একজন লেখক কত বড় অসাম্প্রদায়িক হলে এ ধরণের শ্যামাসংগীত উপহার দিতে পারেন!! কী অপূর্ব সৃষ্টি!! শ্যামা মায়ের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ। ভর্তির অপূর্ব পরাকাষ্ঠা। প্রণমি তোমায় হে কবি।
আজকে ও ঐ সব গানগুলো যেন বাঙালী জাতির অমূল্য সম্পদ। ভক্তি ও শ্রদ্ধায় মন ভরে যায়। কাজি নজরুল আজ ও যেন আমাদের মনের অন্তঃস্থলে জীবিত আছেন যুগ যূগ ধরে পথ দেখাবার জন্য। ওনাকে কোটি কোটি কোটি প্রণাম শ্রদ্ধা ও ভালোবাসা।
অসাধারণ। নজরুল গীতি আমার প্রাণ । আর ভক্তিগীতি -- তা যেকোনো দেব দেবী কে নিয়ে কাজী নজরুল ইসলামের মতো এত সুন্দর, আর এত বেশি সংখ্যায় কেউ লিখে যেতে পেরেছেন বলে মনে হয় না । ভাবতে অবাক লাগে একজন ইসলাম ধর্মের মানুষ হয়েও হিন্দু ধর্মের কতটা গভীরেই না যেতে পেরেছিলেন তিনি । পুরো হিন্দু ধর্মটাকেই যেন গলাদ্ধকরণ করেছিলেন অন্তর দিয়ে । যা আমরা তথাকথিত হিন্দুরাও পারি না । পারি তো নিশ্চয়ই, কিন্তু ওনার মতো করে পারি না । প্রতিটা গানের প্রতিটা কথা যেন মর্মে গিয়ে বেঁধে । এই গান কে যারা অপছন্দ করেন , তারা ঠিক কোন গ্রহের জীব ---- জানি না বাবা । হতেই পারে । সবার রুচি তো একরকম হয় না । আমার তো প্রাণ মন জুড়িয়ে যাচ্ছে । চোখ বুজে শুনছি এই মুহূর্তে অজয় চক্রবর্তীর মহাবিদ্যা আদ্যাশক্তি । ওঃ, কি অপূর্ব । জয় মা কালী । 🙏🙏🙏🙏🙏
আমার ভীষণ ভীষণ প্রিয় কবি।তাঁকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা আর সশ্রদ্ধ প্রণাম 🙏🙏তাঁর শ্যামা সংগীত - কৃষ্ণ কীর্তন আজও সবার অত্যন্ত প্রাণের গান।কাজী নজরুল ইসলামকে আমার বাবার পরিচিত ছিলেন।আমাদের বাড়ির অন্দরমহলে বাবা তাঁকে নিয়ে গিয়েছিলেন মার সাথে পরিচয় করাতে।আমার দেখার সৌভাগ্য হয়নি।কারণ আমি ছিলাম না এই পৃথিবীতে। অসাধারণ উদারতা ছিলো তাঁর মধ্যে। কোনো ধর্মান্ধতা তাঁর ছিলো না।🙏🙏🙏
আমাদের জাতীয় কবি, বাঙালি জাতির অহংকার 1:08:13 বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এক মহান মানুষ। এতো পাণ্ডিত্যের অধিকারী ছিলেন তিনি তা' অকল্পনীয়। "চিরদিন কাহারো সমান নাহি যায় ---" শুধুমাত্র এই একটি গান বিশ্লেষণ করলেই তাঁর জ্ঞানের গভীরতা অনুভব করা যায়। গত চল্লিশ বছর যাবৎ প্রথমে রেডিও, তারপর ক্যাসেট প্লেয়ার এবং ইদানিং স্মার্টফোন এর মাধ্যমে প্রায় প্রতিদিন কমপক্ষে দু'টো গান শুনে যাচ্ছি অবিরাম ভাবে। নমস্য হে মহান মানুষ।
I m fond of spiritual and shyama sangeet.realy heart beating songs written kaji najrul Islam.fast my tribute to him where he now be.now my sincere thanks and best wishes to the singer's for their sweat songs which gave me imence pleasure.be happy and healthy jairamkrishna
বাংলা গানের কিছু অমূল্য সম্পদের নিদর্শন পেলাম.... জাত পাত মার দাঙ্গার ঊর্ধ্বে সেই পরম প্রেমের আভাস পেলাম.... সত্যিই " কালী খৃষ্ট কেউ নয় ভিন্ন অন্তিমে সব একখানেই"
Ramesh Saha, you speak the truth. Religion is a blunder. It splits the people in two or more sects. It devide them, don't unite. We, the people should reject all the religions. Then we shall be human beings. Thanks for your comment.
আমি একবার ISCON এর একটি ভ্রাম্যমান গাড়িতে গিয়ে কাজী নজরুল ইসলামের কৃষ্ণ ভক্তিগীতির একটি ক্যাসেট চাইলাম। তিলককাটা দোকানদার বিরক্ত হয়ে বললেন আমরা নজরৃলের গান বিক্রি করিনা। আমি ওনাকে বললাম আপনাদের একটি ভাল কৃষ্ণ ভক্তিগীতির ক্যাসেট দিন। উনি দিলেন। ক্যাসেট টি আমি দেখলাম। সবকটি গানই কাজী সাহেবের লেখা। এবং দেখলাম নীচে ছোটোকরে লেখা গীতিকার কাজী নজরুল ইসলাম। যদিও লেখাটি সহজে কারো নজরে পড়বেনা। আমি দোকানদারকে দেখালাম এবং বললাম নজরুল ছাড়া অন্য কেউ কৃষ্ণ কে নিয়ে এত গান রচনা করেননি।
dada,hinduder jonno kobi eto likheo tader mon pelo na othocho robi babu muslimder jonno kichu na lekheo orthat ekti brihot gosthi k upekha koreo tini bissho kobi namey parichito. tobey prokrito moha bissho kobi to nazrul e ebong tar gaan holo abinosshor sangeet
@@tamimkhan-pu7ut Robindranath Nazrul er motoi niropekkho vabe Likhe6n .. kabuliwala . Seto Hindu meyer proti Muslim babar sneho k tule dhore6en. Eto Sob dhormer urdhe
@@tamimkhan-pu7ut আমি বলব রবি ঠাকুরই ঠিক। তিনি তার ধর্ম ভালোভাবে পালন করেছেন বলেই স্বধর্মের বিরুদ্ধে গিয়ে কোনো ইসলামিক সংগীত লেখেন নি। তিনি একজন ভালো হিন্দু। রবি ঠাকুর "কাবুলিওয়ালা" ছোটো গল্প বুঝবেন তিনি কীভাবে হিন্দু-মুসলিমের সম্প্রীতি তুলে ধরেছেন। আর হ্যাঁ, রবি ঠাকুরের লেখা ভালোবাসি মানে এই নয় যে আমি নজরুলবিদ্বেষী। তাছাড়া, কবিগুরু যে নোবেলটা পেয়েছেন, ওটা তো নিজের যোগ্যতায়। নইলে, ঐ সাদা চামড়ার লোকেরা থমাস হার্ডিকে ছেড়ে নিজের উপনিবেশ দেশ ভারতের একজন কালো চামড়ার মানুষকে নোবেলটা দিতেন না। গীতাঞ্জলির কথাগুলো পড়লে বুঝবেন রবীন্দ্রনাথ কেন বাংলা সাহিত্যে অনন্য।
কোথায় ছবি ওপরে ? দেখলাম না তো ! বাদিকে মাকালীর মুখের ছবি, আর গান দিকে একটি চাঁদমালা ধরণের কিছু ' র ছবি । নজরুল / রবীন্দ্রনাথের কোনো ছবি তো দেখলাম না !
একজন লেখক কত বড় অসাম্প্রদায়িক হলে এ ধরণের শ্যামাসংগীত উপহার দিতে পারেন!! কী অপূর্ব সৃষ্টি!! শ্যামা মায়ের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ। ভর্তির অপূর্ব পরাকাষ্ঠা। প্রণমি তোমায় হে কবি।
সত্যিই অসাধারণ 🎉🎉 আমরা খুবই ভাগ্যবান যে এই রকম মনীষী আমাদের বাংলায় জন্ম গ্রহণ করেছিলেন 🙏🙏🙏
অসাধারণ কবির অপূর্ব গান!!যেমন লেখা, তেমন ভাব, ভাষা!!গায়ক ও অসাধারণ!!
একজন ইসলাম হয়ে এতো সুন্দর শ্যামা সংগীত লেখা একটি কোনো সাধারন মানুষ নয়।
উনি না হিন্দু, না মুসলিম; উনি ছিলেন স্রেফ একজন মানুষ। এটাই তাঁর শ্রেষ্ঠ পদবী।
আজকে ও ঐ সব গানগুলো যেন বাঙালী জাতির অমূল্য সম্পদ। ভক্তি ও শ্রদ্ধায় মন ভরে যায়। কাজি নজরুল আজ ও যেন আমাদের মনের অন্তঃস্থলে জীবিত আছেন যুগ যূগ ধরে পথ দেখাবার জন্য। ওনাকে কোটি কোটি কোটি প্রণাম শ্রদ্ধা ও ভালোবাসা।
অসাধারণ। নজরুল গীতি আমার প্রাণ । আর ভক্তিগীতি -- তা যেকোনো দেব দেবী কে নিয়ে কাজী নজরুল ইসলামের মতো এত সুন্দর, আর এত বেশি সংখ্যায় কেউ লিখে যেতে পেরেছেন বলে মনে হয় না । ভাবতে অবাক লাগে একজন ইসলাম ধর্মের মানুষ হয়েও হিন্দু ধর্মের কতটা গভীরেই না যেতে পেরেছিলেন তিনি । পুরো হিন্দু ধর্মটাকেই যেন গলাদ্ধকরণ করেছিলেন অন্তর দিয়ে । যা আমরা তথাকথিত হিন্দুরাও পারি না । পারি তো নিশ্চয়ই, কিন্তু ওনার মতো করে পারি না । প্রতিটা গানের প্রতিটা কথা যেন মর্মে গিয়ে বেঁধে ।
এই গান কে যারা অপছন্দ করেন , তারা ঠিক কোন গ্রহের জীব ---- জানি না বাবা । হতেই পারে । সবার রুচি তো একরকম হয় না । আমার তো প্রাণ মন জুড়িয়ে যাচ্ছে । চোখ বুজে শুনছি এই মুহূর্তে অজয় চক্রবর্তীর মহাবিদ্যা আদ্যাশক্তি । ওঃ, কি অপূর্ব ।
জয় মা কালী । 🙏🙏🙏🙏🙏
আমার ভীষণ ভীষণ প্রিয় কবি।তাঁকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা আর সশ্রদ্ধ প্রণাম 🙏🙏তাঁর শ্যামা সংগীত - কৃষ্ণ কীর্তন আজও সবার অত্যন্ত প্রাণের গান।কাজী নজরুল ইসলামকে আমার বাবার পরিচিত ছিলেন।আমাদের বাড়ির অন্দরমহলে বাবা তাঁকে নিয়ে গিয়েছিলেন মার সাথে পরিচয় করাতে।আমার দেখার সৌভাগ্য হয়নি।কারণ আমি ছিলাম না এই পৃথিবীতে। অসাধারণ উদারতা ছিলো তাঁর মধ্যে। কোনো ধর্মান্ধতা তাঁর ছিলো না।🙏🙏🙏
নজরুল বারবার জন্ম নেয় না....🙏
তিনি ছিলেন অসাম্প্রদায়িক শক্তি হাতিয়ার।
শতকোটি প্রণাম 🙏
Jay MAA Dakhinshewari . Beautiful Shyam Sangeet by Kazi Nazrul. very Heart touching song
একমাত্র কাজী নজরুল ইসলাম ই সকল ধর্ম সকল বর্ণ সকল মানুষের কবি। ঢাকা বাংলাদেশ থেকে বলছি।
কাজী নজরুলের এক একটা গান যেন মুক্ত । উনি বাঙালীর গর্ব । অসাধারণ প্রতিভা- নাহলে এমন গান কি কেউ লিখতে পারে। গান গুলো অমর।
গানের প্রতি টা লাইন ভাল আর গেয়েছেন ও দরদ দিয়ে
আমি বাংলাদেশ থেকে একজন মুসলিম বলছি।
আমাদের জাতীয় কবির শ্যামা সঙ্গিত গুলো অসাধারণ লাগলো
" ভুল হয়ে গেছে বিলকুল ।
আর সব কিছু ভাগ হয়ে গেছে।
ভাগ হয়নিকো নজরুল । '
@@asimpatra6025 eta kar kobita
@@afrozairin8438 Annada Shankar Roy
@@afrozairin8438 সুভাষ মুখোপাধ্যায় নাহলে annada shankar roy
আমাদের জাতীয় কবি, বাঙালি জাতির অহংকার 1:08:13 বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এক মহান মানুষ। এতো পাণ্ডিত্যের অধিকারী ছিলেন তিনি তা' অকল্পনীয়। "চিরদিন কাহারো সমান নাহি যায় ---" শুধুমাত্র এই একটি গান বিশ্লেষণ করলেই তাঁর জ্ঞানের গভীরতা অনুভব করা যায়। গত চল্লিশ বছর যাবৎ প্রথমে রেডিও, তারপর ক্যাসেট প্লেয়ার এবং ইদানিং স্মার্টফোন এর মাধ্যমে প্রায় প্রতিদিন কমপক্ষে দু'টো গান শুনে যাচ্ছি অবিরাম ভাবে। নমস্য হে মহান মানুষ।
জন্ম প্রতিভাধর মরমিয়া, কবি,সাধক,গীতিকার নজরুল বাংলার গর্ব।য়তদিন বাংলাভাষা থাকবে ততদিন কবি দুই বাংলার ঘরে ঘরে আদৃত হবেই।
যিনি গুণী মানুষ তাঁর কাছে সকল জীব সমান।যতক্ষণ আমার মধ্যে অজ্ঞান থাকবে ততক্ষণ ভেদাভেদ থাকবে।উঁচুতে উঠে গেলে আর ভেদাভেদ থাকে না।
Shýmaa sangeet hrìdayer gaan Dhanyabad🍀🌹🥀🍀🌹🥀🍀
গভীর আধ্যাত্মিক মননশীলতা না থাকলে এই ধরনের গান সৃষ্টি করা যায় না। আর পাবো না এইসব কবি।
বুঁদ হয়ে শুধু শুনে যাই। প্রণাম জানাই কবিকে 🙏🙏
🙏 অসাধারণ সৃষ্টি.
I m fond of spiritual and shyama sangeet.realy heart beating songs written kaji najrul Islam.fast my tribute to him where he now be.now my sincere thanks and best wishes to the singer's for their sweat songs which gave me imence pleasure.be happy and healthy jairamkrishna
বিগত দেড় বছর আমার প্রভাতী সঙ্গীত☺😍
আপনাদের নিবেদন টি অতি সুন্দর ।
নজরুল আমাদের হৃদয়ের পারিজাত প্রানের দেবতা মহান বাঙলার হৃদ্কমলে তিনি এক। নোবল পাওয়া উচিত
প্রত্যেকটা গান ই অপূর্ব। কিন্তু পান্নালাল ভট্টাচার্য্য এর গাওয়া গান দুটো অতুলনীয়।
জয় গুরু নজরুল
যারা নজরুল ইসলামের সঙ্গীতে ডিসলাইক দিচ্ছে , বাঙ্গালী তাদের দেখতে চাই ।
এরা অমানুষ।
কাজী নজরুল ইসলামের এই ভক্তি পূর্ণ স্যামা সঙ্গীত বিনা অসম্পূর্ণ হয়ে যায় স্যামা পূজা উদযাপন
অসাধারণ অসাধারণ গানের collection
সত্যিই খুব ভালো লাগলো।
kobha sondar
বাংলা গানের কিছু অমূল্য সম্পদের নিদর্শন পেলাম.... জাত পাত মার দাঙ্গার ঊর্ধ্বে সেই পরম প্রেমের আভাস পেলাম....
সত্যিই " কালী খৃষ্ট কেউ নয় ভিন্ন অন্তিমে সব একখানেই"
Thanks friend Joy Malaysia
+60163130953
Aamar Shyama Mayer Kole Chore
Bhul Korechhi O MAA Shyama
Shyama Namer Laglo Agun
Songsareri Dolnate MAA
অসাধারণ গান শুনে মনটা ভরে উঠলো
wonderful collection upload . commendable
Mayer amon bhakta biral. Pronam janai tomay.
নজরুল তো মহামানব
Just spellbound .....asadaran Debasish....u r mind blowing
Bokschoda
জয় মা কালি।
Joy MA Kali. 🙏🌺🌺🌺🌺🌺🌺🙏🕉️♥️♥️♥️♥️
খুব ভালো লাগলো.. 🙏🏼
Nazrul sokol dhormer. Sokol jatir. Chirodiner jonno. Sorbokaleer
এক কথায় অতুলনীয়।
আহা খুব সুন্দর!!!!!!
অসাধারন সৃষ্টি কবিকে প্রনাম
ধর্মমত নয়, গুণ ই ধর্ম।এটাই এখানে প্রমাণিত।
Ramesh Saha, you speak the truth. Religion is a blunder. It splits the people in two or more sects. It devide them, don't unite. We, the people should reject all the religions. Then we shall be human beings. Thanks for your comment.
" ভুল হয়ে গেছে বিলকুল ।
আর সব কিছু ভাগ হয়ে গেছে।
ভাগ হয়নিকো নজরুল । '
Joy Maa🙏🌺🙏🙏
অসাধারণ ।
Superb
" ভুল হয়ে গেছে বিলকুল ।
আর সব কিছু ভাগ হয়ে গেছে।
ভাগ হয়নিকো নজরুল । " - Annada Shankar Roy.
Apurbo
উনাকে নিয়ে কিছু বলা আমার ধৃষ্টতা । শুধু এই টুকু বলবো উনি সৃষ্টির উল্লাসে মাতোয়ারা ।
@@dulalacharjee4740 I think your comment is perfect Thanks to you.
কাজী নজরুল ইসলামের কোনো ধম ছিল না ।তিনি আমাদের জাতীয় কবি তথা কাণডারি।
hmmmmmm
তিনি সব ধর্মের উপরে
নজরুল ইসলাম the ultimate emotional creative poet
জয় মা 🌺🌺🌺
Darun
অসাধারণ
জানি না কখন এই খাছা থেকে পাকী চলে নজরুল ইসলাম হাজার হাজার ছালাম মাধব আমিন গাইবান্ধা জেলা থেকে বললাম
Wonderful ! Really heart touching. A K D.
Pranam Kobi. 🙏 🙏 🙏 🙏
Amra sobai akon porjonto 5% nazrul er gan sonechi. 95% akon o ojana
অসাধারন
Old is gold unique god bless you 🙏
Ossam
আমি একবার ISCON এর একটি ভ্রাম্যমান গাড়িতে গিয়ে কাজী নজরুল ইসলামের কৃষ্ণ ভক্তিগীতির একটি ক্যাসেট চাইলাম। তিলককাটা দোকানদার বিরক্ত হয়ে বললেন আমরা নজরৃলের গান বিক্রি করিনা। আমি ওনাকে বললাম আপনাদের একটি ভাল কৃষ্ণ ভক্তিগীতির ক্যাসেট দিন। উনি দিলেন। ক্যাসেট টি আমি দেখলাম। সবকটি গানই কাজী সাহেবের লেখা। এবং দেখলাম নীচে ছোটোকরে লেখা গীতিকার কাজী নজরুল ইসলাম। যদিও লেখাটি সহজে কারো নজরে পড়বেনা। আমি দোকানদারকে দেখালাম এবং বললাম নজরুল ছাড়া অন্য কেউ কৃষ্ণ কে নিয়ে এত গান রচনা করেননি।
s
dada,hinduder jonno kobi eto likheo tader mon pelo na othocho robi babu muslimder jonno kichu na lekheo orthat ekti brihot gosthi k upekha koreo tini bissho kobi namey parichito. tobey prokrito moha bissho kobi to nazrul e ebong tar gaan holo abinosshor sangeet
@@tamimkhan-pu7ut Robindranath Nazrul er motoi niropekkho vabe
Likhe6n .. kabuliwala . Seto
Hindu meyer proti Muslim babar sneho k tule dhore6en. Eto
Sob dhormer urdhe
@@tamimkhan-pu7ut আমি বলব রবি ঠাকুরই ঠিক। তিনি তার ধর্ম ভালোভাবে পালন করেছেন বলেই স্বধর্মের বিরুদ্ধে গিয়ে কোনো ইসলামিক সংগীত লেখেন নি। তিনি একজন ভালো হিন্দু। রবি ঠাকুর "কাবুলিওয়ালা" ছোটো গল্প বুঝবেন তিনি কীভাবে হিন্দু-মুসলিমের সম্প্রীতি তুলে ধরেছেন। আর হ্যাঁ, রবি ঠাকুরের লেখা ভালোবাসি মানে এই নয় যে আমি নজরুলবিদ্বেষী। তাছাড়া, কবিগুরু যে নোবেলটা পেয়েছেন, ওটা তো নিজের যোগ্যতায়। নইলে, ঐ সাদা চামড়ার লোকেরা থমাস হার্ডিকে ছেড়ে নিজের উপনিবেশ দেশ ভারতের একজন কালো চামড়ার মানুষকে নোবেলটা দিতেন না। গীতাঞ্জলির কথাগুলো পড়লে বুঝবেন রবীন্দ্রনাথ কেন বাংলা সাহিত্যে অনন্য।
এটা কতটা সত্তি তা বলা খুব কঠিন , কিন্তু মায়ের আশীর্বাদ না থাকলে মনে হয় সম্ভব হতো না। আমার মন ছুঁয়ে যায়।
Thank you
splendid
দারুণ
goot
Khub valo.
🙏🙏🙏🙏🙏
Swapan Dasgupta অসাধারন গান গেয়েছেন। হিন্দু মুসলিম সম্প্রদায়ের ঐক্যের অসামান্য কবি কাজী নজরুল ইসলাম ।
Awesome
Kazi nazrul Islam er shyamasangeet aar krishno bhajon saho bhoktimulok gaan Bangla sangeet ak anabadya
aubismaraniyo sristi,jaar kono tulona hoyna.
Jay Maa Kaaleshwari
Apurba
Extremely grateful
JOY MA
Very good songs🖤
Jabar saubhagya.
🌺🌺🌺🌺Ma🌺🌺🌺🌺🙏🙏🙏
Bhabtei abak lage j ei song gulo to 100 er opore unlike....jay maa ...maa go eder khoma koro....
*kazi nazrul Islam wrote SHYAMASANGEET*...*TS is our INDIA*
Maa er nice song
Joy MA KALI.
মা
😊 কমলা কান্ত রাম প্রসাদ সেন জন্মের ১৫০/২০০ আগে এসে ছিলেন, একটুখানি দয়া করে সঙশোধন করে নেবেন
দেব বাবু ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বলুন যাতে অপদস্থ হতেনা হয় -- রামপ্রসাদ সেন অনেক আগেই কমলাকান্তের জন্ম।
Apoorba bhaktigaan.
Uni hindu non muslim non uni ekjon manus sotti karer manus
🙏🌺🙏
Berry fine
Verry fin
Dada shyama songeet Anuradha r All kale son ta dele khub valo hoto
কাজী নজরুল ইসলাম west- Bengal তথা India গরব
Kazi Nazrul Islam ke niye doya kore bhagabhagi korben na. Tini bangalir gorbo, ekhane WB, Bangladesh nei.
@@suptaguin3229 একদম ঠিক বলেছেন। অশেষ ধন্যবাদ।
তিনি বাংলাদেশেরও জাতীয় কবি..
beautiful
Joy maa
joy maa..sakal ke valo rakho..
LOVE STUD toIO
joymaa
Vali
Nice
আশাকরি, নজরুলের ইসলামি গজলগুলোর গপ্পো নিয়ে একটা অনুষ্ঠান হবে! অপেক্ষায় রইলাম!
om kling kalikayai namah.
ছবির লোকটি কি কাজী নজরুল? উনিতো রবিন্দ্রনাথ ঠাকুর!!
মায়ের গানে এমন ভুল গ্রহনযোগ্য না।
তার সন্তানের মর্যাদা তাকে দেওয়া হোক
কোথায় ছবি ওপরে ? দেখলাম না তো ! বাদিকে মাকালীর মুখের ছবি, আর গান দিকে একটি চাঁদমালা ধরণের কিছু ' র ছবি । নজরুল / রবীন্দ্রনাথের কোনো ছবি তো দেখলাম না !
Chira nutan garner sambar. Pranam grahan korben.
Dislike kara kore..... ? Chhi!
Khub valo sonkolon....ekhane ki kabi rachito sobkoti shyama sangeet e ache?
এখানে ধর্মবাদ কোনো ব্যাপার নয়।
Apùŕbà