যথাযথ বিশেষণের অভাব বোধ করছি এই উপস্থাপনার প্রশংসা করতে গিয়ে...বাকরুদ্ধ এবং অভিভূত এতটাই❤️ সৌমিক বাবুর লেখনী অনন্য। ওনার গল্প উপস্থাপিত করার ধরন এতই মনোগ্রাহী যে পড়া শেষ হয়ে গেলেও সেই মুগ্ধতার আবেশ থেকে যায়। আর আপনারা এই অডিও উপস্থাপনা করে এই গল্পের আসল চমক গুলো আরও বিপুলভাবে ছড়িয়ে দিয়েছেন। দুর্দান্ত কাজ হয়েছে। যেমন সাউন্ড এফেক্ট, তেমনই ভয়েস কোয়ালিটি অফ অল দি পারফর্মার 👍👍👍👍👍 নিহারেন্দু ব্যানার্জীর ভক্ত হয়ে গেছি 🙏 ওই কণ্ঠে যেন স্বয়ং কালীগুণীনের বাস। কিন্তু পাশাপাশি চন্ড তান্ত্রিকের ভূমিকায় শিল্পীও দুর্দান্ত, ভীষণই রোমাঞ্চকর। মাফ করবেন আমি কোন শিল্পী ধরতে পারিনি🙏 ওনাকেও অনেক শুভকামনা। আসলে অডিও উপস্থাপনায় নেগেটিভ চরিত্র করার মত কঠিন কাজ আর দুটি হয় না। ওই হিংস্রতা, রাগ ওগুলো কণ্ঠে তুলে ধরা সত্যিই অভাবনীয়। বিভা ক্যাফে এগিয়ে চলুক আরও অনেক অনেক গল্প আসুক। শুভেচ্ছা অন্তহীন🙏
সত্যি অপেক্ষা করছিলাম কালি গুনিন এর গল্পঃ শুনবো বলে । সত্যি কথা বলতে কি কলকেই গল্পঃ টা সোনা হয়ে গেছিল কিন্তূ ফিডব্যাক দিতে ভুলে গেছিলাম আজ যখন ফিডব্যাক দিতে চ্যানেলে প্রবেশ করলাম তখন মনে হলো আর একবার সোনা যাক । শুনে আবার ফিডব্যাক দিলাম। অসাধারণ গল্পঃ 🙏 আমরা শ্রোতা রা স্যার সৌমিক দে র কাছে ও বিভা ক্যাফে কাছে অনুরোধ করছি যাতে আরও কালীগুণিন এর গল্পঃ যত তারাতারি সম্ভব বিভা ক্যাফে চ্যানেল এ আপলোড করা হয়। সত্যি বলতে কি গায়ে কাটা দিয়ে ওঠে এটা শুনলে " ব্রাহ্মণ _ নাম~ কালীপদ মুখুজ্জে নিবাস ~ রাইদিখরা" কালীপদ মুখ্যজ্জে ছাড়আ সাসপেন্স স্টোরি শুনে পোষাই না। ভূত এর গল্পঃ অনেক শুনেছি কিন্তূ। ব্রাহ্মণ কালীপদ মুখ্যুজে সেরা🔥
ঠিকই বলেছেন, আসলে মানুষ ভৌতিক গল্প পছন্দ করে ঠিকই, কিন্তু বাস্তবের কাছাকাছি গল্পে বেশি আগ্রহ। গোয়েন্দা গল্প তাই জনপ্রিয় বেশি (অবশ্যই লেখা ভালো হতে হবে) কিন্তু ভৌতিক গল্পে যদি তন্ত্র ঢুকে যায় তাহলে তা বাস্তবের কাছাকাছি অনেকটা প্রবেশ করে যায়.. ব্যাস আগ্রহ গোয়েন্দা গল্পকেও ছাপিয়ে যায় তন্ত্র এবং ভৌতিকতা মিলিয়ে। তাইতো এখন ইউটিউবে তন্ত্র গল্পের ছড়াছড়ি, অধিকাংশই ভালো নয় তবে কালিগুনিন তাদের মধ্যে সব থেকে উপরে কিন্তু তারানাথ তান্ত্রিকের গল্পের অনুভূতি থেকে নিচে।
@@rohitsingha8855 feluda ebong byomkesh nijer jaigai bhalo ar kokhonoi eder sathe kaligunin er tulona hoy na karon dutori plot alada alada. Tai faltu feluda k tene ene comment section e gyajanor kono manei hoy na
এই গল্পে সব কটি চরিত্র উপস্থাপন যথার্থ ও অনবদ্য, যারা মির্চি sunday suspence ছাড়া অন্য গল্পকে মান্যতা দেয় না তাদের জন্য এই গল্পটি মত পরিবর্তক। biva cafe এর এই গল্পটা আমার মনে থাকবে । অসাধারণ উপস্থাপনা ও গল্প পাঠের কৌশল । এরকম গল্প সোনার আগ্রহ রইলো এই lockdown এর বাজারে।
Excellent strategy. If you look at it through the lens of fantasy, it felt like the battle of two sorcerers and after making the antagonist waste his one time 'ace in the hole',
@@Ms39039820 Mahasashtir দিন.... আপনার kaligunin ও choy রহস্য.... বই টা college street এর দোকান থেকে ঘরে নিয়ে এলাম l এর মধ্যে... প্রথম পাঁচটা গল্প.... পড়ে ফেলেছি... অসাধারণ lekhoni আপনার.... অনেক শুভেচ্ছা রইলো....
রুদ্ধশ্বাস টানটান গল্প, শুরু করলে শেষ না করে থামা যায় না। কালীগুনীন প্রতিবারই এমন মুগ্ধ করে যান যার রেশ রয়ে যায় বরাবরের জন্য। গল্পপাঠ ও চরিত্রগুলির রূপায়ণ বেশ ভালো।
যাই বলি না কেন, তাই কম হবে, কতটা মনগ্রাহী, জনপ্রিয় হয়ে উঠেছেন কালীগুনীন। ইনি শুধু শক্তিশালী তান্ত্রিক ন'ন খুব কাছের, ঘরের মানুষ। প্রতিটা গল্প শুনে এখন একটা কথাই মনে হচ্ছে, ইসস, এমন এক ব্যক্তিত্ব যদি বাস্তবে হ'ত তাঁর চির অনুরাগী আমি, চিরঅনুগামী হয়ে থাকতাম 🙏😊💖(শ্রদ্ধেয় লেখক'কে আমার বিশেষ ধন্যবাদ জানাই যে এমন চরিত্রের এবং তাঁকে কেন্দ্র করে এমন রোমহর্ষক টানটান উত্তেজনায় ভরা গল্প সৃষ্টির জন্য 👍🙏😊)
I don’t have any word to express my gratitude to the Author ..omg, Kaligunin, the Saviour..I got spellbound with each and every words, the thoughtful storyline, Impeccable presentation and the Masculine voice of Kaligunin..My heartedly love and request to Biva Cafe and the Author Soumik Dey for more episodes of Kaligunin..Thanks 🙏..
As usual good wishes to team Biva Cafe..Annesh and Niharendu is really very good performer. R Tamal er byaper a toh sab kichu bolar urdhhe. He is unparalla.
@@Ms39039820 অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটা সাবলীল নির্ভীক চরিত্র আমাদের উপহার দেওয়ার জন্য।🙏🏼🙏🏼 তন্ত্রের পাশাপাশি উপস্থিত বুদ্ধির যে পরিচয় পাই তাতেই কালিগুনিনকে অন্য তান্ত্রিক চরিত্রদের থেকে আলাদা করে। ক।লিগুনিন আরো বড় বড় বিপত্তি পেরিয়ে এগিয়ে যাক। 😀😀
Kali gunin er new episode dhakle e mon ta anande vore jai mone hoy kokhon sunbo.biva cafe ke anek dhanyabad ey Kali gunin er golpo amader upohar ❤️debar jonno.aro notun Kali gunin er golpo sonar ashai thaklam.
@@Ms39039820 ami onar sathe kono tulona korini. taranath tantrik onar jaigai r enara ekhoner golper. Uni j sobar opore seta amio jani infact manio amaro pochhonder. But tiloknath ba badol tantrik er modhhe amar onake best lage😊😊
খুব ভাল লাগল গল্প টা, ধন্যবাদ লেখক মহাশয় ও বিভা ক্যাফের সকল সদস্য বৃন্দ কে এত ভালো গল্প উপহার দেবার জন্য ।।।। কালী গুনিনের যতগুলো গল্প শুনেছি সবকটাই খুব ভালো লেগেছে ।।।
ধন্যবাদ "biva cafe" আমাদের এভাবেই খুশি করে যাও, আমরা দায়িত্ব সহকারে তোমাদের চ্যানেল এর subcriber বাড়িয়ে যাবো l এরকম আরো গল্প চাই l আমার একান্ত অনুরোধ অঙ্কুর বর এর "মন্ত্রমা" গল্প টি হোক l
গল্পটা অসাধারণ হয়েছে, কালীগুণীনের প্রতিটা গল্পের মতো এই গল্পটাতেও sound effect গুলো খুব ভালো লাগলো, আর তমাল দার narration এ গল্প টা অন্যান্য গল্প গুলোর মতো চমৎকার ভাবে উপস্থাপিত হয়েছে, আর অবশ্যই নীহারেন্দু দার কন্ঠে কালীগুণীন চরিত্রটি জীবন্ত হয়ে উঠেছে ❤️❤️ Thanks for this amazing audio story 😇, best of luck Biva Cafe, keep it up ❤️ Erokom golpo arro chi kintu 😇
Ekkhuni dekhlam - aj thekei lockdown ektu golpo to sona habe - ei niye 2 to jobbor premiere aaj! Very excited thank u so much - boi kenar oppekkai achi! Writer ke request majhe majhe emon darun sob kaligunin chaiii chai!
@@Ms39039820 ami kaligunin er prokashito 3ti boi sobe kinlam kintu tate SANIYARIR PRET golpoti to dekhlam na - set to iti moddhei RUclips e audio story kore publish kora hoyeche othocho boi te nei - baki audio golpo guli ache - tahole ki oi next sankolan e included thakbe? Janale khushi hobo. Thanks.
দারুন.....কালীগুনীন নামটা শুনলেই মনে হয় গল্পটা কতক্ষণে শোনা শুরু করব.......
এখন বিভা ক্যাফে তে কতক গুলো জিনিসের প্রতি ধারনা জন্মে গেছে....যেমন
ত্রিজিৎ কর=ভয়+সুন্দর বার্তা।
সায়ন্তনী পুততুন্ড= বাস্তবতা+ভালো লাগা ।
কালীগুনীন=ভয়+বুদ্ধি ।
Kali Gunin will be a cult! Keep this series alive!
থ্যাংকুউ
I agree
অপেক্ষার অবসান । করোনা কালে ঘরে বসে, শনিবারের সন্ধ্যা , সঙ্গে কালী গুনিন ,
একঘেয়েমির ক্লান্তি দূর করতে কালী গুনিন ,আর কি চাই!!💝
ধন্যবাদ
Welcome
কালীগুনীন নাম টাই একটা চমক ,
অপেক্ষায় রইলাম।
অনেক ধন্যবাদ
@@Ms39039820 আপনার লেখা অসাধারণ ,
এ ভাবেই শুনতে চায়।
Ok
যথাযথ বিশেষণের অভাব বোধ করছি এই উপস্থাপনার প্রশংসা করতে গিয়ে...বাকরুদ্ধ এবং অভিভূত এতটাই❤️ সৌমিক বাবুর লেখনী অনন্য। ওনার গল্প উপস্থাপিত করার ধরন এতই মনোগ্রাহী যে পড়া শেষ হয়ে গেলেও সেই মুগ্ধতার আবেশ থেকে যায়। আর আপনারা এই অডিও উপস্থাপনা করে এই গল্পের আসল চমক গুলো আরও বিপুলভাবে ছড়িয়ে দিয়েছেন। দুর্দান্ত কাজ হয়েছে। যেমন সাউন্ড এফেক্ট, তেমনই ভয়েস কোয়ালিটি অফ অল দি পারফর্মার 👍👍👍👍👍 নিহারেন্দু ব্যানার্জীর ভক্ত হয়ে গেছি 🙏 ওই কণ্ঠে যেন স্বয়ং কালীগুণীনের বাস। কিন্তু পাশাপাশি চন্ড তান্ত্রিকের ভূমিকায় শিল্পীও দুর্দান্ত, ভীষণই রোমাঞ্চকর। মাফ করবেন আমি কোন শিল্পী ধরতে পারিনি🙏 ওনাকেও অনেক শুভকামনা। আসলে অডিও উপস্থাপনায় নেগেটিভ চরিত্র করার মত কঠিন কাজ আর দুটি হয় না। ওই হিংস্রতা, রাগ ওগুলো কণ্ঠে তুলে ধরা সত্যিই অভাবনীয়। বিভা ক্যাফে এগিয়ে চলুক আরও অনেক অনেক গল্প আসুক। শুভেচ্ছা অন্তহীন🙏
Anonoy, asadharon, apurbo. Kichu kotha boltei parchina. Khub bhalo laglo. Dhanyobad.
সত্যি অপেক্ষা করছিলাম কালি গুনিন এর গল্পঃ শুনবো বলে । সত্যি কথা বলতে কি কলকেই গল্পঃ টা সোনা হয়ে গেছিল কিন্তূ ফিডব্যাক দিতে ভুলে গেছিলাম আজ যখন ফিডব্যাক দিতে চ্যানেলে প্রবেশ করলাম তখন মনে হলো আর একবার সোনা যাক । শুনে আবার ফিডব্যাক দিলাম। অসাধারণ গল্পঃ 🙏 আমরা শ্রোতা রা স্যার সৌমিক দে র কাছে ও বিভা ক্যাফে কাছে অনুরোধ করছি যাতে আরও কালীগুণিন এর গল্পঃ যত তারাতারি সম্ভব বিভা ক্যাফে চ্যানেল এ আপলোড করা হয়। সত্যি বলতে কি গায়ে কাটা দিয়ে ওঠে এটা শুনলে " ব্রাহ্মণ _ নাম~ কালীপদ মুখুজ্জে
নিবাস ~ রাইদিখরা"
কালীপদ মুখ্যজ্জে ছাড়আ সাসপেন্স স্টোরি শুনে পোষাই না। ভূত এর গল্পঃ অনেক শুনেছি কিন্তূ। ব্রাহ্মণ কালীপদ মুখ্যুজে সেরা🔥
এমন গল্প উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ 🙏🙏
পোষ্টার টা কিন্তু দারুণ হয়✨✨✨🔥
kichu r bolar nei... oshadharon...
Osadharon
Ohyeeeeeaaaaaaaaaahhhhh.... এবারে খেলা জমবে। দারুন গল্প। পড়েছি, কিন্তু তোমাদের প্রেসেন্টেশনে শোনার মজাটাই আলাদা
এই বইগুলো কোথায় পাবো বলতে পারেন?
@@prodiptomukherjee8248 Biva publication er website e
Darun laglo kono kotha nai fatafati 🥰😍🤩👌
দাদা যতই বলুন বাঙালি দের গোয়েন্দার থেকে বেশি যেনো তান্ত্রিক গল্পে বেশি কৌতূহল😂😂😂❤️❤️❤️ গোয়েন্দা গল্পের তুলনায় তান্ত্রিক গল্পে সব সময় বেশি ভিউস👀
ঠিকই বলেছেন, আসলে মানুষ ভৌতিক গল্প পছন্দ করে ঠিকই, কিন্তু বাস্তবের কাছাকাছি গল্পে বেশি আগ্রহ। গোয়েন্দা গল্প তাই জনপ্রিয় বেশি (অবশ্যই লেখা ভালো হতে হবে) কিন্তু ভৌতিক গল্পে যদি তন্ত্র ঢুকে যায় তাহলে তা বাস্তবের কাছাকাছি অনেকটা প্রবেশ করে যায়.. ব্যাস আগ্রহ গোয়েন্দা গল্পকেও ছাপিয়ে যায় তন্ত্র এবং ভৌতিকতা মিলিয়ে। তাইতো এখন ইউটিউবে তন্ত্র গল্পের ছড়াছড়ি, অধিকাংশই ভালো নয় তবে কালিগুনিন তাদের মধ্যে সব থেকে উপরে কিন্তু তারানাথ তান্ত্রিকের গল্পের অনুভূতি থেকে নিচে।
Aar Kaligunin holo goyenda golpo and tantrik golper swarthok mishel. Kaligunin holo tantrik goenda. Just darun ekebare.
@@souravbhattacharjee2147 একদমই তাই
Akdomi vul kaligunin osadharon but feluda and bomkesh is the best.. ai channel niye bolle hoy toh kichu boltam na Bangali bollen to tai bollam
@@rohitsingha8855 feluda ebong byomkesh nijer jaigai bhalo ar kokhonoi eder sathe kaligunin er tulona hoy na karon dutori plot alada alada.
Tai faltu feluda k tene ene comment section e gyajanor kono manei hoy na
এই গল্পে সব কটি চরিত্র উপস্থাপন যথার্থ ও অনবদ্য, যারা মির্চি sunday suspence ছাড়া অন্য গল্পকে মান্যতা দেয় না তাদের জন্য এই গল্পটি মত পরিবর্তক। biva cafe এর এই গল্পটা আমার মনে থাকবে । অসাধারণ উপস্থাপনা ও গল্প পাঠের কৌশল । এরকম গল্প সোনার আগ্রহ রইলো এই lockdown এর বাজারে।
কালীগুনীন এর জন্য অপেক্ষায় ছিলাম । অপেক্ষায় থাকবো❤️❤️
Mon just kore galo .... Voice gulo atoo perfect j sob ta chokher samne dekhlam mone holo
Excellent strategy. If you look at it through the lens of fantasy, it felt like the battle of two sorcerers and after making the antagonist waste his one time 'ace in the hole',
Aro chai kaligunin Golpo 🙏🙏🙏🙏
ভীষণ খুশি হলাম... কালী গুণীন বিভা ক্যাফের শ্রেষ্ঠ সৃষ্টি 💞💞💞💞
কতো অপেক্ষায় ছিলাম, আজ তার অবসান হবে ৷☺️
অজস্র ধন্যবাদ
আমরা স্যার সৌমিক দে কে দেখতে চাই। কে কে আমার সাথে এক মত?
হাজির বন্ধু
যাঁর গল্প দিনে ২ বার করে হলেও শুনী তাঁকে দেখে আমি কৃতজ্ঞ। ধন্যবাদ আপনাকে ।
Ha chai
অনেক ধন্যবাদ আপনাকে। ভাল লাগল শ্রোতাদের কথা রেখেছেন বলে।
@@Ms39039820
Mahasashtir দিন.... আপনার kaligunin ও choy রহস্য.... বই টা college street এর দোকান থেকে ঘরে নিয়ে এলাম l এর মধ্যে... প্রথম পাঁচটা গল্প....
পড়ে ফেলেছি... অসাধারণ lekhoni আপনার....
অনেক শুভেচ্ছা রইলো....
কালী গুনীন এর গলার সাথে উৎপল দত্ত এর গলার একটা অদ্ভুদ মিল আছে😀❤️
You guys are just awesome ❤️
Kaligunin's entry is the most iconic part in every story.
Lot of thanksss
@@Ms39039820 kaligunin kintu chalie jetei hobe
রুদ্ধশ্বাস টানটান গল্প, শুরু করলে শেষ না করে থামা যায় না। কালীগুনীন প্রতিবারই এমন মুগ্ধ করে যান যার রেশ রয়ে যায় বরাবরের জন্য। গল্পপাঠ ও চরিত্রগুলির রূপায়ণ বেশ ভালো।
ধন্যবাদ
Ei bar khela Hobe❤️❤️❤️🔥🔥🔥
Sotti ja bolechen!
Ei kali gunin Amar Mone Hoy Sera• Karan ei kothoker tantra nea bhalo dharona ache
Poster ta just fatafati😍😍😍
যাই বলি না কেন, তাই কম হবে, কতটা মনগ্রাহী, জনপ্রিয় হয়ে উঠেছেন কালীগুনীন। ইনি শুধু শক্তিশালী তান্ত্রিক ন'ন খুব কাছের, ঘরের মানুষ। প্রতিটা গল্প শুনে এখন একটা কথাই মনে হচ্ছে, ইসস, এমন এক ব্যক্তিত্ব যদি বাস্তবে হ'ত তাঁর চির অনুরাগী আমি, চিরঅনুগামী হয়ে থাকতাম 🙏😊💖(শ্রদ্ধেয় লেখক'কে আমার বিশেষ ধন্যবাদ জানাই যে এমন চরিত্রের এবং তাঁকে কেন্দ্র করে এমন রোমহর্ষক টানটান উত্তেজনায় ভরা গল্প সৃষ্টির জন্য 👍🙏😊)
অসাধারণ! শেষ দিকটায় টান টান উত্তেজনা ছিল
"চন্ড" role টা যিনি করেছেন তাকে hats off 🔥
Elsobar ki asadharan voice mairi puro fan hoye gelam😍
M
উঐঙমঢ়ণঢড়ণভড়ঢড়😚😚😚😎
তত
@@snehashisghosh7303 lĺ
Great enough...chokh buje cinema r moto dekhlam...bojro pat holo...r vaswasur er mukh..ohh..what a story
Ar wait korte par6i na❤️❤️❤️❤️...
onak valo laglo golpota....r new book gulor golpo golo o sunte cai...plz nirash korio na dada..
কালীগুণীনের মানেই রাতের ঘুমের আগে একটা রোমহর্ষক গল্প।
কালীগুণীন সেরা.....
Kali guniner sobkota golpo porechi ebong sunechi kom kore 20 bar kore. Golpo pathe tomaler voice hats off.....
I don’t have any word to express my gratitude to the Author ..omg, Kaligunin, the Saviour..I got spellbound with each and every words, the thoughtful storyline, Impeccable presentation and the Masculine voice of Kaligunin..My heartedly love and request to Biva Cafe and the Author Soumik Dey for more episodes of Kaligunin..Thanks 🙏..
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏
@@Ms39039820 are dada🖤
Are didi.... Microbilogy.... 😊👋
দুর্দান্ত। আবারও অপেক্ষায় থাকলাম।
বিভা ক্যাফে র পরিবেশনা এক আলাদা মাত্রায় পৌঁছে গেছে🔥🔥,অসাধারণ কণ্ঠাভিনয়❤️❤️❤️
Darun. অসংখ্য ধন্যবাদ লেখক মহাশয় ও বিভা ক্যাফে ইউটিউব চ্যানেলকে।
এক কথায় অনবদ্য! লেখার প্লট আর বলার ভঙ্গিমা গল্পকে আরো পূর্ণতা দিয়েছে। ধন্যবাদ এমন পরিবেশনার জন্য😊
😃😃😃😃
এই গল্পটা আগের গুলোর থেকে একটু সাধারণ,,
এমন চমৎকার ব্যক্তিত্বসম্পন্ন মানুষ, আঁধারের সাথে যার নিরন্তর যুদ্ধ সেই কালীগুণীন আবার উপস্থিত। খুব উপভোগ্য একটি গল্প❤👍
কালীগুণীনের গল্প গুলি বাংলা সাহিত্যের আরেক রূপ।বর্তমান কালে ঘরে বসে সময় কাটানোর এক ভালো মাধ্যম এই গল্পগুলি শোনা। NICE!
As usual good wishes to team Biva Cafe..Annesh and Niharendu is really very good performer. R Tamal er byaper a toh sab kichu bolar urdhhe. He is unparalla.
Biva cafe osonko dhonnobad ajker saturday ta k ato special bananor jnno👏👏..karon amra srotara kaliguniner jnno wait kore thaki❤❤..
কত অপেক্ষায় ছিলাম আজ তার অবসান হবে কালিগুনিনের গল্পে
খুবই ভালো লেগেছে। চন্ড আর কালী গুনিন দুটি চরিত্রের নেপথ্য কণ্ঠশিল্পীই অনবদ্য প্রতিভা দেখিয়েছেন।
কালীগুণীন never fails to impress us 😎🤭🤭
দারুন উপস্থাপনা!!❣️
ধন্যবাদ
একে বারে গায়ের রক্তজল করা জমজমাট গল্প শুনালেন দাদা।সন্ধ্যা টা দারুন কাটল।
অসাধারণ , বহু প্রতীক্ষার অবসান , কালীগুনীন নাম টা শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে । করোনা কালের এই পরিস্থিতি তে এইরকম সুন্দর ভৌতিক গল্প আমদের মন ভোলায় । কালীগুণীন এর আরো গল্পের প্রতীক্ষায় রইলাম । বিভা ক্যেফে কে আমার শুভেচ্ছা রইলো । 🙏🏻
অনেক ধন্যবাদ
Just Darun Darun Darun ...... Taranath tantrik , Tiloknath tantrik er por Kaligunin choritro ti khubi priyo hoe utheche amar .... 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
কলীগুণীন just wow.... Aro sunte chi plzz❤️❤️❤️❤️❤️
কালিগুনিন এর গল্পের জন্য অপেক্ষায় ছিলাম
Kaligunin... One of my favourites.. ❤️❤️❤️
Waiting..... 🤓🤓
ধন্যবাদ
@@Ms39039820 অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটা সাবলীল নির্ভীক চরিত্র আমাদের উপহার দেওয়ার জন্য।🙏🏼🙏🏼
তন্ত্রের পাশাপাশি উপস্থিত বুদ্ধির যে পরিচয় পাই তাতেই কালিগুনিনকে অন্য তান্ত্রিক চরিত্রদের থেকে আলাদা করে। ক।লিগুনিন আরো বড় বড় বিপত্তি পেরিয়ে এগিয়ে যাক। 😀😀
Kali gunin er new episode dhakle e mon ta anande vore jai mone hoy kokhon sunbo.biva cafe ke anek dhanyabad ey Kali gunin er golpo amader upohar ❤️debar jonno.aro notun Kali gunin er golpo sonar ashai thaklam.
কালীগুণীনের আসল অস্ত্র তার ক্ষুরধার বুদ্ধি। তার বুদ্ধির চমক হলো তার গল্পগুলির আসল আকর্ষণ।
অনেক ধন্যবাদ
Right
Eijonno ami boli Detective Kaligunin
ও মা গো কি ভয়ানক গল্প গো পিলে একদম চোমকে গেলো ও দারুণ গল্প ❤❤❤❤❤❤❤😌
অপেক্ষায় আছি
অসাধারণ একটি প্রচেষ্টা। আপনাদের অসংখ্য ধন্যবাদ।এত সুন্দর একটা গল্পো শোনাবার জন্য। এই ভয়াবহ পরিস্থিতিতে একটুখানি স্বস্তি পেলাম।
খুব খুব সুন্দর পরিবেশনা ও উপস্থাপনা, মনে হচ্ছে যেন চোখের সামনে দেখছি।।🔥🔥🔥🔥👌👌👌👌😊😊😊😊😊😊
প্রচন্ড রকমের ভালো হয়েছে এটা।।
অপেক্ষায় আছি 🔥🔥🔥
আগে শুধু সানডে সাসপেন্স শুনতাম বলে প্রথম প্রথম বাকি চ্যানেল গুলোর সাউন্ড কোয়ালিটি ভালো লাগতো না কিন্তু এখন সব চেন্জ হয়ে গেছে । দারুন দারুন লাগলো❤️
ধন্যবাদ Biva Cafe...
Khub valo 👍👍👍👍👍Golpota Sundhor god job
কালি গুনীন চরিত্রটাই অসাধারণ শুনতে শুনতে মনে হয় কোথায় যেন হারিয়ে গেছি।আপনাদের চলার পথ দীর্ঘ হোক এই কামনা করি।পরের গল্পের জন্য অপেক্ষায় থাকলাম।
অসাধারণ,,,কালীগুনীনের আরো গল্পের অপেক্ষায়...
R wait korte parchi na, thanks Tomal Da for keeping the request 👍😊
Apnader ei series ta outstanding..plz aro banaben.
সত্যি গল্পটা শোনার পর। কান ও মন দুই জুড়িয়ে গেল।❤️
ধন্যবাদ
একে তো কালীগুনীন, তারওপর বিভা ক্যাফে, ফাটাফাটি কম্বিনেশন। অসাধারণ লাগলো।
ধন্যবাদ
দারুন ❤️❤️❤️ । কিছু বলার নেই ভীষণ ভালো। তান্ত্রিক গল্পের সবথেকে ওপরে কালি গুনীন ❤️❤️❤️❤️❤️।
Onek a6e.. Durgashankar pondit,Taranath tantrik, tiloknath tantrik, akhil oghori... Egulo ro btr
@@Spartan4846 haa se sob guloi sunechi but kaligunin er modhhe ekta onnorokom tan royechhe
Amr to taranath best lglo.. Tarpor tiloknath tantrik
তারানাথ তান্ত্রিক সবার উপরে 🙏🙏🙏🙏 বাকি সবাই ওনার পরে
@@Ms39039820 ami onar sathe kono tulona korini. taranath tantrik onar jaigai r enara ekhoner golper. Uni j sobar opore seta amio jani infact manio amaro pochhonder. But tiloknath ba badol tantrik er modhhe amar onake best lage😊😊
Fatafati... DARUN.... Aro Chai Kali gunin👍❤️👌
তারানাথের থেকেও চরম 😋👌
Uff Ajker dupur ta jome gelo just ..👌 Thanks For kaligunin ..❤️
Wait korche golpo ta sunbar jono ❤️
খুব ভাল লাগল গল্প টা, ধন্যবাদ লেখক মহাশয় ও বিভা ক্যাফের সকল সদস্য বৃন্দ কে এত ভালো গল্প উপহার দেবার জন্য ।।।। কালী গুনিনের যতগুলো গল্প শুনেছি সবকটাই খুব ভালো লেগেছে ।।।
অসংখ্য ধন্যবাদ
Asadharon.❤️.. Sound effect ta just darun. 🔥🔥. Golpo path khub sundor hoyache. 😍
সব মিলিয়ে অসাধারণ অসাধারণ অসাধারণ ।।এরকম গল্প ro আসা করি ।।।mind bloing story
i love তমাল দা u r osm, great
সত্যি কোনো কথা হবে না... অসাধারণ একটা গল্প.... আরো চাই..... All the best.....
O darunn
মনের ভিতর থেকে ধন্যবাদ জানাচ্ছি
Opekkhay...❤️
যেমন লেখনী তেমন কন্ঠ....আহা অসাধারণ
Osonkho Dhanyabad....eta sunte chechilam kobe theke...even mention korechilam....
Lon Run Biva Cafe Team
Aro golpo chai.taratari.
শোনার আগেই like, share করে দিলাম 😌😌
আমিও
😊
Same
আমি ও দিলাম
Comment oo korte to tumi
অসাধারণ অসাধারণ সুন্দর ❤️❤️❤️।
কালীগুনীন নামটাই একটা অন্যরকম চমক।
ধন্যবাদ "biva cafe" আমাদের এভাবেই খুশি করে যাও, আমরা দায়িত্ব সহকারে তোমাদের চ্যানেল এর subcriber বাড়িয়ে যাবো l এরকম আরো গল্প চাই l আমার একান্ত অনুরোধ অঙ্কুর বর এর "মন্ত্রমা" গল্প টি হোক l
Biva Cafe dada
@@RupaiSenSonali sorry.... Thik kore nicchi
Oshadharon .. Kaligunin er ek ek ta golpo More than a Masterpiece..
Eagerly waiting.
Kaligunin er sob golpo just ashadharon
I have no words to describe how much I love kaligunin ❤️🥰
অনেক ধন্যবাদ
Khub bhalo hoyece.🤗🤗👍👌
গল্পটা অসাধারণ হয়েছে, কালীগুণীনের প্রতিটা গল্পের মতো এই গল্পটাতেও sound effect গুলো খুব ভালো লাগলো, আর তমাল দার narration এ গল্প টা অন্যান্য গল্প গুলোর মতো চমৎকার ভাবে উপস্থাপিত হয়েছে, আর অবশ্যই নীহারেন্দু দার কন্ঠে কালীগুণীন চরিত্রটি জীবন্ত হয়ে উঠেছে ❤️❤️
Thanks for this amazing audio story 😇, best of luck Biva Cafe, keep it up ❤️
Erokom golpo arro chi kintu 😇
Arwww chayy amnnn storyyyy kaliii guninnn mohashyy er. 😍😍😍😍😍
আবার এসে গেছে ভূত,প্রেত,দৈত্য, দানোদের যম:-
কালিগুনীন, নিবাস রায়দীঘড়া
Golpo sonar excitement ta aro bere jai jokhun Kaligunin er episodes gulo chole ase...🔥❤️ sobai jeno mile mise ak oshadharon golpo path korechen.❤️
Ekkhuni dekhlam - aj thekei lockdown ektu golpo to sona habe - ei niye 2 to jobbor premiere aaj! Very excited thank u so much - boi kenar oppekkai achi! Writer ke request majhe majhe emon darun sob kaligunin chaiii chai!
অনেক ধন্যবাদ
@@Ms39039820 big fan sir
@@Ms39039820 ami kaligunin er prokashito 3ti boi sobe kinlam kintu tate SANIYARIR PRET golpoti to dekhlam na - set to iti moddhei RUclips e audio story kore publish kora hoyeche othocho boi te nei - baki audio golpo guli ache - tahole ki oi next sankolan e included thakbe? Janale khushi hobo. Thanks.