সেন্ট মার্টিনের ছেঁড়া দ্বীপ হোন্ডায় || Day 2 in Magical Island St. Martin | Coral Island, Bangladesh
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- দারুচিনি দ্বীপে দ্বিতীয় দিন আমাদের।আমরা থেকেছি হোটেল অবকাশে। ছিলাম দুই দিন এক রাত। আজ মটর সাইকেল ভাড়া করে ছেঁড়া দ্বীপ যাচ্ছি জামাই বউ। Drone video অনেক সুন্দর হয়েছে। আশা করি আমাদের St. Martine Island এর শেষ দিনের এই ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে।
ভ্যালেন্টাইন ডে', বিশ্ব ভালবাসা দিবসের শুভেচ্ছা সবাইকে।
Millenia ago, the island used to be an extension of the Teknaf peninsula, but at a later time some portion of this peninsula got submerged and thus the southernmost part of the aforementioned peninsula became an island, and was disconnected from the Bangladesh mainland. The first settlement started 250 years ago by Arabian sailors who named the island 'Jazeera'. During British occupation the island was named after the then Deputy Commissioner of Chittagong Mr. Martin as St. Martin Island.The local names of the island are "Narikel jinjira" which means 'Coconut Island', and "Daruchini Dwip" which means "Cinnamon island". It is the only coral island in Bangladesh.
St. Martin's Island (Bengali: সেন্ট মার্টিন্স দ্বীপ) is a small island (area only 36 km2) in the northeastern part of the Bay of Bengal, about 9 km south of the tip of the Cox's Bazar-Teknaf peninsula, and forming the southernmost part of Bangladesh. There is a small adjoining island that is separated at high tide, called Chera Dwip. It is about 8 kilometres (5 miles) west of the northwest coast of Myanmar, at the mouth of the Naf River.
My other video playlists:
কিভাবে আমেরিকা যাবেনঃ
• কিভাবে আমেরিকা যাবেন। ...
ফ্লোরিডা, আরেক বাংলাদেশঃ
• ফ্লোরিডা, আরেক বাংলাদে...
আমেরিকার দিনরাত্রিঃ
• আমেরিকার দিন রাত্রি ||...
কানাডা অ্যাডভেনচারঃ
• কানাডা অ্যাডভেঞ্চার ||...
ভূস্বর্গ বাংলাদেশ || Beautiful Bangladesh Tour
• ভূস্বর্গ বাংলাদেশ || B...
রান্নার রেসিপিঃ Recipe playlist:
• রান্নার রেসিপি || RECIPE
Mohammed Al-Farook
Jamai Bou Production
AdventureTube21@gmail.com
#jamaibou #adventureTube #Bangladesh
অনেক বার সেন্টমার্টিনের ভিডিও দেখেছি কিন্তু এত সুন্দর করে কেউ দেখায় না! ধন্যবাদ এত সুন্দর করে বাংলার রুপ দেখানোর জন্য।
Village Nature It is my pleasure. Thank you 😊
আমার হাসবেন্ড যত দিন বেঁচে ছিল তত দিন আমাকে নিয়ে ঘুরে বেড়িয়ে ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। আপনার মাধ্যমে অনেক দিন পর আমরা ছেঁড়া দ্বিপের যেখানে থাকতাম সেই জায়গা টা দেখে খুব ভালো লাগলো, মনে পরলো অনেক ভুলে যাওয়া স্মৃতি।ধন্যবাদ ভাই আপনাকে।
Wahida Hassan It is my pleasure dear. Thank you 💕
সেন্ট মার্টিন এর পানির রং দেখে মুগ্ধ হলাম। অসাধারণ একটি ভিডিও। কলকাতা থেকে অনেক শুভেচ্ছা রইল।
Thank you dear
What a interesting background information. Thanks.
Welcome
ধন্যবাদ এত সুন্দর করে বাংলার রুপ দেখানোর জন্য।
thank you
Welcome.
আংকেল আপনি অনেক ব্লেসড্ একজন মানুষ। যেখানে যান অচেনা মানুষও আপনাকে আপন করে নেয়। আলহামদুলিল্লাহ। আপনার পার্সনালিটি এবং এপিয়ারেন্স দুটোই আদুরে , অমায়িক। আল্লাহ আপনাকে হেফাজত করুক, দীর্ঘায়ু দান করুক।
Thank you dear. May Allah bless us all.
খুব ভালো লাগলো ভাইয়া ভিডিও দেখে ।।। এটা আমা।র খুব ভালো লাগা এবং ভালোবাসার একটা জায়গা। আবার যাবো ইনশাআল্লাহ।
Thank you.
অসাধারণ দৃশ্য।২০১৮তে গিয়েছিলাম।এতো সুন্দর ভিডিও কিভাবে করেন।
Thank you 💕🥰
"ভাইয়া" অসাধারণ ছেড়াদীবপ৷ আপনার কথায় art আছে৷ আপনার কনঠ খুব সুনদর৷ বইয়ের ভাষা৷ দোয়া করি আপনি ভালো থাকবেন
Ameen
অসাধারণ একটি ভিডিও আমার খুবই ভালো লাগছে তাই আমার ফেসবুকে সেয়ার করেছি।
Thank you dear 😊
আপনার ভিডিও দেখে আমার খুব ভালো লেগেছে তাই অনেক ধন্যবাদ
Welcome
Intrigued!!! To travel is to know. Beauty juxtaposed with neglect. Excellent.
Thank you
"ভাইয়া" ভিডিও টা নিঁখুত ভাবে তুলে ধরেছেন৷ ছেঁড়াদীবপ৷ অসাধারণ?
Thank you 😊
সেন্টমার্টিনে আপনি ড্রোন ব্যবহার করেছেন বলে দারুচিনির দ্বীপ সত্যিই অসাধারণ সুন্দর লেগেছে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা
Razia Mahmud ধন্যবাদ 💕
Darun valo video shere korber jannya thank u👍💚
Welcome.
What a great (coral) island with white sand beaches! You really made me want to see it in real life! Great job with the camera and music marriage again!
Ban Banerjee Thank you. Appreciate your kind words & continuing support.
Vlog ta khub valo laglo specially drone shot.
A.I. Ome Thank you.
কক্সবাজার গিয়েছি কয়েক বার কীন্তু সেন্টমার্টিন মাওয়া হয়নি অসাধারণ
ধন্যবাদ ۔খুব উপভোগ করলাম !পনেরো বছর আগে গিয়ে ছিলাম!প্রশাসনের নজর দারি নেই ۔আ মরা কবে যে মানুষ হবো !!!আমি যখন গিয়ে ছিয়াম তখন জাহাজে ওঠার কোনো ব্রিজ ছিলোনা۔۔
Thank you. Sorry for the late response.
"ভাইয়া" ছেঁড়া দীবপে ভাবিকে খুব সুনদর দেখাচছে হলিউডে নায়িকার মতো৷ আপনারা সবাই ভালো থাকবেন৷ আললাহ হাফেজ
অনেক ধন্যবাদ। 💕
অনেক সুন্দর হয়েছে আংকেল । বাংলাদেশের অনেক সুন্দর স্থান গুলোর মধ্যে অন্যতম এই দারু চিনি দ্বীপ.
অনেক ধন্যবাদ ভাই অনেক একটা সুন্দর সময় উপভোগ করলাম।
Welcome.
অসাধারণ একটা মনের কাছা কাছি ব্লগ।ওই একটা দোলনার সিন ভেলেনটাইনের জন্য যথেষ্ট।সাইকেলিংও অসাধারণ ছীল।
সেন্ট মার্টিনে গেলিন অথচ নারকেল না, পায়ে হেটে ঘুরার মজা আলাদা, ধন্নবাদ।
বাংলার মুখ আমি দেখিয়াছি..... আজ এমন দিনে এই কবির মনে করালেন। ওনার বাংলার প্রতি ভালোবাসা অফুরান, তার আঁচ এখনও আমরা পাই। আজকের ভিডিও তো কোন টা ছেড়ে কোন টা বলি। সবার সামর্থ অনুযায়ী বেড়ানো দরকার। ভ্রমনের জাইগা পরিচ্ছন্ন রাখতে কঠোর হতে হবে সরকারকে।
কল থেকে পানি ভরা! একেবারে বাঙ্গালী বুদ্ধি😂👍
এতো সুন্দরী পেত্নী, সাথে ভুত ভাই আহা!👌👌👌 এমন সব কথার জন্যে ভিডিও থেকে চোখ সরাতে পারি না। ড্রোন ফুটেজ তো আহা! এবার কবি গুরু র সুরে বলতে হয়, এই দিগন্তে....
আর তোমার অসীমে প্রাণ মন....... সত্যি আজ সব কিছু দারুন দারুন ছিলো।👌👌👌👌👌👌👏👍🙏
সুন্দরী পেত্নী ভাবি আর সুদর্শন ভুত ভাই এর vedio থেকে আজ এক সেকেন্ড এর জন্য চোখ ফেরাতে পারিনি । কি আর বলবো ? এক কথায় অপুর্ব !
একদম ঠিক,
@sikha Das দেখতে দেখতে বন্দি দশায় এক বৎসর পার হয়ে গেল। আল্লাহর কাছে শুকরিয়া যে সুস্থ হয়ে এখনো বেচে আছি। ধন্যবাদ ভাই।
আল্লার সৃষ্টি আসলে সুন্দর,, না জানি তিনি কত সুন্দর,, আল্লাহ্ সবাকে তার সুন্দর সুন্দর সৃষ্টি দেখার তোপিক দিক,,, আমিন,,, খুব বাল লাগল,, ধন্যবাদ,,,
khaleda akter You are very welcome.
চমৎকার! সত্যিই চমৎকার! সেন্ট মার্টিনে গিয়েছি দুবার এর অসাধারণ মায়াময় সৌন্দর্য কেবল হাতছানি দেয়।আর আপনার দৃশ্যায়ন সেন্ট মার্টিনের সৌন্দর্যকে কি চমৎকার ভাবেই না ফুটিয়ে তুলেছে।দেশের প্রতি আপনার এই ভালোবাসা সত্যিই আমাকে মুকধ করে।শুভ কামনা অবিরাম।
অসাধারণ লাগলো। নিজ দেশের অপরুপ সুন্দর স্থানগুলোর অসাধারণ সৌন্দর্য উপভোগ করার জন্য সেরকম মন থাকতে হয়। আর ঐ স্বর্গীয় সৌন্দর্য অন্য কে দেখানোর জন্য রুচিশীল মানসিকতার সাথে সাথে উপযুক্ত দক্ষতাও থাকতে হয়। সবই পেলাম আপনার মাঝে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সর্বদা।
Thank you. Appreciate your kind words & continuing support. 💕
ইনশাআল্লাহ্
অনেক ভালো video করছেন। এমন আরও video করেন।
Beautiful drone footage with excellent music!
Tariq Miah Thank you.
আসসালামুয়ালাইকুম স্যার ।খুব সুন্দর জায়গা । ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন 💖
আমার বাংলাদেশ আমি গর্বিত এমন অপরুপ বিচিত্তময় সুন্দর দেশে জন্মে! আপনাদেরকে বসন্ত এবং ভালবাসা দিবসের শুভেচ্ছা ♥
md.hadiuzzaman Thank you. Sorry for the late response.
Very nice. I am from Kolkata. Wonderful. With best wishes.
Thank you 😊
আপনি অসাধারণ উপস্থাপনার মাধ্যমে সেন্ট মার্টিনকে আরো আকর্ষণীয় করে গেলেন। অসংখ্য ধন্যবাদ।
Mohibbul Islam It is my pleasure. Thank you.
THANK
You are a amazing parson , thanks to u
Welcome.
ঠিকই বলেছেন ভ্রমনের গুরুত্ব নিয়ে।ভ্রমনটা যদি আল্লাহর নিয়ামত বা নিদর্শন দেখার উদ্দেশ্যে বা নিয়তে বাইর হওয়া হয় তাহলে তা হলো একটি এবাদত এবং অসংখ্য সওয়াব।
desert moon ধন্যবাদ ভাই।
Truely amazing vlog,, i love your vlog so much,, its like a book ,i am reading and you are the poet of the book
Durjoy Nag Prattay 1620243042 Appreciate your kind words & continuing support. Thank you.
Akdom moner kotha.
Amazing video...just like short film....made for eatch other...
ভাবির হাত খুব স্টেডি, মোটরসাইকেলের পিছনে বসে এত সুন্দর ভিডিও করা বেশ কঠিন, যেটা উনি বেশ অনায়াসেই করেছেন৷ good job you two ❤️
Thank you 😊
আসসালামুয়ালাইকুম ভাইয়া আপনার ভিডিও গুলো দেখতে খুবই ভালো লাগে এই ভিডিও টা আরো একবার দেখে ছিলাম মাগরীবের আযান হয়েছিল তাই পুরো টা দেখার সুযোগ হয় নি আজও মনে হয় পুরো টা দেখা হবে না তবে ভ্রমণ করতে ভালবাসি আপনার ভ্রমণ করা দেখতে ও ভাল বাসি ভাবি কে আর আপনাকে দেখতে খুবই ভালো লেগেছে
Walaikum assalam. Thank you dear.
Uncle onek sondor kora dekhiyachan.thanks
Welcome dear
অনেক অনেক সুন্দর লাগলো ,, নজরুল,,
ALL BD Travel ধন্যবাদ।
এককথায় এমেইজিং। আজকের ব্লকটা সবচেয়ে বেশি ভালো লাগলো। এই পুরো 40 মিনিট আমি উপভোগ করলাম।
আমি এমনিতেই অনেক দুঃখী একজন মানুষ। অনেক সময় মনের ভিতর বিভিন্ন কারণে অস্থিরতা বিরাজ করে। কিন্তু আপনার ভিডিও গুলো দেখলে কেন জানি আমার হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। বোঝা যায় জীবন কি? জীবনের অর্থ কি? আসলে এই ছোট্ট পৃথিবীতে দেখার অনেক কিছুই আছে। সেজন্য মূলত হৃদয়ে চোখ থাকতে হয়। সকল কিছু ভুলে আমাদের এই ছোট্ট লাইফটাকে উপভোগ করা উচিত। সুন্দর মনের অধিকারী হওয়া উচিত।
মন ভালো রাখার জন্য "ভ্রমণ" অবশ্যই একটি ভালো পন্থা। কক্সবাজার, দারুচিনি দ্বীপ,ছেঁড়াদিয়া দ্বীপ এখনো যাওয়া হয়ে ওঠেনি। তবে অবশ্যই যাবো মন ভালো করার জন্য।
আমি সমুদ্র দেখব। সমুদ্রের ঠান্ডা পানির মতো কঠোর হৃদয় কে ঠান্ডা করব। সমুদ্রের বিশালতায় দুঃখ গুলোকে ধ্বংস করব।
ধন্যবাদ।
sharif eee
Sharif Babu খুব ভাল লাগল যেনে যে আমার ভিডিও কিছুক্ষনের জন্য হলেও আপনার মনে শান্তি দেয়। অনেক ধন্যবাদ ভাই। ভাল থাকুন।
২০১৬ তে প্রথমবার সেন্ট মারটিন ভ্রমণ করেছিলাম। আজ আপনার Vlog দেখে মনে হল দ্বিতীয়বার ভ্রমণ করলাম। সেন্ট মারটিন নিয়ে আরও অনেক Vlog দেখেছি। কিন্তু আপনারটাই আমার দেখা সেরা vlog ছিল। বিস্তারিতভাবে দেখানোর কারণে এটা সম্ভব হয়েছে। আর রিসোর্টের মেনেজার চালাকি করে আপনাকে মুরগি খাইয়ে তার ব্যবসার মার্কেটিং করিয়ে নিলো। পরবর্তীতে এই বিষয়গুলো খেয়াল রাখবেন আশা করি।
Unfortunately that manager passed away. He was a nice person. Thank you dear.
So lovely, Best wishes always
Thank you. ঈদ মোবারক।
সারাদিনের জার্নিতে অনেক ক্লান্ত, ভিডিও এখনো দেখিনি তবে ঘুম থেকে উঠেই দেখবো ইনশাআল্লাহ। আজকে সারাদিন খুব এক্সাইটেড ছিলাম, অসম্ভব সুন্দর একটা দিন কাটালাম। সারাজীবনে অল্প কিছু অনেক আনন্দের দিনের মাঝে ছিলো আজকের দিনটা একটা। সেদিন আপনার কক্সবাজার জার্নির ভিডিও দেখে এতোটাই আগ্রহী হয়েছি যে জীবনে প্রথমবার আমি সমুদ্র দেখতে গিয়েছি আজকে। রাস-আল-খাইমা স্টেট এর পাহাড় বা আজমান স্টেটের বিচ এই দুই অপশন এর মাঝে লাফিয়ে লাফিয়ে আমরা সমুদ্র সিলেক্ট করেছি। অসংখ্য ধন্যবাদ আপনার সেই ভিডিওটার জন্যে। নয়তো সমুদ্র হয়তোবা আমার কোনোদিন দেখাই হতো না,কারন দেখার আগ্রহই যে কখনো হয় নি আগে। আমার দুই ছেলে আজকে যতটুকু এনজয় করেছে এতো খুশি এর আগে কখনো হয় নি ওরা। থ্যাংকস এগেইন 😍
অসাধারণ ভিডিও করেছেন.
যাক বিনা খরচায় আমার সেইন্ট মার্টিন ঘুরা ও এনজয় হয়ে গেল।নট বেড সত্যি সত্যিই এনজয় করেছি।আবারো ধন্যবাদ।
Hossain Al Saddam Welcome. Sorry for the late response.
Onek sundor video korecen.cinemar Moto.just wow.100 like dilam
Shohag Mahfuz Thank you dear.
Best part of the vlog 'ভুতের মত লাগসে। না পেত্নীর মত আসতেছে' 😂
মাশাল্লাহ সুন্দর উপস্থাপন
Alam Chy Thank you.
@@AdventureTube21 আসলামুআলাইকুম বড় ভাইয়া কোরাল রিসোর্টে পার নাই ভাড়া কতও একটু বলবেন?
Dada ekbar West Bengal Darjeeling Hills ghure te ashun , u will surely love it , I live here and u can enjoy Darjeeling Kurseong Kalimpong Sikkim and many more beautiful dcenic places here with good food and ambiance
I was there 20 years ago. Inshallah we will visit again. Thank you.
Daruchini dip apnar Vidio dekhe valo Laglo thank u ami Australia thaki B D gele jabo Asha ase
Moni Hasneara Inshallah যাবেন। আশা করি এনজয় করবেন। ধন্যবাদ।
Very Romantic.Bangladesher UTTOM SUCHITRA JUTI.
Thank you dear 🥰
আঙ্কেল, আপনি বেশ চমকতকার একজন মানুষ।
Devil Rayhan Thank you uncle. Sorry for the late response.
অসাধারণ uncle . Chokh juriye gelo.
Assalamualaikum vi, aponar video gulo dekhe onk moja pai, R vabi k kintu sei lagche, bises kore lal dress a, sent martin jeno puro lal a lal hoye gece, masha allah onk sundor,
ওয়ালাইকুম আসসালাম ভাই। অনেক ধন্যবাদ।
৪০মিনিট কখন দেখে পেললাম!
আমি শিউর কোন বাংলামুভি এর চাইতে কম সময় হলেও আমি দেখতাম না!
- এখনো দারুণ স্মার্ট আছেন আপনি ☺
Progoter kotha অনেক ধন্যবাদ ভাই 🥰💕
Awesome,Awesome ,Awesome
ভাই অনেক সুন্দর, মনে হচ্ছে নিউ কাপল হানিমুনে গেছেন। বুঝাই যাচ্ছে অনেক এনজয় করেছেন। ধন্যবাদ ❤
আসলেই অনেক এনজয় করেছি। ধন্যবাদ।
একটা দেশ কে কতটা সুন্দর করে যে রিপ্রেজেন্ট করা যায় আপনার ভিডিও না দেখলে হইত কেউ বুঝবে না
আমাদের দেশ অনেক সুন্দর ।
তারপরও আপনার সেইন্ট মার্টিন ভিডিও তে আরো মুগ্ধ হলাম এমনিতেই আপনার ফ্যান ছিলাম আরো বড় ফ্যান হয়ে গেলাম অনেক মিস করব আংকেল আপনাকে,
নিয়মিত আপনার ভিডিও এর অপেক্ষায় রইলাম অনেক অনেক দোয়া আর ভালোবাসা,,❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ভাইয়া আপনার চ্যানেল টি আমার নিয়মিত দেখা হয়। কিন্তু কখনো কমেন্ট করি না এই ভেবে, আপনার মত বড় একজন মানুষ এর কমেন্ট দেখতে ও পাবেন না।
আজ করে ফেললাম।
প্রথমত বলব ভাইয়া আপনার কথা বলার ধরণ অসাধারণ। আপনার বর্ণনাগুলো কানে প্রশান্তি এনে দেয়। সাধারণত আমি রাত্রে ঘুমাতে যাওয়ার আগে এমন সব ট্রাভেল ভিডিও দেখি, যেগুলো দেখলে মনে হয় আমি সেখানে উপস্থিত আছি। আর তার সাথে খুবই সহজ সরল ও প্রাঞ্জল ভাষায় বর্ণনা। আপনাকে ব্যক্তিগতভাবে না চিনলেও । আমি বলে দিতে পারি আপনি একজন সাহিত্যমনা। আরেকটা বিষয় ভালো লেগেছে। আপনি আর ভাবি দুজন যেভাবে আপনাদের জীবনটা উপভোগ করছেন। এরকম একটি জীবন আমি নিজেও স্বপ্ন দেখি। জানিনা কখনো পূরণ হবে কিনা। আপনার একজন ভক্ত হিসেবে। আমার জন্য দোয়া করবেন স্যার।
Pearl Matthew খুব খুশী হয়েছি যে কমেনট করেছেন এবং অনেক সুন্দর লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। Appreciate your kind words & continuing support.
প্রিয় ফারুক ভাই ও ভাবী, আস সালামুন আলাইকুম, ভীষণ সুন্দর হয়েছে। হ্যামাকে ভুত পেত্নি টপিক টা খুব সুন্দর ছিলো, একটা প্রবাদ মনে হচ্ছে " যেইছে কো তেইসা মিলা ভুত কা কপালে পেত্নি মিলা "।
মটর সাইকেল রাইডে দুজন উপভোগ করলেন ভেবে আনন্দ পাচ্ছি। বাচ্চাদের লান্চের দাওয়াত দেওয়া টা খুব ভালো লেগেছে, কি আন্তরিক ভাবে খাওয়ার জন্য বলছে । ওদের এই বয়সে হয়তো খাবার কষ্ট করতে হয়েছে তাই খুব নির্দ্বিধায় খাবার খেতে ডাকছে। বিষয় টা উপলদ্ধি করার চেষ্টা করলাম, শহরে এই রকম আন্তরিক মানুষ চোখে পড়ে না। কি রকম সরল বাচ্চাগুলো,ওদের জন্য অজস্র ভালোবাসা ও দোয়া রইলো । ভালো ভাবে পৌছেছেন জেনে খুব ভালো লাগছে । আগের টা আর এটা অনেক বড় ভিডিও ছিলো এতো সময় নিয়ে দিনের বেলা দেখার সময় হবে না তাই ডাউনলোড করে বাসায় ফিরে দেখলাম, এখন রাত পনে দুটো বাজে এই রাত্রে কমেন্ট করছি । বেশ কিছু ভালো ভালো ইনফর্মেশন ছিলো ।
বহু দিন পরে আগের সেই চিঠি লেখার একটা অনুভূতি কাজ করছে, মনে হচ্ছে আপনাকে চিঠি লিখছি।
ভার্চুয়াল যুগে চিঠি এখন আর কে বা লেখে?
যেহেতু নিয়মিত ভাবে পত্রিকার পাতায় লিখি, মাঝে মাঝে মনে হয় কবিতার ছন্দে লিখি, কিন্তু মনযোগ দিয়ে দেখার পরে লিখতে ইচ্ছে করে না। মনে হয় ভিডিও টা তো খুব চমৎকার গুছিয়ে করা আবার কবিতা বা ছড়া বলে এর সুন্দর্য নষ্ট না করি।
বিখ্যাত শিল্পি, সুরকার, মিউজিক ডিরেকটর কুমার সচিন দেব বর্মন তার কম্পোজ করা গান এর বাজনা (মিউজিক)খুব কম ব্যবহার করতেন।
তিনি বলতেন আমার কন্যা ( গান) এমনিতেই খুব সুন্দর এর কপালে যদি খুব বড় টিপ দিয়ে দেই তাহলে চেহারা বদসুরত হয়ে যাবে । তাই লিখি না । লম্বা সময় বক বক করলাম । ভুল হলে ক্ষমা করবেন ।শেষ করতে হচ্ছে ।
খুব ভালো থাকুন সব সময়, নিরন্তর শুভ কামনা রইলো ভাই ও ভাবী
আসসালামু আলাইকুম ভাই। এত রোমান্টিক একটি ব্লগ আপনি করেছেেন, আগের সব ব্লগ এর চেয়ে আপনার এই ব্লগ সেরা। আপনার প্রতিটি ব্লগ এ একটা মাদকতা আছে, কোনভাবেই আপনার বিডিও না শেষ হওয়া পর্যন্ত দেখা বন্ধ করতে পারিনা। ভাবীকে নিয়ে বিডিও টা ছিল ১লা ফাগুন এর বোনাস। আপনারা সুখে থাকেন, শান্তিতে থাকেন এটাই আমার কামনা। আল্লাহ হাফেজ।
M.D HUMAYUN Kabir Walaikum assalam. আমার ভিডিও আপনাদের ভাল লাগে এবং আপনারা আগ্রহ নিয়ে দেখেন, এটাই আমার সবচাইতে বড় পাওয়া। অনেক ধন্যবাদ ভাই।
"Hammock ta amai dakhchey" best dialogue so far...."Mama vaat kheye jan" Janina ei vabey ar kon deshey apnakey dakbey.... Oshadaron laglo video ta. Nischoi e pakhir chokh diye St. Martin e drisso amai aro chobi anktey ebong kolponai pakhi hoye akasey urtey sahajjo korbey.... Onek onek dhonnobad. Valo thakben
সত্যিই এক মাত্র আমাদের দেশেই এমন আতিথিয়তা দেখা যায়। ধন্যবাদ ভাই।
ভাই অনেক ভালো লাগলো আপনার সেন্তমারটিন ভ্রমণ ভিডিও, ভালো থাকবেন সব সময়, আর সময় পেলে ইটালিতে আসবেন দাওয়াত রইলো আমার বাসায়, আশা করি এখানে আসলে আপনার ভালো লাগবে, আমি এখানে ১৪ বছর যাবত আছি, আবারও দাওয়াত ও শুভেচ্ছা রইলো।
Amin Linku আপনার দাওয়াতের জন্য ধন্যবাদ ভাই। কিন্তু ঠিকানা, ফোন নাম্বার ছাড়া কিভাবে যাব?😜
আমার সাথে ইমেইলে যোগাযোগ রাখবেন। ইনশাল্লাহ আসব। ধন্যবাদ। adventureTube21@gmail.com
@@AdventureTube21 ভাই অনেক খুশি হলাম আমার ইমেইল এর উওর দেওয়ার জন্য, আমার দাওয়াত গ্রহণ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, আমি থাকি ইটালির ব্রেসিয়াতে, যা মিলানে খুব কাছে, যদি কখনও আসেন যথাসাধ্য সম্মান করবো আমার ফোন নাম্বার 3895883921, রবিবার সাধারণত আমি ফ্রী থাকি, ধন্যবাদ
Amin Linku Welcome Bhai. Thank you.
Uncle amio jacchi 16 tarik kintu apnar video dekhe mne holo 1 bar bashay bshei ghure ashlam.. apnar r auntyr jonno onk dowa r valobasha roilo, amio jno apnadr moto kre jibon upovog krte pari❤❤❤❤
অসাধারণ লাগলো আজকের ভিডিওটি যা বলার কোন ভাষা নেই আমার truly amazing
10-2-20 ...2din ar trip a selam seaint martain...jdi apnar shatea dakha hoito valo hoito....seaint martain onnek sundar akta place.
Md Asad Yes indeed. Thank you.
Uncle aunty k oneek dekte oneek Valo lagchy.. mashallah..allah apnader o sob somoi valo rakhy atai dowa kori..
Thank you to speak about plastic pollution. Please don’t throw plastic bags and bottles in nature. Recycle plastic and try to avoid using plastic.we should look after our environment and our own planet. Thank you.
MrEbadur Welcome.
Faruk bhai its really helpful video for my next trip...thanks
MD KHAN Welcome brother. Have a safe trip.
মাশাল্লাহ
🇮🇳আপনাৰ বিডিঅ দোকতে অনোক সনদোৰ ভালো লাগো
ধন্যবাদ।
Alfarook bhai really you are a legend. and proud of Bangladesh
Thank you 💕
Khub sundor
Thank you
She's Beautiful, you r a lucky man
Rony Kst Thank you.
Different personalities of uncle and aunty but that's what makes it charming to watch. I wish this channel reaches 1 million subscribers as it deserves.
Ehsan Shuvo Thank you dear. Appreciate your kind words & continuing support.
আমি যতোবার আপনাদের দেখি শুধুই অবাক হই🥰🥰 কততো রোমান্টিক আপনারা🥰
কতো খুশি থাকেন সবসময়🥰
দোয়া করি সবসময় আপনারা এরকম ভালো থাকেন আঙ্কেল❤❤
Thank you 😊
Drone video was excellent, from London.
সত্যিই খুব ভাল লাগল এবং দুর থেকেও আপনার ভ্রমনের সংগী করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
ami khubi miss korlam apnader ?
Dhaka,cantonment,Kafrul e thekeu ami apner shate dekha korte parlam na ?
Khubi koster kotha .
Truely amazing. খুব ভালো লাগলো আঙ্কেল। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো
আসসালামু আলাইকুম
আপনার প্রায় সব ভিডিও ই আমি খুব পছন্দ করি
আমার ছেলেও আপনার সাবস্ক্রাইবার (ইন্টারমিডিয়েটের ছাত্র )
আপনার ভিডিও তে, দেশপ্রেম পারিবারিক সভ্যতা খুঁজে পাই
তাই আপনার ভিডিও দেখি।
RMC Trading World Trading অনেক ধন্যবাদ ভাই। Appreciate your kind words & continuing support.
অনেক বেশি সুন্দর হয়েছে আংকেল😍♥💜
What a beautiful smile face.
Ki osadharon photography dada mon chuye gelo. Ki janena amar dada.khub bhalo thakben ar erokomi prannobonto thakben.
অনেক ধন্যবাদ বোন। দোয়া করি আপনিও অনেক ভালো থাকুন।
অসাধারণ
Wonderful video....
মনে হল নিজের চোখে সেন্টমার্টিন দেখলাম।
Thank you 🥰
অাস্সালামু অালাইকুম ,ঝাল মুড়ি কামড়িয়ে খেতে হবে .হা হা হা"""
Falguner onek onek suveccha roilo 🌸🌼🌺
Excellent video vai!
Azizur Rahaman Thank you.
Our country our pride❤️🇧🇩❤️
খুব সুন্দর লাগছে
ধন্যবাদ আপনাকে,আপনি পৃথিবীর অনেক জায়গা ঘুরে ঘুরে সাথে আমাদের কেও দেখান।
dorjoy islam You are very welcome.
ও সাধারণ একটি জায়গা ☺️
Thank you
Bangladeshe o onek sundor sundor jayga ache
Shanta Islam 🥰💕
my respect for you soaring high...you are really really good man...
Mozibul Haque Thank you. Appreciate your kind words & continuing support.
Oshadaron hoise video ta.....