রুট ক্যানেল করা দাঁতে ব্যথা - কারণ ও সমাধান

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 886

  • @mirjulfaaliya764
    @mirjulfaaliya764 2 года назад +23

    মাশাল্লাহ স্যার!! আপনি লাস্টের কথাটি খুব সুন্দর বলেছেন!! আসলেই সার্টিফিকেট কখনোই দক্ষতার পরিচয় দিতে পারেনা,
    বিডিএস এর থেকে দাঁতের কাজ করে আমার বিরাট একটা ক্ষতি হয়েছে।

  • @alakdebnath3526
    @alakdebnath3526 6 месяцев назад +5

    এতো সুন্দর করে কথা বলেন। শুনলে মন ভরে যায়। আমি সাম্প্রতিক ২ টা দাঁতের রুট কানেল করেছি।

  • @hridoybhuiyan7602
    @hridoybhuiyan7602 3 года назад +24

    স্যার আপনার কথা শোনার জন্য অপেক্ষা করছিলাম। খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার।।

  • @MizanurRahman-js1cm
    @MizanurRahman-js1cm Год назад +6

    আপনাকে আল্লাহ দীর্ঘ সুস্থ জীবন দান করুন।যাতে মানুষের বেশি বেশি সেবা দিতে পারেন। আমিন।।

  • @mdabutaher6600
    @mdabutaher6600 3 года назад +22

    স্যার আপনি আমাদের মধ্যে অনেক লিজেন্ডারি হয়ে থাকবেন✅💖💖

  • @anamuddin9987
    @anamuddin9987 2 года назад +4

    ধন্যবাদ আপনাকে স্যার এতো সুন্দর করে বুঝাই বলেছেন স্যার আমি ইউরোপ থেকে দেখেছি আপনার ভিডিও /আমি স্যার দাঁত রুটক্যানেল করাইছি,দাঁতে অনেক অনেক বেদনা খুব বেশি ২মাস হতে চলছে, দাঁত ধার লাগে দাঁতে চুইংগামে মতোই কামড় দিলে নরম লাগে ধার লাগে খুব বেশি বেদনা /খুব কষ্ট হচ্ছে দয়া করে জানাবেন স্যার পিলিজ স্যার কি করলে ভালো হবে

  • @ayeshaazad7871
    @ayeshaazad7871 Год назад +3

    খুব ভালো লাগলো স্যার।অনেক কিছু জানতে পারলাম। অনেক ধন্যবাদ।

  • @rubyislam1730
    @rubyislam1730 2 года назад +7

    এতো সুন্দর করে সহজ করে বুঝিয়ে বললেন। ধন্যবাদ

  • @shawonctgzone
    @shawonctgzone Месяц назад

    আলহামদুলিল্লাহ সুন্দর পোস্ট মন্তব্য শুনে আমার ভালো লাগছে স্যার আপনাকে ধন্যবাদ জানাই

  • @mdainalislamashik9568
    @mdainalislamashik9568 Год назад +6

    আপনার কথা গুলো ভালো লাগছে আমার দাতে রুট ক্যানেল করেছি ২০ আগে কিন্তু এখন ব্যথা করে

  • @mofakkharul12
    @mofakkharul12 3 года назад +8

    Jiboner vulgulo aj koto voyanok hoy jantam na,daater khub jala sir,,,,khub kosto!!

  • @mdruhul1204
    @mdruhul1204 10 месяцев назад +2

    Sir apnar kotha gulo khub valo laglo thank you

  • @mdreza9268
    @mdreza9268 3 года назад +11

    স্যার, আজ সেই রুটক্যালেন দাঁত টি তুলে ফেল্লাম , ৩ মাস ধরে অনেক কষ্ট পেয়েছি। আপনি বলেছিলেন পাশে কেভিটি হয়েছে ঠিক তাই।
    ধন্যবাদ স্যার।

    • @Shot_time_2minutes
      @Shot_time_2minutes 2 года назад +1

      @Md Reza. ভাই,,, আপনার দাঁতের নিচে কি মাড়ি ফুলে গিয়েছিল,,, তারপর দাঁত তুলেছেন।।।
      প্লিজ জানাবেন।

    • @mdreza9268
      @mdreza9268 2 года назад

      জি স্যার ,ফুলে গিয়েছিল এবং দাঁতের পাশ থেকে গাম ছেড়ে দিয়েছিল

    • @SumiAkter-ir4hi
      @SumiAkter-ir4hi Год назад

      ভাই আপনি কি এখন ঠিক মতো খাবার খেতে পারছেন?

    • @ReshmaSultana-gy7pf
      @ReshmaSultana-gy7pf 4 месяца назад

      ভাইয়া আমিও রুট ক্যানাল করেছি দেড় বছর হবে, এখন প্রচন্ড ব্যাথা করে,আমিও চাই তুলে ফেলতে,

    • @JannatulFerdousJannat-y8d
      @JannatulFerdousJannat-y8d 3 месяца назад

      কত নিয়েছে ভাইয়া​@@mdreza9268

  • @howladerbuschu7518
    @howladerbuschu7518 Год назад

    সুন্দর আলোচনা করেছেন ধন্যবাদ আপনাকে ভাই।

  • @prorider4258
    @prorider4258 Год назад +8

    আমি আজও ভুগছি এই রূট ক্যনেল করে, ক্যাপ কাটার পরও শানতি নাই। আজ আবার যাচ্ছি ডাক্তার এর কাছে

  • @ROKIB24
    @ROKIB24 3 года назад +5

    ধন্যবাদ স্যার আশা করি অনেক শিক্ষণীয় থাকবে ভিডিওতে।

  • @howtofixproblems8689
    @howtofixproblems8689 Год назад +4

    ami 15 year age রুট ক্যানাল করেছিলাম কিন্তু কিছু দিন আগে x - ray kore dekhi infraction ase
    Ekon aita punorai re root cannal korte hobe?

  • @salfinsumon8131
    @salfinsumon8131 3 года назад +4

    ধন্যবাদ স্যার আপনাকে...

  • @rownakjahanjuthy1031
    @rownakjahanjuthy1031 9 месяцев назад +1

    স্যার আপনার চেম্বার কোথায়?কোথায় বসেন আপনি? আমারও ঠিক এইরকম সমস্যা, সিল করার এক থেকে দেড় মাস পর ব্যাথা করতেছে, এবং ওই দাতের নিচের মাড়িতে একটা ফোসকা জাতীয় কিছু দেখা যাচ্ছে, আমি কিছু খেতে পারছিনা, আপনাকে কিভাবে দেখাতে পারবো স্যার?
    আপনার ভিডিও খুব ভালো লাগলো স্যার

  • @mentalshanto8435
    @mentalshanto8435 2 года назад +1

    আমি এক ডাক্টার এর থেকে রুট ক্যানেল করছি কিন্তু উনি ঠিকঠাক ভাবে করতে পারে নাই। প্রথম যখন দাতে ব্যাথা নিয়ে তিনার কাছে যাই তখন তিনি দাত দেখে ওষুধ লিখে দেয়, ওষুধ খাইলে ব্যাথা চলে যাই তারপর তিনি দাত কেটে ড্রেসিং করেন দুই দিন, তখন অব্দি সব ঠিকঠাক ছিল, কোনো ব্যাথা ছিল না, কিন্তু তৃতীয় দিন তিনি যখন Pulp বসালেন ঠিক সেদিন থেকেই দাতে আবার ব্যাথা শুরু হলো, পরে ওনাকে বললে উনি আবার ও ওষুধ লিখে দিলেন তখন ওই ওষুধ লহাওয়ার পর প্রছন্ড ব্যাথা টা কমে গেলো কিন্তু সামান্য একটা ব্যাথা সর্বদা থেকেই গেলো, পরে ওনাকে বললে উনি আমাকে আবার ওষুধ লিখে দেয়, এভাবে প্রায় ২ মাস এর ও বেশী সময় ধরে এন্টিবায়োটিক সহ ব্যাথার ওষুধ খেতে থাকি, এক পর্যাই এসে এখন দাতের একদম ওপরে, মানে মাড়ির ওপরে যে গোশ থাকে সেখানে ব্যাথা করতেছে, পরে আমি আবার ওনার কাছে যায়, গিয়ে সব খুলে বললে উনি বলে তোমার দাত নষ্ট হয়ে গেছে, এখন দাত তুলে ফেলতে হবে, আমি দাত তুলতে চাই না, সেক্ষেত্রে আমি এখন কি করতে পারি প্লিজ জানাবেন। অনেক আওমস্যার মধ্যে আছি আমি। উনি ৩০ বছর ধরে ডাক্টারি করতেছে আর এজন্যই ওনার কাছে গিয়েছিলাম। কিন্তু আপনার ভিডিও তে আমি রুট ক্যানেল করার যে পদ্ধতি টা দেখেছি উনি তার কোনোটাই করে নাই। কোনো প্রকার ইনজেকশন ছাড়াই দাতের ভেতরে pulp বের করেছে একটা সুচ দিয়ে, তাও আবার মাত্র দুইদিন, তি দিনের দিন উনি আমার দাতে pulp বসাই দেয় আর সেদিন থেকেই আর দাতের ব্যাথা যায় নাই। আমার দাতের মাপে ক্যাপ ও বানানো রইছে শুধু এই ব্যাথার কারনে আমি ক্যাপ লাগাই নাই। এখন আমি কি করতে পারি প্লিজ আমাকে একটু জানায়েন। আমি নড়াইল থেকে বলছি।

    • @drarifurrahman
      @drarifurrahman  2 года назад +1

      আপনার এটা Re RCT করে রাখা যেতে পারে। আপনি ঢাকাতে এনাকে দেখাতে পারেন। Dr. Tariqul Razib
      Chamber- NextDent, 7th Floor Plot -39
      Road -2 Lilyrin Tower, Dhanmondi, Dhaka +8801712029644
      g.co/kgs/yu9NRt

  • @raishagamer4155
    @raishagamer4155 Год назад +5

    স্যার আমার দাঁতে ক্যপ লাগানো আছে তার পাশের দাঁতে ফুটো হয়ে গেছে অনেক দিন ধরে। এখন অনেক ব্যাথা করে। যেই দাঁতে ক্যপ লাগানো সেই দাঁত বেশি ব্যাথা করে। এইটা কি দাঁত ফুটো হওয়ার জন্য কি ব্যাথা করে নাকি ক্যপ লাগানোর দাঁতে কোনো সমস্যা। জানালে অনেক ভালো হতো।

  • @bidyutporia6983
    @bidyutporia6983 3 года назад +2

    Thanks from aheadmaster
    Dental problems

  • @nibeditasikder9386
    @nibeditasikder9386 Год назад +5

    স্যার,আমার দাতে রূট ক্যান্যাল করা চলছে গত ২৯/১১/২৩ থেকে। ফাইনালি করা হবে ৭ তারিখ থেকে। কিন্তু আমার বর্তমানে দিনে তেমন যন্ত্রণা হচ্ছে না,তবে রাতে খুবই যন্ত্রণা হচ্ছে দাতে এবং চোয়ালে। যেখানে ইঞ্জেকশন দিয়েছিলেন অবশ করার জন্য। কি করব এখন? জানালে খুবই উপকৃত হতাম।

  • @mithuraj8404
    @mithuraj8404 2 года назад

    গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম...ধন্যবাদ

  • @sskgamerbd5261
    @sskgamerbd5261 2 года назад +18

    স্যার,আমার দাতে সম্ভবত ১০ বছর আগে রুট ক্যানেট করা হয়েছে, বর্তমানে আমার দাতে প্রচন্ডব্যাথা অনুভব করি, আগেও ব্যাথা হতো কিন্তু বর্তমানের মত এত বেশি ছিলো না, এখন আমার করনীয় কি? অনুগ্রহ করে জানাবেন।

    • @talkwithsubject6690
      @talkwithsubject6690 9 месяцев назад

      ফেলে দিতে হবে দ্রুত

  • @sumonahmed-hy9lv
    @sumonahmed-hy9lv 3 года назад +1

    এই স্যারটা অনেক মানুষ 🌷🌷

  • @jhalam997
    @jhalam997 3 года назад +2

    জাযাকাল্লাহ খাইরান

  • @chitrahabisyasi5175
    @chitrahabisyasi5175 3 года назад

    আপনার video টা দেখে খুবই উপকৃত হলাম

  • @rinaranisarker8090
    @rinaranisarker8090 8 месяцев назад

    অনেক অনেক ধন্যবাদ

  • @marufhossain2107
    @marufhossain2107 11 месяцев назад

    Nice Lecture,

  • @NewNew-r9g
    @NewNew-r9g Год назад

    আসসালামুয়ালাইকুম আমি সৌদি আরব থেকে আপনার ভিডিও দেখতেছি
    আমার তিনটা দাঁতের সমস্যা করতেছে অনেক দিন ধরে খুবই ব্যাথা করতেছে ,এখন আমি চিন্তা করতেছি সৌদি আরবে চিকিৎসা না করে দেশে গিয়ে আপনার সাথে দেখা করার জন্য । আপনার চেম্বারের ঠিকানা বা লোকেশন টা একটু যাদি দেন ভালো হত

  • @MdshahinSikderগাজীপুর
    @MdshahinSikderগাজীপুর 11 месяцев назад

    রাইট আপনার কথা

  • @mdsaid6680
    @mdsaid6680 2 месяца назад

    মাশা আল্লাহ

  • @tanusreesaha330
    @tanusreesaha330 Год назад +1

    Sir ami root canal treatment korechi . Kintu 5 month pore teeth pain hoche . Doct dekheyechi doct bollo je khabar jome betha hoy . Ekhon ki korbo plz bolun

  • @Alom797
    @Alom797 9 дней назад

    ভালো রুট ক্যানেল করতে কতদিন লাগে?
    একটা দাত।
    একদিসে করা সম্ভব নাকি অনেকদিন লাগে??

  • @mdmahabub3928
    @mdmahabub3928 3 года назад

    অসংখ্য ধন্যবাদ ভাই

  • @Sonali19428
    @Sonali19428 Год назад +2

    স্যার রুট ক্যানেল করার ৫ বছর পর আবার ওখানে ব্যথা হচ্ছে 😔 অনেক কষ্টে টাকা জোগাড় করে RCT করিয়েছিলাম,, ReRct ছাড়া কি অন্য কিছু উপায় নেই???

  • @NazmulIslam-zq7yk
    @NazmulIslam-zq7yk Год назад +4

    আসসালামু আলাইকুম স্যার। ঢাকাতে বসে এরকম একজন দক্ষ ডেন্টিস্টের ঠিকানা দয়া করে দিলে উপকৃত হতাম।

    • @abuyousup24
      @abuyousup24 Год назад

      ঢাকা মিরপুর ১৪ বাংলাদেশ ডেন্টাল হসপিটাল ,,
      আসতে পারেন এটা সরকারী

  • @Allinone-ly7qe
    @Allinone-ly7qe 3 года назад +2

    helpful video 🥰💯✅

  • @chaitalisaha9204
    @chaitalisaha9204 2 года назад +1

    Many many thanks

  • @fatemaakter2490
    @fatemaakter2490 Год назад +3

    আমি ৩ বছর আগে দাঁতে রুট ক্যানেল করিয়ে ক্যাপ পড়িয়েছি এতদিনে কোনো রকম সমস্যা হয়নি। আজকে হটাৎ করেই খাবার চিবানোর সময় ব্যাথা করছে। এর কারণ কি বললে ভালো হতো..

  • @joshnaaktar9086
    @joshnaaktar9086 Год назад

    মাসআললাহ আলহামদুলিল্লাহ 🤲🤲🤲

  • @Khadija_akther123
    @Khadija_akther123 3 месяца назад

    স্যার আমি ১ মাস আগে দাঁতে রুট ক্যানেল করিয়েছি, কিছু দিন পরপর দাঁতে ব্যথা করতো, কিন্তু এখন দাঁতে অনেক ব্যথা করতেছে, দাঁতে কামর বা চাপ পরলে ব্যথা করে, এমনে ব্যথা করে না, স্যার আপনার পরামর্শের অপেক্ষায় রইলাম, দয়া করে আমাকে একটা পরামর্শ দিবেন,

  • @MahmudulHasan-hp6co
    @MahmudulHasan-hp6co 3 месяца назад +10

    রুট কেনেল বিডিএস ডাক্তার ছাড়া কেউ করবেন না, দয়া করে,,পরে দাত যাবে টাকা যাবে আমি ভুক্তভোগী

    • @ShakhawatHosain-h8q
      @ShakhawatHosain-h8q 2 месяца назад +2

      বিডিএস ডাক্তার কি

    • @ShakhawatHosain-h8q
      @ShakhawatHosain-h8q 2 месяца назад

      আমি রুট ক্যানেল করতেছি ২দিন ধরে

    • @imteajulabedin207
      @imteajulabedin207 2 месяца назад +2

      ​@@ShakhawatHosain-h8qযারা পড়াশোনা করে ডাক্তার হয় তাদের BDS ডাক্তার বলে। অনেকে পড়াশোনা ছাড়া শিখতে শিখতে ডাক্তার হয়ে যায়

  • @shohelmia2929
    @shohelmia2929 9 месяцев назад

    রাইট ❤❤❤❤

  • @alaminmunshimunshi6019
    @alaminmunshimunshi6019 3 года назад

    ধন্যবাদ স্যার

  • @surujmiah9730
    @surujmiah9730 6 месяцев назад

    স্যার ঢাকাতে আপনার একটা চেম্বার থাকলে খুব ভালো হতো।
    তাহলে কোরিয়াতে এত ব্যয়বহুল ট্রিটমেন্ট না করে আপনার নিকট থেকে করতাম।

  • @Rahul_Raaaaz
    @Rahul_Raaaaz Год назад

    ❤❤❤ স্যার.. আমার RCT চলছে, মহঃ শামিম/ কোলকাতা।

  • @JannaulroniRoni
    @JannaulroniRoni Месяц назад +1

    স্যার আমার রোট কেনেল করা আছে কিন্তু পোরসেলিনের দাতঁ লাগালাম একন এই দাতঁ আগের দাঁতে সঙ্গে মিচিন হয় না একন আমি জিরকোনিয়াম দাঁত লাগাতে চাই কত খরচ হবে । আমার তু রোট কেনেল করা আছে । আর কি করাতে হবে রোটকেনেল । আগের করাতে জিরকোনিয়াম দাঁত লাগানো যাবে কি। এবং জিরকোনিয়াম দাঁত লাগাতে কত খরচ হবে চারটিতে

  • @masudrahman1505
    @masudrahman1505 3 месяца назад

    Sir please bolen root canal infection hole koronio ki

  • @kulsumabegam5694
    @kulsumabegam5694 Год назад

    RCT korte suru thake ses porjonto ki ki ,, modification instruments,,poroiojon tar akta bangla video dile valo hoi.

  • @sumaiakhatun4874
    @sumaiakhatun4874 2 месяца назад

    ভাল দাত রুটক্যানেল করে খুব যন্তনা হচছে

  • @minhaj7364
    @minhaj7364 2 года назад

    সার অনেক ভালো লাগলো

  • @SabrinaJahan-k3u
    @SabrinaJahan-k3u 2 месяца назад +1

    স্যার আমি রুট ক্যানেল করেছি ৫-৬ দিন আগে এখন দাঁত ব্যাথা ভালো করে ভালো হয়নি তার সাথে ব্যথার তীব্রতা গালি ফুলে গেছে।।।স্যার দয়া করে বলতেন এখন করনীয় কী??

  • @MimAkter-q9d4g
    @MimAkter-q9d4g 8 дней назад

    Sir Root canal oversill kora hoiche akhon thik korbo kivabe rct kore thik kora ki possible please sir aktu bolen

  • @kulsumtumpa4873
    @kulsumtumpa4873 3 месяца назад

    Sir baccader dudhdat filling, rootcanal niye vedio dile valo hoto

  • @mtarek7954
    @mtarek7954 3 года назад +5

    ধন্যবাদ আশাকরি অনেক তথ্যবহুল ভিডিও হবে।

  • @nipa799
    @nipa799 Месяц назад +1

    আসসালামু আলাইকুম, আমি প্রায় ৮-৯ মাস আগে রুটকেনাল করেছি কিন্তু আগে অল্প ব্যাথা ছিল,,,এখন অনেক বেথা 😭 ঘুম থেকে উঠার পর দাতের সাথে দাত মিলাতেই পারিনা, একন আমার করনীয় কি?

  • @akramhossen1315
    @akramhossen1315 7 месяцев назад

    Kivabe apner treatment nite pari bolben plzzz

  • @rezaulkarim-z4f
    @rezaulkarim-z4f 9 месяцев назад

    Re-RCT তে খরচ কেমন হতে পারে?

  • @arrakib9915
    @arrakib9915 11 месяцев назад

    ৩/৪ বছর আগে রূট ক্যানেল করিয়েছিলাম এখন কয়দিন আগে আবার গর্ত ভরাট এর পর হঠাত আজকে তিব্র ব্যাথা করছে।
    মনে হচ্ছে গোড়া নরবড়ে হয়ে যাচ্ছে।

  • @al_furqaan_1990
    @al_furqaan_1990 Год назад +1

    স্যার! প্রথমে সালাম নিবেন। আমার দাঁতের নিচের সাড়ির ডান পাশের ৪ (চার) নাম্বার দাঁতটিতে আড়াই বছর আগে ব্যাথা শুরু হওয়ার কারনে স্থানীয় দাঁতের ডাক্তার (বি.ডি.এ) পদবীধারী ডাক্তারের কাছে চিকিৎসার জন্য যাই এবং দাঁতের ব্যাথা দূর করতে আনুমানিক চার থেকে পাঁচ মাস সময় লাগে । এই চার পাঁচ মাস সময়ে কয়েকবার স্ক্যান করা হয়, দীর্ঘ সময় এন্টিবায়োটিক খাওয়া হয়, বিভিন্নভাবে ফিলিং করে চেক করা হয়। অতপর ব্যাথা দূরীভুত হলে রুল ক্যানেল করে ক্যাপ পড়ানো হয়।
    উক্ত চিকিৎসার প্রায় দেড় বছর পরে উক্ত দাঁতের গোড়াতে আবার প্রচন্ড ব্যাথা শুরু হয়, দাঁতের গোড়া সহ মুখের একটি সাইড ফুলে যায়। এবারও স্থানীয় একই পদবীযুক্ত ডাক্তারের কাছে চিকিৎসা নিতে যাই, তিনিও ব্যাথা এবং ফোলা দূর করার চিকিৎসা কালিন সময়ের মধ্যে আগের মতোই কয়েকবার স্ক্যান করেন, নিয়মিত ড্রেসিং করেন, দীর্ঘদিন ফ্লুপেন ৫০০mg এবং ফিলমেট ২০০mg দিয়ে চিকিৎসা করান। কিন্তু সমস্যা হলো ব্যাথা সাময়িক ভাবে দূর হয়, আবার যখন ফিলিং দিয়ে টেস্ট করেন, তখন ব্যাথা শুরু হয়ে যায়। এভাবে আজ প্রায় তিন মাস দুদিন যাবৎ নিয়মিত ভাবে চিকিৎসা চলছে কিন্তু দিন শেষে ফলাফল জিরো হয়ে যাচ্ছে। স্ক্যান দেখে উনি যেটা বললেন তা হলো, দাঁতের রুটের নিচে ইনফেকশন হয়েছে কিন্তু সেটা কোনোভাবেই দূর করা যাচ্ছে না। আবার ব্যাথাটাও ঠিক রুটের নিচেই অনুভুত হয়। স্থানীয়ভাবে দীর্ঘদিন চিকিৎসা করাটা আসলে তেমন কোনো সমস্যা ছিলো না, সমস্যাটা হলো সব প্রচেষ্টাটাই ব্যার্থ হয়ে যাচ্ছে!!!
    এর মাঝে ইউটিউব থেকেই দেখলাম, এ ধরনের ইনফেকশন সাইড কেটে বের করে এনে চিকিৎসা করার পদ্ধতিও আছে।
    উক্ত দাঁত এবং তার চিকিৎসা নিয়ে মানসিকভাবে খুবই দুশ্চিন্তার মধ্যে আছি, এ জন্য আপনার সুপরামর্শের জন্য বিশেষভাবে আবেদনপ্রার্থী !!!

  • @shawonislam6302
    @shawonislam6302 2 года назад +2

    জাজাকাল্লাহ

  • @lamiakhanlamiakhan4182
    @lamiakhanlamiakhan4182 2 года назад +2

    Assalamualikum sir..... amer root canal kora date khub betha....x ray report e arce over sale.....apni ki dhaka te treatment koren...ba dhaka te ki apner sember ace??

    • @drarifurrahman
      @drarifurrahman  2 года назад

      Dr. Tariqul Razib
      Chamber- NextDent, 7th Floor Plot -39
      Road -2 Lilyrin Tower, Dhanmondi, Dhaka +8801712029644
      g.co/kgs/yu9NRt

  • @rodelaruddoshi6966
    @rodelaruddoshi6966 11 часов назад

    সবার কমেন্ট দেখে এখন তো আমার ভয় লাগতেছে🥺আমি আমার দুটো দাঁত রুট ক্যানেল + ক্যাব এর কাজ করাচ্ছি গত ৩ দিন হলো,,,,এখন অব্ধি কোনো ব্যথা হয় নি🥹 সবার কমেন্ট দেখে বুঝতে পারলাম রুট ক্যানেল করানোর পরেও নাকি ব্যথা হয়😭 এখন তো ভয় লাগতেছে,এই দাঁতের ব্যথা টা কোনো ভাবেই সহ্য করা যায় না।এতো টাকা খরচ করে যদি আবার সেই ব্যথাই হয় তাহলে উপায় কি🥺

  • @rahamanali7135
    @rahamanali7135 Год назад +1

    Awesome

  • @nabanitasinha6675
    @nabanitasinha6675 Год назад +1

    রুট ক্যানেল এর কাজ শুরু করার প্রথমে কি এনেস্থিসিয়া দেয়া হবে??

  • @TaslimaAkter-ui3hd
    @TaslimaAkter-ui3hd Год назад +7

    আমি দুইটা দাঁত রুট ক্যানেল করিয়েছি।একটা ৩ মাস পর ব্যাথা শুরু হইছে এক্সরে করার পর দুইটাই সমস্যা দেখা দিয়েছিলো।ডাক্তার একটা পুনরায় কাজ করে দিয়েছে আরেকটা দেয় নি।এখন আমার প্রেগন্যান্সির ৯ মাস শেষের দিকে ১০ মাসে পরবে ৫ দিন এমন দাঁতে ব্যথা আমি পাগল হয়ে যাচ্ছি।এখন কি করবো কোনে মেডিসিন কি নিতে পারবো

  • @julemarma3880
    @julemarma3880 Год назад +1

    স্যার আমি তিন মাস হল রুট ক্যানেল করছি এখন ঠান্ডা বা গরম পানি কেলে শিরশির করে হালকা ব্যাতা করে তার করিনয় কি যদি বলতেন

  • @khorshed967
    @khorshed967 Год назад

    Wisdom tooth extraction korle ki eye vision kome jay

  • @SadikurRahman-jn5jc
    @SadikurRahman-jn5jc День назад

    রুট ক্যানেল করা দাঁত দিয়ে গরম কিছু খেলে ব্যাথা অনুভব হয় । তবে ঠান্ডা কিছু খেলে ব্যাথা অনুভব হয় না।

  • @mrinmoyeemanna5073
    @mrinmoyeemanna5073 2 года назад +1

    স্যার আমার রুট ক্যানেল করার ১ মাস পর
    আবার ব্যাথা র যন্ত্রণা হচ্ছে র ফুলে গেছে....kichhu antibiotic course korechhi tao komeni..

  • @sahariarrahat8861
    @sahariarrahat8861 10 месяцев назад

    Sir, Dentist ra all teeth er X ray dei na kno? Ami kon teeth e beta identify korte pari na..

  • @hkrajonasif4065
    @hkrajonasif4065 10 месяцев назад

    alhamdulillah1 year hoye gece root canal valo aci onek 7:06

  • @abdullahbasfar8502
    @abdullahbasfar8502 2 года назад +6

    আজকে থেকে রূট ক্যালেনের চিকিৎসা নিচ্ছি কিন্তু এখন প্রচন্ড ব্যাথা হচ্ছে এখন কি করবো। প্লিজ বলেন স্যার

    • @sumisarker2719
      @sumisarker2719 Год назад

      Bhaiya Ami o treatment neoya suru korechi. Ei betha houya taa ki normal naki bhoyer kichu??

    • @MdForhad-ok8nu
      @MdForhad-ok8nu 5 месяцев назад

      Same

  • @SurazSiddiqui
    @SurazSiddiqui Месяц назад

    sir amr daat a root canal kora ache kintu x ray kore dekha jacche fulfil purno hoynai ekhon ki kora uchit ekhono betha koreni

  • @ovijitbarua5451
    @ovijitbarua5451 2 года назад

    স্যার আমি রুট ক্যানেল করার পর আমি ক্যাপ পড়িয়ে নিয়েছিলাম,সমম্যা হলো আমার ক্যাপ পড়ানেোর পর খাবার আটকাচ্ছে, আটকালে ও সমস্যা না, ফ্লস করছি,বাট যেখানে ফ্লস করছি সেখানে খাবার দাতে চিবানোর সময় প্রেসার পড়ে মাড়ি ব্যাথা হচ্ছে,অর্থাত ক্যাপ পড়ানো দাঁত সাতে এর পাশে লাগোয় একটা দাঁত আছে, এ দু দাঁতের মাঝখানে খাবার আটকাচ্ছে এন্ড মাড়িকে প্রেসার দেই ফলে মাড়ি খুব ব্যাথা হয়,বলে রাখি মাড়ি পুরোটা ব্যাথা নয়,শুধু যে জায়গায় খাবার গিয়ে মাড়িকে হিট করে সে জায়গায় ব্যাথা হচ্ছ,ইভেন কোন কিছু চিবিয়ে খাওয়ার পর এ জায়গাতে কাবার গিয়ে পোঁছে এন্ড সাথেই ওটাকে হিট করে ফেলে।এটার থেকে কিভাবে মুক্ত হবো,দয়া করে যদি বলতেন স্যার😔

  • @soumikroy8985
    @soumikroy8985 25 дней назад

    স্যার আমার সমনে একটা দাঁত রুট ক্যানেল করার পরে ক্যাপ করেছি এখন আমার ক্যাপ করার দাঁতটির পাশের দুটি দাতে সমস্যা দেখা দিয়েছে।এক্স করে জানতে পারলাম ইনফেকশন হয়েছে করনীয় কি জানাবেন?

  • @mushfqurrahman8488
    @mushfqurrahman8488 2 года назад +4

    স্যার সালাম নিবেন।রুট ক্যানেলের খরচ কেমন??

    • @bobmarley9628
      @bobmarley9628 3 месяца назад

      ক্যাপ সহ ৬০০০ টাকা

  • @AbubakarSiddique-s3o
    @AbubakarSiddique-s3o 4 месяца назад

    Amar dat e rutkenel kora hoisy 10 12 din xry ty sob thik ase tobuo dat e betha,ekhon dakter boly dat fely dity hobe..ki koronio...janaben plzz....

  • @JannatAmira-k4e
    @JannatAmira-k4e Год назад

    Roodcanel korar por er pase mari pule betha krtese and blood portese ki krbo blben plz

  • @OnnishaArefin-u8n
    @OnnishaArefin-u8n 3 месяца назад

    Assalamualaikum sir! Apni kothay boshen?

  • @rionabir6556
    @rionabir6556 9 месяцев назад

    ৩বছর পর অনেক ব্যথা করছে এত ব্যথা যে মাথা চোখ সহ ব্যথা এমনকি ভাল দাত গুলা ও ব্যথা

  • @OralHealthWithDrSharmeenZaman
    @OralHealthWithDrSharmeenZaman 3 года назад

    Best wishes

  • @annaewshaEsuGaming
    @annaewshaEsuGaming 4 месяца назад

    স্যার আমি সম্পুর্ণ ভালো ভাবে রুট কেনেল করতে চাই আপনার চেম্বার কোথায় বলেন।

  • @mrlogic873
    @mrlogic873 Год назад +1

    ibn sina, badda center a, Dr. Mubesshirul sir er kase root canl kore cap kore niyesi... Ato valo vabe sir koresen monei hoi na amr Dat a ato somossa silo, akhon savabik sob khabar o khete pari.

    • @trendzbang
      @trendzbang 6 месяцев назад

      ভাইয়া আপনার নাম্বারটা পেতে পারি❤
      অগ্রীম ধন্যবাদ 🙏

  • @sultana6538
    @sultana6538 3 года назад

    Root canal treatment a khoroc koto hobe. Sir ? আমার একটা আক্কেল দাঁতের সামান্য একটু আছে সেটা কি না উঠিয়ে রুট ক্যানেল করা যাবে? ক্যাপ বসানো যাবে? একটু দ্রুত উত্তর দিবেন দয়া করে?

    • @drarifurrahman
      @drarifurrahman  3 года назад

      সামান্য একটু থাকলে অনেক ক্ষেত্রে স্বাভাবিক দাতেও রুট ক্যানেল করা যায় না , আপনার আক্কেলদাঁত সম্ভবত ফেলে দিতে হবে।
      √ব্যথা, ইনফেকশন, মজ্জা আক্রান্ত হলে দাঁতের যে চিকিৎসা করে ব্যথামুক্ত করে রাখা হয় - রুট ক্যানেল চিকিৎসার বিস্তারিত ruclips.net/video/uvoNjdi8tzM/видео.html
      √একদিনে কিভাবে আমরা রুট ক্যানেল চিকিৎসা করি জানতে ruclips.net/video/Vt3NTO0lAVs/видео.html

  • @AsmaKhatun-mw9bi
    @AsmaKhatun-mw9bi 2 года назад +4

    স্যার আমি ভালো ডাক্তারের কাছে থেকে দেখাইছি আমার কোন সমস্যা হয়নি রুট ক্যানেল করার পর কিন্তু অনেক মাস হয়েছে‌ এখন ব্যাথা হয়েছে হঠাৎ কি করবো আমি বুঝছি না

    • @ibrahimibu6321
      @ibrahimibu6321 Год назад

      সমাধান পেয়েছেন??

    • @AsmaKhatun-mw9bi
      @AsmaKhatun-mw9bi Год назад

      @@ibrahimibu6321 না ডাক্তারের কাছে যাইনি

  • @Ishikajannatblogs
    @Ishikajannatblogs 10 месяцев назад

    Ami root canel korechi valo jaegae duibar kore re r ct kora hoeche but betha jaena kno, dr bole neurological pain

  • @sadiasobhansara2805
    @sadiasobhansara2805 2 года назад

    রুট ক্যানেল করার পর দিন থেকেই মাড়ি তে ব্যথা হচ্ছে। কখনো বেশি, কখনো কম।

  • @drmdrafiqulislam7751
    @drmdrafiqulislam7751 3 месяца назад

    Nice

  • @SouravBiswas-yb3vv
    @SouravBiswas-yb3vv 7 месяцев назад

    Sir bochor khanik hola roat canel kora cap lagaichelam.kisudin aga new cap lagaichelam.akhon cha khaila hotat batha hoy .akhon ki kora jai sir?please ans korban?

  • @fghhf8579
    @fghhf8579 3 месяца назад

    স্যার আমার সামনের চারটা দাঁত ক্যাপ করেছি দাঁতে অনেক ব্যথা, ডাক্তার বলছে সব কিছু সেরে যাবে কিন্তু ব্যথা সারেনি, কিছু খাইতে পারি নাহ, অনেক অশস্তি লাগে, তার করণীয় একটু বলে দেন স্যার🙏

  • @muttalibsharmin2799
    @muttalibsharmin2799 Год назад +1

    আসসালামু আলাইকুম স্যার
    আপনার চেম্বার কোথায়?
    ঠিকানা টা দিলে উপকৃত হতাম

  • @tamzidplayseverything
    @tamzidplayseverything Год назад

    Assalamualaikum
    Amr date cap porano hoiche 13 year, kisu mas jaboth majhe majhe pain hoto. Kintu akn 3/4 din jaboth continue pain kore.. Khub pain kisu khaoa to durer kotha kothai bolte parchina..to akn ki kora jay plzz janan

    • @drarifurrahman
      @drarifurrahman  Год назад

      চিকিৎসক দেখান, এক্স রে করে দেখতে হবে সমস্যা কোথায়

  • @sumonsarker5562
    @sumonsarker5562 2 года назад

    Asselamualikum. Kmon acen? Sir ami dakhe jurian postokhola thaki apner satha dakhe korbo kintu ki vabe aktu bolben doya kore

    • @drarifurrahman
      @drarifurrahman  2 года назад

      *Holy Dental Care*
      Niloy 14 (2nd floor), Chowhatta, Sylhet
      (Beside ABC Diagnostic & Above Pioneer Dental X-ray)
      ☎ / whatsapp +8801970790020
      Like us for more update facebook.com/holydental/

  • @298monir
    @298monir 2 года назад

    স্যার আমি ৫ বছর আগে রুট ক্যানেল করেছি। ক্যাপ লাগিয়েছি। আমার ঘুম কম হলে ওই দাতে অসস্থি লাগে। সাথে চোখে ব্যাথা অনুভুত হয়। কপালে ও মাথার একপাশে ব্যাথা অনুভুত হয়। এক নাগাড়ে কয়েকদিন ঘুমের সমস্যার কারনে অসস্থি বেড়ে যায়। তখন মনে দাত তুলে ফেলি।
    একবার ওই ডাক্তার কে দেখিয়েছি। উনি বললেন দাতে ভিতরে ময়লা হয়েছে। এর পর ইন্টার ডেন্টার ব্রাশ দিয়েছেন। দাতের ভিতরের পাশে একটা পকেট হয়েছে বললো। এরপর পরিস্কার করে ওষধ দিয়েছেন।
    কিন্তু আমার চাকরি জনিত কারনে নাইট ডিউটি করা লাগে।তখন বেশি অসস্থি লাগে৷
    দয়া করে পরামর্শ দিবেন।

  • @shamimaahmed8214
    @shamimaahmed8214 3 года назад

    আসসালামু আলাইকুম, স্যার একটা পরামর্শ চাই -মুখের স্কিনে কোন ক্রিম ইউজের ফলে মুখের ভিতরে গালের রগফোলা(ব্যথা যুক্ত) বা জিহবায় কোন ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে কি-না থাকলে সমাধান, প্লিজ।

  • @rhhridoy7116
    @rhhridoy7116 2 года назад

    রুট ক্যানেল করেছি এক মাস হয়।যে দাতে রুট ক্যানেল করা হয়েছে ওই দাতের মাড়িতে ব্যাথা আর মারি ফুলে গেছে ।কি কারণে এমন হতে পারে?এখন আমার করণীয় কি?

  • @ranjanmoitra1800
    @ranjanmoitra1800 Год назад

    অনেক ধন্যবাদ স্যার। আপনি কোথায় বসেন? প্রয়োজনে কিভাবে যোগাযোগ করবো?