নতুনদের জন্য খুবই উপকারী ভিডিও। আশাকরি সকলের কাজে আসবে। কিন্তু আপনি প্রথমে ভুল তথ্য দিয়েছেন। MOP এবং NPK এক জিনিস না। MOP হলো মিউরেট আব পটাশ যেখানে পটাশিয়ামের পরিমাণ প্রায় ৫০%। কিন্তু NPK হলো নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়ামের সংমিশ্রনে তৈরিকৃত রাসায়নিক সার। এবং NPK বিভিন্ন অনুপাতের পাওয়া যায়। ধন্যবাদ
আপনাকে অশেষ ধন্যবাদ। খুব সুন্দর করে বুঝিয়ে বলছেন কিন্তু আমার জানার আগ্রহ হলো এক সঙ্গে ২/৩ প্রকারের সার মিশিয়ে ব্যবহার করা যাবে কি?কষ্ট করে জানালে উপকার হবে। ভালো থাকবেন।
গাছের আকার একটু বড়সর হলে, টবের আকার বড় হলে সব সার এক সাথে পরিমাণ মতো প্রয়োগ করতে পারেন। তবে গাছের প্রয়োজন না হলে গাছ সেই সার বা খাবার গ্রহণ করবেনা, সেক্ষেত্রে মাটির স্বাস্থ্য নষ্ট হবে, মাটির অণুজীব ধ্বংস হবে- এতে গাছটি অনেক উপকার থেকে বঞ্চিত হবে।
সেগুন গাছে সব ধরনের সার ই প্রয়োজন মতো প্রয়োগ করা যায়। তবে DAP এবং জিপসাম সার বছরে ২/৩ বার প্রয়োগ করা যেতে পারে। এই সার গুলো গাছকে শক্তিশালী ও মোটা করতে সহায়তা করে।
যদি গাছে এসব সারের প্রয়োজন আছে বলে মনে হয় তাহলে প্রতিমাসেই একবার দিতে পারবেন। কিন্তু যদি বাণিজ্যিক চাষাবাদ হয় তাহলে কৃষি বিশেষজ্ঞের পরামর্শে নিয়ে দিবেন।
স্প্রে করে দিলে দ্রুত কার্যকর হয়। গাছপালা কিছু খাদ্য উৎপাদন শেকড়ের সাহায্যে গ্রহণ করে এবং কিছু উপাদান পাতার মাধ্যমে গ্রহণ করে দ্রুত পুষ্টি চাহিদা মিটায়।
আসসালামুয়ালাইকুম আমি মাটি তৈরির সময় চিলেটেড জিংক আর সলুবোর বোরন মাটিতে মিশিয়ে দিতে পারব কি? একটি ১২" টবের মাটিতে কতটুকু করে মেশাতে পারব দুটি উপাদান?বললে উপকৃত হব।
এক চা চামচের ৫ ভাগের একভাগ করে দিতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় ২ গ্রাম করে এক লিটার পানিতে মিশিয়ে গাছে স্প্রে করলে। এতে গাছটি পাতা ফুল ফল কান্ড সবকিছু দিয়ে শুষে নিতে পারে।
ভাই জমির হিসাব আলাদা। সেটা নির্ভর করে জমির মাটি কেমন এবং কোন ধরনের শাকসবজি সেটার উপর। তাছাড়া শাকসবজিতে খুববেশি সারের প্রয়োজন হয়না। তবে সাধারণ হিসাবে কোন সবজি ক্ষেতে সবজির বয়স ১৪ দিন হলে কাঠা প্রতি ৪০০- ৫০০ গ্রাৃম ইউরিয়া প্রয়োগ করতে পারেন। এমনিতে গোবরের সারই যথেষ্ট।
তিন রকমের সার একসাথে ব্যবহার করতে পারবেন। তবে অবশ্যই গাছের বয়স এবং টবের আকারের উপর নির্ভর করে সারের পরিমাণ ঠিক রাখতে হবে। ৪৫ দিন থেকে ৬০ দিন পরপর গাছে সার প্রয়োগ করতে পারেন।
গাছের বয়স অনুযায়ী সারের পরিমাণ বাড়াতে হবে। গোড়া থেকে দুই-তিন ফুট দূরে গোলাকার করে মাটি ৬/৮ ইঞ্চি গভীর করে খুড়ে নরম করে সার ভালোভাবে মাটির সাথে মিশিয়ে দিন। তারপর পানি দিন। আবারো বলছি গাছের বয়স যতো বেশি সারের পরিমাণও সে হিসেবে হবে। ১ বছরের একটি গাছের জন্য সর্বোচ্চ ১০০ গ্রাম করে।
Dada ekta kotha apnake jigash korchi but ektu bolle valo hoy jemon dhrun ami kichu ful kopi chash korechi tahole tar first porichorja ki ektu bolle valo hoy please dada help me
ফুলকপি বা যেকোন শীতকালীন সবজি অবশ্যই কড়া রোদ পায় এরকম জায়গায় ভালো হয়। ফুলকপি জৈব সার পছন্দ করে। গোবরের সার হলে খুব ভালো হয়। তবে গাছের বয়স ২ সপ্তাহ হলে সামান্য পরিমাণ ইউরিয়া সার প্রয়োগ করতে পারেন। এতে গাছ খুব দ্রুত বৃদ্ধি পাবে ও সবুজ সতেজ হবে। (বাণিজ্যিক চাষাবাদের জন্য কৃষি বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
আমার এটা লিচু গাছ বাজার থেকে কিনে এনে লাগানো হইছিল বয়স ৪ বৎসর কথা হলো গাছটা যেমন লাগানো হইছিলো তেমনি আছে ভারেওনা ফলো দেয়না কি করা লাগবে যদি একটু বলতেন খুব উপকার হইত
আপনার গাছটি কি জমিনে লাগানো নাকি টবে লাগানো এটা সবার আগে লিখা উচিত ছিল! যাহোক যদি জমিনে লাগানো হয়- তাহলে গাছের উপর পর্যাপ্ত সূর্যের আলো পাওয়ার ব্যবস্থা করতে হবে। গোড়ার আগাছা কেটে পরিস্কার করে দিন। কার্বেন্ডাজিম গ্রুপের একটি ছত্রাক নাশক ১ লিটার পানিতে ১ গ্রাম হারে মিশিয়ে সমস্ত গাছে এবং গোড়ার মাটিতে স্প্রে করে দিন। ১৫ দিন পরপর এভাবে ৩ বার করবেন। গোড়ার মাটি আলগা করে- ২ টেবিল চামচ করে- পটাশ, DAP, ইউরিয়া সার এবং ৫/১০ কেজি পঁচা গোবরের সার মিশিয়ে পানি দিয়ে দিন। গোড়ায় যেন কখনো পানি জমে না থাকে এটা খেয়াল করবেন। আশাকরি ১ মাসের মধ্যে গাছের চেহারা পরিবর্তন হয়ে যাবে।
ভার্মি কম্পোস্ট হলো সবচেয়ে উত্তম সার। সেটা না পেলে গোবরের সার, হাড়ের গুঁড়া এবং সরিষার খৈল গুঁড়া - যতোটুকু পারেন, কম বেশি হলে সমস্যা নাই। সাথে আধা চা চামচ পটাশ সার দিতে পারেন।
যে দুটি সার স্প্রে করার কথা বল্লেন অর্থাৎ জিংক এবং বোরন, এই দুটি বাদে বাকি সবগুলি আপনার ভিডিওতে উল্লেখিত পরিমান মত/রেশিও অনুযায়ী একসাথে মিশিয়ে কি গাছের গোড়ায় প্রয়োগ করা যাবে নাকি ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন সার প্রয়োগ করতে হবে? এবং জিংক ও বোরন কি একসাথে মিশিয়ে স্প্রে করা যাবে? জানাবেন প্লিজ...
আপনার গাছের বিভিন্ন লক্ষণ ও প্রয়োজন বুঝে রাসায়নিক সার ব্যবহার করতে হবে। সবরকমের সার একসাথে ব্যবহার করা বিপজ্জনক হতে পারে। তাই প্রথমে কয়েক ধরনের প্রয়োগ করুন এবং প্রয়োজনে ১৫ দিন পর অন্য ধরনের গুলো প্রয়োগ করতে পারেন।
নাইট্রোজেন সমৃদ্ধ সার ব্যবহার করতে হবে তাহলে গাছ সবুজ হবে। যেমন ইউরিয়া সার (হোমিওপ্যাথি দানার মতো সাদা দেখতে) অথবা গোবরের সার। গাছটি টবে হলে দুই থেকে তিন চিমটি ইউরিয়া গোড়ার মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিন।
নাইট্রোজেন সমৃদ্ধ সার ব্যবহার করতে হবে তাহলে গাছ সবুজ হবে। যেমন ইউরিয়া সার (হোমিওপ্যাথি দানার মতো সাদা দেখতে) অথবা গোবরের সার। গাছটি টবে হলে দুই থেকে তিন চিমটি ইউরিয়া গোড়ার মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিন।
সঠিকভাবে সার ব্যবহার করতে পারবো আশাকরছি। ২ টি প্রশ্নের উত্তর পেলে খুব ভালো হয়; ১. বোরোন ও জিঙ্ক সার দুটি একসাথে মিশিয়ে কি স্প্রে করতে পারবো? ২. আপনি যে পরিমাণ গুলো বলেছেন সেই সঠিক পরিমাণে প্রতিটি একত্রে মিশিয়ে ব্যবহার করা যাবে কি?
১) দুটি একত্রে মিশিয়ে স্প্রে করতে পারবেন। ২) টব বা ড্রামের গাছে এভাবে সব সবরকমের সার একসাথে ব্যবহার করা উচিত নয়। গাছের প্রয়োজন বুঝে নির্দিষ্ট সার ব্যবহার করুন। অথবা প্রথমে কয়েকটি প্রয়োগ করুন আবার ১৫ দিন পর অন্যগুলো প্রয়োগ করুন। ধন্যবাদ
যদি টবে লাগানো হয়ে থাকে তাহলে- আধা চা চামচ পটাশ সার ও এক কেজি গোবরের সার গোড়ার মাটির সাথে ভালোভাবে মিশিয়ে পানি দিন। গাছ সরাসরি রোদ পায় এমন স্থানে রাখুন। গাছ দ্রুত বড় হবে।
আমি একটা লেবু বীজ থেকে লেবুর চারা করেছি। ৩ মাস হলো। চারাটা মাএ ২ ইঞ্চি। খুব ছোট একটি টবে লাগিয়েছি । পাতা হলুদ হয়ে পাতা পুড়ার মতো হয়ে যাচ্ছে আর বৃদ্ধি হচ্ছে না। আমি একজনের কাছ থেকে সব ধরনের মিশানো এক ধরনের গুটি ধরনের সার নিয়েছে। শীতকাল এখন আমি কী লেবু চারায় সেই সার দিবো? আর কেমনে দিবো সারটি? দয়া করে বলবেন?
এই অবস্থায় গাছটি কোন সার গ্রহণ করবেনা। একটু বড় টবে সাধারণ মাটির সাথে অর্ধেক পরিমাণ গোবরের সার মিশিয়ে চারাটি লাগিয়ে দিন এবং ৭/৮ ঘন্টা কড়া রোদ পায় এমন স্থানে রেখেদিন। আগামী ১ বছর কোন সারের প্রয়োজন হবেনা।
পটাশ সার প্রয়োগ করতে হবে। প্রতিটি টবে ১/৪ চা চামচ পটাশ (MOP) সার দিন। সার না পেলে পাকা কলার খোসা পানিতে গুলিয়ে গাছের গোরায় দিন। ফুলের পরাগায়নের সমস্যাও থাকতে পারে। দুইটি ফুল দুই হাতে ধরে হালকা করে মিলিয়ে নাড়াচাড়া করে দিতে পারেন।
গোবরের সাব বেস্ট! জমিনে লাগানো আম গাছে ইউরিয়া সারের আলাদা কোন প্রয়োজন হয়না। তবে গাছ দূর্বল হলে গোবরের সারের সাথে গাছ প্রতি ৫০-৮০ গ্রাম পটাশ মিশিয়ে দিতে পারেন।
ফল গাছ নার্সারি থেকে কিনে আনার পর প্রথমেই তিন চার বস্তা মাটির ধরে এইরকম কোন টবে বসানো যাবে। নাকি প্রথমে ছোট জায়গায় বসাতে হবে। No 2. 8 ইঞ্চি টব এ অল টাইম আম গাছ লাগানো হয়েছে। গাছটিতে কি কি সার দেব। আমার এই দুটো প্রশ্নের উত্তর পেলে খুব উপকৃত হব। 🙏🙏
যে কোন চারা/ গাছ এনে প্রথমেই কোন বড় আকারের টবে লাগাবেন না, প্রথমে কোন ১০-১২ ইঞ্চি টবে লাগিয়ে ১ বছর রেখে দিন। তারপর পর বড় ড্রামে বা টবে লাগাতে পারেন। ৮ ইঞ্চি টবের গাছে আপাতত জৈব সার বা ভার্মি কম্পোস্ট দিন।
অশেষ অশেষ ধন্যবাদ আপনাকে সঠিক কথা বলার জন্য।
নতুনদের জন্য খুবই উপকারী ভিডিও। আশাকরি সকলের কাজে আসবে। কিন্তু আপনি প্রথমে ভুল তথ্য দিয়েছেন। MOP এবং NPK এক জিনিস না। MOP হলো মিউরেট আব পটাশ যেখানে পটাশিয়ামের পরিমাণ প্রায় ৫০%। কিন্তু NPK হলো নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়ামের সংমিশ্রনে তৈরিকৃত রাসায়নিক সার। এবং NPK বিভিন্ন অনুপাতের পাওয়া যায়।
ধন্যবাদ
Very informative video. Your video will help me a lot. Thank you.
খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন।
আচ্ছালামুয়ালাইকুম, অনেক দিন পর একটা মনের মতো ভিডিও পেলাম, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, আশাকরি আগামীতে আরও উপকারী ভিডিও দেখতে পারব ইনশাআল্লাহ।
আমি খুব লাইক করলাম এবং সাবস্ক্রাইব করে দিলাম
অনেক অনেক ধন্যবাদ দাদা খুব ভালো বলেছেন এবং গুছিয়ে বলেছেন❤❤❤
বন্ধু আপনাকে ধন্যবাদ তবে বোঝানোর জন্য এইরকম ভিডিও আরো দিবেন আমি কুষ্টিয়া থেকে দেখছি ❤❤❤❤❤❤❤❤
সুন্দর দেখানো ও বোঝানো হয়েছে।
ধন্যবাদ, খুব সুন্দর ভাবে বুঝানোর জন্য
Informative video, thanks a lot, though I watch so late.
ভিডিওটি দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাই।
আপনাকেও অনেক ধন্যবাদ। শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিন।
সুন্দর একটি ভিডিও
Durdanta.
Thank you so much for showing important video
This video was very imfortant for me,Thanks
❤❤❤❤❤❤❤আপনাকে অনেক অনেক ধন্যবাদ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ভালো ❤
আপনাকে অশেষ ধন্যবাদ। খুব সুন্দর করে বুঝিয়ে বলছেন কিন্তু আমার জানার আগ্রহ হলো এক সঙ্গে ২/৩ প্রকারের সার মিশিয়ে ব্যবহার করা যাবে কি?কষ্ট করে জানালে উপকার হবে। ভালো থাকবেন।
গাছের আকার একটু বড়সর হলে, টবের আকার বড় হলে সব সার এক সাথে পরিমাণ মতো প্রয়োগ করতে পারেন। তবে গাছের প্রয়োজন না হলে গাছ সেই সার বা খাবার গ্রহণ করবেনা, সেক্ষেত্রে মাটির স্বাস্থ্য নষ্ট হবে, মাটির অণুজীব ধ্বংস হবে- এতে গাছটি অনেক উপকার থেকে বঞ্চিত হবে।
Best
উপকৃত হলাম ।
Masaaallah
Walaikum Assalam
Harekrishna
ফুল গাছে দেওয়া যাবে
অনেক অনেক ধন্যবাদ
Good
Thanks
অনেক ধন্যবাদ ভাই ❤
অনেক ধন্যবাদ ভাই।।
Thanks
Mop r npk alada.
Jene video krun plz
ধন্যবাদ ভাই। এটা জানা আছে কিন্তু বলতে ভুল হয়েছে।
Zinc ser flower tree te dewa jabe, soil preparation time a
পরিমাণ মতো দেওয়া যাবে। তবে একবর্ষজীবি ফুল গাছে এই সারের প্রয়োজন নেই।
ভাইয়া ভিজা মাটি ছায়াযুক্ত জায়গায় কি সবজি চাষ করলে ভালো হয় একটু জানাবেন
ছায়া যুক্ত জায়গায় কোন সবজিই ভালো হবেনা। কচু হবে তবে ভালো হবেনা।
Amar Tormooz gacher boyosh matro 20 din..ekhon taratari Grow korte Ki ki pertilizer use korbo Sir???
জৈবসার/ গোবরের সার দিতে পারেন।
@munna-world NPK 19 19 19 dite parbo ki???
সব সার এক সাথে মিশিয়ে দিতে পারি?
পারবেন, তবে পরিমাণ ঠিক রাখতে হবে।
@@munna-world নারিকেল, সুপারি, আম, ডালিম
এর জন্যে কিভাবে কি পরিমান মিসাবো গ্রামের বাড়ির মাটির জন্য
আপনাকে অনেক ধন্যবাদ জানাই এমন একটি প্রতিবেদনের জন্য।
কাঠ গাছের(সেগুন) চারার জন্য কোন কোন সার উপযোগী একটু দয়া করে বলবেন কি।
সেগুন গাছে সব ধরনের সার ই প্রয়োজন মতো প্রয়োগ করা যায়। তবে DAP এবং জিপসাম সার বছরে ২/৩ বার প্রয়োগ করা যেতে পারে। এই সার গুলো গাছকে শক্তিশালী ও মোটা করতে সহায়তা করে।
@@munna-worldধন্যবাদ আপনাকে
আলু ও ভুট্টা চাষে কি খৈল দেওয়া যাবে?
দেয়া যাবে তবে বৃহৎ চাষাবাদ হলে অবশ্যই কৃষি বিশেষজ্ঞের পরামর্শে নিয়ে দিবেন।
Sob gulo ki ek sathe bhuttar jomite dewa jai? Please response
ভাই, ভুট্টার গাছ গুলো পর্যবেক্ষণ করে দেখুন যেটা যেটা প্রয়োজন হয় শুধু সেগুলোই দেন, অযথা কেন খরচ করবেন। তাছাড়া সবসার একসাথে দিলে ক্ষতির সম্ভাবনা আছে। বাণিজ্যিক চাষ হলে কৃষি বিশেষজ্ঞের পরামর্শ নিন।
সব সার গুলো এক সাথে মিশিয়ে দেওয়া যাবে ?
না। গাছের লক্ষণ দেখে এর কি কি সার প্রয়োজন সেটা বুঝে পরিমাণ মতো দিতে হবে। অপ্রয়োজনে সব সার একসাথে দেওয়া ঠিক হবেনা।
Boron, zinc gypsum kato din par par deta habe
যদি গাছে এসব সারের প্রয়োজন আছে বলে মনে হয় তাহলে প্রতিমাসেই একবার দিতে পারবেন। কিন্তু যদি বাণিজ্যিক চাষাবাদ হয় তাহলে কৃষি বিশেষজ্ঞের পরামর্শে নিয়ে দিবেন।
জিং বরুন এইগুলা কি সুদু ইস্প্রে করে দিতে হবে
স্প্রে করে দিলে দ্রুত কার্যকর হয়। গাছপালা কিছু খাদ্য উৎপাদন শেকড়ের সাহায্যে গ্রহণ করে এবং কিছু উপাদান পাতার মাধ্যমে গ্রহণ করে দ্রুত পুষ্টি চাহিদা মিটায়।
❤❤😊😊
ভাই আমার ছাদ বাগানে ড্রাগন গাছ আছে আমি কি সার ব্যবহার করলে ভালো হবে এবং বেশি করে ফুল ফল আসবে
ড্রাগন গাছের একটা ভিডিও আছে আমার চ্যানেলে। সেটাতে বিস্তারিত বলেছি, দেখতে পারেন।
thank you.❤❤❤❤❤
আসসালামুয়ালাইকুম
আমি মাটি তৈরির সময় চিলেটেড জিংক আর সলুবোর বোরন মাটিতে মিশিয়ে দিতে পারব কি? একটি ১২" টবের মাটিতে কতটুকু করে মেশাতে পারব দুটি উপাদান?বললে উপকৃত হব।
এক চা চামচের ৫ ভাগের একভাগ করে দিতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় ২ গ্রাম করে এক লিটার পানিতে মিশিয়ে গাছে স্প্রে করলে। এতে গাছটি পাতা ফুল ফল কান্ড সবকিছু দিয়ে শুষে নিতে পারে।
@munna-world মাটিতে সামান্য মিশিয়ে দিলে পরবর্তীতে কি আর স্প্রে করা যায় না?
ভাই, শুধু টপের কথা বললেন,জমিতে দেওয়ার নিয়মটা একটু বললে ভালো হতো,আমি বাড়ির পাশে শাক সবজি চাষ করি!
ভাই জমির হিসাব আলাদা। সেটা নির্ভর করে জমির মাটি কেমন এবং কোন ধরনের শাকসবজি সেটার উপর। তাছাড়া শাকসবজিতে খুববেশি সারের প্রয়োজন হয়না। তবে সাধারণ হিসাবে কোন সবজি ক্ষেতে সবজির বয়স ১৪ দিন হলে কাঠা প্রতি ৪০০- ৫০০ গ্রাৃম ইউরিয়া প্রয়োগ করতে পারেন। এমনিতে গোবরের সারই যথেষ্ট।
Boron ki allu te deyajabe
দেয়া যাবে। তবে যদি বাণিজ্যিক চাষ করে থাকেন তাহলে কৃষি বিশেষজ্ঞের পরামর্শে ক্ষেতের অবস্থা বুঝে ব্যবহার করবেন।
❤❤❤❤❤
ভাইয়া কমলা গাছের জন্য কোন সার ভাল
জৈব সার + পটাশ সার (পরিমাণ মতো)
আপেল গাছ বৃদ্ধির জন্য কি সার ব্যবহার করব।
গাছের বয়স 3 বছর ।বীজ থেকে চারা তৈরি করেছি।
জৈবসার ব্যবহার করুন। ভার্মি কম্পোস্ট সবচেয়ে ভালো হবে।
জবা গাছের পাতা হলুদ , পাতা কোঁকড়ানো গাছের ঝিমিয়ে যাওয়ার কী কী রাসায়নিক সার ব্যবহার
সব স্যার একসাথে মিলিত করে ব্যবহার করা যাবে।
প্রয়োজন না হলে দেওয়া উচিত না, মাটির স্বাস্থ্য নষ্ট হতে পারে।
Kon kon sar spray kora jay
বোরন ও জিংক বা দস্তা সার স্প্রে করেও ব্যবহার করা যায়।
MOP ar NPK alada jinis broooo
জিপসাম, জিন্স, বোরন এক সাথে মিশিয়ে সিম গাছে দেয়া যাবে।
পরিমাণ খুব সাবধানে ঠিক রাখতে হবে। বাণিজ্যিক আবাদ হলে কৃষি বিশেষজ্ঞের পরামর্শ নিন।
সব সার এক সাথে মিশিয়ে গাছের গোরায় দেওয়া যাবে কি
দেওয়া যাবে। তবে পরিমাণ ঠিক রাখতে হবে। গোড়া থেকে একটু দূরে প্রয়োগ করতে হবে।
টমেটো গাছে কত দিন পর সার প্রয়োগ করতে হবে আর কোন সার দিলে ভালো হয় দয়া করে জানাবেন।
ফুল আসার পরে টমেটোগুলো যখন ছোট ছোট আঙুরের মতো বড় হবে তখন পটাশ সার ও গোবরের সার দিতে পারেন। বাণিজ্যিক চাষাবাদ হলে কৃষি বিশেষজ্ঞের পরামর্শ নিবেন।
কোন কোন সার একসাথে ব্যবহার করা যায়?
আপনার গাছের লক্ষণ দেখে আগে বুঝে নিন যে, গাছের কি কি প্রয়োজন। সে অনুযায়ী প্রয়োজনে একাধিক রকমের সার ব্যবহার করুন।
সব এক সাথে মিসিয়ে দেওয়া যাবে কি
না। যেগুলোর প্রয়োজন আছে বলে মনে করেন শুধু সেগুলোই প্রয়োগ করতে হবে।
পটাশ টিএসপি এবং ইউরিয়া এই তিনজাত মিশিয়ে কি কমলা গাছে ব্যবহার করব।আর, কতদিন পরপর করব একটু যদি বলতেন।
তিন রকমের সার একসাথে ব্যবহার করতে পারবেন। তবে অবশ্যই গাছের বয়স এবং টবের আকারের উপর নির্ভর করে সারের পরিমাণ ঠিক রাখতে হবে।
৪৫ দিন থেকে ৬০ দিন পরপর গাছে সার প্রয়োগ করতে পারেন।
Ure na amoneya sulfet konta bhalo
গাছের প্রয়োজনের উপর নির্ভর করে যে, ভালো কোনটা মন্দ কোনটা।
এ সব সার কি ফল ও ফুল গাছে দিয়া যাবে?
দেয়া যাবে তবে পরিমাণ ঠিক রাখতে হবে।
শশা গাছে ইউরিয়া স্প্রে করা যাবে
গাছ পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে।
@@munna-world আপনার আর পরামর্শ দিতে হবে না।দুই সপ্তাহ পরে উত্তর দিচ্ছে👎
ধন্যবাদ।
Dada matir gache deoyar poriman bolen
গাছের বয়স অনুযায়ী সারের পরিমাণ বাড়াতে হবে।
গোড়া থেকে দুই-তিন ফুট দূরে গোলাকার করে মাটি ৬/৮ ইঞ্চি গভীর করে খুড়ে নরম করে সার ভালোভাবে মাটির সাথে মিশিয়ে দিন। তারপর পানি দিন।
আবারো বলছি গাছের বয়স যতো বেশি সারের পরিমাণও সে হিসেবে হবে।
১ বছরের একটি গাছের জন্য সর্বোচ্চ ১০০ গ্রাম করে।
আচ্ছা, সবগুলো সার একসাথে মিক্স করে অল্প করে মাসে একবার মাটিতে দেওয়া যাবে না?
দিতে পারবেন, তবে পরিমাণ ঠিক রাখতে হবে।
Dada ekta kotha apnake jigash korchi but ektu bolle valo hoy jemon dhrun ami kichu ful kopi chash korechi tahole tar first porichorja ki ektu bolle valo hoy please dada help me
ফুলকপি বা যেকোন শীতকালীন সবজি অবশ্যই কড়া রোদ পায় এরকম জায়গায় ভালো হয়। ফুলকপি জৈব সার পছন্দ করে। গোবরের সার হলে খুব ভালো হয়। তবে গাছের বয়স ২ সপ্তাহ হলে সামান্য পরিমাণ ইউরিয়া সার প্রয়োগ করতে পারেন। এতে গাছ খুব দ্রুত বৃদ্ধি পাবে ও সবুজ সতেজ হবে। (বাণিজ্যিক চাষাবাদের জন্য কৃষি বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
Na dada emni just barir bagan
আমার এটা লিচু গাছ বাজার থেকে কিনে এনে লাগানো হইছিল বয়স ৪ বৎসর কথা হলো গাছটা যেমন লাগানো হইছিলো তেমনি আছে ভারেওনা ফলো দেয়না কি করা লাগবে যদি একটু বলতেন খুব উপকার হইত
আপনার গাছটি কি জমিনে লাগানো নাকি টবে লাগানো এটা সবার আগে লিখা উচিত ছিল!
যাহোক যদি জমিনে লাগানো হয়- তাহলে গাছের উপর পর্যাপ্ত সূর্যের আলো পাওয়ার ব্যবস্থা করতে হবে। গোড়ার আগাছা কেটে পরিস্কার করে দিন। কার্বেন্ডাজিম গ্রুপের একটি ছত্রাক নাশক ১ লিটার পানিতে ১ গ্রাম হারে মিশিয়ে সমস্ত গাছে এবং গোড়ার মাটিতে স্প্রে করে দিন। ১৫ দিন পরপর এভাবে ৩ বার করবেন।
গোড়ার মাটি আলগা করে- ২ টেবিল চামচ করে- পটাশ, DAP, ইউরিয়া সার এবং ৫/১০ কেজি পঁচা গোবরের সার মিশিয়ে পানি দিয়ে দিন।
গোড়ায় যেন কখনো পানি জমে না থাকে এটা খেয়াল করবেন। আশাকরি ১ মাসের মধ্যে গাছের চেহারা পরিবর্তন হয়ে যাবে।
@@munna-world অনেক অনেক ধন্যবাদ আপনাকে
Assalamu alaikum
ওয়ালাইকুম আসসালাম।
ডেপ বা টিএসপি সার মাটির সাথে মিশানো হয়নি।এখন এগুলা কি পানিতে গুলিয়ে গাছে দিলে কাজ হবে?দিলে কতটুকু দেয়া যাবে? প্লিজ বলা যাবে
দেয়া যাবে। ঐ একই হারে টবের আকার অনুযায়ী দিতে হবে। বেশি হলে গাছের ক্ষতি হবে।
Bhaiya apple gacher jonno ki sar deya jete pare?
ভার্মি কম্পোস্ট হলো সবচেয়ে উত্তম সার। সেটা না পেলে গোবরের সার, হাড়ের গুঁড়া এবং সরিষার খৈল গুঁড়া - যতোটুকু পারেন, কম বেশি হলে সমস্যা নাই। সাথে আধা চা চামচ পটাশ সার দিতে পারেন।
কেমিকাল সার কত দিন পর পর দেয়ার প্রয়োজন?
১৫-৪৫ দিন পরপর দেওয়া উচিত। গাছ যতো বড় হতে থাকবে দিন ততো কমাতে হবে। তবে ১৫ দিনের কম হবেনা।
যে দুটি সার স্প্রে করার কথা বল্লেন অর্থাৎ জিংক এবং বোরন, এই দুটি বাদে বাকি সবগুলি আপনার ভিডিওতে উল্লেখিত পরিমান মত/রেশিও অনুযায়ী একসাথে মিশিয়ে কি গাছের গোড়ায় প্রয়োগ করা যাবে নাকি ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন সার প্রয়োগ করতে হবে? এবং জিংক ও বোরন কি একসাথে মিশিয়ে স্প্রে করা যাবে? জানাবেন প্লিজ...
আপনার গাছের বিভিন্ন লক্ষণ ও প্রয়োজন বুঝে রাসায়নিক সার ব্যবহার করতে হবে। সবরকমের সার একসাথে ব্যবহার করা বিপজ্জনক হতে পারে। তাই প্রথমে কয়েক ধরনের প্রয়োগ করুন এবং প্রয়োজনে ১৫ দিন পর অন্য ধরনের গুলো প্রয়োগ করতে পারেন।
ki sar dele boro fol hoi
কি ফল? সব ফল ফসলের জন্য একই রকমের সার ব্যবহারে ভালো ফলাফল নাও আসতে পারে।
আচ্ছা আমি রেডি মিক্স মাটি দিয়ে গাছ লাগাইছি এখন কি পটাসিয়াম ব্যাবহার করব একটু বলেন জদি আমার ১৫ টা ফল গাছ
গাছের বয়স কতো? কি কি ফল গাছ? টবের আকার কতো বড়? এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে ভাই!
আমার জবা গাছের পাতার মধ্যে হলুদ ভাব দেখা যাচ্ছে গাছের মধ্যে কোন সবুজ ভাব নেই ফুলেরআকার ছোট হয়ে গেছে ওকুড়ি কমে গেছে কোন সার ব্যবহার করব।
নাইট্রোজেন সমৃদ্ধ সার ব্যবহার করতে হবে তাহলে গাছ সবুজ হবে। যেমন ইউরিয়া সার (হোমিওপ্যাথি দানার মতো সাদা দেখতে) অথবা গোবরের সার।
গাছটি টবে হলে দুই থেকে তিন চিমটি ইউরিয়া গোড়ার মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিন।
নাইট্রোজেন সমৃদ্ধ সার ব্যবহার করতে হবে তাহলে গাছ সবুজ হবে। যেমন ইউরিয়া সার (হোমিওপ্যাথি দানার মতো সাদা দেখতে) অথবা গোবরের সার।
গাছটি টবে হলে দুই থেকে তিন চিমটি ইউরিয়া গোড়ার মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিন।
সার গুলো সব এক সাথে দিতে পারব
না। যে সারগুলো গাছের প্রয়োজন আছে মনে হয় শুধু সেগুলোই দিতে পারবেন। তবে মাটিতে লাগানো গাছে হলে সবগুলো একসাথে দিতে পারবেন।
আমার বেদনা গাছের ফল বড় হবার আগেই ফুল এবং ফল ঝরে যায় তা হলে কি কি সার ব্যাবহার কোরবো কতটুকু পরিমানে
আপনার গাছের সঠিক বর্ণনা জানাতে হবে।
প্রতিটি গাছে সব সার একসাথে মিশিয়ে প্রয়োগ করা যাবে?
যাবে। তবে পরিমাণ অবশ্যই ঠিক রাখতে হবে, বেশি হলে গাছ মারা যেতে পারে।
আমার মরিচ গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, এখন করনীয় কি যদি বলতেন
গোড়ায় পানি জমেছে কিনা দেখে দিন। পাতা হলুদ হলে পরিমাণ মতো ইউরিয়া সার প্রয়োগ করতে পারেন। নাইট্রোজেনের অভাবে পাতা হলুদ হয়।
এগুলো সব একসাথে অল্পপরিমানে দেয়া জাবে???
পরিমাণ সামান্য বেশি হলে সেক্ষেত্রে গাছ মারা যাবে
গাছের বয়স কতদিন হলে কি কি সার কত টুক দিতে হবে। জানালে ভালো হত।
টবের আকার, গাছের বয়স এবং গাছের প্রয়োজন অনুযায়ী সার প্রয়োগ করতে হয়। আপনার গাছের বিবরণ বললে সুবিধা হতো।
Mango plant tob 22 gallon
00
Vai koi din por por gace sar dite hoy
Mase 1bar dela haba
আমি ছয় মাস হলো একটা লেচু গাছ লাগাছি কিন্তু নতুন পাতা হয় না আর গাছের উপরের পাতা গুলু ছোট ছোট হয়ে গেছে। আমি কয় দিন আগে পটাশ আর টিএসপি স্যার দিছি
কোথায় লাগিয়েছেন? বিস্তারিত বলুন।
সঠিকভাবে সার ব্যবহার করতে পারবো আশাকরছি। ২ টি প্রশ্নের উত্তর পেলে খুব ভালো হয়; ১. বোরোন ও জিঙ্ক সার দুটি একসাথে মিশিয়ে কি স্প্রে করতে পারবো? ২. আপনি যে পরিমাণ গুলো বলেছেন সেই সঠিক পরিমাণে প্রতিটি একত্রে মিশিয়ে ব্যবহার করা যাবে কি?
১) দুটি একত্রে মিশিয়ে স্প্রে করতে পারবেন। ২) টব বা ড্রামের গাছে এভাবে সব সবরকমের সার একসাথে ব্যবহার করা উচিত নয়। গাছের প্রয়োজন বুঝে নির্দিষ্ট সার ব্যবহার করুন। অথবা প্রথমে কয়েকটি প্রয়োগ করুন আবার ১৫ দিন পর অন্যগুলো প্রয়োগ করুন। ধন্যবাদ
ভাই,আমার একটা লটকন (ববি) গাছ আছে।এক দেড় বছরের হবে, গাছের কোনো বৃদ্ধি নেই, মাত্র এক হাত সমান হবে গাছ। কোন সারটা ইউজ করলে বাড়বে?
যদি টবে লাগানো হয়ে থাকে তাহলে- আধা চা চামচ পটাশ সার ও এক কেজি গোবরের সার গোড়ার মাটির সাথে ভালোভাবে মিশিয়ে পানি দিন। গাছ সরাসরি রোদ পায় এমন স্থানে রাখুন। গাছ দ্রুত বড় হবে।
কেমিকাল সার দিলে গোবর দেয়ার দরকার ?
গোবরের সারে অনেক মাইক্রো অর্গানিজম থাকে যা মাটির স্বাস্থ ঠিক রাখে, মাটি উর্বর করে এবং গাছের স্বাস্থ ঠিক রাখে।
A sar ke expair hoya
জি হয়, সব জিনিসই একটা নির্দিষ্ট পর্যন্ত ভালো থাকে। সাধারণত যেকোন রাসায়নিক সার উৎপাদনের সময় থেকে ১২-১৮ মাস সবচেয়ে বেশি কার্যকর থাকে।
জিংক আর বোরন এক সাথে ব্যবহার করা যাবে?
করা যাবে তবে দুই একদিন আগে পরে করলে ভালো হবে।
আমি একটা লেবু বীজ থেকে লেবুর চারা করেছি। ৩ মাস হলো। চারাটা মাএ ২ ইঞ্চি। খুব ছোট একটি টবে লাগিয়েছি । পাতা হলুদ হয়ে পাতা পুড়ার মতো হয়ে যাচ্ছে আর বৃদ্ধি হচ্ছে না। আমি একজনের কাছ থেকে সব ধরনের মিশানো এক ধরনের গুটি ধরনের সার নিয়েছে। শীতকাল এখন আমি কী লেবু চারায় সেই সার দিবো? আর কেমনে দিবো সারটি? দয়া করে বলবেন?
এই অবস্থায় গাছটি কোন সার গ্রহণ করবেনা। একটু বড় টবে সাধারণ মাটির সাথে অর্ধেক পরিমাণ গোবরের সার মিশিয়ে চারাটি লাগিয়ে দিন এবং ৭/৮ ঘন্টা কড়া রোদ পায় এমন স্থানে রেখেদিন। আগামী ১ বছর কোন সারের প্রয়োজন হবেনা।
আমার ছাদের মরিচ গাছে অনেক অনেক ফুল ফোটে কিন্তু মরিচ ধরে না অনেক দিন ধরে। কি করবো বলেন না দয়া করে।
পটাশ সার প্রয়োগ করতে হবে। প্রতিটি টবে ১/৪ চা চামচ পটাশ (MOP) সার দিন। সার না পেলে পাকা কলার খোসা পানিতে গুলিয়ে গাছের গোরায় দিন। ফুলের পরাগায়নের সমস্যাও থাকতে পারে। দুইটি ফুল দুই হাতে ধরে হালকা করে মিলিয়ে নাড়াচাড়া করে দিতে পারেন।
মাটিতে গাছ রোপন করেছি আম গাছ গাছের বয়স প্রায় দুই বছর এখন uria sar দেবো নাকি গোবর সার দেবো
গোবরের সাব বেস্ট!
জমিনে লাগানো আম গাছে ইউরিয়া সারের আলাদা কোন প্রয়োজন হয়না। তবে গাছ দূর্বল হলে গোবরের সারের সাথে গাছ প্রতি ৫০-৮০ গ্রাম পটাশ মিশিয়ে দিতে পারেন।
আমার পেয়ারা গাছে গত বছর ফল এসেছিল কিন্তু এবার ফুল আসে না কি করতে হবে একটু জানাবেন।
পেয়ারার লম্বা লম্বা ডাল গুলো হাত দিয়ে মুচড়িয়ে ভেঙে দিন। কাটবেন না, ভেঙে দিন। নতুন কুশি আসলেই আশাকরি ফুল আসবে।
হযরত আপনাকে ধন্যবাদ ?
ধন্যবাদ
সব সার একটা টপ দেয়া যাবে। যেমন টি স পি হাপ্ উড়িয়া।...
দেওয়া যাবে, তবে পরিমাণ ঠিক রাখতে হবে।
ফল গাছ নার্সারি থেকে কিনে আনার পর প্রথমেই তিন চার বস্তা মাটির ধরে এইরকম কোন টবে বসানো যাবে। নাকি প্রথমে ছোট জায়গায় বসাতে হবে। No 2. 8 ইঞ্চি টব এ অল টাইম আম গাছ লাগানো হয়েছে। গাছটিতে কি কি সার দেব। আমার এই দুটো প্রশ্নের উত্তর পেলে খুব উপকৃত হব। 🙏🙏
যে কোন চারা/ গাছ এনে প্রথমেই কোন বড় আকারের টবে লাগাবেন না, প্রথমে কোন ১০-১২ ইঞ্চি টবে লাগিয়ে ১ বছর রেখে দিন। তারপর পর বড় ড্রামে বা টবে লাগাতে পারেন।
৮ ইঞ্চি টবের গাছে আপাতত জৈব সার বা ভার্মি কম্পোস্ট দিন।
@@munna-world thanks
@@munna-world সিংকুচি, বোনডাস্ট, ভার্মি কম্পোস্ট, দেব ?
ধন্যবাদ ❤❤❤
মরিচ গাছের ফুল ঝরে যায় কেনো
আমার চ্যানেলে একটা ভিডিও আছে সেটা দেখলে সমাধান পাবেন।
ভাই আম, গম গাছে দেওয়া যাবে সার
গাছে ফল থাকা অবস্থায়ও সার দেওয়া যাবে। তবে ১৫ দিনের মধ্যে ফল তুলবেন না।
@@munna-world আচ্ছা ভাই। কি সার দিমু।নতুন পাতা হলে তা জ্বলে যায় এটার কারণ কি। আপনার সঙ্গে কি ফোনে কথা বলা যাবে সরাসরি
Npk না
ইউরিয়া পটাস জিং বোরন একসঙ্গে প্রে করাজাবে বলবেন
ইউরিয়া ও পটাশ সার স্প্রে করলে গাছের পাতা পুড়ে যাবে। জিংক পানিতে মিশিয়ে স্প্রে করতে পারেন।