ঈশ্বর আমি দেখতে চাইনা ! Branding Bangladesh I Episode : 40 I Studio of Creative Arts Ltd I

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2022
  • Vashkor is a 43 years age physically challenged guy who make wonderful career in Bangladesh. He has no eye sight by born. From the day one he faces lot of challenges for education and career development. Now he is famous for his innovation in IT sector globally. His wonderful life story will motivate so many people all over the world.

Комментарии • 666

  • @shaonahmedbadsha9783
    @shaonahmedbadsha9783 Год назад +193

    ভাস্কর ভট্টাচার্য যে স্যার অর্থাৎ আব্দুস সামাদের কথা বলেছেন, তিনি আমার মেঝ চাচা। তিনি সারাজীবন ধরে এমনকি এখনো প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে চলেছেন। আমরা তাকে নিয়ে গর্ব করি।

    • @shishir6972
      @shishir6972 Год назад +5

      Give some respect from me, please eita korien! আজকে উনি না থাকলে হয়তো এত কিছু আসতো কিনা জানি না, কিন্তু ভাস্কর কাকার এত দূর পথে একজন সেরা পথপ্রদর্শক ছিলেন !
      এক্কান হতা হইয়ুম আঁর ফক্কততুন অনড় চাচারে সালাম দিবান দয়া গড়ি
      -শিশির

    • @mdabdulkhalaque4694
      @mdabdulkhalaque4694 Год назад

      @@shishir6972 শুরু হতে যাচ্ছে কাতার বিশ্বকাপ ফুটবল ২০২২। যারা অনেক লোক জড়ো হয়ে ফুটবল খেলা দেখবেন - ম্যাচের মাঝে বিরতির সময় তা'লিমুল কুরআনের ভিডিও প্লে করুন । কোরআন শেখার ব্যবস্থা করুন । আমাদের সমাজে অন্যায়-অপকর্ম মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। সকল প্রকার অন্যায় অপরাধ কুকর্ম থেকে সমাজের মানুষকে বিরত রাখার জন্য বেশি বেশি তালিমুল কুরআনের ব্যবস্থা করুন। কুরআন হাদিসের সংস্পর্শে থাকুন । নিজে শিখুন অন্যকে শিখান প্লিজ ।

    • @skmdfaysalislam1259
      @skmdfaysalislam1259 Год назад

      Allah uttom protidan jeno den dua kori .... Ameen.

    • @Mars-do7gf
      @Mars-do7gf Год назад

      Unake niye ashahuk

    • @kakolisarkar1537
      @kakolisarkar1537 Год назад

      🙏🙏

  • @AbidVlogs
    @AbidVlogs Год назад +386

    আমি আবিদ আহমদ বাক ও শ্রবণ প্রতিবন্ধি সিলেট থেকে বলছি। আমার বয়স ১৩ বছর। আমরা সমাজের বোঝা নই। আমরা প্রতিবন্ধীরা সব করতে পারি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। সিলেট থেকে সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালবাসা রইলো। 🤲❤️

    • @tumpaakter7543
      @tumpaakter7543 Год назад

      Ai Babu .kokkhonoy nijeka choto mone korbena .kno jano ? Pritibite kono manuske amnite patan na .tar pichone kono na kono oddasso takhe .tomar hatte paro cholte paro bojte paro.hoyto shonte pawna.ota je koto boro sokti tomake agiye nia jawar bolar moto na.ota ki sokti akdin nijey bojbe je jai bolok tomi Mon choto korbena.jibone aktai onek boro Kore bachbe .Allah tomake sob somoy sohai korok.rohomot korok.allah opor bissas rakbe .tomar sahajjo korar dayetto Tokon Allah opor nirbor hoye jave karor opor noy .valo takho

    • @iconicbd.4715
      @iconicbd.4715 Год назад +10

      আপনার জন্য অনেক দোয়া আর‌ ভালোবাসা।

    • @tunituni846
      @tunituni846 Год назад +5

      তোমার জন্য দোয়া রইল ভাই টি

    • @nanicookingtune
      @nanicookingtune Год назад +4

      অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল।

    • @nigershahriar4997
      @nigershahriar4997 Год назад +3

      সব সময় দোয়া রোজা থাকছি সাহরি করছি ভাই

  • @priyaraptan4424
    @priyaraptan4424 Год назад +63

    অন্ধ নিজেকেই মনে হচ্ছে।। অসাধারণ এপিসোড ছিল। মনমুগ্ধ হয়ে শুনছিলাম। যুগে যুগে যেন এমন মানুষ জন্মগ্রহণ করে।

  • @sayebhaque5330
    @sayebhaque5330 Год назад +145

    সেই শিক্ষককে ধন্যবাদ যিনি প্রথম সময়ে এই দাদা দের ফ্রি তে শিক্ষা দিয়েছেন । 💗
    আসলে সমাজে এই মানুষ গুলিই আমাদের অনুপ্রেরণা । 💗🙏

  • @taslimabegum2304
    @taslimabegum2304 Год назад +173

    গল্পটা শুনে মনে হচ্ছিল আরেকটু শুনি। ধন্যবাদ দিয়ে ওই বাবা কে ছোট্ট করতে চাইনা,যে বাবা প্রতিবন্ধী বলে তার সন্তান কে ছোট করে দেখেন নাই।শত কষ্টের মাঝেও ছেলে কে গড়ে তুলেছেন।তানা হলে আমরা এত এত উন্নায়ন থেকে বঞ্চিত হতাম। ধন্যবাদ জানাই এই ভাইকে। তার অদম্য শক্তির কাছে সব কিছু হার মেনে গেছে। কিবরিয়া ভাইকে ও অসংখ্য ধন্যবাদ। কারণ এই সব গল্প গুলো তুলে ধরার জন্য।

  • @polinadhikari6368
    @polinadhikari6368 Год назад +71

    আশ্চর্য এক জীবন কাহিনী। শুনতে শুনতে চোখ ঝাপসা হয়ে গেল। যিনি এদের দায়িত্ব নিয়ে পড়িয়েছেন সেই শিক্ষককের প্রতি শ্রদ্ধা জানাই। এমন হৃদয়বান মানুষ এখনো আছে, এই পৃথিবীতে তাই বোধহয় এখনো বিবর্তন হয়।অনেক শুভকামনা রইলো বক্তার জন্য আর অনুষ্ঠানের সঞ্চালকের জন্য।

  • @kakatua7047
    @kakatua7047 Год назад +80

    সত্যিকারের শিক্ষকেরা এমনই হন। এমন শিক্ষকরা আছেন বলেই সমাজটা এখনও চলছে। স্যালুট মহান শিক্ষকদেরকে।

  • @rotongold834
    @rotongold834 Год назад +57

    আহা,,, জীবনযুদ্ধে হার না মানা সৈনিক ❤️ আপনার জন্য অনেক অনেক
    ভালোবাসা রইলো স্যার ❤️🙏

  • @NurAManik
    @NurAManik Год назад +40

    উনার কথায় মনেহচ্ছে আমরাই প্রতিবন্ধী উনি না। কারন তিনি সবসময় প্রতিবন্ধকতাকে জয় করেই সামনে এগিয়ে চলেছেন।
    সকলের জন্য অনেক অনেক শুভকামনা।
    ধন্যবাদ ব্রেন্ডিং বাংলাদেশ।

  • @sagardebnath3625
    @sagardebnath3625 Год назад +35

    হৃদয় ছুঁয়ে গেলো,,
    কিবরিয়া স্যারকে ধন্যবাদ, এমন একটি অপূর্ব শো উপহার দেয়ার জন্য।
    মানুষের ইচ্ছাশক্তি থাকলে তার ক্ষমতার কোন লিমিটেশন থাকে না...

  • @taslimabegum2304
    @taslimabegum2304 Год назад +42

    অসাধারণ এই ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া রইল। মানুষের ইচ্ছা থাকলে কোনো বাধাই বাধা না।এটাই তার বাস্তব প্রমাণ।

    • @ferdousara1510
      @ferdousara1510 Год назад

      Milk rice means like lazy.. from chittagong 😇😇

    • @vashkarbhattachearjee7462
      @vashkarbhattachearjee7462 6 месяцев назад

      ruclips.net/video/Qs9u1JTMVIU/видео.htmlsi=xdTiFitnvIcC0CU9

  • @DipakDas-zj8gm
    @DipakDas-zj8gm Год назад +5

    চোখের পানি ঝরলো আনন্দে। বিশেষ করে শেষে যে ব্যাখ্যাটা দিলেন যে কেন তিনি অন্ধই থেকে যেতে চান! অনুপ্রেরণায় ভরা সমস্ত সংগ্রামটা। মনে থাকবে

  • @azizulislam6627
    @azizulislam6627 Год назад +4

    মানুষ টাকে এই জন্য ভাল লাগছে
    পিছনে যারা তাকে সাহায্য করছে
    একটা মানুষের কথা বাদ দেইনি
    সবার কথা বলছে
    উপরের চুরাই উঠলে তো পেছনের সব কথা ভুলে যায়
    উনি আসলে একজন ভাল মনের মানুষ

  • @hothatdekha7972
    @hothatdekha7972 Год назад +7

    আজকে যা দেখলাম এবং শুনলাম চোখ বুজে এতকিছু অনুধাবন করার শক্তি আমার নেই। শুধু ভাবলাম মানুষের ইচ্ছা শক্তি আর সাহস থাকলে কত কিছুই না করতে পারে তা ভাবনার বাহিরে। ধন্যবাদ ব্রান্ডিং বাংলাদেশকে ❤️❤️

  • @Selinaoc
    @Selinaoc Год назад +13

    সন্তান জন্ম দিলেই বাবা-মা হওয়া যায় না ।আল্লাহর পরই পৃথিবীতে আগমনের পর সন্তান মানুষ করে গড়ে তুলতে বাবা-মার ভুমিকা কতটা গুরত্ব রাখে তার শ্রেষ্ঠ উদাহরণ হলো এই গল্প ।
    সন্তানকে কখনই ছোট করে দেখা উচিত নয় ।উৎসাহ ও প্রশংসাই সন্তান মানুষকরার ক্ষেত্রে শক্ত পিলারের মতো ।স্যালুট উনার বাবা-মা কে ।এমন সন্তান পাবার জন্য ।

  • @parthasaha547
    @parthasaha547 Год назад +10

    আসলেই মহান সৃষ্টিকর্তা আমাদেরকে দিতে চান, তার বাস্তব প্রমাণ ভাস্কর দাদা। ভালো থাকবেন দাদা। ধন্যবাদ জানাই কিবরিয়া ভাইকে যিনি এমন আয়োজন করেছেন।

  • @lokmanhossain3899
    @lokmanhossain3899 Год назад +4

    সত্যিই অসাধারণ এই সুগুলো না হলে হয়তো বা জানতেই পারতাম না যে আল্লাহ চাইলে অনেক কিছু সম্ভব।

  • @sagorahmed3102
    @sagorahmed3102 Год назад +24

    স্যালুট মহান শিক্ষকদেরকে যে সকল শিক্ষকরা ভাইটির দায়িত্ব নিয়ে এমন অবস্থায় দাড় করাইয়াছেন। আমার মনে হয় তাদের স্মৃতি অমর হয়ে থাকবে।

  • @shanzidajnu7353
    @shanzidajnu7353 Год назад +17

    আপনার জন্য বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা রইলো। আপনিই বাংলাদেশ,আপনার মতো মানুষরাই বাংলাদেশ।

  • @asontacosta7106
    @asontacosta7106 Год назад +35

    মন্ত্রমুগ্ধ হয়ে পুরো অনুষ্ঠান শুনলাম! আশাহত জীবনে খুঁজে পেলাম বেঁচে থাকার প্রেরণা!!

    • @catsdogs2591
      @catsdogs2591 Год назад

      Amio

    • @ritacharkraborty9786
      @ritacharkraborty9786 Год назад +2

      ভাস্কর আমার এক দাদার ছেলে।ওর মেধাবী ছিল ছোটবেলা তে বুঝতাম। ওর মা বাবা দুজনেই খুব ভালো মানুষ ছিলেন। ভাস্কর আজ এ পর্যায়ে পৌঁছেছে তাঁর জন্য ঈশ্বর কে ধন্যবাদ এবং সাথে সাথে ওর অদম্য ইচ্ছা শক্তি। অনেক অনেক দূর এগিয়ে যাবে এই আশীর্বাদ করি।

  • @shahjahan-zz1wj
    @shahjahan-zz1wj Год назад +3

    স্যালুট👍 ভাস্কর ভট্টাচার্য,অদম্য ইচ্ছা আগ্রহ সহ পরিবারের হার না মানা সাপোর্ট আজকে উনার উন্নতির সাফল্য।উনি বাংলাদেশে শত বাঁধা পেছনে ফেলে যারা সাপোর্ট করছে তারাই প্রকৃত মানুষ। সমাজের দৃষ্টি বদলালে মানুষও বদলাতে পারে।এই মানুষটি🇧🇩 বাংলাদেশের🇧🇩 উদাহরণ ও গর্ব।🌹

  • @kazishuvo412
    @kazishuvo412 Год назад +4

    আল্লাহ এই ব্যাক্তিকে হেদায়েত দাও।। এত সুন্দর একটা মানুষ।

  • @rajusikder1665
    @rajusikder1665 Год назад +6

    সত্যিই সত্যিই সত্যিই অসাধারণ,, আর এর ব্যাপারে বলার ভাষা হারিয়ে ফেলেছি,,,আল্লাহ কে ধন্যবাদ

  • @suhridbiswas8946
    @suhridbiswas8946 Год назад +5

    অসীম ও আশ্চর্য প্রতীভার অধিকারী। অপরিসীম জানবার ক্ষুধা এবং প্রচেষ্টা ওনাকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিয়েছে। ধন্যবাদ ওনাকে।

  • @shishir6972
    @shishir6972 Год назад +4

    সত্যি বলতে চট্টগ্রাম সিটি কলেজের স্টুডেন্ট আমি, শহরের বড় বড় কলেজ গুলোর একটা। কিন্তু চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ এ অ্যাডমিশন পাইনি।
    তবে কলেজের স্যার দের কাছে থেকে এত টুকু বুঝেছি শহরের সব থেকে ভালোমানের পড়া হয় এই সিটি কলেজে।
    আর আজকে তো সিটি কলেজের প্রতি সম্মান আরো বেড়ে গেলো, মি.ভাস্কর ভট্টাচার্য আমাদের কলেজ থেকে পড়েছেন, আমাদের কলেজ ও যে তার সাফল্যের পিছনে কিছুটা হলেও ভূমিকা রেখেছে,
    সত্যিই গর্বিত একজন সিটিয়ান হয়ে

  • @zobaerde5084
    @zobaerde5084 Год назад +2

    অসাধারণ। খুবই ভাল লাগল। চমৎকার মানুষ। ভাস্কর, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনি দৃষ্টি প্রতিবন্ধি নন। আপনি দূরদৃষ্টি সম্পন্ন মানুষ।

  • @hasiburrahman3191
    @hasiburrahman3191 Год назад +3

    সত্যি সত্যিই অসাধারণ, বলার ভাষা নেই।
    আল্লাহ চাইলে কি না পারেন। মহান আল্লাহ আমাদের দুটো চোখ দিয়েেছেন
    কিন্তু আমরা কাজ দেখে ভয় পাই।
    সবাই আল্লাহর রহমত। ইসলামের
    সুশীতল ছায়া তলে আসার জন্য আহবান
    জানাচ্ছি।
    ছন

  • @utpaldey1267
    @utpaldey1267 Год назад +6

    ভাইয়া , প্রথম ভগবান কে অসংখ্য অসংখ্য ধনবাদ আপনাকে এতো এতো জ্ঞ্যান বুদ্ধি ধর্য্য ব্রেইন দেওয়ার জন্য। তারপর আপনার বাবা মা আপনার শিক্ষক কে ধন্যবাদ। আপনার জীবনের গল্প কাহিনী অনেক মানুষকে চলার সাহায্য করবে।

  • @rubinayeasmin2033
    @rubinayeasmin2033 Год назад +4

    মানুষের তৈরি কম্পিউটার প্রযুক্তি যদি এতো তিক্ষনো হয় তবে আল্লাহর দেওয়া চোখ দিয়ে দে খে অবুভব কতইনা সুন্দর, আল্লাহ যেন আপনা চোখ ভাল করে, আর ভাল করে জানার ক্ষমতা দান করে

  • @mrashid229
    @mrashid229 Год назад +2

    অসাধারণ ব্যাক্তিত্ব ভাষ্কর ভট্টাচার্য, সংগ্রাম দিয়ে গড়া!

  • @jornarahman1294
    @jornarahman1294 Год назад +3

    অসাধারণ প্রতিভা। আমরা চোখ থাকতে এতো দুর আগাতে পারিনাই। উনারতো মনের চোখ দিয়ে বিস্ব দেখলেন।হাজার হাজার সেলুড

  • @alvirajannat8004
    @alvirajannat8004 Год назад +2

    সে সব শিক্ষকদের প্রতি আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা জানাই উনাদের জন্যই আজো বাংলাদেশে অনেক প্রতিভাবানরা এগিয়ে যাচ্ছে।

  • @arifulislamfscd108
    @arifulislamfscd108 Год назад +5

    আশা করি এই ভিডিওটি যারা দেখবে প্রতিবন্ধী সম্পর্কে তাদের চিন্তাধারায় ব্যাপক পরিবর্তন আসবে।ধন্যবাদ কিবরিয়া ভাই❤️

  • @salfinahamed
    @salfinahamed Год назад +5

    কিবরিয়া ভাই, গল্প টা শুনছি আর আপনার চেহারার Experience দেখছি। মনে হচ্ছিল হতভম্ব হয়ে হয়ে আপনি দেখছিলেন। আর আমাদের কি অবস্হা সেটা বলার কোন ভাষা নেই। চোখের মাঝে অন্য রকম একটা ভাষা ঝলমল করছিলো। ভাই আজ বিশ্বাস হচ্ছে মানুষ চাইলে সবই সম্ভব। এমন একটা মানুষ যদি দুনিয়া টাকে তাক লাগিয়ে দিতে পারে। ওনাকে আমার অন্তরস্থল থেকে দোয়া এবং ভালোবাসা রইলো। আল্লাহ চাইলো সবই সম্ভব, যে আরও একটা বাস্তবিক গল্প।
    আর অনেক অনেক ভালোবাসা উনার মা-বাবার জন্য, তারা তার সন্তান এর জন্য এতোটাই প্রভাবিত করেছিলেন, যার কারণে আজ সম্মাননা পাচ্ছেন।
    সত্যি ই আজ নিজেকে ব্যর্থ মন হচ্ছে। আমাদের সব কিছু থাকা সত্ত্বেও কিছু করতে পারলাম না।
    সত্যি বলতে এই ঘটনা সবচেয়ে অন্য রকম, এমন ঘটনা আমার জীবনে কখনো শুনি নাই। এই ঘটনাটি আমাদের জীবনে সবচেয়ে বড় মোটিভেশন।
    ধন্যবাদ এমন একটা গল্প শেয়ার করার জন্য।
    Love You Bhai, It's a great story Changing our life.

  • @washimahmed5738
    @washimahmed5738 Год назад +9

    জনাব ভাস্কর সাহেব আপনার জন্য দোয়া শ্রদ্ধা ভালোবাসা ♥️যারা একটুতে জীবনের মানে খুঁজে হেরে যান তাদেরকে এই এপিসোড দেখা উচিত জীবন মানে কি! অধ্যবসায় কঠোর পরিশ্রম ধৈর্য জীবনের সফলতা এনে দিতে পারে

  • @mdshorifkhan7097
    @mdshorifkhan7097 Год назад +2

    এটাই ব্রান্ডিং বাংলাদেশ এর সেরা ব্রান্ড বাকি সব ফটোকপি,,,অনেক ধন্যবাদ জনাব কিবরিয়া ভাই এমন অসাধারণ ব্রান্ড সবার সামনে তুলে ধরার জন্য।

  • @safaulkarim7148
    @safaulkarim7148 Год назад +4

    দেশপ্রেমিক দাদা বেঁচে থাকুক দোওয়া করি আপনার জন্য

  • @shahidulmazid3896
    @shahidulmazid3896 Год назад +4

    একটি করে ভ্লগ দেখি আর মনে হয় এটিই ছিল Best. কিন্তু আজও তাই বলতে হচ্ছে। এটিই ছিল Best. এভাবেই চালিয়ে যান। ঈশ্বর আপনার মাধ্যমে আমাদের দৃষ্টিকে প্রসারিত করুক। আপনার Program গুলোও চলুক বিদ্যুৎ গতিতে। এভারেস্ট পাহাড়ে পরিনত হচ্ছে আপনার এই অনুষ্ঠান। তবে আগামীতে কোনো মাধ্যমে যদি এগুলোকে ইংরেজিতে ডাবিং করে চালানো যায় তাহলে আরো বেশি রকমের ভালো হবে বলে আমার বিশ্বাস। আশা করি আমার এই কথা আপনাকে অনুপ্রাণিত করবে। ধন্যবাদ.......

  • @momtazbegum6402
    @momtazbegum6402 Год назад +3

    ভাষা হারিয়ে ফেলেছি।অসাধারণ। কিবরিয়া ভাই আপনার জন্য অনেক দোয়া।

  • @skbarua70
    @skbarua70 Год назад +10

    হৃদয় ছুঁয়ে গেল। চেষ্টা, অধ্যাবসায়, পরোপকারী মনোভাব, সততা, নিষ্ঠা এবং সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করে যে কোন কেউ সাফল্য অর্জন করতে পারে- এটাই প্রমাণিত সত্য। ভাস্কর দাদার জন্য শুভকামনা। সেইসাথে উনার সাফল্যের পেছনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গদেরও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ কিবরিয়া ভাইকেও।

  • @s.munhirmunhir9814
    @s.munhirmunhir9814 Год назад +5

    শ্রদ্ধা ভালবাসা দুটোই দাদার জন্য । আর জে কিবরিয়া ভাই কে ও সাথে সাথে । এতো অসাধারণ গল্প তুলে আনার জন্য।

  • @AsifIqbal-iw5oc
    @AsifIqbal-iw5oc Год назад +2

    কি বলবো সত্যি অসাধারণ আপনি একজন অনুপ্রেরণার নাম আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে আপনি ভালো থাকেন আপনি সবসময় সুস্থ থাকেন ভালো থাকেন এই কামনা করি

  • @shamima_shumy
    @shamima_shumy Год назад +8

    উনি কথায় কথায় বলছেন আমি দেখতাম….. মাশাহআল্লাহ। উনি আসলে যারা চোখে দেখে তাদের মতোই।

  • @cricketandfunny2934
    @cricketandfunny2934 Год назад +3

    অসাধারণ মানুষ, ভালো লাগলো। এগিয়ে যান আগামীর পথে।

  • @mdsharifulIslam-tp3hb
    @mdsharifulIslam-tp3hb Год назад +21

    ব্রান্ডিং বাংলাদেশ অনেক পছন্দের একটি অনুষ্ঠান। কিছু অর্জনের জন্য দেখা শুরু করলাম

  • @Taposhimollik4110
    @Taposhimollik4110 Месяц назад

    অসাধারণ। আজ পর্যন্ত ব্র‍্যান্ডিং বাংলাদেশের যত এপিসোড দেখেছি, উৎসাহ পেয়েছি, কষ্ট পেয়েছি, আবেগাপ্লুত হয়েছি। কিন্তু ভাষা হারিয়ে ফেলিনি।আমি জাষ্ট বাকরুদ্ধ। অনেক অনেক শুভ কামনা দাদার জন্য।

  • @chittagongautistic7744
    @chittagongautistic7744 Год назад +11

    আমাদের শ্রদ্ধেয় ভাস্বরদা ❤ যার উৎসাহে আমি আমার বাক-শ্রবণপ্রতিবন্ধি+অটিস্টিক মেয়েকে লেখাপড়া শিখাতে পেরেছি আলহামদুলিল্লাহ্।
    ভাস্বরদা আপনি আমাদের গর্ব। আল্লাহ্ আপনার নেক হায়াত দান করুন প্রতিবন্ধি সেক্টরে আরো উন্নত করার জন্যে।

    • @nigershahriar4997
      @nigershahriar4997 Год назад

      আমিও ৩ জন অটিস্টিক শিশুদের শেখাতে সখমমম হই,আমাকে সুযোগ দিন please

  • @jannatunnahar9415
    @jannatunnahar9415 Год назад +5

    প্রকৃত জীবন যোদ্ধা 💞 I am Impressed

  • @hosnababy7734
    @hosnababy7734 Год назад +1

    কিবরিয়া ভাই অসাধারণ মানুষ উনার জন্য ই আমরা অবিশ্বাস্য কাহিনি শুনি এবং প্রেরনা পাই হতাশ হই না অনেক ধন্যবাদ।

  • @saidaahmedparul4863
    @saidaahmedparul4863 Год назад +7

    খুব মনোযোগ দিয়ে শুনছিলাম অসাধারণ অভাবনীয় সাফল্য অর্জন অনেক অনেক শুভকামনা আপনাকে।💞💞 ধন্যবাদ ❤️

  • @doctorshiblynoman2195
    @doctorshiblynoman2195 Год назад +4

    অসাধারণ, বার বার মনে হচ্ছিল গল্পটা যেন শেষ না হয়? অনেক শুভ কামনা আপনার জন্য। পাশাপাশি দোয়া আার ভালোবাসা সেই সকল মহান মানুষদের জন্য যারা আপনার জন্য সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন।

  • @furkanahmad653
    @furkanahmad653 Год назад +1

    আল্লাহ উনাকে হেদায়েত দিক, এই পূর্ণতর মেধাবী মানুষকে।

  • @lucky-1485
    @lucky-1485 Год назад +3

    বাবা তুমি বাবা। তুমি হতে পেরো ছো বাবা । শ্রদ্ধা জানাই তোমার মা জনোনি কে। রিদয় বান মহোত শিক্ষক দের প্রতি শ্রদ্ধা ও দোয়া রইলো। আমার জীবনে ভালো লাগার মতো একটা ভালো মানুষের জীবন গপ্লো সোলাম। খুব ভালো লেগেছে আমার । যদি পারেন আরেক বার। আরেক টা অনুষ্ঠান করা জায় কি। জাযাকাল্লাহ্

  • @renurozaferozak1372
    @renurozaferozak1372 Год назад +3

    স্যালুট আপনাকে, ভাস্কর দাদা। আল্লাহ আপনাকে আরও বড় করুক। কিবরিয়া ভাই আপনার জন্য শ্রদ্ধা রইল।

  • @marufaakther5081
    @marufaakther5081 Год назад

    অসাধারণ অনেক সময় নিয়ে কথা গুলো শুনতেই আমি থেমে গেলাম, আর ভাবলাম আল্লাহ চাইলে সব কিছু পারেন সব খমতার উপরে,, হয়ত আজ ওনার চোখের দৃষ্টি নেই বলেই আল্লাহ আজ এতটা দুরে নিয়ে গেছেন, তাই আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্য করেন৷,, দোয়া করি আল্লাহ আপনার পরিবারকে সুখে রাখুন আমিন

  • @user-yz7ks8pv1z
    @user-yz7ks8pv1z Год назад +5

    মনের জোর থাকলে সব কিছুই সম্ভব যার প্রমাণ এই দাদা, আপনার জন্য শুভকামনা রইলো দাদা

  • @user-nj9xy2wb3u
    @user-nj9xy2wb3u Год назад +2

    অসাধারণ গল্প অনেক অনেক দোয়া রইলো সকল ধরনের প্রতিবন্ধী ভাই এবং বোনদের জন্য

  • @shakilashakila3792
    @shakilashakila3792 Год назад +1

    Osadharon story.....allah manush k kono na kono vabe valo rakhei.....Allah kono coto chesta keo bartho kore na....

  • @amithasanrakib5174
    @amithasanrakib5174 Год назад +26

    To be honest, The story was really outstanding to learn incomparable life lesson.❤️🥀

  • @taim1910
    @taim1910 8 месяцев назад +1

    এখানে বলা খুবই সহজ ছিলো , কিন্তু বাস্তবতা ছিলো আরো তিক্ত ও ভয়ানক ❤

  • @mdtuhin666
    @mdtuhin666 Год назад +3

    অসাধারণ একটি গল্প শুনলাম আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আপনি আরো ভালো কিছু করবেন প্রতিবন্ধী ভাইবোনদের জন্য

  • @subersarker10
    @subersarker10 Год назад +8

    অবাস্তব কিছু বাস্তব হল আজ...আমার কাছে....
    আমি বাকরুদ্ধ😍😍

  • @ashrafahmed3248
    @ashrafahmed3248 Год назад +1

    ওয়াও অসাধারণ গল্প জীবন পাল্টে দেওয়ার জন্য সময় হলে সবাই দেখবেন,
    অশেষ ধন্যবাদ আর জে কিবরিয়া এত সুন্দর করে ব্রানডিং বাংলাদেশের পর্ব গুলা তুলে ধরার জন্য একটা থেকে আরেকটা উচ্চ পর্যায়ের শুধু দেখতেই মন চায়👌👌👌।

  • @nirjonayean8652
    @nirjonayean8652 Год назад +5

    কি সুন্দর মানুষ 🤍
    Really proud of him

  • @rofiqulislamislam2577
    @rofiqulislamislam2577 Год назад +6

    স্যালুট স্যার আপনাকে অনেক অনেক শুভকামনা রইলো অনেক কিছু অনুপ্রেরণা পেয়েছি আপনি সত্যিই মহান আপনি একজন যোদ্ধা আপনি সফল মানুষের মধ্যে প্রথম সারির একজন

  • @abdulalimd1776
    @abdulalimd1776 Год назад +2

    সত্যিই অসাধারণ একটি এপিচোড, জীবন কি জিনিস উপলব্ধি করাযায়, আমার যারা অল্পতে হতাশ তাদের জন্য অনুপেরনা।

  • @NazimUddin-pd8jd
    @NazimUddin-pd8jd Год назад +8

    সব পরিবারের অবহেলিত ব্যাক্তিটি একসময় সফল হয়ে যায়।

  • @abusufian2755
    @abusufian2755 Год назад +1

    Thanks diye ami apnader dujon k choto korte chai na.
    Amr ekta e request Bangladesh er sob educated manus der jonno, ei manus tar moto manus hoye Bangabondhur sopner sonar Bangladesh gore tulun karon ami aaj theke believe kori, amr beloved Bangladesh khub taratari e Bangabondhur sopner sonar Bangladesh e porinoto hbe jdi amra sobai ei manus ta k follow kori properly. Love ❤️ U a lot and may almighty Allah bless you always. Ameen.

  • @alveff9407
    @alveff9407 Год назад +2

    অসাধারণ বলতে স্বপ্নে দেখারমত এই এপিসোড। হার না মানা এক ডিজিটাল যোদ্ধার যুদ্ধ জয়ের কাহিনি।

  • @monikhan2235
    @monikhan2235 Год назад +5

    অসাধারণ অসাধারণ অসাধারণ সত্যি বলতে এরাই সত্যি কারের আলোর পথের মানুষ

    • @billionairefahim6778
      @billionairefahim6778 Год назад

      হে,ওনি যে ইস্শরকে দেখতে চাই না।
      সবি ঐ আল্লাহর দয়া।ওনার ওপর।

  • @mohammadovi9359
    @mohammadovi9359 Год назад +1

    ধন্যবাদ ভাস্কর দাদা ওনাকে ছোটবেলা থেকেই আমি দেখে আসছি উনি আমার বড় ভাইয়ের রাশেদ ভাই আর বন্ধু

  • @muktimaity7646
    @muktimaity7646 Год назад

    অসাধারণ,, এক আশ্চর্য উত্তরণের কথা শুনলাম মুগ্ধ শুধু নয় বিমোহিত।আপনার জীবন পৃথিবীর সব ধরনের মানুষের অনুপ্রেরণা হয়ে থাকবে।ঈশ্বর বিশ্বের সবার সর্বাঙ্গীন মঙ্গল করুন।আপনার মাস্টার মশাইদের আমার সশ্রদ্ধ নমস্কার।

  • @afrozzahan4403
    @afrozzahan4403 Год назад +1

    অসাধারণ পোষ্ট আমি উনার সহধর্মিণীকেও অসংখ্য ধন্যবাদ
    দিব। উনার মনের আশা পূর্ণ করার জন্য। উনিও মহান।

  • @apupaul8130
    @apupaul8130 Год назад +1

    অসাধারণ, অসম্ভব অনেক কিছু জানতে বুঝতে পারলাম, কেমনে সম্ভব? এতকিছু

  • @Nishat817
    @Nishat817 Год назад +2

    আমি ইন্টারে পড়ি।পড়ার মাঝে যখন বোরিং লাগে তখন ইয়ারফোন কানে দিয়ে এই অনুষ্ঠান শুনি আর পড়ি এত এত মহান ব্যাক্তিদের জীবন গল্প শুনে অনেক বেশি ইন্সপায়ার হই।ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা অনুষ্ঠানের জন্য

  • @mintu3884
    @mintu3884 Год назад +1

    হে আমার প্রতিপালক, হে আমার মহান প্রভু আপনি অসীম দয়ালু আপনি আমাদের সঠিক পথে পরিচালিত করুন।

  • @md.anwarhossainfayed484
    @md.anwarhossainfayed484 Год назад +2

    অসাধারণ বাস্তব জীবনের ঘটনা,,শুনে আশ্চর্যজনক হলাম❤️

  • @nahidjui8467
    @nahidjui8467 Год назад +9

    Mashallaha very amazing... We are really proud of him...May Allah bless him. .of course humanity ...humanity...humanity

  • @hakimulhaque1531
    @hakimulhaque1531 Год назад +3

    আমাদের মতো দৃষ্টি সম্পন্ন মানুষের চেয়ে আপনি দৃষ্টিহীন হয়ে দেশকে যা দিয়ে যাচ্ছেন, তার কোন তুলনা নাই, আশা করি আপনি আপনার কাজের মাধ্যমে হাজার বছর বেঁচে থাকবেন।

  • @faridayeasmin4954
    @faridayeasmin4954 Год назад +5

    সত্যি অসাধারণ, অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো।

  • @nurmohammad1654
    @nurmohammad1654 Год назад +3

    শেষ হয়ে ও হয়লো না শেষ এমন এক মানুষের গল্প ছিল এই টা!!!!!

  • @mohammadwahidullah7848
    @mohammadwahidullah7848 Год назад +5

    ভাষ্কর ভাইকে আমি খুব কাছে থেকে দেখেছি। ওনার সাথে ইপসা তে আহছান ভাই নামে আরও একজন আছেন। তিনিও দৃষ্টি প্রতিবন্ধী ছিলেন।

  • @sulotaIslam
    @sulotaIslam Год назад +2

    স্যালুট, চমৎকার, অসাধারণ, অসাধারণ যোদ্ধা

  • @shahinamomtaz8876
    @shahinamomtaz8876 Год назад +4

    আমার জীবনের সবচেয়ে motivational গল্প । অজস্র শ্রদ্ধা উনার বাবা মাকে ।

  • @sayeedasathi3611
    @sayeedasathi3611 Год назад +3

    উনার লাইফে উনার বাবা মা বিশেষ করে বাবা সত্যিকার অর্থেই বাবা মা বলতে যা হয়।।বিশেষ করে উনার বাবা।।উনার সমস্যা থাকা সত্ত্বেও অবহেলা করেন নাই😍😍😍

  • @iamdieddead9597
    @iamdieddead9597 Год назад +2

    এক কথায় অসাধারণ একটা যুদ্ধের গল্প

  • @nahidjui8467
    @nahidjui8467 Год назад +8

    Again..wonderful story.. May Allah keep him peaceful life with his family...

  • @MessiXtoxic
    @MessiXtoxic Год назад +2

    ভগবান আপনার মতো মানুষের মঙ্গল করুক ❤

  • @ateamaksud8953
    @ateamaksud8953 Год назад +1

    Salute vaia apnader dujonkei.

  • @monowarhossain9094
    @monowarhossain9094 Год назад +1

    অনেক ভালো লাগলো, ধন্যবাদ।

  • @nowshadali528
    @nowshadali528 Год назад +2

    অসাধারণ! অকুতোভয় বীর যোদ্ধা। আমার শাশুড় বাড়ির পাশের মানুষ বলে গর্ববোধ হচ্ছে।

  • @mdosman1052
    @mdosman1052 Год назад +1

    অনন্য এক উদাহরণ হয়ে থাকবে ইতিহাসে। ধন্যবাদ সে শিক্ষককে যে মানুষ গড়ার কারিগর।

  • @bristyakter9774
    @bristyakter9774 Год назад +1

    আমি ছোট কাল থেকে এখন পর্যন্ত ভিষন অসুস্থ,,,এই অসুস্থ শরীর নিয়ে কোথাও কাজ করলে ২ দিনের মধ্যে আমাকে কাজ থেকে বের করে দিবে তাও আমি অনেক জায়গায় জবের জন্য গেলাম,,কিন্তু কোথাও আমার জব হচ্ছে না,,,তাই আজ এই ভাইকে দেখে বুঝলাম একজন মানুষের চোখ না থাকলেও অনেক দূর যেতে পারে কিন্তু ছোট কাল থেকে যে শারীরিক ভাবে অসুস্থ সে জীবনে কিছুই করতে পারে না,,,,,,
    বি:দ্র আমার অসুস্থতা আমার জীবন থেকে সব কেড়ে নিয়েছে...

  • @awladhossain6
    @awladhossain6 Год назад +1

    Wonderful history of Bangladesh. Thanks PAG BD.

  • @tunnarahman6205
    @tunnarahman6205 Год назад +2

    Eto shundor, Eto shundor , oshadharon 🙏

  • @AMIRKHANVLOGS-gd2gd
    @AMIRKHANVLOGS-gd2gd Год назад +1

    Apnar jonno dowya o shuvo kamona roilo dada

  • @mdsamirislam8096
    @mdsamirislam8096 Год назад +1

    আজকের গল্পটা শুনে মনে হচ্ছে যেন এটি একটি সেরা গল্প। ধন্যবাদ

  • @Politemamun
    @Politemamun Год назад +1

    এককথায় অসাধারণ ❣️❣️❣️❣️

  • @minapaul5209
    @minapaul5209 Год назад

    অসাধারণ অসাধারণ একটা গল্প শুনলাম।
    উফ্ফ্ উফ্ফ্ আরো শুনতে ইচ্ছে করছিলো!
    এতো তাড়াতাড়ি শেষ হয়ে গেলো!!

  • @gopabagchi573
    @gopabagchi573 Год назад +2

    অসাধারণ লাগলো আজকের অতিথির বক্তব্য অনেক শুভেচ্ছা রইল ওনার প্রতি 🙏🙏