Boal Machher Bori Begun-er Jhol | বোয়াল মাছের বড়ি বেগুনের ঝোল

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 сен 2024
  • ॥মায়ের হাতের বোয়াল মাছের বড়ি বেগুনের ঝোল॥
    Ingredients:
    Boal / Wallago Fish - 5 steaks
    Cut the potatoes into long pieces,
    Cut the eggplant into long pieces too,
    According to the amount of salt,
    Turmeric powder,
    Mustard oil,
    dried lentil dumplings,
    1 teaspoon of asafoetida,
    1-1.5 teaspoons of red chilli powder,
    1-1.5 teaspoons of five-spice mix,
    4-5 green chilies
    রানাঘাটের সে শৈশবের দিনগুলি ভুলবো কেমন করে? যে রূপকথার জগৎ সৃষ্ট হয়েছিল আমার মনে সে খোলা আকাশের তলায় মাঠেঘাটে, রানা ডাকাতের পুকুরে, নার্সারি ইস্কুলে, শিয়ালের ডাক ভাসা রাতে আর শিশিরভেজা ভোরে, তা পাথেয় হয়ে থাকবে চিরকাল। তেমনই মনে প্রদীপের আলোর মতো জেগে থাকবে সেখানে মায়ের হাতে রান্না করা একের পর এক মাছের অনবদ্য পদগুলি। আজ ধরা থাক তাদেরই মধ্যে একটি পদ। বড় কাছের, বড় ভালোবাসার।

Комментарии • 77

  • @AditiChattopadhyay-es8sy
    @AditiChattopadhyay-es8sy 4 месяца назад +8

    অসাধারণ রান্না সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু আজ তোমার বলা গল্প শুনে বড়ো মনকেমন করছে। তোমার গল্প আমাদের ছেলেবেলা ফিরিয়ে দেয় বারবার আর এখানেই তুমি সকলের মন ছুঁয়ে যাও সবসময়। আজকের পর্ব কতটা ভালো লাগলো তা বলার ভাষা আমার জানা নেই। তবে একথা বিশ্বাস করি যে আমরা বারবার সমৃদ্ধ হচ্ছি এবং ভবিষ্যতেও ঠিক একই ভাবে সমৃদ্ধ হবো।।

  • @jayatimitra4756
    @jayatimitra4756 4 месяца назад +3

    এক কথায় অনবদ্য।আঃহা কবে যে আপনার হাতের রান্না খেতে পারবো জানি না।আর গল্পটি ও খুব সুন্দর।

  • @sadequa1
    @sadequa1 4 месяца назад +3

    আগেই emotional করে দিলে বাবা। দেখব কি করে সব যে ঝাপসা।
    এ তো আমাদের সবার জীবনের গল্প।

  • @ritanathkeshari9575
    @ritanathkeshari9575 4 месяца назад +1

    Beautiful reminiscences of your childhood years. Brought tears to my eyes.

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 месяца назад

      সত্যিই জানিনা এ ভালোবাসা ও স্বীকৃতির যোগ্য কি না আমরা। শুধু জানি, চেষ্টা করছি শিকড়ে ফেরবার। জানি যে সে শিকড় ভুলে যাওয়া আত্মবিস্মৃতির অপর নাম। যে রক্ত আপনার আমার ধমনীতে বয়ে চলেছে অবিরত, তা আমাদের মা ঠাকুমা দিদিমা ও অন্যান্য অনেক ভালোবাসার মানুষের যত্নে আদরে মুখে তুলে দেওয়া খাবারের ফসল। তা বাঁচিয়ে রাখবার দায় আমার আপনার সবার। তাই অনুরোধ রাখবো, সবার মধ্যে ছড়িয়ে দিন এ ঐতিহ্য। সব আত্মীয় বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নীচে রাখা রইলো চ্যানেলের লিঙ্ক। 🙏🏻🙏🏻🙏🏻
      m.ruclips.net/user/lostandrarerecipes

  • @sayantinandi3627
    @sayantinandi3627 4 месяца назад

    Ami aajke banalam…simply superb…eto alpo ingredients diye eto tasty khete hoi…eta nije baniye na khele biswas i kora jaina…thank you once again 🙏😊

  • @soumyadasguptaofficial5376
    @soumyadasguptaofficial5376 4 месяца назад +3

    আর একটা কথা না বলেই পারলাম না। শেওড়া গাছের পেত্নীর গল্প গুলো যেমন অসাধারণ ঠিক সেইরকম অসাধারণ রান্নার রেসিপির সাথে পিছনের বিজিএম ও অসাধারণ। আপনার মিউজিক চয়ন এর মাধ্যমে বোঝা যায় আপনার পারিবারিক শিক্ষা ও রুচিশীলতা। মানতেই হবে আপনার শরীরে নীল রক্তের ধারা প্রবহমান। এখানেই অন্যান্য সব রান্নার চ্যানেলের থেকে আপনার চ্যানেলের পার্থক্য। সত্যিই অ সা ধা র ণ...........

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 месяца назад

      রান্না ও গল্প ও উপস্থাপনা আমার ঠিকই, কিন্তু সম্পাদনা, আবহ ও আমাদের শো ডিজ়াইন করে আমার বন্ধু তথা পরিচালক অমিত ঘোষ দস্তিদার। এ প্রশংসা ও ভালোবাসা পুরোপুরি ওরই প্রাপ্য। ধন্যবাদ জানানোর ভাষা নেই। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। খুব আনন্দ পাবো। নীচে রাখা রইলো চ্যানেলের লিঙ্ক।
      m.ruclips.net/user/lostandrarerecipes

    • @soumyadasguptaofficial5376
      @soumyadasguptaofficial5376 4 месяца назад

      @@LostandRareRecipes আছি তো....অমিত ঘোষ দস্তিদার মহাশয় কে আমার নমস্কার অভিনন্দন জানাবেন

  • @chutuduttagupta7485
    @chutuduttagupta7485 Месяц назад

    Atto bhalo lage apnar ranna. Amra anondo kore grohon kori. Thank you so much.

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  Месяц назад

      অজস্র ধন্যবাদ। এ সিরিজ়টি বড় যত্নে করা, বড় মনের কাছের। আপনাদের এইসব কমেন্ট পেলে মনে হয়, ঠিক পথেই চলেছি। সঙ্গে আপনাদের পেয়ে ধন্য। কিন্তু এ ঐতিহ্য বাঁচাতে রাখবার দায়িত্ত্ব যতখানি আমার, ততখানি আপনাদেরও। কারণ এ পথে আমার সঙ্গী আপনারা। তাই যদি ভালো লাগে, শেয়ার করবেন আর সবাইকে জানাবেন আমাদের কথা। এভাবেই আরও মানুষ খুঁজে পাবেন এইসব হারানো রান্না ও বেঁচে থাকবে আমাদের সংস্কৃতি। নীচে রাখা রইলো আমাদের লিঙ্ক।
      m.ruclips.net/user/lostandrarerecipes

  • @sanyuktachakraborty6228
    @sanyuktachakraborty6228 4 месяца назад +1

    Oshadharon ranna.

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 месяца назад

      সত্যিই জানিনা এ ভালোবাসা ও স্বীকৃতির যোগ্য কি না আমরা। শুধু জানি, চেষ্টা করছি শিকড়ে ফেরবার। জানি যে সে শিকড় ভুলে যাওয়া আত্মবিস্মৃতির অপর নাম। যে রক্ত আপনার আমার ধমনীতে বয়ে চলেছে অবিরত, তা আমাদের মা ঠাকুমা দিদিমা ও অন্যান্য অনেক ভালোবাসার মানুষের যত্নে আদরে মুখে তুলে দেওয়া খাবারের ফসল। তা বাঁচিয়ে রাখবার দায় আমার আপনার সবার। তাই অনুরোধ রাখবো, সবার মধ্যে ছড়িয়ে দিন এ ঐতিহ্য। সব আত্মীয় বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নীচে রাখা রইলো চ্যানেলের লিঙ্ক। 🙏🏻🙏🏻🙏🏻
      m.ruclips.net/user/lostandrarerecipes

  • @manojsinha9959
    @manojsinha9959 4 месяца назад +1

    Your presentation is great. I always like. I don’t know Bengali but I know food. You speak like a writer.❤

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 месяца назад

      This is one of the most rewarding messages that I have received till date. Despite not knowing the language you find my presentation like a writer? What else could be a greater compliment? Stay with us 🙏🏻🙏🏻🙏🏻

  • @sanjoysarkar1862
    @sanjoysarkar1862 4 месяца назад +1

    অনেক ধন্যবাদ আপনাকে কথা রেখে বোয়াল মাছের পদ রাখার জন্য। আরো অনেক নতুন ও চমৎকার রান্নার রেসিপি র জন্য। আপনার উপস্থাপনা খুব মনোগ্রাহী।🎉❤

  • @sikhabanerjee5707
    @sikhabanerjee5707 4 месяца назад +1

    Darun darun❤

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 месяца назад

      অনেক ধন্যবাদ।নীচে রাখা রইলো আমাদের চ্যানেলের লিঙ্ক। এটিতে ক্লিক করলেই পৌঁছে যাবেন চ্যানেলে। যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। 🙏🏻🙏🏻🙏🏻
      m.ruclips.net/user/lostandrarerecipes

  • @chhandabhattacharjee1408
    @chhandabhattacharjee1408 4 месяца назад +2

    Khub bhalo একটা রেসিপি।

  • @sharmisthamukherjee8572
    @sharmisthamukherjee8572 4 месяца назад +1

    Fatafati❤❤❤❤❤❤❤

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 месяца назад

      এই শুভকামনা আমার পাথেয় হোক। প্রার্থনা করবেন, যে কাজ ভালোবেসে করছি আগামীর স্বার্থে, যেন সবিনয়ে মাথা নত করে তা করে চলতে পারি। সঙ্গে থাকবেন ও প্রিয়জনদের জানাবেন আমাদের কথা। 🙏🏻🙏🏻🙏🏻

  • @Rainbow_Kitchen
    @Rainbow_Kitchen 4 месяца назад +2

    অসাধারণ রান্না শিখলাম👌👌👌

  • @mitalibhattacharjee1840
    @mitalibhattacharjee1840 4 месяца назад +1

    আমি বুয়াল মাছ সর্ষে পোস্ত দই দিয়ে মেখে রান্না করেছি এবারে নিশ্চই আপনার শেখানো রান্নাটা করবো🙏🙏

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 месяца назад

      অনেক ধন্যবাদ।নীচে রাখা রইলো আমাদের চ্যানেলের লিঙ্ক। এটিতে ক্লিক করলেই পৌঁছে যাবেন চ্যানেলে। যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। 🙏🏻🙏🏻🙏🏻
      m.ruclips.net/user/lostandrarerecipes

  • @debarati1315
    @debarati1315 4 месяца назад +1

    Daarun Sir...Aar bori toh amar favrt...❤❤❤... tht mks this recipe closer to my heart...yummm...❤❤❤🥲🥲🥲🥲🙏🙏🙏

  • @reenamajumder5225
    @reenamajumder5225 4 месяца назад +1

    Khooob khoob sundore holo ..ghare boyal aachey ,kaal e korbo ..👍🏼 thank u dada 🙏🏼

  • @snehasett1847
    @snehasett1847 4 месяца назад +1

    👍👍

  • @setuskitchenworld
    @setuskitchenworld 4 месяца назад +1

    ভালো লাগলো ❤

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 месяца назад

      অনেক ধন্যবাদ।নীচে রাখা রইলো আমাদের চ্যানেলের লিঙ্ক। এটিতে ক্লিক করলেই পৌঁছে যাবেন চ্যানেলে। যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। 🙏🏻🙏🏻🙏🏻
      m.ruclips.net/user/lostandrarerecipes

  • @spiderwowmom4657
    @spiderwowmom4657 4 месяца назад

    অপূর্ব।

  • @swapnanilkar4786
    @swapnanilkar4786 4 месяца назад +1

    Boro e sundor o opurbo chomotkar suswadu ekti ranna shikhlam. 🙂😊.

  • @bukudattadatta955
    @bukudattadatta955 4 месяца назад +1

    Love your recipes.thankyou

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 месяца назад

      সত্যিই জানিনা এ ভালোবাসা ও স্বীকৃতির যোগ্য কি না আমরা। শুধু জানি, চেষ্টা করছি শিকড়ে ফেরবার। জানি যে সে শিকড় ভুলে যাওয়া আত্মবিস্মৃতির অপর নাম। যে রক্ত আপনার আমার ধমনীতে বয়ে চলেছে অবিরত, তা আমাদের মা ঠাকুমা দিদিমা ও অন্যান্য অনেক ভালোবাসার মানুষের যত্নে আদরে মুখে তুলে দেওয়া খাবারের ফসল। তা বাঁচিয়ে রাখবার দায় আমার আপনার সবার। তাই অনুরোধ রাখবো, সবার মধ্যে ছড়িয়ে দিন এ ঐতিহ্য। সব আত্মীয় বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নীচে রাখা রইলো চ্যানেলের লিঙ্ক। 🙏🏻🙏🏻🙏🏻
      m.ruclips.net/user/lostandrarerecipes

  • @sarmishthabhattacharjee4616
    @sarmishthabhattacharjee4616 4 месяца назад +1

    কত সহজ..... অথচ কতো ও সুন্দর 👌👌

  • @tamoghnaandsatatapanandi2963
    @tamoghnaandsatatapanandi2963 4 месяца назад +1

    Khub valo recipe. Eta ki hing chara banano jay? Amar hing khaowa baron ache

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 месяца назад

      হিং না হয় দেবেন না। সেক্ষেত্রে শেষে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে পাঁচফোড়ন রান্নার ওপর ছড়িয়ে দেবেন। ভালো হবে। 🙏🏻🙏🏻🙏🏻

  • @chandac9763
    @chandac9763 4 месяца назад +1

    Hello sir your Boal Machharjoal too tasty and you also rock

  • @ranjanchakraborty6283
    @ranjanchakraborty6283 4 месяца назад

    🙏 নমস্কার , স্যর । শুভ নববর্ষ , ১৪৩১এর শুভকামনা জানাই 💐🙏
    স্যর , আপনার আরেকটি অনবদ্য শিল্পকর্ম "ঢাকাই মাছ" দেখলাম আজকে ।
    এটা দেখে এমনই আরেকটি শিল্পসৃষ্টির কথা মনে পড়ে গেল । তবে সেইটি কিন্তু ঋতু-নির্ভর শিল্পকর্ম ছিলো ।
    সেটিরও পদ্ধতি একেবারেই ঢাকাই মাছের মতোই , পার্থক্য কেবলমাত্র উপকরণে ।
    প্রধান উপকরণ অবশ্যই বড়ো মাছ(আমি যেটা খেয়েছিলাম , সেটা ছিলো রুইমাছ) । তার সাথে ছিলো -- সাদা আর লাল সর্ষে একসঙ্গে বাটা , রসুন বাটা , আদা বাটা , কাশ্মিরী লঙ্কা গুঁড়ো , কাঁচা লঙ্কা (চেরা আর বাটা) , একই রকম বেশি পরিমাণে সর্ষের তেল , হলুদ গুঁড়ো , সামান্য চিনি , স্বাদ মতো নুন আর সবথেকে যেটা গুরুত্বপূর্ণ এই রান্নাতে , সেটা হলো কাঁচা আম বাটা ।
    কিন্তু রান্নার পদ্ধতি একেবারে এক - ঢাকাই মাছের মতো !
    যিনি এই অপূর্ব শিল্পটি সৃষ্টি করেছিলেন , তিনিও পূর্ববঙ্গের মেয়ে ছিলেন । 🙏

  • @writughosh4224
    @writughosh4224 4 месяца назад +1

    অনবদ্য 👌🏻দারুন 🙏🏻

  • @samparoychowdhury3023
    @samparoychowdhury3023 4 месяца назад

    আমার মা শীতকালে এই রান্না টি করতেন রাতে, পরদিন বাসি বোয়াল মাছের বড়ি বেগুনের ঝোল দিয়ে গরম ভাত, অসাধারণ টেসট।

  • @daliashome7389
    @daliashome7389 4 месяца назад +1

    অপূর্ব...... দাদা,

  • @swarupmondal9055
    @swarupmondal9055 4 месяца назад +1

    Khub sundor uposthapona apnar tar sathe eto sudor othocho sohoj ranaar podhotti....asa kori swad o oti monograhi hobe.
    Apnar recipe anujayi Madhupurer haser dim korechi.... darun hoyeche....tobe ekta chotto byatikrom...haser bodole dim ta poltri chilo tao fatafati.😊😂🙏

  • @sumitchatterjee7980
    @sumitchatterjee7980 4 месяца назад +1

    অপূর্ব রান্না। গিন্নিকে বলবো করতে। আমি ঘটি, কিন্তু গিন্নি পূর্ববঙ্গের।
    শ্যাওড়া গাছে সত্যি শাকচ্চুন্নিকে পা ঝুলিয়ে বসে থাকতে দেখেছেন! 😮

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 месяца назад

      ওই যে বলেছি প্রথমেই, কল্পনার পাখি ডানা মেললে সে উড়ান বাধা পেতো না একটুকুও! সে শাড়িই যে মনে মনে হয়ে উঠতো পা ঝোলানো শাকচুন্নি!
      অনেক ধন্যবাদ।নীচে রাখা রইলো আমাদের চ্যানেলের লিঙ্ক। এটিতে ক্লিক করলেই পৌঁছে যাবেন চ্যানেলে। যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। 🙏🏻🙏🏻🙏🏻
      m.ruclips.net/user/lostandrarerecipes

  • @HumayraRannaRecipe
    @HumayraRannaRecipe 4 месяца назад +1

    অসাধারণ সুস্বাদু রেসিপি অনেক ভালো লাগলো

  • @subhasishbhattacharjee7257
    @subhasishbhattacharjee7257 4 месяца назад +1

    Just ❤❤❤❤❤❤

  • @khairunnahar7871
    @khairunnahar7871 4 месяца назад +1

    আরে এটা তো আমাদের দেশের রান্না!আমাদের দেশের সিলেটের হাওরের বোয়াল মাছ পৃথিবীর মধ্যে সেরা।

  • @user-tl3ht4zo4z
    @user-tl3ht4zo4z 4 месяца назад +1

    Darun recipe Ayre ba pabda macheo bhalo lage🎉

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 месяца назад

      একদম সঠিক। খুব ভালো লাগে। 🙏🏻🙏🏻🙏🏻

  • @minaghosh4538
    @minaghosh4538 4 месяца назад +1

    Khub sunder Boal macher jhol

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 месяца назад

      অনেক ধন্যবাদ।নীচে রাখা রইলো আমাদের চ্যানেলের লিঙ্ক। এটিতে ক্লিক করলেই পৌঁছে যাবেন চ্যানেলে। যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। 🙏🏻🙏🏻🙏🏻
      m.ruclips.net/user/lostandrarerecipes

  • @debapomdas5895
    @debapomdas5895 4 месяца назад

    আমি কৃষ্ণনগরবাসী কিন্তু রানাঘাটের চূর্ণী আমার প্রিয় নদী

  • @poulamiray2323
    @poulamiray2323 4 месяца назад +1

    my favrte usa te bose paina

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 месяца назад

      পরবাসের বেদনা। মন খারাপ হলো। কলকাতায় আসলে যোগাযোগ করবেন।
      অনেক ধন্যবাদ।নীচে রাখা রইলো আমাদের চ্যানেলের লিঙ্ক। এটিতে ক্লিক করলেই পৌঁছে যাবেন চ্যানেলে। যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। 🙏🏻🙏🏻🙏🏻
      m.ruclips.net/user/lostandrarerecipes

  • @scifistreamio6329
    @scifistreamio6329 4 месяца назад

    video shuru korei Like botam press korlam. BOWAL MY PHEBARIT

  • @suronjonamaya8654
    @suronjonamaya8654 4 месяца назад

    আপনি তো বেশ ক'বার বাংলাদেশ এসেছেন। একবার বর্ষায় সিলেটে আসুন। আমন্ত্রণ জানালাম। হাওড়, নদীর টাটকা ছোট, বড় মাছ খাওয়াবো। কথা দিলাম।

  • @papiabhattacharyya7325
    @papiabhattacharyya7325 4 месяца назад +1

    ei ta amar maa koren

  • @user-mj8fw9bz8l
    @user-mj8fw9bz8l 4 месяца назад +1

    Bori jol e dile panshe lagbe. Tar chey macher jhol e futiye nile norom o hobe ar jhol er shaad o thakbe borite

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 месяца назад +1

      একবার করেই দেখুন না পানসে লাগে কি না।

  • @mohuabhattacharya3942
    @mohuabhattacharya3942 4 месяца назад

    Eta onnyo mach diye Kora jabe ?

  • @sakarsen3646
    @sakarsen3646 4 месяца назад

    গড় মাছের রেসিপিটি দি লে ভালো লাগবে।

    • @sakarsen3646
      @sakarsen3646 4 месяца назад

      আড়মাছের রেসিপি দেবেন।

  • @chutuduttagupta7485
    @chutuduttagupta7485 Месяц назад

    Apnar rannate unnecessary onion use koren na seta bes bhalo lage.

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  Месяц назад

      অজস্র ধন্যবাদ। এ সিরিজ়টি বড় যত্নে করা, বড় মনের কাছের। আপনাদের এইসব কমেন্ট পেলে মনে হয়, ঠিক পথেই চলেছি। সঙ্গে আপনাদের পেয়ে ধন্য। কিন্তু এ ঐতিহ্য বাঁচাতে রাখবার দায়িত্ত্ব যতখানি আমার, ততখানি আপনাদেরও। কারণ এ পথে আমার সঙ্গী আপনারা। তাই যদি ভালো লাগে, শেয়ার করবেন আর সবাইকে জানাবেন আমাদের কথা। এভাবেই আরও মানুষ খুঁজে পাবেন এইসব হারানো রান্না ও বেঁচে থাকবে আমাদের সংস্কৃতি। নীচে রাখা রইলো আমাদের লিঙ্ক।
      m.ruclips.net/user/lostandrarerecipes

  • @user-uu2ht1mw4b
    @user-uu2ht1mw4b 4 месяца назад +1

    1st comment plz ......

  • @bananer3679
    @bananer3679 4 месяца назад +1

    Too much oil . Bad for health. Plz less oil . Thanks

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 месяца назад

      You could use oil as per your taste and preference.but be with us. Try the recipes at home. Do let us know how they turn out to be. 🙏🏻🙏🏻🙏🏻

  • @rosysaha7267
    @rosysaha7267 4 месяца назад

    Valo laglo na

  • @subhranilbose
    @subhranilbose 4 месяца назад

    Eta ki lost recipe er moddhe pore?bojhai jachche apnader content r beshi nei....😂

    • @mitalisahana859
      @mitalisahana859 4 месяца назад

      Sir,try not to criticize ,but to encourage everyone. Namaskar

    • @amitghoshdastidar
      @amitghoshdastidar 4 месяца назад

      I guess you missed the word “Rare”. This generation is learning from this channel Sir. We not only present Lost but Rare recipes as well which are not practised in most of the households. We would be very happy if you appreciate the fact that this archive is meant for the current and the generations to come. Probably your offsprings are unaware of these recipes. You and us won’t be around but we take an effort to leave these for them