সুন্দরবনে নৌকায় বনভোজন || Picnic in the Sundarbans, The Largest Mangrove Forest, on a Boat.

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 443

  • @ahmedashiqueraazi878
    @ahmedashiqueraazi878 5 лет назад +43

    আমার জীবনে এবার একটা স্মরণীয় ঈদ যে ঈদের দিনে আমার অসম্ভব প্রিয় একজন মানুষের নতুন এপিসোড পেলাম আমাদের দেশের অন্যতম একটা সৌন্দর্য নিয়ে । এবং আমি নিজে অনেক অনেক সৌভাগ্যবান এই এপিসোডে আপনার সাথী হতে পেরে ।
    দুর্গম এলাকায় নেট বিভ্রাটের কারণে প্রায় দেড় দিন পর দেখতে পেলাম এই পর্বটি । আমি সারাক্ষণ আপনার একেবারে পাশে থেকে দেখেছি একজন মানুষ কতো নিষ্ঠা, অধ্যাবসায় আর নিখাদ ভালোবাসা দিয়ে এই এপিসোডে গুলি তৈরি করেন। আগে থেকেই আপনার গুণমুগ্ধ ছিলাম, ঐদিন হয়ে গেলাম মন্ত্রমুগ্ধ !!
    আপনার সাথে পরিচয় না হলে জীবনের অনেক কিছুই অপূর্ণ থেকে যেত ভাই !!
    ভাবী , আপনি, স্বাধীন ও বিজয়কে ঈদ শুভেচ্ছা ।
    ভালো থাকবেন ভাই ।
    একটু শরীরের দিকে খেয়াল রেখেন । কিছুদিন একটু বিশ্রাম নিয়েন ।

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад +7

      Ahmed Ashique Raazi সালাম ভাই। এত বাড়িয়ে বলে লজ্জা দিবেন না। আমি মনে করি এটা আমার সৌভাগ্য যে আমি RUclips এর কারনে আপনাদের সাথে পরিচিত হতে পেরেছি এবং অসম্ভব আনন্দের কয়েকদিন কাটিয়েছি। অনেক ধন্যবাদ আমাকে সময় দেয়ার জন্য। দোয়া করি সফর শেষে সবাই ভাল ভাবে দেশে ফিরে আসুন। আল্লাহ হাফেজ।

    • @mahadimili4609
      @mahadimili4609 5 лет назад +5

      Ahmed Raazi... Loved ur words..atota shundor kore dekha akjon manusher shundor bornona shotti e apnakeo akjon shundor shovaber manush hishebe express kore

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад +5

      Mahadi Mili Oppi ভাই, তার ফ্যমিলি এবং তার বন্ধুরা পর্যন্ত সত্যি ই অসম্ভব অমায়িক এবং ভাল মনের মানুষ। আল্লাহর কাছে শুকরিয়া তার মত, তাদের মত মানুষের সাথে পরিচিত হতে পেরেছি। ধন্যবাদ ভাই।

    • @mahadimili4609
      @mahadimili4609 5 лет назад +3

      @@AdventureTube21 You are a blessed person undoubtedly...you explore the happiness share among viewers this is what u do... A true thoughtful communication.

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад +2

      Mahadi Mili Thank you.

  • @yesminamin9654
    @yesminamin9654 4 года назад +2

    আসসালামু আলাইকুম ভাই। আপনার বাংলাদেশের অনেক গুলো ভিডিও আমি আগে দেখিনি। আজ আগে দেখা দুটা ভিডিও আবার দেখেছি। আর নতুন দেখেছি সুন্দরবনে নৌকায় বনভোজন। ভিডিওটা অনেক ভালো লাগলো। আসলে আপনি যেখানে যান সেখানের পরিবেশটাই অন্যরকম সুন্দর হয়ে যায়। দেখলাম রান্নাটা ওরা বাটা মসলা দিয়ে করেছে।বাটা মসলার রান্না অনেক ভালো হয়।সুন্দর বন দেখার সাথে সাথে নৌকায় বনভোজন টাও ভালো লেগেছে। যে ভিডিও গুলো দেখে হয় নাই আজই সেগুলো দেখবো। ভালো থাকবেন। Fiamanillah

    • @AdventureTube21
      @AdventureTube21  4 года назад

      Walaikum assalam. ভাই যখন শুনি যে আমার কোন ভিডিও আপনার বা আপনাদের ভাল লেগেছে তখন মনে হয় আমার সমস্ত পরিশ্রম সার্থক। অনেক ভাল লেগেছে আপনার কমেনট পড়ে। দোয়া করি ভাল থাকুন। ধন্যবাদ। 💕

  • @reenanargis4069
    @reenanargis4069 4 года назад +2

    অসম্ভব সুন্দর আমাদের এই দেশ অনেক ভালো লাগলো ভাই

  • @lipiakter590
    @lipiakter590 5 лет назад +2

    Sir , khulna asar jonno tnx. Ami khulna te e thaki but khulna je ato sundor ata sottie onuvob kori ni age kokono. Aj apnar video deke choke pani chole aslo. Apnar jonno suvo kamona. R apnar chanel ta subcribe korlm , khulna k ato sundorvabe uposthapon korar jonno.

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад

      lipi akter You are very welcome dear. Appreciate your continuing support. Sorry for the late response.

  • @niamulkabir1117
    @niamulkabir1117 5 лет назад +7

    স্যার আপনি কিন্তু খুব ভোজন রসিক , মানুষ । খাদ্য খাবার নিয়ে এতসুন্দর করে বলেন যে আপনাদের খাওয়া দাওয়া দেখে জিবে জল আসে ।

  • @khansumon3736
    @khansumon3736 5 лет назад +1

    Apnar bondho onk valo lok oni apnake onk support korcen full trip ta te...

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад +1

      Khan Sumon অনেক ধন্যবাদ ভাই। Sorry for the late response.

  • @hajeraaktar5953
    @hajeraaktar5953 4 года назад +1

    আসসালামুয়ালাইকুম ভাইয়া আপনার ভিডিও দেখে আর কি বলব সুবহানাল্লাহ এতো সুন্দর গ্রামের ছিনারি কৃষকদের ধান কাটা তার সাথে গ্রাম বাংলার মিউজিক এড করেছেন আপনার মধ্যে বাংলার প্রেম পুরাপুরি ই আছে আর সুন্দর বনের মধ্যে ও খুব সুন্দর সুন্দর দৃশ্য মন মুগ্ধ করার মতো আর খাবার যত মজা তার চেয়েও বেশি মজা আপনার খাওয়া দেখতে স্যতি ভাইয়া আপনি খুব সুন্দর করে খান আল্লাহ হাফেজ !!!

    • @AdventureTube21
      @AdventureTube21  4 года назад

      Walaikum assalam. অনেক ধন্যবাদ ভাই। দোয়া করি ভাল থাকুন 💕

  • @mhmosharuf1605
    @mhmosharuf1605 5 лет назад +2

    ওয়াও এতো সুন্দর সুন্দরবন
    সবচেয়ে ভালো লাগলো হরিণ গুলি দেখে একদম ফ্রেন্ডলি👌👌

  • @maastudiovideo9299
    @maastudiovideo9299 5 лет назад +1

    Thanks... eto sundor ekta program korar jonno.... bises kore horin r khabar

  • @ziadreviews5612
    @ziadreviews5612 5 лет назад +12

    জীবন কিভাবে উপভোগ করতে হয় তা ফারুক ভাইয়ের কাছ থেকে শিখছি. আল্লাহ আপনাকে নেক হায়াত দিন, ঈদ মুবারক ☝

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад

      ঈদ মুবারাক ভাই। ধন্যবাদ।

  • @abdulmaleque1018
    @abdulmaleque1018 4 года назад +1

    farook vai your videos proved that the,, poor seek for food and the rich for appetite,.

  • @rafiuddinahmed405
    @rafiuddinahmed405 4 года назад +3

    Dear Farooq Sahed,
    Your Sunderban Visit had very much adventurous and end enjoyable. You met a few deers and a few monkeys, you had missed being a wild tiger spectator. However, your lunch in the boat was very rare experience . In connection with service, l visited several times the Sunderbans. Sometimes I had to take lunch in a Launch in the river. Now, I had retired from service recently.Showing me your boat trip, you have reminded me my old passed days once more. How, wonderful is the chain of reference. Thank you a lot.

    • @AdventureTube21
      @AdventureTube21  4 года назад +1

      My pleasure dear. I am really glad that you have enjoyed it. Thank you 💕

  • @nabilahmed5182
    @nabilahmed5182 4 года назад

    Khulna sohor taj ato sundor amr dharonar bairy chilo really amr amazing amr sonar Bangla ❤️❤️❤️

  • @keyajoarder3607
    @keyajoarder3607 5 лет назад +4

    খুলনার ভিডিও দুটোই বেশী ভালো লাগলো ...

  • @mrtoryy6766
    @mrtoryy6766 5 лет назад +1

    Wow mone hocce kono tv r onustan dakhlam... Atooo beautiful background music 😍😍😍😍

  • @rahmatullahrahmatullah7845
    @rahmatullahrahmatullah7845 5 лет назад +3

    সত্যি অসম্ভব প্রাকৃতিক সুন্দরে ভরা। অনেক ভালো লাগলো।💕💕💕💕

  • @bijoyachakraborty4664
    @bijoyachakraborty4664 5 лет назад +1

    অসম্ভব সুন্দর এই সুন্দরবন আর তার চাইতেও সুন্দর আপনার বাচনভঙ্গিমা।ধন্যবাদ অনেক আনন্দ পাই আপনার ব্লগ দেখে

  • @anami59
    @anami59 5 лет назад +1

    ব্যাকগ্রাউন্ডে সুন্দর বাজনা। বাংলাদেশ এর লোকেরাই বাঁচিয়ে রেখেছে বাংলা কে। বাঙালি জীবনযাপন করে।

  • @amaleshadak4618
    @amaleshadak4618 5 лет назад +1

    খাওয়া দেখে অমরো খিদে পেয়ে গেল অসাধারণ অসাধারণ একটা ব্লগ ।মনে হচ্ছে এখনই চলে যাই সুন্দর বন।এইভিডিও টা মনের কাছের ভিডিওএবং বার বার দেখার মোতো অসাধারণ।

  • @sarcastcbr8142
    @sarcastcbr8142 5 лет назад

    Monomogdho.amader Bangladesh j ato sundor ta apnar video dakhe bojhlam.

  • @apu6797
    @apu6797 3 года назад

    আমি আপনার চোখে পৃথিবীর অনেক কিছুই দেখেছি আলহামদুলিল্লাহ।

  • @sr.sakandar7389
    @sr.sakandar7389 5 лет назад +1

    বাংলার রুপ দেখলাম আপনার বদৌলতে, মন ভালো হয়ে গেল ।

  • @palashadhikari6699
    @palashadhikari6699 4 года назад +1

    Dada apnar khaoya ar hasi dutoi khub sundor. love dada

  • @safsary
    @safsary 5 лет назад +1

    Khabar dekhe lov lege gese thanks faruk vai kokhono jaini aapni dkhalen abaro thanks a lot

  • @rkpiash3293
    @rkpiash3293 4 года назад +1

    পুরো ভিডিও অনেক উপভোগ্য ছিলো ।
    পুরো ভ্রমন জুড়ে আপনার আনন্দ দেখে বেশ ভালোই লাগছিলো ।
    আপনিতো বরাবরই ভালো ।
    আর আপনার ভক্ত অপি ভাই ও বেশ আন্তরিক ছিলো ।

  • @khansumon3736
    @khansumon3736 5 лет назад +1

    Wow ki bolbo eto valo video ami r dekbo kena janina...

  • @malabikabannerjee507
    @malabikabannerjee507 5 лет назад +1

    Dada dhaner chora dekhe Mon bhore gelo.

  • @alihossain11
    @alihossain11 3 года назад +1

    বুড়িগোয়ালিনী এই গ্রাম আমার ক্যাফোড ইউকের প্রজেক্ট এরিয়া ছিল! বহুবার শ্যামনগর, মুন্সিগঞ্জ গিয়েছি! অনেক স্মৃতি! ধন্যবাদ ভাই

  • @nawabwashimakram9111
    @nawabwashimakram9111 3 года назад +1

    Sundorbon asolei khub shundor ❤️❤️👍👍.

  • @muniramehmood6218
    @muniramehmood6218 5 лет назад +2

    ভাইয়া আপনার খাওয়া দেখে জিভে পানি চলে আসলো অসাধারণ

  • @baishalisarkar4769
    @baishalisarkar4769 5 лет назад +2

    Sundor bone noukoy bon vojon notun bondhuder sathe!vison anondo holo video ta dekhe!

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад

      baishali sarkar Mithu1999 ধন্যবাদ।

  • @nasimashimulkhan1931
    @nasimashimulkhan1931 3 года назад +1

    What a beautiful episode, loving it Farook bhai! Beautiful experience, great atmosphere, great food ! Enjoy urselves!!!

  • @mdismailhossain1852
    @mdismailhossain1852 4 года назад +1

    ফারুক আংকেল এই খাবার দেখে জিভে জ্বল চলে আসছে 😋😋😋।

  • @dhigfgfhh795
    @dhigfgfhh795 5 лет назад +1

    আসলে ভাই গ্রামের দৃশ্য দেখে চোখে পানি চলে আসে কারণ আজকে দু'বছর যাবত কুয়েত মনে হয় একদিন হয়েছে কুয়েত আসছি কিন্তু যখন নিজের গ্রামের দৃশ্য দেখি তখন মনে হয় কত বছর প্রবাসে পড়ে আছি

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад

      Dhigf Gfhh এরকম ই মনে হয় ভাই। আপনার কত দিন পর ছুটি হবে দেশে যাওয়ার?

    • @dhigfgfhh795
      @dhigfgfhh795 5 лет назад +1

      @@AdventureTube21 ছুটি বললে কোম্পানির দিবে কিন্তু ভাই আমি সাত লক্ষ টাকা খরচ করে আসছি গরীব মানুষ তাই দেশে যেতে পারি না ইচ্ছা করলে এখন যেতে পারি সমস্যা অনেক টাকা তো আরেকজন দিছে টাকা শোধ করতে হবে থ্যাংক ইউ ভাই

  • @shahinaakter1714
    @shahinaakter1714 5 лет назад +1

    Awesom vaijan........mone hosse ami okhan die jassi.amar khulna.... amar maa okhane thaken.thanks apnake, monta vore gelo.allah apnake valo ralhen amin.

  • @islamourlife8004
    @islamourlife8004 4 года назад +1

    আমার বাসা সাতক্ষীরা , মুন্সীগঞ্জ। ধন্যবাদ আমদের এলাকা ভ্রমনের জন্য।

  • @mimkazi4216
    @mimkazi4216 4 года назад

    আমার গ্রামে ঘুরছেন দেখে খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে

  • @stevencash6955
    @stevencash6955 5 лет назад +1

    ওয়াও দারুন তো হরিণ গুলোকে নিজের হাতে খাওয়ালেন।পিকনিক ও দারুন হয়েছে। যখন একটু দেখতে বসি তখন ই রুগী চলে আসে।সব সময় পুরো টা দেখতে পারিনা।

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад

      nazma begum এত ব্যাসততার মধ্যে ভেংগে ভেংগে দেখা ছাড়া আর কি উপায়? আপনি কোথায় প্র্যাকটিস করেন?

    • @stevencash6955
      @stevencash6955 5 лет назад +1

      আমি একটি ক্লিনিকে চাকরি করি সিস্টার পদে।আপনি সেদিন বললেন চলে যাবেন বলতে বলতে গলা ধরে আসছিল আমারও চোখে পানি আসছিল। ভাগ্যে থাকলে আবার দেশে ঈদ করবেন।আমিও আপনাকে দেখা করার জন্য বলতাম কিন্তু সময় হয় নাই।মহম্মদ পুরতো এসে ছিলেন।ধন্যবাদ ভাই ভালো থাকবেন দোয়া রাখবেন। ঠিক ভাবে পৌঁছেছেন তো।৭ তাং নাইট ডিউটি এসেই আপনার উত্তর দেখলাম।

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад +1

      হ্যাঁ ভাই। ভালভাবে পৌঁচেছি। দোয়া করি ভালো থাকুন। ধন্যবাদ।

  • @k.m.alaminbaqee
    @k.m.alaminbaqee 5 лет назад

    এই ভিডিও টা অনেক দিন ধরে চোখের সামনে ঘুরছিলো কিন্তু বড় ভিডিও তাই সময় করে দেখে উঠতে পারছিলাম না, এরপর ও দুবারে দেখে শেষ করলাম। অপি ভাই ও ওনার বন্ধুরা সত্যি ভীষণ আন্তরিক ভাবে আপনার সহযোগিতা করেছেন । ওনাদের কে আন্তরিক মোবারকবাদ জানায়। এই ভিডিও টা অনেক দিন পরে আজ দেখলাম । ভীষণ সুন্দর লেগেছে ভাই । আমার মনে হচ্ছে এ্যাডভেন্সার নাম করন স্বার্থক হয়েছে। ভালো থাকুন সব সময় শুভ কামনা রইলো ভাই ।

  • @randomdude8522
    @randomdude8522 5 лет назад +1

    At 15:32 appears a PET deer at heart, very sociable! Cuteness unlimited! Also, feeding the deer was happiness--just watching--can only imagine what it felt like. :)

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад +1

      Random Dude It was an amazing experience. Thank you.

  • @shobujalam3270
    @shobujalam3270 5 лет назад +1

    Khub moja pelam...apnar onek video Delhi but ekta jinish kheyal korlam America er cheye deshe ghure apni beshi enjoy korechen..... It shows in your face.

  • @ayanchakrabarti1158
    @ayanchakrabarti1158 5 лет назад +1

    Osadharon video ti dada, purota dekhlam , apnar songe amrao berate giyechilam mone hochhilo!

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад

      🥰😍😊অনেক ধন্যবাদ ভাই।

  • @pinkyakter4231
    @pinkyakter4231 5 лет назад +2

    Eid mubarak,,, Amazing uncle,, khub e sundor laglo,, r erokom kore boat e bose lunch aha bolar bahire, ki je moja... Thank you uncle shere korar jonno.. Valo thakun sustho thakun...

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад

      Pinky Akter Eid Mubarak. অনেক ধন্যবাদ আংকেল।

  • @romiamukherjee8100
    @romiamukherjee8100 5 лет назад +9

    Amrao NJ te thaki..we f from india..kaku,tomader vlogs amar husband r ami dekhi...khub valo lage...apnar chehara amar Jethur songe khub mele...

  • @nilufarkhan3064
    @nilufarkhan3064 5 лет назад +1

    Khub khub valo laglo.osustho cilam tai dekhta parini.valo thakben vai.Suvo kamona roilo.

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад

      এজন্যই আপনাকে এখানে এতদিন দেখি নাই। ভাই আপনি এখন ভাল আছেন? অনেক ধন্যবাদ শুভ কামনার জন্য। May Allah bless us all.

  • @deena9306
    @deena9306 5 лет назад +1

    শুরু থেকে ই দেখছি আপনার ভিডিও কখনও বলা হয় নাই..... I like your video. A man with nice personality.

  • @alihamzatoha4948
    @alihamzatoha4948 4 года назад +1

    আপনি আমেরিকা থেকে এসে সাতক্ষীরার সুন্দরবন ঘুরে দেখলেন, আর আমার বাসা সাতক্ষীরায় হলেও কখনো সুন্দরবন ঘুরে দেখা হয়নি। এজন্যই মনে হয় সবাই বলে, মক্কার লোকে হজ্ব পায়না। লকডাউনের এই বোরিং সময়টাকে আপনার ভিডিও দেখে এনজয় করছি। অনেক ধন্যবাদ।❤️❤️♥️

  • @jahanarajanu9922
    @jahanarajanu9922 5 лет назад +6

    প্রাকৃতিক দৃশ্য গুলো খুবই সুন্দর । ওখানে কি কোন জলদস্যুর ভয় ছিলোনা নাকি ।

    • @Anarulislam-hv3ly
      @Anarulislam-hv3ly 5 лет назад +3

      কলাগাছি পর্যন্ত কোন সমস্যা নেই।আসবেন।

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад +11

      Jahanara Janu জলদস্যু ভয় পায় আমাদের। আমাদের সাথে জলদস্যু শিকারী ছিল। 🤪

  • @mdmithu1863
    @mdmithu1863 5 лет назад +1

    Darun enjoy korlam bai . ato shundor video mind blloing

  • @malabikabannerjee507
    @malabikabannerjee507 5 лет назад +1

    Dada jive jol ese gelo

  • @MdShanto-hc5li
    @MdShanto-hc5li 5 лет назад +3

    স্যার আপনার ভিডিও গুলো দেখে মুগ্ধ হইয়ে যাচ্ছি সেটা বাংলাদেশে হোক আর আমেরিকাই হোক।

  • @RawshanFreshCooking
    @RawshanFreshCooking 5 лет назад +2

    হরিণ বিসকুট খায় দারুণ তো।

  • @shahedrasul1118
    @shahedrasul1118 5 лет назад +1

    Darun moza palam it's really awesome g8 experience.

  • @ppppp86872
    @ppppp86872 5 лет назад +1

    অসাধারণ মূহুর্ত ছিলো।অনেক সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য অনেক ধন্যবাদ। এবং সব কিছু মিলিয়ে আমি অনেক ইনজয় করেছি। শুভ কামনা আপনার জন্য অনেক।

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад

      Md. Safur Rahman অনেক ধন্যবাদ।

  • @sammythewarrior
    @sammythewarrior 5 лет назад +5

    Thanks for the show! Enjoying it from a couch in America!. I admire your cool and collective attitude.

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад +2

      ⚔️King of my Castle⚔️ Thank you.

    • @sammythewarrior
      @sammythewarrior 5 лет назад +1

      Adventure Tube21 if you ever wana tour PNW, USA. Send me your email and we can hook up

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад

      my email is adventureTube21@gmail.com Thank you.

  • @lesliechoudhury9940
    @lesliechoudhury9940 5 лет назад +3

    an awesome picnic on a boat. reminds me of my trip to St. Martins.

  • @omikhasansohel3165
    @omikhasansohel3165 4 года назад +1

    হাজারো স্মৃতিজড়িত প্রানের খুলনা শহর

  • @ExploreBDworld
    @ExploreBDworld 5 лет назад +2

    অসাধারণ ভাই...
    আমার জন্মস্থান খুলনা...নাড়ি নক্ষত্র সব পরিচিত... খুবই ভালো লাগল চেনা যায়গা গুলো তুলে ধরার জন্য....বাড়ি সাতক্ষীরা...
    বুড়িগোয়ালিনী আমার কাকিমার বাড়ি....
    শুভকামনা...

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад

      Manos Mondal ধন্যবাদ ভাই।

  • @Shahidul605
    @Shahidul605 5 лет назад

    মাছ দিয়ে এত তরকারি অসাধারণ মজা হয়েছে আপনার খাওয়াতেই বোঝা যাচ্ছে !!!!!!!!

  • @AzharVlogs
    @AzharVlogs 5 лет назад +4

    প্রায় ৪৫ মিনিটের ভিডিও, নিমিষেই শেষ হয়ে গেলো। মনে হলো ভিডিওটা আরেকটু বড় হলে ভালো হতো।
    অসাধারণ সব Shoot & Presentation । অপি ভাইকে অনেক অনেক ধন্যবাদ এতো সব সুন্দর আয়োজনের জন্য।

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад +1

      JhalmuryBD ধন্যবাদ ভাই।

  • @eityelma5754
    @eityelma5754 4 года назад +1

    Motivated uncle in tourism 💐😜.Lot,s of thanks.

  • @solimulhaqueshimul1453
    @solimulhaqueshimul1453 5 лет назад +1

    Hi watching your Sundorbon picnic
    And see your happiness came again view some place of 🇧🇩 .

  • @sc8644
    @sc8644 5 лет назад +1

    Good morning dada bhai just amazing 1ta video dekhe khub bhalo Laglo🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @satkhiratravels7764
    @satkhiratravels7764 5 лет назад +1

    আপনার আনন্দ করার সাথে সাথে আমি ও অনেক আনন্দিত হয়েছি যেহেতু আপনি আমার জেলাতে ভ্রমণে গিয়েছেন। ধন্যবাদ

  • @kamalkantimajumder7693
    @kamalkantimajumder7693 5 лет назад +1

    প্রিয় ফারুক ভাই,
    আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন। আমি ঘটনা চক্রে আপনার অনেক পোষ্ট ধারাবাহিক ভাবে দেখেছ ও উপভোগ করেছি।
    মনে মনে অনেক বিশেল্লষন ও করেছি।যার অনেক টাই আপনি আর পাঁচটা বাংলাদেশী বা মাইগ্ৰটেড এমেরেকিকান থেকে সম্পূর্ণ আলাদা।যে আলাদা প্রায় সম্পূর্ণটাই সুন্দর।
    আপনার ছাত্র ছাত্রজীবনের শেষ ধাপ আপনি এমেরিকায় সমাপ্ত করেছেন, তার পর আপনি দেশকে ভালোবেসে, দেশের সেবা প্রদান করতে চেয়েছিলেন,কারন আপনি আপনার দেশকে ভালোবাসেন।আজও ভুলতে পারেন নি।এই দুই মাসের পরতে পরতে আমি তার স্বাদ অনুভব করবে পেরেছি আপনার প্রতিটি ভিডিও তে।বাংলার প্রকৃতি থেকে আপনার ক্যামেরা যেন মুখ ফেরাতেই চায় না। আপনার মনের অজান্তেই এসব ঘটে গেছে। অথচ এমেরিকায় আপনার ভিডিওর ক্যামেরা এত প্রকিতিকে ভাবে আটকে রাখেনি।
    অন্ততঃ আমি যতদিন থেকে আপনার ভিডিও দেখেছি।
    হঠাৎ করে এক দিন আপনার হান্টিং এর ছবি দেখি এবং ইনটারষ্টেট হয়ে যাই,কারন আমি ও শীকারের ভক্ত।
    সেই থেকে শুরু, আপনার প্রায় সব ভিডিও ই আমি উপভোগ করেছি।
    আপনার সব ভিডিও ই পজেটিভ পয়েন্ট দিয়ে ভরে রেখেছেন।
    আপনি ভোজন রসিক এবং খেতে ভালো বাসেন ও পারেন। এটা খুব ভালো।
    আপনার স্ত্রী, দুই ছেলে,স্বাধীন ও বিজয়, সুন্দর টিম। আমার শুভেচ্ছা রইল সবার জন্য।
    সন্তানের সঙ্গে আপনার বন্ডেজ অত্যন্ত মধুর ও ধ্যৌয্য ও সহানুভূতি দিয়ে মাখা।
    শিকারের সেই বরফের রাতে আপনে যে ভাবে হান্টার এর বাইরে রাত কাটালেন, স্বাধীনের চাবির ভুলের জন্য, এটা অনেক পিতাকেই উদ্বুদ্ধ করবে।
    আমি একজন প্রোফেশনাল,বাট, প্রোটোকল মেনে , পরিচয় গোপন করতে বাধ্য হলাম,মাপ করবেন।
    পরিশেষে আমি আপনাকে কয়েকটি কথা জানতে চাইব, আপনি খোলামেলা সঠিক মনের কথা ব্যক্ত করে খুশি করবেন,
    আপনাকে যা বুঝলাম, আপনি বাংলাদেশকে ভুলে থাকতে পারবেন
    অনেক বছর ই এমেরিকায় থাকলেন, ভালোবাসা জন্মাতে পেরছেন!
    জানি না আপনি রিটায়ারমেন্ট পেয়েছেন কিনা,
    যদি পেয়ে থাকেন, জন্মভূমির জন্য কিছু করবেন না।
    কি ভাবছেন? আবার কবে আসবেন?
    ভারতে আসতে মন স্বতঃপ্রণোদিত ভাবে চায়!'এবার আসবেন। অদ্ভুত সুন্দর দেশ। নানা ভাষা,নানা মত,নানা পরিধান,নানা জাতির, মিশন মেলার দেশ,ইন্ক্রিডবল দেশ। নিমন্ত্রণ রইল।
    অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল।
    হেপী জার্নি।

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад +1

      Kamal Kanti Majumder রিটায়ারমেনট আমরা যেভাবে যানি এদেশে কিন্তু তেমন না। এদেশে বেশীর ভাগ মানুষ ই মৃত্যুর আগ পর্যন্ত কোন না কোন কাজে ব্যাসত থাকে। তবে আমি আগের চাইতে অনেক কম পরিশ্রম করার চেষ্টা করছি।
      দেশের জন্য কিছু করতে চাইলেই কিন্তু করা যায় না। তবে আমি আমার মত করে যতটুকু পারি অবশ্যই করব।
      আপনি ভারতের কোথায় আছেন? আপনার দাওয়াতের জন্য ধন্যবাদ। তবে যদি আসি আপনি আমাকে কি ধরনের সময় দিতে পারবেন যানালে সেভাবে চিন্তা ভাবনা করে দেখতাম। লিখতে পারেন।
      adventureTube21@gmail.com
      ধন্যবাদ।

  • @MuhtasimDaianPrithu
    @MuhtasimDaianPrithu 5 лет назад +1

    আপনার এক্সপ্রেশন দেখলেই বোঝা যায় আপনি একজন সুখী সৎ মানুষ। দোয়া রইল।

  • @Saidul_Islam
    @Saidul_Islam 5 лет назад +1

    Kov sundor, Eid ar lazy time apnar bolgs daky spend korsy.

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад

      Saidul Islam ধন্যবাদ। ঈদ মোবারক।

    • @Saidul_Islam
      @Saidul_Islam 5 лет назад

      @@AdventureTube21, Eid Mubarak.

  • @MdMurad-ep1ro
    @MdMurad-ep1ro 4 года назад

    মুগ্ধ হয়ে গেলাম।

  • @MdHridoy-ym6iz
    @MdHridoy-ym6iz 5 лет назад +3

    amar moner moto vlog....onek moja pai uncle apnar video gola..
    insha'Allah apnar sathe ekdin dekha korboi..

  • @maidulmallick007
    @maidulmallick007 5 лет назад +1

    জানিনা আপনার ভিডিও তে কি থাকে,, দেখা শুরু করলে, চলতেই থাকে।
    দারুন।

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад

      Maidul Mallick জাদু আছে জাদু। 🥰🥰🥰 ধন্যবাদ ভাই।

    • @maidulmallick007
      @maidulmallick007 5 лет назад

      @@AdventureTube21 সত্যিই জাদু আছে, না হলে ২৫-৩০মিনিটের ভিডিও কেউ একনাগাড়ে দেখে নাকি?❤️👍🙏

  • @sobujbangla190
    @sobujbangla190 5 лет назад +3

    অনেক ভালো লাগা স্যার ,🎊🎊

  • @sonjoyshaha6574
    @sonjoyshaha6574 5 лет назад +1

    via journey ta onek enjobol so nice.etai amar bangladesh etai amar osteto.

    • @sonjoyshaha6574
      @sonjoyshaha6574 5 лет назад +1

      via ime mymensinh er manus.iam police officer .apnanr bare ke mymensingh na onno kothay janaben ke.

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад

      Sonjoy Shaha আমার বাড়ি মুন্সিগনজ জেলায়। ধন্যবাদ ভাই।

  • @bmgraphicsbd5236
    @bmgraphicsbd5236 5 лет назад +1

    jedin theke apnar video dekhte shuru korechi. jani na kokhon jani apnake shotti valobeshe felechi. amar Salam janben. ........ ( My name is Jewel)
    Thanks for sharing your moments.

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад +1

      BM GRAPHICS BD Walaikum assalam Jewel. Thank you for your kind words.

    • @bmgraphicsbd5236
      @bmgraphicsbd5236 5 лет назад +1

      @@AdventureTube21 apnakeo dhonnobad eto kosto kore amar moto choto vokto ke reply korar jonno.

  • @MB-jt8ny
    @MB-jt8ny 5 лет назад +1

    আপনি, আমার দেশেি মানুষ, অনেক দোয়া রইল

  • @bidushidewan872
    @bidushidewan872 5 лет назад +4

    ওয়াও😍😍😱😱 খুব এনজয় করলাম আঙ্কেল ভিডিওটি। ভিডিও সুন্দর, আপনার কথা সুন্দর💖 সুন্দরবন সুন্দর, সুন্দরবনের হরিণ,বানর🙊সব সুন্দর,সেইসাথে সুন্দরবনের মাঝে বনভোজনটি ও মজাদার💖 সবমিলিয়ে আসলেই খুব সুন্দর।

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад +1

      ধন্যবাদ আঙ্কেল। দোয়া করি ভালো থাক।

  • @simplelifewithtahmina689
    @simplelifewithtahmina689 5 лет назад

    vhaiya apni amar deshi vhai....😍😍😍

  • @aminansar726
    @aminansar726 5 лет назад +1

    So beautiful. A village life and its natural beauty. It make you feel good. And that is what i like most about this country. I wish to be here someday. InsyaAllah.Take care and may Allah bless you and family.

  • @thelaststraw2273
    @thelaststraw2273 5 лет назад +6

    Finally found a true ranger in Bangladesh.
    Bingo

  • @shofiquedora8457
    @shofiquedora8457 5 лет назад +1

    Bhia, loav lagche . Ranna ta monne hoy khub moja hoyeche !! Eta dekhe jete monn chache. Dekha jak.

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад

      Shofique Dora Inshallah ঘুরে আসবেন।

  • @kazianwar2558
    @kazianwar2558 5 лет назад +2

    রিয়েলি ভাইয়া খুবই সুন্দর।তো আপনার কাছে একটা রিকোয়েস্ট গত দুই মাসে বাংলাদেশে থাকবার সময় আপনার অভিজ্ঞতা নিয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও সাথে সুন্দর বনে থাকার অভিজ্ঞতা। থ্যাঙ্ক ইউ ঈদ মোবারক।

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад

      Kazi Anwar Eid Mubarak ভাই। ধন্যবাদ।

  • @ganerbhubonemitalibiswas9901
    @ganerbhubonemitalibiswas9901 5 лет назад +6

    বিউটিফুল সুন্দরবন দারুন খাবার .l

  • @khansumon3736
    @khansumon3736 5 лет назад +2

    Apnara eto sondoor kore kaccen ja dekhe amr o kete esce korce.....

  • @MrSISPUP
    @MrSISPUP 5 лет назад +1

    ভাইয়া এখন পর্যন্ত বাংলাদেশের যে কটা ভিডিও বানিয়েছেন এর মধ্যে এটা আমার সবচাইতে প্রিয় Truly it's an awesome experience . লম্বা ও তথ্যবহুল একটা ভিডিওর জন্য ধন্যবাদ ।

  • @nayemhassan2999
    @nayemhassan2999 5 лет назад +3

    অসাধারণ মূহুর্ত ছিলো।অনেক সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য অনেক ধন্যবাদ। এবং সব কিছু মিলিয়ে আমি অনেক ইনজয় করেছি। শুভ কামনা আপনার জন্য অনেক। ❤

  • @srtonmoy4252
    @srtonmoy4252 Год назад +1

    আমাদের বিক্রমপুর তথা সমগ্র মুন্সিগঞ্জ জেলার সূর্য সন্তান আপনি। আমি প্রাণ থেকে সর্বদা আপনার মঙ্গল কামনা করি। এইভাবে কেউ হরিণ দেখায়নি কোন সময় হরিণগুলো অনেক ফ্রেন্ডলি ছিল 💙💙💙🤗

    • @AdventureTube21
      @AdventureTube21  Год назад +1

      Thank you dear. Appreciate your kind words & continuing support. 💕

  • @mohammadmostafa4082
    @mohammadmostafa4082 5 лет назад +1

    woaaaaw,,,very good place. My next tour to Khulna.

  • @travelarsakhawat1730
    @travelarsakhawat1730 5 лет назад +1

    Just owaw!!!everything was perfect...

  • @friendsforever8578
    @friendsforever8578 5 лет назад +2

    আমার বাড়ি সাতক্ষীরা, শ্যামনগর
    শুভকামনা রইলো

  • @fardukhan8785
    @fardukhan8785 4 года назад +1

    I am hungry 🤣 your expression is very much জিভে জল আনে

  • @AshfiaNaheed
    @AshfiaNaheed 5 лет назад

    আপনাদের সুন্দরবনে ঢোকার অংশ থেকে মনে হচ্ছে বুদ্ধদেব গুহ'র বইয়ের পাতা থেকে ভিডিও রুপায়ন দেখছি - খুব সুন্দর, খুব ভাল লাগলো।

  • @nahidsultana3531
    @nahidsultana3531 5 лет назад +6

    ভাইয়া আপনার অভিজ্ঞতার ঝুলি অনেক বড় হচ্ছে,আপনার মাধ্যমে আমরাও অভিজ্ঞ হচ্ছি।

  • @Kazisabuj123
    @Kazisabuj123 5 лет назад +1

    Assalamualaikum
    Dear Farukh Vai
    Eid Mubarak & Thannks for awesome video. Have a safe journey. Fiamanillah.

  • @nonstop7229
    @nonstop7229 5 лет назад +1

    uncle onak valo laglo...apni Bangladesh a na thakao ja tour dilen.ar amra Bangladesh a thakao tour dita pari na...best of luck.apnar vlog gula khub enjoy kori uncle.

  • @rakibmymoona2312
    @rakibmymoona2312 5 лет назад +2

    Ata akta awesome & complete vdo
    Apnar sera vdo
    Khulnar people bazi maat korlo, hahaha
    Valo thakben.

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад

      rakib Mymoona অনেক ধন্যবাদ ভাই। ভাল থাকুন।

    • @THEKHULNAIYA
      @THEKHULNAIYA 5 лет назад

      😁😁😁

  • @mhammadshahensha5170
    @mhammadshahensha5170 5 лет назад

    ভাই আমি আপনার আমেরিকান অনেক ভিডিও দেখেছি, খুবই ভালো লাগলো দেখে আপনি খুলনায় এসেছেন, আমি খুলনা রয়েল মোড় থেকে ৷ সবার জন্য দোয়া রইল ৷

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад

      Møhâmmâd Shâhenshâ ধন্যবাদ ভাই।

  • @amaleshadak4618
    @amaleshadak4618 5 лет назад +1

    খুব ভালো লাগল আমার ।এই ভিডিও চিত্রটি ।তবে জেনো মনে হলো অমদেরি কোনো গ্রামের ছবি।বিনে পয়সায় সুন্দর বন দেখে বেশ অনন্দো পেলাম।

  • @mdnazeer7157
    @mdnazeer7157 5 лет назад +2

    খুব ভাল লাগলো ভাই অনেক সুন্দর জায়গা,তবে যদি সাথে কিছু ফ্রুট নিয়ে যেতেন আরো ভাল হতো যেমন কলা আপেল বানর আর হরিণ গুলো অনেক আশা নিয়ে আপনাদের কাছে আসছিল অল্প খাবারের জন্যে,হরিণে আমলকী অনেক পছন্দ করে।যাক ধন্যবাদ আপনাকে

  • @fahrukhakash1323
    @fahrukhakash1323 2 года назад +1

    ফারুক ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমিও মনে প্রানে চাই আমাদের জেলার নাম বিক্রমপুর হওয়াই উচিত,এতো প্রাচিন ঐতিহ্যবাহী একটা নাম অথচ একমাত্র টংগিবাড়ি তে বিক্রমপুর কলেজ বাদে অন্য কোথাও বিক্রমপুর লেখা টা খুজে পাওয়া যায় না, যা খুবই কষ্ট কর।

    • @AdventureTube21
      @AdventureTube21  2 года назад

      আমাদের সবাইকে এ নিয়ে চেষ্টা করতে হবে। তাহলেই মুন্সিগনজ বদলে বিক্রমপুর করা যাবে। ধন্যবাদ ভাই।

  • @m.dhumayunkabir8627
    @m.dhumayunkabir8627 5 лет назад +1

    আসসালামুআলাইকুম ভাই। আমেরিকায় যাওয়ার আগমুহূর্ত আপনি এত সুন্দর একটা ভিডিও দেখালেন, কিভাবে যে আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাই ভাষায় প্রকাশ করতে পারবনা। তবে এই ধন্যবাদ শুধু আপনার জন্য না অপি ভাই ও ধন্যবাদ পাওয়ার অধিকারী। অপি ভাই খুব ভাল মানুষ। উনার বৌদলতে এত সুন্দর ভিডিওটি দেখতে পেলাম। খুব ভাল থাকবেন অপি ভাই। আমি যখন ভিডিওটি দেখছি তখন আপনি আমেরিকার উদ্দ্যেশে বিমানে অবস্হান করছেন। এই ভিডিও টি দেখে একটি গান মনে পরল "ধনে ধান্যে পুস্পে ভরা আমাদেরই বসুন্ধরা " বনের ভিতর বানর, বন্যে হরিণ কি সুন্দর। মাশাআল্লাহ। বনের ভিতর পিকনিক সবাই করে, কিন্তু বন এবং সমুদ্র এর ভিতর পিকনিক সে যে কি মজার তা দেখেই বুঝা যাচ্ছে। সবাইকে ধন্যবাদ। ভাল থাকবেন এবং নিরাপদে আমেরিকা পৌছাবেন এই দোয়া করি।

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад +1

      ওয়ালাইকুম আসসালাম ভাই। মজার কথা হল ওই গানটি আমি ভিডিও তে দিয়েছিলাম। copyright issue'র কারণে মুছে ফেলতে হয়েছে। অনেক ভালো থাকবেন ভাই। আমাদের জন্য ও দোয়া করবেন।

  • @mdhasanshah769
    @mdhasanshah769 5 лет назад +3

    আনকেল প্রথমে ঈদ মোবারক
    অনেক অনেক ভাল লাগল আনকেল। আনকেল আপনি হরিণ আর বানর এর সাথে কথা বললেন অনেক অনেক ভাল লাগছে। ঈদ এর দিন এত সুন্দর একটা ভিডিও দেখে মনটা ভরে গেল আনকেল। I am Enjoying full video.
    ♥♥♥♥
    আর আনকেল নৌকাতে পিকনিক এটা Unique cilo.... khb vlo lagche uncle... ♥

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад +1

      MD Hasan Shah ঈদ মোবারক আংকেল। অনেক ধন্যবাদ।

    • @mdhasanshah769
      @mdhasanshah769 5 лет назад +1

      @@AdventureTube21 ♥♥♥ uncle ♥♥♥