মুপ্পোছড়া ঝর্ণা ,ভ্রমণ গাইড - Muppoochora Waterfall-Travel |ভ্রমণের সকল তথ্য,যাওয়ার উপায়, হোটেল খরচ

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • মুপ্পোছড়া ঝর্ণা ,ভ্রমণ গাইড - Muppoochora Waterfall-Travel |ভ্রমণের সকল তথ্য,যাওয়ার উপায়, হোটেল খরচ
    বর্ষা আসলে ঝর্ণাগুলো তার হারানো যৌবন যেনো ফিরে পায়। সেই সাথে বাড়তে থাকতে পর্যটকদের আনাগোনা। এডভেঞ্চার আর ট্র্যাকিং প্রিয় মানুষদের আদর্শ জায়গা পাহাড় আর পাহাড়ের গহীনে অবস্থিত এইসব বুনো জলপ্রপাত। দূর্গম পাহাড়ি পথে ট্র্যাকিং, ঝিরি পথ ফেরিয়ে জনহীন বুনো অরণ্য আর প্রকৃতির একান্ত সান্নিধ্য সব কিছুর দেখা পেতে চাইলে ছুটিতে বেরিয়ে পড়ুন রাঙামাটির মুপ্পোছড়া ঝর্ণায়।
    রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার বাঙ্গালকাটা নামক জায়গায় মুপ্পোছড়া ঝর্ণাটি অবস্থিত। একটি ঝরা স্বত্বেও এর পানির স্রোত এতোটা ব্যাপ্তি নিয়ে নিচে ছুটে আসে যে, প্রস্থের দিক থেকে এটি বাংলাদেশের সব চেয়ে বড় ঝর্ণা। দূর্গম পার্বত্য এলাকা হওয়ায় এখানে অসংখ্য ছোট বড় পাহাড়ে আছে প্রচুর ঝর্ণা। প্রায় ৩০০ ফিট উপর থেকে বেয়ে নেমে আসা স্বচ্ছ জল নিখাদ মুগ্ধতার পরশ বুলিয়ে দেয় মন জুড়ে।

Комментарии • 2

  • @user-jj3tl9jn2g
    @user-jj3tl9jn2g 7 месяцев назад

    ভাল লগলো,সব মিলিয়ে অসাধারন

  • @user-sl2td5ey1m
    @user-sl2td5ey1m 6 месяцев назад

    Thanks for your video. But cominucations are not good to waterfall s in the Bilaichori