ভয় দেখাস না প্লিজ। আমি বদলে গিয়েও ঘরে ফিরতে চাই। তবু তোর দু চোখের রোদ, ফিরতে মানা করবে সেই, ভয় পাই। এই শরীরটাই যা তুই চিনিস বাদ বাকি, আমি আনকোরা জোর করে তবু সই পাতাই গল্প বানাই, মনগড়া আমার অন্য রাজ্যপাট আমি ঘর পালানো পাখির ছদ্মবেশ তোর কাঁধেতে বসে আর গান শোনাবো, পাই যদি আদেশ অনেক রাতের পর, খেলনা বাটির লোভ দেখাস যদি আবার ফিরবো ঘর ঠোঁট ফুলিয়ে ছোট্ট এই নদী। ভুলে গেলে তুই হাতড়ে ফিরবো অন্ধকারের গান, জমলে ধুলো গায়ে, জোছনায় করবো স্নান জমলে ধুলো গায়ে, জোছনায় করবো স্নান। তুই এক ফালি আকাশ, আমি ভুল করে ঢোকা একলা শঙ্খচিল। তুই আমার বাতাস, তবু ফিরতে হবে বল দেখি মুশকিল জানি ফেরার পর তুই আমায়, হাঁটতে দেখলেও চিনবি না তোর দেওয়া এই ডাকনামে ভুল করেও আর ডাকবি না। শুধু কোন বাদলা দিনের ভোর, তোর স্বপ্নে উড়বে কাঁচপোকাদের ভুল ঘুমে কাঁদবি তুই, আর গুনবো আমি বদলানোর মাশুল। অনেক রাতের পর, খেলনা বাটির লোভ দেখাস যদি আবার ফিরবো ঘর ঠোঁট ফুলিয়ে ছোট্ট এই নদী। ভুলে গেলে তুই হাতড়ে ফিরবো অন্ধকারের গান, জমলে ধুলো গায়ে, জোছনায় করবো স্নান জমলে ধুলো গায়ে, জোছনায় করবো স্নান। ভয় দেখাস না প্লিজ আমি বদলে গিয়েও ঘরে ফিরতে চাই তবু তোর দু চোখের রোদ ফিরতে মানা করবে সেই, ভয় পাই
Gem of a song, Music company gulo kyano eisb gaan gulok beshi kore promote korena,,???Bangla chobite eirokom gaan khub kom hoeche, so called swarno juger gaan er tulonae beshi boi km noe... ki sundor lyric, sei rokom ID r sur r contemporary arrangement by Aditya Pushkarna... should be ashamed of yourself SA RE GA MA,, eisob gaan own korar poroo ta nie kono rokom prochar korenna..
আমার এই version টাই সেরা লাগে, কিস্যু করার নেই এ ব্যাপারে আমার।
Ekdom thik bolsen dada. Ami apnar sathe ekmot. Arijit er chaite ei version tai perfect🥰🥰🥰
Same here
Bbkbbibíiií
Nothing beats the Agnee version.
যতবার শুনি, প্রত্যেকবার মনে হয় যেন এই গানটা আমার জন্য তৈরি। আমার জীবনের সাথে সবটা নিয়ে জড়িয়ে আছে। 🤍🌼
ভয় দেখাস না প্লিজ।
আমি বদলে গিয়েও ঘরে ফিরতে চাই।
তবু তোর দু চোখের রোদ,
ফিরতে মানা করবে সেই, ভয় পাই।
এই শরীরটাই যা তুই চিনিস
বাদ বাকি, আমি আনকোরা
জোর করে তবু সই পাতাই
গল্প বানাই, মনগড়া
আমার অন্য রাজ্যপাট
আমি ঘর পালানো পাখির ছদ্মবেশ
তোর কাঁধেতে বসে
আর গান শোনাবো, পাই যদি আদেশ
অনেক রাতের পর,
খেলনা বাটির লোভ দেখাস যদি
আবার ফিরবো ঘর
ঠোঁট ফুলিয়ে ছোট্ট এই নদী।
ভুলে গেলে তুই
হাতড়ে ফিরবো অন্ধকারের গান,
জমলে ধুলো গায়ে, জোছনায় করবো স্নান
জমলে ধুলো গায়ে, জোছনায় করবো স্নান।
তুই এক ফালি আকাশ,
আমি ভুল করে ঢোকা একলা শঙ্খচিল।
তুই আমার বাতাস, তবু ফিরতে হবে বল দেখি মুশকিল
জানি ফেরার পর তুই আমায়, হাঁটতে দেখলেও চিনবি না
তোর দেওয়া এই ডাকনামে ভুল করেও আর ডাকবি না।
শুধু কোন বাদলা দিনের ভোর,
তোর স্বপ্নে উড়বে কাঁচপোকাদের ভুল
ঘুমে কাঁদবি তুই, আর গুনবো আমি বদলানোর মাশুল।
অনেক রাতের পর,
খেলনা বাটির লোভ দেখাস যদি
আবার ফিরবো ঘর
ঠোঁট ফুলিয়ে ছোট্ট এই নদী।
ভুলে গেলে তুই
হাতড়ে ফিরবো অন্ধকারের গান,
জমলে ধুলো গায়ে, জোছনায় করবো স্নান
জমলে ধুলো গায়ে, জোছনায় করবো স্নান।
ভয় দেখাস না প্লিজ
আমি বদলে গিয়েও ঘরে ফিরতে চাই
তবু তোর দু চোখের রোদ
ফিরতে মানা করবে সেই, ভয় পাই
Most underrated Bengali song. I still remember listening to it sitting stoned
This song deserves more recognition ❤❤ .So soothing , touched the soul.
এই গানটা যে আমাকে প্রথম শুনিয়েছিল, আমি আজও তাকে ভালবাসি আর চিরদিন ভালবাসব। ❤
Mon ta bhore gelo. Thank you for uploading this.
The best version; for which i can miss Arijit's one
অনেক সৃতি গানের প্রত্তেক লাইন এ❤আজ ও ভালো লাগে আগের মত করেই।বার বার সুনতে ভালো লাগে,,,one of best song,, my favourite ❤
Onek sriti re bhai ey gan r ey surer songhe tai nothing anything always love him ❤❤❤❤
সে-ই কত বছর আগে থেকে শুনছি....... এখন ৫/১২/২৪
The voice, the lyrics top class
His singing is pure & touching
একরাশ মুগ্ধতা ।😇😇
মন ছুঁয়ে যাওয়া গান।
বড্ড ভালো লাগলো।
best version
অসাধারণ একটা গান...
এই গানটা অনেক মিস করি ....😢😢😢😢
0:18
0:17
10k view ami kore diyechi...
😢❤
Gem of a song, Music company gulo kyano eisb gaan gulok beshi kore promote korena,,???Bangla chobite eirokom gaan khub kom hoeche, so called swarno juger gaan er tulonae beshi boi km noe... ki sundor lyric, sei rokom ID r sur r contemporary arrangement by Aditya Pushkarna... should be ashamed of yourself SA RE GA MA,, eisob gaan own korar poroo ta nie kono rokom prochar korenna..
❤
Khub e faka faka lagche comment section ta
Legendary
❤