ভুলের বসত,, পুরে হইলো ছায়,,ঐ,, যে মরা গাছের ডালে,,একটি বাসায় পড়ে থাকি,, একা,, কেব লি,,শুধুই একা পড়ে থাকি,, চর্থুর দিকে শুধুই,, শূন্য তা,, আর কুয়াশা, ছাড়া কিছুই দেখা যায় না,,,,, শুরু থেকেই,, এভাবে থাকতে থাকতে, সব কিছুই মন থেকে মুছে যায়,, আর কিছুই,, মনে, থাকে না,, বাস্তব জীবনের,,,,, আজ কি, বার কোন মাস, কে কোথায় আছে,, বা নেই,, কোন, খবর ও,, রাখতে মন,, চায়না,, মন চায়,, শুধু,, এই শূন্য, বাসা থেকে, ঐ সু দুর,,,,, দ্বীগন্ত আকাশে,, উড়ে যেতে চায়,,মনের সুখে ডানা মেলে,, স্বাধীন ভাবে,, মন শুধু, উড়তে চায়,আর,,ভাল লাগে না, একক,দুঃখের অনুভব ভাবনায় ঘিরে, থাকা এই,শূন্য তার প্রহরী হয়ে, পড়ে থাকো, আধ মরা, লাশের মতো, নেই কথা, নেই, গান, কাব্য কবিতা নেই আনন্দ বিনোদন আড্ডা কথা হাসি, কিছুই তো নেই,,
যা লেখা আছে, তাই উচ্চারণ করা হয়েছে, তাছাড়াও শতভাগ বিশুদ্ধ উচ্চারণে নির্মাণ করা আমার পক্ষে সম্ভব নয় এবং সেটা নিয়ে আমি লজ্জিত নই কারণ; আমি ভুলের উর্ধ্বে না। যারা শতভাগ সঠিক উচ্চারণে আবৃত্তি করেন, কথা বলেন, তাদেরকে আমি শ্রদ্ধা করি, শেখার চেষ্টা করি। আপনাকে ধন্যবাদ।
আহা কি সুন্দর মনমুগ্ধকর আবৃতি প্রতিটা লাইন মন ছুঁয়ে গেল
অনেক ধন্যবাদ আপনাকে
তবু এভাবেই বাঁচি,
ব্যাথাদের বুকে জড়িয়ে রাখি,
সুখের অসুখে সংক্রমিত হই
নিজেকে নিজের ফাঁকি!
হ্যা,,তাই তো, নিজেকে নিজেই
দিই ফাকি, আর শূন্য তায় পড়ে থাকি,তবুও চায়,সত্য, চির,অমর হয়ে বেচে থাকুক,
ইহকাল থেকে পরকাল, অব্দি,
এভাবেই,, সেই শুরু থেকেই,
শেষ অব্দি,
জীবনের ব্যয়ে আমিও যে ক্লান্ত ভীষণ ,
স্বস্তির অভাব আমার ভবগুরে এ ভ্রষ্ট জীবন😥😥😥
আহ! এমন আবৃত্তি শুনলে গায়ের লোম শিউরে উঠে☺️
ভালোবাসা ❤️
সুন্দর!
দরদভরা আবৃত্তি মনের খোরাক আহ
অসাধারণ লেখা, দারুণ আবৃত্তি। দুইজনের প্রতি শ্রদ্ধা
❣️🌿
চোখ দুটো রোজ পোড়ে,
সেই কবেই পুড়েছে মন,
এখন হৃৎপিণ্ড পোড়াচ্ছে,
অদ্ভুত কুড়াচ্ছে জীবন।
এই লাইন গুলো খুব ভালো লাগলো
পুরো টাই অসম্ভব সুন্দর হয়েছে দাদা
ভালোবাসা ❤️
আহা! মহুময় আবৃত্তি 😊
খুবই সুন্দর।
আবৃত্তি শুনে চোখ দিয়ে কখন যে জল আসছে বুঝতেই পারিনি...
মুগ্ধতা...❤
ভালোবাসা রইলো ❤️
❤❤❤❤❤❤❤
টুনু দাদা❤😢
আহা 🤲🥰
❤❤❤ ধন্যবাদ দাদা ❤❤❤
আহা দ্বিধা দ্বন্দ্ব। 🥺
❤️❤️
প্রশংসা করবার ভাষা হারিয়ে ফেলেছি ভাইয়া।। ❤❤❤
ভালোবাসা রইলো ❤️
সুন্দর🖤
অফুরন্ত ধন্যবাদ
মুগ্ধ হয়ে শুনি
অনেক সুন্দর হয়েছে!!
অনেক অনেক ধন্যবাদ
আপনার আবৃত্তি শুনে অনেক অনুপ্রেরণা পাই
এত ভরাট কন্ঠ! শুনে গায়ে কাটা দিয়ে ওঠে!
ভালোবাসা রইলো
আহ এমনি করে যেন এই আমি এক ঝরা পাতার মতো নেমে আসি নিচে
desh niye arkm kobita valo lage,,,,
ভালোবাসা রইলো ❤️
In a word outstanding ❤
অশেষ ধন্যবাদ ❤️
কি সুন্দর আবৃত্তি, ভাই।
অসংখ্য ধন্যবাদ
অসাধারণ একটা কবিতা।
যদিও কবিতা তেমন শুনা হয় না আমার। অনেক ধন্যবাদ ভাই, এরকম সুন্দর একটি কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ভালবাসা নিবেন😊❤
ভালোবাসা জানবেন। ❤️
নিরব ঘাতক 😮
অনেক ভাল হয়েছে আবৃত্তি এবং মিউজিক কম্বিনেশন ধন্যবাদ টুনু ভাই আমার ❤
ভালোবাসা ভাই। এইসব অনুপ্রেরণা পূর্ণতা দেয়। ❤️
Bolte kharap lagle oo sotti.... Ei rokom Hire rekhe amra bangali. Khuze berai rotno.
Sotti bangali rr. Ruchi. Sesh
কি সুন্দর আবৃতি
অনেক ধন্যবাদ আর শুভকামনা রইলো ভাই
সুন্দর কবিতা❤❤
অসংখ্য ধন্যবাদ 😊
অনেক সুন্দর
অনেক ধন্যবাদ আর ভালোবাসা।
অনেক সুন্দর ভাই ❤❤
অশেষ ধন্যবাদ। সুন্দর থাকবেন।
❤
ভুলের বসত,, পুরে হইলো ছায়,,ঐ,, যে মরা গাছের ডালে,,একটি বাসায় পড়ে
থাকি,, একা,, কেব লি,,শুধুই
একা পড়ে থাকি,, চর্থুর দিকে
শুধুই,, শূন্য তা,, আর কুয়াশা,
ছাড়া কিছুই দেখা যায় না,,,,,
শুরু থেকেই,, এভাবে থাকতে
থাকতে, সব কিছুই মন থেকে
মুছে যায়,, আর কিছুই,, মনে,
থাকে না,, বাস্তব জীবনের,,,,,
আজ কি, বার কোন মাস, কে
কোথায় আছে,, বা নেই,, কোন, খবর ও,, রাখতে মন,,
চায়না,, মন চায়,, শুধু,, এই
শূন্য, বাসা থেকে, ঐ সু দুর,,,,,
দ্বীগন্ত আকাশে,, উড়ে যেতে
চায়,,মনের সুখে ডানা মেলে,,
স্বাধীন ভাবে,, মন শুধু, উড়তে
চায়,আর,,ভাল লাগে না, একক,দুঃখের অনুভব ভাবনায় ঘিরে, থাকা এই,শূন্য
তার প্রহরী হয়ে, পড়ে থাকো,
আধ মরা, লাশের মতো, নেই
কথা, নেই, গান, কাব্য কবিতা
নেই আনন্দ বিনোদন আড্ডা কথা হাসি, কিছুই তো নেই,,
Jibonta nijer essymato shajano jayna
আহ কী আবৃত্তি?
❤❤❤❤❤❤❤❤
❤❤❤
❤️❤️
❤❤
nice
Thanks
আহা! কবি যেন নিজের কথা লিখলেন!
টুনু ভাই, ফেসবুকে আপলোড দিলে শেয়ার করতে পারতাম।
ভালোবাসা জানবেন ভাই
Ki bolbo ami nirbak,hotobak😮
❤️❤️
ভাইয়া একটা কবিতা আবৃত্তি করবেন!
কবিতার নাম
❤️ ঘরে ফেরা 😢
'আমার একটি নাম দিও'- মো:সহিদুল ইসলাম রাজন-এর কবিতার বইটা থেকে একটা কবিতা আবৃত্তি করুন📖
অসাধারণ বই❤
লেখাটা পাওয়া যাবে স্যার?
পঁচে নয় উচ্চারণটা পচে হবে ৷
যা লেখা আছে, তাই উচ্চারণ করা হয়েছে, তাছাড়াও শতভাগ বিশুদ্ধ উচ্চারণে নির্মাণ করা আমার পক্ষে সম্ভব নয় এবং সেটা নিয়ে আমি লজ্জিত নই কারণ; আমি ভুলের উর্ধ্বে না। যারা শতভাগ সঠিক উচ্চারণে আবৃত্তি করেন, কথা বলেন, তাদেরকে আমি শ্রদ্ধা করি, শেখার চেষ্টা করি। আপনাকে ধন্যবাদ।
অসাধারণ পাঠ । মন ছূঁয়ে গেলো । ruclips.net/video/GtCxI96afso/видео.htmlsi=Ud93RCF8i8kF-uEa