সনাতন ধর্ম || নৃসিংহপ্রসাদ ভাদুড়ী

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 135

  • @sanjuktamondal6511
    @sanjuktamondal6511 Год назад +12

    সনাতন ধর্ম মানে শ্বাশ্বত কথা, সাত্ত্বিক হতে হবে। খুব সুন্দর আলোচনা হলো। শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানাই🌹🌹

    • @IntoBhagwat
      @IntoBhagwat 9 месяцев назад +1

      জয় সনাতন ধর্ম

  • @muktimaity7646
    @muktimaity7646 Год назад +38

    ভাগ্য ভাল যে আপনি , ইউটিউবের অনুষঠানমালায় এলেন,কত ভুল সংশোধন করে দেন গুরুর মতনকরে , দিন দিন বাড়ছে জানার ক্ষুধা । আপনার মত করে আপনিই পারেন আমাদের ঝুলি ভরে দিতে। সস্রদ্ধ প্রণাম নেবেন স্যার।🙏🙏🙏

    • @gurudasghosh8166
      @gurudasghosh8166 Год назад +2

      সশ্রদ্ধ প্রনাম । এত সুন্দর ব্যাখা অতি বিরল ।

  • @tapanmajhi1185
    @tapanmajhi1185 Год назад +3

    প্রণাম গুরুদেব। আপনার অসাধারণ ব্যাখ্যা শুনে হারিয়ে যাচ্ছি।

  • @TapuBaishnob
    @TapuBaishnob 4 месяца назад +1

    হরে কৃষ্ণ

  • @anjandey2940
    @anjandey2940 Год назад +3

    আহাঃ। কত অপূর্ব। আপনি যখন বলেন তখন মুগ্ধ হয়ে শুনি। এত আলঙ্কারিক আপনার কথন। এককথায় অনবদ্য। আপনাকে আবারও অসংখ্য প্রণাম।

  • @arunasarkar6383
    @arunasarkar6383 Год назад +3

    খুব সুন্দর আলোচনা অনেক সমৃদ্ধ হলাম ! ভালো থাকবেন ! 🌹🌹🌹🙏🙏🙏

  • @SukantaBhowmick-vw9cu
    @SukantaBhowmick-vw9cu 8 месяцев назад +1

    তুমি কেমনকরে গান করো হে গুনি আমি অবাক হয়ে শুনি.....

  • @rupa1027
    @rupa1027 Год назад +5

    প্রণাম নেবেন শ্রদ্ধেয় অধ্যাপক 🙏 আমি গুরুদাস কলেজে আপনার পরোক্ষ ছাত্রী ছিলাম। তখন থেকেই রামায়ণ ও মহাভারতের চরিতাবলীর ওপর আপনার লেখনীর সঙ্গে আমাদের পরিচয়। you টিউবএ আপনাকে পাওয়া অসীম ভাগ্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন.... আমরা সমৃদ্ধ হতে থাকবো।

  • @milibhattacharya7081
    @milibhattacharya7081 Год назад +5

    দারুণ। সনাতন কথাকে খুব আধুনিক ও প্রগতিশীল ভাবে ব্যাখ্যা করছেন স্যার। আপনার ব্যাখ্যার প্রতিটা অধ্যায় প্রতিটা কথা খুব আন্তরিক ভাবে হৃদয়কে স্পর্শ করে। ধন্যবাদ স্যার খুব ভালো লাগলো।🙏🙏

    • @milibhattacharya7081
      @milibhattacharya7081 Год назад

      সনাতন ধর্ম যে এত যুগোপযোগী পরিবর্তনশীল এবং আসল সনাতন ধর্মের সঙ্গে যুগ প্রয়োজন অনুযায়ী যে পার্থক্য বা flexibility আছে সেটা জানতাম না। ধন্যবাদ স্যার 👍👍

  • @BithiGanguly76o.-_
    @BithiGanguly76o.-_ 10 месяцев назад

    অপূর্ব সুন্দর লাগলো!অনেক জানলাম! 🙏🙏🙏🌹🌹🌹🌹❤️❤️❤️

  • @SonaSona-fs4vd
    @SonaSona-fs4vd Год назад +5

    প্রণাম মহাত্মা।

  • @satwikaroy4449
    @satwikaroy4449 10 месяцев назад

    অপূর্ব ব্যাখ্যা

  • @subhasmondal5488
    @subhasmondal5488 Год назад +1

    Khub sundar Alochona, samridha holam

  • @dulalchandrabandyopadhyay4297
    @dulalchandrabandyopadhyay4297 Год назад +6

    সমাজ সংস্কৃতির মধ্যে শিক্ষার অপূর্ণতা আমাদের আত্মিক অবনমনের একটি অন্যতম কারণ।

  • @happytohelp9609
    @happytohelp9609 Год назад

    नित्यः सर्वगतः स्थाणुरचलोऽयं सनातनः।।2.24।।

  • @porimolchanda9675
    @porimolchanda9675 Год назад

    আপনার কথাগুলি থেকে অমৃত সুধা লাভ করি।আমার প্রণাম নিবেন হে মহা জ্ঞ্যানী🙏

  • @babulohar5679
    @babulohar5679 Год назад

    জয় রামকৃষ্ণ।।
    প্রনাম নেবেন স্যার।।

  • @monalisaroy5596
    @monalisaroy5596 4 месяца назад

    🙏

  • @tanusreemridha6303
    @tanusreemridha6303 Год назад +2

    প্রণাম নেবেন

  • @TheUttamkumarbagchi
    @TheUttamkumarbagchi Год назад +6

    The return value of nature!

  • @sanjoykumar3574
    @sanjoykumar3574 4 месяца назад

  • @swapnenduguha7984
    @swapnenduguha7984 Год назад +2

    Bhagwan , Allah,God , sab jodi ek e hoy , tobe prithibir sab dharma e sanatan dharma , thanks a lot, Sir.

  • @prasanna3378
    @prasanna3378 7 месяцев назад

    বিবেকই ঈশ্বর। বিবেককে জাগ্রত করাই ধর্ম। সেই বিবেকের ধর্মের কথা জানাতেই তিনি বিবেকানন্দ।
    সকল গ্রন্থের আগে বিবেককে জাগ্রত করা প্রয়োজন। সকল শাস্ত্রের উপর সর্বোপরি বিজ্ঞান ও মানবতাকে স্বীকার করা প্রয়োজন সবার আগে।
    বিজ্ঞান একমাত্র সত্য। বহুরূপে যাকে দেখেছে মানুষ, সে কেবল মানুষের বিবেকই ছিল। বিবেকই ঈশ্বর। বিবেক ব্যতীত ঈশ্বর নেই।
    "ধর্ম : অন্বেষণ, সৎকার্য, ঐক্যভাব।"
    বিজ্ঞান একমাত্র সত্য। সত্যমেব জয়তে।
    "হিন্দু" হল ভৌগলিক ধর্মীয় সাংস্কৃতিক পরিচয়। আস্তিক নাস্তিক নির্বিশেষে যারা বেদ হতে শুরু হওয়া সংস্কৃতিকে "শ্রদ্ধার সঙ্গে" আপন মনে করে, আস্তিক নাস্তিক নির্বিশেষে বৈদিক কাল এবং বৈদিক সংস্কৃতি হতে যারা আপন মূল "স্বীকার" করে, কেবল তারাই "হিন্দু।" বিবেকধর্মী চার্বাক হিন্দু হয়ে গর্বিত।
    সেই সংস্কৃতির হতে যতটুকু ভাল উপলব্ধি তাকে শ্রদ্ধার সঙ্গে আপন মনে না করলে সে হিন্দু নয়।
    যাদের বেদবিরুদ্ধ "আস্থা" নেই, এবং হিন্দু সংস্কৃতির প্রতি শ্রদ্ধা আছে, তারা সকলেই আস্তিক, নাস্তিক, শ্রদ্ধাশীল বৌদ্ধহিন্দু, ব্রাহ্মহিন্দু, সংস্কৃতিবান চার্বাক হিন্দু সহ সকলেই হিন্দু।
    ধর্ম আস্থার দ্বারা নয়, কর্মের দ্বারা সংজ্ঞায়িত।
    ধর্ম আস্থার পথই নয়। ধর্ম অন্বেষণের পথ।
    অন্ধবিশ্বাস ইমান অধর্ম। কেতাবি মৌলবাদ মৌলিক অধর্ম।
    একমাত্র সত্য হল বিজ্ঞান। সত্যমেব জয়তে।
    "ধর্ম : অন্বেষণ, সৎকার্য, ঐক্যভাব (মহাজগতের সঙ্গে ঐক্যভাব, সমগ্র মানবতার সঙ্গে ঐক্যভাব, সমস্ত কিছুর সঙ্গেই ঐক্যভাব।)"
    বেদ থেকে বিজ্ঞান আসে না। একপ্রকারে প্রাগৈতিহাসিক মানুষের প্রাক-বিজ্ঞান দর্শন থেকে বেদ আসে। আর বিজ্ঞান ব্যতীত অপর কিছুর দ্বারাই বেদকে প্রশ্ন করা যেতে পারে না। আর বিজ্ঞান ব্যতীত সর্বপ্রকার আস্থাই অধর্ম।
    ধর্ম কখনও কেতাব আবদ্ধ নয়। কেতাব আবদ্ধ মজহব। অন্ধবিশ্বাস অধর্ম। ইমান মানে অন্ধবিশ্বাস।
    অন্ধবিশ্বাস অধর্ম। কেতাবি মৌলবাদ মৌলিক অধর্ম।
    Religion এর কেন্দ্রিয়গ্রন্থ থাকে, নিদেনপক্ষে অতিপ্রাকৃতে আস্থা থাকতেই হবে।
    ধর্ম Religion নয়, তার একমাত্র কারণ হল অতিপ্রাকৃতে আস্থাও "ধর্ম" এর জন্য আবশ্যিক নয়। "ধর্ম" Religion তার একমাত্র কারণ বিশুদ্ধ চার্বাকও হিন্দু। নাস্তিকও অধার্মিক নয়। কিন্তু বেদবিরুদ্ধ "আস্থা" ঘোরতর অধর্ম। বেদবিরুদ্ধ আব্রাহামিক অপশাস্ত্র অধর্ম।
    নাস্তিক সৎচার্বাকও অধার্মিক নয়। কিন্তু বেদবিরুদ্ধ "আস্থা" কখনও ধর্ম পদবাচ্য হতে পারে না। আব্রাহামিক অপশাস্ত্র অধর্ম। কেতাবি মৌলবাদ মজহব অধর্ম।
    হিন্দু হল সংস্কৃতি, ভারতীয় সভ্যতার নাম হিন্দু। হিন্দুর ধর্ম হিন্দুধর্ম।
    তবে বস্তুত একটাই ধর্ম আছে। ধর্মের কোনও "মৌলিক" অভ্রান্ত কেতাব নেই। কোনও সর্বজ্ঞ দৈবজ্ঞ রাসূল হয় না। ধর্মের কোনও প্রবর্তক নবী নেই। সব নবী ভন্ড।
    অভ্রান্ত মৌলিক কেতাবে অন্ধবিশ্বাস অধর্ম। আসমানী কেতাব বা নবী বলে কিছু হয় না।
    প্রকৃত ধর্মের একমাত্র লক্ষ্য সত্যের অন্বেষণ। সত্যের পথে চলা, সত্যনিষ্ঠা।
    একমাত্র সত্য হল বিজ্ঞান। একমাত্র বিজ্ঞান এবং মানবতার প্রতি সর্বোপরি একনিষ্ঠ থাকাই ধর্ম।
    যে ধর্ম আস্থার নয়, কর্মের কথা বলে, যে ধর্ম, যে একমাত্র ধর্ম মানুষের মধ্যে ঈশ্বরকে দেখতে শেখায়, সেই একমাত্র যথার্থ ধর্ম। যে ধর্ম সত্যকে ঈশ্বরেরও উপরে রাখতে শেখায়, যে ধর্ম মানুষের মধ্যে ঈশ্বরকে দেখতে শেখায়, যে ধর্ম অবিরত বিজ্ঞানসম্মত সত্যের অন্বেষণ করতে শেখায়, সেই প্রকৃত সনাতন "সত্য" এর ধর্ম।

  • @gourpal5158
    @gourpal5158 6 месяцев назад

    অনেক অনেক কিছু জানলাম

  • @namratadutta2041
    @namratadutta2041 Год назад +3

    এতো ভালো করে মনের ভিতরে ঢুকে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ❤

  • @krishnavoice2001
    @krishnavoice2001 10 месяцев назад

    Sir..this is the greatest ever videos on youtube..❤❤

  • @pratimasarkar1659
    @pratimasarkar1659 Год назад +1

    প্রণাম ।

  • @brewedmeditation2886
    @brewedmeditation2886 Год назад

    অপূর্ব

  • @chandangain2557
    @chandangain2557 Год назад +6

    স্যার আপনার মহাভারত অনুবাদ কতদূর এগোলো?আমরা কবে পাবো? প্রনাম নেবেন।

  • @jhumurbanerjee8109
    @jhumurbanerjee8109 Год назад +1

    Mohabarat sunte chai ta amader poram paoya hobe.🙏🙏🙏

  • @dulalkumarpal9957
    @dulalkumarpal9957 Год назад

    প্রণাম আচার্য

  • @HinduSanataniBharat
    @HinduSanataniBharat 11 месяцев назад +1

    ১৪ বছর বনবাস সেরে, রাবণ বধ করে শ্রীরামচন্দ্র মা সীতা দেবী কে নিয়ে লঙ্কা থেকে যে দিন অযোধ্যা নগরীতে প্রত্যাবর্তন করেছিলেন সেদিনটাই দীপাবলি বা দিওয়ালি। বাঙালি রামচন্দ্রের করা অকালবোধন করে, প্রদীপের আলো জ্বেলে দীপাবলিও করে। অজ্ঞাতসারেই রামায়ণ কে অনুসরণ করেই তার জীবন অতিবাহিত করে। সেকুলারিজমের ঠেলায় চর্চার অভাবে এই সমস্ত কাহিনী ভুলে গেছিল বা ভুলিয়ে দেওয়া হয়েছিল।

  • @ilabhattacharjee9827
    @ilabhattacharjee9827 Год назад +3

    Hare krishna

  • @ranjanadhar9345
    @ranjanadhar9345 Год назад +4

    ভালো লাগলো। আমরা কত লঘু অর্থে এই "সনাতন ধর্ম" শব্দকে ব্যবহার করেছি। অথচ কত গভীর এই শব্দের মানে।
    প্রণাম রইলো।
    শুভ রাত্রি।

  • @justaseeker2850
    @justaseeker2850 9 месяцев назад +4

    আমি সাত মাসের গর্ভবতী, আপনার সমস্ত ভিডিও খুব মনোযোগ দিয়ে শুনি, আর আশা করি নিজের সন্তানকে ছোট বয়স থেকেই খুব ভালো করে সংস্কৃত ভাষা শেখাবো এবং সেও বড় হয়ে আপনার মতই ভারতীয় শাস্ত্রে পারদর্শী হয়ে উঠবে। গুরুদেব আপনি এটাই আশীর্বাদ করুন। 🙏🕉️🙏

  • @kheyaghosh3224
    @kheyaghosh3224 Год назад +2

    🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞

  • @munmunguhoneogi1988
    @munmunguhoneogi1988 9 месяцев назад

    Apna k pronam sir . Anek kichu jjante parchi. 🙏🙏🙏

  • @trueisknowledge7802
    @trueisknowledge7802 7 месяцев назад

    ঈশ্বরের কৃপায় সনাতন শব্দের অর্থ আমি" আত্মা "দাঁড় করিয়েছে। আর সনাতন ধর্ম শব্দের অর্থ "মানুষ" দাঁড় করিয়েছে আপনাদের কাছ থেকে মতামত আশা করি।

  • @gourkumar8992
    @gourkumar8992 Год назад

    প্রণাম 🙏🙏🙏

  • @happytohelp9609
    @happytohelp9609 Год назад

    ममैवांशो जीवलोके जीवभूतः सनातनः।

  • @goutamchatterjee4738
    @goutamchatterjee4738 Год назад +2

    ধন্যবাদ ।

  • @satyabratamaity5199
    @satyabratamaity5199 Год назад +2

    🙏..

  • @somnathgonchaudhuri9091
    @somnathgonchaudhuri9091 10 месяцев назад

    🙏🙏🙏

  • @mamatamazumdar64
    @mamatamazumdar64 9 месяцев назад

    সনাতন উদহর্নসরূপঃ
    যা নিত্য নতুন

  • @satyajitmandal3498
    @satyajitmandal3498 Год назад +4

    "ভারতের তন্ত্রসাধনা" নিয়ে একদিন বলুন

  • @soumitraseth6921
    @soumitraseth6921 7 месяцев назад +1

    কোনো কমেন্ট করারও ভাষা আর সাহস আমার নেই। 🕉🙏🙏🕉

  • @rushamitra335
    @rushamitra335 Год назад +2

    Pranamam

  • @sajalsarkar9584
    @sajalsarkar9584 Год назад +1

    জয়মা দুর্গা। সবার মঙ্গল কামনা করছি মা।

    • @IntoBhagwat
      @IntoBhagwat 9 месяцев назад

      জয় মা ❣️

  • @barunmitra8778
    @barunmitra8778 Год назад +2

    A very relevant distinction between the universal and eternal values, and the temporal practices that pertains to particular contexts which are continuously changing. Quite analogous to the inevitable distinction between scientific principles and their practical applications such as in engineering. Conceptual Laws of nature can only be applied in practice with some loss in efficiency and within the constraints of the materials used.

  • @krishnabhattacharyya4322
    @krishnabhattacharyya4322 Год назад +1

    Sir daya kore sri krishner raslila prasanga nie kichhu bolben.tahole ei kothin jebone ektu thanda batas lagto. Pranam neben.

  • @biplobmajumder7155
    @biplobmajumder7155 Год назад +6

    মানবতাই সবচেয়ে বড় ধর্ম , অন্যসব কালচার।

  • @souravghosh3842
    @souravghosh3842 Год назад

    Pranaam Sir

  • @sohamsarkar8773
    @sohamsarkar8773 5 месяцев назад

    ❤❤❤❤

  • @lailapal2766
    @lailapal2766 Год назад +1

    pronam

  • @SwastyayanHazra-jp3ke
    @SwastyayanHazra-jp3ke 10 месяцев назад

    আমার নাম Swastyayan। যদি শান্তি Swastyayan নিয়ে akta episode করা যায় তবে আরও সমৃদ্ধ হব । প্রণাম গ্রহণ করবেন 🙏

  • @kheyaghosh3224
    @kheyaghosh3224 Год назад +1

    🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠

  • @visnudev3483
    @visnudev3483 29 дней назад

    Atta

  • @Ab-vf6bg
    @Ab-vf6bg 6 месяцев назад

    Tripitak a Buddha Sanatan er greatest description dia6en,,,,ja Natural Law or Natural habit of mind k explain kare...with which we can understand that puran er sanatan dharm develop later.🙏

  • @madhabdasinfotricks8524
    @madhabdasinfotricks8524 2 месяца назад

    আপনার কাছে একটাই আবেদন মহাভারতের ব্যাখ্যা আপনার কাছ থেকে শুনতে চাই।

  • @sandipanmukherje
    @sandipanmukherje 11 месяцев назад

    স্যার, আপনি পারলৌকক শৌচ বা শ্রাদ্ধ নিয়ে একটা ভিডিও করবে বলেছিলেন। আমরা ওটার জন্য প্রতীক্ষা করছি।

  • @pranjalmannaflute
    @pranjalmannaflute 10 месяцев назад

    আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন স্যার। জ্ঞানগঞ্জ নিয়ে আপনার কাছ থেকে কিছু শুনতে চাই স্যার।

  • @satinathmittra
    @satinathmittra Год назад +1

    আমার বাড়িতে দূর্গা পুজো হয় গত দুই বছর আমার নতুন ঠাকুরমসাই এর বলাতে চাল কুমড়ো বলি দিচ্ছি। আপনার কাছে জানতে চাই এই বলির ভালো বা মন্দ কি কিছু আছে? যদি একটু জানান।

  • @somakundu9597
    @somakundu9597 Год назад +1

    Hori om

  • @kheyaghosh3224
    @kheyaghosh3224 Год назад +1

    💧💧💧💧💧💧💧💧💧💧💧💧💧

  • @indranibanerjee1479
    @indranibanerjee1479 Год назад

    🙏💐

  • @sudeshnasur3753
    @sudeshnasur3753 Год назад +1

    প্রণাম। মনু র উপরে কিছু শুনতে চাই। খুব গোলমেলে মুনি।

  • @thestoryteller2608
    @thestoryteller2608 8 месяцев назад

    ভাগ্যিস আপনি ছিলেন স্যার... নাহলে শুধু ভেসেই যেতাম ... ডুব দিতে পারতাম না।।।।প্রণাম নেবেন 🙏

  • @kheyaghosh3224
    @kheyaghosh3224 Год назад +1

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @AnirbanTheGreat
    @AnirbanTheGreat 9 месяцев назад

    Thank you ....

  • @supriyomallick399
    @supriyomallick399 11 месяцев назад

    Pan gach barite lagaqno valo?

  • @kuhelibiswas7074
    @kuhelibiswas7074 9 месяцев назад

    Apurva. Kata ki janlam. Sambridha halam. Bhavana sutra Pelam
    Pranam

  • @visnudev3483
    @visnudev3483 29 дней назад

    Param atma

  • @benimadhav420
    @benimadhav420 Год назад +3

    ব্রাহ্মণ কি জন্ম হিসেবে না কর্ম হিসেবে

  • @rajibdhar3148
    @rajibdhar3148 Год назад

    Sir ,apnar soujanye kichu janbar sujog pachhi .

  • @ashissarkar100
    @ashissarkar100 Год назад

    স্যার mythology তে Transgender বিষয়টি নিয়ে আলোচনা করলে খুব ভালো হয়।

  • @sumitmishra4747
    @sumitmishra4747 Год назад +1

    স্যার, সনাতন ধর্ম নিয়ে আপনি অসাধারণ আলোচনা করলেন। আমাদের অনেক ভুল ধারণা দুর হলো।

  • @kheyaghosh3224
    @kheyaghosh3224 Год назад +1

    🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐

  • @dhimanchoudhury4688
    @dhimanchoudhury4688 9 месяцев назад

    I am a regular listener of your episodes. With due respect to you and this episode, I am little worried about the explanation you gave.... is no where explaining that... 'where they are wrong in claiming SANATAN dharmi'. Sir, if we focus straight to the point... a certain political propaganda is surfacing out. Please note... Establishing SANATAN dharma is the only way to 'save' our ''hapta hindu' from the 'other religion', which is becoming a global life threat. Also please note... I am not challenging your knowledge, research or the content. But the 'preface' of this episode and the subtle way you have explained. I hope, my concern is pretty clear .
    Pronam neben 🙏

  • @chiraranjanbakshi3877
    @chiraranjanbakshi3877 Год назад +1

    কালীঘাটের চাটমসললা! বর্তমানের household pet !

  • @kheyaghosh3224
    @kheyaghosh3224 Год назад +1

    🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈

  • @kheyaghosh3224
    @kheyaghosh3224 Год назад +1

    🌝🌝🌝🌝🌝🌝🌝🌝🌝🌝🌝🌝🌝

  • @revolutionist2468
    @revolutionist2468 Год назад +2

    প্রণিপাত

  • @aruphorchowdhury4714
    @aruphorchowdhury4714 Год назад

    প্রকৃত আক্ষরিক মানে করে যদি বলতেই বা চলতেই হয় তাহলে আমরা কি সবাই মানুষ? যদি না , তবে কি মানুষ শব্দটা অযৌক্তিক হয়ে যাবে?

  • @rudraadityamandal6126
    @rudraadityamandal6126 10 месяцев назад

    সনাতন ধৰ্ম কী এর ব্যাখ্যা শ্রীরামকৃষ্ণদেব,বামাখ্যাপা,কমলাকান্ত,রামপ্রসাদ,চৈতন্য মহাপ্রভু,নিত্যানন্দ মহাপ্রভু,তুলসিদাশ,সুরদাস,নামদেব,গুরু নানক ও অন্যান্য মহান ঋষিমুনি গণ already বলে গিয়েছেন 😊😊

  • @NantuBanik-c8w
    @NantuBanik-c8w Год назад

    Thik kotha sir
    Tobe amra Krishna er Puja kori ki maa kalir Puja kori jaher Puja orchona e kori , kintu kon dharmo ta k mene cholchi ?
    Antorik pronam niben .... N Banik

  • @gopalchandradey9603
    @gopalchandradey9603 Год назад

    Nejar Aykar Ka Jana Sonatun Dhurmu,

  • @kheyaghosh3224
    @kheyaghosh3224 Год назад +1

    🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠

  • @tamoghnasen5158
    @tamoghnasen5158 Год назад +1

    সনাতন মানে প্রাচীন

  • @ramenadhikary6441
    @ramenadhikary6441 9 месяцев назад

    সনাতন মানে প্রাচীন বর্তমান ধর্ম

  • @dipaksarkar8008
    @dipaksarkar8008 27 дней назад

    আমরা কি সংকর জাতের। হিন্দু

  • @anandaprasadjana6834
    @anandaprasadjana6834 6 месяцев назад +1

    সনাতন অধর্ম কী? না জানলে সনাতন সম্পর্কে জানা যাবেনা ।এসব জানতে প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় সেন্টারে , বিবেক তীর্থে বিস্তারিত জানা যাবে ।এই আলোচনা এলোমেলো।সঠিক ভাবনায় হচ্ছে না ।

  • @arghyaroy3141
    @arghyaroy3141 9 месяцев назад

    Mittani empire somporke Apnar ki Motamot?

  • @kheyaghosh3224
    @kheyaghosh3224 Год назад +1

    🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

  • @ramenadhikary6441
    @ramenadhikary6441 7 месяцев назад

    স্যার আপনাকে একটা কথা বলছি সংস্কৃত ছাড়া ভগবান কথা কি বুঝতে পারে না।

  • @bubai2405
    @bubai2405 Год назад +1

    কথায় কথায় লোকজন আজকাল অনেক বেশি করে নিজেদের সনাতন ধর্মগামী বলে থাকেন । আসলে "সনাতন" শব্দটি একটি "বিশেষন" সেটা কোন? ধর্মের বর্ণনা করে , মানে লোকজনের মতে সনাতন ধর্মে = হিন্দু ধর্ম (আপনার কি মতামত & গ্ৰন্থাবলি কি বলে)। যেমন দেখুন অনান্য ধর্মমতগুলো "নাম-বিশেষ্য"। তাহলে সনাতন ধর্ম = হিন্দু ধর্ম= ব্রহ্মধর্ম( আসলে ব্যাপারটা কি)

  • @siddharthabhattacharya1718
    @siddharthabhattacharya1718 7 месяцев назад

    A question is apparent here what is the objective of this ever static and ever dynamic stuff called Sanatan Dharma? Indian religion is rudderless without the intervention of Sri Krishna. Krishna adopted the attitude of pragmatic measure. Establishment of Dharma that was the objective. The intention of the Satan is taking oppertunity of the Divine attributes. Krishna did it in Drapara at the fagend of Kali the same measure adopted by Sri Aurobindo by initiating arm struggle in Indian fredom movement. It was Sri Aurobindo who unmasked the true Sanatan Dharma.
    "All life is Yoga." - Sri Aurobindo
    try to fathom you will find The Sanatan Dharma.

  • @deepanjanachakraborty2756
    @deepanjanachakraborty2756 Год назад

    ধর্ম বলতে বুঝি যা ধারণ করি। কিন্তু কালের গতি তো পরিবর্তনশীল । ধর্ম ও পাল্টাচ্ছে।ভগবান কৃষ্ণ ও বলেছেন যা পুরাতন তাকে পাল্টাতে হবে।সেখানে আমের গুটি থেকে পরিপক্বতা পরে শুকনো আঁটি যা পায়ে দলিত হয়।আজকের আলোচনা খুব ভালো লাগলো।তবে একটাই কথা মনে হয় তা যেন সুকর্মে পরিবর্তিত হয়।

  • @prabirguin6923
    @prabirguin6923 Год назад

    Aop, agni bawoo akash dharitree. These 5 are for ever , & this is Sanatan besi r matha penchi korar darkar nai..

  • @Ab-vf6bg
    @Ab-vf6bg 6 месяцев назад

    Kintu margdarshak Ambedkar bal6en hindu ra j sanatan nay par praman Riddles of Hindu dharma khub valo kare bujhia6en

  • @uddalakbhattacharya3700
    @uddalakbhattacharya3700 10 месяцев назад

    রাজনৈতিক দল কোন সনাতন ধর্মের কথা বলছেন সেটা তো আমরা বুঝতেই পারিনা। সম্ভবত হিন্দু ধর্ম কে উদ্দেশ্য করেই বলেন। সে কারণেই পূর্বোক্ত প্রশ্ন যে হিন্দু ধর্মের সাথে সম্পর্ক কি সেটা যদি সম্ভব হয় বলবেন। হিন্দুরা কাকে সনাতন ধৰ্ম বলবেন সেটা তে আলোকপাত করবেন।