Musiana Talk | ‘Tumi ki keboli chhobi’ - A Notation Interpretation | Srikanto Acharya

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 323

  • @শ্রীমতীলাবণ্য

    আমি তো পাগল হয়েই আছি রবীন্দ্রনাথ এর সব সৃষ্টি তে। এই শো দেখে পুরো পাগল আজকে। শ্রীকান্ত দা কি উপস্থাপন করলেন। একটা প্রোগ্রাম আমি এত বার কোন দিন দেখিনি। আজ দাদার এই প্রোগ্রাম অনেক বার দেখছি। দাদা পুরো পাগল করে দিল, তুমি কি কেবলই চবি বিশ্লেষণ করে। অসাধারণ, অতুলনীয় শ্রীকান্ত দাদা

    • @sahityaros1070
      @sahityaros1070 3 года назад +1

      গানের কিছুই বুঝিনে, কিন্তু মনে হয় শ্রীকান্ত যা গায় তা যেন নতুন সুর খুঁজে পায়।

    • @monishankardebshyamu9090
      @monishankardebshyamu9090 3 года назад

      শতবার দেখেছি তবু্ও মন ভরে না। প্রতিদিনের রুটিন। শ্রদ্ধার্ঘ্য,দাদা।

  • @nirmalmondol7034
    @nirmalmondol7034 2 года назад +6

    অপূর্ব, অসাধারন বলেছেন, সমস্ত সঙ্গীত থেকে রবীন্দ্রনাথ সঙ্গীত যে আলাদা তাই কত সুন্দর করে বুঝিয়ে দিলেন, ধন্যবাদ।

  • @niladrisekhar5964
    @niladrisekhar5964 4 года назад +26

    ভাষাহীন... আপনার নিখুঁত বিশ্লেষণ এ আর আপনার সযত্ন, মনোমুগ্ধকর গায়কি তে... অনেক শ্রদ্ধা আর ভালোবাসা দাদা... ♥️♥️

  • @manojganguly9817
    @manojganguly9817 Год назад +7

    ওই যে মানুষটি রবীন্দ্রনাথ( আপনার কথায়), আর আমার শোনা, সবার প্রিয় শিল্পী হেমন্ত বাবুর গাওয়া এই অসাধারণ গানটি ,আপনার( আমার অতি প্রিয়) প্রতিটি অনুভবের সঙ্গে একদম ঠিঠাকমতো হলো। সত্যি আপনি একজন গুণী বলেই এটা সম্ভব হলো।আমরা অবাক বিস্ময়ে খালি শুনলাম আর বুঝতে চেষ্টা করলাম। আবার আপনার কথায় universal level এ।🙏। রেল শহর চিত্তরঞ্জন এ আপনি এসেছিলেন, গিয়েছিলাম। শুনেছি আপনার গান। 🙏

  • @pradiphaldar7087
    @pradiphaldar7087 Год назад +2

    কি অসাধারণ বিশ্লেষণ!
    আমি তো গায়ক নই, শুধুই শ্রোতা। শুধু গান শুনি। আজ প্রথমবার তোমার এই অসাধারণ বর্ননা বিশ্লেষণ শুনে আমি অভিভূত।

  • @riyadahmed7990
    @riyadahmed7990 Год назад +1

    জয় গুরু ওস্তাদজী জয় হোক আপনার জয় গুরু রবি ঠাকুরের৷ অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে

  • @abdussamad4898
    @abdussamad4898 3 года назад +8

    অসাধারণ বিশ্লেষণ ! এত দিন কেবল গান শুনেছি। এখন এ বিশ্লেষণে মনের গভীরে কবিগুরুর স্পর্শ অনুভূতি বুলিয়ে দিল।ধন্যবাদ দাদা ।

  • @AnurinaLifeisaJourney
    @AnurinaLifeisaJourney 9 лет назад +16

    অসাধারণ লাগলো...... অন্যরকম গভীরতায় গানটাকে তুমি পৌঁছে দিলে....অসংখ্য ধন্যবাদ তোমায় শ্রীকান্তদা

  • @aniruddhabasu7200
    @aniruddhabasu7200 Год назад +4

    দাদা,এই গানটি অনেক বার অনেক শিল্পীর গাওয়া শুনেছি। আজ আপনার বিশ্লেষন সহ গানটি নূতন করে শুনে অসাধারণ ভাল লাগলো। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

  • @বোহেমিয়ান-র১য

    কী সুক্ষ বিশ্লেষণ! শ্রীকান্তের কন্ঠে শৈল্পিক একটা ব্যাপার আছে 💟

  • @runarunkumar5173
    @runarunkumar5173 Год назад

    শিক্ষা, গবেষণা, গায়ন, অনুসন্ধিৎসু মন- সব মিলিয়ে তৈরি হয়েছে শ্রীকান্ত আচার্য।

  • @musharoufopurbo6336
    @musharoufopurbo6336 Год назад +1

    আমি বরাবরই রবীন্দ্র ভক্ত। রবীন্দ্রসঙ্গীত আমার প্রাত্যহিক জীবনের অপরিহার্য অনুষঙ্গ। অনেকের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনেছি, আমি একই গান অনেকের কণ্ঠে শুনি। দাদা, আপনার বিশ্লেষণ গানটিকে নতুনমাত্রা দিয়েছে। অসাধারণ অসাধারণ।

  • @sharmistthadutta
    @sharmistthadutta 8 лет назад +18

    নও ছবি, নও ছবি,নও সুধু ছবি....
    তুমি কিকে বলি ছবি, শুধু পটে লিখা....
    simply Oshadharon, Srikanto da ..আপনার এই স্বরলিপি বিশ্লেষন ...অসংখ‍্য ধন‍্যবাদ আপনার এই নিবেদনটি কে।

  • @abhijitmitra1712
    @abhijitmitra1712 5 лет назад +4

    Sri kanta da is one of the best among the male singers of Tagore songs. We salute you sir.

  • @dulalchandra7624
    @dulalchandra7624 4 года назад +8

    তুমি যখন হারমোনিয়ামের চাবি টিপলে আর গাইতে শুরু করলে, মনে হল আমার ভেতরে বাইরে সমস্ত অন্তরাত্মা কেঁপে উঠলো...
    সত্যিই তুমি অসাধারণ শ্রীকান্ত বাবু...

    • @krishnasaha946
      @krishnasaha946 2 года назад +1

      কি যে উপকৃত হোলাম । বলার ভাষা নেই।অনেক অনেক শুভেচছা ও ভালবাসা জানাই।

  • @travelindiawithdebajyotian8992
    @travelindiawithdebajyotian8992 Год назад +9

    আমরা ভাগ্যবান। এই রাজ্যে অনেক "নেই" এর মধ্যে আপনাদের মত মহান ব্যাক্তি রা আছেন। মন ছুয়ে গেল আপনার বিশ্লেশন।

    • @-ey8vb
      @-ey8vb 10 месяцев назад

      মহান😮 বিশ্লেষণ √√

  • @pradipbandopadhyay9533
    @pradipbandopadhyay9533 4 года назад +4

    কি অপূর্ব বোঝালেন শ্রীকান্তদা।আশৈশব রবীন্দ্র সংগীত ভালো বেসে আজ 58তে পৌঁছালাম।কিন্তু আর্থিক কারণে শেখা হোলো না।এখন হয়ত পারি কিন্তু বয়স নেই। নিজের মনেই গাই।যদি এমন একজন শিক্ষক পেতাম।

    • @-ey8vb
      @-ey8vb 10 месяцев назад

      অনেকে ভালো শিক্ষক, বিশ্লেষক কিন্তু গাওয়া সেই পর্যায়ের হয় না। শ্রী কান্ত আচার্য সেই শ্রেণীর। যদিও দক্ষিণী'তে গান শিখেছেন 🤔

  • @swarnakamalroy1404
    @swarnakamalroy1404 3 года назад +3

    You, the Great singer 100% correct.

  • @Bablu138
    @Bablu138 4 года назад +19

    অসাধারন বিশ্লেষণ ,! হেমন্ত বাবুর কণ্ঠে এই সব জায়গা গুলিতে পরিপূর্ণতা পেয়েছে বলে মনে হয় .

  • @broto8
    @broto8 8 лет назад +6

    Srikanto Da aponake onek pronaam janaae after this eloquent elaboration of this song, the poem ....
    Amaar Baba jakhun Shaapmochaner HMV record ta aanen taar por theke conscious bhabe Rabindra Sangeet in the context of Love ta bujhte shuru kore chilam. But I was a nascent teenager then and in spite of my father's careful explanation could not quite collect the pearls of wisdom hidden in those delicate intricacies of the song, the poem and the drama in which I found it embedded - leaving me unknowingly uneasy.
    Today after stumbling upon your patient and most dedicated elaboration ... my those first tingling sensations have come full circle lifting the uneasinesses which is caused by the incompleteness.
    I dare not thank you... coz its something beyond it. I will forever be in debt.

  • @quazilulu8970
    @quazilulu8970 4 года назад +2

    অসাধারণ দাদা । কথাগুলো দারুণ লেগেছে । আমার প্রিয় গান ।
    শান্তি দেব ঘোষের কন্ঠেও শুনেছি ।
    শুভ কামনা অজস্র ।

  • @mijanurrahman6471
    @mijanurrahman6471 3 года назад +2

    That’s amazing sir. Unbelievable rendering a great Tagore song and the way it was dissected. Lord have mercy on you.

  • @ganenray1149
    @ganenray1149 Год назад +3

    Just Fantastic in truest sense. The explanation of the song with vocal expressions & highlighting the proper spacing between the words of the lyrics is simply mind blowing. It kept me so enjoyably glued throughout the marvelous presentation of the lyrics & the song as a whole. My best regards to him.

  • @joydipnath8915
    @joydipnath8915 4 года назад +3

    আহা ! কি দারুন সূক্ষ বিশ্লেষণ। মনের মধ্যে গেঁথেগেলো সবটুকুই।

  • @mujibulislam2402
    @mujibulislam2402 3 года назад +4

    My favourite song since I have been start realizing how much it match significantly with my beloved thoughts of my whole struggling life some how for so many unforgettable reasons !!!!!!!!!

  • @Uchihagamer234
    @Uchihagamer234 Год назад +1

    অসাধারণ বিশ্লেষণ আপনার...
    দাদা, আপনার জন্য
    নিরন্তর *শুভকামনা*

  • @somnathdatta466
    @somnathdatta466 2 года назад +5

    অসাধারণ গান গাইলেন চিরদিন মনে থাকবে,,ঈশ্বরের প্রার্থনা করি আপনাকে সুস্থ ভালো রাখুন ও দীর্ঘায়ু দিন,,,

  • @moumitaderoy5419
    @moumitaderoy5419 4 года назад +5

    Beautiful appealing explanation. Excellent oratory skills and not to mention, brilliant singing

  • @Speedhostbd
    @Speedhostbd 8 лет назад +20

    Very brilliant, very intellectual, very beautiful -mind blowing processes, রবি ঠাকুরের গানের মন্তব্য করার সাহস আমার নেই ।মনে হলো গানটিতে স্রষ্টার সৃষ্টির রহস্য নিহীত রয়েছে । প্রিয় শিল্পীর কন্ঠে গানটি শুনে আরও অভিভুত হলাম ।নতুন প্রজন্ম এভাবে research করে গান শিখলে উপকৃত হবে ।

    • @citizenkolkata6255
      @citizenkolkata6255 3 года назад

      It is a good idea. The way the singer explains the words of the song , the song gets more attractive.

  • @tapasbasu730
    @tapasbasu730 6 лет назад +4

    What an explanation, wonderful. Gurudeb you are Great!!!

  • @soumyachem1973
    @soumyachem1973 3 года назад +3

    মন ভরে গেল।কি অসাধারণ বিশ্লেষণ।

  • @kajalrudra5265
    @kajalrudra5265 2 месяца назад

    শ্রীকান্ত দা !
    এ কাল জয়ী গানটির ভাবার্থ ও বিশ্লেষণ খুব সুন্দর ভাবে উপস্থাপন করায় -আপনাকে কৃতজ্ঞতা জানাই।

  • @ratansiddique2952
    @ratansiddique2952 8 лет назад +101

    দাাদা লিখতেই হলো..... তুমি কি কেবলই শিল্পী... না তুমি কেবল শিল্পীই নও তুমি সত্যিকারের একজন গুণী শিক্ষক, বিশ্লেষক, গবেষক ইত্যাদি... ইত্যাদি.... বিশ্লেষণটা বর্তমান সময়ের জন্য বিশেষ ভাবে প্রয়োজন ছিল... দাদা তোমায় প্রণাম.... ঢাকা থেকে রতন সিদ্দিক (নাট্যকর্মী)

    • @subhasprodhan4367
      @subhasprodhan4367 6 лет назад +4

      🌳☀🌳🌻🌳

    • @subratalahiri3068
      @subratalahiri3068 4 года назад +3

      Sotti emon bhabe aage kokhono bhabini,ei jonno I apni ekjon ononyo shilpi,amar pronam notojanu hoye🙏🙏

    • @barnaliray7898
      @barnaliray7898 2 года назад +2

      মনের কথা টি বললেন, ভাই

    • @anitadatta3578
      @anitadatta3578 Год назад

      মনটা ভরে গেলো অতি প্রিয় এই গানটি আপনার কণ্ঠে শুনে ।আপনার ব্যাখ্যা খুব সুন্দর এবং সঠিক ।

    • @subhaschowdhury9233
      @subhaschowdhury9233 Год назад

      64mbbe
      Mm

  • @wahidahyder
    @wahidahyder 6 лет назад +3

    কি যে অসাধারন লাগল~ গানের যেনো three dimensional interpretation. অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

  • @subhasisghatak5124
    @subhasisghatak5124 9 лет назад +8

    Wonderful interpretation that enriches us musically to understand Rabindrasangeet better.Eagerly awating more such sessions with Srikanto at Musiana. Thanks.

    • @MusianaOrg2015
      @MusianaOrg2015  9 лет назад +1

      Subhasis Ghatak Thank you so much for your comments. Musiana needs people like you to live and grow. Do watch out for more and support Musiana by telling your friends about it and spreading the word around.

  • @bharatbaid8804
    @bharatbaid8804 5 лет назад +3

    Wow ..what a beautiful performance of this immortal song .I am absolutely facinated by this song . The way you have explained every pause and every emphasis is truly soul stirring .

  • @papribanerjee5582
    @papribanerjee5582 5 лет назад +3

    ধন্যবাদ দাদা..... চিন্তা ভাবনার একটা অন্ধকার দিকে আলো জ্বালিয়ে দিলেন🙏

  • @bratinse
    @bratinse 9 лет назад +5

    ....taai tini Srikanto Acharya....the one & only Srikanto Acharya....Musiana ke onek kritoggota.

    • @MusianaOrg2015
      @MusianaOrg2015  9 лет назад

      Bratin Sen Thank you so much for your comments. Musiana needs people like you to live and grow. Do watch out for more and support Musiana by telling your friends about it and spreading the word around.

  • @sknaserali5534
    @sknaserali5534 Год назад +3

    গানের স্বরলিপির ব্যাপারে বা গান গাওয়ার ব্যাপারে আপনি অসাধারণ বলে গেলেন । ধন্যবাদ দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ । আর ঐ যে বললেন ---- তুমি কি কেবলি ছবি । এই লাইনটির মূল্য দেওয়ার মথ আমার কাছে কোনো শব্দ নেই -- ঈশ্বর আপনাকে বিশ্লেষণ করার জন্য আরও প্রগতিশীল করুক এই কামনা করে গেলাম । আজ বর্তমান সময়ে গানের মধ্য দিয়ে দারুণ বলে গেলেন । আরও এগিয়ে যান --- ঈশ্বর মঙ্গলময় । নমস্কার

  • @indrajitmandal2300
    @indrajitmandal2300 5 лет назад +2

    যদি ক্ষমতা থাকতো, সবটুকু শিখে নিতাম । এত শিক্ষণীয়। অতুলনীয়।

  • @sanghamitrabanerjee1135
    @sanghamitrabanerjee1135 3 месяца назад

    Osadharon bojhalen ,gobhir srodhha janai apnake sir🙏amader ei bhabe gane somredhho korben prarthona kori ❤🙏

  • @supriyabiswas8844
    @supriyabiswas8844 Год назад

    Jemon Sri Hemanta Mukherji abong aapnar moddhye bistar parthokyo hay abong habei. Tabe aapnar byaksha pranidhan jogyo.Thanks.

  • @avipsabakshi3315
    @avipsabakshi3315 9 лет назад +2

    Darun laglo jethu.......amader jonno khub subidha kore dicchen apnara.......anek anek dhanyabad.....aro onek rabindrasangeet bhalo gaoar rasta amader dekhiye deben asha korchi......eigulo sotti jana chilo na......amader moto shikkharthider alada bhabe bhabanor jonno onek dhonyobad.........

  • @nanditabhattacharya2627
    @nanditabhattacharya2627 Год назад

    Eto night bisleson,ekjon guni shilpi r sundor gobesona r protichchobi.Gan ti aj annyo bhabe sikhte chesta korlam.Srodhya janai Dada.

  • @sandipdutta6885
    @sandipdutta6885 Год назад

    শ্রীকান্ত বাবু আপনি যে ভাবে গানটি ভেঙে ভেঙে বোঝালেন , আমাদের মতো যারা গান শোনে তাদের অন্তরে গানটি গেঁথে গেলো।

  • @nikhilchandraguria1537
    @nikhilchandraguria1537 9 месяцев назад

    খুব ভাল লাগল। কত অজানাকে এত সুন্দর ভাবে তুলে ধরেছেন ।
    এগিয়ে চলুন। আমরা সাথে আছি।ভাল থাকুন।

  • @sumitroy9708
    @sumitroy9708 9 лет назад +6

    শ্রীকান্ত: "তুমি কি কেবলি ছবি" শুনলাম, বড়ো ভালো লাগলো। তুমি শতজীবী হও! -- "বহু যুগের ওপার হতে", সুমিতদা, সুমিত রায়

    • @MusianaOrg2015
      @MusianaOrg2015  9 лет назад +2

      Sumit Roy সুমিত-দা , আমার প্রণাম নেবেন । আপনার সঙ্গে কোনো যোগাযোগ রাখতে পারি নি এর মধ্যে , এটা আমারই অন্যায় । এবছর অক্টোবরের শেষে আমরা নিউ জার্সি আসবো । আপনার সঙ্গে সাক্ষাৎ এবার হবেই । ... ভালো থাকবেন ... শ্রীকান্ত

    • @sumitroy9708
      @sumitroy9708 9 лет назад +1

      Musiana থ্যাঙ্ক্‌স, মনে রেখো কিন্তু। "মোরা জয়মালা গেঁথে আশা চেয়ে বসে রব" :-)

    • @MusianaOrg2015
      @MusianaOrg2015  9 лет назад +1

      Ekdom!
      Srikanto :)

  • @professorkanakbaranbarua.2160
    @professorkanakbaranbarua.2160 3 года назад

    অসাধারণ বিশ্লেষণ! স্যালুট জনপ্রিয় শিল্পী শ্রীকান্ত আচার্য কে।

  • @sajjadtowhid2772
    @sajjadtowhid2772 Год назад

    Wonderful analysis.Some spiritual matters touched me when Srikanth Dada in details narrated with meaning of every sentence through singing Thanks a lot to him. I enjoyed.

  • @barnalikar7696
    @barnalikar7696 9 лет назад +13

    emon sundor kore swarolipir interpretation diechhen, mon bhore gelo, aro aro shunte chai, akhonkar projonmer gayok-gayikara egulo shunuk, bujhuk, emni gobhir-bhabe bhabte shikhuk, ei kamona kori

    • @MusianaOrg2015
      @MusianaOrg2015  9 лет назад +3

      ***** Thank you so much for your comments. Musiana needs people like you to live and grow. Do watch out for more and support Musiana by telling your friends about it and spreading the word around.

    • @prabir9999
      @prabir9999 7 лет назад

      Barnali Kar .he is my most favorite.ami jokhon tired or stress Ami srikantor gan suni.more over onar gan gulur chondo otulonio.
      Prabir das
      United Emirates
      Dubai

  • @mahedihassan1146
    @mahedihassan1146 Год назад +3

    চমৎকার বিশ্লেষণ। রবীন্দ্রনাথ বুঝতে চাইলে , আলোচনাটি শোনা দরকার। শুধু সঙ্গীত শিল্পী নন শিল্পী শ্রীকান্ত আচার্য; তার রবীন্দ্র জ্ঞান এবং বিশ্লেষণের ধরন বোদ্ধা রবীন্দ্র গবেষকের ন্যায়। আলোচনা আর বিশ্লেষণে মিলিয়ে এই প্রথম একটি রবীন্দ্র সংগীত শুনলাম। অসাধারণ। অভূতপূর্ব।

    • @-ey8vb
      @-ey8vb 10 месяцев назад

      মন্তব্য অতি কথন দোষে দুষ্ট😢 গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনে নেবেন 👌

  • @ManasiMukherjee-kd9rq
    @ManasiMukherjee-kd9rq 6 месяцев назад

    Amar anek pochonder shilpee, bhalo thakben, anek anek shuni apnake , apnar ganke🙏

  • @IftikharUddinKutubi
    @IftikharUddinKutubi Год назад

    ❤No comment plz. Vwry deep sense if observation! Humble regards to dada,being so great in the field of music & such a wonderful analysis indeed. I am amazed. Warm love & sincere gratitude to dada, SRIKANTO ACHARJO.

  • @susmitasurtan8133
    @susmitasurtan8133 2 года назад +2

    অসাধারণ...মন ছুঁয়ে গেলো 🙏🙏

  • @swapankumarsarker9764
    @swapankumarsarker9764 3 года назад +1

    অসাধারণ ব্যাখায় গানের খুঁটিনাটি বের করার প্রয়াস। মুগ্ধতা।

  • @sagarbasu3150
    @sagarbasu3150 7 лет назад +6

    কি বলব দাদা!যেভাবে ব্যাখা টা দিলেন,জাস্ট অসাধারণ!অনেক অনেক ধন্যবাদ দাদা.

  • @sujitdas9783
    @sujitdas9783 2 года назад +3

    Very nice comments; Sir! You are great!

  • @subhasprodhan4367
    @subhasprodhan4367 6 лет назад +3

    দাদা খুব ভালো থাকুন এই কামনা রইল শুভ সন্ধ্যা কামনা রইল, খুব প্রিয় গান আমার কাছে, ওঃ অসাধারণত্ব গান করেন তা কিছু বলবার ভাষা নাই, 🌳🌻🌳দাদা খুব ভালো থাকুন এই কামনা রইল,,

  • @sultanaferdous8879
    @sultanaferdous8879 Год назад

    ভীষণ ভাল লেগেছে,, ধন্যবাদ শ্রীকান্ত ❤

  • @shashankjoshi8792
    @shashankjoshi8792 Год назад +1

    ... wonderful ! .. nuances very well explained ... and beautifully rendered too .. in a heart touching voice 👍 ! ... many thanks and regards 🙏

  • @aparnaniyogi1970
    @aparnaniyogi1970 Год назад

    Srikanta Acharya ji ki unbelievable sweet rendition of this song❤

    • @bimolsaha7403
      @bimolsaha7403 Год назад

      খুব ভালো লাগলো , গানের স্বরলিপির নিয়ে
      সুন্দর এ গানের শেষ টুকু শুনলাম, শুভ কামনা রইলো।।।।

    • @aparnaniyogi1970
      @aparnaniyogi1970 Год назад

      @@bimolsaha7403 Again, I want to listen this nostalgic song 🙏❤🌹

  • @kuntalikadas1058
    @kuntalikadas1058 Год назад +1

    অসাধারণ! মুগ্ধ হলাম।

  • @nilimamondal3967
    @nilimamondal3967 Год назад

    Asadharon, Mon chhuye galo.

  • @XlinkSoftwareDrome
    @XlinkSoftwareDrome 8 лет назад +3

    Khub subdar laglo ... khub sundar notation interpret korechen sir.

  • @kanakkantidas61
    @kanakkantidas61 2 года назад +2

    অদ্ভুত কি সুন্দর বিশ্লেষণ 🙏🙏

  • @madhusreetagore2413
    @madhusreetagore2413 7 лет назад +1

    BAH,BAH,Srikanta babu.Apnar MONN oti modhur.Ki Opurbo interrpretation!!!Apnio o "Noyoner majhkhane roilen.!!!

  • @payelferdouse7714
    @payelferdouse7714 8 лет назад +12

    শিল্পীর দীর্ঘ সুস্থ ও সুন্দর সুখী জীবন কামনা করি ।

  • @sarbarimukherjee7724
    @sarbarimukherjee7724 6 лет назад +3

    অসাধারণ কথা বলার দক্ষতা ..বোধ আর ভাষার ব্যঞ্জনায় এক অনন্যতা । গায়কী অতুলনীয় শ্রীকান্তদার

  • @mridulkumarghosh6697
    @mridulkumarghosh6697 2 года назад +3

    আমি আজ প্রথম শুনলাম । অসাধারণ বিশ্লেষণ । এই সময়ের শিল্পীদের মধ্যে আমি তো হাতে গোনা কয়েকজন ছাড়া আর কোনো শিল্পী খুঁজে পাচ্ছি না যাঁরা এভাবে কোন গানের অনুভূতি খুঁজে নিয়ে গাইতে চেষ্টা করেন ।

  • @kathakalisbagchi3078
    @kathakalisbagchi3078 8 лет назад +2

    Durdanto! aapnake ke bole je dhanyabaad janabo! kritanggo thaklam. Jeno e rokom aaro gobhir alochona pai, ashay roilam

  • @barnaliray7898
    @barnaliray7898 2 года назад

    Khub sundor explanation.....apnar gaan sunte otyonto valobasi...e kotha bolai bahulyo.

  • @mostofa2274
    @mostofa2274 Год назад +1

    অঝোর শ্রাবণ ধারা
    হৃদয় আত্মহারা ;
    তন্দ্রা রত চোখ
    তোমাকেই খোঁজে শুধু....
    হৃদয়ে চলছে খরা
    ধূমায়িত লাগছে ধরা ;
    গোধূলির শেষ লগ্নে
    কবে সেজে আসবে বঁধু... 🥀🥀

  • @srmfamily9857
    @srmfamily9857 5 лет назад +4

    এত সুন্দর করে গুছিয়ে কথা গুলো বলছেন যেন গানের ভিতর চলে গেলাম।

  • @goutambhattacharjee819
    @goutambhattacharjee819 3 года назад +1

    Your explanation is eulogized. Thanks

  • @quasemsufi
    @quasemsufi 6 лет назад +10

    Are you only a picture?
    Simply a painting on a canvas?
    Out in the distant nebula;
    And in the sky,
    Holding light through the darkness of space,
    Travel the sun, the planets and the stars.
    Aren't you as real as them?
    Ah picture! You are a mere picture!
    You are out of my sight;
    Deep inside my mind,
    Now darker than dark you are, bluer than blue.
    My Universe finds in You,
    It's real soul-mate.
    Know I not, neither anyone else,
    That my songs sing your tunes.
    You are the poet of poet's heart of mine.
    No, no, no! not a mere picture you are!Are you only

  • @NirmalEnduDutta-j7w
    @NirmalEnduDutta-j7w 9 месяцев назад

    Teacher of Rabindra sangeet speacially along with music teacher and singer.

  • @bonheybarua4572
    @bonheybarua4572 3 года назад +3

    অনেক ধন্যবাদ দাদা 🙏অনেক কিছু জানলাম গানটা সম্পর্কে। অনেক শুভকামনা রইল আপনার জন্য। 🙏❤️🌹

  • @arupkar9423
    @arupkar9423 Год назад

    অসাধারণ লাগলো। আরও এরকম পেলে কৃতার্থ হবো। প্রণাম

  • @reikivartasreemithunroy
    @reikivartasreemithunroy 5 лет назад

    অনেক কিছু জানলাম ও শিখলাম খুব ভালো লাগলো..... ধন্যবাদ 🙏

  • @mehtajkamal1940
    @mehtajkamal1940 7 лет назад +4

    অসাধারন। বারবার শুনতে মন চায়।

  • @architdhar664
    @architdhar664 Год назад

    অসাধারণ ব্যখা। এটা আপনার মতন একজন শিল্পীর পক্ষেই সম্ভব 🎉

  • @subhasprodhan4367
    @subhasprodhan4367 6 лет назад +7

    দাদা খুব ভালো থাকুন ওঃ অসাধারণ গান কিছু বলবার ভাষা নাই দাদা, 🌳🌻🌳

  • @paritoshdey4774
    @paritoshdey4774 2 года назад +2

    হেমন্ত বাবু অসাধারণ গেয়েছেন ।

  • @sharbanibhattacharya2944
    @sharbanibhattacharya2944 8 лет назад +2

    Apurboo,great analysis. Dhanyawad

  • @professorkanakbaranbarua.2160
    @professorkanakbaranbarua.2160 3 года назад +3

    Brilliant rendition & appealing!

  • @ashapurnabaral
    @ashapurnabaral Год назад

    Osadharon! Onek kichu sikhte parlam.

  • @samitajoarder8953
    @samitajoarder8953 3 года назад

    Chobir modhye anoboddo gayakir sange pran jagiye tule oi antarer anubhutir prakash aparishim👍

  • @swapankumarbose3514
    @swapankumarbose3514 Год назад

    Absolutely perfect expression of the poem.

  • @debasissannigrahi8232
    @debasissannigrahi8232 Год назад

    এমন করে ভাবিনি কখনো, শুধু গেয়ে ই চলেছি এতদিন। ধন্যবাদ আপনাকে ভাল থাকবেন।

  • @sudiptobiswas6114
    @sudiptobiswas6114 3 года назад +1

    অসাধারণ বিশ্লেষণ তথা পরিবেশন।

  • @Sudarson1265
    @Sudarson1265 Год назад

    দারুণ বর্ণনা। এরকম আরও করা দরকার দাদা। যাতে অন্যরা শিখতে পারে।

  • @bakulsova3039
    @bakulsova3039 Месяц назад

    Apurbo. !. khub valo analysis . 🤩😍

  • @sanjuctaguhaneogi7485
    @sanjuctaguhaneogi7485 5 лет назад

    Ei video ta dekhe ami puro gaan ta shikhlaam, thank you so much dada.. 🙏

  • @DebadritoChattopadhyay
    @DebadritoChattopadhyay 6 лет назад +2

    শিখতে পারলাম ।।

  • @subhankardatta968
    @subhankardatta968 8 лет назад +1

    srikanto da......Amar buk ta bhore gelo go !

  • @sakhahalder2948
    @sakhahalder2948 6 лет назад +2

    Amazing ........Gaan ta aro clear holo .....khub valo laglo.....

  • @nirmalkanti7413
    @nirmalkanti7413 Год назад +1

    আমার মন ভরে গেছে দাদা ❤

  • @shahidzaman9886
    @shahidzaman9886 7 лет назад +4

    অসাধারন বিশ্লেষণ ,!

  • @amitkumarbatabyal6459
    @amitkumarbatabyal6459 6 лет назад

    Excellent job sir.aami akjan Hawaiian guitar silpi...aapnar Aei asadharan anusandhan khub Valo laglo.aapanke pranam janai.

  • @sharmilabanerjee3929
    @sharmilabanerjee3929 Год назад

    অনেক কিছু শিখলাম, জানলাম... অসাধারণ 🙏🙏🙏