ডুয়েট এডমিশনে কেন আসবেন? কেন আসবেন না|Diploma job | DUET Admission Coaching|Polytechnic to DUET|AMIE

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 433

  • @সবুজেরসন্ধানে-ঙ৪ড

    uncle Telecommonication থেকে কী ডুয়েটে chans দেওয়া যায়

    • @HrhTube
      @HrhTube  2 года назад

      ইইই তে এডমিশন দিতে পারবেন

  • @ASHIKURRAHAMAN-kt5pq
    @ASHIKURRAHAMAN-kt5pq 2 месяца назад

    আপনার কথাগুলো অনেক ভালো লাগলো,,আপনার সাথে কথা বলতে পারি স্যার?

  • @rayhankabir4719
    @rayhankabir4719 3 года назад +1

    Diploma job er por ki promotion system ta janaben please

    • @HrhTube
      @HrhTube  2 года назад

      ভাইয়্যা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রমোশনের সিস্টেম বিভিন্নরকম। তবে প্রমোশন সুবিধা আছে, সময় একটু কম আর বেশি এই আরকি.

  • @ShahidKhan-lz4gn
    @ShahidKhan-lz4gn 2 года назад +1

    Vai ami toh rac niya diploma kortasi ami ki duet ayyy mechanical korlay job valo pabo

    • @HrhTube
      @HrhTube  2 года назад

      ইনশাআল্লাহ ভাইয়্যা, পড়াশোনায় লেগে থাকতে হবে

  • @mdshakilsheikh3904
    @mdshakilsheikh3904 Год назад +1

    আমি এইবার পলিটেকনিক এ ভর্তি হব এখন মেকেট্রনিকস টা কেমন সেইটা জানালে খুশি হতাম

    • @HrhTube
      @HrhTube  Год назад

      অটো মাইগ্রেশন চালু রাখুন সিভিল/ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল পেলে সব চেয়ে ভালো হয়।
      পাওয়ার/কম্পিউটার টেকনোলজিও ভালো হবে কিন্তু এ গুলো ছাড়া অন্য সাবজেক্টে গুলোর চাকরি বাজারে ডিমান্ড একদমই কম।

  • @mrmahin9252
    @mrmahin9252 4 года назад +1

    Vai a prapartion er jonno kon guid kinbo...?name kih

    • @HrhTube
      @HrhTube  4 года назад

      ruclips.net/video/FxL-JZwop0Y/видео.html
      এই ভিডিওটি দেখলে আশাকরি বুঝতে পারবেন

  • @abusufiyan4302
    @abusufiyan4302 2 года назад +1

    Sir amr iccha duet e prb. Ami first semester e pri. Ekhn theke ki ami preparation nibo. Onk e blche first semester er boi theke nki onk question ache

    • @HrhTube
      @HrhTube  2 года назад

      জি আপনার তথ্য সঠিক, আপনি প্রস্তুতি নিতে থাকুন। শুভকামনা রইলো।

  • @rokeyaparvin721
    @rokeyaparvin721 2 года назад +1

    Assa amar duet pass kora bar hota hota 29 bocor boyos hoa jaba amar ki duet admission naua ucit hoba ami dari kora Polytechnic a vorti hoaci,r tacara amar degree complete kora aca akhon ami jodi casta kori amar bissas ami parbo. but ami ato kosto kora chance nabo r o 4 bocor porta hoba job kora jaba na ai duet sas korar por ami ki foll pabo,?tar caya ki akhon thakai job preparation nabo? bujhtacina😞

    • @HrhTube
      @HrhTube  2 года назад +1

      আপনার এমন পরিস্থিতিতে আসলে আপনাকে পরামর্শ দেওয়াটা বেশ কঠিন মনে হচ্ছে। যদি ডুয়েটে পড়ার অনেক ইচ্ছা থাকে, তাহলে আসতে পারেন, আপনার হিসেব অনুযায়ী যদি ২৯ বছরে বিএসসি শেষ হয় তাহলে সরকারি চাকরির আবেদনের জন্য এক বছর সময় পাবেন। কপালে থাকলে এক বছরেও সরকারি জব পাওয়া সম্ভব। যদিও বিএসসি শেষ করার সময়টা আসলে ক্যালকুলেশন করলেও অনেক ক্ষেত্রেই সময়টা বেশি লেগে যায়। আর ডিপ্লোমা প্রকৌশলী হিসেবে জব করতে চাইলে, আপনার হাতে বেশ সময় থাকবে,এটা ভালো দিক।
      নিশ্চিত ভাবে সরকারি চাকরিই আপনার উদ্দেশ্য থাকলে এখন থেকেই জব প্রিপারেশন নিতে পারেন। তবে ডুয়েট এডমিশন কোচিং বেস্ট হতে পারে, কারণ এটা করলে আপনি দুটাই পেয়ে যেতে পারেন।
      এখন, সিদ্ধান্তটা একান্তই আপনার ব্যক্তিগত। আপনার জন্য শুভকামনা রইল।

  • @islamicstatus1075
    @islamicstatus1075 2 года назад +1

    স্যার আমি কি ডুয়েট এডমিশনের পাশাপাশি নিজের খরচ চালানোর জন্য জব করতে পাড়বো

    • @HrhTube
      @HrhTube  2 года назад +1

      বিষয়টা বেশ কঠিন,
      তবে এতটুকু বলবো যে, গাজীপুরে ইন্টার্নি/এটাচমেন্ট নেন, এরপর দেখেন এডমিশন কোচিং এর পাশাপাশি কিছু করার সুযোগ আপনি পাচ্ছেন কিনা। খুজে নেওয়ার চেস্টা করবেন। আপনার জন্য শুভকামনা রইল।

    • @islamicstatus1075
      @islamicstatus1075 2 года назад

      ধন্যবাদ স্যার। ভালোবাসা নিবেন।
      ইন্টানি আর এডমিশন কোচিং কী এক সাথে করতে‌ পারবো

  • @AtaurRahman-yo6fx
    @AtaurRahman-yo6fx 9 месяцев назад +1

    আসসালামু আলাইকুম হাবিব ভাই।
    আমি আতাউর রহমান।
    আমার কথা মনে পড়ছে আপনার।

    • @HrhTube
      @HrhTube  8 месяцев назад

      ওয়ালাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ, হ্যা প্রিয় ভাই

    • @banglarmukh5009
      @banglarmukh5009 6 месяцев назад

      খুব ভালো লাগতো ভাই আমি আপনার কাছে ফিজিক্স পড়তাম খুব ভালো লাগতে আপনার পড়ানো।

  • @SagorRay-th7lh
    @SagorRay-th7lh 10 месяцев назад

    ভাই ধন্যবাদ

  • @mdtaufik9707
    @mdtaufik9707 4 года назад +1

    Thank you sir..apnar ktha gula onk vlo laglo...asa kri avabe amadr sotik guidness diben..

    • @HrhTube
      @HrhTube  4 года назад

      আপনাকেও ধন্যবাদ ভাইয়্যা, আশাকরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।

  • @sohanmia6826
    @sohanmia6826 Год назад +1

    আমি মানবিক থেকে ডিপ্লোমা শেষ করলাম আমি কি ডুয়েট এডমিশনে যাওয়ার আমার পক্ষে টাপ হবে না সহজ হবে

    • @HrhTube
      @HrhTube  11 месяцев назад

      আমি মনে হয় ভিডিও তে এই বিষয়টি বলেছি ভাইয়্যা। আপনি হয়তো এসএসসিতে মানবিকে পড়েছেন, ডিপ্লোমায় তো আর মানবিকে পড়েননি, পড়েছেন পিউর সায়েন্স। সুতরাং আপনার কোন ভয় পাওয়ার কারণ নাই ভাইয়্যা।

  • @slmultimedia6453
    @slmultimedia6453 5 лет назад +1

    job chucing korle job hobe na ki

    • @HrhTube
      @HrhTube  2 года назад

      পরিশ্রম+ভাগ্য

  • @md.mohobbothossain829
    @md.mohobbothossain829 14 дней назад

    ভাই যদি ডুয়েট এ চান্স না পায় তাহলে আমার কি করনীয়। আর ওই ১ বছর লস হলো + টাকা নষ্ট হলো + চান্স তো হলোই না। তাহলে আমি কি করবো তখন

  • @Nazmul987
    @Nazmul987 Год назад +1

    ডুয়েটে পড়লে কি চাকরি নিশ্চিত

    • @HrhTube
      @HrhTube  11 месяцев назад

      এটা কিভাবে বলা যায় ভাইয়্যা? চেস্টা করলে হবে ইনশাআল্লাহ। তবে এখান থেকে বের হয়ে কেউ বেকার আছে, এমন উদাহরণ নাই বললেই চলে।

  • @jolil7881
    @jolil7881 4 года назад +1

    সরকারি থেকে ডুয়েটে পড়লে সেলারি কত হবে।

    • @HrhTube
      @HrhTube  4 года назад

      ভাইয়্যা, আপনার প্রশ্নটি ক্লিয়ার করলে উত্তর দিতে সুবিধা হবে

  • @MariaAkther-tj8iq
    @MariaAkther-tj8iq 10 месяцев назад

    Thanks vai,onek valo laglo

  • @JahangirAlamOpu
    @JahangirAlamOpu 2 месяца назад

    ডুয়েট পড়াশোনা শেষ করে কেমন সেক্টর জব পাওয়া যায়

  • @mdSohel-gc9sk
    @mdSohel-gc9sk 4 года назад +1

    Vai Duet e porte kotodin lage

    • @HrhTube
      @HrhTube  4 года назад

      ৪ বছর ভাইয়্যা

  • @hoomanbd349
    @hoomanbd349 5 лет назад +1

    ভাই আমিতো ডুয়েটে একবারও এডমিশন পরীক্ষা দেইনি অর্থাৎ আমার 2018 সালের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট হয়েছে আমি কি এখন পরীক্ষা দিতে পারব কিনা?

    • @HrhTube
      @HrhTube  4 года назад

      না ভাইয়্যা, সুখজনক যে এবার শুধুমাত্র ১৯ ও ২০ সালে করা স্টুডেন্টরা ডুয়েট এডমিশন টেস্ট দিতে পারবে।

  • @Mosharefhossain816
    @Mosharefhossain816 3 года назад +1

    ভাইয়া আমি যখন ডিপ্লোমাতে ভর্তি হইছি তখন আমি জানতাম নাহ ডিপ্লোমা কি?
    আমি ইলেক্ট্রিক্যাল নিয়ে ডিপ্লোমা করছি।
    ৩.০৮ পয়েন্ট নিয়ে ডিপ্লোমা পাশ করছি ২০২০ সালে।
    ভাইয়া আমার এখন ইলেকট্রিক্যাল এর কাজ করতে ভালো লাগে না।
    আমার মেকানিক্যাল কাজ করতে ভাল লাগে।
    আমি কি বিএসসি মেকানিক্যাল নিয়ে করবো?
    একটু যদি মতা মত দিতেন

    • @HrhTube
      @HrhTube  2 года назад

      তাহলে ভালো করে পড়াশোনা করে পিডিপিতে জব নেন, ওখানে ইলেক্ট্রিক্যাল এবং মেকানিক্যাল দুটারই কাজ আছে, আপনি যে কোন সেক্টরে কাজ করতে পারবেন। আর হ্যা, আপনি হয়তো প্রাইভেট ইউনিভার্সিটিতে মেকানিক্যালে বিএসসি করতে পারবেন।

  • @hiranjoy6333
    @hiranjoy6333 3 года назад +1

    Sri apnar facebook aidi ta ling daq

    • @HrhTube
      @HrhTube  3 года назад

      এই চ্যানেলের হোমে দেওয়া আছে ভাইয়্যা

  • @Yourtube200
    @Yourtube200 3 месяца назад

    ভাই,,,ডুয়েট এডমিশনের জন্য কম ব্যয়ে কোন কোচিং আছে কি??? থাকলে প্লিজ একটু রিপ্লে দিবেন❤❤❤

  • @mdmoslem5924
    @mdmoslem5924 3 года назад +1

    ডুয়েটে চান্স পাওয়া যায় কিভাবে

    • @HrhTube
      @HrhTube  3 года назад

      অধ্যবসায়+ভাগ্য=ডুয়েট

  • @ruhulkuddus4374
    @ruhulkuddus4374 Год назад +1

    Thank you so much sir....ato sundor dharona uposthapon korar jonno

  • @showravmitro5325
    @showravmitro5325 3 года назад +1

    ডিপ্লোমা করার কত বছরের মধ্যে DUET এ Admission নেয়া যাবে?

    • @HrhTube
      @HrhTube  2 года назад

      সর্বোচ্চ দুই টার্ম।

  • @pranjoydas1368
    @pranjoydas1368 2 года назад +1

    মিডক্লাস স্টুডেন্টদের অ্যাডমিশনে যাওয়া ঠিক হবে?

    • @HrhTube
      @HrhTube  2 года назад

      পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।
      আর তাছাড়া মিড-ক্লাস স্টুডেন্ট বলে কোন কথা নেই ভাইয়্যা।

  • @sfshakil4465
    @sfshakil4465 4 года назад +1

    ভাইয়া ডুয়েট আবেদন করতে কতো পয়েন্ট লাগে জানালে খুশি হতাম

    • @HrhTube
      @HrhTube  4 года назад +1

      ভাইয়্যা ডুয়েটে আবেদন করার জন্য ডিপ্লোমায় সিজিপিএ ৩.০০ লাগে। আশাকরি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আশাকরি। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়্যা।

    • @sfshakil4465
      @sfshakil4465 4 года назад +1

      @@HrhTube ৩.০০ না আসলে ডুয়েট আবেন করতে পারবো সে ক্ষেএে কোচিং করব..??? বা করলে লাভ কি....????

    • @HrhTube
      @HrhTube  4 года назад

      @@sfshakil4465 কোচিং করলে নিঃসন্দেহে জ্ঞান বাড়বে বিশেষ করে ডিপার্টমেন্টে তার ভালো দহ্মতা অর্জন হবে। এই আরকি ভাইয়্যা

    • @HrhTube
      @HrhTube  4 года назад

      @@sfshakil4465 কোচিং করলে নিঃসন্দেহে জ্ঞান বাড়বে বিশেষ করে ডিপার্টমেন্টে তার ভালো দহ্মতা অর্জন হবে। এই আরকি ভাইয়্যা

  • @চমকচমক-য৩স
    @চমকচমক-য৩স 4 года назад +1

    আপনি কি কোচিং এর জন্ন্যে বললেন বুঝলাম না?

    • @HrhTube
      @HrhTube  4 года назад

      প্রিয় ভাই, আপনি ভিডিওটি মনোযোগ সহকারে আরেকবার দেখুন

  • @Johndaltech
    @Johndaltech Год назад

    Vaiya course ta kotai korano hoi

  • @monnafali8683
    @monnafali8683 5 лет назад +10

    আমি একজন অভিভাবক, আপনার সুন্দর সুন্দর কথাগুলো শুনার পর আমার অনেক চিন্তা ভাবনা দুর হয়েছে। আবার অনেক চিন্তা ভাবনা আশার আলো জুগিয়েছে। আশা করি গরীব ছাত্রদের খেয়াল রাখবে এবং আল্লাহ আপনাকে ভাল রাখবেন- ইনশাল্লাহ ।

    • @HrhTube
      @HrhTube  5 лет назад

      আপনার কথায় অনেক উৎসাহিত হলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দোয়া করবেন আর আমরা দোয়া রইলো তার জন্য যার জন্য আপনার চিন্তা ভাবনা আশা আকাঙ্ক্ষা আল্লাহ যেন তাকে সফল করেন।

    • @monnafali8683
      @monnafali8683 5 лет назад +1

      @@HrhTube সে আমার ছেলে। সে এবারে কম্পিউটার বিষয়ে কুড়িগ্রাম পলিটেকনিকেলে পড়ার সুযোগ পেয়েছে। সে যেন আপনার মতো হতে পারে। আপনি ভাল পিতার ভাল ছেলে।

    • @Ramjan-studyingkpi
      @Ramjan-studyingkpi Год назад

      ​@@monnafali8683Assalamualaikum kemon achen?

    • @soniaislam2074
      @soniaislam2074 Год назад

      sir tansan mukto holam apnar Kotha Sune❤

    • @jbvlog3898
      @jbvlog3898 Год назад

      ​@@HrhTubevaiya apnar sathe contract krte cy...

  • @rahulch3239
    @rahulch3239 Год назад +1

    ভাইয়া ডুয়েটে চান্স পেয়ে বিএসসি করলে কি আমি ভাল চাকরি পাব।।।মানে আমার মুল্যায়ন কেমন হবে।।যদি একটু বিস্তারিত বলতেন।।

    • @HrhTube
      @HrhTube  Год назад +1

      ভালো একটা ইউনিভার্সিটি থেকে বিএসসি করলে অবশ্যই মূল্যায়ন পাবেন যদি সেই চান্স পাওয়াটা আপনিও পুরোপুরি কাজে লাগাতে পারেন। ভালো চাকরীর পাওয়ার জন্য একটা ভালো ইনভায়রনমেন্ট পাবেন। শুভকামনা রইল

  • @saddathosensaoum4761
    @saddathosensaoum4761 7 месяцев назад

    Sir ami ssc die science theke ki duet a porte parbo

  • @readoykumar3390
    @readoykumar3390 Месяц назад

    আমি ২০২০ এ জেনারেল থেকে ইন্টার পাশ করেছি আমি আবার এইবার অর্থাৎ ডিপ্লোমাতে ভর্তি হয়েছি আমি কি অনেক গ্যাপ থাকার কারণে কি আমি ডুয়েটে ভর্তি পরীক্ষা দিতে পারবো প্লিজ জানাবেন?

  • @DspPritam
    @DspPritam 9 месяцев назад

    মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এর জন্য কি কি বই পরতে হবে স্যার প্লিজ রিপ্লাই

  • @nuralom9589
    @nuralom9589 Год назад +1

    Onek video dekhesi siddanto nite j ami diploma ses kore ki korbo,bt ai video dekhe clear hoye gelo in shaa Allah duyet jabo

    • @HrhTube
      @HrhTube  11 месяцев назад

      ইনশাআল্লাহ! আপনার জন্য শুভকামনা রইল

  • @mdparvezhasan9254
    @mdparvezhasan9254 Год назад

    আমার লাইফে আমি যত ভিডিও দেখছি ডুয়েট বা ইঞ্জিনিয়ারিং নিয়ে আপনার ভিডিও সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং আমাকে মোটিভেট করেছে এখন থেকে আমারও স্বপ্ন ডুয়েট এডমিশন দিব

    • @HrhTube
      @HrhTube  Год назад

      শুভকামনা 💞

  • @moniroy179
    @moniroy179 7 месяцев назад

    Duet এর জন্য কোন কোচিং ভালো হবে..?

  • @MdSakibHasan-w8m
    @MdSakibHasan-w8m 7 месяцев назад

    ভাই IEB তে বিএসসি ইঞ্জিনিয়ারিং করা যায়?

  • @-MdAl-Amin
    @-MdAl-Amin 5 лет назад +2

    এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য অসংখ্য ধন্যবাদ।

    • @HrhTube
      @HrhTube  5 лет назад +1

      ওয়েলকাম ভাইয়্যা, আপনাদের জন্যই এই হ্মুদ্র চেস্টা।আশাকরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর ভিডিও গুলো বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়্যা

    • @-MdAl-Amin
      @-MdAl-Amin 5 лет назад

      আমি ১০-১১-১৯ তারিখে ডুয়েট ভিজিটে আসবো। সেক্ষেত্রে আপনার যোগাযোগ নাম্বরটা পেলে উপকৃত হবো।

  • @yasinybt2944
    @yasinybt2944 Год назад

    rsc নিয়ে পড়ে ডুয়েটে কি মেক্যানিকাল নিয়ে কি পড়া যায় ভাই উত্তর দিলে ভালো হতো

    • @HrhTube
      @HrhTube  Год назад

      জ্বি, অবশ্যই পারবেন।

  • @মুসাফির-দ১স
    @মুসাফির-দ১স 5 лет назад +4

    ভাইয়া আমি CSE ৭ম সেমিস্টারে পড়ি। আমার খুব ইচ্ছে যে ডুয়েট এ পরিক্ষা দিবো। কিন্তু আমার পারিবারিক সমস্যা,২০১৬ সালে আমার মা-বাবা মারা গেছে। কোচিং এ যেতে চাই ভাইয়া কিন্তু চান্স হোক বা না হোক পরবর্তীতে কি হবে তা নিয়ে অনেক টেনশনে আছি। আমার এখন কি করা উচিত ভাইয়া প্লিজ বলেন। আর ডুয়েটে পড়তে কেমন খরচ লাগে ভাইয়া জানাবেন প্লিজ।। আমি কোচিং করতে চাই,কিন্তু পরে কি হবে ওইটা জানার খুব ইচ্ছা😭😭😭,,,উওর পেলে অনেক উপকার হইত ভাই🙏🙏আমার আর একটা বিষয় জানার খুব আগ্রহ ভাইয়া,যে কম্পিউটার ডিপার্টমেন্টের যারা ডুয়েটে যায় তারা তো বাকি যারা কাজ শিখে জব করে তাদের মতো তেমন কোনো কাজ পারে না,,তো বি এস সি শেষ এ তারা কি বা কোন কোন জব অপরচুনিটি গুলো পাবে😭,,কারন বর্তমান যুগে তো কাজ ছাড়া জব নেই কেউ মূল্য দেয় না। উওরের অপেক্ষায় থাকলাম ভাইয়া😍😍

    • @HrhTube
      @HrhTube  5 лет назад +3

      ভাইয়্যা, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। এডমিশন টেস্টের সময় মাসে প্রায় ৪হাজার বা সারে চার হাজার টাকা খরচ হবে। তবে ডুয়েটে পড়ার সময় খরচ কিছুটা কমবে যদি শুরু থেকেই হলে থাকো।আর ডুয়েটে ভর্তির পর অধিকাংশ স্টুডেন্টই প্রাইভেট বা কোচিং এ ক্লাস নিয়েই ডুয়েট পড়ার খরচ বেয়ার করে। তাই ডুয়েটে চান্স পাওয়ার পর কিভাবে চলবে এটা আপাতত চিন্তা করার দরকার নেই ভাইয়্যা। এবার কাজের কথায় আসি, ভাইয়্যা ডুয়েট উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান, তাই এখানে পড়া লেখার পাশাপাশি প্রায় সবাই ডিপার্টমেন্ট কেন্দ্রিক কিছুনা কিছু কাজ শিখে, তাই প্রাইভেট চাকরিতে প্রবেশের হ্মেত্রে তেমন সমস্যা হয় না। আর সরকারির জন্য আগে দরকার হয় লিখিত পরীহ্মায় টিকা, মূলত এই লিখিত পরীক্ষার উপরেই নির্ভর করে চাকরি পাওয়া বা না পাওয়া, এর জন্য দরকার একাডেমি পড়ালেখা। এবার বুঝেছেন আশাকরি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন আর আশাকরি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ আপনার বাবা-মাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে দিন (আমিন)। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়্যা।

  • @mdhabiburhabib9571
    @mdhabiburhabib9571 5 лет назад +1

    Khub vlo laglo vai apnar kotha gula.. thanks vai

    • @HrhTube
      @HrhTube  5 лет назад

      ওয়েলকাম ভাইয়্যা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আশাকরি। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়্যা

  • @banglarmukh5009
    @banglarmukh5009 6 месяцев назад

    আমি হাবিব ভাইয়ের ক্লাস করেছি।

  • @nishanrohmanlabib
    @nishanrohmanlabib Год назад +1

    Sir ami porte cai bt kemne ki korbo kisu buji gazi pur kuno pricity o ney

  • @AhadIslam-kh8mf
    @AhadIslam-kh8mf 7 месяцев назад

    ভাইয়া আমি এই বছর এসএসসি পরীক্ষা দিয়ে,, আমি এখনও সিদ্ধান্ত নিতে পারছি না যে আমি কোথয়া পড়বো পলিটেকনিক নাকি জেনারেল,,,,, সবাই বলে জেনারেল এ পড় কারন ওখানে অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় আছে কিন্তু পলিটেকনিক এ খালি ডুয়েট আছে,, আমার প্রশ্ন হচ্ছে শুধুমাএ ডুয়েটেট ভরসায় কি পলিটেকনিক এ পড়া আমার উচিত হবে? যদি ডুয়েটে চান্স না পাই তবে?? প্লিজ রিপ্লে দিবেন

  • @bestdrawing4081
    @bestdrawing4081 5 лет назад +1

    Via diploma complete korar pore ki Ami Dhaka University ta porta parbo ba dimloma paramedical course korar por ki doctor hota parbo ar diplomar pasapasa hsc exam dia University ta porta parbo

    • @HrhTube
      @HrhTube  5 лет назад

      ভাইয়্যা, এখন পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটির যে ভর্তির নিয়ম রয়েছে তাতে ডিপ্লোমা কম্পলিট করে সেখানে ভর্তি হওয়া যায় না। আর ডিপ্লোমার পাশাপাশি এইচএসসিও করা যায় না ভাইয়্যা। তবে হ্যাঁ, আপনি প্যারামেডিকেল কম্পলিট করে সেই বিষয়ে বিএসসি করে সংশ্লিষ্ট বিষয়ে কম্পলিট ডাক্তার হতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়্যা আর আশাকরি এই ভিডিওটি বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।

    • @bestdrawing4081
      @bestdrawing4081 5 лет назад +1

      @@HrhTube reply korar gonno thanks

  • @SmmahfujhasanMoon
    @SmmahfujhasanMoon Год назад

    ভাইয়া ডুয়েট থেকে বিএসসি করার পর সরকারি কি কি চাকরি হয় সিভিলদের???

  • @fahimhossen4289
    @fahimhossen4289 4 года назад +1

    Watching your video from Dinajpur

    • @HrhTube
      @HrhTube  4 года назад

      ধন্যবাদ ভাইয়্যা, ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়্যা।

  • @saidurkhan1307
    @saidurkhan1307 5 лет назад +1

    Onek dhonnobad vhi...
    Onrk valo valo motivtional kotha bollen...
    May allah bless you...

    • @HrhTube
      @HrhTube  5 лет назад

      জাযাকাল্লাহু খইর। আশাকরি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন।আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়্যা

  • @TaposroyTonmoy
    @TaposroyTonmoy 7 месяцев назад

    2024saler akta video den duet addmission

  • @md.nazmulhassan8954
    @md.nazmulhassan8954 2 года назад +1

    Thanks

    • @HrhTube
      @HrhTube  2 года назад

      Welcome brother.

  • @riyad1978
    @riyad1978 4 года назад +2

    Sir,, jara TSC te Diploma tara ki porte parbe??

    • @HrhTube
      @HrhTube  4 года назад

      জি! অবশ্যই পারবে ভাইয়্যা

  • @DspPritam
    @DspPritam 9 месяцев назад

    Thank you sir🎉❤

  • @williamwordsworth3684
    @williamwordsworth3684 8 месяцев назад

    ডুয়েটে কি জেনারেলরা পরীক্ষা দিতে পারবে।

  • @ahnafahmed327
    @ahnafahmed327 Год назад +1

    Vaiii duet exm ta kohtai dibo r vaii duet full meaning ki

  • @nayemurrahomanchijan5556
    @nayemurrahomanchijan5556 3 года назад +1

    ভাই,আমি ২সেমিস্টারের স্টুডেন্ট,
    আমার ডুয়েটে যাওয়ার স্বপ্ন আছে তবে স্টুডেন্ট খুব একটা ভাল না,এই দু'সেমিস্টারে পাশ করছি টেনেটুনে😒
    এখন আমি কি চেস্টা করলে ডুয়েট এডমিশন পাবো?কিংবা কি কি করনীয় আমার..!!

    • @HrhTube
      @HrhTube  3 года назад

      চেস্টা করলে অবশ্যই সম্ভব ভাইয়্যা।
      আপনাকে কি করতে হবে এবিষয়ে বিস্তারিত ভিডিও দেওয়া আছে, একটু কস্ট করে এই চ্যানেলের এডমিশন বিষয়ক ভিডিও গুলো দেখে নেওয়ার পরামর্শ রইলো।

  • @bilasroy5784
    @bilasroy5784 5 лет назад +1

    vaia ami ebar 7th semester e .vhub icce duet e porar..kintu vaia amar family te financial problem..barite bole je coaching kore duet e chance paili thik ace tarpor tui duet e study korbi kivabe eto taka to proti mase dite parbo na....vaia okhane ki ami niger takay lekhapora calay jaite parbo???

    • @HrhTube
      @HrhTube  5 лет назад +1

      ভাইয়্যা, এটা শুধু তোমারই সমস্যা না, ডুয়েটে পড়া অধিকাংশ স্টুডেন্টদের এমন সমস্যা। এডমিশন কোচিং এর সময় কস্ট করার পর চান্স পাওয়া এমন প্রত্যেকটা স্টুডেন্টই ডুয়েটে পড়াকালীন টিউশন করায় অথবা কোচিং গুলোতে ক্লাস নিয়ে খুব ইজিলি ডুয়েট স্টাডি কমপ্লিট করতে পারে ভাইয়্যা। তুমি অন্তত কোচিং চলাকালীন যে খরচ সেটা যদি বেয়ার করতে পারো তাহলে আর চিন্তা করার দরকার নেই। চান্স পাওয়ার পর বাকীটা একটু কস্ট করলে সহজেই ডুয়েট পার করতে পারবে। এখন এটা নিয়ে চিন্তা না করাই ভালো। আশাকরি বুঝতে পেরেছ।

    • @bilasroy5784
      @bilasroy5784 5 лет назад +1

      @@HrhTube apnake onek thanks vaia...

    • @HrhTube
      @HrhTube  5 лет назад +1

      @@bilasroy5784 Welcome brother

  • @shihabkhan6
    @shihabkhan6 5 лет назад +1

    Sir ami apnar channel a new .....sir ami rac department a mupi 2nd semester a .....ami amr department er first boy....kintu akta subject amre khub depression a feltese duet admission er belay amr departmently exam dewa lagbe ....plzzz sir amr reply diyen.....amr diploma te asar aktay reason duet admission ......plzzzzzzz sir amr reply taa diyen

    • @HrhTube
      @HrhTube  5 лет назад

      ভাইয়্যা,তোমার কোন সাবজেক্টা নিয়ে সমস্যা ফিল করছ? আমাকে ক্লিয়ারলি বল, আমি অবশ্যই সমাধান দিতে পারবো ইনশাআল্লাহ, কারন আমি মেকানিকালের ছাত্র। দেরি করে রিপ্লাই দেওয়ার জন্য দুখিত ভাইয়্যা

  • @mdoaliulislam4165
    @mdoaliulislam4165 5 лет назад +1

    এই দুইটার মধ্যে কোনটা ভাল এটু বলেন দয়া করে,,

    • @HrhTube
      @HrhTube  5 лет назад +1

      দুটাই ভালো তবে সেটা আপনার লহ্ম্য অনুযায়ী। অবশ্যই ডুয়েট এডমিশন কোচিং বেস্ট কোন সন্দেহ নেই। এ বিষয়ে আমার আগের উত্তরটি দেখলে বুঝবেন আশাকরি। ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আশাকরি। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়্যা।

    • @mdoaliulislam4165
      @mdoaliulislam4165 5 лет назад

      @@HrhTube আমি কনফিউশনে আছি এডমিশনে জাব, না জব কোচিনে জাব।আমার পারিবারিক আর্থিক অবস্থা খুব ভালনা। কী করা যাই,,,,

  • @nahinansary8511
    @nahinansary8511 4 года назад +1

    Vaia Ami technical school and college theke diploma complete korci.....to ai ক্ষেত্রে polytechnical and technical ar certificate ar mullo ak e naki Kom ...? Vaia

    • @HrhTube
      @HrhTube  4 года назад +1

      মান একই ভাইয়্যা, তাই এটা নিয়ে দুশ্চিন্তা করার কোন কারণ নেই। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়্যা।

    • @nahinansary8511
      @nahinansary8511 4 года назад +1

      জি ভাইয়া..আমি আপনার ভিডিও অনেক আগে থেকেই দেখি ...ভাইয়া চাকরির ক্ষেত্রে কি কোন প্রবলেম হবে নাকি টেকনিক্যাল থেকে পড়লে..?

    • @HrhTube
      @HrhTube  4 года назад

      @@nahinansary8511 না ভাইয়্যা, সরকারি চাকরীর জন্য লিখিত পরীক্ষার মার্কই চাকরী পাওয়ার জন্য সিংহভাগ ভূমিকা পালন করে। আর বেসরকারি হলে দক্ষতা। সুতরাং বিষয় গুলো ব্যক্তিগত, প্রতিষ্ঠানগত না। আশা করি বুঝতে পেরেছেন ভাইয়্যা।

    • @nahinansary8511
      @nahinansary8511 4 года назад +1

      Okay vaia...thank you 😍

  • @tanzilislam5788
    @tanzilislam5788 5 лет назад +1

    আশা রাখবেন ডুয়েট যাবো ইনশাআল্লাহ

    • @HrhTube
      @HrhTube  5 лет назад

      মাশা-আল্লাহ! খুবই ভালো সিদ্ধান্ত। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়্যা।

    • @tanzilislam5788
      @tanzilislam5788 5 лет назад

      দোয়া করবেব স্যার

  • @ritumune3724
    @ritumune3724 5 лет назад +1

    Vaia ami Architecture a 4th semester duet ar jonne ki ki porbo akhon

    • @HrhTube
      @HrhTube  5 лет назад

      খুবই ভালো সিদ্ধান্ত নিয়েছ ভাইয়্যা।
      এখন কিভাবে প্রিপারেশন নিবে?
      এই বিষয়ে আমি বিস্তারিত বলেছি, এই ভিডিওটি তোমার জন্য.নিচের ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ। ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আশাকরি।
      ruclips.net/video/FxL-JZwop0Y/видео.html

  • @sabbirhossain5090
    @sabbirhossain5090 5 лет назад +1

    vai ami to arts theke study korsi...ami ki duet a chunch pabo..

    • @HrhTube
      @HrhTube  5 лет назад

      কেন নয় ভাইয়্যা। আর আপনি এখন পড়ছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যা পিউর সাইন্স! তাহলে চিন্তা কি ভাইয়্যা? আর এমন স্টুডেন্ট অনেক আছে যাদের এসএসসি ব্যাকগ্রাউন্ড আর্টস বা কমার্স, তারা চান্সও পাচ্ছে এবং ডুয়েটেও তারা রেগুলার ভালো রেজাল্ট করছে। সুতরাং নো চিন্তা ভাইয়্যা। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়্যা। আশাকরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন ভাইয়্যা

  • @MdMehedi-zy7py
    @MdMehedi-zy7py 4 года назад +1

    Apner sate duet Nia oneak Kotha Ase sir apner kisu kother karone Amer oneak upoker hote pare plz give me your phone number

    • @HrhTube
      @HrhTube  4 года назад

      প্লিজ ভাইয়্যা, আমাকে মেসেঞ্জারে নক করেন।

  • @sujaetkhan1083
    @sujaetkhan1083 Год назад +2

    আসসালামু আলাইকুম স্যার, আমি পাওয়ার টেকনোলজি ৭ ম সেমিস্টারে। আথিক অবস্থা তেমন ভালো না? রেজাল্ট ৩.৩০ আপ আছে। আমার জন্য কি করনীয়। ডুয়েট এডমিশন নাকি জব কোচিং? কোনটা করলে ভালো হয়। জনালে উপকৃত হতাম। ( কারণ এখন সঠিক সিদ্ধান্ত নিতে হবে)

    • @HrhTube
      @HrhTube  11 месяцев назад

      ভাইয়্যা, এটা খুব কঠিন প্রশ্ন, আপনার পরিস্থিত+ইচ্ছা শক্তি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। মনে রাখবেন কোন অদম্য ইচ্ছা শক্তি থাকলে যেকোন বাধা মোকাবেলা করা যায়। তবে আপনার এই বিষয় নিয়ে সরাসরি কোন বড় ভাই/ডুয়েটিয়ান ভাইয়ের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিলে আপনার জন্য ভালো হবে আশাকরি।

  • @sar-li8we
    @sar-li8we Год назад +1

    Very inspiration video ❤❤

  • @sakibkhansaydul6226
    @sakibkhansaydul6226 4 года назад +1

    Kub valo laglo thanx for information

  • @skyoutuber2991
    @skyoutuber2991 4 года назад +1

    Sir ami interni korce akhon may mas a giye ki ami duet admission preparation nitey parbo...plzzz akto janaben comment kore

    • @HrhTube
      @HrhTube  4 года назад

      জি অবশ্যই পারবেন ভাইয়্যা। যত দ্রুত সম্ভব আসার চেস্টা করবেন। তবে সেহ্মেত্রে আপনারা সময় তুলনামূলক কম পাবেন, এই জন্য আপনাদের তুলনামূলক বেশি পরিশ্রম করে পড়াশোনা করতে হবে। আশাকরা যায় এতে ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ।

  • @mdoaliulislam4165
    @mdoaliulislam4165 5 лет назад +1

    জব কোচিং এবং ডুয়েট এডমিশন এর মধ্যে পার্থক্য কী?

    • @HrhTube
      @HrhTube  5 лет назад +1

      জব কোচিং এ শুধু মাত্র ডিপার্টমেন্ট অংশ এবং জব রিলেটেড নন ডিপার্টমেন্ট অংশ পড়ানো হয় আর ডুয়েট এডমিশন কোচিং এ ডিপার্টমেন্ট এ টু জেড এবং নন এর পদার্থ, রসায়ন, ম্যাথ ও ইংরেজির ফুল কোর্স করানো হয়।

    • @mdoaliulislam4165
      @mdoaliulislam4165 5 лет назад +1

      @@HrhTube thanks

  • @9205-m4j
    @9205-m4j 4 года назад +1

    ডুয়েট এডমিশন কোচিং না করে জব কোচিং করলেই ত হয়। কেননা ডুয়েট ও জবের সিলেভাস ভিন্ন। এক্সটা কেন পরব নন সাইন্স (জব প্রার্থী দের) ক্ষেত্রে)

    • @HrhTube
      @HrhTube  4 года назад +3

      ভাইয়্যা, একেক জনের টার্গেট একেক রকম। তবে ডুয়েট এডমিশনের জন্য পড়লে, চাকরীর হ্মেত্রে তারাই এগিয়ে থাকে, কারন চাকরির পরীক্ষায় ডিপার্টমেন্ট সিংহভাগ ভূমিকা পালন করে। তারপরও কারও টার্গেট যদি শুধু চাকরি করাই হয়,তাহলে সে জব প্রিপারেশন নিতে পারে,এটাই বেটার

  • @mrakash9893
    @mrakash9893 5 лет назад +1

    Vai job coaching niye akto darona den to konta best hobe Duet coaching naki job Coaching

    • @HrhTube
      @HrhTube  5 лет назад

      জব কোচিং এ শুধু মাত্র ডিপার্টমেন্ট অংশ এবং জব রিলেটেড নন ডিপার্টমেন্ট অংশ পড়ানো হয় আর ডুয়েট এডমিশন কোচিং এ ডিপার্টমেন্ট এ টু জেড এবং নন এর পদার্থ, রসায়ন, ম্যাথ ও ইংরেজির ফুল কোর্স করানো হয়। ডুয়েট পাওয়ার উচ্চ আকাংখা থাকার কারনে নিঃসন্দেহে এডমিশন কোচিংই বেস্ট কারন সেটা করলে দুটারই চুড়ান্ত প্রস্তুতি হয়ে যায়। আশাকরি বুঝতে পেরেছেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আশাকরি। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়্যা।

  • @pajicreation1578
    @pajicreation1578 5 лет назад +1

    ভাই খুব অনুপ্রাণিত হলাম, Thank you

    • @HrhTube
      @HrhTube  5 лет назад

      মাশা-আল্লাহ ভাইয়্যা। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়্যা।

  • @Ashike-ey5ur
    @Ashike-ey5ur 4 года назад +3

    যারা ডুয়েটের মধ্যে ১-১০ তালিকার মধ্যে থাকে তারা কি অত্যন্ত মেধাবী হয়?? আমরা ঐসব student দের সম্পর্কে কি ধারনা রাখব??

    • @HrhTube
      @HrhTube  4 года назад

      ভাইয়্যা আপনার প্রশ্ন ঠিক বুঝতে পারলাম না, ক্লিয়ার করলে ভালো হতো।
      তবে একটা বিষয়, মেধা তো ভাইয়্যা সবারই থাকে, কেউ কাজে লাগায় আর কেউ লাগায় না- আমার কাছে এমন মনে হয় (ব্যতিক্রম একটা দুটা ছাড়া)

  • @nasimhossain4173
    @nasimhossain4173 5 лет назад +1

    কোচিং সম্পূর্ণ করতে কত খরচ হতে পারে..???

    • @HrhTube
      @HrhTube  5 лет назад +1

      ভাইয়্যা কোচিং ফি প্রায় ১৪০০০টাকা আর প্রতি মাসে থাকা খাওয়া বাবদ ৪০০০ থেকে ৫০০০টাকা হলেই যথেষ্ট।তাতে সর্ট কোর্সের জন্য সর্বমোট (৯-১০ মাসের জন্য ধরলাম) প্রায় ৬০ হাজারের মত লাগবে। আর কত ঘন্টা বা কিভাবে পড়তে হবে এর জন্য নিচের দুটা ভিডিও দেখলেই ক্লিয়ার হবেন। লিংক নিচে দিলাম দেখেনিবেন কস্ট করে।প্রশ্নের জন্য ধন্যবাদ। ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন।আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়্যা।
      1.ruclips.net/video/9bBVSUK2XD4/видео.html
      2.ruclips.net/video/Q7x9SDb6wfs/видео.html

    • @nasimhossain4173
      @nasimhossain4173 5 лет назад

      প্রতি মাসের জন্য ১৪০০০ টাকা কোচিং ফি?

    • @HrhTube
      @HrhTube  5 лет назад

      @@nasimhossain4173 না ভাইয়্যা, সম্পূর্ণ কোচিং ফি /কোর্স ফি এটা। আর কারও সমস্যা থাকলে সে অল্প অল্প করে বা কিস্তি ভিত্তিতেও এই ফি পরিশোধের সুযোগ পায়, কোচিং গুলো এমন সুযোগ সব সময়েই দিয়ে থাকে। আশাকরি বুঝতে পেরেছেন।

    • @nasimhossain4173
      @nasimhossain4173 5 лет назад

      tnx vaiya....

    • @nasimhossain4173
      @nasimhossain4173 5 лет назад +1

      আরেকটা কথা বিরক্ত হবেন না প্লিজ..... (৯-১০ মাসে) ৬০ হাজার টাকাা কিভাবে খরচ হবে?? থাকা খাওয়া কোচিং ফি সহ বলেছেন???

  • @ShahidulIslam-me8cx
    @ShahidulIslam-me8cx 5 лет назад +1

    Diploma Bsc kiser shomaman

    • @HrhTube
      @HrhTube  5 лет назад

      আপনার প্রশ্নটা ক্লিয়ার না ভাইয়্যা,আরেকটু ক্লিয়ার করে বলবেন??

  • @MdSabbir-jn8ij
    @MdSabbir-jn8ij 5 лет назад +1

    vai duet coaching konta valo civil + non department saita amar janar silo... tasara ami chemistry ta khub durbol etar jonno kono suggestion ase ki... math & physics somondhe mota muti idia ase.... ai bisoie e apnar help akanto proiojon... ami khulna Polytechnic er 7th semester er civil engineering er student...

    • @HrhTube
      @HrhTube  2 года назад

      কার নাম বলবো আর কে রাগ করবে😂
      তবে আমি মনে করি বড় কোচিং সেন্টার গুলোতে ভর্তি হওয়াটাই বেশি ভালো। আপনার বড়ভাই-বন্ধুদের থেকে খোজ খবর নিয়ে ভর্তি হোন।
      ruclips.net/video/FxL-JZwop0Y/видео.html
      এই ভিডিওতে বিস্তারিত বলার চেস্টা করেছি, আশাকরি প্রয়োজনীয় নির্দেশনা পাবেন।

  • @eliyashossainmolla4949
    @eliyashossainmolla4949 4 года назад +1

    ভাই আপনি খুব ভাল পরামর্শ দিলেন।ধন্যবাদ

    • @HrhTube
      @HrhTube  4 года назад

      শুভকামনা রইলো ভাইয়্যা

  • @gamingwithsakib2686
    @gamingwithsakib2686 2 года назад +1

    ভাই আমি একেবারে কাঙ্গাল, আমারো ইচ্ছা ডুয়েট অ্যাডমিশনে যাওয়ার। আমার মেকারলিক্যাল এর ডুয়েট অ্যাডমিশন বই পড়া শেষ। টাকার জন্য বিভ্রান্তিতে ডুয়েট এ যাবোকিনা।তবু্ও চেষ্টা করবো ডুয়েট অ্যাডমিশনে যাওয়ার।

  • @sobujroy1084
    @sobujroy1084 6 месяцев назад

    স্যার একটা প্রশ্ন আমার ডুয়েট পড়ার কোনো ইচ্ছে নেই ইচ্ছে থাকলেও বাড়ি থেকে পড়াতে পারবে না আর্থিক সমসসা আর চান্স নাও হতে পারে ।কিন্তু অনেকে বলে একবার ডুয়েট এডমিশনে যাইতে তাহলে নাকি চাকরি ক্ষেত্রে সুবিধা হয় এটা কতটুকু সত্য ।।আর আমার কি করণীয় জব না ডুয়েট এডমিশন।।ভালো কোনটা হবে । প্লিজ রিপ্লাই

  • @optimisticfiroj9728
    @optimisticfiroj9728 5 лет назад +2

    Vai coching korar pasa pasi kisu kora jabe ki...

    • @HrhTube
      @HrhTube  5 лет назад +1

      ভাইয়্যা আসলে এডমিশন কোচিং করার পাশাপাশি কিছু না করাই ভালো, কারন সম্পুর্ন সময়টা পড়াশোনার কাজে লাগানো দরকার।তবে কেউ যদি নিতান্ত প্রয়োজনে একটা সুবিধাজনক টিউশন/প্রাইভেট পড়ায় তাহলেও খুব বেশি সমস্যা হবে না, সমস্যা হলো ডুয়েটের আশেপাশে টিউশন পাওয়াটা ভাগ্যের ব্যাপার।সৎ সাহস রাখেন জীবনের বাধা অতিক্রম করতে পারবেন ইনশাআল্লাহ। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়্যা। ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন।

  • @iskconlovers6764
    @iskconlovers6764 5 лет назад +1

    ডিপ্লোমা শেষ করে আমি কিভাবে নিজের ক্যারিয়ারকে আরো ডেভলপ করতে পারব?? ডিপ্লোমাধারীরা কি বিসিএস ক্যাডার হতে পারে? হলে সেটা কিভাবে?? প্লিজ জানাবেন

    • @HrhTube
      @HrhTube  5 лет назад

      ভালো প্রশ্ন ভাইয়্যা। সর্বোচ্চ ভালো কোনটা হবে সেই সিরিয়াল অনুযায়ী পরামর্শ ঃ
      ১. প্রথমত ডিপ্লোমা পাশের পর ডুয়েটে এডমিশন নিয়ে বিএসসি কমপ্লিট করে ক্যারিয়ার /কর্ম জীবন শুরু করতে পারেন বা এর চেয়েও বেশি স্টাডি যেমন এমএসসি ও পিএইচডি পর্যন্ত করার সুযোগ আছে।
      ২.ডিপ্লোমা করে প্রাইভেট থেকে বিএসসি কমপ্লিট করে কর্মজীবন শুরু করতে পারেন। সেহ্মেত্রে আপনাকে একজন দহ্ম ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যা যা প্রয়োজন তা শিখে নিতে হবে।একজন দহ্ম ইঞ্জিনিয়ার হলে দেশ + বিদেশে আপনার কদর থাকবে।
      ৩.ডিপ্লোমা করে সরকারি চাকরী বা পাওয়ার গ্রীড কম্পানীতে চাকরী নেওয়ার চেস্টা করতে পারেন যা আপনাকে ২য় শ্রেনীর অফিসারের মর্যাদা দিবে (১০ গ্রেড). এর পাশাপাশি প্রাইভেট থেকে বিএসসি করে নিতে পারবেন।
      ৪. ডিপ্লোমা শেষ করে AMIE থেকে বিএসসি করে নিতে পারেন।
      ৫.ডিপ্লোমা শেষ করে সরাসরি প্রাইভেট প্রতিষ্ঠানে জয়েন করতে পারেন + সুযোগ পেলে বিএসসি করে নিতে পারবেন। সেহ্মেত্রেও আপনাকে অবশ্যই একজন দহ্ম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হতে হবে তাহলে ক্যারিয়ার উজ্জ্বল। তবে ভাই এই লাইফটা অনেক কঠিন।
      **বিএসসি শেষ করে বিএসসি দেওয়া যায় (শুধু ডিপ্লোমা পাশ করেই বিসিএস দেওয়া যায় না ভাইয়্যা)। একজন বিসিএস ক্যাডার হিসেবেও ক্যারিয়ার উজ্জ্বল গড়ার সুযোগ আছে।
      আশাকরি উপরের ১ নম্বরটাই সিদ্ধান্ত নিবেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়্যা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন।

    • @iskconlovers6764
      @iskconlovers6764 5 лет назад

      অসংখ্য ধন্যবাদ 🙏🙏

    • @iskconlovers6764
      @iskconlovers6764 5 лет назад

      বিসিএস করার ব্যাপারে কি বললেন ভালোমতো বুঝলাম না। আমি কি বিএসসি কমপ্লিট করে বিসিএস ট্রাই করতে পারব???

    • @HrhTube
      @HrhTube  5 лет назад

      ভাইয়্যা বিএসসি না করে তো বিসিএস দেওয়া যাবে না। এটা কমপ্লিট করেই বিসিএস দেওয়া যাবে আর টারগেট যদি বিসিএস হয় তাহলে প্রস্তুতি তো যেকোন সময় নিতে পারেন সেটা এখন থেকেও শুরু করতে পারেন।

    • @iskconlovers6764
      @iskconlovers6764 5 лет назад

      আমাদের বিসিএস প্রিপারেশন কি জেনারেল এর স্টুডেন্টদের মতোই? আমরা কি কি বিষয়ের উপর গুরুত্বারোপ করব বিসিএস এর জন্য?

  • @nazmulhaq2410
    @nazmulhaq2410 5 лет назад +1

    ami electronics ar student ,EEE NA CSE kontar jonno preparation nibo help me plz.ami 7 sem a asi

    • @HrhTube
      @HrhTube  5 лет назад

      খুব কঠিন প্রশ্ন করেছেন ভাইয়্যা। আসলে এটা আপনার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। একটু তথ্য দিয়ে আপনাকে হেল্প করতে পারি। ইইই এর চেয়ে সিএসই তে কম্পিটিশন তুলনা একটু কম। তবে ইইই এর চেয়ে সিএসই তে থিওরি বা মুখস্থ বিদ্যা বেশি দরকার। আর আপনি ইলেকট্রনিকস হওয়ায় কিছু সাবজেক্ট একদম নতুন করে পড়তে হবে। যদি এগুলো ভালোভাবে করতে পারেন তাহলে সিএসই তে চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ। চাকরির হ্মেত্রে দুটারই ডিমান্ড ভালো কিন্তু তুলনামূলক (বিএসসি এর জন্য) সিএসই চেয়ে ইইই এর চাকরি বেশি ভাইয়্যা। আশাকরি বুঝতে পেরেছেন। এখন সিদ্ধান্ত আপনার। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আশাকরি। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়্যা।

  • @SinthiaakterBithi-kx2yk
    @SinthiaakterBithi-kx2yk Год назад

    ইন্টারমিডিএট শেষ করে কী ডিপ্লোমা করলে ভালো হবে না কী অভিগদের পরামর্শ চাই

  • @RosidKhan-e5n
    @RosidKhan-e5n Год назад

    Vay amar o Duet ei porar icca ace! amar S.S.C te Science cilo kintu GPA 3.44 akhon ami politecnike 6th semistere Electrical nia pori akhon amar Arthik Obosta khuboi kharap family Theke mase 3000 hajar Taka dite himsim khacce! Akhon ami kivabe duet admisone jabo amar diplomar poti semistere result 3.50 er upor ace! Na intarni er pasapasi job choching korbo amar vai calo Gide line nai tai bolteci ektu valo poramosso di upokito korben

  • @mdrayhan9225
    @mdrayhan9225 3 года назад +1

    আপনার কথা গুলো খুব ভালো লাগলো

  • @djfaysal4827
    @djfaysal4827 Год назад +1

    স্যার আপনার কোচিং সেন্টার এর ঠিকানা দেন প্লিজ। সিভিল ইঞ্জিনিয়ারিং

    • @HrhTube
      @HrhTube  11 месяцев назад

      ভাইয়্যা, আমার কোন কোচিং সেন্টার নাই। সব কোচিংই ভালো। বেশি স্টুডেন্ট যেখানে ভর্তি হয়, এরকম কোন কোচিং এ ভর্তি হওয়ার পরামর্শ রইলো। আপনার জন্য শুভকামনা।

  • @foodnutritiontech5672
    @foodnutritiontech5672 4 года назад +2

    ভাইয়া আমি আপনাকে একবার দেখেছি আমার ম্যাসের পাশে।কিশোরগঞ্জ পলি......
    ভাই আপনার সাথে কিছু কথা বলার ছিল।নাম্বারটা পেতে পারি?

    • @HrhTube
      @HrhTube  4 года назад +1

      মা-শা-আল্লাহ ভাইয়্যা।
      ০১৭৮৭২২৮০০১

  • @nayonbiswas4769
    @nayonbiswas4769 5 лет назад +1

    ভাই আমি আপনার fan হয়ে গেছি

    • @HrhTube
      @HrhTube  5 лет назад

      ওয়াও!! ফ্যান হয়ে গেলেন! তা কথা গুলো শুনে কি সিদ্ধান্ত নিলেন?

  • @dinislam9723
    @dinislam9723 5 лет назад +1

    Duet admission coaching valo konta,Mechanical er jonno?

    • @HrhTube
      @HrhTube  5 лет назад

      ভাইয়্যা, ডুয়েট এরিয়ার প্রায় সকল কোচিংই ভালো, সবাই যার যার সর্বোচ্চ দেওয়ার চেস্টা করে। তবে বড় কোচিং হিসেবে অপটিমাম কোচিং যথেষ্ট ভালো কোয়ালিটি সম্পন্ন, সুতরাং আপনি সেখানে নিশ্চিন্তে ভর্তি হতে পারেন অথবা আপনার অঞ্চলিক কোচিং এ নিশ্চিন্তে ভর্তি হয়ে যেতে পারেন।আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়্যা। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আশাকরি।

  • @mdjuelrana3530
    @mdjuelrana3530 5 лет назад +12

    ডিপ্লোমা ৭ম পর্ব এর পর কয়মাস সময় পাবো?
    কোচিং করার জন্য কত খরচ হবে? এবং (থাকা খাওয়া মিডিয়াম,,,,, যে সময় লাগবে তার জন্য কত খরচ হবে?একটু জানান।

    • @HrhTube
      @HrhTube  5 лет назад +16

      ভাইয়্যা,সাধারণত ডুয়েট এডমিশন পরীক্ষা প্রতি বছর ঠিক একই সময়ে হয় না, বেশিরভাগ সময় একটু করে সময় পিছায়। তাই বলা যেতেই পারে যে ৭ম সেমিস্টার শেষ করে কেউ এডমিশনে আসলে সে ৯/১০মাস+ সময় পাবে। এখানে সাধারণত প্রতি মাসে ৫ হাজার হলেই চলবে। তার মানে বাকী সময়ের জন্য ৪০,০০০+ টাকা হলেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। শুভকামনা রইলো ভাইয়্যা।ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন আশাকরি।

    • @mdalamgirkobir6005
      @mdalamgirkobir6005 4 года назад

      @@HrhTube ভাইয়া থাকা খাওয়া এবং কোচিং ফি সব মিলিয়ে ৫হাজার টাকাই মেনেজ হবে মাসে।

  • @jolil7881
    @jolil7881 4 года назад +1

    ভাইয়া আমি SSC তে 3.67 পেয়েছি,আমি কি ডুয়েটে পড়তে পারব, আমি ভোলা রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনে চান্স পেয়েছি, কখন ডুয়েটে পড়তে হয়, দয়া করে জানিয়ে দিবেন।

    • @HrhTube
      @HrhTube  4 года назад

      হ্যা, পারবে ইনশাআল্লাহ ভাইয়্যা। ডিপ্লোমা ভালো ভাবে কমপ্লিট করে ডুয়েট এডমিশন পরীক্ষায় অংশগ্রহণ করবে। আশা করি বুঝতে পেরেছ। ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। শুভকামনা রইলো ভাইয়্যা

    • @jolil7881
      @jolil7881 4 года назад +1

      ডুয়েটে কত বছর পড়তে হয়, ভাইয়া ডুয়েটে পড়লে সুযোগ সুবিধা কি?

  • @ememran1243
    @ememran1243 5 лет назад +1

    ভাই আমি ৭ম পর্ব ইলেকট্রিক্যাল এ পড়ছি,,,,,,খুব কনফিউজড হচ্ছে,,,,,জব কোচিং করবো নাকি এডমিশন এ যাব,,,

    • @HrhTube
      @HrhTube  5 лет назад +1

      কনফিউশানের কিছু নেই ভাইয়্যা, এডমিশনের জন্য প্রস্তুতি নেন, দুটাই হয়ে যাবে। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়্যা

  • @tomcruise3580
    @tomcruise3580 4 года назад +1

    Vaiya apnar songe jogajog korte chai
    plz.

  • @sabbirhossen3138
    @sabbirhossen3138 4 года назад +1

    ভাই ssc তে 4.94 আছে। আমি কি dhaka তে ভর্তি হতে পারবো।

    • @HrhTube
      @HrhTube  4 года назад

      আশাকরি পারবেন ইনশাআল্লাহ, ফর্মপূরনের সময় চয়েস গুলো ভালো ভাবে দিবেন

  • @easinali6606
    @easinali6606 6 дней назад

    Thanks

  • @shawonalam4978
    @shawonalam4978 4 года назад +1

    অটো মোবাইলের উচ্চ শিক্ষা তো ডুয়েটে নেই এর জন্যে কি করা যেতে পারে?

    • @HrhTube
      @HrhTube  4 года назад

      মেকানিক্যালে পড়ার জন্য প্রস্তুতি নিতে হবে ভাইয়্যা, একটু চেস্টা করলেই সম্ভব ইনশাআল্লাহ

  • @sultanmahmudhridoy19
    @sultanmahmudhridoy19 4 года назад +1

    ডুয়েটে পড়তে মাসে কত টাকা খরচ হতে পারে? একটু ধারণা দিবেন প্লিজ !

    • @HrhTube
      @HrhTube  4 года назад +1

      স্বাভাবিক ভাবে বর্তমানে (২০২১) ৪ থেকে ৫ হাজার টাকা যথেষ্ট ভাইয়্যা

    • @sultanmahmudhridoy19
      @sultanmahmudhridoy19 4 года назад

      @@HrhTube ধন্যবাদ

  • @MohsinMozahid
    @MohsinMozahid 6 месяцев назад

    ভাই আপনার নাম্বার টা দিলে ভালো হয়।।