আগে ১০ হাজার টাকা সেল করার স্বপ্ন ছিল আর এখন দৈনিক সেল ১ লাখ টাকার বেশি | Fahmid Al Nayem | Workshop
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- আগে ১০ হাজার টাকা সেল করার স্বপ্ন ছিল আর এখন দৈনিক সেল ১ লাখ টাকার বেশি ! | StepUp Workshop Success Story | Fahmid Al Nayem
ওয়ার্কশপের যাবতীয় আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ ফলো করুনঃ
/ stepup4u
বিজনেস ওয়ার্কশপের সকল সাকসেস স্টোরিঃ
• StepUp Workshop Succes...
StepUp Business Workshop হচ্ছে অনলাইন বিজনেসের One Stop সলিউশন। একটি সাকসেসফুল Business শুরু করার জন্য যাবতীয় রিসোর্স Business Workshop এ প্রোভাইড করা হয়।
ইসমাইল হোসাইন হলেন StepUp Business Workshop এর প্রথম ব্যাচের একজন স্টুডেন্ট। উনি কুমিল্লায় একটা সুপারশপ এর মাধ্যমে বিজনেস শুরু করেন।কভিড ১৯ এর পর তার সুপারশপ বিজনেসের অবস্থা খারাপ হওয়া শুরু করে।
পরবর্তিতে ইসমাইল হোসাইন Online এ eCommerce Business শুরু করেন। StepUp Business Workshop এ জয়েন হওয়ার আগে অনলাইন বিজনেস নিয়ে ইসমাইল হোসাইনের সঠিক নলেজ না থাকায় ই-কমার্স বিজনেস থেকে তেমন একটা সেল জেনারেট করতে পারেনি ।
তবে Business Workshop এ আমাদের সঠিক গাইডলাইন পাওয়ার পাশাপাশি উনার নিজের অদম্য পরিশ্রমের ফলে মাত্র ৪ মাসে ৫৫ লাখ টাকার বেশি সেল করতে সক্ষম হন।
StepUp Business Workshop এর সাপোর্টে উনি কিভাবে সফল উদ্যোক্তা হলেন তার এই জার্নিটি এই ভিডিও তে উনি শেয়ার করেছেন।
এই ভিডিও সিরিজ প্রচারের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে বিজনেসে মটিভেট করে এবং যারা নতুন উদ্যোক্তা আছেন তারা যেনো সফলদের বিভিন্ন প্রতিবন্ধকতা থেকে শিক্ষা নিতে পারেন।
আগে ১০ হাজার টাকা সেল করার স্বপ্ন ছিল আর এখন দৈনিক সেল ১ লাখ টাকার বেশি ! ! | StepUp Workshop Success Story | Fahmid Al Nayem
বিজনেস ওয়ার্কশপ রেজিস্ট্রেশন লিংকঃ stepupworkshop.net/join-workshop/
ফাহমিদ ভাই, আমি আপনার প্রথম ব্যাচের একজন মেম্বার। বিজনেস রান করার জন্য অনেক এফোর্ট দিয়ে যাচ্ছি। এই বিষয়ে আপনার সাথে একটু কথা বলাটা খুব জরুরী। এই মেসেজটা যদি চোখে পড়ে, আশা করব একটু কথা বলার সুযোগ দিবেন!!
১২০০০ আবার পরে
আইপ্যাডের উদ্দেশ্যে এসেছিলাম। কিন্তু আপনার কন্টেন্টগুলো এতোই দারুণ আর হেল্পফুল তা না দেখলে বুঝতে পারতাম না। এরূপ আরও মনোমুগ্ধকর কন্টেন্ট আমরা চাই! আল্লাহ আপনার দোয়া কবুল করুক!
আপনার কন্টেন্টগুলো এতোই দারুণ আর হেল্পফুল তা না দেখলে বুঝতে পারতাম না। এরূপ আরও মনোমুগ্ধকর কন্টেন্ট আমরা চাই! আল্লাহ আপনার দোয়া কবুল করুক!
i-Pad এর জন্য সাবস্ক্রাইব করেছিলাম কিন্তু আপনার ভিডিও গুলে দেখে মনে হচ্ছে ভবিষতে আমার এই সকল ভিডিও কাজে লাগবে। এগিয়ে যান ভাই। পাশে আছি
klk
i pad amar kopale nai 😊
@mdazizul961 Hmm 😅😅
আলহামদুলিল্লাহ ভিডিও টা দেখে অনেক কিছু বুঝতে পারছি
Same amio
ফাহমিদ আল নাঈম ভাইয়া আপনার ভিডিও দেখে উদ্যোক্তা হওয়ার অনেক আগ্রহ হয়েছে ভাই আমিও বিজনেস করবো ইনশাআল্লাহ ❤
I pad পাবোনা জানি তবে আপনার সব ভিডিও গুলো দেখলাম বিগত ৩ দিন যাবৎ আপনার আইডিয়া ও বিজনেস নিয়ে কথা গুলো দেখে নিজেকে খুবই মোটিভেটেড মনে হচ্ছে ধন্যবাদ এগিয়ে যান ভাই ❤
ফাহমিদ আল নায়েম স্যারের এই অসাধারণ ফ্রি গিভওয়ের জন্য অনেক ধন্যবাদ! আপনার উদারতা এবং শিক্ষাদানে নিষ্ঠা সত্যিই প্রশংসনীয়। এই উদ্যোগটি আমাদের জন্য অনেক নতুন সুযোগ সৃষ্টি করেছে। স্যার, আপনার সহযোগিতা এবং সহায়তা আমাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে। আবারও ধন্যবাদ!
আলহামদুলিল্লাহ, যারা ব্যাবসা শুরু করেছেন এবং যারা শুরু করবেন ভাবছেন সবার সপ্ন পূরনের জন্য এভাবে পূরোন হোক।
ইসমাইল হোসাইনের এই সফলতার গল্পটা সত্যিই অনুপ্রেরণামূলক! StepUp Business Workshop যে এতটা কার্যকরী তা জানা ছিল না। ধন্যবাদ শেয়ার করার জন্য!
সত্যিই ভাই আমার জন্য অনেক ভালো একটা ভিডিও ছিল নতুন ছোট একটা ব্যাবসা শুরু করলাম!👏👏
i-Pad এর জন্য সাবস্ক্রাইব করেছিলাম কিন্তু এই ভিডিওটি আশ্চর্যজনক ছিল! ভিজ্যুয়াল থেকে গল্প বলা পর্যন্ত এটিকে কতটা ভালোভাবে একত্রিত করা হয়েছে তা আমি সত্যিই উপভোগ করেছি। আপনার বিষয়বস্তু সর্বদা শীর্ষস্থানীয়, এবং আমি প্রতিটি আপলোডের সাথে নতুন কিছু শিখি। চমৎকার কাজ চালিয়ে যান!
Ai comment ?!
হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন। চাকরির পেছনে না ছুটে নিজে কিছু করাই উত্তম
আস্সালামু আলাইকুম ভাইয়া আমি খুব অল্প করে বলতে চাই , আপনি কি শুধুই সফল উদ্যোক্তা তৈরি করছেন না আপনার হেল্প পেয়ে উদ্যোক্তাদের সাথে আরো কতজন মানুষের রিজিক এর ব্যবস্থা হচ্ছে . মহান আল্লাহর ইচ্ছায় কার মাধ্যমে কি হয় এটা বলা যায় নাহ তবে আপনি কতজন মানুষের রিজিক এর মাদ্ধমে যেই নেকি গুলা অর্জন করছেন তারা মন থেকে যে দোয়া করে আপনার জন্য তা দিয়া ইন শা আল্লাহ জান্নাতে একটি প্রাসাদ ক্রয় করতে পারবেন . আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক যাতে করে আরো কতজন মানুষ আপনার জন্যে দোয়া করার সুযোগ পাই . অল্প অল্প করে টাকা জমাচ্ছি ইন শা আল্লাহ যাতে করে আপনার সাথে কানেক্টেড হতে পারি . আমার জন্যে দোয়া কইরেন .
ফাহমিদ আল নাঈম ভাইয়া আপনার ভিডিও দেখে উদ্যোক্তা হওয়ার অনেক আগ্রহ হয়েছে I-Pad এর জন্য সাবস্ক্রাইব করেছিলাম কিন্তু আপনার ভিডিও গুলে দেখে মনে হচ্ছে ভবিষতে আমার এই সকল ভিডিও কাজে লাগবে। এগিয়ে যান ভাই। পাশে আছি
❤❤❤
ভাইয়া আমি ডিজিটাল মার্কেটিং করতে চাই আপাতত বেসিক কম্পিউটার শিখেছি। আপনার ভিডিওগুলো অনেক গুরুত্বপূর্ণ। ধন্যবাদ এত সুন্দর শিক্ষনীয় ভিডিও আপলোড করার জন্য।
আপনাদের এই কাজ কে আল্লাহ কবুল করুন। আরো মানুষের রিজিকের ব্যবস্তা হোক। মানুষ চাকুরি নামক দাসত্ব থেকে বের হয়ে আসুক। সুস্থ সমাজ বির্নিমানে সকলে ভূমিকা রাখুক। দোয়া রইলো।
আইপ্যাডের আশায় সাবস্ক্রাইব করেছিলাম। কিন্তু এখন দেখি আপনার ভিডিওগুলো খুব কাজে দিচ্ছে
আপনাদের এই কাজ কে আল্লাহ কবুল করুন। আরো মানুষের রিজিকের ব্যবস্তা হোক। মানুষ চাকুরি নামক দাসত্ব থেকে বের হয়ে আসুক। সুস্থ সমাজ বির্নিমানে সকলে ভূমিকা রাখুক। দোয়া রইলো।❤️🥰
অসাধারণ উপস্থাপন এমন উপস্থাপনায় হাজারও বেকারের রিজিকের ব্যবস্থা হয়েছে।
আমি আপনার নাম প্রথম শুনলাম। তাও আপনার এই গিবওয়ে এর জন্যে। কিন্তু আপনার চ্যানেল গুলো ঘুরে এই ভিডিও দেখলাম অনেক কিছু শেখার আছে। জানি পাব না কিন্তু আমার মতো মধ্যেবিত্তদের জন্য মেকবুক টা সপ্ন 😅 তবুও best luck for your bright future vai❤
Success in business comes from persistence, vision, and the courage to take risks. Keep pushing your limits, and remember that every setback is a step closer to your next victory.
Right vi
ফাহমিদ আল নাঈম ভাই যেভাবে মানুষকে সাপোর্ট করে এভাবে কাউকে সাপোর্ট করতে দেখিনি।
ধন্যবাদ ভাই আপনাকে ,
আমি না পাই , আপনার মত আরো কিছু মানুষটা পাবে 🥰 আমাদেরকে সুযোগটা দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ🥰🥰, পাঁচটা আইটিডি সাবস্ক্রাইব করলাম এখন দেখি ভাগ্যে কি আছে ।😅
আমি আশাবাদী আমার মনের আশাটা আপনি পূরণ করবেন❤❤❤❤
ভাই আমি আসলাম I.pad পাইকিনা আল্লাহ তাআলা ভালো জানে
আপনার ভিডিও দেখে আলহামদুলিল্লাহ ভালো আমাদের ভবিষ্যৎ কাজে আসবে অনেক ❤ ভালো লাগলো,❤
কোনো দিন তো কোনো কিছু পাই নাই আল্লাহ ভরসা জদি কপালে থাকে পাইবো 💖
প্রথমে MacBook
এর জন্য সাবস্ক্রাইব করেছিলাম, কিন্তু এখন আপনার ভিডিওগুলো দেখে মনে হচ্ছে ভবিষ্যতে এগুলো আমার জন্য অনেক উপকারে আসবে। আপনার এই যাত্রা চালিয়ে যান, সবসময় আপনার পাশে আছি!"
Fahmid Al Nayem Vai My Love 🖤☹️😊😊🖤🖤🖤🖤🖤🇧🇩🖤🖤🖤
গিভওয়ের জন্য আসছি, আপনার কন্টেন্ট গুলো সত্যিই, হেল্পফুল ও অসাধারণ ❤, ভালোবাসা রইলো এগিয়ে যান।
আমার জীবন ব্যর্থ আর ব্যর্থ
তারপরও আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করতেছি।
আলহামদুলিল্লাহ ভালো বলেছেন।
আপনার কনসেপ্টটা অনেক সুন্দর এভাবে সবার এগিয়ে আশা উচিত স্কিল আর দক্ষতা বাড়াতে ।কন্টেন্ট দেখেও শেখ যায় আপনি তার প্রমাণ। বেকারত্ব হিন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা আপনারাই ।ভালোবাসা রইলো❤
আইপ্যাড পাওয়ার স্বপ্ন নিয়ে আসলাম আর দেখতে পেলাম আপনার অসাধারণ মনোমুগ্ধকর কন্টেন্ট যেটা শুধু আমার নয় সকলের জন্য হেল্পফুল 😮😮🖤🖤
ছেলের কাছ থেকে তোমার বেপারে জানলাম। তারপর তোমার ইউটিউব আর ফেসবুকে ফলো করলাম। আমি রিটায়ার্ড পার্সন। তোমার ভিডিও দেখে অনেক কিছু শিখেছি। শুভকামনা রইলো।
ভাই টাকা নাই বলে শিখতে পারছিনা। কিন্তুু এই রিয়েল লাইফ ইস্টোরি শুনলে অনুপ্ররেণা পাই।
i-Pad এর জন্য আসছিলাম কিন্তু আপনার কনটেন্ট গুলো দেখার পর বুঝতে পারলাম চেষ্টা করলে একদিন নিজের উপার্জন দিয়েই কিনতে পারব ইনশাআল্লাহ❤
সবকিছুই ভালোভাবে করে ফেললাম। বাকীটা আল্লাহ ভরসা..❤️ 🥰
সাথে আপনার জন্য শুভকামনা..💙🫂
নতুন ইউজার হিসাবে আপনাকে সমর্থন করলাম, কারণ, আপনার ভিডিও গুলা সত্যিই চমৎকার!❤️
কি অসাধারণ। এটা সত্যিই মোহিত করে কত চমৎকার উপস্থাপন। এখন অনেক কিছু শিখছি আগামীতেও আপনার থেকে অনেক কিছু শিখব ভাই। অনেক অনেক দোয়া রইল!
আসছিলাম আই প্যাড এর জন্য সাবস্ক্রাইব করতে
এসে দেখি অনেক ভালো ভিডিও দেন যাতে চাকরির পিছনে না দৌড়ে একজন ভালো উদ্যোক্তা হতে পারি
আনেক ভালো কাজ ভাই শুভকামনা রইল আপনার জন্য আর আল্লাহ পাক নেক হায়াত দান করুক আমিন
i-pad নেওয়ার জন্য ভাই সাবস্ক্রাইব করছিলাম🤣 আবার এখন দেখতিছি ভিউ টাইম বাড়ানোর জন্য। কিন্তুু ভিডিওটা দেখার পর বুঝলাম। আপনার ভিডিওতে শেখার অনেক বিষয় আছে। এগিয়ে যান ভাই, ভালোবাসা অবিরাম 💙
আসসালামুয়ালাইকুম ভাইয়া, সত্যি বলতে MacBook এর জন্য আপনার চ্যানেলে এসেছিলাম ভাইয়া, কিন্তু ভিডিও গুলো সত্যি effective. ইনশাআল্লাহ আমার প্রয়োজনে হোক কিংবা অন্য কারনে আপনাকে অনুসরন করে যাবো ইনশাল্লাহ।
I paid জন্য সাবস্ক্রাইব ফলো করছিলাম কিন্তু আপনার ভিডিও গুলো আসলেই অনেক কোয়ালিটিফুল❤
4 টি স্টেপ done ✅ All okey
Onk age thake e follow kori apnk
আমি আপনার ভিডিও গুলো যতো দেখছি ততোই অবাক হচ্ছি- বিজনেসের কত গভীর আপনি জানেন মাশাআল্লাহ -
আমি করতে চাই ভাই আমাকে শিক্ষা বেন
Apnar editing osthir , onno pocast er moto boring na❤
আইপ্যাডের ক্যাম্পিং দেখে সাবস্ক্রাইব করছিলাম। আমার মোটিভেশন হিসেবে ফাহমিদ ভাইয়ের এই ভিডিওগুলো খুবই জরুরী। এখন মনে হচ্ছে আরো আগে কেন ফাহমিদ ভাইয়ের ভিডিওগুলো দেখলাম না🎉❤
আলহামদুলিল্লাহ ভাই আপনাকে অনেক ধন্যবাদ❤❤❤❤ আপনার ভিডিও অনেক ভালো লেগেছে আমি আজকে ফেসবুক থেকে এড হয়ছি পরে ইউটিউবে সাবস্ক্রাইব করলাম
ফাহমিদ ভাই এর ভিডিও দেখলে
নতুন করে স্বপ্ন দেখি উদ্যোগতা হওয়ার অনলাইন ব্যবসায়ী হওয়ার
ফাহমিদ ভাই প্লিজ পাশে দাড়ান ওয়ার্ক সপ চালু করার অনুরোধ।
আমি একজন নিজে চলার মতো হলে হবে এমন অনলাইন ব্যাবসায়ী হলে ও আলহামদুলিল্লাহ
ইসমাইল ভাইয়ের জার্নি থেকে শিখলাম যে সঠিক গাইডলাইন আর কঠোর পরিশ্রম দিয়েই সাফল্য সম্ভব। অসাধারণ ভিডিও!
ধৈর্য খুব দারুন জিনিস । যে ধরে সে পায় যে ধরে না সে হারায় 👏
সত্যি অসাধারণ ❤
ইনশাআল্লাহ, আল্লাহ অবশ্যই উত্তম পরিকল্পনাকারী
ভিডিও টা দেখে অনেক উপকৃত হলাম
ভাইয়া সাবস্ক্রাইব আগে থেকেই ছিল এখন শুধু ভিডিও দেখতে আসলাম ❤
ভিডিও গুলো দেখে খুবই উপকার হইলো। সত্যিই অসাধারণ। I pad এর জন্য সাবস্ক্রাইব করছিলাম কিন্তু ভিডিও গুলো দেখে সত্যিই উপকার হইলো
আসসালামুয়ালাইকুম ফাহমিদ ভাই আপনার কাছে আমার একটা ছোট প্রশ্ন। আমি এসএসসি পরীক্ষা দিইনি😅 তো আমার মত যারা নামমাত্র শিক্ষিত তারা কি পারবে ব্যবসা করতে? যদি এই ব্যাপারটা নিয়ে ডিটেইলস একটা ভিডিও বানায় দেন খুব হেল্পফুল হতো।
Khota gola onk vlo laglo.. i pad power ashai na.. sotthi ei rokom jibon struggle kora. onk khotin ..tobe apni dekhiya dilen vai .. manush chaile shboi pare ❤❤
ফাহমিদ আল নাঈম ভাইয়া আপনার ভিডিও দেখে উদ্যোক্তা হওয়ার অনেক আগ্রহ হয়েছে ভাই আমিও বিজনেস করবো ইনশাআল্লাহ❤🤗🖤
পরিশ্রম কখনো নিষ্ফল হয় না ❤️
সব কাজ সুন্দর ভাবে সম্পন্ন করেছি।
আল্লাহ ভরসা লাক😌
ভালোবাসা এবং দোয়া রইল ❤️🤲
আসসালামু আলাইকুম ভাই এই ওয়াকসপে এড আছেন নাকি ভাই
Aro egiye jau vaiya.future e aro beshi unnoti korte parbeb❤️& ei vai k pashe paben jdi Allah toufiq e rakhen...apni e best vaiya..❤️❤️dua roilo amr torof theke apnr jnno..love u brother❤️❤️🥰
ফাহমিদ আল নাঈম ভাইয়া আপনার ভিডিও দেখে উদ্যোক্তা হওয়ার অনেক আগ্রহ হয়েছে ভাই আমিও বিজনেস করবো ইনশাআল্লাহ
iPad এর লোভ থাকেলও ভিডিও গুলো আসলেই কাজের। উপকার হইলো অনেক আমার ❤❤❤
Fahimd vai is best trainer &
Step up most welcome
গিভওয়ের আশায় সাবস্ক্রাইব করতে এসে অনেক কিছু শিখতে পেলাম।
ধন্যবাদ ভাই।
Thank you for providing constructive and informative information❤❤
ভাইয়ার ভিডিও গুলো দেখে অনেক বেশি ভালো লাগে অনেক কিছুতে সাহস পাই🤍
Love you vaia❤️
আইপ্যাডের উদ্দেশ্যে এসেছিলাম কিন্তু আসার পরে এত সুন্দর কনটেন্ট দেখতে পাবো তা কখনো ভাবতে পারিনি সত্যিই খুব ভালো লাগলো❤️
আমি একটি ব্যবসার সাথে জড়িত রয়েছি মূলত I pad এর জন্য সাবস্ক্রাইব করছিলাম। কিন্তু আপনার ভিডিওগুলো দেখে অনেক কিছু শিখার আছে ❤
অনেক সুন্দর
বাংলাদেশের প্রতিটা মানুষের স্বপ্ন এভাবে পূরণ হোক।
this type video is very very important for our youth nation ❤️❤️
আমি আপনার ভিডিও গুলো যতো দেখছি ততোই অবাক হচ্ছি- বিজনেসের কত গভীর আপনি জানেন মাশাআল্লাহ -
আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক ভাই।
Vai apni bangladesher podcast indusryte onnorokom nam Hoye jabe. Mone hocche ,nice video
All the best fahmid vhai jan. Love u from Munshiganj 🥰🥰🥰🥰
ভাইয়া আপনার কন্টেন্ট গুলো অনেক ভালো...
এগিয়ে যান স্যার পাশে আছি সব সময়❤❤❤,,,
আলহামদুলিল্লাহ ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারলাম
আলহামদুলিল্লাহ ভিডিওটা দেখে অনেক কিছু বুঝতে পারছি
আপনার ভিডিও আমি নিয়মিত দেখি আপনার ভিডিও অনেক ভালো আশা করি এরকম সুন্দর ভিডিও নিয়মিত উপহার দিবেন আমাদের 🥰😍🎉
ভিডিও টা দেখে অনেক কিছু শিখলাম
ধন্যবাদ ভাই❤
ধন্যবাদ ভাইয়াঅনেক খুশি হলাম মানুষে পাসে তারকার জন্য
This Man Is Very dedicated ❤
Apnar facebook page theke apna channel subscrib korechilam but apnar video gul je eto sundor ar gurutto purno dekhar por bujhlam ❤
Thank you❤️
আসল কথা হলো কি ভাই জানেন, আপনার ফেসবুক দেখলাম যে আপনি i pad গিফট করবেন, তাই ইউটিউব এ আসলাম, কিন্তু আইশা দেখি আপনার ভিডিওগুলো, খুব মোটিভেশনাল, ভিডিওটা দেখে আমার খুব ভালো লাগছে এন্ড নিজে কিছু করার ইচ্ছে হইতেছে, পুরস্কারটা পাইলে পাইলাম, আর না পাইলে না পাইলাম, কিন্তু আপনার ভিডিও দ্বারা আমার মনের অনেকটা পরিবর্তন আসছে। দোয়া করি ভাই আপনি এগিয়ে যান, আপনার হাত ধরে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ 💞💞
ঠিক বলেছেন। চাকরির পেছনে না ছুটে নিজে কিছু করাই উত্তম
5
আইপ্যাডের জন্য আসলেও দেখতে পাচ্ছি আপনার কনটেন্ট গুলো অনেক knowledgeable
Egiye jan vai onnek onnek doya ar valbasha roilo apnar jonne❤️
খুবই মোটিভেশনাল বক্তব্য 😊
দোয়া ও ভালোবাসা রইলো। এভাবেই এগিয়ে যান। ❤❤
I -Pad ✊
apnar vedios dekhe amio inspired. In sha allah valo kichu korbo!
Good Luck & Best Wishes for you Brother,,,,,go Ahead ❤️❤️
আলহামদুলিল্লাহ ভিডিও কিছু শিখতে পারলাম
Great bro. Apnar video gula khubi helpful ❤❤
ঠিক এইভাবে কোন একদিন আমার স্বপ্ন পূরণের কথা বলব
দোয়া ও ভালোবাসা রইলো আপনার জন্য
Apnar dara onk kisu sikhlm bhai❤
Apni great bhai❤
I pad এর জন্য সাবস্ক্রাইব করেছিলাম,কিন্তু আপনার কন্টেন্ট দেখে অনেক ভালো লাগলো।
আমি চাই বাংলাদেশের প্রতিটা মানুষের স্বপ্ন এভাবে পূরণ হোক।
আপনার ভিডিওতে অনেক কিছু শিখার আছে❤
আমি এক নেভী রিটায়ার্ড পারসন সথ ভাবে চলার জন্য ব্যাংক এবং পোস্ট অফিসে কোথাও টাকা রাখি নাই সুদ খাই না সুদ দিই না যার কারনে সেয়ার বাজারে হালাল জিনিস কিনেছিলাম তা কমতে কমতে টাকা সব শেষ এখন আপনার কথা গুলো শুনে খুব ভালো লাগলো তাই আপনাকে জানালাম আশা করি একটা পরামর্শ পাব ইনশাআল্লাহ।
ভালোবাসা অবিরাম 🥰🥰