দুটি ভিন্ন খ্রিস্টান বিশ্ব (পূর্ব এবং পশ্চিম) || খ্রিস্টধর্মের দুটি ভিন্ন জগত।

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 950

  • @taiyebali7589
    @taiyebali7589 2 года назад +172

    ইমরান স্যারের বিশ্লেষণ আবাক করার মতো এবং বাস্তবের সঙ্গে সম্পূর্ণ সঙ্গত।
    বর্তমান বিশ্বের বাস্তবিকতা কোরআন ও হাদিসের আলোকে আলোচনা মুলত আমি স্যারের কাছে গত তিন বছর ধরে শুনছি আর অবাক হচ্ছি। আল্লাহ তাআলা ওনার স্বুস্থ দীর্ঘ দান করুন। আমীন

    • @Ahmed-007
      @Ahmed-007 2 года назад +4

      @@muhammadshawon54174 আপনার মত বিজ্ঞ আলেমদের ময়দানে দেখতে চাই।। 🤗🤗

    • @taiyebali7589
      @taiyebali7589 2 года назад +18

      @@muhammadshawon54174 তুমি যাকে পাগল বলছ ভেবে দেখো তাঁকে আল্লাহ তায়ালা কত জ্ঞান ও সন্মান দান করেছেন আর তোমাকে আল্লাহ তায়ালা গোলক ধাঁধায় ফেলে দিয়েছেন তাই গালাগালি করছ। বুদ্ধি থাকলে পার্থ্যক্য নিজেই বুঝতে পারতে।

    • @সবজান্তামহাপন্ডিত
      @সবজান্তামহাপন্ডিত 2 года назад +1

      🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅সূরা নাজম এর প্রাথমিক আয়াতগুলো ছিল, "তোমরা কি ভেবে দেখেছো লাত এবং উদযা সম্বন্ধে?এবং আরেক মানাত সম্পর্কে?"নবী মোহাম্মদের কাছে শয়তান নাকি এই আয়াতগুলো বের করেছিল।পরে তা বর্জন করে নবী মোহাম্মদ।

    • @nine_11
      @nine_11 2 года назад +2

      @@সবজান্তামহাপন্ডিত এটা যদি সত্যিই হতো তাহলে তো অবিশ্বাসীদের কাছে নবী সঃ বিশ্বাসঘাতক হত!! কাফেররা তাকে মিথ্যা দাবীদার হিসেবে তার অবস্থা খারাপ করত এটা করে নাই কেন???যেখানে তিনি মূর্তিপূজারী ইহুদি খ্রিস্টান সবার মতের বিরুদ্ধে ছিলেন??

    • @nine_11
      @nine_11 2 года назад +7

      @@muhammadshawon54174 তোর মত বুদ্ধিজীবীদের কমেন্টে দেখা যায়।যাদের নাই কোন যোগ্যতা খালি সমালোচনা করে।।ইমরান নযর যা বলে আবু ত্বহা আদনানও তাই বলে।বলা যায় আবু ত্বহা তার মাধ্যমেই অনুপ্রাণিত। আর তুই জীবনে তার বই পড়েছিস? সে নিজেই বলেছে তার ব্যাখ্যায় ভুল থাকতে পারে।আমিও তার কিছু ব্যাখ্যায় একমত না!! কেউই ভুলের উর্ধে নয়।। তোর যদি এতই জ্ঞান থাকে আয় না ওয়াজের ময়দানে।।ফালতু পোলাপান।

  • @hayun_araf.brandxz
    @hayun_araf.brandxz 2 года назад +208

    ইমরান স্যারের ভিডিও গুলো এভাবে বাংলা সাবটাইটেল দিলে খুব ভালো হতো ❤️❤️

    • @shejanhossen3929
      @shejanhossen3929 2 года назад +4

      Imran sir er RUclips channel name?

    • @mohammadeisa7958
      @mohammadeisa7958 2 года назад +1

      সহমত

    • @mohammadeisa7958
      @mohammadeisa7958 2 года назад +5

      @@shejanhossen3929 Onar namei ache... . . tobe gochalo vabe caile The Believer English tatei valo bujha jay.... . .

    • @NRFP
      @NRFP 2 года назад +3

      বাস্তবতার সাখে মেলে না কেন..সুরা মায়দায় এক নাসারা খিষ্টানদের মুসলিম দের নিকটের বন্ধ বলা হইছে..তালে শাইখ ইমরানের মতে কোরআনের সুরা মায়দা অনুযায়ী যদি অর্থোডক্স খ্রিস্টানরা মুসলিমদের বন্ধু হয় তাহলে আধুনিক বসনিয়ায় মুসলিমদের ওপর গণহত্যা চালালো কেন?প্রায় 8000 বসনিয়ান কে হত্যা করা হয়েছে...কোরআনের ইন্টারপ্রিটেশন এর সাথে বাস্তব অবস্থা মিলতেছে না কেন?...রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা মুসলিম ইস্যুতে সরাসরি মায়ানমারের পক্ষে অবস্থান নেয় কেন?রাশিয়া বৈধ ভাবে মায়ানমারের কাছে অস্ত্র বিক্রি করে রোহিঙ্গা গণহত্যা জানার পরও..রাশিয়া তাতার মুসলিমদের বিতাড়িত করছে?এটার নামই কি বন্ধুত্ব কোরানের সাথে মিলতেছে না কেন?
      অনেক রাশিয়ান নারীরাও ছোট পোশাক বা বিকিনি পড়ে ঘুরে.. আপনাদের শুধু পশ্চিমাদের সমকামিতা চোখে পরলো?আমি আমিরিকার অনুসারী নয়...কিন্তু এইসব প্রশ্নের উত্তর কে দেবে...এতটা অন্ধত্ব

    • @johnysirbd
      @johnysirbd 2 года назад +19

      @@NRFP এখানে সেটা বুঝানো হয় নি ...!!!
      চিন্তা ভাবনা করুন আরো গোছালো, তথ্যবহুল, সুন্নাহ মোতাবেক ।
      এখানে বুঝানো হয়েছে কেয়ামতের আগে শাম কেন্দ্রিক মুসলিমদের সাথে একদল খ্রিস্টান যোগদান করবেন। যোগদান করবেন এই খাতিরে যে ঈসা (আঃ) এর রব আল্লাহ জাল্লাশাহনুহ ও মোহাম্মদ (সা) এর রব একই মহান সৃষ্টিকর্তা আল্লাহ জাল্লাহ শাহনুহ। আল্লাহু আকবার💚
      দ্বিতীয় বিষয়, নির্দিষ্ট করে বলা যাচ্ছে না কারা ওইসব খ্রিস্টান যারা আল্লাহর কাছে পুনরায় আশ্রয় চাইবে, ক্ষমা চাইবে এবং আল্লাহ মহান ক্ষমাশীল।
      আর তাদের সংজ্ঞাও কুরআনে দেওয়া আছে, আর বর্তমানে ওইসব খ্রিস্টান দের মধ্যে কিছু অর্থডক্স খ্রিস্টানরা কিছুটা নামের প্রতি সুবিচার করছে......তাই আন্দাজ করে বলা যায় ওদের ভিতর থেকেই কেউ সৃষ্টিকর্তা মহান রব আল্লাহর অনুগ্রহ পাবে,যেন তারা নিজের ভুল বুঝতে পেরেছে এবং আল্লাহ মহান ক্ষমাশীল।
      বস্তুত, কুরআনের সংজ্ঞায়িত খ্রিস্টান গুলোই আল্লাহর হেদায়েত প্রাপ্ত হবে এবং মোহাম্মদ (সা) সাদরে গ্রহন করবে ।
      তৃতীয় বিষয়, পরিস্থিতি অনুকূলে আসবে এবং সেসব খ্রিস্টানরা আত্মপ্রকাশ করবে মুসলিমদের বন্ধু রুপে, সেদিন বেশি দিন নাই ।
      তাই অপেক্ষা করুন, সময়ের মূল্য দিন ; যখন সময় শেষ হয়ে আসবে এবং কুরআনের সকল ভবিষ্যৎবাণী মিলে যাবে তখন কত লোক বলবে
      হায় ! আফসোস !! কেন সময়ের মধ্যে কুরআন কে আকড়ে ধরতে পারি নি....তাই কুরআনের ভবিষ্যৎবাণী অচিরেই সত্য হয়ে সামনে আসবে, যে বুঝার সে এখন থেকেই বুঝবে আর ক্ষমা প্রার্থনা চাইবেন আল্লাহর কাছে।
      চেষ্টা করুন আল্লাহর অনুগ্রহ পাওয়ার। নিশ্চয়ই আল্লাহ মহান ক্ষমাশীল।
      লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)

  • @MdHridoy-fx8mq
    @MdHridoy-fx8mq 2 года назад +195

    রাশিয়া মুসলিমদের সাথে বন্ধুত্বের দিক থেকে এগিয়ে থাকবে, এবং ভবিষ্যতে যুদ্ধগুলোতে ও রাশিয়া মুসলিমদেরকে সাহায্য করবে ইনশাআল্লাহ। (সবকিছু পর্যবেক্ষন করে এটাই মনে হচ্ছে)

    • @muhammadmahim1521
      @muhammadmahim1521 2 года назад +16

      আফগানে কিভাবে সোভিয়েত ইউনিয়ন ধ্বংস যজ্ঞ চালিয়ে ছিলো তা ইতিহাস আগে দেখে আসেন। গভীর ভাবে না জেনে মন্তব্য করা ঠিক না। রাশিয়ে কে সাধু ভাবার কারন নেই৷ এরাও অনেক মুসলিম মেরেছে।

    • @MdHridoy-fx8mq
      @MdHridoy-fx8mq 2 года назад +1

      @@muhammadmahim1521 ami kokhon bollam era shadhu

    • @abuzaformohammedaman9205
      @abuzaformohammedaman9205 2 года назад +1

      @@muhammadmahim1521 vai kaw ai sadhu na prithibi te.

    • @starner599
      @starner599 2 года назад +10

      @@muhammadmahim1521 সোভিয়েত ইউনিয়নের নেতারা ছিল নাস্তিক। রাশট্রীয় আইডিওলজি ছিল এথেইজম। সার্চ করলে পাবেন এরা হাজার হাজার চার্চ ভেঙ্গেছিল, মসজিদ ভেঙ্গেছিলো৷

    • @anisuzzamanpalash4056
      @anisuzzamanpalash4056 2 года назад +7

      @@muhammadmahim1521 Bhai apni please age History r Political history differentiate korte shikhen. Then comment koren. Soviet Union r Russia totally different. Ata apnar mathay ashbena kokhonoi. Sorry to say bro.
      Thanks

  • @msatv007
    @msatv007 2 года назад +43

    আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাক্ষো কোটি শুকরিয়া যে এত সুন্দর একটি ইসলামিক দৃষ্টিকোন থেকে খৃষ্টান ধর্মালম্বীদের বুঝানোর জন্য।

  • @উম্মাহরবিজয়েরপথ

    কথা গুলো খুবই সমসাময়িক গুরুত্বপূর্ণ ,জাযাকাল্লাহু খাইর,প্রিয় শাইখ ❤

  • @mdtapu8164
    @mdtapu8164 2 года назад +29

    আল্লাহু আকবর,,, নিশ্চয়ই জ্ঞানী ব্যক্তিদের জন্য নিদর্শন রয়েছে।

  • @astagfirullah7728
    @astagfirullah7728 2 года назад +150

    অর্থোডক্স খ্রিস্টান বেশী বসবাস করে......
    ১.রাশিয়া
    ২. ইথোপিয়া
    ৩.ইউক্রেন
    ৪. রোমানিয়া
    ৫.গ্রীস
    ৬.সার্বিয়া
    ৭. বুলগেরিয়া
    ৮.বেলারুশ
    ৯. ইজিপ্ট
    ১০. জর্জিয়া
    (অন্যান্য দেশেও আছে তবে তা সামান্য!!)এই কথা গুলোর সাথে এই দেশের ইতিহাস ও তাদের কার্যক্রম দেখলেই, উত্তর পেয়ে যাবেন।
    ধন্যবাদ আল-আমিন ভাই, সময়উপযোগী একটা কনটেন্ট দেওয়ার জন্য। আল্লাহ আপনার নেক হায়াত বাড়িয়ে দিন। আমিন

    • @astagfirullah7728
      @astagfirullah7728 2 года назад +7

      আমার ব্যাক্তিগত অভিমত হচ্ছে, পশ্চিমারা চাচ্ছে নিজেদের মধ্যে বিশেষ করে অর্থডক্স খ্রিস্টান দেশের মধ্যে যুদ্ধ বাধাতে, যেন নিজেরা একটু একটু করে দূর্বল হয়ে পরে। এবং এই দূর্বলতার সুযোগে ন্যাটো অধিভুক্ত দেশ গুলো পরে স্বার্থ হাসিল করবে। কারন এই পরিকল্পনা দীর্ঘমেয়াদী।ইতিহাস বলে, একটা সময় বড় বড় যুদ্ধ সংঘটিত হয়েছে খ্রিস্টানদের মধ্যেই।

    • @saifulshakib6832
      @saifulshakib6832 2 года назад

      আর্মেনিয়া.?

    • @astagfirullah7728
      @astagfirullah7728 2 года назад +2

      @@saifulshakib6832 হ্যা আর্মেনিয়া তে অরিয়েন্টাল অর্থডক্স খ্রিস্টান বেশী! তবে এ ব্যপারে আমার বেশী জ্ঞান নেই ভাই

    • @Sakib-ss4
      @Sakib-ss4 2 года назад +1

      @@astagfirullah7728 brother you can watch "blogging thelogy" and "the muslim metaphysitian" channel this are very imformative about christain theology and all the big problem in christain theology and scripture as well

    • @NRFP
      @NRFP 2 года назад

      @@Sakib-ss4 লিংক দেবেন দয়া করে
      Reply please

  • @SKrahman..
    @SKrahman.. Год назад +4

    ইমরান নজর হোসাইন কে ধন্যবাদ।

  • @mofijulislam3691
    @mofijulislam3691 2 года назад +6

    আমি নিয়মিত আপনার চ্যানেলের ভিডিও গুলো দেখি।খুব ভালো লাগে সময় উপযোগী ও বর্তমান বিশ্বের বিভিন্ন সমস্যার সমাধান আলোচনায় খুঁজে পাওয়া যায়। যা আমাদের দেশের আলেম সমাজের আলোচনায় বিরল।আরো নতুন নতুন বিষয় নিয়ে আলোচনার অনুরোধ রইলো।আল্লাহ আপনাকে ইসলামের জন্য কবুল করুক ও নেক হায়াত দান করুন।

  • @SubhanAllahAllahu
    @SubhanAllahAllahu 2 года назад +2

    কথা গুলো খুবই সমসাময়িক গুরুত্বপূর্ণ ,জাযাকাল্লাহু খাইর,প্রিয় শাইখ

  • @JourneyTv24
    @JourneyTv24 2 года назад +55

    আজকের এই জুমার দিনে আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ আমদের সবাইকে হেফাজত করুন! গোটা বিশ্বের মুসলিম ভাই ও বোনদের রক্ষা করুন! আমিন

    • @TanvirAhmed-do8ek
      @TanvirAhmed-do8ek 2 года назад

      আমিন

    • @সবজান্তামহাপন্ডিত
      @সবজান্তামহাপন্ডিত 2 года назад +1

      পৃথিবীতে এমন কোন নজির আছে যে এ সকল দোয়া কাজে লেগেছে বা আল্লাহ শুনেছে কারো দোয়া?দোয়া তো শুধুমাত্র মানুষকে সান্তনা যোগায় 🎅🎅🎅🎅🎅

    • @risalatkhan453
      @risalatkhan453 2 года назад

      হাস্যকর কি সুন্দর কথা তাহলে আমার প্রশ্ন হলো big bang এর আগে কি ছিল. এখন অনন্যা নাস্তিকদের মতো আমাকে এই কথা বলবেন না যেন আমি মাদ্রাসার স্টুডেন্ট. আমি একজন physics এর পড়ুয়া স্টুডেন্ট. সাথে chemistry, astronomy, geoscince নিয়ে পড়াশুনা করি. হিন্দু হলে বলবো আপনাদের কিতাবে এত scintifict ভুল কেনো

    • @সবজান্তামহাপন্ডিত
      @সবজান্তামহাপন্ডিত 2 года назад

      @@risalatkhan453 আমাকে বলছেন নাকি?

    • @risalatkhan453
      @risalatkhan453 2 года назад +1

      @@সবজান্তামহাপন্ডিত apnakei bolchi

  • @foisalabbas2793
    @foisalabbas2793 2 года назад +4

    মাস আল্লাহ কোরান এর আলোকে খুব সুন্দর বাস্তব ভিত্তিক আলোচনা, আল্লাহ মহান, আল্লাহ যেনো আমাদের সকল মুসলিম দের কে হেফাজত করেন, ধন্যবাদ আপনাকে

  • @mehedihasan-tx4bn
    @mehedihasan-tx4bn 2 года назад +9

    অতিব গুরুত্বপূর্ন ও সময় উপযোগী তথ্য এমুহূর্তে আমাদের অবগত করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই। মহান আল্লাহ আপনার দীর্ঘায়ু দান করোক!!

  • @mohammadjewel1344
    @mohammadjewel1344 2 года назад +3

    চমৎকার বিশ্লেষণ। আল্লাহ ওনার নেক হায়াত দান করুন।

  • @emonentertainment5828
    @emonentertainment5828 2 года назад +8

    আলহামদুলিল্লাহ্,,, এতদিন আমার মনে ও প্রস্ন ছিলো এটা নিয়ে আজ দীর্ঘদিন পরে সে উত্তর পেলাম

  • @borhanuddin4289
    @borhanuddin4289 2 года назад +10

    Sheikh Imran Hosein
    অনেক জ্ঞানি মানুষ। উনার এসব কথা গুলো ৮ বছর আগের।

  • @lokmanahamed9665
    @lokmanahamed9665 2 года назад +11

    জাযাকাল্লাহ খাইরান ।খুব তথ্যবহুল আলোচনা 👍

  • @AlBayyinahTheEvidence
    @AlBayyinahTheEvidence 2 года назад +48

    নিঃসন্দেহে তোমার পূর্ববর্তী সময়ের চেয়ে পরবর্তী সময় অনেক ভালো। সূরা আদ-দোহা (আয়াত ৪)

  • @RajKumar-ud9jj
    @RajKumar-ud9jj 2 года назад +6

    Salam. From Oman.. For ur best part

  • @shamimsquad2247
    @shamimsquad2247 2 года назад +2

    মাশাল্লাহ মাশাল্লাহ
    আল্লাহ তাআলাএই হুজুরকে নেক হায়াত দান করুক🤲. মুসলিম উম্মার জন্য খুবই ভালো এবং গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন উনি. যেটা কিনা আমি নিজেও আগে জানতাম. আমার কথাগুলো শুনে খুবই অবাক হয়েছি এবং মাথার ভিতরে ঢুকেছে আমার

  • @mrworld5289
    @mrworld5289 2 года назад +11

    মনটা জুরিয়ে গেল❤️❤️❤️

  • @NurIslam-pe5iz
    @NurIslam-pe5iz 2 года назад +1

    খুব গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী একটা তথ্য ভিত্তিক ভিডিও অনেক অনেক সুকরিয়া।

  • @banglaafgan8833
    @banglaafgan8833 2 года назад +7

    আমি এইটায় চাচ্ছিলাম,,মুসলিমদের সাথে খ্রীষ্টানদের বন্ধুত্ব হবে মালহামাতে

    • @SSSBanglaNews
      @SSSBanglaNews 2 года назад +1

      অর্থডক্স খ্রিস্টান, অন্য খ্রিস্টানরা মূলত নাস্তিক।

  • @md.shohelhossen9564
    @md.shohelhossen9564 2 года назад +1

    মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়ের আল্লাহ সুবহানাতায়ালা ওনার এলেমের ভিতর আর ও বরকত দান করেন আমিন
    আর যিনি ট্রানসলেশন করছেন তাকে আল্লাহ সুবহানাতায়ালা নেক হায়াত এবং আফিয়াতের জিন্দেগি দান করেন
    আমিন,

  • @mdzakirhossin5621
    @mdzakirhossin5621 2 года назад +3

    শাইখ ইমরানকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করুন আমিন ❤️❤️❤️❤️❤️

  • @JahangirAlomJony
    @JahangirAlomJony 2 года назад +1

    সময়ের উপযোগী ভিডিও। খুব ভালো লাগলো ভাই। ধন্যবাদ। এমন ভিডিও আরো চাই

  • @zinformative
    @zinformative 2 года назад +8

    ধন্যবাদ ভাই এই orthodox ভিডিওটি বাংলাই সাবটাইটেল দেওয়ার জন্য। We needed to show this to people, thank you brother 🤍

  • @lollipop8011
    @lollipop8011 2 года назад +2

    আমার প্রিয় শায়েখ ইমরান নাযর হোসেন

  • @anikahmed7641
    @anikahmed7641 2 года назад +10

    অর্থাডকস খৃস্টানদের কে নিয়ে আরো কিছু জানতে চাই। দয়াকরে একটু ডিলেইলে আলোচনা করেন।

    • @MdJabed-ue4rn
      @MdJabed-ue4rn 2 года назад

      আমাদের ফিলোসুফির বইয়ে তাদের কথা হইতো আছে।

    • @Sakib-ss4
      @Sakib-ss4 2 года назад +2

      Bro watch "the muslim metaphysitan channel" and "bloghing theloghy" you can understand lot of thing about christain and lots of problem as well

    • @SalmanAhmad-xw2fu
      @SalmanAhmad-xw2fu 2 года назад +1

      @@Sakib-ss4 এমনকি উনি উনার একটা ভিডিওতে নিউটনকে নিয়েও কথা বলেছেন যে, তার ধর্মীয় বিশ্বাস প্রায় মুসলিমদের মতোই ছিল।

    • @Sakib-ss4
      @Sakib-ss4 2 года назад +1

      @@SalmanAhmad-xw2fu hmm right "the potential muslim" this one where he talk about newton his believe is very close to muslim

  • @boostbide
    @boostbide 2 года назад +1

    বুঝতে পারলে বিশাল কিছু। এই সময়ে এই কথাগুলো প্রত্যেকটা মুসলিমদের জানা খুবই প্রয়োজন।

  • @mdhafizul8930
    @mdhafizul8930 2 года назад +3

    প্রিয় আলামিন ভাইয়া, ইমরান স্যারের লেকচার গুলোতে আপনার কন্ঠ দিলে আরো ভালো হত! আর এই লেকচারের বাকি অংশটুকু চাই প্লিজ

  • @enamulhaq6488
    @enamulhaq6488 2 года назад

    আলহামদুলিল্লাহ্।আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিও টি দেওয়ার জন্য।

  • @Everything129
    @Everything129 2 года назад +10

    *আপনার ভিডিওগুলো মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ 💟💟*

  • @fayadvideos7797
    @fayadvideos7797 2 года назад +1

    অনেক কিছু জানলাম ভাই আপনার এই ভিডিও তে,,,,, আপনাকে ধন্নবাদ

  • @tradingandresource
    @tradingandresource 2 года назад +6

    আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
    স্যার এপনি কি বক্তিতাদানকারী ব্যক্তিটির সকল কথাই আমাদের বাংলায় অনুবাদ করে দেখিয়েছেন।
    আমার মনে হচ্ছে আপনি কিছু যায়গায় স্তব্ধ ছিলেন। বক্তা ইংরেজীতে কথা বলছেন কিন্তু আপনি তার কোন বাংলা সাবটাইটেল প্রকাশ করেন নি।
    উত্তরের অপেক্ষায় রইলাম।
    ধন্যবাদ।

  • @rafiqislam2060
    @rafiqislam2060 2 года назад

    অসাধারণ কালেকশন ভাই। শুকরিয়া।

  • @adnanhossain2391
    @adnanhossain2391 2 года назад +3

    আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা বিষয়ে জানতে পারলাম ❤️

  • @rashidulhasan6930
    @rashidulhasan6930 2 года назад

    অসাধারণ একটি ভিডিও এমন ভিডিও বাংলা সাবটাইটেল সহ আরো দরকার

  • @raselahmed2250
    @raselahmed2250 2 года назад +8

    আম্মাজান আয়েশা (রা) বিবাহ নিয়ে একটি ভিডিও বানাবেন বলেছিলেন আল আমিন ভাই ভিডিওটা বানানোর জন্য অনুরোধ রইল

  • @pluto9941
    @pluto9941 2 года назад +1

    শেইখ ইমরান নজর হোসেইন,,, একজন ইন্টেলিজেন্ট লেকচারার। ওনার কথাগুলো অনেক অথেনটিক লাগে আমার কাছে।

  • @tarekbrhams
    @tarekbrhams 2 года назад

    অতি গুরুত্বপূর্ণ ভিডিওটি আমাদেরকে উপহার দেওয়ার জন্য আল-আমীন ভাইকে অসংখ্য ধন্যবাদ।

  • @skrajuan1955
    @skrajuan1955 2 года назад +3

    আসসালামুআলাইকুম ভাইয়া যদি সব জায়গাতেই বাংলা সাবটাইটেল যুক্ত মানে হতো তাহলে ভালো হতো।

  • @oliofficial5401
    @oliofficial5401 2 года назад +1

    আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। জাযাকুমুল্লাহু খাইরা ইয়াহাবিবি ফিল্লাহ,

  • @hanifrahman302
    @hanifrahman302 2 года назад +12

    আসসালামু আলাইকুম! ভাই কেমন আছেন, ভাই ইয়াজুজ-মাজুজ এর সিরিজ গুলোর মত আরও কিছু পর্ব ভিডিও দিয়েন। ধন্যবাদ 💚

  • @mohammadnaimulhaque
    @mohammadnaimulhaque 2 года назад

    আল আমিন ভাইকে অসংখ্য ধন্যবাদ বাংলা সাবটাইটেলের জন্য

  • @Tamim164
    @Tamim164 2 года назад +3

    প্লিজ ভিডিও টি বাংলা ভাষায় আপলোড দিন, এতে করে অনেক মানুষ উপকৃত হবে ❤️❤️❣️

  • @mdsaikat7321
    @mdsaikat7321 2 года назад

    অনেক ভালো ভাবে উপস্থাপন করেছেন। ভালো লাগলো

  • @AminulIslam-oe2fu
    @AminulIslam-oe2fu 2 года назад +12

    শায়েখ ইমরান নযর সাহেবের ভিডিও গুলো বাংলা ডাবিং পেলে ভালহত। বেশি বেশি চাই।

    • @shuvra73
      @shuvra73 2 года назад

      ওনার ওয়েবসাইটে ঢুকে বাংলায় অনুবাদ করা বইগুলো ডাউনলোড পড়তে পারেন।

  • @quranfm4271
    @quranfm4271 2 года назад +2

    Sheikh imran has deep analytical skills and knowledge under the light of Quran and Hadith. ❤️

  • @muhammadsameerullah5555
    @muhammadsameerullah5555 2 года назад +6

    Love for my Ahle Qitab brothers amd sisters 🇧🇩☪️🖤✝️

    • @Sakib-ss4
      @Sakib-ss4 2 года назад +2

      They are misguided by doing shirk and few eastern orthodox saying lot of bad thing about islam in dawah channels May Allah SWT guide thoses people those who are sincere but yes there is lot of sincere christian within eastern and greek orthodox they are with muslims hope all of them are guided

    • @AhmedIshmam
      @AhmedIshmam 3 месяца назад

      Orthodox​@@Sakib-ss4

  • @riadhossain7010
    @riadhossain7010 2 года назад +2

    Very nice explain. Alhamdulillah

  • @thestraightpath1955
    @thestraightpath1955 2 года назад +9

    ২:২৩ وَ اِنۡ کُنۡتُمۡ فِیۡ رَیۡبٍ مِّمَّا نَزَّلۡنَا عَلٰی عَبۡدِنَا فَاۡتُوۡا بِسُوۡرَۃٍ مِّنۡ مِّثۡلِهٖ ۪ وَ ادۡعُوۡا شُهَدَآءَکُمۡ مِّنۡ دُوۡنِ اللّٰهِ اِنۡ کُنۡتُمۡ صٰدِقِیۡنَ ﴿۲۳﴾
    আর আমি আমার বান্দার উপর যা নাযিল করেছি, যদি তোমরা সে সম্পর্কে সন্দেহে থাক, তবে তোমরা তার মত একটি সূরা নিয়ে আস এবং আল্লাহ ছাড়া তোমাদের সাক্ষীসমূহকে ডাক; যদি তোমরা সত্যবাদী হও। আল-বায়ান
    আমি আমার বান্দাহর প্রতি যা নাযিল করেছি তাতে তোমাদের কোন সন্দেহ থাকলে তোমরা তার মত কোন সূরাহ এনে দাও আর তোমরা যদি সত্যবাদী হও, তবে আল্লাহ ছাড়া তোমাদের সকল সাহায্যকারীকে আহবান কর। তাইসিরুল
    এবং আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি, যদি তোমরা তাতে সন্দিহান হও তাহলে তৎসদৃশ একটি ‘‘সূরা’’ আনয়ন কর এবং তোমাদের সেই সাহায্যকারীদেরকে ডেকে নাও যারা আল্লাহ হতে পৃথক, যদি তোমরা সত্যবাদী হও!

  • @md.rafiuddin2010
    @md.rafiuddin2010 2 года назад

    Yes, you are right .Thank you, for upload this video .

  • @mdsahadhossainomi559
    @mdsahadhossainomi559 2 года назад +3

    Almighty Allah is always help us inshaallah

  • @raazkhan2607
    @raazkhan2607 2 года назад +1

    আলহামদুলিল্লাহ।

  • @md.shohanislam6479
    @md.shohanislam6479 2 года назад +6

    ভাই এটা যদি হিসেব হয়,, তবে সেই খ্রিস্টানরা হলো,, রাশিয়ান রা।।।

  • @sharnaakter1782
    @sharnaakter1782 4 месяца назад

    খুব সুন্দর ব্যাখ্যা

  • @thestraightpath1955
    @thestraightpath1955 2 года назад +16

    আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই এবং মুহাম্মদ তাঁর রাসূল 🧒🧒🧒🧒
    _______________________________________________
    আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই 🤲🕋
    _______________________________________________
    সাবস্ক্রাইব করে সাথে থাকুন👉👉👉👉👉🤝
    ------------------------------------------------------------------------------
    আমরা কাউকে ছোট মনে করি না সবকিছু আল্লাহর সৃষ্টি নিঃসন্দেহে বিশ্বের করি🤲🤲🤲🤲🤲☝️
    _______________________________________________

  • @mdnayim9667
    @mdnayim9667 2 года назад +2

    অালহামদুলিল্লাহ,অাল্লাহ সবাইকে কথা গুলো বোযার তৌফিক দান করেন।

  • @sttune
    @sttune 2 года назад +4

    -Sir, আমার বেতন বাড়ান 😒
    Boss : সম্ভব না 😢
    - তাহলে আগামীকাল থেকে আমাকে বিকাল ৫ টার পর ছুটি দিতে হবে!😒
    Boss : কেন?🤔
    - আমি সন্ধ্যার পর থেকে মধ্যরাতে, অটো রিকশা চালাবো।🙂
    কারণ, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এই বেতন দিয়ে সংসার চালানো খুবই কষ্টকর।😰
    Boss : Okey, তবে অটো চালাতে চালাতে মধ্যরাতে যদি তুমি ক্ষুধার্ত হয়ে যাও,😞
    কমলাপুর রেলস্টেশনের
    দক্ষিন পাশে আইসো!😊
    - কেন?🤔
    Boss : মধ্যরাতে আমি ঐখানে পরটা-ভাজি বিক্রি করি.!🙂
    সুতরাং আমরা দিন দিন কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে চলছি... আল্লাহ আমাদের পথ সহজ করে দিন

  • @TonmoyVlog930
    @TonmoyVlog930 2 года назад +1

    জাযাকাল্লাহ খাইরান ফা-ইন্নাল্লাহা শাকিরুণ 💜

  • @ahmedirfansamad
    @ahmedirfansamad 2 года назад +4

    Apnara jara Kazi İbrahim ar Abu Toha er kotha gulo shonen, unara muloto Sheikh İmran Hossain er lecture shonei owaz kore ..... Kintu, onara keui Sheikh İmran ke credit deyna... Ki dhukkho jonok bepar!

  • @learnwithplay1752
    @learnwithplay1752 2 года назад

    Shaikh Imran may Allah grant him jannah.

  • @Hossain_Emran
    @Hossain_Emran 2 года назад +4

    لَتَجِدَنَّ اَشَدَّ النَّاسِ عَدَاوَۃً لِّلَّذِیۡنَ اٰمَنُوا الۡیَہُوۡدَ وَ الَّذِیۡنَ اَشۡرَکُوۡا ۚ وَ لَتَجِدَنَّ اَقۡرَبَہُمۡ مَّوَدَّۃً لِّلَّذِیۡنَ اٰمَنُوا الَّذِیۡنَ قَالُوۡۤا اِنَّا نَصٰرٰی ؕ ذٰلِکَ بِاَنَّ مِنۡہُمۡ قِسِّیۡسِیۡنَ وَ رُہۡبَانًا وَّ اَنَّہُمۡ لَا یَسۡتَکۡبِرُوۡنَ ﴿۸۲﴾
    লাতাজিদান্না আশাদ্দান্না-ছি ‘আদা-ওয়াতাল লিলল্লাযীনা আ-মানুল ইয়াহূদাওয়াল্লাযীনা আশরাকূ ওয়ালাতাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতাল লিলল্লাযীনা আ-মানুল্লাযীনা কালূইন্না-নাসা-রা- যা-লিকা বিআন্না মিনহুম কিছছীছীনা ওয়া রুহবা-নাওঁ ওয়া আন্নাহুম লা-ইয়াছতাকবিরূনা।
    তুমি মানবমন্ডলীর মধ্যে ইয়াহুদী ও মুশরিকদেরকে মুসলিমদের সাথে অধিক শক্রতা পোষণকারী পাবে, আর তন্মধ্যে মুসলিমদের সাথে বন্ধুত্ব রাখার অধিকতর নিকটবর্তী ঐ সব লোককে পাবে যারা নিজেদেরকে নাসারাহ্ (খৃষ্টান) বলে; এটা এ কারণে যে, তাদের মধ্যে বহু আলিম এবং বহু দরবেশ রয়েছে; আর এ কারণে যে, তারা অহংকারী নয়।
    Verily, you will find the strongest among men in enmity to the believers (Muslims) the Jews and those who are Al-Mushrikun (see V. 2:105), and you will find the nearest in love to the believers (Muslims) those who say: We are Christians. That is because amongst them are priests and monks, and they are not proud.

  • @md.alamin.shikdar740
    @md.alamin.shikdar740 Год назад

    আল্লাহ তুমি এই আলেমদের হায়াত আরও দাও

  • @aolyahamed2066
    @aolyahamed2066 2 года назад

    অর্থোডক্স খিষ্ট্রানদের প্রতি সম্মান বেড়ে গেল

  • @mr.roniahmed7574
    @mr.roniahmed7574 2 года назад +1

    thanks.

  • @sakiburrahman7161
    @sakiburrahman7161 2 года назад +1

    আলহামদুলিল্লাহ অনেক কিছুই জানতে পারলাম।

  • @saifkhantutol313
    @saifkhantutol313 2 года назад +1

    ভাই পুরা ভিডিও টা দেখে অন্য জগতে হারাই গেছিলাম ❤️❤️❤️🥰🥰

  • @mahbubalamtareq1892
    @mahbubalamtareq1892 2 года назад

    Thanks dear brother

  • @jubaermahmud103
    @jubaermahmud103 2 года назад

    Jazakallhu Khairun

  • @shahanurrahman2866
    @shahanurrahman2866 2 года назад

    ভাই আমি আপনার ভিডিওর ওরিয়েন্টাল ব্যান্ডের এই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটি শুনলে আবেগ আপ্লুত হয়ে যায়।

  • @newbangladesh48
    @newbangladesh48 2 года назад +2

    মাশাআাল্লাহ ❤ গুরুত্ব দিয়ে দেখলাম।।

  • @insallhavaloase1568
    @insallhavaloase1568 2 года назад

    আপনার এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারলাম,, অসংখ্য ধন্যবাদ ভাই

  • @md.alamin9789
    @md.alamin9789 2 года назад +1

    এইরকম ভিডিও আরো চাই 👍👍

  • @fazlulhaque3057
    @fazlulhaque3057 2 года назад

    জাযাকাল্লাহ ভাই

  • @razibahmed6454
    @razibahmed6454 2 года назад

    বাহ্ দারুন 🖤
    উনার আরো ভিডিও দিন 🖤
    I love this channel 🖤

  • @mdsaimunhossain507
    @mdsaimunhossain507 2 года назад

    ভিডিওটার জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম।

  • @mdnaeemislam638
    @mdnaeemislam638 2 года назад

    অসাধারণ বিশ্লেষণ করেছেন মাশাআল্লাহ 🌍

  • @miafahadbin5154
    @miafahadbin5154 2 года назад

    ভাইয়া শায়খ ইমরানের সকল ভিডিওতে সাবটাইটেল দিয়ে আপলোড করুন প্লিজ

  • @muhammadsultans
    @muhammadsultans 2 года назад

    barakaalah fikum

  • @muskihasi
    @muskihasi 2 года назад +2

    সুবহানাল্লাহ
    আলহামদুলিল্লাহ
    আল্লাহু আকবার
    লা ইলাহা ইল্লাল্লাহ

  • @srmasum016
    @srmasum016 2 года назад

    Nice negotiation

  • @shahinazbegum4403
    @shahinazbegum4403 2 года назад

    Correct analysis.

  • @mdrakibrayhan9467
    @mdrakibrayhan9467 2 года назад

    kotha golo banglay Abu Taw Haa Muhammmad Adnan kas theke sone silam __ valo laglo🥰...

  • @dawudhassan9708
    @dawudhassan9708 2 года назад +2

    যা হবার তাই হচ্ছে চোখের সামনে কিন্তু সাধারন মানুষ বুঝতে পারছে না।

  • @subornaakter9079
    @subornaakter9079 2 года назад

    Ae beshoy aro jante chay

  • @mohasinrana1229
    @mohasinrana1229 2 года назад

    অবাক করা একটা তথ্য জানলাম।

  • @atozexplainer4094
    @atozexplainer4094 2 года назад

    অসংখ্য ধন্যবাদ ভাই 💖

  • @sajjadhossain6773
    @sajjadhossain6773 2 года назад

    Unar aro video upload dile Valo hoto #Alamin vai

  • @microtechbdsystem-automati8689
    @microtechbdsystem-automati8689 2 года назад +1

    ভাই এখানে যাদের ইউটিউব এবং ফেসবুক পেজ আছে, তারা এই সব ভিডিও গুলো ডাউনলোড করে ছড়িয়ে দিন। দ্বীনের বুঝের জন্য বাস্তবতা ও ভিন্ন ভিন্ন বিশ্লেষণ মুসলিমদের মাঝে ব্যপকতা লাভ করুক শুধু লাইক কমেন্ট না করে অন্তত এই ভিডিও গুলো বা আরো বিশ্লেষণ তথ্য শুত্র সহ ছরিয়ে দিন।

  • @mohiuddinahmadkhan9874
    @mohiuddinahmadkhan9874 2 года назад +1

    সহীহ হাদিস অনুযায়ীঃ
    প্রথমে খৃষ্টান ও মুসলমান ধর্মালম্বীরা একত্রিত হয়ে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে। তারপর খৃষ্টান ধর্মালম্বীরা একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে। খৃষ্টানরা ৮০টি পতাকা (দলে) তলে বিভক্ত থাকবে, আর প্রতিটি পতাকা তলে থাকবে ১২ হাজার করে সৈন্য।
    মনে রাখতে হবে যে, গায়েরে ঈমান কখনোই ঈমানদারদের বন্ধু হতে পারে না। এই হাদিস অনুযায়ী শুধুমাত্র সময়ের প্রয়োজনে খৃষ্টানরা মুসলমানদের সাথে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একত্রিত হবে। আল্লাহ তা'লা আমাদেরকে সঠিকভাবে বুঝার তৌফিক দান করুন। আমিন।

  • @arafathossain7049
    @arafathossain7049 2 года назад

    Need more imran sir subtitle Video

  • @razonhossain-1903
    @razonhossain-1903 2 года назад

    গুরুত্বপূর্ণ কথা

  • @rezaulraju7719
    @rezaulraju7719 2 года назад

    onek kisu janta parlam

  • @zahidhasan4990
    @zahidhasan4990 2 года назад

    such a great and useful video

  • @md.alamin9789
    @md.alamin9789 2 года назад

    অনেক অনেক ধন্যবাদ ভাই ❤️❤️

  • @faysalshah3200
    @faysalshah3200 2 года назад +2

    Beautiful

  • @farhanafifkabir4385
    @farhanafifkabir4385 2 года назад

    Full vedio chai

  • @pathofjannat
    @pathofjannat 2 года назад +1

    < হালাল পথে সম্পদ উপার্জনের ১০ টি কোরআন ভিত্তিক উপায় ভিডিও।