।মূলত শরীরে হরমোনের সমতা রক্ষা পায় না বলেই এই অসুখ হয়। কারও হঠাৎ ডায়াবিটিস বা থাইরয়েড ধরা পড়লে বা অন্য কোনও একটি হরমোনের আধিক্য দেখা দিলে বা ক্ষরণ কমে গেলে এই রোগ আসে। রোগ ও রোগীর ধরন বুঝে চিকিৎসা শুরু করা হয়। সব সময় ওষুধ লাগে এমনটা নয়। এই রোগের চিকিৎসায় প্রথম থেকেই মেয়েদের গর্ভধারণে যাতে সমস্যা না হয়, সে দিকটা নজরে রেখেই চিকিৎসা করা উচিত। সাধারণত, জীবনযাপনে পরিবর্তন এনেই একে নিয়ন্ত্রণে রাখা যায়। ব্যায়াম ও ডায়েট দিয়ে ওজন প্রথমেই কমিয়ে আনা হয়। এতেই বে়ড়ে যায় ফার্টিলিটি রেট। ভয় ও ভাবনা অনেকটাই দূর হয়। এ বার সেই ডায়েট বজায় রাখা, ওজন কমানোর জন্য শারীরিক কসরত এগুলো বজায় রাখা দরকার। এতেই অধিকাংশ ক্ষেত্রে কাজ হয়। থাইরয়েড বা সুগার থাকলে সেই চিকিৎসা শুরু করার পর হরমোনের সমতা বিধান হয়ে অসুখ কমে যায় অনেক। হরমোনাল ট্যাবলেট, ওরাল কিছু ওষুধ দেওয়া হয় কিছু ক্ষেত্রে। এই রোগের প্রভাবে ত্বকের নানা সমস্যা মোকাবিলা করার জন্য স্ত্রীরোগ বিশেষজ্ঞরা আবার কিছু ক্ষেত্রে ইস্ট্রোজেনের সঙ্গে অ্যান্টি মেল হরমোনেরও ওষুধও দেন। প্রাথমিক স্তরে ক্লিটোরাল এনলার্জমেন্ট রোধ করাটাই চিকিৎসকদের কাজ হয়। এ ছাড়া এন্ড্রোজেনিক ওভার অ্যাকটিভিটি টেস্ট, হরমোনাল চিকিৎসা, লিপিড প্রোফাইলের স্তর সব কিছু দেখেশুনে চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা। তবে একটা বয়সের পর ওষুধে না কমতে চাইলে এন্ড্রোমেট্রিয়াল বায়োপ্সির দিকেও এগোন চিকিৎসকরা। তবে সে সব বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছলে তবেই। সাধারণত পিসিওএস এবং পিসিওডির ক্ষেত্রে সার্জারির দরকার পড়ে না। তবে রোগীর অবস্থা অনুযায়ী ল্যাপ্রোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং ট্রিটমেন্ট করতে পারেন।
ত্রিফলা, একটি আয়ুর্বেদিক ভেষজ সূত্র, এর মৃদু ডিটক্সিফাইং বৈশিষ্ট্যের জন্য পরিচিত। এটি হজমে সহায়তা করে, টক্সিন দূর করে এবং প্রদাহ কমিয়ে কিডনির স্বাস্থ্যকে সমর্থন করে
ত্রিফলা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতেও দারুণ কাজ দেয় তাই প্রতিদিন খালি পেটে খাওয়া যেতে পারে ত্রিফলা ভেজানো জল I ত্রিফলা ভেজানো জল খেলে মেটাবলিজমের হার সঠিক থাকে। ফলে দ্রুত ওজন ঝরানোও সম্ভব এই জলে I
Very valuable information.Thanks
Gas er somossa ar kichu khelei potty peye jaoar somossa..potty normal er theke ektu norom hoar somossay eti khaoa jete pare ki?
5,6 years children কি খেতে পারবে?
na ato choto to deben na karon potty beshi hote pare
7 দিন খেয়ে কি গ্যাপ দেওয়া যাবে 7দিন
ত্রিফলার সাথে অশ্বগন্ধার পাউডার সোনা পাতার পাউডার একত্রে ভিজিয়ে খাওয়া যাবে কিনা
Sokale khali pete khele ki ojon kombe plz janaben
khete paren
যাঁদের ওজন কম অর্থাৎ under weight, তারা কি খেতে পারবে?
বাজারে বিভিন্ন আয়ুর্বেদিক কম্পানির যে ত্রিফলা চুর্ন পাওয়া যায় সেটা খেতে পারি?
Medan pcos KO Kore vhalo hobe
।মূলত শরীরে হরমোনের সমতা রক্ষা পায় না বলেই এই অসুখ হয়। কারও হঠাৎ ডায়াবিটিস বা থাইরয়েড ধরা পড়লে বা অন্য কোনও একটি হরমোনের আধিক্য দেখা দিলে বা ক্ষরণ কমে গেলে এই রোগ আসে। রোগ ও রোগীর ধরন বুঝে চিকিৎসা শুরু করা হয়। সব সময় ওষুধ লাগে এমনটা নয়। এই রোগের চিকিৎসায় প্রথম থেকেই মেয়েদের গর্ভধারণে যাতে সমস্যা না হয়, সে দিকটা নজরে রেখেই চিকিৎসা করা উচিত। সাধারণত, জীবনযাপনে পরিবর্তন এনেই একে নিয়ন্ত্রণে রাখা যায়। ব্যায়াম ও ডায়েট দিয়ে ওজন প্রথমেই কমিয়ে আনা হয়। এতেই বে়ড়ে যায় ফার্টিলিটি রেট। ভয় ও ভাবনা অনেকটাই দূর হয়। এ বার সেই ডায়েট বজায় রাখা, ওজন কমানোর জন্য শারীরিক কসরত এগুলো বজায় রাখা দরকার। এতেই অধিকাংশ ক্ষেত্রে কাজ হয়। থাইরয়েড বা সুগার থাকলে সেই চিকিৎসা শুরু করার পর হরমোনের সমতা বিধান হয়ে অসুখ কমে যায় অনেক। হরমোনাল ট্যাবলেট, ওরাল কিছু ওষুধ দেওয়া হয় কিছু ক্ষেত্রে। এই রোগের প্রভাবে ত্বকের নানা সমস্যা মোকাবিলা করার জন্য স্ত্রীরোগ বিশেষজ্ঞরা আবার কিছু ক্ষেত্রে ইস্ট্রোজেনের সঙ্গে অ্যান্টি মেল হরমোনেরও ওষুধও দেন।
প্রাথমিক স্তরে ক্লিটোরাল এনলার্জমেন্ট রোধ করাটাই চিকিৎসকদের কাজ হয়। এ ছাড়া এন্ড্রোজেনিক ওভার অ্যাকটিভিটি টেস্ট, হরমোনাল চিকিৎসা, লিপিড প্রোফাইলের স্তর সব কিছু দেখেশুনে চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা। তবে একটা বয়সের পর ওষুধে না কমতে চাইলে এন্ড্রোমেট্রিয়াল বায়োপ্সির দিকেও এগোন চিকিৎসকরা। তবে সে সব বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছলে তবেই। সাধারণত পিসিওএস এবং পিসিওডির ক্ষেত্রে সার্জারির দরকার পড়ে না। তবে রোগীর অবস্থা অনুযায়ী ল্যাপ্রোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং ট্রিটমেন্ট করতে পারেন।
Period ar somoy thriphala khete parbo
parben
কিডনি রোগীদের খাওয়া যাবে কি না?
ত্রিফলা, একটি আয়ুর্বেদিক ভেষজ সূত্র, এর মৃদু ডিটক্সিফাইং বৈশিষ্ট্যের জন্য পরিচিত। এটি হজমে সহায়তা করে, টক্সিন দূর করে এবং প্রদাহ কমিয়ে কিডনির স্বাস্থ্যকে সমর্থন করে
High Cronic constipation ebong high gaser er jannyo triphala kakhon kivabe khabo?
rate 1 tsf triphala warm water a vijea rakhun sakale uthe jal tafilter kore khan upaker paben
@@dr.sanchitasayurveda3889 thank you
Thanks
একটানা কত দিন খাওয়া যাবে
10 din khabar por dui din gap din tarpar abar khete paren avabe maghe maghe gap die khete paren
আলসার হলে এফলা খাওয়া যাবে
যাদের PCOS আছে তারা কি ত্রিফলা খেতে পারবে ?দয়া করে জানাবেন।
paren
Madam actual ratio of three fruits is 1:2:3 . Is not it ?
Either 1:1:1 or 1:2:4 of Haritaki, Bahera and Amalaki, respectively, and is finely powdered.
ম্যাডাম খাওয়ার পদ্ধতি টা একটু বললেন না পদ্ধতিটা একটু বলুন প্লিজ
ত্রিফলা ভেজানো জল খাওয়ার জন্য, ত্রিফলা গুঁড়ো জলে ভিজিয়ে রাখতে হবে।
আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী, সকালে ত্রিফলা ভেজানো জল খাওয়ার পরামর্শ দেওয়া হয়।
সর্বোত্তম শোষণের জন্য, খালি পেটে ত্রিফলা গ্রহণ করা ভাল।
প্রতিদিন একই সময়ে ত্রিফলা গ্রহণ করা উচিত।
মেডাম আমি জদি তিন কেজি ওজনের রেডি করি তাহলে কোন টা কি পরিমান দিতে হবে সাতে মেথি ও আদা দিতে চাই❤
triphala sathe kichu deben na sudhu jale vijie khan
আমার ওজন বেশি। ডায়াবেটিস ও বেশি। বেবী ও নাই। আমি কিভাবে খাবো
ত্রিফলা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতেও দারুণ কাজ দেয় তাই প্রতিদিন খালি পেটে খাওয়া যেতে পারে ত্রিফলা ভেজানো জল I ত্রিফলা ভেজানো জল খেলে মেটাবলিজমের হার সঠিক থাকে। ফলে দ্রুত ওজন ঝরানোও সম্ভব এই জলে I
মেডাম আমার স্বাস্থ্য কম আমি কি খেয়ে উপকার পাব 🇧🇩 সিলেট
proper diet------------ Milk, Rice,Whole-Grain Bread with eggs, meat or cheese,Red Meat,Potatoes,Nuts,Dark Chocolate,Cheese
Madam upper whatsapp no dile upakar hoi
আমি রাত্রে শোবার সময় খেয়েছিলাম পরের দিন থেকে কুরিবার পায়েখানা হোলো আর আমাশা হয়ে গেলো
অনেক দিন ধরে মলত্যাগ পরিষ্কার হয় না Iতাই জন্য I
মেডাম মেয়েদের ব্রেষ্ট টিউমারের নিরাময়ের একটি উপায় বলে দিন। সাথে ব্যথাও আছে।
You should immediately consult a surgeon because some test are necessary. akjan doctor ke dekhate hobe karon kichu test kora darkar
Triphala raterbela khaber age khaoya zabe
khabar pore khaben