আমি এত বছর ধরে অনেক হুজুরকে দেখেছি, সত্যি কথা বলছি আমি এত মনোযোগ সহকারে কারো কথা কখনোই শুনিনি। কারণ কাউকে আমার বিশ্বাস করতে কষ্ট হতো, কে সত্য কে মিথ্যা সেটা বুঝতে খুব কষ্ট হতো। আব্বাসী হুজুরকে আমি যেভাবে দেখছি, হুজুর যেভাবে করে কোরআনকে সাক্ষী মেনে আমাদের অনেক অজানা জিনিসের সমাধান করে দিচ্ছেন, কতটা পথভ্রষ্ট হলে সেখান থেকে উনি আলো দেখাচ্ছেন, এটা অকল্পনীয়। হুজুরকে আল্লাহ এত বেশি জ্ঞান দিয়েছেন এবং বুক ফুলিয়ে আল্লাহর কোরআনকে সাক্ষী করে কথা বলার যে সৎ সাহস এক কথায় অসাধারণ। হুজুরের তীক্ষ্ণ মেধা সত্যিই প্রশংসনীয়। আল্লাহ আপনার ভালো করুক এবং দীর্ঘায়ু দান করুক আপনাকে।
Mr. hashmi, you are not speaking properly even not depending five fundamentals of Islam. you have to learn much more and more about the subject issues. please enhance your level of knowledge. Don't undermine any one.
আমাদের অনেক ইসলামিক পন্ডিতদের মৌলিক শিক্ষা-দীক্ষা ও জ্ঞানার্জনের পরিধি এতো সীমিত কেন? এরা ভালো মুসলমান হতে গিয়ে প্রায়শঃ ভালো মানুষ হওয়ার ন্যূনতম মূল্যবোধটুকু হারিয়ে ফেলে! অনুষ্ঠানটি দেখলাম, দু'জনের আলোচনা শোনলাম! আলোচনার বিষয়-বস্তুর নিরিখে পুঁথিগত বিদ্যায় অপর আলোচকের তুলনায় জনাব আব্বাসী জানেন বেশি নিঃসন্দেহে! কিন্তু এই অর্জিত পান্ডিত্য মোটেও তাকে নম্র-বিনীত, সহনশীল ও সার্বজনীন হতে শেখায়নি! একধরণের মূর্খ উগ্রতা ও অন্যকে ছোট করার এক হীন মানসিকতা তার কথা ও বাচনভঙ্গিতে স্পষ্ট! জ্ঞানে ও যুক্তিতে কাউকে পরাস্ত করার জন্য উগ্রতা পরিহার করে শব্দ ও বাক্য চয়নে এবং তার প্রকাশ ভঙ্গিতে আরো বেশি বুদ্ধিমান, নমনীয় ও সহনশীল হওয়ার প্রয়োজন! প্রকৃত বুদ্ধিমান ও জ্ঞানী ব্যক্তিরা তাই করে থাকেন! যদিও দু'জনকেই ধন্যবাদ দিতে হবে একে-অপরের বক্তব্যের সময় সহনীয় নীরবতা পালন করার জন্য! আরো একটা ব্যাপার খুবই জঘন্য লাগলো, আর সেটা হলো জনাব আব্বাসীর আজন্ম-ক্রীতদাস সুলভ মানসিকতা অমানুষ ও জানোয়ার সৌদি শাসক ও অসভ্য নিম্নস্তরের সৌদি জনগণের প্রতি যাদেরকে তিনি মহান মনিব মনে করে ওদের জুতা পরিষ্কার করতে পারলে তার মানব-জন্ম সার্থক মনে করেন! এবং তার চেয়েও জঘন্য, এই ঘৃণ্য কাজটিকে আবার গলা উঁচিয়ে তিনি জাহির করছেন এবং অন্যদের আবার বকাঝকামূলক নসিহত করছেন এই দাসত্বের ব্যাপারে!
এনায়েত উল্লাহ আব্বাসী হুজুরের মত স্কলার ব্যাক্তি বাংলাদেশে দেখা যায় না, উনি অনেক পড়াশোনা করেন মনে হয়। আল্লাহ আমাদের সবাই সঠিক বোঝার তৌফিক দান করুন। আমিন
ধন্যবাদ ড,তাশমি স্যারকে।অনেক অজানা তথ্য প্রকাশ করায় অনেক কুসংস্কার মনা মুসলিম উপকৃত হলেন। এত বড়ো বড়ো ইসলামিক স্কলারগন যা পৃথিবী সৃষ্টি থেকে অদ্যবধি জানতেন না তাদের মনযোগ দিয়ে শোনা দরকার।তাহলে কি আমরা ভুল ভ্রান্তি পথে চলছি।
বুক ভরে শুধু আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে করছে। আল্লাহ হুজুর কে কত স্পষ্ট ও তিক্নমেধা ও প্রঙ্গা দান করেছেন।এভাবেই ইসলামের বিজয় হবে মিথ্যা ও বাতিলের বিরুদ্ধে।
৭১ এ যে পাকিস্তানি সেনারা বাঙালিদের নির্মম ভাবে খুন করেছে, আমাদের মা বোনদের ধর্ষণ করেছে নির্বিচারে। তারা ও মুসলিম ছিল। তাই অন্ধ বিশ্বাস থেকে বেরিয়ে আসুন। ধর্ম থাকুক, কিন্তু আপনার প্রথম পরিচয় হোক বাঙালি হিসেবে।
@@erashmahmud1770 আরে ভাই আব্বাসি ২৭ মিনিটে যে আয়াত নিয়ে কথা বললো তা পুরই মিথ্যাচার ছিলো।ওইআয়াত এর উপরের ৪ আয়াত পরলেই ক্লিয়ার বোঝা যায় কি বর্জন করতে বলেছে হাদীস এর দরকার হয়না।
@@eagleeyes4445 হাদীসের দরকার আছে অবশ্যই। কারণ কিছু হাদীস আছে যার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে নাই। বুখারী হাদীস যদি না তৈরি করতেন তাহলে অনেক হাদীস জানা সম্ভব হতো না।
মাশাআল্লাহ এই মুহূর্তে প্রথম থেকে শেষ পর্যন্ত বিডিওটি দেখে শেষ করলাম এবং আব্বাসি হুজুরের প্রতি এত মহব্বত বেড়েছে যা বলে শেষ করতে পারবো না এবং আব্বাসি হুজুরের বক্তব্য শুনে আমার ঈমান আরো তাজা হলো আলহামদুলিল্লাহ।
আল্লাহতালা এনায়েতুল্লাহ আব্বাসী কে হায়াত দারাজ করুন এবং ইসলামের সঠিক ইতিহাস,ও তথ্য তুলে ধরার ইসলামের এই সৈনিক কে আল্লাহতালা কবুল করুন বর্তমান সময়ে এরকম একজন ইসলামের কান্ডারী আমাদের জন্য খুবই প্রয়োজন আল্লাহ তাআলা তার মাধ্যমে আমাদের সঠিক বুজ দান করুন আল্লাহুম্মা আমীন।
আল্লাহ সুবহানাহু। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। ড. আব্বাসি অত্যন্ত বিচক্ষণ ও জ্ঞানী মানুষ। দোয়া করি আল্লাহ যেন ওনার জ্ঞান আরো বাড়িয়ে দিক সাথে আরো নম্র ভদ্র হয়ে থাকার জন্য।
এত বড় ওয়াজিন সে কি জানে না যে ছবি, ভিডিও এগুলি সবই হারাম তাহলে এই ওয়াজিন কেন এত বড় বড় হারাম কাজগুলি করতেছে । এখনও সময় আছে আপনি (ওয়াজিন) হারাম কাজগুলি ছেড়ে দিন তওবাহ করে ফিরে আসেন আর সবাইকে বলে দিন যারা আপনার অনুসারী আছে তাদেরকে যে ছবি, ভিডিও এই সবকিছু হারাম এগুলি করা যাবে না। মহান আল্লাহ পাক আপনাকে হেদায়েত দান করুন।
আসসালামুআলাইকুম আপনি একজন শিক্ষিত মানুষ ঠিক ঔ কিন্তু ইংরেজিতে কোরআন বোঝা যাবে না আর বেছারা আরবি শিখুন তারপরে কথা বলুন কল পেক্ষাপটে আল্লাহ কি করতে বলেছেন আল্লাহ রাসূলকেসেটা দলিল হিসেবে আলেমরা মানেন আপনি তো সেটা জানেন না এইজন্যে আরও বেশি কোন ইংরেজি দিয়ে বিআরবির এলেকশন করা যায় না
আসসালামুয়ালাইকুম হুজুরের কাছে আমার সালাম রইল । আমি ভারত থেকে বলছি, আমি অনেক খুশি হলাম এই ভিডিওটি দেখে এবং শুনে আল্লাহ হুজুরকে হাজার বছর বাঁচিয়ে রাখুক এবং এইরকম ইসলামের এবং দ্বীনের আলোকে ছড়িয়ে দেওয়ার জন্য আরও অসীম জ্ঞান দান করুক আমরা সবাই দোয়া করি হযরত এর জন্য। আমিন।
কোন কিছু দিয়ে কোরআন ও হাদিস যাচাই করা সম্ভব না কোরআন ও হাদিস দিয়ে সব কিছু যাচাই করতে হবে কারন কোরআন ও হাদীস হচ্ছে কষ্টি পাথর বা পোরকান যা সত্য মিথ্য পার্থক্য কারি। খুব সুন্দর আনুষ্ঠান ছিল এটি ধন্যবাদ সকল কে
আহা, আব্বাসি বলে নবীজি নুরের তৈরি। আসলেই কি তাই? আল্লাহ মাটিকে সম্মানিত করছেন, আর আল্লাহ নিজেই বলছে আমি তোমাদের মধ্য থেকে তোমাদের প্রতিনিধি তৈরি করেছেন, তাহলে নবী কি করে নুরের হয়, আর নবীজী মানুষ বলেই তিনি সর্বশেষ্ঠ মানুষ, তাহলে নুরের হয়ে মানুষ কেমনে হয়? আল্লাহ প্রথমেই ইবলিশ কে দিয়ে বুঝায়ছে যে দেখ মর্যাদা দেয়ার মালিক আমি আল্লাহ, সুতারাং আমি যাকে ইচ্ছা মর্যাদা দেই তাহলে নবী জি যদি আদম সন্তান হয় তাহলে তিনি নুরের কেমনে হয়? আব্বাসি কে এটা সংসোধন করতে হবে
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাঝাকাল্লাহ। এনায়েতুল্লাহ আব্বাসি হুজুর যে এতটা জ্ঞানী আগে সত্যিই জানা ছিল না. আল্লাহ হুজুরকে আরো জ্ঞান বাড়িয়ে দিন এবং এসব এই যুগের দাজ্জাল এর হাত থেকে মুসলিমদের রক্ষা করুন
আলহামদুলিল্লাহ, আব্বাসী হুজুর, অপনার মতো যুক্তিবাদী আলেম এই মুহূর্তে খুবই প্রয়োজন। এই ধরনের তাজ হাসমির মতো প্রফেসর ইসলাম সম্বন্ধে কোনো জ্ঞান ই নাই। ওনার উচিত এসব বকম্বকম বন্ধ করে আব্বাসী হুজুরের কাছে কিছু শিক্ষার জন্য বায়াত হোন। আল্লাহ রাব্বুল আলামীন আপনাকে হেদায়েত দান করুন, আমীন
আলহামদুলিল্লাহ এই মুহূর্তে সম্পূর্ণ ভিডিও দেখে শেষ করলাম। মুসলিম উম্মাহের অহংকার আমাদের প্রিয় শায়েখ আল্লামা আব্বাসী হুজুরকে আল্লাহ তুমি নেক হায়াত বাড়িয়ে দাও।
Congratulations & Best wishes to Mohtaram Maw Abbasi Huzur.Almighty Allahsubhanahu wa Ta'Allah Abbasi Huzur ka Susto-Nak Hayat dan karun-Ameen & Hafazote Rakhun-Ameen. We are proud of Mohtaram Maw Abbasi Huzur.
Assalamu alaikum alaikum আব্বাসী হুজুর, আপনার সব কথাই এতক্ষণ মন দিয়ে শুনছিলাম। কিন্তু যখনই আপনি সৌদী আরব এবং সৌদী ওয়াহাবী শাসকদের নিয়ে এত উচ্চ ধারণার কথা বললেন তখনই আমার শ্রদ্ধা হারালেন।
আলহামদুলিল্লাহ টানা 1:30:00 ভিডিওটি না স্কিপ করে দেখলাম প্রাণপ্রিয় শায়েখ এনায়েত উল্লাহ আব্বাসী হুজুরের প্রতি আরো ভালোবাসা বেড়ে গেল আল্লাহ নেক হায়াত দান করুন আমীন...🤲💚
কুরআন হাদিস দিয়ে অসাধারণ যুক্তি দিয়ে সব প্রশ্নের জবাব দিয়েছেন জনাব আব্বাসি সাহেব। আপনাকে অসাধারণ ধন্যবাদ।
বাপের জন্মে না কুরআন পরেছিস না হাদীস তাই আব্বাসি বাপ যা গিলায় তাই গিলস🤣
কোন নাস্তিকের সাথে ডিভেট করলে আব্বাসি মায়খানা করে দিবে। সালায় একটা পাক্কা ধর্ম ব্যাবসাই
@@eagleeyes4445 ব্যবহার দেখে বোঝা যায় কতটা জ্ঞানী আপনি।
@@eagleeyes4445 তোরা নাস্তিকের বংশধর তাই আব্বাসী হুজুরর জবাব তোদের পছন্দ হবে না
Jon mar poresoy ba bo har a boja jay
আমি এত বছর ধরে অনেক হুজুরকে দেখেছি, সত্যি কথা বলছি আমি এত মনোযোগ সহকারে কারো কথা কখনোই শুনিনি। কারণ কাউকে আমার বিশ্বাস করতে কষ্ট হতো, কে সত্য কে মিথ্যা সেটা বুঝতে খুব কষ্ট হতো। আব্বাসী হুজুরকে আমি যেভাবে দেখছি, হুজুর যেভাবে করে কোরআনকে সাক্ষী মেনে আমাদের অনেক অজানা জিনিসের সমাধান করে দিচ্ছেন, কতটা পথভ্রষ্ট হলে সেখান থেকে উনি আলো দেখাচ্ছেন, এটা অকল্পনীয়। হুজুরকে আল্লাহ এত বেশি জ্ঞান দিয়েছেন এবং বুক ফুলিয়ে আল্লাহর কোরআনকে সাক্ষী করে কথা বলার যে সৎ সাহস এক কথায় অসাধারণ। হুজুরের তীক্ষ্ণ মেধা সত্যিই প্রশংসনীয়। আল্লাহ আপনার ভালো করুক এবং দীর্ঘায়ু দান করুক আপনাকে।
হাদিস নিয়ে আমার মনেও একই সন্দেহ ছিলো। কখনো প্রকাশ করিনি কিন্তু হাদিস শুনলে মানতে পারতাম না। আজ আল্লাহর রহমতে আমার সন্দেহ দূর হলো। ধন্যবাদ হুজুরকে।
প্রিয় হুজুরের
চমৎকার বিশ্লেষণ ধর্মী আলোচনা শুনে নিজেকে গর্বিত মনে করছি
হাহাহাহাহা
Mr. hashmi, you are not speaking properly even not depending five fundamentals of Islam. you have to learn much more and more about the subject issues. please enhance your level of knowledge. Don't undermine any one.
হুজুর আপনি এই পাগলের সাথে কেনো
তর্কে এসেছেন।
আমাদের অনেক ইসলামিক পন্ডিতদের মৌলিক শিক্ষা-দীক্ষা ও জ্ঞানার্জনের পরিধি এতো সীমিত কেন? এরা ভালো মুসলমান হতে গিয়ে প্রায়শঃ ভালো মানুষ হওয়ার ন্যূনতম মূল্যবোধটুকু হারিয়ে ফেলে! অনুষ্ঠানটি দেখলাম, দু'জনের আলোচনা শোনলাম! আলোচনার বিষয়-বস্তুর নিরিখে পুঁথিগত বিদ্যায় অপর আলোচকের তুলনায় জনাব আব্বাসী জানেন বেশি নিঃসন্দেহে! কিন্তু এই অর্জিত পান্ডিত্য মোটেও তাকে নম্র-বিনীত, সহনশীল ও সার্বজনীন হতে শেখায়নি! একধরণের মূর্খ উগ্রতা ও অন্যকে ছোট করার এক হীন মানসিকতা তার কথা ও বাচনভঙ্গিতে স্পষ্ট! জ্ঞানে ও যুক্তিতে কাউকে পরাস্ত করার জন্য উগ্রতা পরিহার করে শব্দ ও বাক্য চয়নে এবং তার প্রকাশ ভঙ্গিতে আরো বেশি বুদ্ধিমান, নমনীয় ও সহনশীল হওয়ার প্রয়োজন! প্রকৃত বুদ্ধিমান ও জ্ঞানী ব্যক্তিরা তাই করে থাকেন!
যদিও দু'জনকেই ধন্যবাদ দিতে হবে একে-অপরের বক্তব্যের সময় সহনীয় নীরবতা পালন করার জন্য!
আরো একটা ব্যাপার খুবই জঘন্য লাগলো, আর সেটা হলো জনাব আব্বাসীর আজন্ম-ক্রীতদাস সুলভ মানসিকতা অমানুষ ও জানোয়ার সৌদি শাসক ও অসভ্য নিম্নস্তরের সৌদি জনগণের প্রতি যাদেরকে তিনি মহান মনিব মনে করে ওদের জুতা পরিষ্কার করতে পারলে তার মানব-জন্ম সার্থক মনে করেন! এবং তার চেয়েও জঘন্য, এই ঘৃণ্য কাজটিকে আবার গলা উঁচিয়ে তিনি জাহির করছেন এবং অন্যদের আবার বকাঝকামূলক নসিহত করছেন এই দাসত্বের ব্যাপারে!
@@nasimaliakhand366 5
আল্লাহ আপনি সাইয়েদ ড. এনায়েত উল্লাহ আব্বাসি ওয়া সিদ্দিকী সাহেব কে ইসলামের জন্য কবুল করুন।
ডঃ হাশেমী সাহেবকে বুঝার তৌফিক দান করুন। জনাব ডঃ এনায়েত উল্লাআববাসীকে আল্লাহ নেক হায়াৎ দান করুন। আমিন।
@@drnurulislam5028❤❤❤À fr CR frb vee a lot by CR. XC XC red fr,
FC to meet4 m
ডাক্তার এনায়েত উল্লাহ আব্বাসী হুজুরের যতোই বয়ান শুনি ততই মুগ্ধ হই। সুবহানাল্লাহ। আল্লাহ হুজুরের হায়াত আরো বাড়িয়ে দিন আমিন
হুজুরের নেক হায়াত কামনা করছি
ডাঃ নয়। ডক্টর
@@kawsarsheikh9769 হ্যা।
এনায়েত উল্লাহ সাহেব কিসের ডাক্তার হবে ডক্টর
হাদীস ছাড়া আববাসি কানা যা লেখেছেন একজন মানুষ এবং নবী ইন্তেকালের দুইশ আড়ায়শ বছর পরে কোরআন ই একমাত্র কিতাব আল্লাহ র হাদীস না আসাকরি বুঝবেন
আল্লাহ আব্বাসী হুজুরের জ্ঞান আরো বাড়িয়ে দিক, আমিন।
Amin amin amin 💐
Amin amin
আমিন
ভন্ডামী করার জন্য।
আমিন
এনায়েত উল্লাহ আব্বাসী হুজুরের মত স্কলার ব্যাক্তি বাংলাদেশে দেখা যায় না, উনি অনেক পড়াশোনা করেন মনে হয়। আল্লাহ আমাদের সবাই সঠিক বোঝার তৌফিক দান করুন। আমিন
Pptppppp
Fake
P
Ameen.Saiful azam al azhario onek geani schoolar.
Ar akta o dekha jai na?
Apni kothai kujesen?
Internet a?
আল্লাহ তাআলা আব্বাসী হুজুরের নেক হায়াত দান করুক এবং তার জ্ঞানের আলো সারা পৃথিবীতে ছড়িয়ে দিন আমিন
Bhai,pls watch Saiful Azam al Azhari’s lectures.
আমিন
@@syedakurury1508 ঁ
I, a very small man, think you are in right track by the grace of the Almighty. With regards
ŔSPERu@@mdsharif-of6pviĺqqfljddfddffďdff$"○ çc cl
আমরা ড.জাকির নায়ক সাহেব কে পাইনি,, তবে আমরা ড. এনায়েত উল্লাহ আব্বাসী হুজুরকে পেয়েছি!! হুজুর আমাদের জন্য নেয়ামত।
নুনু নায়ক
তিনি ভালো ভালো বললেই ভালো হয় না
সে সুন্নাহর অনুসারী নয়, বিদয়াতি
হাদীস আমার মনে কুরআন আমার মনে , আমি মুসলিম কুরআন এবং সুন্নাহ মানব হবে
Ha jongi hote parben joi hind
Amader durvaggo enayet er moto ekjonjon jahel peyechi.
বাঃ কি মজার আলোচনা! আল্লাহ পাক আববাসী হূজূরকে আরো মেধা দান করেন এবং আরো নমনীয়তা দান করেন আমিন
মেধা দিয়ে ধর্ম ব্যাবসাটা ভালো করে করুক।
@Quantumbusineকানা পাগ লssschool
মিথ্যাকে সাময়িক ছড়িয়ে দেওয়া যায়, কিন্তু কখনো প্রতিষ্ঠা করা যায় না।
সত্যকে কিছু সময় লুকিয়ে রাখা যায়,
কিন্তু কখনো বিলুপ্ত করা যায় না।
আসসালামু আলাইকুম
ডক্টর এনায়েত উল্লাহ আব্বাসি হুজুরের কথায় মন ভরে গেল। ওনার প্রতিটি কথা কোরআন ও হাদিসের আলোকে বলেছেন দলিলসহ।
আলহামদুলিল্লাহ।
আল্লাহ আমাকে সহ, সবাইকে সঠিক বুজ দান করুন! দোয়া রইলো আব্বাসি হুজুরের জন্য।
আলহামদুলিল্লিহ । ইসলামের বিজয় সুনিশ্চিত ।
আব্বাসী হুজুরবাংলাদেশের গর্ব।
আল্লাহ তার হায়াত বৃদ্ধি করে দিন।
,Py?
Jumv
আল্লাহু আমিন
ছাগি পোন্দানো পীর৷😊😊
ধন্যবাদ ড,তাশমি স্যারকে।অনেক অজানা তথ্য প্রকাশ করায় অনেক কুসংস্কার মনা মুসলিম উপকৃত হলেন। এত বড়ো বড়ো ইসলামিক স্কলারগন যা পৃথিবী সৃষ্টি থেকে অদ্যবধি জানতেন না তাদের মনযোগ দিয়ে শোনা দরকার।তাহলে কি আমরা ভুল ভ্রান্তি পথে চলছি।
আব্বাসি হুজুর একজন স্পষ্টভাষী যুক্তি প্রাসংজ্ঞিগ ইসলামিক স্কলার 😍
আপনি কি তা মানেন??
Yes
Yes 💯👍🌷
No
হুম
@@akmislam8185 kno na...
বুক ভরে শুধু আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে করছে। আল্লাহ হুজুর কে কত স্পষ্ট ও তিক্নমেধা ও প্রঙ্গা দান করেছেন।এভাবেই ইসলামের বিজয় হবে মিথ্যা ও বাতিলের বিরুদ্ধে।
৭১ এ যে পাকিস্তানি সেনারা বাঙালিদের নির্মম ভাবে খুন করেছে, আমাদের মা বোনদের ধর্ষণ করেছে নির্বিচারে। তারা ও মুসলিম ছিল। তাই অন্ধ বিশ্বাস থেকে বেরিয়ে আসুন। ধর্ম থাকুক, কিন্তু আপনার প্রথম পরিচয় হোক বাঙালি হিসেবে।
ধন্যবাদ এনায়েত উল্লা আব্বাসি কে
কুভ সুন্দর করে ওকে বোজানোর জন্য
আব্বাসী হুজুর এত জ্ঞানী আগে জানতাম না। উনাকে আল্লাহ আরো নেক হায়াত বাড়িয়ে দিক৷ আমিন
Uner gyan baranor jayga ar nei
আলহামদুলিল্লাহ।হে মহান স্রষ্টা,আব্বাসি হুজুরের জ্ঞানের পরিধি আরও বারিয়ে দিন এবং দীর্ঘায়ু দান করুন আমিন।।
Hasemi saheb tar jaygay thik asen.kintu abbasi saheb bisoyta bitorke nie niesen.abbasi saheb bujte parsen na j hasemi saheber apotti matro ekta jaygay.dujoneri geaner poridhi onek besi.dui jonei genius 👍
@@erashmahmud1770 আরে ভাই আব্বাসি ২৭ মিনিটে যে আয়াত নিয়ে কথা বললো তা পুরই মিথ্যাচার ছিলো।ওইআয়াত এর উপরের ৪ আয়াত পরলেই ক্লিয়ার বোঝা যায় কি বর্জন করতে বলেছে হাদীস এর দরকার হয়না।
@@eagleeyes4445 হাদীসের দরকার আছে অবশ্যই। কারণ কিছু হাদীস আছে যার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে নাই। বুখারী হাদীস যদি না তৈরি করতেন তাহলে অনেক হাদীস জানা সম্ভব হতো না।
সুবহানাল্লাহ কি সুন্দর আপনার ইলম সৃষ্টি কর্তা আপনার নেক হায়াত বাড়িয়ে দিন
ড, এনায়েতুল্লা হুজুরকে ইসলামের জন্য কবুল করুক
আমিন
Amin
আমিন
Amin
আমিন।
হে আল্লাহ আমাদের এনায়েত উল্লাহ আব্বাসী সাহেব হুজুরকে আরো জ্ঞান বাড়িয়ে দাও,, আমিন।
মাশাআল্লাহ এই মুহূর্তে প্রথম থেকে শেষ পর্যন্ত বিডিওটি দেখে শেষ করলাম এবং আব্বাসি হুজুরের প্রতি এত মহব্বত বেড়েছে যা বলে শেষ করতে পারবো না এবং আব্বাসি হুজুরের বক্তব্য শুনে আমার ঈমান আরো তাজা হলো আলহামদুলিল্লাহ।
আল্লাহ যেন আমাদের আব্বাছি হুজুরকে লম্বা নেক হায়াত দান করেন।
Amin
Hum jano 200000000000 bochor hayat den
মাশাআল্লাহ হুজুর অত্যন্ত আমলদার ❣️❣️❣️ আল্লাহ উনাকে ইসলামের পক্ষে সামনের কাতারে কবুল করুন সবসময় ❣️❣️❣️
amin
মাশাআল্লাহ, আমার প্রিয় একজন শায়েখ মুফতী মাও:- আব্বাসি হুজুর।
দোয়া করি ড.তাজ হাশমী স্যার কে আল্লাহ যেন হেদায়াত দান করেন এবং কোরআন ও হাদিসের আলোকে তিনি যেন জীবন যাপন করতে পারেন।
আল্লাহতালা এনায়েতুল্লাহ আব্বাসী কে হায়াত দারাজ করুন এবং ইসলামের সঠিক ইতিহাস,ও তথ্য তুলে ধরার ইসলামের এই সৈনিক কে আল্লাহতালা কবুল করুন বর্তমান সময়ে এরকম একজন ইসলামের কান্ডারী আমাদের জন্য খুবই প্রয়োজন আল্লাহ তাআলা তার মাধ্যমে আমাদের সঠিক বুজ দান করুন আল্লাহুম্মা আমীন।
মাশা-আল্লাহ অসাধারণ গুরুত্বপূর্ণ বক্তব্য ধন্যবাদ। ❤❤❤
আলহামদুলিল্লাহ আজ থেকে জনাব আব্বাসি সাহেবকে অন্তর থেকে সম্মান প্রদসসন করবো যত দিন মহান মালিক দুনিয়াতে হায়াত রেখেছেন আমিন
আমার প্রিয় শায়েখ ভারত থেকে দেখছি খুব ভালো লাগছে
রাইট এনায়েত উল্লাহ আব্বাসী
@@mdranaraja2670 উনি তো ভারতের বিরুদ্ধে বলেন । আপনি তো ভারতীয় ।
@@rex-8653 ইসলামের বিরুদ্ধে বলে নাই
কোরানে নামাজ,রোজা,যাকাত,হজ্জ ইত্যাদির পূর্ন নিয়মগুলো নাই
👉প্রত্যক ওয়াক্তে কয় রাকাত নামাজ পড়বো,,সেজদা রুকু কয় বার দিবো ?
👉যাকাত কিভাবে দিবো,,কতটা দিবো ?
Answer plz
আল্লাহ সুবহানাহু। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। ড. আব্বাসি অত্যন্ত বিচক্ষণ ও জ্ঞানী মানুষ। দোয়া করি আল্লাহ যেন ওনার জ্ঞান আরো বাড়িয়ে দিক সাথে আরো নম্র ভদ্র হয়ে থাকার জন্য।
প্রিয় আব্বাসি হুজুর। আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করেন। আমিন
শিক্ষিত কাকে বলে আব্বাসি হুজুরের বয়ান শুনলে বুঝতে পারবেন।আব্বাসি হুজুর জিন্দাবাদ।
Ami buji na upnara konodin porasuna korche!!!????
.
.
Ekdom bastob kotha bolechen
আব্বসী হুজুর নাস্তিককে কঠিন জবাব দিয়েছে 👍🌹🌹
ড:আব্বাসীর মত এমন জ্ঞানবান আর কিছু ওয়াজীর ওয়াজ শুনতে চাই। মহান আল্লাহ ওনাকে হায়াতে বরকত দান করুন। আমীন।
আমি সনাতন ধর্মালম্বীর।খুব ভালো লাগলো হুজুরের কথা গুলো।
এই তাজুল হাসমী এবং আরো কিছু বিশ্ব পাকনা আছে,ওরা যে কত কিছু বুঝে সবগুলোই ক্রাক ।
💝💝💖💖💖 হুজুর কিন্তু খুব সুন্দর করে সব দিক থেকে বুঝালো
হক্কানী আলেম রা আছে বলে ইসলাম আজো টিকে আছে ঠিকই থাকবে ইনশাল্লাহ অত্যন্ত চমৎকার প্রশ্ন এবং জবাব দিয়েছেন হুজুর
আল্লাহ হুজুরের ইলম ও হায়াতে বরকত দান করুন। আমিন। ❤❤
আব্বাসী হুজুরের কথা গুলো যত শুনি ততই শোনার ইচ্ছা করে আব্বাসী হুজুর কে আল্লাহর জন্য ভালোবাসি অন্তর থেকে
ভাই শিক্ষিত মানুষের কথা যত শুনবেন ততই ভালো লাগবে।
এত বড় ওয়াজিন সে কি জানে না যে ছবি, ভিডিও এগুলি সবই হারাম তাহলে এই ওয়াজিন কেন এত বড় বড় হারাম কাজগুলি করতেছে । এখনও সময় আছে আপনি (ওয়াজিন) হারাম কাজগুলি ছেড়ে দিন তওবাহ করে ফিরে আসেন আর সবাইকে বলে দিন যারা আপনার অনুসারী আছে তাদেরকে যে ছবি, ভিডিও এই সবকিছু হারাম এগুলি করা যাবে না। মহান আল্লাহ পাক আপনাকে হেদায়েত দান করুন।
আসসালামুআলাইকুম আপনি একজন শিক্ষিত মানুষ ঠিক ঔ কিন্তু ইংরেজিতে কোরআন বোঝা যাবে না আর বেছারা আরবি শিখুন তারপরে কথা বলুন কল পেক্ষাপটে আল্লাহ কি করতে বলেছেন আল্লাহ রাসূলকেসেটা দলিল হিসেবে আলেমরা মানেন আপনি তো সেটা জানেন না এইজন্যে আরও বেশি কোন ইংরেজি দিয়ে বিআরবির এলেকশন করা যায় না
সুবহানাল্লাহ❤️
আব্বাসী হুজুরের ডিবেট যত দেখি তত মুগ্ধ হয়।💕
আল্লাহ ড. এনায়েতুল্লাহ হুজুরকে অনেক এলেম দিয়েছে। আল্লাহ যেনো হুজুরকে নেক হায়াত দান করে আর দ্বীনের ক্ষেদমত করার তৌফিক দান আমিন
আসসালামুয়ালাইকুম হুজুরের কাছে আমার সালাম রইল । আমি ভারত থেকে বলছি,
আমি অনেক খুশি হলাম এই ভিডিওটি দেখে এবং শুনে আল্লাহ হুজুরকে হাজার বছর বাঁচিয়ে রাখুক এবং এইরকম ইসলামের এবং দ্বীনের আলোকে ছড়িয়ে দেওয়ার জন্য আরও অসীম জ্ঞান দান করুক আমরা সবাই দোয়া করি হযরত এর জন্য। আমিন।
ইস্তিঞ্জা করার জন্য কোরআন ব্যবহার করুন।
ইনশালা।
@@dadofallah6909 আপনি কি বুঝায়তে চাইছেন
কোন কিছু দিয়ে কোরআন ও হাদিস যাচাই করা সম্ভব না কোরআন ও হাদিস দিয়ে সব কিছু যাচাই করতে হবে কারন কোরআন ও হাদীস হচ্ছে কষ্টি পাথর বা পোরকান যা সত্য মিথ্য পার্থক্য কারি। খুব সুন্দর আনুষ্ঠান ছিল এটি ধন্যবাদ সকল কে
আব্বাসী হুজুরের বক্তব্যে সব সময় অহংকার স্পষ্ট, যা ইসলামে সবচে ঘৃণ্যতম পাপ।
😅
আব্বাসি হুজুর কতটা শিক্ষিত কতটা মেধাবী এবং কতটা ভালো মানুষ তা বলে প্রকাশ করা যাবেনা।
জি, সহমত। ঠিক যেমন শুয়োরে শুধু কচুই চেনে।
বোকা
সত্যিই এনায়েত উল্লাহ্ আব্বাসি একজন মেধাবী মানুষ।।
@@biplabbiswas2579 তুমি নিজে বোকা
আহা, আব্বাসি বলে নবীজি নুরের তৈরি। আসলেই কি তাই? আল্লাহ মাটিকে সম্মানিত করছেন, আর আল্লাহ নিজেই বলছে আমি তোমাদের মধ্য থেকে তোমাদের প্রতিনিধি তৈরি করেছেন, তাহলে নবী কি করে নুরের হয়, আর নবীজী মানুষ বলেই তিনি সর্বশেষ্ঠ মানুষ, তাহলে নুরের হয়ে মানুষ কেমনে হয়? আল্লাহ প্রথমেই ইবলিশ কে দিয়ে বুঝায়ছে যে দেখ মর্যাদা দেয়ার মালিক আমি আল্লাহ, সুতারাং আমি যাকে ইচ্ছা মর্যাদা দেই তাহলে নবী জি যদি আদম সন্তান হয় তাহলে তিনি নুরের কেমনে হয়? আব্বাসি কে এটা সংসোধন করতে হবে
হে আরশের মালিক মহান আল্লাহ্ তুমি আমার প্রিয় শায়েখ আব্বাসী হুজুরের নেক হায়াৎ বারিয়ে দাও..🥀💞💓💓💗💖
Khan B ablukhan ok
সাইফুল আযম আযহারীর ওয়াজ দেখার অনুরোধ রইল।
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাঝাকাল্লাহ। এনায়েতুল্লাহ আব্বাসি হুজুর যে এতটা জ্ঞানী আগে সত্যিই জানা ছিল না. আল্লাহ হুজুরকে আরো জ্ঞান বাড়িয়ে দিন এবং এসব এই যুগের দাজ্জাল এর হাত থেকে মুসলিমদের রক্ষা করুন
ভালোবাসা তো আব্বাসী হুজুরের প্রতি সর্বদা।
Rait
মাশাআল্লাহ
জনাব এনায়েত উল্লাহ আব্বাসী হুজুরকে। অতুলনীয় মুক্তি, হাদীস এবং পবিত্র কুরআন এর আলোকে। আপনাকে আল্লাহ পাক নেক হায়াত দান করুন। আমিন।
ইসলাম সম্পর্কে ওনার পরিষ্কার ধারণা নেই কিন্তু ওনি একজন দেশপ্রেমিক মানুষ।
হুজুরের নেক হায়াৎ কামনা করছি। ❤
আব্বাসী হুজুর যেন এভাবেই মানুষকে সঠিক পথে নিয়ে আসেন । আমিন..
হে আল্লাহ তুমি আমার প্রিয় হুজুর কে সুস্থতার সহিত নেক হায়াত দান করুন।
Mawlana Saiful Azam al Azharir waz dekhun.
llllllll
) ll
@@syedakurury1508 lllllllollllll
@Mr Gobeshok lllllllolll
Ll
olllll
Ololll
olllllllllolll
Lllllo
lo
ol
হাজার ধন্যবাদ আব্বাসী হুজুর কে। ভারত থেকে দেখলাম
আল্লাহ আব্বাসী হুজুরের নেক হায়াত দান করুন এবং সুন্নিয়তের আরো আরো মানুষের মাঝে তুলে ধরার তৌফিক দান করুন আমিন
আমিন
😢🎉🎉😮😮😮😢😢😢😢😢😢😢😢😮😮😮😮😮😮😮😮😮😮😊😊😊😊😊😊😊😊
আলহামদুলিল্লাহ। প্রিয় শায়েখ আপনাকে ভালবাসি আল্লাহর জন্য
Donnobad abbasi hujur
নারায়ণগঞ্জের গর্ব আমাদের আব্বাসী হুজুর❤️❤️❤️
আব্বাসী এনায়তুল্লা যে তার বাসার কাজের মেয়েদের যৌনি আর পায়ুপথ চুষে, এর জন্যে তার বিবি হয়ে আমি কি বিচার করবো..?
রাইট!
Taj hashmi is more logical than abbasi
@@zaforuzzalkhan123 in which way...! Tomar Ammu ke pregnant bananor jonno
@@zaforuzzalkhan123 বামপন্থী আলাপ বাত দেন🥴
জনাব আপনি এই ভাবেই সকল নাস্তিকদের সাইজ করে যান।।
আপনার জন্যে অনেক দোয়া ও ভালোবাস 🥰🥰🥰🥰🥰🥰
উনাকে নাস্তিক বলা আপনার ঠিক হয়নি
শায়েখ এর জন্য আল্লাহর কাছে নেক হায়াত কামনা করছি (আমিন)
আলহামদুলিল্লাহ আল্লা আব্বাসি হোজুরকে নেক হায়াত দান করুন আমীন
সোবাহানাল্লাহ অসাধারণ বলেছেন শায়েখ।আল্লাহ্ আপনার নেক হায়াত দান করুন
আলহামদুলিল্লাহ, আব্বাসী হুজুর, অপনার মতো যুক্তিবাদী আলেম এই মুহূর্তে খুবই প্রয়োজন। এই ধরনের তাজ হাসমির মতো প্রফেসর ইসলাম সম্বন্ধে কোনো জ্ঞান ই নাই। ওনার উচিত এসব বকম্বকম বন্ধ করে আব্বাসী হুজুরের কাছে কিছু শিক্ষার জন্য বায়াত হোন। আল্লাহ রাব্বুল আলামীন আপনাকে হেদায়েত দান করুন, আমীন
মাশাল্লাহ্।।।। আব্বাসি হুজুরকে আল্লাহ্ তায়ালা নেক হায়াৎ দান করুক।
❤️❤️❤️ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাকে ইসলামের জন্য আরও কবুল করুক ধন্যবাদ আব্বাসী হুজুর 🤝🤝
হুজুর মন জয় করে নিয়েছে
সত্যি লাজাবাব।
আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুক।
আমিন।
আব্বাসী হুজুর কে আল্লাহর জন্য ভালোবাসি,,
মাশাআল্লাহ খুব গুরুত্বপূর্ণ আলোচনা আব্বাসী হুজুরের নসিহত গুলো স্পষ্টো
আব্বাছি হুজুর ধন্যবাদ আপনাকে আপনি সত্যি গ্যানি একজন লোক আমি আপনার ভক্ত হয়ে গেলাম আজ থেকে
আল্লাহ আব্বাসী হুজুর কে অনেক অনেক জ্ঞানের অধিকারী বানায় দিন, এবং নেক হায়াত দান করেন।।।। আমিন।।।
আল্লাহ আপনি সাইয়েদ ড. এনায়েত উল্লাহ আব্বাসি সাহেব কে ইসলামের জন্য কবুল করুন। আমীন
আলহামদুলিল্লাহ এই মুহূর্তে সম্পূর্ণ ভিডিও দেখে শেষ করলাম। মুসলিম উম্মাহের অহংকার আমাদের প্রিয় শায়েখ আল্লামা আব্বাসী হুজুরকে আল্লাহ তুমি নেক হায়াত বাড়িয়ে দাও।
আলহামদুলিল্লাহ । আল্লাহ এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরকে নেক হায়াত দান করুক (আমিন)
২০২২ সালের সেরা আলোচনা,, ধন্যবাদ আব্বাসী হুজুরকে
আব্বাস হুজুর জিন্দবাদ 💚❤️🤲🏻🕋🏞
একটা মানুষ যে এতো শিক্ষিত হতে ভাবতে পারিনি , আলহামদুলিল্লাহ , ভারত থেকে সালাম নেবেন
তুই ভারতে থাইকা জাকির নায়েক রে দেখতে পেলিনা
@@sahedkhan9651 আমার থেকে তুই জাকির নায়েক রে বেশি চিনিস নে
@@mafijulgazi6243 কেন রে শিয়াল
@@sahedkhan9651 খুব সুন্দর জাকির নায়েক এর ভক্ত এরকম, শিয়াল বলে দিলি
@@sahedkhan9651 আপনারা তো বাংলা দেশি তাই না , বাংলাদেশিরা বেশি মুর্খ হয় কিছু বাদে ,হ্যাংলা দেশি বলা যায়
আল্লাহ তা'য়ালা যেন হুজুরকে নেক হায়াত দান করেন আমিন ছুম্মা আমিন 🤲🤲🤲💖💖💖
আব্বাসী হুজুরের বয়ান বাহাস চমৎকার।আল্লাহ,উনাকে ইসলামের পথে মানুষকে সচেতন করতে তৌফিক দান করুন এবং উনাকে কোরআন ও হাদিসের উপর খেদমত করার হেকমত দিন আমিন।
মহান আল্লাহ্ আব্বাসী হুজুরকে সুস্থতার সহিত দীর্ঘায়ুদান করুন। যাতে করে দিগ দিশেহার মানুষ স্বঠীক দ্বীনে সন্ধান লাভ করুক। আমীন।
যে মানতে চায়না তাকে মানানো যায় না। এই লোক বদ্ধ উন্মাদ।
Abbas e Huzoor to Vishva Malayalam
তাজ সাহেব উনি কোরআন ও হাদিস এর কোনো কিছুই জানে না সবচেয়ে বেদামি পড়া ইতিহাস। ইতিহাস ইচ্ছে মতো লেখা য়ায কোরআন ও হাদিস নয়।
তাজ হাসমি তার কথা আমার খুব ভালো লাগত, আজকে তার কথা শুনে, আমার মনে হয় সে একটা হালকা নাস্তিক
Congratulations & Best wishes to Mohtaram Maw Abbasi Huzur.Almighty Allahsubhanahu wa Ta'Allah Abbasi Huzur ka Susto-Nak Hayat dan karun-Ameen & Hafazote Rakhun-Ameen. We are proud of Mohtaram Maw Abbasi Huzur.
ড.এনায়েত উল্লাহ আব্বাসি হুজুর আমাদের বাংলাদেশের জন্য না শুধু , সারা পৃথিবীর জন্য নেয়ামত।
আল্লাহ সবাইকে কোরআন ও হাদিস মানার তৌফিক দাও আমিন
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
যুগে যুগে এমন আলেম সমাজের জন্য অপেক্ষা করছে
মাশাল্লাহ এনায়েত উল্লাহ আব্বাসি চমৎকার আলোচনা করেছেন ধন্যবাদ
আব্বাসী হুজুর কে আমি ইসলামের জন্য ভালোবাসি 💚
0000
এইটা কেমন কথা আল্লাহর জন্য ভালোনাবেসে ইসলামের জন্য ভালোবাসেন বুঝলাম না।
Dear Mr Abbasi
Mr Taj is that person who does not believe Islam that means he is not a Muslim at all .
Taz Hashmi faltu, vaoutabaz,poritazzo,Islam birodhi,desh birodhi
মাশাল্লাহ হুজুরের নেক হায়াত আল্লাহ বাড়াইয়া দেন আমীন আমীন
ইসলামের জয়।মাশাল্লাহ হুজুর সঠিক ইসলাম প্রচারে নেক হায়াত দান করুক
আল্লাহ আপনি,,আব্বাসি হুজুরকে দীর্ঘ নেক হায়াত দান করুন আমিন
বতর্মানে মুসলিম জাতির সিংহ পুরুষ,, মহান ইসলামীক দায়ী🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 ডঃ এনায়েত উল্লাহ আব্বাসীকে স্যারকে মোবারকবাদ
This lion is Vera to sk hasina. His explanation is not 100 percent appropriate.
Udvot information about 50 ramaz and musa as. Mozammel haque and t hashi shaheb are correct.
Taj kashmir has much knowledge in quran and hadis. His explanation is not avoidable.
লা---ইলা-হা ইল্লাল ল---হ্
মুহাম্মাদুর রসূ-লুল্ ল---হ্
এবং কুরআন বেশি বেশি পড়ি
হুজুর, মাশাআল্লাহ,, চালিয়ে যান
আল্লহ হুজুর কে বাচিয়ে রাখুন দী্রগকাল।
Assalamu alaikum alaikum আব্বাসী হুজুর, আপনার সব কথাই এতক্ষণ মন দিয়ে শুনছিলাম। কিন্তু যখনই আপনি সৌদী আরব এবং সৌদী ওয়াহাবী শাসকদের নিয়ে এত উচ্চ ধারণার কথা বললেন তখনই আমার শ্রদ্ধা হারালেন।
হিংসা থাকলে যা হয় আর কি
আলহামদুলিল্লাহ, হযরত আল্লামা আব্বাসি হুজুরের তুলনা হয় না।
আল্লাহ তায়ালা হুজুরকে নেক হায়াত দান করুন আমিন।
হুজুর হারবে না।কারন হুজুরের কাছে আছে। আল্লাহর দেওয়া পবিত্র কুরআন শরীফ
না,ও তো মোশরেক। আল্লাহর নাযিল করা কোরআন মানার কথা মুখে বলে। আসলে মানে মানব রচিত হাদিস। যা রচিত হয়েছে রাসুলের মৃত্যুর 300 বছর পর।
না,, ওনার কাছে হাদিস আছে
ঠিক
মাশাআল্লাহ, প্রিয় হুজুর কতা অনেক সুন্দর
আলহামদুলিল্লাহ টানা 1:30:00 ভিডিওটি না স্কিপ করে দেখলাম প্রাণপ্রিয় শায়েখ এনায়েত উল্লাহ আব্বাসী হুজুরের প্রতি আরো ভালোবাসা বেড়ে গেল আল্লাহ নেক হায়াত দান করুন আমীন...🤲💚
আল্লাহ তাআলা আব্বাসী হুজুরের নেক হায়াত দান করুক এবং তার জ্ঞানের আলো সারা পৃথিবীতে ছড়িয়ে দিন । আল্লাহ আমাদের সবাই সঠিক বোঝার তৌফিক দান করুন। আমিন