কত শত স্বপ্ন তুমি দেখালে, কতই নাহ প্রতিজ্ঞা করলে জীবনে।সব কিছু তুমি নিজেই,শেষ করে দিলা।আজ তুমি কত সুখে, দেখো আমি তোমার স্বপ্ন ভালোবাসা নিয়ে আজ বেঁচে আছি,অনেক কষ্ট হয় ভুমিহীন। আমাকে নিরবে প্রতি সময় কান্না করাও,আর অন্য দিকে তুমি অন্য ঠোঁট মেতে উঠো।কি করুন জঘন্য আমি আজ। তোমার প্রতি শ্রদ্ধাশীল ভালোবাসা চির জীবন রয়ে যাবে।আমি চলে যাচ্ছি দেশ ছেরে। কোন নারী আমার জীবন স্থান পাবেনাহ।ভালো থেকে প্রিয় বেইমানি। চির অম্লান সুখী হও।তবে কি জানো প্রকৃতি নাহ কাউকে ছারে না।
কারোর জীবন কারোর জন্য থেমে থাকেনা। থাকা উচিতও না। জীবন থেমে না থাকলেই মানুষ থাকে না, এমনটাও নয়। জীবন চলে, মননে বেঁচে থাকে মনের মানুষ শ্রদ্ধায়, ভালোবাসায়। আপনিও আপনার জীবন গুছিয়ে সুন্দর বাঁচুন। অনেক দোয়া আপনার জন্য।
বিরহ, বিষাদ, রোমান্স সবগুলোই তো আসলে প্রেমেরই অবিচ্ছেদ্য অংশ। আলাদা করে শুধুমাত্র প্রেমের কবিতার বইয়ের নাম তো সাজেস্ট করতে পারবো না ভাই, দুঃখিত। রকমারিতে 'প্রেমের কবিতা' লিখে সার্চ করলে পাবেন নিশ্চিত।
@@Mahbubur_Rahman_Tunu হ্যাঁ আমি এরকম কিছুই জানতে চাইছিলাম। এমন কবিতা সংকলনের যে কোনো বই সাজেস্ট করলে আমি উপকৃত হব। আমি কাঁটাতারের ওপার থেকে আপনার ভীষণ একজন গুনগ্রাহী। আপনার কন্ঠস্বর শুনেই আমি কবিতার প্রতি মোহাবিষ্ট হয়েছি...অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Omaik Brother.....
আমি মন্ত্র মুগ্ধের মত আপনার আবৃতি শুনলাম একবার নয় বেশ কয়েক বার। যেমন হৃদয় স্পর্শী কবিতা তেমনি হৃদয় স্পর্শী আপনার কন্ঠ।
ভীষণ!!
হয়ত সে কোনোদিনও জানতে চাইবে না
জানলে কি প্রাপ্তির আশাটা এত গভীর হত ?
আপনার কন্ঠে কবিতাগুলি হৃদয় ছুঁয়ে যাই ভাইয়া ❤❤
আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ সুন্দর থাকুন সবসময়।
কবিতা টি খুব সুন্দর। একেবারে ভিন্ন স্বাদের একটি কবিতা। কবিতা টি পাঠ করার জন্য টুনু দা কে অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা💝 রইলো দাদা।
So much Relatable❤
JUST Outstanding,,,
দারুণ দারুণ দারুণ।
চোখ বন্ধ করে শুনেছি।
হিমমমমমমমম,,,,,,প্রতিটা শব্দই যেন,,,,,, 😢
ভালো থেকো ইতি❤
হৃদয় নিংড়ে লেখা একটা কবিতা আর আবৃত্তি... আহা!!
স্তব্ধ রইলাম ভাষাহীন!!!!
অসাধারণ!!
কত শত স্বপ্ন তুমি দেখালে, কতই নাহ প্রতিজ্ঞা করলে জীবনে।সব কিছু তুমি নিজেই,শেষ করে দিলা।আজ তুমি কত সুখে, দেখো আমি তোমার স্বপ্ন ভালোবাসা নিয়ে আজ বেঁচে আছি,অনেক কষ্ট হয় ভুমিহীন। আমাকে নিরবে প্রতি সময় কান্না করাও,আর অন্য দিকে তুমি অন্য ঠোঁট মেতে উঠো।কি করুন জঘন্য আমি আজ। তোমার প্রতি শ্রদ্ধাশীল ভালোবাসা চির জীবন রয়ে যাবে।আমি চলে যাচ্ছি দেশ ছেরে। কোন নারী আমার জীবন স্থান পাবেনাহ।ভালো থেকে প্রিয় বেইমানি। চির অম্লান সুখী হও।তবে কি জানো প্রকৃতি নাহ কাউকে ছারে না।
বাহ! অনুভূতির সুন্দর বহিঃপ্রকাশ!
অনেক সুন্দর হয়েছে
খুবই চমৎকার কবিতা ও আবৃত্তি 🎉
আপনাকে অসংখ্য ধন্যবাদ
❤❤❤ ধন্যবাদ দাদা ❤❤❤
এ এক অন্য রকমের ভালবাসা।
সত্যিই তাই। 🌿
দারুণ
এই কবিতার সাথে আমার জীবনের অনেক মিল রয়েছে । তাকে আমি অনেক ভালবাসি 😢😢
খুব সুন্দর হয়েছে ❤❤
অশেষ ধন্যবাদ
কি বলবো ভাই অসাধারণ আপনার আবৃতি❤
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই
Osthier....
অথচ তুমিহীনা নির্ঘুম রাত বাড়ছে, হাজার বছরের পুরনো সেই রাত।😢
ভাই আপনার কন্ঠে এই কবিতা গুলো ভালোআগে❤
অসংখ্য ধন্যবাদ আপনাকে
যতবার এই কন্ঠে কবিতাগুলো শুনি ততবারই এই কন্ঠের প্রেমে পড়ে যাই।
❤️🌿
এক অসাধারণ উপস্থাপন ভাই কবিতাও খুবই সুন্দর ❤❤❤
অসংখ্য ধন্যবাদ আর শুভকামনা।
এই কন্ঠ আমার অনেক প্রিয়, মাহবুবুর রহমান।
ভালোবাসা নেবেন। ❤️
@@Mahbubur_Rahman_Tunu❤
অসাধারণ ❤❤❤❤
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
কবিতাটি এতো সুন্দর কেন!?
So wonderful
Thank you so much
আপনার কন্ঠের কবিতা শোনার অপেক্ষায় থাকি ভাই❤
ভালোবাসা জানবেন ভাই।
সব সময় আপনার সু মধুর কন্ঠে কবিতা শোনার অপেক্ষায় থাকি,ভাই অবিরাম ভালোবাসা রইলো ❤❤
ভালোবাসা আপনাকেও।
❤
দারুণ ভাই
অসংখ্য ধন্যবাদ
magical voice 🎶
অসংখ্য ধন্যবাদ
Nice
Ami tar jonno opekkhay din gunlam
Kintu se bujhtei parlo na. Se tar jibon sundor kore sajiye niyeche. Jibon sundor.
কারোর জীবন কারোর জন্য থেমে থাকেনা। থাকা উচিতও না। জীবন থেমে না থাকলেই মানুষ থাকে না, এমনটাও নয়। জীবন চলে, মননে বেঁচে থাকে মনের মানুষ শ্রদ্ধায়, ভালোবাসায়। আপনিও আপনার জীবন গুছিয়ে সুন্দর বাঁচুন। অনেক দোয়া আপনার জন্য।
কি অপূর্ব। দাদা আপনাকে massangar এ পিন করলাম। সম্ভব হলে কবিতার লেখা টা যদি দেন 🙏
❤
না সে জেনেও না জানার ভান করে থাকে ,
সেও জানে এসব নিয়া বেঁচে থাকার মানি হয় না 😢😢😢
বেঁচে থাকাটাই সবথেকে বড় সফলতা। সবথেকে বড় ভালোবাসার বহিঃপ্রকাশ। ভালোবাসা মাত্রই পেতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, ভালোবাসতে হবে; এটাই বাধ্যবাধকতা।
First viewer✌️
Thank you
🖤
❤️
কবিতা এতো মায়াময় হয় কীভাবে ??
আর আবৃত্তি ......ওফ কি বলব.........
কিছু দিনের মধ্যে আমার লেখা কবিতা আবৃত্তি করবার জন্য আপনাকে দিবো ❤❤❤
ইনশাআল্লাহ
ভাই প্রেমের কবিতার সমাহার মূলক একটা বই আমাকে সাজেস্ট করুন। আমি এই বই থেকে আবৃত্তি করতে চাই।
বিরহ, বিষাদ, রোমান্স সবগুলোই তো আসলে প্রেমেরই অবিচ্ছেদ্য অংশ। আলাদা করে শুধুমাত্র প্রেমের কবিতার বইয়ের নাম তো সাজেস্ট করতে পারবো না ভাই, দুঃখিত। রকমারিতে 'প্রেমের কবিতা' লিখে সার্চ করলে পাবেন নিশ্চিত।
@@Mahbubur_Rahman_Tunu হ্যাঁ আমি এরকম কিছুই জানতে চাইছিলাম। এমন কবিতা সংকলনের যে কোনো বই সাজেস্ট করলে আমি উপকৃত হব। আমি কাঁটাতারের ওপার থেকে আপনার ভীষণ একজন গুনগ্রাহী। আপনার কন্ঠস্বর শুনেই আমি কবিতার প্রতি মোহাবিষ্ট হয়েছি...অসংখ্য ধন্যবাদ আপনাকে।
কেমনে পারেন দাদা..?😢😢
পারি কিনা জানিনা, কবিতা যা কিছু অনুভব করায়, তার সর্বোচ্চ টুকুন নিংড়ে দিতে আপোষ করিনা কখনোই। ভালোবাসা জানবেন।
আসলেই কি এসব বাস্তব নাকি শুধুই কবিতা🤔
কবিতা বাস্তবতারই প্রতিচ্ছবি। কল্পনা বা উপমার ব্যবহারও থাকে তবে সেও মনুষ্য অনুভূতি বা ঘটনা বিবর্জিত নয়।
🖤🖤
❤️🌿