A friend in need is a friend indeed সানডে সাসপেন্স কে আমি প্রকৃত বন্ধু বলে মনে করি। 2009 থেকে তৈরি হওয়া এই বন্ধন আজীবন থাকবে।। 15 টা বছর ধরে আমার জীবনের নিত্য সঙ্গী, মন ভালো করার মোক্ষম ঔষধ, এই বন্ধু জন্যও বাংলা সাহিত্য কে আরো গভীর ভাবে বুঝতে শিখেছি।।। আজ যখন সেই বন্ধুর সব থেকে কষ্টের সময় আগত, তার পাশে থাকব না এমনটা হতেই পারে না।। এতদিন আমাদের আনন্দ দিয়ে এসেছে.. Now it's time we should support them...❤❤❤❤
ভীষণ সুন্দর হচ্ছে। দীপদার লিগেসি বজায় আছে, থাকবে। প্রতিটি শিল্পীর ভূমিকা অসাধারণ! আর সাউন্ড ডিজাইনিং এর বিষয়ে আলাদা করে আর কি বলবো? সব মিলিয়ে অভূতপূর্ব! 💙💙💙💙💙
একজন মানুষ যার সাথে mirchi র এত বছরের সম্পর্ক,can creates distance only physically, Never emotionally ।... তিনি আন্তরিক ভাবে সর্বদাই আছেন আমাদের সাথে!❤😊
অসাধারণ একটা গোয়েন্দা উপন্যাস। মডার্ন প্রেক্ষাপটে রিয়ালিস্টিক একটা গল্প। দিগন্তর চরিত্রে অগ্নিকেই সেরা মানায়। এরপর এই সিরিজের "বিধি বাম" গল্পটা নিয়ে আসার অনুরোধ জানালাম।
এই mirchibanglar সব বিষয়ে অগ্নি বাবু ভীষণ দক্ষতা সহকারে কাজ করছেন.. এটাই তো আমাদের সাদরে গ্রহন যোগ্য.. জোর গলায় বলা ভালো, অগ্নি সহ mirchi team ইন্দ্রাণী দেবী সবে মিলে sunday suspence ভালোই এগোচ্ছে.. আজকের গল্প খানা ও সুন্দর লাগছে শুনতে.. 👍🌹🥰 আসলে গল্পে suspence না থাকলে sunday suspence মানানসই হবে না.. তাই আজ গল্পে রহস্যের গন্ধ পাচ্ছি একটু আধটু.. 💕🔥🌿🔥🌿🔥🙏🙏
গল্প টা খুব ভালোপরিবেশন ও খুব ভালোশুধু শেষে অজিত মিসিং,,, আর সবাই বলছেন এ নেই, ও নেই,,, ও থাকলে ভালোবাসা হতো,, মানছি ঠিক,, কিন্তু যে যার ইচ্ছে যেখানে খুশি যেতে পারে, থাকতে পারে তার মর্জি কিন্তু টা বলে এখন এখানে যেনারা খারাপ কি? এতে তাঁদের কে অপমান করা হচ্ছে,,, যেন এনারা কিছু জানেন না, বা পারেন না,,,, খুব ভালোই তো হচ্ছে,,, কারোর জন্য কিছু থেমে থাকে না,,, এটা আমার মতামত জানালাম 🙏
শেখর দার আওয়াজ টা শুনে পুরানো কিছু স্মৃতি মনে পরে গেলো..... আগের মতোই একটা ভালোলাগা কাজ করছে... অনেক অনেক ধন্যবাদ আবার এভাবে ফিরে আসার জন্য.... অপেক্ষায় থাকলাম আরো অনেক সুন্দর সুন্দর গল্পের জন্য তোমার গলায় ❤️
বর্তমান কালের লেখকেরাও যে কোনো অংশেই কম যায়না এই গল্প সেই কথাই প্রমান করে। সবার বই কেনার সামর্থ থাকেনা তাই এই গল্পগুলো এতো সুন্দর ভাবে পরিবেশনা করবার জন্যই মির্চি বাংলাকে অনেক ধন্যবাদ। ❤💯❤💯❤
শুনলাম পুরোটা, অসাধারণ হয়েছে। দিনু টিকটিকির সেরা গল্প। অগ্নি-কেই এই চরিত্রে মানায়। অংশুমান পাল বরাবরের মতনই শেষে confession-টায় ফাটিয়ে দিলেন। পুষ্পল-কে বহুদিন পর শুনে খুব ভালো লাগলো। আমাদের মধ্যবিত্ত সুপারস্টার নীলকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। রিয়া-কে অঞ্জলীর চরিত্রে ভালো মানায়। আর ইন্দ্রানী দি বহুদিন পর অভিনয় করলেন আর শুরুর সিনে ওনার হাসি শুনে বিশেষ এক মিসেস চৌধুরীর কথা স্মৃতির অন্ধকারের থেকে বেরিয়ে এলো, 🥶। Anwesh Dey - সত্যিই narration খুব ভালো পারেন সেটা Alice In Wonderland-এ প্রমাণ হয়েছে, চরিত্র অভিনয়তেও যে তিনি দারুন সেটা প্রমাণ হলো। তবে এই গল্পের man of the match ছিলেন বাচ্ছুদার চরিত্রে ইন্দ্রনীল বাবু! শেষ কথা বলি narration নিয়ে, দীপ যাওয়ার পর কে narrate করবে এটা নিয়ে অনেক চিন্তা ছিলো কিন্তু শেখরের narration শুনে চিন্তাটা অনেকটা গেলো। উনি অনেক বছরের অভিজ্ঞ লোক তাই তাকেই এই গুরু দায়িত্ব-টি মানায় এবং তিনি নিরাশ মোটেও করেননি। Sunday Suspense-এর এই নতুন পথচলার জন্য অনেক শুভেচ্ছা রইলো। শুরু থেকে সাথে ছিলাম, সাথে থাকবো। যারা এই সময়েও biased থাকবেন ও ছেড়ে চলে যাবেন বুঝতে হবে তারা কোনোদিনও Sunday Suspense কে ভালোবাসতেন না, ভালোবাসতেই ব্যাক্তিদের। আর বেশি কিছু বলবনা। Sunday Suspense always zindabad!!!🎉🎉🎉🔥🔥🔥
Asole mirchi bangla ke khub valo basi..ar valo basa er manus joto change hoye jak na keno..we always love them ..that's why i love Sunday suspense always ❤❤
দীপ দা চলে যাওয়ার পর এটাই মনে হয়েছিল যে দেবদর্শনের সেই আশ্চর্য পাখি টা সত্যি সত্যিই SS এর জানালায় বসেছে🙃,,,,, "অমর জীবন " সত্যিই এই ভাবেই অমর হয়েই থেকে যাবে স্মৃতির পাতায়💝,,,,,, কিন্তু বাকি যারা তারাও নিজেদের সেরা দিয়েই কাজ করে যাচ্ছেন,,,,SS সেরা ছিল, সেরা থাকবে💓,,,kudos to Agni and ss team,,,,Ss হলো ছোটবেলায় স্মৃতি যেটা কোনদিনই ছাড়া যাবে না🤗,,,, গল্পপ্রেমী মানুষদের জন্য SS হলো অক্সিজেন,,,,,,তাই যে ভাবে ছিলাম থাকব,,,,, পুরোনোকে ভুলে নতুনকে আলিঙ্গন করাই জীবনের নিয়ম,,,, তবু দীপ দা is irreplaceable,,,, যদি কোনো দিন আবার তোমায় এখানেই ফিরে পাই তো সেটাই বড় প্রাপ্তি হবে,,,,and the show must go on💓🖐️
আজকে পুষ্পল বহুদিন পর Sunday Suspense-এ ফিরলেন। নীল আর রিয়াও রয়েছেন এবং ইন্দ্রানী দি বহুদিন পর গল্পে চরিত্র অভিনয় করছেন। Anwesh Dey-কেও প্রথমবারের মতন Sunday Suspense-এ পাচ্ছি। ওর Alice In Wonderland-এ narration খুবই ভালো ছিল, ওকেও মাঝে মাঝে narration-এ রাখবেন। আর শেষ মেষ পোস্টারের কথায়, দারুন হয়েছে পোস্টারটা, চিঠিতে খামের মধ্যে ফর্মুলাটাও লেখা আছে। অসম্ভব সুন্দর ডিটেলিং। Sunday Suspense-এর সাথে ছিলাম, হামেশাই থাকব।
If this is the same RJ Shekhar of "Gobhir Raater Gopon kotha" Who has come to Mirchi for good Team Mirchi has truly got a "GEM" in place of Deep & Mir Equally happy for Goppo Mir er thek Wherein Captain has got back his old team of Deep, Godhuli, Soumak, Ayantika among others May both teams prosper ❤❤
Darun just ❤️ ধন্যবাদ mirchi Bangla ke এবং লেখিকা কে emon একটা দারুণ গল্পএর জন্য শেখর বাবু দারুণ পাঠ করেছেন, অগ্নি দা ও ,,, ❤️ আরও চাই এরকম ,,, বাকি যারা যাওয়ার যাবে ,,, তবে Mirchi Bangla যেন তার legacy টা বজায় রাখে,,, এটাই চাইবো, A big fan of Sunday suspense,,, হিসেবে চাইবো Sunday suspense jeno বজায় থাকে ,,, সারাজীবন, আমি সেই 2014 সাল থেকে , শুনেআসছি,,, এই প্রতি রবিবার সমস্ত পড়াশোনা, কাজ এর মাঝে গল্প শোনার যে নেশা এটা কোনো দিনও যাবে না, Thanks to Mirchi Bangla SS TEAM কে,,, ❤️
অসাধারণ ❤ Sunday suspense এভাবেই আমাদের গল্প শুনিয়ে যাক, কারোর জন্য কিছু থেমে থাকেনা, Sunday suspense cholbe, আমরাও আরো নতুন নতুন দুর্দান্ত কিছু গল্পের জন্য অপেক্ষায় থাকবো ❤ যুগ যুগ জিও Sunday suspense ❤❤
সানডে সাসপেন্সের আপাতভাবে নতুন যুগের সূচনা হচ্ছে আজ নতুন ন্যারেটর শেখরবাবু, ইনিও অত্যন্ত দক্ষ একজন রেডিও শিল্পী, অনেক ভূমিকায় কাজ করেছেন প্রায় 20 বছর আশা রাখছি উনি ভালো করবেন একজন নতুন ডিরেক্টর প্রথমবার কাজ করবেন আমি তো সবসময় প্রিয় শো-এর পাশে থাকব ❤ আপনারাও কি থাকবেন ??
Dip da is emotion , But every great things gradually comes to an end . 😢 And people have their personal choices , But Sunday Suspense is The OG .😊 Shekhar da's narration is equally good and fluent . Support the New Era of Sunday Suspense .🙏🙏
দারুণ লাগলো পুরো গল্পটা। মন দিয়ে পুরোটা শুনলাম ন্যারেটার এর গলাও বেশ ভালো লাগলো ❤ এভাবেই এগিয়ে যাও mirchi bangla অনেক অনেক ভালোবাসা ❤❤ সানডে সাসপেন্স চিরকাল মনের মধ্যে জায়গা করে থাকবে ❤❤
Really good story Satti khub khub sundor golpo Dipanwita madam golpo Aaro publish korun mirchi team🙏 Ekdom Suru theke Jure achhi Sunday suspense yer shangye, Radio theke youtube projonto Pochur writer yer golpo sunechhi mirchi er doulate Thanks - mirchi O team Dipanwita roy madam yer golpo gulo khub valo
Tai naki. Mir ba dip er replacement dakhate parben ? Ha eta sotti je karor jonno somoy theke thake na. Kintu abhijatto bojay rakhar jonno abhijatto toiri korte hoy..jeta dip ba mir toiri koreche..Aaj oder naam e oder awaj sonar jonno manush opekkhay bose thake .tai ei faltu kotha ta bolben na je je jay jak.respect korte sikhun sobar age..golpo pore sunben..sudhu porasona korle e sikkhito hoa jay na.
Ke ache, ke nei..esob sunday suspense er quality down korte pare ni, parbeo na. Notun shilpi der congratulations! Mirchi chere notun channel gore, mirchi er best artist der taka die kine nieo Sunday suspense er moto quality korte parlo na keu, parbeo na asa kori. Sunday suspense is still the best of the best.
Apurbo golper suspense.....poribeshona, team work and voice modulation...anek din por khub bhalo laglo golpota sunte ...Sunday Suspense has shown the exclusively rich quality of the team . God bless You
দারুন হয়েছে গল্পো ও উপস্থাপনা। প্রুফ অফ কনসেপ্ট স্টেজ যখন কোনো ড্রাগ ডিসকভারি হয় তখন কোম্পানি ইনভেনশনের পেটেন্ট ফাইল করে। এতে ইনভেনশন বেহাত হবার চান্স কম থাকে।
ডিসেম্বরের শহর থেকে যায় অপেক্ষায় প্রাক্তন ভালোবাসা নিয়ে, প্রাক্তন কলকাতায়, সব শীতের শেষে হয়তো বসন্ত আসেনা, সম্পর্কের ধ্বংসস্তূপ তোমার আমার, কলকাতায় ...
১জন, ২জন করে ৩জন এই চ্যানেল ছেড়ে বেরিয়ে গেলেন । আমরা অনেকেই নানাবিধ কটূক্তি করছি । কিন্তু কি জন্য এই তিনজন এখান থেকে চলে গেলেন, তার সঠিক কারণ হয়ত আমরা কেউই জানতে পারলাম না । অবশ্য এরই মধ্যে একজন 'কাঞ্চন মাটির মালা'-য় ৩/৪ ঘন্টার একক ম্যারাথন নাট্যপাঠ করে গিয়েছেন ।
বর্তমান সময়ে যে কজন নতুন গোয়েন্দা এসেছেন তার মধ্যে এই 'দিগন্ত দেব'-বাবু আমার অন্যতম প্রিয় একজন, এনার সাথে পরিচয় ও Sunday Suspense এর হাত ধরেই ❤ আর দিগন্ত বাবুর চরিত্রে অগ্নি একদম perfect👌আর এবারে গল্প পাঠে শেখর বাবুও pass করেছেন তাও আবার যাকে বলে 'with flying colors'😅 আর mirchi team এর বাকিরাও বরাবরের মতো দুর্দান্ত🤩❣
Background music is fantastic. The music when Ronny's charecter is being described and he is entering the room, is perfect. Monay hoch6ilo jeno kdrama dekh6i
Bhishon bhalo laglo.. Shekhar da-r gola koto din por j shunlam..bhishon pochonder manush, sathe khub pochonder artist o.. all the best Team Sunday Suspense ❤
গবেষণাগারে গুপ্তচোর.. বাহ্ গল্পের নামটা বেশ রহস্যের গন্ধ মাখা.. Dipanwita ray এর অভিসন্ধি খানা কী, গল্পটা শুনি তারপর বুঝে বলবো কেমন লাগলো mirchibangla.. বেলা চারটে বাজার আগে sunday suspence শোনার সময় হয়না আমার.. যাই হোক এখন গল্পটা শুনি.. শুরুতেই শেখর এর গল্প পাঠ মন্দ লাগেনা.. কারণ আমাদের আকর্ষণ তো sunday suspence.. তার মধ্যে পাঠক অভিনয় শিল্পীদের উত্থান পতন থাকবে.. তাতে আমদের নাক গলিয়ে বা, অহেতুক সমালোচনা করে লাভ নেই.. গল্প ভালো, কিংবা পাঠক ও চলনসই হলেই হল.. দীপ এখন নেই তো কী.. নিশ্চয়ই আবার তিনি ঠিক আসবেন ভালোবাসা থাকলে.. Mirchibangla বাংলা তো উৎস কেন্দ্র রোববার এর আসর বসার.. 🎉❤🙏💞🙏💞🙏🥰🌿
সানডে সাসপেন্স এ অনেক দিন পর এই গল্প টা শুনে সত্যিই টান টান উত্তেজনা অনুভব করলাম। অনেক দিন পর গল্প টা শুনতে আরম্ভ করেই একটা বহু পুরোনো গন্ধ নাকে এলো আমার সেই ভীষণ প্রিয় একটি মানুষের গলা কানে আসতেই। "RJ Shekhar" Fever FM 104 এর সেই গন্ধ। বাসে করে অফিস যাওয়ার পথে শুনতাম ওনার অনুষ্ঠান। অনেক দিন পর আমার সেই প্রিয় শিল্পীর গলাটা শুনে এতো ভালো লাগলো যে কি বলবো।
দীপ দা mirchi ছেড়ে দিয়েছে তো কি হয়েছে,,,উনি তো গল্প পাঠের জন্য আসতেই পারেন,,,অন্যরা যেমন আসে,,,দীপ দা তোমাকে sunday suspense ছাড়া অন্য কোথাও শুনতে চাইনা।।mirchi bangla এর কাছে req করছি যেই গল্প গুলো দীপ দা ছাড়া সম্ভব নই,,সেগুলো অন্য কাউকে দিয়ে খিচুড়ি পাকাবেন না।।দীপ দা কে আমন্ত্রণ জানাবেন,,, এতে শ্রোতা আর mirchi bangla দুই দিকেরই লাভ,,, শ্রোতারা অপেক্ষা করে বসে থাকবে দীপ্ দার কবে গল্প পাঠ আসবে সেই জন্য,,, এতে fan base কোন ক্ষতি হবে না।।একটু ভেবে দেখবেন প্লিজ 🙏🙏🙏🙏
2 দিনে বেশ ভালো ভিউ নিয়েই এগিয়ে চলেছে "গবেষণাগারে গুপ্তচর" দীপ দা নেই, তাই মন ক্ষুন্ন হয়েই গল্প শুনতে শুরু করি। নাহ, শেখর দা নিরাশ করেন নি। বেশ ভালোই গল্প পাঠ করেছেন। ভরাট গলা আর পরিষ্কার উচ্চারণ। সময়ের সাথে আরো উন্নতি করবেন। দীপ দা কেও এই জায়গায় আসতে বহু কাঠ খড় পোড়াতে হয়েছে। সকলের অভিনয় বেশ ভালো। বিশেষত অগ্নি, ইন্দ্রনীল বাবু, অন্বেষ দে প্রমুখ। শ্রোতা রা এই ভাবে ss এর পাশে থাকলে আবার আগের অবস্থান ফিরে পাবে🙏 আমি তো সর্বদা সাথে আছি, আপনারা থাকবেন তো?
A friend in need is a friend indeed সানডে সাসপেন্স কে আমি প্রকৃত বন্ধু বলে মনে করি। 2009 থেকে তৈরি হওয়া এই বন্ধন আজীবন থাকবে।। 15 টা বছর ধরে আমার জীবনের নিত্য সঙ্গী, মন ভালো করার মোক্ষম ঔষধ, এই বন্ধু জন্যও বাংলা সাহিত্য কে আরো গভীর ভাবে বুঝতে শিখেছি।।। আজ যখন সেই বন্ধুর সব থেকে কষ্টের সময় আগত, তার পাশে থাকব না এমনটা হতেই পারে না।। এতদিন আমাদের আনন্দ দিয়ে এসেছে.. Now it's time we should support them...
খুব ভালো লাগলো, গল্প পাঠ যিনি করেছেন তিনিও খুব ভালো, দীপদা ,মীরদা শুনে অভ্যস্ত ছিলাম, নতুনদের শুনতে শুনতে ভালো লাগছে, সবাইকে সুযোগ দেওয়া উচিত ❤ অগ্নির এখন অনেক দায়িত্ব,তবে আমরা সাথেআছি,থাকবো ।যারা সহমত তারা pls like দেবেন 😊
খাতায় কলমে আজ থেকে শুরু হল নতুন ইনিংস 🙂
নতুন জার্নিতেও পাশে থাকব 😊😊, প্রথম থেকে যেমন আছি ❤️❤️
❤❤❤
দারুণ 🎉
H
A friend in need is a friend indeed
সানডে সাসপেন্স কে আমি প্রকৃত বন্ধু বলে মনে করি। 2009 থেকে তৈরি হওয়া এই বন্ধন আজীবন থাকবে।। 15 টা বছর ধরে আমার জীবনের নিত্য সঙ্গী,
মন ভালো করার মোক্ষম ঔষধ, এই বন্ধু জন্যও বাংলা সাহিত্য কে আরো গভীর ভাবে বুঝতে শিখেছি।।।
আজ যখন সেই বন্ধুর সব থেকে কষ্টের সময় আগত, তার পাশে থাকব না এমনটা হতেই পারে না।।
এতদিন আমাদের আনন্দ দিয়ে এসেছে..
Now it's time we should support them...❤❤❤❤
একদম মনের মতো কথা, যে দুঃসময় পাশে না থাকে সে কেমন বন্ধু। আমরা সব সময় Sunday suspense এর পাশে আছি।
❤❤
####################
@@cheeku4ever একদম ❤️❤️
@@cheeku4ever একদম ঠিক
কোনো বড় নামের প্রয়োজন নেই, সানডে সাসপেন্স একটা আবেগ ছিল আর থাকবে।গল্পটা অসাধারণ লেগেছে।
ধন্যবাদ।
ভীষণ সুন্দর হচ্ছে। দীপদার লিগেসি বজায় আছে, থাকবে। প্রতিটি শিল্পীর ভূমিকা অসাধারণ! আর সাউন্ড ডিজাইনিং এর বিষয়ে আলাদা করে আর কি বলবো? সব মিলিয়ে অভূতপূর্ব! 💙💙💙💙💙
অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাকবেন।
কে গেলো কে করলো না ভেবে দুই জায়গায় দারুন সব গল্প শুনতে পাবো এটাই ভাবুন আর সবাইকে মন থেকে ভালবাসুন।😊😊❤❤❤❤
সবাই যদি আপনার মত ভাবত
একজন মানুষ যার সাথে mirchi র এত বছরের সম্পর্ক,can creates distance only physically, Never emotionally ।... তিনি আন্তরিক ভাবে সর্বদাই আছেন আমাদের সাথে!❤😊
শেখরবাবু সানডে সাসপেন্সে আপনাকে স্বাগত গল্পপাঠ করে শ্রোতাদের মন জয় করার শুভেচ্ছা দেওয়া হল আপনাকে
You have literally nailed on finding the new narrator...what a golden piece of voice...
ধন্যবাদ।
অসাধারণ একটা গোয়েন্দা উপন্যাস। মডার্ন প্রেক্ষাপটে রিয়ালিস্টিক একটা গল্প। দিগন্তর চরিত্রে অগ্নিকেই সেরা মানায়। এরপর এই সিরিজের "বিধি বাম" গল্পটা নিয়ে আসার অনুরোধ জানালাম।
এই mirchibanglar সব বিষয়ে অগ্নি বাবু ভীষণ দক্ষতা সহকারে কাজ করছেন.. এটাই তো আমাদের সাদরে গ্রহন যোগ্য.. জোর গলায় বলা ভালো, অগ্নি সহ mirchi team ইন্দ্রাণী দেবী সবে মিলে sunday suspence ভালোই এগোচ্ছে.. আজকের গল্প খানা ও সুন্দর লাগছে শুনতে.. 👍🌹🥰 আসলে গল্পে suspence না থাকলে sunday suspence মানানসই হবে না.. তাই আজ গল্পে রহস্যের গন্ধ পাচ্ছি একটু আধটু.. 💕🔥🌿🔥🌿🔥🙏🙏
গল্প টা খুব ভালোপরিবেশন ও খুব ভালোশুধু শেষে অজিত মিসিং,,, আর সবাই বলছেন এ নেই, ও নেই,,, ও থাকলে ভালোবাসা হতো,, মানছি ঠিক,, কিন্তু যে যার ইচ্ছে যেখানে খুশি যেতে পারে, থাকতে পারে তার মর্জি কিন্তু টা বলে এখন এখানে যেনারা খারাপ কি? এতে তাঁদের কে অপমান করা হচ্ছে,,, যেন এনারা কিছু জানেন না, বা পারেন না,,,, খুব ভালোই তো হচ্ছে,,, কারোর জন্য কিছু থেমে থাকে না,,, এটা আমার মতামত জানালাম 🙏
অধিকাংশ লোক নতুনদের স্বাগত করতে পারেনা যতই ভালো করুক না কেন
এটাই দুঃখের
শেখর দার আওয়াজ টা শুনে পুরানো কিছু স্মৃতি মনে পরে গেলো..... আগের মতোই একটা ভালোলাগা কাজ করছে... অনেক অনেক ধন্যবাদ আবার এভাবে ফিরে আসার জন্য.... অপেক্ষায় থাকলাম আরো অনেক সুন্দর সুন্দর গল্পের জন্য তোমার গলায় ❤️
❤
অসাধারণ একটি প্রযোজনা। গল্প, রেডিও রূপান্তর, অভিনয়, আবহ-ফাটাফাটি !! লা জবাব মির্চি।
Thank you 😊
ছিলাম, আছি, থাকবো... উপস্থাপনা পুরো 💯 অগ্নিদার জন্য ❤
বর্তমান কালের লেখকেরাও যে কোনো অংশেই কম যায়না এই গল্প সেই কথাই প্রমান করে। সবার বই কেনার সামর্থ থাকেনা তাই এই গল্পগুলো এতো সুন্দর ভাবে পরিবেশনা করবার জন্যই মির্চি বাংলাকে অনেক ধন্যবাদ। ❤💯❤💯❤
অনেক দিন পর আবার সানডে সাসপেনস এর পুরোন আমেজ ফিরে পেলাম, খুব ভালো লাগল।
Khub bhalo presentation. Just osadharon. Cheers to Sunday Suspense!
শুনলাম পুরোটা, অসাধারণ হয়েছে। দিনু টিকটিকির সেরা গল্প। অগ্নি-কেই এই চরিত্রে মানায়। অংশুমান পাল বরাবরের মতনই শেষে confession-টায় ফাটিয়ে দিলেন। পুষ্পল-কে বহুদিন পর শুনে খুব ভালো লাগলো। আমাদের মধ্যবিত্ত সুপারস্টার নীলকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। রিয়া-কে অঞ্জলীর চরিত্রে ভালো মানায়। আর ইন্দ্রানী দি বহুদিন পর অভিনয় করলেন আর শুরুর সিনে ওনার হাসি শুনে বিশেষ এক মিসেস চৌধুরীর কথা স্মৃতির অন্ধকারের থেকে বেরিয়ে এলো, 🥶। Anwesh Dey - সত্যিই narration খুব ভালো পারেন সেটা Alice In Wonderland-এ প্রমাণ হয়েছে, চরিত্র অভিনয়তেও যে তিনি দারুন সেটা প্রমাণ হলো। তবে এই গল্পের man of the match ছিলেন বাচ্ছুদার চরিত্রে ইন্দ্রনীল বাবু!
শেষ কথা বলি narration নিয়ে, দীপ যাওয়ার পর কে narrate করবে এটা নিয়ে অনেক চিন্তা ছিলো কিন্তু শেখরের narration শুনে চিন্তাটা অনেকটা গেলো। উনি অনেক বছরের অভিজ্ঞ লোক তাই তাকেই এই গুরু দায়িত্ব-টি মানায় এবং তিনি নিরাশ মোটেও করেননি।
Sunday Suspense-এর এই নতুন পথচলার জন্য অনেক শুভেচ্ছা রইলো। শুরু থেকে সাথে ছিলাম, সাথে থাকবো। যারা এই সময়েও biased থাকবেন ও ছেড়ে চলে যাবেন বুঝতে হবে তারা কোনোদিনও Sunday Suspense কে ভালোবাসতেন না, ভালোবাসতেই ব্যাক্তিদের। আর বেশি কিছু বলবনা।
Sunday Suspense always zindabad!!!🎉🎉🎉🔥🔥🔥
❤
অসংখ্য ধন্যবাদ।
গল্পটা অসাধারণ। ❤
সানডে সাসপেন্সের নতুন পথচলার শুরুটা দারুন হলো। ❤
Asole mirchi bangla ke khub valo basi..ar valo basa er manus joto change hoye jak na keno..we always love them ..that's why i love Sunday suspense always ❤❤
দীপ দা চলে যাওয়ার পর এটাই মনে হয়েছিল যে দেবদর্শনের সেই আশ্চর্য পাখি টা সত্যি সত্যিই SS এর জানালায় বসেছে🙃,,,,, "অমর জীবন " সত্যিই এই ভাবেই অমর হয়েই থেকে যাবে স্মৃতির পাতায়💝,,,,,, কিন্তু বাকি যারা তারাও নিজেদের সেরা দিয়েই কাজ করে যাচ্ছেন,,,,SS সেরা ছিল, সেরা থাকবে💓,,,kudos to Agni and ss team,,,,Ss হলো ছোটবেলায় স্মৃতি যেটা কোনদিনই ছাড়া যাবে না🤗,,,, গল্পপ্রেমী মানুষদের জন্য SS হলো অক্সিজেন,,,,,,তাই যে ভাবে ছিলাম থাকব,,,,, পুরোনোকে ভুলে নতুনকে আলিঙ্গন করাই জীবনের নিয়ম,,,, তবু দীপ দা is irreplaceable,,,, যদি কোনো দিন আবার তোমায় এখানেই ফিরে পাই তো সেটাই বড় প্রাপ্তি হবে,,,,and the show must go on💓🖐️
❤
সত্যিই তাই খুব সুন্দর বলেছেন
T
Mone laglo kothata tomer dada 😢❤...
Indranil Bhaduri, tomaake anek abhinandan. Sunday Suspense e ak bishesh choritre ele o darun shruti abhinoy..
আজকে পুষ্পল বহুদিন পর Sunday Suspense-এ ফিরলেন। নীল আর রিয়াও রয়েছেন এবং ইন্দ্রানী দি বহুদিন পর গল্পে চরিত্র অভিনয় করছেন। Anwesh Dey-কেও প্রথমবারের মতন Sunday Suspense-এ পাচ্ছি। ওর Alice In Wonderland-এ narration খুবই ভালো ছিল, ওকেও মাঝে মাঝে narration-এ রাখবেন।
আর শেষ মেষ পোস্টারের কথায়, দারুন হয়েছে পোস্টারটা, চিঠিতে খামের মধ্যে ফর্মুলাটাও লেখা আছে। অসম্ভব সুন্দর ডিটেলিং।
Sunday Suspense-এর সাথে ছিলাম, হামেশাই থাকব।
ছিলাম আছি থাকবো ❤❤❤
Mosai somahar er oii comment tay apnake reply korechi dekhun giye ektu
If this is the same RJ Shekhar of "Gobhir Raater Gopon kotha"
Who has come to Mirchi for good
Team Mirchi has truly got a "GEM" in place of Deep & Mir
Equally happy for Goppo Mir er thek
Wherein
Captain has got back his old team of Deep, Godhuli, Soumak, Ayantika among others
May both teams prosper
❤❤
Ha uni e
Shekhar paul from fever 104 fm
আমারও তাই মনে হয়। গলাটা চেনা লাগছে।
দারুন অসাধারণ অনবদ্য নতুন টিম । শুভেচ্ছা রইল সকলকে
অসাধারণ হয়েছে, দারুন লাগলো শুনে দীপান্বিতা ম্যাম কে অনেক কুর্নিশ জানাই।
দারুন লাগলো। দিনুর বইটা কিনে ছিলাম যখন নেমপ্লেট হলো, তারপর এই গল্পটা পড়ে দারুন লেগেছিল আর ভাবছিলাম কবে আসবে। ঘূর্ণিঝড়ের ব্যাপারটা দারুন মন আকর্ষণ করছিল। আজ ইচ্ছেটা পূর্ণ হলো। এবার অগ্নির গলায় দিনুর "বিধি বাম" গল্পটার অপেক্ষা।
Name ki boitar ami onek khujeo pai ni
@shubhampaul5117 বইটার নাম "গবেষণাগারে গুপ্তচর"।
লুকোনো ট্রাংক
বিধি বাম
গবেষণাগারে গুপ্তচর
এই তিনটে গল্প আছে।
@@Shikkhito-Chhotolok acha thank u
Publisher?
Nameplate golpo ta thle kothy pabo
@@shubhampaul5117 Patrabharati
আজকের গবেষণাগারে গুপ্তচর অদ্ভুত সমাপতনের মতো এলো, এইসপ্তাহে সত্যিই তাই হয়েছে...
শেখর দা অনেক পুরানো একজন আর্জে। সত্যি খুব ভালো লাগলো কিন্তু সত্যি বলতে দীপ দা কে সত্যি মিস করবো। শেখর দা কে অনেক অভিনন্দন।
এই শেখর দা কি Fevar 104 fm এর rj শেখর??
Darun just ❤️
ধন্যবাদ mirchi Bangla ke এবং লেখিকা কে emon একটা দারুণ গল্পএর জন্য
শেখর বাবু দারুণ পাঠ করেছেন, অগ্নি দা ও ,,, ❤️
আরও চাই এরকম ,,,
বাকি যারা যাওয়ার যাবে ,,, তবে
Mirchi Bangla যেন তার legacy টা বজায় রাখে,,, এটাই চাইবো,
A big fan of Sunday suspense,,, হিসেবে চাইবো
Sunday suspense jeno বজায় থাকে ,,, সারাজীবন,
আমি সেই 2014 সাল থেকে , শুনেআসছি,,,
এই প্রতি রবিবার সমস্ত পড়াশোনা, কাজ এর মাঝে গল্প শোনার যে নেশা এটা কোনো দিনও যাবে না,
Thanks to Mirchi Bangla SS TEAM কে,,,
❤️
❤❤
অসাধারণ ❤ Sunday suspense এভাবেই আমাদের গল্প শুনিয়ে যাক, কারোর জন্য কিছু থেমে থাকেনা, Sunday suspense cholbe, আমরাও আরো নতুন নতুন দুর্দান্ত কিছু গল্পের জন্য অপেক্ষায় থাকবো ❤ যুগ যুগ জিও Sunday suspense ❤❤
❤❤
আসছে আরো নতুন গল্প, সঙ্গে থাকুন।
@@MirchiBanglasonge achi
সানডে সাসপেন্সের আপাতভাবে নতুন যুগের সূচনা হচ্ছে আজ
নতুন ন্যারেটর শেখরবাবু, ইনিও অত্যন্ত দক্ষ একজন রেডিও শিল্পী, অনেক ভূমিকায় কাজ করেছেন প্রায় 20 বছর
আশা রাখছি উনি ভালো করবেন
একজন নতুন ডিরেক্টর প্রথমবার কাজ করবেন
আমি তো সবসময় প্রিয় শো-এর পাশে থাকব ❤
আপনারাও কি থাকবেন ??
Obossoi...
আমৃত্যু থাকব।
Abossoi thakbo
Ekdom 😊
obossoi
Dip da is emotion , But every great things gradually comes to an end . 😢
And people have their personal choices , But Sunday Suspense is The OG .😊
Shekhar da's narration is equally good and fluent . Support the New Era of Sunday Suspense .🙏🙏
Always supporting ❤
দীপান্বিতা ম্যাম, আমার খুব পছন্দের একজন লেখিকা। খুব ভালো লাগে ওনার লেখা গল্প গুলি।❤
দারুণ লাগলো পুরো গল্পটা। মন দিয়ে পুরোটা শুনলাম ন্যারেটার এর গলাও বেশ ভালো লাগলো ❤ এভাবেই এগিয়ে যাও mirchi bangla অনেক অনেক ভালোবাসা ❤❤ সানডে সাসপেন্স চিরকাল মনের মধ্যে জায়গা করে থাকবে ❤❤
Thank you AGNI DA❤
Best performence for today❤
অসাধারণ কাজ হয়েছে। শেখর , আপনার কণ্ঠ আগেও ভালো লাগত। আপনি আগামী দিনের কান্ডারী। শুভেচ্ছা রইল। অগ্নি , তোমার কাঁধে চড়ে সানডে সাসপেন্স অনেক এগোবে আরো , এই বিশ্বাস রাখি। ইন্দ্রনীল , সায়ন , অংশুমান পাল ,নীল , মানালি , রিয়া , ইন্দ্রানীদি , অন্বেষ , অসাধারণ কাজ হয়েছে। আবহ তে দীপক এবং পরিচালনায় অভিজিৎ ( সম্ভবতঃ সানডে সাস্পেন্সেই প্রথম পরিচালনা) আপনারা প্রত্যেকে দূর্দান্ত ! দীপান্বিতা ম্যাডাম , শুভেচ্ছা আপনাকেও। চড়চড় করে ভিউস বাড়ছে। মির্চি এবং সানডে সাসপেন্স স্বমহিমাতেই আছে।
ধন্যবাদ। সঙ্গে থাকুন। :)
Thank you
Shekharbabu asadharon.onyo shilpirao onobodyo.Mirchi Agni is mind-blowing
Shekhar sir er narration amar besh besh valo legeche, khub valo..... Baki sobtao besh valo laglo..... Chaliye jao mirchi.... Choluk aro bohu dur.....💐
Really good story
Satti khub khub sundor golpo
Dipanwita madam golpo Aaro publish korun mirchi team🙏
Ekdom Suru theke Jure achhi Sunday suspense yer shangye,
Radio theke youtube projonto
Pochur writer yer golpo sunechhi mirchi er doulate
Thanks - mirchi O team
Dipanwita roy madam yer golpo gulo khub valo
যে যায় যাক, mirchi bangla তার আভিজাত্য বজায় রাখবে।
Asha korchi
Apni o ektu help korun
Tai naki. Mir ba dip er replacement dakhate parben ? Ha eta sotti je karor jonno somoy theke thake na. Kintu abhijatto bojay rakhar jonno abhijatto toiri korte hoy..jeta dip ba mir toiri koreche..Aaj oder naam e oder awaj sonar jonno manush opekkhay bose thake .tai ei faltu kotha ta bolben na je je jay jak.respect korte sikhun sobar age..golpo pore sunben..sudhu porasona korle e sikkhito hoa jay na.
Kichu mone korben na ashole mirchi cholto mir dar jonne r ekhon mirchi namei cholche ager moto r nei
তাই যেন হয়।
Ke ache, ke nei..esob sunday suspense er quality down korte pare ni, parbeo na. Notun shilpi der congratulations! Mirchi chere notun channel gore, mirchi er best artist der taka die kine nieo Sunday suspense er moto quality korte parlo na keu, parbeo na asa kori. Sunday suspense is still the best of the best.
❤❤❤❤❤
Sotyi... darun kaaj hoyeche. Amar o biswas, notun ra bhalobhabei egiye niye jabe
thank you akash :)
@@MirchiBangla Please never compromise with quality.
অসাধারণ এক গোয়েন্দা গল্প। ধন্যবাদ টিম মিরচি ❤
Absolutely fantastic story 🤟🤟🤟🤟. Sunday suspense rocks 👍👍👍👍
Apurbo golper suspense.....poribeshona, team work and voice modulation...anek din por khub bhalo laglo golpota sunte ...Sunday Suspense has shown the exclusively rich quality of the team . God bless You
ধন্যবাদ!
Netaji Bhawan er kache Tripti Bar a giye Radio Mirchir Deep Dar sathe dekha hayechilo. What a coincidence.... Memory mone pore galo.
Apni ki lucky 😮
গল্প ও স্ক্রিপ্ট দুই বেশ ভালো 👍
1:52:26 কিছুক্ষণের জন্য অন্য জগতে চলে গিয়েছিলাম 😊
আরে দীপ দা গপ্পো মিরের ঠেকে আসছে 😊😢❤ goppo mirer theke reels এ দেখলাম 😊 এবার শার্লক হোমস ও ওয়াটসন কে একসাথে শুনতে পারবো 😊
তাহলে তো ব্যোমকেশ আর অজিতকেও একসঙ্গে পাব ।
@dipalidas56 hmm
@dipalidas56 এবার জমে যাবে
Hm onek aga thaka plan kora e sobai mirchi charlo.
Agni dar sash kotha ta akta example. Jara mirchi charlo tadar joono.
@@rameshait2101 example ta ki
ম্যাডামের লেখনি এক কথায় অনবদ্য❤
Sekhar & Neel k GRGK te suntam. Darun lagto. Ekhon both r in mirchi. I'm glad to hear them here ❤
GRGK???
@indrajitkarmakar2005 fever FM love story series Gobhir Raat er Gopon Kotha
New Era of mirchi bangla ❤
Support korte hobe
❤❤❤
Notun journey fantastic...team mirchi ❤❤❤❤❤❤❤kew thak ba na thak team mirchi jemon 6ilo a6e thakbe......pase 6ilam a6i thakbo joy...team mirchi er joy❤❤❤❤❤❤❤❤❤
the show must go on. we are with you....thank u sunday suspense for making our leisure time enjoyable
❤
দারুন হয়েছে গল্পো ও উপস্থাপনা। প্রুফ অফ কনসেপ্ট স্টেজ যখন কোনো ড্রাগ ডিসকভারি হয় তখন কোম্পানি ইনভেনশনের পেটেন্ট ফাইল করে। এতে ইনভেনশন বেহাত হবার চান্স কম থাকে।
Agni r Shekhor.. well done ❤❤❤
Sobar ovinoy darun. ❤
ডিসেম্বরের শহর থেকে যায় অপেক্ষায়
প্রাক্তন ভালোবাসা নিয়ে, প্রাক্তন কলকাতায়,
সব শীতের শেষে হয়তো বসন্ত আসেনা,
সম্পর্কের ধ্বংসস্তূপ তোমার আমার,
কলকাতায় ...
Sekhar dar voice sune hebbbi laglo. nice to have you in Sunday Suspence Team.
১জন, ২জন করে ৩জন এই চ্যানেল ছেড়ে বেরিয়ে গেলেন । আমরা অনেকেই নানাবিধ কটূক্তি করছি । কিন্তু কি জন্য এই তিনজন এখান থেকে চলে গেলেন, তার সঠিক কারণ হয়ত আমরা কেউই জানতে পারলাম না । অবশ্য এরই মধ্যে একজন 'কাঞ্চন মাটির মালা'-য় ৩/৪ ঘন্টার একক ম্যারাথন নাট্যপাঠ করে গিয়েছেন ।
😢😢😢
Durdanto !!!! Day 1 e jemon chilam, aaj o achi, agami din eo thaakbo to support SS!
❤❤
Asadharon laglo golpo ta asadharon ❤❤❤❤
অপূর্ব গল্প আর তেমনই অসাধারণ পরিবেশন । কি ক'রে সময় যে কেটে গেল ! টান টান উত্তেজন।
Ekdom i tai.... durdanto
বর্তমান সময়ে যে কজন নতুন গোয়েন্দা এসেছেন তার মধ্যে এই 'দিগন্ত দেব'-বাবু আমার অন্যতম প্রিয় একজন, এনার সাথে পরিচয় ও Sunday Suspense এর হাত ধরেই ❤ আর দিগন্ত বাবুর চরিত্রে অগ্নি একদম perfect👌আর এবারে গল্প পাঠে শেখর বাবুও pass করেছেন তাও আবার যাকে বলে 'with flying colors'😅 আর mirchi team এর বাকিরাও বরাবরের মতো দুর্দান্ত🤩❣
সেই সাথে আদিত্য মজুমদার।
Prochondo sundar laglo, onek din por, thank you mirchi.
❤
Eta kishor bharati te chilo Pujabarshiki 2018
Oshadharon golpo ❤
Darun presentation.. and SS proves again no one is indispensable to create a SS magic .. each and every voice is perfect.. kudos to Team SS
❤❤
ধন্যবাদ!
দারুণ! দুর্দান্ত! দুর্ধর্ষ!!! 👌❤🙏🏼
বাহ!
Background music is fantastic. The music when Ronny's charecter is being described and he is entering the room, is perfect. Monay hoch6ilo jeno kdrama dekh6i
Darun golpo,,, khub valo laglo❤❤❤
Darun story.. r tar sathe protyek er team work lajawab.. Sunday suspense jindabad ❤❤
Wow. What a story!! 😳. Superb.
Bhishon bhalo laglo.. Shekhar da-r gola koto din por j shunlam..bhishon pochonder manush, sathe khub pochonder artist o..
all the best Team Sunday Suspense ❤
গবেষণাগারে গুপ্তচোর.. বাহ্ গল্পের নামটা বেশ রহস্যের গন্ধ মাখা.. Dipanwita ray এর অভিসন্ধি খানা কী, গল্পটা শুনি তারপর বুঝে বলবো কেমন লাগলো mirchibangla.. বেলা চারটে বাজার আগে sunday suspence শোনার সময় হয়না আমার.. যাই হোক এখন গল্পটা শুনি.. শুরুতেই শেখর এর গল্প পাঠ মন্দ লাগেনা.. কারণ আমাদের আকর্ষণ তো sunday suspence.. তার মধ্যে পাঠক অভিনয় শিল্পীদের উত্থান পতন থাকবে.. তাতে আমদের নাক গলিয়ে বা, অহেতুক সমালোচনা করে লাভ নেই.. গল্প ভালো, কিংবা পাঠক ও চলনসই হলেই হল.. দীপ এখন নেই তো কী.. নিশ্চয়ই আবার তিনি ঠিক আসবেন ভালোবাসা থাকলে.. Mirchibangla বাংলা তো উৎস কেন্দ্র রোববার এর আসর বসার.. 🎉❤🙏💞🙏💞🙏🥰🌿
Darun❤... Mon vore gelo... Imagine kore jeno cinema dekhe fellam puro
Duration of this thrilling story is 2:39:06 🥳
সানডে সাসপেন্স এ অনেক দিন পর এই গল্প টা শুনে সত্যিই টান টান উত্তেজনা অনুভব করলাম।
অনেক দিন পর গল্প টা শুনতে আরম্ভ করেই একটা বহু পুরোনো গন্ধ নাকে এলো আমার সেই ভীষণ প্রিয় একটি মানুষের গলা কানে আসতেই। "RJ Shekhar" Fever FM 104 এর সেই গন্ধ। বাসে করে অফিস যাওয়ার পথে শুনতাম ওনার অনুষ্ঠান।
অনেক দিন পর আমার সেই প্রিয় শিল্পীর গলাটা শুনে এতো ভালো লাগলো যে কি বলবো।
Three Cheers for Sunday Suspense ❤❤❤❤❤❤❤❤❤❤
Beautiful story excellent presentation and background ❤❤❤❤
বেশ ভাল লাগল, পুরোটা একবারে শুনলাম
দীপদা 🤘🤘🤘🤘🤘🤘 to 🚴♂️🚴♀️🚴♀️🚴♀️🚴♀️🚴♀️🚴♀️🚴♀️🚴♀️🚴♀️🚴♀️ গপ্প মীরের ঠেক
🤟🤟🤟🤟🤟🤟
দীপ দা miss করব 😢
শেখর দা wellcome 🎉
😊
Enar voice gobhir rater gopon katha te onekber sunechi r berber মুগ্ধ হয়েছি অসাধারণ voice ❤
Sunday suspense e pushpal da and indrani di 🎉🎉🎉 onek din por ❤❤❤
Anshuman pal .. man you are a wow .. apnar golai negative characters onno matra pai
Tan tan uttejona. Darun ajker golpo❤
দীপ দা mirchi ছেড়ে দিয়েছে তো কি হয়েছে,,,উনি তো গল্প পাঠের জন্য আসতেই পারেন,,,অন্যরা যেমন আসে,,,দীপ দা তোমাকে sunday suspense ছাড়া অন্য কোথাও শুনতে চাইনা।।mirchi bangla এর কাছে req করছি যেই গল্প গুলো দীপ দা ছাড়া সম্ভব নই,,সেগুলো অন্য কাউকে দিয়ে খিচুড়ি পাকাবেন না।।দীপ দা কে আমন্ত্রণ জানাবেন,,, এতে শ্রোতা আর mirchi bangla দুই দিকেরই লাভ,,, শ্রোতারা অপেক্ষা করে বসে থাকবে দীপ্ দার কবে গল্প পাঠ আসবে সেই জন্য,,, এতে fan base কোন ক্ষতি হবে না।।একটু ভেবে দেখবেন প্লিজ 🙏🙏🙏🙏
Thik bolechen, as a guest asuk atleast.
এটা কবে হলো? দীপ দা কি আর সানডে সাসপেন্স টীম এর সঙ্গে নেই?
He is joining with Mir
@@sweetkantiroy5386na uni ekhon goppo mir er thek e achen. Aj e update elo.
Tobe as a audience hisebe mir sir r deep sir k eksathe sunte parbo abar....eta vebei valo lagche. ❤
এরকম বড়ো বড়ো আর ভালো গল্প দেওয়ার জন্য অনেক ধন্যবাদ
আরো পাবেন
সাথে থাকুন
সানডে সাসপেন্স সেরা ছিল ! সেরা আছে ! সেরা থাকবে !
Darun darun laglo golpo just osadharon ❤❤❤
ধন্যবাদ মাম্পি :)
Amar sona joto golpo ache covid theke tar modhey sab theke top suspens golpo holo eti..Lekhi ka ke many many thanks. ..❤❤❤😊😊😊
গল্প পাঠে fever 104 এর শেখর দা বলে মনে হচ্ছে। 🙂🙂
2 দিনে বেশ ভালো ভিউ নিয়েই এগিয়ে চলেছে "গবেষণাগারে গুপ্তচর"
দীপ দা নেই, তাই মন ক্ষুন্ন হয়েই গল্প শুনতে শুরু করি। নাহ, শেখর দা নিরাশ করেন নি। বেশ ভালোই গল্প পাঠ করেছেন। ভরাট গলা আর পরিষ্কার উচ্চারণ। সময়ের সাথে আরো উন্নতি করবেন।
দীপ দা কেও এই জায়গায় আসতে বহু কাঠ খড় পোড়াতে হয়েছে।
সকলের অভিনয় বেশ ভালো।
বিশেষত অগ্নি, ইন্দ্রনীল বাবু, অন্বেষ দে প্রমুখ।
শ্রোতা রা এই ভাবে ss এর পাশে থাকলে আবার আগের অবস্থান ফিরে পাবে🙏
আমি তো সর্বদা সাথে আছি, আপনারা থাকবেন তো?
Fatafati hoyeche outstanding ❤❤❤❤❤
A friend in need is a friend indeed
সানডে সাসপেন্স কে আমি প্রকৃত বন্ধু বলে মনে করি। 2009 থেকে তৈরি হওয়া এই বন্ধন আজীবন থাকবে।। 15 টা বছর ধরে আমার জীবনের নিত্য সঙ্গী,
মন ভালো করার মোক্ষম ঔষধ, এই বন্ধু জন্যও বাংলা সাহিত্য কে আরো গভীর ভাবে বুঝতে শিখেছি।।।
আজ যখন সেই বন্ধুর সব থেকে কষ্টের সময় আগত, তার পাশে থাকব না এমনটা হতেই পারে না।।
এতদিন আমাদের আনন্দ দিয়ে এসেছে..
Now it's time we should support them...
Deep da is best ❤🙂💕
Sotti tan tan uttejonay bhora ek suspense story sunlam. Darun laglo. Thanks team mirchi bangla sunday suspense.
খুব ভালো লাগলো, গল্প পাঠ যিনি করেছেন তিনিও খুব ভালো, দীপদা ,মীরদা শুনে অভ্যস্ত ছিলাম, নতুনদের শুনতে শুনতে ভালো লাগছে, সবাইকে সুযোগ দেওয়া উচিত ❤ অগ্নির এখন অনেক দায়িত্ব,তবে আমরা সাথেআছি,থাকবো ।যারা সহমত তারা pls like দেবেন 😊
❤❤
Khub bhalo golpo and presentation..Khub bhalolaglo ❤
Sob thik achhe but Without Dip da 😮😢😢 I can't imagine
Narrate k krbr 😢 he was genius ❤❤
Onek ta somoy pore besh valo laglo । Golpo, poribesona sab ee valo