কোনো প্রকার মূলধন ছাড়াই মাত্র ৩ মাসে ৮ লাখ টাকা নেট প্রফিট | Fahmid Al Nayem | StepUp Workshop

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • কোনো প্রকার মূলধন ছাড়াই মাত্র ৩ মাসে ৮ লাখ টাকা নেট প্রফিট | StepUp Workshop Success Story | Fahmid Al Nayem
    ওয়ার্কশপের যাবতীয় আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ ফলো করুনঃ
    / stepup4u
    মাত্র ৩ মাসে সেল কিভাবে ১ লাখ থেকে বেড়ে ১৬ লাখ টাকা হলো | StepUp Workshop Success Story | Fahmid Al Nayem
    • মাত্র ৩ মাসে সেল কিভাব...
    StepUp Business Workshop হচ্ছে অনলাইন বিজনেসের One Stop সলিউশন। একটি সাকসেসফুল Business শুরু করার জন্য যাবতীয় রিসোর্স Business Workshop এ প্রোভাইড করা হয়।
    জুবায়ের রহমান হলেন StepUp Business Workshop এর প্রথম ব্যাচের একজন স্টুডেন্ট। উনি একটি প্রাইভেট কোম্পানিতে জব করার পাশাপাশি Online এ eCommerce Business শুরু করেন।
    StepUp Business Workshop এ জয়েন হওয়ার আগে উনার বেশ কয়েকটা বিজনেস শুরু করেন তবে সঠিক নলেজ না থাকায় বিজনেস গুলো ফেইল করে। তবে Business Workshop এ আমাদের সঠিক গাইডলাইন পাওয়ার পাশাপাশি উনার নিজের অদম্য পরিশ্রমের ফলে মাত্র ৩ মাসে ১৩ লাখ টাকা সেল করতে সক্ষম হন।
    ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ১৩ লাখ টাকার মধ্যে উনার ৮ লাখ টাকা নেট প্রফিট হয়।
    নোটঃ জুবায়ের রহমান শুরুর দিকে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করেন। এই জন্য উনার বিজনেসে ৭৫% নেট প্রফিট জেনারেট করতে সক্ষম হন।
    StepUp Business Workshop এর সাপোর্টে উনি কিভাবে সফল উদ্যোক্তা হলেন তার এই জার্নিটি এই ভিডিও তে উনি শেয়ার করেছেন।
    এই ভিডিও সিরিজ প্রচারের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে বিজনেসে মটিভেট করে এবং যারা নতুন উদ্যোক্তা আছেন তারা যেনো সফলদের বিভিন্ন প্রতিবন্ধকতা থেকে শিক্ষা নিতে পারেন।
    কোনো প্রকার মূলধন ছাড়াই মাত্র ৩ মাসে ৮ লাখ টাকা নেট প্রফিট | StepUp Workshop Success Story | Fahmid Al Nayem

Комментарии • 551

  • @fahmidalnayem
    @fahmidalnayem  3 месяца назад +8

    বিজনেস ওয়ার্কশপ রেজিস্ট্রেশন লিংকঃ stepupworkshop.net/join-workshop/

    • @rupambarua3233
      @rupambarua3233 2 месяца назад

      ফাহমিদ ভাই, আমি আপনার প্রথম ব্যাচের একজন মেম্বার। বিজনেস রান করার জন্য অনেক এফোর্ট দিয়ে যাচ্ছি। এই বিষয়ে আপনার সাথে একটু কথা বলাটা খুব জরুরী। এই মেসেজটা যদি চোখে পড়ে, আশা করব একটু কথা বলার সুযোগ দিবেন!!

  • @FarjanaTaslim-c8f
    @FarjanaTaslim-c8f 4 месяца назад +20

    আস্সালামু আলাইকুম ভাইয়া আমি খুব অল্প করে বলতে চাই, আপনি কি শুধুই সফল উদ্যোক্তা তৈরি করছেন না আপনার হেল্প পেয়ে উদ্যোক্তাদের সাথে আরো কতজন মানুষের রিজিক এর ব্যবস্থা হচ্ছে, মহান আল্লাহর ইচ্ছায় কার মাধ্যমে কি হয় এটা বলা যায় নাহ তবে আপনি কতজন মানুষের রিজিক এর মাদ্ধমে যেই নেকি গুলা অর্জন করছেন তারা মন থেকে যে দোয়া করে আপনার জন্য তা দিয়া ইন শা আল্লাহ জান্নাতে একটি প্রাসাদ ক্রয় করতে পারবেন, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক যাতে করে আরো কতজন মানুষ আপনার জন্যে দোয়া করার সুযোগ পাই. অল্প অল্প করে টাকা জমাচ্ছি ইন শা আল্লাহ যাতে করে আপনার সাথে কানেক্টেড হতে পারি. আমার জন্যে দোয়া কইরেন.🥰❤️❤️

    • @Oliullaholiullah-tr6vm
      @Oliullaholiullah-tr6vm Месяц назад

      রাইট ভাই উনার মন অনেক বড় আমিও উনার ওপিসেই কাজ করি

  • @HasanFaysalBin
    @HasanFaysalBin 3 месяца назад +8

    ১৩.৩৩ মিনিট দেখলাম এইটুকু শিখলাম যে, ফামিদ ভাইয়ের পেইড বুটক্যাম অসাধারন। নিজের সার্ভিস এডভ্যারাইজ এর উত্তম পন্থা।

  • @EasyTeachBD252
    @EasyTeachBD252 3 месяца назад +5

    ভিডিও যতো দেখছি,ততোই কাজের আগ্রহ বেড়েই চলছে❤❤

  • @fahmidalnayem
    @fahmidalnayem  4 месяца назад +84

    প্রাথমিক ইনভেস্টমেন্ট ছাড়া বিজনেস শুরু করা অলমোস্ট অসম্ভব। তবে কিছু কিছু বিজনেস সম্পূর্ণ আলাদা হয়। জুবায়ের ভাইয়ের স্টোরিটাও সেইম।
    তাই উনি মূলধন ছাড়াই শুরু করতে পেরেছেন।
    সম্পূর্ণ ভিডিও দেখলে আশাকরি বুজতে পারবেন।

    • @vxcvxv-pt6ix
      @vxcvxv-pt6ix 4 месяца назад +5

      Onar course details den.

    • @skysm9241
      @skysm9241 4 месяца назад +1

      ভাই আপনাদের কোস করতে চাই

    • @MdJoynalAbedin-jh2qz
      @MdJoynalAbedin-jh2qz 4 месяца назад +1

      ভাই আমি আপনার বুটকেম্পের পুরো 11 টি লাইভ দেখেছি। আমার ইচ্ছা ছিল আপনার ওয়ার্কশপে ভর্তি হওয়া। কিন্তু ক্যাপিটাল না থাকায় ভর্তি হতে পারেনি।
      ভাই এখন কি ভর্তি হওয়া সম্ভব?

    • @PartHistory
      @PartHistory 4 месяца назад

      প্রথম ভিডিও গুলো কই পাবো

    • @MrOMGVlogger
      @MrOMGVlogger 4 месяца назад

      @Fahmid ভাই, আসসালামু আলাইকুম, (আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর Plus আমি আপনার ২য় ওয়ার্কশপের মেম্বার, আমি ওয়েবসাইট পেয়েছি, সব রেডি করেছি কিন্তু ওয়েবসাইট এ সেল করতে পারছি না কস্টিং অনেক বেশি হয় যা আমার প্রায় ৫০ ডলারে মাত্র ২ টা সেল পাই এজন্য এখন ওয়েবসাইটে সেল অফ করে রেখেছি, সেন্ড মেসেজে এড রান করে সেল চালাচ্ছি কিন্তু Scale করতে পারছি না।
      খুব সমস্যায় আছি ভাইয়া, আপনাকে আমার খুব প্রয়োজন এই মহুর্তে। আমি খুব বেশি পরিশ্রম করতে রাজি আছি আমাকে বিজনেসে কিছু একটা করতেই হবে আমি এখন দিনরাত লার্নিং করছি কিন্তু ফল পাচ্ছি না
      আমি আপনার ওয়ার্কশপ কোর্স কিনে ফ্রি ওয়েবসাইট পেয়ে কি হলো
      আমার সেই সেন্ড মেসেজেই সেল করা লাগছে??
      আমি আপনার সাথে ফিজিক্যালি দেখা করতে চাই আমার সমস্যা টা কোথায় আপনার থেকে জানবো আসলে কোন কোন জায়গায় আমাকে ঠিক করতে হবে।
      আশা করি আপনি আমার কষ্ট এবং ডেডিকেশন এর লেভেল টা বুঝতে পারছেন এবং সমাধান দিবেন।
      #Fahmid_Al_Nayeem #StepUp @StepUp @Fahmid_Al_Nayeem

  • @sabbir0014
    @sabbir0014 4 месяца назад +13

    সঠিক idea এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে একজন সফল উদ্যোক্তা হওয়া পসিবল।

  • @skornob4352
    @skornob4352 4 месяца назад +3

    আপনাদের এই কাজ কে আল্লাহ কবুল করুন। আরো মানুষের রিজিকের ব্যবস্তা হোক। মানুষ চাকুরি নামক দাসত্ব থেকে বের হয়ে আসুক। সুস্থ সমাজ বির্নিমানে সকলে ভূমিকা রাখুক। দোয়া রইলো।

  • @maswoodurrahman7341
    @maswoodurrahman7341 3 месяца назад +2

    অসাধারণ একটা ভিডিও উপভোগ করলাম। এরাই দেশের সূর্য সন্তান।এই কীর্তিমান ছেলেদের সৃজনশীলতা অধিকতর বৃদ্ধি পাবে এবং তাদের মাধ্যমে দেশ ও জাতি উপকৃত হবে এমন প্রত্যাশা করি।

  • @Corayhan
    @Corayhan 4 месяца назад +2

    সবকিছুই ভালোভাবে করে ফেললাম। বাকীটা আল্লাহ ভরসা..❤️ 🥰
    সাথে আপনার জন্য শুভকামনা..💙🫂
    আমি আপনাকে আরো আগে থেকেই সব করে রাখছিলাম। কারণ, আপনার ভিডিও গুলা সত্যিই চমৎকার!❤️

  • @ARsujonARsujon
    @ARsujonARsujon 4 месяца назад +6

    আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো
    ইনশাআল্লাহ আমরা সফল হবো এগুলো আমাদের অনুপেরুনা।

  • @md.midulislamsumon3740
    @md.midulislamsumon3740 4 месяца назад +10

    Fahmid Al nayem ভাই আপনাকে অনেক ভালো লাগে তার কারন আপনি অনেক সুন্দর করে কথা বুজাইতে পারেন। ভাই আমি আপনার কাছ থেকে ডিজিটাল মার্কেটিং কাছ শিখতে চাই।

  • @itzzkamrulhasan03
    @itzzkamrulhasan03 4 месяца назад +1

    সবকিছুই ভালোভাবে করে ফেললাম। বাকীটা আল্লাহ ভরসা..❤️ 🥰
    সাথে আপনার জন্য শুভকামনা..💙🫂
    নতুন ইউজার হিসাবে আপনাকে সমর্থন করলাম, কারণ, আপনার ভিডিও গুলা সত্যিই চমৎকার!❤️

  • @redwanahmad5405
    @redwanahmad5405 4 месяца назад +31

    ফাহমিদ ভাই জোবায়ের ভাইকে আমি চিনি ২০২১ সাল থেকে। SEO নিয়ে কাজ করেন ভাই। ২০২১ সালে ভাইয়ের SEO কোর্স করেছি আমি নিজেই। আমার সাথে পরিচয় আছে ভাইয়ের। অনেক ভালো মানুষ।

    • @mrprofessor999
      @mrprofessor999 4 месяца назад +1

      Course ta ki akhono ache ba unar website ki ache? Thakle link ta share koren brother

    • @rsrgaming3199
      @rsrgaming3199 4 месяца назад

      course e link ta din

    • @khanadar10
      @khanadar10 4 месяца назад

      Zobayer vai kisher digital products sell koren

    • @shadmanroshid3388
      @shadmanroshid3388 3 месяца назад

      Unar neash ki?

    • @sarif2866
      @sarif2866 2 месяца назад

      Saban bananor কৌশল শেখানো।

  • @mdanwarhossain7515
    @mdanwarhossain7515 4 месяца назад +2

    ছেলের কাছ থেকে তোমার বেপারে জানলাম। তারপর তোমার ইউটিউব আর ফেসবুকে ফলো করলাম। আমি রিটায়ার্ড পার্সন। তোমার ভিডিও দেখে অনেক কিছু শিখেছি। শুভকামনা রইলো।

    • @khanadar10
      @khanadar10 4 месяца назад +2

      Unar course a join korar aage valo vabe Research kore niyen.Naile,Pension er taka shob haraben

  • @mohammad.rashidul-islam
    @mohammad.rashidul-islam 4 месяца назад +2

    জোবায়ের ভাই খুব ভালো মনের একজন মানুষ❤❤❤। আমি উনার সাথে সরাসরি দেখা না করতে পারলেও অনেকবার ব্যবসায়িক বিষয়ে কথা বলেছি।

    • @JFAkhiBD
      @JFAkhiBD 4 месяца назад

      ওনার আইডি বা পেইজ লিংক কি পেতে পারি?

    • @md.farhadhossain9695
      @md.farhadhossain9695 3 месяца назад

      স্যার,
      জোবায়ের স্যারের সাথে যোগাযোগ এর ব্যবস্থা করে দিয়েন।

  • @ShoHan-zt7yl
    @ShoHan-zt7yl 4 месяца назад +1

    ইনশা আল্লাহ্। ভবিষ্যতে একজন সফল ফ্রিল্যান্সার হবো। দোয়া করিয়েন ফাহমিদ ভাইয়া।😊🥀

  • @mamun.69
    @mamun.69 4 месяца назад +10

    শাড়ী দিয়ে শুরু করব ইনশাল্লাহ জিরো ইনভেস্ট। নিজেদের ফ্যাক্টরির শাড়ী🥰🥰

    • @mamunrahman4493
      @mamunrahman4493 4 месяца назад +1

      আপনার সাথে কি যোগাযোগ করতে পারি,

    • @shaniazanik9685
      @shaniazanik9685 3 месяца назад +1

      আমি নতুন ইমপোর্ট ব্যবসায় নেমেছি, পাকিস্তান থেকে ড্রেস ফ্রি অর্ডারে ব্যবসা করা শুরু করেছি। সবাই দোয়া করবেন, আমি যাতে অনেক কম মূল্যে মানুষের ড্রেসগুলো এনে দিতে পারি। আল্লাহ তাআলা আমার রিজিকের সব দরজা গুলো যাতে খুলে দেয়।

    • @Ornob71
      @Ornob71 3 месяца назад

      ​@@shaniazanik9685আপনার সাথে কি যোগাযোগ করতে পারি?

  • @AkTohan
    @AkTohan 4 месяца назад +1

    আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সমস্ত হেল্পের জন্য জন্য, এতে করে আমরা ই-কমার্সে অনেক হেল্প পাইসি এভাবে দয়া করে চালিয়ে যাবেন

  • @LR5Media
    @LR5Media 4 месяца назад

    আসলেই ভালো শাহরিয়ার ভাই ভালো হেল্প করে এবং বর্তমানে রয়েছে কাউছার ভাই আলহামদুলিল্লাহ তাদের ব্যাবহার খুব ভালো

  • @AntuKarimChowdhury
    @AntuKarimChowdhury 4 месяца назад +1

    আপনার থেকে আমাদের শেখার অনেক কিছুই আছে।
    মনে রাখা উচিত আমাদের শেখার কোনো শেষ নেই।
    ইনশাআল্লাহ পাশে আছি ভালো লাগলো

  • @IsmatjahanTinni-lg9mg
    @IsmatjahanTinni-lg9mg 4 месяца назад +2

    আলহামদুলিল্লাহ সবাই ভালো কিছু করতেছে আমিও করবো ইনশাআল্লাহ আমার ও কিছু করতে হবে 🙂🙂🙂

  • @habibayousuf143
    @habibayousuf143 4 месяца назад +1

    আপনার প্রতি আমাদের পক্ষ থেকে দোয়া ও অভিনন্দন 🎉

  • @znsaifulalam
    @znsaifulalam 4 месяца назад +1

    i-Pad এর জন্য সাবস্ক্রাইব করেছিলাম কিন্তু আপনার ভিডিও গুলে দেখে মনে হচ্ছে ভবিষতে আমার এই সকল ভিডিও কাজে লাগবে। এগিয়ে যান ভাই। পাশে আছি

  • @muhiuddinsarker
    @muhiuddinsarker 4 месяца назад +1

    আস্ সালামু আলাইকুম ভাই আপনাকে ধন্যবাদ
    আপনি একজন হাজার জনের জীবন বদলে দিয়েছেন
    আপনার প্রতি কৃতজ্ঞতা
    ❤❤❤❤❤
    ❤❤❤❤❤
    ❤❤❤❤❤
    ❤❤❤❤❤❤

  • @sofiaansari360
    @sofiaansari360 4 месяца назад +9

    জোবায়ের স্যার অনেক পরিশ্রমী এবং ভাল মনের মানুষ ❤️

  • @mohsiulalam3034
    @mohsiulalam3034 4 месяца назад +2

    বাংলাদেশের ডিজিটাল উদ্যোক্তা তৈরিতে ফাহমিদ ভাইয়ের উদ্যোগকে স্বাগত জানাই

  • @Md.Rokonuzzaman-i8z
    @Md.Rokonuzzaman-i8z 4 месяца назад

    ফাহমিদ ভাই, আমি বিশ্বাস করি ভবিষ্যতে আপনার এই ভিডিওগুলো আমার কাজে লাগবে❤❤❤❤

  • @Farzu-y8q
    @Farzu-y8q 4 месяца назад +1

    ভাইয়ার ভিডিও টা দেখে নিজের কাছে খুব আগ্রহ জাগলো ধন্যবাদ ভাইয়া এমন ভিডিও দেওয়ার জন্য 🥰 জাযাকাল্লাহ

  • @goodfunnyfacts
    @goodfunnyfacts 4 месяца назад +4

    Dear mentor..
    Alhamdulillah ami 2nd workshop ar member amio amar success video sobar majhe share korbo...In Shaa Allah

    • @onspeed99
      @onspeed99 4 месяца назад +1

      Apni business suru krsen?

    • @goodfunnyfacts
      @goodfunnyfacts 4 месяца назад

      @@onspeed99 na.. shuru korbo...In Shaa Allah

    • @knowntechz
      @knowntechz 4 месяца назад

      vaiya product pabo koi Workshop thika dia dey?

    • @md.mostafiz-m4z
      @md.mostafiz-m4z 4 месяца назад

      জুবায়ের ভাইয়ের কোর্স এবং ওয়েবসাইটের লিংক টা প্রয়োজন

    • @md.mostafiz-m4z
      @md.mostafiz-m4z 4 месяца назад

      জুবায়ের ভাইয়ের কোর্সের লিংক ওয়েবসাইটের লিংক টা পাঠান

  • @SHARIF-pc1ro
    @SHARIF-pc1ro 4 месяца назад

    মাশাআল্লাহ, সবাই যেন এই ভিডিও থেকে শিক্ষা নিতে পারি ইনশাআল্লাহ ♥️আপনার জন্য অনেক শুভকামনা

  • @Sajedul1626
    @Sajedul1626 4 месяца назад

    ❤❤❤❤.খুব ভালো লাগে আপনার ভিডিও গুলো। অনেক কিছু শেখার আছে আপনার থেকে।
    আমিও চাই এইভাবে নিজের জীবনে সফল হতে। কিন্তু শুরু করার জন্য যে সরঞ্জাম প্রয়োজন যেমন ল্যাপটপ অথবা ডেক্সটপ , তা কেনার সামর্থন আমার নেই 😢
    আপনার পাশে ছিলাম আছি পরবর্তীতেও থাকবো ইনশাল্লাহ ❤❤🎉

  • @MovieDecode-365tasnif
    @MovieDecode-365tasnif 4 месяца назад +1

    ভাইয়ের জন্য 🥀🥀 ভালোবাসা অবিরাম 🥰🥰🥰

  • @mdanwarhossain4790
    @mdanwarhossain4790 3 месяца назад +1

    শুভকামনা রইল,, সবার জন্য।। খুব সুন্দর একটা আয়োজন।।।

  • @ARNayon420
    @ARNayon420 4 месяца назад +2

    ভাই আপনার ভিডিওগুলো আসলে জোস হয় আপনার জন্য শুভকামনা রইল❤

  • @wahidmurad6189
    @wahidmurad6189 4 месяца назад +3

    আসসালামু আলাইকুম। সফলতার পথ দেখালেন আলহামদুলিল্লাহ। ওয়ার্কশপ শুরু না করলে কিভাবে আমরা শিখতে করতে পারি? সম্ভব না ওয়ার্কশপ ছাড়া। দয়া করে চালু করবেন আশা রাখি।

  • @explorewithmosharof336
    @explorewithmosharof336 4 месяца назад +1

    উনি মানুষ হিসেবে অনেক ভালো

  • @thefultoltd2029
    @thefultoltd2029 4 месяца назад +1

    ইনশাআল্লাহ আসবো একদিন ❤

  • @rumarabbi99
    @rumarabbi99 4 месяца назад +1

    আলহামদুলিল্লাহ সবাই ভালো কিছু করতেছে আমিও করবো ইনশাআল্লাহ, 🥰🥰

  • @forhadhossainfoker
    @forhadhossainfoker 4 месяца назад +11

    ২০ বছর পর জানলাম! কমেন্টে ডাবল টাচ করলে লাইক হয়😮

    • @missbisti-cz9ty
      @missbisti-cz9ty Месяц назад

      আমি মাত্র জানলাম সত্যিই তো

  • @InnocentDirtBike-ee8qd
    @InnocentDirtBike-ee8qd 4 месяца назад +10

    Mentor ami apner Workshop er ekjon member insallha apner success video gular moddeh ekdin amio thakbo ❤

    • @softworld0.1
      @softworld0.1 4 месяца назад

      ❤❤

    • @onspeed99
      @onspeed99 4 месяца назад

      Apni kon workshop a join korsen?

  • @qarialomgirhossain
    @qarialomgirhossain 4 месяца назад

    সাপোর্ট সেন্টার অনেক ভালো আলহামদুলিল্লাহ

  • @gw_mrfbd8285
    @gw_mrfbd8285 4 месяца назад

    Apnar video dekhe business knowledge grow korlam dhonnobad vai eivabe amader ke erokom video upohar diben.
    Take love from chandpur ❤️

  • @Mutasim-l8b
    @Mutasim-l8b 4 месяца назад

    ভাই আপনি অনেক দূর যেতে পারবেন আশা করি ইনশাআল্লাহ, আপনার প্রতি দোয়া রইল। আমি আপনার স্টুডেন্ট।

  • @mssoikot.11
    @mssoikot.11 4 месяца назад

    ফাহমিদ ভাই আপনি অনেক সুন্দর কোর্স করান। ❤❤

  • @rabbiakondo5659
    @rabbiakondo5659 4 месяца назад +1

    Alhamdulillah sir class ta kore onk upokar hoilo 🥰🥰

  • @MdTasripHossain
    @MdTasripHossain 4 месяца назад +1

    জোবায়ের ভাইয়া একজন পরিশ্রমী ঔ সৎ মানুষ।

  • @MdSifat-xr4re
    @MdSifat-xr4re 4 месяца назад

    আপনাদের জন্য দুয়া রইলো আপনারা আরো সামনে আগাই জান ইনশাআল্লাহ 🥰

  • @tohura_tawheed
    @tohura_tawheed 4 месяца назад

    ভাই আসলেই আপনার ভিডিওতে অনেক কিছু শেখার আছে। 🎉🎉

  • @ayeshabintekeya818
    @ayeshabintekeya818 4 месяца назад

    তিনি খুব ভালো ব্যক্তি

  • @UtshoBardhan
    @UtshoBardhan 4 месяца назад

    Fahmid bhai amr poralekhar jonno apnar upoharta onk sahajjo korbe.. ❤❤❤

  • @saifulislam-k7n7y
    @saifulislam-k7n7y 4 месяца назад

    ভাই আপনার ভিডিও গুলো আমার অনেক ভালো লাগে ❤️ আপনাকে বাস্তবে দেখার খুব ইচ্ছে 🥺

  • @ThaiBeastZone
    @ThaiBeastZone 4 месяца назад

    ভাই সবসময় ভালোবাসা থাকবে আপনারা জন্য❤❤❤

  • @drmohammadali3602
    @drmohammadali3602 3 месяца назад

    🌎🙏God bless you Oll life's in world place Universe🌹🙏we'r greatful Universe professor🌹🙏মিথ্যা জুলুম,কোন দল ধর্মের না🙏LORD.You give the knowledge of humanity of peace and order to Oll life's🙏🌎

  • @smdalamin681
    @smdalamin681 3 месяца назад

    ভাই আপনার ভিডিও যত দেখি ততই উৎসাহ পাই ইনশাআল্লাহ একদিন আমরাও করবো

  • @selimreza9388
    @selimreza9388 4 месяца назад

    মাশাআল্লাহ।
    আল্লাহ পাক আপনাকে বরকত দান করুক

  • @MAIN756
    @MAIN756 4 месяца назад

    ব্যবসাই ভালো উদ্যোগ ❤

  • @AbdullahHasan-j1s
    @AbdullahHasan-j1s 4 месяца назад

    ভাইয়া ভিডিওটা দেখে খুবই ভালো লাগলো ধন্যবাদ আপনাকে শুভকামনা রইল আপনার জন্য❤❤

  • @manisurmagura2
    @manisurmagura2 4 месяца назад

    ভিডিও অনেক নতুন ব্যবসায়িক কৌশল শিখতে পারলাম ধন্যবাদ ভাইয়া এগিয়ে যান পাশে আছি

  • @MdRidoy-ix5nc
    @MdRidoy-ix5nc 4 месяца назад

    মাশাআল্লাহ। আল্লাহ আরো বারাকাহ দেন করুক। দুয়া রইলো ভাই

  • @rabbiakondo-u1n
    @rabbiakondo-u1n 4 месяца назад +1

    Masha allah valo cilo interview 🥰

  • @nisat-sultana
    @nisat-sultana 4 месяца назад

    দোয়া থাকলো ভাই আমার মায়ের জন্য দোয়া করিয়েন মা যেনো জান্নাত বাসি হয় 🥲

  • @ariyanhadi603
    @ariyanhadi603 4 месяца назад

    Barokallah, video to sobaike motivat korbe inshallah.

  • @xpz2024
    @xpz2024 4 месяца назад

    শুভ কামনা জোবায়ের স্যারের জন্য

  • @Ashikayon526
    @Ashikayon526 4 месяца назад

    অসাধারণ ভাই। আপনার ভিডিও গুলা সত্যি অনেক ভাল লাগে

  • @MonirAutoPoint
    @MonirAutoPoint 4 месяца назад

    এত সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ভাই পাশে আছি পাশে থাকবো দোয়া রইল আপনার প্রতি এরকম ভালো ভালো কাজ করে যান এরকম ভালো ভালো ভিডিও দিয়ে যান আমরা সব সময় আছি আপনার সাথে

  • @MonirojjamanMonir-p8m
    @MonirojjamanMonir-p8m 4 месяца назад

    অনেক সুন্দর একটি ভিডিও 👏❤

  • @hasibaamrin8486
    @hasibaamrin8486 4 месяца назад

    আপনার এই ভিডিও গুলা অনেক helpfull ভাইয়া

  • @whitex27
    @whitex27 4 месяца назад +1

    Vaiyer video gula onk valo lage 🥰

  • @Nohashuddinrupom
    @Nohashuddinrupom 4 месяца назад

    জোবায়ের স্যার কে নিয়ে কিছু বলার নাই 🖤

  • @run_with_ashraf
    @run_with_ashraf 4 месяца назад

    inshallah amio ekdin sucess story te thakbo....

  • @mdrakibhussain6206
    @mdrakibhussain6206 4 месяца назад

    এগুলো শুনতেও ভালো লাগে। আরো ভালো লাগবে যদি নিজে করতে পারি

  • @BDBrothers99
    @BDBrothers99 4 месяца назад

    ভালোবাসা অভিরাম❤

  • @chaimaaktertanni3997
    @chaimaaktertanni3997 4 месяца назад +1

    Surprised hoichi vaiya apanr video dekhe

  • @EftyrRhmanTushar
    @EftyrRhmanTushar 4 месяца назад

    Fahmid vaiyar kohta abong kaje miil ase❤❤❤

  • @sadianazmi821
    @sadianazmi821 4 месяца назад

    It is very to the point and time being approach you have identified that people are offering online tytorial or course but giving support to establishing a digital business is the priority.

  • @TurjoSikder-p6x
    @TurjoSikder-p6x 4 месяца назад

    ভাইয়া আপনার ভিডিও গুলো অনেক ভালো লাগে ❤️

  • @siyamahmed8776
    @siyamahmed8776 4 месяца назад

    তাদের ভিডিও খুব ভালো লাগে❤️

  • @NaimKhan-bp7by
    @NaimKhan-bp7by 4 месяца назад

    Take love brother ❤

  • @mohammedzahedurrahman7942
    @mohammedzahedurrahman7942 4 месяца назад

    All the best bhai, I am also inspired.

  • @JahirDhakia
    @JahirDhakia 4 месяца назад

    I believe in one thing Never Depends On Single Income

  • @emonmondolofficial3903
    @emonmondolofficial3903 4 месяца назад +3

    Digital products এর সেই ভিডিও গুলো আবার আপলোড দেন নাঈম ভাই।

  • @SAJIBDEY-kv7pe
    @SAJIBDEY-kv7pe 4 месяца назад

    অসাধারণ 🖤😊

  • @s_siddike_69
    @s_siddike_69 4 месяца назад

    সুন্দর আলোচনা 🌺🌺

  • @shakilislam7022
    @shakilislam7022 4 месяца назад

    Dhonnobad emon idea deyar jonno❤

  • @Adtechlearnbd
    @Adtechlearnbd 3 месяца назад

    অনেক ভালো উদোগ। দোয়া রইল।

  • @VoiceofIslam155
    @VoiceofIslam155 4 месяца назад +1

    মাশাল্লাহ🤩😍😍

  • @affiliatemarketing999
    @affiliatemarketing999 4 месяца назад +1

    উনি অনেক পরিশ্রম করছে

  • @sumonrobi-g6o
    @sumonrobi-g6o Месяц назад

    Wow 😮

  • @Kislam6442
    @Kislam6442 4 месяца назад

    Fahmid bhaier karone onk kichu shikhte parsi

  • @iftekharhossen3854
    @iftekharhossen3854 4 месяца назад

    আইডি থেকে শেয়ার করেছি এবং ইউটিউবে কমেন্ট করেছি এবং পাশে আছি পাশে থাকব ইনশাআল্লাহ এবং ফেসবুক পেজ ফলো করেছি ❤️

  • @nahidhasan6383
    @nahidhasan6383 4 месяца назад

    ডিজিটাল প্রোডাক্ট নিয়ে আরো ভিডিও দিলে আমরা উপকৃত হতাম ভাইয়া

  • @MAArafat-ur4uz
    @MAArafat-ur4uz 4 месяца назад

    Insaallah amar o sob hobe❤😊

  • @limurahman2800
    @limurahman2800 4 месяца назад

    অনেক বড় স্বপ্ন আমি একটা বিজনেস করবো ইনশাআল্লাহ।

  • @Imtiaj_reacts075
    @Imtiaj_reacts075 4 месяца назад

    আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো

  • @zafarsiddiq-y5e
    @zafarsiddiq-y5e 4 месяца назад

    Salam diye start korar jonno ekta Like dilam

  • @shahidulkazi1994
    @shahidulkazi1994 4 месяца назад

    Sounds Good.
    Interesting story🤝

  • @bd.71rayhankingkhan77
    @bd.71rayhankingkhan77 4 месяца назад

    খুব ভালো 😇

  • @instituteofthought3487
    @instituteofthought3487 4 месяца назад

    আপনার বিডিও আমার ভালো লাগে ❤️❤️❤️

  • @surjodas1798
    @surjodas1798 4 месяца назад

    ধন্যবাদ ভাই 💖💖💖

  • @Tuhinfashionhouse
    @Tuhinfashionhouse 4 месяца назад

    আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ফাহামিদ ভাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর রহমতে আমরাও ব্যবসাতে অনেক আগের হচ্ছি ভাই দোয়া করবেন জানো আরো আগেতে পারি