Zinda Park | জিন্দা পার্ক 🌿 মাত্র ২৮০ টাকায় ঢাকার সব থেকে কাছে সব থেকে কম খরচে ঘুরে আসার সেরা জায়গা

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 апр 2024
  • Zinda Park | জিন্দা পার্ক | মাত্র ২৮০ টাকায় ঢাকার সব থেকে কাছে সব থেকে কম খরচে ঘুরে আসার জায়গা
    ঘুরে ঘুরে ঘুরাঘুরি করতে করতে যদি চান, ঢাকায় ঠিক আশেপাশেই ঘুরে আসতে, যেখানে কিনা পাওয়া যাবে একদম raw গ্রামীণ প্রকৃতি ও পরিবেশের ফিল। তবে পূর্বাচল এক্সপ্রেস হয়ে ধরে খানিক ছুটেই ঘুরে আসতে পারেন বিখ্যাত জিন্দা পার্ক থেকে। ঢাকার কুড়িল হতে এসি, নন এসি বাস কিংবা সিএনজিতে চেপে সহজেই চলে যেতে পারবেন যেখানে।
    ঢাকা কুড়িল বিশ্বরোড হতে মাত্র ১৮ কিলোমিটার দূরে নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জে অবস্থিত এই পার্ক।
    জিন্দা পার্কে প্রবেশের টিকিট মূল্য প্রাপ্তবয়স্ক প্রতিজন ১০০ টাকা। তবে ছুটির দিনে টিকিট মূল্য ১৫০ টাকা। ৫ বছরের নিচে ছোট বাচ্চাদের টিকেট ৫০ টাকা।
    ঢাকার যানযট, কোলাহল থেকে কিছুক্ষনের জন্য মুক্তি পেতে হলে ঘুড়ে আসা উচিত জিন্দা পার্ক থেকে৷ অসাধারন স্থাপত্যশৈলীর ব্যাবহার ফুটিয়ে তোলা হয়েছে পার্কটিতে৷ পার্কটি কোন সরকারি উদ্যাগের ফসল নয়। আবার কোন বাণিজ্যিক প্রতিষ্ঠানের নির্মাণও নয়। পার্কটি তৈরী হয়েছে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত এবং প্রাণান্ত অংশগ্রহনের মাধ্যমে। এলাকার ৫০০০ সদস্য নিয়ে “অগ্রপথিক পল্লী সমিতি” ১৯৮০ সালে যাত্রা শুরু করে। এ দীর্ঘ ৩৫ বছরের অক্লান্ত পরিশ্রম আর ত্যাগের ফসল এই পার্কটি। এ রকম মহাউদ্দেশ্য, এত লোকের সক্রিয় অংশগ্রহন এবং ত্যাগ স্বীকারের উদাহারণ খুব কমই দেখা যায়। অপস ক্যাবিনেট, অপস সংসদ এবং অপস কমিশন নামে পার্কটিতে ৩টি পরিচালনা পর্ষদ রয়েছে। বর্তমানে জিন্দা গ্রামটিকে একটি আদর্শ গ্রাম ও বলা হয়৷
    প্রায় ১০০ বিঘা জায়গা জুড়ে গড়ে ওঠা জিন্দা পার্কে রয়েছে একটি কমিউনিটি স্কুল, কমিউনিটি ক্লিনিক, নান্দনিক স্থাপত্যশৈলী বিশিষ্ট একটি লাইব্রেরি, মসজিদ, ঈদগাহ, কবরস্থান, রয়েছে একটি রেস্তোরা। ২৫০ প্রজাতির ১০ হাজারের বেশী গাছ-গাছালী আছে পার্কটিতে। গাছের এই সমারোহ এর পরিবেশকে করেছে শান্তিময় সবুজ, কলকাকলীতে মুখর করেছে অসংখ্য পাখীরা। শীতল আবেশ এনেছে ৫ টি সুবিশাল লেক। তাই গরম যতই হোক পার্কের পরিবেশ আপনাকে দেবে শান্তির ছোঁয়া।
    খাওয়ার জন্য পার্ক এর ভিতর মহুয়া স্ন্যাকস অ্যান্ড মহুয়া ফুডস রেস্টুরেন্ট আছে। এখানে বিভিন্ন রকম দেশীয় খাবার পাওয়া যায়, যার প্যাকেজ মূল্য জনপ্রতি ২২০ টাকা থেকে ৬৭০। জিন্দাপার্কে বর্তমানে রাত থাকার কোন ব্যবস্থা নেই। তবে যদি বড় গ্রুপ নিয়ে ঘুরতে আসেন সারাদিনের জন্য, আর রেস্ট নেবার ও ফ্রেস হবার জন্য রুম নিতে চান তবে তার ব্যবস্থা আছে মহুয়া রেস্টুরেন্টের দোতলায় অবস্থিত মহুয়া গেস্ট হাউজে। ৩০০০ টাকায় নন এসি রুম পাবেন সারাদিনের জন্য।
    আসুন যেভাবে যাবেন, ঢাকার যেখানেই থাকুন না কেন প্রথমেই চলে যান কুড়িল বিশ্বরোড। কুড়িলের বিআরটিসি বাস কাউন্টার থেকে কাঞ্চন ব্রিজের টিকিট কেটে নামতে হবে কাঞ্চন ব্রিজ। এ পর্যন্ত ভাড়া পড়বে ৪০ টাকা। কাঞ্চন ব্রিজ থেকে জিন্দা পার্ক বাইপাসে যেতে লেগুনা বা অটোতো গুনতে হবে ২০-৩০ টাকা। বাইপাসে নেমে ডিরেকশন অনুযায়ী হেটেই পৌছাতে পারবেন পার্কের গেট পর্যন্ত। তবে রিক্সায় গেলে ভাড়া পড়বে ৮০-১০০ টাকা। রিক্সা করে সরাসরি পার্কের গেটে চলে যেতে পারবেন।
    ফেরার সময় একইভাবে অটো বা রিক্সায় কাঞ্চন ব্রীজ চলে আস্তে হবে। সেখান থেকে বিআরটিসি বাসে কুড়িল বিশ্বরোড। কাঞ্চন ব্রিজ থেকে ১৫ মিনিট পর পর বাস পাবেন।
    এছাড়া কুড়িল বিশ্বরোড থেকে সিএনজি নিয়েও সরাসরি পার্কে যাওয়া যায়, ভাড়া ৪০০ টাকা।
    দেশবাসীর, ট্যুরে যান, ট্রেকিং এ যান। যেখানে মন চায় যান, যেভাবে মন চায় যান। কিন্তু প্রকৃতি ও পরিবেশের ক্ষতি হয়। এমন কিছুই করবেন না প্লিজ। সময় পেলেই বেড়িয়ে পড়ুন। ঘুরতে থাকুন, জানতে থাকুন, জানাতে থাকুন। কিপ রোমিং
    #zindapark
    #জিন্দাপার্ক
    #purbachal
    #resort

Комментарии • 30

  • @masudkaisur31
    @masudkaisur31 3 месяца назад +1

    ভাই park থেকে সন্ধ্যায় বের হলে কি রাস্তায় বখাটে কিংবা ছিন্তাই কারির কবলের পরার সম্ভাবনা আছে নাকি?

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  3 месяца назад

      খুব বেশি সন্ধ্যা করে বের না হওয়াই ভাল। যদি না নিজস্ব গাড়ি বা বড় গ্রুপ থাকে। কারন পার্ক এরিয়া নিরাপদ হলেও কাঞ্চন পর্যন্ত রাস্তা একটু খোলাম মেলা। বিপদ হলেও হতে পারে।

  • @hamidaakter3671
    @hamidaakter3671 2 месяца назад +2

    Postogola bridge theke kivabe jabo

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  2 месяца назад

      পোস্তগোলা থেকে গাউছিয়া গামি গাড়িতে। কাঞ্চনব্রিজ পর্যন্ত যেতে বাকি পথ অটো বা রিক্সায়

  • @upals
    @upals 17 дней назад +1

    Room age theke book korte chaile kon number e contact korbo?

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  17 дней назад

      01716-260908 তাদের নাম্বার

  • @ahliyazohirul4285
    @ahliyazohirul4285 Месяц назад +1

    Vetore namajer jayga, washroom er bebostha ache?

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  Месяц назад

      জি আছে। মসজিদ আছে, ভাল ওয়াশরুম ও আছে।

  • @MdParvez-zw8hr
    @MdParvez-zw8hr 2 месяца назад +1

    Vaiya signboard theke kivabe jabo?

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  2 месяца назад

      সাইনবোর্ড থেকে গাউছিয়া কাঞ্চনগামী গাড়িতে কাঞ্চনব্রীজ এসেও যেতে পারেন।বা সাইনবোর্ড হতে অনাবিল পরিবহনের বাসে কুড়িল পর্যন্ত এসেও যেতে পারেন

  • @jannatshahariyatuj
    @jannatshahariyatuj 2 месяца назад +1

    Staf quarter theke kivabe jawa jabe?

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  2 месяца назад

      স্টাফ কোয়াটার থেকে কাঞ্চনব্রীজ তারপর অটো বা রিক্সা

  • @mdshakibhossen2384
    @mdshakibhossen2384 2 месяца назад +1

    ভাইয়া ঢুকতে কত করে আর কয়টা পযন্ত খোলা থাকে

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  2 месяца назад +1

      সকাল ১০ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত খোলা। জন প্রতি ১০০ টাকা। তবে বন্ধের দিন জন প্রতি ১৫০ টাকা

  • @k_u_m_k_u_m5237
    @k_u_m_k_u_m5237 3 месяца назад +1

    খাবার নিয়ে যাওয়া যায়??

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  3 месяца назад

      নিয়ে যাওয়া যায়। সেক্ষেত্রে জন প্রতি ২৫ টা অতিরিক্ত দিতে হয় টিকেটে।

  • @bristychowdhury6304
    @bristychowdhury6304 2 месяца назад

    সকালে খোলা কয়টা থেকে??

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  2 месяца назад

      ১০টা হতে বিকাল ৫ টা

  • @FootBall-rc2jo
    @FootBall-rc2jo 2 месяца назад +1

    কলেজ ড্রেস কি অ্যালাও করে?

  • @NashShaf1
    @NashShaf1 3 месяца назад +1

    কোন একটিভিটি করার সুযোগ নাই।।ফাঁকা জায়গা।

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  3 месяца назад

      জি একদম ফাঁকা জায়গা। তবে যদি বাচ্চারা চায় ফুটবল ক্রিকেট খেলার সুযোগ আছে যদি ব্যাট বা বল নিয়ে যায় তবে।

  • @user-dh2gk8fs5d
    @user-dh2gk8fs5d 3 месяца назад +1

    আমারে টাকা চুলকায় না

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  3 месяца назад +1

      সবার জন্য না এই স্থান। ঢাকার মানুষ যাদের খোলা মেলা ঘুরাঘুরি ও গ্রামীণ ফিল নেবার জায়গার স্থানের অভাব। জাস্ট তাদের জন্যেই এই স্থান।

    • @hafeezhafeez2224
      @hafeezhafeez2224 3 месяца назад +1

      সুন্দর ভাইয়া 💝

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  3 месяца назад

      ধন্যবাদ

  • @morsalun1121
    @morsalun1121 2 месяца назад

    vai amr basa theke 10 m hatlei komlapur station...amr basa theke kivabe jinda park a jete hobe??

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  2 месяца назад

      বাসা থেকে কুড়িল বিশ্বরোড যাবে সেখান থেকে বাসে কাঞ্চবিজ তারপর অটো বা রিক্সায় পার্ক।

    • @MdRasel-oz6nr
      @MdRasel-oz6nr Месяц назад +1

      ভাই হোন্ডা নিয়ে কি ঢুকতে দেয়, আর না দিলে হুন্ডা রাখার কি ভালো ব্যবস্থা আছে

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  Месяц назад

      @MdRasel-oz6nr জি।পার্কিং এর ব্যবস্থা আছে।