধারন। নিয়মিত গান করবেন প্লিজ

  • @MEMOUNAT
    @MEMOUNAT 5 лет назад

    কত আগে মন দিয়েছি বাংলা তে । এবার দেহ দিব করিতে ঋন শোধ !

  • @AlifVaiTheTraveler
    @AlifVaiTheTraveler 2 года назад

    কি জাদু তার কন্ঠে🍁🌹🌹

  • @ToriBand
    @ToriBand 5 лет назад +2

    টাংগাইল/বাংলাদেশ থেকে বলছি
    তরী ব্যান্ডের পক্ষ থেকে,
    ঈদ মোবারক ও ভালবাসা সকল বাংগালী ভাইবোনদের জন্য।
    আমাদের লিখা গান গুলো মিস করলে অনেকবড় মিস করবেন।

  • @letstripbd316
    @letstripbd316 5 лет назад

    অন্য রকম ফ্লেভারের অসাধারণ একটা গান ♥ আর লিরিক এরতো তুলনাই হয় না😍😍....love u arnob da....