আজ থেকে ২১ বছর আগে আমি যখন কলেজে পড়ি তখন আমাদের কলেজের প্রফেসর বলেছিলো যে বাংলাদেশের অনেকে মানুষই জানেনা কিভাবে প্রশ্ন করতে হয়। কিন্তু সাজ্জাদ ভাইকে মনে হয় তিনি খুব অনেক মেধাবী। তিনি খুব সুন্দর করে প্রশ্ন করে।তিনি যখন গেস্ট ক প্রশ্ন করেন তাতে তা বুঝা যাই। সেলিম নাসিফ ভাই ও অনেক মেধাবী। আপনাদের এই প্রচেষ্টা আল্লাহ সফল করুক।আপনাদের এই সুন্দর প্রচেষ্টা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য ও মানব কল্যাণের জন্য হয় তাহলে তা যেন আল্লাহ পরকালে পুরুস্কিত করে। আমীন।
অসাধারণ আলহামদুলিল্লাহ! এমন কিছু বিষয়ের আলোচনা এই ধরনের পডকাস্টগুলোতে দরকার। অনেক অনেক কিছুই শেখার আছে আমাদের জেনারেশনের জন্য এই আলোচনা থেকে। তবে এত অল্প সময়ের আলোচনায় মন ভরলো না মনে হচ্ছে। 2 cent podcast এর ভাইদের অনুরোধ করবো উনাকে আবারও যেন আনা হয় পডকাস্টে। ধন্যবাদ।
শুরু থেকে শেষ পর্যন্ত দেখলাম। সত্যি বলতে মন ভরেনি। এখান থেকে তিনটা জিনিস সবচেয়ে ভালো লাগলো ১ প্রয়োজনীয় জিনিস থেকে ব্যবসা করা যায় ২ শিক্ষক হওয়ার পর শিখাটা কন্টিনিউ রাখা ৩ সন্তানদেরকে নিজের মনের অবস্থাটা বুঝিয়ে তার সাথে কানেক্ট থাকা
মাশাল্লাহ, খুব ভালো লেগেছে। শিক্ষকদের বিষয় গুলো মাথায় রাখা খুবই জরুরি। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা খুব মেধাবী। জাস্ট উনাদের সময়োপযোগী হয়ে উঠার ট্রেনিংটা দরকার। ইন শা আল্লাহ এক সময় মাদ্রাসা শিক্ষার প্রতি বাংলাদেশের ঘরে ঘরে আগ্রহ সৃষ্টি হবে।
জাযাকাল্লাহ খাইরান! ১ ঘন্টা ৫২ সেকেন্ড মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম, কুরআন সুন্নাহর প্রকৃত ইলম যাদের মধ্যে আছে, তাদের কথা শুনলেই ভালো লাগে আর মনে আমলের ইচ্ছা জাগে। অতিথি ভাইজানের কমিউনিকেশন স্কিলস ও মাশাল্লাহ দেখার মত! এমন শিক্ষক যখন বাংলাদেশে বেচে আছে, পরবর্তী প্রজন্ম ইনশাআল্লাহ সঠিক পথেই থাকবে।
এই ইপিসোড টা দেখে মনে একটা ইচ্ছার আবির্ভাব হল যে আমি একটা দোকান দিবো আর এই টার থেকেই যে লাভ হবে সেখান থেকে এক জন ছাত্রের আলেম হওয়ার পর্যন্ত আমি থাকবো তার পাশে ইনশাআল্লাহ দোয়া চাই
খুবই শিক্ষণীয় একটি পডকাস্ট ছিল । আমাদের এই সুন্দর চিন্তা চেতনা গুলো বাস্তবে রূপ দেওয়া দরকার । আমিও নিজে থেকে এটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ । ধন্যবাদ ।
একটু শোনার জন্য ভিডিওতে ক্লিক করেছিলাম কিন্তু শেষ না হওয়া পর্যন্ত বের হতে পারলাম না। এমন মোটিভেশান সব সময় প্রয়োজন। আল্লাহ আপনাদের সবার নেক হায়াত দান করুক, আপনাদের জন্য দোয়া রইলো।❤
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ শিক্ষনীয় বিষয়ক কথাবার্তা জাযাকাল্লাহ খায়ের। কিছুদিন হলো আপনাদের অনুষ্ঠানটা দেখছি আমার খুব ভালো লাগে আশা রাখি সত্যের পথে থাকবেন এবং সত্যকে এগিয়ে নিয়ে যাবেন।
আমি একটি মেয়েকে ক্বোরআন পড়ায়। যার বয়স সাড়ে ছয় বছর। সে চেয়ারে বসেই টেবিলে পা তুলে আরবি বইটি পা লাগাতে চেষ্টা করে, আমি যখনি তাকে এ কাজ টা না করার জন্য বলি তখনি সে আমাকে বলে আমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ি ইংলিশে কথা বলি বাংলা স্কুলে পড়িনা বাংলায় কথা বলি না। আমি অনেকবার তাকে ধৈর্য সহকারে বুঝিয়েছি আরবি হচ্ছে আল্লাহর ভাষা। আর এই ভাষা আমাদের শিখতে হবে যাতে আমরা জাহান্নামের আগুন থেকে বাচতে পারি। বাংলাভাষা হচ্ছে আমাদের মায়ের ভাষা। এই ভাষাকে সম্মান করবো। কারণ এ ভাষার জন্য তাজা রক্ত ঝরেছে প্রাণ দিয়েছে অনেকে। আমি জানিনা ইংলিশ মিডিয়ামের পড়ুয়া বাচ্চারা সালাম দিতে চাইনা। বলে স্কুলে বাই দিতে বলে। বাচ্চাদের দ্রুত বেয়াদব বানানোর আদর্শ স্কুল বৈকি। অনেক বাবা মা এতেই খুশি ছেলে মেয়ে ইংলিশে কথা বলে অপেক্ষা করো কবরে যখন অসহায় ভাবে পড়ে থাকবে বুঝবে তার ফজিলত!!!!!
আপনি এভাবে বললে আরো ভাল হত যে আরবি সবাই শিখে, তবে যে যত বেশী শিখবে সে তত সহজে জান্নাতে যেতে ও বড় জান্নাত অর্জন করতে পারবে। পরোক্ষভাবে এটা আসলে সত্যি। আর বাই বলাতো শিখেছো এখন সালাম প্রাকটিস করো। আদব কায়দার জন্য বাবা মায়ের কাছে বলবেন আর নিজেও শাস্তির ব্যবস্থা রাখবেন, বুঝিয়ে সবসময় কাজ দেয় না।
আলহামদুলিল্লাহ ভাই আপনাদের আলোচনাটা শুনে অনেক ভালো লাগলো এবং আপনাদের এই আলোচনা থেকে আজ আমি অনেক জিনিস বুঝলাম এবং শিখলাম। এই এপিসোডটা দেখার আগ মুহূর্ত পর্যন্ত আমি শুধু একজন দায়িত্ব পালনকারী ছিলাম কিন্তু এই এপিসোডটা দেখার পরে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে, আমি আজ থেকে দায়িত্ব পালন করার সাথে সাথে পরিবারের যত্ন নিব এবং একজন যত্নবান অভিভাবক হব ইনশাআল্লাহ।
অল্প একটু শোনার জন্য শুরু করলাম...শেষ না করে বের ই হতে পারলাম না 🥰🥰🥰 ভাইজান, আপনার জীবনের এই অজানা কথাগুলো একেবারেই জানা ছিল না.. 😢😢😢 আপনার আব্বুজীকে আল্লাহ তা'আলা জান্নাতের উচ্চ মাকাম দান করুন । আমীন 🤲🤲🤲
অসাধারণ আলহামদুলিল্লাহ! এমন কিছু বিষয়ের আলোচনা এই ধরনের পডকাস্টগুলোতে দরকার। অনেক অনেক কিছুই শেখার আছে আমাদের জেনারেশনের জন্য এই আলোচনা থেকে। তবে এত অল্প সময়ের আলোচনায় মন ভরলো না মনে হচ্ছে। 2 cent podcast এর ভাইদের অনুরোধ করবো উনাকে আবারও যেন আনা হয় পডকাস্টে। ধন্যবাদ।
পুরোপুরি প্রোগ্রাম টা দেখলাম সত্যি খুব ভালো লেগেছে ফইজুল্লাহ ভাই এর কাজ থেকে অনেক কিছু শিখার আছে,তবে ফইজুল্লাহ ভাই কে ভালো কোনো জাইগাই সুযোগ করে দিতে পারলে বোম করবে কনফার্ম।
অসাধারণ আলোচনায় মুগ্ধ হলাম। পরিবারের সদস্য হতে বাধ্য হলাম বলা যায়। অনেক বেশি শুভকামনা রইলো সবার জন্য। মনটা বড় হলেই অন্যকে কি এতো চমৎকার ভাবনা ভাবা যায়। খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ
হুজুর ভাই আপনি আমাদের মাদ্রাসার ছাত্রদের পক্ষ থেকে অনেক সুন্দর বলছেন আসলে আমাদের বাস্তবতা তুলে ধরছেন আমি ২০২১ সালে পড়াশোনা শেষ করে বাবার লক্ষ লক্ষ টাকা থাকা সত্তেও মসজিদে আট হাজার টাকা বেতনে জব করতেছি,,,,
আমার শোনা best podcast. শিক্ষা এবং শিক্ষকদের নিয়ে আমার চিন্তা ধারা পরিবর্তন করে দিয়েছে। ১.৫২ সেকেন্ডে যা শিখলাম এবং যা বুঝলাম হয়তো আমি আমার পরবর্তী প্রজন্ম একটু হলেও ভালো করার চেষ্টা করতে পারবো।ধন্যবাদ 2 cens podcast এমন একটি এপিসোড দেখার সুযোগ করার জন্য। অনেক দোয়া এবং শুভকামনা আপনাদের এমন সুন্দর প্রচেষ্টার জন্য।
আস্সালামুআলাইকুম , আমি মোঃ আশিকুর রহমান ,আমি হিফজের সাথে দাখিল আলিম ও তেজগা কলেজ থেকে অনার্স শেষ করে বর্তমানে দুবায়ে কর্মরত আছি আজকের আলোচনাটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল ,এই আলোচনা থেকে আজ আমি সিদ্ধান্ত গ্রহন করলাম ,আমার ভিসা শেষ হলে দেশে এসে আল্লাহ যদি আমাকে তাওফিক দেন আমি আমার পরবর্তি প্রজন্মকে এমন ভাবে গড়ে তোলার চেষ্টা করবো যতে করে তারা দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জন করতে পারে ইনশাআল্লাহ ।
এক্কেবারে একমত,ওই যে বাচ্চাদের ইসলাম এর কথাগুলো অনুধাবন করিয়ে এরপর তাদের লক্ষ্যে ছেড়ে দিন, আর অভিভাবকদের ও বুঝতে হবে শিক্ষক আপনাদের মত একজন parent রূপে কাজ করে। ধন্যবাদ,ভালো থাকুন সবাই, দোয়া রইলো।
আপনি বুঝতে ছিনা কি কমেন্ট করবো ভাইয়ার প্রতি টা কথা এই মুক্তার দানার চেয়ে দামি, দোয়া করি ভাইর জন্য আল্লাহ যেনো তাকে আরো ইলেম বাড়িয়ে দেউক এবং তার কাছে থেকে জেনো আমরা তরুণ প্রজন্ম আরো অনেক কিছু শিখতে পারি 🥰, ভাইয়ার কথা যাদের চ্যানেলের মাধ্যমে শুনলাম আল্লাহ যেনো তাদের কে দুনিয়ায় এবং আখেরাতে সম্মানিত করে।
আমি চাই সমাজের সবার শিক্ষা ব্যবস্থা হবে ইসলামী শিক্ষা ব্যবস্থা যাতে করে প্রত্যেকটা ছেলেমেয়েই বিজ্ঞান, কলা,সাহিত্যের সমান্তরালে শিখবে কোরআন,হাদিস ও ফিকাহ।
আলহামদুলিল্লাহ। মাশাল্লাহ। ফয়জুল্লাহ ভাইয়ের মত কথা আমি আমার এই বয়সে আর কোথাও পানি। আমি জানতাম শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু সেই মেরুদণ্ডটা কি আজকে জানতে পারলাম।❤
আজ থেকে ২১ বছর আগে আমি যখন কলেজে পড়ি তখন আমাদের কলেজের প্রফেসর বলেছিলো যে বাংলাদেশের অনেকে মানুষই জানেনা কিভাবে প্রশ্ন করতে হয়। কিন্তু সাজ্জাদ ভাইকে মনে হয় তিনি খুব অনেক মেধাবী। তিনি খুব সুন্দর করে প্রশ্ন করে।তিনি যখন গেস্ট ক প্রশ্ন করেন তাতে তা বুঝা যাই। সেলিম নাসিফ ভাই ও অনেক মেধাবী। আপনাদের এই প্রচেষ্টা আল্লাহ সফল করুক।আপনাদের এই সুন্দর প্রচেষ্টা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য ও মানব কল্যাণের জন্য হয় তাহলে তা যেন আল্লাহ পরকালে পুরুস্কিত করে। আমীন।
Amine
অনেক সুন্দর কথা
মানুষ গড়তে পড়াশুনা করতে সন্তানকে কজন পাঠায়? বেশিরভাগ মা- বাবা সন্তানকে টাকা কামানোর মেশিন বানাতে চায়।
School ,college university.gulothe modern education er pasha pashi Islamic education oboshho joruri .
❤
নাফিস ও সাজ্জাদকে অনেক ধন্যবাদ, এরকম একজন শিক্ষকের সাথে পরিচয় করিয়ে দেবার জন্য। U guys win my heart!
খুব কষ্ট লাগে এমন একজন শিক্ষক আমাদের এলাকায় নাই। হুযুরের জন্য দোয়া রইলো।
আপনার বাড়ি কোথায় ভাই?
নিজের পডকাস্ট নিজেই দেখতে আসলাম
কার কাছে কেমন লাগলো জানাবেন ❤
Alhamdulillah. It was instructive and informative.I love you fayezullah bhai as always ❤
জি, স্যার। অনেক ভালো লেগেছে❤️
অসাধারণ আলহামদুলিল্লাহ!
এমন কিছু বিষয়ের আলোচনা এই ধরনের পডকাস্টগুলোতে দরকার। অনেক অনেক কিছুই শেখার আছে আমাদের জেনারেশনের জন্য এই আলোচনা থেকে। তবে এত অল্প সময়ের আলোচনায় মন ভরলো না মনে হচ্ছে। 2 cent podcast এর ভাইদের অনুরোধ করবো উনাকে আবারও যেন আনা হয় পডকাস্টে। ধন্যবাদ।
অসাধারণ
অনেক ভালো
আলহামদুলিল্লাহ, একজন ফয়জুল্লাহ মাহমুদ এসে পুরো পডকাষ্ট এর পরিবেশ পরিবর্তন করে দিয়েছেন। দ্বীন ও দুনিয়া উভয় জগতের সফলতার একটা দিক নির্দেশনা দিয়ে গেলেন।
এমন একটি অনুষ্ঠান আমাদের সকলের দেখার প্রয়োজন । জা যাকাললাহ
শুরু থেকে শেষ পর্যন্ত দেখলাম। সত্যি বলতে মন ভরেনি। এখান থেকে তিনটা জিনিস সবচেয়ে ভালো লাগলো
১ প্রয়োজনীয় জিনিস থেকে ব্যবসা করা যায়
২ শিক্ষক হওয়ার পর শিখাটা কন্টিনিউ রাখা
৩ সন্তানদেরকে নিজের মনের অবস্থাটা বুঝিয়ে তার সাথে কানেক্ট থাকা
মাশাআল্লাহ, আল্লাহ তায়ালা ফয়জুল্লাহ ভাইকে আদর্শ শিক্ষক হিসেবে কবুল করুক।
মাশাল্লাহ, খুব ভালো লেগেছে। শিক্ষকদের বিষয় গুলো মাথায় রাখা খুবই জরুরি। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা খুব মেধাবী। জাস্ট উনাদের সময়োপযোগী হয়ে উঠার ট্রেনিংটা দরকার। ইন শা আল্লাহ এক সময় মাদ্রাসা শিক্ষার প্রতি বাংলাদেশের ঘরে ঘরে আগ্রহ সৃষ্টি হবে।
জাযাকাল্লাহ খাইরান! ১ ঘন্টা ৫২ সেকেন্ড মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম, কুরআন সুন্নাহর প্রকৃত ইলম যাদের মধ্যে আছে, তাদের কথা শুনলেই ভালো লাগে আর মনে আমলের ইচ্ছা জাগে। অতিথি ভাইজানের কমিউনিকেশন স্কিলস ও মাশাল্লাহ দেখার মত! এমন শিক্ষক যখন বাংলাদেশে বেচে আছে, পরবর্তী প্রজন্ম ইনশাআল্লাহ সঠিক পথেই থাকবে।
সব মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের এটি দেখা উচিত।।। মাশাল্লাহ ❤❤
মা শা আল্লাহ, অসাধারণ ওনার চিন্তাভাবনা।
বাস্তব জীবনে কাজে লাগাব ইন শা আল্লাহ
আমি পুরোটাই শুনেছি আলহামদুলিল্লাহ।আজকে থেকেই নিজের চিন্তা ভাবনার উন্নতি ঘটাবো ইনশা আল্লাহ্
আমি ভারতীয় একজন হাফেজ এই চিন্তা আমাকে ছাত্র জীবন থেকে তাড়িয়ে নিয়ে বেড়ায় আজ আমি alhamdulillah সফল ।
Alhamdulillah
হুজুর পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষক! সুতরাং শিক্ষাকতা অনেক মহান একটি পেশা
Jajakallah
হুজুর পাক হবে না ভাই। বলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশুদ্ধ হবে।
এই ইপিসোড টা দেখে মনে একটা ইচ্ছার
আবির্ভাব হল যে আমি একটা দোকান দিবো আর এই টার থেকেই যে লাভ হবে সেখান থেকে এক জন ছাত্রের আলেম হওয়ার পর্যন্ত আমি থাকবো তার পাশে ইনশাআল্লাহ দোয়া চাই
আল্লাহ আপনার ইচ্ছা কবুল করুক, আমীন
আমিন আমিন আমিন
আল্লাহ পাক আপনার নিয়তকে কবুল করুক। আমিন❤❤❤
মাশাআল্লাহ সুন্দর আলোচনা 🥰❤️❣️
প্রত্যেক বাবা-মার উচিৎ এই আলোচনাটা মনোযোগ দিয়ে সোনা।
Allah apnar moner escha puron kruk amin
আমি যদি পারতাম আমার সন্তানটাকে ওনার কাছে পড়াতে আল্লাহর দরবারে অনেক শুকরিয়া আদায় করতাম
উনি কোথায় পরান কেও বলবেন পিলজ
amy ma hoy amar dow hotan apnar kase detam amar aha🕌📚🕌
খুবই শিক্ষণীয় একটি পডকাস্ট ছিল । আমাদের এই সুন্দর চিন্তা চেতনা গুলো বাস্তবে রূপ দেওয়া দরকার । আমিও নিজে থেকে এটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ । ধন্যবাদ ।
নবীনগরের ভাই, মো:ফয়জুললাহ সাহেব আপনার কথা অনেক অনেক ভালো লাগলো, আমিন!
একটু শোনার জন্য ভিডিওতে ক্লিক করেছিলাম কিন্তু শেষ না হওয়া পর্যন্ত বের হতে পারলাম না। এমন মোটিভেশান সব সময় প্রয়োজন। আল্লাহ আপনাদের সবার নেক হায়াত দান করুক, আপনাদের জন্য দোয়া রইলো।❤
Sohomot ..eta ki program dekhar jonno click korsila but eto valo lagse ses na howea porjonto ber hote pari ni . Onek dwea o valobasa vaider jonno.
Same amaro
আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমিন জাজাকাল্লাহ খয়রাণ আল্লাহ নেক হায়াত দান করুন হুজুর কে❤❤❤
খুবই গুরুত্বপূর্ণ জীবনবৃত্তান্ত আলোচনা করলেন।
শিক্ষক হচ্ছে জাতি গড়ার কারিগর।
আল্লাহ আপনার মেহনত কবুল করুক!
এরকমই স্বপ্ন দেখি
বাকিটা আল্লাহ্ ভরসা
আল্লাহ আপনার নেক মকসুদ পুরন করুন,আর এ দেশে এমন শিক্ষক আরও দান করুন
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
একজন মা হিসেবে আমিও আমার সন্তানদের জন্য এমন শিক্ষক হবো ইন শা আল্লাহ
দারুন একটা ভিডিও দেখলাম।আলহামদুলিল্লাহ। এখনো এমন শিক্ষক আছে আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ
ইনশাআল্লাহ এই ভাইয়ের নসিয়াত থেকে
ইনশাল্লাহ আমাদের অনেক কিছু শিখার আছে
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ শিক্ষনীয় বিষয়ক কথাবার্তা জাযাকাল্লাহ খায়ের। কিছুদিন হলো আপনাদের অনুষ্ঠানটা দেখছি আমার খুব ভালো লাগে আশা রাখি সত্যের পথে থাকবেন এবং সত্যকে এগিয়ে নিয়ে যাবেন।
আমি একটি মেয়েকে ক্বোরআন পড়ায়। যার বয়স সাড়ে ছয় বছর। সে চেয়ারে বসেই টেবিলে পা তুলে আরবি বইটি পা লাগাতে চেষ্টা করে, আমি যখনি তাকে এ কাজ টা না করার জন্য বলি তখনি সে আমাকে বলে আমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ি ইংলিশে কথা বলি বাংলা স্কুলে পড়িনা বাংলায় কথা বলি না। আমি অনেকবার তাকে ধৈর্য সহকারে বুঝিয়েছি আরবি হচ্ছে আল্লাহর ভাষা। আর এই ভাষা আমাদের শিখতে হবে যাতে আমরা জাহান্নামের আগুন থেকে বাচতে পারি। বাংলাভাষা হচ্ছে আমাদের মায়ের ভাষা। এই ভাষাকে সম্মান করবো। কারণ এ ভাষার জন্য তাজা রক্ত ঝরেছে প্রাণ দিয়েছে অনেকে। আমি জানিনা ইংলিশ মিডিয়ামের পড়ুয়া বাচ্চারা সালাম দিতে চাইনা। বলে স্কুলে বাই দিতে বলে। বাচ্চাদের দ্রুত বেয়াদব বানানোর আদর্শ স্কুল বৈকি। অনেক বাবা মা এতেই খুশি ছেলে মেয়ে ইংলিশে কথা বলে অপেক্ষা করো কবরে যখন অসহায় ভাবে পড়ে থাকবে বুঝবে তার ফজিলত!!!!!
Zz
রাইট আমাদের সবার উচিত মাদ্রাসায় পড়ানো উচিত
আপনি এভাবে বললে আরো ভাল হত যে আরবি সবাই শিখে, তবে যে যত বেশী শিখবে সে তত সহজে জান্নাতে যেতে ও বড় জান্নাত অর্জন করতে পারবে। পরোক্ষভাবে এটা আসলে সত্যি। আর বাই বলাতো শিখেছো এখন সালাম প্রাকটিস করো। আদব কায়দার জন্য বাবা মায়ের কাছে বলবেন আর নিজেও শাস্তির ব্যবস্থা রাখবেন, বুঝিয়ে সবসময় কাজ দেয় না।
আর তার জন্য ইংলিশে পড়াতে পারবে এমন টিচার বা ইংলিশ মিডিয়াম মাদ্রাসায় দিতে বলেন। মিরপুর 1 এর আশপাশে আছে খুব উন্নত।
আলহামদুলিল্লাহ আপনি এভাবেই চালিয়ে যান। আল্লাহপাক আপনাকে বরকত দান করবেন ইনশাআল্লাহ।
হুজুরের কথা গুলো শুনে অনেক ভালো লাগলো।অনেক মেধাবি হুজুর। আল্লাহ হুজুরেকে নেক হায়াত বকসিশ করুক। আর হুজুরের কথা গুলো অনেক দামী মূল্য বান।
Mahmud vai অনেক ভালো এবং বড় মনের মানুষ উনার কথা গুলা অনেক গুরুত্বপূর্ণ 🏹
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর আলোচনা!
অনেক শিক্ষনীয় আলোচনা ছিল।
আলহামদুলিল্লাহ ভাই আপনাদের আলোচনাটা শুনে অনেক ভালো লাগলো এবং আপনাদের এই আলোচনা থেকে আজ আমি অনেক জিনিস বুঝলাম এবং শিখলাম। এই এপিসোডটা দেখার আগ মুহূর্ত পর্যন্ত আমি শুধু একজন দায়িত্ব পালনকারী ছিলাম কিন্তু এই এপিসোডটা দেখার পরে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে, আমি আজ থেকে দায়িত্ব পালন করার সাথে সাথে পরিবারের যত্ন নিব এবং একজন যত্নবান অভিভাবক হব ইনশাআল্লাহ।
আয়োজকদেরকে অনেক ধন্যবাদ,
আলেমদের মনের কথা, বাস্তব জীবনের কাহিনী তুলে ধরার জন্য উনাকে শুকরিয়া।
এ রকম আর্দশ মানুষদের আপনাদের আরো বেশি বেশি নিয়ে আসা উচিত।
আলহামদুলিল্লাহ। আপনাদের প্রতি আমার দোয়া ও শুভকামনা রইল।
অসাধারণ, এই বিক্ষিপ্ত সময়ে যেন আলোর দিশা । আলহামদুলিল্লাহ
অল্প একটু শোনার জন্য শুরু করলাম...শেষ না করে বের ই হতে পারলাম না 🥰🥰🥰 ভাইজান, আপনার জীবনের এই অজানা কথাগুলো একেবারেই জানা ছিল না.. 😢😢😢 আপনার আব্বুজীকে আল্লাহ তা'আলা জান্নাতের উচ্চ মাকাম দান করুন । আমীন 🤲🤲🤲
Same to you...amio
মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ আপনাদের দুনিয়া ও আখেরাতে উচ্চ মাকাম দান করুক
মা'শা'আল্লাহ্। বারাকাল্লাহু ফী হায়াতিকুম❤। ফয়জুল্লাহ্ ভাইয়ের কথাকে আগে থেকেই শুনি খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ্❤
জীবন নির্দেশনা মূলক বক্তব্য
আল্লাহর কাছে আপনাদের জন্য মন খুলে দোয়া করি। এই অনুষ্ঠান যেন continue হউক।
excellent mentality. Hats off for his deep thinking.
In Sha Allah... Allah Towfiq Dan korle manush hisabe gore ular jonnoi teacher hbo
নতুন প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত এবং তাদেরকে এই পথে যুক্ত থাকার মতো করে গড়ে তোলার কাজে উদ্যোগ এবং সাহায্য করতে চাই
অসাধারণ আলহামদুলিল্লাহ!
এমন কিছু বিষয়ের আলোচনা এই ধরনের পডকাস্টগুলোতে দরকার। অনেক অনেক কিছুই শেখার আছে আমাদের জেনারেশনের জন্য এই আলোচনা থেকে। তবে এত অল্প সময়ের আলোচনায় মন ভরলো না মনে হচ্ছে। 2 cent podcast এর ভাইদের অনুরোধ করবো উনাকে আবারও যেন আনা হয় পডকাস্টে। ধন্যবাদ।
মাশাআল্লাহ, আজকের আলোচনা টা সত্যিই অনেক সুন্দর !!
শত শত সন্তানের পিতার অবস্থান একজন শিক্ষক পেয়ে থাকেন❤
মাশাল্লাহ
আলোচনাগুলো খুবই ভালো লাগছে। মন দিয়ে শুনলাম,আলহামদুলিল্লাহ আমিও একজন মাদরাসার শিক্ষক❤
আলহামদুলিল্লাহ কিছু শিখতে পারলাম কিছু বুঝতে পারলাম
আলহামদুলিল্লাহ খুবই ভালো
চোখের পানি ধরে রাখতে পারিনি....
জাজাকাল্লাহ্......
মাশাআল্লাহ পুরো ভিডিও দেখলাম আলহামদুলিল্লাহ অনেক কিছু জানতে পারলাম। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। ❤
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এরকম শিক্ষক সারাদেশে দরকার
পুরোপুরি প্রোগ্রাম টা দেখলাম সত্যি খুব ভালো লেগেছে ফইজুল্লাহ ভাই এর কাজ থেকে অনেক কিছু শিখার আছে,তবে ফইজুল্লাহ ভাই কে ভালো কোনো জাইগাই সুযোগ করে দিতে পারলে বোম করবে কনফার্ম।
অসাধারণ আলোচনায় মুগ্ধ হলাম। পরিবারের সদস্য হতে বাধ্য হলাম বলা যায়।
অনেক বেশি শুভকামনা রইলো সবার জন্য। মনটা বড় হলেই অন্যকে কি এতো চমৎকার ভাবনা ভাবা যায়। খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ
পুরোটা শুনলাম অনেক কিছু শেখার আছে!
মাশাআল্লাহ ফয়জুল্লাহ ভাই ❤️
অসাধারণ ইপিসোড ছিল 😍😍 খুবি ভাল্লাগছে,, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ।
আমি দোয়া করি আমার দুইটি ছেলে মাদ্রাসা য় তারা যেনো ফয়জুল্লা ভাইয়ের মত ভালো মানুষ গড়ার কারীগর হয়
আলহামদুলিল্লাহ পুরোটাই গভীর ভাবে শুনেছি + এখান থেকে শিক্ষনীয় বিষয়ও গ্রহণ করছি
আমি শিক্ষক হিসাবে এই মতের উপর ১০০% এত মত
আলহামদুলিল্লাহ ,মনে হচ্ছে একটা প্যাকেজ প্রোগ্রাম শুনলাম।জাজাকাল্লাহূ খইরন
হুজুর ভাই আপনি আমাদের মাদ্রাসার ছাত্রদের পক্ষ থেকে অনেক সুন্দর বলছেন আসলে আমাদের বাস্তবতা তুলে ধরছেন আমি ২০২১ সালে পড়াশোনা শেষ করে বাবার লক্ষ লক্ষ টাকা থাকা সত্তেও মসজিদে আট হাজার টাকা বেতনে জব করতেছি,,,,
আলহামদুলিল্লাহ, সময়োপযোগী আলোচনা,হান আল্লাহ তায়ালা সবাইকে সঠিক শিক্ষা নেবার তৌফিক দান করুন।।
আলহামদুলিল্লাহ আল্লাহ উনাকে নেক হায়াত দান করুন
আমার শোনা best podcast. শিক্ষা এবং শিক্ষকদের নিয়ে আমার চিন্তা ধারা পরিবর্তন করে দিয়েছে। ১.৫২ সেকেন্ডে যা শিখলাম এবং যা বুঝলাম হয়তো আমি আমার পরবর্তী প্রজন্ম একটু হলেও ভালো করার চেষ্টা করতে পারবো।ধন্যবাদ 2 cens podcast এমন একটি এপিসোড দেখার সুযোগ করার জন্য। অনেক দোয়া এবং শুভকামনা আপনাদের এমন সুন্দর প্রচেষ্টার জন্য।
আমি 🇮🇳ভারত থেকে দেখছি খুব ভালো এগিয়ে যান। আল্লাহ সাহায্য করবেন❤
অসারণ চিন্তা নিয়ে আলোচনা গুলো মানুষের জীবন পালটে দিবে। ❤❤❤
খুবি ভালো লাগলো 🥰🥰🌼🌼🌼
আস্সালামুআলাইকুম , আমি মোঃ আশিকুর রহমান ,আমি হিফজের সাথে দাখিল আলিম ও তেজগা কলেজ থেকে অনার্স শেষ করে বর্তমানে দুবায়ে কর্মরত আছি আজকের আলোচনাটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল ,এই আলোচনা থেকে আজ আমি সিদ্ধান্ত গ্রহন করলাম ,আমার ভিসা শেষ হলে দেশে এসে আল্লাহ যদি আমাকে তাওফিক দেন আমি আমার পরবর্তি প্রজন্মকে এমন ভাবে গড়ে তোলার চেষ্টা করবো যতে করে তারা দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জন করতে পারে ইনশাআল্লাহ ।
আল্লাহ্ কবুল করুন অপনার পরিকল্পনা।
Ameen
এক্কেবারে একমত,ওই যে বাচ্চাদের ইসলাম এর কথাগুলো অনুধাবন করিয়ে এরপর তাদের লক্ষ্যে ছেড়ে দিন, আর অভিভাবকদের ও বুঝতে হবে শিক্ষক আপনাদের মত একজন parent রূপে কাজ করে।
ধন্যবাদ,ভালো থাকুন সবাই, দোয়া রইলো।
আপনি বুঝতে ছিনা কি কমেন্ট করবো ভাইয়ার প্রতি টা কথা এই মুক্তার দানার চেয়ে দামি, দোয়া করি ভাইর জন্য আল্লাহ যেনো তাকে আরো ইলেম বাড়িয়ে দেউক এবং তার কাছে থেকে জেনো আমরা তরুণ প্রজন্ম আরো অনেক কিছু শিখতে পারি 🥰, ভাইয়ার কথা যাদের চ্যানেলের মাধ্যমে শুনলাম আল্লাহ যেনো তাদের কে দুনিয়ায় এবং আখেরাতে সম্মানিত করে।
মাশা আল্লাহ
খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং খুবই চমৎকার উপস্থাপন হয়েছেন সবার।
দোওয়া ও শুভকামনা রইলো সবার জন্য 🥰🥰
Muin Academy এর ইংরেজি বিভাগের পক্ষ থেকে শুভকামনা রইলো
Yes. This is the best podcast ever I've seen...
Please do this kind of podcast again n again .... specially about teaching ...
আমি চাই সমাজের সবার শিক্ষা ব্যবস্থা হবে ইসলামী শিক্ষা ব্যবস্থা যাতে করে প্রত্যেকটা ছেলেমেয়েই বিজ্ঞান, কলা,সাহিত্যের সমান্তরালে শিখবে কোরআন,হাদিস ও ফিকাহ।
Sohomot ....
আপনার বাবা ও আপনাকে স্যালুট জানাই। আল্লাহ উত্তম প্রতিদান দান করুন।
আলহামদুলিল্লাহ। এমন একটা podcast এর আশায় ছিলাম অনেক দিন থেকেই
অসাধারণ শিক্ষনীয় একটি এপেশোট পুরোটাই দেখলাম আলহামদুলিল্লাহ
শিক্ষক হিসেবে আপনি সফল।
আলহামদুলিল্লাহ প্রকৃত মানুষ গড়ার কারিগর হলো আলেমরা ❤❤❤❤
মাশাআল্লাহ একজন শিক্ষিকা হিসেবে অনেক কিছু শিখলাম, অনেক জাযাকাল্লাহ
সেইম
ফজরের পর থেকে দেখা শুরু করলাম একটু বাবার কথা হেড লাইন দেখে। পুরো টা শুনতে হলো। আল্লাহ এই ভাইয়ের নেক ইচ্ছে কবুল করুন আমিন।
খুব ভালো লেগেছে চমৎকার আলোচনা মাশাআল্লাহ
মাশাআল্লাহ ❣️ আলহামদুলিল্লাহ ❣️ অসাধারণ মনোমুগ্ধকর খুবই গুরুত্বপূর্ণ কথা। এমন ভিডিও বারবার চাই।
অধীর আগ্রহে ছিলাম আলহামদুলিল্লাহ ফয়জুল্লাহ ভাই একজন সেরা শিক্ষক
চমৎকার আলোচনা এই প্রথম সম্পুর্ন দেখলাম।
মাশা আল্লাহ
এই ১ টা ভিডিও পুরোটা দেখছি
আলহামদুলিল্লাহ ❤❤❤❤
জীবনে আর কোনোদিন এতো বড় কোনো ভিডিও পুরোটা দেখছি কিনা মনে পড়ে না। মাশা-আল্লাহ ভিডিও অনেক সুন্দর হইছে। না টাইনা পুরো ভিডিও দেখলাম।
আলহামদুলিল্লাহ। মাশাল্লাহ। ফয়জুল্লাহ ভাইয়ের মত কথা আমি আমার এই বয়সে আর কোথাও পানি। আমি জানতাম শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু সেই মেরুদণ্ডটা কি আজকে জানতে পারলাম।❤
Alhamdulillah, we want this type of guest in every time.
আসসালামু আলাইকুম। মাশাল্লাহ্ অসাধারন চিন্তাধারনা।।
জিবনে ন্যানো শতাংশ হলেও কাজে লাগাব ইনশা আল্লাহ।।
আল্লাহ আপনার নেক ইচ্ছে পুরন করুক,,
আলহামদুলিল্লাহ।মাশাআল্লাহ।মহানআল্লাহ নেক হায়াত বাড়িয়ে দিন ।বাবার স্বপ্ন পূরণ করার তাওফিক দান করুন রব্বুলআলআমিন যাজাকআল্লাহখায়রান ।সকলকে শুভকামনা রইল🎉
অনেক ভালো লাগলো
সব শিক্ষকদের এমন চিন্তা নিয়ে শিক্ষকতা করা উচিৎ
আলহামদুলিল্লাহ। একটু দেখতে এসে আর বের হতে পারলাম না। জাযাকুমুল্লাহ।
স্টুডিও দের কাছে রিকোয়েস্ট থাকবে এমন বেশি বেশি অতিথি চাই আমরা এমন অতীতের মুখ থেকে অনেক কিছু শুনতে চাই অসংখ্য ধন্যবাদ আপনাকে
কতো সুন্দর চিন্তা ভাবনা, অনেক সুন্দর লেগেছে ধন্যবাদ আপনাকে
আমাদের বাংলাদেশের এইটাই সবচেয়ে বড় সমস্যা, যে শিক্ষকরা তার নিজের জন্য শিক্ষা অর্জনটা অব্যাহত রাখে না 😢
আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। অনেক কিছু শিখলাম।
খুব সুন্দর কথা বলেছেন।❤❤
মশাআলহ! এক সেকেন্ড মিস করলে মনে হছে কি কথা মিস করে ফেলবো। খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। আলহামদুলিল্লাহ্ আপনার জন্য দোয়া রইল ভাই!!