অবহেলা বঞ্চনা বদনাম থেকে বাঁচার উপায় Ways to avoid neglect, deprivation, infamy by ProfTanumay Panda
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- অবহেলা, বঞ্চনা, বদনাম থেকে বাঁচার উপায়
চারি পাশের মানুষ জনের কাছ থেকে পাওয়া ব্যবহারের জন্য প্রায়শই মন অশান্ত হয়। যখন কারো কাছ থেকে প্রশংসা আসে তখন মন আনন্দে চঞ্চল হয়। আবার ভর্ৎসনা এলে বিষাদে চঞ্চল হয়। বিবেক তীর্থ অনুসন্ধানে মনীষা ব্যানার্জি যিনি একজন শিক্ষিকা, বিপাসা রানী যিনি একজন মা এবং বধূ, প্রশ্ন করেছেন আশপাশের মানুষের কাছ থেকে অবহেলা পেলে মনকে কীভাবে শান্ত রাখা যায়? জীবনে যদি বঞ্চনার শিকার হতে হয় তাহলেও কীভাবে শান্ত থাকা যায়? রাহুল চৌধুরী, যিনি একজন লেখক এবং গবেষক, প্রশ্ন করেছেন আশপাশের মানুষের বদনাম থেকে কীভাবে বাঁচা সম্ভব? একই সাথে এই তিনজন শ্রদ্ধেয় ব্যক্তির অনুসন্ধান আলোচনা করা হলো।
আমার বযস_66, আপনার কাছি বিনীত
অনুরোধ, সনাতন ধর্মের জন্য সারা
বিশ্বব্যাপী আপনার এই অমূল্য বক্তব্য
ছড়িয়ে দিন।আমার ছেলে বর্তমান
Ireland, সে যখন প্রথম সেখানে যায
এবং যে আইরিশ বাড়ি তে আশ্রয গ্রহণ
করে,ঐ পরিবার আমার ছেলের কাছেই
মহাভারতের, গীতা ও রামায়ণ চাইলেন।
ধন্যবাদ মহাশয়
Good teacher,Real Teacher.Ideal Teacher.Give my Prronam.
এই ভিডিওটি আমার জীবন পাল্টাতে সবচেয়ে বেশি সাহায্য করলো। আমার জীবনকে দেখার দৃষ্টি ভঙ্গি একেবারে পাল্টে দিলো এই ভিডিওটি। অসংখ্য ধন্যবাদ আপনাকে । আমার প্রণাম নেবেন।
আপনি আমার গুরুদেব তুল্য
অসাধারণ বলেছেন খুব সুন্দর
অসাধারণ আলোচনা খুব খুব সুন্দর ধন্যবাদ স্যার
Namaskar sir. Aj 1st time apnar video dekhlam. Khub bhalo laglo. Salute
স্যার আপনি কতো সুন্দর কথা বলেন এবং আপনার উপদেশ দিয়ে সকলকে যে শিক্ষা দান করছেন তা অনবদ্য। আমি কালনায় বাস করি। আপনার ভিডিও গুলো দেখি এবং অবাক হয়ে যাই এই যুগে ও এমন করে ভাবার মানুষ আছেন!(ধর্মীয় প্রতিষ্ঠান ছাড়া আমাদের সনাতন ধর্মের কথা কাউকে বলতে শুনি না।) অনেক ধন্যবাদ আপনাকে 🙏🏻 আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনি এই ভাবে আমাদের সমৃদ্ধ করুন আপনার বাক শক্তি দিয়ে। ভালো থাকুন সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।🙏🏻
রিমোটের উদাহরণ অত্যন্ত যুক্তিসঙ্গত, প্রাসঙ্গিক এবং সর্বোপরি শিক্ষণীয়।
দারুণ তো!shorts দেখে শুনতে এলাম।
খুব ভালো লাগলো। আপনার কথাগুলো যদি কেউ মন দিয়ে শোনেন, তিনি অবশ্যই তাঁর জীবন পাল্টে নিতে পারেন এটাই আমার বিশ্বাস। সাথে সাথে সনাতন ধর্ম সম্মন্ধে জ্ঞান অবশ্যই বৃদ্ধি পাবে।
আমার প্রনাম নেবেন, আপনি সুস্থ ও ভালো থাকুন, আপনার মূল্যবান কথা গুলো শুনতে খুব ভালো লাগে, এই ভাবে আপনি এগিয়ে যান।
এটা আপনার দর্শন না স্যার। এটা সাধারণ মানুষের জন্যে বুঝেছি। আপনার জীবন দর্শন আলাদা জানি
আমি একজন শিক্ষিকা । এই বছর এপ্রিল মাসে কর্মজীবন থেকে বিরতি নিলাম। আজ কিছুদিন থেকে আপনার ভিডিও গুলো শুনছি ও খুব ভালো লাগছে। আমি আজ পর্যন্ত যা ভেবে আসছি ঠিক সেই কথাগুলোই আপনি বলছেন । এতে আমার মনে হচ্ছে আমার সঠিক পথেই চলছে । যতই বড় বড় নিক না কেনো মানুষ তার মধ্যে যদি আধ্যাত্মিক উন্নতি না হয় একজন পরিপূর্ণ মানুষ হিসেবে পরিগণিত হতে পারবে না । আমি আমার প্রথম স্তরের আপন জন দের কাছে থেকেই বেশি কষ্ট পেয়েছি আর ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি আমি যেনো আমার আপনজনদের কোন কষ্ট না দেই । এ কথা ভেবে অনেক সহ্য করে সবার সঙ্গে মিলনের এই সেতুকে অটুট রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছি । হিংসা আর বিদ্বেষ থেকে মুক্ত হতে পারলেই মন ভালোবাসায় পূর্ণ হয় বলে আমার বিশ্বাস।
অসাধারণ আলোচনা। আপনার মুখনিঃসৃত প্রতি টি কথা যেন মধু মিশ্রিত কথা। আলোচনার বিষয় বস্তু সর্বপরি আপনার বাচনভঙ্গি এককথায় অন্তর এর অন্তঃস্থল ছুয়ে যায়। অনবদ্য। খুব খুব ভালো থাকবেন স্যার।
আপনি এক দেব পুরুষ। আপনার কথা জীবনকে পাল্টিয়ে দেবে। নমস্কার।
অসাধারণ,খুব মন দিয়ে শুনলাম।আমি আপনার।প্রতিটি আলোচনা গভীর মনোযোগ দিয়ে শুনি।আজকের আলোচনায় আমি বাকি জীবনটা চলার দিশা খুঁজে পেলাম।আমার এখন 56+ ,অবহেলা সঙ্গী হয়ে গেছে।
আপনার আলোচনায় যতক্ষণ থাকি নিজেকে সৌভাগ্য বান মনে হয়।কারণ আপনার কথাগুলি অমৃত সমান। ভালো থাকুন আর আমাদের সকলকে ভালো রাখুন । 🙏❤️
খুবই কষ্ট লাগলো
অসম্ভব সুন্দর বক্তি। জীবন দর্শন পাল্টে যাওয়ার মতো। ভালো থাকবেন স্যার 🙏🙏
Baba pratham din theke sunchi ato sundor kore bolo pranvora ashirbad roilo.bishesh kore sanaton dharmer kotha amar kan juriye jai roj apekkha kori tumar nuton kishu sunar janna
Thanks you for your lovely information and I am grateful to you.🙏♥️🌹🙏
একদম বাস্তবসন্মত উপদেশ। এ-জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
এগিয়ে চলার উৎসাহ পেলাম। বিবেক তীর্থ এইভাবে মানুষের ভেতরকার বোধকে জাগ্রত করুক। এগিয়ে চলুক আরো অনেক... অনন্ত ...পথ।
এই bold confession টার জন্যে আপনাকে আবারও কুর্নিশ...এত সুন্দর করে categorically যেভাবে তুলে ধরলেন জীবনের সম্পর্ক গুলোর বাস্তবতা সত্যি তা অতুলনীয়...এই কারণেই তো সেই প্রথম দিন থেকেই আকৃষ্ট হয়েছি বারবার...এমন করে জীবনের সহজ সত্য গুলো মেলে ধরতে কজন আর পারেন...এক অদ্ভুত শান্তি পেলাম এই আলোচনায় মাধ্যমে ।...🥰💐
অসাধারণ আমি বেশ কিছুদিন থেকে নানা স্তরের মানুষের ব্যবহারে অত্যন্ত বিচলিত ছিলাম।আজ হঠাৎ মনের বিভ্রান্তি কর পর্দা টা সরে গেল আপনার ভিডিও শুনে। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।
আপনার বক্তব্য গুলি হিন্দি ডাবিং করে আরো পোস্ট করা হলে, বাকি ভারতের লোক জন উপকৃত হবে। সত্যিই অসাধারণ আলোচনা।
👌👌
বড় উপকার করলেন,,, জীবনের কঠিনতম সময়ে সিদ্ধান্ত হীনতায় ভুগছিলাম,,, সত্যি মিথ্যের- আলো আঁধারের মায়ায় নিজেকে হারিয়ে ফেলেছিলাম। আমার পথ কোন দিকে খুঁজে ই পাচ্ছিলাম না,,, আপনি ই পথ দেখালেন
ধন্যবাদ দাদাভাই❤👏
আমি খুবই সামান্য একজন ব্যাক্তি..তেমন জ্ঞান নেই..
কিন্তু সনাতন ধর্মের একনিষ্ঠ অনুসারী...
সেই সূত্রে এটা জানি এবং পরীক্ষিত যে..কোনো মানুষ যদি শ্রী ভগবানের ভক্ত হয়ে তাঁর প্রতি স্মরণ মনন ও ভালোবাসা বজায় রেখে চলতে পারে..এবং নিয়মিত গীতা ভাগবত রামায়ণ মহাভারত পাঠ প্রতিদিন অল্প সময় ধরেও করে..তাহলে সেই মানুষটির জীবন অনেক অংশে মসৃন হতে বাধ্য...এটাই ভগবৎ মহিমা...সর্ব শাস্ত্রে এটাই বলা আছে..!!
আর আরও এগুতে পারলে...অর্থাৎ ধ্যান জপ ও বিভিন্ন মন্ত্র নিয়মিত জপ করলে শত্রুও বশিভূত হয়..
কোনো মানুষ সহজে অন্যায় করতে সাহস পাবে না...প্রায় সকলেই সমীহ করে চলবে এবং সেই মানুষটির কথা গুলো অন্যরা মান্যতা দেবে..
আরও মজার জিনিস আছে এই দুনিয়ায়...কিছু কিছু বিশেষ পদ্ধতি বা থেরাপি আছে যা আয়ত্ব করতে পারলে রোগ যন্ত্রনা নিরাময়... পরিস্থিতি অনুকূলে আনা... এবং মানুষের সঙ্গে হারিয়ে যাওয়া সম্পর্ক পুনরায় মজবুত করা সম্ভব..!!
আরো আরো বহু বহু অদ্ভুত চমৎকার জীবনে ঘটতেই থাকবে..
যদি সাধনলব্ধ "উর্জা" আপনি নিজের মধ্যে আনয়ন করতে পারেন..!!
জীবনের মাধুর্যই বদলে যাবে... আমি ঐ পথের সন্ধান রাখি..তাই এত কিছু সবার ভালোর জন্য লিখলাম...নমস্কার।
Sei পদ্ধতি বা থেরাপি গুলোর ওপর আলোকপাত করলে কৃতজ্ঞ থাকব
আপনার কথাগুলো খুব এনার্জেটিক| একদম ব্যবহারিক জীবন থেকে আপনি কথাগুলো স্যার বলেছেন| আপনি যে প্রথম-শ্রেণীর কথা বললেন এই প্রথম শ্রেণীর ভিকটিম আমি| কারণ খোঁজার চেষ্টা করেছি কারণও পেয়েছি কিন্তু তাকে কিভাবে সলভ করব বুঝে উঠতে পারছি না| আমি অবশ্যই শেষে দেওয়া ওই ইমেইল আইডিতে আমার প্রশ্নটিই আমি রাখবো| আপনার উত্তরের আশায় থাকলাম স্যার|
আমার প্রণাম নেবেন ভালো থাকবেন
আজকের আলোচনা আমার কাছে নতুন দিগন্ত নূতন পথ ঈশ্বরের বক্তব্য বলে মনে হল
আপনি এত সহজে এতো গভীর উপলব্ধি 😮 কথা বললেন মন ভরে গেল
২ দিন হলো আপনার চ্যানেলের নতুন সাবস্ক্রাইবার হয়েছি। একাদশী পালনের বিষয়ের ভিডিও দিয়ে দেখা শুরু। খুব ভালো লাগে আপনার বক্তব্য শুনতে। আজকের ভিডিও থেকে শিখলাম কিছু। আমি অত্যন্ত আবেগপূর্ণ মেয়ে। সবাই কে গুরুত্ব দিয়ে নিজের শান্তি পূর্ণ জীবনে প্রচুর অশান্তি আগে আনতাম। আপাতত এড়িয়ে চলে নিজেকে ভালো রাখার চেষ্টা করি।
ধন্যবাদ এত সুন্দর করে বোঝানোর জন্য। ভালো থাকবেন। সুস্থ থাকবেন। 😊
আপনার শ্রী চরণে প্রণাম জানাই খুব গুরুত্বপূর্ণ আলোচনা
একদম সঠিক কথা বলেছেন। নমস্কার দাদা।
আপনার এই জীবনমুখী দিক দর্শন আমার জন্য খুবই সময় উপযুক্ত ।
আমার মেয়ে খুব সিধা সরল, খুব emotional, সবাই কে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে,তার ফলে ফলে কারুর কাছে থেকে আঘাত পায় খুব ভেঙ্গে পরে আপনার এই কথা গুলো ওর কাছে খুব মূল্যবান হবে, বুঝতে পারবে ওর ভুলটা কোথায়
অসাধারণ আলোচনা।স্যারকে প্রণাম।
জীবনের পথে নিশ্চিত মনে এগিয়ে যেতে এই কথা গুল খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আপনাকে।
খুবই গুরত্বপূর্ণ একটি চ্যানেল এবং অনবদ্য একটি অনুষ্ঠান । আপনার অন্যান্য বেশ কয়েকটি বক্তব্য আমি শুনেছি, অসাধারণ লেগেছে। বিশেষ করে এই অনুষ্ঠানটি শোনার পর আমিও আমার চারপাশের মানুষজন কে চার ভাগে ভাগ করে নিয়েছি এবং এখন থেকে আবেগতাড়িত না হয়ে প্রত্যেককে তার নিজের জায়গায় রেখে কোনো বিষয়কে কতটা গুরুত্ব দিতে হবে তা নিজের যুক্তি বুদ্ধি দিয়ে বিচার করব। আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনার জন্য।
নমস্কার 🙏 আমি বাংলাদেশ থেকে দেখি। স্যারের প্রতিটি কথা শুনে বোঝার চেষ্টা করি এবং মানসিক ভাবে শান্তি পাই। আমার প্রণাম নিবেন 🙏
একদম বাস্তব সত্য কথা ,এর ওপরে কোনো কথা হল না, আমি নিজের জীবন দিয়ে এটি উপলব্ধি করতে পারছি, এভাবেই নিজেকে বুঝিয়ে চলছি, এই কথাগুলো শুনে আরো মনোবল পাচ্ছি এবং এভাবেই চলার চেষ্টা চালিয়ে যাচ্ছি, ঠাকুর যেন সঠিক পথ দেখান, এভাবে এগিয়ে চলুন, যারা সমঝদার, কিছু জানতে চান তারা ঠিক শুনবেন, যারা শোনার নয় শুনবেন না, তবু তো কিছু মানুষের উপকার এবং সংশোধন হবে। অনেক ধন্যবাদ।
ঠিক বলেছেন আবেগের বশে নিজেকে না ভাসিয়ে বুদ্ধি কে ব্যবহার করা উচিত তাহলে জীবনে কষ্টের অনুভূতি অনেকটাই কম হয়। ধন্যবাদ 🙏 ভালো থাকবেন।
আমি প্রথম শুনলাম আপনার বক্তব্য,আমি খুব উপকৃত
ভালো থাকবেন
নিজেকে প্রশ্ন করছিলাম, জীবন যুদ্ধে কি হেরে গেলাম। উত্তর টা পেলাম। শুনে ধন্য হলাম।
আমি আপনাকে যত দেখছি নিজেকে নতুনভাবে নির্মাণ করার প্রয়াস করছি।
ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে দীর্ঘায়ু দান করুক।
হে যুগাবতার ।
প্রনাম ।
আমি আপনার কষ্ঠের সুমধুর ভারতীয় পূরাণ, দর্শন, ,বিজ্ঞান সম্মত যুক্তি প্রামাণ্যতা সহ দৃষ্টান্তমুলক উদাহরন শুনে অভিভূত আপ্লুত হয়ে গিয়েছি ।
আপনাকে কি বলে সম্মান জানাব তা এই ক্ষুদ্ৰ জীবে অসম্ভব ।
শুধু এটাই বলি ।আপনার চরণে এই
অজ্ঞানের শতকোটি প্রনাম।
🪔🪔🪔🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻👏👏👏
Sir, আপনার চরণে কোটি কোটি দণ্ডবৎ প্রণাম...❤
আমি সনাতন ধর্মকে জানতে এবং বুঝতে খুবই আগ্রহী...এবং গুরুদেব শ্রী অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ এর দেখানো পথে কৃষ্ণভক্তির অভ্যেস করছি।
আপনার চ্যানেলটা পেয়ে, আমি খুব আনন্দ পেয়েছি।
আপনি এমন আরো ভিডিও বানান।😊❤❤❤
আপনার আলোচনা মানুষের জীবনের দুঃখবোধ থেকে অনেকটাই নিরাময়ের
মহৌষধ বলে মনে করি। ভালো লাগল। ভালো থাকবেন।
Sir, apnar ai video ta amar jiboner onek smossar somadhan kore dilo......
Now I am 56 years old tobuo apnake noto mosttoke pronam korlam valor thaben sir
অসংখ্য ধন্যবাদ, এত সহজ-সরল ভাষায় বোঝানোর জন্য।
Khub sundor hoyaa cha video ta
অনেক সমৃদ্ধ হলাম । জীবনের প্রকৃত সত্য জানতে পারলাম । ধন্যবাদ ।
অসাধারণ। খুব ই সুন্দর আলোচ্য বিষয়টি এবং আপনার কথা বলার ভঙ্গি ও খুব ভালো।👍
প্রণাম নেবেন 🙏
অদ্ভুত আসাধারণ সুন্দর অথচ যুক্তিপূর্ণ উপস্থাপন। সমৃদ্ধ হলাম। ধন্যবাদ।
একদম সঠিক সময়ে এই ভিডিওটি আমার জীবনে এসেছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ🙏💕
খুব ভালো থাকবেন।
নমস্কার-ভীষণ ভালো আলোচনা।
সত্যি বড় অবসাদে ভুগছিলাম কয়েকদিন । এই কথাগুলো শুনে অনেক উপকার হলো ।
একদমই ঠিক আলোচ্য বিষয় । ঠিক উপদেশ । ❤❤
ভীষণ কঠিন বক্তব্য দাদা এই প্রথম স্তর বড়ো জটিল আর এখানেই জীবনের ওঠা পড়া জানি না বাঁচবো কেমন করে?... 🙏🏻🙏🏻🙏🏻শুনলাম, কিছু বুঝতে পারলাম
আপনার কথা জীবনের জন্য। অনেক কিছু শিখতে পারলাম
নতুন পথের দিসা পেলাম, আপনাকে সস্রদ্ধ নমস্কার।খুব ভালো থাকুন।আলোকিত করুন আমাদের।
আপনার কথা গুলি যে কতটা জীবনমুখী.... খুব খুব ভাবে অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ🙏💕
নিঃস্বার্থভাব ই একমাত্র ভালো থাকার শ্রেষ্ঠ উপায় অনেক ধন্যবাদ আপনার প্রতি ক্ষনে সঢেনন করার সুন্দর প্রচেষ্টা কে
অসাধারন একটি প্রতিবেদন মনটা আনন্দে ভরে গেল।কি সুন্দর সাবলীল ভাবে ব্যাখ্যা করলেন।
ধন্যবাদ প্রভু আপনাকে। আপনার যুক্তি সৎপথের দিশারী।
আহা: অত্যন্ত মনোগ্ৰাহী আলোচনা।।
খুবই সুন্দর কথা।খুব ভাল বলেছেন।ধন্যবাদ।
Khub e sahajjo pelam ai video the k ,nijer mon k chinteo sahajjo korbe
আমার জীবনে, এসব কিছুই দাগ কাটে না, আমি মহাপুরুষ দের জীবন থেকেই অনেক কিছুই নিয়েছি, যা আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছে, তুমি যে সব মহাপুরুষ দের কথা বললে, শুনতে এত ভাল লাগল 🙏🏻 ভাল চিন্তা করলেও ভাল থাকা যায়, সবার ভাল হয় 😊😊 তোমার প্রতিটি কথাই সত্য, আমি খুবই নিশ্চিন্ত হই, এই ভেবে, তুমি যা বলছো, আমিও এইরকম করেই নিজের জীবন টা কে ভাল রাখতে পেরেছি 🥰🥰 আজকের ভিডিও টা অসাধারণ লাগল
কথা গুলো মন ছুঁয়ে গেল।
অসাধারণ , আমি সমৃদ্ধ হলাম ৷ অনেক ধন্যবাদ ৷ আমি আপনার কথা শুনবো ৷
আপনার এই মহামূল্যবান কথাগুলো শুনলাম মন দিয়ে, খুব ভালো লাগলো
এক কথায় অপূর্প,শিক্ষনিয়।
আমি জীবনে চলার নতুন দিশা পেলাম দাদা।অনেক ধন্যবাদ আপনাকে।
ইউটিউব শর্টস দেখতে দেখতে আপনার ভিডিও দেখে , চ্যানেলে আপনার এই ভিডিওটি দেখে , সত্যিই খুব মুগ্ধ হয়েছি , খুব সুন্দর মেসেজ ভিডিওর মাধ্যমে উপস্থাপন করছেন ,, খুব ভালো কাজ করছেন , প্রণাম নেবেন । 🙏
মানুষকে পথের সঠিক দিশা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ 🙏
সঠিক মূল্যায়ন করেছেন স্যার,জীবনের চলার পথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।আপনি আমার প্রনাম নেবেন 🙏
অসাধারণ আলোচনা।
খুব সুন্দর বিশ্লেষণ, অনেক ধন্যবাদ জানালাম।
উৎসাহ পেলাম। ধন্যবাদ।
আমি কিন্তু সাড়ে পনেরো মিনিটই মন দিয়ে শুনলাম।
দারুন উপস্থাপন হয়েছে।
ভলো থেকো ভাই। ❤
Durdanto.
আপনার ভিতরে অসাধারণ কিছু ত আছেই দাদা।। অনেক কিছু শিখছি❤️❤️
স্যার খুব সুন্দর লাগলো প্রণাম গ্রহন করবেন 🙏🙏 🙏
অসাধারণ স্যর , সমৃদ্ধ হলাম
অসাধারণ
এই ধরনের ভিডিও আর আর বেশি বেশি প্রচার হোক ।প্রতিটি মানুষের শোনা খুব ই প্রয়োজন।
জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সংবাদ, ধন্যবাদ।
অসংখ্য প্রণাম আর ধন্যবাদ জানাই আপনাকে 🙏🙏🙏🙏🙏🙏🙏
Akdam tik bolechen
Pathfinder of the philosophy of the life
কি অসাধারণ চমৎকার পোস্ট জীবনের শিক্ষা পেলাম মনের জোর বেড়ে গেল দাদাভাই ধন্যবাদ আপনাকে
❤ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই খুব খুব ভালো থেকো আর সুস্থ থেকো❤রাধা রাধা❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
অসাধারন ।নমস্কার স্যার।
Sir darun laglo.onek kichu shikhlam.valo thakben
স্যার, জন্ম-মৃত্যুর চক্র থেকে মুক্তির উপায় নিয়ে আলোচনা করলে উপকৃত হই 🙏
স্যার আমার জীবনের সব কথা মিলে গেলো আপনার কথার সঙ্গে অসংখ্য ধন্যবাদ
খুব সুন্দর কথা বললেন। চলার পথের দিশা পেলাম
Extra ordinary speech
ইউটিউবে আপনার কথাই 99% সত্ত আপনি সঠিক বাক্য বলেছেন ধন্যবাদ।