সত্যি কথা আমি আগে শুনিনি। রাত ৯টা নাগাদ মুম্বাই পৌছলাম।কাল সকালে হাসপাতাল। রোগটা ফুসফুসে ক্যান্সার। কতদিন সু্যোগ পাব জানি না।তাই লাইক করে দিলাম তাড়াতাড়ি। শুভরাত্রি। দাদুভাই কে যত্ন নেবেন, ও যেন মা কেও পেরিয়ে যায়।
আমার মা আমাদের ছেরে প্র।য়২০ বছর আগে স্বর্গে গমন করেন, এই গান " মরমিয়া তুমি চলে গেলে দরদিয়া আর কোথা পাব " মায়ের favourite গান ছিল । অনেক বার এই গান টি শুনেছি, তখন ভাষা ও সুর বিশেস বুঝতে পারিনি । শিল্পীর মৃতটু ও আমার মায়ের চলে জ।বার পর এই শিল্পী ও তার কণ্ঠর জাদুর সংস্পরশে এলাম । এখন জীবণ মুখী গানের একটি যুগের সূচনা হলে ও সতীনাথ মুখেরজীর এই গানটি জীবনকে কঠিন ভ।বে উপলব্ধি করতে সাহাজ্য করেছে । তোমার কণ্ঠ এ গানটি অনবদ্য হয়েছে । চেস্টা করে জাও অনেক উপরে জেতে পারবে ।
যথারীতি অন্যান্য গানের মতোই অপূর্ব লাগল। সতীনাথ মুখোপাধ্যায় এর গান আজকাল গুটিকতক মানুষ ছাড়া কেউ শোনে কিনা জানিনা। ওঁর গায়কী, গলার স্বর কি অপূর্ব যে ছিল, যাঁরা জানেন না তাঁরা সত্যিই দুর্ভাগা। তোমার গলার নিখুঁত কারুকাজের আমি খুব ভক্ত ❤️❤️
এই গানটি শুনে মনে হচ্ছে আবার সেই স্বর্নযুগে চলে গেলাম । আমি সিলেট থেকে রেডিওতে প্রথম সতীনাথ মুখোপাধ্যায় এর কন্ঠে গান শুনেছিলাম ১৯৭৮ সালের দিকে আকাশবীণা গৌহাটি একটি রেডিও programme এ রাত ১১ টায়, তখন আমার বয়স ১৬ বছর , ১০ ম শ্রেনীতে পড়ি, আমার বাবার ছোট একটা রেডিও ছিল ব্যাটারীচালিত, জাপানি রেডিও । আমরা বলতে গেলে স্বর্নযুগ পেয়েছিলাম, আমাদের অতীত স্মৃতি খুব সমৃদ্ধ, তখন বিখ্যাত শিল্পীদের কন্ঠে গান শুনতে পেরেছিলাম , যেমন . হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, সতীনাথ মুখোপাধ্যায়, শচীন দেব বর্মন, সন্ধ্যা মুখার্জি, চিন্ময় চট্টোপাধ্যায়, সাগর সেন, কানন দেবী, আংগুরবালা দেবী, ইত্যাদি আরো অনেক বিখ্যাত শিল্পীগনের গান শুনার সৌভাগ্য হয়েছিল । আজকে আপনার গানগুলো শুনে ভীষণ আনন্দিত হলাম, ভীষণ মুগ্ধ হলাম, আপনিও একজন খুবই ভালো করে গানগুলোকে গাইবার চেষ্টা করেছেন, আমি খুবই আনন্দিত, খুবই গানপ্রিয় মানুষ হিসাবে আপনাকে ১০০ তে ১০০ নম্বর দিয়ে দিলাম। আপনি ভালো থাকুন , সুস্থ থাকুন, এই কামনা করছি, ঢাকা বাংলাদেশ থেকে ।
এই গান শোনেন নি বলছ? এমন মানুষ খুব কমই আছেন যারা এই গান শোনেন নি ।অবশ্য একটু আগের দিনের মানুষ, আমার মতো। এই গান তো মানুষের কণ্ঠে কন্ঠে শোনা যেত । আমি ও গাই তবে তোমার মতো গাওয়ার ক্ষমতা নেই আমার। ভারি ভালো লাগল গো । মন- প্রাণ ঢেলে গেয়েছো। Exactly excellent.
@@PialyKunduOfficial না গো। এইসব গান কখনো পুরনো হয় না। আমি দেখি ভালো কিছু গ্রহণ করার মানসিকতা টাই নষ্ট হয়ে যাচ্ছে। কেবল বে-সুরো , অদ্ভুত অদ্ভুত কথার গান। এমন কি রবী ঠাকুরের গান কেও কিছু দিন আগে কি বিকৃত করে গেয়েছিলো কিছু মানুষ। মনে আছে নিশ্চই ।
বাংলা আধুনিক গানের জগতে সেরা একটি বিরহের গান। এ ধরনের বিরহের গানে শ্রী সতীনাথ মুখোপাধ্যায় যেমন ছিলেন অন্যতম সেরা, তেমনি এ যুগে আপনি.. অদ্বিতীয়া, অপ্রতিদ্বন্দ্বী। অসাধারণ হৃদয়স্পর্শী গায়কী আর নিখুঁত সুরে গাওয়া এই গানটি আপনার চ্যানেলেরও অন্যতম সেরা একটি গান।
আমার ঠাকুমার প্রিয় শিল্পী ছিলেন শ্রদ্ধেয় সতীনাথ মুখোপাধ্যায়, অসাধারণ অসাধারণ , কি করে যে গাইলে এত শক্ত গান অবাক করা ব্যাপার। আমার অনেক অনেক আশীর্বাদ।
আমার অত্যন্ত প্রিয় একটি গান। আমার খুব প্রিয় শিল্পী সতীনাথ মুখোপাধ্যায় এর কণ্ঠে বারবার শুনি। আপনার কণ্ঠে গান টি শোনার সময় শুধু অডিও টি শুনছিলাম। শুধু পার্থক্য বোঝার জন্য। নিরপেক্ষ ভাবেই বলছি খুব খুব ভালো লেগেছে।দরদী মরমীকণ্ঠে র আবেগ হৃদয় ছুঁয়ে গেছে। অশেষ ধন্যবাদ।
@@PialyKunduOfficial সতীনাথ বাবুর গান গুলিতে এমনিতেই খুব দরদ থাকে-ঠিক একই রকম দরদী কণ্ঠ শুনতে পাই আপনার গায়কীর মধ্যে। প্রতিটি গানের মধ্যে এমন ভাবে ডুবে যেতে খুব কম শিল্পী কেই দেখেছি, প্রার্থনা করি আপনার সব মনস্কামনা যেন পূর্ণ হয়...
সতীনাথ মুখোপাধ্যায় আমার ভীষণ প্রিয় শিল্পী ছিলেন। ওনার কণ্ঠস্বর আমাকে মুগ্ধ করতো। ওনার গাওয়া এই লুঃখ ও বেদনার গানটা তুমি খুব দরদ দিয়ে গেয়েছো। তোমার গলায় গানটা শুনে কী যে ভালো লাগলো ভাষায় বলে বোঝাতে পারবো না। গানটা ভীষণভাবে আমার হৃদয় স্পর্শ করেছে।♥️
সুন্দর প্রয়াস। অতীত দিনের সতীনাথের গায়কী ধরা দিল। সুর অবিনশ্বর, শিল্পীদের মধ্য দিয়েই দরদ নিয়ে ফিরে আসে বারেবারে। শ্রোতাদের ভালোলাগা তাই শিল্পীদের প্রেরণা হয়ে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। দিদি সার্থক হোক আপনার সুর সাধনা।
ম্যাম স্বয়ং ঈশ্বরই আপনার কন্ঠে বসে আছেন কারন এত বেশি সুরেলা কন্ঠ আমি আর কখনো সুনি নাই। পৃথিবীর সমস্ত প্রেম সৃষ্টিকর্তা আপনার ভরে দিয়েছেন তার প্রমান আপনার প্রত্যেকটি গানেই পাওয়া যায়।ভাল থাকবেন।
আজ দু বছর আগের গাওয়া তোমার এই গান শোনার সৌভাগ্য হলো আমার পিয়ালী ।শুনতে শুনতে মনে হলো বিরহিনির বিরহ তুমি অন্তর দিয়ে অনুভব করেছো আর সেই অভিব্যক্তি তোমার কণ্ঠে আর সুরে আমার মরমে প্রবেশিল ❤❤
অনেক অনেক প্রিয় গান। এসব গান শুনে বড় হয়েছি। সেই প্রথম থেকেই শুনেছি। আজো শুনি। আমার মায়ের প্রিয় শিল্পী। মায়ের কথা মনে পড়ে। তোমার দরদী কন্ঠে এ গান দারুণ ভালো লাগলো। অশেষ শুভকামণা রইলো।💚
"হৃদয়ের গান শিখেতো গায় গো সবাই কজনা হৃদয় দিয়ে গাইতে পারে......" চোখে জল এসে গেল। অপূর্ব....... আর সেই সাথে ছবিটা সাদা কালো। একদম মানানসই । এই গানের মেজাজে রঙিন ছবি একদম বেমানান। অসাধারণ প্রেসেন্টেশন.....
শ্রদ্ধেয় সতীনাথ মুখোপাধ্যায় এই গানটি যে দরদ দিয়ে গেয়েছিলেন, তোমার কন্ঠে তার প্রতিধ্বনি শুনতে পেলাম। এই কঠিন গান এইভাবে পরিবেশন করা সহজ কথা নয়। যদি সম্ভব হয় সতীনাথ মুখোপাধ্যায়ের ' রাধিকা বিহনে কাঁদে রাধিকার মন ' এই গানটি শুনিও। এই বৃদ্ধ বয়সে তুমি আমার অতীতকে মূর্ত করে তুলেছো, তোমাকে প্রাণভরা আশীর্বাদ জানালাম।
প্রত্যেকটি গান এতো সাবলীল ভাবে গাইছেন ,এর তুলনা হয়না.এই কঠিন পরিস্থিতিতে আপনার গান সবাই কে ভালো রাখবে .আপনি ও খুব ভালো থাকবেন.আপনার কন্ঠে ঈশ্বরের আশীর্বাদ তো আছেই.
আবারও শেয়ার করে দিয়েছি তোমার এই গানটি। তোমার এতো দরদ কিভাবে আসে বলতে পারো মা আমার? ভালো থেকো ,অনেক বড়ো হও আমার এ প্রাথ'না রইলো তোমার জন্য মা পিয়ালী আমার।
সত্যি কথা আমি আগে শুনিনি। রাত ৯টা নাগাদ মুম্বাই পৌছলাম।কাল সকালে হাসপাতাল। রোগটা ফুসফুসে ক্যান্সার। কতদিন সু্যোগ পাব জানি না।তাই লাইক করে দিলাম তাড়াতাড়ি। শুভরাত্রি। দাদুভাই কে যত্ন নেবেন, ও যেন মা কেও পেরিয়ে যায়।
Maa ke jeno peroy.. seta mayero swapno. Apni bhalo kore treatment koriye bhalo hoye dire asun..☺️🙏
খুব খুব ভালো লাগলো
Nice
আমার মা আমাদের ছেরে প্র।য়২০ বছর আগে স্বর্গে গমন করেন, এই গান " মরমিয়া তুমি চলে গেলে দরদিয়া আর কোথা পাব " মায়ের favourite গান ছিল । অনেক বার এই গান টি শুনেছি, তখন ভাষা ও সুর বিশেস বুঝতে পারিনি । শিল্পীর মৃতটু ও আমার মায়ের চলে জ।বার পর এই শিল্পী ও তার কণ্ঠর জাদুর সংস্পরশে এলাম । এখন জীবণ মুখী গানের একটি যুগের সূচনা হলে ও সতীনাথ মুখেরজীর এই গানটি জীবনকে কঠিন ভ।বে উপলব্ধি করতে সাহাজ্য করেছে । তোমার কণ্ঠ এ গানটি অনবদ্য হয়েছে । চেস্টা করে জাও অনেক উপরে জেতে পারবে ।
অসামান্য গায়কি। সতীনাথ মুখোপাধ্যায় এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের এই যুগলকীর্তির এত অসাধারণ উপস্থাপন মন কানায় কানায় ভরিয়ে দিল।
ধন্যবাদ
অসাধারণ দরদীকণঠ,,,, ঈশ্বর তোমাকে দীর্ঘজীবী করুন,,,এই তার কাছে প্রার্থনা করি
আশেষ ধন্যবাদ
যথারীতি অন্যান্য গানের মতোই অপূর্ব লাগল। সতীনাথ মুখোপাধ্যায় এর গান আজকাল গুটিকতক মানুষ ছাড়া কেউ শোনে কিনা জানিনা। ওঁর গায়কী, গলার স্বর কি অপূর্ব যে ছিল, যাঁরা জানেন না তাঁরা সত্যিই দুর্ভাগা। তোমার গলার নিখুঁত কারুকাজের আমি খুব ভক্ত ❤️❤️
Dhanyobaad.. sotti onar gaan na sone ta durbhagyoi 🙏
খুব পছন্দের গানটা শুনলাম বোন । বড়ো বিষাদময় গানের কথা ।
Excellent, মুগ্ধ করে দিয়েছে।
Thank you
এই গানটি শুনে মনে হচ্ছে আবার সেই স্বর্নযুগে চলে গেলাম । আমি সিলেট থেকে রেডিওতে প্রথম সতীনাথ মুখোপাধ্যায় এর কন্ঠে গান শুনেছিলাম ১৯৭৮ সালের দিকে আকাশবীণা গৌহাটি একটি রেডিও programme এ রাত ১১ টায়, তখন আমার বয়স ১৬ বছর , ১০ ম শ্রেনীতে পড়ি, আমার বাবার ছোট একটা রেডিও ছিল ব্যাটারীচালিত, জাপানি রেডিও । আমরা বলতে গেলে স্বর্নযুগ পেয়েছিলাম, আমাদের অতীত স্মৃতি খুব সমৃদ্ধ, তখন বিখ্যাত শিল্পীদের কন্ঠে গান শুনতে পেরেছিলাম , যেমন . হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, সতীনাথ মুখোপাধ্যায়, শচীন দেব বর্মন, সন্ধ্যা মুখার্জি, চিন্ময় চট্টোপাধ্যায়, সাগর সেন, কানন দেবী, আংগুরবালা দেবী, ইত্যাদি আরো অনেক বিখ্যাত শিল্পীগনের গান শুনার সৌভাগ্য হয়েছিল । আজকে আপনার গানগুলো শুনে ভীষণ আনন্দিত হলাম, ভীষণ মুগ্ধ হলাম, আপনিও একজন খুবই ভালো করে গানগুলোকে গাইবার চেষ্টা করেছেন, আমি খুবই আনন্দিত, খুবই গানপ্রিয় মানুষ হিসাবে আপনাকে ১০০ তে ১০০ নম্বর দিয়ে দিলাম। আপনি ভালো থাকুন , সুস্থ থাকুন, এই কামনা করছি, ঢাকা বাংলাদেশ থেকে ।
এই গান শোনেন নি বলছ? এমন মানুষ খুব কমই আছেন যারা এই গান শোনেন নি ।অবশ্য একটু আগের দিনের মানুষ, আমার মতো। এই গান তো মানুষের কণ্ঠে কন্ঠে শোনা যেত । আমি ও গাই তবে তোমার মতো গাওয়ার ক্ষমতা নেই আমার। ভারি ভালো লাগল গো । মন- প্রাণ ঢেলে গেয়েছো। Exactly excellent.
Anek dhanyobaad. Aktu porer generation hoyto soneni.. amar generation o hoyto soneni except jara sune bhulte pareni ☺️
@@PialyKunduOfficial না গো। এইসব গান কখনো পুরনো হয় না। আমি দেখি ভালো কিছু গ্রহণ করার মানসিকতা টাই নষ্ট হয়ে যাচ্ছে। কেবল বে-সুরো , অদ্ভুত অদ্ভুত কথার গান। এমন কি রবী ঠাকুরের গান কেও কিছু দিন আগে কি বিকৃত করে গেয়েছিলো কিছু মানুষ। মনে আছে নিশ্চই ।
বাংলা আধুনিক গানের জগতে সেরা একটি বিরহের গান। এ ধরনের বিরহের গানে শ্রী সতীনাথ মুখোপাধ্যায় যেমন ছিলেন অন্যতম সেরা, তেমনি এ যুগে আপনি.. অদ্বিতীয়া, অপ্রতিদ্বন্দ্বী। অসাধারণ হৃদয়স্পর্শী গায়কী আর নিখুঁত সুরে গাওয়া এই গানটি আপনার চ্যানেলেরও অন্যতম সেরা একটি গান।
আমার ঠাকুমার প্রিয় শিল্পী ছিলেন শ্রদ্ধেয় সতীনাথ মুখোপাধ্যায়, অসাধারণ অসাধারণ , কি করে যে গাইলে এত শক্ত গান অবাক করা ব্যাপার। আমার অনেক অনেক আশীর্বাদ।
Amra chhoto belay dupure khaoar por Radio te ai gaan gulo sobai mile suntaam.. sei smriti niyei gaoa ☺️🙏
@@PialyKunduOfficial ZEXW
Kare aami ebetha janabo ?? Aaha asadhon gayoki, shree satinath mukhopadhaya amar mayer priyo shilpi chilen
ইনার @পিয়ালী গলায় জাদু আছে তাইতো গাইতে পারেন
আমার অত্যন্ত প্রিয় একটি গান। আমার খুব প্রিয় শিল্পী সতীনাথ মুখোপাধ্যায় এর কণ্ঠে বারবার শুনি। আপনার কণ্ঠে গান টি শোনার সময় শুধু অডিও টি শুনছিলাম। শুধু পার্থক্য বোঝার জন্য। নিরপেক্ষ ভাবেই বলছি খুব খুব ভালো লেগেছে।দরদী মরমীকণ্ঠে র আবেগ হৃদয় ছুঁয়ে গেছে। অশেষ ধন্যবাদ।
অশেষ ধন্যবাদ 🙏
অসাধারণ উপস্থাপন... ঠিক মূল গানটির মতোই হৃদয়স্পর্শী আর শ্রুতিসুন্দর
Anek anek dhanyobaad 🙏😀
খুব মনোযোগ দিয়ে-যথেষ্ঠ ফিলিংস-এর সাথে গাইতে দেখলাম আপনাকে।এক কথায়-'অসাধারণ' লাগলো।👌👌👌
Anek dhanyobaad 🙏☺️
@@PialyKunduOfficial সতীনাথ বাবুর গান গুলিতে এমনিতেই খুব দরদ থাকে-ঠিক একই রকম দরদী কণ্ঠ শুনতে পাই আপনার গায়কীর মধ্যে। প্রতিটি গানের মধ্যে এমন ভাবে ডুবে যেতে খুব কম শিল্পী কেই দেখেছি, প্রার্থনা করি আপনার সব মনস্কামনা যেন পূর্ণ হয়...
@@PialyKunduOfficial mbjAhamgralm
একটা সময় খুব শুনতাম এই গানগুলি। ভীষণ ভালো গেয়েছেন.. ভীষণ ভালো
💝👌💝👌💝👌💝👌
👉দারুণ ম্যাডাম।
খুবই সুন্দর।পুরনো দিনের কথা মনে পড়ে যায়।
Thanks
পূর্ব জনমের কর্মফল অপূর্ব মা সরস্বতী তোমাকে ঢেলে আশীর্বাদ দিয়েছেন ভালো থেকে
গানটি মুগ্ধ হয়ে শুনলাম খুব ভাল লাগল, অনেক শুভেচ্ছা।
অনেক ধন্যবাদ 🙏
সুন্দর উপস্থাপনা।সতিনাথ মুখোপাধ্যায়ের আরও গান শোনার অপেক্ষায় রইলাম।
আহা কি অপূর্ব গাইলেন। মন ছুঁয়ে গেলো।🙏
আহা কী অসাধারণ গায়নশৈলী ! কালজয়ী এ গান শুনে মনে হলো তুমি এক অনন্য দক্ষতা দেখিয়েছ !
Ato darad dea gaile ata sonarpor kichui bholo lagchey na tomar surela kontho R ..jonno many many thanks
অপূর্ব গেয়েছেন ভাষাহীন আমি,, মনোমুগ্ধকর পরিবেশনা
ধন্যবাদ
সতীনাথ মুখোপাধ্যায় আমার ভীষণ প্রিয় শিল্পী ছিলেন। ওনার কণ্ঠস্বর আমাকে মুগ্ধ করতো। ওনার গাওয়া এই লুঃখ ও বেদনার গানটা তুমি খুব দরদ দিয়ে গেয়েছো। তোমার গলায় গানটা শুনে কী যে ভালো লাগলো ভাষায় বলে বোঝাতে পারবো না। গানটা ভীষণভাবে আমার হৃদয় স্পর্শ করেছে।♥️
ধন্যবাদ অনেক
দরদী কন্ঠ! অন্তর ছুঁয়ে যায়। গান শেষ হলেও তার রেশ থেকে যায়- অব্যক্ত এক কান্না চলতে থাকে অন্তরে!
Thank you very much
Osadharon... Osadharon... Osadharon... এই গানটা তে এতো দরদ ভড়া.... Great... 9/10 রেটিং..
কারে আমি এ ব্যথা জানাবো.... Emotion, fully loaded... এক লাইন শুনিয়ে যদি নিজেকে evaluate করতে পারতাম!!!
ধন্যবাদ অনেক
অদ্ভুত সুন্দর... ভীষণ ভীষণ ভালো
সুন্দর প্রয়াস। অতীত দিনের সতীনাথের গায়কী ধরা দিল। সুর অবিনশ্বর, শিল্পীদের মধ্য দিয়েই দরদ নিয়ে ফিরে আসে বারেবারে। শ্রোতাদের ভালোলাগা তাই শিল্পীদের প্রেরণা হয়ে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। দিদি সার্থক হোক আপনার সুর সাধনা।
Anek dhanyobaad ☺️🙏
প্রফেসর মো. আবু নছর ভূঁঞা
পিয়ালী তুমি দরদীর বিরহে গানটি অতি দরদ দিয়ে গেয়েছো। গানের প্রতি অমিত ভালবাসা তোমাকে অপার সাফল্য এনে দেবে।
বাংলাদেশ থেকে।
Anek dhanyobaad 🙏☺️
আবার গানটি শুনলাম খুব ভালো লাগলো এইভাবে সময় কাটাই তোমরা ভালো থেকো
😀🙏
ম্যাম স্বয়ং ঈশ্বরই আপনার কন্ঠে বসে আছেন কারন এত বেশি সুরেলা কন্ঠ আমি আর কখনো সুনি নাই। পৃথিবীর সমস্ত প্রেম সৃষ্টিকর্তা আপনার ভরে দিয়েছেন তার প্রমান আপনার প্রত্যেকটি গানেই পাওয়া যায়।ভাল থাকবেন।
Apurba gayaki style. Khub sundar.
দরদীয়া খুব দরদ দিয়ে গেয়েছে। খুব ভালো লাগলো।
ধন্যবাদ
আজ দু বছর আগের গাওয়া তোমার এই গান শোনার সৌভাগ্য হলো আমার পিয়ালী ।শুনতে শুনতে মনে হলো বিরহিনির বিরহ তুমি অন্তর দিয়ে অনুভব করেছো আর সেই অভিব্যক্তি তোমার কণ্ঠে আর সুরে আমার মরমে প্রবেশিল ❤❤
অনেক ধন্যবাদ
অপূর্ব সুন্দর গান টি সতীনাথ এর মত দরদ দিয়ে গাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আরো এগিয়ে যাবে এই কামনা করি। হরেকৃষ্ণ জয়শ্রী কৃষ্ণ।😊
ধন্যবাদ
প্রান টা ভরে গেল, আর এত দরদ দিয়ে গাইলে চোখে পানি এসে গেল।
অনেক ধন্যবাদ
দ্বিতীয় মান্না দে পেলাম।অসাধারন। কি মন কাড়া কন্ঠ।
Anek dhanyobaad.. bhalo lagle please share and subscribe 🙏☺️
একা শিল্পীর নহে তো গান_____সহৃদয় হৃদয় সংবাদী। এই হৃদয়সংবেদ্যতাই রসস্রষ্টা ও রসাস্বাদীকে এক অনির্বচনীয় আবেশে আবিষ্ট করে।সৃষ্টিকরেএক অপূর্ব রসকলা। আপনি সিদ্ধ, সার্থক আপনার রসসৃষ্টি ।
খুব ভালো হয়েছে. মন ভোরে গ্যালো
Anek dhanyobaad ☺️🙏
Khub Prioyo gan .sundor geyechen. Ishwar apnake aro safol ebong sukhi korun .
পিয়ালী তোমার গান আমার সবসময় খুব ভালো লাগে , এই গানটা এত দরদ দিয়ে গেয়েছো মন ভরে গেছে ।
অনেক ধন্যবাদ
খুব ভালো লাগলো। গায়িকা যখন গানকে খুব ভালোবেসে গায় তখন গায়িকা ও গান সমার্থক হয়ে যায়। অনেক বড় হও।
Aha!! Osombhob dorod diye gawa ei gan, shudhu prarthona kori ei bhabei aanondo diye jan sobai ke. Onek shubhechha janalam antorik bhabe.
Khubsundar gaicho it gives me the equanimity of
Mind khub. Darad. Deài .gaicgho. satinath Babur. Gan. Congratulation
Thank you 😀🙏
অসাধারণ! অতি চমৎকার! প্রাণ ছুঁয়ে যাওয়া গান। ধন্যবাদ!
Anek dhanyobaad 🙏☺️
অসাধারণ একটি গান। পিয়ালিও চমৎকার গেয়েছেন মূল শিল্পীর ্প্রায় কাছে ই পৌঁছে গেছে শুধু প্রথম দিকে পিয়ালি র গলাটা একটু বেশি কেঁপে গেছে।
Dhanyobad
অসাধারণ👏✊👍
খুবই খুবই ভালো লাগলো আধুনিক গানটি, এটি প্রথম শুনেছি সতীনাথ মুখোপাধ্যায় এর কন্ঠে শুনেছিলাম ১৯৭৭, কি ১৯৭৮ সালে সিলেট থেকে, আকাশবাণী কলকাতা রেডিও তে
খুব ভালো লাগলো দরদী শিল্পীর গান সুন্দরভাবে দরদ দিয়ে পরিবেশন করেছেন।
Anek dhanyobaad 🙏
মর্মস্পর্শী! শ্রদ্ধেয় সতীনাথ মুখোপাধ্যায় বেঁচে থাকলে বলতেন, তুমি আমার থেকেও ভালো গেয়েছ।
পিয়ালী তোমার কন্ঠে এই গানটি শোনার পর আমি নিজেকে আর ঠিক থাকতে পারি না এবং আমার চোখের জল বাধা মানে না যেন নিজেকে হারিয়ে ফেলি।
Ahh ha... Mon bhore gelo....👍💞
অনেক অনেক প্রিয় গান। এসব গান শুনে বড় হয়েছি। সেই প্রথম থেকেই শুনেছি। আজো শুনি। আমার মায়ের প্রিয় শিল্পী। মায়ের কথা মনে পড়ে। তোমার দরদী কন্ঠে এ গান দারুণ ভালো লাগলো। অশেষ শুভকামণা রইলো।💚
Anek anek dhanyobaad didi 🙏☺️❤️
"হৃদয়ের গান শিখেতো গায় গো সবাই
কজনা হৃদয় দিয়ে গাইতে পারে......" চোখে জল এসে গেল। অপূর্ব....... আর সেই সাথে ছবিটা সাদা কালো। একদম মানানসই । এই গানের মেজাজে রঙিন ছবি একদম বেমানান। অসাধারণ প্রেসেন্টেশন.....
Anek dhanyobaad.. apnar mentioned gaan tio gaibo 😀
@@PialyKunduOfficial অপেক্ষায় রইলাম
অসাধারন অপুর্ব 👍👍👍❤️❤️🙄❤️❤️👍👍👍
শ্রদ্ধেয় সতীনাথ মুখোপাধ্যায় এই গানটি যে দরদ দিয়ে গেয়েছিলেন, তোমার কন্ঠে তার প্রতিধ্বনি শুনতে পেলাম। এই কঠিন গান এইভাবে পরিবেশন করা সহজ কথা নয়। যদি সম্ভব হয় সতীনাথ মুখোপাধ্যায়ের ' রাধিকা বিহনে কাঁদে রাধিকার মন ' এই গানটি শুনিও। এই বৃদ্ধ বয়সে তুমি আমার অতীতকে মূর্ত করে তুলেছো, তোমাকে প্রাণভরা আশীর্বাদ জানালাম।
Pronam neben 🙏
Didi Bhai, Aaj Sondhar Onek Ta Somoy Apner Purano Ganer Moddye Kitiye Dilam. Apurbo Anubhuti Holo.🙏🙏🙏🙏🙏
really! really! heart touch of mine! thanks to you for touching of presentation!!
Osadharon. Spellbound.
এতো ভালো লাগল প্রকাশ করতে গেলেই মনে হয় ভাষায় /কথায় কম প'রে যাচ্ছে।এতো আনন্দ হয়!তাই অনেক অনেক ধন্যবাদ।
Anek anek dhanyobaad 🙏☺️
What a beautiful voice
খুব ভালো লাগলো
Thank you
প্রত্যেকটি গান এতো সাবলীল ভাবে গাইছেন ,এর তুলনা হয়না.এই কঠিন পরিস্থিতিতে আপনার গান সবাই কে ভালো রাখবে .আপনি ও খুব ভালো থাকবেন.আপনার কন্ঠে ঈশ্বরের আশীর্বাদ তো আছেই.
Anek anek dhanyobaad 🙏☺️
অসাধারণ আবেগ মথিত পুরনো দিনের এ গানটি যৌবনে নিয়মিত বার-বার শুনতাম । এখন মা পিয়ালীর কন্ঠে শুনে মনে হলো কালোত্তীর্ণ সুরকে সে মান্যতা দিতে পেরেছে ।
Asru jhariya dile
বেশ দরদ দিয়ে গেয়েছো ম্যাডাম ধন্যবাদ
Outstanding performance! Keep continue.
Many many thanks 🙏☺️
আহা সতীনাথ মুখোপাধ্যায় গাওয়া গান কি মরমের ব্যথা নিয়ে গেয়েছো। তোমার মঙ্গল হোক।
Dhanyobaad anek
Make me immortal with your
Sensational voice ...
🐚🐚❤️ khub sundor ❤️🐚🐚🙏
আগে গান টা শুনিনি,অপূর্ব গাইলে তুমি!!তোমার আবেগ সকলের মন ছুঁয়েছে ♥️
Dhanyobaad anek. Ai gaan tu purono diner akti bikhyato gaan 🙏
Amer favorite song....jato bar
Suny Tata bar ekta alada anuvuti
Hay.Apnake anek subhchha..
Dhanyobaad anek 🙏☺️
ভালো লাগলো । প্রাণ ভরে গেলো।
অসাধারণ...👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
Your sorrows and the feelings of sadness is the core of success of this song with pleasant way in melodious and clear Voice . Keep it up .
আবারও শেয়ার করে দিয়েছি তোমার এই গানটি। তোমার এতো দরদ কিভাবে আসে বলতে পারো মা আমার? ভালো থেকো ,অনেক বড়ো হও আমার এ প্রাথ'না রইলো তোমার জন্য মা পিয়ালী আমার।
অশেষ ধন্যবাদ
Satinath mukhopaddhaer gaanti boroihridoy sporshi . Tumi khub sundor vabe geacho .
Thank you
দারুন হয়েছে পিয়ালী
Dhanyobaad 🙏😀
পুরানো গান এত সুন্দর লাগছে আপনার গলায়। আমি অভিভূত
Dhanyobaad
👍👍দূদ্রান্ত হয়েছে. আমি কবে থেকে বলেছি আমার প্রিয় গান ওরে নীল যমূনার জল....,, এটা কবে হবে
Anek dhanyobaad.. gaibo nischoy ☺️
বাহ্ খুব ভাল,ভাল থেক।
🙏
Superb! Absolutely fantastic! 👌👌👏👏👏👏👏.....very nice💯...thank you.
Many thanks 🙏☺️
খূব সুন্দর হয়েছে। তোমার কণ্ঠে ঐ সব গান অদ্ভুত ভাবে ফুটে ওঠে। অনেক ধন্যবাদ।
Anek dhanyobaad ☺️🙏
খুব সুন্দর একটা প্রচেষ্টা।
Dhanyobaad
দারুন লাগলো গানটি শুনে। গানটির ভাষাগুলো খুব অপূর্ব।
Anek dhanyobaad 🙏☺️
Back in form !এই তো বেশ ! শারদ অর্ঘ্য, পুজোর গানের স্মৃতিমেদুরতা আবার ফিরিয়ে আনলেন ! ধন্যবাদ !
Anek dhanyobaad 🙏☺️
ভালোই হয়েছে। দরদ ও ভাব দিয়ে মূল গানের অনেক কাছে চলে গেছ। কজন এত ভালো গাইতে পারে? সাবাশ।
Khub bhalo hoyechhe mam.
I am Piyal Banerjee son of lyricist Pulak Bandyopadhyay. Thank you for uploading this song and beautiful presentation by you. God bless you.
Is the lyricist the great Pulakbabu?
@@bhramarmazumdar3793 Yes
খুব সুন্দর গেয়েছো
তোমার গলাতেই প্রথম শুনলাম
Anek dhanyobaad ☺️🙏
অসাধারণ Aunty❤💕
Thank u ❤️
Bar bar যতো শুনছি ততই ভাল লাগছে. Apnar cover করা শ্রেষ্ঠ গান.
Anek dhanyobaad.. share korben ☺️🙏
মনুষ্য কন্ঠে আর কি সম্ভব এর চেয়ে দরদভরা সুরে গান করা! পিয়ালী আমাদের বিপন্ন করেছে!!
Dhanyobaad anek
আপনি খুবই সুন্দর গান করেন। অপূর্ব।
Anek dhanyobaad 🙏☺️
সতীনাথ বাবুর খুব দরদিএকটিগান ৷খুব ভাল লাগলো ৷
খুব ভালো লাগার এ গান তোমার চর্চিত কন্ঠে শুনে মানুষের বাঙালী মানস রক্ষা পাবে বলে মনে হয় ।
সত্যিই খুব অসাধারণ একটা গান
অনেক ধন্যবাদ 🙏😀
অনেক ধন্যবাদ।আমার প্রিয় একটি গান।ভালো হয়েছে।
Anek dhanyobaad.. hyan amaro priyo gaan eti ☺️🙏
Ato dorod r bhalobasha diye Di Tumi gailey. Thanks
. With a little difference presentation is excellent. Keep it up.
Thank u
Amar khub priyo gan.Khub dorod diye geyecho, mon bhore jai
Anek dhanyobaad ☺️🙏
চোখ বুজে শোনার মত গান। হৃদয়ের সবটুকু আবেগ আপনার গানেও পরিপূর্ণ ভাবে প্রকাশিত হয়েছে। ধন্যবাদ।
Anek anek dhanyobaad ☺️🙏