কালিন্দীর নৌকা - হিমাদ্রিকিশোর দাশগুপ্ত --- গল্পটা লেখার জন্য লেখক চমৎকার landscape বেছেছেন। প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর প্রকৃতির একটি মাধুর্য্যপূর্ণ রূপ ধরা পড়েছে এবং প্রত্যাবর্তনকারী সৌম্য এবং শুভ -র আবহ গোটা গল্প জুড়ে সঙ্গত দিয়েছে।❤️ গল্পটি খুব বেশি জটিল না হলেও climax সহ গোটা প্লটটা উপভোগ করেছি। তবে ব্যক্তিগতভাবে মনে হয়েছে কালিন্দীকে নিয়ে আর একটু রহস্য ঘনীভূত হলে / তার সম্বন্ধে আরও কিছু তথ্য পেলে আরও জমে যেত। আজকের গল্পের সেরা পারফর্মার - ঋতব্রত। এইধরনের চরিত্রে দিনে দিনে উন্নতি করছেন।❤ শাক্য রায় ও দারুন করেছেন। অনেকদিন পর মির্চিতে কামব্যাক করা অয়ন্তিকাদি কে কিছুক্ষনের জন্য শুনেও ভালো লাগছে। শেখরদার গল্পপাঠ ভীষণ ভালো লাগছে তবে একটা বিষয়ে একটু হতাশ হচ্ছি.... Tension building বা উত্তেজনাপূর্ণ মুহূর্তে কিছুটা উত্তেজনা কথকের গলাতেও আশা করা যায়, বাকি দুর্দান্ত হচ্ছে। আশা করা যায়, পরের গল্পে আরও দুর্ধর্ষ গল্পপাঠ শুনব তার কন্ঠে। গল্পটা শেষ হল অপূর্ব একটা গান দিয়ে। সবমিলিয়ে আজকের উপস্থাপন ভালো লেগেছে। রেটিং : 8.5/10
Sunday মানেই Sunday Suspense.. দারুন গল্পটা.. প্রথমে প্রাকৃতিক সৌন্দর্য.. মাঝে এক গা ছমছমে ভৌতিক পরিবেশ.. শেষ পল্লী গানটা মন ভরিয়ে দিল... 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
টাকির এই জায়গা টা আমার দেখা 😊 সত্যিই খুব সুন্দর ❤ জায়গা টা আমার বাড়ির কাছাকাছি 😊 আমি sunday suspense শুনতে খুব ভালোবাসি ❤ Thankyou Team Mirchi 😊 এটা আমার প্রথম কমেন্ট ❤❤❤
নতুন বছরের শুভেচ্ছা mirchi bangla,, বছরের প্রথম রবিবার টা কান টান উত্তেজনা মধ্যে দিয়ে কাটবে❤❤ এই নতুন বছরের প্রত্যেকটা রবিবারে এইভাবেই সুন্দর সুন্দর গল্প উপহার পেতে চাই,,অয়ন্তিকা দি ফিরে এসেছে,,,দীপ দা যেন এই ভাবেই খুব তাড়াতাড়ি ফিরে আসে,❤❤,,সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম😞😞
অসাধারণ উপস্থাপনার গুণে গল্পটি প্রেডিক্টেবল হওয়া সত্ত্বেও অপূর্ব লাগল। প্রতিটা চরিত্রে যথাযথ অভিনয়। তবে ঋতব্রতের কথা আলাদা করে বলতেই হবে। একরাশ মুগ্ধতা।
Happy New Year 2025 to all SS fans. Notun Bochorer prothom golpo, ebong amader prothom kaaj. Puro team'er sobai khub jotno kore kaaj ta korechen. Asha kori apnader sobar khub bhalo lagbey Himadri Kishore Dasgupta sir'er ei golpota. Amra kritogyo SS team'er sokol member kache, amader upor vorsha rakhar jonno, speacaily amader mentor Richard Da aar Indrani dir naam toh boltei hobe. Golpo shonar por ebar baki ta apnara janaben, kemon laglo. ❤ - Soumo & Subho (CROSTEC)
বর্তমান সময়ের সঙ্গে বেশ উপযোগী একটি কাহিনী। সমাজের লুব্ধ লোলুপ রূপটাকে খুব উন্মুক্ত ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। অয়ন্তিকাকে অনেকদিন পর শুনে খুব ভালো লাগলো। আর প্রত্যেক বারের মতোই অয়ন্তিকা এবারও অসাধারণ। শেষের গানটিও খুব সুন্দর। মন ছুঁয়ে গেল শেষ ভাগে এসে।
Ami i bolechhilam...purono der firie ante...ek ek kore bes koekjon asbe mone hoi...lets wait & watch...o chhilo gmt te chole elo ss e...deep chhilo ss e...chole gelo gmt te...ekhon sudhu artist swapping cholchhe...dekha jak ar kojon ase jai😊
@@Shikkhito-Chhotolokseta jani...but gmt tei ekmatro korto...and or nijer instagram eo gmt ke niei post korto...sei orthe gmt r sangei jukto chhilo...ar tachhara gmt te prai sabai guest artist hisebei kaj kore du ek jon chhara...tai bolechhi gmt te chhilo.
ঠিক সাড়ে চারটে যেই বেজেছে.. sunday suspence নিশ্চিন্তে শোনার সময় আমার হয়েছে.. 😅Mirchibangla 🎉❤ তাই আর নয় কোনো ভূমিকা.. নতুন বছরের উপহারে "কালিন্দীর" চরিত্রে আছেন অয়ন্তিকা.. এর চেয়ে আনন্দের আর কিছুই নেই আজ.. ওদিকে পোষ্ট ডিজাইন অসাধারণ.. 👌💕👌এখন শুনি শেখর বাবুর কন্ঠে গল্প পাঠ.. 😘😘🌿👍🌿
হিমাদ্রি কিশোর দাশগুপ্ত র লেখা গল্প খানির নামকরণ টাও চমৎকার.. "কালিন্দীর নৌকা", বেশ রহস্য জনক নাম খানা.. জঙ্গল নদী পাহাড়, তার উপর চাঁদনী রাতে নৌকা বিহার.. এ যে চরম উন্মাদনা পঁচিশ এর প্রথম sunday suspence এর উপহার.. 🙏💐🙏😘😘
অসাধারণ লাগলো। অনেক ধন্যবাদ আসলে সানডে সাসপেন্স এর টিম কে সত্যি কথা বলতে সানডে সাসপেন্স সবার থেকে ভালো এখানে লেখকের পরিচয় টা খুব সুন্দর করে বলা হয় যা অন্য কোনো চ্যানেলে বলা হয় না তারা সরাসরি গল্পে চলে যায় কিন্তু যার লেখা পরে আনন্দ নিচ্ছি তার সম্পর্কে বললে যে শ্রোতাদের আগ্রহ আরও বাড়ে তা অনেকেই বুঝে না।সবদিক দিয়ে সানডে সাসপেন্স বেস্ট।
❤❤❤❤❤❤❤❤❤❤❤ গল্প যদি শুনতে আসতে হবে Mirchi বাংলায়।❤❤❤❤ মনে রেখো যেমন background আর তেমন শিল্পীর কাজ ❤❤ মনে হয় কবি নিজেই বসে থেকে তৈরি করে গেছে।❤❤❤ আছে আরো চ্যানেল youtube এ তবে শুনলে তুমি নিজেই ❤❤ পার্থক্য শুধু চাঁদ আর সূর্যের নয়।
ওরে বাবা, এই তো ayantika র সুন্দর কন্ঠস্বর নিয়ে চলে এসেছেন সুন্দরী কালিন্দী.. ❤❤👌💕💕 mirchibanglar চমক গুলো বেশ রোমান্টিক.. তার সাথে আনন্দ বেদনা ও অদ্ভূত বীভৎস সুন্দর কষ্ট লুকোনো কাহিনী আজকের দুর্ধর্ষ.. 👍💐
The first Sunday of 2025 🙌🙌, সঙ্গে হিমাদ্রিকিশোর বাবুর গল্প ফিরে পেলাম, অন্যতম প্রিয় একজন লেখক যার অন্যান্য উপস্থাপনা আলাদা জগতে নিয়ে চলে যেত 😊😊, আবার শুনব ❤️ শুরুটা মন্দ হল না 😌😌
গল্পটা মোটামুটি প্রেডিক্টেবল হলেও ভালো লাগলো শুনে অতিরিক্ত লোভ ও লালসা মানুষের পরিণতি কি করতে পারে তা আমরা লোভ এবং তারপর এই গল্পটা শুনে ভালো মতো বুঝতে পারলাম পরিবেশনাও যথারীতি সুন্দর, অয়ন্তিকাদিকে অনেকদিন পর সানডে সাসপেন্সে শুনে ভালো লাগলো, শেখরদাও ভালো পাঠ করলেন ,সাউন্ড এর কাজও ভালো হয়েছে। শেষে একটা কথা বলতে চাই ঋতব্রত কিন্তু দিনে দিনে সানডে সাসপেন্স এর অন্যতম সম্পদ হয়ে উঠছে। ওকে যা চরিত্রই দেওয়া হোক অত্যন্ত সাবলীল ভাবে করে, একেই বলে জাত অভিনেতা❤ Personal rating: 8/10
To be honest it was a brilliant master piece... when I was listening the whole story,it seems I can watch the scenic beauty of a River..I am speechless.. thank you so much.deep and Sunday suspense...
Duration? Himadri babur golpo gulo chalie jan...bhalo gulo...onar kichhu adventure story o pele bhalo hoi...sudipto herman ba onnyo kichhu...du ekta non-adult historical holeo bhalo...ar Agathe Christie r ar kono golpo dile jome jabe.
গল্পের শেষ টা বেশ তৃপ্তিদায়ক, এইধরণের নরপিশাচ দের এইরকম পরিণতিই তো কাম্য। কালিন্দী অসম্ভব ভালো হয়েছে 💖💖💖
কালিন্দীর নৌকা - হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
--- গল্পটা লেখার জন্য লেখক চমৎকার landscape বেছেছেন। প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর প্রকৃতির একটি মাধুর্য্যপূর্ণ রূপ ধরা পড়েছে এবং প্রত্যাবর্তনকারী সৌম্য এবং শুভ -র আবহ গোটা গল্প জুড়ে সঙ্গত দিয়েছে।❤️ গল্পটি খুব বেশি জটিল না হলেও climax সহ গোটা প্লটটা উপভোগ করেছি। তবে ব্যক্তিগতভাবে মনে হয়েছে কালিন্দীকে নিয়ে আর একটু রহস্য ঘনীভূত হলে / তার সম্বন্ধে আরও কিছু তথ্য পেলে আরও জমে যেত।
আজকের গল্পের সেরা পারফর্মার - ঋতব্রত। এইধরনের চরিত্রে দিনে দিনে উন্নতি করছেন।❤ শাক্য রায় ও দারুন করেছেন। অনেকদিন পর মির্চিতে কামব্যাক করা অয়ন্তিকাদি কে কিছুক্ষনের জন্য শুনেও ভালো লাগছে। শেখরদার গল্পপাঠ ভীষণ ভালো লাগছে তবে একটা বিষয়ে একটু হতাশ হচ্ছি.... Tension building বা উত্তেজনাপূর্ণ মুহূর্তে কিছুটা উত্তেজনা কথকের গলাতেও আশা করা যায়, বাকি দুর্দান্ত হচ্ছে। আশা করা যায়, পরের গল্পে আরও দুর্ধর্ষ গল্পপাঠ শুনব তার কন্ঠে। গল্পটা শেষ হল অপূর্ব একটা গান দিয়ে।
সবমিলিয়ে আজকের উপস্থাপন ভালো লেগেছে।
রেটিং : 8.5/10
you need job ??
Sunday মানেই Sunday Suspense.. দারুন গল্পটা.. প্রথমে প্রাকৃতিক সৌন্দর্য.. মাঝে এক গা ছমছমে ভৌতিক পরিবেশ.. শেষ পল্লী গানটা মন ভরিয়ে দিল...
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
টাকির এই জায়গা টা আমার দেখা 😊 সত্যিই খুব সুন্দর ❤
জায়গা টা আমার বাড়ির কাছাকাছি 😊
আমি sunday suspense শুনতে খুব ভালোবাসি ❤ Thankyou Team Mirchi 😊
এটা আমার প্রথম কমেন্ট ❤❤❤
আরে অয়ন্তিকা দি যে।।
আনন্দ যে ধরে রাখা যায় না।।।
তার সাথে হিমাদ্রী স্যার এর গল্প তাও এক ঘন্টার।। 2025 এর শুরুটা দারুণ হবে।।
Mirchi is the mother brand of Audio stories. So it deserve our bloody respect ❤❤
এটা সত্যি। কিন্তু এখন কিছু টা বিরাট কোহলির মতো হয়ে গেছে 😅
নতুন বছরের শুভেচ্ছা mirchi bangla,, বছরের প্রথম রবিবার টা কান টান উত্তেজনা মধ্যে দিয়ে কাটবে❤❤ এই নতুন বছরের প্রত্যেকটা রবিবারে এইভাবেই সুন্দর সুন্দর গল্প উপহার পেতে চাই,,অয়ন্তিকা দি ফিরে এসেছে,,,দীপ দা যেন এই ভাবেই খুব তাড়াতাড়ি ফিরে আসে,❤❤,,সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম😞😞
আমিও।
Dada apnar sathe kichu khotha chilo?😊
Humm @@Nagbabu143
দীপ এর সাথে মীরকেও চাই please ফিরে এসো
গত বছর Paraglider শুনে মাথা ঘুরে গেছিল (in a positive way) ৷ বিবরণ শুনতে শুনতে হারিয়ে গেছিলাম ৷ ওনার সমস্ত গল্পের জন্যই অপেক্ষায় থাকি ❤
Paraglider গল্পটা সত্যিই খুব সুন্দর। মন ছুঁয়ে যাওয়া প্রাকৃতিক বর্ণনা ❤️❤️
অসাধারণ উপস্থাপনার গুণে গল্পটি প্রেডিক্টেবল হওয়া সত্ত্বেও অপূর্ব লাগল। প্রতিটা চরিত্রে যথাযথ অভিনয়। তবে ঋতব্রতের কথা আলাদা করে বলতেই হবে। একরাশ মুগ্ধতা।
Apnader golpo amra prai 15 yrs dhore sune aschi.sunte vison valo lage.
Kintu bortomane,amar 10 yrs er cheleo apnader golpo sunte valobasche,kintu apnader adhikanso golpoi prapto boyosko der jonno haoai,amader Sunday suspense sona prai bondho hote boseche
হিমাদ্রিবাবুর ভৌতিক গল্প মানেই বিশেষ কিছু,আজকাল কার আধুনিক ভৌতিক গল্পের ভিড়ে পুরনো দিনের পরিপূর্ণ স্বাদের ভৌতিক গল্পের স্বাদ যে দু একজন হাতেগোনা লেখকের গল্পে পাওয়া যায় হিমাদ্রিবাবু তাদের মধ্যে অন্যতম।এই গল্পটাও তার ব্যতিক্রম নয়।গল্পটি ভালোই লেগেছে।শেখরদার গল্পপাঠে সকল ঘটনার বর্ননা অসাধারণ হয়েছে।সকলের অভিনয়ও দারুণ হয়েছে।এই গল্পটির মাধ্যমে অয়ন্তিকাদি সানডে সাসপেন্সে ফিরলেন।সবমিলিয়ে নতুন বছরের শুরুটা দারুণ হলো।
Adi bhoutik adi doubik golpo nodir motoi rohosso purno
Rwitobroto ar Ayantika just awsm 👌,,Gourob o darun ,,sobai khub sundor kontho dan koreche ,,❤
Ayantikar sei hasi onek din por sune khub valo laglo❤❤
Happy New Year 2025 to all SS fans.
Notun Bochorer prothom golpo, ebong amader prothom kaaj. Puro team'er sobai khub jotno kore kaaj ta korechen. Asha kori apnader sobar khub bhalo lagbey Himadri Kishore Dasgupta sir'er ei golpota. Amra kritogyo SS team'er sokol member kache, amader upor vorsha rakhar jonno, speacaily amader mentor Richard Da aar Indrani dir naam toh boltei hobe.
Golpo shonar por ebar baki ta apnara janaben, kemon laglo. ❤
- Soumo & Subho (CROSTEC)
অনেক দিন পর আপনাদের কাজ শোনার জন্য উৎসাহিত❤️
দাদা তোমাদের ভোগ গল্পের মিউজিক টা সেরা ছিল। Happy New Year 🎉
🎉🎉🎉🎉
Welcome Back ❤
Loved RJ Shekhar's narration ❤❤❤
শেখর, অসাধারণ, অপূর্ব,
গলাটা শুনলেই প্রাণ জুড়িয়ে যায়
বছরের শুরুতেই অয়ন্তিকা ফিরছেন। তার উপর আবার হীমাদ্রি কিশোর দাশগুপ্ত-ও ফিরছেন। বছরের প্রথম রবিবারেই যে একেবারে ডাবল ধামাকা ❤❤
Dada apnar sathe kichu khotha chilo?😊
একদম
@@Nagbabu143 বলুন
Ami i bolechhilam...purono der firie ante...ek ek kore bes koekjon asbe mone hoi...lets wait & watch.
অয়ন তিকা র মত বাকিদের ফিরিয়ে আনা যায় না কী ss
গল্পের শেষের গানটা খুব সুন্দর লাগলো। শেখর বাবুর অনবদ্য গলা। গানটিকে আলাদা করে আপলোড করুন যেমন ডাকাত দলের গান আর মনমোহন কানহা করেছিলেন।
porinitar gan tao chai ota onek khujeo pelam na
Yes .
বর্তমান সময়ের সঙ্গে বেশ উপযোগী একটি কাহিনী। সমাজের লুব্ধ লোলুপ রূপটাকে খুব উন্মুক্ত ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। অয়ন্তিকাকে অনেকদিন পর শুনে খুব ভালো লাগলো। আর প্রত্যেক বারের মতোই অয়ন্তিকা এবারও অসাধারণ। শেষের গানটিও খুব সুন্দর। মন ছুঁয়ে গেল শেষ ভাগে এসে।
শেষের গানটি শেখর নিজে বানিয়ে গেয়েছেন। খুবই সুন্দর।
Ami i bolechhilam...purono der firie ante...ek ek kore bes koekjon asbe mone hoi...lets wait & watch...o chhilo gmt te chole elo ss e...deep chhilo ss e...chole gelo gmt te...ekhon sudhu artist swapping cholchhe...dekha jak ar kojon ase jai😊
@@arnabdas3600Ayantika guest artist chilo, GMT'r member na.
@@Shikkhito-Chhotolokseta jani...but gmt tei ekmatro korto...and or nijer instagram eo gmt ke niei post korto...sei orthe gmt r sangei jukto chhilo...ar tachhara gmt te prai sabai guest artist hisebei kaj kore du ek jon chhara...tai bolechhi gmt te chhilo.
😂😂😂
Mosmai Orchid was the best I ever heard...... 🎉🎉🎉🎉🎉🎉❤
ঠিক সাড়ে চারটে যেই বেজেছে.. sunday suspence নিশ্চিন্তে শোনার সময় আমার হয়েছে.. 😅Mirchibangla 🎉❤ তাই আর নয় কোনো ভূমিকা.. নতুন বছরের উপহারে "কালিন্দীর" চরিত্রে আছেন অয়ন্তিকা.. এর চেয়ে আনন্দের আর কিছুই নেই আজ.. ওদিকে পোষ্ট ডিজাইন অসাধারণ.. 👌💕👌এখন শুনি শেখর বাবুর কন্ঠে গল্প পাঠ.. 😘😘🌿👍🌿
Sunday Suspense back its his own form❤☠️☠️🔥🔥🔥🔥🔥
The flute was so awesome. The whole presentation reminds me of "Boal Macher Jhol" drama.
খুবই সময় উপযোগী গল্প। অসাধারন লাগলো।
হিমাদ্রি কিশোর দাশগুপ্ত র লেখা গল্প খানির নামকরণ টাও চমৎকার.. "কালিন্দীর নৌকা", বেশ রহস্য জনক নাম খানা.. জঙ্গল নদী পাহাড়, তার উপর চাঁদনী রাতে নৌকা বিহার.. এ যে চরম উন্মাদনা পঁচিশ এর প্রথম sunday suspence এর উপহার.. 🙏💐🙏😘😘
এই কয়েকদিনেই শেখরদার ন্যারেশনের ফ্যান হয়ে গেছি ❤
অসাধারণ লাগলো। অনেক ধন্যবাদ আসলে সানডে সাসপেন্স এর টিম কে সত্যি কথা বলতে সানডে সাসপেন্স সবার থেকে ভালো এখানে লেখকের পরিচয় টা খুব সুন্দর করে বলা হয় যা অন্য কোনো চ্যানেলে বলা হয় না তারা সরাসরি গল্পে চলে যায় কিন্তু যার লেখা পরে আনন্দ নিচ্ছি তার সম্পর্কে বললে যে শ্রোতাদের আগ্রহ আরও বাড়ে তা অনেকেই বুঝে না।সবদিক দিয়ে সানডে সাসপেন্স বেস্ট।
শেষের দিকের ভাটিয়ালি গানটা
জাস্ট Goosebumps 😮😮😮
কি শক্তিশালী চিত্রনাট্য…সেলুলয়েডের রূপ দান করলে আর দেখতে হবে না❤❤❤❤❤❤
অসাধারণ টেরিফিক একটা গল্প
শেষের গানটা just wow. Nice ending 👏❤
ভালো লাগলো গল্পটা...🤩😍 classic Sunday Suspense vibe পেলাম❣❣ আর শেষের গানটা তো পুরো চুমু 😘😘
❤❤❤❤❤❤❤❤❤❤❤ গল্প যদি শুনতে আসতে হবে Mirchi বাংলায়।❤❤❤❤
মনে রেখো যেমন background আর তেমন শিল্পীর কাজ ❤❤
মনে হয় কবি নিজেই বসে থেকে তৈরি করে গেছে।❤❤❤
আছে আরো চ্যানেল youtube এ তবে শুনলে তুমি নিজেই ❤❤
পার্থক্য শুধু চাঁদ আর সূর্যের নয়।
2025 er First Sunday tei OVER BOUNDARY.....Hats Off to Team Sunday Suspense ❤❤❤❤
খুবই ভালো লাগলো, পরিচ্ছন্ন মনোরম গল্প ❤❤❤
অয়ন্তিকাদি ফিরছেন এর চেয়ে ভাল লাগা আর কি হতে পারে।এসব চরিত্র ওনি পারফেক্ট করেন। হিমাদ্রি বাবুর গল্প সবসময়ই বেস্ট।
কাহিনীর সঙ্গে গানটিও চমৎকার! ❤❤
ওরে বাবা, এই তো ayantika র সুন্দর কন্ঠস্বর নিয়ে চলে এসেছেন সুন্দরী কালিন্দী.. ❤❤👌💕💕 mirchibanglar চমক গুলো বেশ রোমান্টিক.. তার সাথে আনন্দ বেদনা ও অদ্ভূত বীভৎস সুন্দর কষ্ট লুকোনো কাহিনী আজকের দুর্ধর্ষ.. 👍💐
অর্পণ ওরফে গৌরব তপাদার কে শুনতে খুব ভাল্লাগছে.. গলার স্বর খানাও বেশ পরিপাটি.. 👌🌹আর তমাল ওরফে ঋতব্রত তো ফাটাফাটি.. 😅❤😅 নেশাগ্রস্ত চরিত্রে অভিনয়.. awesome ঋতব্রত.. 👍💐👍🌿🌿খুব খুব ভাল্লাগছে আজকের গল্প এবং অভিনয় টিমকে .. সবার জন্য অনেক ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা.. আবার বলি, শেখর বাবুর গল্প পাঠ শুনতে মনমুগ্ধ হয়ে গেলো..🎉 ❣️❣️❣️🙏🙏
Fist comment as well as first like ❤❤❤
Back in old suspense ❤❤❤
00:59:59গানটা সম্পূর্ণ আপলোড করুন পিলিজ।।😎😌😌
Ayantika di is back ❤❤❤❤
Now eagerly waiting for Somak da 😍
বার্তা- নারীর প্রতি শ্রদ্ধা❤
দারুন উপস্থাপনা।
হিমাদ্রিকিশোর বাবুর লেখার তো জবাব নেই। অপেক্ষায় রইলাম এরকম আরো কিছুর জন্য।
অসাধারণ বললে কম বলা হবে,
Sunday Suspense নিজেই নিজের উদাহরণ
আর শেষেরটা তো মন ছুয়ে গেল❤
Bapre bap Ki golpo ! Just fatafati..
Jodio ami khub ekta comment korinah kintu ajker golpo ta sune na kore thakte parlam na 😇oshadharon ekti golpo ❤mirchi sunday suspense oshonkho dhonnobad eto sundor ekti golpo poribeshon korar jonno❤
Duration - 1:01:38😊❤
Thnx
Thank you duration taa dewar jonno
আমি টাকি ঘুরে এসেছি , আগের বছর , তাই প্রথমেই স্থান , কাল, শুনে আবেগভূত লাগলো❤❤❤❤
Asadharon laglo golpota ❤❤
হিমাদ্রি বাবু আমার খুব প্রিয় লেখক❤❤
বছরের শুরুতে এক সঙ্গে 3 জন ফিরছেন- হিমাদ্রি বাবু, অয়ন্তিকা দি আর আবহ নির্মাণ এ crostec🎉🎉
নতুন বছর শুভ হোক🙏
নিজের প্রিয় জায়গার বর্ণনা শুনতে খুব ভালো লাগে❤❤❤❤
অসাধারণ
হিমাদ্রী বাবুর গল্প শুনতে খুব ভালো লাগছে ধন্যবাদ ss
The first Sunday of 2025 🙌🙌, সঙ্গে হিমাদ্রিকিশোর বাবুর গল্প ফিরে পেলাম, অন্যতম প্রিয় একজন লেখক যার অন্যান্য উপস্থাপনা আলাদা জগতে নিয়ে চলে যেত 😊😊, আবার শুনব ❤️
শুরুটা মন্দ হল না 😌😌
Tomake ek rat er jonno chai😊
সাতক্ষীরা থেকে শুনছি।
গল্পের সাথে সাথে টাকিতে ঘুরতে যাওয়ার ও ইচ্ছা জেগে গেলো 🙂
হিমাদ্রিকিশোর দাশগুপ্ত = Nostalgia ❤❤
Nostalgia = Sunday Suspense 💚💚
Sunday Suspense = GOLDEN CHAPTER 🧡🧡
@@dawoodibrahim1993 দাদা আপনার সাথে কিছু কথা ছিলো
Last e gaan ta teh chokh bhije galo.... Apurbo presentation..Ayantika Di Rwitobroto asadharon...Mirchi Ke anek valobasa roilo❤
Bahhh Jossss lagloooooo
Good story and satisfactory ending of three lunatics. Song is also good. Thanks to writer and Mirchi Bangla for this story. 👍
1:01:38 khube sundor laglo ghotona ta 😊❤️
টাকির খুবই কাছে আমার বাড়ি ❤️ শুনেই বুঝেছি এই অঞ্চলেরই গল্প হচ্ছে ❤️❤️❤️❤️
Just love the story ❤
আমার মনে হয় না কালিন্দী চরিত্র টা অয়ন্তিকা দি ছাড়া আর কেউ এত্ত ভালো করে ফুটিয়ে তুলতে পারত বলে। সব মিলিয়ে এক কথায় সেরা....
Super excited😊😊
অসাধারণ👏✊👍
Jemon shundor golpo, temon hi shundor presentation🎉🎉🎉🎉
গল্পের intro তে দীপের গলা শুনে এখনও স্নায়ু টানটান হয়ে উঠে। যে যতই আসুক ওই গল্প পঠনশৈলী কেউ আনতে পারবে না।
RUclips এ আরও অনেক গল্পের চ্যানেল আছে, তবে যারা মিরচি আর গপ্পো মিরের ঠেকে গল্প শোনে শুধু তারাই বোঝে পার্থক্য।
Thanks mirchi team 👍❤️
Last এ গান টা দারুন লাগলো❤
গল্পটা খুব সুন্দর এবং শেষের দুলাইন গানটা অসাধারণ
গল্পটা মোটামুটি প্রেডিক্টেবল হলেও ভালো লাগলো শুনে
অতিরিক্ত লোভ ও লালসা মানুষের পরিণতি কি করতে পারে তা আমরা লোভ এবং তারপর এই গল্পটা শুনে ভালো মতো বুঝতে পারলাম
পরিবেশনাও যথারীতি সুন্দর, অয়ন্তিকাদিকে অনেকদিন পর সানডে সাসপেন্সে শুনে ভালো লাগলো, শেখরদাও ভালো পাঠ করলেন ,সাউন্ড এর কাজও ভালো হয়েছে।
শেষে একটা কথা বলতে চাই ঋতব্রত কিন্তু দিনে দিনে সানডে সাসপেন্স এর অন্যতম সম্পদ হয়ে উঠছে।
ওকে যা চরিত্রই দেওয়া হোক অত্যন্ত সাবলীল ভাবে করে, একেই বলে জাত অভিনেতা❤
Personal rating: 8/10
100k in 14 hours
200k in 1.5 days
First 24 hours report:
142k
5.5k
RJ Shekhar's narration is too good ❤❤..mir deep is excellent...but this is also so good ❤
অসাধারন লেগেছে ।❤😍😍😍🤩🤩🤩
বছরের শুরুতেই ফিরছেন হিমাদ্রি স্যার, যখনই আসেন তখনই তার গল্প আলাদা লেভেলের ছাপ ফেলে যায়।❤
সেই সাথে কামব্যাক করছেন অয়ন্তিকা চক্রবর্তী। শোনার অপেক্ষায়।
Bhai tui chup kor, tor comment kora chai e??
Khub sundor ❤
Asadharan himadri dar sob kata golpoi darun r jara uposthapona korlen darun accha oi lobh golpo ta last part ta sunte chaichi
অপূর্ব অপূর্ব অপূর্ব কাহিনী......! অনেকদিন পর সত্যিকারের এক অসাধারণ গল্প শুনলাম....
এর নামই হিমাদ্রিকিশোর দাশগুপ্ত...👌👌👌
অসাধারণ একটি গল্প... খুব ভালো লাগলো❤😊
Ayantika di ke Datta teh besh valo lagche as Bijaya❤❤❤ sathe ajker golpo teh o thakche just jome jabe🥰🥰🔥🔥
To be honest it was a brilliant master piece... when I was listening the whole story,it seems I can watch the scenic beauty of a River..I am speechless.. thank you so much.deep and Sunday suspense...
Apurba 🎉🎉
দারুণ উপস্থাপনা
মির্চি প্রত্যেক সপ্তাহে ফাটিয়ে দিচ্ছে.... চালিয়ে যাও গুরু
এতক্ষন মনে হচ্ছিল সিনেমা দেখছিলাম,,,হারিয়ে গেছিলাম কাহিনীতে,,,দারুন
Duration? Himadri babur golpo gulo chalie jan...bhalo gulo...onar kichhu adventure story o pele bhalo hoi...sudipto herman ba onnyo kichhu...du ekta non-adult historical holeo bhalo...ar Agathe Christie r ar kono golpo dile jome jabe.
Jalangir Andhokare 😊🎉 sera sunday suspense hobe
Christie এই মাসেই আসছে। ABC Murders.
এটার duration হলো, 1:01:38.
এক কথায় চমৎকার
Eagerly waiting 🎉
Sundor golpo ❤❤❤😢 love you Sunday suspense
Khub bhalo ❣️
Besh onyo rokom.. khub bhalo laglo.. specially ato bhalo description, jano chokher samne dekhte pacchilam
আজকের গল্পটা অসাধারণ হতে চলেছে এই কথাটা আমি আগেই বলে দিচ্ছি ☺✨🧡
besh bhalo laglo
হিমাদ্রি কিশোর দাশগুপ্ত ♥️😌
Khub sundar hoache story ta
Himadri Kishor Dasgupta amar favourite writer . Ar onar golpo audio stories hisabe sona ar seta abar Sunday Suspense channel e ekta aladai feelings . Just osadharon fantastic golpo .
মারাত্বক গল্পঃ❤❤❤
Darun golpo.. prokitir soundorjer bornonoy mon vore gelo.. omon jaygay jete khub eccha korche
Shottyi shekhar dar fan hoye gechhi er por 💛💛💛
হিমাদ্রিকিশোর বাবু আমার ভীষণ প্রিয় লেখক। খুব সুন্দর গল্প❤
Mon chuye gelo❤❤
অসাধারণ গল্প