এক মাস আগেও আমি চ্যালেঞ্জার সাহেব কে চিনতাম না।কিন্তু এই এক মাসে তার অভিনয় আর তার মুখের "মাগো" শব্দটি শুনতে শুনতে আমি এখন তারজন্য পাগলপ্রায় অবস্থা 😭😭😭 যদি তিনি জীবিত থাকতেন তার মুখের "মাগো" শব্দটি শুনার জন্য হলেও তার সাথে সাক্ষাৎ করতাম। হে আল্লাহ যদি আপনার বান্দা ইমান এর সাথে শেষ যাত্রার যাত্রী হয়ে থাকে তাহলে আপনি তাকে আপনার মেহমান করে নিয়েন,আমিন।💕💕💕💕
খুব কষ্ট লেগেছিল বোবা মেয়েটার জন্য। বোবা মেয়েটা কান্নার সাথে সাথে আমার নিজের ও কান্না চলে আসছে। সত্যি কথা বলতে, এর চেয়ে বড় বড় মর্মান্তিক ঘটনা দেখেও কান্না আসেনি। আজ নাটকে মেয়েটাকে দেখে কান্না চলে আসলো। আল্লাহ আকবার।
ভাইরে ভাই মন্ত্রমুগ্ধের মত সম্পূর্ণ নাটক দেখলাম। আর শেষটা দেখে তো অবাক হয়ে গেলাম। কতটা পারদর্শী হলে এমন এন্ডিং করা যায়। এটা শুধু হুমায়ুন স্যারকে দিয়েই সম্ভব ছিল। অনেক মনে পরছে আপনাকে স্যার। ওপারে ভাল থাকবেন।
দীর্ঘদিন অপেক্ষার পর স্যারের নতুন নাটক পেলাম, কি যে আনন্দ লাগছে,দ্যাহ দ্যেহি কান্ড আজ আবার ভালবাসা দিবস।স্যারের ভালবাসা উপেক্ষা করার শক্তি সাহস আমার নাই দেখা শুরু করলাম।
আহ্ গ্রামীন জীবন নিয়ে কি অসাধারণ নাটক। হুমায়ুন স্যার কি অদ্ভুত নিমার্তা ছিলেন।সবচেয়ে সত্যি হলো তিনি তার গ্রামকে অনেক পছন্দ করতেন।তাই ওনার সব নাটকেই গ্রামবাংলার মানুষের সহজসরল জীবনধারা ফুটিয়ে তুলেছেন।
উনি একমাত্র কারিগর ছিলেন,,যে কিনা শুধু কাগজে লিখে মানুষের মনে এত আবেগ দিয়ে ছিল যে বাংলাদেশ সব মানুষ রাস্তায় আনদোলনে নেমেছিল,,, আহা কি চমৎকার ছিল সেই রুপালি সময় গুলো,, স্যার আমার এলাকার তিনি চলে গেছেন রেখে গেছেন হাজারো স্মৃতি,, হয়তো আমি একদিন চলে যাব বহু যুগ পরেও এ কমেন্ট কেউ না কেউ করবে আশা করি সবাই স্যারের সে বিখ্যাত উপন্যাস বাকের ভাই সবাই পড়বেন ধন্যবাদ
@@mahadihassan7860 এএসএম তোফাজ্জল হোসেন (১৯৫৯ - ১২ অক্টোবর ২০১০; যিনি চ্যালেঞ্জার নামে পরিচিত) ছিলেন বাংলাদেশি টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেতা। হুমায়ূন আহমেদ পরিচালিত হাবলঙ্গের বাজার টেলিভিশন নাটকের মাধ্যমে ২০০০ সালে তিনি অভিনয়ে অভিষেক ঘটান।
এসব নাটকে ভিউ কম কারণ ছোট ছোট পোশাক পড়া নায়িকা নেই। বাঙ্গালী সস্তা বিনোদন খোজে। এই নাটকগুলো কত সুন্দর শিক্ষণীয় এবং বাস্তব প্রাক্ষাপট বিদ্যামান।বাংলাদেশের ছবির থেকে নাটক গুলো বেশি সুন্দর।নাটক টা অনেক সুন্দর। জননী,বক পক্ষীউরে যায়,ফুচকা বিলাস নাটকগুলোও অনেক সুন্দর।কে কে দেখেছেন?
আমি প্রতিদিন অনেক নাটক দেখি কিন্তু কয়েকদিন ধরে হুমায়ুন আহমেদ স্যারের নাটক দেখছি আর একটা জিনিস লক্ষ করছি তার প্রতিটা নাটকে ইসলামকে ভালো ভাবে তুলে ধরা হয়েছে যা এখনকার নাটক গুলোতে একদম দেখা যাইনা
ভাল নাটক বানাতে বেশি অভিনেতা/অভিনেত্রীর প্রয়োজন হয়না। শুধু চার/পাঁচ জন দিয়েই কত সুন্দর একটি শিক্ষনীয় নাটক তৈরি করে দেখালেন হুমায়ুন স্যার এর থেকে শিক্ষা নেয়া উচিৎ এ প্রজন্মের পরিচালক,প্রযোজকদের।
অনেক ছবি দেখা হয়ে ওঠে না। এছবি দেখার সৌভাগ্য হলো। এই অনবদ্য সৃষ্টি যিনি করেছেন তিনি আর আমাদের মধ্যে নেই শুনলাম। কিন্তু তাঁর সৃষ্টির উল্লাস চিরকাল বইতে থাকবে, আমাদের মনন, আমাদের শিল্প সংস্কৃতির জগতে। প্রয়াতের প্রতি শ্রদ্ধা নমস্কার সেলাম জানাই 💐🙏
সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড নাটকের কিছু অংশ ফেসবুকে দেখে ইউটিউবে এসে দেখে আমি হুমায়ূন স্যারের নাটকের আর ওনার অনেক বড় ভক্ত হয়ে গেছি। যতই ওনার লেখা নাটক দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি🥰
স্যার হুমায়ুন আহমেদ আমাদের যে শিক্ষানীয় নাটক মুভি দিয়ে গেছে মনে হয় না যে বাংলার মাটিতে দ্বিতীয় কেউ আর তার মতো করে দিতে পারবে,দোয়া করি ভালো থাকবেন স্যার হুমায়ুন আহমেদ ঐপারে।
অসাধারন!💝 হুমায়ন আহমেদের সবগুলো নাটক দেখার পরে যদি কেউ নুহাশ পল্লি তে ঘুরতে যায় তাহলে সে সেখানকার প্রতিটা জায়গাতে নতুন করে তার নাটকের একেক টা চরিত্রকে খুজে পাবো।😊
এটা কি দেখলাম। স্যার আমি উরে যায় বকপক্ষী দেখে মনে করেছিলাম ঐটাই আপনার বেস্ট,কিন্তু না স্যার। এটাই বেস্ট।কোথাও কেউ নেই এর থেকেও এটা বেস্ট। ভালো থাকবেন স্যার। 😥
যারা ছলনা করে তারা সব সময় তোমাকে বিশ্বস্ত দেখতে চাইবে তবে তারা সবসময় বিশ্বাস ভাঙ্গবে। শেষ মূহুর্তে বিধ্বস্ত হয়ে গেলো ভালোবাসা। অতিরিক্ত বিশ্বাসে ভেঙ্গে যায় হাজারও ভালোবাসা।
ফ্রীতে গর্ভবতি হওয়ার ভালোবাসা দিবস নামক এই নষ্ট দিনে নাটকটি আপলোড করে চ্যানেল আই প্রথমবার দূরদর্শিতার পরিচয় দিলো।আর স্যার,এর কথা নতুন করপ কী বলবো! 🤔 স্যার হলেন ম্যাজিসিয়ান।
@Premier Sweets Limited ভালোবাসা কাকে বলে তুই জানিস মূর্খ আবাল? ভালো কমেন্ট দেখলেও চুলকানি ওঠে তোদের? এখন ভালোবাসার নামে নোংরামি হয় রে মূর্খের বাচ্চা। প্রেম ভালোবাসা সব কিছুর মূল উদ্দেশ্যই শারীরিক সম্পর্ক আর এই প্রেম ভালোবাসার নামে এখন ৯৯% ছেলে মেয়েই এসব করছে সেটা স্বীকার করতে কষ্ট হয় বেয়াদব?
আমি দুইবার জন্ডিসে আক্রান্ত হই। দুইবারের একবারও ডাক্তারের ওষুধে কাজ হয় নাই, বংশ পরম্পরায় মা ও মেয়ে দুইবার কবিরাজি চিকিৎসা করে আমার জন্ডিস দূর করেন। কিছু রোগ আসলেই এমন চিকিৎসাতেই ঠিক হয়।😅
২০২৪ সালে আইসা ও কারা আমার মত হুমায়ন আহমেদের নাটক দেখতে আসছো তারা হাত তোল ✋
Tor bap dektese
এক মাস আগেও আমি চ্যালেঞ্জার সাহেব কে চিনতাম না।কিন্তু এই এক মাসে তার অভিনয় আর তার মুখের "মাগো" শব্দটি শুনতে শুনতে আমি এখন তারজন্য পাগলপ্রায় অবস্থা 😭😭😭
যদি তিনি জীবিত থাকতেন তার মুখের "মাগো" শব্দটি শুনার জন্য হলেও তার সাথে সাক্ষাৎ করতাম।
হে আল্লাহ যদি আপনার বান্দা ইমান এর সাথে শেষ যাত্রার যাত্রী হয়ে থাকে তাহলে আপনি তাকে আপনার মেহমান করে নিয়েন,আমিন।💕💕💕💕
অসাধারণ কমেন্ট ছিলো ।
হুমায়ুন আহমেদের নাটকে ভাইরাস, এন্ট্রপি, পৃথিবীর ভর (আজ রবিবার)নানান চরিত্রে পৃথিবীর কত কিছুর সাথে, কত বিষয়বস্তুর নিজের চরিত্রকে কল্পনা করেছেন....সত্যই অসাধারণ 💗
খুব কষ্ট লেগেছিল বোবা মেয়েটার জন্য। বোবা মেয়েটা কান্নার সাথে সাথে আমার নিজের ও কান্না চলে আসছে।
সত্যি কথা বলতে, এর চেয়ে বড় বড় মর্মান্তিক ঘটনা দেখেও কান্না আসেনি। আজ নাটকে মেয়েটাকে দেখে কান্না চলে আসলো।
আল্লাহ আকবার।
ভারতীয় সিরিয়াল সারাজীবন দেখেও
এমন একটি শিক্ষামূলক নাটক আবিষ্কার করা সম্ভব না ;
ধন্যবাদ স্যার হুমায়ূন আহমেদ কে;
Already shikhhonio...titli pilot hobar neom shikhiae deyechy.......i like that
Kotnami Sara kiso nai
@@mohammadalamgir6681 আপনার মত কানা বেক্কলে এইডা ছাড়া আর কিছু খোঁজে পাবোনা
@@onnorokomporashona7 apni vol bojchen.ami varotio natuker Kotha bolsilam.kotnami Sara kisoi nai
@@onnorokomporashona7 apni janen na.ami homayon sir ar amon kono boi ba natuk ba sobi.akadik bar dekhinai
হুমায়ুন আহমেদের এমন কোন নাটক নেই যে শিখার কিছু নেই, সব নাটকেই বিনোদনের পাশাপাশি শিখার অনেক কিছু আছে।
আমি যত দেকি মুগ্ধ হই আর নাটকের নেশায় পরিনত হই।
হাবলঙের বাজার নাটকে হুমায়ুন স্যার নিজেই বলেছেন এই নাটকে শিক্ষার কিছু নাই। তবে নাটকটা অনেক সুন্দর।
খুব টেনশন এ আছি স্যার হুমায়ূন আহমেদের নাটক শেষ হলে কি দেখব 😢
হুমায়ুন আহমেদ নাটক শেষ মানে জীবনের সব শেষ।তাই এক সময় দিনখান ঠিক করে গাছের সাথে লটকে পড়লেই হলো।
আমিও! 😟
Right
আমিও মহা বিপদে আছি, স্যারের নাটক ছাড়া কোনো নাটক ভালো লাগে না, অামার মন খারাপ থাকলে নাটক দেখলে মন ভালো হয়ে জায়
সেম ব্রো
অনেক মিস করি স্যারকে😔
অসাধারণ একটা কথা শিখলাম। সৃষ্টিকর্তা যারে যে রোগ দেয় সেই রোগের ঔষধ ঐ রোগীর বাড়ীর আশেপাশেই দিয়ে দেন।
জানিনা কথাটা সত্য কি না।তবে আমার মনে ধরছে।
Ashole alloh robbul aalameen kono kichui ojotha sristi koren nai.
আমার কাছেও এটা সত্য মনে হয়েছে, কেন হয়েছে তা ব্যাখ্যা করতে পারছিনা।
যেমন ছিলেন নাটকের জন্মদাতা, তেমন ছিল নাটকের অভিনেতা অভিনেত্রী গুলো। স্যারের সাথে এসব অভিনেতা অভিনেত্রী গুলোও হারিয়ে গেলো😢
মনের কথা
চ্যালেঞ্জার এর মত এমন ভাল অভিনেতার আর জন্ম হবে না বাংলাদেশে।
ঠিক বলেছেন
Right....
right
ভাইরে ভাই মন্ত্রমুগ্ধের মত সম্পূর্ণ নাটক দেখলাম। আর শেষটা দেখে তো অবাক হয়ে গেলাম। কতটা পারদর্শী হলে এমন এন্ডিং করা যায়। এটা শুধু হুমায়ুন স্যারকে দিয়েই সম্ভব ছিল। অনেক মনে পরছে আপনাকে স্যার। ওপারে ভাল থাকবেন।
শেষ টা দেখে চোখে পানি এসে গেলো। স্যালুট প্রিয় হুমায়ূন আহমেদ স্যার।🙋♂️🖤❤️
২০৫০ সালেও যদি এই নাটক কেউ দেখে তার রুচিবোধ কে স্যালুট জানানো উচিত।🙋♂️💞
Correct
right
হুমায়ুন স্যারের নাটক দেখলে একটা অসুবিধেয় পড়তে হয়।মনে হয়,এটাই বুঝি স্যারের বেস্ট নাটক
ঠিক বলছেন এটা আমার মনের কথা।
আমিও
Sesh hole abar ghure fire dekhbo.. Eshob jibone purono hobe na.
দীর্ঘদিন অপেক্ষার পর স্যারের নতুন নাটক পেলাম, কি যে আনন্দ লাগছে,দ্যাহ দ্যেহি কান্ড আজ আবার ভালবাসা দিবস।স্যারের ভালবাসা উপেক্ষা করার শক্তি সাহস আমার নাই দেখা শুরু করলাম।
স্যার হুমায়ুন আহমেদের প্রতি অশেষ শ্রদ্ধা। তার কোন তুলনা নেই।মানুষের মনোজগতকে নিয়ে এতো উদ্দিপনাময় রচনা আর কেউ পারে নি।
২০২৩ এর পর কে কে দেখছেন অবশ্যই হাজিরা দিয়ে জাবেন।
বিবাহপূর্ব ভালোবাসার বেশিরভাগই ছলনা...শুধু সাময়িক তৃপ্তির জন্য নষ্ট হাজারো জীবন......
@Subarna Rois সব দোষ বিয়ের আগে ভালোবাসার
100% Right....
আহ্ গ্রামীন জীবন নিয়ে কি অসাধারণ নাটক। হুমায়ুন স্যার কি অদ্ভুত নিমার্তা ছিলেন।সবচেয়ে সত্যি হলো তিনি তার গ্রামকে অনেক পছন্দ করতেন।তাই ওনার সব নাটকেই গ্রামবাংলার মানুষের সহজসরল জীবনধারা ফুটিয়ে তুলেছেন।
কতটুকুই ভালবাসা থাকলে, এত সুন্দর লেখা আছে জানি না। হুমায়ুন স্যার এর মেধা ও লেখা সব নাটকেই আমি মুগ্ধ।
জীবনেও হুমায়ূন আহমেদের নাটক ভুলার মতো না,,, যদি কেউ হুমায়ূন আহমেদের নাটক কে কেও ভালো না পাও তাহলে,, একবার দেখে আসো উড়ে যায় বকবক পক্কি❤❤ নাটক
গাছ ভুল করে না
মানুষ করে ,,,
গাছ শুধরাতে পারে না
মানুষ পারে,,,
কথা গুলো👌👌👌
❤
উনি একমাত্র কারিগর ছিলেন,,যে কিনা শুধু কাগজে লিখে মানুষের মনে এত আবেগ দিয়ে ছিল যে বাংলাদেশ সব মানুষ রাস্তায় আনদোলনে নেমেছিল,,,
আহা কি চমৎকার ছিল সেই রুপালি সময় গুলো,, স্যার আমার এলাকার তিনি চলে গেছেন রেখে গেছেন হাজারো স্মৃতি,, হয়তো আমি একদিন চলে যাব বহু যুগ পরেও এ কমেন্ট কেউ না কেউ করবে আশা করি সবাই স্যারের সে বিখ্যাত উপন্যাস বাকের ভাই সবাই পড়বেন
ধন্যবাদ
চ্যালেঞ্জারের মতো এমন অভিনেতা আর কোনোদিন জন্মাবেনা৷
এনি কি খৃষ্টান
@@mahadihassan7860 এএসএম তোফাজ্জল হোসেন (১৯৫৯ - ১২ অক্টোবর ২০১০; যিনি চ্যালেঞ্জার নামে পরিচিত) ছিলেন বাংলাদেশি টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেতা। হুমায়ূন আহমেদ পরিচালিত হাবলঙ্গের বাজার টেলিভিশন নাটকের মাধ্যমে ২০০০ সালে তিনি অভিনয়ে অভিষেক ঘটান।
এই রকম শিক্ষা মূলক নাটক শুধু হুমায়ুন আহমেদ স্যারী তৈরী করতে পারেন স্যালুট হুমায়ুন আহমেদ স্যার
চ্যালেঞ্জার স্যার সবার সেরা❤️
আহারে মেয়াটা মারাই গেলো,, এতো সুন্দর একটা নাটক,,শেষে চখে পানি চলে আসলো
হুমায়ূন স্যারের বেশিরভাগ নাটক'ই তার নিজের হাতে গড়া নূহাশপল্লিতে...... নিরব নিস্তব্ধতায় একলা পড়ে আছে কবি নূহাশপল্লিতে !
হুমায়ূন আহমেদ স্যার এর নাটক মানেই অস্থির শিক্ষণীয়
হে আল্লাহ তুমি উত্তম ক্ষমাকারী।তুমি ক্ষমা করাকে ভালোবাসো।তাই তুমি আমাদের মতো গুনাহগারকে ক্ষমা কর।আর মরনের সময় ঈমানের সহিত মৃত্যু দিও।আমিন।।
Amin
অনলাইন ঈমানদার 😂
হৃদয় স্পর্শ করা নাটক চোখ দিয়ে পানি চলে আসার অবস্থা। হুমায়ুন আহমেদ স্যার একজন অবিশ্বাস্য মানুষ।
আমাদের একজন হুমায়ুন আহমেদ ছিলেন💕💕💕
এসব নাটকে ভিউ কম কারণ ছোট ছোট পোশাক পড়া নায়িকা নেই। বাঙ্গালী সস্তা বিনোদন খোজে। এই নাটকগুলো কত সুন্দর শিক্ষণীয় এবং বাস্তব প্রাক্ষাপট বিদ্যামান।বাংলাদেশের ছবির থেকে নাটক গুলো বেশি সুন্দর।নাটক টা অনেক সুন্দর। জননী,বক পক্ষীউরে যায়,ফুচকা বিলাস নাটকগুলোও অনেক সুন্দর।কে কে দেখেছেন?
সহমত
ভিউ কম বিষয়টা এমন না। তখনকার সময়ে ইউটিউবে নাটক দেখতাম না। ৫০ টাকায় সিডি কিনে দেখতাম। ভিউ ব্যবসা শুরুর খুব বেশীদিন হয়নি কিন্তু। 😊
তর এত চুলকানি কেন এসব বালসাল এখন আর মানুষ দেখে না আবাল বুঝলি 😡😡🦵
❤
বিষয়টা এমন না নাটক গুলো এতটাই ভালো লাগে যে কমেন্ট করার সময় টুকুওনেই।
আমার মত কে কে মুভি বা নাটক চালু রেখে কমেন্ট পড়েন একটু সারা দেন 🤚🤚🤚
আমি প্রতিদিন অনেক নাটক দেখি কিন্তু কয়েকদিন ধরে হুমায়ুন আহমেদ স্যারের নাটক দেখছি আর একটা জিনিস লক্ষ করছি তার প্রতিটা নাটকে ইসলামকে ভালো ভাবে তুলে ধরা হয়েছে যা এখনকার নাটক গুলোতে একদম দেখা যাইনা
ভাল নাটক বানাতে বেশি অভিনেতা/অভিনেত্রীর প্রয়োজন হয়না। শুধু চার/পাঁচ জন দিয়েই কত সুন্দর একটি শিক্ষনীয় নাটক তৈরি করে দেখালেন হুমায়ুন স্যার এর থেকে শিক্ষা নেয়া উচিৎ এ প্রজন্মের পরিচালক,প্রযোজকদের।
একজন কষ্ট করবো,,আরেকজন সুখ করবো।এটাই জগৎ এর নিয়ম।
বাংলা নাটক উপভোগের এ অনুভূতি আর কোথাও পাবোনা,হুমায়ুন স্যারের লেখা বই, নাটক, সিনেমা সত্যিসত্যি অসাধারণ! খুব মিস করি। প্রতিদিনই স্যারের নাটক দেখি❤❤, মনের ভিতর অন্যরকম অনুভুতি হয়
উপযুক্ত দিনে হুমায়ুন আহমেদের উপযুক্ত নাটকটি আপলোড করার জন্য চ্যানেল আই'কে ধন্যবাদ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২০
Jp
@@mdsagardewan3868qq
অনেক ছবি দেখা হয়ে ওঠে না। এছবি দেখার সৌভাগ্য হলো। এই অনবদ্য সৃষ্টি যিনি করেছেন তিনি আর আমাদের মধ্যে নেই শুনলাম। কিন্তু তাঁর সৃষ্টির উল্লাস চিরকাল বইতে থাকবে, আমাদের মনন, আমাদের শিল্প সংস্কৃতির জগতে। প্রয়াতের প্রতি শ্রদ্ধা নমস্কার সেলাম জানাই 💐🙏
নাটকেও যে এমন বাস্তব জীবনি তুলে ধরে তা আগে জানতাম না বুঝতামওনা,,, মোশাররফ করিমের আহারে জীবন, আর এই নাটকটা দেখে বুঝলাম, অসাধারণ লেখক
সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড নাটকের কিছু অংশ ফেসবুকে দেখে ইউটিউবে এসে দেখে আমি হুমায়ূন স্যারের নাটকের আর ওনার অনেক বড় ভক্ত হয়ে গেছি। যতই ওনার লেখা নাটক দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি🥰
আহা! কি শিক্ষণীয় নাটক। হুমায়ূন আহমেদের যত নাটক দেখি কিছু না কিছু শিক্ষা থাকেই। নাটকের মাঝে যত অলংকার দরকার সব পাওয়া যায় তাঁর কর্মে
একই নাটক ১৫/২০ বার করে ঘুরেফিরে দেখতেছি 😢😢
তাও ভালো লাগে।
প্রিয় হুমায়ুন আহমেদ স্যার,
আমরা সবাই আপনাকে খুব ভালোবাসি ♥
Right
স্যার হুমায়ুন আহমেদ আমাদের যে শিক্ষানীয় নাটক মুভি দিয়ে গেছে মনে হয় না যে বাংলার মাটিতে দ্বিতীয় কেউ আর তার মতো করে দিতে পারবে,দোয়া করি ভালো থাকবেন স্যার হুমায়ুন আহমেদ ঐপারে।
হুমায়ুন আহমেদ সাহেব কী না জানতেন ! এই নাটকের বিষয়বস্তু বিঙ্গানের সহিত সাহিত্যের মিল বন্ধন । কী অসাধারণ উপস্হাপনা ! বিনম্র চিত্তে ভক্তিপূর্ণ প্রনাম ।
He was a professor of Chemistry in Dhaka University by profession apart from being a Writer, Novelist and Director. May be that’s why.
অসাধারন!💝
হুমায়ন আহমেদের সবগুলো নাটক দেখার পরে যদি কেউ নুহাশ পল্লি তে ঘুরতে যায় তাহলে সে সেখানকার প্রতিটা জায়গাতে নতুন করে তার নাটকের একেক টা চরিত্রকে খুজে পাবো।😊
ভালো বলেছেন। অনেক ইচ্ছা নুহাশপল্লী যাওয়ার।
হুমায়ুন আহমেদ স্যারের সৃষ্টি নাটকগুলো চিরকাল অমর হয়ে থাকবে,, সত্যি ই,, অসাধারণ লাগে,,, শিখ নীয় কিছু না কিছু থাকেই, প্রত্যেকটা নাটকেই,,,
এত চমৎকার নাটক বাংলায় কেউ বানাতে পারবে না । এত শিক্ষণীয় নাটক কেউ দিতে পারবে বলে আমার মনে হয় না ।
লকডাউনের এই বোরিং সময়ে স্যারের নাটক অমৃতের মতো!🖤
কি এন্ডিং রে বাবা রে বাবা! গায়ে কাটা দিয়ে উঠলো,সাথে দীর্ঘশ্বাস..
চ্যানেল আইকে অনেক ধন্যবাদ। ১৪ ফেব্রুয়ারিতে এমন একটি নাটক আপলোড দেওয়ার জন্য।।।♥♥♥
কি সুন্দর শক্তিশালী বার্তা ♥
হুমম ❤️
দারুন একটা নাটক, আর এসব নাটক থেকে শিক্ষা সবার নেয়া উচিত,কিন্তু এখনকার মেয়েরা ছেলেরা ইন্ডিয়ান আর ইংলিশ মুভি নিয়ে বিজি থাকে...সবাই ভালো থাকুক
হুমায়ূন আহমেদের নাটক খুব ভালো লেগেছে
নাটকটা দেখে মনটা খুব খারাপ হয়ে গেল,অসাধারণ অভিনয় সবার।।
পপরিচালনায় হুমায়ুন স্যারের নাম দেখলেই আগে লাইক দিই।এরপর নাটক দেখি।ভালবাসার অন্য নাম হুমায়ুন স্যার
প্রয়াত হুমায়ূন স্যারের নাটক থেকে অনেক বাস্তবতা শেখা যায় ♥
এটা কি দেখলাম। স্যার আমি উরে যায় বকপক্ষী দেখে মনে করেছিলাম ঐটাই আপনার বেস্ট,কিন্তু না স্যার। এটাই বেস্ট।কোথাও কেউ নেই এর থেকেও এটা বেস্ট। ভালো থাকবেন স্যার। 😥
আমি সব সময় হুমায়ুন আহমেদ স্যারের জন্য দুয়া করি....
আল্লাহ যেন তাকে বেহেস্ত নসিব করেন।
আমিন।
কি মায়া কি আবেগ কি সুন্দর আহ,,, অনেক ভালো লাগে স্যার এর নাটক দেখতে ❤❤❤❤❤
হুমায়ুন স্যারের নাটক দেখা নেশায় পরিণত হয়ে গেছে..❣️
কিছু বলার ভাষা রাখে না,,,, অত্যাধিক সুন্দর,,,
হুমায়ুন আহমেদ স্যার এর নাটক সত্যিই খুব অসাধারণ। বড়ই দুর্ভাগ্য যে স্যার চলে গেছেন। আর নতুন নাটক দেখা হবে না
Osadaron natok... চ্যালেন্জারের অসাধারণ অভিনয় ।।
কী জীবন্ত চরিত্র তিনি ফুটিয়ে তুলতেন। কী শিক্ষণীয় নাটক তৈরি করতেন। আল্লাহ স্যারকে ভালো রাখুন।
কেউ নতুন নাটক খুঁজে,,, আবার কেউ পুরোনো নাটক খুঁজে,,,,, আমি পুরনো নাটক খুজার লোক আপনি?
অস্থির শিক্ষণীয় নাটক l স্যার হুমায়ুন আহমেদের প্রতি অশেষ শ্রদ্ধা
হুমায়ূন আহমেদের সব গুলো নাটকই শিক্ষনীয়
এ-ই নিয়ে তৃতীয় বার দেখলাম, অনেক সুন্দর একটা নাটক। 💖
অসাধারন ছিল নাটকটা দেশে করোনা ভাইরাস এর মধ্যে দেখছি ২০/১২/২০২০।
২০২৩ এ কারা আছো -- সারা দাও 🥀🥀🇧🇩
হুমায়ূন আহমেদ স্যারের কোন নাটকই মিস্ করতে মন চায় না । সাধারণ বিষয় কিন্তু কি অসাধারণ উপস্থাপন ।
..
শেষ পর্যন্ত দেখে আরেকটা কমেন্ট করলাম-- It's heart touching। বাস্তব সত্য লুকায়িত রয়েছে
ভালো লাগল জেনে,"গুপ্ত বিদ্যা বলে কিছু নেই,সবাই সব কিছু জানবে!" কামরুজ্জামান
খুব পারদর্শী না হলে কেউ এইভাবে নাটক বানাতে পারে না,,,,
তবে শেষটা রহস্যে রয়ে গেলো।
স্যারের নাটকগুলা আমার অনেক ভালোলাগে আর বর্তমানে নাটকগুলা তো শুধু প্রেম আর বিয়া, ডিভোস নিয়া
ফুলি আর মদিনা!
কম বেশি সব নাটকে এই নাম গুলো ব্যাবহার করেছেন হুমায়ুন আহমেদ ✨
কি অসাধারণ নাট্যকার ছিলেন হুমায়ুন স্যার? শেষের দিকে এসে বেশি ট্রাজেডি নাটকে!
হুমায়ূন আহমেদ স্যার বাংলাদেশের সত্যজিৎ রায়।
আসলে হুমায়ুন আহমেদ এর নাটকের প্রেমে যে বাঙালি পড়বেনা সে প্রকৃত বাঙালি না
একটা মানুষ কতটা মেধাবী হলে তার লেখা এত অসাধারণ গল্প হতে পারে সেটা শুধু হুমায়ুন স্যার ছাড়া সম্ভব না
Shaon mam er ovenoy daron hoise.
সুন্দর 🖤
হুমায়ূন আহমেদ স্যারের নাটক গুলো খুব শিক্ষণীয়
Miss u Humayun sir,,,love u
Sir,,,,
আল্লাহ আপনাকে জান্নাত বাসি করুক
যারা ছলনা করে তারা সব সময় তোমাকে বিশ্বস্ত দেখতে চাইবে তবে তারা সবসময় বিশ্বাস ভাঙ্গবে।
শেষ মূহুর্তে বিধ্বস্ত হয়ে গেলো ভালোবাসা।
অতিরিক্ত বিশ্বাসে ভেঙ্গে যায় হাজারও ভালোবাসা।
দেখার আগেই কমেন্ট করলাম
হুমায়ুন আহমেদ মানেই সেরা কিছু
সিগারেট খাই না
বিড়ি খাই🤣🤣🤣🤣
😅😅
আল্লাহ পাক যা নির্ধারণ করে রেখেছেন তাই হবে !
স্মৃতি রেখে গেলাম,, যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটি শুনতে আসবে,, তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমিও আবার শুনতে আসবো প্রিয় এই গানটি
Jiboner ordhek koshtoi peyeci Humayun sir er boi pore othoba natok dekhe,,,ato ta bastob!!
ফ্রীতে গর্ভবতি হওয়ার ভালোবাসা দিবস নামক এই নষ্ট দিনে নাটকটি আপলোড করে চ্যানেল আই প্রথমবার দূরদর্শিতার পরিচয় দিলো।আর স্যার,এর কথা নতুন করপ কী বলবো! 🤔 স্যার হলেন ম্যাজিসিয়ান।
@Premier Sweets Limited
ভেলেন্টাইন ডে কি, কিভাবে এলো, সেটাও ওই মূর্খ জানে কিনা সন্দেহ।
বিশ্ব ভালোবাসা দিবস স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, মা বাবা সবার জন্যই এই দিবস।
Right
Physical relations makes pregnancy
@@sunuk1915 আপনি না বললে জানতেই পারতাম না😂
@Premier Sweets Limited ভালোবাসা কাকে বলে তুই জানিস মূর্খ আবাল? ভালো কমেন্ট দেখলেও চুলকানি ওঠে তোদের? এখন ভালোবাসার নামে নোংরামি হয় রে মূর্খের বাচ্চা।
প্রেম ভালোবাসা সব কিছুর মূল উদ্দেশ্যই শারীরিক সম্পর্ক আর এই প্রেম ভালোবাসার নামে এখন ৯৯% ছেলে মেয়েই এসব করছে সেটা স্বীকার করতে কষ্ট হয় বেয়াদব?
চ্যালেন্জার বাংলাদেশের সেরা অভিনেতা সবসময় 💥💫🙌
ভদ্র পোশাকেও যে সুন্দর নাটক করা যায়, এটি তারই প্রমাণ।
আমি দুইবার জন্ডিসে আক্রান্ত হই। দুইবারের একবারও ডাক্তারের ওষুধে কাজ হয় নাই, বংশ পরম্পরায় মা ও মেয়ে দুইবার কবিরাজি চিকিৎসা করে আমার জন্ডিস দূর করেন। কিছু রোগ আসলেই এমন চিকিৎসাতেই ঠিক হয়।😅
প্রিয় লেখক হুমায়ূন আহমেদ স্যার আপনার অভাব অপূরণীয়
স্যার হুমায়ুন আহমেদ এর নাটক সর্বসেরা❤️❤️❤️🫶🫶💫💫
স্যার হুমায়ুন আহমেদ😭আপনাকে কতটা মিস করছি তা ভাষা বা লিখে সেটা বোঝাতে পারবো না😭😭আপনার অভাব অপূরণীয় ❤️🌷😭
আল্লাহ তুমি এমন ছেলেদের হেদায়েত করুন কতো মেয়েদের এমন করে জীবন গেছে এখনো জায়😢😢
হুমায়ুন স্যার আপনাকে অনেক অনেক মিস করছি এই পোড়া মাটির দেশে😥😥