আমি একজন হিন্দু। ভারত থেকে দেখলাম। আমি ইসলামকে বুঝতে চেষ্টা করি একজন মুসলমানদের মত করে। আমি একজন দার্শনিক মনোভাবাপন্ন মানুষ। দুজনেই খুব ভালো বলেছেন। এবং যখন যাকে শুনেছি তখন তাকে ঠিক বলে মনে হয়েছে। দুজনই অত্যন্ত ভালো বক্তা।
Importance of Hadith in the light Holy Quran and verses of Quran.Our beloved Prophet in his recorded speach Bidai Haj is the open declaration to the community Muslim people and to all people in the world at large to people who are of believing of creator or Allah or one God. Right and wrong deeds of each Man kind is only known to Allah.
@@skyasinarafat5776 দাদা দুঃখিত। আধ্যাত্বিক বিষয়ে হিন্দু ঋষি-মুনিরা যেভাবে ব্যখ্যা করেছেন তা এক কথায় অনবদ্য। আমি এটা ধর্মীয় প্রেক্ষিতে দেখিনি। দুই বাঙালি বক্তার বক্তব্য হিসেবে দেখেছি।
সুনান অাত - তিরমিজি হাদীস নং-৮৭৭ পরিচ্ছদ -৪৯ হজ্জ্ব অধ্যায় ইবনু আব্বাস হতে বর্ণিত,,,,,,, " হাজরে আসওয়াদ জান্নাত থেকে অবতরণের সময় দুধের চেয়েও সাদা ছিলো, কিন্তু আদম সন্তানের পাপ এটিকে কালো করে দেয়।" অথচ সত্যিটা হচ্ছে, এই পাথর কালো হয়েছে আগুনে পুড়ে তাও আবদুল্লাহ্ ইবন জুবায়ের ( রাঃ) এর শাসনামলে। তখন গিলাফও পুড়ে ছাই হয়ে যায়। সেই থেকে মানুষের মুখে প্রচলিত, মানুষের পাপের কারণে এই পাথর কালো হয়েছে। আল্লাহ্ ছাড়া মানুষের গুনাহ্ মাফ করার আর কেউ আছে কি? কেউ যদি বিশ্বাস করে, এই পাথরের কোনো অলৌকিক ক্ষমতা আছে মানুষের পাপ শোষণ করে কালো হওয়ার তাহলে তো সেটা শিরক হয়ে যাবে। কারণ, আল্লাহ্ তাঁর গুনাহ মাফের ক্ষমতা কারোও সাথেই শেয়ার করেন না। যে বিষয়ে আল্লাহ্ কোনো প্রমাণ নাযিল করেন নাই তাঁর কিতাবে, সে বিষয়ে উজবেকিস্তানের নাগরিক ইমাম তিরমিজির লেখা হাদীসে বিশ্বাস এনে পরকাল ধ্বংস করবেন?
সজল ভাইয়ের সব গুলো ভিডিও দেখেছি তার কথার যুক্তিগুলো বেশ ভাললাগে। আজকের পুরো ভিডিও দেখলাম এবং আব্দুল্লাহ ভাইয়ের কথা এই প্রথম শুনলাম সেই সাথে এইটা নিশ্চিত যে এমন গঠন মূলক আলোচনা এই প্রথম দেখেছি যেখানে, কোন তর্ক নেই । এমন আলোচনার ভিডিও আরো দিলে আমরা সবাই উপকৃত হইতাম।
আমি দু'জনকেই রেগুলারলি পড়ি, শুনি এবং জানি। চমৎকার জ্ঞানী ব্যাক্তি উভয়েই। তাই, সত্যিই এটি একটি মহা ডিবেট। প্রিয় সাগর ভাই ও ফেস দ্যা পিপলকে ধন্যবাদ জানাই এমন সময়োপযোগী একটি বিষয় নিয়ে দারুণ এই ডিবেটটি আয়োজনের জন্য।
Ekhane alochona Hadeeth hadeeth er jaygay. Quran is a complete guide book for the muslim. Quran er biporit kono hadeeth cholbe na. Hadeeth ashchey after 200 years. Hadeeth collect hobar ager oi 200 bosor jara hadeeth er book pannai...tader tahole ki hobe? Etuku bujhlei bakita clear. Hadeeth hadeeth er jaygay. R Quran shobar upore. Un parallel! Shukran.
কোরান (৩৩:৫০) : হে নবী (সা.)! আমি তোমার জন্য বৈধ করেছি তোমার স্ত্রীগণকে যাদের মোহরানা তুমি প্রদান করেছ; আর বৈধ করেছি আল্লাহ ফায় (বিনা যুদ্ধে লব্ধ) হিসেবে তোমাকে যা দান করেছেন তার মধ্য হতে যারা তোমার মালিকানাধীন হয়েছে তাদেরকে, আর তোমার চাচার কন্যা ও ফুফুর কন্যাকে, তোমার মামার কন্যা ও তোমার খালার কন্যাকে যারা তোমার সঙ্গে হিজরাত করেছে। আর কোন মু’মিন নারী যদি নবীর নিকট নিজেকে নিবেদন করে আর নবী যদি তাকে বিয়ে করতে চায় সেও বৈধ, এটা মু’মিনদের বাদ দিয়ে বিশেষভাবে তোমার জন্য যাতে তোমার কোন অসুবিধে না হয়। মু’মিনগণের জন্য তাদের স্ত্রী ও দাসীদের ব্যাপারে যা নির্ধারিত করেছি আমার তা জানা আছে। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। কোরান(৭০:৩০) : তাদের স্ত্রী অথবা অধিকারভুক্ত দাসীদের ক্ষেত্র ব্যতীত; এতে তারা নিন্দনীয় হবে না। [১] [১] অর্থাৎ, মানুষের যৌন-ক্ষুধা নিবৃত্তির জন্য দুটি বৈধ মাধ্যম রেখেছেন। একটি হল স্ত্রী। আর দ্বিতীয়টি হল অধিকারভুক্ত ( যুদ্ধবন্দিনী অথবা ক্রীত )দাসী। বর্তমানে এই অধিকারভুক্ত দাসীর ব্যাপারটা ইসলামের নির্দেশিত কৌশল অনুসারে প্রায় শেষই হয়ে গেছে। তবে আইনগতভাবে এই প্রথাকে একেবারে এই জন্য উচ্ছেদ করা হয়নি যে, ভবিষ্যতে যদি এই ধরনের অবস্থার সৃষ্টি হয়, তাহলে অধিকারভুক্ত দাসী দ্বারা উপকৃত হওয়া যেতে পারে। মোট কথা ঈমানদারদের এটাও একটি গুণ যে, তাঁরা যৌন-ক্ষুধা নিবৃত্তির জন্য ( উক্ত দুই মাধ্যম ছাড়া ) কোন অবৈধ মাধ্যম অবলম্বন করে না। এই দুটো ব্যাখ্যা আপনি পড়ুন ও চিন্তা করুন. সন্দেহ থাকলে বাড়িতে কোরান থাকলে সেটা নিয়ে নিজে পড়ুন. আপনি নিশ্চই কখনও চাইবেন না আপনার স্বামী আপনাকে ছাড়া অন্য কোনো নারীর সাথে যৌন সম্পর্ক করুক. এটা উচিত নয় মনে হয় কারণ এতে সামাজিক মূল্যবোধ নষ্ট হয়. আমরা বনের পশু নয়, আমরা মানুষ,আমাদের নিজস্ব বোধবুদ্ধি আছে ,তাই আমরা নিজেদের সংযমে রাখতে পারি. কিন্তু যদি কোনো ধর্মগ্রন্থে এইরূপ কথা লেখা থাকে সেটা কি গ্রহণযোগ্য??? অনেকে বলবে এইসব সেই যুগের জন্যে ছিল এখন নেই. তবুও বলি - যেই যুগ হোক না কেনো। ধর্মগ্রন্থ তো সর্বদা এমন বিধান দেয় যা মানুষের উন্নতি করে ও সুস্থ ভাবে বাঁচতে শেখায়. ধর্মগ্রন্থ সর্বদা সকল মানুষ এর হয়ে কথা বলে ,কোনো নির্দিষ্ট জাতি বা সমপ্রদায়ের হয়ে নয়. এটা কি আপনি বুঝতে পারছেন ?? আমরা জানি যাহা স্বামীর তাহা স্ত্রীর. তাহলে ভোগ করার জন্যে স্ত্রী কি মূল্য দিতে হবে কেনো ?? যে মূল্য আমার কাছে আছে সেগুলোর ওপর অধিকার তো স্ত্রী এরও আছে. আপনি ভেবে দেখুন কোনো নারী কে ভোগ করার পর তাকে সেই মূল্য দিলে সেই নারীর পরিচয় কি হয়!!!! এইসব কি সামাজিক মূল্যবোধ এর বিরোধী নয়??? আপনি যদি সুস্থ মস্তিষ্কে ভেবে থাকেন ও নিজে বই খুলে পড়েন ও পড়াশুনো করেন তাহলে অবশ্যই আপনিও বুঝতে পারবেন এই প্রত্যাশা রাখি. শুভকামনা রইলো.
আমার দেখা অন্যতম সেরার সেরা একটি আলোচনা অনুষ্ঠান,অনেক ধন্যবাদ সজল ভাইকে চমৎকার বিশ্লেষণ করার জন্য। ধন্যবাদ আব্দুল্লাহ ভাই কেও, আর বিশেষ করে সাগর ভাই কে ধন্যবাদ এতো চমৎকার আয়োজন করার জন্য 🙏, আমার মনে হয় এই আলোচনার পুরো বক্তব্য বুঝার জন্য ঠান্ডা মস্তিষ্কে বারবার দেখা উচিত।
চমৎকার , গঠনমূলক আলোচনা । সজল ভাই চমৎকার করে কথা বলছেন এবং যুক্তিগুলো খুবই ভালো । কোরান মেনে চলতে হবে এটাই সত্য ।সব হাদিস ছহি নয়। এতো লম্বা আলোচনা এই প্রথম শুনলাম
অসাধারণ একটা ডিবেট ছিল। সবার সংগ্রহে রাখা প্রয়োজন। এটা ভালভাবে বোঝার জন্য প্রথমত সজল রোশান এবং উনার ধর্মীয় বিশ্লেষণের কিছু ভিডিও উনার ফেবুক বা ইউটিউব চ্যানেল থেকে দেখে নেয়া প্রয়োজন। আব্দুল্লাহ ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ উনাকে দ্বীনের একজন দায়ী হিসেবে কবুল করুক এবং সজল রোশান ভাইসহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক।
আল্লাহ সালাত বা নামাজ পড়তে বলেছেন। কিন্তু নামাজ কোন সময় কোন ওয়াক্ত বা পড়ার নিয়ম কি রকম তা কোরআনে নাই। কিন্তু রাসুল সঃ তা বলেছেন। সেই অনুযায়ী আমরা নামাজ পড়ি।
অনেক সুন্দর আলোচনা। যে যত বেশি অর্থ বুঝে কুরআন পড়বে! ততই জ্ঞানের গভীরে প্রবেশ করবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শে অফুরন্ত জ্ঞান ও সম্মানে সক্ষম হবেন। ইন-শা-আল্লাহ।
আলহাদুলিল্লাহ অনেক সুন্দর আলোচনা।।প্রিয় সাগর ভাই ব্রাদার রাহুল এবং চর্মোনায়ের পীরকে একসাথে বসিয়ে এরকম একটা আলোচনা দেখতে চাই।।আমরা ইসলামের আসল সৌন্দর্য দেখতে চাই।।পীরদের বিভিন্ন কেরামতির গল্প শুনে বিধর্মিরা মুচকি হাঁসে।।আমরা ঈমান নিয়ে মরতে চাই।।
সজল সাহেব যে স্ট্যান্ডার্ডে কথা বলেছেন, বাক্য চয়ন করেছেন, সেটা বোঝার লেভেলে আবদুল্লাহ সাহেব যেতে পারেন নাই, এমনকি সঞ্চালক এর ও নেই। পুরোটা দেখেছি রাত জেগে। আবদুল্লাহ সাহেব শুধু তার সাজানো অধ্যায় বলে গেছেন। আর ডিবেট এর টপিক এ না থেকে বারবার এতদিন সজল সাহেব ভিডিও তে কি কি বলেছেন, বই এ কি কি লিখেছেন সেগুলো নিয়ে পূর্বলিখিত নোট পাঠ করে গেছেন।
আল-হামদুলিল্লাহ। দুজনের আলোচনাই খুব অর্থবহ হয়েছে। কোনো কাদা ছোড়াছুঁড়ি হয়নি। ভয়ে ছিলাম যে ইসলামের সৌন্দর্য নষ্ট হবে এই ডিবেটের মাধ্যমে। কিন্তু শুকরিয়া যে এরকম কিছুই হয়নি। আলোচনা মূলত এরকমই প্রফেশনাল হওয়া উচিত। সাগর ভাই, সজল ভাই এবং আব্দুল্লাহ ভাইকে অশংখ্য ধন্যবাদ এমন প্রাণবন্ত আলোচোনা উপহার দেয়ার জন্য।
সুনান অাত - তিরমিজি হাদীস নং-৮৭৭ পরিচ্ছদ -৪৯ হজ্জ্ব অধ্যায় ইবনু আব্বাস হতে বর্ণিত,,,,,,, " হাজরে আসওয়াদ জান্নাত থেকে অবতরণের সময় দুধের চেয়েও সাদা ছিলো, কিন্তু আদম সন্তানের পাপ এটিকে কালো করে দেয়।" অথচ সত্যিটা হচ্ছে, এই পাথর কালো হয়েছে আগুনে পুড়ে তাও আবদুল্লাহ্ ইবন জুবায়ের ( রাঃ) এর শাসনামলে। তখন গিলাফও পুড়ে ছাই হয়ে যায়। সেই থেকে মানুষের মুখে প্রচলিত, মানুষের পাপের কারণে এই পাথর কালো হয়েছে। আল্লাহ্ ছাড়া মানুষের গুনাহ্ মাফ করার আর কেউ আছে কি? কেউ যদি বিশ্বাস করে, এই পাথরের কোনো অলৌকিক ক্ষমতা আছে মানুষের পাপ শোষণ করে কালো হওয়ার তাহলে তো সেটা শিরক হয়ে যাবে। কারণ, আল্লাহ্ তাঁর গুনাহ মাফের ক্ষমতা কারোও সাথেই শেয়ার করেন না। যে বিষয়ে আল্লাহ্ কোনো প্রমাণ নাযিল করেন নাই তাঁর কিতাবে, সে বিষয়ে উজবেকিস্তানের নাগরিক ইমাম তিরমিজির লেখা হাদীসে বিশ্বাস এনে পরকাল ধ্বংস করবেন?
মাশাল্লাহ খুব সুন্দর আলোচনা করেছেন আব্দুল্লাহ বিন আব্দুরাজ্জাক,সাগর ভাইকে ধন্যবাদ যে আপনার অনুষ্ঠানে যারা অতিথি হিসেবে আসে কত নমনিয় ভদ্রতা বজায় রেখে কথা বলে আর কোন টকশোতে এই নিয়মটা দেখিনি
@green2reef ভাই আল কুরআনের মধ্যেই নবী মোহাম্মদ এর উত্তম আদর্শ উল্লেখ আছে। সুরা মোহাম্মদ নামে পুরো একটা সুরাই আছে। আর আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সকল নবী রাসুল আমাদের জন্য এক একটা এক একটা আদর্শ। আর আল-কোরআনের হেফাজতকারী আল্লাহ নিজেই। শত শত লক্ষ লক্ষ হাদিস আজকে আমাদের সমাজের জাল প্রমাণিত হয় তো আজ অব্দি শুনছেন কোরআনের একটা আয়াত জাল বা হাসান বাদ জয়ীফ যাই বলেন না কেন। এটা সম্ভব না আর আপনি কিভাবে মনে করেন যেটা হয়ে যাবে আর আপনার মনে করায় কি শেষ কথা। কোরআন সংরক্ষিত আছে লাওহে মাহফুজে যেখানে আল্লাহ তায়ালা বিশ্বস্ত ফেরেশতা জিব্রাইল আমিন কে দিয়েছে। নিশ্চয়ই কোরআনের হেফাজতকারী আল্লাহ পাক নিজেই। ভাই আপনার চিন্তা ধারণা ভালো তবে কোরআন পড়েন বুঝে পড়েন ভাই কারো পক্ষে বলেন না।নিজে বুঝে পড়েন সালাম
@@mrfoysal1879 ভাই। এইমাত্র আমার কমেন্টস এর নিচে আপনি যেমন আপনার মতামত টা তুলে ধরলেন। তাতে কোনো সমস্যা হয়েছে আমার মনে হয় না। ঠিক তেমনি আমিও আর দশজনের মত আমার ব্যক্তিগত মতামত দিয়েছি.। তাতে আপনার কোথায় লাগলো?
খুবই সময় উপযোগী একটা ডিবেট। আমি সজল রোশান ও আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এর অনেক ভিডিও আমি মনোযোগ দিয়ে শুনি। দুজনের কথায় আমাদের সত্য পথের সন্ধানের রাস্তা পাওয়ার উৎসাহ পাই । আল্লাহ দুজন কে হায়াতে তাইয়াবা দান করুন। তবে আমি কোরআন হাদিস, আল্লাহ, সঠিক সরল পথ অনেক খুঁজেছি, খুঁজেতে খুঁজেতে এক সময় আমি ক্লান্ত, ক্ষুদাত্র।মনের ক্ষুধায় অনেক পথে হেঁটেছি,অনেক কেঁদেছি। সজল রোশনে কথায় আমি সুরা ফাতিহার সরল পথ ও ইসলামের সুন্দর্রয্য বুঝার জন্য কোরআন বুঝে পড়ার আগ্রহ অনুভব করলাম। আল্লাহ আমাদের ক্ষমা করে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন
খুবই দুঃখজনক যে এতো দীর্ঘ সময় নিয়ে যে আলোচনা দেখলাম , সেখানে রাজ্জাক সাহেব বলেই ফেললেন যে কোরানে আপত্তিকর কথা আছে , কিন্তু হাদিসে নাই। এতে তিনি কি বুঝতে চাইলেন পরিষ্কার করলে ভালো হয়। আমি নিজ ভাষায় অনেকবার কোরান পড়েছি। এবং নিশ্চিন্তে বলা যায় রাজ্জাক সাহেব চরম শিরক এর কাজ করেছেন। উনার উচিত আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়া।
এত সুন্দর একটা আয়োজন করার জন্য ফেস দ্যা পিপল কে আল্লাহ কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন এবং আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত সিরাতুল মুস্তাকিমের উপর থাকার তৌফিক দান করুন।
আব্দুল্লাহ ভাইয়ের শব্দ চয়ন আর সৌজন্যতা দেখে অবাক হয়েছি আসলে যে যতটা জ্ঞানী সে ততটা ভদ্র সজল ভাইয়ের উচ্চতর রিসার্চ আর প্রশ্ন গুলোর কারনেই সঠিক বেঠিক ব্যাপার গুলো বুজতে পেরেছি। সাগর ভাই এই আলোচনাটাই আপনার সর্বকালের সেরা আয়োজন, এই রকম আরো আলোচনা চাই
এই দীর্ঘ আলোচনায় সবচেয়ে সুন্দর দিকটা হচ্ছে সাগর ভাই এর ক্যান্ডিডেট সিলেকশন । দুইজন ই যোগ্যতাসম্পন্ন মানুষ। আমি ধন্যবাদ জানাই সাগর ভাই কে বিচক্ষণতার সাথে ক্যান্ডিডেট নির্বাচন করার জন্য । আলোচনা খুব ই সুন্দর এবং ফলপ্রসূ হয়েছে। বুদ্ধিমান মানুষ রা সঠিক দিক নির্দেশনা বের করতে পারবে বলে আমি বিশ্বাস করি।
***Abdullah er achoron robotic o omarjito..ojothai hashe,,side e Kotha bole,,titkari Marka hasi..nijeke beshi gani Mone kore...ebong hudai normal reference DEI...tar vitor je faka ta bojha jai***
@@mohammadarifhasanbhuiyan9379 এদেশের গরু-ছাগল ?😁😅🤣এদেশের গরু-ছাগল মোল্লার রয়েছে সুনির্দিষ্ট ইতিহাস। নবী কান্নাকাটি করলেও এ ইতিহাস মুছে যাবার নয়। এদের কবরে শুয়ে থাকা ওস্তাদরা তাদের শিখিয়েছে, "কোরআন বোঝা এত সহজ নাকি ? কোরআন কঠিন। আমরা নবীর চেয়ে বেশি বুঝবো নাকি ? হাদিসে সব আছে। হাদিস পড়লেই হবে। আমাদের কাছে চলে আসবেন। (আমাদের দোকান খোলা আছে। আমাদের পেট.... যে মোল্লার কবলে পড়েছে সেই সবচেয়ে হতভাগ্য। কেননা কেউ তাকে বাচাতে পারবে না এবং সে না মানুষ না পশু না ভূত - এমন কিম্ভূতকিমাকার অবস্থায় অন্যদেরও বিভ্রান্ত করবে। কেননা এরা কোরআন এর কোন জ্ঞান রাখে না। শুধু হাদিস মুখস্ত করে।
সজল সাহেব যে স্ট্যান্ডার্ডে কথা বলেছেন, বাক্য চয়ন করেছেন, সেটা বোঝার লেভেলে আবদুল্লাহ সাহেব যেতে পারেন নাই, এমনকি সঞ্চালক এর ও নেই। পুরোটা দেখেছি রাত জেগে। আবদুল্লাহ সাহেব শুধু তার সাজানো অধ্যায় বলে গেছেন। আর ডিবেট এর টপিক এ না থেকে বারবার এতদিন সজল সাহেব ভিডিও তে কি কি বলেছেন, বই এ কি কি লিখেছেন সেগুলো নিয়ে পূর্বলিখিত নোট পাঠ করে গেছেন।
@@musfaque হেদায়াতের মালিক আল্লাহ। একটা ডিবেট দেখার পর যার অন্তরে বক্রতা আছে তাকে আল্লাহ পথভ্রষ্ট করবেন। তাই পথভ্রষ্টদের জন্য কোন কষ্ট পাওয়ার কিছু নেই। আমিও আপনার জন্য পাচ্ছি না।
@@m.k.8021 অজ্ঞতার ব্যাপার আসলো কিভাবে???তিনি তার ধ্যান ধারণা থেকে কথা বলেছেন।পৃথিবীতে ৮৫০ কোটি মানুষদের মধ্যে ৬০০ কোটি অমুসলিম তার মানে তারা কি সবাই অজ্ঞ????
@@m.k.8021 ❌অাব্দুল্লা এর মতে,,,কোরঅান নাকি পরিপূর্ণ কিতাব নয়। But মহান অাল্লাহ বলেন,,, شَهِيدًا عَلَى هَـؤُلاء وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِّكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ সেদিন প্রত্যেক উম্মতের মধ্যে আমি একজন বর্ণনাকারী দাঁড় করাব তাদের বিপক্ষে তাদের মধ্য থেকেই এবং তাদের বিষয়ে আপনাকে সাক্ষী স্বরূপ উপস্থাপন করব। আমি আপনার প্রতি গ্রন্থ (কোরঅান) নাযিল করেছি যেটি এমন যে তা প্রত্যেক বস্তুর সুস্পষ্ট বর্ণনা, হেদায়েত, রহমত এবং মুসলমানদের জন্যে সুসংবাদ।। [সুরা নাহল - ১৬:৮৯]
আলহামদুলিল্লাহ খুব সুন্দর আলোচনা। অনেক কিছু জানতে পারলাম। দুইজনে অনেক ভাল বলেছেন। মহান আল্লাহ বলেছেন তোমরা কোরআনের যতটুকু বোঝ ততটুকু মানো। সুতরাং কুরআনকে ভালোভাবে বুঝতে চাইলে অবশ্যই সহি হাদিসের সহায়তা নিতে হবে।
আবদুল্লাহর উচিত আরও একটা হাদিসের বই রচনা করা...........নাম হবে সহীহ আবদুল্লাহ ................ মার্কেটে ভালো চলবে কারণ এদেশে হাদিস ব্যবসায়ী জুব্বা পরা হুজুর দের বিশ্বাস করা পাবলিকের সংখ্যা বেশি
ইসলামের ব্যাপারে সজল সাহেব একজন নাবালক বলেই মনে হল।। উনার মনে যদি কোন প্রশ্ন আসে সেই ব্যাপারে আলেমদের সাথে বসে আলাপ-আলোচনা করা উচিত। উনার আরো জ্ঞান অর্জন করা উচিত। উনার মনে প্রশ্ন আসলো আর সেই গুলো প্রচার করা শুরু করল উনি আসলে কিছুই জানেনা কোরআন হাদিসের। উনি যেটা করছেন সেটা হচ্ছে বিভ্রান্তি ছড়াচ্ছেন।। 😢😢উনার উচিত কোরআন হাদিস ব্যাপারে পড়াশোনা করা আলেমদের সাথে যোগাযোগ করা।।
আমাদের করণীয়, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে, কুরআনের ভুলে যাওয়া অংশকে হাই লাইট করার যে চেষ্টা সজল রোশান ভাই করেছেন, তা অপরিসীম গুরুত্বের। আলোচনায় হুজুর বেশ কিছু জিনিস পরিস্কার করেছেন বৈকি; কিন্তু এতে সজল ভাইয়ের মুল্যবান রিসার্সকে ঢেকে, গতানুগতিক বিশ্বাসকেই প্রতিষ্ঠা করা হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে বর্তমান পরিস্থিতি বুঝে, সজল ভাইয়ের রিসার্সকে কাজে লাগানোর সৌভাগ্য দান করুন। আমিন। সবাইকে ঈদ মোবারক
@@bdispr8120 যেই লোক কুরআনের অর্থ বুঝে ইংরেজি অনুবাদ থেকে, তাকে নিজের চুরান্ত নেতা হিসেবে নেওয়ার আগে একটু ভাববেন। এই লোক আমাদের ফাটল গুলোকে ব্যবহার করছেন এবং আলেমদের থেকে আলাদা করে আমাদের অনাথ বানাচ্ছেন। সজল ভাইকে আল্লাহ হেদায়েত দান করুন।
@@mirazislam070 এদেশের গরু-ছাগল ?😁😅🤣এদেশের গরু-ছাগল মোল্লার রয়েছে সুনির্দিষ্ট ইতিহাস। নবী কান্নাকাটি করলেও এ ইতিহাস মুছে যাবার নয়। এদের কবরে শুয়ে থাকা ওস্তাদরা তাদের শিখিয়েছে, "কোরআন বোঝা এত সহজ নাকি ? কোরআন কঠিন। আমরা নবীর চেয়ে বেশি বুঝবো নাকি ? হাদিসে সব আছে। হাদিস পড়লেই হবে। আমাদের কাছে চলে আসবেন। (আমাদের দোকান খোলা আছে। আমাদের পেট.... যে মোল্লার কবলে পড়েছে সেই সবচেয়ে হতভাগ্য। কেননা কেউ তাকে বাচাতে পারবে না এবং সে না মানুষ.. - এমন কিম্ভূতকিমাকার অবস্থায় অন্যদেরও বিভ্রান্ত করবে। কেননা এরা কোরআন এর কোন জ্ঞান রাখে না। শুধু হাদিস মুখস্ত করে।
কুরআনে নামাজ রোজা যাকাত হজ কথা বলা আছে অশ্লীলতার থেকে বাঁচার কথা বলা আছে উত্তম ব্যবহারের কথা বলা আছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার কথা বলা আছে মাতা পিতার সাথে ভালো ব্যবহার সহ অনেক কিছু বর্ণনা আছে কিন্তু এইগুলা বাস্তবে কিভাবে নিজের জীবনে প্রয়োগ করব তা মোহাম্মদ সাল্লাহু সাল্লাম দেখাইয়াছেন। আমি অনেক চেষ্টা করেছি কোরআন হাদিস পড়ার এতে যা বুঝলাম হাদিস মানার দ্বারা মূলত কোরআনকেই পুরাপুরি মানা হয় সুন্দর ভাবে আর হাদিস ছাড়া কোরআনের এরকম অনেক হুকুম আছে যেগুলা মানতে গেলে মানুষ ঘুরপাক খাবে। সর্বোপরি কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করি আল্লাহরই হুকুম মান্য করে। আল্লার এই দাসত্ব করি আর সমস্ত কাজ আল্লাহর এই সন্তুষ্টির জন্য করে। আমরা কোন ব্যক্তি এমনকি নবীর জন্য এবাদত করি না আল্লাহর সন্তুষ্টির জন্য করে।
@@irinpervin1254 আপনি মনে হয় লেকচারটা পুরো মনযোগ সহকারে শোনেন নি । আপনি কি কুরআনের ব্যাখ্যা করতে পারবেন । করলে কিসের ভিত্তিতে করবেন ? হয় শাব্দিক অর্থ নয়তো অন্য মুহম্মদ সাঃ এর ব্যাখ্যা নিতে হবে । যদি আপনি নিজেই সব জানতেন তাহলে তো আপনি নিজেই মুস্তাহিদ হতেন । আর কুরআনের ব্যাখ্যা কোন মুস্তাহিদ নিজে থেকে দেননি । মহানবী সাঃ এর কথাই সংকলিত হয়েছে হাদিসে ।।
আহলে কুরআন নামক দলটি মূলত খৃষ্টান মিশনারী। এদের প্রধান লক্ষ্য মুসলিমদেরকে রাসূল সাঃ এর হাদিস থেকে বিমুখ রাখা ও হাদিসের প্রতি কূটকৌশলে অনাস্থা তৈরী করা ! তারা ভালো করেই জানে হাদিসগুলো কুরআনের খাদেম তাই হাদিস থেকে সরাতে পারলেই কুরআনের ভূল ব্যাখ্যা করে মুসলিমদেরকে খৃষ্টান বানানো সহজ হবে! এদের মিথ্যাচার হতে বাঁচুন,যার যার ঈমান হেফাজত করুন। ইসলাম=কুরআন+ রাসূল (সাঃ) এর সুন্নাহ ও হাদীস
আমি মুগ্ধ হয়ে গেলাম দুজনের আলোচনা শুনে দুজনেই অনেক সুন্দর আলোচনা করেছেন, দুজনেই খুব সুন্দর ভদ্রতা বজায় রেখেছেন , আল্লাহ তায়ালা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে অনেক সুন্দর জ্ঞান দান করেছেন, হে আল্লাহ তুমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে আরো অনেক সুন্দর উচ্চ জ্ঞান দান করো , আল্লাহ তুমি সজল ভাইকে সঠিকটা বুঝার তৌফিক দান করো, এত সুন্দর আলোচনা আমরা আরো চাই, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ্ দুজনের বিশ্লেষন খুবই তাৎপযপূর্ণ ও জ্ঞান গভীর আলোচনা। এখানে একটা বিষয় খেয়াল করলাম যে, আব্দুল্লাহ্ বিন আব্দুর রাজ্জাক সাহেব যখন কথা বলছেন তখন খুব মনোযোগি শ্রোতা হয়ে উপস্থাপক ও সজল রোশান শুনছেন কিন্তু সজল রোশান যখন বক্তব্য পেশ করছেন তখন আব্দুর রাজ্জাক ভাই অন্য কারোও সাথে আরোচনা করছেন বা তার থেকে কোন নোট নিচ্ছেন। কোন ডিবেটের তো এভাবে হয় না। আর আমি তো ভাই কোন আলেম নই তবুও কোরআনের আলোকে আমার যতটুকু জ্ঞান হয়েছে নবীর আনুগত্য মানেই আল্লাহ্’র আনুগত্য এটা কোন ক্ষেত্রে যখন কোন যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহন করছেন তখন সেনাপতি কে হবেন, কিভাবে যুদ্ধ পরিচালনা করবে এটা নবী মুহাম্মাদ (সা:) নির্দেশ দিতেন সেটাকে মান্য করার কথা বলা হচ্ছে, এটা তো আল্রাহ্ ওহীর মাধ্যমে বলেননি এই ধরনের অনেক আনুগত্য যা কোরআনে বর্ণিত নাই কিন্তু প্রয়োজনে নির্দেশ দিয়েছেন, কোন কথা যদি সাহাবীরা জানতে চাইতো তা যদি কোরআনে না থাকতো তাহলে তিনি ওহীর মাধ্যমে যা জানতেন তাই বলতেন, তারপর এক যাত্রায় নবী (সাঃ) এর স্ত্রীকে নিয়ে অনেকে সন্দেহে অপবাদ দিয়েছিলেন সেই অপবাদের বিপক্ষেও আল্লাহ্ ওহী নাযিল করে জানাইয়া দিয়েছেন, আসলে কোরআনের সাথে সাংর্ষিক কোন হাদীস আমাদের মানা উচিত নয়।
Eta apnr Qur'an hadith nie deep knowledge na thakar jonno eta mone hocce, Qur'an o sohi Hadith kokono birodi hote pare na, juge juge kono boro alem birodi bole nai,
আমাদের করণীয়, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে, কুরআনের ভুলে যাওয়া অংশকে হাই লাইট করার যে চেষ্টা সজল রোশান ভাই করেছেন, তা অপরিসীম গুরুত্বের। আলোচনায় হুজুর বেশ কিছু জিনিস পরিস্কার করেছেন বৈকি; কিন্তু এতে সজল ভাইয়ের মুল্যবান রিসার্সকে ঢেকে, গতানুগতিক বিশ্বাসকেই প্রতিষ্ঠা করা হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে বর্তমান পরিস্থিতি বুঝে, সজল ভাইয়ের রিসার্সকে কাজে লাগানোর সৌভাগ্য দান করুন। আমিন। সবাইকে ঈদ মোবারক
খুবই দুঃখজনক যে এতো দীর্ঘ সময় নিয়ে যে আলোচনা দেখলাম , সেখানে রাজ্জাক সাহেব বলেই ফেললেন যে কোরানে আপত্তিকর কথা আছে , কিন্তু হাদিসে নাই। এতে তিনি কি বুঝতে চাইলেন পরিষ্কার করলে ভালো হয়। আমি নিজ ভাষায় অনেকবার কোরান পড়েছি। এবং নিশ্চিন্তে বলা যায় রাজ্জাক সাহেব চরম শিরক এর কাজ করেছেন। উনার উচিত আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়া।
Ji, Abdullah shaheb obosshoi quran somporkey aapottikor kotha bolechhen. Video ti thanda mathai dekley je keo bujhte parben. Era ki Yazid er onushari? Na holey Quran e hotta kortey bolar Ayat chhara tar chokhey aar kichhui porlo na ken?
মাশাআল্লাহ যাজাকাল্লাহ খাইরান।আল্লাহ আমাদের তৌফিক দেন কুরআন & সহীহ হাদীস জানা +মানা। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের প্রতি ভালবাসা আরো বেড়ে গেল । অনেক কিছুই জানতে পারলাম তার আলোচনায় ।।
এদেশের গরু-ছাগল ?😁😅😆এদেশের গরু-ছাগল মোল্লার রয়েছে সুনির্দিষ্ট ইতিহাস। নবী কান্নাকাটি করলেও এ ইতিহাস মুছে যাবার নয়। এদের কবরে শুয়ে থাকা ওস্তাদরা তাদের শিখিয়েছে, "কোরআন বোঝা এত সহজ নাকি ? কোরআন কঠিন। আমরা নবীর চেয়ে বেশি বুঝবো নাকি ? হাদিসে সব আছে। হাদিস পড়লেই হবে। আমাদের কাছে চলে আসবেন। (আমাদের দোকান খোলা আছে। আমাদের পেট.... যে মোল্লার কবলে পড়েছে সেই সবচেয়ে হতভাগ্য। কেননা কেউ তাকে বাচাতে পারবে না এবং সে না মানুষ না পশু না ভূত - এমন কিম্ভূতকিমাকার অবস্থায় অন্যদেরও বিভ্রান্ত করবে। কেননা এরা কোরআন এর কোন জ্ঞান রাখে না। শুধু হাদিস মুখস্ত করে।
ধন্যবাদ সাইফুর সাগর ভাই। আমার প্রিয় চ্যানেন ফেস দ্যা পিপলস জনগনের জন্য যত কল্যাণকর কাজ করে দিয়েছে সমস্ত টিভি চ্যানেলের সমস্টি তা দিতে পারে নি আলহামদুলিল্লাহ
Right মুসা আ: ঈসা আ: তাদের মৃত্যুর পর তাদেরকে অনুসরণ করার জন্য আসমানী কিতাব তাওরাত ও ইন্জিল ব্যাখ্যা করার ক্ষেত্রে যে হাদীস এসেছিল ছিল সেগুলোর নাম কি? আর হাদীস যদি নাই ছিল তাহলে তাওরা, ইন্জীল কিতাবের অনুসারীরা তাদের নবীদের অনুসরণ কিভাবে করত। করআনে দেখা যায় তারা মুলত আসমানী কিতাবের অনুসরণ করত। হাদীস অনুসরণ করতনা। আল্লাহ্ বনীইস্রাইলদেরকে বলছে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তাওরাত আনো এবং পড়ে দেখো। আল্লাহ্ হাদীস পড়তে না বলে তাওরাত পড়তে বলল কেন? যদি হাদীস বিধান হয়ে থাকে।
দুজনের আলোচনা থেকে আমি উপকৃত হলাম। কোরআনে যা আছে তা তো মেনে চলবো সাথে হাদিসের সাহায্য নিবো যা সবার কাছে গ্রহণযোগ্য। আল্লাহ তা'য়ালা আমাদের সঠিক টা মেনে চলার তৌফিক দান করুন, আমিন !সজল ভাইকে ধন্যবাদ,স্বশিক্ষিত । আবদুল্লাহ ভাইকে ধন্যবাদ, ইসলামী পথে শিক্ষিত।
মহান আল্লাহ পবিত্র কোরআনের বহু আয়াতে রাসূল সঃ কে মেনে চলার নির্দেশ দিয়েছেন | রাসূল সঃ তাঁর অনেক বাণীতে তাঁর উম্মাতকে কিভাবে পৃথিবীতে চলতে হবে এবং কিভাবে দৈনন্দিন জীবন পরিচালনা করতে হবে সে বিষয়ে উপদেশ দিয়ে গেছেন - যার নামই রাসূল সঃ এর হাদিস ؛ আর এসকল উপদেশ তিনি মহান আল্লাহর নির্দেশেই প্রদান করেছেন |মহান আল্লাহর অনুমোদন ছাড়া রাসূল সঃ কিছুই করেননি | রাসূল সঃ এর পবিত্র মুখ নিঃসৃত হাদিস যে মানবেনা তার পরিণতি সম্পর্কে মহান আল্লাহ নিম্নের আয়াত সমূহে বর্ণনা করেছেন - কাজেই, মিঃ সজল আসুন তর্কের খাতিরে তর্ক না করে মহান আল্লাহকে ভালোবেসে সত্যকে অনুধাবন করতে শিখি | আত্মম্ভরিতা পরিত্যাগ করি| মিঃ সজল, নিজের ভুল সংশোধন করে নিন সময় ফুরানোর আগেই| আখিরাতের নাজাতের কাছে দু - দশটা ভুল চিন্তার ফসল / বই পৃথিবী থেকে মুছে ফেলাটা এমন কিছুই নয় | আসুন নিচের আয়াত সমূহ অনুধাবন করি এবং নিজের চিন্তাধারা সংশোধন করি : সূরাঃ আন-নূর [24:63] لَّا تَجْعَلُوا۟ دُعَآءَ ٱلرَّسُولِ بَيْنَكُمْ كَدُعَآءِ بَعْضِكُم بَعْضًا قَدْ يَعْلَمُ ٱللَّهُ ٱلَّذِينَ يَتَسَلَّلُونَ مِنكُمْ لِوَاذًا فَلْيَحْذَرِ ٱلَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِۦٓ أَن تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ রসূলের আহবানকে তোমরা তোমাদের একে অপরকে আহ্বানের মত গণ্য করো না। আল্লাহ তাদেরকে জানেন, যারা তোমাদের মধ্যে চুপিসারে সরে পড়ে। অতএব যারা তাঁর আদেশের বিরুদ্ধাচরণ করে, তারা এ বিষয়ে সতর্ক হোক যে, বিপর্যয় তাদেরকে স্পর্শ করবে অথবা যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে গ্রাস করবে। সূরাঃ আল-ইমরান [3:132] وَأَطِيعُوا۟ ٱللَّهَ وَٱلرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ আর তোমরা আনুগত্য কর আল্লাহ ও রসূলের, যাতে তোমাদের উপর রহমত করা হয়। সূরাঃ আল-ইমরান [3:31] قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ ٱللَّهَ فَٱتَّبِعُونِى يُحْبِبْكُمُ ٱللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَٱللَّهُ غَفُورٌ رَّحِيمٌ বলুন, যদি তোমরা আল্লাহকে ভালবাস, তাহলে আমাকে অনুসরণ কর, যাতে আল্লাহ ও তোমাদিগকে ভালবাসেন এবং তোমাদিগকে তোমাদের পাপ মার্জনা করে দেন। আর আল্লাহ হলেন ক্ষমাকারী দয়ালু। সূরাঃ আল-আনফাল [8:20] يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ أَطِيعُوا۟ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَلَا تَوَلَّوْا۟ عَنْهُ وَأَنتُمْ تَسْمَعُونَ হে ঈমানদারগণ, আল্লাহ ও তাঁর রসূলের নির্দেশ মান্য কর এবং শোনার পর তা থেকে বিমুখ হয়ো না। সূরাঃ আল-আহযাব [33:36] وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى ٱللَّهُ وَرَسُولُهُۥٓ أَمْرًا أَن يَكُونَ لَهُمُ ٱلْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ وَمَن يَعْصِ ٱللَّهَ وَرَسُولَهُۥ فَقَدْ ضَلَّ ضَلَٰلًا مُّبِينًا আল্লাহ ও তাঁর রসূল কোন কাজের আদেশ করলে কোন ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীর সে বিষয়ে ভিন্ন ক্ষমতা নেই যে, আল্লাহ ও তাঁর রসূলের আদেশ অমান্য করে সে প্রকাশ্য পথভ্রষ্ট তায় পতিত হয়। সূরাঃ আন-নূর [24:54] قُلْ أَطِيعُوا۟ ٱللَّهَ وَأَطِيعُوا۟ ٱلرَّسُولَ فَإِن تَوَلَّوْا۟ فَإِنَّمَا عَلَيْهِ مَا حُمِّلَ وَعَلَيْكُم مَّا حُمِّلْتُمْ وَإِن تُطِيعُوهُ تَهْتَدُوا۟ وَمَا عَلَى ٱلرَّسُولِ إِلَّا ٱلْبَلَٰغُ ٱلْمُبِينُ বলুনঃ আল্লাহর আনুগত্য কর এবং রসূলের আনুগত্য কর। অতঃপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে তার উপর ন্যস্ত দায়িত্বের জন্যে সে দায়ী এবং তোমাদের উপর ন্যস্ত দায়িত্বের জন্যে তোমরা দায়ী। তোমরা যদি তাঁর আনুগত্য কর, তবে সৎ পথ পাবে। রসূলের দায়িত্ব তো কেবল সুস্পষ্টরূপে পৌছে দেয়া।
@@nazrulislamkabir5608 মহান আল্লাহ পবিত্র কোরআনের বহু আয়াতে রাসূল সঃ কে মেনে চলার নির্দেশ দিয়েছেন | রাসূল সঃ তাঁর অনেক বাণীতে তাঁর উম্মাতকে কিভাবে পৃথিবীতে চলতে হবে এবং কিভাবে দৈনন্দিন জীবন পরিচালনা করতে হবে সে বিষয়ে উপদেশ দিয়ে গেছেন - যার নামই রাসূল সঃ এর হাদিস ؛ আর এসকল উপদেশ তিনি মহান আল্লাহর নির্দেশেই প্রদান করেছেন |মহান আল্লাহর অনুমোদন ছাড়া রাসূল সঃ কিছুই করেননি | রাসূল সঃ এর পবিত্র মুখ নিঃসৃত হাদিস যে মানবেনা তার পরিণতি সম্পর্কে মহান আল্লাহ নিম্নের আয়াত সমূহে বর্ণনা করেছেন - কাজেই, মিঃ সজল আসুন তর্কের খাতিরে তর্ক না করে মহান আল্লাহকে ভালোবেসে সত্যকে অনুধাবন করতে শিখি | আত্মম্ভরিতা পরিত্যাগ করি| মিঃ সজল, নিজের ভুল সংশোধন করে নিন সময় ফুরানোর আগেই| আখিরাতের নাজাতের কাছে দু - দশটা ভুল চিন্তার ফসল / বই পৃথিবী থেকে মুছে ফেলাটা এমন কিছুই নয় | আসুন নিচের আয়াত সমূহ অনুধাবন করি এবং নিজের চিন্তাধারা সংশোধন করি : সূরাঃ আন-নূর [24:63] لَّا تَجْعَلُوا۟ دُعَآءَ ٱلرَّسُولِ بَيْنَكُمْ كَدُعَآءِ بَعْضِكُم بَعْضًا قَدْ يَعْلَمُ ٱللَّهُ ٱلَّذِينَ يَتَسَلَّلُونَ مِنكُمْ لِوَاذًا فَلْيَحْذَرِ ٱلَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِۦٓ أَن تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ রসূলের আহবানকে তোমরা তোমাদের একে অপরকে আহ্বানের মত গণ্য করো না। আল্লাহ তাদেরকে জানেন, যারা তোমাদের মধ্যে চুপিসারে সরে পড়ে। অতএব যারা তাঁর আদেশের বিরুদ্ধাচরণ করে, তারা এ বিষয়ে সতর্ক হোক যে, বিপর্যয় তাদেরকে স্পর্শ করবে অথবা যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে গ্রাস করবে। সূরাঃ আল-ইমরান [3:132] وَأَطِيعُوا۟ ٱللَّهَ وَٱلرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ আর তোমরা আনুগত্য কর আল্লাহ ও রসূলের, যাতে তোমাদের উপর রহমত করা হয়। সূরাঃ আল-ইমরান [3:31] قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ ٱللَّهَ فَٱتَّبِعُونِى يُحْبِبْكُمُ ٱللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَٱللَّهُ غَفُورٌ رَّحِيمٌ বলুন, যদি তোমরা আল্লাহকে ভালবাস, তাহলে আমাকে অনুসরণ কর, যাতে আল্লাহ ও তোমাদিগকে ভালবাসেন এবং তোমাদিগকে তোমাদের পাপ মার্জনা করে দেন। আর আল্লাহ হলেন ক্ষমাকারী দয়ালু। সূরাঃ আল-আনফাল [8:20] يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ أَطِيعُوا۟ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَلَا تَوَلَّوْا۟ عَنْهُ وَأَنتُمْ تَسْمَعُونَ হে ঈমানদারগণ, আল্লাহ ও তাঁর রসূলের নির্দেশ মান্য কর এবং শোনার পর তা থেকে বিমুখ হয়ো না। সূরাঃ আল-আহযাব [33:36] وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى ٱللَّهُ وَرَسُولُهُۥٓ أَمْرًا أَن يَكُونَ لَهُمُ ٱلْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ وَمَن يَعْصِ ٱللَّهَ وَرَسُولَهُۥ فَقَدْ ضَلَّ ضَلَٰلًا مُّبِينًا আল্লাহ ও তাঁর রসূল কোন কাজের আদেশ করলে কোন ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীর সে বিষয়ে ভিন্ন ক্ষমতা নেই যে, আল্লাহ ও তাঁর রসূলের আদেশ অমান্য করে সে প্রকাশ্য পথভ্রষ্ট তায় পতিত হয়। সূরাঃ আন-নূর [24:54] قُلْ أَطِيعُوا۟ ٱللَّهَ وَأَطِيعُوا۟ ٱلرَّسُولَ فَإِن تَوَلَّوْا۟ فَإِنَّمَا عَلَيْهِ مَا حُمِّلَ وَعَلَيْكُم مَّا حُمِّلْتُمْ وَإِن تُطِيعُوهُ تَهْتَدُوا۟ وَمَا عَلَى ٱلرَّسُولِ إِلَّا ٱلْبَلَٰغُ ٱلْمُبِينُ বলুনঃ আল্লাহর আনুগত্য কর এবং রসূলের আনুগত্য কর। অতঃপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে তার উপর ন্যস্ত দায়িত্বের জন্যে সে দায়ী এবং তোমাদের উপর ন্যস্ত দায়িত্বের জন্যে তোমরা দায়ী। তোমরা যদি তাঁর আনুগত্য কর, তবে সৎ পথ পাবে। রসূলের দায়িত্ব তো কেবল সুস্পষ্টরূপে পৌছে দেয়া।
যদিও ডিবেটটা আমি দেখেছি।তারপরও যত দেখি ততো মুগ্ধ হই, নতুন জিনিস জানতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা শাইখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের জ্ঞান আরো বাড়িয়ে দিন।আমিন।
@green2reef আপনার লেখা টা কয়েক বার পরলাম তারমানে আপনি ধরে নিচ্ছেন পবিত্র কোরআনুল কারীম কে মানুষ অস্বীকার করবেন আরে আপনি তো এখন ই অস্বীকার করে বসে আছেন যেখান আল্লাহ স্পষ্ট বলছেন এই কিতাবে কোন সন্দেহ নেই, এই পবিত্র কোরআন সহজ এবং স্পষ্ট সরল ভাষায় অবতীর্ণ করেছি আপনি একে কঠিন থেকে কঠিনতর করে এখন ই অস্বীকার করার একটা ফন্দি ফিকির করছেন, আর তাওরাত যবুর মানে পবিত্র কোরআনুল কারীম পূর্বের যেই কিতাব গুলো কে সার্টিফাইট বা স্বীকৃতি দিয়েছেন তার একটি কিতাব ও আমরা মুসলিম বাঙালিরা পরি তাহলে পবিত্র কোরআনুল কারীমের পরবর্তী কিতাব নিয়ে এতো মারিয়া এতো মারিয়া যে নিজের অজান্তেই পবিত্র কোরআনুল কারীমের সেই স্পষ্ট আয়াত ক অস্বীকার করছি খুব ই হাস্যকর আফসোস সবাই কে আরো বেশি বেশি বুঝবার তৌফিক দান করুন 🙏🙏🙏
আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। সজল রোশন ভাইকে welcome. আব্দুল্লাহ ভাই খুব চমৎকার আলোচনা করেছে। আল্লাহ তায়ালা তার ইলমে বরকত দান করুন। আমিন। খুব খুব ভালো লেগেছে।
কুরআন আল্লাহর বাণী যা তার পয়গম্বর এর মাধ্যমে পৃথিবীতে তিনি পাঠিয়েছেন,, তাই তিনি কোরআনে পরিপূর্ণ ব্যাখ্যার প্রয়োজন বোধ করেননি,, কুরআন এবং পয়গম্বর এ দুটির মাধ্যমেই আল্লাহ পাক তার নিজেকে প্রকাশের যে উদ্যোগ সেটা পরিপূর্ণ করেছেন,, যেহেতু কোরানের মতোই পয়গম্বরও পাঠিয়েছেন,, কুরআন এবং পয়গম্বর দুই আল্লাহর নিদর্শন সুতরাং কুরআন এবং পয়গম্বর একই সূত্রে গাঁথা,, যে পয়গম্বর এর কোনো প্রয়োজন অস্বীকার করবে সে প্রকৃত অর্থে কুরআনকে অস্বীকার করবে, আল্লাহকে অস্বীকার করবে,, এইটা যারা বুঝবে না তাদের জ্ঞানের ঘাটতি সারা জীবন থেকে যাবে আর কোন ব্যাখ্যাই এর জন্য প্রযোজ্য নয়,,
এতো সুন্দর আলোচনা এর আগে আমি শুনিনি❤ ফেসবুকের একটা কাটিং ভিডিও দেখে এই আলোচনা শুনতে এসেছিলাম, আলহামদুলিল্লাহ প্রশংসনীয় আলোচনা, পুরোটাই শুনলাম ,আব্দুল্লাহ ভাই সেরা, মন থেকে আমাদের দুই ভাইয়ের জন্য দোয়া রইল❤
এখানে বিচারক যেহেতু আম জনতা ...সজল ভাই প্রথমেই বলছে এখানে কোন আবাহনি মহামেডন ম্যাচ হচ্ছেনা এখানে আমরা আলোচনা করবো অজানা কে জানবো ।আমার কাছে আলোচনা টা বেশ ভালো লাগলো ✅আলোচনা খুব গঠন মুলক ছিল ।সত্যি কথা বলতে এর আগে এত সুন্দর আলোচনা কখনো শুনিনি ।অনেক অজানা কে জানতে পারলাম ।মাশাআললাহ ।আল্লাহ আপনাদের দুইজনকে নেক হায়াত দান করুন ।
কুরআন আল্লাহর বাণী যা তার পয়গম্বর এর মাধ্যমে পৃথিবীতে তিনি পাঠিয়েছেন,, তাই তিনি কোরআনে পরিপূর্ণ ব্যাখ্যার প্রয়োজন বোধ করেননি,, কুরআন এবং পয়গম্বর এ দুটির মাধ্যমেই আল্লাহ পাক তার নিজেকে প্রকাশের যে উদ্যোগ সেটা পরিপূর্ণ করেছেন,, যেহেতু কোরানের মতোই পয়গম্বরও পাঠিয়েছেন,, কুরআন এবং পয়গম্বর দুই আল্লাহর নিদর্শন সুতরাং কুরআন এবং পয়গম্বর একই সূত্রে গাঁথা,, যে পয়গম্বর এর কোনো প্রয়োজন অস্বীকার করবে সে প্রকৃত অর্থে কুরআনকে অস্বীকার করবে, আল্লাহকে অস্বীকার করবে,, এইটা যারা বুঝবে না তাদের জ্ঞানের ঘাটতি সারা জীবন থেকে যাবে আর কোন ব্যাখ্যাই এর জন্য প্রযোজ্য নয়,,
আমি ভারত থেকে বলছি,একে অপরকে কাফের কুফুর ফতওয়া না দিয়া কুরআন হাদিসের আলোকে মূল্যবান আলোচনা করেছেন মাশআল্লহ খুব সুন্দর আলোচনা , সাধারণ মানুষ ছাড়াও কিছু ফতোয়া বাজ আলেমদের লখ্যভেদ আলোচনা।
Abdullah was very aggressive to Shojol vai. Abdullah wanted to says, that hadith is greatest than Al-Quran. He wanted to prove it, that Shojol vai Doesn't believe hadith. But Shojol vai all time says i believe hadith. But i Don't believe those hadith which hadith conflict with Holy Quran.
এই আলোচনার সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে, এখানে কেউ কারো বক্তব্যের মধ্যে কথা ঢুকায়নি। কোন চিল্লাপাল্লা, ঝগড়াঝাটি হয়নি। যার যার এনালাইসিস অনুযায়ী বিশ্বাস নিয়ে আছে।
হাদিস সংকলন, সংগ্রহ, প্রকাশ, এবং ব্যাখ্যার ভেদাভেদ মানুষ কতৃক সৃষ্টি হয়েছে সেহেতু সহি এবং শুদ্ধতা খোজার অবকাশ আছে। কিন্তু আল কুরআনের বেলায় তার প্রয়োজন নেই। ধন্যবাদ
আহলে কুরআন নামক দলটি মূলত খৃষ্টান মিশনারী। এদের প্রধান লক্ষ্য মুসলিমদেরকে রাসূল সাঃ এর হাদিস থেকে বিমুখ রাখা ও হাদিসের প্রতি কূটকৌশলে অনাস্থা তৈরী করা ! তারা ভালো করেই জানে হাদিসগুলো কুরআনের খাদেম তাই হাদিস থেকে সরাতে পারলেই কুরআনের ভূল ব্যাখ্যা করে মুসলিমদেরকে খৃষ্টান বানানো সহজ হবে! এদের মিথ্যাচার হতে বাঁচুন,যার যার ঈমান হেফাজত করুন। ইসলাম=কুরআন+ রাসূল (সাঃ) এর সুন্নাহ ও হাদীস
@@islamictv5585 এদেশের গরু-ছাগল ?😁😅🤣এদেশের গরু-ছাগল মোল্লার রয়েছে সুনির্দিষ্ট ইতিহাস। নবী কান্নাকাটি করলেও এ ইতিহাস মুছে যাবার নয়। এদের কবরে শুয়ে থাকা ওস্তাদরা তাদের শিখিয়েছে, "কোরআন বোঝা এত সহজ নাকি ? কোরআন কঠিন। আমরা নবীর চেয়ে বেশি বুঝবো নাকি ? হাদিসে সব আছে। হাদিস পড়লেই হবে। আমাদের কাছে চলে আসবেন। (আমাদের দোকান খোলা আছে। আমাদের পেট.... যে মোল্লার কবলে পড়েছে সেই সবচেয়ে হতভাগ্য। কেননা কেউ তাকে বাচাতে পারবে না এবং সে না মানুষ না পশু না ভূত - এমন কিম্ভূতকিমাকার অবস্থায় অন্যদেরও বিভ্রান্ত করবে। কেননা এরা কোরআন এর কোন জ্ঞান রাখে না। শুধু হাদিস মুখস্ত করে।
আব্দুল্লাহ হুজুরের যুক্তিতে এটাই প্রমাণিত হয়েছে নাস্তিক বা বিধর্মীদের কোরআন নিয়ে অভিযোগ যুক্তিযুক্ত।তারা যে কুর আনকে বর্বর কোপাকুপি-চাপাতির গ্রন্থ বলে সেটা ঠিক আছে।শুধু কুরআন পড়ে কোন ননমুসলিম ইসলাম কে ভালবাসবে না।এজন্যই ইসলাম অন্যদের কাছে ঘৃনিত।তাহলে উপায় কি? কোর আনের সাথে হাদীস ও যোগ করে দিতে হবে।এগুলো কি মুসলিম রা মানবে?আব্দুল্লাহর মতে হাদীসে কোরআনের মত বর্বর কথা নাই।এভাবে কোরআনের অবমাননা করার পরেও লোকজন আব্দুল্লাহ কে বাহবা দিচ্ছে বুঝলাম না।
রাজ্জাক সাহেবের মতন তথাকথিত শিক্ষিত পাপীদের কারণে ইসলামকে নিয়ে মানুষ কটাক্ষ করে বা করার সুযোগ পায়। এই লোকগুলি ইসলাম ধর্মের প্রকৃত সৌন্দর্য ও রং নষ্ট করে দিয়েছে আর এদেরকেই অগুনিত মানুষ অন্ধভাবে অনুসরণ করে। দুঃখজনক
মাশাআল্লাহ... আবদুল্লাহ ভাইয়ের কথাগুলো সত্যিই অসাধারণ ছিলো... সজল ভাইও ভদ্রলোক... আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর আগ পর্যন্ত সঠিক পথে থাকার তৌফিক দান করুন..
***Abdullah er achoron robotic o omarjito..ojothai hashe,,side e Kotha bole,,titkari Marka hasi..nijeke beshi gani Mone kore...ebong hudai normal reference DEI...tar vitor je faka ta bojha jai***
এদেশের গরু-ছাগল ?😁😅🤣এদেশের গরু-ছাগল মোল্লার রয়েছে সুনির্দিষ্ট ইতিহাস। নবী কান্নাকাটি করলেও এ ইতিহাস মুছে যাবার নয়। এদের কবরে শুয়ে থাকা ওস্তাদরা তাদের শিখিয়েছে, "কোরআন বোঝা এত সহজ নাকি ? কোরআন কঠিন। আমরা নবীর চেয়ে বেশি বুঝবো নাকি ? হাদিসে সব আছে। হাদিস পড়লেই হবে। আমাদের কাছে চলে আসবেন। (আমাদের দোকান খোলা আছে। আমাদের পেট.... যে মোল্লার কবলে পড়েছে সেই সবচেয়ে হতভাগ্য। কেননা কেউ তাকে বাচাতে পারবে না এবং সে না মানুষ.. - এমন কিম্ভূতকিমাকার অবস্থায় অন্যদেরও বিভ্রান্ত করবে। কেননা এরা কোরআন এর কোন জ্ঞান রাখে না। শুধু হাদিস মুখস্ত করে।
আহলে হাদিস দের উপর আমার একটু এলার্জি আছে হয়তো ভবিষ্যতে ও থাকবে কিন্তু আব্দুল্লাহর জ্ঞান দেখে আমি এতটাই মুগ্ধ যে আমার তালিকায় হাতেগোনা যে কিছু মানুষ প্রিয় ব্যাক্তিত্বের স্থানে ছিল সেখানে আব্দুল্লাহ ও অন্তর্ভুক্ত হয়ে গেল
হাদিস ও ফিকাহ বাদ দিয়ে কোন ওয়াক্তে কয় রাকাত নামায সেটাই ঠিক করতে পারবেন না। উনি ফেতন সৃষ্টকারী, মানুষ কে হাদিস আর সহহি আকিদা থেকে দূরে সরানোই তাদের উদ্দেশ্য। প্রথম প্রথম ভালো ভালো কথা বলে শুরু করে মানুষ কে গোমরাহ করে, পরে স্কুলখুলে কুশিক্ষা দেওয়া শুরু করে। এমন এমন কথা বলবে আপনি আমি উনা হ্যা তে হ্যা বলতে বাধ্য হব। এই লোক হাদিসই মানে না, মুসলমান হয়ে থাকলে তাকে বয়কট করুন। নতুবা আমাদের প্রিয় নবী (সা:) এর বানীকে বয়কট করা হবে, তখন এমনিতেও মুসলমান থাকবো না।
আলহামদুলিল্লাহ ~ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক অনেক সুন্দর ভাবে পবিত্র কুরআনের অসংখ্য আয়াত দিয়েই প্রমান করেছে যে আমরা হাদিস মানতে ব্যাধ্য। রাসুলুল্লাহ সাঃ এর কাছ থেকেই আমদের কুরআনের ব্যাখ্যা নিতে হবে।
وَ مِنَ النَّاسِ مَنۡ یَّقُوۡلُ اٰمَنَّا بِاللّٰہِ وَ بِالۡیَوۡمِ الۡاٰخِرِ وَ مَا ہُمۡ بِمُؤۡمِنِیۡنَ ۘ﴿۸﴾ মানুষের মধ্যে এমন লোক রয়েছে যারা বলে, ‘আমরা আল্লাহ ও পরকালে বিশ্বাসী’, কিন্তু তারা বিশ্বাসী নয়। এখান থেকে তৃতীয় দল মুনাফিক্বদের কথা আলোচনা আরম্ভ হচ্ছে। তাদের অন্তঃকরণ তো ঈমান থেকে বঞ্চিত ছিল, কিন্তু তারা ঈমানদারদেরকে প্রতারিত করার জন্য মৌখিকভাবে ঈমানের প্রকাশ করতো। মহান আল্লাহ বললেন, তারা না আল্লাহকে প্রতারিত করতে সফলকাম হবে, কেননা তিনি তো সর্ব ব্যাপারে জ্ঞাত, আর না ঈমানদারকে স্থায়ীভাবে ধোঁকার মধ্যে রাখতে পারবে, কেননা তিনি অহীর মাধ্যমে মুসলিমদেরকে তাদের প্রতারণা সম্পর্কে অবহিত ক'রে দিতেন। প্রকৃতপক্ষে এই প্রবঞ্চনার সমস্ত প্রকার ক্ষতির শিকার তারা নিজেরাই হয়েছে। যার ফলে তারা তাদের আখেরাত নষ্ট করেছে এবং দুনিয়াতেও লাঞ্ছিত হয়েছে।
আল কুরআন সু স্পষ্ট ব্যাখাকৃত । কুরআন আল্লাহ রাব্বুল আলামীন বিস্তারিত ব্যাখ্যা করেই নাযিল করেছেন । আর এভাবেই আমি আরবী ভাযায় কুরআন নাযিল করেছি আর তাতে বিশদভাবে সতকবানী ব্যাখ্যা করেছি , যাতে তারা তাকওয়া অবলম্বন করে । তাহা আয়াত ১১৩ । অবশ্যই আমি এই কুরআনে বিশদভাবে খুলে খুলে ব্যাখ্যা করে দিয়াছি যেন তারা উপদেশ গ্রহণ করে । কিন্তু এতে তাদের শুধু বিমুখতাই বৃদ্ধি করে । বানি ইসরাইল, আয়াত ৪১ অবশ্যই আমি এই কুরআনে মানুষের জন্য যাবতীয় দৃস্টান্ত বিশদভাবে ব্যাখ্যা করেছি । তবুও অধিকাংশ মানুষই তা হতে বিমুখ হয়ে প্রত্যাখ্যান করেছে । বনি ইসরাইল আয়াত ৮৯ । এইভাবেই বোধশক্তি সম্পন্ন লোকদের জন্য আমার আয়াত সমুহ বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি । রুম আয়াত ২৮। এভাবেই গভীর উপলব্দি সম্পন্ন লোকদের জন্য আমার আয়াত সমুহ বিস্তারিত ব্যাখ্যা করেছি । ইউনুস আয়াত ২৪। অবশ্যই এই কুরআনের মধ্যে মানুষের জন্য যাবতীয় উদাহরণ ব্যাখ্যা করেছি আর যদি তাদের নিকট কোন আয়াত তথা বিধান নিয়ে তুমি উপস্থিত হও যারা কাফির /অসীকারকারী তারা অবশ্যই বলবে তোমরাত বাতিল পন্থি ছাড়া কিছু নও । রুম আয়াত ৫৮। এরপরও যারা বলেন আল কুরআন সংক্ষিপ্ত , কুরআন ব্যাখা করতে প্রচলিত হাদিসের প্রয়োজন আছে । আসলে তারা কুরআন অমান্যকারী , শুধু মাত্র অজ্ঞতার কারণে কুরআন কে উপ লব্দি করতে পারছে না । ওয়া কাফাবিল্লাহি নাছিরা ।
আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর আলোচনা শুনলাম খুবই ভালো লাগলো। বিশেষ করে সজল রোশান ভাই অনেক ধন্যবাদ। তিনি আমাদের কাছে ইসলামের সৌন্দর্য ও বিশুদ্ধতার বিষয়ে চমৎকার বলেছেন।
পুরোটা শুনেছে দু'নো জনই স্ব স্ব অবস্থান থেকে জ্ঞানগর্ভ আলোচনা করেছেন। খুবই ভালো লাগলো।। গালাগালি না করে এমন রেফারেন্স ভিত্তিক আলোচনায় শ্রেয়।।। ধন্যবাদ সঞ্চালক সহ সবাইকে।
এদেশের গরু-ছাগল ?😁😅😆এদেশের গরু-ছাগল মোল্লার রয়েছে সুনির্দিষ্ট ইতিহাস। নবী কান্নাকাটি করলেও এ ইতিহাস মুছে যাবার নয়। এদের কবরে শুয়ে থাকা ওস্তাদরা তাদের শিখিয়েছে, "কোরআন বোঝা এত সহজ নাকি ? কোরআন কঠিন। আমরা নবীর চেয়ে বেশি বুঝবো নাকি ? হাদিসে সব আছে। হাদিস পড়লেই হবে। আমাদের কাছে চলে আসবেন। (আমাদের দোকান খোলা আছে। আমাদের পেট.... যে মোল্লার কবলে পড়েছে সেই সবচেয়ে হতভাগ্য। কেননা কেউ তাকে বাচাতে পারবে না এবং সে না মানুষ না পশু না ভূত - এমন কিম্ভূতকিমাকার অবস্থায় অন্যদেরও বিভ্রান্ত করবে। কেননা এরা কোরআন এর কোন জ্ঞান রাখে না। শুধু হাদিস মুখস্ত করে।
সুনান অাত - তিরমিজি হাদীস নং-৮৭৭ পরিচ্ছদ -৪৯ হজ্জ্ব অধ্যায় ইবনু আব্বাস হতে বর্ণিত,,,,,,, " হাজরে আসওয়াদ জান্নাত থেকে অবতরণের সময় দুধের চেয়েও সাদা ছিলো, কিন্তু আদম সন্তানের পাপ এটিকে কালো করে দেয়।" অথচ সত্যিটা হচ্ছে, এই পাথর কালো হয়েছে আগুনে পুড়ে তাও আবদুল্লাহ্ ইবন জুবায়ের ( রাঃ) এর শাসনামলে। তখন গিলাফও পুড়ে ছাই হয়ে যায়। সেই থেকে মানুষের মুখে প্রচলিত, মানুষের পাপের কারণে এই পাথর কালো হয়েছে। আল্লাহ্ ছাড়া মানুষের গুনাহ্ মাফ করার আর কেউ আছে কি? কেউ যদি বিশ্বাস করে, এই পাথরের কোনো অলৌকিক ক্ষমতা আছে মানুষের পাপ শোষণ করে কালো হওয়ার তাহলে তো সেটা শিরক হয়ে যাবে। কারণ, আল্লাহ্ তাঁর গুনাহ মাফের ক্ষমতা কারোও সাথেই শেয়ার করেন না। যে বিষয়ে আল্লাহ্ কোনো প্রমাণ নাযিল করেন নাই তাঁর কিতাবে, সে বিষয়ে উজবেকিস্তানের নাগরিক ইমাম তিরমিজির লেখা হাদীসে বিশ্বাস এনে পরকাল ধ্বংস করবেন?
Sajal ভাই এর যুক্তি অনেক কঠিন।তিনি বর্তমান সময় অনুযায়ী খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করেছেন। আল্লাহ ভাই এর আলোচনা ও গঠনমূলক ছিলো। তিনি মুলত হুবুহু বই দেখে সেই কথা গুলো বুঝিয়ে গিয়েছেন।
আমাদের করণীয়, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে, কুরআনের ভুলে যাওয়া অংশকে হাই লাইট করার যে চেষ্টা সজল রোশান ভাই করেছেন, তা অপরিসীম গুরুত্বের। আলোচনায় হুজুর বেশ কিছু জিনিস পরিস্কার করেছেন বৈকি; কিন্তু এতে সজল ভাইয়ের মুল্যবান রিসার্সকে ঢেকে, গতানুগতিক বিশ্বাসকেই প্রতিষ্ঠা করা হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে বর্তমান পরিস্থিতি বুঝে, সজল ভাইয়ের রিসার্সকে কাজে লাগানোর সৌভাগ্য দান করুন। আমিন। সবাইকে ঈদ মোবারক
এদেশের গরু-ছাগল ?😁😅😆এদেশের গরু-ছাগল মোল্লার রয়েছে সুনির্দিষ্ট ইতিহাস। নবী কান্নাকাটি করলেও এ ইতিহাস মুছে যাবার নয়। এদের কবরে শুয়ে থাকা ওস্তাদরা তাদের শিখিয়েছে, "কোরআন বোঝা এত সহজ নাকি ? কোরআন কঠিন। আমরা নবীর চেয়ে বেশি বুঝবো নাকি ? হাদিসে সব আছে। হাদিস পড়লেই হবে। আমাদের কাছে চলে আসবেন। (আমাদের দোকান খোলা আছে। আমাদের পেট.... যে মোল্লার কবলে পড়েছে সেই সবচেয়ে হতভাগ্য। কেননা কেউ তাকে বাচাতে পারবে না এবং সে না মানুষ না পশু না ভূত - এমন কিম্ভূতকিমাকার অবস্থায় অন্যদেরও বিভ্রান্ত করবে। কেননা এরা কোরআন এর কোন জ্ঞান রাখে না। শুধু হাদিস মুখস্ত করে।
দুজন আলোচক যথেষ্ট বিজ্ঞ এবং প্রজ্ঞাবান বুঝতে পারলাম। মানুষ হিসেবে ও অনেক ভদ্র আর সভ্য। দুজনকেই আমার পছন্দ হয়েছে। যদিও সজল ভাইয়ের লেকচার অনেক আগে থেকে আমি শুনি। আব্দুল্লাহ ভাইকে আজকে নতুন করে জানলাম। উভয়ের প্রতি দোয়া রইল।
এদেশের গরু-ছাগল ?😁😅🤣এদেশের গরু-ছাগল মোল্লার রয়েছে সুনির্দিষ্ট ইতিহাস। নবী কান্নাকাটি করলেও এ ইতিহাস মুছে যাবার নয়। এদের কবরে শুয়ে থাকা ওস্তাদরা তাদের শিখিয়েছে, "কোরআন বোঝা এত সহজ নাকি ? কোরআন কঠিন। আমরা নবীর চেয়ে বেশি বুঝবো নাকি ? হাদিসে সব আছে। হাদিস পড়লেই হবে। আমাদের কাছে চলে আসবেন। (আমাদের দোকান খোলা আছে। আমাদের পেট.... যে মোল্লার কবলে পড়েছে সেই সবচেয়ে হতভাগ্য। কেননা কেউ তাকে বাচাতে পারবে না এবং সে না মানুষ না পশু না ভূত - এমন কিম্ভূতকিমাকার অবস্থায় অন্যদেরও বিভ্রান্ত করবে। কেননা এরা কোরআন এর কোন জ্ঞান রাখে না। শুধু হাদিস মুখস্ত করে।
@@SharifulIslamBD সুনান অাত - তিরমিজি হাদীস নং-৮৭৭ পরিচ্ছদ -৪৯ হজ্জ্ব অধ্যায় ইবনু আব্বাস হতে বর্ণিত,,,,,,, " হাজরে আসওয়াদ জান্নাত থেকে অবতরণের সময় দুধের চেয়েও সাদা ছিলো, কিন্তু আদম সন্তানের পাপ এটিকে কালো করে দেয়।" অথচ সত্যিটা হচ্ছে, এই পাথর কালো হয়েছে আগুনে পুড়ে তাও আবদুল্লাহ্ ইবন জুবায়ের ( রাঃ) এর শাসনামলে। তখন গিলাফও পুড়ে ছাই হয়ে যায়। সেই থেকে মানুষের মুখে প্রচলিত, মানুষের পাপের কারণে এই পাথর কালো হয়েছে। আল্লাহ্ ছাড়া মানুষের গুনাহ্ মাফ করার আর কেউ আছে কি? কেউ যদি বিশ্বাস করে, এই পাথরের কোনো অলৌকিক ক্ষমতা আছে মানুষের পাপ শোষণ করে কালো হওয়ার তাহলে তো সেটা শিরক হয়ে যাবে। কারণ, আল্লাহ্ তাঁর গুনাহ মাফের ক্ষমতা কারোও সাথেই শেয়ার করেন না। যে বিষয়ে আল্লাহ্ কোনো প্রমাণ নাযিল করেন নাই তাঁর কিতাবে, সে বিষয়ে উজবেকিস্তানের নাগরিক ইমাম তিরমিজির লেখা হাদীসে বিশ্বাস এনে পরকাল ধ্বংস করবেন?
@@SharifulIslamBD এদেশের গরু-ছাগল ?😁😅🤣এদেশের গরু-ছাগল মোল্লার রয়েছে সুনির্দিষ্ট ইতিহাস। নবী কান্নাকাটি করলেও এ ইতিহাস মুছে যাবার নয়। এদের কবরে শুয়ে থাকা ওস্তাদরা তাদের শিখিয়েছে, "কোরআন বোঝা এত সহজ নাকি ? কোরআন কঠিন। আমরা নবীর চেয়ে বেশি বুঝবো নাকি ? হাদিসে সব আছে। হাদিস পড়লেই হবে। আমাদের কাছে চলে আসবেন। (আমাদের দোকান খোলা আছে। আমাদের পেট.... যে মোল্লার কবলে পড়েছে সেই সবচেয়ে হতভাগ্য। কেননা কেউ তাকে বাচাতে পারবে না এবং সে না মানুষ.. - এমন কিম্ভূতকিমাকার অবস্থায় অন্যদেরও বিভ্রান্ত করবে। কেননা এরা কোরআন এর কোন জ্ঞান রাখে না। শুধু হাদিস মুখস্ত করে।
অসাধারণ ভাই অসাধারণ।শুধু ব্যাখ্যা করতে পারতাছি না কতটুক ভালো লাগছে আমার।বিতর্ক সময় আমি চাইলে আরো ঘন্টার পর ঘন্টা শুনতে পারি। এরকম বিতর্ক আরো চাই আমাদের এখানে আমাদের শিখার অনেক কিছু আছে ❤❤❤❤❤❤❤
এই ডিবেট শুনার পর কোরআনের প্রতি গভীর মনোযোগ দিই, কোরআন আমাকে সত্য, নির্ভুল ও সরল পথ দেখিয়েছেন। আলহামদুলিল্লাহ।
আমি একজন হিন্দু। ভারত থেকে দেখলাম। আমি ইসলামকে বুঝতে চেষ্টা করি একজন মুসলমানদের মত করে। আমি একজন দার্শনিক মনোভাবাপন্ন মানুষ। দুজনেই খুব ভালো বলেছেন। এবং যখন যাকে শুনেছি তখন তাকে ঠিক বলে মনে হয়েছে। দুজনই অত্যন্ত ভালো বক্তা।
Importance of Hadith in the light Holy Quran and verses of Quran.Our beloved Prophet in his recorded speach Bidai Haj is the open declaration to the community Muslim people and to all people in the world at large to people who are of believing of creator or Allah or one God. Right and wrong deeds of each Man kind is only known to Allah.
This discussion between
ইসলামের সুশীতল ছায়াতলে এসে নিজেকে জান্নাতবাসী করার জন্য অনুরোধ এবং আহ্বান করছি। ধন্যবাদ ❤
@@skyasinarafat5776 দাদা দুঃখিত। আধ্যাত্বিক বিষয়ে হিন্দু ঋষি-মুনিরা যেভাবে ব্যখ্যা করেছেন তা এক কথায় অনবদ্য। আমি এটা ধর্মীয় প্রেক্ষিতে দেখিনি। দুই বাঙালি বক্তার বক্তব্য হিসেবে দেখেছি।
আপনি কিছুই বুঝেন নাই। দুঃখিত
আমি সত্যিই অবাক, সজল স্যার কত ধৈর্যশীল। মহান আল্লাহ পাক সব সময় তার সহায় হোন।
আলহামদুলিল্লাহ পুরা আলোচনা শুনলাম, আর গভীরভাবে অনুধাবন করলাম।দুজনই অনেক জ্ঞানের অধিকারী।
অনেক কিছু শিখলাম ও জানলাম।।
ধন্যবাদ সাগর ভাই
সুনান অাত - তিরমিজি
হাদীস নং-৮৭৭
পরিচ্ছদ -৪৯
হজ্জ্ব অধ্যায়
ইবনু আব্বাস হতে বর্ণিত,,,,,,,
" হাজরে আসওয়াদ জান্নাত থেকে অবতরণের সময় দুধের চেয়েও সাদা ছিলো,
কিন্তু আদম সন্তানের পাপ এটিকে কালো করে দেয়।"
অথচ সত্যিটা হচ্ছে,
এই পাথর কালো হয়েছে আগুনে পুড়ে তাও আবদুল্লাহ্ ইবন জুবায়ের ( রাঃ) এর শাসনামলে।
তখন গিলাফও পুড়ে ছাই হয়ে যায়।
সেই থেকে মানুষের মুখে প্রচলিত,
মানুষের পাপের কারণে এই পাথর কালো হয়েছে।
আল্লাহ্ ছাড়া মানুষের গুনাহ্ মাফ করার আর কেউ আছে কি?
কেউ যদি বিশ্বাস করে,
এই পাথরের কোনো অলৌকিক ক্ষমতা আছে মানুষের পাপ শোষণ করে কালো হওয়ার তাহলে তো সেটা শিরক হয়ে যাবে।
কারণ,
আল্লাহ্ তাঁর গুনাহ মাফের ক্ষমতা কারোও সাথেই শেয়ার করেন না।
যে বিষয়ে আল্লাহ্ কোনো প্রমাণ নাযিল করেন নাই তাঁর কিতাবে,
সে বিষয়ে উজবেকিস্তানের নাগরিক ইমাম তিরমিজির লেখা হাদীসে বিশ্বাস এনে পরকাল ধ্বংস করবেন?
সজল ভাইয়ের সব গুলো ভিডিও দেখেছি তার কথার যুক্তিগুলো বেশ ভাললাগে। আজকের পুরো ভিডিও দেখলাম এবং আব্দুল্লাহ ভাইয়ের কথা এই প্রথম শুনলাম সেই সাথে এইটা নিশ্চিত যে এমন গঠন মূলক আলোচনা এই প্রথম দেখেছি যেখানে, কোন তর্ক নেই । এমন আলোচনার ভিডিও আরো দিলে আমরা সবাই উপকৃত হইতাম।
সজল ভাই ভালো বলেছেন। হাদীস কুরআন শরীফ এর বিপক্ষে গেলে মানা যাবে না। পবিত্র কুরআন শরীফ সযংসম্পূর্ণ ধম'গ্রন্থ। সবাই ভালো থাকবেন।
আমার একটা প্রস্তাব, মৌলানা সাহেব ও আসিফ মহিউদ্দিন সাহেবের মধ্যে ডিবেটের আয়োজন করা যায় কিনা?
@1q11
999⁹⁰
Ì
আমি দু'জনকেই রেগুলারলি পড়ি, শুনি এবং জানি। চমৎকার জ্ঞানী ব্যাক্তি উভয়েই। তাই,
সত্যিই এটি একটি মহা ডিবেট। প্রিয় সাগর ভাই ও ফেস দ্যা পিপলকে ধন্যবাদ জানাই এমন সময়োপযোগী একটি বিষয় নিয়ে দারুণ এই ডিবেটটি আয়োজনের জন্য।
আলহামদুলিল্লাহ খুব সুন্দর আলোচনা। এত সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য । এই অনুষ্ঠান সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
Green2reef
You didn’t get the discussion at all.
Ekhane alochona Hadeeth hadeeth er jaygay.
Quran is a complete guide book for the muslim.
Quran er biporit kono hadeeth cholbe na.
Hadeeth ashchey after 200 years.
Hadeeth collect hobar ager oi 200 bosor jara hadeeth er book pannai...tader tahole ki hobe?
Etuku bujhlei bakita clear.
Hadeeth hadeeth er jaygay.
R Quran shobar upore.
Un parallel!
Shukran.
সজল ভাই এর ব্যাখ্খা এত তাৎপর্য পূর্ণ এবং তার উপস্থাপনা এত সাবলিল …
আল্লাহ আমাদের সঠিক পথ দেখাও
কোরান (৩৩:৫০) : হে নবী (সা.)! আমি তোমার জন্য বৈধ করেছি তোমার স্ত্রীগণকে যাদের মোহরানা তুমি প্রদান করেছ; আর বৈধ করেছি আল্লাহ ফায় (বিনা যুদ্ধে লব্ধ) হিসেবে তোমাকে যা দান করেছেন তার মধ্য হতে যারা তোমার মালিকানাধীন হয়েছে তাদেরকে, আর তোমার চাচার কন্যা ও ফুফুর কন্যাকে, তোমার মামার কন্যা ও তোমার খালার কন্যাকে যারা তোমার সঙ্গে হিজরাত করেছে। আর কোন মু’মিন নারী যদি নবীর নিকট নিজেকে নিবেদন করে আর নবী যদি তাকে বিয়ে করতে চায় সেও বৈধ, এটা মু’মিনদের বাদ দিয়ে বিশেষভাবে তোমার জন্য যাতে তোমার কোন অসুবিধে না হয়। মু’মিনগণের জন্য তাদের স্ত্রী ও দাসীদের ব্যাপারে যা নির্ধারিত করেছি আমার তা জানা আছে। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।
কোরান(৭০:৩০) : তাদের স্ত্রী অথবা অধিকারভুক্ত দাসীদের ক্ষেত্র ব্যতীত; এতে তারা নিন্দনীয় হবে না। [১] [১] অর্থাৎ, মানুষের যৌন-ক্ষুধা নিবৃত্তির জন্য দুটি বৈধ মাধ্যম রেখেছেন। একটি হল স্ত্রী। আর দ্বিতীয়টি হল অধিকারভুক্ত ( যুদ্ধবন্দিনী অথবা ক্রীত )দাসী। বর্তমানে এই অধিকারভুক্ত দাসীর ব্যাপারটা ইসলামের নির্দেশিত কৌশল অনুসারে প্রায় শেষই হয়ে গেছে। তবে আইনগতভাবে এই প্রথাকে একেবারে এই জন্য উচ্ছেদ করা হয়নি যে, ভবিষ্যতে যদি এই ধরনের অবস্থার সৃষ্টি হয়, তাহলে অধিকারভুক্ত দাসী দ্বারা উপকৃত হওয়া যেতে পারে। মোট কথা ঈমানদারদের এটাও একটি গুণ যে, তাঁরা যৌন-ক্ষুধা নিবৃত্তির জন্য ( উক্ত দুই মাধ্যম ছাড়া ) কোন অবৈধ মাধ্যম অবলম্বন করে না।
এই দুটো ব্যাখ্যা আপনি পড়ুন ও চিন্তা করুন. সন্দেহ থাকলে বাড়িতে কোরান থাকলে সেটা নিয়ে নিজে পড়ুন. আপনি নিশ্চই কখনও চাইবেন না আপনার স্বামী আপনাকে ছাড়া অন্য কোনো নারীর সাথে যৌন সম্পর্ক করুক. এটা উচিত নয় মনে হয় কারণ এতে সামাজিক মূল্যবোধ নষ্ট হয়. আমরা বনের পশু নয়, আমরা মানুষ,আমাদের নিজস্ব বোধবুদ্ধি আছে ,তাই আমরা নিজেদের সংযমে রাখতে পারি. কিন্তু যদি কোনো ধর্মগ্রন্থে এইরূপ কথা লেখা থাকে সেটা কি গ্রহণযোগ্য??? অনেকে বলবে এইসব সেই যুগের জন্যে ছিল এখন নেই. তবুও বলি - যেই যুগ হোক না কেনো। ধর্মগ্রন্থ তো সর্বদা এমন বিধান দেয় যা মানুষের উন্নতি করে ও সুস্থ ভাবে বাঁচতে শেখায়. ধর্মগ্রন্থ সর্বদা সকল মানুষ এর হয়ে কথা বলে ,কোনো নির্দিষ্ট জাতি বা সমপ্রদায়ের হয়ে নয়. এটা কি আপনি বুঝতে পারছেন ?? আমরা জানি যাহা স্বামীর তাহা স্ত্রীর. তাহলে ভোগ করার জন্যে স্ত্রী কি মূল্য দিতে হবে কেনো ?? যে মূল্য আমার কাছে আছে সেগুলোর ওপর অধিকার তো স্ত্রী এরও আছে. আপনি ভেবে দেখুন কোনো নারী কে ভোগ করার পর তাকে সেই মূল্য দিলে সেই নারীর পরিচয় কি হয়!!!! এইসব কি সামাজিক মূল্যবোধ এর বিরোধী নয়??? আপনি যদি সুস্থ মস্তিষ্কে ভেবে থাকেন ও নিজে বই খুলে পড়েন ও পড়াশুনো করেন তাহলে অবশ্যই আপনিও বুঝতে পারবেন এই প্রত্যাশা রাখি. শুভকামনা রইলো.
আমার দেখা অন্যতম সেরার সেরা একটি আলোচনা অনুষ্ঠান,অনেক ধন্যবাদ সজল ভাইকে চমৎকার বিশ্লেষণ করার জন্য। ধন্যবাদ আব্দুল্লাহ ভাই কেও, আর বিশেষ করে সাগর ভাই কে ধন্যবাদ এতো চমৎকার আয়োজন করার জন্য 🙏, আমার মনে হয় এই আলোচনার পুরো বক্তব্য বুঝার জন্য ঠান্ডা মস্তিষ্কে বারবার দেখা উচিত।
চমৎকার , গঠনমূলক আলোচনা । সজল ভাই চমৎকার করে কথা বলছেন এবং যুক্তিগুলো খুবই ভালো । কোরান মেনে চলতে হবে এটাই সত্য ।সব হাদিস ছহি নয়। এতো লম্বা আলোচনা এই প্রথম শুনলাম
অসাধারণ একটা ডিবেট ছিল। সবার সংগ্রহে রাখা প্রয়োজন। এটা ভালভাবে বোঝার জন্য প্রথমত সজল রোশান এবং উনার ধর্মীয় বিশ্লেষণের কিছু ভিডিও উনার ফেবুক বা ইউটিউব চ্যানেল থেকে দেখে নেয়া প্রয়োজন। আব্দুল্লাহ ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ উনাকে দ্বীনের একজন দায়ী হিসেবে কবুল করুক এবং সজল রোশান ভাইসহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক।
সজল ভাইকে আল্লাহ্ দ্বীনের সঠিক বুজ দান করুন । আমিন।
মুফাস্সিল ইসলাম ও ব্রাদার রাহুলের ডিবেট দেখতে চাই।
জ্বী ভাইয়া,,নাহলে সহজে কেও সজল ভাইয়ের কথাগুলা বুঝতে পারবেনা!!
সুন্দর বলেছেন
আল্লাহ সালাত বা নামাজ পড়তে বলেছেন। কিন্তু নামাজ কোন সময় কোন ওয়াক্ত বা পড়ার নিয়ম কি রকম তা কোরআনে নাই। কিন্তু রাসুল সঃ তা বলেছেন। সেই অনুযায়ী আমরা নামাজ পড়ি।
মাশাহ আল্লাহ আনেক সুন্দর আলোচনা করেছেন মাওঃআব্দুর রাজ্জাক সাহেব। আল্লাহ উনাকে নেক হায়াত দান করোক আমিন।আর এত সুন্দর আয়োজন করার জন্য ফেইছ দা পিপলকে ধন্যবাদ।
ওনার নাম আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক
অনেক সুন্দর আলোচনা।
যে যত বেশি অর্থ বুঝে কুরআন পড়বে! ততই জ্ঞানের গভীরে প্রবেশ করবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শে অফুরন্ত জ্ঞান ও সম্মানে সক্ষম হবেন। ইন-শা-আল্লাহ।
আলহাদুলিল্লাহ অনেক সুন্দর আলোচনা।।প্রিয় সাগর ভাই ব্রাদার রাহুল এবং চর্মোনায়ের পীরকে একসাথে বসিয়ে এরকম একটা আলোচনা দেখতে চাই।।আমরা ইসলামের আসল সৌন্দর্য দেখতে চাই।।পীরদের বিভিন্ন কেরামতির গল্প শুনে বিধর্মিরা মুচকি হাঁসে।।আমরা ঈমান নিয়ে মরতে চাই।।
Hoile khuboi valo hoy.
Yess
Amio chai
ধর্ম ব্যবসায়ী সব মোল্লা তো হাদীস পন্থী। তাদের জড়ো করে কি লাভ?
কুরআনে গভীর জ্ঞান আছে,এমন কারো কথা বলুন।
সজল সাহেব যে স্ট্যান্ডার্ডে কথা বলেছেন, বাক্য চয়ন করেছেন,
সেটা বোঝার লেভেলে আবদুল্লাহ সাহেব যেতে পারেন নাই, এমনকি সঞ্চালক এর ও নেই।
পুরোটা দেখেছি রাত জেগে। আবদুল্লাহ সাহেব শুধু তার সাজানো অধ্যায় বলে গেছেন। আর ডিবেট এর টপিক এ না থেকে বারবার এতদিন সজল সাহেব ভিডিও তে কি কি বলেছেন, বই এ কি কি লিখেছেন সেগুলো নিয়ে পূর্বলিখিত নোট পাঠ করে গেছেন।
আজ দ্বিতীয় বার পূর্ণ শুনলাম, মাঝখান সিরিয়াল হিসাবে খণ্ডিত গুলো অনেক বার শুনেছি। ধন্যবাদ সজল কে আমি এখন কোরআন শুনি অর্থ সহ।
দুইটা আয়াত পরিয়েন ১৪ নং সুরা আয়াত ৪। ১৯ নং সুরা আয়াত ৯৭
@@raselahmedKamrul আল-আনকাবূত ২৯ নং সুরার ৯৭ নং আয়াত কোথায় পেলেন ? আপনের কাছে ওহি মারফত পাঠানো হইছে নাকি ৯৭ নং আয়াত ?
আল-হামদুলিল্লাহ। দুজনের আলোচনাই খুব অর্থবহ হয়েছে। কোনো কাদা ছোড়াছুঁড়ি হয়নি। ভয়ে ছিলাম যে ইসলামের সৌন্দর্য নষ্ট হবে এই ডিবেটের মাধ্যমে। কিন্তু শুকরিয়া যে এরকম কিছুই হয়নি। আলোচনা মূলত এরকমই প্রফেশনাল হওয়া উচিত। সাগর ভাই, সজল ভাই এবং আব্দুল্লাহ ভাইকে অশংখ্য ধন্যবাদ এমন প্রাণবন্ত আলোচোনা উপহার দেয়ার জন্য।
Ameen
পবিত্র কুরআনকে অসম্মান করেছেন জনাব আব্দুল্লাহ
@green2reef খবরে হাদিস, গায়রে মাতলু হাদিসসহ অধিকাংশ হাদিস অস্বীকার করলেন সৌদি প্রিন্স মুহাম্মদ বিন সালমান। আহলে হাদিস এবং সালাফিদের গালে জুতার বাড়ি মারলেন সৌদির এই নীতি নির্ধারনী ক্ষমতাধর ব্যক্তি।
ruclips.net/video/xdP0VE_h_F8/видео.html
😂😂
❤❤❤
শেষে গিয়ে সাগর ভাইয়ের কথাটা অনেক অনেক ভালো লাগলো যে কোরআন ও হাদিসের ভিতরে সব কিছুর সমাধান রাখতে সাগর ভাই অসংখ্য ধন্যবাদ
ফেস দ্যা পিপুল অনুষ্ঠানের সর্বশ্রেষ্ঠ আলোচনা।মাওলানা সাহেব কে আল্লাহ দীর্ঘায়ু দান করুন্।আমিন।
Right
হুজুর এই ইসলামের অপপ্রচারকারীর সাথে আলোচনা করে লাভ নেই.
@@farukazam7187 কে অপপ্রচারকারী, ভাই?
আবদুল্লাহ পুরাই একটা অজাত................কোরআনের অপব্যাখ্যা দেয়..................ওরে লাগে জুতা দিয়ে পেটানো
মাশাআল্লাহ চমৎকার আলোচনা। মনোযোগ অন্য দিকে সরানোর কোন রাস্তা পাচ্ছি না।
ধন্যবাদ দুই জনকেই
সুনান অাত - তিরমিজি
হাদীস নং-৮৭৭
পরিচ্ছদ -৪৯
হজ্জ্ব অধ্যায়
ইবনু আব্বাস হতে বর্ণিত,,,,,,,
" হাজরে আসওয়াদ জান্নাত থেকে অবতরণের সময় দুধের চেয়েও সাদা ছিলো,
কিন্তু আদম সন্তানের পাপ এটিকে কালো করে দেয়।"
অথচ সত্যিটা হচ্ছে,
এই পাথর কালো হয়েছে আগুনে পুড়ে তাও আবদুল্লাহ্ ইবন জুবায়ের ( রাঃ) এর শাসনামলে।
তখন গিলাফও পুড়ে ছাই হয়ে যায়।
সেই থেকে মানুষের মুখে প্রচলিত,
মানুষের পাপের কারণে এই পাথর কালো হয়েছে।
আল্লাহ্ ছাড়া মানুষের গুনাহ্ মাফ করার আর কেউ আছে কি?
কেউ যদি বিশ্বাস করে,
এই পাথরের কোনো অলৌকিক ক্ষমতা আছে মানুষের পাপ শোষণ করে কালো হওয়ার তাহলে তো সেটা শিরক হয়ে যাবে।
কারণ,
আল্লাহ্ তাঁর গুনাহ মাফের ক্ষমতা কারোও সাথেই শেয়ার করেন না।
যে বিষয়ে আল্লাহ্ কোনো প্রমাণ নাযিল করেন নাই তাঁর কিতাবে,
সে বিষয়ে উজবেকিস্তানের নাগরিক ইমাম তিরমিজির লেখা হাদীসে বিশ্বাস এনে পরকাল ধ্বংস করবেন?
Tarpor ki bujlen
মাশাল্লাহ খুব সুন্দর আলোচনা করেছেন আব্দুল্লাহ বিন আব্দুরাজ্জাক,সাগর ভাইকে ধন্যবাদ যে আপনার অনুষ্ঠানে যারা অতিথি হিসেবে আসে কত নমনিয় ভদ্রতা বজায় রেখে কথা বলে আর কোন টকশোতে এই নিয়মটা দেখিনি
Sajal vai bodro manus
@@mdkibrea376 yes sajal Bhai is the best ❤️
আলোচনা এমনই হওয়া প্রয়োজন
@green2reef ভাই আল কুরআনের মধ্যেই নবী মোহাম্মদ এর উত্তম আদর্শ উল্লেখ আছে।
সুরা মোহাম্মদ নামে পুরো একটা সুরাই আছে।
আর আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সকল নবী রাসুল আমাদের জন্য এক একটা এক একটা আদর্শ।
আর আল-কোরআনের হেফাজতকারী আল্লাহ নিজেই। শত শত লক্ষ লক্ষ হাদিস আজকে আমাদের সমাজের জাল প্রমাণিত হয় তো আজ অব্দি শুনছেন কোরআনের একটা আয়াত জাল বা হাসান বাদ জয়ীফ যাই বলেন না কেন।
এটা সম্ভব না আর আপনি কিভাবে মনে করেন যেটা হয়ে যাবে আর আপনার মনে করায় কি শেষ কথা। কোরআন সংরক্ষিত আছে লাওহে মাহফুজে যেখানে আল্লাহ তায়ালা বিশ্বস্ত ফেরেশতা জিব্রাইল আমিন কে দিয়েছে।
নিশ্চয়ই কোরআনের হেফাজতকারী আল্লাহ পাক নিজেই।
ভাই আপনার চিন্তা ধারণা ভালো তবে কোরআন পড়েন বুঝে পড়েন ভাই কারো পক্ষে বলেন না।নিজে বুঝে পড়েন
সালাম
@green2reef ভাই এই হুকুম কে দিয়েছে
আল্লাহ পাক দিয়েছেন।
তথ্যবহুল আলোচনা, এরকম ডিবেট আরো হওয়া উচিৎ। জাজাকাল্লাহ খাইরান
সজল আর আব্দুল্লাহ এর মুচকি হাসিটা খুব ভালো লাগছে,,,,,এই আলোচনা সত্যি মুগ্ধ করেছে,,,,,
আল্লাহ্ আমাদে সিরাতুল মুস্তাকিম দান করুন,,,,,
আব্দুল্লাহ ভাই মনোযোগ দিয়ে প্রশ্ন শুনেননি। উনি আসে পাশে কথা বলা আর হাসাহাসিতে একটু বেশি ব্যাস্ত ছিলেন।
তাই সজন ভাইকে ভুল বুজেছে।
সজল ভাই আপনাকে অনেকে অনেক ধন্যবাদ আপনি কুরআন থেকে অনেক কিছু স্পষ্ট করে দিয়েছেন যদি কারো জ্ঞান থাকে তাহলে সে তার জ্ঞান এবং দলিল দিয়ে বুঝে নিবেন
@@ALLTIMEBD,
সজল ভাইতো আপনার মতো এই অভিযোগ করেনি, তাহলে কেনো আসছেন এখানে বিভেদ তৈরি করতে।
@@mrfoysal1879 ভাই। এইমাত্র আমার কমেন্টস এর নিচে আপনি যেমন আপনার মতামত টা তুলে ধরলেন। তাতে কোনো সমস্যা হয়েছে আমার মনে হয় না। ঠিক তেমনি আমিও আর দশজনের মত আমার ব্যক্তিগত মতামত দিয়েছি.। তাতে আপনার কোথায় লাগলো?
@@ALLTIMEBD,
না ভাই আমি আপনার মতলব তুলে ধরলাম মাত্র।
জাযাকাল্লাহ খায়ের অসাধারণ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাইকে অসংখ্য মোবারকবাদ জানাই। তিনি অত্যন্ত সুন্দর ভাবে আলোচনা করেছেন।
খুবই সময় উপযোগী একটা ডিবেট। আমি সজল রোশান ও আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এর অনেক ভিডিও আমি মনোযোগ দিয়ে শুনি। দুজনের কথায় আমাদের সত্য পথের সন্ধানের রাস্তা পাওয়ার উৎসাহ পাই । আল্লাহ দুজন কে হায়াতে তাইয়াবা দান করুন। তবে আমি কোরআন হাদিস, আল্লাহ, সঠিক সরল পথ অনেক খুঁজেছি, খুঁজেতে খুঁজেতে এক সময় আমি ক্লান্ত, ক্ষুদাত্র।মনের ক্ষুধায় অনেক পথে হেঁটেছি,অনেক কেঁদেছি। সজল রোশনে কথায় আমি সুরা ফাতিহার সরল পথ ও ইসলামের সুন্দর্রয্য বুঝার জন্য কোরআন বুঝে পড়ার আগ্রহ অনুভব করলাম। আল্লাহ আমাদের ক্ষমা করে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন
খুবই দুঃখজনক যে এতো দীর্ঘ সময় নিয়ে যে আলোচনা দেখলাম , সেখানে রাজ্জাক সাহেব বলেই ফেললেন যে কোরানে আপত্তিকর কথা আছে , কিন্তু হাদিসে নাই। এতে তিনি কি বুঝতে চাইলেন পরিষ্কার করলে ভালো হয়। আমি নিজ ভাষায় অনেকবার কোরান পড়েছি। এবং নিশ্চিন্তে বলা যায় রাজ্জাক সাহেব চরম শিরক এর কাজ করেছেন। উনার উচিত আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়া।
ruclips.net/video/voZx3nHnzdw/видео.html রাহুল ভাই এর মুখ থেকে শুনুন সজল একজন মিথ্যাুক। খন্ডন
ঠিক
এত সুন্দর একটা আয়োজন করার জন্য
ফেস দ্যা পিপল কে আল্লাহ কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন এবং আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত সিরাতুল মুস্তাকিমের উপর থাকার তৌফিক দান করুন।
আমার একটা প্রস্তাব, মৌলানা সাহেব ও আসিফ মহিউদ্দিন সাহেবের মধ্যে ডিবেটের আয়োজন করা যায় কিনা?
সুন্দর আলোচনার জন্য উভায়কে আমার আন্তরিক অভিন্দন শুভেচ্ছা ও
@green2reef ঠিক বলেছেন
আব্দুল্লাহ ভাইয়ের শব্দ চয়ন আর সৌজন্যতা দেখে অবাক হয়েছি আসলে যে যতটা জ্ঞানী সে ততটা ভদ্র
সজল ভাইয়ের উচ্চতর রিসার্চ আর প্রশ্ন গুলোর কারনেই সঠিক বেঠিক ব্যাপার গুলো বুজতে পেরেছি।
সাগর ভাই এই আলোচনাটাই আপনার সর্বকালের সেরা আয়োজন, এই রকম আরো আলোচনা চাই
@@irinpervin1254 eta kajer buyar oggota bukhari muslimer dost a koi?
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আব্দুল্লাহ ভাইয়ের ইলম ও আমলের মধ্যে আরও বারাকাহ দান করুন!
আমিন....
Amin
এই দীর্ঘ আলোচনায় সবচেয়ে সুন্দর দিকটা হচ্ছে সাগর ভাই এর ক্যান্ডিডেট সিলেকশন । দুইজন ই যোগ্যতাসম্পন্ন মানুষ। আমি ধন্যবাদ জানাই সাগর ভাই কে বিচক্ষণতার সাথে ক্যান্ডিডেট নির্বাচন করার জন্য । আলোচনা খুব ই সুন্দর এবং ফলপ্রসূ হয়েছে। বুদ্ধিমান মানুষ রা সঠিক দিক নির্দেশনা বের করতে পারবে বলে আমি বিশ্বাস করি।
সজলের যোগ্যতাটা কোথায় যেন?
***Abdullah er achoron robotic o omarjito..ojothai hashe,,side e Kotha bole,,titkari Marka hasi..nijeke beshi gani Mone kore...ebong hudai normal reference DEI...tar vitor je faka ta bojha jai***
@@mohammadarifhasanbhuiyan9379 এদেশের গরু-ছাগল ?😁😅🤣এদেশের গরু-ছাগল মোল্লার রয়েছে সুনির্দিষ্ট ইতিহাস। নবী কান্নাকাটি করলেও এ ইতিহাস মুছে যাবার নয়। এদের কবরে শুয়ে থাকা ওস্তাদরা তাদের শিখিয়েছে, "কোরআন বোঝা এত সহজ নাকি ? কোরআন কঠিন। আমরা নবীর চেয়ে বেশি বুঝবো নাকি ? হাদিসে সব আছে। হাদিস পড়লেই হবে। আমাদের কাছে চলে আসবেন। (আমাদের দোকান খোলা আছে। আমাদের পেট....
যে মোল্লার কবলে পড়েছে সেই সবচেয়ে হতভাগ্য। কেননা কেউ তাকে বাচাতে পারবে না এবং সে না মানুষ না পশু না ভূত - এমন কিম্ভূতকিমাকার অবস্থায় অন্যদেরও বিভ্রান্ত করবে। কেননা এরা কোরআন এর কোন জ্ঞান রাখে না। শুধু হাদিস মুখস্ত করে।
@@mohammadarifhasanbhuiyan9379 ইউটিউব মুহাদ্দেস
⁰⁰ all ¹¹@@mohammadarifhasanbhuiyan9379
জীবনে প্রথমবারের মত এত সুন্দর একটি টকশো দেখলাম।
আল্লাহ্ আমাদের সবাইকে সঠিক ইসলাম
জানার ও মানার তৌফিক দান করুক। আমিন
সজল সাহেব যে স্ট্যান্ডার্ডে কথা বলেছেন, বাক্য চয়ন করেছেন,
সেটা বোঝার লেভেলে আবদুল্লাহ সাহেব যেতে পারেন নাই, এমনকি সঞ্চালক এর ও নেই।
পুরোটা দেখেছি রাত জেগে। আবদুল্লাহ সাহেব শুধু তার সাজানো অধ্যায় বলে গেছেন। আর ডিবেট এর টপিক এ না থেকে বারবার এতদিন সজল সাহেব ভিডিও তে কি কি বলেছেন, বই এ কি কি লিখেছেন সেগুলো নিয়ে পূর্বলিখিত নোট পাঠ করে গেছেন।
Borong bisoy ta ulto sajal ke aro parte hobe Abdullah er level e pouchete.
@@musfaque true
@@musfaque হেদায়াতের মালিক আল্লাহ। একটা ডিবেট দেখার পর যার অন্তরে বক্রতা আছে তাকে আল্লাহ পথভ্রষ্ট করবেন। তাই পথভ্রষ্টদের জন্য কোন কষ্ট পাওয়ার কিছু নেই। আমিও আপনার জন্য পাচ্ছি না।
@@musfaque Sorry mate Sojol vai paid wrong guy.
আমি একজন আহলে হাদীস, তবে সজল ভাই এর ধৈর্য, এবং গঠনমূলক আলোচনা শুনে আমি মুগ্ধ,। আমি ২ বার দেখলাম ৩+৩ ৬ ঘন্টা দেখেছি। আল্লাহ আপনার নেক হায়াত দান করুক।
সজল রোশন সাহেবের ধৈর্য এবং ভদ্রতা এবং স্থিরতা আমাকে মুগ্ধ করেছে, আর যারা এখানে একটা বিশৃঙ্খলা বিবাদের আশা করছিলেন তাদেরকে হতাশ করেছে।
জি আলহামদুলিল্লাহ। সজল রওশন তার অজ্ঞতা প্রমানে উচ্চবাচ্য করে নি। ভদ্রতার সাথে নিজের অজ্ঞতাকে মেনে নিয়েছেন। তাই বিশৃঙ্খলা হয় নি আলহামদুলিল্লাহ।
👍👍👍
@@m.k.8021 অজ্ঞতার ব্যাপার আসলো কিভাবে???তিনি তার ধ্যান ধারণা থেকে কথা বলেছেন।পৃথিবীতে ৮৫০ কোটি মানুষদের মধ্যে ৬০০ কোটি অমুসলিম তার মানে তারা কি সবাই অজ্ঞ????
@@m.k.8021 ❌অাব্দুল্লা এর মতে,,,কোরঅান নাকি পরিপূর্ণ কিতাব নয়।
But মহান অাল্লাহ বলেন,,,
شَهِيدًا عَلَى هَـؤُلاء وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِّكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ
সেদিন প্রত্যেক উম্মতের মধ্যে আমি একজন বর্ণনাকারী দাঁড় করাব তাদের বিপক্ষে তাদের মধ্য থেকেই এবং তাদের বিষয়ে আপনাকে সাক্ষী স্বরূপ উপস্থাপন করব।
আমি আপনার প্রতি গ্রন্থ (কোরঅান) নাযিল করেছি যেটি এমন যে তা প্রত্যেক বস্তুর সুস্পষ্ট বর্ণনা, হেদায়েত, রহমত এবং মুসলমানদের জন্যে সুসংবাদ।।
[সুরা নাহল - ১৬:৮৯]
সজল ভাই অনেক ভদ্র মানুষ
আলহামদুলিল্লাহ খুব সুন্দর আলোচনা। অনেক কিছু জানতে পারলাম। দুইজনে অনেক ভাল বলেছেন। মহান আল্লাহ বলেছেন তোমরা কোরআনের যতটুকু বোঝ ততটুকু মানো। সুতরাং কুরআনকে ভালোভাবে বুঝতে চাইলে অবশ্যই সহি হাদিসের সহায়তা নিতে হবে।
আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাই এর নেক হায়াত বাড়িয়ে দিক আল্লাহ। এতো অল্প বয়সে কতো সুন্দর করে উপস্থাপন করলেন কোরয়ান ও হাদিসের গুরুত্ব। মাশাল্লাহ ❤️
তিরমিজি ৮৭৭ এ শির্ক আছে।
আব্দর রাজ্জাক এতই জ্ঞানী তাইত সূরা মায়েদা ৪৪ নাম্বার আয়াত পরেনা। ধর্ম ব্যবসায়ী
দোয়া করি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক যেন আরো সহিহ হাদিস লিখতে পরেন।
@@shamsulkhan4542, হাদিস ও হাদিসের সংকলনের ইতিহাস সম্পর্কে তৃমি মিসকিন! ইসলাম সম্পর্কে কতটা জ্ঞান আছে তা প্রশ্ন সাপেক্ষ!
আবদুল্লাহর উচিত আরও একটা হাদিসের বই রচনা করা...........নাম হবে সহীহ আবদুল্লাহ ................ মার্কেটে ভালো চলবে কারণ এদেশে হাদিস ব্যবসায়ী জুব্বা পরা হুজুর দের বিশ্বাস করা পাবলিকের সংখ্যা বেশি
সহজ ভাইয়ের আলোচনায় ইসলামের মহিমা ফুটে উটেছে।
ইসলাম তো এমন মার্জিতই হওয়ার কথা। নবিজী (সঃ) এমন ব্যবহার ও বিনয়ী হতেই বলেছেন। ধন্যবাদ সহজ ভাই।
R8
@@SujonSokhi-g5uggggggggggggggggggggggggggggggggggggggggggggggffffffggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggffgggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggfffgggggggggggggggggggggggffffgggggggggfffffffffffffffffffggfffffffffffffffffffffgggggffffffffffffffffffffgfffffffggggggggfgggggggfffffffggffffffffffffffffgffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffcccccccccccccffffçccccccccccccççcccccccccccçcccccccccccccccçcccccccccçcccccccçcccccccçcc
Cccçccççcccccccccc
সজল
ইসলামের ব্যাপারে সজল সাহেব একজন নাবালক বলেই মনে হল।। উনার মনে যদি কোন প্রশ্ন আসে সেই ব্যাপারে আলেমদের সাথে বসে আলাপ-আলোচনা করা উচিত। উনার আরো জ্ঞান অর্জন করা উচিত। উনার মনে প্রশ্ন আসলো আর সেই গুলো প্রচার করা শুরু করল উনি আসলে কিছুই জানেনা কোরআন হাদিসের। উনি যেটা করছেন সেটা হচ্ছে বিভ্রান্তি ছড়াচ্ছেন।। 😢😢উনার উচিত কোরআন হাদিস ব্যাপারে পড়াশোনা করা আলেমদের সাথে যোগাযোগ করা।।
দু,জনেই গবেষণা মূলক দক্ষ আলোচক। পুরাটাই শুনলাম। অনেক অজানা বিষয় ভানতে পারলাম। এমন অনুষ্ঠান আরো দেখতে চাই। সকলের প্রতি রইলো আন্তরিক অভিনন্দন।
পুরো আলোচনা শুনলাম,অনেক ভাল লাগলো, ধন্যবাদ সজল রোশন ভাই এবং আবদুল্লাহ ভাইকে এবং আয়োজকদেরকে, সঠিক মত ও সঠিক পথেই হোক আমাদের জীবন এর এগিয়ে চলা।
মাশাআল্লাহ সজল রোসান সাহেবের ধৈর্য ও ভদ্রতায় আমি মুগ্ধ ____ ২ জন কে ধন্যবাদ
Right brother
আমাদের করণীয়, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে, কুরআনের ভুলে যাওয়া অংশকে হাই লাইট করার যে চেষ্টা সজল রোশান ভাই করেছেন, তা অপরিসীম গুরুত্বের। আলোচনায় হুজুর বেশ কিছু জিনিস পরিস্কার করেছেন বৈকি; কিন্তু এতে সজল ভাইয়ের মুল্যবান রিসার্সকে ঢেকে, গতানুগতিক বিশ্বাসকেই প্রতিষ্ঠা করা হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে বর্তমান পরিস্থিতি বুঝে, সজল ভাইয়ের রিসার্সকে কাজে লাগানোর সৌভাগ্য দান করুন। আমিন। সবাইকে ঈদ মোবারক
@@bdispr8120 Right
@@bdispr8120 যেই লোক কুরআনের অর্থ বুঝে ইংরেজি অনুবাদ থেকে, তাকে নিজের চুরান্ত নেতা হিসেবে নেওয়ার আগে একটু ভাববেন। এই লোক আমাদের ফাটল গুলোকে ব্যবহার করছেন এবং আলেমদের থেকে আলাদা করে আমাদের অনাথ বানাচ্ছেন। সজল ভাইকে আল্লাহ হেদায়েত দান করুন।
@@sinfulbeliever8390 ইংরেজি অনুবাদ থেকে শুনলে সমস্যা কি? আল্লাহ আপনাকে হেদায়াত দান করুন।
সজল রোশন স্যার কে আমি
২০১০ থেকেই চিনি।
তিনি অনেক জ্ঞানী একজন মানুষ
তার ট্রেনিং গুলো দুর দান্ত
ruclips.net/video/voZx3nHnzdw/видео.html রাহুল ভাই এর মুখ থেকে শুনুন সজল একজন মিথ্যাুক। খন্ডন
1:32:27 🔥 Nice answer
@@mirazislam070
তিরমিজি ৮৭৭ এ শির্ক বিদ্যমান
@@mirazislam070 এদেশের গরু-ছাগল ?😁😅🤣এদেশের গরু-ছাগল মোল্লার রয়েছে সুনির্দিষ্ট ইতিহাস। নবী কান্নাকাটি করলেও এ ইতিহাস মুছে যাবার নয়। এদের কবরে শুয়ে থাকা ওস্তাদরা তাদের শিখিয়েছে, "কোরআন বোঝা এত সহজ নাকি ? কোরআন কঠিন। আমরা নবীর চেয়ে বেশি বুঝবো নাকি ? হাদিসে সব আছে। হাদিস পড়লেই হবে। আমাদের কাছে চলে আসবেন। (আমাদের দোকান খোলা আছে। আমাদের পেট....
যে মোল্লার কবলে পড়েছে সেই সবচেয়ে হতভাগ্য। কেননা কেউ তাকে বাচাতে পারবে না এবং সে না মানুষ.. - এমন কিম্ভূতকিমাকার অবস্থায় অন্যদেরও বিভ্রান্ত করবে। কেননা এরা কোরআন এর কোন জ্ঞান রাখে না। শুধু হাদিস মুখস্ত করে।
হুজুরেরা ফতোয়া দিতে দিতে সহজ ইসলামকে কঠিন থেকে কঠিনতর করে ফেলেছে।
Sala pagol
কুরআনে নামাজ রোজা যাকাত হজ কথা বলা আছে অশ্লীলতার থেকে বাঁচার কথা বলা আছে উত্তম ব্যবহারের কথা বলা আছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার কথা বলা আছে মাতা পিতার সাথে ভালো ব্যবহার সহ অনেক কিছু বর্ণনা আছে কিন্তু এইগুলা বাস্তবে কিভাবে নিজের জীবনে প্রয়োগ করব তা মোহাম্মদ সাল্লাহু সাল্লাম দেখাইয়াছেন। আমি অনেক চেষ্টা করেছি কোরআন হাদিস পড়ার এতে যা বুঝলাম হাদিস মানার দ্বারা মূলত কোরআনকেই পুরাপুরি মানা হয় সুন্দর ভাবে আর হাদিস ছাড়া কোরআনের এরকম অনেক হুকুম আছে যেগুলা মানতে গেলে মানুষ ঘুরপাক খাবে। সর্বোপরি কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করি আল্লাহরই হুকুম মান্য করে। আল্লার এই দাসত্ব করি আর সমস্ত কাজ আল্লাহর এই সন্তুষ্টির জন্য করে। আমরা কোন ব্যক্তি এমনকি নবীর জন্য এবাদত করি না আল্লাহর সন্তুষ্টির জন্য করে।
আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের প্রতি ভালবাসা আরো বেড়ে গেল । অনেক কিছুই জানতে পারলাম তার আলোচনায় ।।
@@irinpervin1254 আপনি মনে হয় লেকচারটা পুরো মনযোগ সহকারে শোনেন নি । আপনি কি কুরআনের ব্যাখ্যা করতে পারবেন । করলে কিসের ভিত্তিতে করবেন ? হয় শাব্দিক অর্থ নয়তো অন্য মুহম্মদ সাঃ এর ব্যাখ্যা নিতে হবে । যদি আপনি নিজেই সব জানতেন তাহলে তো আপনি নিজেই মুস্তাহিদ হতেন । আর কুরআনের ব্যাখ্যা কোন মুস্তাহিদ নিজে থেকে দেননি । মহানবী সাঃ এর কথাই সংকলিত হয়েছে হাদিসে ।।
আহলে কুরআন নামক দলটি মূলত খৃষ্টান মিশনারী।
এদের প্রধান লক্ষ্য মুসলিমদেরকে রাসূল সাঃ এর হাদিস থেকে বিমুখ রাখা ও হাদিসের প্রতি কূটকৌশলে অনাস্থা তৈরী করা !
তারা ভালো করেই জানে হাদিসগুলো কুরআনের খাদেম তাই হাদিস থেকে সরাতে পারলেই কুরআনের ভূল ব্যাখ্যা করে মুসলিমদেরকে খৃষ্টান বানানো সহজ হবে!
এদের মিথ্যাচার হতে বাঁচুন,যার যার ঈমান হেফাজত করুন।
ইসলাম=কুরআন+ রাসূল (সাঃ) এর সুন্নাহ ও হাদীস
@মুহাম্মদের গনিমতের মাল নাউজুবিল্লাহ । আল্লাহ আপনাকে সহীহ বুঝ দান করুন ।। আল্লাহ আপনাকে মানুষের বানানো ধর্ম ছেড়ে ইসলামের ছায়াতলে আসার তৌফিক দান করুন
@@islamictv5585 যাযাকাল্লাহ খাইরান ।।
সামান্য ব্যতিক্রম ছাড়া, আমার দেখা সেরা অনলাইন ইসলামিক আলোচনা, ধন্যবাদ সবাই কে।
Very good
যারা কূরআন ছাড়া অন্য কোন মানুষের লেখা হাদীস মানবে বা আমল করবে তারা মুশরিক মুনাফিক ২/৭৯, ৫/৪৮
আঃ রাজ্জাক ভাই আল্লাহর কূরআন ঝুঝার জন্য তার নিকট প্রার্থনা করুন তিনি যদি অনুগ্রহ করেন।৭৫/১৬,১৭,১৮,১৯ পাঠ দেখুন।
আমি মুগ্ধ হয়ে গেলাম দুজনের আলোচনা শুনে দুজনেই অনেক সুন্দর আলোচনা করেছেন, দুজনেই খুব সুন্দর ভদ্রতা বজায় রেখেছেন , আল্লাহ তায়ালা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে অনেক সুন্দর জ্ঞান দান করেছেন, হে আল্লাহ তুমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে আরো অনেক সুন্দর উচ্চ জ্ঞান দান করো , আল্লাহ তুমি সজল ভাইকে সঠিকটা বুঝার তৌফিক দান করো, এত সুন্দর আলোচনা আমরা আরো চাই, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ্ দুজনের বিশ্লেষন খুবই তাৎপযপূর্ণ ও জ্ঞান গভীর আলোচনা। এখানে একটা বিষয় খেয়াল করলাম যে, আব্দুল্লাহ্ বিন আব্দুর রাজ্জাক সাহেব যখন কথা বলছেন তখন খুব মনোযোগি শ্রোতা হয়ে উপস্থাপক ও সজল রোশান শুনছেন কিন্তু সজল রোশান যখন বক্তব্য পেশ করছেন তখন আব্দুর রাজ্জাক ভাই অন্য কারোও সাথে আরোচনা করছেন বা তার থেকে কোন নোট নিচ্ছেন। কোন ডিবেটের তো এভাবে হয় না। আর আমি তো ভাই কোন আলেম নই তবুও কোরআনের আলোকে আমার যতটুকু জ্ঞান হয়েছে নবীর আনুগত্য মানেই আল্লাহ্’র আনুগত্য এটা কোন ক্ষেত্রে যখন কোন যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহন করছেন তখন সেনাপতি কে হবেন, কিভাবে যুদ্ধ পরিচালনা করবে এটা নবী মুহাম্মাদ (সা:) নির্দেশ দিতেন সেটাকে মান্য করার কথা বলা হচ্ছে, এটা তো আল্রাহ্ ওহীর মাধ্যমে বলেননি এই ধরনের অনেক আনুগত্য যা কোরআনে বর্ণিত নাই কিন্তু প্রয়োজনে নির্দেশ দিয়েছেন, কোন কথা যদি সাহাবীরা জানতে চাইতো তা যদি কোরআনে না থাকতো তাহলে তিনি ওহীর মাধ্যমে যা জানতেন তাই বলতেন, তারপর এক যাত্রায় নবী (সাঃ) এর স্ত্রীকে নিয়ে অনেকে সন্দেহে অপবাদ দিয়েছিলেন সেই অপবাদের বিপক্ষেও আল্লাহ্ ওহী নাযিল করে জানাইয়া দিয়েছেন, আসলে কোরআনের সাথে সাংর্ষিক কোন হাদীস আমাদের মানা উচিত নয়।
Eta apnr Qur'an hadith nie deep knowledge na thakar jonno eta mone hocce, Qur'an o sohi Hadith kokono birodi hote pare na, juge juge kono boro alem birodi bole nai,
ঠিক
এই চ্যানেলটা যে ইসলামের কতোটা উপকার করিতেছে আমাদের ধারণার বাইরে আল্লাহ তুমি সাগর ভাইকে উত্তম পতিদান দাও আমিন
সত্য বলেছেন
আহলে কুরআন অর্থাৎ হাদিস অস্বিকারকারী নামক দলটি মূলত খৃষ্টান মিশনারী।জাতি আজই ওদের প্রতারণা থেকে সচেতন হোন ও ঈমান হেফাজত করুন।
মুফাস্সিল ইসলাম ও ব্রাদার রাহুলের ডিবেট দেখতে চাই।
চমৎকার আলোচনা। দুজনকেই মোবারকবাদ।
আমাদের করণীয়, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে, কুরআনের ভুলে যাওয়া অংশকে হাই লাইট করার যে চেষ্টা সজল রোশান ভাই করেছেন, তা অপরিসীম গুরুত্বের। আলোচনায় হুজুর বেশ কিছু জিনিস পরিস্কার করেছেন বৈকি; কিন্তু এতে সজল ভাইয়ের মুল্যবান রিসার্সকে ঢেকে, গতানুগতিক বিশ্বাসকেই প্রতিষ্ঠা করা হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে বর্তমান পরিস্থিতি বুঝে, সজল ভাইয়ের রিসার্সকে কাজে লাগানোর সৌভাগ্য দান করুন। আমিন। সবাইকে ঈদ মোবারক
ইনশাআল্লাহ আব্দুল্লাহ ভাই ভবিষ্যতে অনেক বড় মানের ইসলামিক গবেষক হবে, ইতিহাস হয়ে থাকবে
ইনশাআল্লাহ
মহান আল্লাহ
আব্দুল্লাহ ভাইয়ের ইল্ম আরোও বৃদ্ধি করুন আমিন
আমিন
আমিন
খুবই দুঃখজনক যে এতো দীর্ঘ সময় নিয়ে যে আলোচনা দেখলাম , সেখানে রাজ্জাক সাহেব বলেই ফেললেন যে কোরানে আপত্তিকর কথা আছে , কিন্তু হাদিসে নাই। এতে তিনি কি বুঝতে চাইলেন পরিষ্কার করলে ভালো হয়। আমি নিজ ভাষায় অনেকবার কোরান পড়েছি। এবং নিশ্চিন্তে বলা যায় রাজ্জাক সাহেব চরম শিরক এর কাজ করেছেন। উনার উচিত আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়া।
@@musfaque,
ভাই আপনি রাজ্জাক ভাইয়ের কথা বুঝতে পারেননি, ভিডিওটা আবার দেখেন।
Ji, Abdullah shaheb obosshoi quran somporkey aapottikor kotha bolechhen. Video ti thanda mathai dekley je keo bujhte parben. Era ki Yazid er onushari? Na holey Quran e hotta kortey bolar Ayat chhara tar chokhey aar kichhui porlo na ken?
সজল রোসন স্যার অসাধারণ অসাধারণ
মাশাআল্লাহ যাজাকাল্লাহ খাইরান।আল্লাহ আমাদের তৌফিক দেন কুরআন & সহীহ হাদীস জানা +মানা।
আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের প্রতি ভালবাসা আরো বেড়ে গেল । অনেক কিছুই জানতে পারলাম তার আলোচনায় ।।
মুফাস্সিল ইসলাম ও ব্রাদার রাহুলের ডিবেট দেখতে চাই।
@@irinpervin1254 ruclips.net/video/sZGkDg1daHE/видео.html
এদেশের গরু-ছাগল ?😁😅😆এদেশের গরু-ছাগল মোল্লার রয়েছে সুনির্দিষ্ট ইতিহাস। নবী কান্নাকাটি করলেও এ ইতিহাস মুছে যাবার নয়। এদের কবরে শুয়ে থাকা ওস্তাদরা তাদের শিখিয়েছে, "কোরআন বোঝা এত সহজ নাকি ? কোরআন কঠিন। আমরা নবীর চেয়ে বেশি বুঝবো নাকি ? হাদিসে সব আছে। হাদিস পড়লেই হবে। আমাদের কাছে চলে আসবেন। (আমাদের দোকান খোলা আছে। আমাদের পেট....
যে মোল্লার কবলে পড়েছে সেই সবচেয়ে হতভাগ্য। কেননা কেউ তাকে বাচাতে পারবে না এবং সে না মানুষ না পশু না ভূত - এমন কিম্ভূতকিমাকার অবস্থায় অন্যদেরও বিভ্রান্ত করবে। কেননা এরা কোরআন এর কোন জ্ঞান রাখে না। শুধু হাদিস মুখস্ত করে।
ধন্যবাদ সাইফুর সাগর ভাই।
আমার প্রিয় চ্যানেন ফেস দ্যা পিপলস জনগনের জন্য যত কল্যাণকর কাজ করে দিয়েছে সমস্ত টিভি চ্যানেলের সমস্টি তা দিতে পারে নি আলহামদুলিল্লাহ
💟রাইট ভাই, সাগর ভাইয়ের জন্য কান্না করে দোয়া করতে মন চাচ্ছে। আল্লাহ তায়ালা প্রান প্রিয় সাগর ভাইকে নেক হায়াত দান করা 💟
আসসালামুয়ালাইকুম
সাগর ভাই হানাফী এবং সালাফি মধ্যে যে পার্থক্য সেই বিষয়ে একটি ডিবেট করতে পারলে আমাদের সবার উপকার হবে
মুফাস্সিল ইসলাম ও ব্রাদার রাহুলের ডিবেট দেখতে চাই।
@KAWSAR Ahmed ওরা ইহুদি খ্রিস্টানদের দালাল... বাংলায়ও দালাল, ইংরেজিতেও দালাল, হিন্দিতেও দালাল
@@irinpervin1254 নাম দেখে মুসলিম মনে হলেও, ইসকনের সদস্য, কোন সন্দেহ নেই
সজল ভাই এর জন্য শুভকামনা।।
বাংলাদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি
কিন্তু ধর্মীয় জ্ঞান কম।।
ড.খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর (রাহী)
সজল রোশানের কথা ১০০% যুক্তিসঙ্গত। আর আব্দুল্লাহ কুরআন বিমুখ।
Right মুসা আ: ঈসা আ: তাদের মৃত্যুর পর তাদেরকে অনুসরণ করার জন্য আসমানী কিতাব তাওরাত ও ইন্জিল ব্যাখ্যা করার ক্ষেত্রে যে হাদীস এসেছিল ছিল সেগুলোর নাম কি? আর হাদীস যদি নাই ছিল তাহলে তাওরা, ইন্জীল কিতাবের অনুসারীরা তাদের নবীদের অনুসরণ কিভাবে করত। করআনে দেখা যায় তারা মুলত আসমানী কিতাবের অনুসরণ করত। হাদীস অনুসরণ করতনা। আল্লাহ্ বনীইস্রাইলদেরকে বলছে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তাওরাত আনো এবং পড়ে দেখো। আল্লাহ্ হাদীস পড়তে না বলে তাওরাত পড়তে বলল কেন? যদি হাদীস বিধান হয়ে থাকে।
@@neyamatsumon উদাহরণ কি আর বিশ্বাস কি এটাই বুঝলেন না। আল্লাহ আপনাকে প্রজ্ঞা দান করুন।
@green2reef সালাম নিবেন। খুব ভালো লাগলো এখানে ও আপনার কমেন্ট এর জন্য।
So funny, Abdullah jahangir sir rahimaullah nijei ei Hadith oshikar kari der vhul bolsen,
খুব খুশি হলাম অনেকদিন পর এমন একটা গভীরতম আলোচনা শুনলাম আব্দুল্লাহ ভাইয়ের কাছ থেকে,জাযাকাল্লাহ খায়রান.
দুজনের আলোচনা থেকে আমি উপকৃত হলাম। কোরআনে যা আছে তা তো মেনে চলবো সাথে হাদিসের সাহায্য নিবো যা সবার কাছে গ্রহণযোগ্য। আল্লাহ তা'য়ালা আমাদের সঠিক টা মেনে চলার তৌফিক দান করুন, আমিন !সজল ভাইকে ধন্যবাদ,স্বশিক্ষিত । আবদুল্লাহ ভাইকে ধন্যবাদ, ইসলামী পথে শিক্ষিত।
ঠিক
Sajol vi ke niye amio onk didha donde silam aj shob clear holo
আমি একমত।
মহান আল্লাহ পবিত্র কোরআনের বহু আয়াতে রাসূল সঃ কে মেনে চলার নির্দেশ দিয়েছেন | রাসূল সঃ তাঁর অনেক বাণীতে তাঁর উম্মাতকে কিভাবে পৃথিবীতে চলতে হবে এবং কিভাবে দৈনন্দিন জীবন পরিচালনা করতে হবে সে বিষয়ে উপদেশ দিয়ে গেছেন - যার নামই রাসূল সঃ এর হাদিস ؛ আর এসকল উপদেশ তিনি মহান আল্লাহর নির্দেশেই প্রদান করেছেন |মহান আল্লাহর অনুমোদন ছাড়া রাসূল সঃ কিছুই করেননি | রাসূল সঃ এর পবিত্র মুখ নিঃসৃত হাদিস যে মানবেনা তার পরিণতি সম্পর্কে মহান আল্লাহ নিম্নের আয়াত সমূহে বর্ণনা করেছেন - কাজেই, মিঃ সজল আসুন তর্কের খাতিরে তর্ক না করে মহান আল্লাহকে ভালোবেসে সত্যকে অনুধাবন করতে শিখি | আত্মম্ভরিতা পরিত্যাগ করি| মিঃ সজল, নিজের ভুল সংশোধন করে নিন সময় ফুরানোর আগেই| আখিরাতের নাজাতের কাছে দু - দশটা ভুল চিন্তার ফসল / বই পৃথিবী থেকে মুছে ফেলাটা এমন কিছুই নয় | আসুন নিচের আয়াত সমূহ অনুধাবন করি এবং নিজের চিন্তাধারা সংশোধন করি :
সূরাঃ আন-নূর [24:63]
لَّا تَجْعَلُوا۟ دُعَآءَ ٱلرَّسُولِ بَيْنَكُمْ كَدُعَآءِ بَعْضِكُم بَعْضًا قَدْ يَعْلَمُ ٱللَّهُ ٱلَّذِينَ يَتَسَلَّلُونَ مِنكُمْ لِوَاذًا فَلْيَحْذَرِ ٱلَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِۦٓ أَن تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ
রসূলের আহবানকে তোমরা তোমাদের একে অপরকে আহ্বানের মত গণ্য করো না। আল্লাহ তাদেরকে জানেন, যারা তোমাদের মধ্যে চুপিসারে সরে পড়ে। অতএব যারা তাঁর আদেশের বিরুদ্ধাচরণ করে, তারা এ বিষয়ে সতর্ক হোক যে, বিপর্যয় তাদেরকে স্পর্শ করবে অথবা যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে গ্রাস করবে।
সূরাঃ আল-ইমরান [3:132]
وَأَطِيعُوا۟ ٱللَّهَ وَٱلرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ
আর তোমরা আনুগত্য কর আল্লাহ ও রসূলের, যাতে তোমাদের উপর রহমত করা হয়।
সূরাঃ আল-ইমরান [3:31]
قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ ٱللَّهَ فَٱتَّبِعُونِى يُحْبِبْكُمُ ٱللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَٱللَّهُ غَفُورٌ رَّحِيمٌ
বলুন, যদি তোমরা আল্লাহকে ভালবাস, তাহলে আমাকে অনুসরণ কর, যাতে আল্লাহ ও তোমাদিগকে ভালবাসেন এবং তোমাদিগকে তোমাদের পাপ মার্জনা করে দেন। আর আল্লাহ হলেন ক্ষমাকারী দয়ালু।
সূরাঃ আল-আনফাল [8:20]
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ أَطِيعُوا۟ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَلَا تَوَلَّوْا۟ عَنْهُ وَأَنتُمْ تَسْمَعُونَ
হে ঈমানদারগণ, আল্লাহ ও তাঁর রসূলের নির্দেশ মান্য কর এবং শোনার পর তা থেকে বিমুখ হয়ো না।
সূরাঃ আল-আহযাব [33:36]
وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى ٱللَّهُ وَرَسُولُهُۥٓ أَمْرًا أَن يَكُونَ لَهُمُ ٱلْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ وَمَن يَعْصِ ٱللَّهَ وَرَسُولَهُۥ فَقَدْ ضَلَّ ضَلَٰلًا مُّبِينًا
আল্লাহ ও তাঁর রসূল কোন কাজের আদেশ করলে কোন ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীর সে বিষয়ে ভিন্ন ক্ষমতা নেই যে, আল্লাহ ও তাঁর রসূলের আদেশ অমান্য করে সে প্রকাশ্য পথভ্রষ্ট তায় পতিত হয়।
সূরাঃ আন-নূর [24:54]
قُلْ أَطِيعُوا۟ ٱللَّهَ وَأَطِيعُوا۟ ٱلرَّسُولَ فَإِن تَوَلَّوْا۟ فَإِنَّمَا عَلَيْهِ مَا حُمِّلَ وَعَلَيْكُم مَّا حُمِّلْتُمْ وَإِن تُطِيعُوهُ تَهْتَدُوا۟ وَمَا عَلَى ٱلرَّسُولِ إِلَّا ٱلْبَلَٰغُ ٱلْمُبِينُ
বলুনঃ আল্লাহর আনুগত্য কর এবং রসূলের আনুগত্য কর। অতঃপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে তার উপর ন্যস্ত দায়িত্বের জন্যে সে দায়ী এবং তোমাদের উপর ন্যস্ত দায়িত্বের জন্যে তোমরা দায়ী। তোমরা যদি তাঁর আনুগত্য কর, তবে সৎ পথ পাবে। রসূলের দায়িত্ব তো কেবল সুস্পষ্টরূপে পৌছে দেয়া।
@@nazrulislamkabir5608 মহান আল্লাহ পবিত্র কোরআনের বহু আয়াতে রাসূল সঃ কে মেনে চলার নির্দেশ দিয়েছেন | রাসূল সঃ তাঁর অনেক বাণীতে তাঁর উম্মাতকে কিভাবে পৃথিবীতে চলতে হবে এবং কিভাবে দৈনন্দিন জীবন পরিচালনা করতে হবে সে বিষয়ে উপদেশ দিয়ে গেছেন - যার নামই রাসূল সঃ এর হাদিস ؛ আর এসকল উপদেশ তিনি মহান আল্লাহর নির্দেশেই প্রদান করেছেন |মহান আল্লাহর অনুমোদন ছাড়া রাসূল সঃ কিছুই করেননি | রাসূল সঃ এর পবিত্র মুখ নিঃসৃত হাদিস যে মানবেনা তার পরিণতি সম্পর্কে মহান আল্লাহ নিম্নের আয়াত সমূহে বর্ণনা করেছেন - কাজেই, মিঃ সজল আসুন তর্কের খাতিরে তর্ক না করে মহান আল্লাহকে ভালোবেসে সত্যকে অনুধাবন করতে শিখি | আত্মম্ভরিতা পরিত্যাগ করি| মিঃ সজল, নিজের ভুল সংশোধন করে নিন সময় ফুরানোর আগেই| আখিরাতের নাজাতের কাছে দু - দশটা ভুল চিন্তার ফসল / বই পৃথিবী থেকে মুছে ফেলাটা এমন কিছুই নয় | আসুন নিচের আয়াত সমূহ অনুধাবন করি এবং নিজের চিন্তাধারা সংশোধন করি :
সূরাঃ আন-নূর [24:63]
لَّا تَجْعَلُوا۟ دُعَآءَ ٱلرَّسُولِ بَيْنَكُمْ كَدُعَآءِ بَعْضِكُم بَعْضًا قَدْ يَعْلَمُ ٱللَّهُ ٱلَّذِينَ يَتَسَلَّلُونَ مِنكُمْ لِوَاذًا فَلْيَحْذَرِ ٱلَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِۦٓ أَن تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ
রসূলের আহবানকে তোমরা তোমাদের একে অপরকে আহ্বানের মত গণ্য করো না। আল্লাহ তাদেরকে জানেন, যারা তোমাদের মধ্যে চুপিসারে সরে পড়ে। অতএব যারা তাঁর আদেশের বিরুদ্ধাচরণ করে, তারা এ বিষয়ে সতর্ক হোক যে, বিপর্যয় তাদেরকে স্পর্শ করবে অথবা যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে গ্রাস করবে।
সূরাঃ আল-ইমরান [3:132]
وَأَطِيعُوا۟ ٱللَّهَ وَٱلرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ
আর তোমরা আনুগত্য কর আল্লাহ ও রসূলের, যাতে তোমাদের উপর রহমত করা হয়।
সূরাঃ আল-ইমরান [3:31]
قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ ٱللَّهَ فَٱتَّبِعُونِى يُحْبِبْكُمُ ٱللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَٱللَّهُ غَفُورٌ رَّحِيمٌ
বলুন, যদি তোমরা আল্লাহকে ভালবাস, তাহলে আমাকে অনুসরণ কর, যাতে আল্লাহ ও তোমাদিগকে ভালবাসেন এবং তোমাদিগকে তোমাদের পাপ মার্জনা করে দেন। আর আল্লাহ হলেন ক্ষমাকারী দয়ালু।
সূরাঃ আল-আনফাল [8:20]
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ أَطِيعُوا۟ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَلَا تَوَلَّوْا۟ عَنْهُ وَأَنتُمْ تَسْمَعُونَ
হে ঈমানদারগণ, আল্লাহ ও তাঁর রসূলের নির্দেশ মান্য কর এবং শোনার পর তা থেকে বিমুখ হয়ো না।
সূরাঃ আল-আহযাব [33:36]
وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى ٱللَّهُ وَرَسُولُهُۥٓ أَمْرًا أَن يَكُونَ لَهُمُ ٱلْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ وَمَن يَعْصِ ٱللَّهَ وَرَسُولَهُۥ فَقَدْ ضَلَّ ضَلَٰلًا مُّبِينًا
আল্লাহ ও তাঁর রসূল কোন কাজের আদেশ করলে কোন ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীর সে বিষয়ে ভিন্ন ক্ষমতা নেই যে, আল্লাহ ও তাঁর রসূলের আদেশ অমান্য করে সে প্রকাশ্য পথভ্রষ্ট তায় পতিত হয়।
সূরাঃ আন-নূর [24:54]
قُلْ أَطِيعُوا۟ ٱللَّهَ وَأَطِيعُوا۟ ٱلرَّسُولَ فَإِن تَوَلَّوْا۟ فَإِنَّمَا عَلَيْهِ مَا حُمِّلَ وَعَلَيْكُم مَّا حُمِّلْتُمْ وَإِن تُطِيعُوهُ تَهْتَدُوا۟ وَمَا عَلَى ٱلرَّسُولِ إِلَّا ٱلْبَلَٰغُ ٱلْمُبِينُ
বলুনঃ আল্লাহর আনুগত্য কর এবং রসূলের আনুগত্য কর। অতঃপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে তার উপর ন্যস্ত দায়িত্বের জন্যে সে দায়ী এবং তোমাদের উপর ন্যস্ত দায়িত্বের জন্যে তোমরা দায়ী। তোমরা যদি তাঁর আনুগত্য কর, তবে সৎ পথ পাবে। রসূলের দায়িত্ব তো কেবল সুস্পষ্টরূপে পৌছে দেয়া।
প্রথমেই ফেস দ্যা পিপল চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ ইসু নিয়ে জাতির উদ্দেশ্য তুলে ধরার জন্য।
যদিও ডিবেটটা আমি দেখেছি।তারপরও যত দেখি ততো মুগ্ধ হই, নতুন জিনিস জানতে পারি।
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা শাইখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের জ্ঞান আরো বাড়িয়ে দিন।আমিন।
আমিন
খুব সুন্দর ডিবেট। কার কথা কে মানবে তা আলাদা। আলোচকদের পরস্পরের প্রতি সম্মান প্রদর্শন চমতকার।
@green2reef উনি তো বলেছেন কোরআনের মানদন্ডের ভিত্তিতে হাদিস মানবেন তাহলে সমস্যা কোথায় ৷ উনি তো হাদিস অস্বীকার করেন নি ৷জাল হাদিসে চারদিক ভরপুর ৷
এই আলোচনায় 2 জন টিবেট করলে ন ! সাগর ভাই কার বিজয়ী বানালেন । এতে সাধারন জনতার কি ফায়দা
হল !
@green2reef আপনার লেখা টা কয়েক বার পরলাম তারমানে আপনি ধরে নিচ্ছেন পবিত্র কোরআনুল কারীম কে মানুষ অস্বীকার করবেন আরে আপনি তো এখন ই অস্বীকার করে বসে আছেন যেখান আল্লাহ স্পষ্ট বলছেন এই কিতাবে কোন সন্দেহ নেই,
এই পবিত্র কোরআন সহজ এবং স্পষ্ট সরল ভাষায় অবতীর্ণ করেছি আপনি একে কঠিন থেকে কঠিনতর করে এখন ই অস্বীকার করার একটা ফন্দি ফিকির করছেন,
আর তাওরাত যবুর মানে পবিত্র কোরআনুল কারীম পূর্বের যেই কিতাব গুলো কে সার্টিফাইট বা স্বীকৃতি দিয়েছেন তার একটি কিতাব ও আমরা মুসলিম বাঙালিরা পরি তাহলে পবিত্র কোরআনুল কারীমের পরবর্তী কিতাব নিয়ে এতো মারিয়া এতো মারিয়া যে নিজের অজান্তেই পবিত্র কোরআনুল কারীমের সেই স্পষ্ট আয়াত ক অস্বীকার করছি খুব ই হাস্যকর আফসোস সবাই কে আরো বেশি বেশি বুঝবার তৌফিক দান করুন 🙏🙏🙏
আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। সজল রোশন ভাইকে welcome. আব্দুল্লাহ ভাই খুব চমৎকার আলোচনা করেছে। আল্লাহ তায়ালা তার ইলমে বরকত দান করুন। আমিন। খুব খুব ভালো লেগেছে।
কুরআন আল্লাহর বাণী যা তার পয়গম্বর এর মাধ্যমে পৃথিবীতে তিনি পাঠিয়েছেন,, তাই তিনি কোরআনে পরিপূর্ণ ব্যাখ্যার প্রয়োজন বোধ করেননি,, কুরআন এবং পয়গম্বর এ দুটির মাধ্যমেই আল্লাহ পাক তার নিজেকে প্রকাশের যে উদ্যোগ সেটা পরিপূর্ণ করেছেন,, যেহেতু কোরানের মতোই পয়গম্বরও পাঠিয়েছেন,, কুরআন এবং পয়গম্বর দুই আল্লাহর নিদর্শন সুতরাং কুরআন এবং পয়গম্বর একই সূত্রে গাঁথা,, যে পয়গম্বর এর কোনো প্রয়োজন অস্বীকার করবে সে প্রকৃত অর্থে কুরআনকে অস্বীকার করবে, আল্লাহকে অস্বীকার করবে,, এইটা যারা বুঝবে না তাদের জ্ঞানের ঘাটতি সারা জীবন থেকে যাবে আর কোন ব্যাখ্যাই এর জন্য প্রযোজ্য নয়,,
)
Sajol is influencing to become Murtadd
অসাধারণ একটি ডিবেট হইছে। আবদুল্লাহ ভাইকে অসংখ্য ধন্যবাদ। মহান আল্লাহ আবদুল্লাহ ভাইকে হায়াতে তইয়্যেবা দান করেন। আমিন
@মুহাম্মদের গনিমতের মাল
তোর এড্রেস দে, আমি তোকে কোপাইতে চাইই প্লিজ 😊😊
@মুহাম্মদের গনিমতের মাল তোর জন্ম হয়েছে শয়তানের বীর্যে
@@purposeofname9794
কিরে ভাই সব সময় কুপা কুপির মন মানসিকতা কেন ভাই। উনি বললেই কি সব হয়ে যাবে?
@@Zaman.M1984
ভাই যেমন কুকুর তেমন মুগুর
এদেরকে তো হাতের কাছে পাওয়া যায় না
অনলাইনেই পাওয়া যায়
গালাগাল এসবই এদের জন্য উপযুক্ত
তোর জন্মটা কাল্পনিক জগাখিচুড়ী ধর্ম থেকে নিশ্চিত।
এতো সুন্দর আলোচনা এর আগে আমি শুনিনি❤ ফেসবুকের একটা কাটিং ভিডিও দেখে এই আলোচনা শুনতে এসেছিলাম, আলহামদুলিল্লাহ প্রশংসনীয় আলোচনা, পুরোটাই শুনলাম ,আব্দুল্লাহ ভাই সেরা, মন থেকে আমাদের দুই ভাইয়ের জন্য দোয়া রইল❤
সজল' ভাইকে অসংখ্য ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা।
এই লোক সুকৌশলে এমনকিছু কাল্পনিক কথাবার্তা বলেছেন সহজে সকল দর্শক বুঝতে পারবেনা
সজল ভাইয়ের সাহসিকতার জন্য তাকে ধন্যবাদ। এমন একটা ডিবেটে অংশ গ্রহন করায় অনেক মুল্যবান তথ্য জানতে পারলাম।
আবদুল্লাহ সাহেব সাইড থেকে পরামর্শ নিচ্ছেন যা ঠিক নয়।
এখানে বিচারক যেহেতু আম জনতা ...সজল ভাই প্রথমেই বলছে এখানে কোন আবাহনি মহামেডন ম্যাচ হচ্ছেনা এখানে আমরা আলোচনা করবো অজানা কে জানবো ।আমার কাছে আলোচনা টা বেশ ভালো লাগলো ✅আলোচনা খুব গঠন মুলক ছিল ।সত্যি কথা বলতে এর আগে এত সুন্দর আলোচনা কখনো শুনিনি ।অনেক অজানা কে জানতে পারলাম ।মাশাআললাহ ।আল্লাহ আপনাদের দুইজনকে নেক হায়াত দান করুন ।
# সহি মুসলিম 2821 আমি তোমাদের জন্য এমন এক জিনিস রেখে যাচ্ছি। তোমরা তা দূঢ়ভাবে আকড় ধরলে পথভ্রষ্ট হবে না। তা হলো আল্লাহ্র কিতাব।
.
অত্যান্ত চমৎকার ও গঠনমুলক আলোচনা হয়েছে। আল্লাহ আব্দুল্লাহ ভাইয়ের দীর্ঘায়ু দান করুন। আমিন।
সজল সাহেব খুবই যুক্তি যুক্ত ভাবে তার বক্তব্য তুলে ধরেছেন আশা করি আব্দুল্লাহ সাহেব তথাকথিত পথ অনুসরণ না করে যুক্তিযুক্তভাবে তার বক্তব্য তুলে ধরবেন
@@bulbulmahbub7672 আব্দুল্লাহ সাহেব তো তার বক্তব্য তুলে ধরেছে। আপনি কি এতক্ষন শুধু আপনার সজল ভাইয়ের বক্তব্য শুনলেন ?
চমৎকার ডিবেট। দুজনকেই মোবারকবাদ।
চমৎকার ডিবেট। দুজনকেই মোবারকবাদ।
@@sabbirhossain7361,
ঠিক বলছেন ভাই।
আল্লাহ তায়ালা বলেছেন,আমার কথা নয় এমন একটি কথাও যদি আমার নবী বলার চেষ্টা করিতেন,তাহলে আমি তাঁহার কণ্ঠনালী চিপে ধরতাম।
রেফারেন্স দিলে ভালো হতো।
সূরা হাক্কা আয়াত 45 46 47@@mr.billah
সজল ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনার আলোচনা অনেক ভালো লাগলো,
ফেস দ্যা পিপুলের ইতিহাসে সেরা গঠনমূলক অনুষ্ঠান❤️❤️
Yes.
Right
কুরআন আল্লাহর বাণী যা তার পয়গম্বর এর মাধ্যমে পৃথিবীতে তিনি পাঠিয়েছেন,, তাই তিনি কোরআনে পরিপূর্ণ ব্যাখ্যার প্রয়োজন বোধ করেননি,, কুরআন এবং পয়গম্বর এ দুটির মাধ্যমেই আল্লাহ পাক তার নিজেকে প্রকাশের যে উদ্যোগ সেটা পরিপূর্ণ করেছেন,, যেহেতু কোরানের মতোই পয়গম্বরও পাঠিয়েছেন,, কুরআন এবং পয়গম্বর দুই আল্লাহর নিদর্শন সুতরাং কুরআন এবং পয়গম্বর একই সূত্রে গাঁথা,, যে পয়গম্বর এর কোনো প্রয়োজন অস্বীকার করবে সে প্রকৃত অর্থে কুরআনকে অস্বীকার করবে, আল্লাহকে অস্বীকার করবে,, এইটা যারা বুঝবে না তাদের জ্ঞানের ঘাটতি সারা জীবন থেকে যাবে আর কোন ব্যাখ্যাই এর জন্য প্রযোজ্য নয়,,
Fathana
@@kazisalim7630 তারা কি বলছে, আপনি তার একলাইন ও বুঝেননি আর ১০ লাইন লিখে বসে আছেন।
আমি ভারত থেকে বলছি,একে অপরকে কাফের কুফুর ফতওয়া না দিয়া কুরআন হাদিসের আলোকে মূল্যবান আলোচনা করেছেন মাশআল্লহ খুব সুন্দর আলোচনা , সাধারণ মানুষ ছাড়াও কিছু ফতোয়া বাজ আলেমদের লখ্যভেদ আলোচনা।
মাশাআল্লাহ আবদুল্লাহ ভাই আপনার আলোচনা শুনার পর যে তর্কে লিপ্ত থাকবে সে পরিষ্কার পথভ্রষ্ট।
Ami apner shatha infinity% Akmot..👍👍👍👍
মানে হাদিসই আসল! তো পবিত্র কোরআন কি ?
Abdullah was very aggressive to Shojol vai. Abdullah wanted to says, that hadith is greatest than Al-Quran.
He wanted to prove it, that Shojol vai Doesn't believe hadith. But Shojol vai all time says i believe hadith. But i Don't believe those hadith which hadith conflict with Holy Quran.
আব্দুল্লাহ পরিস্কারভাবে কোরআনকে বিভিন্ন অভিযোগের মাধ্যমে কোরআনকে অবমাননা করে যাচ্ছেন।
এই আলোচনার সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে, এখানে কেউ কারো বক্তব্যের মধ্যে কথা ঢুকায়নি। কোন চিল্লাপাল্লা, ঝগড়াঝাটি হয়নি। যার যার এনালাইসিস অনুযায়ী বিশ্বাস নিয়ে আছে।
❤
হাদিস সংকলন, সংগ্রহ, প্রকাশ, এবং ব্যাখ্যার ভেদাভেদ মানুষ কতৃক সৃষ্টি হয়েছে সেহেতু সহি এবং শুদ্ধতা খোজার অবকাশ আছে। কিন্তু আল কুরআনের বেলায় তার প্রয়োজন নেই। ধন্যবাদ
সাগর ভাইকে শোভ কামনার সাথে হাজার সালাম জানাচ্ছি।এভাবেই ইসলাম উপরে উঠতে থাকবে।ইনশাআল্লাহ
ফেস দ্যা পিপল জিন্দাবাদ
@@rasel.sarder সম্ভবতো সেই বুঝতে চাই।
@@rasel.sarder হাদিস সহী করল কে?
মুফাস্সিল ইসলাম ও ব্রাদার রাহুলের ডিবেট দেখতে চাই।
@@rasel.sarder আল্লাহর লানত এর পাকা বাশ পিছন দিয়ে ঢুকলেই বুঝবা আহলে কোরান কে ফেরকা নাম দেয়ার কত মজা।
@@rasel.sarder যদি তুই সত্য হয়ে থাকিস তাহলে আল্লাহ আমাকে, আর যদি আমি সত্য হয়ে থাকি তাহলে আল্লাহ যেন তোকে ধংস করেন।
অনেক সুন্দর একটা আলোচনা ❤
৩জনকে অসংখ্য ধন্যবাদ।
❤❤❤ বিষেশ করে আবদুল্লা ভাইকে🤭🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
আলহামদুলিল্লাহ সহীহ হাদিস যে অস্বীকার করার কোন উপায় নেই তা ভালভাবে আল্লাহ আবদুল্লাহ ভাইকে দিয়ে বুঝিয়ে দিয়েছেন ।
আহলে কুরআন নামক দলটি মূলত খৃষ্টান মিশনারী।
এদের প্রধান লক্ষ্য মুসলিমদেরকে রাসূল সাঃ এর হাদিস থেকে বিমুখ রাখা ও হাদিসের প্রতি কূটকৌশলে অনাস্থা তৈরী করা !
তারা ভালো করেই জানে হাদিসগুলো কুরআনের খাদেম তাই হাদিস থেকে সরাতে পারলেই কুরআনের ভূল ব্যাখ্যা করে মুসলিমদেরকে খৃষ্টান বানানো সহজ হবে!
এদের মিথ্যাচার হতে বাঁচুন,যার যার ঈমান হেফাজত করুন।
ইসলাম=কুরআন+ রাসূল (সাঃ) এর সুন্নাহ ও হাদীস
@@islamictv5585 এদেশের গরু-ছাগল ?😁😅🤣এদেশের গরু-ছাগল মোল্লার রয়েছে সুনির্দিষ্ট ইতিহাস। নবী কান্নাকাটি করলেও এ ইতিহাস মুছে যাবার নয়। এদের কবরে শুয়ে থাকা ওস্তাদরা তাদের শিখিয়েছে, "কোরআন বোঝা এত সহজ নাকি ? কোরআন কঠিন। আমরা নবীর চেয়ে বেশি বুঝবো নাকি ? হাদিসে সব আছে। হাদিস পড়লেই হবে। আমাদের কাছে চলে আসবেন। (আমাদের দোকান খোলা আছে। আমাদের পেট....
যে মোল্লার কবলে পড়েছে সেই সবচেয়ে হতভাগ্য। কেননা কেউ তাকে বাচাতে পারবে না এবং সে না মানুষ না পশু না ভূত - এমন কিম্ভূতকিমাকার অবস্থায় অন্যদেরও বিভ্রান্ত করবে। কেননা এরা কোরআন এর কোন জ্ঞান রাখে না। শুধু হাদিস মুখস্ত করে।
@@islamictv5585এটাই সঠিক কথা এটা খ্রিস্টান ও ইহুদিদের কাজ। এক একথায় কাফেরদের
আব্দুল্লাহ,, যোগ্য বাপের যোগ্য সন্তান!
আমাদের নতুন প্রজন্মের অহংকার!
এগিয়ে যাও প্রিয় ভাই
মুফাস্সিল ইসলাম ও ব্রাদার রাহুলের ডিবেট দেখতে চাই।
আব্দুল্লাহ হুজুরের যুক্তিতে এটাই প্রমাণিত হয়েছে নাস্তিক বা বিধর্মীদের কোরআন নিয়ে অভিযোগ যুক্তিযুক্ত।তারা যে কুর আনকে বর্বর কোপাকুপি-চাপাতির গ্রন্থ বলে সেটা ঠিক আছে।শুধু কুরআন পড়ে কোন ননমুসলিম ইসলাম কে ভালবাসবে না।এজন্যই ইসলাম অন্যদের কাছে ঘৃনিত।তাহলে উপায় কি? কোর আনের সাথে হাদীস ও যোগ করে দিতে হবে।এগুলো কি মুসলিম রা মানবে?আব্দুল্লাহর মতে হাদীসে কোরআনের মত বর্বর কথা নাই।এভাবে কোরআনের অবমাননা করার পরেও লোকজন আব্দুল্লাহ কে বাহবা দিচ্ছে বুঝলাম না।
@@arafatramonthegreat এক্সাক্টলি ভাই। অথচ কনভার্টেড মুসলিমদের মদ্ধে শুধু কুরআন পড়েই তাতে মুগ্ধ হয়ে মুসলমান হয়েছে তাদের সংখ্যাই বরং বেশি।
আব্দুল্লাহ সাহেব হাদিসের গ্রহনযোগ্যতা তুলে ধরতে গিয়ে আল্লাহ ও কোরানকে অবমাননা করলেন।
রাজ্জাক সাহেবের মতন তথাকথিত শিক্ষিত পাপীদের কারণে ইসলামকে নিয়ে মানুষ কটাক্ষ করে বা করার সুযোগ পায়। এই লোকগুলি ইসলাম ধর্মের প্রকৃত সৌন্দর্য ও রং নষ্ট করে দিয়েছে আর এদেরকেই অগুনিত মানুষ অন্ধভাবে অনুসরণ করে। দুঃখজনক
আমি জাকির নায়েক সহ বিভিন্ন ওয়াজিদের কথা শুনেছি, কিন্তু প্রথমবার সজল রোশানের বক্তব্য শুনে কুরআন পড়ার আগ্রহ হয়েছে।
তার মধ্যে কি ইসলামের কোন চিহ্ন দেখা যায়?
রতনে রতন চিনে 🥴🐸। উনার মতো আপনিও যদি নিজে নিজে কোরআনের ব্যাখ্যা করেন। তাহলে আপনার উদ্ধৃতি কোরানেই আছে।
ভাই সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, কোরআনই হচ্ছে আমাদের আসল ধর্মগ্রন্থ, বাকি সব বানানো। যদি কোরআনের সাথে মিলে সেটা ছাড়া।
@@md.harunurrashid775 আপনি কি আহলে কুরআন নাকি??
@@islamicmemes9767 আলহামদুলিল্লাহ্ আমি যদি কোরআনের সঠিক অনুসারি হতে পারি তাহলে তো আল্লাহর বড় ওলি হয়ে যেতাম। তবে চেষ্ঠা করছি
উপস্থ্যাপক এবং দুইজন সন্মানীত আলোচকের প্রতি সালাম। সত্যি অত্যন্ত চমৎকার কোরআন ও হাদীসের বিশ্লেষণ।
মাশাআল্লাহ... আবদুল্লাহ ভাইয়ের কথাগুলো সত্যিই অসাধারণ ছিলো... সজল ভাইও ভদ্রলোক... আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর আগ পর্যন্ত সঠিক পথে থাকার তৌফিক দান করুন..
@green2reef রাইট বলেছেন। আল্লাহু আমাদের এইসব ফিতনা থেকে রক্ষা করুক।
***Abdullah er achoron robotic o omarjito..ojothai hashe,,side e Kotha bole,,titkari Marka hasi..nijeke beshi gani Mone kore...ebong hudai normal reference DEI...tar vitor je faka ta bojha jai***
@green2reef সজল রোশন এর লাভ কি বলতে চান
এদেশের গরু-ছাগল ?😁😅🤣এদেশের গরু-ছাগল মোল্লার রয়েছে সুনির্দিষ্ট ইতিহাস। নবী কান্নাকাটি করলেও এ ইতিহাস মুছে যাবার নয়। এদের কবরে শুয়ে থাকা ওস্তাদরা তাদের শিখিয়েছে, "কোরআন বোঝা এত সহজ নাকি ? কোরআন কঠিন। আমরা নবীর চেয়ে বেশি বুঝবো নাকি ? হাদিসে সব আছে। হাদিস পড়লেই হবে। আমাদের কাছে চলে আসবেন। (আমাদের দোকান খোলা আছে। আমাদের পেট....
যে মোল্লার কবলে পড়েছে সেই সবচেয়ে হতভাগ্য। কেননা কেউ তাকে বাচাতে পারবে না এবং সে না মানুষ.. - এমন কিম্ভূতকিমাকার অবস্থায় অন্যদেরও বিভ্রান্ত করবে। কেননা এরা কোরআন এর কোন জ্ঞান রাখে না। শুধু হাদিস মুখস্ত করে।
আব্দুল্লাহর বোঝানোর ক্ষমতা দেখে অবাক হলাম।জাযাকাল্লাহু খায়রান।
মুফাস্সিল ইসলাম ও ব্রাদার রাহুলের ডিবেট দেখতে চাই।
Abdullah ekta sagol. O nijeke pondit mone kore kintu kisui jane na.
@@DoodleDoo আপনার থেকে বেশি জানে তো। এজন্য তিনি পন্ডিত হয়ে গেছেন তাই না। আপনি পাগল এবং গিবত কারি।
@@DoodleDoo ভাই আপনি কেমন মুসলিম!এত বড় আলেমকে গালি, মিথ্যা অপবাদ দিতে দিদাবোধ করলেন না?
@@islamicmemes9767 কীভাবে গীবতকারি হলাম?
আহলে হাদিস দের উপর আমার একটু এলার্জি আছে হয়তো ভবিষ্যতে ও থাকবে কিন্তু আব্দুল্লাহর জ্ঞান দেখে আমি এতটাই মুগ্ধ যে আমার তালিকায় হাতেগোনা যে কিছু মানুষ প্রিয় ব্যাক্তিত্বের স্থানে ছিল সেখানে আব্দুল্লাহ ও অন্তর্ভুক্ত হয়ে গেল
rightly bujar try korle kono allergy thakbe na InshaAllah...
কুরআন ও হাদীস নিয়ে লেখাপড়া করেন , এলার্জি চলে যাবে , ভালোবাসা তৈরি হবে ইনশাআল্লাহ।
@@bsfagaming2794 রাইট
@@bsfagaming2794 ঠিক
প্রিয় ভাই, এলার্জি একধরনের রোগ, আর প্রতিটি রোগের ঔষুধ প্রয়োজন। সালাফি মানহাজকে জানুন, প্রশ্ন করুন, উত্তর নিন। তার পর সিদ্ধান্তে আসুন। ধন্যবাদ। আল্লাহ আপনার জ্ঞানে বরকত দিক।
আলোচনাটি শুনে খুব ভালো লাগলো।
সজল ভাই কে আরো অন্যান্য স্কলারদের সাথে দেখতে চাই।
সজল রোশন আপনি অনেক উদার মনের।কথা শুনে বোঝা গেল। অনেক সুন্দর আলোচনা ।দুজন কে অপরিসীম ধন্যবাদ ।
হাদিস ও ফিকাহ বাদ দিয়ে কোন ওয়াক্তে কয় রাকাত নামায সেটাই ঠিক করতে পারবেন না।
উনি ফেতন সৃষ্টকারী, মানুষ কে হাদিস আর সহহি আকিদা থেকে দূরে সরানোই তাদের উদ্দেশ্য। প্রথম প্রথম ভালো ভালো কথা বলে শুরু করে মানুষ কে গোমরাহ করে, পরে স্কুলখুলে কুশিক্ষা দেওয়া শুরু করে। এমন এমন কথা বলবে আপনি আমি উনা হ্যা তে হ্যা বলতে বাধ্য হব।
এই লোক হাদিসই মানে না, মুসলমান হয়ে থাকলে তাকে বয়কট করুন। নতুবা আমাদের প্রিয় নবী (সা:) এর বানীকে বয়কট করা হবে, তখন এমনিতেও মুসলমান থাকবো না।
সজল সাহেব শেষ জামানার হাদিস, ইমাম মাহাদি, দাজ্জাল এগুলো বিশ্বাস করেন না। উনারফ ফেসবুক আইডিতে পোস্ট আছে।
@green2reef soro hoiya gese bal paknader paknami🙂toi bohot boro alem
@green2reef kokhon bollo?
মা শা আল্লাহ খুবই গঠনমূলক আলোচনা আল্লাহ সবাইকে সঠিক বুঝ দিক
আলহামদুলিল্লাহ ~ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক অনেক সুন্দর ভাবে পবিত্র কুরআনের অসংখ্য আয়াত দিয়েই প্রমান করেছে যে আমরা হাদিস মানতে ব্যাধ্য। রাসুলুল্লাহ সাঃ এর কাছ থেকেই আমদের কুরআনের ব্যাখ্যা নিতে হবে।
ঠিক।
وَ مِنَ النَّاسِ مَنۡ یَّقُوۡلُ اٰمَنَّا بِاللّٰہِ وَ بِالۡیَوۡمِ الۡاٰخِرِ وَ مَا ہُمۡ بِمُؤۡمِنِیۡنَ ۘ﴿۸﴾
মানুষের মধ্যে এমন লোক রয়েছে যারা বলে, ‘আমরা আল্লাহ ও পরকালে বিশ্বাসী’, কিন্তু তারা বিশ্বাসী নয়। এখান থেকে তৃতীয় দল মুনাফিক্বদের কথা আলোচনা আরম্ভ হচ্ছে। তাদের অন্তঃকরণ তো ঈমান থেকে বঞ্চিত ছিল, কিন্তু তারা ঈমানদারদেরকে প্রতারিত করার জন্য মৌখিকভাবে ঈমানের প্রকাশ করতো। মহান আল্লাহ বললেন, তারা না আল্লাহকে প্রতারিত করতে সফলকাম হবে, কেননা তিনি তো সর্ব ব্যাপারে জ্ঞাত, আর না ঈমানদারকে স্থায়ীভাবে ধোঁকার মধ্যে রাখতে পারবে, কেননা তিনি অহীর মাধ্যমে মুসলিমদেরকে তাদের প্রতারণা সম্পর্কে অবহিত ক'রে দিতেন। প্রকৃতপক্ষে এই প্রবঞ্চনার সমস্ত প্রকার ক্ষতির শিকার তারা নিজেরাই হয়েছে। যার ফলে তারা তাদের আখেরাত নষ্ট করেছে এবং দুনিয়াতেও লাঞ্ছিত হয়েছে।
আল কুরআন সু স্পষ্ট ব্যাখাকৃত ।
কুরআন আল্লাহ রাব্বুল আলামীন বিস্তারিত ব্যাখ্যা করেই নাযিল করেছেন ।
আর এভাবেই আমি আরবী ভাযায় কুরআন নাযিল করেছি আর তাতে বিশদভাবে সতকবানী ব্যাখ্যা করেছি , যাতে তারা তাকওয়া অবলম্বন করে ।
তাহা আয়াত ১১৩ ।
অবশ্যই আমি এই কুরআনে বিশদভাবে খুলে খুলে ব্যাখ্যা করে দিয়াছি যেন তারা উপদেশ গ্রহণ করে । কিন্তু এতে তাদের শুধু বিমুখতাই বৃদ্ধি করে । বানি ইসরাইল, আয়াত ৪১
অবশ্যই আমি এই কুরআনে মানুষের জন্য যাবতীয় দৃস্টান্ত বিশদভাবে ব্যাখ্যা করেছি । তবুও অধিকাংশ মানুষই তা হতে বিমুখ হয়ে প্রত্যাখ্যান করেছে ।
বনি ইসরাইল আয়াত ৮৯ ।
এইভাবেই বোধশক্তি সম্পন্ন লোকদের জন্য আমার আয়াত সমুহ বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি । রুম আয়াত ২৮।
এভাবেই গভীর উপলব্দি সম্পন্ন লোকদের জন্য আমার আয়াত সমুহ বিস্তারিত ব্যাখ্যা করেছি । ইউনুস আয়াত ২৪।
অবশ্যই এই কুরআনের মধ্যে মানুষের জন্য যাবতীয় উদাহরণ ব্যাখ্যা করেছি আর যদি তাদের নিকট কোন আয়াত তথা বিধান নিয়ে তুমি উপস্থিত হও যারা কাফির /অসীকারকারী তারা অবশ্যই বলবে তোমরাত বাতিল পন্থি ছাড়া কিছু নও । রুম আয়াত ৫৮।
এরপরও যারা বলেন আল কুরআন সংক্ষিপ্ত , কুরআন ব্যাখা করতে প্রচলিত হাদিসের প্রয়োজন আছে । আসলে তারা কুরআন অমান্যকারী , শুধু মাত্র অজ্ঞতার কারণে কুরআন কে উপ লব্দি করতে পারছে না ।
ওয়া কাফাবিল্লাহি নাছিরা ।
আব্দুল্লাহ কোন কিছুই প্রমান করতে পারেনি বরং সে কোরআনের উল্টা ব্যাখ্যা দিয়েছেন।
ডডিবেটতো আমরাও দেখেছি নাকি!!
উভয় কেই ধন্য বাদ।
আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর আলোচনা শুনলাম খুবই ভালো লাগলো। বিশেষ করে সজল রোশান ভাই অনেক ধন্যবাদ। তিনি আমাদের কাছে ইসলামের সৌন্দর্য ও বিশুদ্ধতার বিষয়ে চমৎকার বলেছেন।
রাসুল্লাহ সাঃ এর হাদীস শরীফ দূরে সরিয়ে ইসলামের সৌন্দর্য কেমন করে হয়!!!???
@@رضائيمحبوبثاني আমি শিওর তুমি এখনো কোরআন বুঝে পড়তে পারো নি
1:32:27 🔥 Nice answer
আবদুল্লাহ বিন আবদূর রাজ্জাককে আল্লাহ জ্ঞান আরো বাড়িয়ে দিক.....নেক হায়াত দান করুক।
কুরান বুজে পড়ুন। ধন্যবাদ।
Al Hamdulillah Abdulr Rajjak bai
@@neyamatsumon .p.
P
সজল রোসান জিন্দাবাদ
@@neyamatsumon qqqqqqaaqqqqqa
পুরোটা শুনেছে
দু'নো জনই স্ব স্ব অবস্থান থেকে জ্ঞানগর্ভ আলোচনা করেছেন।
খুবই ভালো লাগলো।।
গালাগালি না করে এমন রেফারেন্স ভিত্তিক আলোচনায় শ্রেয়।।।
ধন্যবাদ সঞ্চালক সহ সবাইকে।
অাব্দুল্লাহ বিন অাব্দুর রাজ্জাক সাহেবের অলোচনা যতই শুনছি ততোই মুগ্ধ হচ্ছি।মাশা-অাল্লাহ,মাশা-অাল্লাহ,মাশা-অাল্লাহ।অাল্লাহ,অাপনাকে ইসলামের খেদমতে কবুল কর।
আব্দুল্লা রাজ্জাক কোরানের ভুল অনুবাদ করেছেন।
অন্ধভাবে অনুসরণ করবেনা।
নিজেই যাচাই বাছাই করুন
আমিন
এদেশের গরু-ছাগল ?😁😅😆এদেশের গরু-ছাগল মোল্লার রয়েছে সুনির্দিষ্ট ইতিহাস। নবী কান্নাকাটি করলেও এ ইতিহাস মুছে যাবার নয়। এদের কবরে শুয়ে থাকা ওস্তাদরা তাদের শিখিয়েছে, "কোরআন বোঝা এত সহজ নাকি ? কোরআন কঠিন। আমরা নবীর চেয়ে বেশি বুঝবো নাকি ? হাদিসে সব আছে। হাদিস পড়লেই হবে। আমাদের কাছে চলে আসবেন। (আমাদের দোকান খোলা আছে। আমাদের পেট....
যে মোল্লার কবলে পড়েছে সেই সবচেয়ে হতভাগ্য। কেননা কেউ তাকে বাচাতে পারবে না এবং সে না মানুষ না পশু না ভূত - এমন কিম্ভূতকিমাকার অবস্থায় অন্যদেরও বিভ্রান্ত করবে। কেননা এরা কোরআন এর কোন জ্ঞান রাখে না। শুধু হাদিস মুখস্ত করে।
সজল রোশন ভাই অনেক কোরআন ও হাদিস নিয়ে গবেষণা করছে। আল্লাহ ভাইকে সঠিক ঈমানদার হিসেবে কবুল করুক।
সুনান অাত - তিরমিজি
হাদীস নং-৮৭৭
পরিচ্ছদ -৪৯
হজ্জ্ব অধ্যায়
ইবনু আব্বাস হতে বর্ণিত,,,,,,,
" হাজরে আসওয়াদ জান্নাত থেকে অবতরণের সময় দুধের চেয়েও সাদা ছিলো,
কিন্তু আদম সন্তানের পাপ এটিকে কালো করে দেয়।"
অথচ সত্যিটা হচ্ছে,
এই পাথর কালো হয়েছে আগুনে পুড়ে তাও আবদুল্লাহ্ ইবন জুবায়ের ( রাঃ) এর শাসনামলে।
তখন গিলাফও পুড়ে ছাই হয়ে যায়।
সেই থেকে মানুষের মুখে প্রচলিত,
মানুষের পাপের কারণে এই পাথর কালো হয়েছে।
আল্লাহ্ ছাড়া মানুষের গুনাহ্ মাফ করার আর কেউ আছে কি?
কেউ যদি বিশ্বাস করে,
এই পাথরের কোনো অলৌকিক ক্ষমতা আছে মানুষের পাপ শোষণ করে কালো হওয়ার তাহলে তো সেটা শিরক হয়ে যাবে।
কারণ,
আল্লাহ্ তাঁর গুনাহ মাফের ক্ষমতা কারোও সাথেই শেয়ার করেন না।
যে বিষয়ে আল্লাহ্ কোনো প্রমাণ নাযিল করেন নাই তাঁর কিতাবে,
সে বিষয়ে উজবেকিস্তানের নাগরিক ইমাম তিরমিজির লেখা হাদীসে বিশ্বাস এনে পরকাল ধ্বংস করবেন?
Ki studies korche r se ki bujche.....and Allah' taake ki hikmot diche tar kotha'ee bujha jay ....., pagol akta !
এক কাফের আরেক কাফের কে সমর্থন করতেছে, সজল কি জানে কুফুরি করা ছাড়া, তার তো প্রমান দেখতেছি আর শুনতেছি।
সে সবই জানে , কিন্তু ভাব নিতাছে - ফেমাস হোয়ার জন্য । কোরানের মানে হাদীস মানে না , না মানো সমস্যা কি??? এই পাগল দুনিয়ার নেক আছে/
@@mdmofazzol8632 সজল জাকির নায়েক এর চেয়েও বড় জ্ঞানী তার সাবসক্রাইবারদের কাছে
Sajal ভাই এর যুক্তি অনেক কঠিন।তিনি বর্তমান সময় অনুযায়ী খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করেছেন।
আল্লাহ ভাই এর আলোচনা ও গঠনমূলক ছিলো। তিনি মুলত হুবুহু বই দেখে সেই কথা গুলো বুঝিয়ে গিয়েছেন।
সজল রোশানের কথা ১০০% যুক্তিসঙ্গত। আর আব্দুল্লাহ কুরআন বিমুখ।
@@neyamatsumon,
ভাই আপনার দালালী করা লাগবেনা, আমরা ভিডিওটা দেখছি। এখানে কেউ কারো সাথে ঝগড়াঝাটি করেনাই। আপনি কে এসব কথা বলার।
আমাদের করণীয়, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে, কুরআনের ভুলে যাওয়া অংশকে হাই লাইট করার যে চেষ্টা সজল রোশান ভাই করেছেন, তা অপরিসীম গুরুত্বের। আলোচনায় হুজুর বেশ কিছু জিনিস পরিস্কার করেছেন বৈকি; কিন্তু এতে সজল ভাইয়ের মুল্যবান রিসার্সকে ঢেকে, গতানুগতিক বিশ্বাসকেই প্রতিষ্ঠা করা হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে বর্তমান পরিস্থিতি বুঝে, সজল ভাইয়ের রিসার্সকে কাজে লাগানোর সৌভাগ্য দান করুন। আমিন। সবাইকে ঈদ মোবারক
@@bdispr8120 হুম সেটাই। কিন্তু আব্দুল্লাহ ভাই মানুষকে কুরাআন থেকে দুরে সরিয়ে দিলেন।
@@neyamatsumon,
যার যার যেই বুঝ দাড়ি না রেখে রাখে মুছ, বুজচ্ছেননা ভাই।
সত্যের জয় চিরদিন রয় চালিয়ে যাও বন্ধু
খুবই অমায়িক ব্যবহার দুই জন কেউ কাউকে হেয় প্রতিপন্ন করা হয়নি আলহামদুলিল্লাহ ❤️❤️
এটাই সবচেয়ে ভাল লেগেছে। দুইজনই জ্ঞানী, ভদ্রলোক ও ভদ্রঘরের সন্তান।
এটাই আমাদের কাম্য ছিল
100% perfect comment on this debate @ jasin uddinbrur
সহমত
দুইজনই জ্ঞানী ব্যাক্তি ।
জাজাকাল্লাহ খাইরান, আল্লাহ , রাজযাক বিন
ইউসুফএর ছেলেকে সারা বিশ্বের ইসলামের দায়ী হিসেবে কবুল করুন। আমিন
Vai abdur Razzaque hobe. Razzaq allah er name
Amin
আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হবে
আমিন।
কি বলেন আব্দুল্লাহ্ আলেম? অনেক কিছুই বুঝে না, মুফতি কাজী ইবরাহিম হলে ভালো ডিবেট হতো।
সাগর ভাই আপনি একটা দারুন কাজ করে যাচ্ছেন। আমাদের সব দ্বিধাদ্বন্দ্বে অবসান হবে ইনশা আল্লাহ্।
আল্লাহর দেয়া কোরান এবং হুযুরের হাদিস দিয়ে হল না এখন বুঝ হয়ে যাবে??
আজ একটা জ্ঞানগর্ভ আলোচনা শুনলাম। ধন্যবাদ আয়োজককে।
সামান্য বুদ্ধি বিবেক যাদের আছে তারা ঠিকই আসল বিষয়টি বুঝতে পেরেছে।
ধন্যবাদ ফেস দা পিপল কে।
আব্দুল্লাহ ভাই মাশাআল্লাহ খুব সুন্দর ভাবে গুছিয়ে বুঝিয়ে বলেছেন আল্লাহ আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন।
মুফাস্সিল ইসলাম ও ব্রাদার রাহুলের ডিবেট দেখতে চাই।
এদেশের গরু-ছাগল ?😁😅😆এদেশের গরু-ছাগল মোল্লার রয়েছে সুনির্দিষ্ট ইতিহাস। নবী কান্নাকাটি করলেও এ ইতিহাস মুছে যাবার নয়। এদের কবরে শুয়ে থাকা ওস্তাদরা তাদের শিখিয়েছে, "কোরআন বোঝা এত সহজ নাকি ? কোরআন কঠিন। আমরা নবীর চেয়ে বেশি বুঝবো নাকি ? হাদিসে সব আছে। হাদিস পড়লেই হবে। আমাদের কাছে চলে আসবেন। (আমাদের দোকান খোলা আছে। আমাদের পেট....
যে মোল্লার কবলে পড়েছে সেই সবচেয়ে হতভাগ্য। কেননা কেউ তাকে বাচাতে পারবে না এবং সে না মানুষ না পশু না ভূত - এমন কিম্ভূতকিমাকার অবস্থায় অন্যদেরও বিভ্রান্ত করবে। কেননা এরা কোরআন এর কোন জ্ঞান রাখে না। শুধু হাদিস মুখস্ত করে।
দুজন আলোচক যথেষ্ট বিজ্ঞ এবং প্রজ্ঞাবান বুঝতে পারলাম। মানুষ হিসেবে ও অনেক ভদ্র আর সভ্য। দুজনকেই আমার পছন্দ হয়েছে। যদিও সজল ভাইয়ের লেকচার অনেক আগে থেকে আমি শুনি। আব্দুল্লাহ ভাইকে আজকে নতুন করে জানলাম। উভয়ের প্রতি দোয়া রইল।
Abdullah Bhai Hocche Abdur Razzak Bin Yousuf sir Er Chele..❤️
আলহামদুলিল্লাহ্---ভালো একটা আলোচনা শুনা হলো লম্বা সময় ধরে।ভালো ভাবে ইসলামের সৌন্দর্য তোলে ধরার জন্য আবদুল্লাহ ভাই-কে ~ ধন্যবাদ।
Ollollol
Nice
এদেশের গরু-ছাগল ?😁😅🤣এদেশের গরু-ছাগল মোল্লার রয়েছে সুনির্দিষ্ট ইতিহাস। নবী কান্নাকাটি করলেও এ ইতিহাস মুছে যাবার নয়। এদের কবরে শুয়ে থাকা ওস্তাদরা তাদের শিখিয়েছে, "কোরআন বোঝা এত সহজ নাকি ? কোরআন কঠিন। আমরা নবীর চেয়ে বেশি বুঝবো নাকি ? হাদিসে সব আছে। হাদিস পড়লেই হবে। আমাদের কাছে চলে আসবেন। (আমাদের দোকান খোলা আছে। আমাদের পেট....
যে মোল্লার কবলে পড়েছে সেই সবচেয়ে হতভাগ্য। কেননা কেউ তাকে বাচাতে পারবে না এবং সে না মানুষ না পশু না ভূত - এমন কিম্ভূতকিমাকার অবস্থায় অন্যদেরও বিভ্রান্ত করবে। কেননা এরা কোরআন এর কোন জ্ঞান রাখে না। শুধু হাদিস মুখস্ত করে।
জ্ঞানী, চিন্তাশীল মানুষদের সজল রওশন ভাই চিন্তার খোরাক দিয়েছেন।
আব্দুল্লাহ ভাই থেকেও সজল ভাইয়ের কথাগুলো যুক্তিসংগত মনে হয়েছে, ধন্যবাদ সজল ভাই।
@আব্দুর রাকিব, কারন তুমি মুমিন
Rony mony, I too agree 👍 with you.
মানুষের সবকিছুতে দুর্বলতা আছে, হাদিসে তার উর্ধে নয়!
@@Ronemone95 I absolutely agree with you my dear and once again may Allah bless you for your beautiful intelligence.
@আব্দুর রাকিব, মুমিনের মতো খারাপ লোক কি আর হতে পারে
মাশাহ আল্লাহ,
এতো সুন্দর আলোচনা।
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা প্রিয় আব্দুল্লাহ ভাই কে নেক হায়াত দান করুক এবং উত্তম জাজাহ দান করুক💙
আমিন
সজল ভাইকে অনেক আগে থেকেই চিনি। উনি একজন ভাল লেকচারার। উনার কোরআনিক বিষয়ে ভাল লাগল।
কুরআন ও হাদীসে আপনি অজ্ঞ। আপনি সাবধান হউন!!!
সজল কাফের
@@SharifulIslamBD
সুনান অাত - তিরমিজি
হাদীস নং-৮৭৭
পরিচ্ছদ -৪৯
হজ্জ্ব অধ্যায়
ইবনু আব্বাস হতে বর্ণিত,,,,,,,
" হাজরে আসওয়াদ জান্নাত থেকে অবতরণের সময় দুধের চেয়েও সাদা ছিলো,
কিন্তু আদম সন্তানের পাপ এটিকে কালো করে দেয়।"
অথচ সত্যিটা হচ্ছে,
এই পাথর কালো হয়েছে আগুনে পুড়ে তাও আবদুল্লাহ্ ইবন জুবায়ের ( রাঃ) এর শাসনামলে।
তখন গিলাফও পুড়ে ছাই হয়ে যায়।
সেই থেকে মানুষের মুখে প্রচলিত,
মানুষের পাপের কারণে এই পাথর কালো হয়েছে।
আল্লাহ্ ছাড়া মানুষের গুনাহ্ মাফ করার আর কেউ আছে কি?
কেউ যদি বিশ্বাস করে,
এই পাথরের কোনো অলৌকিক ক্ষমতা আছে মানুষের পাপ শোষণ করে কালো হওয়ার তাহলে তো সেটা শিরক হয়ে যাবে।
কারণ,
আল্লাহ্ তাঁর গুনাহ মাফের ক্ষমতা কারোও সাথেই শেয়ার করেন না।
যে বিষয়ে আল্লাহ্ কোনো প্রমাণ নাযিল করেন নাই তাঁর কিতাবে,
সে বিষয়ে উজবেকিস্তানের নাগরিক ইমাম তিরমিজির লেখা হাদীসে বিশ্বাস এনে পরকাল ধ্বংস করবেন?
@@SharifulIslamBD এদেশের গরু-ছাগল ?😁😅🤣এদেশের গরু-ছাগল মোল্লার রয়েছে সুনির্দিষ্ট ইতিহাস। নবী কান্নাকাটি করলেও এ ইতিহাস মুছে যাবার নয়। এদের কবরে শুয়ে থাকা ওস্তাদরা তাদের শিখিয়েছে, "কোরআন বোঝা এত সহজ নাকি ? কোরআন কঠিন। আমরা নবীর চেয়ে বেশি বুঝবো নাকি ? হাদিসে সব আছে। হাদিস পড়লেই হবে। আমাদের কাছে চলে আসবেন। (আমাদের দোকান খোলা আছে। আমাদের পেট....
যে মোল্লার কবলে পড়েছে সেই সবচেয়ে হতভাগ্য। কেননা কেউ তাকে বাচাতে পারবে না এবং সে না মানুষ.. - এমন কিম্ভূতকিমাকার অবস্থায় অন্যদেরও বিভ্রান্ত করবে। কেননা এরা কোরআন এর কোন জ্ঞান রাখে না। শুধু হাদিস মুখস্ত করে।
সজল ভাই পাঁঠা প্রকৃতির বলদ ।
অসাধারণ ভাই অসাধারণ।শুধু ব্যাখ্যা করতে পারতাছি না কতটুক ভালো লাগছে আমার।বিতর্ক সময় আমি চাইলে আরো ঘন্টার পর ঘন্টা শুনতে পারি। এরকম বিতর্ক আরো চাই আমাদের এখানে আমাদের শিখার অনেক কিছু আছে ❤❤❤❤❤❤❤