গর্ভধারিণী (ScareAlert!) - Midnight Horror Station |

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • রহস্য, অলৌকিক, সাস্পেন্স!!
    গল্পের নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।।
    শতাব্দী প্রাচীন দত্ত জমিদারবাড়িতে ইতিহাসের খোঁজে এসে পৌছায় নলিনী। এই বাড়ির ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে চারটে অজ্ঞাত পরিচয় ব্যক্তির লেখা চিঠি। কী সংকেত লুকিয়ে ছিল ওই হলদে হয়ে যাওয়া চিঠিগুলোতে? এদিকে জমিদারবাড়িতে আসার পর থেকেই নলিনীর মনে হয় এ বাড়ির মধ্যে কিছু একটা আছে। যেন আড়াল থেকে কেউ ক্রমাগত তাকিয়ে থাকে ওর দিকে। কী রহস্যকে আড়াল করে আছে এই ভগ্নপ্রায় জমিদারবাড়ি? শ্রেয়সী সেনের কাহিনী - গর্ভধারিণী।
    (এই গল্পের লেখিকা লেখালিখি থেকে স্বেচ্ছাবসর নিয়েছেন। গল্পটি ভালো লেগে থাকলে ও ভবিষ্যতে তার লেখা আরও গল্প শুনতে চাইলে লেখিকাকে ফেসবুকে পাকড়াও করুন, হুজ্জুত করুন, তিতিবিরক্ত করুন, মাথায় ঘোল ঢেলে দিন, যা হোক করে ওঁকে দিয়ে গল্প লেখান। ধন্যবাদ।)
    শ্রেয়সী সেন - m.facebook.com...
    পাঠে - সায়ক আমান
    চিঠির লেখিকা - পূজা
    নলিনী - শুচিস্মিতা
    শশাঙ্ক - সায়ক
    সনাতন - তমাল
    মধুবাবু - সায়ক
    নলিনীর বন্ধু - সায়নী
    জমিদারবাড়ির গার্ড - ম্যাক্স
    শব্দগ্রহণ ও আবহ - ম্যাক্স
    জয়জয়ন্তী রাগ - এষা রায়
    কভার ডিজাইন - কভারম্যান অভিব্রত
    Title Design and Video Effects by - Sayak Aman
    Like us on Facebook -
    / ​
    Follow us on Instagram -
    / midnight_ho...​
    Contact Us - sayak@mhstation.com
    Send Your Story - submit@mhstation.com

Комментарии • 781

  • @mhstation
    @mhstation  4 года назад +846

    এতদিন পর তিলতিল করে গড়ে তোলা এই চ্যানেলে গল্প দিতে পেরে ঠিক কতটা ভালো লাগছে তা হয়ত ভাষায় প্রকাশ করা সম্ভব না। হিউম্যান রিভিউয়ারের বদলে বট (গাছ নয়। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের কথা বলছি) দিয়ে চ্যানেল রিভিউ করাতে গিয়ে এইসব চিত্তির করে ইউটিউব। এখন বাবুরা বেঁকে বসেছেন, আমাদের সেপ্টেম্বর ও অক্টোবর মাসের রেভেনিউটা বামাল ঠাউরে ওনারা বিজ্ঞাপনদাতাদের কাছে ফেরত পাঠিয়ে দিয়েছেন। এখন পিঠ থেকে তস্কর অপবাদ ঘুচল, ভোলাও চলল, কিন্তু ঝোলা গায়েব।
    যাই হোক, বাকি বেত্তান্ত কোনদিন একান্তে চায়ের টেবিলে বসে শোনান যাবে খন। আপাতত শোনাই গর্ভধারিণী। শ্রেয়সী আমার ভীষণ পছন্দের লেখিকা। আমার প্রথম বই 'তার চোখের তারায়' বেরোনোর সময় একটি ফেসবুক গ্রুপে প্রতিযোগিতার আয়োজন করা হয়। 'তার চোখের তারা'য় এর কিছু চরিত্র কিংবা পটভূমি টুকুনি নিয়ে একটি সম্পূর্ণ মৌলিক গল্প লিখতে হবে। সে প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছিল এই গল্পটা। আজ সেটা দিয়েই মিডনাইট হরর স্টেশনের ছিন্নসুত্র আবার হাতে তুলে নিলাম আমরা।
    দ্বিতীয় চ্যানেলটা নিয়ে কিং করিস্যতি? এনি আইডিয়া?
    ভালো থাকবেন সবাই। প্রচুর ভালোবাসা সকলকে... ❤️❤️❤️
    - সায়ক আমান

    • @ঝারানাথতান্ত্রিক-ষ৮ভ
      @ঝারানাথতান্ত্রিক-ষ৮ভ 4 года назад +34

      দ্বিতীয় চ্যানেল টাতে "গল্প কিভাবে তৈরি হয়" তার BTS বা এমনি Vlog আপলোড করো 😁😁😎

    • @krishnakuntaldas930
      @krishnakuntaldas930 4 года назад +25

      দাদা তোমার গলায় কবিতা শুনতে খুবই ভালো লাগে তাই ওই চ্যানেলে তুমি কবিতা পড়ে আপলোড দিতে পারো❤️❤️❤️❤️❤️❤️

    • @umakundu4014
      @umakundu4014 4 года назад +18

      দ্বিতীয় চ্যানেলে তোমার কন্ঠে কবিতা শুনতে চাই ☺☺

    • @RajaSaheb14
      @RajaSaheb14 4 года назад +9

      হ্যাঁ, ঐ চ্যানেল এ কবিতার ই আসর বসাও সায়ক দা❤🙇‍♂️

    • @krishnendughosh619
      @krishnendughosh619 4 года назад +6

      @@ঝারানাথতান্ত্রিক-ষ৮ভ are apni ekhaneo????
      Oshaaadhaaron

  • @bionictam
    @bionictam 4 года назад +60

    অভিনব গল্প। খুব ভালো লাগল।
    একটা কমেন্ট: 1870 থেকে 1890তে ওয়েস্ট বেঙ্গল বলে কিছু ছিল না। অবিভক্ত বাংলা ছিল, যার মধ্যে বিহার ও উড়িষ্যা ও পড়ত।

    • @giantbros2546
      @giantbros2546 4 года назад +3

      You mean Bengal presidency

    • @amitdebnath1729
      @amitdebnath1729 4 года назад +5

      R Sadhubhashay ki6u Guruchandali dosh o 6ilo galpe.

    • @arpitapal1767
      @arpitapal1767 4 года назад +3

      Tokhon fan o chilona.tobe golpota asombho....v valo.

    • @suvashreechakrabarti5593
      @suvashreechakrabarti5593 3 года назад +1

      Exactly..... aro achhe..... tanpura te raag bajano jaye na..... tar poreo ekta prosno theke jaye..... .... sokoler mrityu hole eto kando dekhlen ke r likhlen ba ke ? Tobe sob miliye bhalo laaglo shunte.....

  • @mohammadrubayat564
    @mohammadrubayat564 4 года назад +22

    গল্পটি exceptional ছিল, সায়কদা। ঠিক ভয়ের নয়, তবে একটুখানি ভয় suspense, একটু emotion, একটু nostalgic way তে মিশে আছে গল্পটি। আবার শুরুতেই এরকম একটি unique গল্প দেয়াটা ধরেনিন a sign of good luck for your channel. All the best. Many many blessings for MHS!!

  • @LadyThakur
    @LadyThakur 4 года назад +242

    এই এক মাসে কত বার যে চ্যানেল এ ঢু মেরে গেছি খালি গল্পের আশায়... কাল ব্যাস্ততার মাঝে শোনা হয়ে ওঠেনি... আজ নিরবে উপভোগ করবো 😌❤️

  • @rumeladeb6746
    @rumeladeb6746 4 года назад +15

    বড্ড যন্ত্রনার গল্পটা। মর্মাহত হয়ে পড়েছি। "শিকল ভেঙে কখোনো অন্তরঙ্গ হতে পারেনি"

  • @banisarkar4175
    @banisarkar4175 4 года назад +108

    Ke ke amr moto sunte sunte comment porcho...😆😆??

  • @simantibhattacharya9847
    @simantibhattacharya9847 3 года назад +1

    Kichu bolar nei r galpota sunte sunte mone hochilo nijei dekhte pachi speechless hoe gechi erokom galpo sunle tar modhye harie jaoa jay Thank You Midnight Horror Station

  • @sayantikaroy5464
    @sayantikaroy5464 3 года назад +1

    Ank golpo suni RUclips ....kintu ei glpo ta stty ekti art ❤️...r eto sundor presentation...jey glpo t hariye gchilm ... ❤️

  • @studywshu
    @studywshu 3 года назад +6

    গল্পটি শুনে মনে হচ্ছে মনের মধ্যে লুকিয়ে থাকা এক অজানা অব্যাক্ত ভালোবাসা আবার করে জেগে উঠেছে। হয়তো আমার মত মানুষই জানবে ভালোবাসা শুধু নারী পুরুষের মধ্যেই হয় না, ভালোবাসা হয় দুটি মনের মধ্যে, দুটি আত্মার মধ্যে।কিন্তু এখন বহুদূরে হারিয়ে গেছে এইরকম ভালোবাসা।

  • @leomintu2351
    @leomintu2351 3 года назад +1

    ai story age suni nai kano . Atto emotinal yet so simple story sudhu mhs ar darai present kora somvob .Thanks a lot ,apneder story gula onektai social awarness jagaite sahajjo kore

  • @sandhyadey4657
    @sandhyadey4657 4 года назад +1

    Etodin por golpo peye r sune beshak khub khushi hoye6i.... 😊😊😊🎩
    😁
    👕👍Great!
    👖

  • @dhrubojyotimalakar7964
    @dhrubojyotimalakar7964 4 года назад +11

    কতদিন পরে এই চ্যানেলে আবার গল্প গুলো শুনবো 😇😇🤗🤗
    কি মজা!!!!!! 🤗🤗❤️❤️❤️❤️❤️

  • @rohonmanna4300
    @rohonmanna4300 3 года назад +1

    আহা!বড় সুন্দর,যেমন সুন্দর গল্প তেমনই সুন্দর গল্প বলা হয়েছে ।এতো উচ্চ মান এর গল্প অনেক দিন পর শুনলাম ।সুন্দর লিখেছেন লেখিকা

  • @flyingtable
    @flyingtable 4 года назад +2

    Ki darun golpo ta. Ki oshadharon.
    Mone hoy paka kono lekhoker lekha. Manusher moner golpo eta.

  • @priyankamukherjee2034
    @priyankamukherjee2034 4 года назад +8

    Welcome back, ankdin dhore opekkhay chilam ei channel tar jonne, prothom theke sathe achi to, kivbe etar utthan hoyeche dekhechi, kothor porishrom er kno bikolpo hoyna, apnader dujon er ank porishrom er phol ei channel, eta k to phirtei hto amader majhe, khub bhalo thakben aar amader ank golpo sonaben❤

  • @pabitraghoshthewriter
    @pabitraghoshthewriter 4 года назад +48

    midnight horror station sudhu naam noy re bhai... ekta emotion... aj ei premier er notification ta dekhe ki je bhalo lagche ta ar bolar nei... amar moto hajar hajar manusher heart e spcl place niye ache ei channel... second channel jodi bolte hoy to boli, otai jerokom cholche choluk, okhaneo story dite thako, alternate kore...oi channel ta holo " blessing in disguise"

    • @pabitraghoshthewriter
      @pabitraghoshthewriter 4 года назад

      @Aritra Mukherjee ধন্যবাদ ভাই

    • @sayantanisarkar03
      @sayantanisarkar03 4 года назад +1

      🤭sir amaro apnar golpogulo khub valo lage 😊apnar lekha golpogulo osadharon❤bolte gele apnar lekhar vokto ami🤗ta6ara apni eisob bengali audio story channel a eivabe positive review den eta khub valo lage

    • @prodiptobhattacharya5470
      @prodiptobhattacharya5470 4 года назад +1

      thik 🥰

    • @shalinimondal7184
      @shalinimondal7184 4 года назад +1

      Thik i bolle pabitra da...❤️

    • @pabitraghoshthewriter
      @pabitraghoshthewriter 4 года назад +1

      @@sayantanisarkar03 অনেক অনেক ধন্যবাদ!!

  • @moumitasarkar5708
    @moumitasarkar5708 4 года назад +3

    একরাশ মুগ্ধতা নিয়ে শুনলাম।
    অসাধারণ 🙂🙂🙂🙂🙂

  • @ridhubae
    @ridhubae 3 года назад +6

    রাত এখন ২:৫০ । এমন অবস্থা হয়েছে, ঘুম আসার জন্য হলেও আমার গল্প গুলো শুনতে হয়। খুব সুন্দর উপস্থাপনা সব গুলো চরিত্রের । মনে থাকার মতো।

  • @abhijittalapatra8205
    @abhijittalapatra8205 4 года назад +2

    অত্যন্ত উচুদরের সাহিত্য, পড়তে পড়তে চোখে জল আসে, আবার আতঙ্কের অনুভব হয়। লেখিকাকে এক মুগ্ধ পাঠকের অনুরোধ, please আরও এরকম মানের গল্প চাই। আর সেই গল্প পড়ার একই টিম চাই। জয় জয়ন্তী রাগের অপূর্ব ব্যবহার পুরো উপস্থাপনাকে অন্য স্তরে নিয়ে গেছে।

  • @banisarkar4175
    @banisarkar4175 4 года назад +6

    শোনার আগেই like করেছি প্রথমবার😍😍😍আশা করি দারুন গল্প হবে....😚😙😘😘

  • @ishamallick1469
    @ishamallick1469 4 года назад +7

    Uff!!
    Midnight horror station abar fire ese ki j vlo lagche!!! ❤❤

  • @kankanamondal1508
    @kankanamondal1508 4 года назад

    Ufff......onek din por mon ta khusi te vore galo.....sararat half sune khusi hoya abr sokal er jonno rekha diya6ilam ....akhon sune mon ta puro 😘😘😘😘😘 sundor hya galo....thank u so much sayak da🙃🙃🙃🙃🙃☺☺☺☺☺☺☺☺☺

  • @shibendubanerjee2085
    @shibendubanerjee2085 3 года назад

    One of your best.....Oshadharon uposthapona.....
    On the other hand half golpo mathar upor die chole galo.....

  • @swastikasardar8476
    @swastikasardar8476 3 года назад +2

    Eto sundor!!!! Darun!!!! Osomvob sundor ❤.. Speechless ami ❤

  • @deepshikhabanerjee4123
    @deepshikhabanerjee4123 4 года назад +1

    গল্প পাঠ ও চরিত্র গুলোর কণ্ঠ দান অপূর্ব...পূজা অনবদ্য...সায়ক আমান just awsm...অন্যান্যরাও ভীষণ ভীষণ ভালো...অসাধারণ গল্প শ্রেয়সী র...সকলকে অনেক অনেক অভিনন্দন 💐💐💐💐💐💐💐

  • @arkadeep778
    @arkadeep778 4 года назад +2

    Prochondo sundor golpo❤️..sotti chokhe jol asar moto

  • @srobonasarkar8719
    @srobonasarkar8719 4 года назад

    Oshadharon!...onnk onnk Dhonnobad lekhia ebong Sayak Aman soho puro team k... golpota sompurno onno jogote nie jawar moto chilo r bastob na hoeo tar kachalachi r sbcheye vlo chilo somobaythi ekjn manus... rokkhok..., asopshin tar somobaythinir jnno...♥️

  • @paramitachow88844
    @paramitachow88844 3 года назад +1

    একটু একটু করে মনের গর্ভে মিশে যাচ্ছি জানো,,,সত্যই অনবদ্য 👌👍,,,ধন্যবাদ🙏

  • @krishanudebnath4596
    @krishanudebnath4596 4 года назад +1

    Ki j valo galpo ta, mone holo sab chokher samne ghot te dekhchi..😘😘❤️👍
    Keep it up.🙏🙏

  • @meghnathpal
    @meghnathpal 4 года назад +9

    Osadharon .... Pagol kore diyechho .. whatta comeback! This is one of the best presentation I have ever come across in bengali audio story channels. Sayan and team MHStation are taking it in a level even beyond Mirchi Sunday Suspense.. background score, narration eto durdharsho hoyechhe je amar moto naak uchu public o bhuyoshi proshongsha na kore parlona. Story ta khub sundor, bhuter golpe khub beshi logic khujte jabona, but tomar golper bhumika tai to mon kere niyechhe golpo sonar aagei. Onek onek bhalobasa roilo. MHStation at it's best. ❤️❤️❤️ Tomar sathe dekha korte khub ichhe korchhe Sayan, ei oshadharon golpo kotthok/lekhok manus tar songo cha-er adday pele dhonnyo hoye jetam 🙂

  • @Im_Your_Proof7
    @Im_Your_Proof7 4 года назад +1

    I'm so happy..... Onekdin por abaro midnight horror station theke story shunte parci.... 😍😍😍😍😍😍😍😍

  • @sudiptachakraborty4613
    @sudiptachakraborty4613 3 года назад

    Ki odvut sundar ek uposthapona. Feelings express korar moto bhasha nei. Sudhu ek rash valobasa roilo puro team er jonno

  • @gitashreedey7148
    @gitashreedey7148 3 года назад

    Ashadharon golpo ❤️❤️ onar aro golpo lekha uchit ❤️❤️❤️

  • @mb4164
    @mb4164 4 года назад +1

    অনেক দিন পরে ........... আবার সেই আগের মতো ভালো গল্প শুনে সত্যি খুব ভালো লাগল। welcome back💐💐💐

  • @aritradas8443
    @aritradas8443 3 года назад +1

    Aha darun 🥰🥰🥰🥰

  • @riyakarmakar2647
    @riyakarmakar2647 6 месяцев назад

    Golpo ta shune amr short story porar moto lglo. Shotti ami khub upovuk korlam . ❤

  • @susmimukherjee384
    @susmimukherjee384 2 года назад

    Osadharon golpo...etodin pore mon chuye gelo emon ekta golpo...

  • @subhajitdutta6033
    @subhajitdutta6033 4 года назад +3

    আমার শোনা সবথেকে ভালো গল্প । টিম মিডনাইট হরর স্টেশন কে অনেক অনেক ধন্যবাদ এরকম উপস্থাপনার জন্য 👌👌

  • @taniasardar8692
    @taniasardar8692 4 года назад +1

    Osadharon sundor golpo akta 🙂....hariye felechilam nije k etar moddhe ....aro sunte chai airokom raj kahinir golpo ....aro k k sunte chao amr moto ???

  • @umakundu4014
    @umakundu4014 4 года назад +44

    আহা! কি আনন্দ... আকাশে বাতাসে(মনে প্রাণে)... আজ সত্যিই আনন্দ উপচ্ছে পড়ছে.... ☺☺☺

    • @Suman_Kunduu
      @Suman_Kunduu 4 года назад +5

      Ha akdom..🙂🙂

    • @pujamandal8922
      @pujamandal8922 4 года назад +5

      হমম গো খুব খুশি আজ 🤧🤧 চোখে জল চলে এসেছিল🥺MHS এর ঘুরে আসার খবর পেয়ে।❤️

    • @umakundu4014
      @umakundu4014 4 года назад +2

      @@pujamandal8922 আমারও গো ☹️☹️☺☺

    • @Suman_Kunduu
      @Suman_Kunduu 4 года назад +1

      @@pujamandal8922 hmm...🥺😌

    • @JayShreeKrishna143
      @JayShreeKrishna143 4 года назад +1

      yes

  • @preranachowdhury9231
    @preranachowdhury9231 4 года назад +2

    🌸💖 শুভ "ফিরে আসা" প্রিয় চ্যানেল!
    বহুদিন পরে গল্প শুনে একটা পুরোনো ভালোলাগার অনুভূতি হলো,
    ভালো গল্প, উপস্থাপনা সব ছাপিয়ে অনুভূতিটা প্রিয় চ্যানেল এর জন্যে..
    আবার ফিরে আসা যদি হয় এইরকম একটা গল্প নিয়ে তাহলে তা আলাদাই পর্যায়ে পড়ে 😌
    হ্যাঁ ইতিহাস কুয়াশাবৎ, রহস্যময়, সেই ইতিহাসের সাথে যদি মিশে যায় ভয় তবেই হয়ত জন্ম নেয় এই রকম গল্প 😌 কি অসাধারণ লেখনী। সাথে পরিবেশনা এককথায় অনবদ্য।
    জমিদার গিন্নীর চরিত্রের অভিনয় বিশেষ ভাবে নজর কেড়েছে 😌👀

  • @sudipadas317
    @sudipadas317 3 года назад

    উফফ কি জীবন্ত ❤️ ভীষণ ভীষণ সুন্দর হয়ছে।। জয় জয়ন্তি যিনি গেয়েছেন অনাকে 🙏।And গল্প পাঠ কি অসাধারণ।❤️🙏🙏🙏

  • @priyankasahoo4328
    @priyankasahoo4328 3 года назад +1

    Aro ekti oshadharon golpo.. Background music ei mon vore gelo.. Darun❤❤

  • @kishormondal7914
    @kishormondal7914 4 года назад +2

    Wealcome back🙏🙏
    ওহঃ কি ভালো যে লাগছে তা বলে বোঝানো যাবে না।পুরো যুদ্ধ জয়ের আনন্দ।🤗🤗

  • @souhardyasinghamahapatra653
    @souhardyasinghamahapatra653 4 года назад +10

    Sunday Suspense er por mt most favourite channel.

  • @mohuamondal514
    @mohuamondal514 4 года назад +2

    Sayak da akta like ki pabo na!!!!!!! Midnight horror station e sona protita golpo kamon jano akta emotion jorie ache er age sona nahar golpo tao, ai golpo ta sune nariderke kamon akta mayabi laglo,Akta like dite gulo na sayak da tomar golper khub boro bolto!

  • @moupriti_mitu
    @moupriti_mitu 4 года назад +3

    ধন্যবাদ আবার ফিরে আসার জন্য...
    আমরাও আছি,ছিলাম আর থাকবো
    ধন্যবাদ সায়ক দা,তুমি যতটা খুশি আমরাও তার থেকে কম খুশি নই,বরং একটু বেশই হবে,আমাদের মনের সুক্ষ অনুভূতি গুলো তুমি তোমার গল্প আর গলা দিয়ে যেভাবে ফুটিয়ে তুলেছো তার জন্যও আমরা কৃতজ্ঞ,তাই এই চ্যানেলটা খুব প্রয়োজনীয়... তোমার মতোই....🙏🙏🙏🙏...
    অনেক ভালোবাসা আর অভিনন্দন 🧡💙💖💚💛💚💖💜💙❤❤💜💖💚💛💛💛💛🧡💜

  • @payalbasak9972
    @payalbasak9972 3 года назад

    covid posive hye tomader story sunchi ..bolar vasa nei kotota valo lage tomader golpo bises kore horror romantic.asa kori aro success pak channel.lots of love.

  • @raptimitra2672
    @raptimitra2672 3 года назад

    Khub bhalo laglo golpota! Ki shundor path korecho tumi Sayak da! Raate WFH er chokkore tumi r tomar golpo jodi na thakto... Thank you!!

  • @khairulislamtuhin7457
    @khairulislamtuhin7457 4 года назад +5

    Background music এর এবং সাথে অসাধারণ গল্প এতক্ষণ এক অন্য রকম আবহের মধ্যে ছিলাম☺️☺️

  • @krishnamandal3750
    @krishnamandal3750 4 года назад +3

    ওহ 😍। অপেক্ষায় রইলাম ☺😊☺😊☺😊☺😊☺

  • @mitabiswas4860
    @mitabiswas4860 4 года назад

    এতো দিন পর আপনাদের এই চ্যানেলে ফিরে পেয়ে সত্যি মনটা খুসিতে ভরে গেল অনেক অনেক শুভেচ্ছা ও ভালো বাসা রইল আর জেন বেশি অপেক্ষা না করতে হয় ধন্যবাদ শুভরাত্রী 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹⭐💯⭐💙💙💙💙💙💙💙🌻🌻🌻👌

  • @skylarkshelley8265
    @skylarkshelley8265 4 года назад

    Thank god ei chanel ta abar chalu hoyeche. Ami apnader golper sunte valobasi

  • @tithiroy9443
    @tithiroy9443 4 года назад +1

    সব কিছু মিলিয়ে সত্যি অসাধার।। চোখে জল এসে গেল😂😂।।

  • @pigeonnotebookwithkalyan4334
    @pigeonnotebookwithkalyan4334 4 года назад +1

    Purono station e golpo sunte pere khub valo lagche ❤️❤️❤️❤️❤️

  • @arpansardar432
    @arpansardar432 4 года назад +4

    Nolini ghoser voice ta sotti myabi......
    Too much like it.....🥰

  • @akashghosh8575
    @akashghosh8575 3 года назад +2

    লেখাটি অসম্ভব সুন্দর হয়েছে❤️ সূচনাটা মনে হয় চোখের সামনে দেখতে পারছিলাম 😊।মিউজিক অসম্ভব ভালো আর রাগশিল্পীও খুব সুন্দর😊। কিন্তু আমার মনে হলো শেষটা আরো একটু পরিষ্কার হওয়ার দরকার ছিল। আর সায়ক দা তুমি সেরা❤️❤️❤️

  • @dikshagayen9877
    @dikshagayen9877 3 года назад +1

    Khub sundor😌😌😌

  • @habiburshekh637
    @habiburshekh637 4 года назад +1

    Welcome to back,
    বড্ড বেশি অপেক্ষা করালে দাদা 😁😁😁😁
    অসাধারণ গল্পটা।
    Thank you so much,

  • @Debarati652
    @Debarati652 3 года назад +2

    Darun golpo ta 💖💖❤

  • @nirjonsen2406
    @nirjonsen2406 Год назад

    গল্পটা শুনতে-শুনতে আমার আর-একটা গল্প মনে পড়ে যাচ্ছিল। এক বিখ্যাত সাহিত্যিক আর-এক বিখ্যাত সাহিত্যিকের কাছে গল্প লেখার শিক্ষানবিশি করতেন। কত অল্প কথায় একটা বিশেষ অনুভূতিকে পাঠকের ভিতরে চারিয়ে দেওয়া সম্ভব সেইটাই শেখার বিষয়বস্তু ছিল।
    এই গল্পের লেখিকা সেই সংযম দেখাতে পারলে হয়তো গল্পটা এত একঘেয়ে না-হতেও পারত। যেখানে প্লটে আদৌ রহস্য নেই, সেখানে শুধু কথার প্যাঁচে রহস্যময়তা তৈরি করতে গিয়ে গল্পটা বিস্বাদ হয়ে পড়েছে। যেখানে ঠিক উলটোটা হওয়া বাঞ্ছনীয় ছিল।

  • @নীড়হারাপাখি-খ৯শ

    অবশেষে অপেক্ষার অবসান 😘😘
    খুব ভালো লাগলো সায়ক দা যুগ যুগ জিও মিডনাইট 🙏🙏🙏🙏🙏

  • @ishanisarkar5238
    @ishanisarkar5238 4 года назад +22

    প্রিয়,
    "Midnight Horror Station" তুমি তো শ্রোতা দের ভুলেই গেছো বোধ করি! এতদিন পর তোমার দেখা পাইয়া আর সায়ক দার কণ্ঠ শুনিতে পাইয়া আমি বড়োই তৃপ্ত ও ধন্য। দীর্ঘ প্রতীক্ষার ফল যে মিষ্ট হইবে তাহাতে কোনরূপ সন্দেহ রাখি নাই,এই গল্প এতদিনের জমে থাকা আমাদের অভিমান সব ধুয়ে মুছে দিয়েছে।
    যাই হোক,আশা করি আর এইরূপ দীর্ঘ প্রতীক্ষা করিতে হইবেনা।
    পত্রের উত্তরের আশাই রইলাম এবং চ্যানেল টির আরো সমৃদ্ধ হওয়ার কামনা জানাই।
    ধন্যবাদান্তে,
    ঈশানি

    • @mayukhsen6910
      @mayukhsen6910 4 года назад +1

      2nd Channel a golpo dicchilo to

    • @ishanisarkar5238
      @ishanisarkar5238 4 года назад +1

      প্রথম জিনিসের প্রতি সবারই টান বেশি।

    • @mayukhsen6910
      @mayukhsen6910 4 года назад +1

      @@ishanisarkar5238 ha ta to obossoi, Eta Debjani dir channel, eta ki chara jay!!

    • @ishanisarkar5238
      @ishanisarkar5238 4 года назад +1

      @@mayukhsen6910 Tobe! Nije prosno kore nijey uttor pelen to☺️

    • @mayukhsen6910
      @mayukhsen6910 4 года назад

      @@ishanisarkar5238 not obviously,, Apnar mention kora uchit chilo 2nd channel tar kotha,, apnar comment dekhle je karor tai e mone hbe j apni 2nd channel follow koren na🤷‍♂️🤷‍♂️...
      Atleast you could have mentioned it

  • @sirstisuk2336
    @sirstisuk2336 4 года назад +1

    Ank din Dora amon akta golpo sunta mon chichilo ❤️❤️❤️ puro mood tai change hoya galo amr TNX midnight horror station f soklka ❤️

  • @swetachatterjee3536
    @swetachatterjee3536 4 года назад +2

    A jee ki anandor anando bole bojhano jabe na♥♥♥♥♥
    It's rat 3:07 and excitement hoyee beshie jore chechiye fellam!!
    Jai ebar golpo ta suni.

  • @triasha1607
    @triasha1607 4 года назад +1

    Tar chokher taray er same plot...same character.. tao valo j onno history..jai hok...besh laglo.
    Ei channel ta j abar fire elo eta vebei darun anondo hocche

  • @solankisaha1496
    @solankisaha1496 4 года назад +3

    Sotti ! Sotti ! Atodin por 😍 .. thank you

  • @desirediary
    @desirediary 4 года назад +8

    Midnight horror station গল্প শুনি তারপর অন্য চ্যানেল গুলোতে এই রকম গল্প খুঁজি কিন্তু পাই না । আবার কবে গল্প আসবে ওয়েট করি । সায়ক দা ভ্যালেন্টাইন ডে উপলক্ষে তোমার লেখা একটা গল্প দাও না ❤️

  • @novicegardener7740
    @novicegardener7740 2 года назад

    Sotti Sayak Da er Gola ta sunlei mon ta vison valo hoye jay , Sayak dar golay jano golpo ta onyo matra pay ... Ekta chotto onurodh kichu samajik golpo sunte chai tomar golay sayak da ... Ami tomar vison boro fan 🙂💓

  • @aninditabiswas7206
    @aninditabiswas7206 3 года назад +2

    জানিনা গল্পটির মধ্যে কি আছে? কিসের যেন টানে বার বার গল্পটি শুনতে ভালোবাসি.... বোধকরি "জয় জয়ন্তী"-র টানে

  • @udaysankarmandal
    @udaysankarmandal 4 года назад +30

    This is art, an absolute art ❤️ One of the best of MHS. Literally হারিয়ে গেছিলাম।

  • @mdallemran4834
    @mdallemran4834 2 года назад

    খুবই ভালো লেগেছে আরো শুনতে চাই এরকম গল্প

  • @Saibalkhamru
    @Saibalkhamru 4 года назад +2

    Odihir agrohe bose 6ilm ,, ar eto din por ekta golpo sunbo khub khusi holam ,,

  • @artofnature7643
    @artofnature7643 3 года назад

    Ashadaron laglo..ato sundor ragasroye golpo..bah

  • @rajashreedas7798
    @rajashreedas7798 4 года назад

    Akta sompurno golpo shunlam onek din por. Khub bhalo laglo sotti. Bhashay prokash korte parlam na ar

  • @debolinapramanik8430
    @debolinapramanik8430 4 года назад

    At last amder oti priyo Sai "Midnight Horror Station" chanel a abar golpo aseche....Sai Satak dar gola....Uffff just fata fati.❤️❤️❤️

  • @surojitkar4133
    @surojitkar4133 4 года назад

    খুব সুন্দর হয়েছে।।।।
    এত সুন্দর একটা গল্প উপহার দেবার জন্য,ধন্যবাদ, ❤️❤️❤️❤️❤️

    • @bimandutta9337
      @bimandutta9337 3 года назад

      Golper shurur Opening Kobita and background music...just wow...

  • @shrayanbose3764
    @shrayanbose3764 4 года назад +1

    Bhalo golpo Midnight horror station 👍👍👍👍

  • @somdeep7150
    @somdeep7150 4 года назад +2

    sera...❤❤❤ ei ty eto din dhore dkte chy6ilm...❤❤❤...

  • @_saptaparni_
    @_saptaparni_ 3 года назад

    galpo ta bhishon valo laglo, poribeshonar jonnoi aro valo laglo.

  • @hrishikakabiraj4747
    @hrishikakabiraj4747 4 года назад

    Gayer sob Rom khara kore dilo golpo ta❤ asadharon golpo ta sondhe ta matiye dilo❤

  • @monopriya2139
    @monopriya2139 4 года назад +8

    Second channel ke helafela korona. Ota tomader dussomoyer songi. Ota te vlogs share koro.
    Ajke 1:25:06 er golpo. Jome jabe puro 😊😊

  • @cheersgirltulip8277
    @cheersgirltulip8277 4 года назад +1

    WOW khub emontional hobe wait korbo Ami 😊🥰

  • @shuvo9013
    @shuvo9013 3 года назад

    Speechless 😌❤️ darun legeche golpo ta 👍🏼 asha aro bere gelo

  • @sudiptabarikdasadhikari5592
    @sudiptabarikdasadhikari5592 4 года назад

    Khub sundor lagcha golpo ta suna aro valo hok ataye chi .all the best

  • @soumyasarkar008
    @soumyasarkar008 4 года назад +1

    অসাধারণ গল্প, অসাধারণ ভাবে তুলে ধরা হয়েছে, আর background music ছিল অনবদ্য। 👍🏻❤

  • @nandanipattanayek6198
    @nandanipattanayek6198 4 года назад +1

    Aasadharon story & presentation 👌👌👌👌👌👌👌

  • @h.m.jayeediqbal4176
    @h.m.jayeediqbal4176 2 года назад +2

    Mind blowing presentation.All stories of M.H.S. & M.H.S.-2 are always somehow related to life. Please upload such more long & short stories regularly. Thanks a ton.

  • @jhankarhazra8455
    @jhankarhazra8455 Год назад

    অদ্ভুত লাগলো গল্পটা। শুচিস্মিতা দি'র চরিত্রটি যেন জমলো না। কিন্তু সায়ক দা'র গল্পপাঠ, অভিনয় দুই ই খুবই ভালো লাগলো।

  • @sayansarkar7996
    @sayansarkar7996 4 года назад

    Sotti bolchi....say lagche 😌❤️❤️❤️❤️❤️... goosebumps .... channel ta ase gache dekhe...😍😍😍..

  • @aritraksrimani4475
    @aritraksrimani4475 4 года назад +5

    Sayak Da Eto sundor Background music ta kotha theke abiskar korle mon vore jachillo sunte sunte

  • @sayanmitra1982
    @sayanmitra1982 4 года назад +3

    অনেক দিন পর শুনছি.... খুব ভালোবাসে শুনছি.... তোমাকে শুনতে ভালো লাগে সায়ক আর পড়তেও❤️👍

  • @asimpatra7944
    @asimpatra7944 3 года назад +1

    Khuv valo laglo golpo ta dada

  • @sucharitasamajdar4801
    @sucharitasamajdar4801 4 года назад +3

    Ami midnight horror station er prothom Dik kar sodosshoo tao ami holop kore bolte pari eta tomader best uposthapona just speechless hoye gelam🥺🥺🥺

  • @manisankar7334
    @manisankar7334 4 года назад

    রোমাঞ্চ পরিবেষ্টিত কাহিনী ও পরিপাটি উপস্থাপনা সবমিলিয়ে নিঃশব্দ রাত্রির অন্ধকার ঘরের শ্রোতাদের জন্য চরম অনুভূতি আজ।। 🌼💕

  • @krishnakuntaldas930
    @krishnakuntaldas930 4 года назад +53

    প্রথমে, ওয়েলকাম ব্যাক.....🌹🌹🌹🌹🌹 তিন মাস পরে আবার ঘরে ফিরে আসার মত অনুভূতি হচ্ছে.....🙂🙃🙂🙃🙂🙃 আর গল্প সম্বন্ধে নতুন কিছু বলবো না কারন জানি ভালই হবে...👍👍👍👍👍👍👍

  • @sramanapal2700
    @sramanapal2700 3 года назад

    Osadharon.. seriously.r apnar gola sayakda...pagol kre dei amy

  • @mandirabanerjee5508
    @mandirabanerjee5508 4 года назад +1

    Aji khullam abar golpo pye ager sad phire pelam welcome back ☺️

  • @villtouch5281
    @villtouch5281 4 года назад +1

    Really you are god gifted 🙏🙏🙏 Ami just dishehara hoye jayi apnar galpo sunle

  • @sushmakoley398
    @sushmakoley398 4 года назад

    Asadharan, mon vore sunlam💗💗💗👌👌👌✍✍