সিডনীতে চিটাগাইংগা মেজবান ২০১৮, Mejbaan feast - 2018, Sydney

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • মেজবানের ইতিহাস ও বর্তমান হালচালঃ
    --------------------------------------------------------
    ‘মেজবান’ চট্টগ্রাম অঞ্চলের একটি সামাজিক অনুষ্ঠানের নাম। শব্দটি ফার্সি। মেজবান আর মেজবানির আভিধানিক অর্থ হচ্ছে- আতিথেয়তা, মেহমানদারি অথবা অতিথিদের জন্য বিশেষ ভোজের ব্যবস্থা। কোনো উপলক্ষ সামনে রেখে চট্টগ্রাম অঞ্চলের মানুষ আত্মীয়, পাড়া-পড়শী, বন্ধুবান্ধব, গরিব-দুঃখী মানুষের জন্য এ ভোজের আয়োজন করে। মূল খাবারের তালিকায় থাকে গরুর মাংস ও সাদা ভাত। সঙ্গে ছোলার ডাল, গরুর হাড় দিয়ে ঝোল রান্না। চট্টগ্রাম অঞ্চলে বিয়ে কিংবা যেকোনো সামাজিক অনুষ্ঠানে পরিবেশিত খাবার সাধারণত একবারের বেশি দেয়া না হলেও মেজবানে অতিথির চাহিদা অনুযায়ী খাবার পরিবেশন করা হয়। অর্থাত্ ইচ্ছেমতো মাংস কিংবা আহার গ্রহণ। বিশেষ কায়দায় চট্টগ্রাম অঞ্চলের বাবুর্চিরা মেজবানের গরুর মাংস রান্না করেন। দেশী-বিদেশী মসলার পাশাপাশি স্থানীয় হাটহাজারী অঞ্চলের বিশেষ ধরনের শুকনা লাল মরিচ ব্যবহারের ফলে মাংসের স্বাদ অতুলনীয় যেকোনো ভোজনরসিকের কাছে। শুকনা এ মরিচে ঝাল কম। দাম অন্যান্য মরিচের চেয়ে বেশি। মেজবান অনুষ্ঠানে এর চাহিদাই দামে হেরফেরের মূল কারণ।
    প্রিয়জনের মৃত্যু-পরবর্তী সময়ে আয়োজিত ভোজ বা ফাতেহা কিংবা জেয়াফত চট্টগ্রামে মেজবান হিসেবে প্রচলিত হয়ে এসেছে। গত কয়েক দশকে জন্মদিন, বিভিন্ন দিবস, পারিবারিক সাফল্য, নতুন কারবার শুরু, বিদেশে গমন, নতুন বাড়িতে প্রবেশ, কাঙ্ক্ষিত শিশুর জন্ম, বিয়ে, আকিকা ও সুন্নতে খত্না, মেয়েদের কান ফোঁড়ানো, রাজনৈতিক সাফল্য, নবজাতকের নামকরণসহ নানা ধর্মীয় উত্সবে মেজবানির আয়োজন করেন এখানকার বাসিন্দারা। মেজবানির দাওয়াত সবার জন্য উন্মুক্ত। গ্রামাঞ্চলে কোনো ধনাঢ্য ব্যক্তি মেজবানির আয়োজন করলে লোকের মাধ্যমে সেই ভোজের দাওয়াত বিভিন্ন গ্রাম ও পাড়া মহল্লায় ছড়িয়ে পড়ে। এক্ষেত্রে আগে ঢোল পিটিয়ে মেজবানের দাওয়াত দেয়ার রেওয়াজ প্রচলিত ছিল। তবে গরুর মাংসই মেজবানের মূল আকর্ষণীয় উপাদান।
    গরুর মাংসের জন্য আদিকাল থেকেই চট্টগ্রাম প্রসিদ্ধ। এখানকার লাল গরু (রেড ক্যাটল অব চিটাগাং) সবচেয়ে উন্নত দেশী গরুর জাত। মূলত চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, আনোয়ারা, চন্দনাইশসহ সমুদ্রতীরবর্তী অঞ্চলে এ গরু উত্পাদন হয় বেশি। দেখতে সুন্দর এ গরু আকারে ছোট হলেও মাংস সুস্বাদু, পুষ্টিকর। মেজবানে মূলত লাল গরুর ব্যবহারই সবচেয়ে বেশি।
    চট্টগ্রামের মানুষ গরুর মাংস কতটা পছন্দ করেন, তার প্রমাণ পাওয়া যায় কথিত একটি ঘটনা থেকে। জনৈক এক ব্যক্তি তার নিকটাত্মীয়কে নিয়ে ভারতে গেছেন হূদরোগের চিকিত্সা করাতে। ওখানে বাঙালি ডাক্তার জিজ্ঞেস করলেন, আপনার বাড়ি কোথায়? যথারীতি উত্তর ‘বাংলাদেশ’। ডাক্তার বললেন, কোন জেলার বাসিন্দা আপনারা? উত্তর শুনে ডাক্তার স্মিত হেসে বললেন, আমি জানতাম, তাই আপনাকে প্রশ্ন করার আগেই বাংলাদেশ ছাড়াও চট্টগ্রাম নামটি লিখে রেখেছি। পরে কথাচ্ছলে ডাক্তার জানালেন, ভারতে বাংলাদেশী যত মানুষের হূদরোগের চিকিত্সা বা অপারেশন হয়, এর সিংহভাগই আসে চট্টগ্রাম থেকে। অধিক পরিমাণে গরুর মাংস খাওয়ার কারণেই এ অঞ্চলের মানুষের হূদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। কথিত আছে, সারা দেশে একদিনে যে পরিমাণ গরু জবাই হয়, ঠিক সমপরিমাণ হয় চট্টগ্রামে। বয়স্কদের হূদরোগের বিষয়ে সচেতন করা হলে মেজবান সম্পর্কে তাদের বক্তব্য হচ্ছে, ‘হায়াত মউত, আল্লার হাতত, মেজ্জান খাইয়ুম, মরি যাইয়ুম; তো কি হইয়ে।’ (জন্ম-মৃত্যু আল্লাহর হাতে। মেজবান খাব, মরলে মরব; তাতে কী?)
    চট্টগ্রাম অঞ্চলের কয়েকজন ইতিহাসবিদের মতে, মেহমান শব্দের অর্থ ‘অতিথি’। আর অতিথিকে যিনি আতিথেয়তা দান করেন, সেটাকে মেজবান বলা হয়। কিন্তু প্রায় শতবর্ষের পরিক্রমায় মেজবান শব্দটার অর্থে পরিবর্তন এসেছে। বর্তমানে মেজবান মানে হচ্ছে, বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ আপ্যায়নের ব্যবস্থা। অর্থাত্ সামর্থ্য যা-ই থাকুক না কেন, ধনী-গরীব যে-ই মেজবানের আয়োজন করবে তার অতিথির সংখ্যা নিরূপণ করা চলবে না। অর্থাত্ অতিথির সংখ্যা গুনে মেজবানের আয়োজন সম্ভব নয়। যত অতিথি আসবে এবং যে পরিমাণ খেতে চাইবে ততটুকু পরিবেশন করাই হলো পরিপূর্ণ মেজবানের মিথ।
    চট্টগ্রামের সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে গবেষণারত এক গবেষক জানান, দশ শতকের পর চট্টগ্রাম অঞ্চল ছিল হিন্দু ও বৌদ্ধ অধ্যুষিত। বন্দর কেন্দ্র করে এখানে ব্যবসা-বাণিজ্যের সূচনা হয় তখন থেকেই। পর্তুগিজ ছাড়াও আরব কিংবা বিভিন্ন অঞ্চল থেকে বহু মুসলিম মনীষী এ অঞ্চলে আসতে থাকেন। বায়েজিদ বোস্তামি, বদর শাহদের পাশাপাশি কথিত বার আউলিয়া চট্টগ্রামে এসে ইসলাম প্রচার শুরু করেন বিভিন্ন সময়ে। ধর্মপ্রচারকরা পরিবর্তিত কমিউনিটিকে নতুন খাদ্যাভ্যাসের সঙ্গে পরিচিত করাতে মেজবান বা গরুর মাংসের মাধ্যমে ভোজের আয়োজন শুরু করেন। ধর্ম প্রচারের পাশাপাশি নতুন কমিউনিটিকে সবার সঙ্গে পরিচিত করা ও সামাজিক সংহতি প্রকাশের মাধ্যম হিসেবে মেজবানের আয়োজন করা হতো। কয়েক শতাব্দী পেরিয়ে চট্টগ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রথায় পরিণত হয়েছে মেজবান। এখন শুধু মুসলিমরা মেজবানিতে আমন্ত্রিত হলেও ভিন্ন ধর্মালম্বীদের জন্যও থাকে বিকল্প খাবার ব্যবস্থা।
    গত কয়েক দশকে চট্টগ্রাম ছাড়িয়ে মেজবান এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে। এটি এখন চট্টগ্রামের ব্র্যান্ডসংবলিত সামাজিক অনুষ্ঠান। মূল কেন্দ্রবিন্দুতে আছে বিশেষভাবে রান্না করা গরুর মাংস।

Комментарии • 516

  • @mdrocky3021
    @mdrocky3021 5 лет назад +20

    অনেক ধন্যবাদ আপনাদের সকলকে যারা চট্টগ্রাম এর ঐতিহ্য পৃথিবীর বিভিন্ন দেশে তুলে ধরছেন। সম্মানটা অনেক বেড়ে গেলো। ধন্যবাদ।

  • @shahadathussain4615
    @shahadathussain4615 2 года назад +4

    আমাদের চট্টগ্রামের ভাষা তুলে ধরার জন্য আমিন ভাইকে অসংখ্যা ধন্যবাদ।

  • @mohiuddinahmedthepmg8267
    @mohiuddinahmedthepmg8267 4 года назад +10

    অসাধারণ চাটগাঁইয়া মেজবান!
    কুমিল্লা চাঁদপুর থেকে বলছি...

  • @diponkorbiswas3952
    @diponkorbiswas3952 6 лет назад +5

    খুব সুন্দর আয়োজন দীর্ঘ ছয় বছর পর! বাংলার ঐতিহ্য তুলে ধরেছেন সকলে মিলে সুদূর দীগন্তে!

  • @MDSAIDULISLAMMEAH-cp9vd
    @MDSAIDULISLAMMEAH-cp9vd 5 лет назад +2

    আমাদের চট্টগ্রামের সন্তান শ্রদ্ধেয় বড় ভাই আপনাকে সালাম জানাই আর আপনার সব প্রোগ্রাম খুব সুন্দর খুব ভালো লাগে

  • @JalalUddin-fx6mn
    @JalalUddin-fx6mn 5 лет назад +2

    আমরা চাটগাঁইয়া বাসী মেজবানি খুবই জনপ্রিয় সারা পৃথিবীতে আমরা আজ মনে হয় চাটগাঁইয়া বাসীর ছড়িয়ে পড়ুক মেজবান।

  • @prodipdas7849
    @prodipdas7849 4 года назад +3

    আপনার চেনেলে এই সাম্পান ওলার সুরটি, আমার এত ভালো
    লাগে, আমার মন, প্রান কোথায়
    যেন হারিয়ে যায়,এই সুরটা আমার
    অত্যান্ত প্রিয়,

  • @fareeduddin162
    @fareeduddin162 2 года назад +1

    আরার চট্টগ্রাম এর মেজবান বাংলাদেশত নাম গরা।অনরা অসট্রলিয়াত চাটগাঁইয়া মানুষের মিলন মেলা দেখি খুবই ভালো লাইগে। ধন্যবাদ বদ্দা

  • @mohammadfarok4882
    @mohammadfarok4882 4 года назад +5

    আমি গর্বিত আমি বাঙালী আমি চট্টগ্রামের ছেলে। ধন্যবাদ ভাই আপনাকে

    • @edwinjordy3264
      @edwinjordy3264 3 года назад

      i realize Im pretty randomly asking but do anybody know a good site to watch new series online ?

  • @karimrezaulmirosmangani4485
    @karimrezaulmirosmangani4485 5 лет назад +7

    Chittagong is a different. I really miss Chittagong. Love you Chittagong & Bangladesh.

  • @junedahmed6884
    @junedahmed6884 4 года назад +2

    আসলে খুব আনন্দিত হলাম যে আমদের দেশের মানুষের ভাল বাসার মত আর পৃথিবির কোথাও এমন ভাল বাসা/ মায়া মহব্বত নেই/ কেউ দেখাতা পারবেনা,ধন্যবাদ আপনাদের সবাইকে, শুধু ধন্যবাদ দিলে হবেনা আপনাদের জন্য রইল আমার অন্তর থেকে আল্লাহর দরবারে প্রার্থনা/দোওয়া

  • @mdrony5441
    @mdrony5441 5 лет назад +7

    আঙ্কেল সত্যি অসাধারণ হয়েছে♥√

  • @syedsohel8835
    @syedsohel8835 4 года назад +3

    দেখে মন ভরে গেল । বিদেশেও মেজবান - অসাধারণ !!!!!

  • @mrnikhil8980
    @mrnikhil8980 4 года назад +1

    ওমান থেকে.আমার বাড়ী চিটাগং .খুব ভাল

  • @miajeetv4363
    @miajeetv4363 4 года назад +1

    Oneck valolage jekon deki bindeshe amader kuno pugramhy thanks video ta debar june

  • @mdosman2083
    @mdosman2083 5 лет назад +51

    আমি মুন্সীগঞ্জ থেকে বলছি চট্টগ্রামের মানুষের মন খুব বড়

  • @gfhgvhhhgh1886
    @gfhgvhhhgh1886 Год назад +1

    বনি দা আমাদের চিটাগাংগের মানুষের মন অনেক উদার হয়ে থাকে

  • @mdkhorshedalam2301
    @mdkhorshedalam2301 4 года назад +5

    চট্টগ্রামের মানুষের মন অনেক বড়

  • @MDSAIDULISLAMMEAH-cp9vd
    @MDSAIDULISLAMMEAH-cp9vd 5 лет назад +16

    বিশেষ করে আমাদের চট্টগ্রামের ঐতিহ্য মেজবান কে তুলে ধরেছেন ভাষায় প্রকাশ করতে পারছিনা খুবই খুশি যদিওবা আমি অনেক দূরে আমি কাতার প্রবাসী তারপরও অনেক খুশি

  • @mozahidcoxmozahid6120
    @mozahidcoxmozahid6120 6 лет назад +6

    আমিন ভাই অনার হতা পুনি আততিন বেশি ঘম লাইগগে।অনরে ধন্যবাদ। মাঝে মাঝে আরার চাটগাঁয়ার হতা হইঅন।

  • @Amiragrotv
    @Amiragrotv 5 лет назад +5

    আমি ২০১৮ তে ঢাকায় চাটগাঁইয়া সমিতির আয়োজিত মেজবানিতে অংশ গ্রহন করেছিলাম । অসাধারণ রান্না ছিলো আর অনেক বড় আয়োজন ছিলো।

  • @pompadutta15
    @pompadutta15 6 лет назад +5

    খুব ভালো লাগল বনি আমিনের মেজবান উৎসবের ভিডিও টা দেখে। বনিকে ধন্যবাদ জানাই।

  • @sohelcomilla4762
    @sohelcomilla4762 5 лет назад +4

    খুবই ভালো লেগেছে চমৎকার ভিডিও আর অপূর্ব বাঁশির সুর অসাধারণ।।

  • @rezaulkarim5032
    @rezaulkarim5032 2 года назад +1

    আমি চট্টগ্রামের ছেলে হিসাবে গর্ববোধ করি, চট্টগ্রামের মেজবান ছড়িয়ে যাক পৃথিবীর প্রান্তে প্রান্তে। অনেক সুন্দর লাগলো সবকিছু, পরিবেশনটা ছিল চমৎকার।
    পৃথিবীর শেষ প্রান্তে একটুকরো চট্টগ্রাম দেখলাম।

  • @mdjamal-wy3hl
    @mdjamal-wy3hl Год назад +1

    আমার বাড়ি চট্টগ্রাম চট্টগ্রামের মেছবান অসাধারণ কি বলব অনেক মজা

  • @faridulislam4265
    @faridulislam4265 5 лет назад +12

    আপনি যখন চট্টগ্রামের ভাষায় কথা বলেছেন, তখন যে এতো ভালো লাগলো সেটা বলে শেষ করা যাবেনা।

  • @SharifulIslam-nh2ok
    @SharifulIslam-nh2ok 5 лет назад +1

    Boni Amin bai ke oneek onek thanks amader chattagramer oitijjo ke tule dorar jonno,Amra chattagramer manush pritibir jekaney taki na keno Amra amader culture ke bule jai na.

  • @farbeskhan3872
    @farbeskhan3872 4 года назад +1

    আমি সিটাগাং রাউজান তেকে অনেক ভালো লাগল

  • @tusharhossein9473
    @tusharhossein9473 3 года назад +2

    আপনার পায়ে হাত দিয়ে একবার সালাম করার খুব ইচ্ছে হয়।সত্যি আপনি মহান।আল্লাহ আপনাকে ভালো রাখুক।দোয়া রইল।

  • @ahmedhossain1800
    @ahmedhossain1800 Год назад +1

    বিদেশের মাটিতে বাংলাদেশকে উপস্থাপন করে একমাত্র চট্টগ্রাম ও সিলেট। কারণ বাংলাদেশের সবচেয়ে বড় মনের মানুষ হলেন এই দুই বিভাগের মানুষ

    • @mdjamal-wy3hl
      @mdjamal-wy3hl Год назад

      ঠিক বলছেন ধন্যবাদ

  • @belayethossain4489
    @belayethossain4489 2 года назад +1

    অত্যন্ত আনন্দিত হলাম । এতো সুন্দর আয়োজন যিনি করেছেন তাঁর প্রতি আমার হাজার সালাম ও শুভেচ্ছা রহিলো । আমরা বাঙালি হিসেবে গর্বিত । চট্টগ্রামের প্রচলিত মেজবানী খানা । এ রেওয়াজ টুকু আজও প্রচলিত ধন্যবাদ জানাই সকলে । ( আরো ধন্যবাদ জানাই আমাদের বনি আমিন ভাই কে ) শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ।

  • @SahidulIslam-gr4lm
    @SahidulIslam-gr4lm 3 года назад +3

    জাতীয় সঙ্গীতের মূহুর্তটা অসাধারণ

  • @RofikulIslam-yf9xr
    @RofikulIslam-yf9xr 5 лет назад +24

    ভাই,আপনি যখন চট্রগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলেন, তখন কথা গুলো আপনার মুখে শুনতে ভিষন ভালোলাগে।

  • @Nakbar-yf7zq
    @Nakbar-yf7zq 2 года назад +3

    I m a Chittagonian living out of country since 20years. I became very emotional after watching this video. Also i surprised to know that Boni bhai can speak Chittagonian. Thanks my friend. May Allah bless u. Akbar from Istanbul with family.

  • @shakawethossain9823
    @shakawethossain9823 6 лет назад +2

    supar supar supar video. Allah apnake nek hayat Dan koruk amin.

  • @tapashkumarnath4472
    @tapashkumarnath4472 6 лет назад +11

    Very fine arrangement at remote place by Chitagong people. I m also chattagrimme. But I hv born & brought up at Guwahati (India). I can speak this language.

    • @desihabibi23
      @desihabibi23 2 года назад

      I know Chittagong language, i'm Chittagyah😁😍

  • @mdsayeedakash6548
    @mdsayeedakash6548 4 года назад +8

    আই চিটাইংগে এতল্লাই আই বউত গর্বিত।

  • @adv_hasnain_mahmood
    @adv_hasnain_mahmood 6 лет назад +6

    ধন্যবাদ স্যার।কিছুক্ষণের জন্য মনে হয়েছিলো অামিও মেজবানে ছিলাম।

  • @dcpadu7212
    @dcpadu7212 4 года назад

    Nice..Mr. Lipu Our OPN.proud to be e placidian.

  • @OurFishingLife
    @OurFishingLife 6 лет назад +2

    অনেক বড় আয়োজন ......... I LIKE IT.......আমার খেতে ইচ্ছা হইতেছে ।

  • @thebengalauto
    @thebengalauto 6 лет назад +5

    Very impressive, Allah bless you all

  • @mirferozalom1441
    @mirferozalom1441 4 года назад +2

    অসাধারণ

  • @-ObeyedKhalilJabir
    @-ObeyedKhalilJabir 4 года назад +2

    বনি আমিন ভাই আপনার বাড়ি চট্রগ্রাম দেখে খুব ভালই লেগেছে।

  • @newasmobarak3074
    @newasmobarak3074 2 года назад

    Awesome! Boni Vaiya. Your are a real Chittagongian.

  • @aliimam1138
    @aliimam1138 4 года назад +3

    Really enjoyable...

  • @mdarifulhasan9181
    @mdarifulhasan9181 6 лет назад +31

    ভাই আমি চট্টগ্রামের বিবিরহাটে থাকে শুনে অনেক ভালো লাগলো। আমাদের এই জাইগার মসলা দিয়ে ওইখানে আজ মেজবানি মাংস রান্না করা হচ্ছে নিজেকে গর্বিত মনে হচ্ছে।

  • @mdakramhussain4767
    @mdakramhussain4767 4 года назад

    Mone hocce jeno sorgo pori bha etto sondor valo lagar vdio

  • @jawedrafuquejawedrafique811
    @jawedrafuquejawedrafique811 5 лет назад +2

    lovely my birth place and my education is from chittagong but bad luck i am living in pakistan since 30 years.....ay o chatgayya jani ...love your program.

  • @dipakmajumdar4209
    @dipakmajumdar4209 5 лет назад +4

    What a fantastic arrangement far away from own motherland, with a fragrance and fun fair. Really worth watching for the mainland people worldwide. Thanks very much.

  • @rejaulkabir4141
    @rejaulkabir4141 6 лет назад +8

    বিদেশে বাংলাদেশীদের মেলবন্ধন দেখে সত্যিই খুব ভালো লাগলো।

  • @MDSAIDULISLAMMEAH-cp9vd
    @MDSAIDULISLAMMEAH-cp9vd 5 лет назад +6

    সত্যি ভাইয়া অনেক অনেক ভালো লেগেছে আপনার প্রোগ্রাম

  • @suraiyakhanum7766
    @suraiyakhanum7766 6 лет назад +5

    Many many thanks to Mr. Boni Amin and CTG s

  • @kamrunnesa1558
    @kamrunnesa1558 4 года назад

    I love your program and concrent. I love boni amin vy. I am jahid. Ctg.

  • @mdalinayon6716
    @mdalinayon6716 3 года назад +2

    Thanks brother

  • @mdnajem5476
    @mdnajem5476 4 года назад +1

    অসাধারণ ভাইয়া

  • @mngnasim2048
    @mngnasim2048 2 года назад

    অষ্ট্রেলিয়ায় চাটগাঁইয়া প্রবাসি ভাইদের মিলনমেলা! প্রবাসে যেন একটুকরা বাংলাদেশ ! ভোজন বিলাস অতিবাহিত হোক আনন্দে !!

  • @alim8891
    @alim8891 4 года назад +3

    অনেক ভালো লাগলো নিজের এলাকার মেজবান দেখে,, সবাইকে ধন্যবাদ

  • @uddinmain4838
    @uddinmain4838 6 лет назад +1

    congratulation chittagong society for your majban thanks all who organise this majban celebrity sorry my English may be not like you but I practice more than four language at a Times have a nice time time all of you. we are appriciate with your programme

  • @mohiuddinmohiuddin6114
    @mohiuddinmohiuddin6114 2 года назад

    আলহামদুলিল্লাহ অসাধারণ

  • @utsavroy7161
    @utsavroy7161 4 года назад +1

    I am an Indian. My ancestors belong to Pabna district. I love chitaganj. Chattagram Astragar lunthon r Master daa Surjo Sen er History porle gaa kata dei. I love Chattagram specially the Bengali language of Chattagram

  • @sharifuddin3908
    @sharifuddin3908 5 лет назад +4

    আপনি যখন চিটাগাংইয়া কতা বলেন অনেক সুন্দর লাগে।

  • @sahmed7475
    @sahmed7475 5 лет назад +1

    খুব ভালো লাইগ্গে

  • @zamirkhan3568
    @zamirkhan3568 2 года назад

    I’m also from Ctg, really enjoyed the conversation with others chittagonion, It’s been more then 40 yrs eat mejban , my mouth was watery, loved it

  • @rashedsakil6475
    @rashedsakil6475 6 лет назад +3

    Hats off đear Boni Amin for your nice presentation.

  • @rafeekrafeek1491
    @rafeekrafeek1491 6 лет назад +2

    বনি আমিন ভাই আপনার বাসির সুর অনেক বালো লেগেছে

  • @mdtanvirahmed1872
    @mdtanvirahmed1872 6 лет назад +3

    আমিন ভাই অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে

  • @shohagrana5897
    @shohagrana5897 3 года назад

    দেশীয় সমাচার বিদেশের মাটিতে খুব চমতকার সম্পচার পরিবেশনা অনেক ভালো।।ধন্যবাদ।।।।।

  • @zplayz8320
    @zplayz8320 6 лет назад +3

    So beautiful day and nice day thanks brother

  • @mohammadbinjuma9186
    @mohammadbinjuma9186 6 лет назад +3

    Beshi Beshi Love from Dubai Mohammad very nice Boni Bro
    Onek kushi laglo Apnader onustan ta dekey MashaAllah very nice 😍

  • @trendbyte
    @trendbyte 6 лет назад +3

    a very good get together...thanks ppl for maikng us proud

  • @raihanz4063
    @raihanz4063 5 лет назад +1

    Chittagong ar manush ar motho shamajik helpful udar khub kom e asa akjon chittagong ar lok hishaba onak valo feel kori,,,,

  • @nurbanu9541
    @nurbanu9541 2 года назад +2

    ধন্যবাদ বনি আমিন বদ্দা

  • @mdsabbirsalam5674
    @mdsabbirsalam5674 5 лет назад +2

    খুই সুন্দর পোগ্রাম দেখে খুব ভাল লাগলো বনী ভাই কে ধন্যবাদ

  • @rightrightrightright1247
    @rightrightrightright1247 4 года назад

    Apni allraunder sob vasa pren thank,s.sir mone hoy somosto vasa apnar mattiri vasa.thank,s thank,s thank,s

  • @afrozarahman4690
    @afrozarahman4690 4 года назад +1

    Mejban, amar ekti prio khabar, ami eta proti bochor Uttara club e amader annual election er diney aiyojon kora hoto, ekhon America te thakar karone r khawa hoi na, tai apnar video ta monojog shohokar e dekhlum tobe Shyam Shundor er gaan ta dekhte pele aro bhalo lagto, anyways Boni Amin , apnake dhonnobad and salaam janalum.

  • @farhanahossain7689
    @farhanahossain7689 6 лет назад +3

    Go Ahead Sir, love to watch ur series . I'm also a proud Chittagongian. Pray for us.

  • @shahananila366
    @shahananila366 6 лет назад +1

    Bhai a boni arar desher Khanar sunam to Sara bissho juriar toarey doinnobad biases kori arar kota koijjo eyallai boro Bala laigger

  • @dhakafani8828
    @dhakafani8828 4 года назад +1

    Mashaallha

  • @RunWithShuvo
    @RunWithShuvo 4 года назад +1

    i from barisal.Bt i love Chittagong tradition. ❤

  • @dhakaportal2038
    @dhakaportal2038 5 лет назад +2

    আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। আমিন।

  • @mohammadmamun6467
    @mohammadmamun6467 5 месяцев назад

    বনি আমিন চট্টগ্রামের সন্তান, ভালো লাগলো মেজ্জাইন্নে মিলনমেলা দেহিয়েরে দূরদেশত।

  • @mdabirirham2280
    @mdabirirham2280 4 года назад +1

    wow eto chittagong er manus okhane....jak valoi laglo...

  • @rasel3983
    @rasel3983 6 лет назад +3

    চট্টগ্রামের মেজবান খুভ মিস করবো।

  • @arihasinfinity9914
    @arihasinfinity9914 5 лет назад +2

    অনেক ভাল লাগলো, এক কথায় দারুন।

  • @abulkashem4984
    @abulkashem4984 6 лет назад +2

    আপনাকে।অসংক।অসংক।ধন্যবাদ।বনি।আমিন।স্যার।আপনার।ভিডিও।গুলি।আমার।বেশি।বেশি।ভাল।লাগে।ধন্যবাদ।ভাল।থাক।

  • @mdrahul1777
    @mdrahul1777 5 лет назад +3

    tnx boni amin for ctg language

  • @mamunrashid9246
    @mamunrashid9246 4 года назад +3

    i loved more chittagong

  • @ZakirHossain-sn6qb
    @ZakirHossain-sn6qb 6 лет назад +1

    খুব সুন্দর লাগল ভাই

  • @islam2islam771
    @islam2islam771 5 лет назад +2

    Chittagong video nice

  • @mdhafiz5667
    @mdhafiz5667 5 лет назад +1

    অসাধারণ সৌদি রিয়াদ থেকে মনির খান

  • @dangerousworld3103
    @dangerousworld3103 5 лет назад +1

    খুভ ভালো লাগলো

  • @xedaxxxtrm8909
    @xedaxxxtrm8909 6 лет назад +3

    wow apni chittangya 😍😍
    me too

  • @ahchowdhury421
    @ahchowdhury421 4 года назад +1

    Last week e Chittagong Er Mezbaan hoye gelo Southern Californiar Los Angeles e .... onk bestotar maje o miss korini

  • @mdnasir-tk3xb
    @mdnasir-tk3xb 4 года назад +3

    ২০১৯ সালেরটা দেখতে খুব একটা মনে চায়

  • @foysal8638
    @foysal8638 6 лет назад +2

    ভাই চট্রগ্রামের আঞ্চলিক গানগুলো-ই তো শোনা হলোনা বাকি সব ছিলো অসম্ভব ভালো...মনে হয় খাবারের সিস্টেমটা প্রতি টেবিলে আলাদা হলে ভালো হত কিছুটা জঞ্জালের মত লাগছে তাই বললাম,, তাছাড়া এইযে সবাই এক লাইনে দাঁড়িয়ে খাবার সংগ্রহ করে এইটা একদিক থেকে অনেক ভালো লাগে, সামাজিকতা ফুটে ওঠে,সমাজের সবাই এক লাইনে আহহহাহাহাহ কি মিল সবার মধ্যে এইটাই বড় জিনিস এরকম অনুষ্ঠানের....গান না শোনাটা আফসুস ছিলো...

    • @BoniAmin
      @BoniAmin  6 лет назад +1

      Foysal Bokaul@খুবই দুঃখিত বন্ধু। কাঁচা হাতে পাকা কাজের দ্বায়িত্ব দেয়া কক্ষনো ঠিক না, আর সেটা হয়েছে আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি। আমরা টাকা খরচ করে বিদেশ থেকে শিল্পী আনার পরেও কয়েকজন 'চাটুকার প্রিয়' ব্যাক্তি লোকাল শিল্পীর প্রতি ঝুঁকে ছিল বেশ। আমাদের মেজবান কমিটিতে লুকিয়ে থাকা কয়েকজন 'শয়তানুল মাখলুকাত'এর কাজ ছিলো গোপনে এই মেজবানীটিকে বরবাদ করে দেয়া। ওদের ঝোঁক ছিল 'লোকাল শিল্পীদের' প্রতি যাতে মেজবান অনুষ্ঠান শেষে ওই লোকাল শিল্পীদের বাসায় গিয়ে ওরা মোক্ত দাওয়াত খেতে পারে অথবা অন্যকোন 'সুবিধা' নিতে পারে। যার ফলে উপেক্ষিত হয়েছিলো চাটগাঁ থেকে আগত শিল্পীরা এবং আগত অতিথিরা বঞ্চিত হয়েছিল একটি সুন্দর মনোজ্ঞ 'চিটাগোনিয়ান সাংস্কৃতিক' অনুষ্ঠান থেকে। বড়োই আফসোস বন্ধু। সংক্ষিপ্তভাবে বলতে হয়, গানের অনুষ্ঠানটি বড় মরা ছিলো, আর তাই আমি আমার এই ভিডিওতে তা সংযোজন করিনি। সর্বসাকুল্যে আমাদের মেজবানটা ছিলো একটি স্বার্থক অনুষ্ঠান তবে সংস্কৃতিক অনুষ্ঠানটিতে ব্যাবস্থাপনায় বড় ভুল ছিলো। আশাকরি আগামী বছর এই ভুলটি হবে না। আবারো বিশ্ব চট্টগ্রামবাসীর কাছে আমি ক্ষমা চাইছি।

  • @mdbablu-tw4sv
    @mdbablu-tw4sv 4 года назад +2

    দারুন বস

  • @asifyusuf6620
    @asifyusuf6620 6 лет назад +2

    বাহ সত্যি অসাধারণ মনটা ভরে গেলো বনি ভাই

  • @mdtanimallahyouhalpthemmdt5446
    @mdtanimallahyouhalpthemmdt5446 5 лет назад +3

    I am proud sa a person of Chittagong.

  • @mohammadsahajahan5138
    @mohammadsahajahan5138 3 года назад +1

    sob kamona roylo apnar majvanar jonno

  • @galaxymini6439
    @galaxymini6439 6 лет назад +2

    মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে দেখতে