রুপার ঘন্টা | Natok | Humayun Ahmed | Sifat e Tahsin | Faruk Ahmed | Maznum Mizan | Asaduzzaman Noor

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 239

  • @painlessdipu2713
    @painlessdipu2713 Год назад +46

    অপেক্ষায় থাকি শুধু কবে স্যারের আরেক টা নাটক রিলিজ হবে,,প্রায় সব নাটক ই দেখা শেষ তাই অপেক্ষায় থাকি। হূমায়ন আহেমেদ (স্যার) বেচে থাকবেন তার সৃষ্টির জন্য আমাদের হৃদয়ে।
    তিনি বেচে থাকলে এখনকার ছেলেরা ব্যাচেলর পয়েন্ট এর মতো নাটকে ঝুকতো ই না ❤️❤️❤️

  • @painlessdipu2713
    @painlessdipu2713 Год назад +23

    বিচ্ছেদ রাখতে হয় নিজের মধ্যে, আর ছড়িয়ে দিতে সুখ
    আহা আআসাদুজ্জামান নুর স্যারের এক একটা ডায়লগ যেন এক একটা বানী, খুব জ্ঞানী একজন মানুষ উনি❤️❤️❤️

    • @SohelRana-ck9og
      @SohelRana-ck9og Год назад +1

      আপনি ঠিকই বলেছেন ওনার কথা আমার রিদয়ে গেঁথে যায়। উনি সত্যিই একজন জ্ঞানী মানুষ

  • @ehtuhin8070
    @ehtuhin8070 Год назад +17

    আল্লাহ্ কে ভয় পাও নাহ? তাকে ভয় পাবো কিসের জন্য তিনি দয়ার সাগর বিরাট ভুল করে ক্ষমা চাইলেও মাফ কইরা দেয়💙 লেখক কতটা মার্জিত ভাষা চয়ন ভঙ্গি💙

  • @etyaktar4877
    @etyaktar4877 Год назад +168

    হুমায়ুন স্যার পৃথিবিতে এক মাত্র পরিচালক যার নাম দেখে সবাই নাটক দেখে। কে অভিনয় করল সেটা দেখার বিষয় না

    • @সোনারতরী-দ৬ফ
      @সোনারতরী-দ৬ফ Год назад +1

      nastik apnader sir...

    • @sabitryraj5536
      @sabitryraj5536 Год назад +2

      Akdom thik bolecen

    • @mdaminur9268
      @mdaminur9268 Год назад +2

      You are absolutely right.....

    • @bmia5790
      @bmia5790 Год назад +2

      সহমত ঠিক বলেছেন

    • @bmia5790
      @bmia5790 Год назад

      @@সোনারতরী-দ৬ফ তুই যে মহা বলদ আবুল ছাগল মূর্খ পোলা পান সেটা কি তুই জানিস

  • @সৈয়দনোমান
    @সৈয়দনোমান Год назад +37

    মরহুম হুমায়ূন স্যার বেঁচে থাকবেন তার সৃষ্টিতে ও আমাদের হৃদয়ে।

  • @joynalabeden893
    @joynalabeden893 Год назад +14

    হুমায়ুন আহমেদ স্যার যদি আর ২০ টি বছর বেঁচে থাকার থাকতো তাহলে আমরা আরও কত সুন্দর সুন্দর গল্পের নাটক সিনেমা পাইতাম।❤
    ২৫-০৬-২০২৩ ইংরেজি

  • @kabirsiddik7877
    @kabirsiddik7877 Год назад +15

    হুমায়ুন আহমেদের নাটকে এমন একটা আকর্ষণ আছে,যে নাটক বার বার দেখলেও মন ভরে না।
    উড়ে যায় বকপক্ষী ১০০+ বার দেখেছি,এখনো দেখি

  • @HelloBangladeshAlone
    @HelloBangladeshAlone Год назад +53

    নেই কোন অশ্লীলতা নেই কোন অসামাজিকতা প্রিয় স্যার হুমায়ূন আহমেদের নাটক যেন অগণিত ফুলের মাঝে একটি রক্ত গোলাপ 🌹🌹০৯/০১/২০২৩ 🥀🥀

    • @liunirozario6906
      @liunirozario6906 Год назад +3

      কত যে প্রিয় একজন লেখক ভাষায় প্রকাশ করা যায় না,,,

    • @kabirsiddik7877
      @kabirsiddik7877 Год назад +1

      বাংলা নাটকের অমর কারিগর হুমায়ুন আহমেদ স্যার।
      হুমায়ুন আহমেদ নেই
      বাংলা নাটকও আর তেমন নেই

  • @UjjwalRoy-r5h
    @UjjwalRoy-r5h 10 месяцев назад +7

    আসাদুজ্জামান স্যার একজন অনেক অনেক বড় মাপের শিল্পী। আমার খুবই প্রিয় শিল্পী। ভারত থেকে আমি উজ্জ্বল রায়।

  • @rajsekhardhar2246
    @rajsekhardhar2246 Год назад +14

    এই সব নাটক চির নতুন।লেখকের জবাব নেই। ভারত থেকে ধন্যবাদ জানাই

  • @palashakash1311
    @palashakash1311 Год назад +22

    যত দেখি ততই ভাবি এই বুঝি শেষ হয়ে গেল!
    একটুর জন্যও বিরক্তি আসেনা। 👌👌

  • @rabeyashanta4382
    @rabeyashanta4382 Год назад +17

    এতো ভালো লাগে কেনো হুমায়ুন আহমেদ এ-র নাটক!!!! 🥰🥰🥰

  • @mdhasanmia173
    @mdhasanmia173 Год назад +11

    ফারুক আহমেদ স্যার কে একনজর দেখার জন্য অমর একুশে বইমেলা ২০২৩ এ গিয়েছিলাম, অবশেষে স্যারের সাথে দেখা ও কথা বলার সুযোগ হলো

  • @robinhood9821
    @robinhood9821 Год назад +12

    আল্লাহ কে ভয় পাও না, না পাই না ওনি হলো দয়ার সাগর সকল ভুল ভ্রান্তি ক্ষমা করে দেন, কী সুন্দর বানী। আমি হুমায়ুন স্যারের সব নাটক গুলো দেখি মনের হুরাক করি, কমেন্ট টা রেখে দিলাম।😌🖤 ১২/০১/২০২৩

  • @subornabis.bis.4001
    @subornabis.bis.4001 10 месяцев назад +4

    প্রত্যকটি নাটক শিক্ষানীয়।কতকিছু যে শিখা যায়। খুব ভালো লাগে।

  • @UjjwalRoy-r5h
    @UjjwalRoy-r5h 10 месяцев назад +2

    অসাধারন গল্প , আর শিক্ষা মূলক উক্তি । দারুন লাগলো । আমি ভারত থেকে হূমায়ুন স্যারের প্রায় সব নাটক গুলোই দেখি । 🎉

  • @lutfortechstory4696
    @lutfortechstory4696 Год назад +6

    ধন্যবাদ চ্যানেল আইকে হুমায়ুন স্যারের নাটক আপলোড দেওয়ার জন্য। আরো অনেক হুমায়ুন আহমদের নতুন নাটক চাই।

  • @Bhuiyan-bc3iw
    @Bhuiyan-bc3iw Год назад +8

    আহ! কি নাটক কত কিছু শিখার আছে এই নাটকে,,আর কিছুটা সময় যদি বাঁচতেন হুমায়ুন আহমেদ স্যার

  • @syedtariqhossainjah2463
    @syedtariqhossainjah2463 Год назад +7

    ফারুক আহমেদ একটা জিনিস 👌🥰💞

  • @jakirahmed5103
    @jakirahmed5103 Год назад +18

    1_ স‍্যারের মেজাজ ভালো না এমনিতেই ধান্দা দেখছে 😂
    2... যে নিজে লড়তে পারেনা সে অন‍্যের লড়াচরা বেশি দেখে 😂😂
    3.. কিংবদন্তি এটা নাকি ইংরেজি থেকেও কঠিন 😂😂
    অনেক মজার ডাইলগ রে 😂😂😂

  • @mohsinmahmood9350
    @mohsinmahmood9350 Год назад +7

    সাধারণের মধ্যে অসাধারণ ♥️♥️♥️

  • @RahulDas-zh7pc
    @RahulDas-zh7pc Год назад +10

    স্যারের জন্য অনেক অনেক ভালবাসা❤️😘❤️

  • @Nex_Tech
    @Nex_Tech 11 месяцев назад +2

    বাংলার সংস্কৃতিতে যদি এসব নাটক থাকতো তবে তা পুরো বিশ্বকে ছাপিয়ে যেত।হুমায়ুন স্যার এর নাটক গুলার ভাষা এত মাধুর্য, সুন্দর, মিষ্টি আর অতুলনীয় যেন ২৩ এ এসেও এর সৌন্দর্যতায় নিজেকে হারাই ফেলি।
    ১৯/১২/২০২৩

  • @mdkawser5418
    @mdkawser5418 Год назад +5

    হুমায়ুন আহমেদ স্যার বাংলা নাটকে অদ্বিতীয়, 🖤🖤

  • @sheikhkamrulislam325
    @sheikhkamrulislam325 Год назад +1

    অসাধারণ আমার সবচেয়ে প্রিয় নাটক হুমায়ুন আহমেদের, আরও অনেক বার দেখিছি,এখন কাতার থেকে দেখছি।রমদানুল কারীম।।।

  • @mdmainbuiya
    @mdmainbuiya Год назад +2

    যখন লেখা থাকেন হুমায়ূন আহমেদ পরিচালিত তখন অন্যরকম একটা আগ্রহ নিয়ে দেখি❤️

  • @mdhasanmia173
    @mdhasanmia173 Год назад +1

    হুমায়ুন আহমেদ স্যারের নাটক মানেই ২-১ গান থাকবেই , গান গুলো অসাধারণ লাগে

  • @nolan4192
    @nolan4192 Год назад +23

    কি জে মজা লাগে এইসব নাটক, বলে বুঝানো যাবেনা 😍

  • @shahidbro1878
    @shahidbro1878 Год назад +13

    হুমায়ূন আহমেদ এর এক অসাধারণ আবিষ্কার হল "ফারুক আহমেদ " 😍

  • @moinkhan3731
    @moinkhan3731 Год назад +2

    নুহাশপল্লী ঘুরে আসাতে এই নাটক দেখতে অন্য রকম লাগছে। সবকিছুই চেনা। আফসোস, মানুষটা আর নেই।

  • @faysalislam4485
    @faysalislam4485 Год назад +10

    কত মানুষের জিবনে হুমায়ুন আহমেদ জে কতটা গুরুত্বপূর্ণ তা সার এর ভক্তদের কমেন্ট পরলেও বোঝা যায়

  • @deluarhossain3827
    @deluarhossain3827 Год назад +2

    একজন হুমায়ূন আহমেদ আবার যে কবে আসবে বাংলাদেশে......❤❤❤

  • @MdYousuf-rh5oc
    @MdYousuf-rh5oc Год назад +4

    আবার দেখলাম
    তাং 04/01/2023 ইং
    হুমায়ন আহমেদ মানেই অসাধারণ কিছু ❤️❤️

  • @SohelRana-ck9og
    @SohelRana-ck9og Год назад +4

    দুজনিই আমার অনেক পছন্দের মানুষ। একজন হলো আসাদুজ্জামান নূর আংকেল। আরেক জন হলো নন্দিত নির্মাতা হুমায়ূন আহমেদ স্যার। যাদের গুনের কথা বলে শেষ করা যাবেনা।

  • @mdomor8924
    @mdomor8924 Год назад +2

    হুমায়ুন স্যারের একেকটা নাটক যে কতবার
    দেখলাম তাও নতুন লাগে কি মধুর বানী

  • @babulkarmakar6346
    @babulkarmakar6346 10 месяцев назад +1

    Humayun sir....apni j ki chilen,,,,,,,,mahfuj vai,darun korechen...2024 ao dekhlam abar

  • @madhalimstudio6559
    @madhalimstudio6559 Год назад +3

    কি বলব এক কথায় অসাধারণ ❤❤

  • @samiakhanom1764
    @samiakhanom1764 Год назад +2

    ""আপনেরে কেন ভয় করুম,আপনে পঙ্গু মানুষ,, ""😂😂😂😂😂

  • @jakirahmed5103
    @jakirahmed5103 Год назад +4

    ও ভাই আমি সত্যিই বুঝাতে পারবো না কত মজা পাচ্ছি এই নাটকে সত্যিই আমার ভাষা নাই বুঝাবার পুরা নাটক দেখার আগে কমেন্ট না করে থাকতে পারলামনা। এত ভালো লাগে কেন এসব নাটক❤❤❤ 😂😂😂😂

  • @Muhammad..130
    @Muhammad..130 Год назад +2

    হুমায়ুন স্যারের নাটক গুলো অসাধারণ ❤️
    যা বাস্তবতা ফুটিয়ে তুলে,

  • @mofazzelhussein
    @mofazzelhussein Год назад +2

    নিজের কষ্ট, নিজের বিচ্ছেদ, নিজের মধ্যেয় রাখতে হয়, চড়িয়ে দিতে হয়না,চড়িয়ে দিতেহয় আনন্দ, অথবা এমন কিছু যা মানুষের কাযেআসে।

  • @nasimkabir4927
    @nasimkabir4927 Год назад +4

    কি অমায়িক অভিনয় এবং গল্প🖤🖤 আমি টুকটাক লেখালেখি করি। সুযোগ হলে নাটক বানাবো।

  • @khaledhussain5121
    @khaledhussain5121 Год назад +6

    Legends Humayun Ahmed never die
    And legend kuddus boyati
    Nostalgic
    From NY 2022 December

  • @mdadnanasif3805
    @mdadnanasif3805 Год назад +2

    নিজের এলাকার ভাষা যখন নাটকের সংলাপে বলে শুনতে অনেক ভালো লাগে।

  • @md.saalimuddinjaflongsylhet
    @md.saalimuddinjaflongsylhet Год назад +2

    দেখেছি ১০-০২-২০২৩ইং।
    হুমায়ুন আহমেদ স্যারের নাটক মানেই নতুন কিছু ❤️

  • @EHNayeem-qj8hi
    @EHNayeem-qj8hi 7 месяцев назад +1

    স্যার হুমায়ুন আহমেদ ❤️❤️

  • @MrRaj112
    @MrRaj112 9 месяцев назад +1

    Legend Folk Singer Kuddus Boyatii & Writer Humanyun Ahmed..................

  • @accountaccount8710
    @accountaccount8710 Год назад +2

    Aktu hasimuke thkar jonno sir er natok gula dki💔❤️

  • @AhsanHabib-fo9bp
    @AhsanHabib-fo9bp Год назад +2

    হুমায়ুন স্যার এর সব, সিনেমা-নাটক দেখা শেষ হয়ে গেছে।। অপেক্ষায় থাকি,, অদেখা কিছু খুজে পাওয়ার।।

  • @md.saalimuddinjaflongsylhet
    @md.saalimuddinjaflongsylhet Год назад +6

    আমরা গর্ব করে বলতে পারি। আমাদের একজন হুমায়ুন আহমেদ স্যার ছিলো।।।

  • @sowrovbasak9827
    @sowrovbasak9827 9 месяцев назад

    বাংলাদেশের একজন অসাধারণ সাহিত্যিক হুমায়ূন আহমেদ স্যার।

  • @Bipul7
    @Bipul7 Год назад +8

    রুপা নামটার সাথে জড়িয়ে আছে বহু হিমুর স্মৃতি।

  • @kushiaratv3688
    @kushiaratv3688 10 месяцев назад +2

    স্যার হুমায়ুন আহমেদ বেঁচে থাকবেন এসব কালজয়ী নাটক এর মাধ্যমে!

  • @mahdihasan5727
    @mahdihasan5727 Год назад +2

    সত্যিই স্যার হুমায়ুন আহমেদের নাটকগুলোর তুলনা হয়না।

  • @shohugmiya6092
    @shohugmiya6092 Год назад +15

    ফারুক স্যারের নাটক দেখলেই বুঝতে পারি এটা লেখক হুমায়ুন আহাস্মেদ

  • @SingleLifeGoodBoy
    @SingleLifeGoodBoy Год назад +4

    আহ নাটক ঘুড়ে ফিরে হুমায়ুন আহমেদ স্যারের নাটক দেখি,,সাথে ফারুক আহমেদ বস এর নাটক

    • @shipan
      @shipan Год назад +1

      হুমায়ূন আহমেদ এর বানানো নাটকগুলো অনেকটা ড্রাগের মতো। একবার এই ড্রাগে আসক্ত হলে, আপনি এই যুগের নাটক আর ৫ মিনিটের জন্যও সহ্য করতে পারবেন না।
      এই নাটকগুলোর লুপ আপনাকে একটা নির্দিষ্ট ফ্রেমে আটকে ফেলবে। আপনি কখনোই এই লুপ থেকে বের হতে পারবেন না।
      আপনি বাকের ভাইয়ে আটকে যাবেন, বদিতে আটকে যাবেন, নক্ষত্রের রাতে আটকে যাবেন, অয়োময়ে আটকে যাবেন। আটকে যাবেন উড়ে যায় বকপক্ষীর তৈয়বে, আটকে যাবেন আজ রবিবারের মতি মিয়া বা বড় চাচাতে। বহুব্রীহি দেখার পর ঐ নাটকের একটা চরিত্রও আপনি মাথা থেকে বের করতে পারবেন না।
      আগেই বলেছি, হুমায়ূন আহমেদ এর নাটক একটা ড্রাগ। একটা দিয়ে শুরু করবেন, এরপর বহুদিন আপনার খোঁজ থাকবে না। আপনি একে একে সব ধারাবাহিক শেষ করবেন। যাবেন প্যাকেজ নাটকে। ওখানেও যমুনার জল দেখতে কালো বা এনায়েত আলীর ছাগল দেখে আপনি মুগ্ধ হবেন। তারা তিনজন দেখতে দেখতে খাট থেকে পড়ে যাবেন।
      শাওন , রিয়াজ, ফারুক,ডাক্তার এজাজ, চ্যালেঞ্জার, মনিরা মিঠু, মাসুম আজিজ বা স্বাধীন খসরু। এই মুখগুলো হয়ে যাবে আপনার স্বজন। ফারুকের জন্য আপনার মায়া লাগবে, ডা. এজাজের জন্য লাগবে। শাওনের জন্যও লাগবে। এক সময় আপনার নাটক দেখা শেষ হবে, কিন্তু আপনি অবাক হয়ে দেখবেন, এই মানুষগুলোকে আপনি আর কখনও অপছন্দ করতে পারবেন না। ফারুক হোসেনকে দেখলেই আপনার মতির কথা মনে পড়বে, তৈয়বের কথা মনে পড়বে।
      একসময় হুমায়ূন আহমেদ এর সমস্ত নাটক দেখা আপনার শেষ হয়ে যাবে। আতিপাতি করে খুঁজেও আপনি ইউটিউবে হুমায়ূনের আর একটা নাটকও খুঁজে পাবেন না। আপনার একটু দুঃখ দুঃখ লাগবে। আপনি এরপর নতুন নাটকগুলো দেখা শুরু করবেন।
      এবং, এরপরেই, শুরু হবে আসল খেলা।
      হুমায়ূন আহমেদ এর নাটক দেখার আগে আপনি যে নাটক দেখে হো হো করে হাসতেন, হুমায়ূনের নাটক দেখে ফেলার পর ঐ নাটকগুলো দেখে আপনি আর হাসতে পারবেন না। একটা, দুইটা, তিনটা। আপনি পাগলের মতো নাটক খুঁজতে থাকবেন। আপনি পাবেন না। একটাও পাবেন না।
      কারণ, ততদিনে হুমায়ূন আহমেদ আপনার হিউমারের লেভেল চেঞ্জ করে দিয়েছে, বদলে দিয়েছে আপনার মস্তিষ্কের মানচিত্র।
      আপনি মনের অজান্তেই মতি মিয়া খুঁজবেন, বৈদেশি খুঁজবেন, কৈতরি খুঁজবেন। কিন্তু মতি মিয়ার স্রষ্টা ভীষণ স্বার্থপর। সেই জাদুকর আপনাকে আসক্ত করে দিয়ে চলে গেসে। তৈরি করে গিয়েছে ভয়ঙ্কর একটা নেশার জগত। মার্কেট মনোপলি। আপনি একজন উন্মাদ ভোক্তা, অথচ মার্কেটে যোগান নাই। আপনি কিছুদিন রাগে গজগজ করবেন। তারপর আবার ফিরে যাবেন। বাকের ভাইয়ের কাছে। বদির কাছে। তিতলির কাছে। কঙ্কার কাছে।
      এই লুপ থেকে আপনি আর কখনোই বের হতে পারবেন না। মন খারাপের প্রহরে কখন যে অয়োময় দেখতে শুরু করেছেন, আপনি নিজেও বুঝতে পারবেন না। বিরক্তিকর কোন দুপুর কখন যে হাসতে হাসতে মহান চৈনিক চিকিৎসক ওয়াং পির সাথে পার করে দিয়েছেন, আপনি জানতেও পারবেন না।
      হুমায়ূন আহমেদ এর নাটক সেই মায়াবতী প্রেমিকার মতো, যার সাথে হাজারটা বিকেল কাটালেও মনে হয়, বড় কম সময় কাটানো হলো। যাদের বারবার ভালোবাসলেও মনে হয়, বড় কম ভালো বাসা হয়ে গেল যে!!
      হুমায়ূন আহমেদ এর নাটকের জগত একটা কারাগার। শঙ্খনীল কারাগার। যে কারাগারে বন্দি হলে মানুষ আর বের হতে পারে না। বের হতে চায়ও না। কিসের যেন অদ্ভুত এক মায়া, অদ্ভুত এক মুগ্ধতা এই কারাগারের মানুষজনকে মায়ায় বন্দি করে রাখে। যে মায়ার টানে বাইরের জগতটা অসহ্য মনে হয়।
      ২০১৫ থেকেই আমি এই শঙ্খনীল কারাগারের আরো একজন বন্দি। যদিও ঢোকার সময় জানতাম না, এই নন্দিত নরকে ঢোকার দরজা আছে কিন্তু বের হওয়ার কোনো রাস্তা নাই।

    • @SingleLifeGoodBoy
      @SingleLifeGoodBoy Год назад

      @@shipan
      একদম রাইট ওনার নাটক প্রায় সব দেখা হয়ে গেছে, ঘুড়ে ফিরে আবার দেখি

  • @bmia5790
    @bmia5790 Год назад +1

    শামীম শাহেদের অভিনয় খুবই ভালো

  • @mdmohsinranaofficial
    @mdmohsinranaofficial Год назад +1

    হুমায়ুন আহম্মেদের বিকল্প আর কখনোই আসবে না

  • @ItsMe_Anwar
    @ItsMe_Anwar Год назад +2

    মাজনুন মিজান খুব ভালো অভিনেতা

  • @mursedkhan9676
    @mursedkhan9676 9 месяцев назад +1

    ❤❤❤❤sir besttt

  • @DelowarHossain-k9z
    @DelowarHossain-k9z 11 месяцев назад +1

    সত্যই সুন্দর।। হুমায়ূন আহমেদ

  • @MdRakib-pd9jx
    @MdRakib-pd9jx Год назад +2

    ভালোবাসা ভালোবেসে ভালোবাসাকে বেধে যে রাখে

  • @amcenterprise944
    @amcenterprise944 Год назад +2

    যুগে যুগে এমন হুমায়ুন আহমেদ আর আসবে না ❤

  • @rovershihabmollah3817
    @rovershihabmollah3817 Год назад +5

    মেয়ে দেখলেই প্রেমে পড়ে যায় এই স্বভাবটার তৈয়ব ভাইয়ের গেল না 😂😂😂😂

  • @kbuddin7142
    @kbuddin7142 10 месяцев назад +1

    অসাধারণ। ট্যাক্স নিয়ে নাটক😮

  • @mahbubshakil6467
    @mahbubshakil6467 Год назад +3

    আমি ট্যাক্স দিতে আগ্রহী, যদি সরকার ব্যাবসা করার সঠিক নিরাপ্র্যত্যা দিন

  • @afjalhussain9924
    @afjalhussain9924 Год назад +1

    হুমায়ুন আহমেদ নাটক অসাধারন লাগলো

  • @Afrinn_
    @Afrinn_ 11 месяцев назад +1

    16:28 mind blowing 🎉❤

  • @sumanalikhan4703
    @sumanalikhan4703 Год назад +1

    ❤❤❤
    অসাধারণ নাটক

  • @kbmedia4148
    @kbmedia4148 9 месяцев назад

    কুদ্দুস বয়াতীর অভিনয় টা অসাধারণ ছিল

  • @tasnimulhasanakib4971
    @tasnimulhasanakib4971 Год назад +3

    Humayun Ahmed was a legend.

  • @salman2083
    @salman2083 27 дней назад

    কিংবদন্তি আসাদুজ্জামান নূর ❤

  • @ujjalkumar5107
    @ujjalkumar5107 10 месяцев назад +1

    মুগ্ধ❤️❤️

  • @Akash_1510
    @Akash_1510 Год назад +1

    সত্যি অসাধারণ 😯

  • @alfazalfaz597
    @alfazalfaz597 Год назад +3

    নাটকের বিষয় বস্তু ট্যাক্স দেওয়া। যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে দেশটা স্বাধীন হয়েছিল সেলক্ষ্যতো পূরণ হয়নি। সাধারণ মানুষের চাওয়া পাওয়ার মূল্য কোন সরকার একনো পযন্ত' দেয় নাই। কর সবাই দিতে চায়।জনগণ যদি দেখে যে আমার দেওয়া করের টাকার সঠিক ব্যবহার হয়েছে। দেশপ্রেমিক একটা শাসক খুবই প্রয়োজন।

  • @bengaliculture02021
    @bengaliculture02021 Год назад +2

    নায়ক ও নায়িকা ছাড়া কোনো নাটক সুন্দর হয়,তা হুমায়ুন স্যার এর নাটক

  • @dhritibbasu7856
    @dhritibbasu7856 Год назад +1

    হুমায়ূন আহমেদ স্যার❤️

  • @tasnimulhasanakib4971
    @tasnimulhasanakib4971 Год назад +2

    He was legend and his writings are legendary.What a song!

  • @bmia5790
    @bmia5790 Год назад +1

    কি অসাধারণ কনটেন্ট আহ্

  • @nuruzzamansarkernasim1338
    @nuruzzamansarkernasim1338 Год назад +3

    এদেশ কে দেশের জনগণ ঠিকই ভালোবাসে
    শুধু ভালোবাসেনা আমলা,মন্ত্রী রা দুঃখ জনক বিষয়
    কি হবে ট্যাক্স দিয়ে বিদেশ পাচার করার জন্য 😭

  • @mojammelhaque2036
    @mojammelhaque2036 Год назад +6

    হুমায়ুন আহমেদ স্যারের নাটকের প্রেমে যে একবার পড়েছে।তার অন্য কোন নাটক আর ভাল লাগবে না।

  • @moizulhaque4623
    @moizulhaque4623 Год назад +4

    খুব ভালো ।

  • @mirshahariarshovu1238
    @mirshahariarshovu1238 11 месяцев назад +2

    সেদিন জাদুর বাক্সে হুমায়ুন আহমেদ ছিল না। শায়িত ছিল বাংলা নাট্য,উপন্যাস জগৎ এর বাদশা। 😢😢

  • @SABBIRHASAN-bn4xs
    @SABBIRHASAN-bn4xs Год назад +1

    Humayun Ahmed sirer natok gulo oshadharon

  • @mohaiminul-ot9lj
    @mohaiminul-ot9lj Год назад +1

    অনেক বছর পর হুমায়ুন স্যারের নতুন নাটক

  • @asaduzzaman940
    @asaduzzaman940 Год назад +2

    তার মানে কোন ছেলের সাথে লটরপটর নেই, লটরপটর থাকলে মোবাইল থাকতো😁

  • @জাইদুলহক-ঘ৮ঞ

    আমারে দমক দিয়া লাব নাই এখন আমি আপনারে বই পাইনা আমি বই পাই সাপ আর সরবত রে হাইরে কত সুন্দর নাটক ২বার দেখলাম তার পরে বিউ হইনা এত দিন হয়ে গেলো❤

  • @najirulislam9836
    @najirulislam9836 Год назад +1

    বাঁশি ওয়ালা আমাদের এলাকার কাকা

  • @md.saifullahkhan
    @md.saifullahkhan 10 месяцев назад +1

    Humayun sir

  • @Jahid____Hasan
    @Jahid____Hasan 10 месяцев назад +1

    watched
    13 January, 2024

  • @Razamiah-r4v
    @Razamiah-r4v 10 месяцев назад +1

    Onek sundr natok

  • @almamun9989
    @almamun9989 Год назад +2

    আমাদের একজন হুমায়ুন আহমেদ ছিলো

  • @dreamland7340
    @dreamland7340 11 месяцев назад +1

    অসাধারণ ❤

  • @mdjohir4463
    @mdjohir4463 9 месяцев назад +1

    Chamchamy baad den Mia shab!

  • @AbdulJalil-be9ks
    @AbdulJalil-be9ks Год назад +4

    রূপের সাথে যুক্ত হয়েছে বিদ্যা।
    একেই বলে সোনায় সোহাগা। সোহাগা কি জিনিস??? লেখাপড়া আরো বাড়াতে হবে🤣🤣🤣🤣🤣🤣

  • @user-iv6wf6bh1x
    @user-iv6wf6bh1x 5 месяцев назад

    চাপা কষ্টের মতো, এই নাটকে চাপা হাসি😅😅😅😅

  • @nuralom8945
    @nuralom8945 Год назад +2

    কে কে আমার মত হমায়ুন আহমদের নাটকগুলো তার নাম লিখে সার্চ করে দেখেন???

  • @muhammadnazmulislam8044
    @muhammadnazmulislam8044 Год назад +2

    হুমায়ূন স্যার একজন লিজেন্ড ছিলেন🖤 এই কমেন্ট টা রেখে গেলাম সময়ের অসীম পর্যন্ত থাকুক এই কমেন্ট 🖤

  • @RuhulAmin-uj4cr
    @RuhulAmin-uj4cr Год назад +3

    হুমায়ূন আহমেদ স্যারের মাস্টারপিস আবিষ্কার। ভিন্ন ধর্মী নাটক তৈরি হুমায়ূন আহমেদ স্যারের শ্রেষ্ঠ গুনাবলি।
    কে অভিনয় করলো সেটা বড় কথা নয়
    হুমায়ূন আহমেদ স্যারের নাটক না দেখে উপায় নেই, ঠিক নেশার মত কাজ করে।
    ২৯-০১-২৩

  • @nadimhasan5891
    @nadimhasan5891 Год назад +2

    খুব সুন্দর 💖