দয়াময় পরম দয়ালু আল্লাহ'র নামে শুরু করছি। সমস্ত প্রসংশা আল্লাহর জন্য জিনি সৃষ্টি কুলের রব। সালামুন আলাইকুম। আপনাদের প্রতি আল্লাহর বিষেশ দয়া ও অনুগ্রহ বর্শিত হক। 31:14 وَ وَصَّیۡنَا الۡاِنۡسَانَ بِوَالِدَیۡہِ ۚ حَمَلَتۡہُ اُمُّہٗ وَہۡنًا عَلٰی وَہۡنٍ وَّ فِصٰلُہٗ فِیۡ عَامَیۡنِ اَنِ اشۡکُرۡ لِیۡ وَ لِوَالِدَیۡکَ ؕ اِلَیَّ الۡمَصِیۡرُ ﴿۱۴﴾ আর আমি মানুষকে তার মাতাপিতার ব্যাপারে (সদাচরণের) নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্ভে ধারণ করে। আর তার দুধ ছাড়ানো হয় দু’বছরে; সুতরাং আমার ও তোমার পিতা-মাতার শুকরিয়া আদায় কর। প্রত্যাবর্তন তো আমার কাছেই। 46:15 وَ وَصَّیۡنَا الۡاِنۡسَانَ بِوَالِدَیۡہِ اِحۡسٰنًا ؕ حَمَلَتۡہُ اُمُّہٗ کُرۡہًا وَّ وَضَعَتۡہُ کُرۡہًا ؕ وَ حَمۡلُہٗ وَ فِصٰلُہٗ ثَلٰثُوۡنَ شَہۡرًا ؕ حَتّٰۤی اِذَا بَلَغَ اَشُدَّہٗ وَ بَلَغَ اَرۡبَعِیۡنَ سَنَۃً ۙ قَالَ رَبِّ اَوۡزِعۡنِیۡۤ اَنۡ اَشۡکُرَ نِعۡمَتَکَ الَّتِیۡۤ اَنۡعَمۡتَ عَلَیَّ وَ عَلٰی وَالِدَیَّ وَ اَنۡ اَعۡمَلَ صَالِحًا تَرۡضٰہُ وَ اَصۡلِحۡ لِیۡ فِیۡ ذُرِّیَّتِیۡ ۚؕ اِنِّیۡ تُبۡتُ اِلَیۡکَ وَ اِنِّیۡ مِنَ الۡمُسۡلِمِیۡنَ ﴿۱۵﴾ আর আমি মানুষকে তার মাতা-পিতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি। তার মা তাকে অতিকষ্টে গর্ভে ধারণ করেছে এবং অতি কষ্টে তাকে প্রসব করেছে। তার গর্ভধারণ ও দুধপান ছাড়ানোর সময় লাগে ত্রিশ মাস। অবশেষে যখন সে তার শক্তির পূর্ণতায় পৌঁছে এবং চল্লিশ বছরে উপনীত হয়, তখন সে বলে, ‘হে আমার রব, আমাকে সামর্থ্য দাও, তুমি আমার উপর ও আমার মাতা-পিতার উপর যে নিআমত দান করেছ, তোমার সে নিআমতের যেন আমি শোকর আদায় করতে পারি এবং আমি যেন সৎকর্ম করতে পারি, যা তুমি পছন্দ কর। আর আমার জন্য তুমি আমার বংশধরদের মধ্যে সংশোধন করে দাও। নিশ্চয় আমি তোমার কাছে তাওবা করলাম এবং নিশ্চয় আমি মুসলিমদের অন্তর্ভুক্ত’। 9:23 یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَتَّخِذُوۡۤا اٰبَآءَکُمۡ وَ اِخۡوَانَکُمۡ اَوۡلِیَآءَ اِنِ اسۡتَحَبُّوا الۡکُفۡرَ عَلَی الۡاِیۡمَانِ ؕ وَ مَنۡ یَّتَوَلَّہُمۡ مِّنۡکُمۡ فَاُولٰٓئِکَ ہُمُ الظّٰلِمُوۡنَ ﴿۲۳﴾ হে ঈমানদারগণ, তোমরা নিজদের পিতা ও ভাইদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, যদি তারা ঈমান অপেক্ষা কুফরীকে প্রিয় মনে করে। তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তারাই যালিম। 9:24 قُلۡ اِنۡ کَانَ اٰبَآؤُکُمۡ وَ اَبۡنَآؤُکُمۡ وَ اِخۡوَانُکُمۡ وَ اَزۡوَاجُکُمۡ وَ عَشِیۡرَتُکُمۡ وَ اَمۡوَالُۨ اقۡتَرَفۡتُمُوۡہَا وَ تِجَارَۃٌ تَخۡشَوۡنَ کَسَادَہَا وَ مَسٰکِنُ تَرۡضَوۡنَہَاۤ اَحَبَّ اِلَیۡکُمۡ مِّنَ اللّٰہِ وَ رَسُوۡلِہٖ وَ جِہَادٍ فِیۡ سَبِیۡلِہٖ فَتَرَبَّصُوۡا حَتّٰی یَاۡتِیَ اللّٰہُ بِاَمۡرِہٖ ؕ وَ اللّٰہُ لَا یَہۡدِی الۡقَوۡمَ الۡفٰسِقِیۡنَ ﴿٪۲۴﴾ বল, ‘তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের গোত্র, তোমাদের সে সম্পদ যা তোমরা অর্জন করেছ, আর সে ব্যবসা যার মন্দা হওয়ার আশঙ্কা তোমরা করছ এবং সে বাসস্থান, যা তোমরা পছন্দ করছ, যদি তোমাদের কাছে অধিক প্রিয় হয় আল্লাহ, তাঁর রাসূল ও তাঁর পথে জিহাদ করার চেয়ে, তবে তোমরা অপেক্ষা কর আল্লাহ তাঁর নির্দেশ নিয়ে আসা পর্যন্ত’। আর আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হিদায়াত করেন না। আসুন আমরা সবাই অর্থ সহ কোর আন বুঝে পরি
@Don't Mind Plz নবীজি গত হওয়ার পর ২৫০ বছর পর হাদিস সংকলিত হয়েছে। তো হাদিস ছাড়া এই ২৫০ বছর মুসলমানরা নামাজ পড়েছে কিভাবে?? নাকি হাদিস ছিলোনা বিধায় এই ২৫০ বছর কেউ নামাজ পড়েনি?? 🤔 চিন্তা করেন, উত্তর নিজেই পেয়ে যাবে। 🙂
যারা একটূ বুঝে কোরআন পড়ে, একমাত্র তারাই সজল সাহেবের বক্তব্যের সত্যতা উপলক্ষ করতে পারবেন। ধর্মের আলো আমাদের নিকট পোঁছে দেওয়ার জন্য আল্লাহর নিকট তাঁর কল্যাণ ও শান্তি কামনা করি।
এটা যৌতিক - এই মানতে যৌতিক হতে হবে ০৩ টি আয়াত দিলাম এক সাহাবীদের মত ঈমান দুই মুহাজির ও আনসারদের মধ্যে যারা প্রথম অগ্রগামী তাদেরকে অনুসরণ তিন আল্লাহ ও তার রসূলের প্রতি অস্বীকৃতি জ্ঞাপনকারী প্রসঙ্গে ১. সূরা নিসা ৪:-১৫০, ১৫১ إِنَّ الَّذِينَ يَكْفُرُونَ بِاللّهِ وَرُسُلِهِ وَيُرِيدُونَ أَن يُفَرِّقُواْ بَيْنَ اللّهِ وَرُسُلِهِ وَيقُولُونَ نُؤْمِنُ بِبَعْضٍ وَنَكْفُرُ بِبَعْضٍ وَيُرِيدُونَ أَن يَتَّخِذُواْ بَيْنَ ذَلِكَ سَبِيلاً أُوْلَـئِكَ هُمُ الْكَافِرُونَ حَقًّا وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ عَذَابًا مُّهِينًا অর্থঃ যারা আল্লাহ ও তার রসূলের প্রতি অস্বীকৃতি জ্ঞাপনকারী তদুপরি আল্লাহ ও রসূলের প্রতি বিশ্বাসে তারতম্য করতে চায় আর বলে যে, আমরা কতককে বিশ্বাস করি কিন্তু কতককে প্রত্যাখ্যান করি এবং এরই মধ্যবর্তী কোন পথ অবলম্বন করতে চায়। প্রকৃতপক্ষে এরাই সত্য প্রত্যাখ্যাকারী। আর যারা সত্য প্রত্যাখ্যানকারী তাদের জন্য তৈরী করে রেখেছি অপমানজনক আযাব। সাহাবীদের নিয়ে কটাক্ষ্য করছেন - অথচ আল্লাহ্ কোরআনে সাহাবীদের মত ঈমান আনতে বলেছেন - ২:১৩৭ فَاِنۡ اٰمَنُوۡا بِمِثۡلِ مَاۤ اٰمَنۡتُمۡ بِهٖ فَقَدِ اهۡتَدَوۡا ۚ وَ اِنۡ تَوَلَّوۡا فَاِنَّمَا هُمۡ فِیۡ شِقَاقٍ ۚ فَسَیَكۡفِیۡكَهُمُ اللّٰهُ ۚ وَ هُوَ السَّمِیۡعُ الۡعَلِیۡمُ ﴿۱۳۷﴾ؕ ১৩৭. অতঃপর তোমরা যেরূপ ঈমান এনেছ তারাও যদি সেরূপ ঈমান আনে, তবে নিশ্চয় তারা হেদায়াত পাবে। আর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে তারা বিরোধিতায় লিপ্ত সুতরাং তাদের বিপক্ষে আপনার জন্য আল্লাহই যথেষ্ট। আর তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। ৯:১০০ وَ السّٰبِقُوۡنَ الۡاَوَّلُوۡنَ مِنَ الۡمُهٰجِرِیۡنَ وَ الۡاَنۡصَارِ وَ الَّذِیۡنَ اتَّبَعُوۡهُمۡ بِاِحۡسَانٍ ۙ رَّضِیَ اللّٰهُ عَنۡهُمۡ وَ رَضُوۡا عَنۡهُ وَ اَعَدَّ لَهُمۡ جَنّٰتٍ تَجۡرِیۡ تَحۡتَهَا الۡاَنۡهٰرُ خٰلِدِیۡنَ فِیۡهَاۤ اَبَدًا ؕ ذٰلِكَ الۡفَوۡزُ الۡعَظِیۡمُ ﴿۱۰۰﴾ و السبقون الاولون من المهجرین و الانصار و الذین اتبعوهم باحسان رضی الله عنهم و رضوا عنه و اعد لهم جنت تجری تحتها الانهر خلدین فیها ابدا ذلك الفوز العظیم ﴿۱۰۰﴾ আর মুহাজির ও আনসারদের মধ্যে যারা প্রথম অগ্রগামী এবং যারা তাদেরকে অনুসরণ করেছে সুন্দরভাবে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। আর তিনি তাদের জন্য প্রস্তুত করেছেন জান্নাতসমূহ, যার তলদেশে নদী প্রবাহিত, তারা সেখানে চিরস্থায়ী হবে। এটাই মহাসাফল্য।
সালামুন আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি দীর্ঘদিন হতে আপনার নিয়মিত শ্রোতা, আপনি আমাকে সত্য জানতে ও কুরআনের দেখানো সরল সঠিক পথের সন্ধান পেতে উৎসাহিত করেছেন। আমি দীর্ঘ এক বছর যাবত রাত ১২ টা হতে ভোর ৪.৩০ টা পর্যন্ত একটানা নিয়মিত রাত জেগে কুরআন বুঝে বুঝে নিজের ভাষায় পড়ছি, এবং ভিন্ন ভিন্ন অনুবাদকের অনুদিত কুরআন পড়ছি, এবং কুরআনের আল্লাহর প্রতিটি আয়াত নিয়ে প্রশ্নবধক চিন্তা করেছি। এবং কুরআন থেকেই সেইসব প্রশ্নের উত্তর খুজার চেষ্টা চালিয়েছি, এবং প্রতিটি আয়াতের যৌক্তিকতা জানা, বোঝা ও কারণ খুঁজেছি। একটি আয়াতের সাথে কুরআনের আরেকটি আয়াতের সামঞ্জস্য খুঁজেছি এবং তার যৌক্তিকতা বোঝার চেষ্টা করেছি। এমনকি গভীর রাতে সয়ং জ্ঞানদাতার নিকট কেঁদে কেঁদে কুরআন বোঝার জন্য যতটুকু এলেম দরকার তা প্রার্থনার মাধ্যমে চেয়েছি। তাতে করে এতদিনে আমি যা বুঝেছি বা জেনেছি, তা থেকে আমার নিকট দিনের আলোর ন্যায় স্পষ্ট যে, আমাদের অতি পরিচিত ও প্রচলিত ধর্মবিশ্বাসের সাথে কুরআনের দেখানো ইসলামের সামান্যতম মিল নেই। এবং আমার নিকট এটিও স্পষ্ট যে আমাদের এই ধর্মবিশ্বাস ৯০% বিকৃত ধর্মবিশ্বাস বিকৃত ধর্মবিশ্বাস। শয়তান আমাদের পরিচিত এই ধর্মবিশ্বাসে ছোট বড় এমন একটি বিষয়ও পাইনি যা সম্পূর্ণরূপে বিকৃত করে নি। পৃথিবীর অন্য সকল ধর্মবিশ্বাসের মতই আমাদের পরিচিত ধর্মবিশ্বাস বিকৃত ধর্ম বিশ্বাস। আমি কুরআনে সালাত সহ বিভিন্ন বিতর্কিত শব্দের যৌক্তিক অর্থ কুরআন থেকে জানা ও বোঝার চেষ্টা করে যা পেয়েছি তাতে হাদিস ভিক্তিক কুরআনের বিভিন্ন শব্দের প্রকৃত অর্থও শয়তান বিকৃত করে উপস্থাপন করে মুমিনদের বিশ্বাসে যায়গা করে নিয়েছে। শয়তান শুধু হাদিসেই নয়, কুরআনের অনেক আয়াতের অনুবাদেও বিকৃত অর্থ করে বিশ্বাসীদের নিকট কুরআনের গুরুত্ব কমিয়ে দিয়েছে। আমাদের দেশের কথিত আলেমদের অনেকের সাথে কুরআনের আল্লাহর বক্তব্য নিয়ে অালোচনা করতে গিয়ে দেখেছি যে, তারা কুরআনের আল্লাহর বাণীর প্রতি প্রকাশ্য সন্দেহ ও প্রশ্ন তুলে বিশ্বাস আনতে পারেনি। তবে আশ্চর্যের বিষয় যে, তাদের অধিকাংশই এখন আমাকে নাস্তিক কাফের ইত্যাদি বলে আখ্যায়ীত করেছে। অনেকটা একঘরে করে ফেলেছে। যদিও আমি এ বিষয়ে কারো সাথে তর্ক বিতর্কও করি নাই। দেশে আওয়ামীলীগ ক্ষমতায় না থাকলে হয়তো তারা এতদিনে আমাকে প্রকাশ্য হত্যা করে ১০০ শহিদের সওয়াব হাসিল করে ফেলতেন। যদিও আমি সে বিষয়ে একটুও বিচলিত নই। আল্লাহই একমাত্র সাহায্যকারী ও রক্ষক। আপনার কল্যাণ কামণা করি, সেই সাথে আল্লাহ আপনাকে জান্নাতে মর্যদায় অতিষ্ঠিক করুন। সালাম।
একদম সেম কথাগুলো হেযবুত তওহীদও বলে। হেযবুত তওহীদের গঠনমূলক আলোচনাকে তথাকথিত আলেম নামধারী জালেমরা নাস্তিক্যবাদ নাম দিয়ে সাধারণ মানুষকে উত্তেজিত করে তোলে। বলে এরা নাস্তিক, খ্রিস্টান, ইহুদি, লাচারা ইত্যাদি। সাধারণ মানুষও আবার এদের ভুল ব্যাখ্যায় তাল মিলিয়ে থাকে। যেমন সজল রোশনকে বলা হচ্ছে। আলেমরা কোনো বাস্তবতা মানেনা বা ফিল করেনা। এগিয়ে যান আমরা আছি সত্যের পথে। যুক্তিবাদীদের সাথে। তাতে যত ঝড় আসে আসুক।
বিগত তিন শতাধিক বছর ধরে আমার প্রজ্ঞা আমার জ্ঞান আমার বুদ্ধি বিবেচনায় আমি মনে করি সজল ভাই একজন গ্রেটেস্ট সত্যিকারের ইসলামিক স্কলার আমার এই জীবনে আমি কখনো কোনদিন কোন স্কলার দেখে নাই যার কথার এত ভদ্রতা যুক্তিসম্পন্ন বৈজ্ঞানিক আধুনিক জ্ঞান ধারণার সাথে সামজস্যপূর্ণ। কোরআনের সত্যিকারের সৌন্দর্য মানুষের কাছে সহজ ভাবে সরল ভাষা তুলে ধরতে পেরেছেন সেটা আমার দেখা বাংলাদেশের ইভেন ভারতীয় উপমহাদেশে কোন স্কলার আমার জানা নাই আল্লাহ সজল ভাইয়ের এই ইসলামের অবদান কে তুমি কবুল কর। আমিন।
অর্থ বুঝে যখনই কোরআন পড়া শুরু করলাম এবং কোরআন বুঝতে শুরু করলাম তখন থেকেই আপনার এই কথাগুলোর সত্যতা ও যুক্তি মানতে শুরু করলাম। আগে জানতাম কোরআন শুধু আরবিতেই পড়তে হবে, কোরআনকে মানতাম সওয়াবের বই। কারন এক হরফে ১০ নেকি এই একটা গোঁজামিল আমাদের ব্রেইনে সেই ছোট থেকেই ঢুকিয়ে দেয়া হয়েছিলো। আরবি ঠিকই পড়তাম কিন্তু আল্লাহ কোরআনে কি বলছেন সেটাই জানতাম না 😐
Alhamdulilla. Heartfelt felicitations and doa for presentation of the fundamentals of of Hadish . We are greatly benefited. Alhamdulilla 'Alhamdulilla We
ভাই সত্যি অসাধারণ বর্তমান যুগের সকল আলেম ওলামদের এই আলোচনা মনযোগ দিয়ে শুনা উচিৎ দেখুন কি ভাবে সত্যি ইসলামের দাওয়াত সুন্দর ও সাবলীল ভাষায় দিতে হই। কোরআন ই হচ্ছে একমাত্র ইসলামের জীবন বিধান। যা থেকে এই যুগের ওলামায়ে ক্রাইম রা আমাদের মতো সাধারণ মুসলিম উম্মাহ কে দূরে রেখেছেন। আল্লাহ আমাদের সবাই কে ইসলামের সঠিক পথের সন্ধান দান করুন। সজল ভাই আল্লাহ আপনাকে আরও বেশী জাযা ও এলেম দান করুন। আপনি যে ভাবে গবেষণা করে সঠিক ইসলামের পথ বের করছেন আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আল্লাহ সবসময় সত্যবাদী দের সাথে আছেন। 🤲🤲🤲🤲🤲🤲 ভালোবাসা অবিরাম ❤️❤️❤️❤️❤️ দোয়া করবেন আল্লাহ আপনাকে সুস্থ রাখুন
যতবার শুনি ততবার মুগ্ধ হয়ে যাই, ধর্মের সঠিক ইতিহাস জানতে পারি সজল রশনের কাছ থেকে। ছোট সময়ের ধ্যান-ধারণা অনেক পরিবর্তন এসেছে সজল রশনের ভিডিও দেখে। বর্তমানে সবচেয়ে ধৈর্যশীল ইসলামিক স্কলার। * * * * * * *
আপনার কথার যুক্তি শুনে ইসলামের উপড় আরো ভক্তি বেড়ে গেছে আমার। আপনার সব ভিডিও দেখেছি আমি। আপনার ভিডিও শুনে ও দেখে ইসলামের গোঁড়ামি থেকে অনেক মানুষ আছ বেড়িয়ে এসেছেন। ধন্যবাদ আপনাকে সজল ভাই।
সঠিক যুক্তি দিয়ে সহজ সরল ভাবে সত্য জিনিস গুলো আমর মতো সাধারণ মানুষকে জানার সুযোগ করে দেয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে৷ দাদা আপনার গলার আওয়াজ টা অন্য রকম লাগছে৷
স্যার, আমি যখন কোরআনের বাংলা অনুবাদ সঠিক ভাবে জানতে পেরেছি, তখন থেকেই আল্লাহ তায়ালা পক্ষ হইতে বুঝতে পারলাম, আসলে ধর্ম টাকে একটা ব্যাবসায় রুপান্তর করেছে বেসি ভাগের আলেম।
দয়াময় পরম দয়ালু আল্লাহ'র নামে শুরু করছি। সমস্ত প্রসংশা আল্লাহর জন্য জিনি সৃষ্টি কুলের রব। সালামুন আলাইকুম। আপনাদের প্রতি আল্লাহর বিষেশ দয়া ও অনুগ্রহ বর্শিত হক। 31:14 وَ وَصَّیۡنَا الۡاِنۡسَانَ بِوَالِدَیۡہِ ۚ حَمَلَتۡہُ اُمُّہٗ وَہۡنًا عَلٰی وَہۡنٍ وَّ فِصٰلُہٗ فِیۡ عَامَیۡنِ اَنِ اشۡکُرۡ لِیۡ وَ لِوَالِدَیۡکَ ؕ اِلَیَّ الۡمَصِیۡرُ ﴿۱۴﴾ আর আমি মানুষকে তার মাতাপিতার ব্যাপারে (সদাচরণের) নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্ভে ধারণ করে। আর তার দুধ ছাড়ানো হয় দু’বছরে; সুতরাং আমার ও তোমার পিতা-মাতার শুকরিয়া আদায় কর। প্রত্যাবর্তন তো আমার কাছেই। 46:15 وَ وَصَّیۡنَا الۡاِنۡسَانَ بِوَالِدَیۡہِ اِحۡسٰنًا ؕ حَمَلَتۡہُ اُمُّہٗ کُرۡہًا وَّ وَضَعَتۡہُ کُرۡہًا ؕ وَ حَمۡلُہٗ وَ فِصٰلُہٗ ثَلٰثُوۡنَ شَہۡرًا ؕ حَتّٰۤی اِذَا بَلَغَ اَشُدَّہٗ وَ بَلَغَ اَرۡبَعِیۡنَ سَنَۃً ۙ قَالَ رَبِّ اَوۡزِعۡنِیۡۤ اَنۡ اَشۡکُرَ نِعۡمَتَکَ الَّتِیۡۤ اَنۡعَمۡتَ عَلَیَّ وَ عَلٰی وَالِدَیَّ وَ اَنۡ اَعۡمَلَ صَالِحًا تَرۡضٰہُ وَ اَصۡلِحۡ لِیۡ فِیۡ ذُرِّیَّتِیۡ ۚؕ اِنِّیۡ تُبۡتُ اِلَیۡکَ وَ اِنِّیۡ مِنَ الۡمُسۡلِمِیۡنَ ﴿۱۵﴾ আর আমি মানুষকে তার মাতা-পিতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি। তার মা তাকে অতিকষ্টে গর্ভে ধারণ করেছে এবং অতি কষ্টে তাকে প্রসব করেছে। তার গর্ভধারণ ও দুধপান ছাড়ানোর সময় লাগে ত্রিশ মাস। অবশেষে যখন সে তার শক্তির পূর্ণতায় পৌঁছে এবং চল্লিশ বছরে উপনীত হয়, তখন সে বলে, ‘হে আমার রব, আমাকে সামর্থ্য দাও, তুমি আমার উপর ও আমার মাতা-পিতার উপর যে নিআমত দান করেছ, তোমার সে নিআমতের যেন আমি শোকর আদায় করতে পারি এবং আমি যেন সৎকর্ম করতে পারি, যা তুমি পছন্দ কর। আর আমার জন্য তুমি আমার বংশধরদের মধ্যে সংশোধন করে দাও। নিশ্চয় আমি তোমার কাছে তাওবা করলাম এবং নিশ্চয় আমি মুসলিমদের অন্তর্ভুক্ত’। 9:23 یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَتَّخِذُوۡۤا اٰبَآءَکُمۡ وَ اِخۡوَانَکُمۡ اَوۡلِیَآءَ اِنِ اسۡتَحَبُّوا الۡکُفۡرَ عَلَی الۡاِیۡمَانِ ؕ وَ مَنۡ یَّتَوَلَّہُمۡ مِّنۡکُمۡ فَاُولٰٓئِکَ ہُمُ الظّٰلِمُوۡنَ ﴿۲۳﴾ হে ঈমানদারগণ, তোমরা নিজদের পিতা ও ভাইদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, যদি তারা ঈমান অপেক্ষা কুফরীকে প্রিয় মনে করে। তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তারাই যালিম। 9:24 قُلۡ اِنۡ کَانَ اٰبَآؤُکُمۡ وَ اَبۡنَآؤُکُمۡ وَ اِخۡوَانُکُمۡ وَ اَزۡوَاجُکُمۡ وَ عَشِیۡرَتُکُمۡ وَ اَمۡوَالُۨ اقۡتَرَفۡتُمُوۡہَا وَ تِجَارَۃٌ تَخۡشَوۡنَ کَسَادَہَا وَ مَسٰکِنُ تَرۡضَوۡنَہَاۤ اَحَبَّ اِلَیۡکُمۡ مِّنَ اللّٰہِ وَ رَسُوۡلِہٖ وَ جِہَادٍ فِیۡ سَبِیۡلِہٖ فَتَرَبَّصُوۡا حَتّٰی یَاۡتِیَ اللّٰہُ بِاَمۡرِہٖ ؕ وَ اللّٰہُ لَا یَہۡدِی الۡقَوۡمَ الۡفٰسِقِیۡنَ ﴿٪۲۴﴾ বল, ‘তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের গোত্র, তোমাদের সে সম্পদ যা তোমরা অর্জন করেছ, আর সে ব্যবসা যার মন্দা হওয়ার আশঙ্কা তোমরা করছ এবং সে বাসস্থান, যা তোমরা পছন্দ করছ, যদি তোমাদের কাছে অধিক প্রিয় হয় আল্লাহ, তাঁর রাসূল ও তাঁর পথে জিহাদ করার চেয়ে, তবে তোমরা অপেক্ষা কর আল্লাহ তাঁর নির্দেশ নিয়ে আসা পর্যন্ত’। আর আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হিদায়াত করেন না। আসুন আমরা সবাই অর্থ সহ কোর আন বুঝে পরি
ইমামে আজম কে আর বুখারীর জন্ম হয়নি তখন যখন ইমামে আজম হাদিস সঙ্কলন করেন❤️আমার ঠিক মনে নেই ইমাম সাফি না জেনো ইমাম মালিক বলেছিলেন হাদিসের ব্যপারে আবু হানিফা অমুখাপেক্ষী 🥰
যতবার শুনি ততবার মুগ্ধ হয়ে যাই, ধর্মের সঠিক ইতিহাস জানতে পারি সজল রশনের কাছ থেকে। ছোট সময়ের ধ্যান-ধারণা অনেক পরিবর্তন এসেছে সজল রশনের ভিডিও দেখে। বর্তমানে সবচেয়ে ধৈর্যশীল ইসলামিক স্কলার।
দয়াময় পরম দয়ালু আল্লাহ'র নামে শুরু করছি। সমস্ত প্রসংশা আল্লাহর জন্য জিনি সৃষ্টি কুলের রব। সালামুন আলাইকুম। আপনাদের প্রতি আল্লাহর বিষেশ দয়া ও অনুগ্রহ বর্শিত হক। 31:14 وَ وَصَّیۡنَا الۡاِنۡسَانَ بِوَالِدَیۡہِ ۚ حَمَلَتۡہُ اُمُّہٗ وَہۡنًا عَلٰی وَہۡنٍ وَّ فِصٰلُہٗ فِیۡ عَامَیۡنِ اَنِ اشۡکُرۡ لِیۡ وَ لِوَالِدَیۡکَ ؕ اِلَیَّ الۡمَصِیۡرُ ﴿۱۴﴾ আর আমি মানুষকে তার মাতাপিতার ব্যাপারে (সদাচরণের) নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্ভে ধারণ করে। আর তার দুধ ছাড়ানো হয় দু’বছরে; সুতরাং আমার ও তোমার পিতা-মাতার শুকরিয়া আদায় কর। প্রত্যাবর্তন তো আমার কাছেই। 46:15 وَ وَصَّیۡنَا الۡاِنۡسَانَ بِوَالِدَیۡہِ اِحۡسٰنًا ؕ حَمَلَتۡہُ اُمُّہٗ کُرۡہًا وَّ وَضَعَتۡہُ کُرۡہًا ؕ وَ حَمۡلُہٗ وَ فِصٰلُہٗ ثَلٰثُوۡنَ شَہۡرًا ؕ حَتّٰۤی اِذَا بَلَغَ اَشُدَّہٗ وَ بَلَغَ اَرۡبَعِیۡنَ سَنَۃً ۙ قَالَ رَبِّ اَوۡزِعۡنِیۡۤ اَنۡ اَشۡکُرَ نِعۡمَتَکَ الَّتِیۡۤ اَنۡعَمۡتَ عَلَیَّ وَ عَلٰی وَالِدَیَّ وَ اَنۡ اَعۡمَلَ صَالِحًا تَرۡضٰہُ وَ اَصۡلِحۡ لِیۡ فِیۡ ذُرِّیَّتِیۡ ۚؕ اِنِّیۡ تُبۡتُ اِلَیۡکَ وَ اِنِّیۡ مِنَ الۡمُسۡلِمِیۡنَ ﴿۱۵﴾ আর আমি মানুষকে তার মাতা-পিতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি। তার মা তাকে অতিকষ্টে গর্ভে ধারণ করেছে এবং অতি কষ্টে তাকে প্রসব করেছে। তার গর্ভধারণ ও দুধপান ছাড়ানোর সময় লাগে ত্রিশ মাস। অবশেষে যখন সে তার শক্তির পূর্ণতায় পৌঁছে এবং চল্লিশ বছরে উপনীত হয়, তখন সে বলে, ‘হে আমার রব, আমাকে সামর্থ্য দাও, তুমি আমার উপর ও আমার মাতা-পিতার উপর যে নিআমত দান করেছ, তোমার সে নিআমতের যেন আমি শোকর আদায় করতে পারি এবং আমি যেন সৎকর্ম করতে পারি, যা তুমি পছন্দ কর। আর আমার জন্য তুমি আমার বংশধরদের মধ্যে সংশোধন করে দাও। নিশ্চয় আমি তোমার কাছে তাওবা করলাম এবং নিশ্চয় আমি মুসলিমদের অন্তর্ভুক্ত’। 9:23 یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَتَّخِذُوۡۤا اٰبَآءَکُمۡ وَ اِخۡوَانَکُمۡ اَوۡلِیَآءَ اِنِ اسۡتَحَبُّوا الۡکُفۡرَ عَلَی الۡاِیۡمَانِ ؕ وَ مَنۡ یَّتَوَلَّہُمۡ مِّنۡکُمۡ فَاُولٰٓئِکَ ہُمُ الظّٰلِمُوۡنَ ﴿۲۳﴾ হে ঈমানদারগণ, তোমরা নিজদের পিতা ও ভাইদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, যদি তারা ঈমান অপেক্ষা কুফরীকে প্রিয় মনে করে। তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তারাই যালিম। 9:24 قُلۡ اِنۡ کَانَ اٰبَآؤُکُمۡ وَ اَبۡنَآؤُکُمۡ وَ اِخۡوَانُکُمۡ وَ اَزۡوَاجُکُمۡ وَ عَشِیۡرَتُکُمۡ وَ اَمۡوَالُۨ اقۡتَرَفۡتُمُوۡہَا وَ تِجَارَۃٌ تَخۡشَوۡنَ کَسَادَہَا وَ مَسٰکِنُ تَرۡضَوۡنَہَاۤ اَحَبَّ اِلَیۡکُمۡ مِّنَ اللّٰہِ وَ رَسُوۡلِہٖ وَ جِہَادٍ فِیۡ سَبِیۡلِہٖ فَتَرَبَّصُوۡا حَتّٰی یَاۡتِیَ اللّٰہُ بِاَمۡرِہٖ ؕ وَ اللّٰہُ لَا یَہۡدِی الۡقَوۡمَ الۡفٰسِقِیۡنَ ﴿٪۲۴﴾ বল, ‘তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের গোত্র, তোমাদের সে সম্পদ যা তোমরা অর্জন করেছ, আর সে ব্যবসা যার মন্দা হওয়ার আশঙ্কা তোমরা করছ এবং সে বাসস্থান, যা তোমরা পছন্দ করছ, যদি তোমাদের কাছে অধিক প্রিয় হয় আল্লাহ, তাঁর রাসূল ও তাঁর পথে জিহাদ করার চেয়ে, তবে তোমরা অপেক্ষা কর আল্লাহ তাঁর নির্দেশ নিয়ে আসা পর্যন্ত’। আর আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হিদায়াত করেন না। আসুন আমরা সবাই অর্থ সহ কোর আন বুঝে পরি
@@shiblyrahman4128 দেখুন আপনি যা বললেন, তার উত্তর আমার জানা নাই। তবে আপনি যদি মনে করে সজল ভাইয়ের ভুল হচ্ছে সংশোধন করে ভিডিও ক্রিয়েট করুন। আমরা সবার কাছ থেকে সত্য জানতে চাই। উনি যে কথা গুলো বললেন সেগুলো খন্ডন করে জাতিকে উপকৃত করুন। আমরা সজল ভাই কিংবা আপনাকে নয়, আমরা সত্য খুজছি। ধন্যবাদ।
হাদিস পড়তে পড়তে আর মানাতে মানাতে নিজেই হাদিসের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম কিন্তু সিদ্ধান্ত নিতে পারছিলাম না। আপনি সিদ্ধান্ত নিতে সাহায্য করলেন। বিশেষ করে আপনার বিশ্বাসের ঢেকিঁ গেলা ও নবীজির প্রজ্ঞা বই দুটি পড়ে।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মতো মানুষই খুঁজছে সত্য অন্যেসন কারিরায় , আল্লাহ যুগে যুগে একজন প্রজ্ঞাবান মানুষ পেরন করেন মানুষের হেদায়েতের জন্য , আশা করি অনেক মানুষ আপনার মাধ্যমে পকৃত সত্য জানতে পারবে , ধন্যবাদ
দয়াময় পরম দয়ালু আল্লাহ'র নামে শুরু করছি। সমস্ত প্রসংশা আল্লাহর জন্য জিনি সৃষ্টি কুলের রব। সালামুন আলাইকুম। আপনাদের প্রতি আল্লাহর বিষেশ দয়া ও অনুগ্রহ বর্শিত হক। 31:14 وَ وَصَّیۡنَا الۡاِنۡسَانَ بِوَالِدَیۡہِ ۚ حَمَلَتۡہُ اُمُّہٗ وَہۡنًا عَلٰی وَہۡنٍ وَّ فِصٰلُہٗ فِیۡ عَامَیۡنِ اَنِ اشۡکُرۡ لِیۡ وَ لِوَالِدَیۡکَ ؕ اِلَیَّ الۡمَصِیۡرُ ﴿۱۴﴾ আর আমি মানুষকে তার মাতাপিতার ব্যাপারে (সদাচরণের) নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্ভে ধারণ করে। আর তার দুধ ছাড়ানো হয় দু’বছরে; সুতরাং আমার ও তোমার পিতা-মাতার শুকরিয়া আদায় কর। প্রত্যাবর্তন তো আমার কাছেই। 46:15 وَ وَصَّیۡنَا الۡاِنۡسَانَ بِوَالِدَیۡہِ اِحۡسٰنًا ؕ حَمَلَتۡہُ اُمُّہٗ کُرۡہًا وَّ وَضَعَتۡہُ کُرۡہًا ؕ وَ حَمۡلُہٗ وَ فِصٰلُہٗ ثَلٰثُوۡنَ شَہۡرًا ؕ حَتّٰۤی اِذَا بَلَغَ اَشُدَّہٗ وَ بَلَغَ اَرۡبَعِیۡنَ سَنَۃً ۙ قَالَ رَبِّ اَوۡزِعۡنِیۡۤ اَنۡ اَشۡکُرَ نِعۡمَتَکَ الَّتِیۡۤ اَنۡعَمۡتَ عَلَیَّ وَ عَلٰی وَالِدَیَّ وَ اَنۡ اَعۡمَلَ صَالِحًا تَرۡضٰہُ وَ اَصۡلِحۡ لِیۡ فِیۡ ذُرِّیَّتِیۡ ۚؕ اِنِّیۡ تُبۡتُ اِلَیۡکَ وَ اِنِّیۡ مِنَ الۡمُسۡلِمِیۡنَ ﴿۱۵﴾ আর আমি মানুষকে তার মাতা-পিতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি। তার মা তাকে অতিকষ্টে গর্ভে ধারণ করেছে এবং অতি কষ্টে তাকে প্রসব করেছে। তার গর্ভধারণ ও দুধপান ছাড়ানোর সময় লাগে ত্রিশ মাস। অবশেষে যখন সে তার শক্তির পূর্ণতায় পৌঁছে এবং চল্লিশ বছরে উপনীত হয়, তখন সে বলে, ‘হে আমার রব, আমাকে সামর্থ্য দাও, তুমি আমার উপর ও আমার মাতা-পিতার উপর যে নিআমত দান করেছ, তোমার সে নিআমতের যেন আমি শোকর আদায় করতে পারি এবং আমি যেন সৎকর্ম করতে পারি, যা তুমি পছন্দ কর। আর আমার জন্য তুমি আমার বংশধরদের মধ্যে সংশোধন করে দাও। নিশ্চয় আমি তোমার কাছে তাওবা করলাম এবং নিশ্চয় আমি মুসলিমদের অন্তর্ভুক্ত’। 9:23 یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَتَّخِذُوۡۤا اٰبَآءَکُمۡ وَ اِخۡوَانَکُمۡ اَوۡلِیَآءَ اِنِ اسۡتَحَبُّوا الۡکُفۡرَ عَلَی الۡاِیۡمَانِ ؕ وَ مَنۡ یَّتَوَلَّہُمۡ مِّنۡکُمۡ فَاُولٰٓئِکَ ہُمُ الظّٰلِمُوۡنَ ﴿۲۳﴾ হে ঈমানদারগণ, তোমরা নিজদের পিতা ও ভাইদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, যদি তারা ঈমান অপেক্ষা কুফরীকে প্রিয় মনে করে। তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তারাই যালিম। 9:24 قُلۡ اِنۡ کَانَ اٰبَآؤُکُمۡ وَ اَبۡنَآؤُکُمۡ وَ اِخۡوَانُکُمۡ وَ اَزۡوَاجُکُمۡ وَ عَشِیۡرَتُکُمۡ وَ اَمۡوَالُۨ اقۡتَرَفۡتُمُوۡہَا وَ تِجَارَۃٌ تَخۡشَوۡنَ کَسَادَہَا وَ مَسٰکِنُ تَرۡضَوۡنَہَاۤ اَحَبَّ اِلَیۡکُمۡ مِّنَ اللّٰہِ وَ رَسُوۡلِہٖ وَ جِہَادٍ فِیۡ سَبِیۡلِہٖ فَتَرَبَّصُوۡا حَتّٰی یَاۡتِیَ اللّٰہُ بِاَمۡرِہٖ ؕ وَ اللّٰہُ لَا یَہۡدِی الۡقَوۡمَ الۡفٰسِقِیۡنَ ﴿٪۲۴﴾ বল, ‘তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের গোত্র, তোমাদের সে সম্পদ যা তোমরা অর্জন করেছ, আর সে ব্যবসা যার মন্দা হওয়ার আশঙ্কা তোমরা করছ এবং সে বাসস্থান, যা তোমরা পছন্দ করছ, যদি তোমাদের কাছে অধিক প্রিয় হয় আল্লাহ, তাঁর রাসূল ও তাঁর পথে জিহাদ করার চেয়ে, তবে তোমরা অপেক্ষা কর আল্লাহ তাঁর নির্দেশ নিয়ে আসা পর্যন্ত’। আর আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হিদায়াত করেন না। আসুন আমরা সবাই অর্থ সহ কোর আন বুঝে পরি
সজল ভাই আমার মনে হয় আল্লাহর ইচ্ছায় আপনার ওচিলাতে আমাদের মহান দয়াময় প্রভূকে চিনতে পারছি ৷ হুজরদের কথায় মনে কিছু কটকা থাকলেও মোটামোটি মেনে নিতে হত হুজুর বলেছে তাই ৷ এখন আর কটকা নাই৷ দোয়া করি আল্লাহ আপনার জ্ঞান আরো বৃদ্ধি করুন ৷
চমৎকার বলেছেন। আমি ইমাম বুখারি সম্পর্কে কিছু লিখতে যাচ্ছিলাম, পরক্ষনে মনে হল যে আমার পাপ হয় কি না ! আমার মনে হয় হাদিস গ্রন্থ গুলো দিয়ে আমাদের মনে ভয় স্থায়ি করে দিয়েছে, এবং মুসলমান দের মধ্যে বিভেদ চিরস্থায়ী করে দিয়েছে।
আমি একজন সাধারণ মানুষ আমার তিনটি ছেলে যারা তিনজন ই হাফেজ আলেম । কিন্তু আমি ছিলাম সাধারণ শিক্ষায় শিক্ষিত।ইসলাম ধর্মের ধর্মের জ্ঞান অর্জনের জন্য বাচ্চাদের আমি এই মাদ্রাসার লাইনে দিয়েছিলাম । সত্যি কথা বলতে কি বর্তমান আলেম মাওলানা মৌলভীদের বাড়াবাড়ি ওয়াজে লাফালাফি গর্জন এক আলেমের আর এক আলেম প্রতি তিরস্কার ভৎসণায় আমি অতিষ্ঠ ক্লান্ত হয়ে এদের গালাগালি করবো নাকি শ্রদ্ধা করবো বুঝে উঠতে পারছিনা। মনের দুঃখে ওয়াজ আর শুনতে চাই না । বর্তমানে এক বন্ধুর কথায় সজল ভাইয়ের আলোচনা শুনে ধর্মের যুক্তিযুক্ত আলোচনা উনার ভদ্রতা সত্যি অতুলনীয়।তাই সজল ভাইকে সেলুট জানাই ।❤❤❤❤❤
দয়াময় পরম দয়ালু আল্লাহ'র নামে শুরু করছি। সমস্ত প্রসংশা আল্লাহর জন্য জিনি সৃষ্টি কুলের রব। সালামুন আলাইকুম। আপনাদের প্রতি আল্লাহর বিষেশ দয়া ও অনুগ্রহ বর্শিত হক। 31:14 وَ وَصَّیۡنَا الۡاِنۡسَانَ بِوَالِدَیۡہِ ۚ حَمَلَتۡہُ اُمُّہٗ وَہۡنًا عَلٰی وَہۡنٍ وَّ فِصٰلُہٗ فِیۡ عَامَیۡنِ اَنِ اشۡکُرۡ لِیۡ وَ لِوَالِدَیۡکَ ؕ اِلَیَّ الۡمَصِیۡرُ ﴿۱۴﴾ আর আমি মানুষকে তার মাতাপিতার ব্যাপারে (সদাচরণের) নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্ভে ধারণ করে। আর তার দুধ ছাড়ানো হয় দু’বছরে; সুতরাং আমার ও তোমার পিতা-মাতার শুকরিয়া আদায় কর। প্রত্যাবর্তন তো আমার কাছেই। 46:15 وَ وَصَّیۡنَا الۡاِنۡسَانَ بِوَالِدَیۡہِ اِحۡسٰنًا ؕ حَمَلَتۡہُ اُمُّہٗ کُرۡہًا وَّ وَضَعَتۡہُ کُرۡہًا ؕ وَ حَمۡلُہٗ وَ فِصٰلُہٗ ثَلٰثُوۡنَ شَہۡرًا ؕ حَتّٰۤی اِذَا بَلَغَ اَشُدَّہٗ وَ بَلَغَ اَرۡبَعِیۡنَ سَنَۃً ۙ قَالَ رَبِّ اَوۡزِعۡنِیۡۤ اَنۡ اَشۡکُرَ نِعۡمَتَکَ الَّتِیۡۤ اَنۡعَمۡتَ عَلَیَّ وَ عَلٰی وَالِدَیَّ وَ اَنۡ اَعۡمَلَ صَالِحًا تَرۡضٰہُ وَ اَصۡلِحۡ لِیۡ فِیۡ ذُرِّیَّتِیۡ ۚؕ اِنِّیۡ تُبۡتُ اِلَیۡکَ وَ اِنِّیۡ مِنَ الۡمُسۡلِمِیۡنَ ﴿۱۵﴾ আর আমি মানুষকে তার মাতা-পিতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি। তার মা তাকে অতিকষ্টে গর্ভে ধারণ করেছে এবং অতি কষ্টে তাকে প্রসব করেছে। তার গর্ভধারণ ও দুধপান ছাড়ানোর সময় লাগে ত্রিশ মাস। অবশেষে যখন সে তার শক্তির পূর্ণতায় পৌঁছে এবং চল্লিশ বছরে উপনীত হয়, তখন সে বলে, ‘হে আমার রব, আমাকে সামর্থ্য দাও, তুমি আমার উপর ও আমার মাতা-পিতার উপর যে নিআমত দান করেছ, তোমার সে নিআমতের যেন আমি শোকর আদায় করতে পারি এবং আমি যেন সৎকর্ম করতে পারি, যা তুমি পছন্দ কর। আর আমার জন্য তুমি আমার বংশধরদের মধ্যে সংশোধন করে দাও। নিশ্চয় আমি তোমার কাছে তাওবা করলাম এবং নিশ্চয় আমি মুসলিমদের অন্তর্ভুক্ত’। 9:23 یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَتَّخِذُوۡۤا اٰبَآءَکُمۡ وَ اِخۡوَانَکُمۡ اَوۡلِیَآءَ اِنِ اسۡتَحَبُّوا الۡکُفۡرَ عَلَی الۡاِیۡمَانِ ؕ وَ مَنۡ یَّتَوَلَّہُمۡ مِّنۡکُمۡ فَاُولٰٓئِکَ ہُمُ الظّٰلِمُوۡنَ ﴿۲۳﴾ হে ঈমানদারগণ, তোমরা নিজদের পিতা ও ভাইদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, যদি তারা ঈমান অপেক্ষা কুফরীকে প্রিয় মনে করে। তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তারাই যালিম। 9:24 قُلۡ اِنۡ کَانَ اٰبَآؤُکُمۡ وَ اَبۡنَآؤُکُمۡ وَ اِخۡوَانُکُمۡ وَ اَزۡوَاجُکُمۡ وَ عَشِیۡرَتُکُمۡ وَ اَمۡوَالُۨ اقۡتَرَفۡتُمُوۡہَا وَ تِجَارَۃٌ تَخۡشَوۡنَ کَسَادَہَا وَ مَسٰکِنُ تَرۡضَوۡنَہَاۤ اَحَبَّ اِلَیۡکُمۡ مِّنَ اللّٰہِ وَ رَسُوۡلِہٖ وَ جِہَادٍ فِیۡ سَبِیۡلِہٖ فَتَرَبَّصُوۡا حَتّٰی یَاۡتِیَ اللّٰہُ بِاَمۡرِہٖ ؕ وَ اللّٰہُ لَا یَہۡدِی الۡقَوۡمَ الۡفٰسِقِیۡنَ ﴿٪۲۴﴾ বল, ‘তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের গোত্র, তোমাদের সে সম্পদ যা তোমরা অর্জন করেছ, আর সে ব্যবসা যার মন্দা হওয়ার আশঙ্কা তোমরা করছ এবং সে বাসস্থান, যা তোমরা পছন্দ করছ, যদি তোমাদের কাছে অধিক প্রিয় হয় আল্লাহ, তাঁর রাসূল ও তাঁর পথে জিহাদ করার চেয়ে, তবে তোমরা অপেক্ষা কর আল্লাহ তাঁর নির্দেশ নিয়ে আসা পর্যন্ত’। আর আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হিদায়াত করেন না। আসুন আমরা সবাই অর্থ সহ কোর আন বুঝে পরি
অসাধারণ আলোচনা সজল ভাই ধন্যবাদ, আমি বাংলায় কুরআন বুঝে বুঝে পড়া শুরু করেছি আলহামদুলিল্লাহ, ইসলাম সম্পর্কে আমাদের করনীয় সম্পর্কে এখন খুব সুন্দর ভাবে বুঝতে পারতেছি । আলহামদুলিল্লাহ,,,,,,,, দোয়া করি আপনার জন্য আল্লাহর কাছে এগিয়ে জান ভাইয়া.............
ভিডিওটি সম্পুর্ণ দেখলাম অসাধারণ আলোচনা সজল ভাইয়া। এর পূর্বে হাদীস সম্পর্কে আরো ছয়টি আলোচনা শুনেছি অনেক উপকৃত হয়েছি, আর এই আলোচনা মাধ্যমে আরো বিস্তারিত জানতে পারলাম। সজল ভাই ধন্যবাদ আপনার জন্য দোয়া এবং ভালবাসা থাকলো,,,,,,,,,,,ফি আমানিল্লাহ।♥️♥️♥️♥️♥️
দয়াময় করুণাময় পরম দয়ালু সৃষ্টিকর্তার নামে৷ আপনার প্রতি আল্লাহর বিশেষ দয়া ও অনুগ্রহ বর্ষিত হউক৷ সজল ভাই মানুষ ইবাদতের নামে যে শিরিক করে আসতেছে এই বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
দয়াময় পরম দয়ালু আল্লাহ'র নামে শুরু করছি। সমস্ত প্রসংশা আল্লাহর জন্য জিনি সৃষ্টি কুলের রব। সালামুন আলাইকুম। আপনাদের প্রতি আল্লাহর বিষেশ দয়া ও অনুগ্রহ বর্শিত হক। 31:14 وَ وَصَّیۡنَا الۡاِنۡسَانَ بِوَالِدَیۡہِ ۚ حَمَلَتۡہُ اُمُّہٗ وَہۡنًا عَلٰی وَہۡنٍ وَّ فِصٰلُہٗ فِیۡ عَامَیۡنِ اَنِ اشۡکُرۡ لِیۡ وَ لِوَالِدَیۡکَ ؕ اِلَیَّ الۡمَصِیۡرُ ﴿۱۴﴾ আর আমি মানুষকে তার মাতাপিতার ব্যাপারে (সদাচরণের) নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্ভে ধারণ করে। আর তার দুধ ছাড়ানো হয় দু’বছরে; সুতরাং আমার ও তোমার পিতা-মাতার শুকরিয়া আদায় কর। প্রত্যাবর্তন তো আমার কাছেই। 46:15 وَ وَصَّیۡنَا الۡاِنۡسَانَ بِوَالِدَیۡہِ اِحۡسٰنًا ؕ حَمَلَتۡہُ اُمُّہٗ کُرۡہًا وَّ وَضَعَتۡہُ کُرۡہًا ؕ وَ حَمۡلُہٗ وَ فِصٰلُہٗ ثَلٰثُوۡنَ شَہۡرًا ؕ حَتّٰۤی اِذَا بَلَغَ اَشُدَّہٗ وَ بَلَغَ اَرۡبَعِیۡنَ سَنَۃً ۙ قَالَ رَبِّ اَوۡزِعۡنِیۡۤ اَنۡ اَشۡکُرَ نِعۡمَتَکَ الَّتِیۡۤ اَنۡعَمۡتَ عَلَیَّ وَ عَلٰی وَالِدَیَّ وَ اَنۡ اَعۡمَلَ صَالِحًا تَرۡضٰہُ وَ اَصۡلِحۡ لِیۡ فِیۡ ذُرِّیَّتِیۡ ۚؕ اِنِّیۡ تُبۡتُ اِلَیۡکَ وَ اِنِّیۡ مِنَ الۡمُسۡلِمِیۡنَ ﴿۱۵﴾ আর আমি মানুষকে তার মাতা-পিতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি। তার মা তাকে অতিকষ্টে গর্ভে ধারণ করেছে এবং অতি কষ্টে তাকে প্রসব করেছে। তার গর্ভধারণ ও দুধপান ছাড়ানোর সময় লাগে ত্রিশ মাস। অবশেষে যখন সে তার শক্তির পূর্ণতায় পৌঁছে এবং চল্লিশ বছরে উপনীত হয়, তখন সে বলে, ‘হে আমার রব, আমাকে সামর্থ্য দাও, তুমি আমার উপর ও আমার মাতা-পিতার উপর যে নিআমত দান করেছ, তোমার সে নিআমতের যেন আমি শোকর আদায় করতে পারি এবং আমি যেন সৎকর্ম করতে পারি, যা তুমি পছন্দ কর। আর আমার জন্য তুমি আমার বংশধরদের মধ্যে সংশোধন করে দাও। নিশ্চয় আমি তোমার কাছে তাওবা করলাম এবং নিশ্চয় আমি মুসলিমদের অন্তর্ভুক্ত’। 9:23 یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَتَّخِذُوۡۤا اٰبَآءَکُمۡ وَ اِخۡوَانَکُمۡ اَوۡلِیَآءَ اِنِ اسۡتَحَبُّوا الۡکُفۡرَ عَلَی الۡاِیۡمَانِ ؕ وَ مَنۡ یَّتَوَلَّہُمۡ مِّنۡکُمۡ فَاُولٰٓئِکَ ہُمُ الظّٰلِمُوۡنَ ﴿۲۳﴾ হে ঈমানদারগণ, তোমরা নিজদের পিতা ও ভাইদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, যদি তারা ঈমান অপেক্ষা কুফরীকে প্রিয় মনে করে। তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তারাই যালিম। 9:24 قُلۡ اِنۡ کَانَ اٰبَآؤُکُمۡ وَ اَبۡنَآؤُکُمۡ وَ اِخۡوَانُکُمۡ وَ اَزۡوَاجُکُمۡ وَ عَشِیۡرَتُکُمۡ وَ اَمۡوَالُۨ اقۡتَرَفۡتُمُوۡہَا وَ تِجَارَۃٌ تَخۡشَوۡنَ کَسَادَہَا وَ مَسٰکِنُ تَرۡضَوۡنَہَاۤ اَحَبَّ اِلَیۡکُمۡ مِّنَ اللّٰہِ وَ رَسُوۡلِہٖ وَ جِہَادٍ فِیۡ سَبِیۡلِہٖ فَتَرَبَّصُوۡا حَتّٰی یَاۡتِیَ اللّٰہُ بِاَمۡرِہٖ ؕ وَ اللّٰہُ لَا یَہۡدِی الۡقَوۡمَ الۡفٰسِقِیۡنَ ﴿٪۲۴﴾ বল, ‘তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের গোত্র, তোমাদের সে সম্পদ যা তোমরা অর্জন করেছ, আর সে ব্যবসা যার মন্দা হওয়ার আশঙ্কা তোমরা করছ এবং সে বাসস্থান, যা তোমরা পছন্দ করছ, যদি তোমাদের কাছে অধিক প্রিয় হয় আল্লাহ, তাঁর রাসূল ও তাঁর পথে জিহাদ করার চেয়ে, তবে তোমরা অপেক্ষা কর আল্লাহ তাঁর নির্দেশ নিয়ে আসা পর্যন্ত’। আর আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হিদায়াত করেন না। আসুন আমরা সবাই অর্থ সহ কোর আন বুঝে পরি
ভাই বাংলাদেশের একজন বক্তা অধ্যাপক মোজাম্মেল হক উনার কথার সাথে আপনার কথা মিলে যাচ্ছে উনিও এটাই বলেছেন কোরআন অনুযায়ী হাদিস মানি হাদিস অনুযায়ী কোরআন মানি না ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ
অসাধারণ! আন্তরিক অভিনন্দন ও অভিবাদন! আপনার কোনো পোস্ট, কোনো ভিডিয়ো মিস করিনি! এক মহামূল্যবান মিশন আপনি গোটা মানবতার কল্যানের জন্য পরিচালনা করছেন। অপরিসীম কৃতজ্ঞতা। শুভকামনা সতত আপনার জন্য।
Thank you Brother..We the follower of Sufi branches have been saying this for long time. These are all valid arguments..May Allah guide us all to the right path and become peaceful human beings...
আপনার ভিডিও যতই দেখি ততই আপনার পতি আস্ক্ত হয়ে পরি, আমি এক জন অতি সাধারন মানুষ তবুও স্যার নয় অতি আবেগে ভাই ই বললাম। সজল ভাইয়া আপনার অনেক ভিডিও দেখি আপনার দেখা পতিটা ভিডিওর পতিটা কথা আমার হৃদয়ের গভিরে পৌছে যায়। কোন ভিডিও তে লাইক কমেন্ট করিনি,আজ প্রথম কমেন্ট করে অতি ভালো লাগার কিন্চিত আবেগ প্রকাশ করলাম। সজল ভাই আমার মনের হাজারও প্রশ্নের উত্তর খুজে পাই আপনার কথার মাঝে আপনার যুক্তির মাঝে। কারন হিসাবে আমি সাধারন মানুষ সাধারন ঙ্ঘ্যনে বুঝি আপনার পতি টা যুক্তি প্রবিত্র কোরান দিয়ে, আপনার বা কোন মানুষের মন গরা নয়। সজল ভাই যানি না আমার এই কমেন্ট আপনার চোখে পরবে কি না। সজল ভাই আপনার সাথে দেখা করতে ই চ্ছে করে আমি এক জন সাধারন মানুষ তা হয়তো হবে না সম্ভব মা, আপ নার কাছথেকে অনেক কিছু যানতে ইচ্ছে করে সিখতে ইচ্ছে করে সেটা অনেকটা ভিডিওর মাধ্যমে পারবো। আর আপনার ভিডিও দেখে বড় একটা ইচ্ছে করে, প্রবিত্র কোরান শরিফ ইংরেজীতে না হলেও বাংলা অর্থ সহ আরবিতে পরতে, তা সম্ভব হবে কি না আল্লাহু ই ভালো যানেন, কারন হিসাবে আমি একজন অশিক্ষিত মানুষ আরবি কিছুই যানি না তার উপর বয়স ৪০শে কাছা কাছি । তার পরও আসা আছে আল্লাহু চাইলে সবি সম্ভব। দোয়া করবেন সজল ভাই আমার এই মনের নেক আসা যেন আল্লাহ তালা যেন পুরন করে আমিন।
সজল ভাই আমি আপনার একজন নিয়মিত স্রোতা। আপনার লেকচার শুনে ও বুঝে এবং দূনিয়ার উলামায়ে কেরাম ও মুফতি মাওলানা এদেরকে চিনতে ও বুঝতে পারছি এজন্য আমার আপনার প্রতি আন্তরিক অভিনন্দন। আল্লাহর কিতাবই একমাএ সমগ্র মানব জাতীর বিধান এতে কোন সন্দেহ নেই নেই নেই।
আল্লাহ তা'আলা বলেনঃ তিনিই উম্মীদের মধ্যে একজন রাসূল পাঠিয়েছেন তাদের মধ্য থেকে, যিনি তাদের কাছে তেলাওয়াত করেন তার আয়াতসমূহঃ তাদেরকে পবিত্র করেন এবং তাদেরকে শিক্ষা দেন কিতাব ও হিকমত; যদিও ইতোপূর্বে তারা ছিল ঘোর বিভ্ৰান্তিতে; ( সূরা জুমা আয়াতঃ ২ )
আমার প্রান প্রিয় সজল রশন ভাই ছালাম ও শুভকামনা রইল আপনার জন্য। এতদিন পরে আপনার ভিডিও পেয়ে মনের ক্ষুদা মিটল না, আশা করি এর ধারাবাহিকতা রক্ষা করবেন। অর্থাৎ নিয়মিত ভিডিও আপলোড করবেন। মহান আল্লাহতায়ালা আপনাকে সুস্থ্য রাখুন ও নেক হায়াত দান করুন আমীন।
Mr.Sajal i love u for your plain speaking, wisdom, talent, versatile genius and vast knowledge about Islam. Allah bless u. I wish your long life and spread out Islamic knowledge among those who are blind support al Hadid. All the best.
স্যার, বাংলাদেশের পিরোজপুরের মাঃ মোজাম্মেল হক সাহেব একটা উদ্যোগ নিয়েছে সাধারণ মানুষের জন্য কিন্তু তিনি একা পারবে কিনা আল্লাহ ভালো জানেন, তিনি চাচ্ছেন ২ বছর এর মধ্যে একটা মানুষ কোরআনের অর্থ সহ তরজমা জানতে পারে, আপনিও তার সাথে সিংগি হোন, তিনি যেন এগিয়ে যায়।
নিশ্চয়ই অামি এ কোরঅানে মানুষ কে বিভিন্ন উপমার দ্বারা অামার বানি বুঝিয়েছি। মানুষ সব বস্তু হইতে অধিক তর্কপ্রিয়।( সূরা কাহাফ আয়াত 54) আমাদের কাঠমোল্লারা অধিক তর্কপ্রিয়। তারা শুধু হাদিস হাদিস আর হাদিস নিয়েই আছে।
@@aloneboy7875হাদিস তো জীবন বিধান নয় আল্লাহ কুরআনে বলে দিছেন কুরআনই একমাত্র জীবন বিধান। আর হাদিস যদি সত্যই হতো তাহলে তা বিকৃত হলো কেন? জাল হাদিস আসলো কই থেকে? কুরআনের আয়াত তো জাল হয় না!
আমি আপনার জন্য মন থেকে দুয়া রাখি প্রিয় ভাই। এগিয়ে যান, আমাদের দেশের এক অগ্রপথিক হন যেনো এ রাস্তায়! কারো কথায় থেমে যাবেন না, আল্লাহ তায়ালা আপনাকে আরও জ্ঞান ও নেক হায়াত দান করুক। 🤲
আসসালামু আলাইকুম। সজল ভাই সজল ভাই সত্য কথাগুলো বলে যান সত্য কথাগুলো বলে যান আল্লাহ আপনার সহায় হবে আমি আপনার সাথে সম্পন্ন একমত আমি ২০০৮ সাল থেকে কুরআনের অনুবাদ পরি অনেকে বলে অনুবাদ পড়লে কোন সওয়াব নেই উত্তরে আমি বলি আমার সওয়াবের দরকার নেই আমার কোরআন জানা দরকার
আসলামুআলাইকুম, উল্লেখিত হাদিস বিশারদদের সম্পর্কে জানা আর মহান আল্লাহর বানী কোরআন সম্পর্কে জানার বিষয়ে আপনাকে বলতে চেয়েছিলাম আজ পেয়েগেলাম। আমার বিশ্বাস যে, ইমাম বুখারী থেকে যে ইমাম হবে হউক, তাদের হাদিস দ্বারা যদি নবীজি সঃ এর সম্মানের হানি হয়ে থাকে তাহলে তাদের বিচার মহান অাল্লাহ হাসরের ময়দানে তাদের বিচার করবেই। আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দান করুন। আমিন,
কুরআন একটি বিধান হিসেবে মেনে নিলে সকল মানুষের সকল সমস্যা দুর হবে। কুরআন মানুষের জন্য যথেষ্ট। অাল্লাহ ও বান্দর মধ্যে পার্থক্য না বুঝার জন্য এতাে মতপার্থক্য।
"আমি হাদিস মানি কোরআনের মানদণ্ডে ....."।
অসাধারণ বললেন ভাই। মহান স্রষ্টা আপনার মঙ্গল করুন।
দয়াময় পরম দয়ালু আল্লাহ'র নামে শুরু করছি।
সমস্ত প্রসংশা আল্লাহর জন্য জিনি সৃষ্টি কুলের রব।
সালামুন আলাইকুম। আপনাদের প্রতি আল্লাহর বিষেশ দয়া ও অনুগ্রহ বর্শিত হক। 31:14
وَ وَصَّیۡنَا الۡاِنۡسَانَ بِوَالِدَیۡہِ ۚ حَمَلَتۡہُ اُمُّہٗ وَہۡنًا عَلٰی وَہۡنٍ وَّ فِصٰلُہٗ فِیۡ عَامَیۡنِ اَنِ اشۡکُرۡ لِیۡ وَ لِوَالِدَیۡکَ ؕ اِلَیَّ الۡمَصِیۡرُ ﴿۱۴﴾
আর আমি মানুষকে তার মাতাপিতার ব্যাপারে (সদাচরণের) নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্ভে ধারণ করে। আর তার দুধ ছাড়ানো হয় দু’বছরে; সুতরাং আমার ও তোমার পিতা-মাতার শুকরিয়া আদায় কর। প্রত্যাবর্তন তো আমার কাছেই।
46:15
وَ وَصَّیۡنَا الۡاِنۡسَانَ بِوَالِدَیۡہِ اِحۡسٰنًا ؕ حَمَلَتۡہُ اُمُّہٗ کُرۡہًا وَّ وَضَعَتۡہُ کُرۡہًا ؕ وَ حَمۡلُہٗ وَ فِصٰلُہٗ ثَلٰثُوۡنَ شَہۡرًا ؕ حَتّٰۤی اِذَا بَلَغَ اَشُدَّہٗ وَ بَلَغَ اَرۡبَعِیۡنَ سَنَۃً ۙ قَالَ رَبِّ اَوۡزِعۡنِیۡۤ اَنۡ اَشۡکُرَ نِعۡمَتَکَ الَّتِیۡۤ اَنۡعَمۡتَ عَلَیَّ وَ عَلٰی وَالِدَیَّ وَ اَنۡ اَعۡمَلَ صَالِحًا تَرۡضٰہُ وَ اَصۡلِحۡ لِیۡ فِیۡ ذُرِّیَّتِیۡ ۚؕ اِنِّیۡ تُبۡتُ اِلَیۡکَ وَ اِنِّیۡ مِنَ الۡمُسۡلِمِیۡنَ ﴿۱۵﴾
আর আমি মানুষকে তার মাতা-পিতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি। তার মা তাকে অতিকষ্টে গর্ভে ধারণ করেছে এবং অতি কষ্টে তাকে প্রসব করেছে। তার গর্ভধারণ ও দুধপান ছাড়ানোর সময় লাগে ত্রিশ মাস। অবশেষে যখন সে তার শক্তির পূর্ণতায় পৌঁছে এবং চল্লিশ বছরে উপনীত হয়, তখন সে বলে, ‘হে আমার রব, আমাকে সামর্থ্য দাও, তুমি আমার উপর ও আমার মাতা-পিতার উপর যে নিআমত দান করেছ, তোমার সে নিআমতের যেন আমি শোকর আদায় করতে পারি এবং আমি যেন সৎকর্ম করতে পারি, যা তুমি পছন্দ কর। আর আমার জন্য তুমি আমার বংশধরদের মধ্যে সংশোধন করে দাও। নিশ্চয় আমি তোমার কাছে তাওবা করলাম এবং নিশ্চয় আমি মুসলিমদের অন্তর্ভুক্ত’।
9:23
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَتَّخِذُوۡۤا اٰبَآءَکُمۡ وَ اِخۡوَانَکُمۡ اَوۡلِیَآءَ اِنِ اسۡتَحَبُّوا الۡکُفۡرَ عَلَی الۡاِیۡمَانِ ؕ وَ مَنۡ یَّتَوَلَّہُمۡ مِّنۡکُمۡ فَاُولٰٓئِکَ ہُمُ الظّٰلِمُوۡنَ ﴿۲۳﴾
হে ঈমানদারগণ, তোমরা নিজদের পিতা ও ভাইদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, যদি তারা ঈমান অপেক্ষা কুফরীকে প্রিয় মনে করে। তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তারাই যালিম।
9:24
قُلۡ اِنۡ کَانَ اٰبَآؤُکُمۡ وَ اَبۡنَآؤُکُمۡ وَ اِخۡوَانُکُمۡ وَ اَزۡوَاجُکُمۡ وَ عَشِیۡرَتُکُمۡ وَ اَمۡوَالُۨ اقۡتَرَفۡتُمُوۡہَا وَ تِجَارَۃٌ تَخۡشَوۡنَ کَسَادَہَا وَ مَسٰکِنُ تَرۡضَوۡنَہَاۤ اَحَبَّ اِلَیۡکُمۡ مِّنَ اللّٰہِ وَ رَسُوۡلِہٖ وَ جِہَادٍ فِیۡ سَبِیۡلِہٖ فَتَرَبَّصُوۡا حَتّٰی یَاۡتِیَ اللّٰہُ بِاَمۡرِہٖ ؕ وَ اللّٰہُ لَا یَہۡدِی الۡقَوۡمَ الۡفٰسِقِیۡنَ ﴿٪۲۴﴾
বল, ‘তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের গোত্র, তোমাদের সে সম্পদ যা তোমরা অর্জন করেছ, আর সে ব্যবসা যার মন্দা হওয়ার আশঙ্কা তোমরা করছ এবং সে বাসস্থান, যা তোমরা পছন্দ করছ, যদি তোমাদের কাছে অধিক প্রিয় হয় আল্লাহ, তাঁর রাসূল ও তাঁর পথে জিহাদ করার চেয়ে, তবে তোমরা অপেক্ষা কর আল্লাহ তাঁর নির্দেশ নিয়ে আসা পর্যন্ত’। আর আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হিদায়াত করেন না।
আসুন আমরা সবাই অর্থ সহ কোর আন বুঝে পরি
I Love you.
@@alaminmiya1111 okay but i need to know
ঠিক
@Don't Mind Plz নবীজি গত হওয়ার পর ২৫০ বছর পর হাদিস সংকলিত হয়েছে।
তো হাদিস ছাড়া এই ২৫০ বছর মুসলমানরা নামাজ পড়েছে কিভাবে?? নাকি হাদিস ছিলোনা বিধায় এই ২৫০ বছর কেউ নামাজ পড়েনি?? 🤔
চিন্তা করেন, উত্তর নিজেই পেয়ে যাবে। 🙂
যারা একটূ বুঝে কোরআন পড়ে, একমাত্র তারাই সজল সাহেবের বক্তব্যের সত্যতা উপলক্ষ করতে পারবেন। ধর্মের আলো আমাদের নিকট পোঁছে দেওয়ার জন্য আল্লাহর নিকট তাঁর কল্যাণ ও শান্তি কামনা করি।
100%
"আমি হাদিস মানি কোরআনের মানদণ্ডে - এটাই চরম সত্য কথা ।।
এটা যৌতিক - এই মানতে যৌতিক হতে হবে ০৩ টি আয়াত দিলাম
এক
সাহাবীদের মত ঈমান
দুই
মুহাজির ও আনসারদের মধ্যে যারা প্রথম অগ্রগামী তাদেরকে অনুসরণ
তিন
আল্লাহ ও তার রসূলের প্রতি অস্বীকৃতি জ্ঞাপনকারী প্রসঙ্গে
১. সূরা নিসা ৪:-১৫০, ১৫১
إِنَّ الَّذِينَ يَكْفُرُونَ بِاللّهِ وَرُسُلِهِ وَيُرِيدُونَ أَن يُفَرِّقُواْ بَيْنَ اللّهِ وَرُسُلِهِ وَيقُولُونَ نُؤْمِنُ بِبَعْضٍ وَنَكْفُرُ بِبَعْضٍ وَيُرِيدُونَ أَن يَتَّخِذُواْ بَيْنَ ذَلِكَ سَبِيلاً
أُوْلَـئِكَ هُمُ الْكَافِرُونَ حَقًّا وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ عَذَابًا مُّهِينًا
অর্থঃ যারা আল্লাহ ও তার রসূলের প্রতি অস্বীকৃতি জ্ঞাপনকারী তদুপরি আল্লাহ ও রসূলের প্রতি বিশ্বাসে তারতম্য করতে চায় আর বলে যে, আমরা কতককে বিশ্বাস করি কিন্তু কতককে প্রত্যাখ্যান করি এবং এরই মধ্যবর্তী কোন পথ অবলম্বন করতে চায়। প্রকৃতপক্ষে এরাই সত্য প্রত্যাখ্যাকারী। আর যারা সত্য প্রত্যাখ্যানকারী তাদের জন্য তৈরী করে রেখেছি অপমানজনক আযাব।
সাহাবীদের নিয়ে কটাক্ষ্য করছেন - অথচ আল্লাহ্ কোরআনে সাহাবীদের মত ঈমান আনতে বলেছেন - ২:১৩৭ فَاِنۡ اٰمَنُوۡا بِمِثۡلِ مَاۤ اٰمَنۡتُمۡ بِهٖ فَقَدِ اهۡتَدَوۡا ۚ وَ اِنۡ تَوَلَّوۡا فَاِنَّمَا هُمۡ فِیۡ شِقَاقٍ ۚ فَسَیَكۡفِیۡكَهُمُ اللّٰهُ ۚ وَ هُوَ السَّمِیۡعُ الۡعَلِیۡمُ ﴿۱۳۷﴾ؕ ১৩৭. অতঃপর তোমরা যেরূপ ঈমান এনেছ তারাও যদি সেরূপ ঈমান আনে, তবে নিশ্চয় তারা হেদায়াত পাবে। আর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে তারা বিরোধিতায় লিপ্ত সুতরাং তাদের বিপক্ষে আপনার জন্য আল্লাহই যথেষ্ট। আর তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।
৯:১০০ وَ السّٰبِقُوۡنَ الۡاَوَّلُوۡنَ مِنَ الۡمُهٰجِرِیۡنَ وَ الۡاَنۡصَارِ وَ الَّذِیۡنَ اتَّبَعُوۡهُمۡ بِاِحۡسَانٍ ۙ رَّضِیَ اللّٰهُ عَنۡهُمۡ وَ رَضُوۡا عَنۡهُ وَ اَعَدَّ لَهُمۡ جَنّٰتٍ تَجۡرِیۡ تَحۡتَهَا الۡاَنۡهٰرُ خٰلِدِیۡنَ فِیۡهَاۤ اَبَدًا ؕ ذٰلِكَ الۡفَوۡزُ الۡعَظِیۡمُ ﴿۱۰۰﴾
و السبقون الاولون من المهجرین و الانصار و الذین اتبعوهم باحسان رضی الله عنهم و رضوا عنه و اعد لهم جنت تجری تحتها الانهر خلدین فیها ابدا ذلك الفوز العظیم ﴿۱۰۰﴾
আর মুহাজির ও আনসারদের মধ্যে যারা প্রথম অগ্রগামী এবং যারা তাদেরকে অনুসরণ করেছে সুন্দরভাবে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। আর তিনি তাদের জন্য প্রস্তুত করেছেন জান্নাতসমূহ, যার তলদেশে নদী প্রবাহিত, তারা সেখানে চিরস্থায়ী হবে। এটাই মহাসাফল্য।
সালামুন আলাইকুম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমি দীর্ঘদিন হতে আপনার নিয়মিত শ্রোতা, আপনি আমাকে সত্য জানতে ও কুরআনের দেখানো সরল সঠিক পথের সন্ধান পেতে উৎসাহিত করেছেন। আমি দীর্ঘ এক বছর যাবত রাত ১২ টা হতে ভোর ৪.৩০ টা পর্যন্ত একটানা নিয়মিত রাত জেগে কুরআন বুঝে বুঝে নিজের ভাষায় পড়ছি, এবং ভিন্ন ভিন্ন অনুবাদকের অনুদিত কুরআন পড়ছি, এবং কুরআনের আল্লাহর প্রতিটি আয়াত নিয়ে প্রশ্নবধক চিন্তা করেছি। এবং কুরআন থেকেই সেইসব প্রশ্নের উত্তর খুজার চেষ্টা চালিয়েছি, এবং প্রতিটি আয়াতের যৌক্তিকতা জানা, বোঝা ও কারণ খুঁজেছি। একটি আয়াতের সাথে কুরআনের আরেকটি আয়াতের সামঞ্জস্য খুঁজেছি এবং তার যৌক্তিকতা বোঝার চেষ্টা করেছি। এমনকি গভীর রাতে সয়ং জ্ঞানদাতার নিকট কেঁদে কেঁদে কুরআন বোঝার জন্য যতটুকু এলেম দরকার তা প্রার্থনার মাধ্যমে চেয়েছি। তাতে করে এতদিনে আমি যা বুঝেছি বা জেনেছি, তা থেকে আমার নিকট দিনের আলোর ন্যায় স্পষ্ট যে, আমাদের অতি পরিচিত ও প্রচলিত ধর্মবিশ্বাসের সাথে কুরআনের দেখানো ইসলামের সামান্যতম মিল নেই। এবং আমার নিকট এটিও স্পষ্ট যে আমাদের এই ধর্মবিশ্বাস ৯০% বিকৃত ধর্মবিশ্বাস বিকৃত ধর্মবিশ্বাস। শয়তান আমাদের পরিচিত এই ধর্মবিশ্বাসে ছোট বড় এমন একটি বিষয়ও পাইনি যা সম্পূর্ণরূপে বিকৃত করে নি। পৃথিবীর অন্য সকল ধর্মবিশ্বাসের মতই আমাদের পরিচিত ধর্মবিশ্বাস বিকৃত ধর্ম বিশ্বাস। আমি কুরআনে সালাত সহ বিভিন্ন বিতর্কিত শব্দের যৌক্তিক অর্থ কুরআন থেকে জানা ও বোঝার চেষ্টা করে যা পেয়েছি তাতে হাদিস ভিক্তিক কুরআনের বিভিন্ন শব্দের প্রকৃত অর্থও শয়তান বিকৃত করে উপস্থাপন করে মুমিনদের বিশ্বাসে যায়গা করে নিয়েছে। শয়তান শুধু হাদিসেই নয়, কুরআনের অনেক আয়াতের অনুবাদেও বিকৃত অর্থ করে বিশ্বাসীদের নিকট কুরআনের গুরুত্ব কমিয়ে দিয়েছে। আমাদের দেশের কথিত আলেমদের অনেকের সাথে কুরআনের আল্লাহর বক্তব্য নিয়ে অালোচনা করতে গিয়ে দেখেছি যে, তারা কুরআনের আল্লাহর বাণীর প্রতি প্রকাশ্য সন্দেহ ও প্রশ্ন তুলে বিশ্বাস আনতে পারেনি।
তবে আশ্চর্যের বিষয় যে, তাদের অধিকাংশই এখন আমাকে নাস্তিক কাফের ইত্যাদি বলে আখ্যায়ীত করেছে। অনেকটা একঘরে করে ফেলেছে। যদিও আমি এ বিষয়ে কারো সাথে তর্ক বিতর্কও করি নাই। দেশে আওয়ামীলীগ ক্ষমতায় না থাকলে হয়তো তারা এতদিনে আমাকে প্রকাশ্য হত্যা করে ১০০ শহিদের সওয়াব হাসিল করে ফেলতেন। যদিও আমি সে বিষয়ে একটুও বিচলিত নই। আল্লাহই একমাত্র সাহায্যকারী ও রক্ষক। আপনার কল্যাণ কামণা করি, সেই সাথে আল্লাহ আপনাকে জান্নাতে মর্যদায় অতিষ্ঠিক করুন।
সালাম।
Bai tader kichu bola Jay na. Karon Tara hujur der tader Rob Ar hadis ke sei Rober bani mone kore
একদম সেম কথাগুলো হেযবুত তওহীদও বলে। হেযবুত তওহীদের গঠনমূলক আলোচনাকে তথাকথিত আলেম নামধারী জালেমরা নাস্তিক্যবাদ নাম দিয়ে সাধারণ মানুষকে উত্তেজিত করে তোলে। বলে এরা নাস্তিক, খ্রিস্টান, ইহুদি, লাচারা ইত্যাদি। সাধারণ মানুষও আবার এদের ভুল ব্যাখ্যায় তাল মিলিয়ে থাকে। যেমন সজল রোশনকে বলা হচ্ছে। আলেমরা কোনো বাস্তবতা মানেনা বা ফিল করেনা। এগিয়ে যান আমরা আছি সত্যের পথে। যুক্তিবাদীদের সাথে। তাতে যত ঝড় আসে আসুক।
বিগত তিন শতাধিক বছর ধরে আমার প্রজ্ঞা আমার জ্ঞান আমার বুদ্ধি বিবেচনায় আমি মনে করি সজল ভাই একজন গ্রেটেস্ট সত্যিকারের ইসলামিক স্কলার আমার এই জীবনে আমি কখনো কোনদিন কোন স্কলার দেখে নাই যার কথার এত ভদ্রতা যুক্তিসম্পন্ন বৈজ্ঞানিক আধুনিক জ্ঞান ধারণার সাথে সামজস্যপূর্ণ। কোরআনের সত্যিকারের সৌন্দর্য মানুষের কাছে সহজ ভাবে সরল ভাষা তুলে ধরতে পেরেছেন সেটা আমার দেখা বাংলাদেশের ইভেন ভারতীয় উপমহাদেশে কোন স্কলার আমার জানা নাই আল্লাহ সজল ভাইয়ের এই ইসলামের অবদান কে তুমি কবুল কর। আমিন।
Right
এখনও পর্যন্ত একমত ৷
আপনার বয়স তাহলে তিন শত বছরের উপরে????
@@bashar1168 মনে হয় তিন বছর হবে!
সহমত
অর্থ বুঝে যখনই কোরআন পড়া শুরু করলাম এবং কোরআন বুঝতে শুরু করলাম তখন থেকেই আপনার এই কথাগুলোর সত্যতা ও যুক্তি মানতে শুরু করলাম।
আগে জানতাম কোরআন শুধু আরবিতেই পড়তে হবে, কোরআনকে মানতাম সওয়াবের বই। কারন এক হরফে ১০ নেকি এই একটা গোঁজামিল আমাদের ব্রেইনে সেই ছোট থেকেই ঢুকিয়ে দেয়া হয়েছিলো।
আরবি ঠিকই পড়তাম কিন্তু আল্লাহ কোরআনে কি বলছেন সেটাই জানতাম না 😐
আপনার মতাদর্শের মানষিকতার কাউকেই দেখিনি আপনার মতো সরল শক্ত যুক্তি দিয়ে, সরাসরি কাউকে কথা দিয়ে আঘাত না করে, সহজ ভাষায় উপস্থাপন করতে,ভালোবাসা অবিরাম 🤍
আমরা আছি তো ভাই
Listening
Let me know if you are looking for a few days. I have a look at the moment. I have a look at the
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Alhamdulilla. Heartfelt felicitations and doa for presentation of the fundamentals of of Hadish . We are greatly benefited. Alhamdulilla 'Alhamdulilla
We
আমি কলকাতা থেকে নিয়মিত আপনাকে শুনি। সত্যিই আপনি একজন প্রকৃত আলেম। আপনার থেকে আমি অনেক উপকৃত।
উনার ভিড়িও গুলোতে লাইক দেন, তাহলে এগুলো মানুষের কাছে খুব সহজেই পৌঁছে যাবে।
আমি ও কলকাতা থেকে,,, উনার ভিডিও ভিডিওর মাধ্যমে অনেক উপকৃত হয়েছি।
"হাদীস মানি কোরআনের মানদণ্ডে" অসাধারণ কথা।
❤😊
@@মোআব্দুল্লাহ্আলমাসুম কথা টি সুন্দর এবং যৌক্তিক! বাস্তব জীবনে কুরআন এর কোনো কিছু মানে না!
আল্লাহ আপনি এই উম্মাহ কে এই সমস্ত বহুমুখি ফিতনা হতে হেফাজত করুন ।
"আমি হাদিস মানি কোরআনের মানদণ্ডে" অসাধারণ বলেছেন ভাই।আল্লাহ আপনার মঙ্গল করুক।
ভাই সত্যি অসাধারণ
বর্তমান যুগের সকল আলেম ওলামদের এই আলোচনা মনযোগ দিয়ে শুনা উচিৎ
দেখুন কি ভাবে সত্যি ইসলামের দাওয়াত সুন্দর ও সাবলীল ভাষায় দিতে হই।
কোরআন ই হচ্ছে একমাত্র ইসলামের জীবন বিধান। যা থেকে এই যুগের ওলামায়ে ক্রাইম রা আমাদের মতো সাধারণ মুসলিম উম্মাহ কে দূরে রেখেছেন।
আল্লাহ আমাদের সবাই কে ইসলামের সঠিক পথের সন্ধান দান করুন।
সজল ভাই আল্লাহ আপনাকে আরও বেশী জাযা ও এলেম দান করুন।
আপনি যে ভাবে গবেষণা করে সঠিক ইসলামের পথ বের করছেন আল্লাহ আপনাকে সাহায্য করবেন।
আল্লাহ সবসময় সত্যবাদী দের সাথে আছেন। 🤲🤲🤲🤲🤲🤲
ভালোবাসা অবিরাম ❤️❤️❤️❤️❤️
দোয়া করবেন আল্লাহ আপনাকে সুস্থ রাখুন
আমি সজল রোশনের দীর্ঘ হায়াত কামনা করছি ও তার জ্ঞানের পরিসীমা বৃদ্ধির জন্য দোয়া করছি।
আসসালামু আলাইকুম সজল ভাই,, এই রকম প্রাষঙ্গিক ,, টাটকা উপস্থাপন মন, মস্তিষ্কের জন্য ইহকাল ও পরকালের পাথেয়।। তাঁরাই সৌভাগ্যের অধিকারী যারা আপনাকে খুঁজে পেয়েছেন।। আলহামদুলিল্লাহ ,,"এই পৃথিবীতে আপনার মত একজন সুন্দর,, সত্যি কার মানুষ আছেন"!! আল্লাহ আপনার সার্বিক মঙ্গল করুন।। ধন্যবাদ।।
Very fine comment .Naushad vai...
Very good,,
YES
আপনাকে অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া করছি, আপনার ব্যাখ্যা ও বিশ্লেষণ বুঝতে খুব সহজ হয়, আপনার সূক্ষ্মজ্ঞান ও দূরদর্শীতা আমাকে অভিভূত ও জানার আগ্রহ করে।
যতবার শুনি ততবার মুগ্ধ হয়ে যাই, ধর্মের সঠিক ইতিহাস জানতে পারি সজল রশনের কাছ থেকে।
ছোট সময়ের ধ্যান-ধারণা অনেক পরিবর্তন এসেছে সজল রশনের ভিডিও দেখে।
বর্তমানে সবচেয়ে ধৈর্যশীল ইসলামিক স্কলার। * * * * * * *
আপনার কথার যুক্তি শুনে ইসলামের উপড় আরো ভক্তি বেড়ে গেছে আমার। আপনার সব ভিডিও দেখেছি আমি। আপনার ভিডিও শুনে ও দেখে ইসলামের গোঁড়ামি থেকে অনেক মানুষ আছ বেড়িয়ে এসেছেন। ধন্যবাদ আপনাকে সজল ভাই।
সঠিক যুক্তি দিয়ে সহজ সরল ভাবে সত্য জিনিস গুলো আমর মতো সাধারণ মানুষকে জানার সুযোগ করে দেয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে৷ দাদা আপনার গলার আওয়াজ টা অন্য রকম লাগছে৷
অসাধারন বক্তব্য দিয়েছেন, জাতি আজকে হাদিস নিয়েই বিভ্রান্ত।
স্যার, আমি যখন কোরআনের বাংলা অনুবাদ সঠিক ভাবে জানতে পেরেছি, তখন থেকেই আল্লাহ তায়ালা পক্ষ হইতে বুঝতে পারলাম, আসলে ধর্ম টাকে একটা ব্যাবসায় রুপান্তর করেছে বেসি ভাগের আলেম।
100 Right
right
আল্লাহ আপনার কথা ও কর্মকে আরও স্পষ্ট ও স্বচ্ছতা দান করুন
একই ভাবে আমি হাদিস মানি কোরআনের মানদন্ডে, ইমাম বোখারীর সার্টিফিকেটে নয়। অসাধারন বলছেন…
দয়াময় পরম দয়ালু আল্লাহ'র নামে শুরু করছি।
সমস্ত প্রসংশা আল্লাহর জন্য জিনি সৃষ্টি কুলের রব।
সালামুন আলাইকুম। আপনাদের প্রতি আল্লাহর বিষেশ দয়া ও অনুগ্রহ বর্শিত হক। 31:14
وَ وَصَّیۡنَا الۡاِنۡسَانَ بِوَالِدَیۡہِ ۚ حَمَلَتۡہُ اُمُّہٗ وَہۡنًا عَلٰی وَہۡنٍ وَّ فِصٰلُہٗ فِیۡ عَامَیۡنِ اَنِ اشۡکُرۡ لِیۡ وَ لِوَالِدَیۡکَ ؕ اِلَیَّ الۡمَصِیۡرُ ﴿۱۴﴾
আর আমি মানুষকে তার মাতাপিতার ব্যাপারে (সদাচরণের) নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্ভে ধারণ করে। আর তার দুধ ছাড়ানো হয় দু’বছরে; সুতরাং আমার ও তোমার পিতা-মাতার শুকরিয়া আদায় কর। প্রত্যাবর্তন তো আমার কাছেই।
46:15
وَ وَصَّیۡنَا الۡاِنۡسَانَ بِوَالِدَیۡہِ اِحۡسٰنًا ؕ حَمَلَتۡہُ اُمُّہٗ کُرۡہًا وَّ وَضَعَتۡہُ کُرۡہًا ؕ وَ حَمۡلُہٗ وَ فِصٰلُہٗ ثَلٰثُوۡنَ شَہۡرًا ؕ حَتّٰۤی اِذَا بَلَغَ اَشُدَّہٗ وَ بَلَغَ اَرۡبَعِیۡنَ سَنَۃً ۙ قَالَ رَبِّ اَوۡزِعۡنِیۡۤ اَنۡ اَشۡکُرَ نِعۡمَتَکَ الَّتِیۡۤ اَنۡعَمۡتَ عَلَیَّ وَ عَلٰی وَالِدَیَّ وَ اَنۡ اَعۡمَلَ صَالِحًا تَرۡضٰہُ وَ اَصۡلِحۡ لِیۡ فِیۡ ذُرِّیَّتِیۡ ۚؕ اِنِّیۡ تُبۡتُ اِلَیۡکَ وَ اِنِّیۡ مِنَ الۡمُسۡلِمِیۡنَ ﴿۱۵﴾
আর আমি মানুষকে তার মাতা-পিতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি। তার মা তাকে অতিকষ্টে গর্ভে ধারণ করেছে এবং অতি কষ্টে তাকে প্রসব করেছে। তার গর্ভধারণ ও দুধপান ছাড়ানোর সময় লাগে ত্রিশ মাস। অবশেষে যখন সে তার শক্তির পূর্ণতায় পৌঁছে এবং চল্লিশ বছরে উপনীত হয়, তখন সে বলে, ‘হে আমার রব, আমাকে সামর্থ্য দাও, তুমি আমার উপর ও আমার মাতা-পিতার উপর যে নিআমত দান করেছ, তোমার সে নিআমতের যেন আমি শোকর আদায় করতে পারি এবং আমি যেন সৎকর্ম করতে পারি, যা তুমি পছন্দ কর। আর আমার জন্য তুমি আমার বংশধরদের মধ্যে সংশোধন করে দাও। নিশ্চয় আমি তোমার কাছে তাওবা করলাম এবং নিশ্চয় আমি মুসলিমদের অন্তর্ভুক্ত’।
9:23
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَتَّخِذُوۡۤا اٰبَآءَکُمۡ وَ اِخۡوَانَکُمۡ اَوۡلِیَآءَ اِنِ اسۡتَحَبُّوا الۡکُفۡرَ عَلَی الۡاِیۡمَانِ ؕ وَ مَنۡ یَّتَوَلَّہُمۡ مِّنۡکُمۡ فَاُولٰٓئِکَ ہُمُ الظّٰلِمُوۡنَ ﴿۲۳﴾
হে ঈমানদারগণ, তোমরা নিজদের পিতা ও ভাইদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, যদি তারা ঈমান অপেক্ষা কুফরীকে প্রিয় মনে করে। তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তারাই যালিম।
9:24
قُلۡ اِنۡ کَانَ اٰبَآؤُکُمۡ وَ اَبۡنَآؤُکُمۡ وَ اِخۡوَانُکُمۡ وَ اَزۡوَاجُکُمۡ وَ عَشِیۡرَتُکُمۡ وَ اَمۡوَالُۨ اقۡتَرَفۡتُمُوۡہَا وَ تِجَارَۃٌ تَخۡشَوۡنَ کَسَادَہَا وَ مَسٰکِنُ تَرۡضَوۡنَہَاۤ اَحَبَّ اِلَیۡکُمۡ مِّنَ اللّٰہِ وَ رَسُوۡلِہٖ وَ جِہَادٍ فِیۡ سَبِیۡلِہٖ فَتَرَبَّصُوۡا حَتّٰی یَاۡتِیَ اللّٰہُ بِاَمۡرِہٖ ؕ وَ اللّٰہُ لَا یَہۡدِی الۡقَوۡمَ الۡفٰسِقِیۡنَ ﴿٪۲۴﴾
বল, ‘তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের গোত্র, তোমাদের সে সম্পদ যা তোমরা অর্জন করেছ, আর সে ব্যবসা যার মন্দা হওয়ার আশঙ্কা তোমরা করছ এবং সে বাসস্থান, যা তোমরা পছন্দ করছ, যদি তোমাদের কাছে অধিক প্রিয় হয় আল্লাহ, তাঁর রাসূল ও তাঁর পথে জিহাদ করার চেয়ে, তবে তোমরা অপেক্ষা কর আল্লাহ তাঁর নির্দেশ নিয়ে আসা পর্যন্ত’। আর আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হিদায়াত করেন না।
আসুন আমরা সবাই অর্থ সহ কোর আন বুঝে পরি
ইমামে আজম কে আর বুখারীর জন্ম হয়নি তখন যখন ইমামে আজম হাদিস সঙ্কলন করেন❤️আমার ঠিক মনে নেই ইমাম সাফি না জেনো ইমাম মালিক বলেছিলেন হাদিসের ব্যপারে আবু হানিফা অমুখাপেক্ষী 🥰
অনেক মানুষ কোরআন বাদ দিয়ে হাদিস নিয়ে ব্যস্ত। তারা কোরআন মানেন না, হাদিস মানেন! তারা হাদিসকে তাদের ধর্মীয় কিতাব মনে করেন!
তাবলীগ এর ফাজায়েলে আমল বইটির ভুল বানোয়াট হাদিস গুলো আমরা কোরআন থেকে কোনো মুল আলোচনার মাঝে পড়ে না।
যতবার শুনি ততবার মুগ্ধ হয়ে যাই, ধর্মের সঠিক ইতিহাস জানতে পারি সজল রশনের কাছ থেকে।
ছোট সময়ের ধ্যান-ধারণা অনেক পরিবর্তন এসেছে সজল রশনের ভিডিও দেখে।
বর্তমানে সবচেয়ে ধৈর্যশীল ইসলামিক স্কলার।
দয়াময় পরম দয়ালু আল্লাহ'র নামে শুরু করছি।
সমস্ত প্রসংশা আল্লাহর জন্য জিনি সৃষ্টি কুলের রব।
সালামুন আলাইকুম। আপনাদের প্রতি আল্লাহর বিষেশ দয়া ও অনুগ্রহ বর্শিত হক। 31:14
وَ وَصَّیۡنَا الۡاِنۡسَانَ بِوَالِدَیۡہِ ۚ حَمَلَتۡہُ اُمُّہٗ وَہۡنًا عَلٰی وَہۡنٍ وَّ فِصٰلُہٗ فِیۡ عَامَیۡنِ اَنِ اشۡکُرۡ لِیۡ وَ لِوَالِدَیۡکَ ؕ اِلَیَّ الۡمَصِیۡرُ ﴿۱۴﴾
আর আমি মানুষকে তার মাতাপিতার ব্যাপারে (সদাচরণের) নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্ভে ধারণ করে। আর তার দুধ ছাড়ানো হয় দু’বছরে; সুতরাং আমার ও তোমার পিতা-মাতার শুকরিয়া আদায় কর। প্রত্যাবর্তন তো আমার কাছেই।
46:15
وَ وَصَّیۡنَا الۡاِنۡسَانَ بِوَالِدَیۡہِ اِحۡسٰنًا ؕ حَمَلَتۡہُ اُمُّہٗ کُرۡہًا وَّ وَضَعَتۡہُ کُرۡہًا ؕ وَ حَمۡلُہٗ وَ فِصٰلُہٗ ثَلٰثُوۡنَ شَہۡرًا ؕ حَتّٰۤی اِذَا بَلَغَ اَشُدَّہٗ وَ بَلَغَ اَرۡبَعِیۡنَ سَنَۃً ۙ قَالَ رَبِّ اَوۡزِعۡنِیۡۤ اَنۡ اَشۡکُرَ نِعۡمَتَکَ الَّتِیۡۤ اَنۡعَمۡتَ عَلَیَّ وَ عَلٰی وَالِدَیَّ وَ اَنۡ اَعۡمَلَ صَالِحًا تَرۡضٰہُ وَ اَصۡلِحۡ لِیۡ فِیۡ ذُرِّیَّتِیۡ ۚؕ اِنِّیۡ تُبۡتُ اِلَیۡکَ وَ اِنِّیۡ مِنَ الۡمُسۡلِمِیۡنَ ﴿۱۵﴾
আর আমি মানুষকে তার মাতা-পিতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি। তার মা তাকে অতিকষ্টে গর্ভে ধারণ করেছে এবং অতি কষ্টে তাকে প্রসব করেছে। তার গর্ভধারণ ও দুধপান ছাড়ানোর সময় লাগে ত্রিশ মাস। অবশেষে যখন সে তার শক্তির পূর্ণতায় পৌঁছে এবং চল্লিশ বছরে উপনীত হয়, তখন সে বলে, ‘হে আমার রব, আমাকে সামর্থ্য দাও, তুমি আমার উপর ও আমার মাতা-পিতার উপর যে নিআমত দান করেছ, তোমার সে নিআমতের যেন আমি শোকর আদায় করতে পারি এবং আমি যেন সৎকর্ম করতে পারি, যা তুমি পছন্দ কর। আর আমার জন্য তুমি আমার বংশধরদের মধ্যে সংশোধন করে দাও। নিশ্চয় আমি তোমার কাছে তাওবা করলাম এবং নিশ্চয় আমি মুসলিমদের অন্তর্ভুক্ত’।
9:23
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَتَّخِذُوۡۤا اٰبَآءَکُمۡ وَ اِخۡوَانَکُمۡ اَوۡلِیَآءَ اِنِ اسۡتَحَبُّوا الۡکُفۡرَ عَلَی الۡاِیۡمَانِ ؕ وَ مَنۡ یَّتَوَلَّہُمۡ مِّنۡکُمۡ فَاُولٰٓئِکَ ہُمُ الظّٰلِمُوۡنَ ﴿۲۳﴾
হে ঈমানদারগণ, তোমরা নিজদের পিতা ও ভাইদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, যদি তারা ঈমান অপেক্ষা কুফরীকে প্রিয় মনে করে। তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তারাই যালিম।
9:24
قُلۡ اِنۡ کَانَ اٰبَآؤُکُمۡ وَ اَبۡنَآؤُکُمۡ وَ اِخۡوَانُکُمۡ وَ اَزۡوَاجُکُمۡ وَ عَشِیۡرَتُکُمۡ وَ اَمۡوَالُۨ اقۡتَرَفۡتُمُوۡہَا وَ تِجَارَۃٌ تَخۡشَوۡنَ کَسَادَہَا وَ مَسٰکِنُ تَرۡضَوۡنَہَاۤ اَحَبَّ اِلَیۡکُمۡ مِّنَ اللّٰہِ وَ رَسُوۡلِہٖ وَ جِہَادٍ فِیۡ سَبِیۡلِہٖ فَتَرَبَّصُوۡا حَتّٰی یَاۡتِیَ اللّٰہُ بِاَمۡرِہٖ ؕ وَ اللّٰہُ لَا یَہۡدِی الۡقَوۡمَ الۡفٰسِقِیۡنَ ﴿٪۲۴﴾
বল, ‘তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের গোত্র, তোমাদের সে সম্পদ যা তোমরা অর্জন করেছ, আর সে ব্যবসা যার মন্দা হওয়ার আশঙ্কা তোমরা করছ এবং সে বাসস্থান, যা তোমরা পছন্দ করছ, যদি তোমাদের কাছে অধিক প্রিয় হয় আল্লাহ, তাঁর রাসূল ও তাঁর পথে জিহাদ করার চেয়ে, তবে তোমরা অপেক্ষা কর আল্লাহ তাঁর নির্দেশ নিয়ে আসা পর্যন্ত’। আর আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হিদায়াত করেন না।
আসুন আমরা সবাই অর্থ সহ কোর আন বুঝে পরি
দাঁড়িচাছা ফাসিকের নিকট থেকে ধর্ম শিখে এরা!🤣 আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এর সাথে বির্তকে নাকানিচুবানি মনে পড়ে সজল??🤣🤣😝
আপনি অনেক গভীর ভাবে বিভিন্ন বিষয় তুলে ধরেছেন সত্য কথা প্রকাশ করেন খুব জ্ঞানী আপনি ভাই
সত্যান্বেষী মানুষের জন্য এর চেয়ে ভালো স্পীচ আর হতেই পারে না। যার ভিডিও দেখলে কখনও বিরক্তি আসে না, তিনিই প্রিয় সজল রোশন ভাই❤️
আমার ভাষা নেই?কি বলে সজল ভাই করে সম্ভোধন করব''আমার কোন ভাষা নাই। I love you 💓💓💓
@@shiblyrahman4128 দেখুন আপনি যা বললেন, তার উত্তর আমার জানা নাই। তবে আপনি যদি মনে করে সজল ভাইয়ের ভুল হচ্ছে সংশোধন করে ভিডিও ক্রিয়েট করুন। আমরা সবার কাছ থেকে সত্য জানতে চাই। উনি যে কথা গুলো বললেন সেগুলো খন্ডন করে জাতিকে উপকৃত করুন। আমরা সজল ভাই কিংবা আপনাকে নয়, আমরা সত্য খুজছি। ধন্যবাদ।
@@manikhossen1424 tumi mukti prapto atta❤️
@@englishislove4371 বুঝি নি ভাই?
ঠিক
আপনার ভিডিও পেয়েছি
আলহামদুলিল্লাহ্,অনেক দিন অপেক্ষায় ছিলাম।
ভাল থাকবেন।দোয়া করবেন।
সজল ভাই মানেই নতুনত্ব কিছু জানবো 😍😍😍
হাদিস পড়তে পড়তে আর মানাতে মানাতে নিজেই হাদিসের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম কিন্তু সিদ্ধান্ত নিতে পারছিলাম না। আপনি সিদ্ধান্ত নিতে সাহায্য করলেন। বিশেষ করে আপনার বিশ্বাসের ঢেকিঁ গেলা ও নবীজির প্রজ্ঞা বই দুটি পড়ে।
হাস্যকর
ভাই এখন কি সিদ্ধান্ত নিলেন? আমাকে সাহায্য করুন, আমিও একই অবস্থায় আছি এখন।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মতো মানুষই খুঁজছে সত্য অন্যেসন কারিরায় , আল্লাহ যুগে যুগে একজন প্রজ্ঞাবান মানুষ পেরন করেন মানুষের হেদায়েতের জন্য , আশা করি অনেক মানুষ আপনার মাধ্যমে পকৃত সত্য জানতে পারবে , ধন্যবাদ
দয়াময় পরম দয়ালু আল্লাহ'র নামে শুরু করছি।
সমস্ত প্রসংশা আল্লাহর জন্য জিনি সৃষ্টি কুলের রব।
সালামুন আলাইকুম। আপনাদের প্রতি আল্লাহর বিষেশ দয়া ও অনুগ্রহ বর্শিত হক। 31:14
وَ وَصَّیۡنَا الۡاِنۡسَانَ بِوَالِدَیۡہِ ۚ حَمَلَتۡہُ اُمُّہٗ وَہۡنًا عَلٰی وَہۡنٍ وَّ فِصٰلُہٗ فِیۡ عَامَیۡنِ اَنِ اشۡکُرۡ لِیۡ وَ لِوَالِدَیۡکَ ؕ اِلَیَّ الۡمَصِیۡرُ ﴿۱۴﴾
আর আমি মানুষকে তার মাতাপিতার ব্যাপারে (সদাচরণের) নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্ভে ধারণ করে। আর তার দুধ ছাড়ানো হয় দু’বছরে; সুতরাং আমার ও তোমার পিতা-মাতার শুকরিয়া আদায় কর। প্রত্যাবর্তন তো আমার কাছেই।
46:15
وَ وَصَّیۡنَا الۡاِنۡسَانَ بِوَالِدَیۡہِ اِحۡسٰنًا ؕ حَمَلَتۡہُ اُمُّہٗ کُرۡہًا وَّ وَضَعَتۡہُ کُرۡہًا ؕ وَ حَمۡلُہٗ وَ فِصٰلُہٗ ثَلٰثُوۡنَ شَہۡرًا ؕ حَتّٰۤی اِذَا بَلَغَ اَشُدَّہٗ وَ بَلَغَ اَرۡبَعِیۡنَ سَنَۃً ۙ قَالَ رَبِّ اَوۡزِعۡنِیۡۤ اَنۡ اَشۡکُرَ نِعۡمَتَکَ الَّتِیۡۤ اَنۡعَمۡتَ عَلَیَّ وَ عَلٰی وَالِدَیَّ وَ اَنۡ اَعۡمَلَ صَالِحًا تَرۡضٰہُ وَ اَصۡلِحۡ لِیۡ فِیۡ ذُرِّیَّتِیۡ ۚؕ اِنِّیۡ تُبۡتُ اِلَیۡکَ وَ اِنِّیۡ مِنَ الۡمُسۡلِمِیۡنَ ﴿۱۵﴾
আর আমি মানুষকে তার মাতা-পিতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি। তার মা তাকে অতিকষ্টে গর্ভে ধারণ করেছে এবং অতি কষ্টে তাকে প্রসব করেছে। তার গর্ভধারণ ও দুধপান ছাড়ানোর সময় লাগে ত্রিশ মাস। অবশেষে যখন সে তার শক্তির পূর্ণতায় পৌঁছে এবং চল্লিশ বছরে উপনীত হয়, তখন সে বলে, ‘হে আমার রব, আমাকে সামর্থ্য দাও, তুমি আমার উপর ও আমার মাতা-পিতার উপর যে নিআমত দান করেছ, তোমার সে নিআমতের যেন আমি শোকর আদায় করতে পারি এবং আমি যেন সৎকর্ম করতে পারি, যা তুমি পছন্দ কর। আর আমার জন্য তুমি আমার বংশধরদের মধ্যে সংশোধন করে দাও। নিশ্চয় আমি তোমার কাছে তাওবা করলাম এবং নিশ্চয় আমি মুসলিমদের অন্তর্ভুক্ত’।
9:23
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَتَّخِذُوۡۤا اٰبَآءَکُمۡ وَ اِخۡوَانَکُمۡ اَوۡلِیَآءَ اِنِ اسۡتَحَبُّوا الۡکُفۡرَ عَلَی الۡاِیۡمَانِ ؕ وَ مَنۡ یَّتَوَلَّہُمۡ مِّنۡکُمۡ فَاُولٰٓئِکَ ہُمُ الظّٰلِمُوۡنَ ﴿۲۳﴾
হে ঈমানদারগণ, তোমরা নিজদের পিতা ও ভাইদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, যদি তারা ঈমান অপেক্ষা কুফরীকে প্রিয় মনে করে। তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তারাই যালিম।
9:24
قُلۡ اِنۡ کَانَ اٰبَآؤُکُمۡ وَ اَبۡنَآؤُکُمۡ وَ اِخۡوَانُکُمۡ وَ اَزۡوَاجُکُمۡ وَ عَشِیۡرَتُکُمۡ وَ اَمۡوَالُۨ اقۡتَرَفۡتُمُوۡہَا وَ تِجَارَۃٌ تَخۡشَوۡنَ کَسَادَہَا وَ مَسٰکِنُ تَرۡضَوۡنَہَاۤ اَحَبَّ اِلَیۡکُمۡ مِّنَ اللّٰہِ وَ رَسُوۡلِہٖ وَ جِہَادٍ فِیۡ سَبِیۡلِہٖ فَتَرَبَّصُوۡا حَتّٰی یَاۡتِیَ اللّٰہُ بِاَمۡرِہٖ ؕ وَ اللّٰہُ لَا یَہۡدِی الۡقَوۡمَ الۡفٰسِقِیۡنَ ﴿٪۲۴﴾
বল, ‘তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের গোত্র, তোমাদের সে সম্পদ যা তোমরা অর্জন করেছ, আর সে ব্যবসা যার মন্দা হওয়ার আশঙ্কা তোমরা করছ এবং সে বাসস্থান, যা তোমরা পছন্দ করছ, যদি তোমাদের কাছে অধিক প্রিয় হয় আল্লাহ, তাঁর রাসূল ও তাঁর পথে জিহাদ করার চেয়ে, তবে তোমরা অপেক্ষা কর আল্লাহ তাঁর নির্দেশ নিয়ে আসা পর্যন্ত’। আর আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হিদায়াত করেন না।
আসুন আমরা সবাই অর্থ সহ কোর আন বুঝে পরি
সজল ভাই আমার মনে হয় আল্লাহর ইচ্ছায় আপনার ওচিলাতে আমাদের মহান দয়াময় প্রভূকে চিনতে পারছি ৷ হুজরদের কথায় মনে কিছু কটকা থাকলেও মোটামোটি মেনে নিতে হত হুজুর বলেছে তাই ৷ এখন আর কটকা নাই৷ দোয়া করি আল্লাহ আপনার জ্ঞান আরো বৃদ্ধি করুন ৷
চমৎকার বলেছেন। আমি ইমাম বুখারি সম্পর্কে কিছু লিখতে যাচ্ছিলাম, পরক্ষনে মনে হল যে আমার পাপ হয় কি না ! আমার মনে হয় হাদিস গ্রন্থ গুলো দিয়ে আমাদের মনে ভয় স্থায়ি করে দিয়েছে, এবং মুসলমান দের মধ্যে বিভেদ চিরস্থায়ী করে দিয়েছে।
এমন একটা বিষয়ে সাহসী ভূমিকা পালন করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই।
শুভ কামনা সবসময়
সালাম নিবেন❤️
আপনার জ্ঞান চর্চার Dedication আমাকে অনুপ্রাণিত করে৷ আল্লাহ আপনার শ্রমকে মঞ্জুর করুন ও মেধাকে আল্লাহ আরো বৃদ্ধি করেদিন৷ ধন্যবাদ
আপনার আলোচনা গুলো অতি চমৎকার,
এআলোচনা গুলো এদেশের মাদরাসার কিতাবে অন্তভুকত করা উচিৎ।
আপনার বক্তব্য শুনে আমি গীবত করা ছেড়ে দিছি আমি অনেক আলেমদের ওয়াজ শুনেছি কিন্তু আপনার মত না তাদের ওয়াজে বেশিরভাগ আনন্দ পাওয়া যায় ❤❤❤
সত্যি অনুধাবন করার মতো আপনার কথা গুলো। আমার মনের অনেক প্রশ্নর উত্তর পেয়েছি। আলহামদুলিল্লাহ আপনি যথার্থই উপস্থাপন করছেন।
আমি একজন সাধারণ মানুষ আমার তিনটি ছেলে যারা তিনজন ই হাফেজ আলেম । কিন্তু আমি ছিলাম সাধারণ শিক্ষায় শিক্ষিত।ইসলাম ধর্মের ধর্মের জ্ঞান অর্জনের জন্য বাচ্চাদের আমি এই মাদ্রাসার লাইনে দিয়েছিলাম । সত্যি কথা বলতে কি বর্তমান আলেম মাওলানা মৌলভীদের বাড়াবাড়ি ওয়াজে লাফালাফি গর্জন এক আলেমের আর এক আলেম প্রতি তিরস্কার ভৎসণায় আমি অতিষ্ঠ ক্লান্ত হয়ে এদের গালাগালি করবো নাকি শ্রদ্ধা করবো বুঝে উঠতে পারছিনা। মনের দুঃখে ওয়াজ আর শুনতে চাই না । বর্তমানে এক বন্ধুর কথায় সজল ভাইয়ের আলোচনা শুনে ধর্মের যুক্তিযুক্ত আলোচনা উনার ভদ্রতা সত্যি অতুলনীয়।তাই সজল ভাইকে সেলুট জানাই ।❤❤❤❤❤
আসসালামু আলাইকুম স্যার, আপনি এগিয়ে যান সঠিক সত্য নিয়ে ।
দয়াময় পরম দয়ালু আল্লাহ'র নামে শুরু করছি।
সমস্ত প্রসংশা আল্লাহর জন্য জিনি সৃষ্টি কুলের রব।
সালামুন আলাইকুম। আপনাদের প্রতি আল্লাহর বিষেশ দয়া ও অনুগ্রহ বর্শিত হক। 31:14
وَ وَصَّیۡنَا الۡاِنۡسَانَ بِوَالِدَیۡہِ ۚ حَمَلَتۡہُ اُمُّہٗ وَہۡنًا عَلٰی وَہۡنٍ وَّ فِصٰلُہٗ فِیۡ عَامَیۡنِ اَنِ اشۡکُرۡ لِیۡ وَ لِوَالِدَیۡکَ ؕ اِلَیَّ الۡمَصِیۡرُ ﴿۱۴﴾
আর আমি মানুষকে তার মাতাপিতার ব্যাপারে (সদাচরণের) নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্ভে ধারণ করে। আর তার দুধ ছাড়ানো হয় দু’বছরে; সুতরাং আমার ও তোমার পিতা-মাতার শুকরিয়া আদায় কর। প্রত্যাবর্তন তো আমার কাছেই।
46:15
وَ وَصَّیۡنَا الۡاِنۡسَانَ بِوَالِدَیۡہِ اِحۡسٰنًا ؕ حَمَلَتۡہُ اُمُّہٗ کُرۡہًا وَّ وَضَعَتۡہُ کُرۡہًا ؕ وَ حَمۡلُہٗ وَ فِصٰلُہٗ ثَلٰثُوۡنَ شَہۡرًا ؕ حَتّٰۤی اِذَا بَلَغَ اَشُدَّہٗ وَ بَلَغَ اَرۡبَعِیۡنَ سَنَۃً ۙ قَالَ رَبِّ اَوۡزِعۡنِیۡۤ اَنۡ اَشۡکُرَ نِعۡمَتَکَ الَّتِیۡۤ اَنۡعَمۡتَ عَلَیَّ وَ عَلٰی وَالِدَیَّ وَ اَنۡ اَعۡمَلَ صَالِحًا تَرۡضٰہُ وَ اَصۡلِحۡ لِیۡ فِیۡ ذُرِّیَّتِیۡ ۚؕ اِنِّیۡ تُبۡتُ اِلَیۡکَ وَ اِنِّیۡ مِنَ الۡمُسۡلِمِیۡنَ ﴿۱۵﴾
আর আমি মানুষকে তার মাতা-পিতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি। তার মা তাকে অতিকষ্টে গর্ভে ধারণ করেছে এবং অতি কষ্টে তাকে প্রসব করেছে। তার গর্ভধারণ ও দুধপান ছাড়ানোর সময় লাগে ত্রিশ মাস। অবশেষে যখন সে তার শক্তির পূর্ণতায় পৌঁছে এবং চল্লিশ বছরে উপনীত হয়, তখন সে বলে, ‘হে আমার রব, আমাকে সামর্থ্য দাও, তুমি আমার উপর ও আমার মাতা-পিতার উপর যে নিআমত দান করেছ, তোমার সে নিআমতের যেন আমি শোকর আদায় করতে পারি এবং আমি যেন সৎকর্ম করতে পারি, যা তুমি পছন্দ কর। আর আমার জন্য তুমি আমার বংশধরদের মধ্যে সংশোধন করে দাও। নিশ্চয় আমি তোমার কাছে তাওবা করলাম এবং নিশ্চয় আমি মুসলিমদের অন্তর্ভুক্ত’।
9:23
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَتَّخِذُوۡۤا اٰبَآءَکُمۡ وَ اِخۡوَانَکُمۡ اَوۡلِیَآءَ اِنِ اسۡتَحَبُّوا الۡکُفۡرَ عَلَی الۡاِیۡمَانِ ؕ وَ مَنۡ یَّتَوَلَّہُمۡ مِّنۡکُمۡ فَاُولٰٓئِکَ ہُمُ الظّٰلِمُوۡنَ ﴿۲۳﴾
হে ঈমানদারগণ, তোমরা নিজদের পিতা ও ভাইদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, যদি তারা ঈমান অপেক্ষা কুফরীকে প্রিয় মনে করে। তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তারাই যালিম।
9:24
قُلۡ اِنۡ کَانَ اٰبَآؤُکُمۡ وَ اَبۡنَآؤُکُمۡ وَ اِخۡوَانُکُمۡ وَ اَزۡوَاجُکُمۡ وَ عَشِیۡرَتُکُمۡ وَ اَمۡوَالُۨ اقۡتَرَفۡتُمُوۡہَا وَ تِجَارَۃٌ تَخۡشَوۡنَ کَسَادَہَا وَ مَسٰکِنُ تَرۡضَوۡنَہَاۤ اَحَبَّ اِلَیۡکُمۡ مِّنَ اللّٰہِ وَ رَسُوۡلِہٖ وَ جِہَادٍ فِیۡ سَبِیۡلِہٖ فَتَرَبَّصُوۡا حَتّٰی یَاۡتِیَ اللّٰہُ بِاَمۡرِہٖ ؕ وَ اللّٰہُ لَا یَہۡدِی الۡقَوۡمَ الۡفٰسِقِیۡنَ ﴿٪۲۴﴾
বল, ‘তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের গোত্র, তোমাদের সে সম্পদ যা তোমরা অর্জন করেছ, আর সে ব্যবসা যার মন্দা হওয়ার আশঙ্কা তোমরা করছ এবং সে বাসস্থান, যা তোমরা পছন্দ করছ, যদি তোমাদের কাছে অধিক প্রিয় হয় আল্লাহ, তাঁর রাসূল ও তাঁর পথে জিহাদ করার চেয়ে, তবে তোমরা অপেক্ষা কর আল্লাহ তাঁর নির্দেশ নিয়ে আসা পর্যন্ত’। আর আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হিদায়াত করেন না।
আসুন আমরা সবাই অর্থ সহ কোর আন বুঝে পরি
অসাধারণ আলোচনা সজল ভাই ধন্যবাদ,
আমি বাংলায় কুরআন বুঝে বুঝে পড়া শুরু করেছি আলহামদুলিল্লাহ, ইসলাম সম্পর্কে আমাদের করনীয় সম্পর্কে এখন খুব সুন্দর ভাবে বুঝতে পারতেছি ।
আলহামদুলিল্লাহ,,,,,,,,
দোয়া করি আপনার জন্য আল্লাহর কাছে এগিয়ে জান ভাইয়া.............
অশেষ দোয়া রইল আপনার জন্যে
ভিডিওটি সম্পুর্ণ দেখলাম অসাধারণ আলোচনা সজল ভাইয়া।
এর পূর্বে হাদীস সম্পর্কে আরো ছয়টি আলোচনা শুনেছি অনেক উপকৃত হয়েছি, আর এই আলোচনা মাধ্যমে আরো বিস্তারিত জানতে পারলাম।
সজল ভাই ধন্যবাদ আপনার জন্য দোয়া এবং ভালবাসা থাকলো,,,,,,,,,,,ফি আমানিল্লাহ।♥️♥️♥️♥️♥️
মাশাআল্লাহ। কি সুন্দর, বিশ্লেষনাত্নক যুক্তিসঙ্গত বক্তব্য। আমাদের মহান আলেম সমাজ এভাবে চিন্তা করে না কেন ?
আপনার বক্তব্যে আমি সম্পূর্ণভাবে প্রভাবিত। আগে কখনই এভাবে চিন্তা করিনি
দয়াময় করুণাময় পরম দয়ালু সৃষ্টিকর্তার নামে৷ আপনার প্রতি আল্লাহর বিশেষ দয়া ও অনুগ্রহ বর্ষিত হউক৷ সজল ভাই
মানুষ ইবাদতের নামে যে শিরিক করে আসতেছে এই বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
সালাম সজল ভাই কোরআনের সত্য প্রচার করতেছেন আল্লাহ আপনাকে তৌফিক দান করুক আমিন
100%
আল্লাহ তায়ালা আমাদের সঠিক পথ দান করুন। আমিন।
আপনার এই ভিডিওটা দেখে অনেক খুশি হলাম, অনেকদিন পর ধর্ম নিয়ে ভিডিও দিয়েছেন।
দয়াময় পরম দয়ালু আল্লাহ'র নামে শুরু করছি।
সমস্ত প্রসংশা আল্লাহর জন্য জিনি সৃষ্টি কুলের রব।
সালামুন আলাইকুম। আপনাদের প্রতি আল্লাহর বিষেশ দয়া ও অনুগ্রহ বর্শিত হক। 31:14
وَ وَصَّیۡنَا الۡاِنۡسَانَ بِوَالِدَیۡہِ ۚ حَمَلَتۡہُ اُمُّہٗ وَہۡنًا عَلٰی وَہۡنٍ وَّ فِصٰلُہٗ فِیۡ عَامَیۡنِ اَنِ اشۡکُرۡ لِیۡ وَ لِوَالِدَیۡکَ ؕ اِلَیَّ الۡمَصِیۡرُ ﴿۱۴﴾
আর আমি মানুষকে তার মাতাপিতার ব্যাপারে (সদাচরণের) নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্ভে ধারণ করে। আর তার দুধ ছাড়ানো হয় দু’বছরে; সুতরাং আমার ও তোমার পিতা-মাতার শুকরিয়া আদায় কর। প্রত্যাবর্তন তো আমার কাছেই।
46:15
وَ وَصَّیۡنَا الۡاِنۡسَانَ بِوَالِدَیۡہِ اِحۡسٰنًا ؕ حَمَلَتۡہُ اُمُّہٗ کُرۡہًا وَّ وَضَعَتۡہُ کُرۡہًا ؕ وَ حَمۡلُہٗ وَ فِصٰلُہٗ ثَلٰثُوۡنَ شَہۡرًا ؕ حَتّٰۤی اِذَا بَلَغَ اَشُدَّہٗ وَ بَلَغَ اَرۡبَعِیۡنَ سَنَۃً ۙ قَالَ رَبِّ اَوۡزِعۡنِیۡۤ اَنۡ اَشۡکُرَ نِعۡمَتَکَ الَّتِیۡۤ اَنۡعَمۡتَ عَلَیَّ وَ عَلٰی وَالِدَیَّ وَ اَنۡ اَعۡمَلَ صَالِحًا تَرۡضٰہُ وَ اَصۡلِحۡ لِیۡ فِیۡ ذُرِّیَّتِیۡ ۚؕ اِنِّیۡ تُبۡتُ اِلَیۡکَ وَ اِنِّیۡ مِنَ الۡمُسۡلِمِیۡنَ ﴿۱۵﴾
আর আমি মানুষকে তার মাতা-পিতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি। তার মা তাকে অতিকষ্টে গর্ভে ধারণ করেছে এবং অতি কষ্টে তাকে প্রসব করেছে। তার গর্ভধারণ ও দুধপান ছাড়ানোর সময় লাগে ত্রিশ মাস। অবশেষে যখন সে তার শক্তির পূর্ণতায় পৌঁছে এবং চল্লিশ বছরে উপনীত হয়, তখন সে বলে, ‘হে আমার রব, আমাকে সামর্থ্য দাও, তুমি আমার উপর ও আমার মাতা-পিতার উপর যে নিআমত দান করেছ, তোমার সে নিআমতের যেন আমি শোকর আদায় করতে পারি এবং আমি যেন সৎকর্ম করতে পারি, যা তুমি পছন্দ কর। আর আমার জন্য তুমি আমার বংশধরদের মধ্যে সংশোধন করে দাও। নিশ্চয় আমি তোমার কাছে তাওবা করলাম এবং নিশ্চয় আমি মুসলিমদের অন্তর্ভুক্ত’।
9:23
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَتَّخِذُوۡۤا اٰبَآءَکُمۡ وَ اِخۡوَانَکُمۡ اَوۡلِیَآءَ اِنِ اسۡتَحَبُّوا الۡکُفۡرَ عَلَی الۡاِیۡمَانِ ؕ وَ مَنۡ یَّتَوَلَّہُمۡ مِّنۡکُمۡ فَاُولٰٓئِکَ ہُمُ الظّٰلِمُوۡنَ ﴿۲۳﴾
হে ঈমানদারগণ, তোমরা নিজদের পিতা ও ভাইদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, যদি তারা ঈমান অপেক্ষা কুফরীকে প্রিয় মনে করে। তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তারাই যালিম।
9:24
قُلۡ اِنۡ کَانَ اٰبَآؤُکُمۡ وَ اَبۡنَآؤُکُمۡ وَ اِخۡوَانُکُمۡ وَ اَزۡوَاجُکُمۡ وَ عَشِیۡرَتُکُمۡ وَ اَمۡوَالُۨ اقۡتَرَفۡتُمُوۡہَا وَ تِجَارَۃٌ تَخۡشَوۡنَ کَسَادَہَا وَ مَسٰکِنُ تَرۡضَوۡنَہَاۤ اَحَبَّ اِلَیۡکُمۡ مِّنَ اللّٰہِ وَ رَسُوۡلِہٖ وَ جِہَادٍ فِیۡ سَبِیۡلِہٖ فَتَرَبَّصُوۡا حَتّٰی یَاۡتِیَ اللّٰہُ بِاَمۡرِہٖ ؕ وَ اللّٰہُ لَا یَہۡدِی الۡقَوۡمَ الۡفٰسِقِیۡنَ ﴿٪۲۴﴾
বল, ‘তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের গোত্র, তোমাদের সে সম্পদ যা তোমরা অর্জন করেছ, আর সে ব্যবসা যার মন্দা হওয়ার আশঙ্কা তোমরা করছ এবং সে বাসস্থান, যা তোমরা পছন্দ করছ, যদি তোমাদের কাছে অধিক প্রিয় হয় আল্লাহ, তাঁর রাসূল ও তাঁর পথে জিহাদ করার চেয়ে, তবে তোমরা অপেক্ষা কর আল্লাহ তাঁর নির্দেশ নিয়ে আসা পর্যন্ত’। আর আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হিদায়াত করেন না।
আসুন আমরা সবাই অর্থ সহ কোর আন বুঝে পরি
ভাই বাংলাদেশের একজন বক্তা অধ্যাপক মোজাম্মেল হক উনার কথার সাথে আপনার কথা মিলে যাচ্ছে উনিও এটাই বলেছেন কোরআন অনুযায়ী হাদিস মানি হাদিস অনুযায়ী কোরআন মানি না ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ
হাদীস সম্পর্কে আপনার বিশ্লেষণ একদম সত্য
অসাধারণ! আন্তরিক অভিনন্দন ও অভিবাদন! আপনার কোনো পোস্ট, কোনো ভিডিয়ো মিস করিনি! এক মহামূল্যবান মিশন আপনি গোটা মানবতার কল্যানের জন্য পরিচালনা করছেন। অপরিসীম কৃতজ্ঞতা। শুভকামনা সতত আপনার জন্য।
Thank you Brother..We the follower of Sufi branches have been saying this for long time. These are all valid arguments..May Allah guide us all to the right path and become peaceful human beings...
মাশাল্লাহ। কি সুন্দর উপস্থাপন।
১৫০০ ধরে যেভাবে মানুষ নামাজ পড়ে আসছে তার সামান্যই কম বেশি হতে পারে কিন্তু মূল নামাজের ভিত্তি একইরকম।
ঠিক, তবে সেটা হাদীস দ্বারা প্রমাণিত নয়, বরং দেখে দেখে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা
@@TrueSeeker আপনি সব জায়গায় 😮
আপনি এতো সুন্দর করে কথা ক্যামনে বলেন,,,,শুধু শুনতেই ইচ্ছে করে।অনেক ধন্যবাদ ভিডিও টি দেয়ার জন্য।
তথ্যবহুল চমৎকার আলোচনা চিন্তাশীলদের জন্য,আলহামদুলিল্লাহ।
আমার প্রিয় মানুষ আপনি - আপনার তিনটি বই আমার সংগ্রহে আছে - ইনশাআল্লাহ আপনার সবগুলো বই আমি সংগ্রহ করবো- আপনি একজন সত্যবাদী মানুষ আমার দৃষ্টিতে 🌹🙏
আপনার ভিডিও যতই দেখি ততই আপনার পতি আস্ক্ত হয়ে পরি, আমি এক জন অতি সাধারন মানুষ তবুও স্যার নয় অতি আবেগে ভাই ই বললাম। সজল ভাইয়া আপনার অনেক ভিডিও দেখি আপনার দেখা পতিটা ভিডিওর পতিটা কথা আমার হৃদয়ের গভিরে পৌছে যায়। কোন ভিডিও তে লাইক কমেন্ট করিনি,আজ প্রথম কমেন্ট করে অতি ভালো লাগার কিন্চিত আবেগ প্রকাশ করলাম। সজল ভাই আমার মনের হাজারও প্রশ্নের উত্তর খুজে পাই আপনার কথার মাঝে আপনার যুক্তির মাঝে। কারন হিসাবে আমি সাধারন মানুষ সাধারন ঙ্ঘ্যনে বুঝি আপনার পতি টা যুক্তি প্রবিত্র কোরান দিয়ে, আপনার বা কোন মানুষের মন গরা নয়। সজল ভাই যানি না আমার এই কমেন্ট আপনার চোখে পরবে কি না। সজল ভাই আপনার সাথে দেখা করতে ই চ্ছে করে আমি এক জন সাধারন মানুষ তা হয়তো হবে না সম্ভব মা, আপ নার কাছথেকে অনেক কিছু যানতে ইচ্ছে করে সিখতে ইচ্ছে করে সেটা অনেকটা ভিডিওর মাধ্যমে পারবো। আর আপনার ভিডিও দেখে বড় একটা ইচ্ছে করে, প্রবিত্র কোরান শরিফ ইংরেজীতে না হলেও বাংলা অর্থ সহ আরবিতে পরতে, তা সম্ভব হবে কি না আল্লাহু ই ভালো যানেন, কারন হিসাবে আমি একজন অশিক্ষিত মানুষ আরবি কিছুই যানি না তার উপর বয়স ৪০শে কাছা কাছি । তার পরও আসা আছে আল্লাহু চাইলে সবি সম্ভব। দোয়া করবেন সজল ভাই আমার এই মনের নেক আসা যেন আল্লাহ তালা যেন পুরন করে আমিন।
জাদুর মতো কথা, অসাধারণ যুক্তি তথ্য।
প্রতিদিন আপনার ভিডিও যদি পেতাম তাহলে জীবন টা প্রজ্ঞাময় হয়ে উঠতো
সজল ভাই আমি আপনার একজন নিয়মিত স্রোতা। আপনার লেকচার শুনে ও বুঝে এবং দূনিয়ার উলামায়ে কেরাম ও মুফতি মাওলানা এদেরকে চিনতে ও বুঝতে পারছি এজন্য আমার আপনার প্রতি আন্তরিক অভিনন্দন। আল্লাহর কিতাবই একমাএ সমগ্র মানব জাতীর বিধান এতে কোন সন্দেহ নেই নেই নেই।
আল্লাহ তা'আলা বলেনঃ তিনিই উম্মীদের মধ্যে একজন রাসূল পাঠিয়েছেন তাদের মধ্য থেকে, যিনি তাদের কাছে তেলাওয়াত করেন তার আয়াতসমূহঃ তাদেরকে পবিত্র করেন এবং তাদেরকে শিক্ষা দেন কিতাব ও হিকমত; যদিও ইতোপূর্বে তারা ছিল ঘোর বিভ্ৰান্তিতে;
( সূরা জুমা আয়াতঃ ২ )
আপনার বক্তব্য বোঝার মত প্রজ্ঞা অধিকাংশ মানুষের নাই। আপনাকে ধন্যবাদ
অসাধারণ বলেছেন ভাই, অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল।
কোরআন আমাদের জীবন বিধান এটাই সত্য।
আমার প্রান প্রিয় সজল রশন ভাই ছালাম ও শুভকামনা রইল আপনার জন্য। এতদিন পরে আপনার ভিডিও পেয়ে মনের ক্ষুদা মিটল না, আশা করি এর ধারাবাহিকতা রক্ষা করবেন। অর্থাৎ নিয়মিত ভিডিও আপলোড করবেন। মহান আল্লাহতায়ালা আপনাকে সুস্থ্য রাখুন ও নেক হায়াত দান করুন আমীন।
কয়েক বার শোনেছি, সত্যিই অসাধারণ
ভাই সব সময় আমি আপনার ভিডিওর অপেক্ষায় থাকি .আল্লাহ আপনার মঙ্গল করুন
ami o.
Amio😊
Amio😊
আল্লাহতালা আপনাকে এ যুগের হাদিস সংস্কারক রূপে পাঠিয়েছেন বলেই মনে হয় আলহামদুলিল্লাহ
I am proud of you for Allah ! I am from India.
আল্লাহ আপনার প্রজ্ঞা আরও বাড়িয়ে দিন।
আপনার কাছ থেকে ইসলামের সঠিক জ্ঞান অর্জন করতে পেরেছি।
এরকম আরও ভিডিও চাই।
সজল ভাই,,,,
আপনার নেক হায়াত কামনা করছি,,,
আপনি মানুষের চোখ খুলে দিয়েছেন।
Mr.Sajal i love u for your plain speaking, wisdom, talent, versatile genius and vast knowledge about Islam. Allah bless u. I wish your long life and spread out Islamic knowledge among those who are blind support al Hadid. All the best.
May " Allah " blessed.
May " Muhammad " ( sm ) pbuh beloved.
May ' Auwleia ' decivel.
আমরা অপেক্ষা করব পরবর্তী আপডেটের জন ইংশা আল্লাহ্।
যতো আপনার বক্তব্য শুনি ততোই মুগ্ধ হই
স্যার, বাংলাদেশের পিরোজপুরের মাঃ মোজাম্মেল হক সাহেব একটা উদ্যোগ নিয়েছে সাধারণ মানুষের জন্য কিন্তু তিনি একা পারবে কিনা আল্লাহ ভালো জানেন, তিনি চাচ্ছেন ২ বছর এর মধ্যে একটা মানুষ কোরআনের অর্থ সহ তরজমা জানতে পারে, আপনিও তার সাথে সিংগি হোন, তিনি যেন এগিয়ে যায়।
নিশ্চয়ই অামি এ কোরঅানে মানুষ কে বিভিন্ন উপমার দ্বারা অামার বানি বুঝিয়েছি। মানুষ সব বস্তু হইতে অধিক তর্কপ্রিয়।( সূরা কাহাফ আয়াত 54) আমাদের কাঠমোল্লারা অধিক তর্কপ্রিয়। তারা শুধু হাদিস হাদিস আর হাদিস নিয়েই আছে।
কোরআনই একমাত্র একমাত্র একমাত্র জীবন বিধান
আর হাদিস?
@@aloneboy7875হাদিস তো জীবন বিধান নয় আল্লাহ কুরআনে বলে দিছেন কুরআনই একমাত্র জীবন বিধান। আর হাদিস যদি সত্যই হতো তাহলে তা বিকৃত হলো কেন? জাল হাদিস আসলো কই থেকে? কুরআনের আয়াত তো জাল হয় না!
একদিন এভাবেই সত্য ছড়িয়ে পড়বে !!!
স্যার, আপনি ও আপনার মত যারা আছেন, তারাই আমাদের চোখ খুলে দিয়েছেন।
দেখুন শুদ্ধ আমল ও ইবাদতের জন্য আলেম বা মাওলানা হওয়া জরুরি নয়।আমরা ভুল বা অপ্রয়োজনীয় আমল গুলো ত্যাগ করলেই আর ইবাদতের গুরুত্ব বারবে।
অপেক্ষার কষ্ট লাগব করল প্রিয় সজল ভাই। অনেকদিন যাবৎ অপেক্ষা করছি এ যুগের ইসলামিক স্কলারের কথা শুনার জন্য। শুকরিয়া
সালাম ভাইজান 💙
চালিয়ে জান আমরা ও চালিয়ে যাচ্ছি ।
সজল ভাই আপনার সাথে আমি একমত, আমি আপনার সাথে আছি..
100%
আল্লাহ আপনার সহায় হউন, আপনার আলোচনা যতবারই শুনিয়াছি মুগ্ধ হয়েছি। চালিয়ে যান
সজল রোশনকে, তার বাস্তবধর্মী বর্ননা এবং তার উপস্থাপনাকে হৃদয়ের গভীর থেকে ছালাম জানাই।
সজল ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আল্লাহ তায়ালা আপনাকে নেক হায়াত দান করুন আমিন।
আমি আপনার জন্য মন থেকে দুয়া রাখি প্রিয় ভাই। এগিয়ে যান, আমাদের দেশের এক অগ্রপথিক হন যেনো এ রাস্তায়! কারো কথায় থেমে যাবেন না, আল্লাহ তায়ালা আপনাকে আরও জ্ঞান ও নেক হায়াত দান করুক। 🤲
অসংখ্য ধন্যবাদ সজল ভাই এত সুন্দর আর সাবলীল বর্ণনার জন্য।
মাশাআল্লাহ!প্রচলিত উজবুকদের আজগুবী শরীফ নামক হাদিসের কিতাবের মিথ্যাচার সম্পর্কে তথ্যের সাথে তাহা মূল্যবান বক্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। মাশাআল্লাহ!এইভাবেই চলুক সত্যের প্রচার।জাযাকাল্লাহু খাইরান।
সুন্দর, যুক্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য উপস্থাপনা। শুভেচ্ছা!
আপনি অনেক গভীর ভাবে বিভিন্ন বিষয় তুলে ধরেছেন,
সত্য কথা প্রকাশ করেন খুব জ্ঞানী আপনি ভাই,,
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এক কথায় অসাধারণ ❤️❤️
এভাবে কখনোই ভাবি নি। আপনার প্রতিটি যুক্তি আমার বোধদয় ঘটিয়েছে। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক।
100%
Excellent,--- Excellent ---------Excellent sajal Bhai. Thank you very much for your true & excellent presentation.
আমি সুফিবাদে বিশ্বাসী
কিন্তু আপনাকে আমি পছন্দ করি কারণ আপনি সত্য তুলে ধরেন।
আসসালামু আলাইকুম। সজল ভাই সজল ভাই সত্য কথাগুলো বলে যান সত্য কথাগুলো বলে যান আল্লাহ আপনার সহায় হবে আমি আপনার সাথে সম্পন্ন একমত আমি ২০০৮ সাল থেকে কুরআনের অনুবাদ পরি অনেকে বলে অনুবাদ পড়লে কোন সওয়াব নেই উত্তরে আমি বলি আমার সওয়াবের দরকার নেই আমার কোরআন জানা দরকার
আপনার উপস্থাপনা খুবই চমৎকার এবং আপনার আলোচনা খুবই যুক্তিযুক্ত যা আমাকে মুগ্ধ করে
আসলামুআলাইকুম,
উল্লেখিত হাদিস বিশারদদের সম্পর্কে জানা আর মহান আল্লাহর বানী কোরআন সম্পর্কে জানার বিষয়ে আপনাকে বলতে চেয়েছিলাম আজ পেয়েগেলাম।
আমার বিশ্বাস যে, ইমাম বুখারী থেকে যে ইমাম হবে হউক, তাদের হাদিস দ্বারা যদি নবীজি সঃ এর সম্মানের হানি হয়ে থাকে তাহলে তাদের বিচার মহান অাল্লাহ হাসরের ময়দানে তাদের বিচার করবেই।
আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দান করুন।
আমিন,
আমার চিন্তার সাথে আপনার কথা মিলে যায়। আপনার গবেষণামূলক কথাগুলো অন্তরে রাখছি। আল্লাহ আমাদের সকল কে কবুল করেন। আমীন🤲
মাশাল্লাহ খুব ভালো বলেছেন, আল্লাহ আপনার জ্ঞানকে বাড়িয়ে দিন এবং কোরআন অনুযায়ী নামাজ পড়ার পদ্ধতিটা ব্যাখ্যা করুন।
সজল ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে সত্য প্রচারের জন্য
কুরআন একটি বিধান হিসেবে মেনে নিলে সকল মানুষের সকল সমস্যা দুর হবে। কুরআন মানুষের জন্য যথেষ্ট। অাল্লাহ ও বান্দর মধ্যে পার্থক্য না বুঝার জন্য এতাে মতপার্থক্য।
@@frahaman1713 কুরআন মানে না যারা।
@@frahaman1713 w
100%
আল্লাহ অবশ্যই সত্য প্রকাশ করেন। আপনার কথা শুনে আবার মনে হলো।