দেহতত্ত্ব ও লিঙ্গ সাধনা - ১ SADHANA ON SUBTLE BODY - 1 - ETERNAL PEACE SEEKER - SSPF
HTML-код
- Опубликовано: 11 фев 2025
- কথায় বলে "শরীরমাদ্যং খলু ধর্মসাধনম"- শরীর ছেড়ে সাধনা করা যায় না। যে কোনো কারণেই হোক, একদিন সেই অনির্বচনীয় শক্তির প্রভাবে আমরা সবাই এই সংসারপাশে আবদ্ধ হয়েছি। সেই দিন থেকেই দেহকে আশ্রয় করে অভিব্যক্ত হয়েছি। আর ধীরে ধীরে নিজের স্বরূপ ভুলে গেছি। দেহের মধ্যে থাকতে থাকতে একদিন নিজেকে দেহ বলেই মেনে নিয়েছি। মহাত্মাগন বলছেন, আমরা সবাই আসলে বিশুদ্ধ চেতনা, কিন্তু দেশ-কাল-পাত্র ও কার্য্য-কারণের অধীন হয়ে, আত্মবিস্মৃত হয়েছি। যতই আমাকে বলা হোক না কেন, দেহ অনিত্য, দেহ নশ্বর, আমরা কেউ দেহ নই , তথাপি প্রাকৃতিক শক্তির প্রভাবের কারনে আমাদের দেহাত্মবোধ কিছুতেই যাবে না। রক্ত-মাংসের এই অনিত্য দেহ, আর নিত্য আত্মা এই দুইকে পৃথক ভাবে অনুভব করা সহজ সাধ্য নয়। সাধারণ মানুষ তো-ছাড়, অনেক পণ্ডিত মহারাজ স্থূল দেহ থেকে বিচ্ছেদ না হলে, দেহ থেকে সে যে একটা স্বতন্ত্র সত্ত্বা - তা সে বুঝতেই পারে না। কিন্তু আরো অদ্ভুত সত্য হচ্ছে, সে তখন স্থূল দেহ ছেড়ে সূক্ষ্ম দেহে অবস্থান করছে। সেটাও সে বুঝতে পারেনা। দেহকে সহজে ছাড়া যায় না, এই সত্য বুঝতে গেলেও হাজার বছর লেগে যাবে আমাদের । কেননা, কত হাজার বছর ধরে যে আমরা এই দেহ থেকে দেহান্তরে ভ্রমন করছি, তা কে বলতে পারে ? আমার চৈতন্য সত্ত্বা আর দেহের মধ্যে আমরা নিজেকে গুলিয়ে ফেলেছি। ETERNAL PEACE SEEKER - SASANKA SEKHAR PEACE FOUNDATION
জয় গুরু ❤
প্রণাম গুরুজি
জয় গুরু প্রণাম ।
Pronam pronam pronam gurudeb
জয় গুরু
বাউলের যুগল সাধনা সমন্ধে আলোচনা করেন
Aro valo vabe bujhte chai
দয়াকরে আমাকে আপনার ঠিকানা টা দেবেন ।
Joy Sankar
আপনি দেহ ও মন নয় , আপনি আদমা বা চেতনা - এসব কথা ধর্ম নয় , এসব কথা দর্শন । ভগবান আমরাদের কে ধর্মের জন্য বানিয়েছেন , দর্শনের জন্য নয়।
মায়া বা দৃষ্টির স্বল্পতার জন্য আপনি নিজেকে যাহা ভাবছেন আসলে আপনি তাহা নন । অর্থাৎ নিজের পরিচয় বর্জন করে আপনি দেহকে আপনি বা আমি ভাবছেন এবং আমি রুপ দেহকে দেহ ও মনের কর্তা ভাবছেন এক দ্বৈত ভাবের মনোজগতে । এই মায়া বা দৃষ্টির স্বল্পতা বা দৃষ্টি ভ্রমই মানব প্রকৃতি ।আত্ম পরিচয় বা নিজেকে খোঁজার নামে এই মানব প্রকৃতির কোনরুপ পরিবর্তন সকল ধর্ম নিষেদ করেছেন । কারন এর পরিবর্তনে কজ এন্ড এফেক্টের দুনিয়া থেমে গিয়ে মানুষ অপ্রকৃতিস্হ বা মজজুব বা অমানব হয়ে পরে । সুতরাং মায়া বন্ধন , জড় বন্ধন বা মোক্ষ লাভের সকল চেষ্টা নিষিদ্ধ বা হারাম কাজ । এসব দুনিয়া বিমুখ অলস মানুষের শান্তি খোঁজার নামে অশান্তির কাজ । আমিত্ব নাশ বা ভগবানকে খোঁজার নামে বিনাশী কাজ ।
আপনাকে ভগবান বানিয়েছে তাকে খোঁজার জন্য নয় বরং দাসত্বের জন্য । দর্শেনের ( আমিত্ব নাশ , আদমা , দ্বৈত অদ্বৈতবাদ , আত্ম পরিচয় , ভগবানের দর্শন , মায়া , মোক্ষলাভ এসব দর্শন ) জন্য নয়
বরং ধর্মের ( ভগমানের আদেশ ও নিষেদ মানা ) জন্য ।
সকল ধর্মের মর্মবানী দেখুন তাহলে বুঝে যাবেন আসলে ধর্ম কি ।
ধর্মের মূল বানী :
ভগবান ছাড়া কোন বিধানদাতা নাই ।
[ ] এই মূল বানীর জন্য আপনাকে সৃষ্টি করা হয়েছে
[ ] এই মূল বানীর প্রতিষ্টাই আপনার জীবনের উদ্দেশ্য।
[ ] এই মূল বানীর জন্য আপনার সকল আরাধনা ।
এই মূল বানী ঐ তোতা পাখীর মতো শুধু মুখের বুলী নয়।
এই মূল বানী এক সাহসী মানুষের অগ্নিময় ঘোষনা- ব্যক্তি ও সমাজ জীবন থেকে সব মানব বিধান হঠাও ভগবানের বিধান ছাড়া - নাই কোন বিধানদাতা ভগবান ছাড়া ।
এযেন ব্যক্তি জীবনে নফস ও সমাজ জীবনে নেতার মানবীয় হুকুমের বিরুদ্ধে ভগবানের প্রতিনিধি হিসাবে ব্যক্তি ও সমাজ জীবনে তথা সমগ্র জীবনে ভগবানের হুকুম প্রতিষ্ঠার জন্য ঘরে বাইরে এক মহা পরীক্ষা ।
নফস ও নেতার মানবীয় হুকুমের কারনে সমাজে সৃষ্ট সুদ , ঘুষ ,মদ ,জুয়া , যেনা ও চুরী , অবৈধ লোভ , লালসা ,সুখ , ভোগ, ভাবসাব ও নেতাগিরী সহ সকল অন্যায় ও অপকর্ম বন্ধের জন্য এক মানুষের মহা প্রচেষ্টা ।
ভগবান দেখতে চাইছে সমগ্র জীবনে ভগবানের বিধান বা হুকুম কায়েমের এই অগ্নি পরীক্ষা ও প্রচেষ্টায় মানুষ হিসাবে আপনার সাহস ও হ্যাডম কত । এটাই ধর্ম পরিক্ষা । এটাই শান্তি । এটাই সাফল্য । এটাই মানব জীবনের ঊদ্দেশ্য - এটাই গীতার কথা , কৃষনের কথা , এটাই উপনিষেদ বা পুরানের কথা ।
Tahole toh apnar mote buddo , ramkrishna, vivekananda eder bani ,nijeke chena ,sob britha matro 😂
ব্রমজ্ঞান সম্পর্কে একটু অবগত করুন 😊
তবে শব স্বাধনা টা কি? মনের সূদ্ধতা বাঞ্ছনীয় বলে মনে করি|