সাত্ত্বিক, রাজসিক, তামসিক আহার, জীবনশৈলী এবং সাধনা পদ্ধতি Sattvic, Rajasic, Tamasic Diet & Sadhana

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • সাত্ত্বিক, রাজসিক, তামসিক আহার, জীবনশৈলী এবং সাধনা পদ্ধতি কী ?
    নিরামিষ এবং আমিষ খাবারের মধ্যে কী সাত্ত্বিক এবং কী তামসিক?
    ... এবং সাত্ত্বিক, রাজসিক, তামসিক ঐতিহ্য সম্পর্কিত অন্যান্য ধারণা এবং ভুল ধারণা।
    Sattvic, Rajasic, Tamasic Diet, Lifestyle and Sadhana System
    What is Sattvic and What is Tamasic Diet in vegetarian and non-vegetarian food?
    .... and other conceptions and misconceptions related to Sattvic, Rajasic, Tamasic traditions.

Комментарии • 408

  • @rekhapathak79
    @rekhapathak79 4 месяца назад +28

    আমি এই বয়সে এসে ভারত বর্ষের কলকাতায় আমার মনের মতো এক জন সত্যিকারের হিন্দু কে পেলাম। আমি সনাতনধর্ম কে প্রাণের চেয়ে বেশি 24:09 ভালোবাসি। কিন্তু উচ্চ শিক্ষিত হিন্দু বাঙালির মধ্যে সনাতনধর্ম কে এমন করে আলোচনা করার লোক আপনাকেই পেলাম প্রথম। ভগবান আপনাকে সুস্থ দেহে সুস্হ মনে দীর্ঘ জীবন দান করুণ। আমার সশ্রদ্ধ নমস্কার নিবেন।

    • @ashimkumarmukherjee7883
      @ashimkumarmukherjee7883 3 месяца назад

      আর একজন আছেন তিনার নাম শ্রী নরসিংহ প্রসাদ ভাদুড়ি মহাশয় উনিও দারুন ব্যাখ্যা করেন।
      ইনার বোঝানোর ক্ষমতাও দুর্দান্ত
      পরিষ্কার আওয়াজ এক কথায় দারুন।

    • @vanishkasingh713
      @vanishkasingh713 Месяц назад

      Ji ji hu hu⁴ se ji ni hu TB 4th ed hu ni ni km
      By.
      .
      Ni ni ni ni mo ko ni ji by Orr ko ni ni tu ye hu uh​@. Ok2 St by 12th ko ko ni hu ko ko bi CT oo ni😊😊😊ayhhhhhhhghhhghhhhghgggggggggghhhhhghhhhhhhhhgghghgyhghhhhhhhhgygggggggggggggggg/№1@@@shimkumarmukherjee7883

  • @nikhilchandraguria1537
    @nikhilchandraguria1537 2 месяца назад +11

    সনাতন ধর্মের জন্য আপনার মত মানুষের খুব দরকার।

  • @tarapadamondal49
    @tarapadamondal49 Год назад +26

    আপনার বক্তব্য গুলি চঞ্চল সমাজকে শিক্ষা দেবে।অনেকেই কিছু না জেনেই বড় বড় সাধু হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই।

  • @narayanchandradas6480
    @narayanchandradas6480 3 месяца назад +5

    এত সুন্দর আলোচনা শুনে নিজেকে ধন্য মনে করি।

  • @manikaroy608
    @manikaroy608 Год назад +7

    অতি সুন্দর ও বাস্তব বিশ্লেষণ।খুব ভালো লাগলো।

  • @soumenduprokashchakraborty1505
    @soumenduprokashchakraborty1505 Год назад +14

    এতো সুন্দর এবং গভীর তাৎপর্য মূলক আলোচনা আরও বেশি আলোচিত হোক, সমাজের প্রতিটা মানুষের চেতনা উন্মোচিত হোক, কারণ সময় বড়ই কম. নমস্কার নেবেন মহারাজ 🙏

  • @IamGourabDas
    @IamGourabDas Год назад +26

    খুবই উচ্চ মানের আলোচনা,🙏🏻

  • @abirroy1978
    @abirroy1978 Год назад +16

    আপনি দয়া করে আমার প্রণাম নেবেন।। আমার মনে আসা সমস্ত দন্ধ দুর করলেন আপনি।। অনেক অনেক ধন্যবাদ ।। গীতা পড়েছি কিন্তু এই তিন টে গুন ক জানার তার সম্পর্কে আরও গভীর ভাবে বোঝার ইচ্ছে ছিলো জানতে চাইতাম কিন্তু কেউ নেই যে বলবে।। আজ কে আপনার জন্য আমি পরিষ্কার হলাম এই বিষয় থেকে।। প্রণাম নেবেন আবার আপনাকে প্রণাম। 🙏🙏🙏🙏

  • @subhasdas8493
    @subhasdas8493 Год назад +30

    অভূতপূর্ব আপনার আধ্যাত্মিক জ্ঞান প্রদান ক্ষমতা, ঐশী সমৃদ্ধি না থাকলে এতো প্রাঞ্জল সুগভীর বক্তব্য বলা সম্ভব নয়, আপনার মতাদর্শের প্রতি সন্মান জানাই।
    জয় ঠাকুর শ্রী শ্রী সমীরেশ্বর ব্রহ্মচারী, বিশ্ব সেবাশ্রম সঙ্ঘ, নিউ ব্যারাকপুর, কোদালিয়া,

  • @tapatibanerjee8932
    @tapatibanerjee8932 Год назад +13

    অবক্ষয়ের পথে এগিয়ে যাওয়া সমাজের জন্যে অনুসরণযোগ্য আলোচনা উপভোগ করলাম। সমাজের সব তামসিকতা যেন এই আলোচনার আলো গ্ৰহণ করে শুচিশুদ্ধ হয়ে ওঠে। খুব ভালো লাগলো। অধ্যাপকের পাণ্ডিত্যকে প্রণাম জানাই।🙏🙏🙏

  • @mithusheet7659
    @mithusheet7659 Месяц назад +1

    আমাদের সনাতন ধর্মকে প্রকাশ করার জন‍্য আপনার মতো ব‍্যক্তির খুব প্রয়োজন।ভগবানের কাছে প্রার্থনা করি আপনার জীবন দীর্ঘায়ু হোক🙏🙏🙏🙏

  • @subhenduchakraborty3862
    @subhenduchakraborty3862 Год назад +72

    তুমি কেমন করে পারফর্মেন্স করো হে গুনি, আমি অবাক হয়ে শুনি ।🙏🏻

    • @rayofindia
      @rayofindia Год назад +15

      দার্শনিক পারফর্মেন্স করেন না, সমাজ কে তথা জীবকুল কে সমৃদ্ধ করেন।

    • @aparnachowdhury6652
      @aparnachowdhury6652 Год назад +3

      একদম

    • @pranabbanerjee8995
      @pranabbanerjee8995 Год назад

      আপনার আলোচনা কয়জন মানুষ বুঝবে। যার আমি বোধ আছে তার ত্রিগুণাতীত বোধ হ ওয়া অসম্ভব ।

    • @megha1636
      @megha1636 Год назад +2

      পারফরমেন্স করেন মানে টা কি 😂 উনি কি মুজরা দেখাচ্ছেন?

  • @arnabadak1302
    @arnabadak1302 Год назад +7

    প্রণাম, অসাধারন সুন্দর ব্যাখা, এ-রকম আরও সুন্দর সুন্দর ভিডিও প্রকাশ করুন, প্রণাম

  • @subhenduchatterjee8129
    @subhenduchatterjee8129 Год назад +7

    খুব সুন্দর ভাবে ব্যেখ্যা করেছেন। এত সহজ ভাবে ব্যাখ্যার পরেও আমি নিশ্চিত কিছু প্রাতিষ্ঠানিক ভাবে সীমাবদ্ধ ভক্তদের মাথায় ঢুকবে না।

  • @user-om4ll5be6y
    @user-om4ll5be6y Год назад +8

    আপনার আলোচনা যত শুনি তত আরও শোনার আগ্রহ বেড়ে যায়।

  • @shimulmandal9397
    @shimulmandal9397 Год назад +8

    নমস্কার 🙏 আপনার গভীর তাৎপর্য মন কে সংশয় শূণ্য করে সর্বদা।আমি নিজেকে সঠিক পথের প্রদর্শন দিতে সক্ষম হয় আপনার গভীর তাৎপর্য আলোচনায়।আপনার মতো গুরু শিক্ষক,সর্বদা সঠিক পথের নির্দেশনা দেন,তা অনেক বড় পাওয়া।মানুষ সাধারণ মানুষ থেকে উন্নত ও আধ্যাত্মিক উন্নতি করতে সক্ষম। আমি ধন্য হই আপনার মনমুগ্ধকর আলোচনায়।মনের গভীরে আরো কথা লুকায়িত,গুরু শিক্ষক নমস্কার 🙏🥰

  • @lipikakole9889
    @lipikakole9889 Год назад +7

    এই তিনটি গুন সম্বন্ধে ধারণা অস্বচ্ছ ছিল। বেশ পরিষ্কার হলো। ধন্যবাদ 🙂
    আর, স্যার আপনার সংস্কৃত উচ্চারণ...❤️ শ্লোকগুলো প্রাণ পায় যেনো, অপূর্ব!

    • @professorpanda5589
      @professorpanda5589 Год назад

      আমি তো সংস্কৃতের শিক্ষক নই...এখন সংস্কৃতের ছাত্র মাত্র ... আমার সংস্কৃতের উচ্চারণ তাই শিশুদের মতো

    • @lipikakole9889
      @lipikakole9889 Год назад

      @@professorpanda5589 😧
      উচ্চস্তরের মানুষরা যদিও এমনই বিনয়ী হন🙏

    • @somapaul4969
      @somapaul4969 Год назад

      @@professorpanda5589 apni ki veda darshan er upor class koran?... Ami ai bisoy e agrohi... Kono class koran kina janaben.. R kmon fees nan?.. Vedant er upor kichu class korte chai.. Jante chai.. Pls inform me..

  • @bceju
    @bceju Год назад +6

    Aro beshi beshi sunte chai,apnar ei amulya gayn Dan kore amader samridha korun ,
    pronam

  • @santanupatra6131
    @santanupatra6131 Год назад +6

    খাদ্য সম্পর্কে,আমাদের কে একটা
    ভীষণ সত্যত ধারণ তুলে ধরার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ বল্লেও, আমার মনে হয় অনেক কম বলা হয়ে যাবে। এটা আমার ধারণা।

  • @shawonsarkar2858
    @shawonsarkar2858 Год назад +8

    দারুণ ব্যাখ্যা দিলেন। এর আগে এমন ব্যাখ্যা কোথাও শুনিনি। বৈষ্ণবরা বলেন নিরামিষ সাত্ত্বিক আহার এবং এতদিন তাই জেনে এসেছি। আর আমিষ আহারকে প্রাণী হত্যাজনিত পাপ মনে করেছি। এখনও প্রানীহত্যা বিষয়টি আমার কাছে পরিষ্কার না। আরেকটু কনফিউশান রয়েছে। আরেকদিন এটার উপর একটা ভিডিও চাইছি। সবমিলিয়ে বেশ উপভোগ করলাম ভিডিওটি। আজকাল সব জায়গাতেই কেমন যেন পক্ষপাতদুষ্ট শাস্ত্রের ব্যাখ্যা শুনতে পাওয়া যায় সেক্ষেত্রে আপনার প্রবচন অনেক নির্ভরযোগ্য বলে মনে হচ্ছে আমার কাছে।
    আমার প্রণাম নিবেন🙏🙏🙏

    • @vivektirthafoundation
      @vivektirthafoundation  Год назад +3

      খুব ভালো প্রশ্ন। স্যারের কাছে forward করে দিচ্ছি

    • @ranjitgorai7468
      @ranjitgorai7468 9 месяцев назад

      Ei eki proshno ekebare same proshno amaro ei otyonto gyani porom srodheo baktir kache jamte cheye chi amni jodi apnar uttor peye thaken amake obossyoi forword korben amio prani hotya paap bole mone kori .ami apnar kache jante chai apni ki piyaj rosun musur dal khan jodi na khan kon juktite khanna seta bolben pls

  • @SUDHAKARGHOSH-gx8ts
    @SUDHAKARGHOSH-gx8ts Год назад +7

    খুব মনোমুগ্ধকর কথা,, যেগুলি সবাই কে জানতে হবে ❤❤❤❤

  • @dipakbiswas8714
    @dipakbiswas8714 4 месяца назад +3

    এমন জ্ঞানগর্ভ প্রাঞ্জল আলোচনা শুনতে পাওয়া ভাগ্যের ব্যাপার। এরকম আলোচনা আরও শুনতে চাই। ❤❤

  • @gayenmunmun8491
    @gayenmunmun8491 Год назад +11

    এরকম একটি অভূতপূর্ব আলোচনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন।🙏
    আপনি এত্ত সুন্দর করে বুঝিয়ে দিলেন,কারো মনে আর এ সম্পর্কে কোনো দ্বন্দ্ব রইলো না।

  • @benudeeparoy
    @benudeeparoy Год назад +4

    আপনার আলোচনা নিয়ে কিছু বলার মতো যোগ্যতা আমার নেই।শুধু এটুকু বলবো--এমন ভাবে ব‍্যাথা করে বুঝিয়ে দিলেন যে--মনের ভুল ধারণা পরিস্কার হয়ে গেল।আপনার ভিডিও র জন্য অধির অপেক্ষায় থাকি।
    আপনার মঙ্গল কামনা করি
    ।আমার প্রনাম নেবেন গুরুজী।

  • @kotha.o.kahini.8855
    @kotha.o.kahini.8855 Год назад +3

    আমি আপনার একজন নিয়মিত শ্রোতা। অনেক কিছু জানতে পারি আপনার কাছ থেকে। ধন্যবাদ 🙏🙏 ভালো থাকবেন।

  • @sujitadhikari3441
    @sujitadhikari3441 Год назад +9

    প্রণাম নেবেন স্যার 🙏আপনার মূল্যবান পরামর্শ জীবনের প্রেরণা।

  • @ramendradas4357
    @ramendradas4357 4 месяца назад +1

    Bhison sundor bhabe protita point bojhano... satti ashadharon❤

  • @sanjayhazra9273
    @sanjayhazra9273 Год назад +3

    বাক্যই ব্রহ্ম তার দৃষ্টান্ত উদাহরণ আপনার এই আলোচনা।ভালো থাকবেন স্যার

    • @joyhind4952
      @joyhind4952 Год назад

      কিন্তু লক্ষ করবেন কিছু রাক্ষস জুটেছে এই ব্রহ্মকে জ্বালাতে। আপনারাও প্রতিবাদী কমেন্ট করবেন

  • @sandipgeo19
    @sandipgeo19 Год назад +9

    দারুন sir,,,,,, এটা আমার জানার অনেকদিন থেকে ইচ্ছে ছিল।। আজ ব্যাপারটা পুরো পরিষ্কার হলো।।thank you

  • @anandasingha1957
    @anandasingha1957 Год назад +3

    কি অসাধারণ ব‍্যাখ‍্যা। সত‍্যি দারুন

  • @prottoysarkar1786
    @prottoysarkar1786 Год назад +5

    আরো ভিডিও চাই স্যার,আপনার মতোন মানুষ দরকার অনেক🙂

  • @rahulghatak3647
    @rahulghatak3647 Год назад +2

    অসংখ্য ধন্যবাদ আপনাকে মহাশয় । আরও কিছু সময় পূর্বে যদি আপনার এই চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারতাম তাহলে হয়তো নিজেকে একটু হলেও সমৃদ্ধ করতে পারতাম । কেননা এই যাবৎকাল সত্ত্বঃরজঃতমঃ এই টপিকে এই ধরনের আলোচনা আমি অন্তত ইতিপূর্বে শুনিনাই । অসংখ্য ধন্যবাদ , ভালো থাকবেন 🙏🙏

  • @ambikasarkar4921
    @ambikasarkar4921 Год назад +7

    অনেক ধন্যবাদ❤। খুব সুন্দর করে বোঝান আপনি । প্রণাম নিবেন 🙏

  • @panchamsen9102
    @panchamsen9102 Год назад +4

    বাহ্! বেশ ভালো লাগলো, অনেক কিছু নতুন জানলাম 🙏

  • @manisankarsarangi3244
    @manisankarsarangi3244 Год назад +8

    অসাধারণ ভাবে বোঝালেন মানুষের তিন গুণের বিষয়টি...অসংখ্য ধন্যবাদ নেবেন🙏

  • @empresskashyapm9951
    @empresskashyapm9951 Год назад +3

    Sir আপনার চ্যানেলটা কাল suggestion এ এসেছে,ভাগ্যিস দেখেছিলাম, খুব ভালো লাগছে।

  • @labanya6585
    @labanya6585 Год назад +5

    অনেক কিছু জানতে এবং বুঝতে পারছি,হয়ত সুস্থ ও সুন্দর জীবন ধারণের পক্ষে তা সহায়ক হবে। ধন্যবাদ আপনাকে

  • @rampadarana1053
    @rampadarana1053 Год назад +2

    আমি অভিভূত আপ্লুত হয়ে গিয়েছি আপনার আধ্যাত্নিক বিষয়ে আলোচনা ও যুক্তি দিয়ে সনাতনিদের ভূল গুলি পর্যালোচনাতে উপস্থাপন করলেন।তার জন্য আজকের মহারাজ তথা অধ্যাপকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, শ্রদ্ধা ,নমস্কার ও ভক্তিপূর্ন প্রনাম ।🙏🙏🙏👏👏👏👏

  • @sangitadhar5946
    @sangitadhar5946 Год назад +6

    অসাধারণ আলোচনা। এই বিষয়ের অনেক ভ্রান্ত ধারনা দূর হল। অনেক ধন্যবাদ

  • @dulalbiswas7598
    @dulalbiswas7598 Месяц назад

    আমার বয়েস 68 বছর, এতদিন যে ধ্যান ধারণা আমার জন্মে ছিল, আপনার এই আলোচনায় তা দূর হলো এবং অনেক কিছু অবগত হলাম। ❤❤ ধন্যবাদ।

  • @somnathnandy6926
    @somnathnandy6926 3 месяца назад +1

    অনেক কিছু পরিস্কার হলো। আপনাকে অনেক ধন্যবাদ।

  • @swatipaul4295
    @swatipaul4295 Год назад +2

    ভীষণ ভাবে উপকৃত হলাম....আপনাকে অনেক অনেক ধন্যবাদ 🙏🙏🙏

  • @rupabag3216
    @rupabag3216 Год назад +1

    Ki sundor byakhya dilen.mugdho hoye sunlam.kinto jibone amra proyog korte perina.Hare Krishna.

  • @kusalroy9812
    @kusalroy9812 Год назад +2

    নমস্তে অসাধারণ আলোচনা করেছেন, আপনার আলোচনা শুনে সমৃদ্ধ হলাম।।

  • @tumpasaha9497
    @tumpasaha9497 Год назад +3

    বাঃ কি চমৎকার উপস্থাপনা

  • @kusalroy9812
    @kusalroy9812 Год назад +2

    আপনার আলোচনা শুনলে সকলের মনের দিধা দূর হবে, ভাল থাকুন, এমন আলোচনা করে সনাতনী দের জ্ঞানে সমৃদ্ধ করুন, ঈশ্বর আপনার মঙ্গল করুন।।

  • @royvila1391
    @royvila1391 Год назад +3

    অসাধারণ স্যার প্রণাম নেবেন

  • @shyamalkantimondal7126
    @shyamalkantimondal7126 Год назад +2

    খুব জ্ঞানগর্ভ আলোচনা , শুনে উপকৃত হলাম। সনাতন ধর্মের জাতিভেদ প্রথা নিয়ে বিস্তারিত আলোচনা শুনতে চাই , যদি সম্ভব হয় আলোচনা করবেন।

  • @bpal5704
    @bpal5704 Год назад +3

    কি অপূর্ব একটি Video......আপনাকে প্রণাম sir🙏🙏🙏

  • @Jagannath.Shubhasist
    @Jagannath.Shubhasist Год назад +6

    গুরুদেব প্রণাম নেবেন 🙏

  • @ritamondal6624
    @ritamondal6624 2 месяца назад +1

    Onek kichu jante parlam ja ojana chilo .. dhyonobad...

  • @narayaniray8936
    @narayaniray8936 Год назад +2

    মূল্যবান আলোচনা সন্দেহ নেই, কিন্তু এত গভীর যে, সবার পক্ষে বুঝতে বা ভালো ভাবে হৃদয়ঙ্গম করতে বেগ পেতে হবে। 🙏🙏🙏

  • @dgartstarashhomedecorillus9579
    @dgartstarashhomedecorillus9579 Год назад +3

    নিজের মত যখন কারো কথার সাথে মিলেযায় তখন তাকে ভাললাগে। আমার মত এমন- " আশায় কর্ম করলে রাজসীক, অজ্ঞানতা- অবহেলায় কর্মকরা তমো আর কর্তব্যবোধে কর্মকরা স্বাত্তিকগুণ। মনে রাখা দরকার প্রয়োজনাতিরিক্ত সকল কিছুই খারাপ" , সকলের কমেন্ট পড়ে অনেক সুখ আর মুগ্ধ হোলাম, তাই ভাল থাকবেন সচেতন থাকবেন সবসময়।

  • @indrajitgoswami9050
    @indrajitgoswami9050 2 месяца назад

    দাদা আমি যে কি ভাষায় আপনাকে ধন্যবাদ জনাব বুঝতে পারছি না। আপনি এত সুন্দর ভাবে এই বিষয় টি বোঝালেন আমি চমকিত হয়েগেলাম। আজ বহু দিন ধরে শাস্ত্রের এই দিকটা আমাকে বহু ভাবে ভাবিয়ে তুলছিলো আপনি সেই অন্ধকার কাটিয়ে আলোর পথ দেখিয়ে দিলেন।❤️

  • @tanushreebhattacharya442
    @tanushreebhattacharya442 Год назад +5

    খুব ভালো লাগল এই আলোচনা । একটি অনুরোধ রইলো স্যার - মহাভারতের কুন্তী চরিত্রে র ওপর যদি একটু আলোকপাত করেন সমৃদ্ধ হবো।পঞ্চ স্বামী থাকা সত্বেও ' সতী ' হওয়া নিয়ে অনেক বিভ্রান্তি মানুষের আছে। তাই সত্য কারনটি সষ্ট করতে চাই

    • @ranjitgorai7468
      @ranjitgorai7468 9 месяцев назад

      Ota kunti noi didivai droupodi hobe kunti onar sasuri mata chilen

  • @minatipatra1710
    @minatipatra1710 Год назад +5

    খুবই গুরুত্বপূর্ণ আলোচনা । অত্যন্ত উপকৃত হলাম । ধন্যবাদ sir .

  • @rohanmandal7259
    @rohanmandal7259 2 месяца назад +1

    Hare. Krishna. Khub sundar

  • @posantopal1912
    @posantopal1912 Год назад +5

    খুব সুন্দর ভাবে ব্যখ্যা করেছেন ৷ জয় হোক আপনার ৷

  • @sahildutta4291
    @sahildutta4291 Год назад +1

    Sir আপনার প্রতিটি বক্তব্যই শুনি,অদ্ভুদ যৌক্তিক আপনার প্রতিটি বক্তব্যই
    আপনার ভিডিও তে দেখেছি আপনার হাতের আঙ্গুল এ কিছু gemstone আছে এর কারণ টা বললে স্পষ্টতা পায়

  • @sankarroy8377
    @sankarroy8377 Год назад +2

    Akta Asadharan sunder Alochana
    Aponake anek Dhanyabad 🙏🙏🙏

  • @JesusChrist-ov8mg
    @JesusChrist-ov8mg Год назад +6

    Hare Krishna. Excellent and very valuable explanation. Gabor Hindus can open their eyes from this explanation. Endless Pronaams. Hare Krishna.

  • @mihiracharya9516
    @mihiracharya9516 11 месяцев назад +1

    Amar khub bhalo lage apnar kathagulo bare bare sunte khub bhalo lage ,❤❤❤❤❤,

  • @jayashreesen913
    @jayashreesen913 Год назад +3

    এক কথায় অসাধারণ বোঝানোর ক্ষমতার

  • @seemamredha9727
    @seemamredha9727 Год назад +3

    অসাধারণ আলোচনা

  • @anudhayan22
    @anudhayan22 Год назад +4

    আমার অনুরোধ রাখার জন্য অনেক ধন্যবাদ ।

  • @keyadutta2147
    @keyadutta2147 Год назад +3

    Khub khub khub sundor 🙏

  • @dips108
    @dips108 Год назад +3

    খবুই জ্ঞান বর্ধক এবং আনন্দ প্রদানকারী উপস্থাপনা । আপনার কাছে কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করি । মহাশয় দয়া করে যদি সহজ সমাধি বা সহজ মার্গের উপর (বিবেক চুরামনি , কবির দাস) একটি আলোচনা করতেন আরো প্রজ্ঞাবান হওয়ার সুযোগ পেতাম।।
    🙏🙏

  • @debaratipal9104
    @debaratipal9104 Год назад +1

    অসাধারন সরল, গোছানো বক্তব্য।

  • @user-zw1mg8il2c
    @user-zw1mg8il2c Месяц назад

    প্রণাম জানাই আপনাকে সনাতনের সঠিক আলোচনার জন্য এইভাবে আলোচনা হলে ধীরে ধীরে সনাতন ধর্ম জাগ্রত হবে

  • @fallinconfused
    @fallinconfused Год назад +7

    হৃদয়স্পর্শী আলোচনা স্যার।❤❤

  • @mitalidatta3676
    @mitalidatta3676 Год назад +1

    Onek samriddho holam aapnar ei
    sunder aalochana shune. Dhanyavaad.

  • @shaktipadasamanta1564
    @shaktipadasamanta1564 Год назад +3

    খুবই গুরুত্বপূর্ণ আলোচনা

  • @debaratisarkar2272
    @debaratisarkar2272 Год назад +2

    Apurba apnar byakkhya।❤

  • @phalgunibanerjee3386
    @phalgunibanerjee3386 Год назад +5

    আর ও আলোচনা শুনতে চাই স্যার আপনার থেকে এই বিষয়ে। দয়া করে আলোকপাত করিবেন🙏🏻🙏🏻🙏🏻

  • @krishnendubanerjee9545
    @krishnendubanerjee9545 Год назад +2

    JAK...gitate krishna ja bolechen take ato sundar kore clear kore debar jonnya prachur prachur thanks......avabe kintu keue bloeni....abar bolchi thanks......bujhlam apni satiyye karer sir..........nomoskar sir.......

  • @somnathroychowdhury7619
    @somnathroychowdhury7619 Год назад +16

    Dear Professor Panda,
    Your deliberation on an abstract subject is eye opening and enriching. I would request you to deliberate more on this kind of subject to enable us to acquire knowledge and conception to hitherto unknown merits of our Sanatani religion and way of life. Thanks.
    Somnath Roy Chowdhury

  • @tapasmoitra2005
    @tapasmoitra2005 Год назад +2

    অসাধারণ ভিডিও টি । ধন্যবাদ আপনাকে ।
    নমস্কার

  • @supratikbanerjee3447
    @supratikbanerjee3447 Год назад +3

    চমৎকার ♥️

  • @debashiskayal7966
    @debashiskayal7966 4 месяца назад +1

    আপনি সত্যিই জ্ঞানী

  • @rsnewsbangla1316
    @rsnewsbangla1316 4 месяца назад +1

    আপনার কথা শুনেই বুঝে গেলাম আপনি রামকৃষ্ণ মিশনের লোক,100 ভাগ সত্যি

  • @dr.r.n.bhattacharjee5241
    @dr.r.n.bhattacharjee5241 Год назад +1

    খুব ভালো লাগলো। অসাধারণ আলোচনা করেছেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।

  • @swapnadas4580
    @swapnadas4580 2 месяца назад

    খুব সুন্দর ব্যাখ্যা । আগে কেন এই ভাবে জানার সুযোগ হয়নি! ভাবলে আফসোস হয়। এরকম আরো ব্যাখ্যা র অপেক্ষায় রইলাম ।

  • @EvergreenElegantEsha
    @EvergreenElegantEsha Год назад +13

    কেন গীতা কে পাঠ্যপুস্তক করা হয় নি।কেন class one থেকে স্নাতক স্তর অবধি স্বামিজীর জীবন দর্শন পুস্তক আকারে পড়ানো হয় নি সেটা আমি সবসময় ভাবি।

    • @ranjitgorai7468
      @ranjitgorai7468 9 месяцев назад

      Ei eki kotha amaro

    • @AsitkumarRakshit
      @AsitkumarRakshit 2 месяца назад

      দেশটা ভারতবর্ষ, রাজ্যটা পশ্চিমবঙ্গ,এখানে মুসলিম তোষণ না করলে ভোট পাওয়া যায় না,তাছাড়া আমরা হিন্দুরা নিজেদের সর্বনাশা সেকুলার না হতে পাডলে মহান হতে পারবনা

    • @joydebdas5019
      @joydebdas5019 Месяц назад

      অর্জুন হয়ে গীতা র জ্ঞান গ্রহণ করতে হবে

  • @muktimaity7646
    @muktimaity7646 Год назад +1

    Osadharon, aapni ki Santo swore eto kothin bishoy niye bollen,monta shanto hoye gelo। sosroddho nomoskar aapnake khub bhalo thakben।🙏🙏🙏

  • @sumansujoy-tk2yh
    @sumansujoy-tk2yh 5 месяцев назад +1

    ভগৎ গীতা থেকে সহ অন্যান্য বই-পুস্তক থেকে নেওয়া জ্ঞান আপনি আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। এরকম ট্রুথ আনফলস(Truth Unfolds),মহাকালসহ অনেক চ্যানেল আছে তারা যারা ধর্মের বিষয়ে শুধু কথাবার্তা বলে।

  • @mkbiswas7757
    @mkbiswas7757 4 месяца назад +1

    জয় সনাতন ধর্মের জয় অসাধারণ 💐🙏💐🙏💐🙏💐🙏

  • @shajibghoshal
    @shajibghoshal 11 месяцев назад

    নমস্কার স্যার ,, ইশ্বর আপনাকে আরও গ্যান দান করুন,, আমি অনেক দিন ধরে সনাতন ধর্মের বিভিন্ন চ্যানেল দেখি,,, কিন্তু এই প্রথম বার আপনার ভিডিও পেলাম, আপনার মতো কেউ এত সুন্দর করে ব্যাখ্যা দিয়ে বুঝায় নাই ,,,,,,,, নমস্কার স্যার,,,

  • @user-si8xc9vu3p
    @user-si8xc9vu3p Год назад +2

    অসাধারণ।ধন‍্যবাদ🙏।সমাজ সংসার সংকট মুক্ত হবে।❤❤❤❤👍

  • @ashimkumarmukherjee7883
    @ashimkumarmukherjee7883 3 месяца назад +1

    আপনার কথাগুলো সম্পূর্ণ খাটি সত্য ইহাতে বিন্দু মাত্র সন্দেহ নেই।

  • @manjudey1695
    @manjudey1695 Год назад +1

    Khub valo laglo sir aro video banan

  • @bhumidas164
    @bhumidas164 Год назад +1

    Apnar bhayakya osadharon apnar kotha amar jiboner goti palte diyeche sir apnake onek dhonyobad janai tobe sudhu matro dhonyobad janiye apnake choto korar sahosh amar nei

  • @FAKT2.O
    @FAKT2.O 3 месяца назад +1

    জয় গুরু আপনার গেনের গোভিরতা অনেক দুর

  • @narasingharath899
    @narasingharath899 3 месяца назад +1

    Apner ei analysis sanatan dharma er gura rahasya khub uchha marg darsan

  • @mttushartv2192
    @mttushartv2192 Месяц назад

    নমস্কার,আপনার বক্তব্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম।

  • @mukulray1485
    @mukulray1485 Год назад +6

    হরে কৃষ্ণ, জয় সনাতন 🙏🙏🙏🙏🚩🚩

  • @dipannitanath2837
    @dipannitanath2837 Год назад +5

    আপনার ব্যখ্যা অসাধারণ হরে কৃষ্ণ 🙏🙏🙏🙏

  • @reshminandi6404
    @reshminandi6404 Год назад +2

    You are wonderful

  • @souravnag461
    @souravnag461 Год назад +1

    Ba ba asadharan, satti darun ekta alochona khubi smridhho holam, asonkhho dgynobad apnake erkam ekta bisaye nie alochonar janno 🙏

  • @indranichakraborty6054
    @indranichakraborty6054 Год назад +1

    অপূর্ব ভাই, ভাষা হারিয়ে ফেলেছি

  • @swatibanerjee7715
    @swatibanerjee7715 Год назад +1

    Ato sundor byakhya. Sotti khub proyojon chilo ei alochhonar. Expecting more such discourses.