Kalimpong Tour Guide | Kalimpong Tourist Places | Kalimpong Tour in Bengali | Kalimpong Sightseeing

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • Kalimpong Tour in Bengali | Kalimpong Tourist Places | Kalimpong Sightseeing | Kalimpong Tour Guide
    কালিম্পং ভ্রমণ গাইড :
    শিয়ালদা থেকে রাত ২০:৩৫ এর কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেনে সারারাত জার্নি করে পরদিন সকাল ০৮:০০ এর মধ্যে শিলিগুড়ি জংশন পৌঁছে গেলাম। হাতে গোনা মাত্র দুইটি ট্রেনের মধ্যে এই ট্রেন টি একটি যেটা কোলকাতা (শিয়ালদা স্টেশন) থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনের পরিবর্তে সরাসরি শিলিগুড়ি জংশন গিয়ে পৌঁছয়।
    শিলিগুড়ি স্টেশন থেকে বেরিয়ে কিছুটা গিয়েই বা হাতে পড়ে শিলিগুড়ি তেনজিং নর্গে বাস স্ট্যান্ড। এন জে পি স্টেশনে নামলে এই খানে শেয়ার অটো বা ম্যাজিক গাড়ি করে পৌঁছতে হয় প্রায় ৭ কিমি রাস্তা। এন জে পি স্টেশনের পরিবর্তে শিলিগুড়ি জংশন নামলে এটাই সুবিধা যে প্রায় ধিল ছোড়া দূরত্বে শিলিগুড়ি তেনজিং নর্গে বাস স্ট্যান্ড।
    বাস স্ট্যান্ডে পৌঁছে বাস করে পৌঁছে গেলাম কালিম্পং। শিলিগুড়ি থেকে কালিম্পং গামী বাস সকাল ৬:৩০ থেকে শুরু এবং বিকেল ৫:০০ টা পর্যন্ত রয়েছে প্রতি ২০-৩০ মিনিট অন্তর। বাস ভাড়া NBSTC বাসে ১১১/- টাকা এবং প্রাইভেট বাসে ১৩০/- টাকা। পৌঁছতে সময় লাগে প্রায় ৩ ঘণ্টা মতো।
    কালিম্পং পৌঁছে বাস স্ট্যান্ডের কাছেই হোটেল পোখরেল। আমরা এই হোটেল টা অনলাইন অ্যাপ Goibibo থেকে বুক করেছিলাম। ভাড়া লেগেছিল প্রায় ৮৫০/- টাকা প্রতি দিন ডবল বেডরুমের জন্য। তবে বলে রাখি হোটেলটি চার তলায় অবস্থিত এবং কোনো লিফট নেই। হোটেলের ফোন নম্বর : ৯৬০৯২৪৪১৪০. এই হোটেলটি আমরা দুইদিনের জন্য বুক করেছিলাম।
    সারারাত ট্রেন জার্নি এবং তারপর আরো প্রায় তিন ঘণ্টার বাস জার্নির ধকলে বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম হোটেলে পৌঁছে। তাই প্রথম দিন টা বিশ্রাম করলাম। খাওয়া দাওয়া করেছিলাম কালিম্পং ঘড়ি মোড়ের কাছেই অবস্থিত আদিত্য হোটেলে।
    দাম: ভেজ থালি: ৯০/-, ডিম থালি: ১১০/-(এক পিস ডিম), চিকেন থালি: ১৪০/- (চার পিস মাঝারি সাইজের চিকেন), মাছ থালি: ১৩০/-(এক পিস কাতলা), মটন থালি: ২০০/- (চার পিস মাঝারি সাইজের মটন).
    রাতে কিন্তু কালিম্পং ৮:০০ টার মধ্যে প্রায় বন্ধ হয়ে যায়। তবে Domino's অ্যাপ থেকে রাত ৯:৩০ পর্যন্ত পিজা হোটেলে আনিয়ে খেতে পারেন। কিংবা কালিম্পং পুলিশ স্টেশনের ঠিক বিপরীতে পেয়ে যাবেন দাদা ভাই হোটেল সেইখান থেকে রুটি, তরকা, চিকেন ইত্যাদি কিনে খেতে পারেন।
    দাম: রুটি: ৬/- প্রতি পিস, ডিম তড়কা: ৬০/- টাকা ফুল প্লেট।
    পরদিন সকালে একটি মিষ্টির দোকান থেকে ব্রেকফাস্ট (ডালপুরি ৪ পিস এবং সবজি: ৫০/- প্লেট) করে বেরিয়ে পড়লাম কালিম্পং লোকাল সাইটসিয়িং এর জন্যে। কালিম্পং বাস স্ট্যান্ড থেকেই অন স্পট কিছুটা দরাদরি করে গাড়ি বুক করলাম। খরচ পড়লো: ১৫০০/- টাকা। ছোটো মারুতি ওমনি গাড়ি চার সিটের। গাড়ির কন্টাক্ট নম্বর: ৮০১৬২২৩৫০০. তবে ফোন করে বুকিং নিষ্প্রয়োজন। অনস্পট বুক করে নিন দরাদরি করে প্রচুর গাড়ি এভলেবেল থাকে। এরপর আমরা বুদ্ধ পার্ক, হনুমান পার্ক, দুর্গা মন্দির, বুদ্ধ স্ট্যাচু, ডেলো পার্ক, গল্ফ কোর্স, মরগ্যান হাউস, দুরপিন মনেস্ট্রি এবং পাইন ভিউ নার্সারি (ক্যাকটাস নার্সারি) ঘুরে দেখলাম এইদিন। এইগুলো সম্পূর্ন ঘুরে দেখতে সময় লাগলো প্রায় চার ঘণ্টা মতো। এরপর বিকেলের দিকে পায়ে হেঁটে ঘুরে দেখলাম মঙ্গল ধাম এবং কালিম্পং শহর টা।
    পরের পর্বের লিংক: • Lamahatta Darjeeling •...
    How to reach Kalimpong from Kolkata?
    First, from Kolkata one can avail Train, Bus or Flight to reach Siliguri then from Siliguri Bus, Share car or Reserve Car available to reach Kalimpong. It can take upto 15 hours to reach Kalimpong from Kolkata by Train and Bus.
    Where to Stay at Kalimpong?
    Many hotels and Homestays are available in Kalimpong to stay. We stayed at Pokhrel Lodge, Near Kalimpong bus stand. Pokhrel Lodge Contact Number - 9800937937, 9609244140. Double bedroom rent approximately 850/- per day but it varies on season and holidays.
    What to see in Kalimpong?
    Delo Park, Durpin Monastery, Buddha Park, Hanuman Park, Morgan House, Golf Course, Guru Padmasambhaba Statue those are the most popular tourist places in Kalimpong. One can cover all the places within 4-5 hours kalimpong local sightseeing in a car.
    Kalimpong Local Sightseeing Car Fare?
    Kalimpong local sightseeing by a small car will cost you around 1200-2000/- Rupees (depends on season and your bargain skill). It cost us 1500/- Rupees. Kalimpong Local Sightseeing Car Phone Number - 8016223500.
    Cost of Fooding in Kalimpong?
    Breakfast, Lunch and Dinner in Kalimpong combined cost around 250-350/- per person in per day.
    Siliguri to Kalimpong Bus Fare?
    In government bus 110/- & in private bus 130/-
    Siliguri to Kalimpong Bus Timings?
    Busses are available every 30 min from 7 am to 5 pm. (Siliguri Tenzing Norgay Bus Stand)
    (Video Tags):
    Kalimpong
    Kalimpong Tourist Place
    Kalimpong Tour
    places to visit in kalimpong
    morgan house kalimpong
    kalimpong hotels
    kalimpong tour 2023
    Kalimponong 2023
    kalimpong tour guide
    kalimpong tour plan
    kalimpong travel guide
    kalimpong trip
    kalimpong vlog
    places to visit in kalimpong
    how to reach kalimpong
    kalimpong tourist spot
    kalimpong video
    kolkata to kalimpong
    kalimpong west bengal
    things to do in kalimpong
    kalimpong road trip
    kalimpong tour cost
    kalimpong morgan house
    kalimpong delo hill
    kalimpong tour plan
    kalimpong tour guide in bengali
    kalimpong tour in bengali
    what to see in kalimpong
    kalimpong vlog in bengali
    top tourist places of kalimpong
    Kalimpong 10 Visiting Places in
    kalimpong hotels and resorts
    kalimpong hotel fare
    #kalimpong #kalimpongvlog #kalimpongtour
    #Kalimpongtourguide

Комментарии • 110

  • @Vrammoman
    @Vrammoman  Год назад

    দ্বিতীয় পর্বের লিংক: ruclips.net/video/1hhVG32ALQw/видео.html

  • @dr.pujaroy6078
    @dr.pujaroy6078 Месяц назад +1

    Aditya hotel e ajkei khelam...darun khete❤

    • @Vrammoman
      @Vrammoman  Месяц назад

      হ্যাঁ। কালিম্পং শহরের মধ্যে মধ্যবিত্তের জন্য সেরা হোটেল ওটাই। যেইখানে খাওয়ার দাওয়ারের মান এবং স্বাদ দুই ভাল।

  • @mainakmisra3856
    @mainakmisra3856 4 месяца назад +1

    খুব সুন্দর ভিডিও ।অসাধারণ আপনার উপস্থাপন ,বর্ণনা কৌশল ,ভাষা জ্ঞান ,এবং স্পষ্ট কণ্ঠস্বর ,ভিডিওটির আকর্ষণীয়তা বাড়িয়েছে। সুন্দর এডিটিং, লোকেশন, তথ্য জ্ঞাপন, ফটোগ্রাফির নিখুঁত প্রয়োগ, ভিডিওটিকে খুবই সুন্দর করেছে ।ধন্যবাদ।

    • @Vrammoman
      @Vrammoman  4 месяца назад

      স্বাগত জানাই আপনাকে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ কমেন্টের মাধ্যমে উৎসাহিত করার জন্য। ভালো থাকবেন।❤️🙏

  • @kaushikpresents9439
    @kaushikpresents9439 8 месяцев назад +1

    Good reporting

    • @Vrammoman
      @Vrammoman  8 месяцев назад

      ধন্যবাদ দাদা।

  • @MVUnlockedvideo
    @MVUnlockedvideo 5 месяцев назад +1

    খুব সুন্দর লাগছে

    • @Vrammoman
      @Vrammoman  5 месяцев назад

      অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।❤️🙏

  • @subhajitdas5893
    @subhajitdas5893 Год назад +4

    গেছিলাম May ২০২৩ এ, শুধু মর্গান হাউস টা বন্ধ থাকায় ঢুকতে পারিনি বাকি জায়গা গুলো ঘুরেছি। ডেলো পার্ক, দুরপিন মনেস্ট্রি, ক্যাকটাস নার্সারি, গল্ফ কোর্স, হনুমান টপ, বুদ্ধ পার্ক জায়গাগুলো। দারুন অভিজ্ঞতা হয়েছে। গাড়ি ভাড়া ১০০০ টাকা নিয়েছিল মারুতি omni ।❤

    • @Vrammoman
      @Vrammoman  Год назад

      আমরাও তো ওমনি গাড়িতেই ঘুরলাম দাদা তবে যা বুঝলাম দরাদরি টা ভালোভাবে করতে পারিনি আমি কারণ আমাদের ১৫০০/- টাকা নিল দাদা তাও আবার জুলাই মাসে।😔। অনুরোধ রইলো কমেন্ট আপনি যার সাথে ঘুরেছেন সেই ড্রাইভার দাদার নম্বর টা সেভ থাকলে দিয়ে রাখবেন। আশা করি কারুর না কারুর ঠিক কাজে লেগে যাবে। ধন্যবাদ। ভালো থাকবেন দাদা 🙏♥️

    • @Explorewithpuja99
      @Explorewithpuja99 Год назад

      Ph Number thakle din Taxi driver er .

    • @Vrammoman
      @Vrammoman  Год назад

      আমরা যেই দাদার সাথে ঘুরে ছিলাম তার ফোন নম্বর ভিডিও তে দিয়ে রেখেছি তাও আপনার সুবিধার্থে এইখানে দিয়ে দিলাম। 8016 223 500.

    • @shyamsundarsadhukhan-rm6tt
      @shyamsundarsadhukhan-rm6tt 10 месяцев назад +1

      দাদা, সিজনের সম‌য় কখন?

    • @Vrammoman
      @Vrammoman  10 месяцев назад

      এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে শুরু করে জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এবং অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত কালিম্পং এর পিক সিজন ধরা চলে।

  • @ankurpathak3746
    @ankurpathak3746 11 месяцев назад +1

    Beautiful vlog

    • @Vrammoman
      @Vrammoman  11 месяцев назад

      ধন্যবাদ দাদা।❤️🙏

  • @pranabeshkundu820
    @pranabeshkundu820 4 месяца назад +1

    দাদা খুব ভালো লাগলো

    • @Vrammoman
      @Vrammoman  4 месяца назад

      ধন্যবাদ। ভালো থাকবেন।🙏❤️

  • @sumanpaul4703
    @sumanpaul4703 Год назад +1

    Opurbo oh lovely

    • @Vrammoman
      @Vrammoman  Год назад

      ধন্যবাদ স্যার। ভালো থাকবেন।♥️🙏

  • @SrvSaha
    @SrvSaha Год назад +1

    Aj somoy kora dakhlam video ta dada.. Khub valo laglo..😊 #FotikChad

    • @Vrammoman
      @Vrammoman  Год назад

      ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।♥️🙏

  • @asmaparveen5790
    @asmaparveen5790 11 месяцев назад +1

    ধন্যবাদ আপনাদের। ভালো লেগেছে। ফেব্রুয়ারি এর শেষে কালিম্পং ঘুরতে গেলে ঠিক হবে?

    • @Vrammoman
      @Vrammoman  11 месяцев назад

      হ্যাঁ। দাদা। খুব ভালো সময় বেছেছেন। তখন আকাশ পরিষ্কার থাকে এবং খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কালিম্পং শহরের বিভিন্ন জায়গা থেকেই।

  • @dasmoumita
    @dasmoumita 9 месяцев назад +1

    Dada ami next year pelling, Namchi,Ra - bangla tour video Dekhte chay apni

    • @Vrammoman
      @Vrammoman  9 месяцев назад +2

      কয়দিনের মধ্যেই হয়তো ভিডিও টা দিয়ে দেবো। কিছুদিন আগেই ঘুরে এসেছি। সাথে নিয়ে এসেছি আপনাদের জন্য A-Z তথ্য এবং ভিডিও।

    • @dasmoumita
      @dasmoumita 9 месяцев назад +1

      Thank you

  • @dasmoumita
    @dasmoumita 9 месяцев назад +1

    Next year খুব কম খরচে পেলিং,রাবা্্লা, নামচি tour কিভাবে করেন সেই video দেখতে চাই

    • @Vrammoman
      @Vrammoman  9 месяцев назад

      চেষ্টা করেছি যথাসাধ্য কম খরচে ঘুরে আসার তবে তাতেও মাথাপিছু খরচ প্রায় ৯-১০ হাজার টাকা মতো দাড়িয়েছিল। আমরা চার জন এবং একটি ছোটো বাচ্চা গিয়েছিলাম। ডিটেল ভিডিও অল্প কিছুদিনের মধ্যেই আপলোড করবো। দেখার অনুরোধ রইল। পেলিং খুব ব্যয়সাপেক্ষ জায়গা।

  • @prasantakarmakar7743
    @prasantakarmakar7743 Год назад +1

    খুব সুন্দর ❤

    • @Vrammoman
      @Vrammoman  Год назад +1

      অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে কমেন্টের মাধ্যমে আমাদের উৎসাহিত করার জন্য। ভালো থাকবেন।♥️🙏

  • @somenash3028
    @somenash3028 Год назад +1

    Amiy age comment ta dilam. Darun laglo vdo ta❤❤❤

    • @Vrammoman
      @Vrammoman  Год назад +1

      অসংখ্য ধন্যবাদ দাদা। ভালো থাকবেন। ♥️🙏

    • @somenash3028
      @somenash3028 Год назад +1

      দাদা আমি চাই তুমি একবার উটি ভ্রমণ করো।

    • @Vrammoman
      @Vrammoman  Год назад +1

      উটি, কুন্নুর অলরেডি ঘুরে এসেছি ২০১৯ এ। তবে তখনও ব্লগ করতাম না। সেইবার টয় ট্রেন চাপা হয় নি যেটা মেটুপালায়াম থেকে উদগমন্ডলম বা উটি পর্যন্ত যায়। তাই আরেকবার নিশ্চই যাবো এবং সম্পূর্ন তথ্য সহ ভিডিও বানাবো।

    • @somenash3028
      @somenash3028 Год назад +1

      আমিও অপেক্ষা করলাম তোমার উটি যাওয়ার ভিডিও দেখার জন্য তারপর আমিও যাবো 😂😂

    • @Vrammoman
      @Vrammoman  Год назад +1

      ঠিক আছে দাদা তবে শীগ্রই প্ল্যান করতে হবে। 👍

  • @youtubeuser9249
    @youtubeuser9249 Год назад +1

    Informative video 😍

    • @Vrammoman
      @Vrammoman  Год назад +1

      Thanks a lot for your support brother👍♥️

  • @chayanchowdhury6300
    @chayanchowdhury6300 15 дней назад +1

    Ei lodge e couple allow to?

    • @Vrammoman
      @Vrammoman  15 дней назад

      হ্যাঁ। অ্যালাউড। কোনো সমস্যা নেই।

  • @n.r.chakraborty8745
    @n.r.chakraborty8745 4 месяца назад +1

    মে মাস এ কালিম্পং এ ঠান্ডা কেমন থাকে একটু বলবেন?সঙ্গে একবছর এর বেবি থাকবে।

    • @Vrammoman
      @Vrammoman  4 месяца назад

      কালিম্পং শহর ১২০০ মিটার উচ্চতায় অবস্থিত তাছাড়াও খুব ঘিঞ্জি শহর এবং প্রচুর যানবাহনের কারণে মে মাসে দিনের বেলায় ফ্যান ছাড়া থাকা যায় না। তবে সন্ধ্যার পর থেকে ফুল হাতা জামা বা হালকা সোয়েটশার্ট পড়লে ভালো লাগে। তবে যদি কালিম্পং থেকে লাভা যাওয়ার প্ল্যান থাকে তাহলে কিন্তু অন্তত একটা সোয়েটার অবশ্যই নেবেন কারণ লাভা শহরের উচ্চতা কিন্তু প্রায় ২২০০ মিটার যা দার্জিলিংয়ের চাইতেও বেশী। কালিম্পং থেকে লাভার দূরত্ব মাত্র ৩০ কিমি। এই কারণেই বললাম।

  • @kabitahalder5892
    @kabitahalder5892 6 месяцев назад +1

    Njp station theke siliguri bustand kibhabe jaye?

    • @Vrammoman
      @Vrammoman  6 месяцев назад +1

      শেয়ারিং অটো পেয়ে যাবেন স্টেশনের বাইরে বেরোলেই। ভাড়া পার হেড 30/- টাকা। চাইলে রিজার্ভও করে নিতে পারেন সাথে অনেক লাগেজ থাকলে।

    • @kabitahalder5892
      @kabitahalder5892 6 месяцев назад +1

      @@Vrammoman thank you

  • @moumitapalui5605
    @moumitapalui5605 10 месяцев назад +1

    Dada aktu personally ktha bola jbe..tour related...

    • @Vrammoman
      @Vrammoman  10 месяцев назад

      নিশ্চই। নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারেন। কিংবা এবাউট সেকশন থেকে মেইল আইডি তে মেইল করেও জিজ্ঞেস করতে পারেন। 🙏

  • @koushikdas9764
    @koushikdas9764 Год назад +2

    Ekhan theke extra jodi ramdhura side seen kori thahole ki rokom khorcha hobe mam.

    • @Vrammoman
      @Vrammoman  Год назад +1

      কালিম্পং থেকে রামধুরা প্রায় ১৫ কিমি মতো রাস্তা সেই ক্ষেত্রে কালিম্পং লোকাল সাইটসিয়িং এর সাথে রামধুরা ভিলেজে সাইটসিয়িং অ্যাড করলে ২০০০-২৫০০/- টাকা মতো লাগবে ছোটো 4 সিটার গাড়িতে। আপনি ভিডিও টে দেওয়া নম্বরে ফোন করে সরাসরি ড্রাইভার দাদার সাথে কথা বলে এই বিষয়ে বিস্তারিত জানতে পারেন।

    • @koushikdas9764
      @koushikdas9764 Год назад +1

      @@Vrammoman dada amra 6 head koto Vara lagbe

    • @koushikdas9764
      @koushikdas9764 Год назад +1

      @@Vrammoman nov end e jabo

    • @Vrammoman
      @Vrammoman  Год назад +1

      6 জন থাকলে তো আপনাদের বড় একটা গাড়ি নেওয়াই সুবিধা হবে সাইটসিয়িং এর জন্য। টাটা সুমো কিংবা বোলেরো জাতীয় গাড়ি। ভারা ধরে রাখুন ৩০০০/- টাকা মতো লাগবে। আমি এখন লাভা তে রয়েছি আজই লাভা আসার পথে রামধুরা এবং ইচ্ছেগাও ঘুরে এলাম। দারুন সুন্দর ভিউ রংপো শহর এবং তিস্তা নদীর ভিউ পয়েন্ট থেকে। চারিদিকে মেঘ আর মেঘ। আপনারা যদি রামধুরা তে কোনো হোম স্টে তে থাকেন সেই ক্ষেত্রে ড্রপ করার জন্য ১০০০/- টাকা গাড়ি ভাড়া লাগবে।

    • @koushikdas9764
      @koushikdas9764 Год назад +1

      @@Vrammoman dada vedio ta kobe deben

  • @sourishthakur
    @sourishthakur 9 месяцев назад +1

    January Midweek kore kmon weather thakbe dada?

    • @Vrammoman
      @Vrammoman  9 месяцев назад +1

      কালিম্পং যেহেতু ১২৫০ মিটার উচ্চতায় অবস্থিত তাই হাড় কাপানো ঠান্ডা থাকবে না ওইসময়। তবে আমাদের সমতলের চাইতে ঠান্ডা কিন্তু বেশ কিছুটা বেশীই থাকবে। সাধারণ জ্যাকেটে শীত মেনে যাবে। আর খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার দেখা পাবেন সেই সময় দূরপিন হিল থেকে। এছাড়াও শহরের বিভিন্ন জায়গা থেকেই উকি দেবেন তিনি।

  • @sanayaskitchen7456
    @sanayaskitchen7456 10 месяцев назад +1

    November ber first week a kamon weather thake??

    • @Vrammoman
      @Vrammoman  10 месяцев назад +1

      বেশ মনোরম ওয়েদার থাকবে সেই সময়। তাপমাত্রা রাতের দিকে 13-15 ডিগ্রি এবং দিনের বেলায় 20-25 ডিগ্রি মতো থাকবে। খুব মোটা জ্যাকেট নিয়ে যাওয়া নিষ্প্রয়োজন। সাধারণ সোয়েটশার্ট, সোয়েটার এইগুলোই যথেষ্ট। খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার দৃশ্য কালিম্পং এর বিভিন্ন জায়গা থেকে দেখা যেতে পারে ওইসময়। বিশেষ করে দুরপিন মণেস্ট্রি এবং ডেল পার্ক থেকে।

    • @sanayaskitchen7456
      @sanayaskitchen7456 10 месяцев назад +1

      Thank you 😊

  • @amitpaul4225
    @amitpaul4225 10 месяцев назад +1

    Amra dec 1st week jacchi takhon kmn kharoch

    • @Vrammoman
      @Vrammoman  10 месяцев назад

      একই খরচ হবে দাদা। যেমন আমাদের হয়েছে সেরকমই ধরে চলুন মোটামুটি।

    • @amitpaul4225
      @amitpaul4225 10 месяцев назад +1

      @@Vrammoman apnar sthe ektu ktha bola jbe personally?

    • @Vrammoman
      @Vrammoman  10 месяцев назад

      নিশ্চই দাদা। আপনি আমায় ,৮৬৯, ৭০, ৪৯. ৪১২ নম্বরে যোগাযোগ করতে পারেন কোনো রকম ভ্রমণ সংক্রান্ত জিজ্ঞেসা থাকলে। 🙏❤️

  • @ExploreLikeABong
    @ExploreLikeABong 10 месяцев назад +1

    Dada Ekhon ki Kalimpong safe hobe?

    • @Vrammoman
      @Vrammoman  10 месяцев назад

      সম্ভবত 21 শে অক্টোবর NH 10 ছোটো গাড়ির জন্য খুলে যাচ্ছে। তাছাড়াও কোরোনেশন ব্রিজ পেরিয়ে গোরুবাথান হয়ে লাভা হয়ে কালিম্পং যাওয়া যাচ্ছে এখনও। কালিম্পং সেইভাবে কিছুই ক্ষতিগ্রস্ত হয় নি। ক্ষতি হয়েছে তিস্তা নদী সংলগ্ন নিচু এলাকা গুলো তেই যেমন ধরুন তিস্তা বাজার, মেলি ইত্যাদি। নিশ্চিন্তে যান, ঘুরে আসুন।

  • @rebornedjeet8374
    @rebornedjeet8374 6 месяцев назад +1

    Dada Share Car Paowa jay na Kalimpong ghorar jnno?

    • @Vrammoman
      @Vrammoman  6 месяцев назад +1

      না। দাদা। শেয়ারিংএ সাইটসিয়িংয়ের ব্যবস্থা তো দেখলাম না রয়েছে কালিম্পং ঘুরে দেখার জন্য।

    • @rebornedjeet8374
      @rebornedjeet8374 6 месяцев назад +1

      @@Vrammoman নর্থ বেঙ্গল কোথায় শেয়ারিং সাইটসীন হয়?

    • @Vrammoman
      @Vrammoman  6 месяцев назад +1

      @rebornedjeet8374 কোথাও হয় না দাদা। এটাই দুঃখ। তবে দার্জিলিংয়ে সিজনের সময় শেয়ারিংয়ে সাইটসিয়িং হয় শুনেছি। তবে তখন ভাড়াও অনেক বেশি থাকে পার হেড।

    • @rebornedjeet8374
      @rebornedjeet8374 6 месяцев назад +1

      @@Vrammoman Achha

  • @koushikdas9764
    @koushikdas9764 Год назад

    Thanks for details

    • @Vrammoman
      @Vrammoman  Год назад

      স্বাগত জানাই আপনাকে দাদা। ভালো থাকবেন। ♥️🙏

    • @koushikdas9764
      @koushikdas9764 Год назад

      @@Vrammoman Dada apner sathe ektu kotha bolte chi tur er bapare jodi ektu help koren.ami apner subscriber.

    • @Vrammoman
      @Vrammoman  Год назад

      হ্যাঁ। নিশ্চই দাদা। এইখানে তো ফোন নম্বর দিলে ইউটিউব তা অটো ফিল্টার করে ডিলিট করে দেবে। আপনি আমায় ইমেইল করুন চ্যানেলের এবাউট সেকশনে দেওয়া মেইল অ্যাড্রেসে তাহলে আমি আপনাকে ইমেইলে নম্বর দিয়ে দেবো।

    • @koushikdas9764
      @koushikdas9764 Год назад

      @@Vrammoman apner insta I'd thakle din ami thahole audio cal korbo

  • @tukitaki4757
    @tukitaki4757 10 месяцев назад +1

    Kalimpong ekdn e ghora jabe ?

    • @Vrammoman
      @Vrammoman  10 месяцев назад +1

      কালিম্পং লোকাল সাইটসিয়িং অনায়াসেই একদিনে ঘোরা যাবে দাদা এমন কি আপনি চাইলে তার সাথে রামধুরাও একই দিনে ঘুরে নিতে পারেন। আমাদের লোকাল সাইটসিয়িং সম্পূর্ন করতে সময় লেগেছিল প্রায় 4 ঘণ্টা অর্থাৎ হাফ বেলা ধরুন।

    • @tukitaki4757
      @tukitaki4757 10 месяцев назад +1

      @@Vrammoman kalimpong kotota opore ? Darjeeling ba gangtok er theke ? R thanda ekhane kmn thake ?

    • @Vrammoman
      @Vrammoman  10 месяцев назад +1

      কালিম্পং শহরের উচ্চতা 1250 মিটার, দার্জিলিং শহরের উচ্চতা 2050 মিটার এবং গ্যাংটক শহরের উচ্চতা 1650 মিটার। অর্থাৎ বুঝতেই পারছেন কালিম্পং বেশ কিছুটা নিচেই অবস্থিত দার্জিলিং কিংবা গ্যাংটকের চাইতে। তাই ঠান্ডাও তুলনামূলক কম পরে। দিনের বেলায় এই সময় 20-25 ডিগ্রি এবং রাতের দিকে 10-12 ডিগ্রি পর্যন্ত ঠান্ডা থাকে।

    • @tukitaki4757
      @tukitaki4757 10 месяцев назад +1

      @@Vrammoman kalimpong theke gangtok jaoa jabe to ? Bus ba onno transport available to ?

    • @Vrammoman
      @Vrammoman  10 месяцев назад +1

      একটা বাস রয়েছে সিকিম গভমেন্টের কালিম্পং থেকে গ্যাংটক যাওয়ার। কালিম্পং বাস স্ট্যান্ড থেকে ছাড়ার সময় দুপুর 1:00 pm. এছাড়া প্রচুর শেয়ার গাড়ি চলে। অসুবিধা হবে না।

  • @sandiptodas5740
    @sandiptodas5740 2 месяца назад +1

    Tumi koto Hot chele go❤❤

    • @Vrammoman
      @Vrammoman  2 месяца назад

      সেই জন্যেই তো পাহাড়ে যাই দাদা একটু কুল হতে 😂🤣😂। মজা করলাম কিছু মনে করবেন না।❤️🙏

  • @Explorewithpuja99
    @Explorewithpuja99 Год назад

    Thanda kamon odike dada ?

    • @Vrammoman
      @Vrammoman  Год назад +1

      সেরকম ঠান্ডা নেই। দিনের বেলা ধরে রাখুন 28° থেকে 30° মতো অর্থাৎ সাধারণ জামা কাপড় পড়লেই চলবে। আর রাতের দিকে 20° থেকে 22° মতো তাপমাত্রা থাকছিল। দিনের বেলা ফ্যান লাগবে তবে রাতে ফ্যান চালানোর দরকার হবে না হোটেল রুমে।

  • @warrenmacejkovic
    @warrenmacejkovic 11 месяцев назад +1

    promo sm 🙈

    • @Vrammoman
      @Vrammoman  11 месяцев назад

      ধন্যবাদ। তবে আমার আর্টিফিসিয়ালি ভিউ এবং সাবস্ক্রাইবার বাড়ানোর কোনো দরকার নেই। এটা আমার জীবিকা নয় এবং জীবিকা বানাতে ইচ্ছুকও নই। নিজেরা বুড়ো বয়স পর্যন্ত বাঁচলে এই ভিডিও গুলো দেখবো আর হাসবো এবং এখন কিছু মানুষের সাহায্যও হচ্ছে তাই তথ্য গুলো নিখুঁত ভাবে দেওয়া। এইটুকু উদ্দেশ্যেই চ্যানেল খোলা। ব্যাস।🙏♥️

  • @Explore_with_Bibek
    @Explore_with_Bibek 10 месяцев назад +1

    Apnar driver r number ta daban please

    • @Vrammoman
      @Vrammoman  10 месяцев назад

      ড্রাইভার দাদার নম্বর ভিডিওতে দিয়ে রেখেছি। তাও আপনার সুবিধার্থে আমি আরো একজনের নম্বর দিয়ে দিলাম এইখানে। রাম ছেত্রী: 9609 81 071 4