Aha Oi Aaka Baka Je Poth II Miftah Zaman II Seylon Music Lounge
HTML-код
- Опубликовано: 14 дек 2024
- আহা ঐ আঁকা বাঁকা যে পথ
কন্ঠঃ মিফতাহ্ জামান
মূল শিল্পীঃ শ্যামল মিত্র
কথা ও সুরঃ সলিল চৌধুরী
মিউজিক রিঅ্যারেঞ্জমেন্টঃ পার্থ বডুয়া
প্রোডাকশনঃ ফোর্টিনাইন ব্লু
এজেন্সিঃ ক্রিয়েটো
DISCLAIMER - (Disclaimer) The music posted is for promotional purposes only. If you like the music, please support the artists. All rights to published audio, video, graphic, and text materials belong to their respective owners. If you are the author or copyright owner of any of the material used, and you want it to be REMOVED, please mail us at seylont@gmail.com
#seylontea
#seylonmusiclounge
ভেবেছিলাম, সোনালী যুগের এই গানগুলো শুধুমাত্র তখনকার দিনের মানুষরাই গাইতে পারতেন, কিন্তু এই গানগুলো আপনারা (সঙ্গীতশিল্পী ও বাদ্যযন্ত্রী'রা) নতুন করে প্রাণ ফিরিয়ে দিলেন, এক কথায় "অসাধারণ"।
কলকাতা থেকে। এই গানগুলো এতো সুন্দর করে গেয়েছ যে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আমাদের সময়ের গানকে তোমরা এতো ভালবাস! বেঁচে থাকার ইচ্ছা আরও বেশী করে অনুভব করছি।
🌷
আংকেল, আপনারা-ও তো আমাদের গানগুলোকে এত্তো ভালোবাসেন; সেটা আপনাদের গানের reality shows দেখলেই বোঝা যায়।
Uncle, lot of respect from Bangladesh.
Please amon comment korona
একদম ঠিক কথা বলেছেন
উউ
শ্যামল মিত্রের গান গাওয়া সহজ কাজ নয়। "যায় সুদূরে ..." এত চমৎকার ভাবে তুললেন - আহা। অসাধারন হয়েছে।
মিফতাহ জামানের গানগুলো জাষ্ট অসাধারণ,, ক্রিষ্টাল ক্লিয়ার ভয়েস ও গানে পিন পয়েণ্ট একুরেসি। উনার একটা এলবাম হওয়া দরকার।।
Fully agreed👍
Agreed. Asadharon gayoki.
অসাধারণ গান উনি ۔۔۔۔۔
অসাধারণ! কোনও ভাষাতেই প্রকাশ করার ভাষা খুঁজে পাচ্ছি না।
"ধিতাং ধিতাং বলে কে মাদলে তান তোলে" হেমন্ত মুখার্জীর গাওয়া এই গানটি -Miftah ভাই এর কণ্ঠে শোনাবার অনুরোধ রইলো।
akdam...
oi gan ta akta alada feelings create korte pare...
প্রিয় গান, আর মিফতা জামান আমার প্রিয় শিল্পী. সবাই একবার 2:23 থেকে শুনবেন, "... নীড়ে ফিরে গেছে..." বা "নীড় হারায়ে আমি...", পাশাপাশি দু রকম 'র'-য়ের কি অসাধারণ পরিষ্কার উচ্চারণ! সাধু!
Right
Absolutely right
Vai duto ek e r ar uccharon o ek, nir mane basa ba ghar duto nir e ek chilo, onyo nir mane jal but ekhane ek nir use hoyeche, jar mane ghar
@@behindthecamera5298 You misunderstood me. Neerey and Firey, or Neer and Haraye. পর পর দুটো durokom র. Hope it's clear now
@@sandeeproy1327 yes, sorry for my misunderstanding.
শুনতে শুরু করে, শুধুই শুনছি। দক্ষিণ কোরিয়া থেকে। এমন গানগুলো শুনতে শুধু মন চায়। সিলন টি দারুণ কাজ করছে। গায়ক ও মিউজিশিয়ানরা সত্যিই অসাধারণ কাজ করেছেন। প্রবাসে বসে যখন এমন গান পাই, তখন সত্যিই দারুন এক অনুভূতি কাজ করে।
পশ্চিমবঙ্গ থেকে। ভালো লাগল গানটা। এগিয়ে চলুন আরো অনেক গান শোনান।।
সত্যি অপূর্ব অপূর্ব সুন্দর😍💓 হৃদয় স্পর্শ গান। কোলকাতা থেকে, আনন্দের ঢেউয়ে দোল খাচ্ছি।
অসাধারণ সুন্দর। গানটি শুনে মন আনন্দে ভরে ওঠলো। এসব কালজয়ী গান, ভালো তো লাগেই। তবে এই সুন্দর কণ্ঠ, উপস্থাপনা, এককথায় অসাধারণ। অনেক ধন্যবাদ।
মিফতাহ ভাই, মিফতাহ ভাই, মিফতাহ ভাই, মিফতাহ ভাই, মিফতাহ ভাই, মিফতাহ ভাই,
আরো মিফতাহ ভাই লিখতে চাই।
তুমি অনন্য! তুমি অনন্যসাধারণ!তুমি বিপুল বেগে বহমান স্রোতধারা!
আহা কি গাইলে আবারো! শুধু শুনেই গেলাম গানটি! এখন লিখছি, কোথা দিয়ে দুই ঘন্টা চলে গেল!!! তুমি তুমি তুমি, প্রতি দিন একটা করে এমন গান দিবে, আমরা বেশি সময় দিতে পারব না তোমার পরের গানের জন্য। তুমি অনেক ভালো থেকো আর সব কিছু জয় করো।
খুবই ভালো লাগলো ।এই গানটা আমি গাযকের গলাতে সামনে বসে শুনেছি ।।তুলনা করছি না।কিন্তু খুবই ভালো ।।কোলকাতা থেকে ।
গায়ক মানে?
এর বাংলাটা প্রথমে রেকর্ডে গেয়েছিলেন শ্যামল মিত্র। হিন্দী ভারসনটা ( aha rimjhim ke yeh pyare pyare) তালাত মাহমুদের গাওয়া।
ইনি অবশ্য বনহরিণীকে কোনো হরিণী বলে ভুল করলেন। তবে গেয়েছেন ভালোই।
অর্থাৎ আপনি শ্যামল মিত্রের সামনে বসে শুনেছিলেন বলে জানতে ইচ্ছে হয় কবে এবং কোথায় আপনার এই সৌভাগ্য হয়েছিল, যদি জানান কৃতজ্ঞ থাকব। গুয়াহাটিতে ওনার গান শুনতে গিয়েছিলাম ১৯৬৯ সালে, রেলের স্টেডিয়াম ভর্তি লোক, একে একে সবার গান শেষ, কিন্তু শ্যামল মিত্র তো আসছেন না, সবশেষে ভূপেন হাজরিকা এসে জানালেন আগেরদিন রাতে কলকাতায় সাংঘাতিক মোটর গাড়ী দুর্ঘটনার কথা। ১৯৭৬ সালে অবশ্য লামডিং শহরে শ্যামল মিত্রকে দেখার সুযোগ হয়েছিল।
তখন 1972.অথবা 1973 কৃষ্ণনগর নদিয়া । শক্তিনগর ইস্কুল মাঠে এসেছিলেন ।আমরা কিছু বন্ধু মিলে গিয়েছিলাম । সামনে বসে দেখা ও শোনার সুযোগ হযে ছিল
Arun Banerjee # দাদা, বাংলাদেশ থেকে। আপনি খুব ভাগ্যবান যে আমার প্রিয় শিল্পীদের একজন ❤️শ্যামল দার❤️ গান সম্মুখ সারিতে বসে সরাসরি শুনেছেন।
সর্বাবস্থায় ভালো থাকবেন।
@@gaurgautamkar3473 এটা শুনে ভীষণ ভালো লাগলো যে আপনি গানটার একদম সম্মুখ শ্রোতা... তবে গানটার লিরিক্স অনেকভাবে সার্চ করে দেখলাম কোথাও "বন হরিণী" লেখা পেলাম না। সবখানে "কোনো হরিণী" লেখা। যাইহোক, আপনার মতো ভালো গান শোনার মানুষ গুলোর জন্যই আজও এই গান গুলো বেঁচে আছে এবং এখনো সমান ভাবে মন ছুঁয়ে যায়... অসংখ্য ধন্যবাদ...
আরে! শ্যামল মিত্রের এই গানটার জন্য রিকোয়েস্ট রাখতে চেয়েছিলাম।
দারুণ! 😍😍😍😍
এত সুন্দর করে গাইলে কেমন করে প্রিয় মিফতাফ? তোমার সুরের যাদু ছড়িয়েছে আমার মনের মাঝে। ভালবাসা ছাড়া আর কিছুই দেবার নেই।
সিলন কর্তৃপক্ষের কাছে আমার আকুল আবেদন,,,বাংলাদেশের সেই পুরনো দিনের গানগুলো যদি এভাবে আবার নতুন ভাবে আমাদের সামনে উপস্থাপন করতেন🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
অপূর্ব অপূর্ব।বিশেষ করে Miftaf এর আওয়াজ। সঙ্গে যারা বাজনায় রয়েছে। অপূর্ব। নয়াদিল্লি।
শোনার আগেই লাইক বাটন চাপ দিয়েছিলাম 😁জানতাম ভালো লাগবেই।আরও আরও ভালো ভালো গান শোনার আশায় অগ্রিম শুভকামনা।
চালিয়ে যান দারুন প্রানবন্ত প্রচেষ্টা । কার্তিক বাগদী বাঁকুড়া পশ্চিম বঙ্গ
@@karticbagdi7222 আমিও সবসময়ই আগেই লাইক বাটন চাপ দিয়ে তারপর শুনতে থাকি। আমার কাছে অনেক প্রিয় এই গানগুলো
Exactly
আপনার গান শুনলে মন ভরে যায়.... নস্টালজিক গানগুলো এত সুন্দর করে আমাদের সামনে উপস্থাপনা করার জন্য অনেক অনেক ভালোবাসা জানাই।।
কিছুক্ষনের জন্য ছোটবেলায় হারিয়ে গিয়েছিলাম। নিজের অজান্তে কখন যেন চোখটা ভিজে গেল।
আমার মতো কার কার মিফতাহ্ এর গান শুনতে ভালো লাগে? ?
মিফতাহ র গান সবসময়ই সুখ শ্রাব্য, পুরনো দিনের মুক্তো গুলো ওনার গলায় আরো ঝকঝকে হয়ে ওঠে। Seylon Music এই বাংলায় ও দারুণ প্রিয়। Keep it on
Khubkhubsundor
Aisuremonvorejai
কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছিনা,এত সুন্দর এই গান গুলো হয়েছে, কতবার যে শুনছি গুনে শেষ করা যাবে না।
পুরোনা শিল্পীদের গান সবাই গাইতে পারেন না।আপনার গলাটাই যেন ওই ধাচের।
ধন্যবাদ মিফতাহ ভাই
ruclips.net/video/XXhCYYjtChU/видео.html
গানগুলোকে জীবন্ত করার কী অদ্ভুত এক ক্ষমতা নিয়ে জন্মেছেন আপনি❤️
ভালো বলেছেন আপনি।
@@belayethossen1211 ভালোই কইছে
@@iqbalchowdhury6738 b.vbn
Darun geyecho.
🌹🤝
আহা কি সুন্দর কন্ঠ যেমন কন্ঠ তেমনি মিউজিক টিম।এক কথায় অলরাউন্ডার মিফতা্হ জামান ভাই ও ব্যান্ড মিউজিক।
"কফি হাউসের সেই আড্ডাটা" শুধুমাত্র আপনার কণ্ঠেই শুনতে চাই। কারা কারা একমত? লাইক/কমেন্টস দিয়ে জানান।
একদম বস ঠিক বলেছেন.....!!!
@I'm Adrita 1
@@prasantadolai5411 go
@@prasantadolai5411 sßsß
বাপ্পা মজুমদার ভালো হবে
অপূর্ব গেয়েছেন, আহা মন টা জুড়িয়ে গেলো।
This is replication to perfection!!! I haven't heard anybody sing Salil Chowdhury's creations this accurately. Your voice is soft, melodious and delicate like a feather's movement in the breeze. This was tonic to the ears and soul soothing. God bless you.
শোনার আগেই লাইক দিলাম... জানি মিফতাহ জামান আমাদের নিরাশ করেনা....❤❤❤
আহা... প্রিল্যুডটা শুনেই মন ভরে গেল... কোন কথা হবে না... এককথায় অসাধারণ, অনবদ্য পরিবেশনা.... ❤️❤️❤️❤️❤️❤️....
একটা মানুষ কি ভাবে এত মুগ্ধতার সাথে গান পরিবেশন করে। এই গান গুলো আপনার জন্য চিরকাল মানুষের হৃদয়ে থাকবে।❤️❤️❤️❤️
সত্যিই দারুন।
মিফতাহ, অনেকেই এই গানটির জন্য তোমাকে এককভাবে প্রশঙষা করছে। আমি কিন্তু তোমাদের পুরো টিমকে প্রশঙষা করব এই সম্মিলিত প্রচেষ্টার জন্য। তুমি ভালো, না তোমার সহযোগী যন্ত্র শিল্পীরা ভালো, সে বিচার করা কঠিন। কিন্তু দলগতভাবে তোমরা লা-জবাব।ভীষণ ভালো সাঙ্গীতিক নিবেদন। এতো পারফেকশন অচিন্তনীয়। দারুন !
First credit goes to Mr. Partha Barua. 🙏
Miftah Zaman is an asset of the contemporary Bengali music
খুবই সুন্দর উপস্থাপনা ।আরও অনেক গান শোনার অপেক্ষার রইলাম।
মিফতাহ্ জামান ভাইয়া অসাধারণ ছিল,আমি মুগ্ধ।
কি যে বলি ভাষা খুজে পাচ্ছি না ❤️❤️❤️
এপার বাংলার এই মনি মুক্তা সমান, মনখারাপ করা গান গুলো স্মৃতির পাতা থেকে আপনারা যেরকম নতুন করে মনে করাছেন তার জন্য অনেক ধন্যবাদ।
এখন তো চারিদিকে খালি বাদাম বাদাম।
সত্যি পথটা আঁকা বাঁকা সোজা নয় , এই পথেই এইভাবে নিজের গায়কী ঢঙে এগিয়ে যেতে হবে ۔۔۔۔۔۔۔۔সুদূরের দিকে ۔۔۔۔۔
কোলকাতা থেকে, মিফতাহ ভাই কি গাইলেন,মন ভরে গেলো। সেই কোন ছোট্টবেলা থেকে শুনে আসছি। এই বৃদ্ধ বয়সে এসে একই আবেদন গানটির। মিফতাহ ভাইকে অখিলবন্ধু ঘোষের " ঐ যে আকাশের গায়ে " গানটির অনুরোধ রইলো।
এটা কলকাতা থেকে নয়, বাংলাদেশের ঢাকা থেকে হবে।
আমি ও একমত।
@@belayethossen1211 লেখাটা ভুল হয়েছে , মার্জনা চাইছি।
@@bikashrc আমারতো মনে হয় কোলকাতা বা ঢাকা নয় - এটা আমাদের সবার বাংলা। মনটা আমারো ভরে গেল। শুভ কামনা।
অসাধারণ, "চলো রীনা"গানটা আপনার কন্ঠে শোনার অপেক্ষায় রইলাম।
আত্মার সঙ্গে মিশে থাকা গানগুলো কোনরকম সৌন্দর্যহানি না করে এমন চমৎকার গান আপনারা, বড়ো ভালোবাসি শুনতে
jotobar e tomar gaan shuni.....darun bhalo lage
শ্যামল মিত্রের এই গানটি আমি ক্লাশ নাইনে পড়ার সময় শুনতে শুনতে অজান্তেই কখন যে মুখস্থ হয়ে গিয়েছিল। চল্লিশ বছর আগের কথা। 😊
ভীষণ প্রিয় গানটি চমৎকার গাইলেন শিল্পী, চমৎকার তার গলার কারুকাজ।। দোয়া,রইলো গায়ক সহ সকল কুশীলবদের জন্য
দাদা কোলকাতা থেকে বলছি। নিজের ছোট বেলা আবার ফিরে পেলাম এইসব গান শুনে। আরও বেশি করে শুনতে চাই। সেই সঙ্গে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানালাম।
ভাই মিফতা , আমি মিতা বলবো , তুমি অসাধারন , উচ্চস্তরের শিল্পী , কতো সাবলীল ভঙ্গিতে গাও , খুব সুন্দর , গেয়ে যাও , আমরা শুনে যাই , অশান্ত পৃথিবীতে তোমরাই শান্তি দিতে পারো , মান্না দের গাওয়া " কতোদিন দেখিনি তোমায় " গানটা শোনাবে ? আরো বড়ো হও , শুভেচ্ছা রইলো , সন্দীপন ব্যানার্জী , পুরুলিয়া , প: ব , ভারত ,
Selim Music এর এই গানগুলো বারবার শুনি । গানের সম্পুর্ন নিজস্বতা বজায় রেখে আধুনিক প্রযুক্তিতে রেকর্ড করা এই পরিবেশনা গুলো মন ভরিয়ে দেয় । এর অনেকটা কৃতিত্বই পার্থ বড়ুয়া মহাশয় ও শিল্পীর । তবে যন্ত্রশিল্পীরা যথার্থই অনবদ্য না হলে গানগুলো এতটা প্রাণবন্ত হত না ।
এত দিনে যন্ত্রশিল্পীদের সকলকেই ভালোবেসে ফেলেছি । কিন্তু তাদের নাম জানতে পারি নি । যদি অন্ততঃ গানের ডিস্ক্রিপসন বক্সে তাদের নাম লিখে দেওয়া হয়, তবে আমাদেরও ভালো লাগে, তাদের প্রতিও একটু সম্মান জানানো হয় ।
একটু বিবেচনা করবেন । ধন্যবাদ ।
কলকাতা থেকে বলছি অপূর্ব অসাধারণ কেয়া বাত👍👌❤
আপনার কন্ঠে ধারণ করা এই গানটি কতবার শুনেছি তার হিসেব নেই। দুই থেকে আড়াইশো বারের কম নয়। অস্বাভাবিক মনে হচ্ছে হয়তো। ঘন্টার পর ঘন্টা আপনার গাওয়া আহা ওই আঁকাবাঁকা যে পথ যায় সুদূরে ... গানটি শুনেছি। উপস্থাপনে আপনার অভিব্যক্তি,ব্যক্তিত্ব গানের মাধুর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ। আমি সহজে মন খারাপ করে থাকি না। তবু মন খারাপ হলে আপনার কন্ঠের এই গান শুনি। ভালো থাকবেন, শুভকামনা।
এতো অনুভূতি দিয়ে গেয়েছে যে মনকে ছুঁয়ে গেলো , অসাধারণ লাগলো ।
অসাধারণ গেয়েছেন দাদা। বেশ সুন্দর এবং কোমল গান
অতুলনীয়, অসাধারণ। মিফতা জামান ভাই আর পার্থ বড়ুয়া দা চালিয়ে যান।
অপেক্ষায় থাকবো।
সম্ভব হলে মিফতা ভাইয়ের কন্ঠে কিছু রবীন্দ্র সংগীত শোনান।
দুর্দান্ত গেয়েছেন মিফতাহ জামান। খুব ভালো লাগল। আরও এরকম অনেক গান শুনতে চাই।👏👏👏👏👏
Superb 👍 onek suni apnar gaan ..
মিফতাহ ভাইয়ের গলা...আহা...মধু মধু🙏🙏❤️❤️
আপনার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। অসাধারণ গলা। কলকাতা থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
ruclips.net/video/XXhCYYjtChU/видео.html
I will never forget Miftah Jaman. Always I think of his sweet and sound voice. Long live Miftah.
সত্যি ভাষা খুজে পাচ্ছি না কি বলব এককথায় অসাধারণ👌👌👌
অসম্ভব সুন্দর, আমার তো মনে হয় আমি গান গুলো মধুর মত খাচ্ছি। সত্যি সত্যিই অসাধারণ , চমৎকার
আবার একটা !!!! চমৎকার কলকাতা থেকে।।।
আপনি সত্যি অসম্ভব ভালো একজন শিল্পী। এই গানগুলো না আমাদের কাছে "গুপ্তধন"।আপনি তা যথাযোগ্য দাম দিচ্ছে।
এতবার শোনা গানগুলো নতুন করে গাওয়া কিন্তু সহজসাধ্য ব্যাপার নয়,গ্রহণযোগ্যতার প্রশ্ন রয়ে যায়। কিন্তু মিফতা এত সহজ করে গাইলো যে শুধু শুনে নয় নয় দেখেও ভালো লাগলো। আর নিয়ে গেলো আমার সেই ছোটবেলায় যখন প্রথম প্রথম এই গানগুলো শুনে ভালো লেগেছিলো। আরও প্রত্যাশার আশা রাখি।
Wonderful N Rocking Bro ..
Oshadharon Laglo ..👌👍
💫🌟🎸🎤🎵🎼🎶🌟💫
সত্যি এই সব গান যেনো কখনো পুরানো হবে না ।। কি যে মনের খুব কাছের গান একটি।। ধন্যবাদ Seylon Music আর প্রত্যেক শিল্পীকে ❤🙏
Shyamal Mitra would have appreciated your effort.
Fantastic.
From Navi Mumbai.
কি অদ্ভুত সুন্দর কন্ঠ আপনার, যতবার শুনি ততই ভালো লাগে Canadaর Toronto থেকে শুনছি I am so proud of my Bangladeshi singer 👍🇧🇩❤️
গানগুলো ওনার গলায় খুবই সুন্দর ফুটেছে। আরও বেশি বেশি গান শুনতে চাই।
Khub sundar hoyechee...... Tomer gola ta khub sundar...... Kolkata theke.....
গানটি অনেক সুন্দর হয়েছে 👌👌 ♥️♥️
Osadaronn lagllooo 👍❤️ Bangladesh doa royloo ❤️
আমি যদি কোনদিন চলচ্চিত্র বানাই , প্লেব্যাকে অবশ্যই মিফতা জামানকে রাখবো , অসাধারণ স্বরক্ষেপণ।
বাংলা গান এর একসময় একটা কালজয়ী যুগ ছিলো,তৎকালীন সময়কার গীতিকার,সুরকার,সংগীতশিল্পী তাদের আলাদা একটা আকাশচুম্বী রুচিবোধ ছিলো গানগুলো শুনলেই তা বুঝা যায়।
সলিল চৌধুরীর অন্যান্য গানের মত এগানের সুর ও filler music অসাধারণ। এই গানের যন্ত্রশিল্পীদের বাজানো filler music মন ভরিয়ে দিয়েছে।
আমার প্রিয় শিল্পী প্রিয় গান এই গান গুলো শুনতে বার বার ইচ্ছে করে, তবুও মনে ক্লান্তির ছাপ পরে না।এনামুল হক তালুকদার
অনেক ধন্যবাদ সিলন মিউজিক। স্বনাম ধন্য চায়ের মতই সুন্দর এই হারানো দিনের গান গুলো।
খুব সুন্দর। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের ওই মৌসুমী মন শুধু রং বদলায় গানটি শুনতে চাই।
Aha mon vore gelo...... Bhub valo.... From WB 🇮🇳
কি বলবো ❤️ বরাবরের মতই আরেকটা মাস্টারপিস 😍
আমার মত কে কে সিলন মিউজিকের নতুন গান শুনার অপেক্ষায় থাকেন?
আমি 🥰
I am here
Eftak jàman
Eftak jàman
@@arghyabaidya2545 আমি কারোরই অপেক্ষায় থাকিনা, যখন মনে চায় তখনই দেখি
মুগ্ধ হয়ে শুনি। কী অসাধারণ, বাহ্! "সিলন টি" কে 'হ্যাটস অফ'।
Apurbo khub sundor
খুব সুন্দর গেয়েছেন. আদর্শ বাঙালি gola. ভারি মিষ্টি gola. অনেক শুভেচ্ছা রইলো
OMG! My Frank Sinatra is back. Thank you Partho. You are gem of a maker. Mifta is looking smarter, lavisingly attractive with his mind-blowing smile. All because of you. Shamyol Mitra would have become proud of you ( Partha) and Mifta for presenting his classic song in such an musically vibrant but serene ambiance. Better than the original song, it appears. May we request you to present some of our own legendary folk songs, in particular that of Hason Raja and Shah Abdul Karim. I tell you, even in West Bengal they will like it very much as they are liking rather cherishing West Bengal's modern Bengali song classics. You will then become a living legend as a maker and an entertainer.
Aei Gan hazaro bar sunleo mone hoi suna hoine. Aei jonye bole old is gold. Aei sob Gan sunabar jonye seylon music, airtel, Gio company's ke Onek Onek dhanyabad SEI Sathe miftah Zaman. Saheb keo dhanyabad Aei Ganta sunabar jonye. Thankyou bipul Banerjee, Raniganj,west Burdwan, west Bengal.
আহা ঐ আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে।
আহা ঐ আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে।
মন হরিণী করুণ তার তাল তুলেছে
এমন দিনে তুমি মোর কাছে নাই, হায়
স্মৃতিরা যেন জোনাকির ঝিকিমিকি, ঝিকিমিকি।।
ঐ আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে।
আ.. আ… আ… ও… ও… ও…
জীবন বৃন্তের থেকে ঝরে
কত না স্বপ্ন না গেছে মরে।
জীবন বৃন্তের থেকে ঝরে
কত না স্বপ্ন না গেছে মরে।
তবুও পথ চলা কবে যে শেষ হবে জানি না।।
আহা ঐ আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে।
মন হরিণী করুণ তার তাল তুলেছে
এমন দিনে তুমি মোর কাছে নাই, হায়
স্মৃতিরা যেন জোনাকির ঝিকিমিকি, ঝিকিমিকি।।
আ.. আ… আ… ও… ও… ও…
আপন নীড়ে ফিরে গেছে পাখি
নীড় হারায়ে আমি পথে থাকি।
আপন নীড়ে ফিরে গেছে পাখি
নীড় হারায়ে আমি পথে থাকি।
ভাবিয়া এখনো মোরে আকাশে
চেয়ে চেয়ে ভাব কি।।
আহা ঐ আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে।
আহা ঐ আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে।
মন হরিণী করুণ তার তাল তুলেছে
এমন দিনে তুমি মোর কাছে নাই, হায়
স্মৃতিরা যেন জোনাকির ঝিকিমিকি, ঝিকিমিকি।।
আহা ঐ আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে।।
Wow,,,wow
এরা সকলেই প্রতিভাধর। অভিনন্দন রইল কলকাতা থেকে।
ইয়ানগুন থেকে বলছি জামান ভাই আপনার কন্ঠ টা কি দিয়ে সৃষ্টি করা হয়েছে ? আমি জানি না
এতোই চমৎকার .......... অসাধারণ.......
ইয়াঙ্গুনে বাংলা ভাষা বুঝো তোমরা!!?
পুরোনো গানগুলি শিল্পীর কন্ঠে পূর্ন মর্যাদার সঙ্গে উপস্থাপিত হয়েছে।
From kolkata. Durdando gaicho tomra protyeke
Amader ei sob sampad tomra khub bhalo bhabe rokkya korcho hats off Bangla Desh❤❤❤❤
ভালো লাগলো খুব! Keep going Miftah!
বাংলা সঙ্গীত জগতে পাশ্চাত্যের ছোঁয়া লেগেছে অনেকদিন! আমি একজন সঙ্গীতপ্রেমী। অনেকের গান শুনি, কিন্তু এগানটা আমাকে একটু অবাক করে! অনবদ্য উপস্থাপনা।খুব সুন্দর।.......গানটি শুনেও অনেক পরে 'কমেন্ট' করা হল।
Great start to the week with Miftah!! 👍
Oshadharon laglo. Mon juriye gelo😊
গানগুলো নিয়ে একটা এ্যালবাম বের করুন। অসাধারণ কণ্ঠ। ঈশ্বর আপনার কণ্ঠে আরো আরো সুর দিন।
খুব সুন্দর। ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে। ত্রিপুরা রাজ্য থেকে।
আহা ! এ রকম গান শুনলে হৃদয়টা বিগলিত হয়ে যায় ! ❤❤❤
শ্যামল মিত্রের কন্ঠের চাইতে অনেক ভালো লাগচ্ছে, তখন তো এতো আধুনিক বাদ্ধ যন্ত্র ছিলোনা।তবে সত্যই গানের কথা ও সুর মনমুগ্ধ কর।
খুব ভালো গেয়েছেন , সাউন্ড ট্রাকেরও তুলনা নেই
খুব শুনি গানটা।।। নতুন ফ্লেভারে নতুন কারো কণ্ঠে শুনছি বলে মনে হয়না।।।। অসাধারণ।। 🌹🌹
মিফতাহ ভাই, কি অসাধারণ গাইলেন। হৃদয় ছুঁয়ে গেলো গো ভাই
এও কি সম্ভব?? দারুণ লাগলো। সবাইকে ধন্যবাদ।
ভাই সম্বোধন করলাম। আমি আপনাদের থেকে অনেক বয়স্ক। আমাদের স্কুলের/কলেজের দিন গুলো কে মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।
My always feverite seylon music & his team joto ber gan suni mon vore na aro sunte ichaa kore sob rokom oldest song gulo sunte chi sob shilpi r konthe request roilo team Seylon ata valobasa❤❤❤❤❤❤❤ God bless you all team members❤❤❤❤ and his admin