Bagichay Bulbuli Tui | Salauddin Ahmed | Album Chittogeet | Official lyrical Video

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 728

  • @md.razaurrahmanrazu4845
    @md.razaurrahmanrazu4845 6 месяцев назад +45

    আমার শ্রদ্ধেয় শিক্ষক, উচ্চাঙ্গসংগীত ও নজরুলের গানে অতুলনীয় উচ্চতায় পৌঁছাতে পেরেছেন তার সুর সাধনায়।

  • @biswajitgoswami5498
    @biswajitgoswami5498 2 года назад +727

    কী কন্ঠ! লজ্জিত যে শিল্পীকে এতদিন শুনিনি। আর কোক স্টুডিও শুনে আমি শুনতে আসিনি এটি। এরপর হয়তো শুনবো। ভারত থেকে অনেক ভালোবাসা ♥️

    • @योगीतनयनाथ
      @योगीतनयनाथ 2 года назад +3

      @RAZON LASKAR ভাই বাংলাদেশের সাথে এটা কিসের পতাকা দিলেন?

    • @smrafaethossain
      @smrafaethossain 2 года назад +3

      Thank you.. from Bangladesh

    • @nirmalyaghosh7187
      @nirmalyaghosh7187 2 года назад +3

      SOTTI ETA KHUB LOJJAR. E AK DARUN LOJJR BISHOY. AMI TO CHOTO BELA THEKE SUNE ASCHHI.

    • @biswajitgoswami5498
      @biswajitgoswami5498 2 года назад +5

      @@nirmalyaghosh7187 ঠিকই। অবশ্য সবাই যে সব শুনবে, এমন কোনো কথা নেই। বয়সও আমার খুব বেশি নয়। তবে আরও আগে শুনলে ভালো হত। শুভেচ্ছা।

    • @SharifKhan-ml9kv
      @SharifKhan-ml9kv 2 года назад

      কোক স্টুডিও ফালতু গেয়েছে

  • @farzanasharmin1086
    @farzanasharmin1086 2 года назад +175

    বিটিভির যুগে নজরুল সঙ্গীতের অনুষ্ঠানগুলো খুব শুনতাম।ভালো লাগত।কোক স্টুডিওতে শুনলাম,তারা অনেক যন্ত্রপাতির ঝঙ্কার তুলেছে,সেটও বেশ।কিন্তু কেবল কন্ঠের জাদুতে মুগ্ধ হতে চাইলে প্রাচীন গায়কী অতুলনীয়। পুরোনো সংগীত শিল্পীদের কন্ঠ আর লিরিকের যাদুতে এখনও মুগ্ধ হই❤️।

    • @mexicandream8027
      @mexicandream8027 8 месяцев назад +1

      Ekhono BTV te aiojon hoi. 😊

    • @RejaulKarim-u6m
      @RejaulKarim-u6m 5 месяцев назад

      Hi

    • @IlaDas_official
      @IlaDas_official Месяц назад

      Khub valo

    • @coderjcsoft
      @coderjcsoft Месяц назад

      একদম ফালতু ভিন্ন সুরে গেয়েছে কোক স্টুডিও। খুব বিশ্রী লাগল। এক প্রকার ছড়া বানিয়ে ফেলেছে। সব জ্ঞানই তারা গাইতে পারবে এটা আশাও করা যায় না।
      ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০২৪

    • @zillurnoor
      @zillurnoor 19 дней назад +2

      @@coderjcsoft disagree bro or sis, new kichu asa utich, new generation nazul sangeet bhule gese. so coke studio jeta korse oitao darun. music a kono simana nay. in future. aita heavy metal korleo obak hoar kiso na.

  • @leochoco3983
    @leochoco3983 Год назад +85

    বুলবুলের মৃত্যুতে কাজীদার কষ্টের বহিঃপ্রকাশ ছিল এই গানগুলো। গানগুলো শুনতে গিয়ে কবির কথা ভেবে মনের অজান্তে চোখে পানি চলে এলো।

    • @mizanurrahman3627
      @mizanurrahman3627 Год назад

      Right

    • @sussybaka3521
      @sussybaka3521 9 месяцев назад +1

      এই গান টা বুলবুলের মৃত্যু উপলক্ষে লেখা হয় নি। ঢাকায় কবি যখন বেড়াতে এসেছিলেন তখন যে বাড়িতে ছিলেন সেই বাড়ির বাগানে একটি বুলবুলি পাখি সব সময় দেখতেন। সেটা থেকে অনুপ্রাণিত হয়ে গান টি লেখা।

    • @sussybaka3521
      @sussybaka3521 9 месяцев назад +12

      বুলবুলের মৃত্যু তে লিখেছিলেন, " ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি"।

    • @minakshisaha8701
      @minakshisaha8701 5 дней назад

      ​@@sussybaka3521jokhon osustho chilen onar sontan tokhon lekha

    • @aatiquerehman4130
      @aatiquerehman4130 2 дня назад

      @@sussybaka3521বুলবুলের দাফনের জন্য ৫ টাকা লাগতো।যার জন্য উনি গেলেন এক প্রকাশকের কাছে।টাকার বিনিময়ে ওইখানে বসে বিষম যন্ত্রণা বুকে নিয়ে একটা গান লিখেছিলেন।গানটা কোন টা বলতে পারেন?

  • @mdsharifhossen3139
    @mdsharifhossen3139 Год назад +38

    গানটা এত ভালো লেগেছে ভাষায় বুঝাতে পারবো না,,,ভালোবাসা অবিরাম,,,নজরুলের জন্ম না হলে হয়তো এত মায়াবী গান শুনতে পারতাম না

  • @shuvoshekh6152
    @shuvoshekh6152 2 года назад +97

    এখনকার দিনের lyricist দের পক্ষে সম্বভ না, এতো detailed সুন্দর কথা সাজানো।
    Thats why Legends never die.

    • @mizanurrahman3627
      @mizanurrahman3627 Год назад +1

      Right

    • @nayandas1734
      @nayandas1734 3 дня назад

      💯 সহমত ❤️❤️ এখন যা পারে বানিয়ে দেই নাহলে রিমিক্স করে।

  • @tohfasmom
    @tohfasmom 2 года назад +77

    ধন্যবাদ কোক স্টুডিও নতুন করে জাতীয় কবির নজরুল সংগীত হৃদয়ে ধারণ করানোর জন্য 💓💓💓

  • @ahmedfoysalofficial7320
    @ahmedfoysalofficial7320 10 месяцев назад +39

    আমার বয়স বেশি না এই ধরুন ২৪ এর শেষের দিক।কেনো জানি না নজরুলগীতি আর ক্লাসিক গান গুলো আমায় আকর্ষন করে।আমি সবসময় শুনি মনে প্রশান্ত অনুভব করি।আহা কি সুর কি কথা গানের ❤️

    • @amiramin8314
      @amiramin8314 4 месяца назад

      রুচির উন্নতি হয়েছে তাই...
      ভালো গান ভালো লাগলেই ভালো

    • @monayemhossain9050
      @monayemhossain9050 4 месяца назад

      Old is gold

    • @ShafiqurRahmanPintu
      @ShafiqurRahmanPintu 3 месяца назад

      Thank you

    • @bluemoments866
      @bluemoments866 3 месяца назад

      😂😂😂😂😂😂​@@amiramin8314

    • @SalinaAkter-w2f
      @SalinaAkter-w2f 2 месяца назад

      Ami 12 bochorer

  • @nargisparvin3367
    @nargisparvin3367 Год назад +27

    মানসিক প্রশান্তি❤❤❤❤
    সামনে পরীক্ষা কিন্তু পড়ায় মন বসছে না, অচেনা এক বিষাদে মন ভারাক্রান্ত, অজানা এক হতাশা গ্রাস করেছে। এমন সময় ইউটিউবে এসে এমন একটা সঙ্গীত সামনে এলো মনে এক স্বর্গীয় অনুভূতি অনুভব করছি।
    আর কন্ঠস্বর অসাধারণ.........❤❤❤❤❤❤
    I am from India ❤
    কাঁটাতারের এপার থেকে বিরামহীণ ভালোবাসা এই শিল্পীর জন্য ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @mofazzalmonir1562
      @mofazzalmonir1562 Год назад +2

      এপার ওপার যাই হোক দিন শেষে আমরা বাঙালি 🇧🇩

    • @Islamic-k4b
      @Islamic-k4b Месяц назад

      ভালোবাসা বোন🇧🇩❤️

  • @advjabed
    @advjabed 2 года назад +527

    কোক স্টুডিও সফল।
    আমার মত তরুনদের নজরুলের মাস্টারপিস গুলোতে মনোযোগ দেয়াতে পেরেছে।
    কি অনবদ্য লিরিক্স।♥️

    • @bayezidhtanu2907
      @bayezidhtanu2907 2 года назад +3

      Coke Studio's rendition is messed up to say the least.

    • @themeloman7
      @themeloman7 2 года назад

      That was one of the main purposes.

    • @saifulsharif9598
      @saifulsharif9598 2 года назад +10

      কোক স্টুডিও বরং গান এর মৌলিকতা ধংস করেছে।

    • @adropofsea4241
      @adropofsea4241 2 года назад +2

      @@saifulsharif9598 There is nothing authentic in this world...everything is inspired by their ancestors.
      But you have to know how to steal like a artist.

    • @MizanurShuvraRidwan
      @MizanurShuvraRidwan 2 года назад

      @@saifulsharif9598 কোন মৌলিকতায় এই তরুন প্রজন্ম বোঝে না, এটা হয়ে গেছে এক রিমিক্সের যুগ, কোন কিছুতেই আপনি সহজেই মৌলিক বিষয়বস্তু পাবেন না, না ভাষায়, না কৃষ্টিতে না সংস্কৃতিতে। এই অস্থির মনোভাবের প্রজন্মের এই মৌলিকত্ব পরহারের প্রবণতাকেই পুঁজি করেছে অর্ণব এবং তার গ্রুপ। কিন্তু মজার বিষয় কি জানেন? অর্ণব কিন্তু নিজে ঠিকই বোঝে, শুধু চায় নতুন বাজার পাবার জন্য অন্য কিছু করতে। এতে করে যে বাংলাদেশের মৌলিকতাটাই বিলীন হয়, সেই অপরাধটাই এরা বোঝে না।

  • @junayedarefin623
    @junayedarefin623 2 года назад +242

    what an amazing lyrics .. thanks coke studio for bringing such an old gem to the new generation.

    • @aharnishchowdhury3474
      @aharnishchowdhury3474 2 года назад +7

      এরচেয়ে পুরনো আর ভালো গায়কী শুনতে চাইলে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের, সোহরাব হোসেন বা ফিরোজা বেগমেরটা শুনুন।

    • @tarikbinaminrafa7541
      @tarikbinaminrafa7541 2 года назад +2

      @@aharnishchowdhury3474 k mollick 1928 old recording eta sunen... amra indubala, angur balar nazrul giti.. esob suna bangali

    • @bayezidhtanu2907
      @bayezidhtanu2907 2 года назад +6

      Coke Studio's rendition is messed up to say the least.

    • @aharnishchowdhury3474
      @aharnishchowdhury3474 2 года назад

      @@tarikbinaminrafa7541 ওইটাও শুনেছি অনেক আগেই।

    • @mlbbitachi
      @mlbbitachi 2 года назад

      @@bayezidhtanu2907 yes

  • @tanmoydey7471
    @tanmoydey7471 7 месяцев назад +11

    আহা! কি মাধুর্যপূর্ণ কন্ঠ ❤ অনবদ্য তবলা সংগত 👏👏

  • @rajkumarghosh4766
    @rajkumarghosh4766 9 дней назад +14

    এই জেনারেশন রিলসে ব্যবহার করে গেল কদিন ধরে গানটা। হতভাগা নতুন বাঙালি এখনো জানেনা গানটা যে নজরুলগীতি!!!

    • @Deba_shruti
      @Deba_shruti 6 дней назад +1

      এবং গানের ভেতর কতটা ছেলে হারানোর কষ্ট প্রকাশ পাচ্ছে সেটাও বুঝতে পারছে না
      😢

    • @susmitasarkar4509
      @susmitasarkar4509 6 дней назад +1

      Sotti jantam na ami....😥

    • @rajkumarghosh4766
      @rajkumarghosh4766 6 дней назад

      @@Deba_shruti ঠিক বলেছেন। কী ব্যথা বেদনার অব্যক্ত ক্রন্দন আছে যে,তা কবিই জানেন।

    • @AdhisthatriGoswami
      @AdhisthatriGoswami 5 дней назад +3

      অন্তত এটা ভালো যে অনেক কায়দা করে রিলসের মাধ্যমে পুরনো গান গুলো হারানো জনপ্রিয়তা ফিরে পাচ্ছে। এবার জানবে নিশ্চয়।

    • @patralipatra4806
      @patralipatra4806 4 дня назад

      Oneke bolche eta naki chele haranor jnno lekhen ni​@@Deba_shruti

  • @moinuddin5159
    @moinuddin5159 2 года назад +58

    কি অপূর্ব গায়কি ! সালাউদ্দিন সাহেব কে আমার হৃদয় এর উষ্ন মোবারক বাদ জানাই।
    আল্লাহ তায়ালা ওনাকে সুস্থ রাখুন এই প্রার্থনা।♥️♥️♥️

  • @masudahmed9734
    @masudahmed9734 Год назад +13

    গানের কথা আর গাওয়া মিলিয়ে একটা পরিপূর্ণ গান।
    যেমন গান তেমনি মন কাড়া গায়কী
    ❤❤❤

  • @MD_Jihad4
    @MD_Jihad4 Год назад +475

    কাজি নজরুল ইসলামের সাহিত্যে নোবেল পুরষ্কার পাওয়ার যোগ্যতা ছিল। আমার কথায় কে কে একমত হাত তুলুন

    • @MD_Jihad4
      @MD_Jihad4 Год назад +2

      🤚

    • @sajibhossain1611
      @sajibhossain1611 9 месяцев назад +42

      নজরুলের কাছে নোবেল নগণ্য মাত্র আমি নিজে মনে করি। নজরুর অনন্য❤❤

    • @sarmisthadas401
      @sarmisthadas401 7 месяцев назад +1

      Yes

    • @rsrobin3411
      @rsrobin3411 7 месяцев назад

      দুনিয়ার নোবেল দিয়ে তাকে অপমান করা হত,
      দুনিয়ার নোবেল তার কাছে তুচ্ছ

    • @nativepearl3302
      @nativepearl3302 6 месяцев назад +1

      আপনি সাহিত্যের স বুঝেন না।

  • @istiaqeahamed8400
    @istiaqeahamed8400 2 года назад +12

    আহা। কি অসাধারণ। কোক স্টুডিও থেকে হাজার গুনে ভাল❤️❤️❤️

  • @Nilanjanpriya143
    @Nilanjanpriya143 4 дня назад +1

    বাঙালি হিসাবে জন্ম স্বার্থক, তা নাহলে এতো সুন্দর মন ভালো করা গানের কথা বোঝা হতো না, গানটা শুনে অজান্তেই চোখে জল চলে এলো, এপার বাংলা থেকে অনেক ভালোবাসা, পরবর্তী প্রজন্মের জন্য স্মৃতি রেখে গেলাম কমেন্ট স্বরূপ 😊

  • @batenbhai61
    @batenbhai61 7 месяцев назад +9

    এমন গান,,,, শরীরে কাপন তুলে দেয়। নজরুল আমার প্রাণের কবি।

  • @alifhasan.
    @alifhasan. 2 года назад +11

    কোক স্টুডিও আশা করি এভাবেই আমাদের প্রকৃত সংস্কৃতি ও প্রাণের গানগুলোকে নতুন জেনারেশনের হৃদয়ে ছড়িয়ে দিতে থাকবে।
    তখন আমরা আবার পারবো অতীতের সেই আভিজাত্যপূর্ণ বাঙালি হয়ে উঠতে। এই গানগুলো শোনাটাও যথেষ্ট উন্নত মানসিকতার পরিচয়। নতুন প্রজন্মের তদ্রা সত‍্যি একদিন ভাঙবে। তখন আর "বাবু খাইসোর" মতো গানগুলো ভাইরাল হবে না। আমরা ফিরে পাবো পুরনো বাঙালিয়ানা আর একঢালি গৌরবময় ঐতিহ‍্য। ❤❤❤❤

  • @sugahcandy11
    @sugahcandy11 3 дня назад +1

    Insta reel, coke studio, tar pore ei gaan... choker jol jeno thamche na... gaan ta shune kichukkhon hoye geche tao... etodine bujhechi keno Kaji keno manusher eto prio... shotti dhonno holam ❤ shilpi der oshesh kurnish ✨️

  • @koushikmalik9130
    @koushikmalik9130 5 дней назад +1

    🙏🏻🙏🏻🙏🏻মুগ্ধ হলাম...অনেক ভালোবাসা ও শ্রদ্ধা কবি .কণ্ঠ শিল্পী কে...ভীষণ সুন্দর.
    .🙏🏻🙏🏻🙏🏻কবি নজরুল ইসলাম আমাদের হৃদয়ে চির স্মরণীয় হয়ে থাকবেন...

  • @shakirzone6106
    @shakirzone6106 2 года назад +35

    কোক স্টুডিও হয়তো নতুন জেনারেশন কে নজরুলের গান শোনানোর আগ্রহ করে তুলছে।কিন্তু নজরুলের গান যতোই না বাদ্যযন্ত্রের ঝংকারে রিমেক করুক।আসল মাস্টারপিসকে কেউ ভোলাতে পারবে না।অন্তত যারা নজরুলের গান শুনে বড় হয়েছে।তাদের তো কখনোই না।
    নজরুলের সবই মাস্টার পিস।

  • @tohaentertainment
    @tohaentertainment Год назад +7

    কি অসাধারণ কথার মেলবন্ধনের সাথে সুরেলা কন্ঠের খেলা....

  • @dubby143
    @dubby143 4 дня назад +4

    গান শোনা অনেক কমিয়ে দিয়েছিলাম সম্প্রতি। রিল এ বুলবুলি শুনে সার্চ করে এইটা পেয়ে গেলাম। ব্যাস আজ এক মাস কাজী সাহেব কে নিয়েই ডুবে আছি। অনেক কথা মনে পড়ছে, বিশেষ করে মা এর প্রিয় অনেক গান আবার শুনছি। শিল্পী কে আমার প্রণাম। ত্রিপুরা থেকে অনেক ভালবাসা রইল।❤

  • @MrChiranjoy
    @MrChiranjoy 6 дней назад +2

    Lyricist(বিদ্রোহী কবি )ও singer কে মনের অন্তর থেকে প্রণাম 🙏

  • @ADITYAPAL-b2m
    @ADITYAPAL-b2m 3 дня назад +1

    আজ ২৭ টা বছর পার করলাম জীবনের ।
    হারিয়েছি অনেক কিছু , পেয়েছি অনেক কম ।জানিনা আর কত গুলো দিন বাকি আছে জীবনের ,, ....মিস করছি জীবনের সেই সুন্দর দিন গুলো যখন এই গান গুলোর সাথে প্রথম আলাপ হয় ।প্রথম কবি নজরুল ইসলাম এর জীবনী ও কবিতায় হারাই ,যখন রবীন্দ্রনাথের কবিতায় গানে হারাই । আর জীবনের প্রথম প্রেম এর কথা মনে পড়ে আর সেই শীত যখন জীবনের প্রথম স্কুলে পড়া বন্ধুদের হারানোর পথে এগিয়ে ছিলাম...........

  • @bhaskarray2717
    @bhaskarray2717 2 года назад +6

    প্রণাম সালাউদ্দিন সাহেবকে, বারবার শুনতে ইচ্ছে করে।

  • @ZuberalMamun
    @ZuberalMamun 9 месяцев назад +1

    তনু মন নিশ্চেতন করা অপার গায়কী! শিল্প ও শিল্পী কতো সুন্দর হতে পারে!!
    অতল শ্রদ্ধা 🙏

  • @mdeamin2162
    @mdeamin2162 2 года назад +14

    নজরুল দাদুর লোখার সাথে, আপনার গাওয়ার ১০০ ভাগ মিল খুঁজে পেলাম।
    কাকু আপনাকে অনুকরন করে কোক স্টুডিও গান টা জন্ম নিয়েছে❤️❤️

  • @Ahnaful_Islam
    @Ahnaful_Islam 2 года назад +5

    গানের লিরিক গুলো শুনলেই অভাক লাগে তাদের জ্ঞ্যান কেমন ছিলো। জাস্ট অসাধারণ 🖤🖤

  • @dewanrabbehasan9036
    @dewanrabbehasan9036 10 дней назад +1

    Mr. Salauddin got the Nazrul's vibe so perfectly. ❤

  • @motinuddins
    @motinuddins 2 года назад +19

    বেশ কটা ভার্সন শুনলাম মানবেন্দ্র সহ। এটাই সবচেয়ে ভালো লাগলো 🙏

  • @rakibulhaque9499
    @rakibulhaque9499 2 года назад +39

    অামি ভীষণ গর্বিত অাপনাকে নিজের সংগীত গুরু হিসেবে পেয়েছিলাম। 🙂

  • @sobnomsultana6436
    @sobnomsultana6436 4 месяца назад

    স্কুলে ঠিক এই শ্রদ্ধেয় শিল্পীর মতো করে গেয়েছিলাম। অনেক দিন পর এই অপূর্ব কন্ঠ শুনলাম - অনেক অনেক ভালোবাসা 💚।

  • @udaithakur2536
    @udaithakur2536 Год назад +16

    অভিজাত বনেদি কন্ঠস্বর। অসাধারণ গেয়েছেন। Total nostalgia....

  • @MstMitukhatun-cc7sb
    @MstMitukhatun-cc7sb 6 месяцев назад +8

    কত গুনধর কবি ছিলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম,,
    তিনি যেন ওপারে ভালো থাকে,,
    তাকে মন থেকে জানায় অনেক শ্রদ্ধা আর ভালোবাসা ♥️♥️♥️

  • @Ananya8418
    @Ananya8418 7 дней назад

    এমন কন্ঠ এখনকার যুগে পাওয়া যায় না কেন?!
    আশ্চর্য!

  • @nooooooorr
    @nooooooorr 5 дней назад +2

    প্রাণের কবি কে এপার বাংলা থেকে অনেক ভালোবাসা ❤❤❤

  • @Is12ghb
    @Is12ghb 2 года назад +3

    আমাকে ফোঁটায় ফুলের মতো করে এই অমর সৃষ্টি , প্রণাম কবি তোমার দর্শন যেনো চির প্রেমিকের।

  • @gourangpadaroy9365
    @gourangpadaroy9365 10 месяцев назад

    গানের পটভূমির সাথে শিল্পীর গানটিতে সম্পূর্ণ মিল পাওয়া যায়। অভিনন্দন প্রিয় শিল্পীকে। ❤

  • @indranikaran4282
    @indranikaran4282 2 месяца назад

    কবি নজরুল ইসলাম আপনাকে সত্যিই অনেক ধন্যবাদ আমাদের এই সব গান উপহার হিসেবে দেওয়ার জন্য 🙏🙏🙏🙏

  • @Suchanasikder-sj9df
    @Suchanasikder-sj9df 5 месяцев назад +61

    অসাধারণ গান🖤
    স্মৃতি রেখে গেলাম। কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আবার শুনতে আসবো 😊

    • @IbrahimKhan-pm9iu
      @IbrahimKhan-pm9iu 5 месяцев назад +1

      আবার গান টা শুনে যান

    • @zeenatkhan7254
      @zeenatkhan7254 4 месяца назад +1

      Dilam. Sunechen abar? Oshadharon singer. Hats off. ❤

    • @bakchiripan8452
      @bakchiripan8452 5 часов назад

      Amar priyo akta gan....thank you

  • @namisulkhiam7787
    @namisulkhiam7787 2 года назад +798

    coke studio বাংলার BULBILI গান শোনার পরে কে কে এসেছেন 🥰??

    • @xarvyunit3774
      @xarvyunit3774 2 года назад +3

      Ami

    • @advjabed
      @advjabed 2 года назад +3

      Ami

    • @aharnishchowdhury3474
      @aharnishchowdhury3474 2 года назад +9

      এইটার চেয়ে সোহরাব হোসেন আর মানবেন্দ্র মুখোপাধ্যায় অনেক অনেক ভালো গেয়েছেন।

    • @Murad007ctg
      @Murad007ctg 2 года назад +1

      Me

    • @aktarhossain8125
      @aktarhossain8125 2 года назад +5

      ফিরোজা বেগমের কণ্ঠে শুনে দেখুন

  • @digitaldairybyneel5733
    @digitaldairybyneel5733 2 года назад +14

    কি সুন্দর গায়কী!!! আর কি সুন্দর গানের কথা 💜💜💜বাহ্!

  • @SubhrajitroadtoJEE
    @SubhrajitroadtoJEE 6 дней назад +2

    জানিনা সবাই coke studio এর গানটাকে এতো ভালো বলছে কেনো। তারা শুধু বর্তমান যুগের auto tune বোঝে। আসল গান তো এটা। দারুণ।

  • @onThecreativeQatar
    @onThecreativeQatar 7 месяцев назад

    এই নজরুল সঙ্গীতটি শুনলে মনে প্রতিটা লিরিক্স গেঁথে যায়।❤❤

  • @md.nayeemAkand007
    @md.nayeemAkand007 2 месяца назад +1

    Sei choto bela theke BTV te shunteci apnar konthe..... Ki modhur kontho❤❤❤

  • @bountyhunter_BDPaku
    @bountyhunter_BDPaku 2 года назад +9

    It's true that It's coke studio who brought this song to attention to this generation, but you salauddin sir, your this song is in another level, just mesmerising. May allah bless you!

  • @Ontorkundu
    @Ontorkundu 4 дня назад +2

    লজ্জা হচ্ছে এমন গান আগে শুনি নাই আহা কি সুর ❤️❤️

  • @sharminvlog8
    @sharminvlog8 2 года назад +50

    কোক স্টুডিওর চাইতে এই গানটি অনেক বেশি সুন্দর। গানটি মূলত দুঃখের। মানবেন্দ্র মুখ্যোপাধ্যায় এর গায়কি টা দ্রুত, বিষণ্ণ, কোক স্টুডিওর টা পার্টি সং এর মত হ্যাপি, সালাউদ্দিন আহমেদের এই গায়কী টা পরিমিত বিষণ্ণ, কিন্ত গায়কীতে, সুরের তালে, শিল্পীর গলায় সবচেয়ে পারফেক্ট।

    • @shimulbepari1424
      @shimulbepari1424 2 года назад +4

      আপি এই গানটি মুলত দুঃখের না, গানটি নজরুল রচনা করেছিলেন খুশিতে, কারন তার প্রথম ছেলে হয়েছিল এবং তার নাম রাখা হয়েছিল বুলবুল, এই জন্য তার ছেলেকে উতস্বর্গ করেছিলেন ❤️

    • @madrisheekarmakar2822
      @madrisheekarmakar2822 Год назад

      ​@@shimulbepari1424 exactly

    • @arifulislamarif6566
      @arifulislamarif6566 4 месяца назад

      সোহরাব হোসেন সাহেবের টা শুনবেন।

  • @jibonkrishno2242
    @jibonkrishno2242 Год назад +2

    এতদিনে কাজীদার বুলবুল এর স্মরণে,, এই বিখ্যাত গানটি শুনলাম❤

  • @mofasseltaharirofi8571
    @mofasseltaharirofi8571 2 года назад +31

    আহ!
    মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছি।এই এক নজরুল কেয়ামতের আগে আর আসবে না।ঋতুরাজের গান আগেও শুনেছি ক্লোজআপ ওয়ানে।কিন্তু এই গানটি সবকিছুকে ছাড়িয়ে গেছে।

    • @thehiddentruth9160
      @thehiddentruth9160 2 года назад +2

      এবার যে গলায় নজরুল কে ধারন করেছে 🥰 অনবদ্য তো হবেই। কাজী নজরুল ইসলাম মানেই মনোহর ❤️

  • @madhobmondol1219
    @madhobmondol1219 2 дня назад

    বাগিচায় বুলবুলি তুই ফুলশাখাতে
    দিসনে আজি দোল ।
    আজো তার ফুলকলিদের ঘুম টুটেনি
    তন্দ্রাতে বিলোল ।।
    আজো হায় রিক্ত শাখায় উত্তরী বায়
    ঝুরছে নিশিদিন
    আসেনি দখনে হাওয়া গজল গাওয়া
    মৌমাছি বিভোল ।।
    কবে সে ফুল-কুমারী ঘোমটা চিরি
    আসবে বাহিরে ,
    শিশিরের স্পর্শসুখে ভাঙবে রে ঘুম
    রাঙবে রে কপোল ।।
    ফাগুনের মুকুল - জাগা দুকুল ভাঙ্গা
    আসবে ফুলের বান ,
    কুড়িদের ওষ্ঠপুটে লুটবে হাসি ,
    ফুটবে গালে টোল ।।
    কবি তুই গন্ধে ভুলে ডুবলি জ্বলে
    কুল পেলিনে আর
    ফুলে তোর বুক ভরেছিস আজকে জলে
    ভরবে আখির কোল ।।

  • @EleeChakma
    @EleeChakma 5 месяцев назад

    আমার প্রিয় নজরুল গীতি। এই শিল্পীকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম।

  • @L-onetv3670
    @L-onetv3670 7 месяцев назад

    কবিকে কি ভাষায় অভিনন্দন জানাবো আমার সে পরিভাষা জানা নেই। ভাল থাকুক পরপারে, কবিকে যেন মহান সৃষ্টিকর্তা অনেক অনেক ভাল রাখেন।

  • @MrAkash...
    @MrAkash... 7 месяцев назад

    এত দারুন এই গানটাতে এক মিলিয়ন ভিউ হয়নি। আমরা বাঙালিরা সত্যি খুবই অকৃতজ্ঞ জাতি। শ্রদ্ধা রইল শিল্পীর প্রতি

    • @ohidulislam3696
      @ohidulislam3696 6 месяцев назад +2

      কোক স্টুডিওর গানটিতে ২৭ মিলিয়ন। সে হিসেবে এখানে ৫৪ মিলিয়ন হওয়া উচিত ছিল।

    • @ShafiqulIslam-zf8hl
      @ShafiqulIslam-zf8hl Месяц назад

      ভাই যারা প্রকৃত শিল্পী তাঁরা ভিউ এর আশা করেনা।​@@ohidulislam3696

  • @Kisuna-m7v
    @Kisuna-m7v 9 месяцев назад +2

    বাংলা সাহিত্যের লক্ষ্য কোটি বছরের ইসলামের মতো প্রতিভা পাওয়া যাবে কি না আমার ভয় হয়, ৪৩ বছরে যা দিয়ে গেছে বাঙালি এই ঋণ কোনদিন শোধ করতে পারবে না।😢

  • @shakhawathossenshawon6968
    @shakhawathossenshawon6968 2 года назад +20

    কোক স্টুডিওতে শোনার পর এখানে এলাম।
    ধন্যবাদ কোক স্টুডিও ও প্রিয় অর্নব ❤️

    • @aktarhossain8125
      @aktarhossain8125 2 года назад

      ফিরোজা বেগমের কণ্ঠে শুনে দেখুন

    • @saifulsharif9598
      @saifulsharif9598 2 года назад

      কোক স্টুডিও বরং গান এর মৌলিকতা ধংস করেছে।

  • @mdalamin6459
    @mdalamin6459 6 месяцев назад +10

    ১৭ বছর ছেলে হয়েও এই যুগে, নজরুল রবিন্দ্রে আটকে যাই৷ বড় আমিল তোমাদের সাথে আমার 😅

    • @mdalamin6459
      @mdalamin6459 Месяц назад

      এত্তো ভালোলাগে ক্যান ❤

    • @ShafiqulIslam-zf8hl
      @ShafiqulIslam-zf8hl Месяц назад

      ভালোবাসা রইলো।

  • @s_prottasha
    @s_prottasha 7 месяцев назад

    স্যার আপনাকে খুব মিস করছি। ছোটো থাকতে যখন গান শিখছি আপনার কাছে তারপর কোথায় যে হারিয়ে গেলেন আর খুঁজে পেলাম না।

  • @parvinakter1292
    @parvinakter1292 4 месяца назад

    অসম্ভব ভালো লাগায় মনটা ভরে গেল। মুগ্ধ হয়ে শুধু শুনছি । স্যার🙏🙏শুভকামনা।

  • @RaihanulHoque-sw4ys
    @RaihanulHoque-sw4ys 2 месяца назад

    ভাই সালাউদ্দিন অনেক দিন পর গানটা আপনার গলায় শুনে খুবই আনন্দ ভোগ করছি। সেই আমতলা আর বাংলা দেশ আমূল পরিবর্তন। ভালো থাকবেন

  • @jahidchowdhury9874
    @jahidchowdhury9874 2 года назад +10

    নজরুল বলতে আমি পাগল, নজরুলের প্রচন্ড ভক্ত, ধন্যবাদ কোক স্টুডিওকে,নজরুলের আরো গান তুলে আনবে আশা করি

    • @bishwajitroyrudro9436
      @bishwajitroyrudro9436 Год назад

      অনুরোধ করি কোক স্টুডিও এর কাছে নজরুলের গান গুলোকে যেন না পঁচায়

  • @ImranKhan-wf2ro
    @ImranKhan-wf2ro 2 месяца назад

    Aa aa aa ki kantha Jaan mon shanto hoye gelo.god bless you.s.karim w.b.

  • @jesuismilliardaire43
    @jesuismilliardaire43 2 дня назад +1

    Coke studio gaan tar jhoghonno version bar koreceh. Oder sahosh holo ki kore original gaan gulo ke niye nongrami korar. Aha ki shundor gailen❤

  • @dr.kaliminutrimedicineusg1272
    @dr.kaliminutrimedicineusg1272 5 месяцев назад

    অসাধারণ প্রতিভাবান ছিলেন কজি নজরুল জি....আর শিল্পী যেন মধুমাখা কন্ঠ ❤

  • @uttamdas2336
    @uttamdas2336 Год назад +2

    এ-ই গান টা শুন লেই আমার বাবার কথা মনে পরে বাবা এ-ই গান টা অসাধারণ গায়ে তেন ❤️

  • @baratalafasy2863
    @baratalafasy2863 9 месяцев назад

    অনেক কষ্ট যে আমরা এই কবিকে দেখিনি সত্যিই তিনি ছিলেন অসাধারণ।

  • @soumenpal3078
    @soumenpal3078 5 дней назад +1

    Osadharon. Ager jug onek bhalo chilo ei sob gan thekei bojha jaee......😮😮😮😮😮

  • @habibullaawolad8357
    @habibullaawolad8357 2 года назад +14

    লিজেন্ড, আমাদের জাতীয় কবি
    ভালোবাসা রইলো প্রিয় কবি অপারে ভালো থাকবেন🙏

  • @NaSaJa730
    @NaSaJa730 2 года назад +13

    আর এই আমি কোক স্টুডিও শুনে রিতু রাজের কণ্ঠকে মারাত্মক ভাবসিলাম। রিতু রাজের গলাও অনেক ভাল, কিন্তু সালাউদ্দিন সাহেবের তুলনায়...

    • @importantissue90
      @importantissue90 Год назад

      Ritu Raj is good on his way ...but mr salauddin sung outstanding

  • @sahebbera793
    @sahebbera793 3 дня назад

    বা বা বা খুব সুন্দর 👌🤩😍❤️ সত্যিই অসাধারণ ☺️

  • @emonmridha8686
    @emonmridha8686 2 года назад +29

    Finally Cook studio found this legandary song❤️

  • @ashimghosh9349
    @ashimghosh9349 6 месяцев назад

    এক কথায় অসাধারণ। এখন আর এসব গান পাওয়া মুশকিল।

  • @silentknowledge8986
    @silentknowledge8986 2 года назад +14

    The pain of separation. That is why the melody of great pain was played in the voice of the poet. From age to age this song will give people a melody of pain. The poet forbids Bulbuli to swing in the flower bud.
    Nazmus Sakib (JUST,Department of English)

    • @sakibhasan3720
      @sakibhasan3720 2 года назад

      ব্যথার রাজ্যে হারানোর তীব্র আক্ষেপ ছিলো বিদ্রোহী কবির কন্ঠে,তা প্রকাশ করেছে এই গান লিখে।ধন্যবাদ ভাই আপনার চমৎকার বিশ্লেষণের কারনে।

    • @sadi966_2
      @sadi966_2 Год назад

      The name Bulbuli is Najruls on of son name. Died from disease without proper treatment cs Our Poet was poor. He wrote this song after losing his son. very pathetic.

  • @MdRasel-ed6es
    @MdRasel-ed6es Год назад +1

    আহা কি কন্ঠ ভালোবাসা অবিরাম 🥰🥰🥰

  • @avishekkaranjai4778
    @avishekkaranjai4778 11 месяцев назад +1

    সত্যি বলতে নিজের উপর রাগ হচ্ছে। অনুপ ঘোসাল, অনুপ জালোটা, এর হেবি ওয়েটর মধ্যে হারিয়ে গেছিলাম। মনে হচ্ছে নতুন আর একজন কে খুঁজে পেয়েছি। তার সুরেও হারিয়ে যাবো। 🙏🙏🙏🙏

  • @laxmisarker1043
    @laxmisarker1043 2 года назад +2

    ওয়াও,,,,ভীষণ ভীষণ ভীষণ সুন্দর,,,, মন ভরে গেল,,,,

  • @raditareba7642
    @raditareba7642 4 месяца назад

    ফিরোজা বেগমের পর এই শিল্পির কন্ঠে গানটা মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম।

  • @AtikRahaman-j8p
    @AtikRahaman-j8p Год назад +3

    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন বহু কেন্দ্রীক প্রতিভার অধিকারী
    সত্যিই তার লেখা অসাধারণ
    তার এই শব্দ চয়ন আয়ত্ত করতে বড় বড় ডিগ্রি লাগেনি এ ভেবেই অবাক
    আল্লাহ্ আপনার সহায় হোন
    আর গায়কী অসাধারণ ❤️❤️

  • @aleyaashrafi4168
    @aleyaashrafi4168 4 месяца назад

    ২০২৪সালে আজ হঠাৎ মনটা খারাপ ছোটবেলায় রেডিওতে শুনেছিলাম গানটি ইউটিউবে সার্চ দিলাম গানটি চলে এলো খুব ভালো লাগলো শুনে অতীতে হারিয়ে গিয়েছিলাম

  • @TuhinChakraborty-b1d
    @TuhinChakraborty-b1d 5 месяцев назад +1

    হে খোদা, কী সৃষ্টি!!!❤

  • @nkbaral4556
    @nkbaral4556 Год назад

    Sohoj sorol bhabey gaileo hridoy chunyee galo
    Gaan tir proti sompurno subichar korlen
    Sohoj bhabey gaoao khub kothin
    From
    Mumbai

  • @abdultahid404
    @abdultahid404 4 месяца назад

    বিটিভিতে দেওয়া হতো, খুবএকটা শুনতাম না,বিরক্ত লাগতো, তখন তেমন একটা গানের কথা বোঝতাম না, কিন্তু এখন মনে হয় কি অসাধারণ কথা, গান,শুর, কতো মাদুরজো,

  • @zakiasultanaofficial8623
    @zakiasultanaofficial8623 2 года назад +44

    অসাধারণ ❤️❤️।।
    ২০২২ সালে কে কে এই গান টি শুনেছেন?

    • @kazichoton5406
      @kazichoton5406 2 года назад +1

      এখন শুনলাম মুগ্ধ হয়ে গেলাম,৷

    • @shahibali966
      @shahibali966 Год назад

      এখন শুনলাম, অসাধারণ

    • @dalisett9460
      @dalisett9460 8 месяцев назад

      আমি শুনেছি

  • @romance2711
    @romance2711 Год назад +1

    কত সুন্দর লিরিক...মন জুড়িয়ে যায়

  • @khanbauify
    @khanbauify 7 месяцев назад +2

    আদরের ছেলের (বুলবুল) মৃত্যুর পর তার দাফনের টাকা জোগাড় করতে গিয়ে কবি এ গান লিখতে বাধ্য হন। বিষয়টা কতটা কষ্টকর তা আমি অনুভব করার চেষ্টা করতে পারি, বোঝা সম্ভব নয়। গানটা অর্থ বুঝে শুনলেই বুঝতে পারবেন কত কষ্ট রয়েছে প্রতিটি শব্দে।
    কোক স্টুডিও নেচে গেয়ে রিমিক্স করে গানটির প্রকৃত সৌন্দর্য নষ্ট করেছে।
    নিজের সংস্কৃতি আমরা কিভাবে আমরা অপসংস্কৃতির দিকে নিচ্ছি: কোক স্টুডিওর গানটা দেখে আমার তাই মনে হলো।
    যে গান চোখের পানি ঝড়ায়, সে গানে একজন শিল্পী যদি হাসে আর নাচে তাহলো বুঝতে হবে সে গানের অর্থই বুঝে না।😢😢

  • @swapanpanja6239
    @swapanpanja6239 Год назад

    Ganer kotha to asadharon ar ato sundor poribesona gantike aro asadharon kore tuleche

  • @soundseven3279
    @soundseven3279 2 года назад +13

    জাতীয় কবির অনন্য রচনা।
    সিগনেচার গায়কী।

  • @SaidurRahman-ps7op
    @SaidurRahman-ps7op Год назад +1

    অসাধারণ মনোমুগ্ধকর কন্ঠে খেয়েছ, রিয়েলি আমি অভিভূত,

  • @vaivai4645
    @vaivai4645 2 года назад +1

    Coke Studio te sune ai khane sunte aseche.....Oitai amr kache Valo legece karon Ami Young Genaretion aita mante Hobe...

  • @Delix403
    @Delix403 3 месяца назад +1

    অসাধাৱন কাজী। অনেক অন্তৱনিহীত ৰিশ্লেষন

  • @ImranKhan-wf2ro
    @ImranKhan-wf2ro Месяц назад

    Salauddin sb nazruler gaaner moddhe diazaa bojhate chayechen setai uni prokash korte perechen.i salute ss.sb.ke s.karim.w.b.

  • @musharrofshuhan6437
    @musharrofshuhan6437 6 месяцев назад

    কত প্রজ্ঞাবান ছিলেন আমাদের নজরুল,, অথচ জীবন থাকতে সেই।মূল্য পাননি,,

  • @thestatueofakaktarua3370
    @thestatueofakaktarua3370 2 года назад +2

    ধন্যবাদ কোক স্টিডিও এমন অমর সৃষ্টির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য!

  • @sandipanbiswas2435
    @sandipanbiswas2435 16 дней назад +1

    কোক স্টুডিও থেকে হাজার গুনে ভাল। ❤❤

  • @AlmasAli-he1zt
    @AlmasAli-he1zt 2 года назад +1

    আহা দেহ-মন শীতল হয়ে গেলো।।

  • @DUSTTUAVI
    @DUSTTUAVI Год назад +1

    Darun ❤❤❤❤❤...west bengal.

  • @অর্নিসোনামণি
    @অর্নিসোনামণি 7 месяцев назад

    এই গানের ব্যাথার ভার সবাই কি সইতে পারে❤️❤️