Vai ami internee korey akhon bari tei ace koronay....akhon ki Korbo kivabey preparation nibo...amar internee porikka koronar jonno practical porikaa baki acey akon ki korboo...ami tooh non department alhono dori neiii
ভাইয়্যা, কিছু কিছু পলিটেকনিকের আশেপাশে ডুয়েটে নতুন চান্স প্রাপ্ত ভাইয়েরা পার্ট টাইম পড়ায়, আবার আমার জানামতে কিছু পলিটেকনিকের আশেপাশে সাবেক ডুয়েটিয়ানদের কোচিং আছে, উনারা পলিটেকনিক স্টুডেন্টদের পার্টটাইম কোচিং করান। আমি জানি না আপনি কোন পলিটেকনিকে পড়েন, আপনি একটু আপনার পলিটেকনিক এরিয়ায় খোজ নিবেন, হয়তো পেয়ে যাবেন। তবে আমার পরামর্শ হলো পলিটেকনিকে পড়াকালীন ডিপার্টমেন্ট অংশের বেশি গুরুত্ব দিবেন,সেটা আপনার ক্লাস টিচার বা কোন বড় ভাইয়ের কাছ থেকে ভালো করে শিখে নিলেই চলবে। তাহলে পলিটেকনিকে রেজাল্টও ভালো হবে+ ডুয়েটে প্রথম বারেই চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে। এই বিষয়ে এই চ্যানেলে কিছু ভিডিও আছে, সেগুলো দেখে নেওয়ার পরামর্শ রইলো।তোমার জন্য শুভকামনা রইলো ভাইয়্যা।
মোটামুটি সব কোচিংই ভালো ভাইয়্যা, নিজেকে ডিটারমাইন্ড রাখতে হবে। এত কোচিং এর নাম বলা সম্ভব নয়, তবে অপটিমাম,ঢাকা,টট,কনফিডেন্ট সহ আরো অনেক ভালো কোচিং আছে,আপনি যোগাযোগ করুন, সব মানের মেসেই আছে।
৮ম সেমিস্টারের ফাইনাল রেজাল্টে যদি ৮ম সহ সে পূর্বের সব সাবজেক্টে পাশ করে এবং টোটাল সিজিপিএ ৩.০০ পায় তবে অবশ্যই সে ডুয়েট এডমিশন পরীহ্মায় অংশগ্রহণ করতে পারবে ভাইয়্যা। আশাকরি বুঝতে পেরেছেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়্যা, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন।
না ভাইয়া একদম সব পড়তে হয়না, কিছু কিছু অংশ এডমিশনের সিলেবাসে নেই। ফুল সিলেবাসটা তুমি দেখলেই বুঝতে পারবে। প্রশ্ন করার জন্য তোমাকে ধন্যবাদ।এই বিষয় নিয়েই পরবর্তী ভিডিওটি তৈরি করা হয়েছে।খুব শিগগিরই আপলোড দেওয়া হবে, সেটা দেখে নিও অবশ্যই।
ভাইয়্যা,আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। ভাইয়্যা আসলে ডুয়েট এরিয়ার প্রায় সব কোচিংই ভালো। তবে স্পেশালি অপটিমাম কোচিং এ ভর্তি হওয়ার পরামর্শ রইলো, আর না হলে আপনার আঞ্চলিক কোচিং এ ভর্তি হয়ে যেতে পারেন। ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়্যা।
আজ এবং এখন থেকেই শুরু করতে পারবেন। এই ভিডিওটি অবশ্যই দেখে নিন। পলিটেকনিকে পড়াকালীন কিভাবে পড়বেন সে বিষয় নির্দেশনা দেওয়া হয়েছে.. ruclips.net/video/FxL-JZwop0Y/видео.html
ভাইয়্যা,সাধারণত ডুয়েট এডমিশন পরীক্ষা প্রতি বছর ঠিক একই সময়ে হয় না, বেশিরভাগ সময় একটু করে সময় পিছায়। তাই বলা যেতেই পারে যে ৭ম সেমিস্টার শেষ করে কেউ এডমিশনে আসলে(অর্থাৎ গাজীপুরে এটাচমেন্টের পাশাপাশি কোচিং) সে ৯/১০মাস+ সময় পাবে। এখানে সাধারণত প্রতি মাসে ৫ হাজার হলেই চলবে। তার মানে বাকী সময়ের জন্য ৫০,০০০+ টাকা হলেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। এ ছাড়া কোচিং ফি সাধারণত এখন ১৪০০০ থেকে ১৫০০০ হয়ে থাকে। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়্যা।ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন আশাকরি।
জি ভাইয়্যা,পলিটেকনিক পড়াকালীন কিভাবে ডুয়েট এডমিশনের প্রস্তুতি নিতে হবে এই বিষয়ে আমি অলরেডি পরামর্শ দিয়েছি এই ভিডিওতে ruclips.net/video/FxL-JZwop0Y/видео.html সময় করে ভিডিওটি দেখে নিও। ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবে আশাকরি।তোমার জন্য শুভকামনা রইলো ভাইয়্যা।
হুম তোমার আগের কমেন্টে তো বিস্তারিত লিখে দিয়েছি ভাইয়্যা।আর সব শুনা কথা সব সময় সত্য হয় না, আর এটা তাই যা তুমি শুনেছ। আমি যেগুলো অপশন লিখে দিয়েছি সেগুলো এখন পর্যন্ত ঠিক আছে। পরবর্তীতে ইউনিভার্সিটি তাদের নীতির পরিবর্তন না করা পর্যন্ত তুমি অবশ্যই এডমিশন টেস্ট দিতে পারবে। পরবর্তীতে এই সুযোগ গুলো কমবে না বরং আরও বাড়ার সম্ভাবনা আছে।ভর্তি বিষয়ক তথ্য গুলো পাবে ইন্টারমিডিয়েট পরীহ্মার পর, তখন এই নিউজের সত্যতা জানতে পারবে।আর এখন যদি এতেও তুমি নিশ্চিত হতে না পারো তাহলে আমার ফেসবুকে ইনবক্স কর।ধন্যবাদ ভাইয়্যা।
আরো বিস্তারিত (অন্য একজনকে রিপ্লাই দিয়েছিলাম) তোমার প্রশ্নটা ভালো লাগলো, ধন্যবাদ।ভাইয়্যা, পলিটেকনিক পড়া অবস্থায় কিভাবে ডুয়েটের জন্য প্রস্তুতি নিবে সে বিষয়ক একটি ভিডিও আছে, সেখানে বিস্তারিত বলে দেওয়া হয়েছে।লিংকটি নিচে দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নিবে।আর হ্যা এখন পর্যন্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সরাসরি পাবলিক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি একটিই সেটা হলো ডুয়েট। এছাড়াও এখন পর্যন্ত পলিটেকনিক পড়ে সিলেটের শাহজালাল, যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি এবং কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে জেনারেলদের সাথে অর্থাৎ ইন্টারমিডিয়েটদের সাথে ভর্তি পরীহ্মা দেওয়ার সুযোগ আছে। তবে আমার পরামর্শ হলো ডুয়েট এডমিশন কোচিং এর জন্য সিদ্ধান্ত নাও, এটাই সর্বোত্তম। আরও ভালো ইনফরমেশনের জন্য এই চ্যানেলের এডমিশন বিষয়ক বাকী ভিডিও গুলো দেখে নিও, উপকৃত হবে আশা করি।প্রশ্ন করার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ। ভিডিও গুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবে। তোমার জন্য শুভকামনা রইলো।ruclips.net/video/FxL-JZwop0Y/видео.html
Prio Habibur Rahaman ................. Via Via DUET arrr EEE Department aa Admission Exam aa 1st Time Chang Power jonno Ki Vaby Prepration Nite Hoby Plz Bolben Via . Plz Plz Plz Plz Plz Plz Plz Plz Plz Plz
কোন সমস্যা নাই ভাইয়্যা,নির্দিষ্ট সময় পর ভুলে যাওয়াই তো স্বাভাবিক। পড়া শুরু করলে সময় মত সব আবার মনে পড়বে।এখন এগুলো নিয়ে টেনশন না করে রানিং সেমিস্টারে যেগুলো সিলেবাসে আছে সেগুলো প্রতি সর্বোচ্চ গুরুত্ব দাও। আর পলিটেকনিকে পড়া অবস্থায় কিভাবে ডুয়েট প্রিপারেশন নিতে হয় সে বিষয়ে পরবর্তী ভিডিও দেওয়া হবে সেটা দেখে নিবে এবং অবশ্যই সে অনুযায়ী পড়ালেখা করবে। শুভকামনা রইলো ভাইয়্যা....
ভাইয়্যা, এর জন্য অপটিমাম গাইড বেস্ট হবে এছাড়াও আপনি জালাল শিকদারের বইটাও কিনতে পারেন।আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ ভাইয়্যা। আশাকরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়্যা।
Vaiya ami amio Mechanical admission test dibo eibar....Ami choching er pasa pasi jodi Non-tech ta private porte chai tahole ki vlo hobe??...Ar jodi pori tobe kokhon theka pora suru korle vlo hobe time ta janaiyen.....aga non-tech sesh kore tarpor Department portam jodi bolen private porle vlo hobe tahole.......Ar ami jehatu 1st time tobe ki Ancholik choching e vorti howa better hobe nah Banijjik choching e vorti howa better hobe???
খুব ভালো প্রশ্ন,ভাইয়্যা। তুমি যদি সত্যিই আমার পরামর্শ চাও তাহলে আমার ব্যক্তিগত পরামর্শ হলো, নন-ডিপার্টমেন্ট বা ডিপার্টমেন্ট কোনটাই প্রাইভেট পড়বে না, শুধু কোচিং করবে।আর এখানে আমি যে তিনটা কাজের কথা বলেছি তা স্ট্রিক্টলি পালন করবে। তুমি প্রাইভেট পড়লে কোচিং এর সাথে তাল মিলিয়ে এই কাজ গুলো কখনই শেষ করতে পারবে না। কোন কোন বিশেষ টপিকগুলো তে সমস্যা হলে কোন ভাইয়ের কাছে শিখে নিবে, প্রয়োজনে টাকা দিবে কিন্ত প্রাইভেট স্টাইলে সম্পুর্ন নন বা ডিপার্টমেন্ট পড়তে যাবে না, তাহলে টাইম ম্যানেজ করতে পারবে না। আর কোচিং এর ব্যাপারে বলি, ডুয়েট এডিমশনের আঞ্চলিক বলো আর যাই বলো সব গুলো কোচিংই বানিজ্যিক। সে হ্মেত্রে কোন কোচিং এ ভর্তি হবে সেটা তোমার একান্ত ইচ্ছাধীন।তবে আমি মনে করি যে কোচিং গুলোতে ছাত্রদের মধ্যে প্রতিযোগীতার পরিবেশ বেশি অর্থাৎ ছাত্রছাত্রী সংখ্যা তুলনামুলক বেশি সেখানে ভর্তি হবে, তাহলে নিজেকে প্রথম থেকেই যাচাই করতে পারবে আর সে অনুযায়ী চান্স পাওয়ার জন্য তোমার আর কতটুকু ইফোর্ড দিতে হবে তা তুমি নিজেই বুঝে নিতে পারবে (ব্যক্তিগত পরামর্শ দিলাম, বাকীটা অবশ্যই তোমার ইচ্ছাধীন ভাইয়্যা)। তোমার জন্য শুভকামনা রইলো।প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবে।
প্রশ্নের জন্য ধন্যবাদ ভাইয়্যা, আপনি মেকানিক্যালের জন্য অবশ্যই অপটিমাম কোচিং অথবা টট কোচিং এ ভর্তি হতে পারেন-এদুটাই বেস্ট। আশাকরি বুঝতে পেরেছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়্যা।
ধন্যবাদ ভাইয়্যা। ডুয়েট এডমিশনের কোচিং ফি এখন সাধারণত ১৩হাজার থেকে ১৪হাজার এর মত।প্রতি বছর এই ফি বাড়ে।আর থাকা খাওয়া খরচ প্রতি মাসে প্রায় ৪/৫ হাজার টাকা। আশাকরি বুঝতে পেরেছেন।ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়্যা।
না ভাইয়্যা, এই গুলো কোন সমস্যাই না। এগুলো নিয়ে মোটেই চিন্তা করবে না ভাইয়্যা। তোমার জন্য শুভকামনা রইলো ভাইয়্যা। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবে।
প্রশ্নের জন্য ধন্যবাদ ভাইয়্যা। ইইই এর চেয়ে সিএসইতে তুলনামুলক একটু কম কম্পিটিশন হয়ে থাকে। তবে খুব বেশি পার্থক্য না। ইলেকট্রনিকস থেকে সিএসইতে ডুয়েট এডমিশন টেস্ট দিলে তুলনামূলক চান্স পাওয়ার পসিবিলিটি আছে কিন্তু ভাইয়্যা এর জন্য আলাদা বেশ কিছু সিএসই এর সাবজেক্ট নতুন করে আপনাকে পড়তে হবে ভালো করে প্রস্তুতি নিতে হবে।এভাবে যদি চান্স হয় তাহলে তো ভালো কিন্তু চান্স না পেলে সিএসইতে দেওয়া সময়টা নস্ট হবে বরং এই সময়টা ইইইতে দিলে নিজের ডিপার্টমেন্ট সহ ইইই এর সাবজেক্ট গুলোতেও ভালো দহ্ম হয়ে যাওয়ার কারনে পরবর্তীতে সরকারি জব পেতে সুবিধা হতে পারে। তাই সিএসইতে পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিলে শক্ত করে সিদ্ধান্ত নিতে হবে, অনেক ভালো করে প্রিপারেশন নিতে হবে যাতে চান্স মিস না হয়। আশাকরি বুঝতে পেরেছেন। ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন।আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়্যা।
অনেক সুন্দর প্রশ্ন ভাইয়্যা। আমি অলরেডি এই বিষয়ে বিস্তারিত বলেছি এই ভিডিওতে ruclips.net/video/FxL-JZwop0Y/видео.html ভিডিওটি দেখে নিও, আশাকরি তোমার কাজ বুঝতে পারবে।ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবে। তোমার জন্য শুভকামনা রইলো ভাইয়্যা।
ভাইয়্যা, প্রথম প্রথম একটু খারাপ লাগবেই, নতুন পরিবেশ নতুন মুখ সবচেয়ে বড় কথা অনেক বড় চ্যালেঞ্জ এর মুখে এরকম লাগাই স্বাভাবিক।দেখবে কয়েকদিন পর ধীরেধীরে সব ঠিক হয়ে যাবে। কোচিং এর টিচার গুলো অবশ্যই তোমাদের কি কি বই পড়তে হবে তা বলে দিয়েছে, ক্লাসে যা পড়ায় তা সেই নির্ধারিত বই গুলো+গাইড দেখে পড়ে নিবে। সব গুলো সাবজেক্টের আলাদা খাতা তৈরি করবে এবং নোট করে ফেলবে তথা যে সাবজেক্টে যা পড়বে তা ঐ সাবজেক্টের নির্ধারিত খাতায় লিখলেই হবে। এক সপ্তাহ এভাবে রানিং হলেই দেখবে সব ঠিকঠাক পড়া হয়ে যাচ্ছে। হতাশ হওয়ার কোন কারন নাই। শুভকামনা রইলো......
ভাইয়্যা,এটা আসলে বলা কঠিন। সকল কোচিংই তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য বহন করে, সবাই চায় তাদের ছাত্র-ছাত্রীরা চান্স পাক। তবে বড় কোচিং হিসাবে অবশ্যই অপটিমাম স্ট্যান্ডার্ড, এছাড়াও আরপিআর,ঢাকা কোচিং, কমফোর্ড,কমিটমেন্ট,একমি ইত্যাদি সহ আঞ্চলিক কোচিং গুলোও মোটেই খারাপ নয়। এগুলোর আসলে র্যাংকিং করা যায় না,তাই আসলেই বলা কঠিন, ভাইয়্যা।
ভাইয়া আমার কোনো ইচ্ছে বা চিন্তাই ছিলো না যে আমি ডুয়েট এর জন্য কোচিং করবো।কিন্তু হঠাৎ করেই ৭ম পবের ফাইনাল পরিহ্মা শেষ সিকদান্ত নিলাম যে কোচিং করবো৷ এখন আমার ডিপার্টমেন্ট ও নন ডিপার্টমেন্ট এর কিছুই জানি না।মানে আমার বেজ টা শূন্য। এখন আমি যদি প্রতি দিনের পড়া প্রতিদিন শেষ করতে পারি তাহলে কি ডুয়েট পরিহ্মায় ঠিকতে পারবো
কোন সমস্যা নেই ভাইয়্যা, এক্সেপশনাল দুয়েকজন ছাড়া সবারই আপনার মত অবস্থা নিয়েই শুরু করতে হয়। যদিও অনেকেই মনে করে যে আমি বোধহয় অনেক কিছু জানি,কিন্তু ক্লাস শুরু করলে বুঝা যায়, সবাই প্রায় একই বেজের
ভাইয়্যা ডুয়েট এরিয়ার প্রায় সকল কোচিংই ভালো, সবার যার যার সর্বোচ্চ দেওয়ার চেস্টা করে। তবে বড় কোচিং হিসেবে অপটিমাম কোচিং যথেষ্ট ভালো কোয়ালিটি সম্পন্ন, সুতরাং আপনি সেখানে অথবা আপনার অঞ্চলিক কোচিং এ নিশ্চিন্তে ভর্তি হয়ে যেতে পারেন।আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়্যা। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আশাকরি।
ভাইয়া,আমার ম্যাথ আর ফিজিক্সের ব্যাসিক হাই স্কুলের স্টুডেন্ট এর মতই দুর্বল। ডিপ্লোমাতে যা বুঝার বুঝেছি আর বাকী সব মুখস্থ করে পাশ করেছি। এখন আমি ডুয়েটে এক্সাম দিবো,কোচিং এ এখনো ভর্তি হইনি। আমি কি ৯-১০ আর ইন্টারের ম্যাথ,ফিজিক্স এর জন্য পড়াশোনা করে আসা উচিত? নাকি ডুয়েটের জন্য সিলেবাস ধরে সরাসরি পড়াশোনা করা উচিত? আমি কি পারবো এই দুর্বল বেসিক নিয়ে কোচিং চালাতে আর পরীক্ষায় ভালো করতে?
না ভাইয়্যা, ডুয়েট এডমিশনের প্রশ্ন বাংলাতেই হয় আর ব্রাকেটের মধ্যে সেটা ইংরেজি ট্রান্সলেট করা থাকে। আর উত্তর বাংলাতেই দিতে হয়। এসব নিয়ে ভাবার কিচ্ছু নাই। আশাকরি বুঝতে পেরেছেন। ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আশাকরি। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়্যা।
ভাইয়্যা যারা এবার ডুয়েট ভর্তি পরীক্ষা দিবে তাদের তো এখনও পলিটেকনিকের ফাইনাল পরীহ্মা শেষ হয়নি, আর রেজাল্ট তো আরো দূরে। সুতরাং আপনিও বরং এগিয়ে আছে,ফ্রি আছেন। আর ভাইয়্যা প্রশ্নের কথা বলতে গেলে তো অনেক কিছু বলতে হয়। আপনি আমার এবিষয়ক একটা ভিডিও দেখেন আশাকরি ধারনা পাবেন। লিংক ruclips.net/video/FxL-JZwop0Y/видео.html
হ্যা ভাইয়্যা, অবশ্যই। এ পর্যন্ত প্রতি বছরই এই নিয়ম ছিল এখনও আছে। প্রতি বছর অনেকেই চান্স পায়। সে জন্য তোমাকে ভার্সিটির ভর্তি পরীহ্মা বিষয়ক নোটিশের প্রতি খোজ রাখতে হবে (কখন আবেদন করতে হবে + কবে ভর্তি পরীহ্মা তা জানার জন্য)। প্রশ্ন করার জন্য ধন্যবাদ। ভিডিও টি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের গ্রুপে শেয়ার করবে।তোমার জন্য শুভকামনা রইলো।
ভাইয়্যা, ডুয়েট এরিয়ার প্রায় সকল কোচিংই ভালো, সবাই যার যার সর্বোচ্চ দেওয়ার চেস্টা করে। তবে বড় কোচিং হিসেবে অপটিমাম কোচিং যথেষ্ট ভালো কোয়ালিটি সম্পন্ন, সুতরাং আপনি সেখানে নিশ্চিন্তে ভর্তি হতে পারেন অথবা আপনার অঞ্চলিক কোচিং এ নিশ্চিন্তে ভর্তি হয়ে যেতে পারেন।আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়্যা। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আশাকরি।
তোমার প্রশ্নটা ভালো লাগলো, ধন্যবাদ।ভাইয়্যা, পলিটেকনিক পড়া অবস্থায় কিভাবে ডুয়েটের জন্য প্রস্তুতি নিবে সে বিষয়ক একটি ভিডিও আছে, সেখানে বিস্তারিত বলে দেওয়া হয়েছে।লিংকটি নিচে দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নিবে।আর হ্যা এখন পর্যন্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সরাসরি পাবলিক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি একটিই সেটা হলো ডুয়েট। এছাড়াও এখন পর্যন্ত পলিটেকনিক পড়ে সিলেটের শাহজালাল, যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি এবং কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে জেনারেলদের সাথে অর্থাৎ ইন্টারমিডিয়েটদের সাথে ভর্তি পরীহ্মা দেওয়ার সুযোগ আছে। তবে আমার পরামর্শ হলো ডুয়েট এডমিশন কোচিং এর জন্য সিদ্ধান্ত নাও, এটাই সর্বোত্তম। আরও ভালো ইনফরমেশনের জন্য এই চ্যানেলের এডমিশন বিষয়ক বাকী ভিডিও গুলো দেখে নিও, উপকৃত হবে আশা করি।প্রশ্ন করার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ। ভিডিও গুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবে। তোমার জন্য শুভকামনা রইলো।ruclips.net/video/FxL-JZwop0Y/видео.html
Welcome vaiya! If these videos are satisfied you, then please share these Videos to the messenger group of your friends and don’t forget to subscribe this channel. Best of luck brother.
হাহা ভাইয়্যা, কেমনে সম্ভব ভাইয়্যা, সবাইকেই ডুয়েট শেষ করার পর সংসার+চাকরীবাকরি তে সময় দিতে হয়। এর মাঝে যতটুকু পারি পরামর্শ দেওয়ার চেস্টা করবো ভাইয়্যা। আপনার জন্য শুভকামনা
ব্যতিক্রম দু একজন ছাড়া এভাবে চান্স পাওয়ার তেমন রেকর্ড নাই ভাইয়্যা, সব কিছু যেভাবেই হোক ম্যানেজ করে আসার চেস্টা করেন। মানুষ বিপদে পরলে যে করেই হোক টাকা ম্যানেজ করে তো, তাই না? আর না হলে অন্তত মাঝে মধ্যে এসে গাজীপুরে ফ্রেন্ডদের সাথে থাকবেন, আর বিভিন্ন নির্দেশনা নিয়ে বাসায় গিয়ে পড়া কমপ্লিট করতে পারেন। চান্স পাওয়া কপালের ব্যাপার ভাইয়্যা, বেস্ট অব লাক।
ভাইয়্যা, এটাচমেন্টের সময় কোচিং এ আসলে কমপক্ষে মাসের মত সময় পাওয়া যায় অর্থাৎ প্রায় ১বছর।যত সময় পরে আসবেন এর থেকে তত সময় কম পাবেন। আপনি কি উত্তরটা ক্লিয়ার বুঝলেন? আপনি কি ক্লিয়ার?
প্রিয় ভাই, আমি বাস্তবতার নিরিখে করনীয় কি তা বলার চেস্টা করেছি, মানা বা না মানা সবার জন্য ব্যক্তিগত ব্যাপার। আর তাছাড়া অনেকে অনেক কথাই বলে, সেসব ভেবে বসে থাকলে চান্স পাওয়ার আশা করার নূন্যতম কোন সুযোগ থাকে কি ভাইয়্যা??
৮ম পর্বের পর তো দুই মাসের বেশি সময় থাকে না,,, এতো কম সময়ে লম্বা সিলেবাস শেষ করতে অনেক কষ্ট হবে!! আর ইন্ডস্ট্রিয়াল ট্রেনিং এবং কোচিং কী একসাথে করা সম্ভব ?? নাকি একটির জন্য আরেকটিকে ত্যাগ করতে হবে!! আমি কোচিং কখন ভর্তি হলে ভালো হবে? আমি ঐ অবস্থায় কী করবো??
আপনার ধারনা একদম ঠিক ভাইয়্যা। তাই লাইফের গুরুত্বপূর্ণ টাইমকে গুরুত্বপূর্ণ কাজে লাগানোর জন্য আপনাকে অবশ্যই গাজীপুরে এসে ডুয়েটের আসে পাশে ট্রেনিং নিতে হবে এবং পাশাপাশি ডুয়েট এডমিশন কোচিং করতে হবে।আর হ্যা, এখানে এরকম প্রচুর ট্রেনিং সেন্টার আছে আর এভাবেই শিংহভাগ স্টুডেন্ট এডমিশন কোচিং করে ভাইয়্যা।তাই যদি ডুয়েটে পড়ার স্বপ্ন থেকে থাকে তাহলে এইভাবে ট্রেনিংয়ের পাশাপাশি কোচিং করার কোন বিকল্প নেই ভাইয়্যা। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়্যা।
ডুয়েট এডমিশনের বিভিন্ন পেজে নক দেই বাট রেসপন্স খুব কম !! কোচিং ফি কতো হতে পারে সেটা জানি না!!😞 ভাইয়া কোচিং ফি কতো হতে পারে সেটা যদি একটু বলতেন খুবই উপকার হতো।
@@robiulbhuiyan4293 ভাইয়্যা কোচিং ফি প্রায় ১৪০০০টাকা আর প্রতি মাসে থাকা খাওয়া বাবদ ৪০০০ থেকে ৫০০০টাকা হলেই যথেষ্ট।তাতে সর্ট কোর্সের জন্য সর্বমোট (৯-১০ মাসের জন্য ধরলাম) প্রায় ৬০ হাজারের মত লাগবে। আর কত ঘন্টা বা কিভাবে পড়তে হবে এর জন্য নিচের দুটা ভিডিও দেখলেই ক্লিয়ার হবে। লিংক নিচে দিলাম দেখেনিয়েন কস্ট করে।প্রশ্নের জন্য ধন্যবাদ। ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন।আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়্যা। 1.ruclips.net/video/9bBVSUK2XD4/видео.html 2.ruclips.net/video/Q7x9SDb6wfs/видео.html
ভাইয়া আমি ডিপ্লোমা কম্পিউটার সেভেন সেমিস্টারের একজন পরীক্ষার্থী। আমার ডুয়েট এডমিশন এর খুব ইচ্ছা।ভাই আমি ইন্টার্নি এবং কোচিং কোথায় করব, বুঝে উঠতে পারছিনা। প্লিজ আপনার কন্টাক্ট নাম্বারটা একটু দিলে ভাল হতো।(০১৯৮২৮৯৮৪৬৩) এই নাম্বারে একটা এসএমএস করে দেন ভাইয়া প্লিজ.
আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো। মনোবল বৃদ্ধি পেয়েছে। ধন্যবাদ ভাই।
ওয়েলকাম ভাইয়্যা, ভিডিও গুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিও গুলো বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন আশাকরি। শুভকামনা রইলো ভাইয়্যা
@@HrhTube দোয়া করবেন ভাই, যেনো সাকসেসফুল হতে পারি ইনশাআল্লাহ 🥰🥰🥰🥰🥰
আলহামদুলিল্লাহ প্রিয় ভাই সামনে এগিয়ে যান।আর সবসময় এভাবেই পাশে চাই
ধন্যবাদ প্রিয় ভাই! দোয়ার দরখাস্ত....❤
Onek sundor vaiya...khub valo lagse....
অনেক ধন্যবাদ মাসুদ। বন্ধুদের গ্রুপে শেয়ার কর...
ইনশাআল্লাহ, করতেই হবে,,,,
অবশ্যই করবেন ইনশাআল্লাহ
হাই মাশাআল্লাহ।
Jazakallah khayer vi.
আয়েবাল্লা গারদাসলার
Valo laglo. So Informative!
Thanks!
ধন্যবাদ প্রিয় ভাই।
Sir software deployment a ki duet a administration nite parbo
না ভাইয়্যা
ইনশাআল্লাহ ভাই ❤️💖
স্যার,আপনার কথা গুলো অনুপ্রেরনা যোগ্য!!
আর আপনার এই কমেন্ট আমার জন্য অনুপ্রেরণা।অনেক ধন্যবাদ আপনাকে।
Vai ami internee korey akhon bari tei ace koronay....akhon ki
Korbo kivabey preparation nibo...amar internee porikka koronar jonno practical porikaa baki acey akon ki korboo...ami tooh non department alhono dori neiii
হতাশ হওয়ার কিছু নেই ভাইয়্যা, কোচিং শুরু করে দিন, পড়ালেখা অটোমেটিক শুরু হয়ে যাবে।
Thanks vaiya....
Welcome vaiya
Polytechnic 1st thekei College other time duet coching system ase?leisure time a r ki coching kora jabe?
ভাইয়্যা, কিছু কিছু পলিটেকনিকের আশেপাশে ডুয়েটে নতুন চান্স প্রাপ্ত ভাইয়েরা পার্ট টাইম পড়ায়, আবার আমার জানামতে কিছু পলিটেকনিকের আশেপাশে সাবেক ডুয়েটিয়ানদের কোচিং আছে, উনারা পলিটেকনিক স্টুডেন্টদের পার্টটাইম কোচিং করান। আমি জানি না আপনি কোন পলিটেকনিকে পড়েন, আপনি একটু আপনার পলিটেকনিক এরিয়ায় খোজ নিবেন, হয়তো পেয়ে যাবেন। তবে আমার পরামর্শ হলো পলিটেকনিকে পড়াকালীন ডিপার্টমেন্ট অংশের বেশি গুরুত্ব দিবেন,সেটা আপনার ক্লাস টিচার বা কোন বড় ভাইয়ের কাছ থেকে ভালো করে শিখে নিলেই চলবে। তাহলে পলিটেকনিকে রেজাল্টও ভালো হবে+ ডুয়েটে প্রথম বারেই চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে। এই বিষয়ে এই চ্যানেলে কিছু ভিডিও আছে, সেগুলো দেখে নেওয়ার পরামর্শ রইলো।তোমার জন্য শুভকামনা রইলো ভাইয়্যা।
Vai kon voaching taa best.....thaka kawya koto koros hobay....
Coaching koros koto koros hobay bolun tooh
মোটামুটি সব কোচিংই ভালো ভাইয়্যা, নিজেকে ডিটারমাইন্ড রাখতে হবে। এত কোচিং এর নাম বলা সম্ভব নয়, তবে অপটিমাম,ঢাকা,টট,কনফিডেন্ট সহ আরো অনেক ভালো কোচিং আছে,আপনি যোগাযোগ করুন, সব মানের মেসেই আছে।
vai..kew jodi 7th semester e refurd khay...se ki duet admission test e ongso nite parbe????? reply plzzzzzzz!!!!!!!!
৮ম সেমিস্টারের ফাইনাল রেজাল্টে যদি ৮ম সহ সে পূর্বের সব সাবজেক্টে পাশ করে এবং টোটাল সিজিপিএ ৩.০০ পায় তবে অবশ্যই সে ডুয়েট এডমিশন পরীহ্মায় অংশগ্রহণ করতে পারবে ভাইয়্যা। আশাকরি বুঝতে পেরেছেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়্যা, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন।
@@HrhTube Thank You Vai..
baiya duet admission a ki HSC book gulau sob porta hoy.
না ভাইয়া একদম সব পড়তে হয়না, কিছু কিছু অংশ এডমিশনের সিলেবাসে নেই।
ফুল সিলেবাসটা তুমি দেখলেই বুঝতে পারবে। প্রশ্ন করার জন্য তোমাকে ধন্যবাদ।এই বিষয় নিয়েই পরবর্তী ভিডিওটি তৈরি করা হয়েছে।খুব শিগগিরই আপলোড দেওয়া হবে, সেটা দেখে নিও অবশ্যই।
ভিডিওটি দেখে নাও ভাইয়্যা, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবে...
ruclips.net/video/FxL-JZwop0Y/видео.html
Via sylebas ta kmne pabo duet admission ar jonno
@@SahabuddinEEE- ভাইয়্যা, ডুয়েট এডমিশনের একটা গাইড সংগ্রহ করুন, তাহলেই বিস্তারিত সিলেবাস পেয়ে যাবেন।
@@HrhTube via apnar jonno apni kon boita kinben,,,, replies please....or update syllabus paya jabe aman guide
ELECTRONIC er jonno Cochin konta balo hobey please bolben
ভাইয়্যা,আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। ভাইয়্যা আসলে ডুয়েট এরিয়ার প্রায় সব কোচিংই ভালো। তবে স্পেশালি অপটিমাম কোচিং এ ভর্তি হওয়ার পরামর্শ রইলো, আর না হলে আপনার আঞ্চলিক কোচিং এ ভর্তি হয়ে যেতে পারেন। ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়্যা।
Vai ami Textile a 4th semister a pori,,,kakhon theke duet addmision er jonno porasuna suru korbo???
আজ এবং এখন থেকেই শুরু করতে পারবেন। এই ভিডিওটি অবশ্যই দেখে নিন। পলিটেকনিকে পড়াকালীন কিভাবে পড়বেন সে বিষয় নির্দেশনা দেওয়া হয়েছে.. ruclips.net/video/FxL-JZwop0Y/видео.html
Vai Ami civil department.
Vai con cosicing bast.?
Valo laglo
It is hopfull this vedio
শুভকামনা ভাইয়্যা
asa admission nua pojonto....p Gazipur thaka and choceing kora ta ki rokom money lagba
ভাইয়্যা,সাধারণত ডুয়েট এডমিশন পরীক্ষা প্রতি বছর ঠিক একই সময়ে হয় না, বেশিরভাগ সময় একটু করে সময় পিছায়। তাই বলা যেতেই পারে যে ৭ম সেমিস্টার শেষ করে কেউ এডমিশনে আসলে(অর্থাৎ গাজীপুরে এটাচমেন্টের পাশাপাশি কোচিং) সে ৯/১০মাস+ সময় পাবে। এখানে সাধারণত প্রতি মাসে ৫ হাজার হলেই চলবে। তার মানে বাকী সময়ের জন্য ৫০,০০০+ টাকা হলেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। এ ছাড়া কোচিং ফি সাধারণত এখন ১৪০০০ থেকে ১৫০০০ হয়ে থাকে। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়্যা।ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন আশাকরি।
tnx vaya....
Thank you vaiya...onk vlo laglo..r vaiya ekta kotha..ami civil 6th semester e.. Ekhon thekei duet admission er jonno extra ki boi porbo.?? Kindly ektu bolben plz vai.
জি ভাইয়্যা,পলিটেকনিক পড়াকালীন কিভাবে ডুয়েট এডমিশনের প্রস্তুতি নিতে হবে এই বিষয়ে আমি অলরেডি পরামর্শ দিয়েছি এই ভিডিওতে ruclips.net/video/FxL-JZwop0Y/видео.html
সময় করে ভিডিওটি দেখে নিও। ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবে আশাকরি।তোমার জন্য শুভকামনা রইলো ভাইয়্যা।
@@HrhTube thanks vai...
vai..ami oneker kase shunsi....dipoma korle naki...duet sara...onno kothao admit houar chance nai..but apni bolsen..aita possible...ekto clear details bolle valo hoto
হুম তোমার আগের কমেন্টে তো বিস্তারিত লিখে দিয়েছি ভাইয়্যা।আর সব শুনা কথা সব সময় সত্য হয় না, আর এটা তাই যা তুমি শুনেছ। আমি যেগুলো অপশন লিখে দিয়েছি সেগুলো এখন পর্যন্ত ঠিক আছে। পরবর্তীতে ইউনিভার্সিটি তাদের নীতির পরিবর্তন না করা পর্যন্ত তুমি অবশ্যই এডমিশন টেস্ট দিতে পারবে। পরবর্তীতে এই সুযোগ গুলো কমবে না বরং আরও বাড়ার সম্ভাবনা আছে।ভর্তি বিষয়ক তথ্য গুলো পাবে ইন্টারমিডিয়েট পরীহ্মার পর, তখন এই নিউজের সত্যতা জানতে পারবে।আর এখন যদি এতেও তুমি নিশ্চিত হতে না পারো তাহলে আমার ফেসবুকে ইনবক্স কর।ধন্যবাদ ভাইয়্যা।
আরো বিস্তারিত (অন্য একজনকে রিপ্লাই দিয়েছিলাম)
তোমার প্রশ্নটা ভালো লাগলো, ধন্যবাদ।ভাইয়্যা, পলিটেকনিক পড়া অবস্থায় কিভাবে ডুয়েটের জন্য প্রস্তুতি নিবে সে বিষয়ক একটি ভিডিও আছে, সেখানে বিস্তারিত বলে দেওয়া হয়েছে।লিংকটি নিচে দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নিবে।আর হ্যা এখন পর্যন্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সরাসরি পাবলিক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি একটিই সেটা হলো ডুয়েট। এছাড়াও এখন পর্যন্ত পলিটেকনিক পড়ে সিলেটের শাহজালাল, যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি এবং কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে জেনারেলদের সাথে অর্থাৎ ইন্টারমিডিয়েটদের সাথে ভর্তি পরীহ্মা দেওয়ার সুযোগ আছে। তবে আমার পরামর্শ হলো ডুয়েট এডমিশন কোচিং এর জন্য সিদ্ধান্ত নাও, এটাই সর্বোত্তম। আরও ভালো ইনফরমেশনের জন্য এই চ্যানেলের এডমিশন বিষয়ক বাকী ভিডিও গুলো দেখে নিও, উপকৃত হবে আশা করি।প্রশ্ন করার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ। ভিডিও গুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবে। তোমার জন্য শুভকামনা রইলো।ruclips.net/video/FxL-JZwop0Y/видео.html
Vai diploma kore 10 ta unversity te admit howa jai public a
Thanks via
Welcome bro!
Prio
Habibur Rahaman ................. Via
Via DUET arrr EEE Department aa Admission Exam aa
1st Time Chang Power jonno Ki Vaby Prepration Nite Hoby Plz Bolben Via .
Plz Plz Plz Plz Plz Plz Plz Plz Plz Plz
অবশ্যই তবে একটু ধৈর্য্য ধর, ভাইয়্যা। এ বিষয়ে ভিডিও আপলোড দেওয়া হবে।
Welcome via
Vaiiya akhon kali mach kotay pabo kom takay valo maner
কোচিং গুলোতে যোগাযোগ করুন।
ভিডিওটির ডেসক্রিপশনে কোচিং গুলোর লিংক দেওয়া আছে ভাইয়্যা
vai ami nechanical a 5th semester e pori.. ami jeygulay porsi seygula vule jassi... ei somossa Theke dur hobo kivabe?
কোন সমস্যা নাই ভাইয়্যা,নির্দিষ্ট সময় পর ভুলে যাওয়াই তো স্বাভাবিক। পড়া শুরু করলে সময় মত সব আবার মনে পড়বে।এখন এগুলো নিয়ে টেনশন না করে রানিং সেমিস্টারে যেগুলো সিলেবাসে আছে সেগুলো প্রতি সর্বোচ্চ গুরুত্ব দাও। আর পলিটেকনিকে পড়া অবস্থায় কিভাবে ডুয়েট প্রিপারেশন নিতে হয় সে বিষয়ে পরবর্তী ভিডিও দেওয়া হবে সেটা দেখে নিবে এবং অবশ্যই সে অনুযায়ী পড়ালেখা করবে। শুভকামনা রইলো ভাইয়্যা....
Vaia assalamualaikum, engineers coaching ta kmon hobe duet er jonno
ওয়ালাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ।সব কোচিংই ভালো ভাইয়্যা,
তবে নিজের পরিশ্রমের ব্যাপারটা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ।
Ami 3rd semister pori.. Akn teke ami kivabe suru krbo
দারুন প্রশ্নের জন্য ধন্যবাদ। ভাইয়্যা, অলরেডি ভিডিও দেওয়া হয়েছে, ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নিও।তোমার জন্য শুভকামনা রইলো। ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আশাকরি ভাইয়্যা।
ভিডিও লিংকঃ ruclips.net/video/FxL-JZwop0Y/видео.html
aponer sathe ke communicat korbo duet koccing korar jonno
ওকে ভাইয়্যা, আপনার প্রয়োজনে যোগাযোগ করতে পারেন।
কি ভাবে??
@@electricalsolution4943 ভাইয়্যা এই ভিডিওটির ডেসক্রিপশনে আমার ফেসবুকের লিংক দেওয়া আছে, সেখানে নক করলে ভালো হয়।
Sub asst. Engineer mechanical er best book konta?
ভাইয়্যা, এর জন্য অপটিমাম গাইড বেস্ট হবে এছাড়াও আপনি জালাল শিকদারের বইটাও কিনতে পারেন।আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ ভাইয়্যা। আশাকরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়্যা।
Vaiya ami amio Mechanical admission test dibo eibar....Ami choching er pasa pasi jodi Non-tech ta private porte chai tahole ki vlo hobe??...Ar jodi pori tobe kokhon theka pora suru korle vlo hobe time ta janaiyen.....aga non-tech sesh kore tarpor Department portam jodi bolen private porle vlo hobe tahole.......Ar ami jehatu 1st time tobe ki Ancholik choching e vorti howa better hobe nah Banijjik choching e vorti howa better hobe???
খুব ভালো প্রশ্ন,ভাইয়্যা। তুমি যদি সত্যিই আমার পরামর্শ চাও তাহলে আমার ব্যক্তিগত পরামর্শ হলো, নন-ডিপার্টমেন্ট বা ডিপার্টমেন্ট কোনটাই প্রাইভেট পড়বে না, শুধু কোচিং করবে।আর এখানে আমি যে তিনটা কাজের কথা বলেছি তা স্ট্রিক্টলি পালন করবে। তুমি প্রাইভেট পড়লে কোচিং এর সাথে তাল মিলিয়ে এই কাজ গুলো কখনই শেষ করতে পারবে না। কোন কোন বিশেষ টপিকগুলো তে সমস্যা হলে কোন ভাইয়ের কাছে শিখে নিবে, প্রয়োজনে টাকা দিবে কিন্ত প্রাইভেট স্টাইলে সম্পুর্ন নন বা ডিপার্টমেন্ট পড়তে যাবে না, তাহলে টাইম ম্যানেজ করতে পারবে না। আর কোচিং এর ব্যাপারে বলি, ডুয়েট এডিমশনের আঞ্চলিক বলো আর যাই বলো সব গুলো কোচিংই বানিজ্যিক। সে হ্মেত্রে কোন কোচিং এ ভর্তি হবে সেটা তোমার একান্ত ইচ্ছাধীন।তবে আমি মনে করি যে কোচিং গুলোতে ছাত্রদের মধ্যে প্রতিযোগীতার পরিবেশ বেশি অর্থাৎ ছাত্রছাত্রী সংখ্যা তুলনামুলক বেশি সেখানে ভর্তি হবে, তাহলে নিজেকে প্রথম থেকেই যাচাই করতে পারবে আর সে অনুযায়ী চান্স পাওয়ার জন্য তোমার আর কতটুকু ইফোর্ড দিতে হবে তা তুমি নিজেই বুঝে নিতে পারবে (ব্যক্তিগত পরামর্শ দিলাম, বাকীটা অবশ্যই তোমার ইচ্ছাধীন ভাইয়্যা)। তোমার জন্য শুভকামনা রইলো।প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবে।
Kon cocaing ta vlo hoba mechanical engineering ar janno.
প্রশ্নের জন্য ধন্যবাদ ভাইয়্যা, আপনি মেকানিক্যালের জন্য অবশ্যই অপটিমাম কোচিং অথবা টট কোচিং এ ভর্তি হতে পারেন-এদুটাই বেস্ট। আশাকরি বুঝতে পেরেছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়্যা।
@@HrhTube thank you
অনেক ভাল ছিল
ধন্যবাদ ভাইয়্যা! ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন।আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়্যা।
@@HrhTube অবশ্যই ভাইয়া 😎
You are great sir.........cost kmn coaching aa
ধন্যবাদ ভাইয়্যা। ডুয়েট এডমিশনের কোচিং ফি এখন সাধারণত ১৩হাজার থেকে ১৪হাজার এর মত।প্রতি বছর এই ফি বাড়ে।আর থাকা খাওয়া খরচ প্রতি মাসে প্রায় ৪/৫ হাজার টাকা। আশাকরি বুঝতে পেরেছেন।ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়্যা।
Vi choto khato saririk problem thakle ki problem hbe?
না ভাইয়্যা, এই গুলো কোন সমস্যাই না। এগুলো নিয়ে মোটেই চিন্তা করবে না ভাইয়্যা। তোমার জন্য শুভকামনা রইলো ভাইয়্যা। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবে।
tnx sir
You are welcome! Please Subscribe this channel and share this video to the group of your friends.
Vi electronics thaka CSE ta admission dila valo hoi na EEE ta admission dila valo .. please reply
প্রশ্নের জন্য ধন্যবাদ ভাইয়্যা। ইইই এর চেয়ে সিএসইতে তুলনামুলক একটু কম কম্পিটিশন হয়ে থাকে। তবে খুব বেশি পার্থক্য না। ইলেকট্রনিকস থেকে সিএসইতে ডুয়েট এডমিশন টেস্ট দিলে তুলনামূলক চান্স পাওয়ার পসিবিলিটি আছে কিন্তু ভাইয়্যা এর জন্য আলাদা বেশ কিছু সিএসই এর সাবজেক্ট নতুন করে আপনাকে পড়তে হবে ভালো করে প্রস্তুতি নিতে হবে।এভাবে যদি চান্স হয় তাহলে তো ভালো কিন্তু চান্স না পেলে সিএসইতে দেওয়া সময়টা নস্ট হবে বরং এই সময়টা ইইইতে দিলে নিজের ডিপার্টমেন্ট সহ ইইই এর সাবজেক্ট গুলোতেও ভালো দহ্ম হয়ে যাওয়ার কারনে পরবর্তীতে সরকারি জব পেতে সুবিধা হতে পারে। তাই সিএসইতে পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিলে শক্ত করে সিদ্ধান্ত নিতে হবে, অনেক ভালো করে প্রিপারেশন নিতে হবে যাতে চান্স মিস না হয়। আশাকরি বুঝতে পেরেছেন। ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন।আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়্যা।
@@HrhTube অনেক ধন্যবাদ ভাইয়া
@@subashhalder6837 Welcome vaiya
Sir Ami mechanical 6 the semester a pori.so amak ki akhon thekei kono na kono cocin korte hobe. Naki oi jagay cocin korlei Hobe.
অনেক সুন্দর প্রশ্ন ভাইয়্যা। আমি অলরেডি এই বিষয়ে বিস্তারিত বলেছি এই ভিডিওতে ruclips.net/video/FxL-JZwop0Y/видео.html
ভিডিওটি দেখে নিও, আশাকরি তোমার কাজ বুঝতে পারবে।ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবে। তোমার জন্য শুভকামনা রইলো ভাইয়্যা।
Nice advice
ধন্যবাদ ভাইয়্যা। ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আশাকরি। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়্যা।
Vaiya ami coaching e admission nilam, but ki vabe study start korbo bojtechi na,hotas lagteche.pls suggest korben??
ভাইয়্যা, প্রথম প্রথম একটু খারাপ লাগবেই, নতুন পরিবেশ নতুন মুখ সবচেয়ে বড় কথা অনেক বড় চ্যালেঞ্জ এর মুখে এরকম লাগাই স্বাভাবিক।দেখবে কয়েকদিন পর ধীরেধীরে সব ঠিক হয়ে যাবে। কোচিং এর টিচার গুলো অবশ্যই তোমাদের কি কি বই পড়তে হবে তা বলে দিয়েছে, ক্লাসে যা পড়ায় তা সেই নির্ধারিত বই গুলো+গাইড দেখে পড়ে নিবে। সব গুলো সাবজেক্টের আলাদা খাতা তৈরি করবে এবং নোট করে ফেলবে তথা যে সাবজেক্টে যা পড়বে তা ঐ সাবজেক্টের নির্ধারিত খাতায় লিখলেই হবে। এক সপ্তাহ এভাবে রানিং হলেই দেখবে সব ঠিকঠাক পড়া হয়ে যাচ্ছে। হতাশ হওয়ার কোন কারন নাই। শুভকামনা রইলো......
Thanks.......... Vaiya
nice video
আচ্ছা সার, ডিপ্লোমা কমপ্লিট করার পর , ডুয়েট, বাদে,, কি কোন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আছে যেখান থেকে বি এস সি করা যাবে?????? উওর,, টা দিলে খুব উপকার হতো
হ্যা ভাইয়্যা, অনেক গুলো প্রাইভেট ইউনিভার্সিটি আছে, সেখান থেকে বিএসসি করা যাবে
Which is the best coaching center for electrical?
ভাইয়্যা,এটা আসলে বলা কঠিন। সকল কোচিংই তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য বহন করে, সবাই চায় তাদের ছাত্র-ছাত্রীরা চান্স পাক। তবে বড় কোচিং হিসাবে অবশ্যই অপটিমাম স্ট্যান্ডার্ড, এছাড়াও আরপিআর,ঢাকা কোচিং, কমফোর্ড,কমিটমেন্ট,একমি ইত্যাদি সহ আঞ্চলিক কোচিং গুলোও মোটেই খারাপ নয়। এগুলোর আসলে র্যাংকিং করা যায় না,তাই আসলেই বলা কঠিন, ভাইয়্যা।
ভাইয়া আমার কোনো ইচ্ছে বা চিন্তাই ছিলো না যে আমি ডুয়েট এর জন্য কোচিং করবো।কিন্তু হঠাৎ করেই ৭ম পবের ফাইনাল পরিহ্মা শেষ সিকদান্ত নিলাম যে কোচিং করবো৷ এখন আমার ডিপার্টমেন্ট ও নন ডিপার্টমেন্ট এর কিছুই জানি না।মানে আমার বেজ টা শূন্য। এখন আমি যদি প্রতি দিনের পড়া প্রতিদিন শেষ করতে পারি তাহলে কি ডুয়েট পরিহ্মায় ঠিকতে পারবো
কোন সমস্যা নেই ভাইয়্যা, এক্সেপশনাল দুয়েকজন ছাড়া সবারই আপনার মত অবস্থা নিয়েই শুরু করতে হয়। যদিও অনেকেই মনে করে যে আমি বোধহয় অনেক কিছু জানি,কিন্তু ক্লাস শুরু করলে বুঝা যায়, সবাই প্রায় একই বেজের
Vai Ami "FOOD TECHNOLOGY" 7th semester er student.
Food technology er jonno kon cosine vlo hobe?
ভাইয়্যা ডুয়েট এরিয়ার প্রায় সকল কোচিংই ভালো, সবার যার যার সর্বোচ্চ দেওয়ার চেস্টা করে। তবে বড় কোচিং হিসেবে অপটিমাম কোচিং যথেষ্ট ভালো কোয়ালিটি সম্পন্ন, সুতরাং আপনি সেখানে অথবা আপনার অঞ্চলিক কোচিং এ নিশ্চিন্তে ভর্তি হয়ে যেতে পারেন।আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়্যা। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আশাকরি।
ভাইয়া আমি শীপবিল্ডিং ডিপার্টমেন্ট এ ডিপ্লোমা করতেছি। আমি ডুয়েটে এডমিশন নিতে চাইলে আমার CGPA কত থাকা লাগবে???
মিনিমাম সিজিপিএ ৩.০০ হলেই হবে।প্রশ্নের জন্য ধন্যবাদ ভাইয়্যা
Bhaiya Ami eibar H.S.C(2020) autopass! Ami ki govt. Polytechnical e vorti hote parbo?
Hum...parbn
@@HrhTube.. Vai H S C theke o Polytechnic a asa jay....4th a vorti hoite parbe... Ate tar kono year loss hobe na
@@engineersPowerhouse
জ্বি ভাইয়্যা, আপনি ঠিক বলেছেন
vai kon coacing ta valo
ভাইয়্যা, সব কোচিংই তো ভালো।আপনি কোন ডিপার্টমেন্ট আর কোন পলিটেকনিকে পড়েন?
R8
vai apnr nb ta dawa jabe??ami dute admission a jaite cay..ki korle valo hobe aktu informetion dele valo hoto
ভাইয়্যা, আমাকে মেসেঞ্জারে নক করেন, ডেসক্রিপশনে আমার ফেসবুক লিংক দেওয়া আছে। পরে প্রয়োজনে নাম্বার দেওয়া যাবে ভাইয়্যা।
@@HrhTube ok vaiia
ভাইয়া,আমার ম্যাথ আর ফিজিক্সের ব্যাসিক হাই স্কুলের স্টুডেন্ট এর মতই দুর্বল।
ডিপ্লোমাতে যা বুঝার বুঝেছি আর বাকী সব মুখস্থ করে পাশ করেছি।
এখন আমি ডুয়েটে এক্সাম দিবো,কোচিং এ এখনো ভর্তি হইনি।
আমি কি ৯-১০ আর ইন্টারের ম্যাথ,ফিজিক্স এর জন্য পড়াশোনা করে আসা উচিত?
নাকি ডুয়েটের জন্য সিলেবাস ধরে সরাসরি পড়াশোনা করা উচিত?
আমি কি পারবো এই দুর্বল বেসিক নিয়ে কোচিং চালাতে আর পরীক্ষায় ভালো করতে?
ডুয়েটের ভর্তি পরীক্ষার প্রশ্ন কি English এ অাসবে সব?
অার Answer o কি English এ দিতে হবে?
না ভাইয়্যা, ডুয়েট এডমিশনের প্রশ্ন বাংলাতেই হয় আর ব্রাকেটের মধ্যে সেটা ইংরেজি ট্রান্সলেট করা থাকে। আর উত্তর বাংলাতেই দিতে হয়। এসব নিয়ে ভাবার কিচ্ছু নাই। আশাকরি বুঝতে পেরেছেন। ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আশাকরি। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়্যা।
ভাইয়া সিভিলের জন্য কোন কোচিং ভালো হবে।
Vaiya duet a borti hote koto tk lagbe
ভাইয়্যা, ডুয়েটে ভর্তি হতে সাধারণত ১০হাজার টাকা লাগে।
আমি কৃষি থেকে এবার ডিপ্লোমা শেষ করলাম কিন্তু এখনো রেজাল্ট দেয় নাই...!
কৃষি থেকে কি রখম প্রশ্ন হয় একটু বললে ভাল হতো...!?
ভাইয়্যা যারা এবার ডুয়েট ভর্তি পরীক্ষা দিবে তাদের তো এখনও পলিটেকনিকের ফাইনাল পরীহ্মা শেষ হয়নি, আর রেজাল্ট তো আরো দূরে। সুতরাং আপনিও বরং এগিয়ে আছে,ফ্রি আছেন। আর ভাইয়্যা প্রশ্নের কথা বলতে গেলে তো অনেক কিছু বলতে হয়। আপনি আমার এবিষয়ক একটা ভিডিও দেখেন আশাকরি ধারনা পাবেন।
লিংক ruclips.net/video/FxL-JZwop0Y/видео.html
ভাইয়া ডুয়েট এডমিশন সিলেবাস টা কোথায় পাবো ২০২২-২০২৩ সালের
যে কোন ডুয়েট এডমিশন গাইডের শুরুতেই বিস্তারিত সিলেবাস দেওয়া থাকে ভাইয়্যা
Vaiya Textile. বিভাগে গড়ে কতজন পরিক্ষা দেয়,, Textile এর ছিট কতটি?
ভাইয়্যা, স্পেশালি টেক্সটাইল ডিপার্টমেন্টের জন্য ডুয়েট তুলনামূলক সুবিধাজনক। একটু চেস্টা করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। ডুয়েটে টেক্সটাইলের সিট সংখ্যা ৬০টি। এবার (২০১৯ এ) প্রায় ৪০০ জন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিলো। সুতরাং অন্যান্য ডিপার্টমেন্টের তুলনায় চান্স পাওয়া কিছুটা সুবিধাজনক। আশাকরি বুঝতে পেরেছেন। ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আশাকরি। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়্যা।
ধন্যবাদ ভাইয়া
vaia...diploma kore ki... jessore science and technology university te adimission dea possible
হ্যা ভাইয়্যা, অবশ্যই। এ পর্যন্ত প্রতি বছরই এই নিয়ম ছিল এখনও আছে। প্রতি বছর অনেকেই চান্স পায়। সে জন্য তোমাকে ভার্সিটির ভর্তি পরীহ্মা বিষয়ক নোটিশের প্রতি খোজ রাখতে হবে (কখন আবেদন করতে হবে + কবে ভর্তি পরীহ্মা তা জানার জন্য)। প্রশ্ন করার জন্য ধন্যবাদ। ভিডিও টি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের গ্রুপে শেয়ার করবে।তোমার জন্য শুভকামনা রইলো।
Sir DUET addition er jonno SSC exam a 3.78 pele ke chance nea jabe nake ..
জি ভাইয়্যা, অবশ্যই হবে। ডুয়েট এডমিশনের জন্য এপ্লাই করতে এসএসসিতে ৩.৫০ এবং ডিপ্লোমায় ৩.০০ দরকার। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আশাকরি। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়্যা।
ভাইয়া মেকানিক্যালের জন্য কোন কোচিংটি বেষ্ট হবে?প্লিজ একটু জানাবেন??
ভাইয়্যা, ডুয়েট এরিয়ার প্রায় সকল কোচিংই ভালো, সবাই যার যার সর্বোচ্চ দেওয়ার চেস্টা করে। তবে বড় কোচিং হিসেবে অপটিমাম কোচিং যথেষ্ট ভালো কোয়ালিটি সম্পন্ন, সুতরাং আপনি সেখানে নিশ্চিন্তে ভর্তি হতে পারেন অথবা আপনার অঞ্চলিক কোচিং এ নিশ্চিন্তে ভর্তি হয়ে যেতে পারেন।আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়্যা। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আশাকরি।
Mechanical er jonno TOT TUTORIAL. BEST HOBE
ভালো দু একটা কোচিং এর নাম বলেন ভাই ধ্যনবাদ
কার নাম বলবো আর কে রাগ করবে😂
তবে আমি মনে করি বড় কোচিং সেন্টার গুলোতে ভর্তি হওয়াটাই বেশি ভালো। আপনার বড়ভাই-বন্ধুদের থেকে খোজ খবর নিয়ে ভর্তি হোন।
Apni akhn ki koren ....???
আমি এখন পর্যন্ত ডুয়েটেই আছি ভাইয়্যা
ভাইয়া, ডিপ্লমা করে ডুয়েট ছাড়া আর কোথায় ভর্তি পরীক্ষা দিতে পারবো?
কম্পিউটার টেকনোলজি থেকে?
তোমার প্রশ্নটা ভালো লাগলো, ধন্যবাদ।ভাইয়্যা, পলিটেকনিক পড়া অবস্থায় কিভাবে ডুয়েটের জন্য প্রস্তুতি নিবে সে বিষয়ক একটি ভিডিও আছে, সেখানে বিস্তারিত বলে দেওয়া হয়েছে।লিংকটি নিচে দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নিবে।আর হ্যা এখন পর্যন্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সরাসরি পাবলিক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি একটিই সেটা হলো ডুয়েট। এছাড়াও এখন পর্যন্ত পলিটেকনিক পড়ে সিলেটের শাহজালাল, যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি এবং কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে জেনারেলদের সাথে অর্থাৎ ইন্টারমিডিয়েটদের সাথে ভর্তি পরীহ্মা দেওয়ার সুযোগ আছে। তবে আমার পরামর্শ হলো ডুয়েট এডমিশন কোচিং এর জন্য সিদ্ধান্ত নাও, এটাই সর্বোত্তম। আরও ভালো ইনফরমেশনের জন্য এই চ্যানেলের এডমিশন বিষয়ক বাকী ভিডিও গুলো দেখে নিও, উপকৃত হবে আশা করি।প্রশ্ন করার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ। ভিডিও গুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবে। তোমার জন্য শুভকামনা রইলো।ruclips.net/video/FxL-JZwop0Y/видео.html
@@HrhTube ভাই মেকানিক্যাল এর জন্য কোন কোচিং ভালো হবে।
Vaia apnar sate contact kora jabe??
হ্যা ভাইয়্যা, এই ভিডিওটির ডেসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিংক আছে, সেখানে আমাকে মেসেঞ্জারে ইনবক্স কর
কোন কোচিং সেন্টারে ভর্তি হলে সবচাইতে বেস্ট হবে? সবচাইতে ভালো এবং বেস্ট কোচিং সেন্টার কোনটি????????
কার নাম বলবো আর কে রাগ করবে😂
তবে আমি মনে করি বড় কোচিং সেন্টার গুলোতে ভর্তি হওয়াটাই বেশি ভালো। আপনার বড়ভাই-বন্ধুদের থেকে খোজ খবর নিয়ে ভর্তি হোন।
ভাই ক্রসিং এ কি টেক,ননটেক উভই থাকে???
অবশ্যই ভাইয়্যা। ডুয়েটে চান্স পাওয়ার জন্য যা যা লাগে তার সবই শেখানোর চেস্টা করা হয় কোচিং গুলোতে
Thank you
Welcome vaiya! If these videos are satisfied you, then please share these Videos to the messenger group of your friends and don’t forget to subscribe this channel. Best of luck brother.
ভাইয়া,, কোথায় কোচিং করলে ভালো হবে। please বলবেন কি ভাইয়া?
কার নাম বলবো আর কে রাগ করবে😂
তবে আমি মনে করি বড় কোচিং সেন্টার গুলোতে ভর্তি হওয়াটাই বেশি ভালো। আপনার বড়ভাই-বন্ধুদের থেকে খোজ খবর নিয়ে ভর্তি হোন।
ভাই ইন্টারমিডিয়েট কমপ্লিট করে সোজা ডুয়েটে CSE তে ভর্তি হওয়া যাবে?
না ভাইয়্যা, আসলে এখানে এডমিশন দেওয়ার জন্য ডিপ্লোমা ডিগ্রি থাকতে হয়, আশাকরি বুঝতে পেরেছেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়্যা
@@HrhTube vaiya diploma theke kon kon university theke bsc kora Jay.sust e ki kora jay
ভাইয়া আপনি একটা কোচিং চালু করেন,,,,ডুয়েট এডমিশন যেটা অনলাইন এ ক্লাস হবে,,
হাহা ভাইয়্যা, কেমনে সম্ভব ভাইয়্যা, সবাইকেই ডুয়েট শেষ করার পর সংসার+চাকরীবাকরি তে সময় দিতে হয়। এর মাঝে যতটুকু পারি পরামর্শ দেওয়ার চেস্টা করবো ভাইয়্যা। আপনার জন্য শুভকামনা
স্যার,আমি ইলেকট্রনিক্স টেকনোলজির ১ম সেমিস্টারের ছাত্র।আমি এখন থেকেই ডুয়েট এর প্রিপারেশন নিতে চাই।আমাকে কী করতে হবে?
আগে ডিপ্লোমা শেষ করেন ভালোভাবে ভাইয়া ।
@@bnpawamiligchudi manush k vul information deben nhaa
ভাইয়া আমি এখন 1st semester এ,,আমি ডুয়েট এ চান্স পেতে চাই.আমি এখন থেকে কিভাবে পড়াশোনা করব??
আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ ভাইয়্যা। আপনাদের জন্য অলরেডি ভিডিও দিয়েছে, নিচে ভিডিওটির লিংক দিলাম, অবশ্যই দেখে নিবেন। ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আশাকরি। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়্যা।
ruclips.net/video/FxL-JZwop0Y/видео.html
ভাই কোচিং না করে কি এডমিশন দিয়ে চান্স পাওয়ার সম্ভাবনা আছে। কারন কোচিং করতে অনেক টাকা লাগে যেটা সব ফ্যামিলি দিতে পারে না
ব্যতিক্রম দু একজন ছাড়া এভাবে চান্স পাওয়ার তেমন রেকর্ড নাই ভাইয়্যা, সব কিছু যেভাবেই হোক ম্যানেজ করে আসার চেস্টা করেন। মানুষ বিপদে পরলে যে করেই হোক টাকা ম্যানেজ করে তো, তাই না? আর না হলে অন্তত মাঝে মধ্যে এসে গাজীপুরে ফ্রেন্ডদের সাথে থাকবেন, আর বিভিন্ন নির্দেশনা নিয়ে বাসায় গিয়ে পড়া কমপ্লিট করতে পারেন। চান্স পাওয়া কপালের ব্যাপার ভাইয়্যা, বেস্ট অব লাক।
@@HrhTube আলহামদুলিল্লাহ ভাই কোচিং এ ভর্তি হয়ে গেছি দোয়া করবেন
@@MINARERDHONI ফি-আমানিল্লাহ ভাইয়্যা
ভাইয়া ডুয়েটে ফরম কখন ছাড়বে...!
ভাইয়্যা এই বিষয়ে এখনও কোন নোটিশ হয়নি, তবে অক্টোবর /নভেম্বরের দিকে পরীক্ষা হতে পারে। পরীক্ষার ২মাস আগে নোটিশ দেয়।
কত দিন কোচি্্ করতে হয়
ভাইয়্যা, এটাচমেন্টের সময় কোচিং এ আসলে কমপক্ষে মাসের মত সময় পাওয়া যায় অর্থাৎ প্রায় ১বছর।যত সময় পরে আসবেন এর থেকে তত সময় কম পাবেন। আপনি কি উত্তরটা ক্লিয়ার বুঝলেন?
আপনি কি ক্লিয়ার?
vaiya...kon kon Subject vlo kre porte hbe...Electrical..
vaiya apnar number ta deya jabe
ভাইয়্যা আমাকে মেসেঞ্জারে নক করেন। পরে প্রয়োজন হলে সেখানেই নাম্বারটা দেওয়া যাবে।
ভাই অনেকে তো বলো চান্স যায় না
প্রিয় ভাই, আমি বাস্তবতার নিরিখে করনীয় কি তা বলার চেস্টা করেছি, মানা বা না মানা সবার জন্য ব্যক্তিগত ব্যাপার। আর তাছাড়া অনেকে অনেক কথাই বলে, সেসব ভেবে বসে থাকলে চান্স পাওয়ার আশা করার নূন্যতম কোন সুযোগ থাকে কি ভাইয়্যা??
SIR DUET PREPARATION ER GUIDE KOTHAY PABO?
আপনি এই দোকানের নাম্বারে ফোন দিতে পারেন, তারা কুরিয়ারে প্রায় সব ধরনের গাইড বিক্রি করেন। মমতা স্টোর, ডুয়েট 01915410404
@@HrhTube THANK YOU
৮ম পর্বের পর তো দুই মাসের বেশি সময় থাকে না,,, এতো কম সময়ে লম্বা সিলেবাস শেষ করতে অনেক কষ্ট হবে!!
আর ইন্ডস্ট্রিয়াল ট্রেনিং এবং কোচিং কী একসাথে করা সম্ভব ?? নাকি একটির জন্য আরেকটিকে ত্যাগ করতে হবে!!
আমি কোচিং কখন ভর্তি হলে ভালো হবে?
আমি ঐ অবস্থায় কী করবো??
আপনার ধারনা একদম ঠিক ভাইয়্যা। তাই লাইফের গুরুত্বপূর্ণ টাইমকে গুরুত্বপূর্ণ কাজে লাগানোর জন্য আপনাকে অবশ্যই গাজীপুরে এসে ডুয়েটের আসে পাশে ট্রেনিং নিতে হবে এবং পাশাপাশি ডুয়েট এডমিশন কোচিং করতে হবে।আর হ্যা, এখানে এরকম প্রচুর ট্রেনিং সেন্টার আছে আর এভাবেই শিংহভাগ স্টুডেন্ট এডমিশন কোচিং করে ভাইয়্যা।তাই যদি ডুয়েটে পড়ার স্বপ্ন থেকে থাকে তাহলে এইভাবে ট্রেনিংয়ের পাশাপাশি কোচিং করার কোন বিকল্প নেই ভাইয়্যা। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়্যা।
ডুয়েট এডমিশনের বিভিন্ন পেজে নক দেই বাট রেসপন্স খুব কম !! কোচিং ফি কতো হতে পারে সেটা জানি না!!😞
ভাইয়া কোচিং ফি কতো হতে পারে সেটা যদি একটু বলতেন খুবই উপকার হতো।
@@robiulbhuiyan4293 ভাইয়্যা কোচিং ফি প্রায় ১৪০০০টাকা আর প্রতি মাসে থাকা খাওয়া বাবদ ৪০০০ থেকে ৫০০০টাকা হলেই যথেষ্ট।তাতে সর্ট কোর্সের জন্য সর্বমোট (৯-১০ মাসের জন্য ধরলাম) প্রায় ৬০ হাজারের মত লাগবে। আর কত ঘন্টা বা কিভাবে পড়তে হবে এর জন্য নিচের দুটা ভিডিও দেখলেই ক্লিয়ার হবে। লিংক নিচে দিলাম দেখেনিয়েন কস্ট করে।প্রশ্নের জন্য ধন্যবাদ। ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন।আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়্যা।
1.ruclips.net/video/9bBVSUK2XD4/видео.html
2.ruclips.net/video/Q7x9SDb6wfs/видео.html
অসংখ্য ধন্যবাদ ভাইয়া।❤️❤️
ভাইয়া আমি ডিপ্লোমা কম্পিউটার সেভেন সেমিস্টারের একজন পরীক্ষার্থী। আমার ডুয়েট এডমিশন এর খুব ইচ্ছা।ভাই আমি ইন্টার্নি এবং কোচিং কোথায় করব, বুঝে উঠতে পারছিনা। প্লিজ আপনার কন্টাক্ট নাম্বারটা একটু দিলে ভাল হতো।(০১৯৮২৮৯৮৪৬৩) এই নাম্বারে একটা এসএমএস করে দেন ভাইয়া প্লিজ.
ভাইয়্যা, এই ভিডিওটির ডেসক্রিপশনে আমার ফেসবুক লিংক দেওয়া আছে, দয়া করে সেখানে ইনবক্স করেন।
অনেক ভাল ছিল
Thanks. So to get the chance in DUET study this way what I have said in this video. Best of luck....