আন্ডারগ্র্যাডের শিক্ষাথীরা এমন অনেক কিছুই জানে না যেটা জানলে হয়ত আরো অনেক ভালো কাজ করতে পারত! যেমনটা আপনি বললেনঃ রিসার্চ, জার্নাল, কনফারেন্স! যেহেতু সেই অধ্যায়টা আপনি সাফল্যের সাথে পার করে এসেছেন, আপনি এর উপর একটা ভিডিও বানালে আমার মনে হয় অনেক শিক্ষার্থী উপকৃত হবে! আমার মনে হয় অনেকের এইসব নিয়ে অনেক প্রশ্নও আছে! ধন্যবাদ!
ইচ্ছা আছে বানানোর কিন্তু খুবই গুটিকয়েক মানুষই দেখবে ভিডিও টা; আমি অনেকদিন ধরে আন্ডারগ্র্যাড রিসার্চ এর জন্য কাজ করছি। আমার অভিজ্ঞতা বলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর খুব কম সংখ্যক আন্ডারগ্র্যাড শিক্ষার্থীরই আন্তর্জাতিক মানের গবেষণা করার ইচ্ছা আছে; যাদের ইচ্ছা আছে তাদের অনেকের আবার সে ক্যালিবার নেই। ইচ্ছা ও ক্যালিবার দুটিই খুব দরকার এক্ষেত্রে।
@@EnayetChowdhuryOfficial vaia its evident the issues you make videos about don't entertain the mass. But every view you get are genuine coming from people and students like me who really want to know. I would really appreciate if you can make a detailed series on conference paper, journals etc and all other things required. Sincerely, Your fanboy😁
@@momentazwoarmomit Yup Yup, the issues I talk about are not for entertainment but I try to present it in such a way that you don't feel like you are watching another news clip on your television. Similarly, I will try to make videos on research articles, and the whole game in my style, presenting enough information in it. Thanks a lot for your comment.
I don't know how you perform in your classroom, but as a follower of you video, I believe you are Not a good, not bad or not a best teacher. You are the example of favourite teacher.
স্যার, আপনার উপস্থাপনা অনেক ভালো লাগে।❤️❤️ আপনি দয়া করে রিসার্চের উপর ভিডিও বানান।এমন অনেকেই আছে যারা বিশ্ববিদ্যালয় থাকা অবস্থায় ইচ্ছে থাকলেও রিসার্চ, জার্নাল, কনফারেন্স এসব নিয়ে ভালো তথ্য পায় নাহ, আপনার বানানো ভিডিওতে হয়ত অনেক শিক্ষার্থী উপকৃত হবে।😊
Great content as always Enayet! Just adding a myth buster, private university teachers also get paid basic salaries + other amenities which increases over time.
One of the You Tube channel that represents Information the way that everyone love. A minute of silence to those people who still did not find this channel. All I hope is that you don't disappear like some other great you tubers. And my personal opinion here is I love a great humors memes and stuff and I also love to learn And you, YOU ARE GIVING ME THE EXACT THING I WANT. I mean who wants to see someone explaining bitcoin I wouldn't without some fun in there it is practically boring since I want learn sometimes I have to force myself to watch it but not anymore. Found a savior who is an engineer and RNAR lite at the same time thank you thank you A LOT for these type of videos And I hope you don't stop making them... P.S. I am not sure If I am commenting on the correct video or not since you are reading the comments hope it doesn't matter tel marlam naki bujhlam na dhuye feilen maire thakle
অনেক আউল ফাউল চ্যানেলের সাবস্ক্রাইবার আর ভিউ অনেক, কিন্তু এই চ্যানেলে অনেক কম... এটা থেকেই কি ধারণা করা যায় না যে কোয়ালিটি কন্টেন্ট সবার সহজপাচ্য না? আপনার কথা গুলো টু দ্য পয়েন্ট এবং অনেক সুন্দর। বেসিক্যালি অনেক কিছু আমার চিন্তা ভাবনার সাথে মিলে যায়, নিজের সাথে মেলাতে পারি। আপনার জন্য অনেক অনেক শুভ কামনা ভাইয়া।
i enjoy watching a video and i like the way you talk. you have a very precious gift to explain something in a very pleasant way. but as a general viewer i have to say something about your cutscenes. like i said in most of your video, for most of the time you're are explaining something or bringing analogy and there's a flow, out of nowhere there comes some cutscenes which are supposed to be funny. I don't find these funny at all , no offense. these things doesn't go with your video types, they just take the flow from the video. i do not know nothing about producing a video but as a viewer i can definitely request you to reduce these cutscenes or whatever they are called or maybe even not use them.. thanks for ur awesome contents btw..
ভাইয়া বাংলাদেশের ইউনিভার্সিটি অ্যাডমিশন ক্যান্ডিডেটদের মধ্যে পিউর সায়েন্স নিয়ে পড়তে ইচ্ছুক এমন শিক্ষার্থীদের সংখ্যালঘুতা কারণ নিয়ে একটা ভিডিও করিয়েন। আর সরকারি বিশ্ববিদ্যালয়ের পিউর সায়েন্সের(বিশেষ করে থিওরেটিকাল ফিজিক্স, ম্যাথমেটিক্স) টিচারদের কেমন গবেষণা ক্ষেত্র/ সুযোগ-সুবিধা তাও সংযুক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি।
আপনার কনটেন্ট খুবই ভালো এবং তথ্য বহুল। আপনি সবকিছু হালকা করে বোঝাতে পারেন। আপনার ভিডিওগুলো আমি দেখি ভালো লাগে। আপনার এখানে কিন্তু হিরো আলমের দর্শকরা আসেনা। ভিডিওর মাঝে এত সিনেমার কাটপিস ঢোকানো ঠিক না। আমার মনে হয় অনেকের কাছে এটা বিরক্তিকর লাগে।
স্যার, একটা ভালো রিসার্চ যদি ব্যাখ্যা করে বুঝায় দিতেন খুবই ভালো হতো। তখন ব্যাপারটা হাতে কলমে বোঝার মতো হয়ে যেতো। আশা করি নেক্সটে এমন একটি কন্টেন্টের ভিডিও পাবো। আপনি ছাড়া তো বাংলাদেশের কারো কাছ থেকে ইউটিউবে এটা আশা করিনা, তাই আপনাকে বললাম। আশা করি আপনি ব্যাপারটা সিরিয়াসলি নিবেন এবং একটি ভিডিও বানাবেন।
sir, which headphone you are using to record audio. I want to make tutorial on programming. Desk mounting recorder is not suitable for me. your voice is sharp and clear with this headphone microphone. Thanks. You are the best as "quality bangla content creator"
স্যার, কিউএস র্যাংকিং এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের পিছিয়ে থাকার কারণ বাইরের বিশ্ববিদ্যালয়ের সাথে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক বিশ্লেষণ এবং গবেষণার ক্ষেত্রে বাংলাদেশের কিকি পদক্ষেপ নিতে হবে এ বিষয়ে একটা ভিডিও আশা করি ।ধন্যবাদ।
ভাই আমি তোমার ভিডিও নিয়মিত দেখার চেষ্টা করি...... আমি বুয়েট থেকেই পাস করেছি বেশ অনেক বছর হল...... আমার মতে বাংলাদেশে আন্ডার গ্রাডে বেশ ভালই রিসার্চ হয়, বরং ইউএসএ কানাডা তে আন্ডার গ্রাডে থিসিসের সাথে স্টুডেন্ট রা পরিচিত ই হয় না...... সমস্যা হল বাংলাদেশে মাস্টারস বা পিএইচডি লেভেলে ভাল গবেষনা হয় না......... সেটার বেশ অনেক গুলা কারন আছে, সেগুলা বলে কথা দীর্ঘ করব না...... কিন্তু যেসব মানুষ "বাংলাদেশে রিসার্চ হয় না" বলে, তারা নিজেরা রিসার্চ করেছেন কিনা সন্দেহ আছে
আসসালামু আলাইকুম স্যার। ন্যাশনাল ইউনিভার্সিটি গুলোতে কি গবেষণার ব্যবস্থা রয়েছে? ন্যাশনাল ইউনিভার্সিটি বিষয়ে কিছু বলবেন ? (বিস্তারিত) মূলত স্যার আমি ন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষা ব্যবস্থার বিষয়ে জানতে চাচ্ছি। এবং আমার যারা ন্যাশনাল ইউনিভার্সিটি গুলোতে পড়াশোনা করি তাদের বর্তমান পরিস্থিতি বিষয়ে একটু বুঝিয়ে বলবেন।
স্যার আমি পশ্চিম বঙ্গ থেকে আমি ছোটবেলা থেকেই পড়াশোনায় দুর্বল বর্তমানে আমাদের কলেজে ফাস্ট ইয়ারে পড়ি তবে আজ পর্যন্ত আমি একটি উত্তর খুজছি আপনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কতখানি পড়াশোনা করে তবে এই চাকরি পেয়েছেন আমি ছোট থেকেই আপনাদের মতো মানুষ দের মহাপুরুষ ভাবি তবে এটা শুধুমাত্র আমার মনের কথা প্লিজ রিপ্লাই দেবেন
স্যার প্রাইভেট বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে জয়েন করার প্রসেস, কি কি করলে নিয়োগ পাওয়া যায়, তথ্য কোথায় থেকে পাবো এসব নিয়ে একটা ভিডিও দেন প্লিজ। কোথাও এমন কোন তথ্য পাচ্ছি না।
@@EnayetChowdhuryOfficial এই ব্যাপার টা আমারও ভালো লাগে নি অনেক খুজেও যখন এই নিয়ে একটা ভিডিও পেলাম না। অথচ অদরকারী কন্টেন্ট এর অভাব হয় না। একটু ভেবে দেখবেন স্যার ভালো লাগানো যায় কিনা...... 🙂
আপনি ভার্সিটির লেকচারার বলতে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির শিক্ষকদের কথা বলছেন কিন্তু বাংলাদেশে সাধারণ ভাসিটির সংখ্যাই বেশী এবং সেই হিসেবেই আপনার কথা বলা উচিত ছিল !!
Thanks for your video. Q-1: Suppose, keu jodi Public/Private university ar teacher hisebe tar carrier gorte chay tahole take ki ki study korte hobe? Abar jodi onno vabe boli j teacher niyoger uddesse j exam/interview hoy tate ki rokom question ase? Q-2: Tulonamulok kom GPA/CGPA/Score niye teacher hisebe nijeke dar korano jabe kina ba tar jonno kirokom kath koyla porate hobe? New viewer hisebe jor dabi janacchi answer ar jonno, othoba amar questions related video hole to kothai nei.
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। উত্তর ১. তিনি যে বিষয়ে পড়ছেন তার উপরই বেশ ভালো দখল থাকতে হবে। সাধারণত মৌখিক পরীক্ষাই হয়। লিখিত হয় না। ওখানে নিজের পড়া বিষয় থেকেই প্রশ্ন করা হয়। উত্তর ২. আপনি যদি বুয়েট বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা থেকে বের হন কম সিজিপিএ (আই মিন তবুও আপনার ক্লাসে মোটামুটি র্যাংকে বেশ উপরের দিকেই থাকা লাগবে) নিয়ে তাহলে আপনি বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগ দিতে পারবেন। নির্ভর করছে আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছেন তার উপর। তবে পুরো ব্যাপারটা এতটা সহজ নয়। এর সাথে আরো অনেক ছোট খাটো ব্যাপার জড়িত।
স্যার আপনার চ্যানেলটি পেয়ে অত্যান্ত খুশি হয়েছি, আর আপনাকে দেখে একটা শিক্ষা আবার পেলাম যে কারো কাপড় বা বাহ্যিক অবস্থা দেখে তাকে বিচার করা ঠিক না। দয়া করে উদ্যাক্তা হওয়ার গুরুত্ব নিয়ে একটি ভিডিও দিয়েন। আসসালামুআলাইকুম।
আন্ডারগ্র্যাডের শিক্ষাথীরা এমন অনেক কিছুই জানে না যেটা জানলে হয়ত আরো অনেক ভালো কাজ করতে পারত! যেমনটা আপনি বললেনঃ রিসার্চ, জার্নাল, কনফারেন্স! যেহেতু সেই অধ্যায়টা আপনি সাফল্যের সাথে পার করে এসেছেন, আপনি এর উপর একটা ভিডিও বানালে আমার মনে হয় অনেক শিক্ষার্থী উপকৃত হবে! আমার মনে হয় অনেকের এইসব নিয়ে অনেক প্রশ্নও আছে! ধন্যবাদ!
ইচ্ছা আছে বানানোর কিন্তু খুবই গুটিকয়েক মানুষই দেখবে ভিডিও টা; আমি অনেকদিন ধরে আন্ডারগ্র্যাড রিসার্চ এর জন্য কাজ করছি। আমার অভিজ্ঞতা বলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর খুব কম সংখ্যক আন্ডারগ্র্যাড শিক্ষার্থীরই আন্তর্জাতিক মানের গবেষণা করার ইচ্ছা আছে; যাদের ইচ্ছা আছে তাদের অনেকের আবার সে ক্যালিবার নেই। ইচ্ছা ও ক্যালিবার দুটিই খুব দরকার এক্ষেত্রে।
@@anonymous-g3x1o A very much appreciable thing.
@@EnayetChowdhuryOfficial vaia its evident the issues you make videos about don't entertain the mass. But every view you get are genuine coming from people and students like me who really want to know. I would really appreciate if you can make a detailed series on conference paper, journals etc and all other things required.
Sincerely,
Your fanboy😁
@@momentazwoarmomit Yup Yup, the issues I talk about are not for entertainment but I try to present it in such a way that you don't feel like you are watching another news clip on your television. Similarly, I will try to make videos on research articles, and the whole game in my style, presenting enough information in it. Thanks a lot for your comment.
Bhai,1-2 ta video te view kom holeo apnar khub akta problem hoar kotha na.....whole process tar upor akta video bannan...
অন্যরকম পাঠশালাকে ধন্যবাদ।।কারণ ঐখানেই প্রথম আপনার জ্যোতির্বিজ্ঞান চ্যাপ্টার পড়ানো দেখে ফ্যান হয়ে গেছি।।🥰🥰🥰🥰
💖💖
Seem
I don't know how you perform in your classroom, but as a follower of you video, I believe you are Not a good, not bad or not a best teacher. You are the example of favourite teacher.
অনেক ধন্যবাদ 🥰🥰🥰
স্যার, আপনার উপস্থাপনা অনেক ভালো লাগে।❤️❤️
আপনি দয়া করে রিসার্চের উপর ভিডিও বানান।এমন অনেকেই আছে যারা বিশ্ববিদ্যালয় থাকা অবস্থায় ইচ্ছে থাকলেও রিসার্চ, জার্নাল, কনফারেন্স এসব নিয়ে ভালো তথ্য পায় নাহ, আপনার বানানো ভিডিওতে হয়ত অনেক শিক্ষার্থী উপকৃত হবে।😊
স্যার,প্রথমে গুটিকয়েক মানুষ দেখলেও যারা দেখে তারা আপার লেভেলের।
আপনার তো ভিউ দরকার নাই,
প্রয়োজন ভালোবাসা 🥰🥰🥰
একদম ঠিক। ভালোবাসা দরকার।অনেক মানুষের ভালোবাসা দরকার 😇😇
@@EnayetChowdhuryOfficial আপনি একটু রিসার্চ পেপার টা নিয়ে গভীর ভাবে আলোচনা করলে ভালো হয়। undergraduate শিক্ষার্থী দের জন্য।
Bangreji language naki
এখনো পর্যন্ত হওয়া বড় সফল রিসার্চ গুলো যদি একটা ভিডিও বানাতেন
Apni ekmatro Content Creator, jar video gulo dekhe onek kichu sekhar pasha pashi onek binodon ow pawa jay!! Best ❤️
💖💖 thank you so much
এরকম গুরুত্বপূর্ণ অবহেলিত বিষয় গুলো নিয়ে আরো শিক্ষামূলক ভিডিও আশা করছি।
Great content as always Enayet! Just adding a myth buster, private university teachers also get paid basic salaries + other amenities which increases over time.
Thanks a lot vaia
১১ তম ভিডিও।
রিসার্চ করার ইচ্ছা অনেকদিনের। কিছুটা প্রাথমিক ধারণা হলো। রিসার্চ নিয়ে আপনার আরেকিটা ভিডিও আছে, ওটা শীঘ্রই দেখবো।
One of the You Tube channel that represents Information the way that everyone love. A minute of silence to those people who still did not find this channel. All I hope is that you don't disappear like some other great you tubers. And my personal opinion here is I love a great humors memes and stuff and I also love to learn And you, YOU ARE GIVING ME THE EXACT THING I WANT. I mean who wants to see someone explaining bitcoin I wouldn't without some fun in there it is practically boring since I want learn sometimes I have to force myself to watch it but not anymore. Found a savior who is an engineer and RNAR lite at the same time thank you thank you A LOT for these type of videos And I hope you don't stop making them...
P.S. I am not sure If I am commenting on the correct video or not since you are reading the comments hope it doesn't matter
tel marlam naki bujhlam na dhuye feilen maire thakle
Ha ha no you didn't. Thank you so much for the appreciation. I will try to continue In Sha Allah
নীরবে দেখে যাই স্যার, কারন আপনারমতো উচ্চ পর্যায়ের মানুষের এখানে কমেন্ট করতেও হাত কাঁপে। ❤️
ওরে ভাই, আমি কোনো উচ্চ কি বললেন ওই মানুষ না🤣🤣🤣
স্যার এর কথাগুলো ভালো লাগে। অনেক তথ্য বহুল।
Thanks a lot.
স্যার অনেককিছু ফ্রিতে জানলাম। ভাল্লাগছে। অনেক শুভকামনা ও দোয়া।
Quality content.
Keep putting effort on this.
Best of luck.
Thank you, I will try my best.
Bhai quality content er chokkore gheme gese🧐
অনেক তথ্য পাওয়া যায় ভাই আপনার ভিডিও দেখে 😍😍
Thanks a lot brother :D
This is a very informative video vaia. Thanks a lot. Would love a video on how to get into research as an undergrad student.
Thank you Sinchon. I will make a video on that In Sha Allah.
@@EnayetChowdhuryOfficial অপেক্ষা...
Missing those old vedios, the vedio editing, background everything was unique. ❤❤
বাট এখনের গুলা ভাল্লাগে না?
এনায়েত ভাই, এই ভিডিও গুলোর মতো ভিডিও চাই।
মাঝে মাঝে মজার সিন গুলো অনেক ভালো লাগে,
haa eigula aaro aashbe In Sha Allah
@@EnayetChowdhuryOfficial ভাইয়া আপনি আমার কমেন্টের রিপ্লাই দিবেন কল্পনাও করি নাই।
ভাইয়া আপনাকে চিনচি অন্যরকম পাঠশালা এর জ্যোতির্বিজ্ঞান ক্লাস টা থেকে। সেই থেকে আপনার ফেন হয়ে গেছি। আর এখন দেখি আপনার ভিডিও আছে। সত্যি ভাই অসাধারণ 💓💓
Thank you so much
অনেক আউল ফাউল চ্যানেলের সাবস্ক্রাইবার আর ভিউ অনেক, কিন্তু এই চ্যানেলে অনেক কম... এটা থেকেই কি ধারণা করা যায় না যে কোয়ালিটি কন্টেন্ট সবার সহজপাচ্য না? আপনার কথা গুলো টু দ্য পয়েন্ট এবং অনেক সুন্দর। বেসিক্যালি অনেক কিছু আমার চিন্তা ভাবনার সাথে মিলে যায়, নিজের সাথে মেলাতে পারি। আপনার জন্য অনেক অনেক শুভ কামনা ভাইয়া।
Ha ha, good points. ei channel eo view subscribers baarbe, shondeho nai kono In Sha Allah. Just ektu deri hobe ei aar ki :p
আপনার ভিডিও গুলো খুবই সুন্দর হয় । এই রকম তথ্য বহুল ভিডিও আরোও চাই
ধন্যবাদ।
You deserve more subscribers.. loved it. Keep going...
Thank you so much
very very informative thanks man
You are welcome dst :D
Keep going, Sir. 😇
একটু আগেই স্যারের সাথে দেখা হল। স্যার বাস্তবেই অনেক ভালো মানুষ।
হা হা এইবার চেহারা দেখে চিনসি। ২০ ব্যাচ এম এম ই :D অনেক ধন্যবাদ।
i enjoy watching a video and i like the way you talk. you have a very precious gift to explain something in a very pleasant way. but as a general viewer i have to say something about your cutscenes. like i said in most of your video, for most of the time you're are explaining something or bringing analogy and there's a flow, out of nowhere there comes some cutscenes which are supposed to be funny. I don't find these funny at all , no offense. these things doesn't go with your video types, they just take the flow from the video. i do not know nothing about producing a video but as a viewer i can definitely request you to reduce these cutscenes or whatever they are called or maybe even not use them.. thanks for ur awesome contents btw..
Thank you so much. I realised this thing earlier and that's why I don't use too much cutscenes in my recent videos. If you watch, you will find it.
ভাইয়া ধন্যবাদ আপনাকে এতো সুন্দর করে সব বিষয় উপস্থাপন করার জন্যে
sir i am addicted to your vedioes. i love this channel .
Thank you so much 😅😅
Thank you for such a wonderful video, bhai.
You are really welcome
Sir🎉
Congratulation brother for YOUR 50K subscribers and Eid mubarak🥳🥳🥳🥳
ভাইয়া বাংলাদেশের ইউনিভার্সিটি অ্যাডমিশন ক্যান্ডিডেটদের মধ্যে পিউর সায়েন্স নিয়ে পড়তে ইচ্ছুক এমন শিক্ষার্থীদের সংখ্যালঘুতা কারণ নিয়ে একটা ভিডিও করিয়েন।
আর সরকারি বিশ্ববিদ্যালয়ের পিউর সায়েন্সের(বিশেষ করে থিওরেটিকাল ফিজিক্স, ম্যাথমেটিক্স) টিচারদের কেমন গবেষণা ক্ষেত্র/ সুযোগ-সুবিধা তাও সংযুক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি।
অত্যন্ত ধন্যবাদ। চেষ্টা করবো বানানোর।
I use to watch your video. Lot of information. Thanks
oshadharon vdo banan
Thank you so much 😁
সেই হইছে,ভাইয়া
chalie jan
বাংলাদেশে কীভাবে কোনো ইউনিভার্সিটির টিচার হওয়া যায় তার ওপর একটা ডিটেইলড ভিডিও দিলে উপকৃত হতাম
স্যার একটা জিনিস জানার ছিল, বুয়েটে না পড়ে কি বুয়েটের টিচার হওয়া যায়?
জানালে অনেক উপকার হতো
আপনার কনটেন্ট খুবই ভালো এবং তথ্য বহুল। আপনি সবকিছু হালকা করে বোঝাতে পারেন। আপনার ভিডিওগুলো আমি দেখি ভালো লাগে। আপনার এখানে কিন্তু হিরো আলমের দর্শকরা আসেনা। ভিডিওর মাঝে এত সিনেমার কাটপিস ঢোকানো ঠিক না। আমার মনে হয় অনেকের কাছে এটা বিরক্তিকর লাগে।
এইটা বেশ আগের ভিডিও এখন আর করি না
এত মজা করে কথা বলেন কীভাবে ভাইয়া!??😅❤️❤️
রিসার্চের সবকিছু নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানালে ভালো হতো ভাইয়া।
ধন্যবাদ স্যার।
মজার সাথে তথ্যবহুল ভিডিও🙃
Thank you 😍😍
স্যার, একটা ভালো রিসার্চ যদি ব্যাখ্যা করে বুঝায় দিতেন খুবই ভালো হতো। তখন ব্যাপারটা হাতে কলমে বোঝার মতো হয়ে যেতো। আশা করি নেক্সটে এমন একটি কন্টেন্টের ভিডিও পাবো।
আপনি ছাড়া তো বাংলাদেশের কারো কাছ থেকে ইউটিউবে এটা আশা করিনা, তাই আপনাকে বললাম। আশা করি আপনি ব্যাপারটা সিরিয়াসলি নিবেন এবং একটি ভিডিও বানাবেন।
Onek jhamela plagiarism er bepaar aashe expose kore dile
ওহ হো😪
video er majhe jesho clip add koren ogula disturb kore. borojor 3-4 ta add korte paren. etogula add koray birokti lage
Apnar video gulo daki ...khub vlo lagce vaiya...
Onek onek thanks
@@EnayetChowdhuryOfficial vaiya ki akn r udvas a class nen???
Assalamualaikum Enayet vhaiiii...
Vhaiii udvash engineering coaching e apnr physics cls krsi je ekhono mone ase 😆....
Ekhn dekhi darun video banan.....Puraiii xosss......✌
Walaikumassalam, Thank you so much. মনে রাখার জন্য ধন্যবাদ। প্রতি বুধবার বিকেল ৫ টায় ভিডিও আপলোড হয়।
সেরকম presentation. Thanks.
This is a great video, I like 💖
#Nice_Vai
Keep it up.... Bro
In Sha Allah
Ami apnr video gulo dekha start korsi 2 din hoise, r sotti kotha bolte ami apnr fan hoye gelam
Otherwise apni kon university er teacher?
বুয়েট, অনেক ধন্যবাদ আপনাকে।
oufff bhaiya khub cool hoye gelo
ohna ekhon toh sir!
-Tazeeeeeeeem
Thank you ☺☺
""যে ফিল্ডে কোনো এক্সপার্ট নাই, সে ফিল্ডে আমি এক্সপার্ট। ""😛😛😛😛
Which means ami freedom expert tatakae tatakae
@@noorahmad8525 erehhhh
nice content sir,👍
but,majhemoddhe ei sarcastic clip gulo birokto lage 😑
Thank you :D অনেকের কিন্তু এইটাই পছন্দ :p
@@EnayetChowdhuryOfficial যেমন আমার
BUET er sir er shate dekha hobe inshaallah campus dowa koriyen jate dhukte pari
Sir newtonian mechanics vlo bujhan bote,❤️
Assalamuwalaikum vaiya. Vaiya can you make more videos on research, journal and publications? For the undergraduate students like us😅
after long time i continu follow a youtub channel
@Mazedul Islam, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবসময় সাথে থাকবেন। আমি সাধারণত প্রতি বুধবার বিকেল ৫ টায় ভিডিও আপলোড করে থাকি। দেখার আমন্ত্রণ রইলো।
Via jos video
I love your vocal sir..
Thanks for that, man. ☺☺
sir, which headphone you are using to record audio. I want to make tutorial on programming. Desk mounting recorder is not suitable for me. your voice is sharp and clear with this headphone microphone. Thanks. You are the best as "quality bangla content creator"
Thanks a lot. I don't use this mic anymore. But this is Astrum headphone price 550 taka
ay hay ki dekhlm . joss
স্যার, কিউএস র্যাংকিং এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের পিছিয়ে থাকার কারণ বাইরের বিশ্ববিদ্যালয়ের সাথে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক বিশ্লেষণ এবং গবেষণার ক্ষেত্রে বাংলাদেশের কিকি পদক্ষেপ নিতে হবে এ বিষয়ে একটা ভিডিও আশা করি ।ধন্যবাদ।
Eita niyei porer video ta
Next budhbaar In Sha Allah
Acha apnar video backgroud music, beat ki ditei hobe.🙂
Karon musical intrument gula to haram. Haram thakai apni o bachen amader e bachan
ভাইয়া এইরকম বইয়ের ব্যাকগ্রাউন্ড দিতে ভিডিও করিয়েন না । এতোওওও বই আপনার 😭😭😭😍😍😍
ha ha
apnar shob video dekhte mon chai... but time pai na :)
Ek dine ekta kore dakhen, time hoye jaabe
public University r teacher hote ki ki joggota lage r bahirer students ra xm dite pare kina er upor ekta video banabn.....plz
Acxha
স্যার,রিসার্চ নিয়ে ভিডিও বানান প্লিজ🥰
আমি যদি বুয়েটের প্রোফেসর হতে চাই তাহলে আমার কি করা লাগবে
আর বুয়েটের প্রোফেসারের সর্বোনিম্ম বেতন কত????
you are gem bro
gem
i repeat gem❤️
Thank you!
You're welcome!
the old videos are just something else
আচ্ছা এই ভিডিও তে লাস্ট এ কাট কথাটা মিস করলাম .......
gupi gayen bagha bayen ar scene gula share korar pashapashi aisob valo valo movie niye jodi review den taholey aroo valo hoy vaia
Haa shamne try korbo scientific movie paile explain korte.
ভাই আমি তোমার ভিডিও নিয়মিত দেখার চেষ্টা করি...... আমি বুয়েট থেকেই পাস করেছি বেশ অনেক বছর হল...... আমার মতে বাংলাদেশে আন্ডার গ্রাডে বেশ ভালই রিসার্চ হয়, বরং ইউএসএ কানাডা তে আন্ডার গ্রাডে থিসিসের সাথে স্টুডেন্ট রা পরিচিত ই হয় না...... সমস্যা হল বাংলাদেশে মাস্টারস বা পিএইচডি লেভেলে ভাল গবেষনা হয় না......... সেটার বেশ অনেক গুলা কারন আছে, সেগুলা বলে কথা দীর্ঘ করব না...... কিন্তু যেসব মানুষ "বাংলাদেশে রিসার্চ হয় না" বলে, তারা নিজেরা রিসার্চ করেছেন কিনা সন্দেহ আছে
একদম ঠিক বলসেন ভাইয়া
আসসালামু আলাইকুম স্যার। ন্যাশনাল ইউনিভার্সিটি গুলোতে কি গবেষণার ব্যবস্থা রয়েছে?
ন্যাশনাল ইউনিভার্সিটি বিষয়ে কিছু বলবেন ? (বিস্তারিত)
মূলত স্যার আমি ন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষা ব্যবস্থার বিষয়ে জানতে চাচ্ছি। এবং আমার যারা ন্যাশনাল ইউনিভার্সিটি গুলোতে পড়াশোনা করি তাদের বর্তমান পরিস্থিতি বিষয়ে একটু বুঝিয়ে বলবেন।
স্যার আমি পশ্চিম বঙ্গ থেকে আমি ছোটবেলা থেকেই পড়াশোনায় দুর্বল বর্তমানে আমাদের কলেজে ফাস্ট ইয়ারে পড়ি তবে আজ পর্যন্ত আমি একটি উত্তর খুজছি আপনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কতখানি পড়াশোনা করে তবে এই চাকরি পেয়েছেন আমি ছোট থেকেই আপনাদের মতো মানুষ দের মহাপুরুষ ভাবি
তবে এটা শুধুমাত্র আমার মনের কথা প্লিজ রিপ্লাই দেবেন
@Himanshu Roy Thank you so much for the appreciation 😍😄😄
স্যারের অভিনয় সেরা😅😅😅এনায়েত চৌধুরীর সেরা।।❤️
ha ha Thanks a lot
বেসিক ১৬০০০ - ৩৫০০০ হলে হাউজ রেন্ট তো ৪০% বলেই জানি। আর আপনি বললেন ১৩%। আসলে কোনটি ঠিক?
সংস্কৃতি আর সভ্যতা দুইটার ভিতর পার্থক্য কি এইটা নিয়াও কি রিসার্চ করা যেতে পারে??বা এইটাও কি কোন গবেষণার বিষয় হতে পারে??
Assalamu alaikum, Sir. Ami BUET e MSC korte chai CSE te.Oneker kace shunlm paper publish na hole naki MSC complete kora jai na?
আপনার পেছনের বুকশেলফের প্রায় সকল বই-ই আমার পরিচিত।
thank you sir
Most welcome
Extra videos noise...
স্যার প্রাইভেট বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে জয়েন করার প্রসেস, কি কি করলে নিয়োগ পাওয়া যায়, তথ্য কোথায় থেকে পাবো এসব নিয়ে একটা ভিডিও দেন প্লিজ। কোথাও এমন কোন তথ্য পাচ্ছি না।
Vallage na eigula niye kotha bolte
@@EnayetChowdhuryOfficial এই ব্যাপার টা আমারও ভালো লাগে নি অনেক খুজেও যখন এই নিয়ে একটা ভিডিও পেলাম না। অথচ অদরকারী কন্টেন্ট এর অভাব হয় না। একটু ভেবে দেখবেন স্যার ভালো লাগানো যায় কিনা...... 🙂
এককালে আমি রিচার্স বলতে মোবাইল বিচার্জ কে বুঝতাম। সে কালটা মিস করতাসি ভাইয়া🙃
Assalamualaikum sir, can you please tell me if a buet final year student is between 5-10 departmentally can he become a buet teacher???
আপনি ভার্সিটির লেকচারার বলতে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির শিক্ষকদের কথা বলছেন কিন্তু বাংলাদেশে সাধারণ ভাসিটির সংখ্যাই বেশী এবং সেই হিসেবেই আপনার কথা বলা উচিত ছিল !!
Researchgate এ রিসার্চ পেপার ছাড়া কিংবা কোন প্রতিষ্ঠান এর না হয়ে সেখানের রিসার্চ পেপার গুলো পড়ার কোন সুযোগ আছে কি?? কিভাবে সেটা করা যেতে পারে??
Abrar Der moto student and senior junior der ki ki problem.
Make a research on that and video
🤘
এনায়েত সার: অনেক টাকা
ছাত্র: সত্যি?
সার: Bazinga
'স্টুডেন্ট না হয়ে ফ্যাকাল্টি হলে বেশি সুবিধা পাবে'--ফ্যাকাল্টি কারা
Thanks for your video.
Q-1: Suppose, keu jodi Public/Private university ar teacher hisebe tar carrier gorte chay tahole take ki ki study korte hobe? Abar jodi onno vabe boli j teacher niyoger uddesse j exam/interview hoy tate ki rokom question ase?
Q-2: Tulonamulok kom GPA/CGPA/Score niye teacher hisebe nijeke dar korano jabe kina ba tar jonno kirokom kath koyla porate hobe?
New viewer hisebe jor dabi janacchi answer ar jonno, othoba amar questions related video hole to kothai nei.
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য।
উত্তর ১. তিনি যে বিষয়ে পড়ছেন তার উপরই বেশ ভালো দখল থাকতে হবে। সাধারণত মৌখিক পরীক্ষাই হয়। লিখিত হয় না। ওখানে নিজের পড়া বিষয় থেকেই প্রশ্ন করা হয়।
উত্তর ২. আপনি যদি বুয়েট বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা থেকে বের হন কম সিজিপিএ (আই মিন তবুও আপনার ক্লাসে মোটামুটি র্যাংকে বেশ উপরের দিকেই থাকা লাগবে) নিয়ে তাহলে আপনি বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগ দিতে পারবেন। নির্ভর করছে আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছেন তার উপর।
তবে পুরো ব্যাপারটা এতটা সহজ নয়। এর সাথে আরো অনেক ছোট খাটো ব্যাপার জড়িত।
@@EnayetChowdhuryOfficial Thank you and welcome.
❣️
স্যার আপনার চ্যানেলটি পেয়ে অত্যান্ত খুশি হয়েছি, আর আপনাকে দেখে একটা শিক্ষা আবার পেলাম যে কারো কাপড় বা বাহ্যিক অবস্থা দেখে তাকে বিচার করা ঠিক না। দয়া করে উদ্যাক্তা হওয়ার গুরুত্ব নিয়ে একটি ভিডিও দিয়েন। আসসালামুআলাইকুম।
Walaikumassalam. Thanks a lot.
Vi headphone ta ki astrum hs120?
Live long and prosper.
❤❤❤
ভাই ডিলিট হওয়া ভিডিওটা বার বার দেখাইয়া হাসাইয়েন না। নইলে শেষকৃতি করার খরচ দিতে হবে।