কপাল বা ভাগ্য লিখন - (1) মানুষের এতো কষ্ট কেন ? WHY LIFE IS SO PAINFUL ? SSPF
HTML-код
- Опубликовано: 11 фев 2025
- চিন্তামূর্তি কিভাবে কাজ করে ? দেখুন এই চিন্তা মূর্তি অর্থাৎ সূক্ষ্ম-পদার্থে নির্মিত মূর্তি আমাদের মানসিক জগতের নিম্ন স্তরের হওয়ার ফলে এদের মধ্যে সামান্যতম চৈতন্য অবস্থান করে থাকে। অর্থাৎ কিঞ্চিৎ চৈতন্যের সঞ্চার এদের মধ্যেও হয়ে থাকে। তো প্রবৃত্তির লক্ষবস্তু নিকটে থাকলে, এই চিন্তামূর্তি সেই লক্ষ বস্তুর কাছে গিয়ে, তার সূক্ষ্মদেহে একই প্রকার প্রবৃত্তির উন্মেষ ঘটাতে চেষ্টা করে। অর্থাৎ প্রেরকের চিন্তা যত গাঢ় হবে, এবং যতক্ষন বেশিক্ষন স্থায়ী হবে, এইসব চিন্তাপ্রসূত জীবের অস্তিত্ত্ব তত দীর্ঘস্থায়ী ও ফলপ্রদ হবে। এইজন্য বলা হয়ে থাকে, আমাদের কারুর সম্পর্কে কুচিন্তা পোষণ করা গর্হিত কর্ম্ম। কেননা এতে যার সম্পর্কে চিন্তা করা হয়, তার ক্ষতি হবার সম্ভাবনা থাকে। আবার যদি প্রেরক সু-চিন্তা করে, তবে গ্রাহকের অর্থাৎ যার সম্পর্কে আপনি চিন্তা করছেন, তার ভালো হবার সম্ভাবনা থাকে। SASANKA SEKHAR PEACE FOUNDATION - ETERNAL PEACE SEEKER