আমরা শ্রীলংকা ভ্রমণ করলাম গত ডিসেম্বরে। এখন যখন শ্রীলংকা নিয়ে ভ্রমণ কাহিনী লিখছি। তখন আপনাদের ভিডিওগুলো দেখে নিচ্ছি। অপূর্ব লাগছে এবং একেবারেই মনের কথাগুলো বলে চলেছেন। আমরা ওদের মত সেবা শিখিনি বা নিরাপত্তা, বিশেষত নারীর নিরাপত্তা বিধান করতে পারিনি বলেই আমরা পর্যটনে সুবিধা করতে পারিনি।
শিবাজীদা দীঘা ও মন্দারমনির ব্যাপারে কথাটা খুব যুক্তিসঙ্গত। এতো বছর ধরে এতো বার দেখার পরে আমার ব্যক্তিগত মতামত, শিবাজিদা হচ্ছেন এক complete package for travel guide। খুব ভালো থাকবেন।
আমি একজন কলকাতা ট্রাভেল এজেন্ট। মন্দার মনির কিছু হোটেল এর আমরা অ্যসোসিয়াট পার্টনার। আপনি ঠিকই বলেছেন দীঘা, মন্দারমনির হোটেলের সার্ভিস খুবই খারাপ এবং খুব হাই প্রাইস। দীঘার থাকে মন্দারমনিতে খুব বেশি। দিঘাতে ১০০০ টাকার রুম পাওয়া গেলেও মন্দারমনিতে কল্পনাও করা যায়না । জাস্ট ওরা মনোপলি বিজনেস করে। আর খাবার দাবারের ও খুব দাম।
অনেক অজানা তথ্য জানতে পারছি এই শ্রীলঙ্কাকে নিয়ে। আমরা নিকট প্রতিবেশী অথচ শিখবার মত অনেক কিছুই আছে ওদের কাছ থেকে। আপনাদের সুন্দর উপস্থাপনার জন্য ধন্যবাদ।
আসলে আমাদের দেশে হোটেলগুলো এখনও ট্যুরিজমের অঙ্গীভূত হয় নি। হোটেল ব্যবসায় পর্যবসিত হয়েছে। কথাতেই বলে হোটেলব্যবসা। তবে নর্থ বেঙ্গল এবং হিমাচল/উত্তরাখণ্ডের কিছু হোমস্টে বা হোটেলে এর ব্যতিক্রম দেখা যায়।
Most people don't know that Sri Lanka is far ahead of India in health statistics, be it Maternal mortality or Infant mortality rate, GDP, education which are basically components of Human Development Index(HDI). Rank of India is 132 where as Sri Lanka ranks 73 out of 191 countries. They lead South East Asia in HDI.
India is much better in healthcare. They are heavily dependent on Indian medicine and medical equipment . During economic crisis they couldn't import them . They can't even manage a small country .
দারুণ লাগছে শ্রীলঙ্কা সফর। আজকের ভিডিও তে Lake কি অসাধারণ লাগল। কি শান্ত জল। সেই স্থির জলে আকাশের প্রতিবিম্ব..........ওহ্। আর অনাথ হাতিদের স্নান......সত্যি অবলা জীব ওরা। স্নান করার ইচ্ছে নেই, তবুও জোর করে স্নান করতে বাধ্য করা হচ্ছে। একধরনের Slavery. যাইহোক আপনাদের পরণের জামার ব্যপারে আসি😊। জামা দুটো কেনা হয় Keneya or Uganda থেকে। ভালো থাকবেন দুজনেই।❤
ভীষন ভীষণ উপভোগ করছি, শ্রীলঙ্কা ভ্রমণ। তোমরা দুজনেই অসাধারণ ।শ্রীলঙ্কা র রূপ যতো দেখছি, মুগ্ধ হয়ে যাচ্ছি। কে বলবে কিছুদিন আগে এই দেশটার কি দূর্দশা হয়েছিল। ভালো থেকো তোমরা ।আরও অনেক অনেক কিছু দেখতে চাই।
অসাধারন শ্রীলঙ্কা tours। বলে না দিলে কিন্তু বোঝা যাবে না যে এটা শ্রীলঙ্কা, আমাদের দেশের মতই গ্রাম, তবে সবুজের সমারোহ অনেক বেশি। ধন্যবাদ এই দ্বীপ রাষ্ট্র দেখানোর জন্যে। long live explorer shibaji.
আন্তরিক ধন্যবাদ শিবাজীবাবু ও পৃথ্বীজিৎবাবু কে । আমি কখনও কোথাও বেড়াতে যেতে পারব না। আপনাদের লেন্সের মাধ্যমেই আমার দেশ বিদেশ ভ্রমণের সাধ মিটছে। পুণরায় ধন্যবাদ জানাই আপনাদের। ভালো থাকবেন।
চারিদিকে শুধু সবুজ আর সবুজ রঙের মেলা ভীষণ সুন্দর। লেকের জলে মেঘের ছায়া কি যে সুন্দর দেখতে লাগলো অপূর্ব। খুব শান্ত নিরিবিলি পরিবেশ।পরের ভিডিও জন্য অপেক্ষায় রইলাম আবার। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।🙏
শ্রী লঙ্কার হোটেলের মান, পরিষেবা এবং হোটেলের চাজ' দেখে খুবই অবাক হচ্ছি। সেই জন্য এত বিদেশী পর্যটক ওখানে যাচ্ছেন। হাতির স্নান দেখিয়েও বিদেশী মুদ্রা অজ'ন করছে।
খুব ভালো লাগলো। শ্রীলঙ্কা সিরিজ খুব উপভোগ্য হচ্ছে। আর এই ভিডিওতে পৃথ্থীজিৎ যা বলেছেন হাতিদের জোর করে স্নান করানোর ব্যাপারে, আমি সম্পূর্ণ ভাবে সমর্থন করছি। যাকে বলে পৈশাচিক জিঘাংসা নিয়ে আমার ওই মাহুতকে মা-হুঁশ করে দিতে ইচ্ছে করছিলো!
You have brought forward a very good point Shivaji. Hotel and homestay owners mainly in West Bengal are looting tourists. Same food package for lunch and dinner and no variety. This is also the case with tourism department. Just imagine where they have hiked the price.
Explorer Shibaji, ar Pritthwijeet, শ্রদ্ধেয় শিবরাম চক্রবর্তীর আলোচনার খুব ভালো লাগলো 🙏🙏 খুব প্রিয় লেখক আমার, আমাদের সকলের ই❤❤। জলহস্তী --আর জলের -হাতি----!!এই দুই ভিন্ন ব্যকরণগত অর্থবহ 'পদ' নিয়ে আপনাদের কথোপকথন সত্যি খুব ভালো উপভোগ করলাম 🎉🎉😊❤
The way you showcased Sri Lanka is really amazing as well as informative. Also the point you raised regarding hotel and food with respect to our country is vary much valid.👍👍
দারুন লাগে আপনার ভ্রমন ভিডিও । এ ব্যাপারে বলার কিছু নেই । তার সাথে যেটা ভালো লাগে যে আপনি ভ্রমন সংক্রান্ত সবাই কে যেমন - আমরা যার ঘুরতে যাই , হোটেল আর যানবাহন যারা ব্যবস্থা করেন এবং পর্যটন দফতর কেও সময়ে সময়ে সুচিন্তিত উপদেশ দেন । আমি পশ্চিমবঙ্গের প্রায় হোটেল সম্বন্ধে বলতে পারি যে এরা অধিকাংশই আমাদের গলা কাটে । কারন হিসাবে মনে হয় এরা অধিকাংশ ই " লিজ " নিয়ে হোটেল চালান এবং অল্প সময়ে অধিক মুনাফা করার চেষ্টা করেন এবং তারপর পলায়ন করেন ।
Your Srilanka travel video till now is wonderful. I shall plan Srilanka visit soon. I am sure, I shall get the details from you. Please let me know the date and time of meeting in Kolkata. I shall try to meet you two there.
Asadharan view tarsathe background music aro mon bhore galo. Prithijit da majar manus. Srilanka tour ak kthai mon bhariea dieache. Apnara bhalo thakben.
Enjoyed the exotic beauty of nature upto the brim .. specially blue sky studded with feathers of cloudlets above the lush green foliage encircling the placid lake. Wondered whether the greenery was edited or not because we do rarely come across such greenness. Only the lucky few have the opportunity...and surely you two were one of them... enjoyed the roadside laal chai with you,( free of cost 😊). Hope to glide through more of such enthralling engrossing treats with 'jhoome re jhoome sajni.....'... thank you ❤.
Darun enjoy korchi Sri Lanka series. Eke to eto sundor eto greenary dekhe chokh judiye jacche. Amar mone hoe tomra borshar moddhe gecho bole jano aro sundor dekhacche sob jaegagulo. Aro bhalo lagche karon onek gulo street food explore kore dekhaccho. Asha kori porer episode gulote sri Lankan curry o experience korecho tomra. Ar ekta jinish mon chuye gelo seta hocche tomader sensitivity towards animals. Pritthijit dar sathe ekdom ekmot amio bechara oi hathi guloke jor kore jole namanor kono manei hoe na. Eijonnoi ei sob hyped animal er jaegaguloe jete amar hesitation lage sudhu takar jonne era ottyachar kore animal gulor opore. Tomader moto sob blogger ebong tourist ra jodi er against e bole tahole hoeto konodin erao ektu sensible hobe. Aro ki ki experience korle ta dekhar jonne mukhiye roilam. Onek dhonnobad eto sundor ekta episoder jonne
There seems to be no difference in the rural roads of Bengal and Sri Lanka. The scenic beauty of Purulia,Bankura are more or less similar. It doesn't feel like that u r in another country. I think more Indians should visit Sri Lanka when planning foreign tours. Looks like very much unexplored areas.
Khub shundor laglo ❤❤ Prithijit dar Hatider snaan nie kotha gulor shathe ekdom shohomot okhaner kormokortara ei bishoy nojor dile Khub valo lagbe Valo thakben apnara❤❤
Beautiful scenery with that haunting song in the background. Magical. Loved the elephant orphanage. The view from the drone... Loved them. Agreed with Prithojeet on bambooing the mahut. It is very inhumane. Peper from elephant waste, very innovative and earth friendly.❤ Your landy in cansy looks interesting. Enjoyed the video. Waiting for the next 😊 Forgot to mention that I saw the name on Prithijeets shirt. They're from SA tour. I think it said Uganda 😉
Thank you so much to both of you for giving us such an amazing journey....and how true it is about our west Bengal tourism...any way the lush greenery you have captured it's amazing and as elephant is my favourite animal ....can't see that business in the name of orphanage
Wow, what a wonderful journey you have shared with us! I really enjoyed watching your vlog and learning more about Sri Lanka. You have captured the beauty and diversity of this country so well. The sigiriya rock fortress, the Kandy temple of the tooth, the pinnawala elephant orphanage, and the tea plantations are all amazing places to visit. You have also shown us the delicious and spicy Sri Lankan cuisine and the friendly and hospitable people. Thank you for making such an informative and entertaining video. You are an awesome explorer and a great storyteller. I can’t wait to see more of your adventures in the future. Keep up the good work! 👍👍👍
মন আটকে যায়, হারিয়ে যাই জায়গা গুলোতে, রোজ শিখি, আরো শিখবো, হয়তো একদিন তোমার ৫% শিখে নিজেকে ধন্য মনে করবো, বাঙালি ব্লগারদের তুমি অন্যতম অনুপ্রেরণা হয়ে থেকো 🎉
ক্যানডি খুব ভালো লাগলো দুধারের রাস্তা অসাধারণ সুন্দর এত কম দামের এত সুন্দর হোটেল ও খাবার দাবার সত্যিই দীঘা মন্দার মনিতে ভাবা যায় না অনেক বার অনেক টাকা ভাড়া দিয়ে মন্দারমনি থেকে এসেছি।সত্যি ই কিএখানে এই ভাবে ভাবা যায় না ।তবে একটা বিষয়ে খুব খুব খারাপ লাগলো কিছু টাকার বিনিময়ে এই অসহায় হাতিদের লাঠির আঘাতে নদীতে স্নান করার দৃশ্য আমার ও আমার মত অনেকের মোটেই ভালো লাগেনি এটা সমর্থন করা যায়না।অসহায়ের হাতিদের নিজেদের মত থাকতে দেওয়া উচিত এটা আমার ব্যক্তিগত মত।সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ ।
কি সুন্দর রাস্তা আহা.. বাংলার গ্রামাঞ্চল মনে হচ্ছিল.. শ্রীলঙ্কা তো rubber cultivation এর জন্য বিখ্যাত.. আমি আফ্রিকা সিরিজ থেকে রেগুলার দেখি, আগের গুলো on and off দেখতে পাই.. খুব informative আর সুন্দর
Yes Bengali and Nepali both are similar languages 😊 if u know bengali then u can easily understand nepali,odia,assamees and Hindi. P.s- they are friends not brothers 😅
Khub valo laglo dada .bises kore Nabadwip er nam ta jokhon nilen monta vore galo.karon Nabadwip a amar babar bari o sasur bari.apnader maddhome des bidesh er jayga gulo dekhte pai ami...r ata amar first coment...valo thakun sustho thakun r ai vabei enjoy korun....😊.
We are regular followers of your channel. A request; can you please add main livelyhood of the country along with cost of living? I feel the low cost of hotel rooms may be due to lower charges of infrastructure.
Indian mentality as far as hospitality is concerned is total rubbish. Everyplace is overpriced and not even as per basic international standard. Sri Lanka, South East Asia give far better value for money, and much cleaner. Greed will never attract quality tourists. Sri Lankan are going through economic challenges and yet they have not hiked up their fees and prices that much.
আপনাদের ভিডিও দেখতেই ভালো লাগে শুধুমাত্র আপনাদের দুজনের উপস্থিতিতে এবং কর্মকান্ডের ভিত্তিতে ... ভিডিওর বিষয় সবসময়ে যে ভালো লাগে তা নয় ... তবুও সবসময় এই আশায় থাকি যে " সব ভালো তার, শেষ ভালো যার" ..... বুম্বা চক্রবর্তী বরানগর
খুব খুব ভালো লাগলো। হাতিদের অনাথালয় টাও বেশ ভাল লাগল।ক্যাণ্ডি শুনেছি ছবির মতো সুন্দর, আপনার ছবি সহ বিশ্লেষণ এর আশায় থাকলাম। আপনারা ভাল থাকবেন, সুস্থ থাকবেন দাদা।
Sotti kare apnder dujon er travel vedio amar ebong amar famileyr khub valo lage er ajker srilanka blog ta khub e asadharon laglo er sibaji da tomer point ta khub e valo laglo jokhon tumi bolle dighar sathe srilanka hotel er breakfast to hotel room niye amader dighar ekhon hotel malik ra taka chine gache tourist wellcome ta vule gache ..jai hoke sotti kare khub e valo laglo dekhe ei blog ta dada er tomader dujoner jodi to ekdom e anno rakom ❤
Shibaji r Prithwijit tomader sathe Sri Lanka ghurchi , khub bhalo lagche . Ato sundar kore describe koro j sotti mone hoi amio tomader sathe achi . Bhalo theko , God bless you both ❤️
সত্যিই দুর্দান্ত লেকের ভিউ, শিবাজী দা আপনাদের দুজনকেই বলছি একটা ট্রাভেলস খুলুন যেখানে আমাদের সবাইকে আপনারা নিয়ে ঘোরাবেন, তাহলে বেশ ভালো, আপনাদের সাথে ঘোরার মজাই আলাদা, কত অজানা তথ্য জানা যায় 😊👍🏻🙏 সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার অসংখ্য শুভেচ্ছা 💐
আমরা শ্রীলংকা ভ্রমণ করলাম গত ডিসেম্বরে। এখন যখন শ্রীলংকা নিয়ে ভ্রমণ কাহিনী লিখছি। তখন আপনাদের ভিডিওগুলো দেখে নিচ্ছি। অপূর্ব লাগছে এবং একেবারেই মনের কথাগুলো বলে চলেছেন। আমরা ওদের মত সেবা শিখিনি বা নিরাপত্তা, বিশেষত নারীর নিরাপত্তা বিধান করতে পারিনি বলেই আমরা পর্যটনে সুবিধা করতে পারিনি।
শ্রীলঙ্কা তো ভারতীয় সিনেমার শুটিং করতে পারে, ইওরোপ না গিয়ে, বাড়ির সামনে এতো সুন্দর ট্যুরিস্ট স্পট
শ্রীলঙ্কার ছদ্ম নাম হওয়ার উচিত সবুজ দ্বীপ বা প্রকৃতির ভূস্বর্গ🇮🇳🇱🇰❤
Yes ,srilanka is wonder of asia.am i true?
That's why it's called 'pearl of the Indian Ocean '
শিবাজীদা দীঘা ও মন্দারমনির ব্যাপারে কথাটা খুব যুক্তিসঙ্গত। এতো বছর ধরে এতো বার দেখার পরে আমার ব্যক্তিগত মতামত, শিবাজিদা হচ্ছেন এক complete package for travel guide। খুব ভালো থাকবেন।
পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে শ্রীলংকা অনেক এগিয়ে আছে দেখছি আমাদের south 24 pgs এর যা অবস্থা বলার আর কিছুই নেই 👍👍
আমি একজন কলকাতা ট্রাভেল এজেন্ট। মন্দার মনির কিছু হোটেল এর আমরা অ্যসোসিয়াট পার্টনার। আপনি ঠিকই বলেছেন দীঘা, মন্দারমনির হোটেলের সার্ভিস খুবই খারাপ এবং খুব হাই প্রাইস। দীঘার থাকে মন্দারমনিতে খুব বেশি। দিঘাতে ১০০০ টাকার রুম পাওয়া গেলেও মন্দারমনিতে কল্পনাও করা যায়না । জাস্ট ওরা মনোপলি বিজনেস করে। আর খাবার দাবারের ও খুব দাম।
😊❤ দারুন দেখতে লাগছে
DADA.SUVO.DIPABOLIAMADER.POSCIM.BANGE.KOUB.SASTAY.GHAN.PAOYA.JAE.ARR.TATEI.AMADER.PETBORE.JAE
নন্দন চত্বরের আড্ডার জন্য মুখিইএ রইলাম । আশাকরি দিনটা জানতে পারবো ?
দারুন।। দুর্দান্ত।।।।
হাতি বলে কি মানুষ নয়।
অনেক অজানা তথ্য জানতে পারছি এই শ্রীলঙ্কাকে নিয়ে। আমরা নিকট প্রতিবেশী অথচ শিখবার মত অনেক কিছুই আছে ওদের কাছ থেকে। আপনাদের সুন্দর উপস্থাপনার জন্য ধন্যবাদ।
ভীষণ ভাবে আপনার সাথে একমত আমাদের এখানকার হোটেলগুলো সম্পর্কে বক্তব্যের সঙ্গে। 👍
কাটমানি দিতে হলেকি করে পোসাবে?
আসলে আমাদের দেশে হোটেলগুলো এখনও ট্যুরিজমের অঙ্গীভূত হয় নি। হোটেল ব্যবসায় পর্যবসিত হয়েছে। কথাতেই বলে হোটেলব্যবসা। তবে নর্থ বেঙ্গল এবং হিমাচল/উত্তরাখণ্ডের কিছু হোমস্টে বা হোটেলে এর ব্যতিক্রম দেখা যায়।
Most people don't know that Sri Lanka is far ahead of India in health statistics, be it Maternal mortality or Infant mortality rate, GDP, education which are basically components of Human Development Index(HDI). Rank of India is 132 where as Sri Lanka ranks 73 out of 191 countries. They lead South East Asia in HDI.
India is much better in healthcare. They are heavily dependent on Indian medicine and medical equipment . During economic crisis they couldn't import them . They can't even manage a small country .
Hoyeo labh ta ki they went bankrupt 😂
দারুণ লাগছে শ্রীলঙ্কা সফর। আজকের ভিডিও তে Lake কি অসাধারণ লাগল। কি শান্ত জল। সেই স্থির জলে আকাশের প্রতিবিম্ব..........ওহ্। আর অনাথ হাতিদের স্নান......সত্যি অবলা জীব ওরা। স্নান করার ইচ্ছে নেই, তবুও জোর করে স্নান করতে বাধ্য করা হচ্ছে। একধরনের Slavery.
যাইহোক আপনাদের পরণের জামার ব্যপারে আসি😊।
জামা দুটো কেনা হয় Keneya or Uganda থেকে।
ভালো থাকবেন দুজনেই।❤
ব্যক্তিগতভাবে অন্য বিদেশ সফর গুলোর থেকে শ্রীলঙ্কার সফর অনেক বেশি ভালো লাগছে।
প্রথমেই বলি আজ আপনাদের দুজনকে ঠিক যেনো রাজার জামাই মনে হচ্ছে, আপনাদের পোশাকের জন্য 😂।
শ্রীলঙ্কার প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই মুগ্ধ করছে।খুব ভালো লাগছে সব কটি এপিসোড।
অসাধারণ দেখলাম সিগ্রী থেকে পিন্নাওয়ালা যাবার পথে যে গ্রাম দেখলেন। তারসঙ্গে হাতিদের অনাথালয়। আর এত সবুজ দেখে মনটা একেবারে ভরে গেল। ❤
ভীষন ভীষণ উপভোগ করছি, শ্রীলঙ্কা ভ্রমণ। তোমরা দুজনেই অসাধারণ ।শ্রীলঙ্কা র রূপ যতো দেখছি, মুগ্ধ হয়ে যাচ্ছি। কে বলবে কিছুদিন আগে এই দেশটার কি দূর্দশা হয়েছিল। ভালো থেকো তোমরা ।আরও অনেক অনেক কিছু দেখতে চাই।
অসাধারন শ্রীলঙ্কা tours। বলে না দিলে কিন্তু বোঝা যাবে না যে এটা শ্রীলঙ্কা, আমাদের দেশের মতই গ্রাম, তবে সবুজের সমারোহ অনেক বেশি। ধন্যবাদ এই দ্বীপ রাষ্ট্র দেখানোর জন্যে। long live explorer shibaji.
শ্রীলংকার প্রত্যেকটা সফর খুব সুন্দর সুন্দর মন প্রাণ ভরে গেল
আন্তরিক ধন্যবাদ শিবাজীবাবু ও পৃথ্বীজিৎবাবু কে । আমি কখনও কোথাও বেড়াতে যেতে পারব না। আপনাদের লেন্সের মাধ্যমেই আমার দেশ বিদেশ ভ্রমণের সাধ মিটছে। পুণরায় ধন্যবাদ জানাই আপনাদের। ভালো থাকবেন।
চারিদিকে শুধু সবুজ আর সবুজ রঙের মেলা ভীষণ সুন্দর। লেকের জলে মেঘের ছায়া কি যে সুন্দর দেখতে লাগলো অপূর্ব। খুব শান্ত নিরিবিলি পরিবেশ।পরের ভিডিও জন্য অপেক্ষায় রইলাম আবার। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।🙏
এই শ্রীলঙ্কা সিরিজ অসাধারণ...ট্রাভেল করার সময় নেপথ্যে যে গানটি দিচ্ছেন...অপূর্ব। দয়া করে গানটির ডিটেলস দিলে ভালো হয়।
Eti ekti rajsthani folk song
শ্রী লঙ্কার হোটেলের মান, পরিষেবা এবং হোটেলের চাজ' দেখে খুবই অবাক হচ্ছি। সেই জন্য এত বিদেশী পর্যটক ওখানে যাচ্ছেন। হাতির স্নান দেখিয়েও বিদেশী মুদ্রা অজ'ন করছে।
This is breathtaking. I had no idea Srilanka is this beautiful. Thanks Shibaji da. Khub bhalo laglo.
আজকের ব্লগ টা শুধুই চোখের শান্তি সবুজের শ্যামলিমায়ার সমারোহ সত্যিই তৃপ্তি দায়ক। ভালো লাগছে শ্রীলঙ্কা।উপরি পাওনা আপনাদের দুজনের মজার মজার কথা।টেক কেয়ার।
দুর্দান্ত লাগছে আপনার সাথে শ্রীলঙ্কা ভ্রমণ, এতো সুন্দর করে প্রতিটা দেশ দেখান মনে হয় আমি নিজে যেন ওখানে ঘুরছি।অনেক ধন্যবাদ। ভালো থাকুন সুস্থ থাকুন।
খুব ভালো লাগলো। শ্রীলঙ্কা সিরিজ খুব উপভোগ্য হচ্ছে। আর এই ভিডিওতে পৃথ্থীজিৎ যা বলেছেন হাতিদের জোর করে স্নান করানোর ব্যাপারে, আমি সম্পূর্ণ ভাবে সমর্থন করছি। যাকে বলে পৈশাচিক জিঘাংসা নিয়ে আমার ওই মাহুতকে মা-হুঁশ করে দিতে ইচ্ছে করছিলো!
You have brought forward a very good point Shivaji. Hotel and homestay owners mainly in West Bengal are looting tourists. Same food package for lunch and dinner and no variety. This is also the case with tourism department. Just imagine where they have hiked the price.
Explorer Shibaji, ar Pritthwijeet, শ্রদ্ধেয় শিবরাম চক্রবর্তীর আলোচনার খুব ভালো লাগলো 🙏🙏 খুব প্রিয় লেখক আমার, আমাদের সকলের ই❤❤। জলহস্তী --আর জলের -হাতি----!!এই দুই ভিন্ন ব্যকরণগত অর্থবহ 'পদ' নিয়ে আপনাদের কথোপকথন সত্যি খুব ভালো উপভোগ করলাম 🎉🎉😊❤
The way you showcased Sri Lanka is really amazing as well as informative. Also the point you raised regarding hotel and food with respect to our country is vary much valid.👍👍
আজকের সকালটা শুরু হলো explore shibaji দার ভিডিও দিয়ে। ঘুম থেকে উঠে এতো সুন্দর একটা ভিডিও দেখে মনটা খুব ভালো হয়ে গেল।
Sri Lanka r aro sundor video dekhte hole 'Sharmila's Home and Travel' ei channel ta check korte paren.🙏
অসাধারণ পর্ব একটা দেখলাম...Prithwijit দা ছাড়া আপনি অসম্পূর্ণ এটা মানতেই হবে ❤
সিগীরিয়ার প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর..দেখেই মন ভালো হয়ে যায়..খুব ভালো লাগলো আজকের ভিডিও..খুব ভালো থাকুন আপনারা..পরের ভিডিওর অপেক্ষায় রইলাম ❤❤❤❤
অনেক সুন্দর লাগে আপনাদের ভিডিও গুলো।বাংলাদেশ থেকে দেখি।ভিডিও গুলো দেখলে মনেহয় বাস্তবে সেখানেই আছি।অসাধারন পরিবেশনা দাদা।🙏🏻🙏🏻
Sabujer samaroho!jawar ichhe roilo.
Pinnawalaর সবুজ-অরন্য দিবা দর্শন দারুন ভালো লাগল। এই বনে চা পাওয়া সৌভাগ্যের ব্যাপার। আরো ভালো লাগল হাতিদের চান। Tourist দের প্রয়েজনীয় সব রকমের উপাদানের সম্ভার দেখে শ্রীলংকা দর্শনের চিন্তায় পড়লাম।
মন্দারমনি, দীঘার হোটেল মালিকদের Touristদের সুখ সুবিধার প্রতি উপেক্ষা বহুল প্রচলিত অভিজ্ঞতা । শিবাজীকে ধন্যবাদ তার মন্তব্যের জন্য।
শ্রীলঙ্কা সত্যিই অসাধারণ সুন্দর ❤ এবং অতি অবশ্যই মানুষ গুলিও সহজ সরল❤
দারুন লাগে আপনার ভ্রমন ভিডিও । এ ব্যাপারে বলার কিছু নেই । তার সাথে যেটা ভালো লাগে যে আপনি ভ্রমন সংক্রান্ত সবাই কে যেমন - আমরা যার ঘুরতে যাই , হোটেল আর যানবাহন যারা ব্যবস্থা করেন এবং পর্যটন দফতর কেও সময়ে সময়ে সুচিন্তিত উপদেশ দেন ।
আমি পশ্চিমবঙ্গের প্রায় হোটেল সম্বন্ধে বলতে পারি যে এরা অধিকাংশই আমাদের গলা কাটে । কারন হিসাবে মনে হয় এরা অধিকাংশ ই " লিজ " নিয়ে হোটেল চালান এবং অল্প সময়ে অধিক মুনাফা করার চেষ্টা করেন এবং তারপর পলায়ন করেন ।
Your Srilanka travel video till now is wonderful. I shall plan Srilanka visit soon. I am sure, I shall get the details from you. Please let me know the date and time of meeting in Kolkata. I shall try to meet you two there.
Asadharan view tarsathe background music aro mon bhore galo. Prithijit da majar manus. Srilanka tour ak kthai mon bhariea dieache. Apnara bhalo thakben.
Enjoyed the exotic beauty of nature upto the brim .. specially blue sky studded with feathers of cloudlets above the lush green foliage encircling the placid lake. Wondered whether the greenery was edited or not because we do rarely come across such greenness. Only the lucky few have the opportunity...and surely you two were one of them... enjoyed the roadside laal chai with you,( free of cost 😊). Hope to glide through more of such enthralling engrossing treats with 'jhoome re jhoome sajni.....'... thank you ❤.
Darun enjoy korchi Sri Lanka series. Eke to eto sundor eto greenary dekhe chokh judiye jacche. Amar mone hoe tomra borshar moddhe gecho bole jano aro sundor dekhacche sob jaegagulo. Aro bhalo lagche karon onek gulo street food explore kore dekhaccho. Asha kori porer episode gulote sri Lankan curry o experience korecho tomra. Ar ekta jinish mon chuye gelo seta hocche tomader sensitivity towards animals. Pritthijit dar sathe ekdom ekmot amio bechara oi hathi guloke jor kore jole namanor kono manei hoe na. Eijonnoi ei sob hyped animal er jaegaguloe jete amar hesitation lage sudhu takar jonne era ottyachar kore animal gulor opore. Tomader moto sob blogger ebong tourist ra jodi er against e bole tahole hoeto konodin erao ektu sensible hobe. Aro ki ki experience korle ta dekhar jonne mukhiye roilam. Onek dhonnobad eto sundor ekta episoder jonne
8:08, 9:31 Surreal views!🌸 And Shibaji Sir, it felt good that you talked about that Hotel issues.
শ্রীলঙ্কার প্রত্যেক টা ভিডিও খুব ইনজয় করলাম, আর হাতির স্নান করা টা ভাল লাগল সবুজ বাগান দেখে চোখ জুড়িয়ে গেল। ব্রেকফাস্ট, লাঞ্চ, পকোড়া আর চা দারুন ছিল। পরের পর্ব গুলো দেখার অপেক্ষায় রইলাম ধন্যবাদ।💛🙏
There seems to be no difference in the rural roads of Bengal and Sri Lanka. The scenic beauty of Purulia,Bankura are more or less similar. It doesn't feel like that u r in another country. I think more Indians should visit Sri Lanka when planning foreign tours. Looks like very much unexplored areas.
Note the village roads are silk smooth.
Khub shundor laglo ❤❤
Prithijit dar Hatider snaan nie kotha gulor shathe ekdom shohomot okhaner kormokortara ei bishoy nojor dile Khub valo lagbe
Valo thakben apnara❤❤
Beautiful scenery with that haunting song in the background. Magical.
Loved the elephant orphanage. The view from the drone... Loved them. Agreed with Prithojeet on bambooing the mahut. It is very inhumane.
Peper from elephant waste, very innovative and earth friendly.❤
Your landy in cansy looks interesting.
Enjoyed the video. Waiting for the next 😊
Forgot to mention that I saw the name on Prithijeets shirt. They're from SA tour. I think it said Uganda 😉
ভাই শিবাজী আপনাদের ভিডিওগুলি এতটাই সুন্দর যে কখন শেষ হয়েছে বুঝতেই পারছি না । অসম্ভব ভালো লাগল ।
Right choice Srilanka tour.
আপনাদের সঙ্গে এই বৃদ্ধ মনের সুখে ভ্রমন করতে পেরে অত্যন্ত সুখী।
নারকেল গুড়কে কোকোনাট হানি বলে। লোকে অনেক খরচা করে ইউরোপ বেড়াতে যায় কিন্তু আমাদের পাশে এত সুন্দর একটা দেশ সেটা চোখে পড়ে না।
Yes srilanka is better than europe
Osadharon lagche eai srilanka series. Sabash Sibaji & Prithijeet.
অপূর্ব সুন্দর শ্রীলঙ্কা 🎉
Khub valo laglo ar jhume re gantar sathe khub beautiful laglo... Apnar choice ar voice amake apnar video gulite mugdho kore rakhe sibajida❤❤❤❤❤❤❤❤❤❤
Thank you so much to both of you for giving us such an amazing journey....and how true it is about our west Bengal tourism...any way the lush greenery you have captured it's amazing and as elephant is my favourite animal ....can't see that business in the name of orphanage
এই ৩২ মিনিট ৩০ সেকেন্ড ছবির মত সবুজ দেশটিকে দেখতে দেখতে কি ভাবে যে সময় কেটে গেল বুঝলাম না শুধু মুগ্ধতার রেশ রেখে গেল......
❤️❤️❤️❤️
🙏🙏🙏❤️❤️❤️
শ্রীলঙ্কা সত্যিই অসাধারণ সুন্দর | ❤
অপূর্ব। ভাল থাকবেন শিবাজী মহারাজ আর শ্রীমান পৃত্থিরাজ দাদারা । পরের ভিডিও দেখার অপেক্ষায় থাকলাম।
Srilanka nature very beautiful
6:04 sotti ashadharon view 👌👌👌
6:27 song ta o darun 🎵🎵👌
6:27 mon bhore galo lake ta dekhe 🙋
Wow, what a wonderful journey you have shared with us! I really enjoyed watching your vlog and learning more about Sri Lanka. You have captured the beauty and diversity of this country so well. The sigiriya rock fortress, the Kandy temple of the tooth, the pinnawala elephant orphanage, and the tea plantations are all amazing places to visit. You have also shown us the delicious and spicy Sri Lankan cuisine and the friendly and hospitable people. Thank you for making such an informative and entertaining video. You are an awesome explorer and a great storyteller. I can’t wait to see more of your adventures in the future. Keep up the good work! 👍👍👍
আহা! একমুঠো ঝকঝকে প্রকৃতির সাথে পথ চলা, দারুণ লাগলো ❤️
Excellent and marvelous, natural greenery. 👌
মন আটকে যায়,
হারিয়ে যাই জায়গা গুলোতে,
রোজ শিখি, আরো শিখবো, হয়তো একদিন তোমার ৫% শিখে নিজেকে ধন্য মনে করবো, বাঙালি ব্লগারদের তুমি অন্যতম অনুপ্রেরণা হয়ে থেকো 🎉
Nice place Srilanka .. I am wondering that You are yet not visited Kerala , 7:57 that is more beautiful than Srilanka in my eyes.. plz visit Kerala
Will do
খুব সুন্দর ভিডিও। ভীষণ ভালো লাগলো। ওখানকার রাস্তা, প্রাকৃতিক সৌন্দর্য ও হোটেলের সুবিধা ভীষণ ভালো। সাথে দুজনের খুনশুটি উপভোগ্য।
Just WOW! What a wonderful journey u have share with us.We always with u nd ur channel. 💙💙🙏🙏
Welcome to Sri Lanka..🇱🇰🖤
(Small request --- Can you add English subtitle for upcoming videos.. 🙏😌)
ক্যানডি খুব ভালো লাগলো দুধারের রাস্তা অসাধারণ সুন্দর এত কম দামের এত সুন্দর হোটেল ও খাবার দাবার সত্যিই দীঘা মন্দার মনিতে ভাবা যায় না অনেক বার অনেক টাকা ভাড়া দিয়ে মন্দারমনি থেকে এসেছি।সত্যি ই কিএখানে এই ভাবে ভাবা যায় না ।তবে একটা বিষয়ে খুব খুব খারাপ লাগলো কিছু টাকার বিনিময়ে এই অসহায় হাতিদের লাঠির আঘাতে নদীতে স্নান করার দৃশ্য আমার ও আমার মত অনেকের মোটেই ভালো লাগেনি এটা সমর্থন করা যায়না।অসহায়ের হাতিদের নিজেদের মত থাকতে দেওয়া উচিত এটা আমার ব্যক্তিগত মত।সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ ।
Sri Lanka nature is very beautiful
কি সুন্দর রাস্তা আহা.. বাংলার গ্রামাঞ্চল মনে হচ্ছিল.. শ্রীলঙ্কা তো rubber cultivation এর জন্য বিখ্যাত.. আমি আফ্রিকা সিরিজ থেকে রেগুলার দেখি, আগের গুলো on and off দেখতে পাই.. খুব informative আর সুন্দর
Love the 2 brothers conversation ❤❤🇳🇵🇳🇵🇳🇵🇳🇵🇳🇵also Bengali which is very similar to Nepali❤❤❤
Yes Bengali and Nepali both are similar languages 😊 if u know bengali then u can easily understand nepali,odia,assamees and Hindi.
P.s- they are friends not brothers 😅
Khub valo laglo dada .bises kore Nabadwip er nam ta jokhon nilen monta vore galo.karon Nabadwip a amar babar bari o sasur bari.apnader maddhome des bidesh er jayga gulo dekhte pai ami...r ata amar first coment...valo thakun sustho thakun r ai vabei enjoy korun....😊.
অনেক গুলো দেশ দেখালে। সব গুলো ভিডিও দেখেছি। কে কি বলবে জানি না যদি আমাকে বল তবে আমি বলব শ্রীলঙ্কা দা বেস্ট।
ঢাকে থেক পল্লব বলছি।
Yes srilanka is best
শিবাজী দা একটা কথা খুব সুন্দর বলেছেন দীঘা আর মন্দামনি হোটেলের এই রকম ব্যবস্থা করতে পারে,, ❤❤❤ মনোমুগ্ধকর পরিবেশনা করছেন ❤❤
সিগীরিয়া র হোটেল টা জাস্ট অসাধারণ!! পারলে লিংক দেবেন
আমিও জানতে চাই কিন্তু পাচ্ছিনা।
Dada er por tomra dooars asle abossoi amader bari asbe. nemontonno roilo...onek onek valobasa roilo tomader jonno....❤
আমি একদম সহমত পৃথ্বী দার সাথে, এই জবরদস্তি করা খুব অন্যায় জীব জন্তুর ওপর
দারুন লাগলো, কোনো কথা হবে না। অনাথ হাতিদের স্নান ভিডিও টা দেখে বেশ ভালো লাগলো।😊😊😊
খুব খুব সুন্দর লাগছে দুজনকে ❤❤❤❤❤❤❤❤
Darun lgche dada tomader detailing soho video gulo
thank you so much shibaji uncle and prithijit uncle such a wonderful trip it is .... lots of love 🥰🥰
Durdanto vedio.Gupi.Baghar Jama.duto darun..3rd.part.miss.korechi
কিছুদিন হোলো আমি আপনাদের এই ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করেছি, কম সময়ের মধ্যেই খুব ভালো লেগে গেছে আপনাদের বিভিন্ন দেশের ভ্রমনগুলো। 👍👍🙏🙏
Bengali Best vlogger
Explorer shibaji and Travel with koushik ❤
Very good person ☺️❤
দুর্দান্ত nature view দারুন লাগলো। আর একটা কথা নতুন কোনো দেশের তাদের স্থানীয় খাবার অবশ্যই চেখে দেখা উচিৎ। ধন্যবাদ।
We are regular followers of your channel.
A request; can you please add main livelyhood of the country along with cost of living?
I feel the low cost of hotel rooms may be due to lower charges of infrastructure.
I checked the cost of living, that is exactly same with India.
অপূর্ব। অপূর্ব। অপূর্ব।আর কিছু বলতে বা লিখতে ভাষা খুঁজে পাচ্ছিনা।❤ পোশাক --গুপী,বাঘা।❤। ভালো থাকবেন।
I’m from Sri Lanka
Please add English caption
At the curd shop she thought you are a Sri Lankan 😂
Actually no difference 😊
Will do!! Thank you!!
apurbo Rubber gaacher bagan, sundar pahare ghera lake, hatir pal aksathe dekhte darun lage
Indian mentality as far as hospitality is concerned is total rubbish. Everyplace is overpriced and not even as per basic international standard. Sri Lanka, South East Asia give far better value for money, and much cleaner. Greed will never attract quality tourists. Sri Lankan are going through economic challenges and yet they have not hiked up their fees and prices that much.
Agreed 👍💯
আপনাদের ভিডিও দেখতেই ভালো লাগে শুধুমাত্র আপনাদের দুজনের উপস্থিতিতে এবং কর্মকান্ডের ভিত্তিতে ... ভিডিওর বিষয় সবসময়ে যে ভালো লাগে তা নয় ... তবুও সবসময় এই আশায় থাকি যে " সব ভালো তার, শেষ ভালো যার" .....
বুম্বা চক্রবর্তী
বরানগর
24:18 Ara jol e hosti🐘🐘
23:19 Darun.... darun 👌👌
25:00 thik e ...
Thanks janai apnader....ato sundor video dekhanor jonno 👍👌💐
Woooow Just Amazing Vlog 👌❤️ Khub bhalo laglo ❤️ Srilanka series Excellent and another mesmerising Episode 🔥🔥 Prottek ta jayga osaadharon 👌 Sigiriya Rock Fortress , Kandy Temple faatafati sarhe Elephant Orphanage Suuuperb 🔥oneek kichhu jaanlam..Chaliye jao..Porer golper opekkhay thaklam ❤️❤️❤️
খুব খুব ভালো লাগলো। হাতিদের অনাথালয় টাও বেশ ভাল লাগল।ক্যাণ্ডি শুনেছি ছবির মতো সুন্দর, আপনার ছবি সহ বিশ্লেষণ এর আশায় থাকলাম। আপনারা ভাল থাকবেন, সুস্থ থাকবেন দাদা।
দারুণ লাগছে আপনার সাথে। Sri Lanka চারিদিকে শুধু সবুজ আর সবুজ ভীষন ভালো লাগছে। ভাল থাকবেন।
অপূর্ব অসাধারণ অনন্য মনে মনে আমিও চলেছি আপনাদের সঙ্গে। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
Asadharon lagche aponader sathe sri lanka bhromon,khub khuuuub valo lagche 👌👌👍👍
Sotti kare apnder dujon er travel vedio amar ebong amar famileyr khub valo lage er ajker srilanka blog ta khub e asadharon laglo er sibaji da tomer point ta khub e valo laglo jokhon tumi bolle dighar sathe srilanka hotel er breakfast to hotel room niye amader dighar ekhon hotel malik ra taka chine gache tourist wellcome ta vule gache ..jai hoke sotti kare khub e valo laglo dekhe ei blog ta dada er tomader dujoner jodi to ekdom e anno rakom ❤
Shibaji r Prithwijit tomader sathe Sri Lanka ghurchi , khub bhalo lagche . Ato sundar kore describe koro j sotti mone hoi amio tomader sathe achi . Bhalo theko , God bless you both ❤️
সত্যিই দুর্দান্ত লেকের ভিউ, শিবাজী দা আপনাদের দুজনকেই বলছি একটা ট্রাভেলস খুলুন যেখানে আমাদের সবাইকে আপনারা নিয়ে ঘোরাবেন, তাহলে বেশ ভালো, আপনাদের সাথে ঘোরার মজাই আলাদা, কত অজানা তথ্য জানা যায় 😊👍🏻🙏 সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার অসংখ্য শুভেচ্ছা 💐
শ্রীলঙ্কা এত সুন্দর জানা ছিলো না।আপনাকে অসংখ্য ধন্যবাদ।
দাদা সত্যি অসাধারণ, দাদা যে গানটা ব্যাবহার করছেন এটা কার গওয়া গান খুব ভালো লাগছে,গানটা কার গান???প্লিজ প্লিজ বলুন
Bah Bah greenery te dujone besh matching matching, cholun egiye choli👍👍
খুব ভালো লাগছে বিশেষ পঋথ্বইজইতএর মজার কথা ।চালিয়ে যান সঙ্গে আছি ।