আমরা যারা ৯০ দশকের যুব তারা সোনালী সময় পার করেছি কারন ৯০ দশকের সিনেমা গান সব কিছু বেষ্ট হারানো দিনগুলো মনে পরলে মনে হয় জিবনের সেরা সময় টা অনেক দূুরে ফেলে এসেছি😥
আজ ৪দিন হলো মনি কিশোর দাদা আমাদের ছেড়ে চলে গেছে পরপারে, নিজ বাসায় কেউ ছিলনা একাই মরে চারদিন পর পুলিশ লাশ বের করছে বাসা থেকে তাকে সবাই ছেড়ে চলে গেছে সে একাই বাসায় থেকে মরে গেছে কেউ জানে না.. 😭
ছোট বেলা বড়দের সাথে এসব গান অনেক শুনেছি তখন ভালো লাগত শুনতে, তখন ভালো লাগা বুঝতাম, ভালো বাসা কি বুঝতাম না, আর এখন এসব গান শুনতে শুনতে নিজের অজান্তেই চোখের কোনে পানি চলে আসে, জীবনের মানে বুঝতে শিখলেই কষ্ট এখন বুঝি।।।।।
90 দশকের কতনা সৃতি মনে করিয়ে দেয়,,,,মা চিল বাবা বিদেশ চিল,,,এক বোন অবিবাহিত চিল,,বড় বোন আমাদের বাড়িতে থাকতো,,,আর আমি চিলাম কিশোর,,,আজ সব হারিয়ে গেলো জিবন থেকে,,মা ও বাবা মরে গেলো,, আর বোন দুজন থেকে ও নাই,,,আর আমি প্রবাস জিবনে নিজের মতো করে একা বেচে আছি,,,নিশ্ব হয়ে গেলাম দাদা মনি কিশোর,,,চোখের পানি অজরে পড়ে চোখ থেকে,,তারপর ও লেখা গুলা লেখে সবার মাঝে সেয়ার করে নিজেকে একটু হালকা করলাম।।।সবাই দোয়া করবেন জিবন টা যেন একটু সুন্দর হয়
তখন ক্লাস নাইনে পড়ি, মনি কিশোরের প্রতিটি গানের ক্যাসেট কিনে শুনতাম,কোথাও গান বাজলে তা শুনার জন্য দাড়িয়ে যেতাম আর অজান্তেই চোখ ভারী হয়ে যেতো । "এই তুমি সেই তুমি নেই তুমি আগের মতন " এলবামেরও প্রতিটি গান মন ছুয়ে যেতো। এখনও মন কাঁদে এইসব গান শুনার জন্য।
এই গানগুলো শুনে শুধু সেই দিনে গুলোতে ফিরে যেতে চাই, এই গানগুলা শুনে যে দিনগুলোর কথা মনে পড়ছে সেই দিনগুলোতে। আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন এই গানটাকে আমি স্কুলে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়েছিলাম। তুমি ভালোবাসো আর নাই বাসো। প্রতিযোগিতা আমি ফার্স্ট হয়েছিলাম। এখন সেই দিনে ফিরে যেতে খুব ইচ্ছে করছে এই গানগুলো শুনে। যেই দিনটায় জীবনের গানগুলা
ছোটবেলা টেপ রেকোর্ডারে গানগুলো খুবই শুনতাম.....এখনো গানগুলো সেই অাগের মতোই হৃদয় ছুয়ে যায়......যতদিন বাংলা গান থাকবে ততদিন এই গানগুলো মানুষ শুনবে! তখনো কারো কারো চোখ বেঁয়ে দুফোটা অশ্রু ঝরে পড়বে......
কত মানুষের মন-রোগের ঔষধ বা মনের শান্তি ছিলো কিশোর দাদার গান, আজ সেই মানুষ টি চির বিদায় নিয়ে ওপারে চলে গেছে।কতটা অযত্নে অবহেলায় একা ঘরে মরে পড়ে রইলো।আ: হা: রে: জীবন।
1997 সালে যখন এস, এস সি পাস করে কলেজ ভর্তি হয় -তখন থেকে আমার প্রিয় শিল্পী মনি কিশোরের প্রায় এই গান গুলো শুনতাম _ বতর্মান বয়স চলছে 41- এখন ও মাঝে মধ্যে মন খারাপ হলে প্রবাস জীবনে একা একা গান এই গুলি শুনি ❤ সত্যিই এই গানের সাথে কোনো গানের তুলনায় হয় না।।
যখন হাইস্কুল পড়ি তখন এই গানগুলো জনপ্রিয়তা অনেক বেশি ও অনেক বেশি জোয়ার ছিলো বিশেষ করে যারা এই জেনারেশনে ছিলো তোমরা কি কেউ আছো আমার মত যে ৯৬/৯৭ তোমরা এই গানগুলো অনেক বেশি শুনতে এই গানগুলি শুনলে এখন সেই স্কুল লাইফের কথা মনে পড়ে যায়। যারা এখনও এই গানগুলি শুনো তারা সবাই এই কমেন্ট লাইক করে দাও। আমি বেশ খুশি এই গানগুলো পেয়ে অনেক দিন ধরে খুজতেছি ধন্যবাদ সোনালী প্রোডাক্টস কে পুরনো গানগুলোকে আবার ফিরিয়ে দেওয়ার জন। ধন্যবাদ সবাইকে লাই ইউ এল
হুম ঠিকই বলেছেন আমিও খুব গান শুনতাম। তবে এখনকার জেনারেশন এসব গানের মানেই বোঝেনা। আমার মেয়েই বলে আম্মু তুমি ক্ষ্যাত কি গান শোনো, তখন খুব হাসি পায় ওদের কথা শুনে
মনি কিশোর একজন মেলোডি গানের উপস্থাপক,সুর আর শব্দ বচন যেন এক বিনা সুতার মালা। ৮০ দশকের হৃদয় ছোয়া গান। আর বর্তমানের গান শুনলে মনে হয় ভুমি চলে আসবে।২৯/১০/২০২১
মনি কিশোর আমার অনেক প্রিয় ও শ্রদ্ধাবাজন শিল্পী। তার এসব গান শুনলেই শরীরে শিহরণ জাগে,তখন নিজেকে খুব অসহায় মনে হয়।মনে অমুল্য সম্পদ আমার শৈশব আমার বিশ্বাস সব হারিয়ে ফেলেছি।অজান্তেই চোঁখের কোণে নেমে আসে অশ্রু ফোঁটা।হায় আমার দূরান্ত শৈশব হায় আমার বিশ্বাস। কোথায় তুমি হাতছানি দিয়ে খুজি তোমায়, আজো মনে পড়ে কিরণ ভাই এর কথা, ফেনী ছাগল নাইয়ার জঙ্গল মিয়া রাস্তার মাথায় এবাদুল্লা কিরন ভাই এর ইলেকট্রনিক দোকান ছিলো দোকানে গেলেই মনি কিশোর এর গান শুনতাম আর ভাই ও ছিলো মনি কিশোর এর বক্ত তার এলবাম সব কালেকশন করে রাখতেন। সাথে থাকতো আজগর কাকা ও সাইফুল কাকা
আমি স্কুল থেকে বের হয়ে ঢাকা চলে গেলাম😂তকন ঢাকা গাজিপুর ডেগেরচালা রোডে চাকরি করতাম,ফ্যান্টরীর নাম এ্যামাজিৎ ৩৫মাস চাকরি করলাম🎉৩মাসর ভিতরে আমি ২টা ভালো বন্ধু হয়ে গেছে ওদের কাচে আমি একটা🎉এরা হলো কামরুল ও স্বপন🎉আজোও মিস করি অনেক মনে হয় 😂😂ঢাকা এসে বাড়িতে আমার একটা বন্ধু ৃচিলো নাম তার নিয়ামূল✅তকন তার সাথে ঘুরাপিরা করতাম তার একটা মোবাইল চিলো🎉এই গানগুলো শুনতাম তকন থেকে আমি মনির কিশোরের বক্ত হয়ে গেলাম🎉বাকিটা ইতিহাস 🎉🎉
আর কতো অশ্রু ঝড়াতে হবে বলতে পারো। আর কতো কষ্ট পেলে তুমি ফিরে আসবে বলতে পারো। আর কতো নষ্ট হলে তুমি খুশি হবে যানতে পারি। আর কতো নির্ঘুম রাত পারি দিলে তুমি শান্তি পাবে। যানি এই প্রশ্ন গুলোর উতর৷ আমি কোন দিন পাবো না।
আমার আল্লাহ পাক মানুষকে যে কতো সুন্দর করে সৃষ্টি করেছেন এটা তার একটা উদাহরণ কি অসাধারণ তার গলার কন্ঠ,, ১৯৯৮ সালে শুনলাম কেসেটে আর এখন ২০২২ সালে শুনলাম মোবাইলে
আপনার মৃত্যুর পরেও আপনার রেখে যাওয়া এইসব স্মৃতিময় গানই আপনাকে হাজার বছর গানপ্রেমী শ্রোতার মাঝে বাঁচিয়ে রাখবে_______________ওপারে ভালো থাকবেন প্রিয় শিল্পী।
Proti ta gan Hridoyer govhire giye lage... Jodio ai gan gulo r kothar sathe ar amr life ar sathe kono mil nei. Tobuo khub khub khub besi valo lage... Sei pichi kal thekei valo lage tai bar bar suni... Onek valobasa roilo apnr jono... 💞💞
কে কত সুন্দর গান গাইছে সেদিকে না তাকিয়ে।।।।। নিজের দিকে দেখো পাঁচ ওয়াক্ত নামায পড় ছিকিনা আর কোরআন তেলয়াত কর তে ছিকিনা, এগুলো হচ্ছে আমাদের ওই দুনিয়ার আসল সম্বল।।
আমার জীবনে প্রথম বার শুনছি সত্যি বলতে আমার খুব ভাল লাগলো এই সিংগার নাম প্রথম সুনলাম বড় ভাই বললো মনি কিশোরের গান গুলি শুন ভাল লাগবে আসলে খুব মজা পাচ্ছি thank you sonoli produced
!!!!!মায়ার এই পৃথিবীতে সকলেই অভিনয় করে,কেউ বা অপরের সাথে'''কেউ বা নিজের বিবেকের সাথে!!!!খারাপ সময়টাকে ধন্যবাদ রোজ শিখাচ্ছে প্রকৃতপক্ষে কে বা কারা সত্যিকারের আপনজন.....মানব জীবন বড়ই অদ্ভুত,কেউ সুখ পেয়ে অসুখি, কেউ অসুখি হয়ে সুখি
মনি কিশোর দা, তুমি এভাবে নীরবে চলে গেলে কার উপর অভিমান করে? কিসের এতো অভিমান ছিলো? কারো কাছে শেয়ার করার মতো মানুষ পাওনি? একা ঘরে এভাবে নিথর দেহ রেখে চলে গেলে মনি পাখি দা? কেন? কেন? তুমি না বলেছিলে মনি দা জাতীয় পুরস্কার পাওনি বলে তোমার আক্ষেপ থেকে গেলো, দরকার নাই জাতীয় পুরস্কার, আমরা যতদিন বেঁচে থাকবো গান প্রিয় মন বেঁচে থাকবে তোমার গাওয়া গানগুলো মন ভরে শুনবো এটাই তোমার জন্য অনেক বড় পুরস্কার। ❤️ ওপারে ভালো থেকো মনি দা, তোমার আত্মার শান্তি কামনা করি 🤲
ভাইজান জানিনা আপনার জন্ম কত সালে, তারপরেও বলি ঐ সময় অনেক গুনি শিল্পী ছিল, তখন ছিল বাংলা গানের সুদিন, তখন শ্রোতার অনেক অপশন ছিল, ঐ সময় মনি কিশোর একজন জনপ্রিয় ও গুনি শিল্পী ছিল যার উদাহরণ হল এই এলবামের গান আপনি আমি এখনোও শুনি, অতএব আপনার কথা সম্পুর্ন সত্যি নয়।
আমার একজন মামা ছিলেন এই গানগুলো বাজাইতেন তার ছোট একটা লাল টেপ ছিল, প্রতিদিন উনি এই গানগুলো বাজাইতেন তার সঙ্গে গিয়ে আমি শিখতাম গানগুলো। আসলে গানগুলো শুনে সেই নব্বই দশকে সোনালী অতীতের কথা হাইস্কুল জীবনের কথা মনে পড়ল। আজকে দাদা আমাদের ছেড়ে চলে গেছে চারদিন হলো।
আমার বয়স বারছে কিন্তু এগান গুলো সুনলে মনে হয় আমার ভাল বাসার জগতে চলে গেছি । তবে প্রতি টা গানের মধ্যে অর্থ বা মাধুর্য মর্যাদাও আছে । আর এ জামানার গান সুনলে মনে হয় গায়ক আর লেখক কে কিছু বলি । আবার নিজেকে সান্ত হয়ে জাই তাদের বা কি দোশ তাদের সু শিক্ষার অভাব ।?
আমি তখন ক্লাস সেভেনে পড়তাম সাল টা ২০০১, আমাদের পরিবার এর সাথে আমরা সিলেট গিয়েছিলাম, মনে পরে সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া আসার সময় জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ড্রাইভার সাহেব এই এলবাম টা পুরো টা সেদিন ট্রেনের সবাই কে শুনালেন, কি যে ভালো লেগেছিল সেই দিনের জার্নি টা, আবার যদি সেই দিন গুলোতে ফিরে যেতে পারতাম ২০২৪ এ এসে ও মনে হয় কত ভালো ছিলাম সেই সময় গুলোতে, খুব মিস করি সেই দিন গুলো।।।। গতকাল দেখলাম উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, উনার মাগফিরাত কামনা করি, প্রিয় মনি কিশোর সেই শৈশবের পুরনো স্মৃতি গুলোর অংশ।।।। ❤❤❤
আমার প্রিয় এক জন শিল্পি আমি ওনার গান অনেক শুন্তাম একদিন গান শুন্তে শুন্তে সৌদি আরবে আমি গাড়ী একশিন্ডিন করে ফেরি তহন থেকে আর ওনার গান শুনা হয় না আজ শুনিলাম শুনে সেই ১৯৯৩ কথা মনে হয়ে গেল আগের জীবনটা আবার সাম্নে এসে গেল
তোমার কথা মনে পড়লেই, হৃদয়টা কেমন যেন থমকে যায়, দূরত্ব যতই থাক, ভালোবাসার টান কিন্তু কোথাও হারিয়ে যায় না। স্মৃতির মেঘে ভেসে আসা সেই হাসি আর মায়াবী চোখ দুটো যেন প্রতিটা মুহূর্তে সাথে থাকে। সময় থেমে যায়, কিন্তু হৃদয়ের গভীরে তোমার জন্য ভালোবাসা অমলিন।"
আমাদের অনুরোধ রইলো গানগুলো ভালো লাগলে শেয়ার করে দিন, যাতে করে আমরা আরো গান আপনাদের উপহার দিতে পারি | ধন্যবাদ...
Sonali Products
Md Romjan r
Sonali Products
Sonali Products
Spon
Sonali Products,, মনির কিশোর
এই এলবামের সাথে হাজারো স্মৃতি জরিয়ে আছে ছোট বেলার, এখনো সেই দিন গুলো ভেসে ওঠে তখনকার সময়টা
মৃত্যুর সংবাদ শোনা গানটা শুনতে আসলাম। গানটার সাথে জীবনের শেষ দিনের মিল হয়ে গেল।
আমরা যারা ৯০ দশকের যুব তারা সোনালী সময় পার করেছি কারন ৯০ দশকের সিনেমা গান সব কিছু বেষ্ট হারানো দিনগুলো মনে পরলে মনে হয় জিবনের সেরা সময় টা অনেক দূুরে ফেলে এসেছি😥
এত কষ্ট নিয়েও মানুষ বেচে থাকে ভাই😢
আজ ৪দিন হলো মনি কিশোর দাদা আমাদের ছেড়ে চলে গেছে পরপারে, নিজ বাসায় কেউ ছিলনা একাই মরে চারদিন পর পুলিশ লাশ বের করছে বাসা থেকে তাকে সবাই ছেড়ে চলে গেছে সে একাই বাসায় থেকে মরে গেছে কেউ জানে না.. 😭
গানের কথার সাথে বাস্তবের কী অপূর্ব মিল!!!!
ছোট বেলা বড়দের সাথে এসব গান অনেক শুনেছি তখন ভালো লাগত শুনতে, তখন ভালো লাগা বুঝতাম, ভালো বাসা কি বুঝতাম না, আর এখন এসব গান শুনতে শুনতে নিজের অজান্তেই চোখের কোনে পানি চলে আসে, জীবনের মানে বুঝতে শিখলেই কষ্ট এখন বুঝি।।।।।
ঠিকই বলেছেন।আমারও একই অনুভূতি
So beuty full
আমারও সেইম
জীবন টা বড়ই অদ্ভুত। যা কখনো আশা করিনি তাই হয়
সঠিক কেসেট ছিল
এই সমস্ত কালজয়ী গান কখনো ভুলে যাবার না ৯০ দশক সারাজীবন মনে থাকবে
অসাধারণ গান গাইলেন 😢
৯০ দশকের এই প্রিয় শিল্পী টা আজ কোথায় হারিয়ে গেলো বুঝলাম না,, মনির খান,এসিড রুবেল, উজ্জ্বল, মহাশিন খান,,বাদশা বুলবুল,, সাজু,,,আজ এরা কোথায়
মহসিন খান ও নেই মারা গেছে 😢😢
উনি 2006 না 7 এ মারা গেছেন ঠিক মনে নেই তখন ক্লাস সেভেন এ পড়ি,, উনাকে মেরে ফেলা হয়েছিল।
বলার মত ভাষা নেই এতো সুন্দর গান আমাদের উপহার দিলে ভাই 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
সেঔগিনগুলিমনেপরেজায়
এ কালজয়ী গানগুলো সারাজীবন বেচে থাকুক এ কামনা করি।
90 দশকের কতনা সৃতি মনে করিয়ে দেয়,,,,মা চিল বাবা বিদেশ চিল,,,এক বোন অবিবাহিত চিল,,বড় বোন আমাদের বাড়িতে থাকতো,,,আর আমি চিলাম কিশোর,,,আজ সব হারিয়ে গেলো জিবন থেকে,,মা ও বাবা মরে গেলো,, আর বোন দুজন থেকে ও নাই,,,আর আমি প্রবাস জিবনে নিজের মতো করে একা বেচে আছি,,,নিশ্ব হয়ে গেলাম দাদা মনি কিশোর,,,চোখের পানি অজরে পড়ে চোখ থেকে,,তারপর ও লেখা গুলা লেখে সবার মাঝে সেয়ার করে নিজেকে একটু হালকা করলাম।।।সবাই দোয়া করবেন জিবন টা যেন একটু সুন্দর হয়
Right aj soto balar sob mona pora galo
Doya roylo vai apnar jonno a dunai te keo karo na cesta koren aktu valo thakte jani bola sohoj thaka kothin
আহা দঃখ পেও না ভাই,,,জার কেহ নেই তার আল্লাহ আছে জানো না...
very sad
আল্লাহ আপনাকে হেফাজত করুন।
তখন ক্লাস নাইনে পড়ি, মনি কিশোরের প্রতিটি গানের ক্যাসেট কিনে শুনতাম,কোথাও গান বাজলে তা শুনার জন্য দাড়িয়ে যেতাম আর অজান্তেই চোখ ভারী হয়ে যেতো । "এই তুমি সেই তুমি নেই তুমি আগের মতন " এলবামেরও প্রতিটি গান মন ছুয়ে যেতো। এখনও মন কাঁদে এইসব গান শুনার জন্য।
Sem
আমিও
same
আমিও
ব😊😅😮😢🎉 @@darklordff1043
আমার বয়স যখন ১৪ বছর তখন থেকে আমি এই গান শুনি এখন বয়স ৪৫ বছর এখনো শুনি এই গান প্রিয় শিপ্লি মনি কিশর অনেক ভাল লাগে এই গান❤
❤❤সেইম❤❤
ঢাকায় লিমা নামে একটা মেয়ে আমার সাথে সব সময় চলাফেরা করতো তখন আমি এই গানটা খুব শুনতাম
ঢাকায় আদমজী থাকতো বাপ মার সাথে
মেয়েটাকে এখনো আমি অনেক খুজতেছি মনে মনে পাইনা
এই গানগুলো শুনে শুধু সেই দিনে গুলোতে ফিরে যেতে চাই, এই গানগুলা শুনে যে দিনগুলোর কথা মনে পড়ছে সেই দিনগুলোতে। আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন এই গানটাকে আমি স্কুলে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়েছিলাম। তুমি ভালোবাসো আর নাই বাসো। প্রতিযোগিতা আমি ফার্স্ট হয়েছিলাম। এখন সেই দিনে ফিরে যেতে খুব ইচ্ছে করছে এই গানগুলো শুনে।
যেই দিনটায় জীবনের গানগুলা
যতদিন পৃথিবী থাকবে,এ গান গুলোর আবেদন মলিন হবেনা।প্রেমিক হৃদয় বারবার খুজে নিবে ভালোবাসার মহিমা
শাহনাজ তুমি আমার জীবন থেকে চলে গেছো। আজ প্রায় বিশ বছর অতিবাহিত হয়ে গেলো। আমি আজও তোমাকে ভুলতে পারিনি।
Taratari mor. Tor balobasar khete puri
@@gamingwithminer1328 🤣
😢😢
😢😢😢😢
😢😢😢
এই গানগুলো অনাবদ্য সৃস্টি।১৫ বছর বয়স থেকে শুনে আসছি।এখন ৩৭ এ এসেও সেই একই ভালো লাগা।আহা সেই সময়টায় যদি যেতে পারতাম!
২৬/০৮/২১ বগুড়া।❤️❤️❤️❤️
আপনার SSC কত সালে।
@@m.a.mokitbabu1488 ২০০০ সালে
@@m.a.mokitbabu1488 দ,ফ
@@m.a.mokitbabu1488 t
আমি ৪৮ বছর বয়স এও সুনি
ছোটবেলা টেপ রেকোর্ডারে গানগুলো খুবই শুনতাম.....এখনো গানগুলো সেই অাগের মতোই হৃদয় ছুয়ে যায়......যতদিন বাংলা গান থাকবে ততদিন এই গানগুলো মানুষ শুনবে! তখনো কারো কারো চোখ বেঁয়ে দুফোটা অশ্রু ঝরে পড়বে......
Right.vai
এ গান শুধু স্মৃতি হয়ে থাকবে, মনে কিশোর পৃথিবী ছেড়ে চলে গেল আল্লাহ তাকে ভালো রাখুন
কি করে বোঝাবো জীবনের কতোই না স্মৃতি জড়িয়ে আছে এই সব অমর গানের সঙ্গে।❤❤❤
😢😢😢 কাউকে বলা যায় না 😢😢😢
যেমন গান হৃদয় ছুঁয়ে যায় তেমনি সুর যা বলার মত ভাষা খুঁজে পাইনা এক কথায় বলা যায় অসাধারণ সুন্দর
right 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
কত মানুষের মন-রোগের ঔষধ বা মনের শান্তি ছিলো কিশোর দাদার গান, আজ সেই মানুষ টি চির বিদায় নিয়ে ওপারে চলে গেছে।কতটা অযত্নে অবহেলায় একা ঘরে মরে পড়ে রইলো।আ: হা: রে: জীবন।
এই গানগুলো শুনলে অতিতের অনেক স্মৃতি মনে করিয়ে দেয় যা ভুলার মত নয় এবং এখনো শুনি এবং অতিতে কিছু সময়ের জন্য হারিয়ে যাই!
ঠিক বলেছেন
👍👍👍👍👍
গত রাতে মনি কিশোরের পচন ধরা গলিত লাশ উদ্ধার করা হয়েছে।
রয়ে গেল ভক্তদের জন্য স্মৃতিগুলো।
আহ্ আহা , কি যে গান গাইলেন গুরু, নিজেই , নিজের মধ্যে হারিয়ে যাই, so God bless you.
গানগুলো শুনে চোখের কোণে জল এসে যায় মনের অজান্তেই।কখন যে হারিয়ে যাই কিশোর বেলায় নিজেও বুঝি না।শিল্পীর দীর্ঘায়ু কামনা করি।আর কিছু নতুন গান শুনতে চাই আশায় থাকলাম।
বাংলাদেশের সব থেকে সৎ শিল্পী, আপনার মুল্য আমরা দিতে পারি নাই🙏🙏🙏
আহ পুরনো গান গুলো শুনলে মনেহয় এখনো মনের খোরাক পাইতেছি গানগুলো শুনলে কেনো যে শান্তি র তৃপ্তি পাইতেছি।আর মনের অজান্তেই সুখ পাই💝
এত আবেগ দিয়ে একটা মানুষ কিভাবে গাইতে পারেন!!!! গড গিফটেড ভয়েস।
আপনার দীর্ঘায়ু কামনা করছি
Vai moni kisor to aro onak agai mara gasa
@@faizahmed3369মারা যায় নি গান থেকে দুরে আছে কাপড়ের দোকান করে সে সে😢
@@faizahmed3369 সালা পাগল, না জেনে গুজব ছড়াস কেন। উনি এখনো সৃষ্টিকর্তার কৃপায় জীবিত আছেন।
ওনি মারা যাননি আমাদের মাজে এখনো আছে @@faizahmed3369
@@faizahmed3369 wrong
1997 সালে যখন এস, এস সি পাস করে কলেজ ভর্তি হয় -তখন থেকে আমার প্রিয় শিল্পী মনি কিশোরের প্রায় এই গান গুলো শুনতাম _ বতর্মান বয়স চলছে 41- এখন ও মাঝে মধ্যে মন খারাপ হলে প্রবাস জীবনে একা একা গান এই গুলি শুনি ❤ সত্যিই এই গানের সাথে কোনো গানের তুলনায় হয় না।।
কতটুকু দোষ ছিল
একবার তুমি যদি বলতে
বিরহ আগুনে
হত না এমন করে জ্বলতে
কি এমন সুখ পেলে
কাঁদিয়ে আমার
আমি তো ভুলিনি তোমায়
আমারও ভালো লাগে।
আজ থেকে আঠারো বছর আগে রাতদিন গান গুলো শোনতাম,সে চলে যাবার গান গুলো ছিলো আমার জীবন সংঙ্গী আজও তাকে খুব মিস করি
🥹😭
রাত মুঝে লিমা নামের একটা মেয়ে ছিল আমার সাথে খুব ভালো চলাফেরা করতো তখন আমি এই গানটা শুনতাম
যখন হাইস্কুল পড়ি তখন এই গানগুলো জনপ্রিয়তা অনেক বেশি ও অনেক বেশি জোয়ার ছিলো বিশেষ করে যারা এই জেনারেশনে ছিলো তোমরা কি কেউ আছো আমার মত যে ৯৬/৯৭ তোমরা এই গানগুলো অনেক বেশি শুনতে এই গানগুলি শুনলে এখন সেই স্কুল লাইফের কথা মনে পড়ে যায়। যারা এখনও এই গানগুলি শুনো তারা সবাই এই কমেন্ট লাইক করে দাও। আমি বেশ খুশি এই গানগুলো পেয়ে অনেক দিন ধরে খুজতেছি ধন্যবাদ সোনালী প্রোডাক্টস কে পুরনো গানগুলোকে আবার ফিরিয়ে দেওয়ার জন। ধন্যবাদ সবাইকে লাই ইউ এল
আমি একজন আছি
আমি আছি এখনো সুনি
জি বলার মত নয় বুকটা ফেটে যায়
আমি শুনি গান গুলো অনেক অনেক ভালো লাগে❤
হুম ঠিকই বলেছেন আমিও খুব গান শুনতাম। তবে এখনকার জেনারেশন এসব গানের মানেই বোঝেনা। আমার মেয়েই বলে আম্মু তুমি ক্ষ্যাত কি গান শোনো, তখন খুব হাসি পায় ওদের কথা শুনে
2001 সাল থেকে মনি কিশোর কে ভালো বাসি, পুরনো স্মৃতি গুলি মনে পড়ে যায় তার গান গুলি শুনলে, বগুড়া শহরে সাইকেল চালিয়ে আসতাম গান রিকোডিং করতে
যে সুর শুনলে মনে হয় আর একটু শুনি। ধন্যবাদ মনি কিশোর ভাই।
আসলে কি বলবো
এই সব গান শুনলে মনের অজান্তেই চোখে পানি চলে আসে চির অমর হয়ে থাকবে,,।
সেই ছোটবেলা থেকেই শুনে আসছি এই গানগুলো
অসম্ভব সুন্দর সৃতির পাতায় রয়েজাবে
মনের মাধুরি দিয়ে গান গুলো লিখেছিল,গীতিকার, আর হৃদয় উজাড় করে গেয়েছেন প্রিয় শিল্পী মনি কিশোর,, যতবার শুনি ততবার শুনতে মন চায়,,
Ok
Same here
Right via.
@@md.makshidulbiswas5821 Thank you so much
@@MdJasim-nn9fi BH hi I'm j it b how are
যখন মানুষ বাংলা গান শুনত, তখনকার জনপ্রিয় গান। আমরা গানগুলো বার বার শুনতাম। এর গীতিকার ও সুরকার আমার প্রিয় মিল্টন খন্দকার।
মনি কিশোর একজন মেলোডি গানের উপস্থাপক,সুর আর শব্দ বচন যেন এক বিনা সুতার মালা।
৮০ দশকের হৃদয় ছোয়া গান।
আর বর্তমানের গান শুনলে মনে হয় ভুমি চলে আসবে।২৯/১০/২০২১
Right
মনি কিশোর আমার অনেক প্রিয় ও শ্রদ্ধাবাজন শিল্পী।
তার এসব গান শুনলেই শরীরে শিহরণ জাগে,তখন নিজেকে খুব অসহায় মনে হয়।মনে অমুল্য সম্পদ আমার শৈশব আমার বিশ্বাস সব হারিয়ে ফেলেছি।অজান্তেই চোঁখের কোণে নেমে আসে অশ্রু ফোঁটা।হায় আমার দূরান্ত শৈশব হায় আমার বিশ্বাস।
কোথায় তুমি হাতছানি দিয়ে খুজি তোমায়,
আজো মনে পড়ে কিরণ ভাই এর কথা,
ফেনী ছাগল নাইয়ার জঙ্গল মিয়া রাস্তার মাথায় এবাদুল্লা কিরন ভাই এর ইলেকট্রনিক দোকান ছিলো দোকানে গেলেই মনি কিশোর এর গান শুনতাম আর ভাই ও ছিলো মনি কিশোর এর বক্ত তার এলবাম সব কালেকশন করে রাখতেন।
সাথে থাকতো আজগর কাকা ও সাইফুল কাকা
গানগুলো ভালো লাগলে Share করুন, যাতে আপনার প্রিয়জনেরা উপভোগ করতে পারে।
আজে তোমা কথা মনেপরে লাকি আমিতেমাকে অনেক ভালোবাশি
আমি স্কুল থেকে বের হয়ে ঢাকা চলে গেলাম😂তকন ঢাকা গাজিপুর ডেগেরচালা রোডে চাকরি করতাম,ফ্যান্টরীর নাম এ্যামাজিৎ ৩৫মাস চাকরি করলাম🎉৩মাসর ভিতরে আমি ২টা ভালো বন্ধু হয়ে গেছে ওদের কাচে আমি একটা🎉এরা হলো কামরুল ও স্বপন🎉আজোও মিস করি অনেক মনে হয় 😂😂ঢাকা এসে বাড়িতে আমার একটা বন্ধু ৃচিলো নাম তার নিয়ামূল✅তকন তার সাথে ঘুরাপিরা করতাম তার একটা মোবাইল চিলো🎉এই গানগুলো শুনতাম তকন থেকে আমি মনির কিশোরের বক্ত হয়ে গেলাম🎉বাকিটা ইতিহাস 🎉🎉
আর কতো অশ্রু ঝড়াতে হবে বলতে পারো।
আর কতো কষ্ট পেলে তুমি ফিরে আসবে বলতে পারো।
আর কতো নষ্ট হলে তুমি খুশি হবে যানতে পারি।
আর কতো নির্ঘুম রাত পারি দিলে তুমি শান্তি পাবে।
যানি এই প্রশ্ন গুলোর উতর৷ আমি কোন দিন পাবো না।
কে গো আপনি৷ ? 😂😂😂
যৌবনের শুরু থেকে এই গান গুলো শুনেছি, এখন বয়স ৩৭ । এখনো মাঝে মাঝে রাতে যখন ঘুম আসেনা তখন এই গান গুলো শুনি। অমর হয়ে থাক এই গান গুলো।
Amor.onek.valu.lage
Truely
আমাদের সোনালী সময়😥😥
❤
৯৭সালে অনেক শুনতাম আজ আবার ও ফিরে গেলাম পুরানো সেই দিনে
এই গান গুলো শুনলে কষ্টগুলি কিছুটা হলেও হালকা হয়ে যায়। স্যালুট জানাই মনি কিশোর স্যারকে। সৃষ্টিকর্তা আপনাকে ভালো রাখুক।
আমার আল্লাহ পাক মানুষকে
যে কতো সুন্দর করে সৃষ্টি করেছেন
এটা তার একটা উদাহরণ
কি অসাধারণ তার গলার কন্ঠ,, ১৯৯৮ সালে শুনলাম কেসেটে আর এখন ২০২২ সালে শুনলাম মোবাইলে
পুরোনো স্মৃতি মনে হয়ে গেল আর চোখ আস্রুসিক্ত হল।
মনি কিশোরের গান শুনলে চোখে জল আসে
হ্যাঁ ভাই ঠিকই বলেছেন পুরনো স্মৃতি কোনদিনও ভুলা যায় না
এই গানগুলো কথা কখনো ভুলে যাওয়া সম্ভব না --হায়রে অতীত তুমি কেমন চলে গেলে জীবন থেকে
এই গান শুনলে ২০ বসর আগে চলে যাই,,,
চোখের সামনে ভেসে ওঠে সেই সোনালী সময়।।।
ধন্যবাদ শশুর মশাই ।আমি আপনাদের দামুখালীর জামাতা ছিলাম।
আমার কোন দুঃখ কস্টো নেই।তবুও গান গুলো মন ছুয়ে যায়। তাই বার বার শুনি।আসলেই অসাধারণ কন্ঠ আমার আল্লাহ্ তাকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ
রাইট ভাই অসাধারণ কন্ঠ
সেইম ভাই
আমার ছটো বেলার পিও গান আযো ভুলতে পারি নাই আমার পছন্দ গান
আমারও তাই
👍👍👍👍👍
৯২ সালে ঈদুল ফিতরের টাকা জময়ে শুধু মনির গান ভালোবেসে তার সকল ক্যাসেট গুলি কিনেছিলাম ।
আপনার মৃত্যুর পরেও আপনার রেখে যাওয়া এইসব স্মৃতিময় গানই আপনাকে হাজার বছর গানপ্রেমী শ্রোতার মাঝে বাঁচিয়ে রাখবে_______________ওপারে ভালো থাকবেন প্রিয় শিল্পী।
মনি কিশোর দাদা মনে হয় এই গান গুলো আমার জন্য গেয়েছেন সে ১৪ বছর বয়স থেকে শুনে আসছি এখন ৩৬ বছর বয়সে ও শুনতেছি
ষোল বছর বয়স থেকে গানটি শূনতেছি এখন বিয়াল্লিশ বছর তবুও বার,বার শুনতে ইচ্ছে করে।
আমিও শুনি এক সময় যশোরে যখন উনি থাকতেন তখন মাঝেমধ্যে দেখা হতো।
এই এ্যালবাম টা কত সালের হতে পারে
sem 2
Sem2
আমি খুব সম্ভবত ২০/২২ বছর যাবত শুনছি, এখনও প্রায়শই শুনি। ২৮/০৯/২০২১
হাতে সময় পেলেই আমি এই গান গুলো শুনি একা একা মনে হয় এই তো সেই দিনের কথা, কিন্তুু কতো বছর হয়ে গেছে তোমাকে দেখতে পাইনা। তবুও তুমি সুখে থাকো সাথী
গানগুলো শুনলে হারিয়ে যাই।স্মৃতির ডাইরীতে।কতই না সুন্দর ছিল স্বপ্ন ছিল জীবনে।
Proti ta gan Hridoyer govhire giye lage...
Jodio ai gan gulo r kothar sathe ar amr life ar sathe kono mil nei.
Tobuo khub khub khub besi valo lage...
Sei pichi kal thekei valo lage tai bar bar suni...
Onek valobasa roilo apnr jono... 💞💞
আবার যদি ফিরে পেতাম সেই শৈশবকাল, এই সোনালী দিনগুলো
কে কত সুন্দর গান গাইছে সেদিকে না তাকিয়ে।।।।।
নিজের দিকে দেখো পাঁচ ওয়াক্ত নামায পড় ছিকিনা
আর কোরআন তেলয়াত কর তে ছিকিনা, এগুলো হচ্ছে আমাদের ওই দুনিয়ার আসল সম্বল।।
খুবই সুন্দর গান গুলো
মনে পরে 1999 সনের কথা
আমার জীবনে প্রথম বার শুনছি সত্যি বলতে আমার খুব ভাল লাগলো এই সিংগার নাম প্রথম সুনলাম
বড় ভাই বললো মনি কিশোরের গান গুলি শুন ভাল লাগবে আসলে খুব মজা পাচ্ছি thank you sonoli produced
আপনাদের ভালো লাগা আমাদের উৎসাহ।
সত্যি বলছেন আপনি
Hi
Ata to dukkher gan
Apni moja kmne pailen😄😄😃😃😃😃😃😄😄😄
hnk
এই ক্যাসেটের সঙ্গে আমার জীবনের বড় একটা অংশ স্মৃতি জড়িয়ে আছে। যা কোনদিন আমি ভুলতে পারবো না। হায়রে শখের জীবন হয়ে গেল আজ এলোমেলো।
!!!!!মায়ার এই পৃথিবীতে সকলেই
অভিনয় করে,কেউ বা অপরের
সাথে'''কেউ বা নিজের বিবেকের সাথে!!!!খারাপ সময়টাকে ধন্যবাদ রোজ শিখাচ্ছে প্রকৃতপক্ষে কে বা কারা সত্যিকারের আপনজন.....মানব জীবন বড়ই অদ্ভুত,কেউ সুখ পেয়ে অসুখি, কেউ অসুখি হয়ে সুখি
Shricye
01839879030❤️🇧🇩🇧🇩🇧🇩🇧🇩❤️❤️❤️❤️🇧🇩🇧🇩❤️❤️❤️🇧🇩🇧🇩🇧🇩❤️❤️❤️🇧🇩🇧🇩❤️❤️🇧🇩🇧🇩
01718100069
Md Showkat rgujh
AMAR KUB PRIO JAAN
এই গানগুলো আমার শুনতে ভালো লাগে তবে আমার পুরনো স্মৃতি সব মনে করিয়ে দেয় গানগুলো 😭😭😭😭
😅😅😅
সেইম,,,😢
@@jakarulislamarif3599 😭😭😭😭
তাই বুঝি💔
Sam
ছোট বেলায় শুধু শুনতাম আর এখন মনে হচ্ছে ভালো লাগা কিছু ছিতি ফেলে এসেছি
ছোট বেলা থেকে এই গান শুনতে ছি ।এখনো সেই আগের দিনে ফিরে যাই। মনি কিশোর আর নচিকেতা আমার প্রিয়।
এই গানে আমার পুরুনো সব স্মৃতি মনে পড়ে যায়,আর সেই স্মৃতি গুলো মনে হলে চোখের পানি ধরে রাখতে পারিনা
মনি কিশোর দা,
তুমি এভাবে নীরবে চলে গেলে কার উপর অভিমান করে?
কিসের এতো অভিমান ছিলো?
কারো কাছে শেয়ার করার মতো মানুষ পাওনি?
একা ঘরে এভাবে নিথর দেহ রেখে চলে গেলে মনি পাখি দা? কেন? কেন? তুমি না বলেছিলে মনি দা জাতীয় পুরস্কার পাওনি বলে তোমার আক্ষেপ থেকে গেলো, দরকার নাই জাতীয় পুরস্কার, আমরা যতদিন বেঁচে থাকবো গান প্রিয় মন বেঁচে থাকবে তোমার গাওয়া গানগুলো মন ভরে শুনবো এটাই তোমার জন্য অনেক বড় পুরস্কার। ❤️
ওপারে ভালো থেকো মনি দা, তোমার আত্মার শান্তি কামনা করি 🤲
এই শিল্পীকে যথাযত সম্মান দেয়া হয়নি। উনি নিজে বলেছেন-নিজের গান নিজেকেই টাকা খরচ করে শুনতে হয়! কত আশ্চর্য ব্যাপার এই দেশে সম্মানিত লোকের কদর নেই!!!
right vai
আচ্ছা
R8
ভাইজান জানিনা আপনার জন্ম কত সালে, তারপরেও বলি ঐ সময় অনেক গুনি শিল্পী ছিল, তখন ছিল বাংলা গানের সুদিন, তখন শ্রোতার অনেক অপশন ছিল, ঐ সময় মনি কিশোর একজন জনপ্রিয় ও গুনি শিল্পী ছিল যার উদাহরণ হল এই এলবামের গান আপনি আমি এখনোও শুনি, অতএব আপনার কথা সম্পুর্ন সত্যি নয়।
@@rakibhossin4227 ময়য়,নয়্যয়য়্তয়্যয়্তয়্যরয়্লয়্যয়্ত
চোখের জল রাখতে পারলাম না 😂😂😂😂😂
আমার একজন মামা ছিলেন এই গানগুলো বাজাইতেন তার ছোট একটা লাল টেপ ছিল, প্রতিদিন উনি এই গানগুলো বাজাইতেন তার সঙ্গে গিয়ে আমি শিখতাম গানগুলো। আসলে গানগুলো শুনে সেই নব্বই দশকে সোনালী অতীতের কথা হাইস্কুল জীবনের কথা মনে পড়ল। আজকে দাদা আমাদের ছেড়ে চলে গেছে চারদিন হলো।
সেই ১৫ বছর থেকে শুনে আসছি এখন বয়স ৩৮ হয়ে গেল এখনোশুনি সব গুলো গান অসাধারণ এর মাঝে আমি যেটা শুনি এখনো সেটা হচ্ছে ## তুমি শুধু আমারই জন্য অডিও এলবাম #
আমিও ১৯ /৯৮ সাল থেকে শুনি এখনো শুনতে ভালো লাগে
আসলে সেই যুগের গান গুলোর মতো গান এখন আর তৈরি হচেছ না। আমার কাছে ভাল লাগে
আমার বয়স বারছে কিন্তু এগান গুলো সুনলে মনে হয় আমার ভাল বাসার জগতে চলে গেছি । তবে প্রতি টা গানের মধ্যে অর্থ বা মাধুর্য মর্যাদাও আছে । আর এ জামানার গান সুনলে মনে হয় গায়ক আর লেখক কে কিছু বলি । আবার নিজেকে সান্ত হয়ে জাই তাদের বা কি দোশ তাদের সু শিক্ষার অভাব ।?
তার মৃত্যুর কথা শুনে কে কে গান শুনতে আসছেন👍
ইতিহাস বলে যদি কিছু থাকে তবে এই গান দিয়ে ইতিহাস বলে দিবে মনি কিশোর নামের একজন শিল্পী ছিলো যার গানে হাজারো মানুষের হৃদয় কেড়েছেন তিনি লাভ ইউ কিশোর❤️❤️
কোন আথরপাই নাইগান।আমি।ছোট।বেলা।সুনতাম আজ ওসূনিতূমি।যেগানকেএত।বালো।বসোআমিসুনার।জন।খূসিআমি।ভারতযাভো।বিসাকরতছি।বিমান এআসবোজিদি।দেশএথাকো।তোমার অলাকই।ববসাকরিবো।বিএকরবো।জদিতুমি।জদি।রাজি।থাকো।গান একথৃএথাকব।কিদিব।বলোতোমাকে।কি।নিব
অঃখন।কি।করো।গু,রল।খাবেএবিকশ।করব।একৃ।অঃকাখর
লেখা।বোলহতছকন।তুমিকঃছু।কর
বুলহই
Rite
Hi is my feveret singer
"আমি মরে গেলে জানি তুমি কাঁদবে না..."
সত্যিই আমরা প্রথম ৪ দিন কাঁদতে সুযোগ পেলাম না।
ইচ্ছে করে ফিরে যেতে ২০০০ সালে কিন্তু কোনো পথ নেই রাত যখন গভীর হয় তখনই গানগুলো শুনি আর কেধে বুকবাসাই😢😢😢😢
নিজেকে সামলানোর চেষ্টা করেন,, সবাই সব কিছু পাইনা,,আল্লাহ জা করেন ভালো করেন
😂
এই গুলো গান শুনলে কেনো,, জানি আমার মনের কষ্টটা বেড়ে যায়😥😥
তোকে আজও ভালোবাসি, কারণ ভালো না বেসে থাকতে পারিনা, বলেই ভালোবাসি
💚💚💚💚
আমি তখন ক্লাস সেভেনে পড়তাম সাল টা ২০০১, আমাদের পরিবার এর সাথে আমরা সিলেট গিয়েছিলাম, মনে পরে সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া আসার সময় জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ড্রাইভার সাহেব এই এলবাম টা পুরো টা সেদিন ট্রেনের সবাই কে শুনালেন, কি যে ভালো লেগেছিল সেই দিনের জার্নি টা, আবার যদি সেই দিন গুলোতে ফিরে যেতে পারতাম ২০২৪ এ এসে ও মনে হয় কত ভালো ছিলাম সেই সময় গুলোতে, খুব মিস করি সেই দিন গুলো।।।। গতকাল দেখলাম উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, উনার মাগফিরাত কামনা করি, প্রিয় মনি কিশোর সেই শৈশবের পুরনো স্মৃতি গুলোর অংশ।।।। ❤❤❤
জানি না এ-ই গানের সংগে আমার জীবনের এ-তো কেন মিল😢😢😢
অনেক সুন্দর একটা এ্যালবাম,এগুলো কখনো পুরানো হয় না,
আজ হঠাৎ মনি কিশোর এর মৃত্যুর খবর শুনে এই গানগুলো শুনতে আসলাম কে কে আমার মত গান শুনতে আসছেন
আমি ঘরের খুঁজে ঘর হারিয়ে
হইলাম যায়াবর,
এই গানটা মনে হয় মনি কিশোর দাদা আমার জন্য ২৫ বছর আগে গেয়ে রাখছেন🙄
এই এ্যালবামের গানগুলি আমি মাঝে মাঝে শুনি। গানগুলি আমার অনেক ভালো লাগে আর হারিয়ে যাই 20 বছর আগের দিনে। ভাইয়া তুমি চলে আসো আমাদের মাঝে।
Asbo
যতদিন বেচে আছি হয়তো কখনো এই গানগুলোর কথা ভুলতে পারব না,,,,,,
গানগুলো ভালো লাগলে Share করুন, যাতে আপনার প্রিয়জনেরা উপভোগ করতে পারে।
হৃদয় ছোঁয়া গান গুলো সত্যি অসাধারণ, ভালোবাসা আবেগ অনুভূতি ও অনুভব
চোখের জলে ভিজে গেলাম
" শুধু মনে রেখো কোনো এক দিন ভালোবেসে ছিলাম তোমায়"
আশিক
মাগুরা থেকে
আমার জন্ম ৩/৫/১৯৯২ সালে। তার পরও আমার খুব পছন্দের এই গান গুলো। আমি গান শুনি না আর যখন শুনি শুধু এই গান গুলোই শুনি।
আমার প্রিয় এক জন শিল্পি আমি ওনার গান অনেক শুন্তাম একদিন গান শুন্তে শুন্তে সৌদি আরবে আমি গাড়ী একশিন্ডিন করে ফেরি তহন থেকে আর ওনার গান শুনা হয় না আজ শুনিলাম শুনে সেই ১৯৯৩ কথা মনে হয়ে গেল আগের জীবনটা আবার সাম্নে এসে গেল
সোনালী প্রোডাকশন কাছে অনুরোধ এই রকম জনপ্রিয় গানগুলো যেমন মানুষের মনে গেথে আছে।ঠিক তেমনি আবার নতুন জনপ্রিয় গান উপহার দেওয়ার জন্য অনুরোধ রইল
গান গুলু যত বার শুনি তত বার সেই ফেলে আসা দিন গুলোর মনে পরে যায়
আমার অনেক পছন্দের গানগুলো
সেই ১৬ বছর বয়সে ফিরে যেতে ইচ্ছে করে।
এখন বয়স কতো
অসাধারণ অনেক অনেক সুন্দর হয়েছে ভেরি নাইস 2021 সালে এস শুনলাম খুব ভালো লাগলো ছোটবেলায় যখন অডিও কাছে শুনছি খুব ভালো লাগছে অসাধারণ
এই গান শুনলে অতীতের সূতি গুলো মনে পরে যায়
প্রিয় শিল্পী মনি কিশোর এর মৃত্যুর খবর শুনেই। দাদার গান শুনতে চলে এলাম।। ঐপারে ভালো থেকো দাদা💚💙🧡💜❤💖
আমার শুনা জীবনের শ্রেষ্ঠ গান গুলার মধ্য একটি এ্যালবাম। এ এ্যালবামে মনি কিশোর বেঁচে থাকবেন সারা জীবন।
ভালো বাসা আজও গোপন করে।কষ্টের গান শুনি ভালো লাগে।
এই গানগুলি অতীতের অনেক সৃতি মনে করিয়ে দেয়, যা কখনো ভুলবার নয়।
সত্যি
Mmmm9
100%true
@@MdSalam-gl9pp ঔঅন টক অ
তোমার কথা মনে পড়লেই, হৃদয়টা কেমন যেন থমকে যায়, দূরত্ব যতই থাক, ভালোবাসার টান কিন্তু কোথাও হারিয়ে যায় না। স্মৃতির মেঘে ভেসে আসা সেই হাসি আর মায়াবী চোখ দুটো যেন প্রতিটা মুহূর্তে সাথে থাকে। সময় থেমে যায়, কিন্তু হৃদয়ের গভীরে তোমার জন্য ভালোবাসা অমলিন।"