SHONO KONO EKDIN II MIFTAH ZAMAN II SEYLON MUSIC LOUNGE

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 1 тыс.

  • @explorershibaji
    @explorershibaji 4 года назад +309

    অনবদ্য! বাংলাদেশ গেলে আপনার সাথে দেখা না করে ফিরব না। অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন।

    • @tarpanbiswas4656
      @tarpanbiswas4656 2 года назад +7

      সেই ভিডিওর জন্য অপেক্ষা করব

    • @TravellerArghya
      @TravellerArghya 2 года назад +11

      শিবাজীদা আমাকেও সাথে নিয়ে যেও। আমি আপনার ও ওনার খুব বড় ফ্যান।

    • @Monojitdas-wp3qd
      @Monojitdas-wp3qd 2 года назад +12

      সাথে পার্থ বড়ুয়া বাবুর দর্শন নেবেন। ভারি গুনী মানুষ। অনুষ্ঠানটি গুণে মানে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ।

    • @rajibdas4102
      @rajibdas4102 2 года назад +3

      Sotti opurbo!!

    • @arifhossen4911
      @arifhossen4911 2 года назад +2

      @@shikhaalamgir77 u

  • @niloyhasanxyz
    @niloyhasanxyz 3 года назад +32

    কী গেয়েছেন দাদা। ভাষায় প্রকাশ করার মত নয়। আপনার সত্যি তুলনা হয় না।
    ছিঁটকে অসম্ভব এক ঘোরের মধ্যে ফেলে
    দিলেন। তিন বছর পূর্বের রাস্তায় এখন আমি দাঁড়িয়ে। আমার সেই চির-চেনা লক্ষ বার দেখা সাইনবোর্ড স্বচৌক্ষে।
    যাই একটু ধুলাবালি মুছে আসি।

  • @mohammadlukman8225
    @mohammadlukman8225 4 года назад +98

    বেলক্যানিতে বসে সিলনের চায়ের সাথে
    এমন মন মুগ্ধকর গান শুনলে 😊
    পৃথিবীতে আর কিছু লাগে না 💚
    ধন্যবাদ সিলনকে
    আর ধন্যবাদ পার্থ বড়ুয়া স্যারকে
    এতো সুন্দর মিউজিকের রিয়েরেজমেন্ট করার জন্য
    😍

  • @kalnakalna-zs6dk
    @kalnakalna-zs6dk 5 месяцев назад +9

    মিফতা জামন দাদাকে অসংখ্য ধন্যবাদ। আমি ভারত থেকে। অসম্ভব ভালো লাগে, আপনার গানগুলি।

  • @ishtiaqemon4152
    @ishtiaqemon4152 4 года назад +13

    আবার মিফতাহ্‌, আবারও হারানো গানের মনের মত উপস্থাপনা।

  • @bangladesh52
    @bangladesh52 4 года назад +54

    "বাহ ' একটা শব্দ প্রথমেই বের হল । আর ভাবলাম এই গান টা হাজার বার শুনবো যখনই রিলাক্স করতে মন চাবে ।

  • @syedfazlurrahaman7071
    @syedfazlurrahaman7071 4 года назад +31

    মিফতাহ ভাই, বহুদিন আপনার গান শুনতে চাইছিলাম। কি বলে যে প্রশংসা করবো জানিনা। অসাধারণ । ভীষণ জনপ্রিয় কোনো গান অন্য কোনো শিল্পীর গলায় শুনে ভালো লাগা, আর ভালো লাগানো, দুটোই খুব কঠিন কাজ। আর আপনারা, সিলন মিউজিক লাউঞ্জ থেকে সবাই সেই অসাধ্য সাধন করে চলেছেন। কি অসাধারণ মিউজিক arrangement, top class musicians, আর আপনার গানে কি যে সাবলীলতা! কি করে পারেন ভাই!!!!??? ওই যে হ্যামেলিনের বাঁশিওয়ালা, আপনি কি অপর্থিব মানুষ? কি করে বাজান এমন সুর? পার্থ দা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এমন শিল্পী, আর musicians খুঁজে বের করার জন্যে। একদিন সবাইকে পরিচয় করিয়ে দিন পার্থ দা, সবার নাম জানতে ইচ্ছে করছে। যাতে করে নামে নামে শুভেচ্ছা জানতে পারি। আর প্লিজ, বেশি বেশি গান শোনান, কত দিন পরে একটা নতুন গান দিলেন। রোজ রোজ খুঁজি আপনাদের কে।

    • @sayanikar7767
      @sayanikar7767 3 года назад +2

      Thik dada ...Khub sundor sabar presentation ❤️ mon pran juriye jay❤️❤️❤️❤️

    • @shampa0305
      @shampa0305 3 года назад +2

      আমারও অনেকদিন ইচ্ছে ছিল এই কথাটা বলার। সমস্ত মিউজিশিয়ানদের সাথে পরিচিত হতে চাই আমরা।

  • @chandanlahiri7648
    @chandanlahiri7648 3 года назад +2

    আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় গীত এই গানটি অপূর্ব। কোন প্রশঙষাই যথেষ্ট নয়। এই গানটি শুনতে শুনতে মনে হোল এইসব গানের কথা,সুর ও তার পরিবেশনা কীভাবে সম্ভব হয়েছিল ! এত সুন্দর ও সুরের সাথে এতো সামঞ্জস্যপূর্ণ যন্ত্রানুষঙ্গ কীভাবে কীভাবে রচিত
    হয়েছিল! ভাবলেই অবাক হতে হয়।

  • @bidyut-bitansarkar6558
    @bidyut-bitansarkar6558 4 года назад +15

    বাহঃ, দারুন লাগল, বাংলাকে তোমরাই ভালোবাসার অধিকার রাখ। জয়তু।

  • @rabeyasultananupur6971
    @rabeyasultananupur6971 4 года назад +8

    মিতফাহ জামানের গলায় জাদু আছে।মিউজিক অ্যারেঞ্জমেন্ট তো বরাবরের মতই অসাধারণ।
    ধন্যবাদ সিলন।

  • @anitabiswas6954
    @anitabiswas6954 4 года назад +126

    অসাধারণ ❤️❤️ এই প্রথম হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া গান অন্য কোন কন্ঠে মন ছুঁয়ে গেল 🤩🤩 অসাধারণ ❤️💚 মিউজিসিয়ান রাও অনবদ্য তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন টি অসম্ভব সুন্দর 👍👍☺️ w.b

    • @itech2918
      @itech2918 4 года назад +4

      এটা প্রথম না।আগে আসিফও গেয়েছে।সেটাও অসাধারন ছিল।

    • @anitabiswas6954
      @anitabiswas6954 4 года назад +3

      @@itech2918 তাই,,,ঐ গান টা আমার শোনা হয় নি 😊😊

    • @tuhinmandal5966
      @tuhinmandal5966 4 года назад +1

      @@itech2918 সিলন মিউজিকে এর আগে তো মনে হয় শুধু বাপ্পা মজুমদার গেয়েছেন হেমন্ত বাবুর গান । আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা

    • @ashishkumarsengupta7899
      @ashishkumarsengupta7899 3 года назад +3

      Simply EXCELLENT Presentation

    • @adoydas7289
      @adoydas7289 3 года назад +1

      Wow

  • @shreyachatterjee6321
    @shreyachatterjee6321 2 года назад +27

    ভীষণ সুন্দর, আমি প্রতিদিন শুনি,মন ছুঁয়ে যায়। ভারত থেকে শুভেচ্ছা পাঠালাম। 🌼

    • @Khalid-fm9jg
      @Khalid-fm9jg 2 года назад

      Amio shuni..

    • @RupaPal-jo4zy
      @RupaPal-jo4zy 2 года назад

      ও! উনি বাংলাদেশের গায়ক বুঝি!? আমি জানতাম না। কি সুন্দর গলা! ভারত থেকে ভালোবাসা আর ধন্যবাদ🙂🙂🙏🙏

    • @sarwarhossain8065
      @sarwarhossain8065 2 года назад

      Shreya chatarjee Thanks for a wonderful appreciation

    • @Kumarrbhai2377
      @Kumarrbhai2377 2 года назад

      আমিও ❤️❤️🌷🌿⚘️⚘️🌿⚘️🌿

  • @BiswanathDebnath
    @BiswanathDebnath 4 года назад +49

    Good, well sung. Did not know Hemanta Mukherjee's songs are popular in Bangladesh. When I visited Bangladesh first in 2001, I stayed in Gulshan-1, Dhaka and asked to buy a CD of Hemanta Babu's songs at a music shop in Gulshan Market for killing boredom during the weekend. The shop owner blandly told me that Indian songs were not popular there and CDs thereof were not available. I realize that this was a lie. Good to see that the young people of Bangladesh are carrying on with the golden tradition of Bangla aadhunic songs. New Delhi, IN.

    • @foysalhossain6131
      @foysalhossain6131 3 года назад +7

      Yes,that was a great lie..You know what,its real that young generation from Gulshan actually don't listen Bangla songs..seta hok Bangladeshi or Indian bangla..

    • @asad-uddwla7138
      @asad-uddwla7138 2 года назад +2

      Dada we Bangladeshi like all Adhunic song. Hemonto Mukherjee also popular in Bangladesh all Time. New market & Dhanmondi right place for CD & song .

    • @BiswanathDebnath
      @BiswanathDebnath 2 года назад

      @@asad-uddwla7138 Thank you.

    • @mobarakhossain3764
      @mobarakhossain3764 2 года назад +1

      Dear Sir,
      Who is that stupid. Pls tell me.
      In my home my collection more than 1000 songs of Hemanta. Min 2k of Manna, and many.
      I feel angry with that nonesense.
      Thanks

    • @BiswanathDebnath
      @BiswanathDebnath 2 года назад

      @@mobarakhossain3764 Thank you, I wish I knew the name. I am talking about 2001 July. Gulshan-1 was not a crowded place back then. New buildings were coming up. There were many small shops in the Gulshan-1 market - mostly phone call shops. There were 2-3 music video/CD shops. That is all I remember.

  • @FarhanaJesmin-oc4wv
    @FarhanaJesmin-oc4wv 8 месяцев назад +1

    খুব সুন্দর। আমি মুগ্ধ। আমাদের এতো সুন্দর কন্ঠের শিল্পী আছে বিশ্বাস হচ্ছে না। আলহামদুলিল্লাহ।

  • @ahmedtanjil3648
    @ahmedtanjil3648 4 года назад +282

    লিরিকঃ
    শোনো, কোন একদিন
    আকাশ, বাতাস জুড়ে রিমঝিম বরষায়
    দেখি, তোমার চুলের মত মেঘ সব ছড়ানো
    চাঁদের মুখের পাশে জড়ানো
    মন হারালো, হারালো, মন হারালো
    মন হারালো, হারালো, মন হারালো
    মন হারালো, হারালো, মন হারালো
    মন হারালো, হারালো, মন হারালো
    সেইদিন
    শোনো, কোন একদিন
    আকাশ, বাতাস জুড়ে রিমঝিম বরষায়
    দেখি, তোমার চুলের মত মেঘ সব ছড়ানো
    চাঁদের মুখের পাশে জড়ানো
    মন হারালো, হারালো, মন হারালো
    মন হারালো, হারালো, মন হারালো
    মন হারালো, হারালো, মন হারালো
    মন হারালো, হারালো, মন হারালো
    সেইদিন
    আরো একদিন
    তামসী তমস্বিনী রাত্রি
    ঘুম ঘুম, নিঝঝুম-
    জীবন পথের সব যাত্রি
    আমি একেলা
    চলেছি নিরুদ্দেশ যাত্রি
    রাতজাগা একপাখি
    শুনি জীবনজয়ের গীতগাত্রি
    মনে হল মোর দুখরাতে
    যেমন করে ভোলাতে
    মন হারালো, হারালো, মন হারালো
    মন হারালো, হারালো, মন হারালো
    মন হারালো, হারালো, মন হারালো
    মন হারালো, হারালো, মন হারালো
    সেইদিন
    আরও একদিন
    আমার খাঁচার পাখি চন্দনা
    গীতহীনা, আনমনা,
    কি যে ভাবে বসে তা জানি না।
    সন্ধ্যাবেলায়
    হঠাৎ ঘরেতে ফিরে দেখি
    উড়ে গেছে, চলে গেছে
    আমার খাঁচার পাখি চন্দনা
    মনে হল মোরে পিছে ফেলে
    যেদিন তুমি চলে গেলে
    মন হারালো, হারালো, মন হারালো
    মন হারালো, হারালো, মন হারালো
    মন হারালো, হারালো, মন হারালো
    মন হারালো, হারালো, মন হারালো
    সেইদিন
    শোনো, কোন একদিন
    আকাশ, বাতাস জুড়ে রিমঝিম বরষায়
    দেখি, তোমার চুলের মত মেঘ সব ছড়ানো
    চাঁদের মুখের পাশে জড়ানো
    মন হারালো, হারালো, মন হারালো
    মন হারালো, হারালো, মন হারালো
    মন হারালো, হারালো, মন হারালো
    মন হারালো, হারালো, মন হারালো
    সেইদিন

  • @ThePowerfulMonk
    @ThePowerfulMonk 3 года назад +5

    অসাধারণ অনবদ্য দুর্ধর্ষ মায়াবী!!!!!!
    আমার দুপুর কে শ্রেষ্ঠ বানিয়ে দিলেন স্যার।
    হেমন্ত বাবুর ব্যাপারটা সম্পূর্ণ আলাদা ওনার সাথে মেলানো টা ধৃষ্টতা,তবুও আপনি আপনার সেরা।

  • @amitdas2391
    @amitdas2391 4 года назад +6

    মিফতাহ্ জামানের গাওয়া গানগুলো বেশ ভালো । গলাও ভালো, গানের পছন্দগুলোও বেশ ভালো । চালিয়ে যান । আমরাও পুরনো দিনের অনেক ভালো ভালো গান নতুন করে শুনতে চাই ।

  • @shamemaahmed1226
    @shamemaahmed1226 4 года назад +31

    আসাধাণ,ছোট বেলার কথা মনে পরছে,আব্বা টেপরেকর্ডে গান গুলি ছেড়ে দিত,আর আমি নাচতাম। 😊

  • @subhajitchowdhury2365
    @subhajitchowdhury2365 4 года назад +3

    Sotti Mon harie gelo..sotti Miftaho da darun......khub sundor..ar Shelon tea apnader oshinkho dhonnobad...partho da ... thanks..

  • @Modhumita_Kundu
    @Modhumita_Kundu 3 года назад +2

    ব্যস্তময় জীবনে একটু মুক্তির আস্বাদ পেতে হলে এই গানটিই যথেষ্ট।।
    অসাধারণ কণ্ঠ।।"সত্যিই মন হারালো... "

  • @pinakisarkar2902
    @pinakisarkar2902 4 года назад +3

    অসাধারণ। কিন্ত এমন গান গুলি চাই যেগুলো এই সময়ের শিল্পীরা গায় নি।বিশেষ করে শ্যামল মিত্রের গানগুলি।

  • @pushpitaroy7700
    @pushpitaroy7700 4 года назад +46

    মিফতাহ্ ভাই..... পুরোনো প্রিয় গানটা নতুন করে শোনার সময় এসে গেছে।
    তবে বাঁশিতে সেই দিদিটাকে মিস করছি🙁❤

    • @tusharsubhramallik3929
      @tusharsubhramallik3929 4 года назад +4

      absolutely... oi didi tar smile 6ara music ta to শ্রুতিমধুর hoy but video ta দৃষ্টিনন্দন hoy na...

    • @newtrend17
      @newtrend17 4 года назад +7

      Tushar,,আপনার টাইপকৃত লেখার ষ্টাইল দেখে হারিয়ে গেলাম। আমারে ভাই এখন বাসায় যাওয়ার রাস্তা খুজ্জা বাইর কইরা দেইন।

    • @tusharsubhramallik3929
      @tusharsubhramallik3929 4 года назад +5

      @@newtrend17 are dada ami to Bangladesh ar rasta ghat jani na... but oi বাঁশি দিদি ke khub valo lage... বাঁশি বাজানোর সময়__ r jokjon হাঁসি মুখে camera ar dike তাকায়... 'হাসি'... ke 'হাঁসি' bole6i bole aabar ki6u bolo na...

    • @asaduzzamanazad118
      @asaduzzamanazad118 4 года назад +2

      @@newtrend17 😁😁😁😁

    • @tapankumarmallik8604
      @tapankumarmallik8604 4 года назад +2

      absolutely...

  • @arjumukta706
    @arjumukta706 4 года назад +3

    গানটা বারবার শুনলেও একটু ও ক্লান্ত লাগছে না। বরং কানের পাশে সুরটা বেজেই চলেছে। অসাধারণ। চমৎকার।

  • @sanmoybanerjee32
    @sanmoybanerjee32 4 года назад +197

    কত দিন বাদে এলেন । এতদিন উপবাসী রাখলে ভাল লাগে ! অসাধারন as usual ।

  • @mazharmilon3181
    @mazharmilon3181 4 года назад +9

    বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং গোছানো টিভি শো

  • @santanughosh9494
    @santanughosh9494 4 года назад +6

    আহা....... দুর্দান্ত গায়কি........ আরো আরো আরো অনেক শুনতে চাই..........

  • @hemantajana1814
    @hemantajana1814 4 года назад +17

    আমার খুব পছন্দের একটা গান। এইরকম গান উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।❤️

  • @anupamroy8266
    @anupamroy8266 3 года назад +2

    যতবার শুনি মুগ্ধ হয়ে যাই । এত ভালো music arrangement... আমার তো মনে হয় স্বয়ং সলিল চৌধুরী শুনলেও খুশি হতেন । আর যিনি গানটা গেয়েছেন তিনিও খুব ভালো ও নিজের মতো করে গেয়েছেন যা ওই arrangement কে সম্পূর্ণ ভাবে justify করেছে ।👍🏻🙏🏻

  • @s.ghoshentertainment6566
    @s.ghoshentertainment6566 4 года назад +20

    👏✊👍অসাধারণ। এমন গান ই শুনতে ইচ্ছা করছিল এই মুহূর্তে।

  • @mirzahossain7780
    @mirzahossain7780 4 года назад +1

    প্রাণ জুরিয়ে গেল. মিফাত খুব সুন্দর করে হেমন্তর গাওয়া গানখানি গাইলো.আমার প্রিয় এক খানি গান.মনটা হারিয়ে গেল .........

  • @dwaipidwaipi8621
    @dwaipidwaipi8621 4 года назад +50

    So many shades and ups and downs are there in a composition of legendary Salil Chowdhury....and you touched those notes so brilliantly.
    Love from Kolkata.

    • @Nurulislam-wy6tt
      @Nurulislam-wy6tt 3 года назад +1

      Q

    • @tapasdey4299
      @tapasdey4299 2 года назад +1

      Then you must watch seylon tea program, you will see most of them are talented ❤️

  • @dipmondal7583
    @dipmondal7583 4 года назад +2

    Gan ta sune mon harabei...thank u seylon arakm purano song glo recreate krar jnno..❤️❤️

  • @rumamehta4389
    @rumamehta4389 4 года назад +6

    Jai ho Salil da a 1000 🙏 to you. Very difficult song sung very smoothly by Mr Mifah ji. 👍

  • @moujhuride9854
    @moujhuride9854 2 года назад +2

    আপনার কণ্ঠস্বর ঈশ্বর প্রদত্ত। যখনই আপনার গানগুলো শুনি এক সুন্দর মায়াবী আবেশ চারিদিকে ছড়িয়ে পড়ে। আমি কলকাতায় থাকি। যদি কোনোদিন বাংলাদেশ যাই আপনার সঙ্গে দেখা করার ইচ্ছা রইল। ভালো থাকবেন। অনেক শুভেচ্ছা রইলো🙏😍

  • @ayaanrahman14
    @ayaanrahman14 4 года назад +5

    অসাধারণ গেয়েছেন মিফতাহ ভাই।
    পুরানো গান নতুন ছন্দে, অনেক দিন পর। বাঁশিওয়ালী মেয়েটাকে মিস করলাম। 💕💕

  • @anikchakraborty5819
    @anikchakraborty5819 3 года назад +1

    সমস্ত পুরোন দিনের হেমন্তবাবুর গান শোনার অপেক্ষায় বসে আছি মিফতাহ ভাইটি

  • @istiaquekhan263
    @istiaquekhan263 4 года назад +11

    Welldone Miftah! My dad used to enjoy this song many decades back ,, now I am listening you..Shabash

  • @AlAmin-nu1gm
    @AlAmin-nu1gm 2 года назад +1

    At first janlam ai singer ke....!!
    10/12 ta song sunlam !!
    Ak kothay famous singer der thekeo valo laglo tar song gulo....!!
    Standard !!!

  • @debashischatterjee9921
    @debashischatterjee9921 2 года назад +8

    ভারত থেকে বলছি ❤️দারুন লাগলো আপনার কন্ঠে এই গানটা🌷শুভেচ্ছা রইল

  • @nirmoysarkar1866
    @nirmoysarkar1866 3 года назад +1

    মিথাব ভাইয়ের হাসির সাথে গান পরিবেশন মুগ্ধ করে সাথে মিউজিশিয়ানরা সত্যি অসাধারণ। সেলন মিউজিককে ধন্যবাদ। আগামীদিনে আরো ভালো গানের প্রতীক্ষায়,রইলাম। 💚

  • @erd9566
    @erd9566 4 года назад +13

    অসাধারণ ।অনন্য প্রয়াস।Thanks.from Eti Roy Dewan.kolkata.

  • @sarbanighatak7416
    @sarbanighatak7416 4 года назад +1

    Seylon Tea just asadharon. Speechless. Mon ke valo korar ebong valo rakhar ek institution holo Seylon Tea. Joto balbo setai kom hobe . Ei vabei egea cholun anek path. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🏻

  • @ananyanayak67
    @ananyanayak67 3 года назад +8

    আমি একজন নার্সিং ছাত্রী 👩‍⚕️। আর এই সুন্দর গান গুলো হল আমার মাঝরাত্রে পড়াশোনার একমাত্র সঙ্গী 🤝🤗। এত সুন্দর গান উপহার দেওয়ার জন্য ধন্যবাদ 😊❤️

  • @skmehedihsarkar936
    @skmehedihsarkar936 2 года назад +1

    হেমন্ত মুখোপাধ্যায়ের সেই ভরাট সুন্দর কণ্ঠ এভাবে ফিরিয়ে আনা চাট্টিখানি কথা নয়। অসাধারণ।

  • @pujasengupta9909
    @pujasengupta9909 4 года назад +3

    অনেকদিন ধরে উপবাস করে ছিলাম।আজ অনেকদিন পরে আবার খেলাম মানে saylon music শুনলাম খুব ভালো লাগলো।অনেক ❤️❤️❤️ রইলো।

  • @kobitakar6621
    @kobitakar6621 2 года назад +1

    Asadharan avutapurba, nathing to say, man ke naria dilo, from Kolkata.

  • @yimingsofyiaxuefan4641
    @yimingsofyiaxuefan4641 4 года назад +11

    When people cover old song it doesn't sound nice at all😭
    But YOUR voice SUITE these songs so much and Sound so amazing 😭❤️.

  • @ohid1262
    @ohid1262 4 года назад +1

    First class quality voice .dhore rakhen mifta vai . Ro chai. Mon ta asholey valo hoea gelo

  • @sanjoymukherjee2869
    @sanjoymukherjee2869 4 года назад +8

    daaaruuun geyechen aapni. mone hochhe jeno hamanta mukherjee gaichen
    ~ sanjoy mukherjee from calcutta india.

  • @arunanshuray2948
    @arunanshuray2948 2 года назад +1

    Miftah Zaman bhai daruun geyechen ei gaan ta..Apnar voice is really enchanting,it brings life to the song..Best wishes from India.

  • @ploy8711
    @ploy8711 4 года назад +3

    আমার অন্যতম প্রিয় একটি গান। খুব সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ এটি পরিবেশনা করার জন্য 🙂🙏

  • @zenfarasc
    @zenfarasc 4 года назад

    I didn't understand kichu manush ato shundor voice r gaan ta niye negative kivabe vabte ba bolte pare !! Gaan ta chalate chalate shob comments(451) porlam. Gaan ta age shuni ni, but last month jokhon 1st shunlam I just fell in love with this song !! R Miftah Zaman is the best Bangladeshi singer from my view, ato vorat r vari gola, unar jei gaan e shuni setai valo lege jay. USA te boro hoye amon vabe bangla gaan er preme porbo bujhi nai until I heard his voice and songs. Keep it up Miftah Zaman, you are just The Best. I pray to Almighty he keeps you safe always from everything.

  • @surajitguha2393
    @surajitguha2393 4 года назад +6

    প্রিয় গান ❤️
    শ্রী হেমন্ত মুখোপাধ্যায় ❤️🙏

  • @murolidey442
    @murolidey442 2 года назад +2

    মন ভ'রে গেল ।শিল্পীর জন্য শুভেচ্ছা ও শ্রদ্ধা ।

  • @arnab359
    @arnab359 4 года назад +4

    Asadharon arrangements.....thanks aro gaan sunte chai thanks love from India

  • @biswanathpaul427
    @biswanathpaul427 Год назад +2

    Miftah its an excellent rendition. You brought back my childhood memory. When I was boy of 11years, most probably in 1969 during Durga Puja this number was introduced into market by Gramophone Co. Of India. During that early age we surprised hearing this song. That very thrill is still existing in our memory. Your rendition too given me the same thrill. Thanks Miftah for rendering the voice God. Our evergreen Hemanta Babu. B. PAUL FROM CALCUTTA, INDIA.

  • @jharnadas855
    @jharnadas855 4 года назад +10

    Excellent singing & fantastic musicians.

  • @alpanamishra8063
    @alpanamishra8063 Год назад

    ভীষন প্রিয় শিল্পী মিফতাহ জামান , ভালো থাকবেন ।

  • @suklamajhi9258
    @suklamajhi9258 4 года назад +3

    Sotti mon hariye gelo ....Apurbo voice ❤

  • @PRATAPSOUGATACom
    @PRATAPSOUGATACom 4 года назад +1

    আমি গর্বিত আমি বাঙালি ।
    আমি গর্বিত আমি Ceylon Music er Subscriber.
    আমি ভীষণ ভীষণ ভীষণ আনন্দিত ও আপ্লুত এই উপস্থাপন দেখে

  • @shirsendusaha3882
    @shirsendusaha3882 4 года назад +7

    Nice presentation...my heartiest congrats to all the musicians..specially flute player and keyboard players for rendering string sections like original.

  • @anindyabakshi2010
    @anindyabakshi2010 4 года назад +2

    অপূর্ব হয়েছে.... কি সুন্দর গানের ভাবটা ধরে রাখলেন

  • @sailenmukherjee6818
    @sailenmukherjee6818 4 года назад +4

    A brilliant performer.amazing voice.salute and salute.

  • @manmathaghosh4938
    @manmathaghosh4938 3 года назад

    এমন কয়েকটি হতে গোনা চ্যানেল আছে যারা এত অপূর্ব গান গুলো কে উপস্থাপন করার জন্য,আর আমি বর্তমান প্রজন্মে ছেলে কিন্তু বড্ড ভালোবাসি পুরোনো গান গুলো যে যেমন ছোট গল্পঃ বলতে বোঝায় শেষ হয়েও হলো না শেষ তেমন ই এই গান পুরোনো হয়েও হইল না পুরোনো।❤️

  • @dilipkroy6316
    @dilipkroy6316 4 года назад +5

    One of my favorite song.Thank u Seylon music lounge for the presentation.

  • @riyasamanta3783
    @riyasamanta3783 Месяц назад +1

    এই গান গুলো শুনলে মন ভালো হয়ে যায় ।😊🎼
    গান গুলো বারবার শুনতে ইচ্ছা করে।👌🎼

  • @dr.aninditadutta5349
    @dr.aninditadutta5349 4 года назад +21

    Stunningly beautiful..Was missing you... Please keep posting atleast one piece per month...

  • @galaxyfireprotection2735
    @galaxyfireprotection2735 2 года назад +2

    No word to say .....its so nice song among of all song by our proud great Hamanta Mukhopadya, Its quite strange that how MIFTAH ZAMAN has immersed his self in this wonder full melody & dedicate this song perfectly, Really we should be proud to MIFTAH ZAMAN. and We wish to listen like this so nice & touchy melody in further .

  • @sumanmallick7646
    @sumanmallick7646 4 года назад +4

    খুব সুন্দর গান❤️❤️
    এবং আপনার গলা 👍👍👍

  • @amritamondal6030
    @amritamondal6030 4 года назад

    Aha....ki darun Voice....onk Sundor...Mon valo hoye gelo..aha...darun gayechen ...😍😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @senamit202
    @senamit202 3 года назад +3

    I listen to the Seylon Music Lounge songs very regularly. All the singers are excellent. So is the orchestra. They have added a new flavour to the old bengali hits.
    I wonder what Seylon means..

  • @deepasahu-ln3yq
    @deepasahu-ln3yq Год назад +1

    আপনার গান এত ভালো লাগে যে বারবার শুনেও আশ মেটে না। পুরানো দিনের আরো আরো গান শোনার অপেক্ষায় থাকলাম।

  • @surajitmukherjee6970
    @surajitmukherjee6970 4 года назад +7

    Magic moments of Seylon Music Lounge, bravo.

  • @ziaushshams8840
    @ziaushshams8840 3 года назад

    mifta osadharon geyechen ei kothin surer ganti obolilakrome. o aamar favourite gayok. bangladesher Frank Sinatra bolle hoyto otironjon hobe na. Please take care and continue to offer us a splendid time. Kudos to Partho. He is an amazing maker. God bless him always.

  • @GhoshCompany
    @GhoshCompany 4 года назад +6

    Miftah has done a superb job. We heard the original and many other versions of this popular Bengali number. But this version is just mind-blowing. Very good job team Seylon once again.

    • @sanjoydutta6386
      @sanjoydutta6386 2 года назад

      Great rending.But you cannot beat Hemanta Mukhopadhyay.No way Sir.Nobody will back your statement.

  • @babunandi2572
    @babunandi2572 2 года назад

    সত্যি ই অপূর্ব, এক দম ই নিখুঁত সুর + মিউজিক। যা কিনা কান, নজর, হৃদয়💜❤️ এক সুতোয় বাধা পরে যায়।

  • @shumaiyaferdaus5620
    @shumaiyaferdaus5620 4 года назад +5

    You have got a knack for suppressing stress for a while through delivering your unique style singing.
    Stick at it.
    All the very best

  • @ritasen6662
    @ritasen6662 2 года назад +1

    Aami roj aapnar sob ganguli my mix a suni khub bhalo lage.

  • @HHM702
    @HHM702 4 года назад +3

    Just অসাধারণ!

  • @anisulislam7701
    @anisulislam7701 4 года назад +2

    অসাধারণ.....
    এরকম গান গুলো শোনলে মন এমনিতেই হারিয়ে যাই।

    • @badboy-mu3xn
      @badboy-mu3xn 4 года назад

      Same to you

    • @anisulislam7701
      @anisulislam7701 4 года назад

      হাহাহা
      আসলে কথায় আছে না old is gold, আমিত খোজে খোজে পুরাতন গান গুলাই শোনি, আর আপনি?

  • @antarakundu3599
    @antarakundu3599 4 года назад +7

    Just become hypnotized after hearing you❤,sooo soothing voice.Fall in love after hearing you💝😍

  • @chandanlahiri7648
    @chandanlahiri7648 4 года назад +1

    গানটা দারুন হয়েছে। সব কিছুই দারুন। সিলোন টির গানের প্রতিটি উপস্থাপনা খুব ভালো।

  • @debashisghosh8718
    @debashisghosh8718 3 года назад +3

    অসাধারণ গেয়েছেন❗👍

  • @ranganmajumder8013
    @ranganmajumder8013 4 года назад +1

    আমি জামান সাহেবের admirer। কিন্তু ওনার অসাধারণ লেভেলের কথা ভাবলে, এই গান টা কেন যেন জমলো না। কারন জানা নেই। ভালো গান সোজা বুকে এসে হিট করে, মনটা এলোমেলো করে দেয়, এটা ঠিক হলো না। Boss এর পরের গানের অপেক্ষায় রইলাম।

  • @tanjinaahmed3817
    @tanjinaahmed3817 4 года назад +3

    Fabulous....I am spellbound!!!

  • @zahrahcrafts4250
    @zahrahcrafts4250 4 года назад +1

    আপনার কন্ঠটা অনেক সুন্দর,আমার খুব ভালো লাগে,আপনার কন্ঠে নাম রেখেছি বনলতা গানটা আমার খুব প্রিয়,কতবার যে শুনেছি বলতে পারবোনা...Seylon Tea আপনাদের ধন্যবাদ এত সুন্দর এত পরিছন্ন অনুষ্টান আয়োজন করার জন্য,ধন্যবাদ মিফতা জামান আপনাকেও....

  • @bhaswatighosh7168
    @bhaswatighosh7168 4 года назад +3

    অসাধারণ🌷👌

  • @bansariroy511
    @bansariroy511 3 года назад

    মন ছুঁয়ে গেল! হেমন্তের এই সব গান প্রথম এত্তো ভালো লাগলো!

  • @supornaroysoma9377
    @supornaroysoma9377 4 года назад +3

    আহা!! সত্যিই মন হারালো!!💖🌹

    • @basudebsona3556
      @basudebsona3556 4 года назад

      👍

    • @belayethossen1211
      @belayethossen1211 4 года назад

      কোথায় হারালো আপনার মন???

    • @basudebsona3556
      @basudebsona3556 4 года назад +1

      জানিনা কিন্তু হারিয়ে গেছে

    • @newtrend17
      @newtrend17 4 года назад

      চলুন গিয়ে খুজে আনি।

    • @arahaman5099
      @arahaman5099 4 года назад

      Mon sotti harye galo

  • @-----6464
    @-----6464 2 года назад

    দারুণ ....এত সুন্দর যে প্রশংসার কোন ভাষাই খুঁজে পাচ্ছি না

  • @sarafwamia9065
    @sarafwamia9065 4 года назад +10

    Another masterpiece 😘😘😘

  • @sandipchakraborty2686
    @sandipchakraborty2686 3 года назад

    Jemon gan se rakam music combinetion just fatafati . Khub bhalo laglo

  • @kaziehteasam4693
    @kaziehteasam4693 4 года назад +3

    Unique Voice........ ❤❤❤❤❤❤

  • @kiranmaymaiti4799
    @kiranmaymaiti4799 4 года назад +1

    Khub valo laglo. Puro mon jariye gelo

  • @satadipagiri3207
    @satadipagiri3207 3 года назад +3

    "এই পথ যদি না শেষ হয় "সপ্তপদী গানটি এই কণ্ঠে শুনতে চাই।

  • @apurbasaha118
    @apurbasaha118 2 года назад

    মাঝে মাঝেই Miftah jaman ভাইয়ের গান গুলো শুনি মনটা ভরে যায়। আরো নতুন নতুন গান শুনতে চাই। কোলকাতা থেকে regular youtube আপনার গান শুনি।

  • @ummesalmaakter8811
    @ummesalmaakter8811 4 года назад +9

    How can anyone dislike this song? I couldn't understand that.

  • @devshankarghosh2796
    @devshankarghosh2796 Год назад +1

    What a singer. Nostalgia returns whenever I listen him. I swear not a single person can perform like him in kolkata.

  • @aryaatm
    @aryaatm 4 года назад +5

    can I take a packet of Seylon Tea..Lots of Love from India

  • @lipipaul4530
    @lipipaul4530 3 года назад

    অসাধারণ, মনকে হারিয়ে ফেলার মতো পরিবেশ সৃষ্টি করে ফেলে এই সংগীত ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️👍👍👍