AMI CHEYE CHEYE DEKHI SARADIN II MIFTAH ZAMAN II SEYLON MUSIC LOUNGE

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024
  • স্বপ্নের তুলিতে আঁকা প্রেয়সীর সাথে হঠাৎ বাস্তবে দেখা হওয়ায়-প্রেমিকের অবিশ্বাস-বিস্ময়-মুগ্ধতা মেশানো এক অনুভূতি। প্রেমিকার দৃষ্টির গভীরতা, সাজ-সজ্জার সৃজনশীলতা, অব্যক্ত অনুভূতির নাটকীয়তা প্রেমিক-মনকে চঞ্চল করে। প্রেমিকের আনন্দের উচ্ছ্বাস আর সুরের মূর্ছনা যেন সংক্রমিত হয় প্রকৃতিতেও। এমনই এক প্রেমিকের সারল্যমাখা অনুভূতি-শ্যামল মিত্রের ‘আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন’ গানে।
    আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন
    কন্ঠঃ মিফতাহ্ জামান
    মূল শিল্পীঃ শ্যামল মিত্র
    কথাঃ গৌরীপ্রসন্ন মজুমদার
    সুরঃ শ্যামল মিত্র
    ছায়াছবিঃ দেয়া নেয়া (১৯৬৩)
    মিউজিক রিঅ্যারেঞ্জমেন্টঃ পার্থ বডুয়া
    প্রোডাকশনঃ ফোর্টিনাইন ব্লু
    এজেন্সিঃ ক্রিয়েটো
    DISCLAIMER - (Disclaimer) The music posted is for promotional purposes only. If you like the music, please support the artists. All rights to published audio, video, graphic and text materials belong to their respective owners. If you are the author or copyright owner of any of the material used, and you want it to be REMOVED, please mail us at seylont@gmail.com
    #seylontea
    #seylonmusiclounge
    #AmiCheyeCheyeDekhiSaradin
  • ВидеоклипыВидеоклипы

Комментарии •

  • @montasirrahman7670
    @montasirrahman7670 3 года назад +1254

    আপনাদের রুচি অনেক উন্নত। এখন কার সময় এইসব গানগুলোকে খুজলেও পাওয়া যায় না,,,,, হ্রদয় ছুয়ে যাওয়া সুর,,,, ধন্যবাদ seylon tea কে,,, ❤️

    • @debasisbairagya355
      @debasisbairagya355 3 года назад +22

      Amader ekhane Radio station gulote ar bivinno utsave anusthane sona jaye eisab kaljoi sonar gaan

    • @PGT-777
      @PGT-777 3 года назад +15

      Bhalo gan chilo takku mama

    • @PGT-777
      @PGT-777 3 года назад +5

      K

    • @romanaakter788
      @romanaakter788 3 года назад +7

      মন ছুয়ে গেলো

    • @rumpabanerjee8006
      @rumpabanerjee8006 3 года назад +5

      Ki uu
      Uju
      7 7 k7
      K766
      U
      U
      7<
      is c সি সি fkij

  • @subratabhattacharyya2559
    @subratabhattacharyya2559 3 года назад +247

    কলকাতা থেকে।একটা সময় ছিল, যখন বাঙালি বাংলা গান শুনতে ভুলে যেতে বসে ছিল। তখন কবির সুমনের হাত ধরে সেই ভরাডুবি থেকে আমরা উদ্ধার পাই। ঠিক সেইরকম, আজ চারিদিকে এত মিউসিকের জগঝম্প যখন কানকে ঝালাপালা করে দেয়, তখন আপনাদের পরিবেশনা প্রাণকে শান্ত করে মনকে আরাম দেয়। একটাই প্রার্থনা - বেশি বেশি প্রোগ্রাম করে গুণগত মান যেন নিম্নগামী না হয়।Hats off 'Seylon Music Lounge'

    • @debashisray4204
      @debashisray4204 2 года назад +12

      মিফতা জামান ভাইয়ের কণ্ঠ অসম্ভব সুরেলা । তাকে আমার অনেক অনেক শুভেচ্ছা ।
      কিন্তু কবীর সুমন ?? আর বললাম না ।।

    • @indrajitchatterjee7018
      @indrajitchatterjee7018 2 года назад +5

      কবির সুমন এক অত্যন্ত ওঁছা গায়ক, জামান ভাইয়ের সঙ্গে তুলনা করাটাই একেবারেই ভুল।

    • @debashisray4204
      @debashisray4204 2 года назад +3

      কবীর সুমন ?? নিজের ভবিষ্যতের জন্য একজন প্রথিতযশা বাংলাদেশী শিল্পীকে বিয়ে করে খাওয়া পড়া সুনিশ্চিত করেছে । নইলে ছেড়া ন্যাকড়া পরে পথে ঘাটে ঘুরে__ চাইত ।

    • @biplabbhowmick9803
      @biplabbhowmick9803 Год назад +2

      আমার বয়স ৭১ বছর , ৩টা গান শুনলাম ।সেই সময়ের গানের সুর কথা আর বর্তমানের গান কতো পাল্টে গেছি আমরা তাই না ?

    • @hugega2070
      @hugega2070 Год назад

      U

  • @PESMASTER_007
    @PESMASTER_007 8 месяцев назад +13

    কি চমৎকার!
    ১৯৬৩ সালকে কত সুন্দর ভাবে মিফতাহ জামান স্মরণ করলেন,আমিও স্মৃতি রেখে গেলাম।

  • @mohammadnazmulahmed2028
    @mohammadnazmulahmed2028 3 года назад +194

    আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন
    আজ ওই চোখে সাগরের নীল
    আমি তাইকি, গান গাইছি
    বুঝি মনে মনে হয়ে গেল মিল।
    আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন
    আজ ওই চোখে সাগরের নীল
    আমি তাইকি, গান গাইছি
    বুঝি মনে মনে হয়ে গেল মিল।
    কবরীতে ওই ঝরো ঝরো কনকচাঁপা
    না বলা কথায় থর থর অধর কাঁপা
    কবরীতে ওই ঝরো ঝরো কনকচাঁপা
    না বলা কথায় থর থর অধর কাঁপা
    তাই কি আকাশ হলো আজ
    আলোয় আলোয় ঝিলমিল।
    আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন
    আজ ওই চোখে সাগরের নীল
    আমি তাইকি, গান গাইছি
    বুঝি মনে মনে হয়ে গেল মিল।
    এই যেন নয় গো প্রথম
    তোমায় যে কত দেখেছি
    স্বপ্নের তুলি দিয়ে তাই
    তোমার সে ছবি এঁকেছি।
    মৌমাছি আজ গুনগুন দোলায় পাখা
    যেন এ হৃদয় রামধনু খুশীতে মাখা
    তাই কি গানে সুরে আজ
    ভরে আমায় রিনকিন।
    আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন
    আজ ওই চোখে সাগরের নীল
    আমি তাইকি, গান গাইছি
    বুঝি মনে মনে হয়ে গেল মিল।

    • @artandfashion4499
      @artandfashion4499 2 года назад

      খুব সুন্দর ❤️

    • @binodedasbinode4394
      @binodedasbinode4394 2 года назад

      খুব ভালো লাগলো।

    • @flopbaji3473
      @flopbaji3473 2 года назад +1

      ভরে আমার এ নিখিল, রিনিকিন আবার কি?? কোনো অর্থ হয়?

    • @sanchitapaul6342
      @sanchitapaul6342 Год назад

      😊

  • @sonatonbangla4115
    @sonatonbangla4115 6 месяцев назад +12

    এতো সুন্দর সুন্দর গান আমাদের নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করা হয় না একারণে অল্পবয়সী তরুণ তরুণীদের রুচির দুর্ভিক্ষ দেখা দিয়েছে। গানের সুর তাল ঠিক রেখে এমন প্রাণদীপ্ত, কালজয়ী, অমর সংগীত নতুন করে কভার করা হোক। একটা কথা " যে গান বোঝে তার ভিতরে প্রাণ আছে " । সর্বোপরি। সবাইকে ধন্যবাদ ❤

  • @bravewarrior33
    @bravewarrior33 3 года назад +86

    পার্থ বড়ুয়া বাংলাদেশের অসাধারণ মেধাবী শিল্পী, সংগীত পরিচালক ও আয়োজক। সিলন টির সবগুলোর গানের আয়োজনে আছেন পার্থদা। আপনাকে অশেষ শ্রদ্ধা।

  • @sumanmukherjee3275
    @sumanmukherjee3275 3 года назад +56

    এই সকল কালজয়ী বাংলা গান কে এই রকম অবিকৃত করে ভালোবাসা আর নিষ্ঠা দিয়ে গাইতে কাওকে দেখিনি.......আপনাদের সকল শিল্পী ও যন্ত্রসংগীত শিল্পী দের ধন্যবাদ ও প্রনাম জানাই,,,,,,

  • @ishitaadhikary4510
    @ishitaadhikary4510 3 года назад +4

    এই গান গুলো তে প্রেম ছিল গানের মানেও গভীর, আর এখন যেমন গান গুলো,তেমনি মানুষের কাছে প্রেম ও গুলোও খেলার মতো হয়ে গেছে। একটার জায়গায় ১০ টা girlfriend breakup, new pream.....কেমন সব হয়ে গেছে। আর এই গান গুলোতে একটা মানুষ এর জন্য বিভিন্ন ভাবে প্রেম নিবেদন, ও গানের প্রতিটা লাইন সত্যিই। খুব সুন্দর মানে পুরাতন গানগুলোর।

  • @sasankasekharmaitra1627
    @sasankasekharmaitra1627 3 года назад +133

    আপনাদের জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। আপনার গলা আর বাদ্যযন্ত্র যারা বাজালেন সবাই অসাধারণ। কলকাতার শ্রোতার শুভেচ্ছা নেবেন।

  • @sunilchoudhury3151
    @sunilchoudhury3151 3 года назад +133

    তখনকার যে গানের যে মিউজিক ছিল অন্য যন্ত্র দিয়ে বাজানো হতো আজ সেই একই রকম সুর বাজছে নতুন সব যন্ত্র দিয়ে এতটুকু তফাৎ নেই।আর এখনকার বাদকেরা সত্যিই জিনিয়াস।আর গায়কের কথা কি বলবো উনি তো সদা হাস্য মুখে যে কোন গান এত সুন্দর ভাবে পরিবেশন করছেন ভাবতে পারছি না।আপনাদের টোটাল অনুষ্ঠান সবাই কে মিলিয়ে এক কথায় অত্যন্ত সুন্দর।শুভেচ্ছা রইল।

  • @k.a.sarwar1641
    @k.a.sarwar1641 3 года назад +152

    চারিদিকে যেখানে রুচির দুর্ভিক্ষ সেখানে 'সিলন টি' ব্যতিক্রম। এক সময়ের হৃদয়ছোঁয়া বাংলা গানগুলো নতুন করে প্রায় একই মূল্যমানে বা আবেদনে নতুন/পুরাতন দর্শক-শ্রোতাদের মাঝে সার্থকভাবে উপস্থাপিত করা অত সোজা না। সেই কঠিনকে ভালবেসে আপনারা এগিয়ে এলেন ও জয় করলেন সবার মন। আপনাদের এই অবদান চিরস্মরণীয় হবে। ধন্যবাদ নিরন্তর...

    • @sandipchattopadhyay3338
      @sandipchattopadhyay3338 3 года назад +2

      ভালো।

    • @jaherkhan2447
      @jaherkhan2447 3 года назад +1

      সুন্দর

    • @babupara1124
      @babupara1124 3 года назад

      পুরানো কে আবার ফিরে পেলাম
      ধন্যবাদ

    • @sandipchattopadhyay3338
      @sandipchattopadhyay3338 3 года назад +1

      @@babupara1124 পুরোনো কি আবার স্বমৃর্তিতে সম্পৃর্ণভাবে ফিরে আসে? আমরা তো দুধের স্বাদ ঘোলে মেটাই।শ্যামল মিত্রর সেই কণ্ঠ আবার পাবো কী? কোথায় পাবো সলিল চৌধুরির সেই সংগীতায়োজন? মূল যন্ত্র আর যন্রীরাই তো কালের নিয়মে চলে গেছে।শ্যামল মিত্রর কণ্ঠস্বরের সেই আবেগ, সলিলের সাক্ষাৎ উপস্থিতি আর নির্দেশনায় এই গানের পূর্ণ রসায়ন আর কোথায়? তবে হ্যাঁ, অপসংস্কৃতির যুগে এই প্রয়াসটুকুই যা পাওনা; কিন্তু পুরোনোটি যদি কারো কাছে সংগৃহীত থাকে, সে এ হেন নবীকরণে আকৃষ্ট হবে--- এমন ভাবা সমীচীন নয় বোধ হয়।

    • @biswajitdey8801
      @biswajitdey8801 3 года назад

      Real & rare realizations.....🙏

  • @sayanikar7767
    @sayanikar7767 3 года назад +79

    বাহ কী সুন্দর গান । এই গান গুলোই আমাদের বাঙালিয়ানা, আমাদের ভালোবাসা। আমদের মাতৃভাষা বাংলা, আমাদের গর্ব।

    • @srimantapal5218
      @srimantapal5218 3 года назад +2

      বাংলা গানের প্রতি প্রেম হয়ে যাই এই গান গুলো শুনলে।বাংলা যে কত প্রেমের ভাষা তা এই গান গুলো প্রকাশ করে😍😍😍

    • @artandfashion4499
      @artandfashion4499 2 года назад +1

      একদম ঠিক ❤️

  • @masudcseku
    @masudcseku 6 месяцев назад +3

    মিফতাহ, জানিনা তুমি এই কমেন্ট দেখ কিনা, তবে মাঝে মাঝে তোমার গান শুনি। খুব ভাল গাও। তোমার উচ্চাঙ্গ সঙ্গীত এর কথা মনে পড়ে :) - মাসুদ ভাই , ৩৪ ইনটেক, ঝকক।

  • @Chandra-oo9jt
    @Chandra-oo9jt 8 месяцев назад +3

    আমি কলকাতা থেকে। আমার অন্য ফোনে অন্য মেল থেকে Seylon Music Lounge নিয়ে অনেক কথাই লিখেছি। এখনও লিখছি মিফতাহ্ ভাই এর গান শুধু নয়। অন্য যারা গাইছেন তাদের সকলের গান আমার খুব ভালো লাগে। আরো ভালো লাগে কারণ আপনাদের মিউজিক arrangement খুব সুন্দর। আগেকার দিনে একগাদা মিউজিক বাজিয়ে গানের কন্ঠস্বর চাপা দিয়ে দেওয়া হত কিন্তু বতর্মানে আপনাদের arrangement very nice and beautiful. এককথায় হৃদয় ছোঁয়া গানের গলা এবং বাজনা।

  • @rash3dulhasan
    @rash3dulhasan 3 года назад +65

    সব মিউজিশিয়ানস অসাধারণ! অপূর্ব!
    মিফতা ভাই দারুণ❤️
    সবার হাসিমাখা বাদ্যযন্ত্র বাজানো দেখলে বেশিই ভাল্লাগে❤️

  • @joyshritcgtanchangya4369
    @joyshritcgtanchangya4369 Год назад +2

    ওয়াও! অনেক দিন খোঁজার পর পেলাম। এমন গানগুলা আর তেমন খুজে পাওয়া যায় না। অনেক ধন্যবাদ❣❣

  • @chayondeb1673
    @chayondeb1673 3 года назад +206

    Seylon, আমাদের ক্ষুধা বাড়িয়ে এতদিন অপেক্ষা করানো ঠিক না। প্রতি সপ্তায় ১ টা গান চাই।

  • @narayanbasak4184
    @narayanbasak4184 2 года назад +1

    Satti Apnara sabai khuv sundor gan poribeshon krchen. Mon k satti anek santo kre dai.. Khuv valo khuv valo. Seylon tea ☕music....

  • @azharbeg261
    @azharbeg261 3 года назад +129

    আপনার কণ্ঠে এই গানগুলো ভীষণ যায়৷ আমার শৈশবের কতো স্মৃতি দাঁড়িয়ে আছে এই পুরোনো দিনের গানগুলোতে।
    আপনার প্রতি অভিনন্দন ও অশেষ শুভকামনা রইলো।

    • @gautambhowmik1792
      @gautambhowmik1792 7 месяцев назад

      ফিরে যাই পুরানো দিনে আপনার সুরের মূর্ছনায়

  • @manilaldinda1849
    @manilaldinda1849 Год назад +1

    কিছু বলার নেই
    অসাধারণ উপস্থাপনা
    শ্রীবৃদ্ধি কামনা করছি

  • @diptisingha8652
    @diptisingha8652 3 года назад +30

    শিল্পীর সৃষ্টি কখনো কোন দেশের মধ্যে সীমাবদ্ধ থাকেনা।

  • @gopaldey7148
    @gopaldey7148 Год назад +1

    জামান সাহেব গান গুলো খুবই দরদ দিয়ে এবং হৃদয় দিয়ে পরিবেশন করেন এবং সহকর্মী গুলো ও যথেষ্ট ভালো সংগত দেন ।ফলে এত সুন্দর লাগে উনার গান যেটাকে ভাষায় প্রকাশ করার মতো কিছু নেই আমার কাছে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

  • @PurnimaDas-vw9kx
    @PurnimaDas-vw9kx 3 года назад +8

    অতুলনীয় উপস্হাপনা। পুরানো দিনের গানগুলিকে আবার নতুন ভাবে পরিবেশনর জন্য অনেক ধন্যবাদ।

  • @bollywoodsongs9764
    @bollywoodsongs9764 2 года назад +39

    *Never ignore a person who loves you, cares for you, misses you. Because one day, you might wake up from your sleep and realize that you lost the moon while counting the stars 💔💔💖💖*

  • @joybanerjee7008
    @joybanerjee7008 7 месяцев назад +1

    আমি আপনাদের একজন গুণমুগ্ধ শ্রোতা, আপনাদের মনমুগ্ধ উপস্থাপনায় আমরা খুব খুশি, আপনারা স্বর্ণালী যুগের এই গানগুলো নিয়ে যে নতুন করে ভাবছেন, গাইছেন, এতে খুব ভালো লাগছে।

  • @dilipkroy6316
    @dilipkroy6316 3 года назад +58

    Same to same, Mr Zaman sang this beautiful song as sung by Syamal Mitra.Awesome. I thank Seylon lounge for presenting such a memorable song
    Love from Chennai, South India.

  • @akashdas945
    @akashdas945 20 дней назад

    এত সুন্দর গানের সৃষ্টি। এই জেনারেশন-এ কোনো সিঙ্গার সৃষ্টি করতে পারবে না।

  • @mitakahali6898
    @mitakahali6898 3 года назад +6

    শ্যামল মিত্র আমার all time favourite singer...I am nostalgic...... মিফতাহ জামান এর গলায় আমি সেই মন হারানো প্রশান্তি পেলাম......ধন্যবাদ উপস্থাপকদের...🥀

  • @jyotichakma1369
    @jyotichakma1369 3 года назад +12

    অনেক ভালো লাগলো গানটি, সত্যি খুব অসাধারণ গাইছেন, আপনার প্রতি অশেষ শ্রদ্ধা এবং শুভ কামনা রইল, ইন্দিয়া থেকে

  • @গাঙচিল-ম৬ল
    @গাঙচিল-ম৬ল 2 года назад +6

    আমি ভিন্ন জাতি হলে ও এই কালজয়ী বাংলা গান গুলো আমাকে মন ছুয়ে দেয় ❤️আমার কমেন্টি আজীবনের জন্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে রেখে গেলাম যেনো জানতে পারে কালজয়ী গান গুলো শুধু বাংলারই নই সারা দুনিয়ার❤️

    • @arozmir
      @arozmir Год назад

      জানি না আপনি কোন জাতির মানুষ, তবে বাংলার প্রতি আপনার ভালোবাসা আমাদের আপ্লুত করে।

  • @pralaychaudhary8589
    @pralaychaudhary8589 3 месяца назад

    ব্যাপক, অসাধারণ, অনবদ্য...এ সব উপমা-প্রশংসা বড়ই 'ফিকে' আসল জিনিস টার তুলনায়।

  • @ranjanaroy259
    @ranjanaroy259 2 года назад +5

    আমার তো দারুণ লাগে এই গানগুলো বারবার করে শুনতে। শিল্পীমহাশয়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। 🙏

  • @farahdeena767
    @farahdeena767 2 года назад

    শ্রদ্ধেয় শ্যামল মিত্র এই গান কি অসীম অনুভূতি দিয়ে গেয়েছিলেন।
    মিফতা কি গাইল!! আমি চেয়ে চেয়ে শন্দ গুলো কানে খুবই বিশ্রী বিরক্তিকর লাগল।

  • @mohammedabdulkahar6663
    @mohammedabdulkahar6663 3 года назад +30

    আপনাদের গানগুলো Spotify এ রিলিজ করলে আমাদের জন্য বেশ সুবিধে হতো! এমনে সারাদিন ইউটিউব এ চালানো দুষ্কর, অন্য প্লাটফর্মে থাকলেও ভালো হত। ধন্যবাদ।

  • @utpolkumarofficial6833
    @utpolkumarofficial6833 Год назад

    Seylon music launge কে অনেক অনেক ধন্যবাদ। এতো সুন্দর গান নতুন ভাবে,নতুন আঙ্গিকে উপহার দেবার জন্য।

  • @ripuchakma9195
    @ripuchakma9195 3 года назад +10

    অসম্ভব ভাললাগার কালজয়ী এই গান গুলো নতুনভাবে Seylon music যেভাবে উপস্থাপন করছে তা সত্যি অনবদ্য,সব সময় আমাদেরকে ভাল ও সুন্দর গান উপহার দিয়ে মনকে ভরিয়ে দিক প্রত্যাশা রাখি,Seylon এর এই প্রয়াশ অব্যাহত থাকুক,অনেক অনেক ধন্যবাদ ও সাধুবাদ জানাই এই আয়োজনকে।

  • @sadiaafrin8582
    @sadiaafrin8582 Год назад

    সৃষ্টিকর্তা যদি পৃথিবীতে বাংলা ভাষা না দিতো তাহলে বুঝতে পারতাম না এমন আবেগঘন ধ্বনির গানের কথা। মনে আবেগ ফোটে উঠে এসব পুরোনো গানে

  • @nobnobrakras7760
    @nobnobrakras7760 3 года назад +45

    Once again shows how deep the pool of talent is at the Seylon music lounge. Every few weeks they come out with excellent presentations which cannot be improved. Kudos to Partha Barua and all the singers and musicians.

  • @sumonali4552
    @sumonali4552 6 дней назад

    এই প্রজন্মের হয়েও যারা এই গান গুলো সার্চ দিয়ে শুনে তাদের রুচি নিঃসন্দেহে অতি উচ্চ 😊

  • @cosmopolitan6547
    @cosmopolitan6547 3 года назад +52

    This is not a song this is the nostalgia of Bengali emotions..... 🥰😍😍🥰🥳🥳

  • @SimantoNokrek407
    @SimantoNokrek407 8 месяцев назад

    আহা কি সুমধূর। এটা নিয়ে কতবার যে শুনছি নিজেরই মনে নাই। আধুনিক গান শুনতে ইচ্ছে হলেই সিলন মিউজিক নাহলে হেমন্ত লতা আশা ভোশলে এন্ড্রো কিশোর মান্না দে এরাই❤❤

  • @souravmukherjee5466
    @souravmukherjee5466 3 года назад +8

    দেশের থেকে এত দূরে থেকে যখন এই গানগুলো শুনি just মন ভরে যায়....from Los Angeles

  • @kisorkumar7781
    @kisorkumar7781 2 месяца назад +1

    Hats of Seylon Music longue!so much pleased the song touches my heart

  • @piklubarua9683
    @piklubarua9683 2 года назад +6

    শ্যামল মিত্রের গাওয়া এই বিখ্যাত গানটি মিফতায়ের মুখে অসাধারণ লেগেছে।

  • @AhmedJowel-ji7ss
    @AhmedJowel-ji7ss 6 дней назад

    এক অনবদ্য গানের সৃষ্টি ❤️‍🩹

  • @breathless_poem
    @breathless_poem 3 года назад +21

    “কবরীতে ওই ঝর ঝর কনকচাঁপা
    না বলা কথায় থর থর অধর কাঁপা।” 🌻❤️
    সুশীল রুচির কাছে আজীবন বেঁচে থাকার মতো গানটি। ❤️

  • @rajuruidas8591
    @rajuruidas8591 3 месяца назад

    ❤ অসাধারণ গানের কন্ঠ আপনার👌🏻👍🏻
    খুব ভালো লাগলো একটা কালজয়ী গান ❤🎉

  • @aninditasinha1992
    @aninditasinha1992 3 года назад +8

    আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ঐ চোখে সাগরের নীল;
    আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল | (2)
    কবরীতে ঐ ঝরঝর কনক চাঁপা,
    না বলা কথায় থর থর অধর কাঁপা; (2)
    তাই কি আকাশ, হল আজ, আলোয় আলোয় ঝিলমিল |
    আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ঐ চোখে সাগরের নীল;
    আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল |
    এই যেন নয়গো প্রথম, তোমায় যে কত দেখেছি;
    স্বপ্নেরও তুলি দিয়ে তাই, তোমার সে ছবি এঁকেছি |
    মৌমাছি আজ গুনগুন দোলায় পাখা,
    যেন এ হৃদয় রামধনু খুশিতে মাখা;
    তাই কি গানের, সুরে আজ, ভরে আমার রিনিকিন |
    আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ঐ চোখে সাগরের নীল;
    আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল |

    • @tusharsubhramallik3929
      @tusharsubhramallik3929 3 года назад

      মনে মনে মিল kintu akhono হল না...

    • @Army__Lifeline386
      @Army__Lifeline386 3 года назад

      আপনাকে অনেক ধন্যবাদ

    • @aninditasinha1992
      @aninditasinha1992 3 года назад

      @@tusharsubhramallik3929 কার সাথে?

    • @aninditasinha1992
      @aninditasinha1992 3 года назад

      @@Army__Lifeline386 ধন্যবাদ কেন?

    • @tusharsubhramallik3929
      @tusharsubhramallik3929 3 года назад +2

      @@aninditasinha1992 jake ami valobasi tar sathe... sotti katha bolte one sided love to tai... ami bar bar bole6i r se prottek bar e na bole6e...

  • @anupamdeb1938
    @anupamdeb1938 9 месяцев назад

    Osadharon geyechen. Sathe music recreareation awesome

  • @reetikasaha2771
    @reetikasaha2771 3 года назад +15

    Greetings from Paris.Just love your voice...Amazing.

  • @jayantabanerjee4294
    @jayantabanerjee4294 Год назад

    খুব খুব ভালো একটি প্রয়াস। এগিয়ে চলুক। আরো এমন গান শুনতে চাই।

  • @msstatusworld_
    @msstatusworld_ 3 года назад +7

    Seylon Music আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ পুরনো দিনের গানকে এইভাবে নতুন প্রজন্মের কণ্ঠে ফুটিয়ে তোলার জন্য♥️

  • @SPshakil105
    @SPshakil105 3 месяца назад

    মিফতাহ্ ভাইয়ের গান মানেই এক অন্যরকম ভালো লাগা ও ভালোবাসা❤

  • @anwarchowdhury821
    @anwarchowdhury821 3 года назад +20

    What a rendition. Shamol Mitra would have been proud of U. Mefta is our asset !

  • @soumenmoitra3539
    @soumenmoitra3539 Год назад

    অসাধারন দরদী কন্ঠের পরিবেশনের জন্য অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন

  • @estiaqsyed622
    @estiaqsyed622 3 года назад +5

    মিফতাহ ভাই, কি গাইলেন! আবারো অপূর্ব!!
    পার্থ দা, তুমি অসাধারণ সবসময়! সেই প্রথম থেকেই তুমি আমাদের খুবই প্রিয়, এবং সেটা অনেক অনেক ভাবেই তুমি আমাদের দিচ্ছ - নিজে গেয়ে, অন্যকে দিয়ে গাইয়ে, rearrangement করে। এত্তো সুন্দর ভাবে তুমি এই অসাধারণ গান গুলো করছো, মনে হয় না কেউ এভাবে পারবে। তোমার শিল্পি, ইন্সট্রুমেন্টে যারা আছেন, তোমার set arrangement, এগুলো সব মিলিয়ে তুমি যে আবহ তৈরি করেছ, তা অনন্যসাধারণ! খুবই গুণী না হলে এটা সম্ভব নয়। তুমি আমাদের গর্বিত করছো প্রতিনিয়ত। আরো আরো অনেক অনেক ভালো ভালো গান চাই!ভালো থেকো।

  • @understandingxixiiphysicsc3940
    @understandingxixiiphysicsc3940 2 года назад

    অপূর্ব। এরকম গান আপনার গলায় আরো চাই। দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল থেকে।

  • @avijitdutta6979
    @avijitdutta6979 3 года назад +6

    Here i found beautiful spectacular views upon the old n golds .. in India old songs are in dangerous hands..love from heart

  • @jameschatterji2964
    @jameschatterji2964 6 месяцев назад

    Excellent rendition of this wonderful song. Very, very well sung Miftah Zaman. I am a big fan of yours'. 👍🏽😊

  • @Sekumaku420
    @Sekumaku420 3 года назад +8

    অসাধারণ গেয়েছেন।আপনার ফ্যান হয়ে গেলাম। এপার বাংলা থেকে।

  • @DHAKASTORY
    @DHAKASTORY 2 года назад

    অসাধারন। পার্থদা বাংলাদেশের গর্ব... গানগুলোর আয়োজন এত সুন্দর

  • @teamaustralian
    @teamaustralian 3 года назад +31

    Greetings from Australia!
    Brilliant singing and music.

  • @darathydasbiswas3975
    @darathydasbiswas3975 4 месяца назад

    আহা, ভীষণ সুন্দর, আজও

  • @shamimasultana4422
    @shamimasultana4422 3 года назад +5

    Mind-blowing as always.. Miftah vai,,,,, valo thakun sobsomoy

  • @hossienstudio8943
    @hossienstudio8943 3 года назад +1

    গান গুলো সুনলে পুরো নো দিন গুলো খুব মনে পড়ে, সত্যিই চোখে জল চলে আসে! ধন্যবাদ আপনাকে।

  • @chayandas9701
    @chayandas9701 3 года назад +3

    জোড়বন্ধন হৃদয়ের সাথে ।
    যতবারই শুনি না কেনো মুগ্ধ হই আবারো নতুন করে
    হে মহানসৃষ্টিকর্তারা
    আপনারা ছিলেন তাই আজও গর্বিত আমরা বাঙালি ।

  • @rajeshbhattacharya2314
    @rajeshbhattacharya2314 13 дней назад

    Unbelievable & mesmerised presentation. My heartiest thank goes to all arrangement crews of this timeless song.

  • @mohammadmuktadirbillah9359
    @mohammadmuktadirbillah9359 3 года назад +8

    আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন
    আজ ঐ চোখে সাগরেরও নীল
    আমি তাই কি গান গাই কি
    বুঝি মনে মনে হয়ে গেল মিল ll
    করবীতে ঐ ঝরো ঝরো কনক চাঁপা
    না বলা কথায় থর থর অধর কাঁপা
    তাই কি আকাশ হল আজ
    আলোয় আলোয় ঝিলমিল ll
    এই যেনো নয়গো প্রথম
    তোমায় যে কত দেখেছি
    স্বপ্নেরও তুলি দিয়ে তাই
    তোমার সে ছবি এঁকেছি l
    মৌমাছি আজ গুনগুন দোলায় পাখা
    যেনো এ হৃদয় রামধনু খুশিতে মাখা
    তাই কি গানের সুরে আজ
    ভরে আমার রিনিকিনি ll

  • @ruksanaruksana9059
    @ruksanaruksana9059 3 года назад +1

    কি করে প্রসংশা করবো সেরকম হয়েছে লাভ ইউ প্রার্থ দা অসাধারণ এরেঞ্জ

  • @sukychowdhury5213
    @sukychowdhury5213 3 года назад +4

    প্রতিটা গানের প্রসঙ্গে যে কথাগুলো লেখা হয় সত্যি অসাধারণ!!!আর শিল্পীরা দারুণভাবে গানগুলোকে প্রজেন্ট করে!!!!

  • @neelchatterjee231
    @neelchatterjee231 3 месяца назад

    অনবদ্য মিফতাহ জামান ❤

  • @pushpitaroy7700
    @pushpitaroy7700 3 года назад +6

    অামাদের মিফতাহ্ ভাই ❤
    কখনো হারিয়ে যাবেন না ভাই.... সৌমিত্র স্যারের চলে যাওয়ার খবরটায় মনটা খারাপ ছিল বেশ। গানটা শুনে মনটা একটু হলেও ভালো হলো।

    • @anirbanmajumdar2370
      @anirbanmajumdar2370 3 года назад +1

      Nokkhotro poton holo industry te. R bhalo lagche na ei covid er otyachar

    • @pushpitaroy7700
      @pushpitaroy7700 3 года назад

      মনে হচ্ছে খুব কাছের একজন মানুষকে হারিয়ে ফেললাম। কাছেরই তো, যার ছবি প্রায় প্রতিদিনই দেখি সে কাছের না? এরকম অার কাউকে পাবো না অামরা। বাংলা যে কি হারালো অাজ.....!! নতুন বাংলা সিনেমা অার বোধহয় দেখা হবে না। উনাদের ছবি ছাড়া অার দেখতামও না অবশ্য। একে একে সবাই চলে যাচ্ছেন।অামি এই স্বাদটা নিয়েই থাকতে চাই।
      ভালো থাকবেন প্রিয় ব্যক্তিত্ব ওপারে। অাবার জন্ম নিয়ে বাংলায় ফিরে অাসুন না স্যার!!!

    • @newtrend17
      @newtrend17 3 года назад +1

      পৃথিবী থাকার জায়গা না। পুরাতন চলে যাবে নতুন আসবে এইটাই আমাদের বুঝাতে চায়।

  • @vivekanandamandal6631
    @vivekanandamandal6631 2 года назад

    এখন এই সমস্ত গানগুলো সত্যিই খুঁজে পাওয়া যায় না কিছু কালজয়ী হৃদয় ছুয়ে যাবার গান এগুলো শুধু গান নয় ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটাই মেসেজ দেওয়ার থাকে এগুলো আবেগ ছিল

  • @ramonasen6619
    @ramonasen6619 3 года назад +31

    How wonderfully sung 👍 This is one of my favourite songs ever! You have done full justice to it! And the musicians are excellent! Perhaps their names can be given? Looking forward to a lot more fabulous songs from the olden times!

    • @abdulmoyeen9578
      @abdulmoyeen9578 Год назад

      May be to avoid hindu muslim conflict disrupting present situation.

  • @Nisha.227
    @Nisha.227 3 года назад +1

    আপনাদের চ্যানেলের গানগুলোর সিলেকশন অসাধারণ..... আমি অধিকাংশ সময়ে এই গানগুলাই শুনি...অসংখ্য ধন্যবাদ আপনাদের....🥰

  • @manishmandal-78
    @manishmandal-78 3 года назад +16

    Excellent (as usual).
    ♥️ from Calcutta

  • @beracraft9639
    @beracraft9639 2 года назад

    khub sundar bengala gaan ar ai new new composition korrer janno,dhannobad

  • @musicwave420
    @musicwave420 Год назад +7

    ❤😊আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন
    আজ ওই চোখে সাগরের নীল
    আমি তাই কি গান গাই কি?
    বুঝি মনে মনে হয়ে গেল মিল
    আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন
    আজ ওই চোখে সাগরের নীল
    আমি তাই কি গান গাই কি?
    বুঝি মনে মনে হয়ে গেল মিল
    কবরীতে ওই ঝর ঝর কনকচাঁপা
    না বলা কথায় থর থর অধর কাঁপা
    কবরীতে ওই ঝর ঝর কনকচাঁপা
    না বলা কথায় থর থর অধর কাঁপা
    তাই কি আকাশ হলো আজ আলোয় আলোয় ঝিলমিল?
    আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন
    আজ ওই চোখে সাগরের নীল
    আমি তাই কি গান গাই কি?
    বুঝি মনে মনে হয়ে গেল মিল
    এই যেন নয় গো প্রথম, তোমায় যে কত দেখেছি
    স্বপনেরও তুলি দিয়ে তাই, তোমার সে ছবি এঁকেছি
    মৌমাছি আজ গুন গুন দোলায় পাখা
    যেন এই হৃদয় রামধনু খুশিতে মাখা
    তাই কি গানের সুরে আজ ভরে আমার রিনিকিন?
    আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন
    আজ ওই চোখে সাগরের নীল
    আমি তাই কি গান গাই কি?
    বুঝি মনে মনে হয়ে গেল মিল

  • @anubhabkundu7473
    @anubhabkundu7473 4 месяца назад +1

    খুবই সুন্দর ❤

  • @digantabag1778
    @digantabag1778 3 года назад +6

    Seylon please upload new songs as soon as possible,, we can't wait for these amazing songs ❣️❣️❣️

  • @priyankaghose9383
    @priyankaghose9383 Год назад

    Sabas Bhai bhalo lagche old is gold

  • @sumanasengupta7913
    @sumanasengupta7913 2 года назад +8

    Extremely melodious voice with full of emotions.......I salute you, sir

  • @naughtygoutam
    @naughtygoutam 3 года назад

    darun.......bhalo prayash......dil ko sukun aah gaya...

  • @geetanjalikahali
    @geetanjalikahali 3 года назад +16

    Great team work and very good rendition.
    Thanks to Seylon Tea!

  • @ssarkarvlog
    @ssarkarvlog 3 года назад +1

    Gan sune monta khub valo hoya gelo...Dada vai...❤️❤️❤️❤️👍👍

  • @samarahobasu5392
    @samarahobasu5392 3 года назад +5

    What a voice. There are no words in my mouth to express my feelings when I hear the songs of you

  • @md.reyadulislam6286
    @md.reyadulislam6286 2 года назад

    অসাধারণ,,,,,,,। মনে হচ্ছে সুমধুর সুরের মূর্চ্ছনায় হারিয়ে যাচ্ছি।

  • @abrahamemon.5577
    @abrahamemon.5577 2 года назад +27

    সেই আগের মতো গান আর আসবেনা। ধন্যবাদ আপনাদের।
    বিশেষ করে পার্থ বড়ুয়া স্যার কে❤️🥀

  • @momtazpervin5805
    @momtazpervin5805 2 года назад

    কি বলবো.......!!!!!!!!!!
    অসাধারণ ♥

  • @shantanuchakravarty8648
    @shantanuchakravarty8648 3 года назад +6

    দারুন গেয়েছেন স্যার। আরও অনেক গান শুনতে চাই।

  • @MdMahamudulHasan-we9jb
    @MdMahamudulHasan-we9jb Год назад

    প্রিয় কাঠগোলাপ তোমাকে এই গান শোনাবো ভেবে গানটা শিখতেছিলাম,,,কি থেকে কি হয়ে গেল তোমাকেই হারিয়ে ফেললাম,,,আমি আজীবন তোমাকেই ভালোবাসতে চাই,,বলতে চাই মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে,,❤❤❤❤❤❤

  • @AnimeOasis007
    @AnimeOasis007 Год назад +3

    সত্যি দাদা এক কথায় অনবদ্য সৃষ্টি 😍
    আর নতুন প্রজন্ম এতো সুন্দর করে পরিবেশন করছেন,
    আমাদের মত নতুন প্রজন্ম কে অভিভূত করছে ❣️❣️❣️

  • @sahabuddinabad11
    @sahabuddinabad11 3 года назад +1

    আমি ফ্রেন্সকাট শ্মশ্রুমন্ডিত লোকদের পছন্দের তালিকায় রাখতাম না। কিন্তু জামানের ভাইয়ের গান আর হাসি পৃথিবীর সমস্ত ফ্রেন্সকাট শ্মশ্রুমন্ডিত লোকদের প্রতি অজানা এক ভাললাগা তৈরি হয়ে গেল।
    ধন্যবাদ মিফতা জামান ভাই আর পার্থ বড়ুয়া এবং বাদকবৃন্দ।

  • @yimingsofyiaxuefan4641
    @yimingsofyiaxuefan4641 3 года назад +3

    Miftah Zaman thanks again.
    I always Click and watch if you are singing. Love, lots of love from India.

  • @nabanitamandal825
    @nabanitamandal825 5 месяцев назад

    Charidik ta onfhokar mne h66e ,kintu apnader ai gaangulor jnno bachte parchi...❤

  • @mehedihasanvlog-bd9101
    @mehedihasanvlog-bd9101 3 года назад +3

    হাজারবার শুনলেও গানটির আবেদন ফুরায় না। ধন্যবাদ পুরো টিমকে...

  • @parimaldas3514
    @parimaldas3514 Год назад

    খুবই শুন্দর সুস্থ সবল মিষ্টি মধুর গলা।
    আর ও শুন্দর হোক।

  • @Mehedihasan-ps9pi
    @Mehedihasan-ps9pi 3 года назад +10

    Miftah bro the most talented musician in Bangladesh 🇧🇩. You are awesome brother.love you so much

  • @sukumarchakraborty4260
    @sukumarchakraborty4260 10 месяцев назад

    কি অসাধারণ গান ।তোমার গানের গলা খুব সুন্দর ।ভালো থাকবেন ।

  • @subhashsarkar9459
    @subhashsarkar9459 3 года назад +7

    Many many thanks to the SINGER AND MUSICIANS for presenting such hearti touching evergreen songs of GREAT SINGERS of all ages.