যে ব্যক্তি এই মহলটা এত সুন্দর করে বানিয়েছে আজ সে নেই শুধু পড়ে আছে তার মহলটা এরকম করে আমরা সবাই সবকিছু ফেলে চলে যাব তাই আসুন সবাই সত্যের দিকে আপনার রবের দিকে ফিরে আসি,,, সেই সত্যের বাণী হলো,,, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ।
আহা।।।।কি দারুণ একটা ভিডিও। দেখতেই ইচ্ছা করে একবার দুবার নয়। বারবার দেখতে ইচ্ছা করে। উপস্থাপনা তো অসাধারণ বললে কম হবে। তার চেয়েও অনেক বেশি কিছু। আসলে Bengle Discovery-er সবগুলো ভিডিওই এককথায় সবগুলোই অসাধারণ। কোন ভিডিও টা বেশি সুন্দর বলবো। সবগুলোই তো সমানভাবে আমাদের দর্শকদের পুরোপুরি মন্ত্রমুগ্ধ করে রাখে। ওফফফফফফফফ্ কী দারুণ।।।।।।
জনাব আপনি ওই রাজপ্রসাদের আশায় থাকুন ,,সকল জান্নাতীদের একটি করে রাজপ্রসাদ দেওয়া হবে,, আর থাকবে 72 জন হুরপরী যৌনদাসী যাদের সাথে একবার মিলিত হলে আপনার 72 বছর কেটে যাবে আপনি টেরও পাবেন না ।
অসাধারণ। রাজাদের কাহিনি আমাদের দাদা দাদী নানা নানীর মুখ থেকে শুনেছি বইতে ও পড়েছি কিন্তু আজকে ভিডিওতে এতো মনোমুগ্ধকর দৃশ্য।, এতো সৌন্দর্য রাজার বাড়ি কখনও দেখিনী।
❤❤কত সুন্দর শিল্প এ ঐতিহাসিক স্থাপনা গুলোতে।সেই আমলের নির্মাণ কাজ গুলো যারা করেছেন,কত প্রতিভাবান ছিলেন উনারা।আজ রাজা,বাদশা,নির্মাণ শিল্পী কেউ বেঁচে নেই,কিন্তু,ইতিহাস হয়ে দাঁড়িয়ে আছে স্থাপনাগুলো।ইতিহাস কথা কয়।বাংলাদেশ থেকে দেখছি আমি।খুবই মুগ্ধ হয়েছি দেখে।শুভ কামনা রইল আপনার জন্য।❤❤
আপনাকে অসংখ্য ধন্যবাদ অসাধারণ মনমুগ্ধকর উপস্থাপনায় হারিয়ে যাচ্ছিলাম সমসাময়িক সময়ে । আপনার যতগুলো ভিডিও দেখলাম সবগুলা ভিডিও দেখে নিজের চোখের সামনে ফুটে উঠছিল রাজা-বাদশাদের জীবন কাহিনী। ইতিহাস গুলো আমাদের সামনে তুলে ধরার জন্য আবারো ধন্যবাদ । সামনের দিনগুলোতে আরো ভালো কিছুর প্রত্যাশায় আপনার সাথেই রইলাম।
দাদা আমি কলকাতায় থাকি । আমার ঐতিহাসিক স্থান দর্শন করার শখ চিরকাল । কিন্তু শারীরিক অসুস্থতার কারণে দর্শন এর সুযোগ হয়ে উঠে নি। আপনার এই ভিডিও গুলো আমার মনকে ছুঁয়ে গেছে । আশাকরি আপনি আরও নতুন নতুন ভিডিও আমাদের উপহার দেবেন । ঈশ্বর আপনার মঙ্গল করুন । নমস্কার নেবেন দাদা 🙏
দারুণ একটা ভিডিও। মনে হোল যেন জোধপুর রাজপ্রাসাদে পোঁছে গেছি। আমার দেখা সবচেয়ে সেরা ভ্রমণ ভিডিও। ধন্যবাদ আপনাকে। আমার কাছে সবচেয়ে আশ্চর্জ লাগে যে তখন তো সিমেন্ট হিল না। কি করে এই দেওয়াল ছাদ ঢালাই করা হোল!!!! এখনকার ইঞ্জিনিয়াররা এইরকম কারুকার্য মন্ডিত প্রাসাদ নির্মাণ করতে পারবে কিনা সন্দেহ আছে। সবচেয়ে অবাক লাগে সুউচ্চ গম্বুজ গুলি কিভাবে নিখুঁত ভাবে নির্মাণ সম্ভব হোল!!!!!
কি ভাবে আপনাকে ধন্যবাদ দেই বোঝতে পারছি না। প্রথমতো আপনি এতো সুন্দর করে সাজিয়ে কথা বলেন যে ,মনে হয় শুধু শুনতে থাকি। আপনার vedeos অনেক সুন্দর। মনে হয় আমি সেই জায়গায় চলে গিয়েছি। আপনি অনেক অনেক মহান ইতিহাস বিদ। ধন্যবাদ।😊👍🌺🌹💐🎸
অ-সাধারন ছুবহান আল্লাহ, ভাই আপনার জন্য এতো সুন্দর বিভিন্ন স্থাপনা দেখলাম,এ রকম সুন্দর ভাবে কেউ ই দেখাতে ও বুঝাতে পারেনি,অনেক ধন্যবাদ আপনাকে সুস্থ থাকুন ভালো থাকুন আপনার দীর্ঘ নেক হায়াত কামনা করছি।
খুবই ভালো লাগলো। ভালো করে দেখে নিলাম রাজা মান সিং এর পেলেস। আপনার কথা অনুযায়ী আকবরের স্ত্রী অর্থাৎ জাহাঙ্গীর এর মাতা যোধাবাই রাজা ও বাংলার সুবেদার মান সিং এর দিদি ছিলেন। এছাড়াও জানলাম হিন্দু সভ্যতার নিদর্শন এই বিশাল মহল দেখে। আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর presentation এর জন্য। 🙏🙏🙏🙏🙏🙏🙏
আমি গৌহাটী থেকে...খুব সুন্দর আপনার এই উপস্থাপনা। যত দেখছি ততই মুগদ্ধ হচ্ছি। অজানা কে জানা এবং দূর থেকে দেখার সুযোগ করে দেওয়া জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। ভালো থাকবেন, ঈশ্বর আপনার মঙ্গল করুন।
দাদা আমি বাংলাদেশে থাকি।ঐতিহাসিক জায়গা দেখতে খুব ভালো লাগে আমার। আপনার ভিডিওতে দেখানো ঐতিহাসিক জায়গা গুলো দেখতে খুব খুব খুব সুন্দর, যা দেখলে মন ছুঁয়ে যায়।❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤
I visited this place in the year 1998. It is so beautiful that I can very lucidly remember the feeling that I had while visiting this palace. Your videos are nice, perfectly reproduced beauty of this palace, obviously your voice narration is also unique, voice attributed decently. I appreciate your endeavor for making this heartwarming content, keep it up. Thanks.
❤WANDERFUL ,আপনার মাধ্যমে অনেক ঐতিহাসিক এসথান দেখে খুব মুগ্ধ হইলাম ৷ এমন লোক আছে আমরা জীবনে যেতে পারব না ৷ অনুরোধ করব এরকম আরও অনেক দর্শনীয় এসথান V ,D, O, দেখাইয়ে মুগ্ধ করে আপনার পরিশ্রমের সার্থকতা করবেন ৷ ধন্যবাদ 😅😅😅😅 ৷
শুধু ভালো ক্যামেরা দিয়ে ভিডিও করলেই হয়না,ভিডিওর ব্যাখ্যা এবং বিবরণ সঠিকভাবে উপস্থাপন করা লাগে,যেমনটা আপনি খুব সুন্দরভাবে করে তুলেন যা ভিডিওগুলোকে প্রাণবন্ত করে তুলে💕
জুবেইর ভাই, ধন্যবাদ তোমায়।ভারতে থেকেও আমাদের ক্ষমতায় হয়না এত সব সুন্দর নিদর্শন/ঐতিহাসিক স্পট নিজচক্ষে রসাস্বাদন করার। তুমি আমাদের সেই সুযোগ করে দিয়েছ ! খুব ভালো লাগছে তোমার সত্য নিরপেক্ষ উপস্থাপনা।....from Jirat,Hooghly.WB.
👁👁👉যোবায়ের আল মাহমুদ আপনি অসাধারণ উপস্থাপনা করেন । গত কিছুদিন ধরে আপনার অনুষ্ঠান দেখছি । যতই দেখছি ততোই মুগ্ধ হচ্ছি । এটুকু বলতে পারি আপনার দ্বারা হবে। আপনি চালিয়ে যান । এরকম আকর্ষণীয়ভাবে উপস্থাপন করলে খুব দ্রুতই আপনার Subscriber এক মিলিয়নে পৌঁছে যাবে । 👁👁👈
বাংলাদেশে অনেক ইউটিউবার দেখেছি তবে আপনার মতন ইউটিউবার আমি কখনো দেখিনি,, এত সুন্দর করে কথা গুছিয়ে বলেন আপনার কথা শুনতে অনেক ভালো লাগে ভাই
দোয়া করবেন ভাই
@@bengaldiscovery অবশ্যই আপনার জন্য সব সময় দোয়া করি,,
যে ব্যক্তি এই মহলটা এত সুন্দর করে বানিয়েছে আজ সে নেই শুধু পড়ে আছে তার মহলটা এরকম করে আমরা সবাই সবকিছু ফেলে চলে যাব তাই আসুন সবাই সত্যের দিকে আপনার রবের দিকে ফিরে আসি,,, সেই সত্যের বাণী হলো,,, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ।
অনেক ধন্যবাদ
সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।
ঈশ্বর , আল্লাহ, গড, বলে কিছু নাই।
@@kanchankumartah2030Tahole ki ache
@@kanchankumartah2030 তাহলে এই দুনিয়া তোর নাস্তিক বাপ সৃষ্টি করছিলো?
@@kanchankumartah2030 false,,
lost person you are
ভাইয়া আপনি যখন ইতিহাস সম্বন্ধে বলতে থাকেন তখন সেই ইতিহাস গুলো চোখের সামনে মনে হয় দেখতে পাচ্ছি। অসাধারণ উপস্থাপনা আপনার🙂
অনেক ধন্যবাদ
একদম❤❤
হুম একদম সত্যি কথা আমার মনে হয় ওনি তখন ছিলো❤❤❤
এত বস্তুনিষ্ঠ প্রতিবেদন আজকাল সময় দেখা যায় না ধন্যবাদ ভাই আপনাকে | আপনার প্রতিবেদনগুলো যতই দেখি ততই মুগ্ধ হবার মত
কৃতজ্ঞতা প্রকাশ করছি
সম্রাট আকবারের আমলের ও তার শ্বশুর বাড়ির রাজাদের প্রাসাদের বিষয়ে বিস্তারিত সুন্দর দৃশ্য দেখলাম ও প্রাণ ভরে উপাভোগ করলাম ধন্যবাদ উপস্থাপক কে
ধন্যবাদ
,অসাধারণ উপস্থাপন। মুগ্ধতায় ভরে গেলো মন। ধন্যবাদ আপনাকে ভাইয়া।
আপনাকেও ধন্যবাদ আপু। বেঙ্গল ডিসকভারির সাথেই থাকুন
কি বলবো এক কথায় অসাধারণ, ভাই আপনার জন্য এতো সুন্দর দৃষ্টিনন্দোন মহল দেখতে পেলাম।
ধন্যবাদ আপনাকে
শীষ মহলের ডিজাইন দেখে আমি বিস্বমিতো❤❤
অনেক ধন্যবাদ
আহা।।।।কি দারুণ একটা ভিডিও। দেখতেই ইচ্ছা করে একবার দুবার নয়। বারবার দেখতে ইচ্ছা করে। উপস্থাপনা তো অসাধারণ বললে কম হবে। তার চেয়েও অনেক বেশি কিছু। আসলে Bengle Discovery-er সবগুলো ভিডিওই এককথায় সবগুলোই অসাধারণ। কোন ভিডিও টা বেশি সুন্দর বলবো। সবগুলোই তো সমানভাবে আমাদের দর্শকদের পুরোপুরি মন্ত্রমুগ্ধ করে রাখে। ওফফফফফফফফ্ কী দারুণ।।।।।।
Thank you so much
আমি অভিভূত!
কিভাবে এত সুন্দর ডিজাইন করা যেতে পারে মানুষের পক্ষে
হ্যাঁ
মানুষের বানানো রাজ মহল যদি এতো সুন্দর হতে পারে তাহলে একবার চিন্তা করুন জান্নাত কতো সুন্দর হতে পারে?
হুম
@@bengaldiscovery😮😮
@@bengaldiscovery😂
সব জায়গায় ধর্ম নিয়ে আঙুল দিতেই হবে....!! মনে হয়, সবসময়ই বেহেস্তী হুর আর গালেমান এর স্বপ্নে বিভোর হয়ে থাকেন ভাইজান...!
জনাব আপনি ওই রাজপ্রসাদের আশায় থাকুন ,,সকল জান্নাতীদের একটি করে রাজপ্রসাদ দেওয়া হবে,, আর থাকবে 72 জন হুরপরী যৌনদাসী যাদের সাথে একবার মিলিত হলে আপনার 72 বছর কেটে যাবে আপনি টেরও পাবেন না ।
আপনার জন্য এতো সুন্দর জায়গাটা দেখতে পারলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ ❤
Thank you
মুগ্ধতায় ভরা আপনার সুললিত কন্ঠ।যতই শুনি ততই মুগ্ধ হই।
অনেক ধন্যবাদ
অসাধারণ। রাজাদের কাহিনি আমাদের দাদা দাদী নানা নানীর মুখ থেকে শুনেছি বইতে ও পড়েছি কিন্তু আজকে ভিডিওতে এতো মনোমুগ্ধকর দৃশ্য।, এতো সৌন্দর্য রাজার বাড়ি কখনও দেখিনী।
অনেক ধন্যবাদ
অসাধারণ ভাবে আমবের দূর্গ পরিবেশন করলেন যা আগে কেউই এভাবে দেখান নি মন ছুঁয়ে গেল আশা করবো এরকম ভাবেই রাজস্থানের বাকীটা আমাদের উপহার দেবেন
অনেক ধন্যবাদ
Khub sundar laglo
Pp
jankpur dekhan
Unbelievable beauty. Many thanks.
অনেক সুন্দর। আপনি এ ভাবে উপস্হাপনা করেছেন যেন আপনি ঐ এলাকার মানুষ। অসাধারন।
Thank you
আগের যুগের কৃতি আর বর্তমান ডিজিটাল যুগের মধ্যে কত পার্থক্য।কি অসাধারণ
ধন্যবাদ
এতো প্রাসাদ বিলাসবহুল জীবন ও শক্তি খমতা দিয়ে কি হলো শেষে সুন্দর দুনিয়া ছেড়ে আল্লাহর কাছে যেতেই হলো 😅 তবুও রাজা বাদশার অহংকার শেষ হতো না
অনেক ধন্যবাদ
আলহামদুলিল্লাহ যোবায়ের আল মাহমুদ ভাই মানে নতুন কিছু
অনেক ধন্যবাদ ভাই
@@bengaldiscovery❤❤❤❤❤❤❤❤❤❤
@@bengaldiscovery
আপনার বাসা কি বাংলাদেশে নাকি ইন্ডিয়াতে
❤❤কত সুন্দর শিল্প এ ঐতিহাসিক স্থাপনা গুলোতে।সেই আমলের নির্মাণ কাজ গুলো যারা করেছেন,কত প্রতিভাবান ছিলেন উনারা।আজ রাজা,বাদশা,নির্মাণ শিল্পী কেউ বেঁচে নেই,কিন্তু,ইতিহাস হয়ে দাঁড়িয়ে আছে স্থাপনাগুলো।ইতিহাস কথা কয়।বাংলাদেশ থেকে দেখছি আমি।খুবই মুগ্ধ হয়েছি দেখে।শুভ কামনা রইল আপনার জন্য।❤❤
অনেক ধন্যবাদ
আমিও বাংলাদেশ থেকে।
সম্পূর্ণ ভিডিও দেখলাম। খুবই ভাল লাগল। আর গোপন সুড়ঙ্গ দেখে আয়না ঘরের কথা মনে পড়ল। নতুন নতুন ভিডিও দিয়েন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ
অন্যরকম সৌন্দর্য। কত আয়েশী জীবন যাপন করত রাজা-বাদশারা। তথ্য বহুল বর্ণনার জন্য অনেক অনেক ধন্যবাদ 👍🏼👍🏼
অনেক ধন্যবাদ
সুন্দর প্রতিবেদন এর জন্য ধন্যবাদ
শুভেচ্ছা নেবেন
অতি সুন্দর এবং আকর্ষণীয় ঐতিহাসিক ঘটনা সম্বলিত অর্থবহ উপস্থাপনা আমাদের মনের মণিকোঠায় স্থান পেয়েছে! ভাই, ধন্যবাদ। আপনার পরিশ্রম সার্থক!
অনেক ধন্যবাদ
মহা সুখ অনুভব, করো, প্রকৃতির বিশ্বলতার মধ্যে, ছোট্ট, একটি, ঘর,করে,পড়ে,
থাকলে,, অসম্ভব অসাধারণ,
সীমাহীন, সুখের,সীমানা দেখা, যায়,,
Thank you
আপনাকে অসংখ্য ধন্যবাদ অসাধারণ মনমুগ্ধকর উপস্থাপনায় হারিয়ে যাচ্ছিলাম সমসাময়িক সময়ে । আপনার যতগুলো ভিডিও দেখলাম সবগুলা ভিডিও দেখে নিজের চোখের সামনে ফুটে উঠছিল রাজা-বাদশাদের জীবন কাহিনী। ইতিহাস গুলো আমাদের সামনে তুলে ধরার জন্য আবারো ধন্যবাদ । সামনের দিনগুলোতে আরো ভালো কিছুর প্রত্যাশায় আপনার সাথেই রইলাম।
অনেক অনেক ধন্যবাদ
অসাধারণ সবকটি জায়গার ভিডিও ধন্যবাদ দূর থেকে দেখলে ও জিবন সার্থক ❤❤❤❤❤❤
ধন্যবাদ
ইতিহাসভিত্তিক সুদর্শন প্রসাদ দেখে অনেক ভাল লাগলো। অনেক অজানা জানতে পেরে খুব ভাল লাগলো।
অনেক ধন্যবাদ
আপনার উপস্থাপনা গুলো খুব ভালো লাগে। আপনার জন্য। আমরা অনেক ইতিহাস জানলাম। ধন্যবাদ ইতিহাস গুলো তুলে ধরার জন্য।
শুভেচ্ছা নেবেন
দাদা আমি কলকাতায় থাকি । আমার ঐতিহাসিক স্থান দর্শন করার শখ চিরকাল । কিন্তু শারীরিক অসুস্থতার কারণে দর্শন এর সুযোগ হয়ে উঠে নি। আপনার এই ভিডিও গুলো আমার মনকে ছুঁয়ে গেছে । আশাকরি আপনি আরও নতুন নতুন ভিডিও আমাদের উপহার দেবেন । ঈশ্বর আপনার মঙ্গল করুন । নমস্কার নেবেন দাদা 🙏
অনেক ধন্যবাদ
😊Y
ইতিহাসের এই পুরনো দৃশ্যগুলো স্বচক্ষে দেখতে পাব কিনা জানিনা, তবে আপনার মাধ্যমে দেখতে পেয়ে খুবই ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ।
অনেক ধন্যবাদ
অপূর্ব সুন্দরে মোড়l সম্রাট আকবরের শ্বশুর বাড়ি,
অনেক ধন্যবাদ
আহ্ কত বিলাসী জীবন ছেড়ে একদিন চলে যায় মানুষ । সবকিছু অর্থহীন হয়ে যায় একদিন। মাটির দেহ একদিন মাটির সাথে মিশে যাবে। সাথে যাবে শুধুই আমল।
Thanks
K bujba ar
Right thinking
❤889😅@@bengaldiscovery
😊
কত সুন্দর নান্দনিক স্থাপত্য। সেইসময় এত উন্নত ইঞ্জিনিয়ারিং ভাবতে অবাক লাগে।
আসলেই তাই
@@bengaldiscovery😊😊
অনেক বছর আগে দেখে এসেছিলাম যশোর থেকে নিয়ে আসা যশোরেশ্বরী কে , যে জায়গা টা আপনি দেখালেন সেই গেট দিয়ে ঢুকে বাঁদিকে মা ছিলেন । খুব ভালো লাগলো
শুভকামনা
আলহামদুলিল্লাহ! আমাদের নবী হযরতমোহাম্মদ (স:) সারা জাহানের বাদশা হয়ে ও না আছে তার কোন প্রাসাদ না আছে নান্দনিক কোন বাড়ি।
অনেক ধন্যবাদ
Sara jahan r badshah akmatro Allah
ধন্যবাদ
অনেক ধন্যবাদ। সঠিক কথা বলেছেন।
9:55 10:00 10:00
বাহ্ চমৎকার উপস্থাপনা মনে হচ্ছে সেই যুগেই ফিরে গেছি
অনেক ধন্যবাদ
যোধা বাঈ এর কাহিনী শুনলে ঐশ্বর্য রাইয়ের কথা মনে পড়ে যায়।
কেন?
Jubayer vaier shoujonne onek kisu Jana holo. Dekha holo. Many thanks to him.
অনেক ধন্যবাদ
সত্যিই অবাক হলাম,না দেখা অপূর্ব
রাজ প্রাসাদের সৌন্দর্য। আপনাকে
অনেক ধন্যবাদ ভিডিও ধারনের মাধ্যমে আমাদেরকে দেখানোর জন্য।
ধন্যবাদ আপনাকেও
দারুণ একটা ভিডিও। মনে হোল যেন জোধপুর রাজপ্রাসাদে পোঁছে গেছি। আমার দেখা সবচেয়ে সেরা ভ্রমণ ভিডিও। ধন্যবাদ আপনাকে। আমার কাছে সবচেয়ে আশ্চর্জ লাগে যে তখন তো সিমেন্ট হিল না। কি করে এই দেওয়াল ছাদ ঢালাই করা হোল!!!!
এখনকার ইঞ্জিনিয়াররা এইরকম কারুকার্য মন্ডিত প্রাসাদ নির্মাণ করতে পারবে কিনা সন্দেহ আছে। সবচেয়ে অবাক লাগে সুউচ্চ গম্বুজ গুলি কিভাবে নিখুঁত ভাবে নির্মাণ সম্ভব হোল!!!!!
অনেক ধন্যবাদ
এতো কিছু তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ
শুভকামনা
অসাধারণ উপস্থাপনা,সত্যি মুগ্ধ হয়ে গেলাম❤
অনেক ধন্যবাদ
কি ভাবে আপনাকে ধন্যবাদ দেই বোঝতে পারছি না। প্রথমতো আপনি এতো সুন্দর করে সাজিয়ে কথা বলেন যে ,মনে হয় শুধু শুনতে থাকি। আপনার vedeos অনেক সুন্দর। মনে হয় আমি সেই জায়গায় চলে গিয়েছি। আপনি অনেক অনেক মহান ইতিহাস বিদ। ধন্যবাদ।😊👍🌺🌹💐🎸
অনেক ধন্যবাদ আপনাকে। কৃতজ্ঞতা প্রকাশ করছি
Guru tomar kotha bolar style superb ❤
😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤@@bengaldiscovery
দেখে মন ভরে গেল কতো সুন্দর মহল
Thanks
ইতিহাস কে অতি সহজ সরল ভাবে , অক্লান্ত পরিশ্রম দ্বারা উপথাপিত করার জন্য , অসংখ্য বার আল্লাহর কাছে দোয়া করি আপনার আর পরিবার এর জন্য।
অনেক ধন্যবাদ ভাই
Qqq
যখন এই ভবনে অনেক কিছু ছিল তখন না জানি কত সুন্দর ছিল এখন তো কিছুই নয় শুধু আছে এমারত তাই কত সুন্দর লাগছে
আসলেই তাই
জনাব অসাধারণ বর্ননা ❤ চমৎকার Excellent 👌। অনেক ঘুরেছি কিন্তু বিস্তারিত জানতাম না। ইদানিং বাংলাদেশর টুরগাইড নিখুঁত ভাবে তুলে ধরেন খুবই ভালো লাগে ❤
ধন্যবাদ
জিবন খনস্তায়ি ভাস্কর চীরস্হায়ি, কলকাতা ধন্যবাদ
ধন্যবাদ
অ-সাধারন ছুবহান আল্লাহ, ভাই আপনার জন্য এতো সুন্দর বিভিন্ন স্থাপনা দেখলাম,এ রকম সুন্দর ভাবে কেউ ই দেখাতে ও বুঝাতে পারেনি,অনেক ধন্যবাদ আপনাকে সুস্থ থাকুন ভালো থাকুন আপনার দীর্ঘ নেক হায়াত কামনা করছি।
আমীন
অসাধারণ সুন্দর ভিডিওজাল। আপনার ব্যাখ্যাও। অনেক ধন্যবাদ ভাই। রাজস্থান ভ্রমনের ইচ্ছা বহুগুণ বেড়ে গেল ভাই। ❤
ধন্যবাদ
ভাইয়া আপনাকে আল্লাহ হাজার বছর বাচিয়ে রাখুক। কারণ আপনার জন্য আমরা অনেক অজানা ইতিহাস জানতে পারি।
অনেক ধন্যবাদ
Pq0
অবাক করা প্রসাদটি।
আসলেই তখন মানুষেরা
আসল সুন্দর চিনতো।
য়া আমার অনেক পছন্দ
অনেক ধন্যবাদ
আমরা আরো যানতে চাই, এইরকম আরো ভিডিও দিবেন
ইনশাল্লাহ
খুবই ভালো লাগলো। ভালো করে দেখে নিলাম রাজা মান সিং এর পেলেস। আপনার কথা অনুযায়ী আকবরের স্ত্রী অর্থাৎ জাহাঙ্গীর এর মাতা যোধাবাই রাজা ও বাংলার সুবেদার মান সিং এর দিদি ছিলেন। এছাড়াও জানলাম হিন্দু সভ্যতার নিদর্শন এই বিশাল মহল দেখে। আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর presentation এর জন্য। 🙏🙏🙏🙏🙏🙏🙏
ধন্যবাদ
thanks
সত্যিই দাদা এতো সুন্দর করে দেখালেন দারুন লাগলো, আপনাকে অনেক ধন্যবাদ
আপনার জন্যও অনেক অনেক শুভকামনা
এই প্রাসাদ দেখে আমি শুধু অবাকই হলাম। মানুষ কতটা বিলাশী জীবন যাপন করতে পারে!
সাথে ইংরেজ চুরদের প্রতি ঘৃণাই বাড়ছে
অনেক ধন্যবাদ
ধন্যবাদ ভাইয়া । ❤❤❤❤❤❤❤❤❤❤❤আপনার মাধ্যমে ঐতিহাসিক স্থান দেখতে ভালো লাগলো।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপু
আপনাকে অনেক ধন্যবাদ মোঘল সাম্রাজ্যের রহস্য উন্মোচন করার জন্য
ধন্যবাদ
জান্নাত অনেক অনেক সুন্দর। তবে মানুষের এই মাধুর্য্য আল্লাহর একটু নিয়ামত।
শুভকামনা
অনেক ভালো লেগেছে ভাই আগেকারদিনের রাজাদের প্রাসাদ ছিলো সত্যিই অসাধারণ মন ছুয়ে গেল আনন্দ
অনেক ধন্যবাদ
চোখ জুড়ায়ে গেল, ধন্যবাদ ❤️❤️❤️🇧🇩🇧🇩🇧🇩
ধন্যবাদ
এতো সুখ কোতায় গিয়েছে যদি আল্লাহর ইবাদত করতো
এত সুখ শান্তি কোথায় গেছে 17:42 17:42 তাহলে এর চেয়ে বেশি পেতো রবের কাছে
🫣
সুন্দর উপস্থাপন এবং ১০০% তথ্যসমৃদ্ধ ভিডিও। সত্যি অসাধারণ ভিডিও!!! 👍👍👍👍👍👍
অনেক ধন্যবাদ
আমি গৌহাটী থেকে...খুব সুন্দর আপনার এই উপস্থাপনা। যত দেখছি ততই মুগদ্ধ হচ্ছি। অজানা কে জানা এবং দূর থেকে দেখার সুযোগ করে দেওয়া জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। ভালো থাকবেন, ঈশ্বর আপনার মঙ্গল করুন।
ধন্যবাদ আপনাকেও
আপনাকে অসংখ্য ধন্যবাদ সবকিছু তুলে ধরার জন্য।
শুভকামনা
কী কারুকাজ অসাধারণ।
অনেক ধন্যবাদ
দাদা আমি বাংলাদেশে থাকি।ঐতিহাসিক জায়গা দেখতে খুব ভালো লাগে আমার। আপনার ভিডিওতে দেখানো ঐতিহাসিক জায়গা গুলো দেখতে খুব খুব খুব সুন্দর, যা দেখলে মন ছুঁয়ে যায়।❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤
অনেক ধন্যবাদ
আমি প্রথম দেখলাম ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
আমিও প্রথম দেখেছি ওইদিন।
Apaner upasthapana apurba kanthaswarer madhyame apurba hoye utheche. Ami eai sab Rajsthani sthapatya dekhe aseche. Apaner sukantha ebong barnana er gune eaiguli aparup hoye utheche. Dekha sthapatyaguli aber nutan kare dekhlam.
Thank you.
শুভেচ্ছা নেবেন
সুবহানাল্লাহ! দুনিয়াতেই যদি এত বিলাশ-বহুল ইমারত থাকে,
আল্লাহর তৈরি সেই জান্নাত কতই-না সুন্দর!
ধন্যবাদ
২দিনের জীবনে মানুষের এই স্থাপনা সত্যিই ওয়েস্ট অব টাইম।
বলেন কী!
এত সুন্দর প্রাসাদ ব্রিটিশ রা কুলে তুলে নিজের দেশে নিল না কেন!!!😮❤
ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখুন - উত্তর পেয়ে যাবেন
@@bengaldiscovery okay 🆗👍
আপনার উপস্থাপনা অনেক সুন্দর আপনার মাধ্যমে অনেক কিছু দেখতে পারলাম বুঝতে পারলাম শুনতে পারলাম আপনাকে অনেক ধন্যবাদ
অনেক ধন্যবাদ
আজ কোথায় সেই মানুষগুলো! রয়ে গেছে তাঁদের স্মৃতিগুলো। ভাবলেই গা শিউরে উঠে।
hmm
এতো সুন্দর কারুকাজ করা স্হাপনা এ-র আগে কখনও দেখিনি
আমিও
শিশ মহলটি আসলেই মুগ্ধকর
অনেক ধন্যবাদ
I visited this place in the year 1998. It is so beautiful that I can very lucidly remember the feeling that I had while visiting this palace.
Your videos are nice, perfectly reproduced beauty of this palace, obviously your voice narration is also unique, voice attributed decently.
I appreciate your endeavor for making this heartwarming content, keep it up. Thanks.
Thank you so much
দারুন, এতো সুন্দর , দেখে মন ভরে গেল । ইংরেজরা যদি না করত তাহলে। ভারত পৃথিবীর মধ্যে ধনী রাষ্ট হতো ।
ধন্যবাদ
হে হয়তোবা এটা ই সত্যি
আপনার কথার সাথে আমি এক মত ❤
❤WANDERFUL ,আপনার মাধ্যমে
অনেক ঐতিহাসিক এসথান দেখে খুব মুগ্ধ হইলাম ৷ এমন লোক আছে
আমরা জীবনে যেতে পারব না ৷
অনুরোধ করব এরকম আরও অনেক দর্শনীয় এসথান V ,D, O, দেখাইয়ে মুগ্ধ করে আপনার পরিশ্রমের সার্থকতা করবেন ৷
ধন্যবাদ 😅😅😅😅 ৷
অনেক ধন্যবাদ
এক কথায় অসাধারণ, আপনার ভিডিও গুলো, দেখে খুব ভালো লাগে ভাই।
অনেক ধন্যবাদ
সত্যি অসাধারণ একেই বলে। আপনার ৬-৭ টা ভিডিও দেখার পর সাবস্ক্রাইব না করে যেতে পারলাম না।
আমাদের পরিবারে আপনাকে স্বাগতম
যে যাহাই করুন না কেন, ওগুলো থেকে যাবে, কিন্তু থাকবেন না শুধু তিনি।
মহান আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন আমিন চুম্মা আমিন ❤
ধন্যবাদ
ধন্যবাদ
অনন্য সাধারণ ❤।কিছু বলার ভাষা নেই ।
অনেক ধন্যবাদ
শুধু ভালো ক্যামেরা দিয়ে ভিডিও করলেই হয়না,ভিডিওর ব্যাখ্যা এবং বিবরণ সঠিকভাবে উপস্থাপন করা লাগে,যেমনটা আপনি খুব সুন্দরভাবে করে তুলেন যা ভিডিওগুলোকে প্রাণবন্ত করে তুলে💕
অনেক ধন্যবাদ
অপূর্ব সুন্দর বর্ণনা! অনবদ্য উপস্থাপনা
অনেক ধন্যবাদ
আল্লাহ্ তাআলা ধনী কে গরিব আর গরিব কে ধনী
ধন্যবাদ
চমৎকার লাগলো ভিডিও টা
অনেক ধন্যবাদ
আমি ভাষায় বলে বোঝাতে পারবো না আমি কত খুশি
অনেক ধন্যবাদ
অসাধারণ অনুভূতি!!! অসাধারণ!!!!!!!!
অনেক ধন্যবাদ
জুবেইর ভাই, ধন্যবাদ তোমায়।ভারতে থেকেও আমাদের ক্ষমতায় হয়না এত সব সুন্দর নিদর্শন/ঐতিহাসিক স্পট নিজচক্ষে রসাস্বাদন করার। তুমি আমাদের সেই সুযোগ করে দিয়েছ ! খুব ভালো লাগছে তোমার সত্য নিরপেক্ষ উপস্থাপনা।....from Jirat,Hooghly.WB.
অনেক অনেক ধন্যবাদ আপনাকে
Ekhane ghure aschi darun darun jayga 👌
congratulations
আগের মানুষের চিন্তা চেতনা কতো উন্নত তা এই ভবনটিই তার প্রমাণ।
ধন্যবাদ
এ সকল উন্নত চিন্তার সাথে কত মানুষের কান্না জড়িয়ে আছে, তার হিসেব কেউ রাখে না।
Asadharon.Apnak Anek Anek Dhonnobad Janai Amon Kora Aj porjonto kew Dekhai ne.
ধন্যবাদ
👁👁👉যোবায়ের আল মাহমুদ আপনি অসাধারণ উপস্থাপনা করেন । গত কিছুদিন ধরে আপনার অনুষ্ঠান দেখছি । যতই দেখছি ততোই মুগ্ধ হচ্ছি । এটুকু বলতে পারি আপনার দ্বারা হবে। আপনি চালিয়ে যান । এরকম আকর্ষণীয়ভাবে উপস্থাপন করলে খুব দ্রুতই আপনার Subscriber এক মিলিয়নে পৌঁছে যাবে । 👁👁👈
ইনশাল্লাহ
খুব ভালো লাগলো আপনার বিস্তারিত বর্ণনা করেএত সুন্দর একটি ঐতিহাসিক প্রাসাদ টি প্রদর্শন করার জন্য আপনাকে ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও
সবাইকে কালিমার দাওয়াত দিয়ে গেলাম লা ইলাহা ইল্লাহু মুহাঃ রাসুল সাঃ
😂
শুভকামনা
আপনার প্রত্যেকটা ভিডিও যেমন সুন্দর তেমনি মন মুগ্ধকর। ❤
অনেক ধন্যবাদ
ইতিহাসের ভিডিও গুলা দেখলে সত্যি ধন্য হই😊😊😊😊অজানা কে জানতে পেরে খুবি আনন্দিত লাগে অশেষ ধন্যবাদ ভাইয়া আপনাকে ❤️❤️❤️❤️❤️
ধন্যবাদ আপনাকেও। ভালো থাকবেন
আপনাকে অসংখ্য ধন্যবাদ,,, ইতিহাস দেখানোর জন্য
ধন্যবাদ আপনাকেও
I think this is Heaven 🙏🏼🙏🏼❤❤🌷🌷
thank you