Marayong Tong | মারায়াং তং পাহাড়ে ক্যাম্পিং | ১৫৫০ টাকায় ২ দিনের ভ্রমণ | alikadam bandarban

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • #bandarban
    #alikadam
    #marayongtong
    মারায়ংতং পাহাড় বাংলাদেশের বান্দরবান জেলার আলীকদম উপজেলায় অবস্থিত। এই পাহাড়ের উচ্চতা প্রায় ১৬৪০ ফুট।
    আমাদের খরচের তালিকা- জন প্রতি
    নতুন ব্রিজ থেকে চকরিয়া -২৬০৳
    চকরিয়া থেকে আলীকদম আবাসিক -
    চাদের গাড়ী-১১০৳
    লোকাল বাস -৯০ ৳
    পাহাড়ে ক্যাম্পিং থাকা খাওয়া সবকিছু মিলিয়ে ৮৫০৳ (দুপুরে খাবার,সন্ধ্যায় হালকা নাস্তা,রাতের বিবিকিউ,তাবু,বালিশ, পরের দিন এর সকাল এর খাবার, সাথে ২ লিটার পানি )।
    ইয়াসিন হোটেলঃ ০১৮৬৯০০৩৮৮৯
    উনাকে কল করলে পাহাড়ে ক্যাম্পিং নিয়ে বিস্তারিত সব জানতে পারবেন
    বিঃদ্রঃ অবশ্যই জাতীয় পরিচয় পত্রের দুই-তিনটা ফটোকপি সাথে নিয়ে যাবেন,এক্ষেত্রে যাদের জাতীয় পরিচয়পত্র নাই তারা জন্মনিবন্ধের ফটোকপি নিয়ে যাবেন।আর্মি ক্যাম্পে জমা দেওয়ার জন্য।
    বান্দরবান জেলার মারায়ন তং (Marayan Tong) অ্যাডভেঞ্চারপ্রেমী ভ্রমনপিপাসুদের কাছে খুবই জনপ্রিয়। কেউ কেউ এই পাহাড়কে মারায়ন ডং (Marayan Dong) নামেও ডেকে থাকে। প্রায় ১৬৪০ ফুট উচ্চতার এই পাহাড় আরও কয়েকটি নামে পরিচিত যেমন- মারায়ান তং, মারায়ং তং, মেরাই থং জাদি, মারাইং ডং ইত্যাদি।
    বান্দরবান জেলার আলীকদম থানার মিরিঞ্জা রেঞ্জে অবস্থিত একটি পাহাড়ের চূড়ায় আছে একটি বৌদ্ধ উপাসনালয়। একটি ছোট বটগাছসহ আরো দুটি গাছ। চারদিকে খোলা ও ওপরের দিকে চালা। এতে আছে বুদ্ধের এক বিশাল মূর্তি। খোলা প্রকৃতির মাঝে বৌদ্ধের বিশাল মূর্তি এই জায়গাটিকে আরও গাম্ভির্যময় করে তোলেছে। দিগন্তজোড়া পাহাড় আর নিচে দক্ষিণ দিকে সাপের মতো বয়ে চলা মাতামুহুরী নদী, ফসলের ক্ষেত সবকিছু মিলিয়ে এ যেন এক কল্পনার রাজ্য।
    ত্রিপুরা, মারমা, মুরং সহ বেশিকিছু আদিবাসীর বসবাস এই মারায়ন তং পাহাড়ে। পাহাড়ের ভাঁজে ভাঁজে থাকা আদিবাসী পাড়াগুলো বিশেষ বৈচিত্রতা যুক্ত করেছে আলীকদমের এই পাহাড়ি সৌন্দর্যে। পাহাড়ের ওপর নির্ভরশীল মানুষের জীবনযাত্রা এবং নিখাদ প্রকৃতি দুচোখ ভরিয়ে দেয় এখানে আগত পর্যটকদের।
    চূড়ায় উঠতে হবে সর্বমোট ৫টি ট্রেইল, যার মধ্যে সবচেয়ে খাড়া ট্রেইলটা ৭২ ডিগ্রি কোণে ভূমি থেকে চূড়ার দিকে চলে গিয়েছে। তবুও যত ওপরে উঠবেন, চারপাশ আরও বেশি সুন্দর হয়ে উঠবে।
    মারায়ন তং ভ্রমনের জন্য বিশেষ টিপস
    যাত্রাপথে প্রচুর পরিমাণে পানি, গ্লুকোজ, স্যালাইন, শুকনো খাবার, ফ্রাস্ট এইড বক্স, প্রয়োজনীয় ওষুধপত্র সঙ্গে নেবেন।
    রান্না করতে চাইলে প্রয়োজনীয় উপকরণ, ম্যাচ ও জ্বালানিও নিয়ে নেবেন। আগুন জ্বালাতে শুকনো কাঠের অভাব হবে না।
    রাতে ক্যাম্পিং করতে চাইলে সঙ্গে তাঁবু, স্লিপিং ব্যাগ, হালকা চাদর নিয়ে নেবেন। কেননা গরমের মৌসুমেও রাতে খানিকটা ঠাণ্ডা পড়ে পাহাড়ে।
    পাহাড়ে ওঠার আগে সমতলেই স্থানীয় প্রশাসনের কাউকে পেলে নিজেদের উদ্দেশ্য সম্পর্কে জানিয়ে রাখবেন। তাঁদের কোনো পরামর্শ থাকলে সেগুলো মনোযোগ দিয়ে শুনুনু। আর পাহাড়ে ওঠা কিংবা ক্যাম্পিং করতে চাইলে পথিমধ্যে সংশ্লিষ্ট পাড়ার হেডম্যানদের জানিয়ে রাখুন। সম্ভব হলে তাঁদের কাছ থেকে ফোন নম্বর চেয়ে নেবেন। পরে সাহায্যের প্রয়োজন হলে তাঁদের জানাতে পারেন।
    পাড়ার আশপাশে চলতি পথে পাহাড়িদের কোনো ফল বা ফুলের গাছ থেকে অনুমতি ছাড়া কিছু পাড়তে বা ছিঁড়বেন না। দরকার হলে কিনে নেবেন। সস্তাতেই তা পাওয়া যাবে।
    পাহাড়িদের ছবি তোলার ক্ষেত্রে তাদের অনুমতি নেওয়ার যথাসাধ্য চেষ্টা করবেন।
    পাহাড়ে রান্নাবান্না করলে অবশ্যই তা সাবধানে করবেন। যাতে আগুন চারদিকে ছড়িয়ে না পড়ে।
    চিপস, বিস্কুট, আচার কিংবা অন্যান্য ড্রাই ফুডের প্যাকেট অবশ্যই সংগ্রহ করে নিচে নিয়ে আসবে।
    In This video you will get:
    marayantong,marayongtong,marayontong,marayan tong,marayan tong trip,mayrayn tong,marayong tong,marayong tong camp,camping at marayon tong,marayong tong travel,মারায়ংতং,মারায়ং তং,মারায়ংতং ক্যাম্পিং,মারাইংতং,মারায়ংতং পাহাড়,মারায়ংতং টুর,মারাইংতং পাহাড়,মারায়ংতং জাদি,মারায়ংতং গাইড,মারায়াংতং,মারায়ংতং পাহাড়,মারায়নতং,মারায়ং তং ভ্রমন,মারায়ং তং পাহার,মারায়ংতং পাহাড়ের চূড়া,মারায়ংতং পাহাড় আলিকদম,মারাইতং,মারায়ং তং ভ্রমন গাইড,আলীকদম বান্দরবান
    #মারায়ংতং #Marayongtong #মেরাইথং #আলীকদম #বান্দরবান #মারায়ংতং_পাহাড়

Комментарии • 487

  • @mdmasud.....-89__haiw
    @mdmasud.....-89__haiw 26 дней назад +1

    বানদরবন কে অত্যাধুনিক প্রযুক্তির শহর করা হোক 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

  • @urmilaurmi41
    @urmilaurmi41 8 месяцев назад +2

    মাশাআল্লাহ অনেক সুন্দর একটা জায়গা।

  • @sigm-n2
    @sigm-n2 Месяц назад +3

    আসুন আল্লাহ তাহালাকে স্মরণ করি ❤

  • @NazKor
    @NazKor 8 месяцев назад +2

    এতো সুন্দর ভাবে একটি জায়গা সন্ধান দেওয়ার জন্য ধন্যবাদ❤

    • @TravelwithSoykot
      @TravelwithSoykot  8 месяцев назад

      welcome

    • @NazKor
      @NazKor 8 месяцев назад

      @@TravelwithSoykot work up job এ কাজ করলাম আর আপনি আনসেটিসফাই করে দিলেন?
      কাজে কি ভুল হয়েছে বলবেন

  • @Dreamprinces_sj
    @Dreamprinces_sj 8 месяцев назад +1

    এক কথায় অসাধারণ টোর ছিল সত্যি খুবই সুন্দর একটি জায়গা মারায়ংতং ❤❤❤

  • @MuhammedAbdullha
    @MuhammedAbdullha 8 месяцев назад +1

    অনেক সুন্দর ভিডিও ছিল ধন্যবাদ ভাই আপনাকে

  • @syedjakiruddin-zw7kk
    @syedjakiruddin-zw7kk 8 месяцев назад +1

    মাসাআললাহ অনেক সুন্দর একটা ভিডিও টি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে

  • @SAABID932
    @SAABID932 8 месяцев назад +1

    পৃথিবী টা সুন্দর, আর মারায়ংতং জায়গাটি অপরুপ সুন্দর্যের লীলাভুমি

  • @selimhossain9225
    @selimhossain9225 8 месяцев назад +1

    এত সুন্দর জায়গা দেখানোর জন্য ধন্যবাদ ভাইয়া

  • @mdSiraj-ib1cu
    @mdSiraj-ib1cu 8 месяцев назад +1

    আপনার ভিডিও দেখার অপেক্ষায় থাকি, এতো সুন্দর ভাবে একটি জায়গা সন্ধান দেওয়ার জন্য ধন্যবাদ

    • @TravelwithSoykot
      @TravelwithSoykot  8 месяцев назад

      atta amr jonno onk boro paowa bhai. dowa korben

  • @RituraniDas-r9d
    @RituraniDas-r9d 8 месяцев назад +1

    এতো সুন্দর একটা ভিডিও আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দাদা ❤❤❤

  • @AmitRaj-q1c
    @AmitRaj-q1c 8 месяцев назад +1

    মারায়ং তং আমার কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটা

  • @NurnaherAkterSony
    @NurnaherAkterSony 8 месяцев назад +1

    মাশাল্লাহ অনেক সুন্দর জায়গা, ভিডিও টি অনেক সুন্দর হয়েছে ভাইয়া ❤

  • @mistahmina3397
    @mistahmina3397 8 месяцев назад +1

    Wow অনেক সুন্দর জায়গা যত দেখছি দেখে মুগ্ধ হচ্ছি ধন্যবাদ ভাই এমন সুন্দর একটি জায়গা ঘুরিয়ে দেখানো জন্য এমন সুন্দর সুন্দর ভিডিও আরো চাই ভাইয়া ❤❤❤

  • @SoccerXwar
    @SoccerXwar 8 месяцев назад +1

    মারায়ংতাং কে সুন্দর করে তুলে ধরা হয়েছে পুরো ভিডিওটাই

    • @TravelwithSoykot
      @TravelwithSoykot  8 месяцев назад

      thank u

    • @Mahian12
      @Mahian12 3 месяца назад

      ওখানে কারো নাম্বার আছে

  • @mdsharifulislam845
    @mdsharifulislam845 8 месяцев назад +1

    Video ta onek valo chilo

  • @bdcrayan
    @bdcrayan 8 месяцев назад +1

    ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা ভিডিও উপহার দেয়ার জন্য🥰

  • @dipuIslam-hz5kb
    @dipuIslam-hz5kb 8 месяцев назад +1

    আপনার ভিডিওর মাধ্যমে মারায়ংতং না যেয়েও ঘুরে আসলাম বলে মনে হলো।আসোলেই অসাধারণ চমৎকার একটা জাইগা।❤❤❤

  • @ArfanProdha
    @ArfanProdha 8 месяцев назад +1

    Onek Sundor hoiche vai aro emon video chai onek tnx ❤❤❤❤

  • @gaminggoffar7883
    @gaminggoffar7883 8 месяцев назад +1

    মারায়াং তং সম্পকে জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ❤

  • @MDbillal-qd5rv
    @MDbillal-qd5rv 6 месяцев назад +1

    খুব ভালো লাগলো ভাই আমি সৌদি আরব থেকে দেখতেছি

  • @MdRashidulhasan-j3l
    @MdRashidulhasan-j3l 8 месяцев назад +1

    Vai onek sundor akta place dekhalein

  • @AnjanPrince-g9u
    @AnjanPrince-g9u 8 месяцев назад +1

    Onk sundor place jawhar icca ace 😊

  • @mdali-nu5ef
    @mdali-nu5ef 8 месяцев назад +1

    এতো সুন্দর করে বোঝানোর জন্য ধন্যবাদ

  • @mdrubelahmed5306
    @mdrubelahmed5306 22 дня назад +2

    আলহামদুলিল্লাহ ।
    গতমাসে গিয়েছিলাম একদম পর্যটক শুন্য ছিলো । আমরা মাত্র ৩ জন রাত কাটিয়েছি এই পাহাড়ে । রাতের অভিজ্ঞতা বলে বুঝাতে পারবো না । তবে গভীর রাত ও ভোরের দিকে কুয়াশার ছোটাছুটি অসাধারণ লাগে । ❤️❤️❤️

  • @ShahinMia-m5q
    @ShahinMia-m5q 8 месяцев назад +1

    অপরূপ মারায়ংতং

  • @mdmonirulislam3699
    @mdmonirulislam3699 8 месяцев назад +1

    onek shundor jaygaaa

  • @Travel_with_Shahin
    @Travel_with_Shahin 10 месяцев назад +2

    আপনার ভিডিও দেখার অপেক্ষায় থাকি❤
    Love you___By❤

  • @jahangiralim1964
    @jahangiralim1964 10 месяцев назад +2

    ভালো লাগলো

  • @MisEityafterMim
    @MisEityafterMim 8 месяцев назад +1

    অনেক সুন্দর জায়গাটা ❤❤

  • @probashilifewithForhad
    @probashilifewithForhad 8 месяцев назад

    এক কথায় অসাধারন পরিবেশ

  • @123-b9k
    @123-b9k 8 месяцев назад +1

    Wonderful video. Tnks foy your video.

  • @worldsportslivebd9763
    @worldsportslivebd9763 5 месяцев назад +1

    অসাধারণ টোর ছিল সত্যি খুবই সুন্দর একটি জায়গা মারায়ংতং

  • @anupomshill4375
    @anupomshill4375 10 месяцев назад +1

    Apnar blog 1st time dekhlam!onke sundor hoyeche, best of luck 💜

  • @MdAlAmin-ve8lk
    @MdAlAmin-ve8lk 8 месяцев назад +1

    thanks for the good information

  • @NurulIslam-vj8nh
    @NurulIslam-vj8nh 8 месяцев назад +1

    Good viedo

  • @sumaiyakhatun8534
    @sumaiyakhatun8534 9 месяцев назад +1

    অসাধারন ❤❤❤❤

  • @Niloyislam-j5d
    @Niloyislam-j5d 8 месяцев назад +1

    I love travel 😊

  • @NayanDebnath-w7k
    @NayanDebnath-w7k 8 месяцев назад +1

    Nice video

  • @sandatta
    @sandatta 10 месяцев назад +1

    Wowwww ❤

  • @BEAUTYBEAUTY-ip5wo
    @BEAUTYBEAUTY-ip5wo 9 месяцев назад +1

    Nice video😀

  • @hridoy2.099
    @hridoy2.099 2 дня назад +1

    এখন কি পাহাড়ে যাওয়া কি সেফ?

  • @emonbhuyin4481
    @emonbhuyin4481 4 месяца назад +1

    গিয়েছিলাম সেই জায়গা

  • @EmonKhan-eb9wl
    @EmonKhan-eb9wl 9 месяцев назад +1

    Nice video❤❤

  • @gOLdliOn-py9wi
    @gOLdliOn-py9wi Месяц назад +1

    Mobile network thake?? Via

  • @KFtecnhicaltv8780
    @KFtecnhicaltv8780 8 месяцев назад +1

    Nice

  • @Himalalamoffical
    @Himalalamoffical 2 месяца назад +1

    ভাইয়া এই মাসে গেলে কেমন হবে , অতিরিক্ত গরমের জন্য কষ্ট করতে
    হবে নাকি

    • @TravelwithSoykot
      @TravelwithSoykot  2 месяца назад +1

      opore too batas ache....but akhon camping kora jabe kina jene jaiyen

  • @1952_xmushfiqx
    @1952_xmushfiqx 10 месяцев назад +1

    Nice vlog❤🎉

  • @TravelWithTurjoRoy
    @TravelWithTurjoRoy 4 месяца назад +1

    ভাই, ২ দিন পর আমিও যাচ্ছি ভ্লগ তৈরি করতে। কিন্তু আমার ড্রোন নেই😭, এমন জায়গায় ড্রোন এর ভিউ অনেক সুন্দর । আমাকে ৪-৫ সেকেন্ড এর আপনার কোনো একটা ড্রোন ভিডিও দিবেন এখানের, আমি তাহলে আমার ভিডিওতে ব্যবহার করতাম 😭

  • @Boo-kn1yc
    @Boo-kn1yc Месяц назад +1

    আসসালামু আলাইকুম ভাই।
    তাবুগুলো দেখে মনে হচ্ছে কিছু তাবু খুবই নরমাল আবার কালো তাবুগুলো প্রিমিয়াম কোয়ালিটির।
    ভালো তাবু কিভাবে পাবো? প্যাকেজে দিবে? নাকি আলাদাভাবে ভাড়া করতে হবে?

    • @TravelwithSoykot
      @TravelwithSoykot  Месяц назад

      sob gulai package e thake...age asle nije choice kore nithe parben

    • @Boo-kn1yc
      @Boo-kn1yc Месяц назад

      @@TravelwithSoykot accha dhonnobad

  • @emadchowdhury921
    @emadchowdhury921 10 месяцев назад +3

    এখন যাওয়া যাবে ভাইয়া?
    জানুয়ারীর ভিতরে?
    ভালো ভিউ পাব?

  • @hasem1
    @hasem1 4 месяца назад +1

    ভাই মারায়ংতং পাহাড় উপর কি ফোন চার্জ দেয়ার সুজোগ আছে?

  • @shuvoroy9353
    @shuvoroy9353 5 месяцев назад +2

    ভাই যাদের আইডি কার্ড নাই তারা জন্ম নিবন্ধন নিলে হবে নি?

  • @MdsalahUddin-lm3vx
    @MdsalahUddin-lm3vx 11 месяцев назад +1

    আমি বাইক ড্রাইবার সালাহউদ্দিন ওই যে পেজটি সাবস্ক্রাইব করেছিলাম ❤

  • @personaluse-s4g
    @personaluse-s4g 2 месяца назад +1

    তাবুর ভাড়া কতো ভাইয়া?

  • @asibbillah3065
    @asibbillah3065 10 месяцев назад +1

    হোটেল থেকে পাহাড়ের চূড়া পর্যন্ত ওঠতে কত সময় লাগে

  • @wakilahmmedbadhon1249
    @wakilahmmedbadhon1249 Месяц назад +1

    ভাই কাম্পিং এ কত টাকা লাগে?

  • @mst_tariqul
    @mst_tariqul Месяц назад +1

    বান্দরবান এর মারায়ন তং পাহাড় এর একি এহন আসা জাবে এখন একটু জানা বেন ওই দিকের কেউ জদি থেকে থাকেন ❤️

  • @TecHosain
    @TecHosain 5 месяцев назад +1

    moila fele bhaisay dise ...shabash! Pahare moila fela theke biroto thakun

  • @rabbyislam-p6z
    @rabbyislam-p6z 19 дней назад +1

    পড়ে যাওয়ার রেকর্ড নাই মনে? আমি নিজে পরে গেছি ওদের বাইক এক্সিডেন্টের কারণে। একটা বাইক উঠতেছিলো আর আমাদের টা নামতেছিলো। দুইটা বাইক বারি খেয়ে পড়ে যায়। ভাগ্য ভালো তেমন একটা ক্ষতি হয় নাই। শুধু ছিলে গেছিল আর কেটে গেছিলো বেশ কিছু জায়গায়। নিচে এসে ফার্মাসি থেকে ট্রিটমেন্ট নেয়া লাগছে।

    • @TravelwithSoykot
      @TravelwithSoykot  18 дней назад

      ora bolchilo amon...but pore oneker kachei pore jaowar bapar gulo janthe parchilam...ja ami video er last dike bolchilam

  • @RubiaAkther-z6g
    @RubiaAkther-z6g 2 месяца назад +1

    জন্মনিবন্ধন সনদ দিয়ে যাওয়া যাবে ভাই ???

  • @RakibHasan-y9k
    @RakibHasan-y9k 5 месяцев назад +1

    ভাই ভোটার আইডি কার্ড না থাকলে হবে না?

    • @TravelwithSoykot
      @TravelwithSoykot  5 месяцев назад

      jekono akta id card lagbe...apanr porichoi potro hisebe

  • @af_muscle_lovers36
    @af_muscle_lovers36 8 месяцев назад +1

    অনেক সুন্দর একটা video .

  • @Mdminhazuddin-vq3hu
    @Mdminhazuddin-vq3hu 23 дня назад +1

    একা যাওয়ার সুযোগ আছেকি কত খরচ হতে্পাের একা

    • @TravelwithSoykot
      @TravelwithSoykot  23 дня назад

      ji bhai aka aka jaowar sujog ache.....akjon er cost 2k er modde hoye jabe

    • @kunchitara8152
      @kunchitara8152 4 дня назад

      একা গেলে আমায় নিয়েন
      এই মাসের দশ তারিখ

    • @Mdminhazuddin-vq3hu
      @Mdminhazuddin-vq3hu 4 дня назад +1

      @@TravelwithSoykot 2k মানে কি দুই কোটি

    • @TravelwithSoykot
      @TravelwithSoykot  3 дня назад

      @@Mdminhazuddin-vq3hu 2000

  • @pubgmyattitude6269
    @pubgmyattitude6269 8 месяцев назад +1

    ভাই মারায়ন তং এ নাকি নিষেধাজ্ঞা ছিল এখন কি যাওয়া যায়? আমরা জেতে চাইতেছিলাম, এখন কি যাওয়া যাবে?

    • @TravelwithSoykot
      @TravelwithSoykot  8 месяцев назад +1

      atta koiyek din pore open hoi abr off hoi amon kore. so jaowar age khobor niye jaiyen

  • @ihcreator25
    @ihcreator25 5 месяцев назад +1

    শুধু তাবু পাওয়া যাবে নাকি

  • @jobayarahammad3122
    @jobayarahammad3122 Месяц назад +1

    amra ki alada khabar niye jete parbo?

  • @HabibaHima-l1x
    @HabibaHima-l1x 11 месяцев назад +1

    ক্যাম্পিং ছাড়া সকালে গিয়ে চলে আসা যাবে? আলীকদম থেকে যেতে কতক্ষন লাগে আর আসার সময় গাড়ি পাওয়া যাবে কিনা?
    আর হেঁটে গেলে কতক্ষন সময় লাগে?

    • @TravelwithSoykot
      @TravelwithSoykot  11 месяцев назад +1

      apni jodi sokal bela alikodom er abasik bazar pouchaithe paren...tahole day trip possible. bazar theke pahar e utthe...2/3 hours time lage. r asar time gari paowa jabe

  • @mdforhad6310
    @mdforhad6310 9 месяцев назад +2

    মারায়তং এ ওয়াশরুম আছে??

  • @mdArafat-cz4wt
    @mdArafat-cz4wt 7 месяцев назад +1

    ভাই ঈদ এর পরের দিন কি যাওয়া যাবে ১ জনের জন্য কেমন খরচ আসতে পারে

    • @TravelwithSoykot
      @TravelwithSoykot  7 месяцев назад

      akhon open ache kina khobor niye jaiyen, 2.5-3K

  • @musicdotcom8174
    @musicdotcom8174 7 месяцев назад +2

    Vaiya kon drone use koren?

  • @oldeverythingsong8633
    @oldeverythingsong8633 9 месяцев назад +1

    ভাই এক তাবুতে কয়জন থাকতে পারবে ,আর মেয়েদের সেফটি কেমন জানতে চাচ্ছি ?

    • @TravelwithSoykot
      @TravelwithSoykot  9 месяцев назад

      onk type er tabu ache...2/4/6/8/10. r meyeder jonno place taa safe

  • @SIRabin-cg3mp
    @SIRabin-cg3mp 9 месяцев назад +1

    ভাই সামনের মাসে যাবো,গাইড লাইন দিয়েন,যতটুকু শুনলাম, ওয়াশরুমের অবস্থা নাকি ভালো না😮

  • @RjShohag-ue2ng
    @RjShohag-ue2ng 3 месяца назад

    সাইমন দা সাথে দেখা করলেই হবে সব

  • @Kira-z4j
    @Kira-z4j Месяц назад +1

    NID copy na diye birth certificate ar copy army camp a joma dile hobe......?

  • @bigboss8375
    @bigboss8375 4 месяца назад +1

    ভাই ভোটার আইডি কার্ড না থাকলে কী জন্ম নিবন্ধন দিয়া কাজ হইব

  • @ashfaquenazirsakin694
    @ashfaquenazirsakin694 7 месяцев назад +1

    Mobile network pawa jay?

    • @TravelwithSoykot
      @TravelwithSoykot  7 месяцев назад

      ji bhai paowa jai

    • @ashfaquenazirsakin694
      @ashfaquenazirsakin694 7 месяцев назад

      @@TravelwithSoykot akjon vloger bollow j pawa jay na tai ask korlam
      Kon sim er network bashi Valo thake?

  • @spalashsarker
    @spalashsarker 8 месяцев назад +1

    আমিও যেতে চাই

  • @aponahmed12.17
    @aponahmed12.17 2 месяца назад +1

    ওয়াশরূম এর ব্যবস্থা আছে ?

  • @MahmudaMitu-g1o
    @MahmudaMitu-g1o 4 месяца назад +1

    Vaya okhane gia gocoler babostha ace naki?

    • @TravelwithSoykot
      @TravelwithSoykot  4 месяца назад

      oi pahar er nicher dike akta jorna ache....okahne pani thakle gosol korthe parben. r amnithe bazar er okahne pukur ache...okhane gosol korthe parben

  • @ruinegaming8077
    @ruinegaming8077 8 месяцев назад +1

    vhai
    15 tarikh e jawar plan ace?
    ekhon rat katano jabe?

    • @TravelwithSoykot
      @TravelwithSoykot  8 месяцев назад

      akhon maje maje open hoi abr off thake...tai age theke khobor niye jaiyen

  • @arobiarobi3321
    @arobiarobi3321 24 дня назад +1

    September er sese gele kmn view pabo?

    • @TravelwithSoykot
      @TravelwithSoykot  23 дня назад

      valoi paben

    • @arobiarobi3321
      @arobiarobi3321 23 дня назад

      @@TravelwithSoykot amk ki r ektu details bola jabe about budget..ghurar somporke?

  • @FahadKhan-qm3ow
    @FahadKhan-qm3ow 3 месяца назад +1

    ভাই যাদের nid কার্ড নাই তারা কিভাবে যাবে

  • @aftabhossainfahimm
    @aftabhossainfahimm 5 месяцев назад +1

    Eid er pore ki jawa jaabey? shunlam, Bandarban er obostha naki kharap..

    • @TravelwithSoykot
      @TravelwithSoykot  5 месяцев назад +1

      atta jekhane okhane may be problem nai. tarpor o jogajog kore jaiyen

    • @aftabhossainfahimm
      @aftabhossainfahimm 5 месяцев назад

      @@TravelwithSoykot, accha bhai! dhonnobad..

  • @TufajjalHossain-ts6mq
    @TufajjalHossain-ts6mq 10 месяцев назад +25

    ভাই এখানে এডভেঞ্চার কই হলো,পায়ে না হেটে বাইক ভাড়া করে মারাংতং পাহাড়ে ওঠেছেন,মজা পাইলাম না ভিডিও টা দেখে

    • @TravelwithSoykot
      @TravelwithSoykot  10 месяцев назад +2

      bhai ami er ager bar paye hetei utchilam...ebabr er video taa jara pahar e uuthe chai but koster jonno pare na..tader jonno

    • @Arpan_jooy
      @Arpan_jooy 7 месяцев назад

      R ek tabute 3 jn thaka jabe ??
      R shokale bathroom er bebostha ase kothao??

  • @alifscreation7838
    @alifscreation7838 11 месяцев назад +1

    Amazing 😍

  • @rsmazen
    @rsmazen 2 месяца назад

    আমরা বাইক নিয়ে উঠতে গিয়ে পড়ে গিয়েছিলাম

  • @gameryt5420
    @gameryt5420 6 месяцев назад +2

    vaiya ami to student, ekhon amra friend ra ekshate jaite chaite si amader to NID card nai ,jonmonibondhon card di hobe?

  • @adnanamizingadnan1220
    @adnanamizingadnan1220 11 месяцев назад +1

    Kober video eta? November 5tarik gele thanda pabo bhiya?

  • @Mazidulislam-r6c
    @Mazidulislam-r6c 26 дней назад +1

    ভাই id কার্ড না থাকলে কি যাওয়া যাবে না

    • @TravelwithSoykot
      @TravelwithSoykot  26 дней назад

      onno kono kichu thakthe hobe...jeno apnar identity buja jai

  • @salmanahamed9585
    @salmanahamed9585 Месяц назад +1

    আসসালামু আলাইকুম ভাই
    NID কার্ড নাহ থাকলে কী এখানে যাওয়া যাবে না ?

  • @rijoanibrahimizab9046
    @rijoanibrahimizab9046 4 месяца назад +1

    Vaiya check point e ki national id chara dhukte dey na?? Cz amader moddhe 2/3 jon frnd er ekhno national id card hoy nai...amra jodi birth certificate niye ashi..tahole ki hbe??

  • @Nothing-mz9wf
    @Nothing-mz9wf 10 месяцев назад +1

    টয়লেটের কি অবস্থা ওইখানে?

  • @KnAbrar-gk8ve
    @KnAbrar-gk8ve 7 месяцев назад

    আমি থাকি চট্রগ্রামে কিন্তু আমার গ্রামের বাড়ি আলিকদম

  • @ahmedbinbelal2230
    @ahmedbinbelal2230 9 месяцев назад +1

    Ekhn o chalu ase vai?? Jawya jay?

  • @tamannayeasmin2891
    @tamannayeasmin2891 9 месяцев назад +1

    Meye der jnno place ta ki safe?

  • @SorkarNayemNayem
    @SorkarNayemNayem 6 месяцев назад +1

    dhaka theke ami jodi aka jai kemon safe hobe r koto tk cost hote pare vaiya

    • @TravelwithSoykot
      @TravelwithSoykot  6 месяцев назад

      aka gele problem nai...okhane onk manus thake. dhaka theke 4k er moto lagbe

  • @saykathowlader4457
    @saykathowlader4457 5 месяцев назад +1

    ভাই এখন কি বান্দরবান খোলা

    • @TravelwithSoykot
      @TravelwithSoykot  5 месяцев назад

      alikodom open may be....tarpor o khobor niye jaiyen

  • @Arpan_jooy
    @Arpan_jooy 7 месяцев назад +1

    Ek tabu te ki 3 jn thaka jabe??
    R tahole ki 850 tk jner bhage porbe naki jon proti??

    • @TravelwithSoykot
      @TravelwithSoykot  7 месяцев назад

      850 per person

    • @Arpan_jooy
      @Arpan_jooy 7 месяцев назад

      @@TravelwithSoykot ek tabute 3 jn thaka jabe ??
      R toilet er bebostha ta oikhane kothay??

  • @nazmuljr1010
    @nazmuljr1010 7 месяцев назад +1

    Sundor