বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কর্মমুখী তো নয়ই বরং এটি তত্ত্বীয় জ্ঞানের উপর প্রতিষ্ঠিত আমলা কর্তৃক পৃষ্টপোষকতা পূর্ন বেকার তৈরির কারখানা। অথচ এত জনগোষ্ঠী সম্পন্ন দেশের শিক্ষার স্লোগান হওয়া উচিত ছিল "কর্মমুখী শিক্ষা চাই, পণ্য বানিয়ে বাঁচতে চাই।" এটা করতে হলে কারিগরি শিক্ষা ও সাধারণ শিক্ষাকে একীভূত বা সমন্বয় করে ষষ্ঠ শ্রেণী থেকে সাধারণ শিক্ষার পাশাপাশি কমপক্ষে ২টি ট্রেড/ কারিগরি কোর্স বাধ্যতামূলক করতে হবে। ক্রমান্বয়ে শিক্ষার্থীরা অষ্টম ও দশম শ্রেণি পর্যন্ত একাধিক ট্রেডে দক্ষ হয়ে দেশে বা বিদেশে যেয়ে ভালো কর্মদক্ষতা দেখাতে পারবে। দেশে লাখ লাখ গ্রাজুয়েট বেকার। অনেকের শিক্ষার মান প্রশ্নবিদ্ধ।সনদ সর্বস্ব অদক্ষ অযোগ্য মেধাহীন গ্রাজুয়েট দেশের বোঝা। এটা যে কোনো দেশের জন্য প্রযোজ্য। ২০১০ সালের শিক্ষা নীতিতে একটি ভালো নির্দেশনা ছিল আর তা হলো অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক, নবম হতে দ্বাদশ পর্যন্ত মাধ্যমিক ঘোষণা করা কিন্তু কিছু আমলা ও অসৎ শিক্ষক নেতারা তাদের অনৈতিক ব্যবসার কারণে বাস্তবায়ন করে নাই।আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থী গড় মেধাবী। এদের সরকারি পলিটেকনিক ভর্তির জন্য উৎসাহিত করতে হবে।চাইনিজ পণ্য দেখে নিজেদের নতুন পণ্য তৈরির দক্ষতা অর্জন করতে হবে। স্লোগান হবে "প্রতিটি খানা; একটি কারখানা।" জিঞ্জিরা মডেল হবে নতুন সৃজনশীল ফরমেটে। বাংলাদেশের বিভিন্ন এলাকার স্থানীয় চাহিদার প্রেক্ষাপটে কারিগরি কর্ম কৌশল(light engineering)নির্ধারণ প্রয়োজন। সরকারি বেসরকারি এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। অদক্ষ ইন্সট্রাক্টরদের বাদ দিয়ে যোগ্য, দক্ষ ও গ্রাজুয়েট ইন্সট্রাক্টর/Engineer নিয়োগ দিতে হবে। আমার ধারণা বর্তমান শিক্ষা ব্যবস্থা চলতে থাকলে বেকার কিশোর গ্যাং, বেকার গ্যাং স্টার, বেকার ছিনতাইকারী তৈরি হতেই থাকবে। উল্লেখ্য যে যারা জেনুইন মেধাবী তারা Professional বিষয় নিয়ে গবেষণা করবে উচ্চ শিক্ষায় যাবে এবং তা নির্ধারণ হবে উচ্চতর মান সম্পন্ন পদ্ধতিতে। কিন্তু এটা করা কঠিন হবে কারণ বর্তমান শিক্ষা ব্যবস্থার এক বিশাল অনৈতিক বাজার আছে।
urdu,Sanskrit,pali department bad dia. Japanese, gulf Arabic, korean language suru korun . sob department student k at least akta foreign language course baddotamulok korun .Bangladesh a job na pale aisob desh a gia job korte parbe. 😎😎
আমরাও জাতি হিসেবে তার শিক্ষার বর্তমান মান নিয়ে আমাদের বাংলাদেশ
Right...
স্যার এখনো নতুন অস্ত্রধারী ক্যাডাররা গভনিং বডির সভাপতি ও সদস্য হচ্ছে। বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতির কি আদৌও দরকার আছে? দয়া করে ভেবে দেখবেন।
ইসলামিক শিক্ষা চাই
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কর্মমুখী তো নয়ই বরং এটি তত্ত্বীয় জ্ঞানের উপর প্রতিষ্ঠিত আমলা কর্তৃক পৃষ্টপোষকতা পূর্ন বেকার তৈরির কারখানা। অথচ এত জনগোষ্ঠী সম্পন্ন দেশের শিক্ষার স্লোগান হওয়া উচিত ছিল "কর্মমুখী শিক্ষা চাই, পণ্য বানিয়ে বাঁচতে চাই।" এটা করতে হলে কারিগরি শিক্ষা ও সাধারণ শিক্ষাকে একীভূত বা সমন্বয় করে ষষ্ঠ শ্রেণী থেকে সাধারণ শিক্ষার পাশাপাশি কমপক্ষে ২টি ট্রেড/ কারিগরি কোর্স বাধ্যতামূলক করতে হবে। ক্রমান্বয়ে শিক্ষার্থীরা অষ্টম ও দশম শ্রেণি পর্যন্ত একাধিক ট্রেডে দক্ষ হয়ে দেশে বা বিদেশে যেয়ে ভালো কর্মদক্ষতা দেখাতে পারবে। দেশে লাখ লাখ গ্রাজুয়েট বেকার। অনেকের শিক্ষার মান প্রশ্নবিদ্ধ।সনদ সর্বস্ব অদক্ষ অযোগ্য মেধাহীন গ্রাজুয়েট দেশের বোঝা। এটা যে কোনো দেশের জন্য প্রযোজ্য। ২০১০ সালের শিক্ষা নীতিতে একটি ভালো নির্দেশনা ছিল আর তা হলো অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক, নবম হতে দ্বাদশ পর্যন্ত মাধ্যমিক ঘোষণা করা কিন্তু কিছু আমলা ও অসৎ শিক্ষক নেতারা তাদের অনৈতিক ব্যবসার কারণে বাস্তবায়ন করে নাই।আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থী গড় মেধাবী। এদের সরকারি পলিটেকনিক ভর্তির জন্য উৎসাহিত করতে হবে।চাইনিজ পণ্য দেখে নিজেদের নতুন পণ্য তৈরির দক্ষতা অর্জন করতে হবে। স্লোগান হবে "প্রতিটি খানা; একটি কারখানা।" জিঞ্জিরা মডেল হবে নতুন সৃজনশীল ফরমেটে। বাংলাদেশের বিভিন্ন এলাকার স্থানীয় চাহিদার প্রেক্ষাপটে কারিগরি কর্ম কৌশল(light engineering)নির্ধারণ প্রয়োজন। সরকারি বেসরকারি এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। অদক্ষ ইন্সট্রাক্টরদের বাদ দিয়ে যোগ্য, দক্ষ ও গ্রাজুয়েট ইন্সট্রাক্টর/Engineer নিয়োগ দিতে হবে। আমার ধারণা বর্তমান শিক্ষা ব্যবস্থা চলতে থাকলে বেকার কিশোর গ্যাং, বেকার গ্যাং স্টার, বেকার ছিনতাইকারী তৈরি হতেই থাকবে। উল্লেখ্য যে যারা জেনুইন মেধাবী তারা Professional বিষয় নিয়ে গবেষণা করবে উচ্চ শিক্ষায় যাবে এবং তা নির্ধারণ হবে উচ্চতর মান সম্পন্ন পদ্ধতিতে। কিন্তু এটা করা কঠিন হবে কারণ বর্তমান শিক্ষা ব্যবস্থার এক বিশাল অনৈতিক বাজার আছে।
urdu,Sanskrit,pali department bad dia. Japanese, gulf Arabic, korean language suru korun . sob department student k at least akta foreign language course baddotamulok korun .Bangladesh a job na pale aisob desh a gia job korte parbe. 😎😎
Only Islamic education chi school college education bondho korta hoba.kafar education nia Islamic Bangladesh a ke hoba