সাধন জগতের গুহ্য কথা (পর্ব্ব-১) ধ্যান কি করা যায় ? CAN I DO MEDITATION ? ETERNAL PEACE SEEKER - SSPF

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • ধ্যান হচ্ছে মানুষের মনের একটা বিশেষ অবস্থা। মনের মধ্যে এই বিশেষ অবস্থার উদয় হলে, মন আপনা থেকেই ধ্যানস্থ হয়ে যায়। চিত্ত তখন আপনা থেকেই ধ্যানমগ্ন হয়ে যায়। দেখুন মানুষের যখন ঘুম পায়, তখন সে ঘুমিয়ে পড়ে, এই ঘুমের জন্য তখন তাকে কোনো চেষ্টা করতে হয় না। মন তখন বিষয় থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়। এবং স্বাভাবিক ভাবেই সে তখন অন্তর্মুখীন হয়ে যায়। মন নিষ্ক্রিয় হয়ে যায় না। মন তখন বিষয় থেকে নিজেকে সরিয়ে অন্তর্জগতে প্রবেশ করে। আর মন অন্তর্মুখীন হলেই, আমাদের ইন্দ্রিয়সকল নিস্তেজ হয়ে পড়ে। চোখ বুজে আসে, কান শব্দ থেকে নিজেকে সরিয়ে, মনের নিকটে এসে স্থির হয়ে বসে। শরীরের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ তখন বাহ্য ক্রিয়া থেকে নিজেকে সরিয়ে নিষ্ক্রিয় হয়ে অবস্থান করে। আমরা ধীরে ধীরে ঘুমিয়ে পড়ি। যদিও ঘুম না পেলে যে চেষ্টা করে একেবারেই ঘুমানো যায় না, এমন নয়। তবে তা হয় কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ। অর্থাৎ ঘুমুনোর চেষ্টা থেকেও হয়তো একসময় সত্যি সত্যি আমরা ঘুমিয়ে পড়ি।
    ধ্যান ব্যাপারটাও ঠিক এই রকম। ধ্যান একটা মনের বিশেষ অবস্থা,..ধ্যান মনের একটা বিশেষ স্বাভাবিক অবস্থা হলেও, কৃত্তিম উপায়েও আমরা এই ধ্যানের চেষ্টা করতে পারি। যে সাধকের চিত্ত চঞ্চল, তার মন সব সময় বহির্মুখী হয়ে আছে, এদের জন্য অবশ্য়ই কিছু ক্রিয়াযোগের অনুষ্ঠান প্রয়োজন। এদের এই ক্রিয়ারযোগের অনুষ্ঠান ধ্যানের পক্ষে কার্যকরী ভূমিকা নিতে পারে। কিন্তু যার চিত্ত স্বভাগত ভাবেই, অন্তর্মুখী, তারজন্য আলাদা করে ক্রিয়াযোগের অনুষ্ঠান করতে হয় না। পরিশ্রম করলে আমাদের ঘুম পায় , ক্লান্ত হলে আমাদের ঘুম পায়। ঠিক তেমনি ক্রিয়াযোগের অনুষ্ঠান আমাদেরকে ধ্যানের অবস্থায় নিয়ে যায়। ক্রিয়াযোগ হচ্ছে তপস্যা, স্বাধ্যায় ও ঈস্বরপ্রণিধান। এই তিনটির অভ্যাসক্রমে, আমরা ধীরে ধীরে ধ্যানের অবস্থায় নিজেকে নিয়ে যেতে পারি। তখন আমাদের স্বাভাবিক ভাবেই, ধ্যান অবস্থার সৃষ্টি হয়, আর আমরা ধ্যানস্থ হয়ে পড়ি। তো ধ্যান আমরা করি না, ধ্যান আমাদের হয়। ETERNAL PEACE SEEKER - SASANKA SEKHAR PEACE FOUNDATION

Комментарии • 11

  • @prasantadas6024
    @prasantadas6024 Год назад

    দারুণ সুন্দর ভালো লাগলো

  • @DebashisChakraborty-mb3vw
    @DebashisChakraborty-mb3vw Месяц назад

    সুন্দর ভাবে সঠিক তথ্য জানাবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, নমস্কার নেবেন

  • @sharmisthaghatak6501
    @sharmisthaghatak6501 Год назад

    Joy guru dhyan samporke anek kichu jana gelo apner alochana i pronam maharaj 🙏🙏🌼

  • @prasantadas6024
    @prasantadas6024 Год назад

    জয গুরু শ্রী গুরু জয রাধে কৃষ্ণ

  • @mbnorulamin5582
    @mbnorulamin5582 Год назад

    জয় গুরু

  • @salinabegum4016
    @salinabegum4016 Год назад

    Pranam Guruji 🙏🏽

  • @dipaksinha4638
    @dipaksinha4638 Год назад

    ধ্যান কি করা যায়?এই প্রসঙ্গে আপনার প্রবচন শুনে মনে হোল আমার মনের শুদ্ধি করণের প্রয়োজন আছে তা সেটা আপনার আধ্যাত্মিক ব্যাখার মাধ্যমেই হয়তো পূরণ হবে এ আমার দৃঢ় বিশ্বাস। সে যাই হোক আপনার প্রবচনে হয়তো এই জীবনে কোন না কোন দিন সার্থকতা আসবেই আসবে তবেই হয় তো আমার মানব জীবন সার্থক হবে। মনের অজান্তে কত অলীক ভাবনা যে প্রকাশ পায় তা আর বলতে পারি না। মনের গতি ছুটে চলে না না দিকে এক জায়গা থেকে আর এক জায়গায় কিছুতেই ধরে রাখতে পারি না। ভালো থাকবেন। পরিশেষে পবিত্র পূর্ণ প্রণাম জানিয়ে আপনার কাছ থেকে আপাতত নিজেকে লুকিয়ে রাখলাম।শুভ রাত্রি।।

  • @user-sz7oo3th6p
    @user-sz7oo3th6p Год назад

    ♥♥♥♥♥

  • @humayunKabir-ze7fe
    @humayunKabir-ze7fe Год назад +1

    গুরু জি আপনার আদ্ধ্যাতিক আপনার আলোচনায় আমাকে অস্থির করে তুলেছে। দয়া করে ফোন /ইমু/ম্যাসেন্জার নাম্বার দিন।

  • @swapanbairagi2301
    @swapanbairagi2301 Год назад

    এইরকম আলোচনা খুবই ভাল লেগেছে মঙ্গল হোক