নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্র ও গোপাল ভাঁড়ের কথা || Krishnanagar Rajbari || কৃষ্ণনগর রাজবাড়ি
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- নদীয়ার রাজবংশের শ্রেষ্ঠ রাজা কৃষ্ণচন্দ্র রায়। তাঁর রাজত্বকাল নানা ঘটনায় পূর্ণ ছিল। পলাশীর যুদ্ধ, ছিয়াত্তরের মন্বন্তর, বর্গী হামলা ইত্যাদি তাঁরই আমলে হয়। সম্রাট দ্বিতীয় শাহ আলম কৃষ্ণচন্দ্র-কে প্রথমে 'মহারাজা' ও পরে 'মহারাজেন্দ্র বাহাদুর' উপাধিতে ভূষিত করেন । কৃষ্ণচন্দ্রের আমলেই নদীয়া সর্বাধিক উন্নতি লাভ করে। তিনি সারা নদীয়া জুড়ে অনেক দেব মন্দির প্রতিষ্ঠা করেন। ১৭৮২ খ্রিস্টাব্দে ৭৩ বছর বয়সে কৃষ্ণনগরের অদূরে অলকানন্দার তীরে কৃষ্ণচন্দ্র দেহত্যাগ করেন। মহারাজা কৃষ্ণচন্দ্রের মৃত্যুর মহারাজা কৃষ্ণচন্দ্রের মৃত্যুর পর তাঁর প্রথমা স্ত্রীর জ্যেষ্ঠপুত্র শিবচন্দ্র রাজা হন। বর্তমানে এই রাজবাড়ীতে সাধারণের প্রবেশ নিষিদ্ধ। শুধুমাত্র দুর্গা ও জগদ্ধাত্রী পূজা এবং বারোদোলের মেলার সময় সাধারণে মন্দির ও মেলা প্রাঙ্গণে প্রবেশ অধিকার পায়। রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ী থেকে ঘুরে এলাম ,ভিডিও টি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
Gears I use to make my Videos -
My Main Camera - amzn.to/3d9P1kY
My vlogging lens - amzn.to/3pluR9L
My Smartphone Gimbal- amzn.to/3rN0Oto
My Action Camera - amzn.to/3dcDHV0
My Tripod 1 - amzn.to/3pbDcwQ
My Monopod - amzn.to/2LLcEVt
My Tripod mount- amzn.to/379YIfm
My Mic 1 - amzn.to/3d8x7Pj
My Mic 2 - amzn.to/3b00Rvg
My Mic 3 - amzn.to/3pfAJS3
My drone - amzn.to/37ax9Cy
My Helmet 1 - amzn.to/3rORrJB
My Helmet 2- amzn.to/3tTHNr5
My Helmet headset- amzn.to/3tTrU3L
Mobile holder with quick charge - amzn.to/3ddkGBR
My Headphone - amzn.to/3tTItwD
My Mobile 1 - amzn.to/3d8xtW9
My Mobile 2 - amzn.to/3rRORTs
My minitripod 1- amzn.to/3d7CU7V
My minitripod 2- amzn.to/37a6ANH
My minitripod 3- amzn.to/37cqGXJ
My bike handle Bar Watch - amzn.to/2Oul8RP
এছাড়া আপনি যদি মুর্শিদাবাদ ঘুরতে যেতে চান তাহলে নীচের লিংকে ক্লিক করে বাকী ভিডিও গুলি দেখতে পারেন।
হাজারদুয়ারী প্যালেস
• History of Hazarduari,...
কিরীটেশ্বরী মন্দির ও ডাহাপাড়া ধাম
• Video
কাশিমবাজার ছোট রাজবাড়ী
• Video
সাধকবাগ আখড়া ও দেবীপুর আখড়া
• মস্তরামজীর অলৌকিক কান্...
ভট্টবাটীর রত্নেশ্বর শিবমন্দির
• ইতিহাস আঁকড়ে ধরে ধ্বংস...
আজিমুন্নিসা বেগমের জীবন্ত সমাধি
• Video
কাঠগোলা বাগানবাড়ী
• Video
মতিঝিল
• কিভাবে ধ্বংস হয়েছিল ঘষ...
কাটরা মসজিদ
• বাংলার প্রথম নবাব মুর্...
জাহান কোষা কামান
• জাহান কোষা কামান ,মুর্...
বাবুলবোনা রেসিডেন্সিয়াল সমাধিক্ষেত্র
• রহস্যময় বাবুলবোনা রেসি...
নেমকহারাম দেউড়ী
• মীরজাফরের জীবন কাহিনী ...
জগৎ শেঠের বাড়ী
• বাংলার নবাব ও জগৎ শেঠ ...
হীরাঝিল প্রাসাদের ধ্বংসাবশেষ
• নবাব সিরাজ উদ্দৌলার হী...
রোশনীবাগ, সুজাউদ্দিনের সমাধি
• নবাব সুজাউদ্দিনের সময় ...
নশীপুর রাজবাড়ী
• রাজা দেবী সিংহের কাহিন...
ফুটি মসজিদ
• ফুটি মসজিদ || Fauti Mo...
#কৃষ্ণনগর_রাজবাড়ি#কৃষ্ণনগর_ভ্রমণ#কৃষ্ণনগরের_রাজা#কৃষ্ণনগর_রাজসভা#কৃষ্ণনগর_নদীয়া#গোপাল_ভাঁড়ের_বাড়ি#রাজা_কৃষ্ণচন্দ্রের_মৃত্যু#গোপাল_ভাঁড়ের_জীবনী#কৃষ্ণনগর_রাজবাড়ির_ইতিহাস#মহারাজ_কৃষ্ণচন্দ্র_রায়#রাজা_কৃষ্ণচন্দ্রের_নবরত্ন#lমানস_বাংলা#Manas_Bangla
If you have any suggestions please feel free to contact me through : manasbangla9@gmail.com
Stay Connected with me on Social Network :
Twitter : / manasbangla
Facebook : / manasbangla
Instagram : / manasbangla
Amr sohor krishnagar ta k apnar choke dekhe khub bhalo laglo
'মানস বাংলা' ফেসবুকে দেখি।
এইপ্রথম ইউটিউবে দেখছি।
খুব ভালো।
ভীষন ভালো লাগলো দাদা। এত সুন্দর ভাবে তথ্য তুলে ধরলেন যা মন ভরে যায়। যেখানে প্রিয় গোপাল ভাঁড়ের নাম জড়িয়ে। মহারাজ কৃষ্ণচন্দ্র আর গোপাল ভাঁড়ের নাম চির অক্ষয় হয়ে থাকবে প্রতিটি মানুষের অন্তরে, হোক সে কাল্পনিক কিংবা বাস্তবিকই। অসংখ্য কৃতজ্ঞতা ও ভালোবাসা এবং চির শুভেচ্ছা জানাই 🙏🌷💕
সত্যিই মানস দা আপনার জন্যই মুর্শিদাবাদ এবং কৃষ্ণনগরের এত ঐতিহাসিক তথ্য জানতে পারছি । এই কৃষ্ণনগর, মুর্শিদাবাদ আমি নিজের কাজের জন্য বহুবার গিয়েছি , কিন্তু সেই কাজের শেষে সঙ্গে সঙ্গে আবার পরের গাড়িতে ফিরে এসেছি এত ঐতিহাসিক স্থান আমার ঘুড়ে দেখার সুযোগ হয়নি । এই ভিডিও গুলো দেখানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
অনেক দিন পরে আমার শহর কে দেখে খুব ভালো লাগলো.....কয়েক বছর পরে দেখলাম আপনার চোখ দিয়ে আমার শহরকে....
😍😍😘🙂🙂
আপনার শহর কোথায়
এটা তো আমার শহর আপনার না
fantastic video itihas niye onek kichi hana gelo
আমার জম্মভূমী কৃষ্ণনগর ❤❤😊😊🤗🤗
অসাধারণ, বাংলার ইতিহাস জানতে খুবই ভালো লাগে
মহারাজ কৃষ্ণচন্দ্র আর গোপাল ভাঁড়ের নাম চির অক্ষয় হয়ে থাকবে
আগরতলা থেকে আমি আপনার ভিডিও গুলো দেখি। অনেক কিছু জানতে পারি । স্কুলে পড়ার সময় পলাশীর যুদ্ধের কথা পড়েছিলাম । আপনার ভিডিও দেখে মনের কৌতুহল নিবৃত্ত হলো ।সচক্ষে দেখলাম ।আপনাকে অজস্র অভিনন্দন জানাই ।
Ami Udaipur Tripura theka
@@rahulmajumder7276 I also from Agartala 😁😁
Aha,, bhailog..kemon..??
আমি বাংলাদেশ থেকে দেখছি।।।ভিডিও টা খুব ভালো লাগছে
আমিও
@@mdroni1436 gopalbhar
খুব ভালো লাগলো এই জায়গায় কথা শুনে ধন্যবাদ আপনাকে
অসাধারণ লাগলো মানস দা খুব ভালো হয়েছে
সঠিক তথ্যও দারুণ উপস্থাপন ,আমার বাড়ী নবদ্বীপ।
দাদা আমি বাংলাদেশ থেকে।আমি খুবই ভালোবাসি গোপালভাড়।
B8000
@@politics7428 uo. .
.. z
Lo9
.opp00on
6
কৃষ্ণনগর কে সংরক্ষণ করা উচিত। magical city. অভিজাত city. আংকেল গোপাল ভাঁড় ছিল তা সত্যি।
Khub sundor ekta video
খারাপ লাগে রাজবাড়ী কাহিনী সুনলে আগে এই রাজবাড়ী রাজা, মন্ত্রী , শাসন করতো এখন পুরো খালি কেওই নেই 😥
অনেক সুন্দর একটা ভিডিও খুব ভালো লাগলো
যতটুকু শুনেছি আমাদের সকলের প্রিয় গোপাল ভারের বাড়ির কুনো ছিন্ন বা সন্ধান পাওয়া যায় নি যাই হউক আপনাকে জানাই নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
Raj degheer ghat o deghee ta r ak2 dekty Pauly kub valo lagto. Thanks
আপনার প্রচেষ্টায় আমরা ঘরে বসেই নতুন করে আমাদের এই বাংলাকে চিনে চলেছি, অনেক অনেক ধন্যবাদ।
আমি বাংলাদেশ থেকে দেখেছি খুব ভালো লাগলো দারুন
আপনার ভিডিও গুলি ভাল লাগে ,হারিয়েজাই শত শত বছরের ইতিহাসের কাছাকাছি ভল লাগে এমন ভিডিও , আমি বাংলাদেশের , ভারত জাওয়া হয় ,ইচছা আছে মুশিদাবাদ জাওয়ার.
Asen
বাংলাদেশ থেকে দাদা। গোপাল ভার আমার সবচেয়ে প্রিয় অনুষ্ঠান।
❣️💞🥀আপনি আমাদের নদিয়ার কৃষ্ণনগর এ এসেছেন এটা আমার খুব ভালো লাগলো আপনি বরদলের মেলায় আসবেন খুব ভালো লাগবে আপনাদের 🙏🙏🙏🙏
আমি বাংলাদেশি
@@mdarifkhan733 ও খুব ভালো লাগলো আমি ইন্ডিয়ান 🇮🇳🇮🇳 আসুন এখানে ঘুরে যান কখনোও
@@moumitabiswas9863 আমি তো বিদেশে থাকি
@@moumitabiswas9863 প্রবাস জীবনের বিশাল এক কষ্ট নিয়ে বেঁচে আছি। যে কষ্টটা প্রতিনিয়ত বুকের ভিতরে তুষের আগুনের মত জ্বলে জ্বলে বুকটা কে পুড়ে খাঁর খাঁর করে দিচ্ছে। সেই কষ্টের তুষের আগুন শুধু হৃদয়টা পুড়ে,দেহটা না। কষ্টের কথা কাউকে বলতে পারিনি তাই হয়তো দিন দিন আগুনের উত্তাপ বেড়ে চলছে।
Khub bhalo Video. Very nice video All should watch & appreciate. Thank You.
গোঁপালভাড় সম্বন্ধে সুকিয়া স্ট্রিটের রাধাপ্রসাদ রায় লেনের বাড়িতে ওনার বংশধরদের কাছে গেলে অনেক দুষ্প্রাপ্য ছবি সহ ঐতিহাসিক তথ্য পাবেন যা ইতিহাসের পাতায় গোঁপালভাড়ের অস্তিত্ব বহন করে চলেছে 🙏জয়মা জয়মা জয়মা
via amr sathe contact koren
Tnx
Joyma tor putki dia dhuka
@@rahmanriyadh1722 তোর পুটকি থাকতে আর কারো পুটিকিতে ঢুকবে না
Ho amr putki te tor murti dhuka ay🤣🤣🤣hala gadhar baccha nijer dhormo re nijei opoman kore🤣🤣🤣achoda
খুব সুন্দর ভালো লাগলো আনেকটা
দাদা আমি বাংলাদেশ থেকে দেখছি। অসাধারণ। এতো দিন শুধু ভিডিওতে দেখেছি রাজা কৃষ্ণচন্দ্র ও গোপাল ভাঁড়ের ।আজ বাস্তবে দেখলাম তাদের পায়ের চিহ্নর মাটি ও প্রাসাদ।
💣🕋
আহা দারুন লাগলো দাদা
খুব সুন্দর একটি ভিডিও দেখলাম
আপনার এই video টা খুব ভাল লাগল, কৃষ্ণনগর আমার পিসির বাড়ি অনেক দিন পর এই রাজবাড়ি দেখে খুব ভালো লাগলো , ধন্যবাদ আপনাকে ।
আপনার কথা গুলো সত্যি অসাধারন,বাংলাদেশ থেকে দেখছি🇧🇩
Khub sundor..7 din age biye te giye chilam ei jaygay
আমি নদিয়া জেলার তৎকালীন মহকুমা বাংলাদেশের মেহেরপুর জেলার অধিবাসী। অর্থাৎ কৃষ্ণচন্দ্র আমাদেরও রাজা ছিলেন। তাই অনেকটা নিজের বলে মনে হল।
দালাল
আজকেই কৃষ্ণনগর থেকে ফিরতে ফিরতে ভাবছিলাম আপনি পুজোর আগে শুট করে ভিডিও আপলোড করলেন না.. আর ফিরে এসেই দেখি Notification
হ্যাঁ একটু দেরি হয়ে গেলো।
দারুণ দাদা, আপনার উপস্থাপনায় ইতিহাস যেন বারে বারে জীবন্ত হয়ে ওঠে
খুব খুব খুব ভালো লাগলো দাদা
কাকু আমি কৃষ্ণনগর থেকে দেখছি
❤️❤️আপনার 😘 এই ভিডিওটা খুব সুন্দর ❤️❤️ হয়েছে 🙏🙏আপনাকে অনেক অনেক ধন্যবাদ 🙏🙏
Khub valo laglo dada 🥰🥰
আলহামদুলিল্লাহ খুব সুন্দর আলোচনা
বাল মোল্লা।💣🕋
Khub sundor video amar darun laklo
অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।
Khub sundor Dada💚💚
Excellent 👌👌👌
বাংলার ইতিহাসগুলো এইভাবে digital মাধ্যমে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ.. আপনার মাধ্যমে কত ইতিহাস জানতে পারি... খুবই ভালো লাগে।
Thank you da da amder krishnagar a assar jonno dhonnobad.
Khub sundor protibedon
Bhai awesome videos
দাদা ভিডিওটি পুরো 15 মিনিটের কিন্তু আমি 5 মিনিট দেখার পরেই কমেন্ট করতে আসলাম,
সত্যি দাদা অসাধারণ লাগছে ভিডিওটি।
আপনার কথা গুলো সত্যি যেনো একটা আলাদা ফিলিংস এনে দিচ্ছে।
Very nice your video about Raja Krishna Chandra &Gopal Bhar.
আপনা অনুসষ্ঠান দেখি ভাল লাগে
Darun laglo dekhe
খুব ভালো লাগলো ❤️
Dada khob valo laglo..mashalla
দাদা এত দিন জানতাম গোপাল ভাড় একটি কাল্পনিক কাহিনীর কাল্পনিক চরিত্র। আপনার ভিডিও টা দেখে সে ভুল ভাঙ্গলো। জেনে ভাল লাগলো ইতিহাসের এ চরিত্র গুলির ব;শধরেরা ও বত'মানে বিদ্যমান,।আপনাকে অশেষ ধন্যবাদ।
Gopal var is my fav show..400 er upor epi dekechi...
দারুণ দারুণ দারুণ আপনার উপস্থাপনা
ধন্যবাদ প্রিয় ভাই বাংলাদেশ থেকে দেখছি,গোপালভাড় এর বাড়ি দেখার খুব ইচ্ছে
গোপাল ভাঁড়ের বাড়ি নিয়ে ভিডিও বানিয়েছি।
নামাজ পড়ার মতো মজা কোনো কিছু তে নাই। একটা লাইক দিন ভাই
Right
MashaAllah
@@Naat_Waz_Stodio have ct
বাঃ ভালো লাগল ,- তথ্য সম্বলিত ছোট ভ্রমন -- রাজা -এবং রাজা কে খুশি রাখার জন্য একজন ভার থাকবে -- সে গোপাল ভার
আসসালামুয়ালাইকুম দাদা আপনার ভিডিওটা ভালো হয়েছে আমাদেরকে রাজবাড়ী দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ
T
Walaikum Assalam ❤️❤️
@@sahebkhan8131 হালুম খালুম।
.bf g
দাদা আপনার কথা গুলো অনেক সুন্দর লাগছে দাদা
@Sowkat Hossan 💣🕋
Watching from Bangladesh
খুব সুন্দর ভিডিও
Very good presantation
Khub sundor dada
Onek onek dhonno bad kaku amer khob valo laglo
দাদা আমি বাংলাদেশ থেকে বলছি আপনার এইসব ইতিহাস তুলে ধরার জন্য সব সময় আপনার ভিডিও ইউটিউবে দেখি এবং খুবই ভালো লাগে রাজা কৃষ্ণ চন্দ্র গোপালের কোনও অসতিসত রাখতে চান নাই যদি মীর জাফরের সাথে তার সম্পর্কের কথা ফাঁস হয়ে যায়
নাঈছ রোহিঙ্গাঌ
Dada apnar video onek valo lage
Darun manas sir valo laglo
অনেক ভালো লাগলো...... beautiful 😍😍😍😍
ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটা ভিডিও বানানোর জন্য
আমাদের বাড়ির এখানে রাজা কৃষ্ণচন্দ্রের একটা বাগানবাড়ির ধ্বংসাবশেষ রয়েছে।যার চারিপাশে কৃত্রিম খাল দ্বারা পরিবেষ্টিত ।তিনি কিছুকাল এখানে বসবাস করেছিলেন বলে কিংবদন্তি রয়েছে।এখানে রাজা কৃষ্ণচন্দ্র বাস করতেন বলে স্থানটির নাম হয়েছে রাজারমাঠ।সরস্বতী পূজোর সময় এখানে খুব বড় মেলা হয়।
Khub Sunbor Laglo Video ta Vaiya Thank You..........
খুব সুন্দর জায়গা দেখা হল দাদা আপনার কৃপায়। তবে রাজবাড়ি বা রাজার বিবরণ বিশদভাবে জানতে পারলাম না। ধন্যবাদ দাদা আপনাকে। ভালো থাকুন
পরবর্তী ভিডিও আসবে।
খুব খুব ভালো লাগল দাদা 🙏🙏🙏🙏👍👍👍🌺🌺🌺💐🌺🌺👍🙏🙏🙏🙏
Osadharon
ধন্যবাদ
অনেক নতুন তথ্য জানলাম। ধন্যবাদ আপনাকে।
অনেক ইচ্ছে নদিয়ায় ঘুরতে যাবো একদিন।।আমাদের এপার বাংলায় সুমন ভাই আর ওপার বাংলায় আপনি।আপনাদের ২ জনের ভিডিও দেখে অনেক কিছু জানা যায় দেখা যায়।।অনেক শুভ কামনা দাদা আপনার জন্য।। বাংলাদেশ থেকে 🙂
ভালো থাকবেন, শুভেচ্ছা নেবেন।
😍😍😍❤️❤️
কোন সুমন লিংক দিন।
@@shuvobangla Salahuddin Sumon
@@abirrayhan8114 আসবি না।
Khub valo laglo, egie jan dada sange aachhi
সুন্দর!
ভালো লাগলো দাদার কথাগুলো
পূর্ববাংলা থেকে♥
Dada apnar kathar bisleson
Khub bhalo lage.
Krishnanagar re jabo.Rajbari
Ghurte.
উপস্থাপন চমৎকার দাদা🙏🙏🙏
good work bai
A Gorgeous Commentary by you Jathu .. Ami proti Din Gopal Bhar Dakhi 😋😋😋 by the Way .. Love form West Bengal , Paschim Midnapore 😊😋😋😋
Asadharon
Amra gechilam dada raj bari dekhte... Khub sundar rajbari..
মানস দা, শুভসন্ধ্যা, কৃষ্ণনগর রাজবাড়ী দেখে খুব ভাল লাগলো । রাজবাড়িতে গোপাল ভাঁড়ের তৈল চিত্র আমার দেখার খুব ইচ্ছে আছে । আপনার জন্য রাজনগরে অপেক্ষায় আছি । ভালো থাকবেন ।
আসবো খুব শ্রীঘ্রই, জানাবো আপনাকে।
এই vedio টা খুব ভালো লাগল, এই রকম আরো ঐতিহাসিক vedio চাই।
Love from Bangladesh 🇧🇩😊
Apnar boktobbo o kotha gulo khub darun lage ..
বাংলাদেশ থেকে দেখেছি ভালো লাগলো দাদা,,,ধন্যবাদ আপনাকে,,,
Manas da Episode ta to khub khub bhalo lagloi ar byke journey tao khub enjoy korlam
ধন্যবাদ আপনার উপস্থাপনা বরাবরই ভালো লাগে, অপেক্ষায় রইলাম পরবর্তী এপিসোডের
Best of luck
আপনাকে অনেক অনেক ধন্যবাদ, জানালেন অনেক কিছু।
Apner kotha gulo khub sundor,,,
অসাধারণ 🤩🤩
অসম্ভব ভালো,মানস দা ৷ দুবার গেছি দাদা কৃষ্ণনগর রাজবাড়ি ৷