অপেক্ষায় থাকি শুধু কবে স্যারের আরেক টা নাটক রিলিজ হবে,,প্রায় সব নাটক ই দেখা শেষ তাই অপেক্ষায় থাকি। হূমায়ন আহেমেদ (স্যার) বেচে থাকবেন তার সৃষ্টির জন্য আমাদের হৃদয়ে। তিনি বেচে থাকলে এখনকার ছেলেরা ব্যাচেলর পয়েন্ট এর মতো নাটকে ঝুকতো ই না ❤️❤️❤️
আল্লাহ কে ভয় পাও না, না পাই না ওনি হলো দয়ার সাগর সকল ভুল ভ্রান্তি ক্ষমা করে দেন, কী সুন্দর বানী। আমি হুমায়ুন স্যারের সব নাটক গুলো দেখি মনের হুরাক করি, কমেন্ট টা রেখে দিলাম।😌🖤 ১২/০১/২০২৩
1_ স্যারের মেজাজ ভালো না এমনিতেই ধান্দা দেখছে 😂 2... যে নিজে লড়তে পারেনা সে অন্যের লড়াচরা বেশি দেখে 😂😂 3.. কিংবদন্তি এটা নাকি ইংরেজি থেকেও কঠিন 😂😂 অনেক মজার ডাইলগ রে 😂😂😂
বাংলার সংস্কৃতিতে যদি এসব নাটক থাকতো তবে তা পুরো বিশ্বকে ছাপিয়ে যেত।হুমায়ুন স্যার এর নাটক গুলার ভাষা এত মাধুর্য, সুন্দর, মিষ্টি আর অতুলনীয় যেন ২৩ এ এসেও এর সৌন্দর্যতায় নিজেকে হারাই ফেলি। ১৯/১২/২০২৩
ও ভাই আমি সত্যিই বুঝাতে পারবো না কত মজা পাচ্ছি এই নাটকে সত্যিই আমার ভাষা নাই বুঝাবার পুরা নাটক দেখার আগে কমেন্ট না করে থাকতে পারলামনা। এত ভালো লাগে কেন এসব নাটক❤❤❤ 😂😂😂😂
হুমায়ূন আহমেদ এর বানানো নাটকগুলো অনেকটা ড্রাগের মতো। একবার এই ড্রাগে আসক্ত হলে, আপনি এই যুগের নাটক আর ৫ মিনিটের জন্যও সহ্য করতে পারবেন না। এই নাটকগুলোর লুপ আপনাকে একটা নির্দিষ্ট ফ্রেমে আটকে ফেলবে। আপনি কখনোই এই লুপ থেকে বের হতে পারবেন না। আপনি বাকের ভাইয়ে আটকে যাবেন, বদিতে আটকে যাবেন, নক্ষত্রের রাতে আটকে যাবেন, অয়োময়ে আটকে যাবেন। আটকে যাবেন উড়ে যায় বকপক্ষীর তৈয়বে, আটকে যাবেন আজ রবিবারের মতি মিয়া বা বড় চাচাতে। বহুব্রীহি দেখার পর ঐ নাটকের একটা চরিত্রও আপনি মাথা থেকে বের করতে পারবেন না। আগেই বলেছি, হুমায়ূন আহমেদ এর নাটক একটা ড্রাগ। একটা দিয়ে শুরু করবেন, এরপর বহুদিন আপনার খোঁজ থাকবে না। আপনি একে একে সব ধারাবাহিক শেষ করবেন। যাবেন প্যাকেজ নাটকে। ওখানেও যমুনার জল দেখতে কালো বা এনায়েত আলীর ছাগল দেখে আপনি মুগ্ধ হবেন। তারা তিনজন দেখতে দেখতে খাট থেকে পড়ে যাবেন। শাওন , রিয়াজ, ফারুক,ডাক্তার এজাজ, চ্যালেঞ্জার, মনিরা মিঠু, মাসুম আজিজ বা স্বাধীন খসরু। এই মুখগুলো হয়ে যাবে আপনার স্বজন। ফারুকের জন্য আপনার মায়া লাগবে, ডা. এজাজের জন্য লাগবে। শাওনের জন্যও লাগবে। এক সময় আপনার নাটক দেখা শেষ হবে, কিন্তু আপনি অবাক হয়ে দেখবেন, এই মানুষগুলোকে আপনি আর কখনও অপছন্দ করতে পারবেন না। ফারুক হোসেনকে দেখলেই আপনার মতির কথা মনে পড়বে, তৈয়বের কথা মনে পড়বে। একসময় হুমায়ূন আহমেদ এর সমস্ত নাটক দেখা আপনার শেষ হয়ে যাবে। আতিপাতি করে খুঁজেও আপনি ইউটিউবে হুমায়ূনের আর একটা নাটকও খুঁজে পাবেন না। আপনার একটু দুঃখ দুঃখ লাগবে। আপনি এরপর নতুন নাটকগুলো দেখা শুরু করবেন। এবং, এরপরেই, শুরু হবে আসল খেলা। হুমায়ূন আহমেদ এর নাটক দেখার আগে আপনি যে নাটক দেখে হো হো করে হাসতেন, হুমায়ূনের নাটক দেখে ফেলার পর ঐ নাটকগুলো দেখে আপনি আর হাসতে পারবেন না। একটা, দুইটা, তিনটা। আপনি পাগলের মতো নাটক খুঁজতে থাকবেন। আপনি পাবেন না। একটাও পাবেন না। কারণ, ততদিনে হুমায়ূন আহমেদ আপনার হিউমারের লেভেল চেঞ্জ করে দিয়েছে, বদলে দিয়েছে আপনার মস্তিষ্কের মানচিত্র। আপনি মনের অজান্তেই মতি মিয়া খুঁজবেন, বৈদেশি খুঁজবেন, কৈতরি খুঁজবেন। কিন্তু মতি মিয়ার স্রষ্টা ভীষণ স্বার্থপর। সেই জাদুকর আপনাকে আসক্ত করে দিয়ে চলে গেসে। তৈরি করে গিয়েছে ভয়ঙ্কর একটা নেশার জগত। মার্কেট মনোপলি। আপনি একজন উন্মাদ ভোক্তা, অথচ মার্কেটে যোগান নাই। আপনি কিছুদিন রাগে গজগজ করবেন। তারপর আবার ফিরে যাবেন। বাকের ভাইয়ের কাছে। বদির কাছে। তিতলির কাছে। কঙ্কার কাছে। এই লুপ থেকে আপনি আর কখনোই বের হতে পারবেন না। মন খারাপের প্রহরে কখন যে অয়োময় দেখতে শুরু করেছেন, আপনি নিজেও বুঝতে পারবেন না। বিরক্তিকর কোন দুপুর কখন যে হাসতে হাসতে মহান চৈনিক চিকিৎসক ওয়াং পির সাথে পার করে দিয়েছেন, আপনি জানতেও পারবেন না। হুমায়ূন আহমেদ এর নাটক সেই মায়াবতী প্রেমিকার মতো, যার সাথে হাজারটা বিকেল কাটালেও মনে হয়, বড় কম সময় কাটানো হলো। যাদের বারবার ভালোবাসলেও মনে হয়, বড় কম ভালো বাসা হয়ে গেল যে!! হুমায়ূন আহমেদ এর নাটকের জগত একটা কারাগার। শঙ্খনীল কারাগার। যে কারাগারে বন্দি হলে মানুষ আর বের হতে পারে না। বের হতে চায়ও না। কিসের যেন অদ্ভুত এক মায়া, অদ্ভুত এক মুগ্ধতা এই কারাগারের মানুষজনকে মায়ায় বন্দি করে রাখে। যে মায়ার টানে বাইরের জগতটা অসহ্য মনে হয়। ২০১৫ থেকেই আমি এই শঙ্খনীল কারাগারের আরো একজন বন্দি। যদিও ঢোকার সময় জানতাম না, এই নন্দিত নরকে ঢোকার দরজা আছে কিন্তু বের হওয়ার কোনো রাস্তা নাই।
নাটকের বিষয় বস্তু ট্যাক্স দেওয়া। যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে দেশটা স্বাধীন হয়েছিল সেলক্ষ্যতো পূরণ হয়নি। সাধারণ মানুষের চাওয়া পাওয়ার মূল্য কোন সরকার একনো পযন্ত' দেয় নাই। কর সবাই দিতে চায়।জনগণ যদি দেখে যে আমার দেওয়া করের টাকার সঠিক ব্যবহার হয়েছে। দেশপ্রেমিক একটা শাসক খুবই প্রয়োজন।
হুমায়ূন আহমেদ স্যারের মাস্টারপিস আবিষ্কার। ভিন্ন ধর্মী নাটক তৈরি হুমায়ূন আহমেদ স্যারের শ্রেষ্ঠ গুনাবলি। কে অভিনয় করলো সেটা বড় কথা নয় হুমায়ূন আহমেদ স্যারের নাটক না দেখে উপায় নেই, ঠিক নেশার মত কাজ করে। ২৯-০১-২৩
অপেক্ষায় থাকি শুধু কবে স্যারের আরেক টা নাটক রিলিজ হবে,,প্রায় সব নাটক ই দেখা শেষ তাই অপেক্ষায় থাকি। হূমায়ন আহেমেদ (স্যার) বেচে থাকবেন তার সৃষ্টির জন্য আমাদের হৃদয়ে।
তিনি বেচে থাকলে এখনকার ছেলেরা ব্যাচেলর পয়েন্ট এর মতো নাটকে ঝুকতো ই না ❤️❤️❤️
বিচ্ছেদ রাখতে হয় নিজের মধ্যে, আর ছড়িয়ে দিতে সুখ
আহা আআসাদুজ্জামান নুর স্যারের এক একটা ডায়লগ যেন এক একটা বানী, খুব জ্ঞানী একজন মানুষ উনি❤️❤️❤️
আপনি ঠিকই বলেছেন ওনার কথা আমার রিদয়ে গেঁথে যায়। উনি সত্যিই একজন জ্ঞানী মানুষ
আল্লাহ্ কে ভয় পাও নাহ? তাকে ভয় পাবো কিসের জন্য তিনি দয়ার সাগর বিরাট ভুল করে ক্ষমা চাইলেও মাফ কইরা দেয়💙 লেখক কতটা মার্জিত ভাষা চয়ন ভঙ্গি💙
হুমায়ুন স্যার পৃথিবিতে এক মাত্র পরিচালক যার নাম দেখে সবাই নাটক দেখে। কে অভিনয় করল সেটা দেখার বিষয় না
nastik apnader sir...
Akdom thik bolecen
You are absolutely right.....
সহমত ঠিক বলেছেন
@@সোনারতরী-দ৬ফ তুই যে মহা বলদ আবুল ছাগল মূর্খ পোলা পান সেটা কি তুই জানিস
মরহুম হুমায়ূন স্যার বেঁচে থাকবেন তার সৃষ্টিতে ও আমাদের হৃদয়ে।
হুমায়ুন আহমেদ স্যার যদি আর ২০ টি বছর বেঁচে থাকার থাকতো তাহলে আমরা আরও কত সুন্দর সুন্দর গল্পের নাটক সিনেমা পাইতাম।❤
২৫-০৬-২০২৩ ইংরেজি
হুমায়ুন আহমেদের নাটকে এমন একটা আকর্ষণ আছে,যে নাটক বার বার দেখলেও মন ভরে না।
উড়ে যায় বকপক্ষী ১০০+ বার দেখেছি,এখনো দেখি
নেই কোন অশ্লীলতা নেই কোন অসামাজিকতা প্রিয় স্যার হুমায়ূন আহমেদের নাটক যেন অগণিত ফুলের মাঝে একটি রক্ত গোলাপ 🌹🌹০৯/০১/২০২৩ 🥀🥀
কত যে প্রিয় একজন লেখক ভাষায় প্রকাশ করা যায় না,,,
বাংলা নাটকের অমর কারিগর হুমায়ুন আহমেদ স্যার।
হুমায়ুন আহমেদ নেই
বাংলা নাটকও আর তেমন নেই
আসাদুজ্জামান স্যার একজন অনেক অনেক বড় মাপের শিল্পী। আমার খুবই প্রিয় শিল্পী। ভারত থেকে আমি উজ্জ্বল রায়।
এই সব নাটক চির নতুন।লেখকের জবাব নেই। ভারত থেকে ধন্যবাদ জানাই
যত দেখি ততই ভাবি এই বুঝি শেষ হয়ে গেল!
একটুর জন্যও বিরক্তি আসেনা। 👌👌
এতো ভালো লাগে কেনো হুমায়ুন আহমেদ এ-র নাটক!!!! 🥰🥰🥰
ফারুক আহমেদ স্যার কে একনজর দেখার জন্য অমর একুশে বইমেলা ২০২৩ এ গিয়েছিলাম, অবশেষে স্যারের সাথে দেখা ও কথা বলার সুযোগ হলো
আল্লাহ কে ভয় পাও না, না পাই না ওনি হলো দয়ার সাগর সকল ভুল ভ্রান্তি ক্ষমা করে দেন, কী সুন্দর বানী। আমি হুমায়ুন স্যারের সব নাটক গুলো দেখি মনের হুরাক করি, কমেন্ট টা রেখে দিলাম।😌🖤 ১২/০১/২০২৩
সহমত
প্রত্যকটি নাটক শিক্ষানীয়।কতকিছু যে শিখা যায়। খুব ভালো লাগে।
অসাধারন গল্প , আর শিক্ষা মূলক উক্তি । দারুন লাগলো । আমি ভারত থেকে হূমায়ুন স্যারের প্রায় সব নাটক গুলোই দেখি । 🎉
ধন্যবাদ চ্যানেল আইকে হুমায়ুন স্যারের নাটক আপলোড দেওয়ার জন্য। আরো অনেক হুমায়ুন আহমদের নতুন নাটক চাই।
আহ! কি নাটক কত কিছু শিখার আছে এই নাটকে,,আর কিছুটা সময় যদি বাঁচতেন হুমায়ুন আহমেদ স্যার
ফারুক আহমেদ একটা জিনিস 👌🥰💞
1_ স্যারের মেজাজ ভালো না এমনিতেই ধান্দা দেখছে 😂
2... যে নিজে লড়তে পারেনা সে অন্যের লড়াচরা বেশি দেখে 😂😂
3.. কিংবদন্তি এটা নাকি ইংরেজি থেকেও কঠিন 😂😂
অনেক মজার ডাইলগ রে 😂😂😂
সাধারণের মধ্যে অসাধারণ ♥️♥️♥️
স্যারের জন্য অনেক অনেক ভালবাসা❤️😘❤️
বাংলার সংস্কৃতিতে যদি এসব নাটক থাকতো তবে তা পুরো বিশ্বকে ছাপিয়ে যেত।হুমায়ুন স্যার এর নাটক গুলার ভাষা এত মাধুর্য, সুন্দর, মিষ্টি আর অতুলনীয় যেন ২৩ এ এসেও এর সৌন্দর্যতায় নিজেকে হারাই ফেলি।
১৯/১২/২০২৩
হুমায়ুন আহমেদ স্যার বাংলা নাটকে অদ্বিতীয়, 🖤🖤
অসাধারণ আমার সবচেয়ে প্রিয় নাটক হুমায়ুন আহমেদের, আরও অনেক বার দেখিছি,এখন কাতার থেকে দেখছি।রমদানুল কারীম।।।
যখন লেখা থাকেন হুমায়ূন আহমেদ পরিচালিত তখন অন্যরকম একটা আগ্রহ নিয়ে দেখি❤️
হুমায়ুন আহমেদ স্যারের নাটক মানেই ২-১ গান থাকবেই , গান গুলো অসাধারণ লাগে
কি জে মজা লাগে এইসব নাটক, বলে বুঝানো যাবেনা 😍
হুমায়ূন আহমেদ এর এক অসাধারণ আবিষ্কার হল "ফারুক আহমেদ " 😍
নুহাশপল্লী ঘুরে আসাতে এই নাটক দেখতে অন্য রকম লাগছে। সবকিছুই চেনা। আফসোস, মানুষটা আর নেই।
কত মানুষের জিবনে হুমায়ুন আহমেদ জে কতটা গুরুত্বপূর্ণ তা সার এর ভক্তদের কমেন্ট পরলেও বোঝা যায়
একজন হুমায়ূন আহমেদ আবার যে কবে আসবে বাংলাদেশে......❤❤❤
আবার দেখলাম
তাং 04/01/2023 ইং
হুমায়ন আহমেদ মানেই অসাধারণ কিছু ❤️❤️
দুজনিই আমার অনেক পছন্দের মানুষ। একজন হলো আসাদুজ্জামান নূর আংকেল। আরেক জন হলো নন্দিত নির্মাতা হুমায়ূন আহমেদ স্যার। যাদের গুনের কথা বলে শেষ করা যাবেনা।
হুমায়ুন স্যারের একেকটা নাটক যে কতবার
দেখলাম তাও নতুন লাগে কি মধুর বানী
Humayun sir....apni j ki chilen,,,,,,,,mahfuj vai,darun korechen...2024 ao dekhlam abar
কি বলব এক কথায় অসাধারণ ❤❤
""আপনেরে কেন ভয় করুম,আপনে পঙ্গু মানুষ,, ""😂😂😂😂😂
ও ভাই আমি সত্যিই বুঝাতে পারবো না কত মজা পাচ্ছি এই নাটকে সত্যিই আমার ভাষা নাই বুঝাবার পুরা নাটক দেখার আগে কমেন্ট না করে থাকতে পারলামনা। এত ভালো লাগে কেন এসব নাটক❤❤❤ 😂😂😂😂
হুমায়ুন স্যারের নাটক গুলো অসাধারণ ❤️
যা বাস্তবতা ফুটিয়ে তুলে,
নিজের কষ্ট, নিজের বিচ্ছেদ, নিজের মধ্যেয় রাখতে হয়, চড়িয়ে দিতে হয়না,চড়িয়ে দিতেহয় আনন্দ, অথবা এমন কিছু যা মানুষের কাযেআসে।
কি অমায়িক অভিনয় এবং গল্প🖤🖤 আমি টুকটাক লেখালেখি করি। সুযোগ হলে নাটক বানাবো।
Legends Humayun Ahmed never die
And legend kuddus boyati
Nostalgic
From NY 2022 December
নিজের এলাকার ভাষা যখন নাটকের সংলাপে বলে শুনতে অনেক ভালো লাগে।
দেখেছি ১০-০২-২০২৩ইং।
হুমায়ুন আহমেদ স্যারের নাটক মানেই নতুন কিছু ❤️
স্যার হুমায়ুন আহমেদ ❤️❤️
Legend Folk Singer Kuddus Boyatii & Writer Humanyun Ahmed..................
Aktu hasimuke thkar jonno sir er natok gula dki💔❤️
হুমায়ুন স্যার এর সব, সিনেমা-নাটক দেখা শেষ হয়ে গেছে।। অপেক্ষায় থাকি,, অদেখা কিছু খুজে পাওয়ার।।
আমরা গর্ব করে বলতে পারি। আমাদের একজন হুমায়ুন আহমেদ স্যার ছিলো।।।
বাংলাদেশের একজন অসাধারণ সাহিত্যিক হুমায়ূন আহমেদ স্যার।
রুপা নামটার সাথে জড়িয়ে আছে বহু হিমুর স্মৃতি।
স্যার হুমায়ুন আহমেদ বেঁচে থাকবেন এসব কালজয়ী নাটক এর মাধ্যমে!
সত্যিই স্যার হুমায়ুন আহমেদের নাটকগুলোর তুলনা হয়না।
ফারুক স্যারের নাটক দেখলেই বুঝতে পারি এটা লেখক হুমায়ুন আহাস্মেদ
আহ নাটক ঘুড়ে ফিরে হুমায়ুন আহমেদ স্যারের নাটক দেখি,,সাথে ফারুক আহমেদ বস এর নাটক
হুমায়ূন আহমেদ এর বানানো নাটকগুলো অনেকটা ড্রাগের মতো। একবার এই ড্রাগে আসক্ত হলে, আপনি এই যুগের নাটক আর ৫ মিনিটের জন্যও সহ্য করতে পারবেন না।
এই নাটকগুলোর লুপ আপনাকে একটা নির্দিষ্ট ফ্রেমে আটকে ফেলবে। আপনি কখনোই এই লুপ থেকে বের হতে পারবেন না।
আপনি বাকের ভাইয়ে আটকে যাবেন, বদিতে আটকে যাবেন, নক্ষত্রের রাতে আটকে যাবেন, অয়োময়ে আটকে যাবেন। আটকে যাবেন উড়ে যায় বকপক্ষীর তৈয়বে, আটকে যাবেন আজ রবিবারের মতি মিয়া বা বড় চাচাতে। বহুব্রীহি দেখার পর ঐ নাটকের একটা চরিত্রও আপনি মাথা থেকে বের করতে পারবেন না।
আগেই বলেছি, হুমায়ূন আহমেদ এর নাটক একটা ড্রাগ। একটা দিয়ে শুরু করবেন, এরপর বহুদিন আপনার খোঁজ থাকবে না। আপনি একে একে সব ধারাবাহিক শেষ করবেন। যাবেন প্যাকেজ নাটকে। ওখানেও যমুনার জল দেখতে কালো বা এনায়েত আলীর ছাগল দেখে আপনি মুগ্ধ হবেন। তারা তিনজন দেখতে দেখতে খাট থেকে পড়ে যাবেন।
শাওন , রিয়াজ, ফারুক,ডাক্তার এজাজ, চ্যালেঞ্জার, মনিরা মিঠু, মাসুম আজিজ বা স্বাধীন খসরু। এই মুখগুলো হয়ে যাবে আপনার স্বজন। ফারুকের জন্য আপনার মায়া লাগবে, ডা. এজাজের জন্য লাগবে। শাওনের জন্যও লাগবে। এক সময় আপনার নাটক দেখা শেষ হবে, কিন্তু আপনি অবাক হয়ে দেখবেন, এই মানুষগুলোকে আপনি আর কখনও অপছন্দ করতে পারবেন না। ফারুক হোসেনকে দেখলেই আপনার মতির কথা মনে পড়বে, তৈয়বের কথা মনে পড়বে।
একসময় হুমায়ূন আহমেদ এর সমস্ত নাটক দেখা আপনার শেষ হয়ে যাবে। আতিপাতি করে খুঁজেও আপনি ইউটিউবে হুমায়ূনের আর একটা নাটকও খুঁজে পাবেন না। আপনার একটু দুঃখ দুঃখ লাগবে। আপনি এরপর নতুন নাটকগুলো দেখা শুরু করবেন।
এবং, এরপরেই, শুরু হবে আসল খেলা।
হুমায়ূন আহমেদ এর নাটক দেখার আগে আপনি যে নাটক দেখে হো হো করে হাসতেন, হুমায়ূনের নাটক দেখে ফেলার পর ঐ নাটকগুলো দেখে আপনি আর হাসতে পারবেন না। একটা, দুইটা, তিনটা। আপনি পাগলের মতো নাটক খুঁজতে থাকবেন। আপনি পাবেন না। একটাও পাবেন না।
কারণ, ততদিনে হুমায়ূন আহমেদ আপনার হিউমারের লেভেল চেঞ্জ করে দিয়েছে, বদলে দিয়েছে আপনার মস্তিষ্কের মানচিত্র।
আপনি মনের অজান্তেই মতি মিয়া খুঁজবেন, বৈদেশি খুঁজবেন, কৈতরি খুঁজবেন। কিন্তু মতি মিয়ার স্রষ্টা ভীষণ স্বার্থপর। সেই জাদুকর আপনাকে আসক্ত করে দিয়ে চলে গেসে। তৈরি করে গিয়েছে ভয়ঙ্কর একটা নেশার জগত। মার্কেট মনোপলি। আপনি একজন উন্মাদ ভোক্তা, অথচ মার্কেটে যোগান নাই। আপনি কিছুদিন রাগে গজগজ করবেন। তারপর আবার ফিরে যাবেন। বাকের ভাইয়ের কাছে। বদির কাছে। তিতলির কাছে। কঙ্কার কাছে।
এই লুপ থেকে আপনি আর কখনোই বের হতে পারবেন না। মন খারাপের প্রহরে কখন যে অয়োময় দেখতে শুরু করেছেন, আপনি নিজেও বুঝতে পারবেন না। বিরক্তিকর কোন দুপুর কখন যে হাসতে হাসতে মহান চৈনিক চিকিৎসক ওয়াং পির সাথে পার করে দিয়েছেন, আপনি জানতেও পারবেন না।
হুমায়ূন আহমেদ এর নাটক সেই মায়াবতী প্রেমিকার মতো, যার সাথে হাজারটা বিকেল কাটালেও মনে হয়, বড় কম সময় কাটানো হলো। যাদের বারবার ভালোবাসলেও মনে হয়, বড় কম ভালো বাসা হয়ে গেল যে!!
হুমায়ূন আহমেদ এর নাটকের জগত একটা কারাগার। শঙ্খনীল কারাগার। যে কারাগারে বন্দি হলে মানুষ আর বের হতে পারে না। বের হতে চায়ও না। কিসের যেন অদ্ভুত এক মায়া, অদ্ভুত এক মুগ্ধতা এই কারাগারের মানুষজনকে মায়ায় বন্দি করে রাখে। যে মায়ার টানে বাইরের জগতটা অসহ্য মনে হয়।
২০১৫ থেকেই আমি এই শঙ্খনীল কারাগারের আরো একজন বন্দি। যদিও ঢোকার সময় জানতাম না, এই নন্দিত নরকে ঢোকার দরজা আছে কিন্তু বের হওয়ার কোনো রাস্তা নাই।
@@shipan
একদম রাইট ওনার নাটক প্রায় সব দেখা হয়ে গেছে, ঘুড়ে ফিরে আবার দেখি
শামীম শাহেদের অভিনয় খুবই ভালো
হুমায়ুন আহম্মেদের বিকল্প আর কখনোই আসবে না
মাজনুন মিজান খুব ভালো অভিনেতা
❤❤❤❤sir besttt
সত্যই সুন্দর।। হুমায়ূন আহমেদ
ভালোবাসা ভালোবেসে ভালোবাসাকে বেধে যে রাখে
যুগে যুগে এমন হুমায়ুন আহমেদ আর আসবে না ❤
মেয়ে দেখলেই প্রেমে পড়ে যায় এই স্বভাবটার তৈয়ব ভাইয়ের গেল না 😂😂😂😂
😂
অসাধারণ। ট্যাক্স নিয়ে নাটক😮
আমি ট্যাক্স দিতে আগ্রহী, যদি সরকার ব্যাবসা করার সঠিক নিরাপ্র্যত্যা দিন
হুমায়ুন আহমেদ নাটক অসাধারন লাগলো
16:28 mind blowing 🎉❤
❤❤❤
অসাধারণ নাটক
কুদ্দুস বয়াতীর অভিনয় টা অসাধারণ ছিল
Humayun Ahmed was a legend.
কিংবদন্তি আসাদুজ্জামান নূর ❤
মুগ্ধ❤️❤️
সত্যি অসাধারণ 😯
নাটকের বিষয় বস্তু ট্যাক্স দেওয়া। যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে দেশটা স্বাধীন হয়েছিল সেলক্ষ্যতো পূরণ হয়নি। সাধারণ মানুষের চাওয়া পাওয়ার মূল্য কোন সরকার একনো পযন্ত' দেয় নাই। কর সবাই দিতে চায়।জনগণ যদি দেখে যে আমার দেওয়া করের টাকার সঠিক ব্যবহার হয়েছে। দেশপ্রেমিক একটা শাসক খুবই প্রয়োজন।
নায়ক ও নায়িকা ছাড়া কোনো নাটক সুন্দর হয়,তা হুমায়ুন স্যার এর নাটক
হুমায়ূন আহমেদ স্যার❤️
He was legend and his writings are legendary.What a song!
কি অসাধারণ কনটেন্ট আহ্
এদেশ কে দেশের জনগণ ঠিকই ভালোবাসে
শুধু ভালোবাসেনা আমলা,মন্ত্রী রা দুঃখ জনক বিষয়
কি হবে ট্যাক্স দিয়ে বিদেশ পাচার করার জন্য 😭
👍👍👍
হুমায়ুন আহমেদ স্যারের নাটকের প্রেমে যে একবার পড়েছে।তার অন্য কোন নাটক আর ভাল লাগবে না।
Right vai akdom amar moner kotha bolecen
Daily,All natok Review Kory dekhi
সহমত😊
খুব ভালো ।
সেদিন জাদুর বাক্সে হুমায়ুন আহমেদ ছিল না। শায়িত ছিল বাংলা নাট্য,উপন্যাস জগৎ এর বাদশা। 😢😢
Humayun Ahmed sirer natok gulo oshadharon
অনেক বছর পর হুমায়ুন স্যারের নতুন নাটক
তার মানে কোন ছেলের সাথে লটরপটর নেই, লটরপটর থাকলে মোবাইল থাকতো😁
আমারে দমক দিয়া লাব নাই এখন আমি আপনারে বই পাইনা আমি বই পাই সাপ আর সরবত রে হাইরে কত সুন্দর নাটক ২বার দেখলাম তার পরে বিউ হইনা এত দিন হয়ে গেলো❤
বাঁশি ওয়ালা আমাদের এলাকার কাকা
Humayun sir
watched
13 January, 2024
Onek sundr natok
আমাদের একজন হুমায়ুন আহমেদ ছিলো
অসাধারণ ❤
Chamchamy baad den Mia shab!
রূপের সাথে যুক্ত হয়েছে বিদ্যা।
একেই বলে সোনায় সোহাগা। সোহাগা কি জিনিস??? লেখাপড়া আরো বাড়াতে হবে🤣🤣🤣🤣🤣🤣
চাপা কষ্টের মতো, এই নাটকে চাপা হাসি😅😅😅😅
কে কে আমার মত হমায়ুন আহমদের নাটকগুলো তার নাম লিখে সার্চ করে দেখেন???
হুমায়ূন স্যার একজন লিজেন্ড ছিলেন🖤 এই কমেন্ট টা রেখে গেলাম সময়ের অসীম পর্যন্ত থাকুক এই কমেন্ট 🖤
হুমায়ূন আহমেদ স্যারের মাস্টারপিস আবিষ্কার। ভিন্ন ধর্মী নাটক তৈরি হুমায়ূন আহমেদ স্যারের শ্রেষ্ঠ গুনাবলি।
কে অভিনয় করলো সেটা বড় কথা নয়
হুমায়ূন আহমেদ স্যারের নাটক না দেখে উপায় নেই, ঠিক নেশার মত কাজ করে।
২৯-০১-২৩
খুব সুন্দর 💖